This song deserves billion billion views❤...the lyrics, the tune, the emotions, and even the sceneries it holds, are absolutely amazing....hat's off bhaiya, u did a great job....❤
lyrics,scenarios,tune & all the locations of the song holds a very important & painful real life story of my life.I feel good when people can touch the depth of the song 🙏.Thank you.
Maybe for that painful real story, We are feeling that emotional attraction from the depth when you say jodi abar and every other lines. It takes us to another diemension, A sad but special very special past of life. If I could sang and could sang in front of her once this song for once@@angelnoor_official
When i hear the line " jodi abar dekha hoy tomar amar" it takes me an another eternal dimension 😢😢,,,i cant understand whats happening to me,,, Realy fantastic ❤❤❤❤.. Realy fantastic ❤❤❤❤,,,,
এই গানটার ভিউস তো মিলিয়ন হবার কথা এতোদিনে বর্তমান টিকটকার জেনারেশন কোনদিন এই গানের মর্ম ফিল করবেনা। ধন্যবাদ Angel Noor অসম্ভব একটা গান উপহার দেয়ার জন্যে। একটুর জন্য না হয় প্রাক্তনকে মনে করিয়ে দিলে তুমি ভাই।💔
অনেকদিন পর একটা বাংলা গান শুনলাম যাকে কথা, সুর এবং অন্য সব ক্যাটাগরিতে আলাদা ভাবে ১০০ তে ১০০ নম্বর দেয়া যায়। হাল-ফ্যাশনের গানগুলোতে এতো ইন্সট্রুমেন্ট থাকে যে গায়কের কন্ঠ বা গানের সুর কোনকিছুতেই ফোকাস করা যায় না। কিন্তু "যদি আবার" একদম আলাদা। শুরু থেকে শেষ পর্যন্ত স্নিগ্ধতায় ভরপুর। ধন্যবাদ এমন সুন্দর গান উপহার দেয়ার জন্য 💜
তোমাকে ভেবে কেটে যাই... যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিলো যত ঋণ... জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন... 😢 কী সাবলীল মানুষের মনের অনুভূতির প্রকাশ 🥲🥲🥲 ভালোবাসা সবসময়ই মনের গহীনে লুকিয়ে থাকা যত্নে বয়ে বেড়ানো অবহেলিত এক সমুদ্র যন্ত্রণা 💔
এমন একটি সময়ে গানটি শুনছি যে, গাল দুটো না ভিজিয়ে থাকতে পারলাম না , সত্যিই গানের মাধ্যমে কত গভীর থেকে গভীরতর ক্ষত কান্নার মাধ্যমে প্রকাশ পায়, আপনাকে অনেক ধন্যবাদ 🙏 এমন হৃদয়স্পর্শী গানের মাধ্যমে পৃথিবীর সকল অসম্পূর্ণ ভালোবাসাকে আরও সতেজ রাখার জন্য ।
@@ajoyd6397 sona 🍆 amar.. gaan shudu onnoke shunanor jonno na.. njer vab prokasher jonno'o sobar gola , gawar andaj expert level er nao hote pare.. tai bole ki pro-singer bade baki sobai na geye thakbe ?! etao ekta kola ( art ) ei je judge korcho ei problem sei problem.. ektu chokh miliye dekho.. koto kharap kharap art koto dam e sell hoi sona 🍆 amar ektu boro hoye nao
If distance makes you feel more connected to that person thn no doubt its the putest form of love & if you gradually forget,thn it was just an illusion.
এই গানটা বাংলা নাটকের গানে বেশ মানাবে। অসাধারণ সুর। কাঙ্খিত ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা গানটাকে আরও মোহনীয় করে তুলেছে। গানের সুরটা ভালোও লাগছে আবার ভেতরের হাহাকারও বাড়িয়ে দিচ্ছে।
শুনবো শুনবো করে শোনা হয়ে ওঠেনি। এই কুড়েমির জন্য ক্ষমাপ্রার্থী 😢 এই গান এতদিন পর শুনছি ভেবেই আফসোস হচ্ছে। আগে কেন শুনলাম না আরও 😢❤ মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম❤
তোমার কন্ঠ ও সৃষ্টিতে দেশের দুই অমর সুর ও বাণীস্রষ্টা হ্যাপী আকন্দ ও লাকী আকন্দের কিছুটা ছোঁয়া আছে, দেখতে পাচ্ছি। কোনো কিছুর আশা না করে, মনের পিয়াসে এভাবে সৃজিয়া যাও। অনবদ্য কিছু সৃষ্টির প্রত্যাশা আমরা শ্রোতারা তো করতেই পারি।
