যদিও দেরিতে শুনেছি কারণ এইসব গানতো আর ইউটিউব সাজেস্ট করবে না তাই না? ইউটিউব সাজেস্ট করবে বড় বড় ভিউস এর গান। বিশেষ বিশেষ মানুষের সংখ্যা কম। তাই এইসব গানের ভিউস কম। গানটা আসলেই হৃদয় ছুয়ে গেল। অসাধারণ। আফসোস কেউ বোঝে না এসব গানের মানে। কমেন্ট থাকুক। এখন থেকে প্রতিদিন বার বার গানটি শোনা হবে। love u boss এত সুন্দর গান উপহার দেয়ার জন্য।
প্রথম লাইনটা শুনেই পাগল হয়ে গেছি। কতোবার শুনেছি হিসেব রাখি নি। সারাজীবনের জন্যে গানের লাইব্রেরীতে যত্নে রেখে দিলাম। মাঝে মাঝে শুনবো যখন মনে পড়বে তোমায়...
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে", তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো। তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস, একদিন আমাদের দেখা হলো তখন; তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?" আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই
lyrics : মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি মাঝে মাঝে পায় ভীষণ কান্না মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না হয়তো দাড়িয়ে আয়না তোমায় দেখে হয়তো তখন দেখছো অন্য কিছু হয়তো দাড়াও আয়না দেখার ছলে আমি ছুটে যাই তোমার চোখের পিছু আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ পথে পথে পড়ে আছে জুইফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল মাঝে মাঝে ভাবি তুমি হলে হবো সুখী মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা জেনো ভাবনাই এক মনের অসুখ সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা যেই ঠিকানার নিশানা নেই কোথাও সব পাখি তবু ফিরে যায় নীড়ে নীড়হারা তুমি কোন বেদনা ওড়াও আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ পথে পথে পড়ে আছে জুইফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
প্রিয় মেঘলা, তোমায় নিয়ে যাবো প্রাচ্যের ট্রয় নগরীতে যেভাবে পুড়েছিল সারা নগরী তোমার প্রেমে। কিংবা আমার শহর প্রিয় চট্টলায় যেখানে আমি পুড়েছিলাম তোমার হঠাৎ প্রস্থানে। মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম? দুঃখ পেয়ে যে আমি ছেড়েছি চট্টলা, আমি আর ফিরি নি। আমি হারিয়েছি নীড় হারা পাখির ঝাঁকে। দুঃখের স্মৃতি শহরে কে থাকতে চায় বলো। দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা?
অনেক সুন্দর, চলুন আমরা সকলে আমাদের প্রাক্তনদেরকে নিয়ে যাই ট্রয় নগরীতে, যেখানে তাদের পুড়াবো আমরা নিজেদের মতো করে, উল্লাস করবো আমাদের প্রেমিকাদের চামড়ার সৌন্দর্য হারিয়ে যাওয়া দেখে, সত্যিই আমরা বড় উন্মাদ হবো সেদিন।
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি, মাঝে মাঝে পায় ভীষণ কান্না। মাঝে মাঝে ভাবি এত কম কেনো প্রেম?? মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না........ হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে🥹 হয়তো তখন দেখছো অন্য কিছু 😴 হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে। আমি ছুটে যাই তোমার চোখের পিছু; আমি ছুটে যাই তোমার চোখের পিছু🥀 আকাশে জমে থাকে বিষন্ন মেঘ ☁ পথে পথে পড়ে আছে জুঁই ফুল 🌸 আমরা হয়তো এসবের নয় কিছু, তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল 😶 মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখি😔 মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ😁 দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা?? যেন ভাবনা এক মনের অসুখ..... যেন ভাবনা এক মনের অসুখ..... সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা; যেই ঠিকানার নিশানা নেই কোথাও। সব পাখি তবু ফিরে যায় নীরে। নীর হারা তুমি কোন বেদনা উড়াও?? নীর হারা তুমি কোন বেদনা উড়াও??? আকাশে জমে থাকে বিষন্ন মেঘ ☁ পথে পথে পড়ে আছে জুঁই ফুল 🌸 আমরা হয়তো এসবের নয় কিছু, তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল 😶
অতঃপর, ঠকে গিয়ে.... মনে বেদনা নিয়ে যুগের পর যুগ ধরে গানটি শুনতে আসবে বহু প্রেমিক-প্রেমিকা। 🖤🌸 স্মৃতি রেখে গেলাম , যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো এই প্রিয় গানটা আর তার স্মৃতিচারণ করব🖤🍁
ওরে পাগল, মেঘ আর বাতাসের অসংখ্য ভুল হয় কিন্তু তা আমাদের গোচর হয় না। অসাধারণ একটা গান। প্রিয়তম, পৃথিবীর কোন কষ্ট/দুঃখ ভাবনা পুরুষকে বদলাতে পারে না। এটা একন্তই পুরুষবাচক গান।☺
-তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়। ♡︎ -স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা। 🍁 🖤
2:03 মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী 🎉 মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ😊 দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা,যেন ভাবনাই এক মনের অসুখ💔🖤 . One of my favourite line in this univers🙃
গানটা ঠিক কতবার শুনলে যে মনের পাত্র পূর্ণ হবে কানায় কানায় সেটাই বুঝতে পারছিনা!🤔 এক কথায় অপূর্ব একটি গান, হৃদয় ছোঁয়া কন্ঠ আর অসাধারন গায়কী। সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ। ❤️💙💜👌
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
