প্রীতম একজন দারুণ অভিনেতা। সিয়াম তৌসিফ, জোভান বছরের পর বছর অভিনয় করেও যে দক্ষতা দেখাইতে পারে নাই একজন গানের মানুষ এসে সেই কাজ টা করে দিয়ে গেলো। প্রীতম কে দেখে আমার তাহসান এর শুরুর নাটক নীলপরি নীলঞ্জনার কথা মনে পড়ে গেলো। উইশ প্রীতম এরকম আরো ভালো কিছু কাজ করবে সামনেও।
এত সুন্দর করে বানানো একটা ভালোবাসার গল্প দেখলাম, একটানা দুঘন্টা এই কানাডায় বসে। প্রীতম, ফারিন তাদের সবটুকু দিয়ে অভিনয়ের থেকেও বেশী কিছু করে গেছে। আর গানের কথা গুলি মনে হয় হ্রদয় নিংড়ানো কিছু শব্দমালা। এছবিটি এবছরের সেরা একটি ছবি হবে আশা করি।
এত বাস্তব একটা কাহিনী নিয়ে ওয়েব ফিল্ম!! প্রতিটা স্ট্রাগল লাইফের সাথে মিলে যাবে সবার, ক্যারেক্টার, প্লট, ডায়ালগ, সিনেমাটোগ্রাফি, প্লেস আর কি বলা যেতে পারে জানি না। একটা সিম্পল লাইফ স্টোরি কে কতটা সুন্দর কতটা বাস্তব করা যেতে পারে, চোখের সামনে নিজের স্টোরি দেখা, নিজের স্ট্রাগল দেখা। নিজের ইমোশন দেখলাম এক কথায়, দারুন।❤
আমাদের সবার এই সিনেমাটা এত পছন্দ হইসে কেন জানেন?কারণ ফারিন আর প্রীতমের অভিনয় দেখে মনে হইসে ওরা আমাদেরই একজন,হয় আমরা সেটা নিজেই বা আমাদের পাশের বাড়ির অতি পরিচিত কেউ যাদের সাথে আমাদের বহু দিনের পরিচয়।অন্যান্য নাটক|সিনেমায় আমরা অনেক অবাস্তব কাহিনী দেখি যে নায়িকাকে বাঁচানোর জন্য নায়ক দুনিয়া এক করে দিতেছে,একাই ১০ জনের সাথে ফাইট করতেছে কিন্তু এইখানে তেমন কিছুই দেখানো হয়নাই।আরো একবার প্রমাণ হলো যে আমরা একদম সিম্পল জিনিসটাই পছন্দ করি যদি সেটা একদম সিম্পল ওয়েতেই দেখায়❤
মানুষ যেইখানে আটকায় ওইটারে বোধহয় মায়া ডাকা হয়, তাই-না? প্রেম মুছে যায়, ভালোবাসা পুরোনো হয় কিন্তু মায়া আর কই কাটানো যায়? যদি যেতোই তবে মানুষ কেন বহুবছর পরে চেনা নাম শুনলে কেঁপে ওঠে? ছলছল করে ওঠে তার চোখ দু'টো? শুষ্ক হয়ে যায় ঠোঁটজোড়া? 🌺
অনেক দিন পর বাংলা কোন কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শান্তি পেলাম। ডায়লগ, সিচুয়েশন, স্ক্রিনেপ্লে, অভিনয় সবখানে সামঞ্জস্যতা ছিলো। যেটা আমাদের দেশের কাজে সচারাচর কম হয়। প্রীতম হাসান অভিনেতা হিসেবে চমকে দিয়েছে আমাকে। আর ফারিনকে আমার কাছে শুরু থেকেই ন্যাচারাল মনে হয়। তবে চিত্রনাট্য যিনি লিখেছেন তাকে বেশি ধন্যবাদ দিতে হয়। ভালো কাজ। পুরো টিমকে ধন্যবাদ 👏👏
আহা প্রেম...❤️❤️❤️ বৃষ্টি শেষের স্নিগ্ধতা কিম্বা বসন্তের পেলব বাতাসের মতন মিষ্টি একটা গল্প.. ছবি শেষে সেই ভালোলাগার রেশ জড়িয়ে থাকে বহুক্ষণ.. শেষ কয়েক মুহুর্তের ভেজা চোখের পাতার দিব্যি... এমন ভালোবাসার গল্প আসুক আরও আর ভালোলাগায় ভেসে যাক সবকিছু.. ❤️❤️❤️ ভালবাসা পাঠালাম ভারত থেকে.. ❤️
অন্যান্য নামকরা অভিনেতাদের থেকেও এমন ন্যাচারাল অভিনয় পাওয়া যায়না। এখানে প্রীতমের অভিনয় দেখলে মনে হয় একদম নিজের কাছের মানুষটার প্রতিচ্ছবি। এতটা ন্যাচারাল অভিনয় করেছে সে❤ দারুউউউউণ❤
তাদের গল্পের সাথে আমার গল্পের অনেক মিল। তবে ফিল্মের শেষে শারমিন যেমন ফারহানের হাত টানাতে সাড়া দিয়ে আলিঙ্গন করলো, তেমনই ৩ বছর পর দেখা হওয়ার পরে আমার গল্পের শারমিন আমাকে আর আলিঙ্গন করার অধিকারই দেয়নি। হয়তো সবার জীবনে সেই প্রয়োজনীয় আলিঙ্গনটা আসে না, যেই আলিঙ্গনটা খুব বেশী জরুরী ছিলো! আমি গল্পটা দেখে কেঁদেছিলাম শুধু তাদের একসাথে মিল হওয়াটার জন্য, আমার নিজের গল্পের শেষের বিচ্ছেদের জন্যে নয়।😊
গানটা সুন্দর, শেষ দৃশ্যটা অসাধারণ, ছবিটা বেশ বাস্তব। প্রিতমের অভিনয় আগেও অনেক ভালো লাগতো, এটাতে তো দারুন কাজ করেছেন। তাহসান ছাড়া অভিনেতার বাইরে প্রীতমের অভিনয় অনেক অভিনেতার চেয়ে ন্যাচারাল।
Main character der relationship development ta chilo khub e skilled directing, r osadharon romantic, sekhan theke suru kore immigrant der khub e practical lifestyle r struggle er life like representation, breakup, lastly climax sobkichu sundor. Character selection r dialogue er kotha to r bolar kichu nai. Osadharon. Nothing seemed out of place. And this song....Can't stop listening. Thank you for this great movie. Charki, please make a music video of this song by the singers Mahtim and Nandita. That would be great!