গানটা শুনছি এবং শুধু তার কথাই মনে পড়ছে।কি অদ্ভুত এক অনুভূতি।গানের প্রতিটা লাইনে মায়া জড়ানো ছিলো।গানের মধ্যে আমি তাকে খুঁজে পেয়েছি।অসম্ভব সুন্দর একটা গান। আপনার জন্যে দোয়া/প্রার্থনা থাকলো❤❤❤❤
Agami 17th August or jonmodin..5 years age last wish korechilm.. ajo or fb profile stalk kori ajo kothao jeno o k Pete chai.. hyto sriti gulo k bhalobasi hyto manush ta k noi.. but ta ki sombhab ami janina.. keno likhchi lekha ta janina.. kothay jeno akta khin Asa ache jodi o ai gan ta sune amr comment ta pore.. ajo Ami aka .. relationship jeteo bhalo lage na r kauke bhalobasteo.. akbr jodi pase ase bosto o sob bhule !! Ami maybe weak !! Jai hok khub bhalo gan fb te akta reel a pelam sune UA-cam search korlm.. keep it up!! Thanks for the song and lyrics . ❤❤❤
এঞ্জেল ভাইয়ের এই গানটা এক অদ্ভুত সৃষ্টি , যেকোনো সত্যিকারের প্রেমিকরা যাদের মন ভেঙেছে তারা রিলেট করতে পারবে তাদের জীবনের সাথে। ভালোবাসার মানুষটা ছেড়ে গেলেও তাকে ভোলা যায় না , তার সাথে পুরোনো সুখের স্মৃতিগুলোর কথা বার বার মনে পড়ে যায়। তার দেয়া কষ্টগুলো যখন মনে পড়ে পরক্ষনেই , তখন এক অসম্ভব দোলাচলে পড়ে যায় মন। তারপরও শত যন্ত্রনা নিয়েই সেই মানুষটার কথা ভেবে প্রতিটি দিন কাটে। কিছু মানুষের হয়ত কষ্ট সয়েই সারাজীবন কাটাতে হয়। আচ্ছা, আপনাদেরও কি এমন পরিস্থিতির সন্মুখিন হতে হয়েছে। সারাটি ক্ষণ যখন সেই মানুষটা বিরাজ করে মনে , যার প্রতি কোনো অধিকার আর আপনার নেই , সেই যন্ত্রনা কি একসময় সয়ে যায় ? মনে কি হয় এই ছেড়ে যাওয়া মানুষটি কে ভালোবেসেই হয়তো সারাজীবন একা কাটিয়ে দেয়া লাগবে ? এ এক অবিশ্বাস্য অপ্রকাশ্য অদ্ভুত অনুভূতি , হয়তো সবাই বুঝবে না।
কিছু গান আছে,যেগুলো আমাদের মনের সুপ্ত অনুভুতি আর কষ্ট গুলোকে প্রকাশ করে দেয়।এই গানটাই তেমন একটি গান!🥺🥺 আমার মনের ভেতরের সব অনুভূতি গুলো যেন আপনি এই একটা গানে প্রকাশ করে দিলেন।
আমার কমেন্টটা যে দেখবেন একটা লাইক দিয়েন, কারন নোটিফিকেশনের কারণে গানটা আবার শুনবো এবং আমাকে মনে করিয়ে দেয় প্রিয়তমার সাথে দেখা হওয়া প্রথম দিনের কথা..মনে করিয়ে দেয় তার কথা বলা, অমায়িক একটা হাসি, কালো কালো ঐই কৌতুহলী চোখ গুলো💫💝 যে সময়টা আমি বার বার ফিরে পেতে চাই🥰
08-09-2024 ৫.১৯ সময় বাজে" আজকে আমাদের বিচ্ছেদের প্রথম দিন, হঠাৎ জানি এই গানটা সামনে আসলো শুনে ছুটে আসলাম ইউটিউবে, ওই গানের মধ্যে আমি তাকে অনুভব করতে পারি, আবার কোন এক সময় আসবো এই গানটা শুনতে আপনাদের লাইক দেখতে পেয়ে, রেখে গেলাম স্মৃতি আপনাদের মাঝে💔
What a melodious composition! It's truly addictive. The lyrics are remarkably simple yet incredibly touching. It makes me ponder what would happen if I were to lose my loved one. The musical arrangement is superb, making it an enchanting song. Your creation is truly magical. Keep up the amazing work. May God bless you and your music career.
অসাধারণ একটি গান! গানটি যেন ছুঁয়ে গেল আকাশ, বৃক্ষ, প্রকৃতির সব সম্পদ। পরিপূর্ণ আবেগের আবেদন আছে এই গানটাই। সমস্ত কলাকুশলীদের জানাই অফুরান অভিনন্দন। আশা করি আগামী দিনে এরকম আরো গান বাংলা গানকে আরো সমৃদ্ধ করবে। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে সবাইকে উষ্ণ শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন।
আমি ভেবেছিলাম এই গানের ভিউ এতদিনে কোটি ছাড়িয়ে যাবে । হতাশ আমাদের মানুষদের রুচির দুর্ভিক্ষ দেখে! এমন সুন্দর সৃষ্টিগুলোর মূল্য আমরা দিতে পারি না বলেই হারিয়ে যায় ভালো গুলো!😞 অনেক সুন্দর ছিলো গান টা!