Yeah I found it on FB n run straight to UA-cam n searched for it to understand the meaning behind it bt there's no caption here co I couldn't understand it🥲 if u know...could plz translate it
@@srisharoyal5777 মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি Sometimes my face has a smile মাঝে মাঝে পায় ভীষণ কান্না Some times I cry a lot মাঝে মাঝে ভাবি, এত কম কেন প্রেম? Sometimes I think, why do you love me so little মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না Sometimes I think a lot has happened, I won't let it happen anymore হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে Maybe I see you in the mirror হয়তো তখন দেখছো অন্য কিছু Maybe I see something else then হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে Maybe I stop by and watch in the mirror আমি ছুটে যাই তোমার চোখের পিছু I run after your eyes আমি ছুটে যাই তোমার চোখের পিছু I run after your eyes chorus আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ Clouds accumulate in the sky পথে পথে পড়ে আছে জুঁই ফুল Jui flowers are lying on the road আমরা হয়তো এসবের নই কিছু Maybe we are none of these things তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল However, The wind and clouds never make mistakes তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল However, The wind and clouds never make mistakes verse মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী Sometimes I think I will be happy if you come মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ Sometimes I think being alone is happiness দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা? Who wants to be sad dear? জেনো ভাবনাই এক মনের অসুখ As if thinking is a disease of the mind জেনো ভাবনাই এক মনের অসুখ As if thinking is a disease of the mind verse সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা Everyone finds a favorite address যেই ঠিকানার নিশানা নেই কোথাও Which address is nowhere to be found সব পাখি তবু ফিরে যায় নীড়ে All birds return to the nest নীড়হারা তুমি কোন বেদনা উড়াও? Nirhara, what pain do you give me? নীড়হারা তুমি কোন বেদনা উড়াও? Nirhara, what pain do you give me? chorus আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ Clouds accumulate in the sky পথে পথে পড়ে আছে জুঁই ফুল Jui flowers are lying on the road আমরা হয়তো এসবের নই কিছু Maybe we are none of these things তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল However, The wind and clouds never make mistakes তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল However, The wind and clouds never make mistakes
মাঝ পথে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার চেয়ে কারো জীবনে না আসাটা শ্রেয়! অভিনয়ে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে তাকে না ভালোবাসাটা উত্তম! কাউকে কাছে থাকার আশা দিয়ে তাকে বিনা বার্তায় ছেড়ে যাওয়ার চেয়ে নিসঙ্গঁ একলা একা এক জীবন কাটিঁয়ে দেয়া ভালো!!! POPY 👰🥲
যদি তুমি না আসতে জীবনে, যদি কিছু স্মৃতি জমিয়ে না যেতে; তবে এতো সুন্দর একটা গান কখনোই এতটা ভালো লাগতো না। রোদের গুরুত্ব বুঝার জন্য যেমন মেঘ থাকা জরুরি। তেমনি এই গানগুলো শোনার জন্য তোমাদের মতো কিছু মানুষ জীবনে আসা প্রয়োজন।
She will always be that one girl I have changed my self for. And I’m glad she came to my life. And gave me a reason to be more practical and real. She showed me how cruel and selfish the world can be, how helpless we can be and how weak we can feel with the person who gave us the strength. Love hurts. Relationships don’t.
শুধু কি বিচ্ছেদই কি এমন গান শুনায়? নাকি প্রেমও! জিতে যাওয়া প্রেমের পরেও যখন শুনি তখন মনে হয়, এ বিষণ্ণতা তুমি নও, অন্য কেউ । বিষণ্ণতা সব একেবারে এসে গেলে, তুমি এলেও কি বা আসে যায়?
3:45 am at midni8, preparing 4tahazzud salah,suddenly i saw the music vdo, its touched my souls! it's like u feels the pains of lots of broken hearts..I'm crying..May Allah fulfilled the hopes of every true loving birds..always missed u..!
ইন্টার এ যখন পড়তাম তখন সানি ভাইয়ের প্রথম গান শুনেছিলাম,আহমেদ সফা স্যারের কবিতার উপর, "কে আর বাজাতে পারে!"টানা ২০দিন শুনেছিলাম..❤কন্ঠে এবং ভাইয়ের লিরিক্সের মধ্যে একটা আলাদা মৌলিকতা থাকে!
'Chhad petano gaan' shuney nostalgic hoye gelam. Agey chhad dhalai holey emon gaan gaito. Thanks Coke Studio Bangla for presenting such a vibrant cultural piece