ভাই এই সপ্তাহ খানেক আগেও আপনাকে চিনতাম না। এই গানের, ওই অ্যাকোস্টিক ভার্সনটাই আমাকে বাধ্য করে আপনার শ্রোতা হয়ে উঠতে। খুব ভালো লাগলো সম্পূর্ন গানটা। একটাই অনুরোধ থাকবে যে ওই অ্যাকোস্টিক ভার্সনটা সম্পূর্ন শুনতে চাই। ভালো থাকবেন,ভালো গাইবেন। ❤
অসাধারণ @Angel noor,, অনেক ভালো ভালো,, বেশি একদমম, আমি তোমার কথার আর সুরের এবং গলার স্বরে মন টা ছুঁয়ে গেলো, সত্যি এই গান টা আমার হৃদয় এ সারাজীবন থাকবে।কিছু গান থাকে যা আমাদের জীবনের সাথে অনেক কিছু মিলে যাই, এবং নতুন করে আবার ও নতুন ভালো গান এর আশায় আছি, সামনে আগাওওওি, অসাধারণ এক কথায়য়য়, আর কন্ঠ মাশাল্লাহ ❤❤❤❤
তার জন্য যদি আমি লিখতে বসতাম তাহলে হয়তো আমিও লিখতাম___ "যদি আবার দেখা হয় তোমার আমার ভুলে যেও সব অভিমান ছিলো যত ঋণ আছি আজও,আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো আমি দিশাহীন💔
literally i could not get out from the soothing zone of this song. specially the high notes so amazing to hear. On the loop from last two days and its growing on me, still having goosebumps when the singer starts singing যদি আবার wow wow wow. its beyond expressions. Keep it up bro. U have miles to go. you have a very refreshing voice. its for me like কুড়িয়ে পাওয়া হীরা
বর্তমান প্রেক্ষাপটে দূর্ভিক্ষের মাঝে, বাংলার আরেকটা সম্পদ বের হইলো, নোবেলের পরে! যদিও নোবেল নিজেকে ধরে রাখতে পারে নাই, অনুরোধ থাকবো নিজেকে খুব সাধারণ ভাবে রাখবেন যাতে করে আমাদের ফিল'টা এবং আপনার দেওয়া আবেগটা জড়িয়ে রাখতে পারি ❤🖤 ভালবাসা নিরন্তর 🖤🖤
যদি আবার, দেখা হয় তোমার আমার, মনে কর সেই মন ভাঙ্গা গল্প-গান, আছি আজও আমি শুধু তোমার, জানি তুমি অন্য কারো আমি দিশাহীন..। 😄 লাইনটায় সে এক ভীষন অমীমাংসিত বোবাকান্না বাজছে...। 🙃 ~এ আই আবির ২২ নবেম্বর ২৪ Take Love From Sydney 💙Huge respect for Singer.
I saw him singing first in NSU. The program was hosted by NSUSS and the main singer was AvoidRafa. But for some reason, Rafa was getting late and the crowd was getting crazy. To comfort the situation Organisers put Angel on stage and the rest was history. He sang so well. And thousands of students were vibing by his singing. That day I was sure that in near future this guy is going to rock. and he proved me right with this song. Bravo 👏
I don't know kivabe ami bujhabo, ei gaan ta ekn amar life er ekta most Important kichu ekta, I found me ami amake dekhi proti line by line lyrics I can't ami bujhaye likhtei partechi na ...... thanks Noor 🙏🏼🖤
ইশি কখনো যদি আমার এই কমেন্ট চোখে পড়ে ভেবে দেখতে পারো কেন এই গানে কমেন্ট লিখেছি। পারলে গানের প্রতিটা লাইনের সাথে তোমার আমার অসমাপ্ত গল্পটাকে মিলিয়ে নিয়ো। 💔
মেঘলা দিন, তোমাকে ভেবে কেটে যায় রঙিন ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পরে যায় চায়ের কাপ, তোর আমার যত স্মৃতির চা হিসেবে মেলা কঠিন, যদি আবার…দেখা হয় তোমার আমার ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ, আছি আজও, আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন আমার মন খারাপের সুর মিশে গেছে যত দূর তুমি শুনতে কি পাও এই গান, যাক না দিন এমন তোমাকে ভেবে ভেবে হয়ে যাক আজ প্রতীক্ষার অবসান। লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজা দু চোখ, মুছে যাওয়া যত গল্প আজ প্রেম হয়ে গিয়ে যাক আড়াল হোক, জমিয়ে রাখা যত কষ্ট সব শিশির হয়ে ঝড়ে যাক যদি আবার…দেখা হয় তোমার আমার মনে করো সেই মন ভাঙা গল্প গান আছি আজও, আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন
কি অসাধারন কম্পোজ । মন ছুঁয়ে শুধু গেলো না....দুলিয়ে দিয়ে গেলো। কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে রাখার নাম যদি ভালবাসার এক রূপ হয় তবে বুকের মধ্যে আগলে রাখা আরও এক রূপ।
This song deserves billion billion views❤...the lyrics, the tune, the emotions, and even the sceneries it holds, are absolutely amazing....hat's off bhaiya, u did a great job....❤
lyrics,scenarios,tune & all the locations of the song holds a very important & painful real life story of my life.I feel good when people can touch the depth of the song 🙏.Thank you.
My pleasure ❤we are always with you❤@@angelnoor_official
Maybe for that painful real story, We are feeling that emotional attraction from the depth when you say jodi abar and every other lines. It takes us to another diemension, A sad but special very special past of life. If I could sang and could sang in front of her once this song for once@@angelnoor_official
When i hear the line " jodi abar dekha hoy tomar amar" it takes me an another eternal dimension 😢😢,,,i cant understand whats happening to me,,,
Realy fantastic ❤❤❤❤..
Realy fantastic ❤❤❤❤,,,,
❤
Same
Same❤
আমি বাংলা শোনা বাদদিয়ে দিয়েছিলাম।কিন্তু এই গানটা আবার পূরণ নেশা জাগিয়ে দিল। মাশাআল্লাহ গলার সুইটনেস অনেক ।
Hum..
😊😊
Gan shune keu mashaallah bole 😒
আপনার জীবনের সাথে মিলছে????
এই গানটার ভিউস তো মিলিয়ন হবার কথা এতোদিনে বর্তমান টিকটকার জেনারেশন কোনদিন এই গানের মর্ম ফিল করবেনা। ধন্যবাদ Angel Noor অসম্ভব একটা গান উপহার দেয়ার জন্যে। একটুর জন্য না হয় প্রাক্তনকে মনে করিয়ে দিলে তুমি ভাই।💔
কি অদ্ভূত না!
কোনো একজনের প্রেম না পেয়ে কেউ গান লিখে ফেলে আর সেই গান শুনে সবাই তাকে ভালোবাসতে শুরু করে!😢
Probar Ripon 😐
❤️🙏
Osomvob sundor kore prokash korlen kotha-ta. Khubi valo laglo vai
❤
হারানো বেদনায় মানুষকে পাগল করে ফেলে মানষিক ভাবে যা সারাজীবন হৃদয়ে কাটা হয়ে বেঁধে থাকে। ২-৯-২৪
অনেকদিন পর একটা বাংলা গান শুনলাম যাকে কথা, সুর এবং অন্য সব ক্যাটাগরিতে আলাদা ভাবে ১০০ তে ১০০ নম্বর দেয়া যায়। হাল-ফ্যাশনের গানগুলোতে এতো ইন্সট্রুমেন্ট থাকে যে গায়কের কন্ঠ বা গানের সুর কোনকিছুতেই ফোকাস করা যায় না। কিন্তু "যদি আবার" একদম আলাদা। শুরু থেকে শেষ পর্যন্ত স্নিগ্ধতায় ভরপুর।
ধন্যবাদ এমন সুন্দর গান উপহার দেয়ার জন্য 💜
সত্যিই অসাধারন। মনে হলো ৯০ দশকের সেই ক্লাসিক্যাল ভয়েস আর গিটারের সুর।❤❤❤❤🎉
গান তো নয় যেন মন খারাপ এর ওষুধ,
যার হারিয়েছে সেই বোঝে, গানের কথা গুলো কিভাবে হৃদয় এ কিভাবে লাগে!
বেস্ট গান ২০২৪ এর
শুভ কামনা ও ভালবাসা,
তোমাকে ভেবে কেটে যাই...
যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিলো যত ঋণ...
জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন... 😢
কী সাবলীল মানুষের মনের অনুভূতির প্রকাশ 🥲🥲🥲
ভালোবাসা সবসময়ই মনের গহীনে লুকিয়ে থাকা যত্নে বয়ে বেড়ানো অবহেলিত এক সমুদ্র যন্ত্রণা 💔
যে কোন দিন, কাওকে ভালোবেসেছে, ভালোবেসেও তাকে হারিয়েছে.....
এই গানটি এমন মানুষগুলোর জন্য।
অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা রইলো, এমন অসাধারণ সৃষ্টির জন্য। 😊
এমন একটি সময়ে গানটি শুনছি যে, গাল দুটো না ভিজিয়ে থাকতে পারলাম না , সত্যিই গানের মাধ্যমে কত গভীর থেকে গভীরতর ক্ষত কান্নার মাধ্যমে প্রকাশ পায়, আপনাকে অনেক ধন্যবাদ 🙏 এমন হৃদয়স্পর্শী গানের মাধ্যমে পৃথিবীর সকল অসম্পূর্ণ ভালোবাসাকে আরও সতেজ রাখার জন্য ।
Bright future ❤️ what a song to start the year with.
thanks brother. Keep in prayers ❤️
@@_ashiqui_awara_ Age thik moto gaite sikho Bhai then gan lekhio er compose krio
@@ajoyd6397waht are u saying he is singing well, i think u Didn't hear it right.
@@ajoyd6397 sona 🍆 amar..
gaan shudu onnoke shunanor jonno na.. njer vab prokasher jonno'o
sobar gola , gawar andaj expert level er nao hote pare.. tai bole ki pro-singer bade baki sobai na geye thakbe ?!
etao ekta kola ( art )
ei je judge korcho ei problem sei problem..
ektu chokh miliye dekho.. koto kharap kharap art koto dam e sell hoi
sona 🍆 amar ektu boro hoye nao
Gaan ta shune,onk vlo lagse kharap o lagse.
😢😢
A best song ever.. ❤❤
Beautiful song..
Proud of you,Angel vai😊
সুরে এবং লিরিক্সে আমার প্রিয় গায়ক অনুপমের ছাপ স্পষ্ট। অনুপম পরবর্তী সময়ে নূরের গানে আমার প্লেলিস্ট ভরে উঠুক ❤।
That "যদি আবার দেখা হয় তোমার আমার" line hits badly.. অপূর্ণ ভালোবাসার এক নিদারুণ আফসোস..🤍
If distance makes you feel more connected to that person thn no doubt its the putest form of love & if you gradually forget,thn it was just an illusion.
@@angelnoor_officialdamm brother
সেই ৯০ দশকের জনপ্রিয় কিছু গায়কের মতো কন্ঠ। অসম্ভব সুন্দর।
আপনার কি কন্ঠটা মেহরিন এর মতো লাগে???
প্রথমে ফেসবুক রিলে শুনেছি।।সম্পন্ন গানটি তখন তন্নতন্ন করে খুজেছি পাইনি।।আজ হঠাৎ পেয়ে গেলাম গানটি। দারুন
The visuals and Angel Noor's voice in 'JODI ABAR' are a perfect match made in music heaven. Goosebumps all the way! 🎶✨
এই গানটা বাংলা নাটকের গানে বেশ মানাবে। অসাধারণ সুর। কাঙ্খিত ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা গানটাকে আরও মোহনীয় করে তুলেছে। গানের সুরটা ভালোও লাগছে আবার ভেতরের হাহাকারও বাড়িয়ে দিচ্ছে।
তাই ভয় পাই শুনতে। তাও শুনি বার বার
শুনবো শুনবো করে শোনা হয়ে ওঠেনি। এই কুড়েমির জন্য ক্ষমাপ্রার্থী 😢 এই গান এতদিন পর শুনছি ভেবেই আফসোস হচ্ছে। আগে কেন শুনলাম না আরও 😢❤ মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম❤
অনেক ভালো লাগলো,, গানটা শুনে ভালবাসার মানুষের কথা মনে পরে যায়, যাকে কোন দিন পাওয়া হবে না। অপূর্ণ জীবন।
যদিও তুমি কখনোই আমার ছিলে না.....