এই গানের কথা গুলোর মতো সত্যিকারের ব্যক্তিগত অভিজ্ঞতা যাদের আছে, তারা শত-সহস্রবার শুনলেও কখনো এই গানের কথাগুলো মুখস্ত করতে পারবে না। আমি রাত থেকে শুনছি, এখনো কোনো স্তবক আমি পুরোপুরি নিজ থেকে বলতে পারছি না। গানের সুর আর কথা মনে আসলেই কোন্ এক অতীত কি বর্তমান অজানাতে হারিয়ে যাচ্ছি, মনের অগচরে এদিক সেদিক কল্পনা করতেই দেখি গান শেষ হয়ে গেছে কখন বুঝতেই পারিনি। আমিও হারিয়ে গেছি হারানোদের ভিড়ে
আমার বেচে থাকার ইচ্ছাটা বেড়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 💚গত ৮ দিন হলে এটাই শুনে যাচ্ছি।আমার এমন খারাপ পরিস্থিতিতে গানটাকে নিজের করে নিয়েছি।🌼বলার ভাষা নেই শুধু বলবো পরিচিত এমন কোন লোক নেই গানটাকে সাজেস্ট করি নি,কারণ আমার সাথে এতো ভাবে মিশে গিয়েছে।জানি না তারা আমার আর আপনার মতো এতো অনুভব পাবে কি না এই গানটিতে💫 ভালোবাসা অসম্ভব সানি ভাই। 💝 ৫/২/২০২৩
গানের লিরিক্সগুলো শুনলেই যে একটা অনুভূতির সৃষ্টি হয়।সে অনুভূতিটা কেমন তা ভাষায় প্রকাশ করার মতো না🥺।শুধু বলা যায়.."আকাশে জমে থাকে বিষন্ন মেঘ।দুঃখ ভাবতে কে চাই প্রিয়তমা..🙂
শিল্প নির্মানের পিছনে শিল্পীর সব ভালোবাসা মন থেকে উজাড় করলে হয়তো এরকম সৃষ্টি হতে পারে। জানিনা ভবিষ্যৎ প্রজন্ম এই অনবদ্য সৃষ্টির সঠিক মর্ম বুঝতে পারবে কিনা তবে একটু বলতে পারি, যেই প্রজন্ম এমন শিল্পী পেয়েছে তারা দীর্ঘ বছর পরেও এই গান সার্চ বাড়ে খুজবে।
গানটি আমাকে কিছু বলতে বাধ্য করেছে। এমন মধুর সুর, এত বোল্ড কথা, ভালো না লেগে উপায় নাই। যুগ যুগ ধরে যারাই শুনতে আসবে তাদের কাছেই তাদের জীবনে এই গানটি খুবই প্রাসঙ্গিক ও সমসাময়িক মনে হবে। ভালোবাসা ❤️
''জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে আটকে গেছি'- না তোমাকে ভুলে গেছি, না চায়ের নেশা কেটেছে, মাঝ থেকে শুধু আমি আটকে গেছি তোমাতে। 💔 যখন মনে পড়বে কাউকে লিখে দিও, মাঝে মাঝে এসে শুনে যাবো এই গান। ভালবাসা নিও গীতিকার ❤️
প্রিয় অরিত্রি তোমার জামাল খানে পড়ে রবে আমার ধূলো মাখা সব বিষণ্ণ দিনরাত্রি, বাতিঘরে পড়ে রবে আমাদের মিথ্যে গল্পের স্মৃতিচারণ, কোনো এক শীতের শেষে হয়তো আবারো ফিরবো কিংবা ফিরবো না, তোমার শহরের কার্ণিশে বুনো কবুতরের মত ফেলে যাওয়া আমার দিন, কোকেনের মত নেশাময় অনুভূতি, ভালোবাসা তবুও এত কম কেন প্রিয়তমা, তুমি কেনো আমাকে আরেক টু ভালোবাসলে না, আন্দামান দ্বীপের কোনো উপত্যকায় খুঁজে নিও অন্তিমকালের কোনো কোণে৷ 🌸
Literally goosebumps...I was just uttering the tune...and couldn't locate the proper words...My wife send me the link of the song.. Thank You for making life again a bit sweet.. 💕💕From Assam
আপনার গানে একটা বিষন্ন মাদকতা আছে। কখনো আহমেদ সফার কবিতায়, কখনো আনন্দ ভৈরবীর সুরে কখনো প্লাস্টিকের পুতুলে আর এই গানে; এক অসম্ভব ভালোলাগার মত কষ্টের, হাহাকারের স্পর্শ পাওয়া যায়। গান শেষ হয় গানের আবেশ থেকে যায় অনেকক্ষন। সম্পর্কগুলোর ছোট ছোট পাওয়া না পাওয়াগুলো সুর পায়। গুন গুন করে। তাই কখনোই থামবেন না। বাংলাদেশ তথা সারা দুনিয়ায় রুচির মহামারীতে আর্টসেল, শিরোনামহীন বা আপনার ভিউ কাউন্ট কম থাকতে পারে, শুদ্ধ মনের অভাব নেই। এই গানটা কান্নার মত সুন্দর, দীর্ঘশ্বাসের মত এর ব্যপ্তি। ❤❤❤❤
I did not understand a single word when i first heard it, but something striked deep in my heart. That is what beautiful music does! THANKYOU FOR MAKING THIS
-তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়। 💔-স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।🤍🖤
This song is simply amazing! The vocal performance, instrumentation, and production are all top-notch. I can't get enough of it, it's definitely one of my new favorites!
এই গানটা শুনতে শুনতে চোখ দুটো ভুজে ফেলি হঠাৎ পুরনো সৃতিগুলো সতেজ হয়ে উঠলো তোমায় অনুভব করতে করতে মনে পড়ে গেলো সেই দিনটা তোমার শহরে আমায় ডাকলে আমি গেলামও পুরো দিন ঘুড়ে বেরালাম এবং তুমি যখন আমার হাতে হাত রাখলে বিশ্বাস করো তখনি তোমায় হারানোর অনুভব করি তোমায় রেখে যখন বাড়ীর দিকে রওনা হই পিছনে ফিরে তাকিয়ে দেখি তুমি আপসা ধূসর হয়ে রয়েই গেছো সেই পথে তারিখ ২৩.২.২০২০ দেখো না তুমি বেঁচে থাকতেও আমার মনের ভিতরে তোমায় তিলে তিলে মেরে ফেলা এই অসহায় আমি #স্বপ্নচারিণী ভালোবাসি।🥀তোমায় হারানোর ৩বছর হয়ে যায় শুধু জানতে ইচ্ছে করে আমায় মনে করো কী তুমি?🙂
প্রেম নেই ....বিচ্ছেদ নেই..... এমন সন্ধ্যাও নেই । তাহলে দীর্ঘশ্বাস কেন আসলো শুনতে শুনতে ? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুঁজে পায় !
Sera,,,
Sera
❤
ja bolechen arki !❤
হয়তো
But confusion😌
যদিও দেরিতে শুনেছি কারণ এইসব গানতো আর ইউটিউব সাজেস্ট করবে না তাই না?
ইউটিউব সাজেস্ট করবে বড় বড় ভিউস এর গান।
বিশেষ বিশেষ মানুষের সংখ্যা কম।
তাই এইসব গানের ভিউস কম।
গানটা আসলেই হৃদয় ছুয়ে গেল।
অসাধারণ।
আফসোস কেউ বোঝে না এসব গানের মানে।
কমেন্ট থাকুক।
এখন থেকে প্রতিদিন বার বার গানটি শোনা হবে।
love u boss
এত সুন্দর গান উপহার দেয়ার জন্য।
প্রথম লাইনটা শুনেই পাগল হয়ে গেছি। কতোবার শুনেছি হিসেব রাখি নি। সারাজীবনের জন্যে গানের লাইব্রেরীতে যত্নে রেখে দিলাম। মাঝে মাঝে শুনবো যখন মনে পড়বে তোমায়...