কিন্তু,
আছি আজো, আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো,
আমি দিশাহীন,,, 😊
Khub sundor lyrics aar composition. Onek subeccha roilo.
তোমার কন্ঠ ও সৃষ্টিতে দেশের দুই অমর সুর ও বাণীস্রষ্টা হ্যাপী আকন্দ ও লাকী আকন্দের কিছুটা ছোঁয়া আছে, দেখতে পাচ্ছি। কোনো কিছুর আশা না করে, মনের পিয়াসে এভাবে সৃজিয়া যাও। অনবদ্য কিছু সৃষ্টির প্রত্যাশা আমরা শ্রোতারা তো করতেই পারি।
অদ্ভুত সুন্দর সুর, গানের কথা,আর গান❤❤❤
কি অদ্ভুদ সুন্দর এই গানটা.... !!!
বিজয়ী কে এই গানটা উৎসর্গ করতে চাই...❤❤
গানটা শুনছি এবং শুধু তার কথাই মনে পড়ছে।কি অদ্ভুত এক অনুভূতি।গানের প্রতিটা লাইনে মায়া জড়ানো ছিলো।গানের মধ্যে আমি তাকে খুঁজে পেয়েছি।অসম্ভব সুন্দর একটা গান। আপনার জন্যে দোয়া/প্রার্থনা থাকলো❤❤❤❤
যদি আবার?
যদি দেখাই হয় আমাদের হবে কোনো এক মেঘলা দিনে, হয়তো বা কোনো এক বৃষ্টি ভেজা ট্রেন যাত্রায় দেখা হবে আমাদের! ভুলে যেও সব অভিমান❤
Agami 17th August or jonmodin..5 years age last wish korechilm.. ajo or fb profile stalk kori ajo kothao jeno o k Pete chai.. hyto sriti gulo k bhalobasi hyto manush ta k noi.. but ta ki sombhab ami janina.. keno likhchi lekha ta janina.. kothay jeno akta khin Asa ache jodi o ai gan ta sune amr comment ta pore.. ajo Ami aka .. relationship jeteo bhalo lage na r kauke bhalobasteo.. akbr jodi pase ase bosto o sob bhule !! Ami maybe weak !! Jai hok khub bhalo gan fb te akta reel a pelam sune UA-cam search korlm.. keep it up!! Thanks for the song and lyrics . ❤❤❤
এঞ্জেল ভাইয়ের এই গানটা এক অদ্ভুত সৃষ্টি , যেকোনো সত্যিকারের প্রেমিকরা যাদের মন ভেঙেছে তারা রিলেট করতে পারবে তাদের জীবনের সাথে।
ভালোবাসার মানুষটা ছেড়ে গেলেও তাকে ভোলা যায় না , তার সাথে পুরোনো সুখের স্মৃতিগুলোর কথা বার বার মনে পড়ে যায়। তার দেয়া কষ্টগুলো যখন মনে পড়ে পরক্ষনেই , তখন এক অসম্ভব দোলাচলে পড়ে যায় মন। তারপরও শত যন্ত্রনা নিয়েই সেই মানুষটার কথা ভেবে প্রতিটি দিন কাটে। কিছু মানুষের হয়ত কষ্ট সয়েই সারাজীবন কাটাতে হয়।
আচ্ছা, আপনাদেরও কি এমন পরিস্থিতির সন্মুখিন হতে হয়েছে। সারাটি ক্ষণ যখন সেই মানুষটা বিরাজ করে মনে , যার প্রতি কোনো অধিকার আর আপনার নেই , সেই যন্ত্রনা কি একসময় সয়ে যায় ? মনে কি হয় এই ছেড়ে যাওয়া মানুষটি কে ভালোবেসেই হয়তো সারাজীবন একা কাটিয়ে দেয়া লাগবে ? এ এক অবিশ্বাস্য অপ্রকাশ্য অদ্ভুত অনুভূতি , হয়তো সবাই বুঝবে না।
0:54 "যদি আবার দেখা হয় তোমার আমার" hits differently.
ভালোবাসার মানুষের কথা মনে করিয়ে দেয়❤️❤️❤️😥😥😥
Emdom
কিছু গান আছে,যেগুলো আমাদের মনের সুপ্ত অনুভুতি আর কষ্ট গুলোকে প্রকাশ করে দেয়।এই গানটাই তেমন একটি গান!🥺🥺
আমার মনের ভেতরের সব অনুভূতি গুলো যেন আপনি এই একটা গানে প্রকাশ করে দিলেন।
ক্যাম্পাসে শুট করা মিউজিক ভিডিও এর এত সুন্দর ট্র্যাক। এতদিন শুনিনি ভেবে অবাক আর খারাপ লাগছে । keep doing the good work ❤❤
এই বিপ্লবী জেনারেশন শিল্পে পারদর্শী হউক, শুভকামনা নূর।
১০ তারিখ এ রিলিজ হওয়ার কথা ছিল
১০ তারিখ এ যখন দেখলাম ১৪ তারিখ এ রিলিজ হবে
তখন অপেক্ষাটা আরো বেড়ে গেল
অবশেষে শুনতে পাচ্ছি
Lovo you brother ❤
আমি আপনার মত অপেক্ষায় চিলাম
অনেক দিন পর একটা গান শুনলাম যেটি মনকে ছুঁয়ে গেল।
ধন্যবাদ পুরো টিমকে।🌸
এভাবেই গান বেঁচে থাকুক.....