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই
বিষন্ন সুন্দর
দারুণ বলেছেন
অসাধারণ ❤
খুব সুন্দর
ভালোবাসা ❤
lyrics :
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি
মাঝে মাঝে পায় ভীষণ কান্না
মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না
হয়তো দাড়িয়ে আয়না তোমায় দেখে
হয়তো তখন দেখছো অন্য কিছু
হয়তো দাড়াও আয়না দেখার ছলে
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
মাঝে মাঝে ভাবি তুমি হলে হবো সুখী
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা
জেনো ভাবনাই এক মনের অসুখ
সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা
যেই ঠিকানার নিশানা নেই কোথাও
সব পাখি তবু ফিরে যায় নীড়ে
নীড়হারা তুমি কোন বেদনা ওড়াও
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
পথে পথে পড়ে আছে জুইফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
ধন্যবাদ 💙🎶
❤
প্রিয় মেঘলা, তোমায় নিয়ে যাবো প্রাচ্যের ট্রয় নগরীতে যেভাবে পুড়েছিল সারা নগরী তোমার প্রেমে। কিংবা আমার শহর প্রিয় চট্টলায় যেখানে আমি পুড়েছিলাম তোমার হঠাৎ প্রস্থানে। মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম? দুঃখ পেয়ে যে আমি ছেড়েছি চট্টলা, আমি আর ফিরি নি। আমি হারিয়েছি নীড় হারা পাখির ঝাঁকে। দুঃখের স্মৃতি শহরে কে থাকতে চায় বলো। দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা?
অনেক সুন্দর, চলুন আমরা সকলে আমাদের প্রাক্তনদেরকে নিয়ে যাই ট্রয় নগরীতে, যেখানে তাদের পুড়াবো আমরা নিজেদের মতো করে, উল্লাস করবো আমাদের প্রেমিকাদের চামড়ার সৌন্দর্য হারিয়ে যাওয়া দেখে, সত্যিই আমরা বড় উন্মাদ হবো সেদিন।
এত সুন্দর লিখলেন
আহা লিখনি
অসাধারণ প্রকাশ
আমার প্রিয়মানুষের নাম, মেঘলা। ❣️❣️❣️
হে দরিদ্র আর কত!
কেরে নিলে শান্তি, সুখ, সপ্ন আর ভালোবাসা। হার ভাঙ্গা পরিশ্রমে পরিশ্রান্ত গরীবের জন্য সুখ এই গানগুলো।
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি,
মাঝে মাঝে পায় ভীষণ কান্না।
মাঝে মাঝে ভাবি এত কম কেনো প্রেম??
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না........
হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে🥹
হয়তো তখন দেখছো অন্য কিছু 😴
হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে।
আমি ছুটে যাই তোমার চোখের পিছু;
আমি ছুটে যাই তোমার চোখের পিছু🥀
আকাশে জমে থাকে বিষন্ন মেঘ ☁
পথে পথে পড়ে আছে জুঁই ফুল 🌸
আমরা হয়তো এসবের নয় কিছু,
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল 😶
মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখি😔
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ😁
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা??
যেন ভাবনা এক মনের অসুখ.....
যেন ভাবনা এক মনের অসুখ.....
সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা;
যেই ঠিকানার নিশানা নেই কোথাও।
সব পাখি তবু ফিরে যায় নীরে।
নীর হারা তুমি কোন বেদনা উড়াও??
নীর হারা তুমি কোন বেদনা উড়াও???
আকাশে জমে থাকে বিষন্ন মেঘ ☁
পথে পথে পড়ে আছে জুঁই ফুল 🌸
আমরা হয়তো এসবের নয় কিছু,
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল 😶
Osam
ধন্যবাদ ভাই রিলিক্স গুলো দেওয়ার জন্য
ক্রেডিট দেন🥺
@@sakiaagomoni8411 ami dibo??
Assa dilam khusi😁
আপনার জন্যই এত কষ্ট করে লিরিকটা লেখা🥰😊
❤️✌️
মন টা জুড়িয়ে গেল। ভাবতেই পারছি না... এতটা feelings কিভাবে থাকতে পারে একটা গানের মধ্যে
আহা কি সুন্দর লিরিক!
মনের অব্যক্ত কথাগুলো কি সুন্দর করে ফুটে তুললেন। ভাঙ্গা হৃদয়ের মানুষের জন্য এই গানটা একটা আবেগ!😢
এই শহরে প্রচুর অভাব 🙂
কারো শিক্ষার,কারো ভালোবাসার!
কারো ভাতের,কারো মনুষ্যত্বের 🥀
right
Right
#Legendary_quote
HMMMM
😢😢😢
এই গান শুনে যার কথা প্রথম মনে পড়েছে এবং চোখের সামনে যার ছবি ভেসে উঠেছে। ভালো থাকুক সবার সেই ভালোবাসার মানুষটি!
🤍
মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
Best line ❤️❤️❤️🥀
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ,
পথে পথে পড়ে আছে জুঁইফুল। 🌸
আমরা হয়তো এসবের নই কিছু,
তবুও মেঘ বাতাসের হয়না কখনো ভুল।🥀
🌸🌼
🌸🍂
🖤
ফীরে তাকাও অদম্য ,দূরন্ত ,সাগরের ঠেউ,
ঠিকানা নেই,সপ্নের বুঝেনা কেঊ,
জানেনা কেউ ,অবাধ্য সপ্নের কোনো ডানা নেই,
জানি শুধু কেউ কোথাও ভালো নেই।
অসাধারণ ❤️❤️❤️🫡🫡🫡
@শিরোনামহীন
"তবু মেঘ বাতাসের হয় না কখনো ভুল" কথাটা চিরসত্য।
কথা tar mane ektu bolben plz😢
অতঃপর, ঠকে গিয়ে....
মনে বেদনা নিয়ে যুগের পর যুগ ধরে গানটি শুনতে আসবে বহু প্রেমিক-প্রেমিকা। 🖤🌸
স্মৃতি রেখে গেলাম , যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো এই প্রিয় গানটা আর তার স্মৃতিচারণ করব🖤🍁
Abar ekbar shono aaj, Dipta!
@@ayanraxit1321 হ্যা ভাই শুনছি। আর ভালোবাসা কে, না বলছি। আর কখনো কাউকে ভালোবেসতে পারবো না❤️🩹🖤
abar sunenbhai
😌
শুনেন ভাই আবার
মধ্যরাত, বালিশে মাথা, কানে এয়ারফোন, বাজছে এই গান 🖤আহা, ক্লান্ত মানুষগুলোর উত্তাল ভেতরটা কিছুটা হলেও শান্ত করে দিবে ❤️
মাস্টারপিস 🔥
ওরে পাগল, মেঘ আর বাতাসের অসংখ্য ভুল হয় কিন্তু তা আমাদের গোচর হয় না। অসাধারণ একটা গান। প্রিয়তম, পৃথিবীর কোন কষ্ট/দুঃখ ভাবনা পুরুষকে বদলাতে পারে না। এটা একন্তই পুরুষবাচক গান।☺
গানটার সমাপ্তি থাকলেও, শুনার আগ্রহ বা ইচ্ছা গানের শুরুতেই যেনো আটকে আছে❤
-Thanks for sharing this song🥀
মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখি
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা?
যেনো ভাবনাই এক মনের অসুখ❤️
❤❤❤
-তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়। ♡︎ -স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা। 🍁 🖤
সত্যি ভাই তাকে পেয়ে গেলে হইতো এই গান গুলা কখনো প্রিয় হতো নাহ,, গানটা কে অনেক মিস করতাম, যাই হোক তাকে না পাওয়াই ভালো হইছে
right ❤️
আমি স্মৃতি হিসাবে কমেন্ট বক্সে হেগে গেলাম।।💩
like powar danda 💩
@@mdnaimurrahamansakib589 Apnar problem ki
সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা
যেই ঠিকানার নিশানা নেই কোথাও ...
সব পাখি তবু ফিরে যাই নীড়ে
নীড় হারা তুমি কোন বেদনা উড়াও।🤍🕊
What is the meaning of 'Neerhara tumi kun bedona urao'?
অসাধারণ একটি গান! কী সুন্দর সাবলীল বাংলা ভাষায় রচিত একটি গান। যেরকম সুন্দর রচনা সেরকমই সুন্দর গায়কী!
2:03 মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী 🎉
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ😊
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা,যেন ভাবনাই এক মনের অসুখ💔🖤
.
One of my favourite line in this univers🙃
কয়েক হাজার বছর ধরে গানটা বাজতে থাকুক।যেন শুরু হলে শেষ না হয়
হুমম...
গানটা ঠিক কতবার শুনলে যে মনের পাত্র পূর্ণ হবে কানায় কানায় সেটাই বুঝতে পারছিনা!🤔
এক কথায় অপূর্ব একটি গান, হৃদয় ছোঁয়া কন্ঠ আর অসাধারন গায়কী। সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ। ❤️💙💜👌
One Million Views! Thank You ❤️
deserves 100m ❤
Bro really doing great& awesome melody of your voice😊🖤🖤 (patiya,ctg)
No...thank you!!!
Masterpiece ❤
Going to hit 4 million ❤
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
Yeah I found it on FB n run straight to UA-cam n searched for it to understand the meaning behind it bt there's no caption here co I couldn't understand it🥲 if u know...could plz translate it
@@srisharoyal5777
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি
Sometimes my face has a smile
মাঝে মাঝে পায় ভীষণ কান্না
Some times I cry a lot
মাঝে মাঝে ভাবি, এত কম কেন প্রেম?
Sometimes I think, why do you love me so little
মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না
Sometimes I think a lot has happened, I won't let it happen anymore
হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে
Maybe I see you in the mirror
হয়তো তখন দেখছো অন্য কিছু
Maybe I see something else then
হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে
Maybe I stop by and watch in the mirror
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
I run after your eyes
আমি ছুটে যাই তোমার চোখের পিছু
I run after your eyes
chorus
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
Clouds accumulate in the sky
পথে পথে পড়ে আছে জুঁই ফুল
Jui flowers are lying on the road
আমরা হয়তো এসবের নই কিছু
Maybe we are none of these things
তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল
However, The wind and clouds never make mistakes
তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল
However, The wind and clouds never make mistakes
verse
মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী
Sometimes I think I will be happy if you come
মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ
Sometimes I think being alone is happiness
দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা?
Who wants to be sad dear?
জেনো ভাবনাই এক মনের অসুখ
As if thinking is a disease of the mind
জেনো ভাবনাই এক মনের অসুখ
As if thinking is a disease of the mind
verse
সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা
Everyone finds a favorite address
যেই ঠিকানার নিশানা নেই কোথাও
Which address is nowhere to be found
সব পাখি তবু ফিরে যায় নীড়ে
All birds return to the nest
নীড়হারা তুমি কোন বেদনা উড়াও?
Nirhara, what pain do you give me?
নীড়হারা তুমি কোন বেদনা উড়াও?
Nirhara, what pain do you give me?
chorus
আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ
Clouds accumulate in the sky
পথে পথে পড়ে আছে জুঁই ফুল
Jui flowers are lying on the road
আমরা হয়তো এসবের নই কিছু
Maybe we are none of these things
তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল
However, The wind and clouds never make mistakes
তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল
However, The wind and clouds never make mistakes
মাঝ পথে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার চেয়ে
কারো জীবনে না আসাটা শ্রেয়!
অভিনয়ে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার
চেয়ে তাকে না ভালোবাসাটা উত্তম!
কাউকে কাছে থাকার আশা দিয়ে
তাকে বিনা বার্তায় ছেড়ে যাওয়ার চেয়ে নিসঙ্গঁ একলা একা এক জীবন কাটিঁয়ে দেয়া ভালো!!!