গান টায় অদ্ভুত ব্যাথা ভরা আনন্দ আছে। আমি চেয়েও ignore করতে পারলাম না, পারছিওনা।খুব ভালো গেয়েছেন।
Vaia kisu bolar vasha nai...sera akta song💖✨..."jodi abar dekha hoi" line hit the heart💔✨
আমার কমেন্টটা যে দেখবেন একটা লাইক দিয়েন, কারন নোটিফিকেশনের কারণে গানটা আবার শুনবো এবং আমাকে মনে করিয়ে দেয় প্রিয়তমার সাথে দেখা হওয়া প্রথম দিনের কথা..মনে করিয়ে দেয় তার কথা বলা, অমায়িক একটা হাসি, কালো কালো ঐই কৌতুহলী চোখ গুলো💫💝
যে সময়টা আমি বার বার ফিরে পেতে চাই🥰
Shunen abar ei sundor gan ta please
কি অসাধারন কন্ঠের আবেদন। আমার কানে মনে হলো মাইকেল জ্যাকসনের কন্ঠে বাংলা গান শুনছি। ❤❤❤❤❤
একদম ঠিক বলেছেন
08-09-2024
৫.১৯ সময় বাজে" আজকে আমাদের বিচ্ছেদের প্রথম দিন, হঠাৎ জানি এই গানটা সামনে আসলো শুনে ছুটে আসলাম ইউটিউবে, ওই গানের মধ্যে আমি তাকে অনুভব করতে পারি, আবার কোন এক সময় আসবো এই গানটা শুনতে আপনাদের লাইক দেখতে পেয়ে, রেখে গেলাম স্মৃতি আপনাদের মাঝে💔
কি অবস্থা ভাই?? প্রেম না বিয়ে? এখনকার আপডেট দিয়েন
Onek sundor... Apnr voice e and lyrics e erokom aro onk gaan sunte chai.. @angel noor
"তুমি অন্য কারো আমি দিশাহীন"🖤
যে এই কথাটার মূল্য বুঝে তার ভালোবাসার মধ্যে কোন খাদ নেই!
যাইহোক গানটা মাশাআল্লাহ্! আরও অনেক এগিয়ে যান।🌻
Facebook tekhe dekhe UA-cam a dekte aschi😍😍 onek sundor gaan ta🥰🌺
What a melodious composition! It's truly addictive. The lyrics are remarkably simple yet incredibly touching. It makes me ponder what would happen if I were to lose my loved one. The musical arrangement is superb, making it an enchanting song. Your creation is truly magical. Keep up the amazing work. May God bless you and your music career.
🙏
There's something Pure in the voice. It touched me.
অসাধারণ একটি গান! গানটি যেন ছুঁয়ে গেল আকাশ, বৃক্ষ, প্রকৃতির সব সম্পদ। পরিপূর্ণ আবেগের আবেদন আছে এই গানটাই। সমস্ত কলাকুশলীদের জানাই অফুরান অভিনন্দন। আশা করি আগামী দিনে এরকম আরো গান বাংলা গানকে আরো সমৃদ্ধ করবে। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে সবাইকে উষ্ণ শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন।
আমি ভেবেছিলাম এই গানের ভিউ এতদিনে কোটি ছাড়িয়ে যাবে । হতাশ আমাদের মানুষদের রুচির দুর্ভিক্ষ দেখে! এমন সুন্দর সৃষ্টিগুলোর মূল্য আমরা দিতে পারি না বলেই হারিয়ে যায় ভালো গুলো!😞
অনেক সুন্দর ছিলো গান টা!
কি অসাধারণ একটি মায়া গানটির প্রতিটি শব্দে ও সুরে, খুব ভালো লাগলো ✨
Listening again and again and again from yesterday... Just fell in love with this song..Thanks for gifting us this kinda masterpiece 🤗❤❤❤🫰
ভাই এই সপ্তাহ খানেক আগেও আপনাকে চিনতাম না।
এই গানের, ওই অ্যাকোস্টিক ভার্সনটাই আমাকে বাধ্য করে আপনার শ্রোতা হয়ে উঠতে।
খুব ভালো লাগলো সম্পূর্ন গানটা।
একটাই অনুরোধ থাকবে যে ওই অ্যাকোস্টিক ভার্সনটা সম্পূর্ন শুনতে চাই।
ভালো থাকবেন,ভালো গাইবেন। ❤
Jii vai omn hole valo lagto onkkkkkkkkkkkkk 🥺🥺🥺🥺
অসাধারণ @Angel noor,, অনেক ভালো ভালো,, বেশি একদমম, আমি তোমার কথার আর সুরের এবং গলার স্বরে মন টা ছুঁয়ে গেলো, সত্যি এই গান টা আমার হৃদয় এ সারাজীবন থাকবে।কিছু গান থাকে যা আমাদের জীবনের সাথে অনেক কিছু মিলে যাই, এবং নতুন করে আবার ও নতুন ভালো গান এর আশায় আছি, সামনে আগাওওওি, অসাধারণ এক কথায়য়য়, আর কন্ঠ মাশাল্লাহ ❤❤❤❤
Lyrics er kono tulona nei
R music and sur buker vitor diye jay
Ufff that jo.......diii abar🥺❤️❤️❤️❤️❤️❤️❤️
গান টা অতিরিক্ত ই সুন্দর।
আর গানের সাথে এই সময়ের স্মৃতি থেকে যাবে আজীবন।🖤
& this part 0:54.. Ufff 🥺
গানটি শুনছি আর তার কথা ভাবছি🥹🥺কত বছর হয়ে গেলো তার সাথে কথা নেই দেখা নেই 🥺কেন জানি মন না চাইলেও তার কথা মনে পরে গেল। মিস করি ভীষণ 🥺
এঞ্জেল বাবা, তোমার গলায় এত মায়া, চেহারাটা এত মায়ামাখা!!! আমার সন্তান সমতুল্য তোমাকে অনেক ভালোবাসা বাবা।
দোয়া করবেন 🥺
গানটি কেনো এতো ভালো লাগে নিজেও জানি না,এটা জানি শুনতে নেশার মতো লাগে।
@angelnoor আপনার গানের চেয়ে বেশি ভাল লাগে আপনার ব্যক্তিত্ব
Opurbo gan... Mon vabgar ... jibon onno dike turn newar , opurno onek ashar combination..