POPY 👰🥲
😥👩❤️👨🫂
দুঃখ আছে বলে মানুষ এতো ভালো গান শুনে আর শিল্পী এতো সুন্দর গান গায় 😊😊
প্রেম নেই ....বিচ্ছেদ নেই..... এমন সন্ধ্যাও নেই । তাহলে দীর্ঘশ্বাস কেন আসলো শুনতে শুনতে ? মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুঁজে পায়
যদি তুমি না আসতে জীবনে, যদি কিছু স্মৃতি জমিয়ে না যেতে;
তবে এতো সুন্দর একটা গান কখনোই এতটা ভালো লাগতো না।
রোদের গুরুত্ব বুঝার জন্য যেমন মেঘ থাকা জরুরি। তেমনি এই গানগুলো শোনার জন্য তোমাদের মতো কিছু মানুষ জীবনে আসা প্রয়োজন।
অসাধারণ লিরিক, গায়কী এবং দৃশ্যভাবনা। অভিনন্দন সানী আপনাকে ।
আজ এই comment টা করে গেলাম। এর পর যত বার notification আসবে ততবারই গানটা শুনবো। ☺
notification ki gase???
@@BabarAli-e1w2oহ্যাঁ notification টা এসেছে আর আমি গানটাও শুনলাম 🫠 তবে কোনো notification ছাড়াও অনেক বারই গানটা শোনা হয়ে গেছে 😂
@@roshnipervin3138 tahole ki amar notification ta owkajer bole gonno kora hobe?
@@BabarAli-e1w2o na na seta keno aapnar notification er jonno r Akbar gaan ta suna holo
আরো একবার শোনেন, নোটিফিকেশন পাঠানোর ব্যাবস্থা করলাম 😅
She will always be that one girl I have changed my self for. And I’m glad she came to my life. And gave me a reason to be more practical and real. She showed me how cruel and selfish the world can be, how helpless we can be and how weak we can feel with the person who gave us the strength. Love hurts. Relationships don’t.
Relationship hurts , love by it's very nature don't ❤
That's the feelings keep a person alive.
সব শেষে তোমারে যে পাইলো সে যেনো যত্ন করে ভালোবেসে রেখে দেয় তোমাকে 🙂🥀
Koto sundor akkhep
শুধু কি বিচ্ছেদই কি এমন গান শুনায়? নাকি প্রেমও! জিতে যাওয়া প্রেমের পরেও যখন শুনি তখন মনে হয়,
এ বিষণ্ণতা তুমি নও, অন্য কেউ ।
বিষণ্ণতা সব একেবারে এসে গেলে,
তুমি এলেও কি বা আসে যায়?
3:45 am at midni8, preparing 4tahazzud salah,suddenly i saw the music vdo, its touched my souls! it's like u feels the pains of lots of broken hearts..I'm crying..May Allah fulfilled the hopes of every true loving birds..always missed u..!
😓
ইন্টার এ যখন পড়তাম তখন সানি ভাইয়ের প্রথম গান শুনেছিলাম,আহমেদ সফা স্যারের কবিতার উপর, "কে আর বাজাতে পারে!"টানা ২০দিন শুনেছিলাম..❤কন্ঠে এবং ভাইয়ের লিরিক্সের মধ্যে একটা আলাদা মৌলিকতা থাকে!
amio
বলে রাখলাম,
বাংলাদেশের সংগীত ইতিহাসের কালজয়ী একটা গান হয়ে থাকবে এ গানটা।💔🖤💔
হাজারো জীবন্ত লাশ গুলোকে বাঁচিয়ে রাখবে এই গান 🖤
'Chhad petano gaan' shuney nostalgic hoye gelam. Agey chhad dhalai holey emon gaan gaito. Thanks Coke Studio Bangla for presenting such a vibrant cultural piece
ফেসবুক থেকে শর্ট ভিডিও দেখে এখানে আশা ।আমি অবাক হয়ে যাই এত সুন্দর ভয়েস এত সুন্দর লিরিক্স😮
এই গানের কথা গুলোর মতো সত্যিকারের ব্যক্তিগত অভিজ্ঞতা যাদের আছে, তারা শত-সহস্রবার শুনলেও কখনো এই গানের কথাগুলো মুখস্ত করতে পারবে না। আমি রাত থেকে শুনছি, এখনো কোনো স্তবক আমি পুরোপুরি নিজ থেকে বলতে পারছি না। গানের সুর আর কথা মনে আসলেই কোন্ এক অতীত কি বর্তমান অজানাতে হারিয়ে যাচ্ছি, মনের অগচরে এদিক সেদিক কল্পনা করতেই দেখি গান শেষ হয়ে গেছে কখন বুঝতেই পারিনি।
আমিও হারিয়ে গেছি হারানোদের ভিড়ে
Same somossay achi 😢
আমার বেচে থাকার ইচ্ছাটা বেড়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 💚গত ৮ দিন হলে এটাই শুনে যাচ্ছি।আমার এমন খারাপ পরিস্থিতিতে গানটাকে নিজের করে নিয়েছি।🌼বলার ভাষা নেই শুধু বলবো পরিচিত এমন কোন লোক নেই গানটাকে সাজেস্ট করি নি,কারণ আমার সাথে এতো ভাবে মিশে গিয়েছে।জানি না তারা আমার আর আপনার মতো এতো অনুভব পাবে কি না এই গানটিতে💫
ভালোবাসা অসম্ভব সানি ভাই। 💝
৫/২/২০২৩
গানের লিরিক্সগুলো শুনলেই যে একটা অনুভূতির সৃষ্টি হয়।সে অনুভূতিটা কেমন তা ভাষায় প্রকাশ করার মতো না🥺।শুধু বলা যায়.."আকাশে জমে থাকে বিষন্ন মেঘ।দুঃখ ভাবতে কে চাই প্রিয়তমা..🙂
পট করে একটা বোকা পাখি হয়ে বসে থাকি, জিবনের হিসেব মিলে না, হবে না আর আসা যাওয়া,সহজিয়াকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা গান গিফট করার জন্য।😢🥰🖤
শিল্প নির্মানের পিছনে শিল্পীর সব ভালোবাসা মন থেকে উজাড় করলে হয়তো এরকম সৃষ্টি হতে পারে। জানিনা ভবিষ্যৎ প্রজন্ম এই অনবদ্য সৃষ্টির সঠিক মর্ম বুঝতে পারবে কিনা তবে একটু বলতে পারি, যেই প্রজন্ম এমন শিল্পী পেয়েছে তারা দীর্ঘ বছর পরেও এই গান সার্চ বাড়ে খুজবে।
আকাশে জমে থাকে বিষন্ন মেঘ, পথে পথে পরে থাকে জুঁইফুল ❤️❤️
এত এত ভালো না লাগার ভীড়ে, কিছু একটা ভালো লাগার মত পেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চাই❤️❤️
সত্যি আমি মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী 🙂,,,আবার মনে হয় একলা থাকাই সুখ😅 যখন মনে পড়ে কার কথা ভাবছি সে তো বদলে গেছে 😅😅 তখন বুঝি ভাবনাই এক মনের অসুখ 🙃
গানটি আমাকে কিছু বলতে বাধ্য করেছে। এমন মধুর সুর, এত বোল্ড কথা, ভালো না লেগে উপায় নাই।
যুগ যুগ ধরে যারাই শুনতে আসবে তাদের কাছেই তাদের জীবনে এই গানটি খুবই প্রাসঙ্গিক ও সমসাময়িক মনে হবে।
ভালোবাসা ❤️
কি ভাবে লিখবো বুঝতেছি না, তবে যত গান আমার এ ছোট জীবনে শুনেচি, এটা সবার চেয়ে সেরা সেরা❤❤❤
শরীরের ব্যথা আর মনের কষ্টের থেকে সবসময় ঠোঁট দুটোকে আলাদা রাখতে হবে, যাতে শত দুঃখেও ঠোঁটের কোণে সর্বদা হাসি ফুটে থাকে।
অনিন্দ্য সুন্দর এক সৃষ্টি। পুরোটা জুড়ে মুগ্ধতায় ভরপুর🖤🌻
this is a masterpiece. This sounds so old, so old like a fine wine 🍷
খুব সুন্দর কম্পোজিশন।
সুরটা লোবোস এর স্টোনি গানের অনুরূপ।
Chol detang pahar theke apnar khoj pelam...first vabsilam arnab..dekhi na onno jon..osadharon vhai...
গানটি শুনে যতটা ভালো লাগে, তার থেকে বেশি মনটা বেদনা বিদুর হয়ে যায়। তবুও বারবার শুনে যাই।
''জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে আটকে গেছি'- না তোমাকে ভুলে গেছি, না চায়ের নেশা কেটেছে, মাঝ থেকে শুধু আমি আটকে গেছি তোমাতে। 💔
যখন মনে পড়বে কাউকে লিখে দিও, মাঝে মাঝে এসে শুনে যাবো এই গান। ভালবাসা নিও গীতিকার ❤️
প্রিয় অরিত্রি তোমার জামাল খানে পড়ে রবে আমার ধূলো মাখা সব বিষণ্ণ দিনরাত্রি, বাতিঘরে পড়ে রবে আমাদের মিথ্যে গল্পের স্মৃতিচারণ, কোনো এক শীতের শেষে হয়তো আবারো ফিরবো কিংবা ফিরবো না, তোমার শহরের কার্ণিশে বুনো কবুতরের মত ফেলে যাওয়া আমার দিন, কোকেনের মত নেশাময় অনুভূতি, ভালোবাসা তবুও এত কম কেন প্রিয়তমা, তুমি কেনো আমাকে আরেক টু ভালোবাসলে না, আন্দামান দ্বীপের কোনো উপত্যকায় খুঁজে নিও অন্তিমকালের কোনো কোণে৷ 🌸
আহা! জামালখান আর বাতিঘর ❤️💚
'আমরা হয়তো এসবের নই কিছুই, তবু মেঘ-বাতাসের হয় না কখনও ভুল!'...এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। চোখে জল আসে। খুব ভালো লাগে গানটি।
এই লাইনের মানিটা আমারে একটু বলেন তো
একটা মানুষ এতটা জিনিয়াস কেমনে হয়?যিনি গান লিখেছেন,সুর করেছেন,মিউজিক ও দিয়েছেন।।হাবিব আর উজ্জ্বল ভাই।।দুজনি বাংলার গর্ব।
Literally goosebumps...I was just uttering the tune...and couldn't locate the proper words...My wife send me the link of the song.. Thank You for making life again a bit sweet..
💕💕From Assam
Same here, love from Assam
স্মৃতি হিসেবে রেখে গেলাম। তোমাকে পেয়ে গেলে হয়তো গানটা শোনা হবেনা আর না পেলে যুগ যুগ পার হয়ে গেলেও গানটি শুনে যাবো 🖤
মানুষ কেন ভালোবেসে মাঝ পথে ছেড়ে যায়। তাহলে কি ভালোবাসা ভুল। নাকি সে ভালোবাসার যোগ্য না। 😌😊
sotti Ami vlo nei
লিরিক কম্পোজিশন মিউজিক অসাধারণ। তবু মেঘ বাতাসের হয় না কোন ভুল❤️
ভাবতে খারাপ লাগছে এতো ভালো গানটা আজ এতদিনে শুনলাম। কি করব, ইউটিউব তো এতো মনকাড়া গান সাজেস্ট করবে না।
এই গান ইতিহাসের সাক্ষী হয়ে অমর হয়ে থাকবে!💔
এই গানের মৃত্যু নেই!🌺🌸
এই শহরে প্রচুর অভাব 🙂
কারো শিক্ষার, কারো ভালোবাসার !