Khub valo laglo... Na bhalo noi thik ... Khub mone laglo .. ❤❤❤❤❤❤ lots of love....
তার জন্য যদি আমি লিখতে বসতাম তাহলে হয়তো আমিও লিখতাম___
"যদি আবার দেখা হয় তোমার আমার
ভুলে যেও সব অভিমান
ছিলো যত ঋণ
আছি আজও,আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো
আমি দিশাহীন💔
I got goosebumps when you hit those notes.what an amazing song! I don’t even realise how many times I’ve already listen to it.❤❤
literally i could not get out from the soothing zone of this song. specially the high notes so amazing to hear. On the loop from last two days and its growing on me, still having goosebumps when the singer starts singing যদি আবার wow wow wow. its beyond expressions. Keep it up bro. U have miles to go. you have a very refreshing voice. its for me like কুড়িয়ে পাওয়া হীরা
Voice, lyrics, tune - all make it a masterpiece! Spellbound.
আপনি ভাল থাকুন।।।
আমি খুব কম গানেই মুগ্ধ হই.. আমার চয়েজ খুব খারাপ সহজে কিছু পছন্দ হয়না
হলে হোক খারাপ।। আমার ত গানটা ভিষন ভাবে মন ছুয়ে গেল
জানি তুমি অন্যকারো আমি দিশাহীন।
Ohh man... goosebumps....it hits different 😢
You have such a soothing voice Maa Shaa Allah. I hope you keep blessing us with such beautiful songs.
Little Nafish Kamal... Bravo
বর্তমান প্রেক্ষাপটে দূর্ভিক্ষের মাঝে, বাংলার আরেকটা সম্পদ বের হইলো, নোবেলের পরে! যদিও নোবেল নিজেকে ধরে রাখতে পারে নাই, অনুরোধ থাকবো নিজেকে খুব সাধারণ ভাবে রাখবেন যাতে করে আমাদের ফিল'টা এবং আপনার দেওয়া আবেগটা জড়িয়ে রাখতে পারি ❤🖤
ভালবাসা নিরন্তর 🖤🖤
ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল এত সুন্দর একটা গান উপহার দেবার জন্যে, অনেক সাফল্য কামনা করি
যদি আবার, দেখা হয় তোমার আমার,
মনে কর সেই মন ভাঙ্গা গল্প-গান,
আছি আজও আমি শুধু তোমার, জানি তুমি অন্য কারো আমি দিশাহীন..। 😄
লাইনটায় সে এক ভীষন অমীমাংসিত বোবাকান্না বাজছে...। 🙃
~এ আই আবির
২২ নবেম্বর ২৪
Take Love From Sydney 💙Huge respect for Singer.
This song has been on repeat since morning. loved it
I saw him singing first in NSU. The program was hosted by NSUSS and the main singer was AvoidRafa. But for some reason, Rafa was getting late and the crowd was getting crazy. To comfort the situation Organisers put Angel on stage and the rest was history. He sang so well. And thousands of students were vibing by his singing. That day I was sure that in near future this guy is going to rock. and he proved me right with this song. Bravo 👏
Keep in prayers bro🙏
When beautiful lyrics turn into a song by Noor it's becoming a volcano for music lovers. ❤ eagerly waiting for next goosebumps lyrics in ur voice.
Bah ki sundor gola.....nc lyrics ❤
Excellent brother.. be a happy soul always. Lots of best wishes for you..😊😊❤
Waoow, our Bangladeshi new comer 😮😮😮 excellent, carry on young man
কি মায়ায় জড়ানো একটা গান। এত্তটা এত্তটা ভালো লেগেছে যে শুনেই যাচ্ছি। ভালবাসা ভারত থেকে 🙌🏾
I got goosebumps when you hit those notes ...Best of luck❤
What a lyrics and what a voice!!!!
So soothing🤍
Keep going brother. Best of luck for your future endeavours ✨
Expecting more masterpieces like this.