কারো ভাতের, কারো মনুষ্যত্বের
স্মৃতি রেখে গেলাম যাতে কেউ লাইক দিয়ে গানটি আবার শোনার সুযোগ করে দেয়
😊i
আপনার গানে একটা বিষন্ন মাদকতা আছে। কখনো আহমেদ সফার কবিতায়, কখনো আনন্দ ভৈরবীর সুরে কখনো প্লাস্টিকের পুতুলে আর এই গানে; এক অসম্ভব ভালোলাগার মত কষ্টের, হাহাকারের স্পর্শ পাওয়া যায়। গান শেষ হয় গানের আবেশ থেকে যায় অনেকক্ষন। সম্পর্কগুলোর ছোট ছোট পাওয়া না পাওয়াগুলো সুর পায়। গুন গুন করে।
তাই কখনোই থামবেন না। বাংলাদেশ তথা সারা দুনিয়ায় রুচির মহামারীতে আর্টসেল, শিরোনামহীন বা আপনার ভিউ কাউন্ট কম থাকতে পারে, শুদ্ধ মনের অভাব নেই।
এই গানটা কান্নার মত সুন্দর, দীর্ঘশ্বাসের মত এর ব্যপ্তি।
❤❤❤❤
অসাধারণ গান.. চিরসবুজ হয়ে রবে মনের মাঝে..
এতো সুন্দর উপহার আরো চাই..।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
মন ছুয়ে গেলো.. যেমন লিরিক্স
তেমন সুর..
কম্পোজিশন
সব মিলে অতুলনীয়.. ❤️❤️❤️
মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী
মাঝে মাঝে ভাবি একলা থাকায় সুখ !
তোমাকে ভীষণ মিস করি নাসি ; ক্ষমা করে দিও আমাকে ।😔
আমি শিখেছি ভুলে যাওযার ভান
আমি ডুবেছি অন্ধকারের জলে
আমি শিখিনি বাঁচতে হয় কিভাবে
সত্যি তোমাকে না পাওয়া হলে ।।
আমি গান পাগল মানুষ না। তবু কতবার যে শুনলাম। গানের মুল হচ্ছে কথা ও সুর। অসাধারণ। আর বাদ্যযন্ত্রের অত্যাচার কম বলে আরো বেশি ভালো লেগেছে।
আকাশে জমে আছে বিষন্ন মেঘ,🌼🌼
এ শহরের লোকগুলো বড্ড রুচিহীন হয়ে পরছে দিন দিন।এমন হৃদয় জুড়ানো গানেও মন গলে না😢ভিউ কয়েক মিলিয়ন হওয়ার কথা ছিল।
হয়ে যাবে.. ভালো কাজের ফসল তুলতে একটু সময় লাগে ভাই..😊😊✌️✌️✌️
A masterpiece song! Listening to this on loop for about 5 hours straight
Lol
ভাবি, এই জগতে আমিই মনে হয় বড় পাগল!
দেখি আরে না।
এই নৌকায় আরো কিছু যাত্রী আছে।
বিগত ৭ দিন ধরে একটানা এই গান শুনতেছি কিন্তু তাও মন ভরে নাই।
The lyrics
The voice
The music
Perfect Combination.👌
Hats off, 🫡
Carry on brother.👏
I did not understand a single word when i first heard it, but something striked deep in my heart. That is what beautiful music does! THANKYOU FOR MAKING THIS
রূচিশীল মানুষদের লুটপাট করে দিয়েছেন সানি ভাইয়া ।’আমরা হয়তো’ আপনার এক অনন্য শিল্প । এই ভয়ংকর সুন্দর শিল্প দির্ঘজীবি হোক 🥀
-তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়।
💔-স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।🤍🖤
No doubt, this song is going to be a legendary one. ❤
তুমি চলে গেছো দেখেই হয়তো আজ এ গানটি শোনা। গানটি আজ রেখে দিলাম তোমার সাথে, আমার না পাওয়া উৎসব।
হয়তো কোন একদিন সেও এই গানটা শুনবে,হয়তো তার ও আমাকে মনে পরবে, বাট ততোদিনে আর ফেরা হবেনা..😢😢
ভালো থাকুক সবার ভালোবাসা
Jui ful shobdo tar jonnoi এই gan ta etota special ekhono... ♥️😭
Dear Stranger you have good taste in music ❤. This masterpiece will always stay close to my heart.
Underrated Masterpiece ❤️🩹🌺
This song is simply amazing! The vocal performance, instrumentation, and production are all top-notch. I can't get enough of it, it's definitely one of my new favorites!
গানটা সবসময় শুোনা হয় না কিন্তু যখন শুনি একটানা ৫-১০বার শুনি।🙂🫶🌼
02:04🧡
legendary song..... প্রতিটা লাইন জীবনের প্রতিটা স্বভাবকে তুলে ধরে
এই গানটা শুনতে শুনতে চোখ দুটো ভুজে ফেলি হঠাৎ পুরনো সৃতিগুলো সতেজ হয়ে উঠলো তোমায় অনুভব করতে করতে মনে পড়ে গেলো সেই দিনটা তোমার শহরে আমায় ডাকলে আমি গেলামও পুরো দিন ঘুড়ে বেরালাম এবং তুমি যখন আমার হাতে হাত রাখলে বিশ্বাস করো তখনি তোমায় হারানোর অনুভব করি তোমায় রেখে যখন বাড়ীর দিকে রওনা হই পিছনে ফিরে তাকিয়ে দেখি তুমি আপসা ধূসর হয়ে রয়েই গেছো সেই পথে তারিখ ২৩.২.২০২০ দেখো না তুমি বেঁচে থাকতেও আমার মনের ভিতরে তোমায় তিলে তিলে মেরে ফেলা এই অসহায় আমি #স্বপ্নচারিণী ভালোবাসি।🥀তোমায় হারানোর ৩বছর হয়ে যায় শুধু জানতে ইচ্ছে করে আমায় মনে করো কী তুমি?🙂
এসকল গান যারা শোনে তারা নিতান্তই সরল মনের অধিকারী 🥰। গানটা চোখে পানি এনে দিলো😭
This is nothing less than art. Kudos to everyone behind this beautiful masterpiece.
(সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা, যেই ঠিকানার নিশানা নেই কোথাও) বেস্ট লাইন।❤
গানটা এত যন্ত করে যন্ত্রণা বাড়ায়,যে বার বার এই যন্ত্রণায় পুড়তে ইচ্ছে করে৷
Thank you for inserting all the essence of emotions. 🌿🍂🌼
কমেন্টটা রেখে গেলাম, কেউ এসে লাইক করলে নোটিফিকেশনের শব্দে গানটা আবার শুনতে পারব......❤