অপূর্ব ... লেখা , সুর, গায়কি খুব ভাল। শুভ হোক
I don't know kivabe ami bujhabo, ei gaan ta ekn amar life er ekta most Important kichu ekta, I found me ami amake dekhi proti line by line lyrics I can't ami bujhaye likhtei partechi na ...... thanks Noor 🙏🏼🖤
সেইদিন পাশে বসে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে থাকা ছেলেটা থেকে খুব অল্প সময়েই আমাদের একসাথে তিনটা বছর কেটে গেলো। তুমি থেকো সালমান,তুমি থেকো ❤️
Salman kemon ache, bolo
Love jihad 😂
Wholeheartedly waiting for your wonderful voice and magical lyrics ❤️Noor❤
We got a masterpiece from an angelll❤️❤️I was waiting for your song, finally it's here
বাহ! ❤
আর আমার প্রানের রাবি ক্যাম্পাস।
নষ্টালজিক মিউজিক,
সত্যিই অপূর্ব। ❤
ইশি কখনো যদি আমার এই কমেন্ট চোখে পড়ে ভেবে দেখতে পারো কেন এই গানে কমেন্ট লিখেছি। পারলে গানের প্রতিটা লাইনের সাথে তোমার আমার অসমাপ্ত গল্পটাকে মিলিয়ে নিয়ো। 💔
মেঘলা দিন, তোমাকে ভেবে কেটে যায় রঙিন
ফেলে আসা ভালোবাসা মলিন,
তবুও মনে পরে যায়
চায়ের কাপ, তোর আমার যত স্মৃতির চা
হিসেবে মেলা কঠিন,
যদি আবার…দেখা হয়
তোমার আমার
ভুলে যেও সব অভিমান
ছিল যত ঋণ,
আছি আজও, আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন
আমার মন খারাপের সুর
মিশে গেছে যত দূর
তুমি শুনতে কি পাও এই গান,
যাক না দিন এমন
তোমাকে ভেবে ভেবে
হয়ে যাক আজ প্রতীক্ষার অবসান।
লুকিয়ে থাক
শীতের কুয়াশায় ভেজা দু চোখ,
মুছে যাওয়া যত গল্প আজ
প্রেম হয়ে গিয়ে যাক
আড়াল হোক, জমিয়ে রাখা যত কষ্ট সব
শিশির হয়ে ঝড়ে যাক
যদি আবার…দেখা হয়
তোমার আমার
মনে করো সেই মন ভাঙা
গল্প গান
আছি আজও, আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন
thanks.
অদ্ভুত অনুভূতি এই গানে। এই কন্ঠে কিছু একটা আছে যা মানুষকে কিছুটা সময়ের জন্য নীরব করে দেবে। অনেক বড় শিল্পী হবেন আপনি।
অসাধারণ একটা গান!.. ❤️🌻
আমার রাজশাহী, আমাদের রাবি,পুঠিয়া রাজবাড়ী, আমার ছেলেবেলা।
কমেন্ট করে গেলাম। লাইক দিলে নটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব। আর আমার প্রিয়তমাকে ধন্যবাদ আমাকে ছেড়ে না গেলে হয়তো এত সুন্দর গান শুনতে পেতাম না.....! 😅💔
They'll never understand 😂💔
ua-cam.com/video/KS-G_pB-yDA/v-deo.htmlsi=kVGU19_4NgIaCksR
শুনে নিতে পারেন কেনো ?
ব্যার্থ প্রেমিকের গান ❤
@@RajBanik-vg6oxpurai mood nosto hoye gelo tor ganta sune
@@sadiyaislam2452আসলেই বালের গান
আমিও অবাক হোলাম।
I want to know..did ur parents name u Angel? Cause u deserve it!!!! Truly an angelic voice..i was in awe the first time i heard you. ❤️
my mom named me angel & she left me alone in this cruel world when i was 7 month old.
@@angelnoor_official i'm so sorry..wherever she is, she must be very veryy proud of you ❤️❤️
May Allah bless you and keep shining ❤️
Keep me in prayers 🙏
4:02 3:59 4:14 4:14
@@angelnoor_official4:14 4:14
পুরানো দিনের একটা ভাইব পাওয়া যায়! কি যে অসাধারণ একটা অনুভুতি এনেদেয় এই ভাইবটা! আমি বলে বোঝাতে পারবো না!
অসাধারণ! হ্যাটস অফ টু angel noor!
What a composition and tune..you deserve more..keepit up❤❤
one day, maybe after years, you will meet again, for a second...
লাইক যদি অফুরন্ত দেওয়া যেত তবুও কম হত❤❤❤❤❤
অনেক গর্ব হয় আমাদের উওর বঙ্গের গায়ক। গলার কন্ঠ টা অনেক মিষ্টি।
Khub sundor lyrics and composition Noor... Best wishes for you 😍😍
lukeya thak shiter kuyashai beja du chuk .....ai line ta amar ridoye akta onno rokom touch dicee......love you bro
Bishader dukkho er Sathe mishe ache ei Gaan.....😅
1:10 Achi aaj o Ami sudhu Tomar..!!!!
29 February,2024
❤
😢
An Other Masterpiece.
আজ কমেন্ট রেখে গেলাম, খুব শিগগিরই গান টা সবার পছন্দের তালিকায় আসবে।
এত সুন্দর লিরিক্সের গানটি উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ🖤
কি অসাধারন কম্পোজ । মন ছুঁয়ে শুধু গেলো না....দুলিয়ে দিয়ে গেলো। কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে রাখার নাম যদি ভালবাসার এক রূপ হয় তবে বুকের মধ্যে আগলে রাখা আরও এক রূপ।
অসাধারণ... আমি এত মুগ্ধ হয়েছি। আমি বোঝাতে পারছি না।। just fantastic ❤❤
Ki sundor, bass etai ebar ringtone thakbe roj sona jabe
Man!!You made me fall in love with a Bangla song again!Love your style.You got really a tuneful vocal.And the whole team is awesome too.