প্রিয় মানুষ টাকে কতটা ভালোবাসে একজন প্রিয় মানুষ এ জানে। আশে পাশের মানুষ তে দেখে মাএ কিন্তু তাদের মনের অনুভুতি গুলো তো বুজতে পারে না। প্রিয় মানুষ টার সাথে খুনসুটি গুলো অনেক মজার হয়। কত স্মৃতি রয়ে যায় কতনা ভালোবাসা থাকে সেটার মধ্যে। অনেক ভালোবাসি প্রিয় মানুষ টাকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন একসাথে থাকতে পারি।
Emon Chowdhury এই মানুষ্টা যে কি অসাধারণ ট্যালেন্ট মিউজিসিয়ান তা উনার স্টেজ /লাইভ প্লে না দেখলে বুঝবেন না,আমি দেখেছি-অসাধারণ।আর এই গান টা তো উনার রোমান্স ঘরনার আরেকটা মাস্টারপিস।বিগ ফ্যান - String Lord🎼🪕
মুভিটা এমন সময় দেখছি যখন আমার IELTS speaking exam দিয়ে আসছি সেদিন রাতে। চোখভরা স্বপ্ন স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া নিয়ে। আলহামদুলিল্লাহ এখন আমি অস্ট্রেলিয়ার সিডনি তে ট্রেনে বসে গানটা শুনতেছি। গানটা শুনলেই গায়ে কাঁটা দেয় । আহ কি অনুভুতি।❤❤
অস্ট্রেলিয়ার জীবন সুন্দর হোক। আমিও একই পথে হাটছি তবে অস্ট্রেলিয়া নয়, কানাডা ইউএস অথবা নর্ডিক কোনো দেশে। আপনার রুচি ভালো তাই আমার কিছু কথা বলতে ইচ্ছে করলো। জীবনে যা উন্নতিই করেন, সবসময় সুস্থতা কামনা করছি। মনে রাখবেন জীবনের সবকিছুর উদ্দেশ্য আছে। আপনি আপনার পরিবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার রব। এগুলোকে অবশ্যই মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ। ঈমানকে ধারণ করে চলার সৌভাগ্য সবার হয়না। আপনার আমার এটা হচ্ছে আশা করি। শুভ কামনা! ❤
কাছের মানুষ দূরে থুইয়ার মধ্যে গানটা শুনে ভাবতেই পারিনি এটা মাহতিম সাকিব! জীবনে প্রথমবার মাহতিম সাকিবের গান যখন শুনি তখনই ভেবেছিলাম একদিন সেরা একজন সংগীতশিল্পী হবে। যদি আমি সামান্য মানুষ তবুও আমার ধারণা সত্য হতে চলেছে❤
নরমালি কোনো গান টানা কয়েকদিন শুনলে ওই গানটা আর ভালো লাগে না পরে। কিন্তু এই গানটা একদম ব্যতিক্রম। প্রতিদিন শুনতেসি এবং যতবারই শুনতেসি ততবারই ভাল লাগতেসে। অদ্ভুত মায়াময় একটা গান।
খুবই বাস্তব একটা ছবি দেখলাম অনেকদিন পর দুজনে অভিনয়টা অসাধারণ চিন্তা করলে ছবির কাহিনী পুরোটাই বাস্তব জীবনের সাথে জড়িত এমন একটা ছবি না দেখলে মিস হবে বটে ❤❤
"Wow, what a surprise! Today at Acropolis Mall in Kolkata, I suddenly bumped into Tasnia Farin, the actress. She looked absolutely fabulous, radiating charm and grace. It was a delightful encounter, and she was as lovely in person as she appears on screen. Such a fan moment....she agreed to have a pic with us....❤...beautiful movie and what a song....kudos
যত কথাই লিখি না কেন, কোন শব্দেই আমার মুগ্ধতা বোঝানো সম্ভব হবে না। জাহান সুলতানা - শিহাব শাহীনের গল্প, পুরো মুভিটা, প্রীতম- ফারিণের জুটি আর অভিনয়, মাহতিম সাকিব আর নন্দিতার ম্যাজিক্যাল ভয়েস, পদ্মার বুকের রাজশাহী আর শিহাব শাহীনের পরিচালনা এক কথায় অসামান্য, অসাধারণ। ❤️❤️❤️❤️
শুধু মুগ্ধ হয়ে দেখে গেলাম কি নিখুঁত অভিনয় কি নিখুঁত গল্প। লিখতে গেলে শেষ হবে না। কখনো কখনো একটু খানি আলিঙ্গন ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। রুয়েট থেকে সিডনি সেখান থেকে পদ্দার পার এক কথায় অসাধারণ মুভিটা।❤❤
আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো ,, এই movie টা তে অভিনেত্রীর পোশাক আশাক একদম ঢাকা,, কোনো খোলা মেলা জামা পড়া নেই। কি সুন্দর ,, টাও চোখে পড়ার মতো।। সাধারণ জীবন যাপনের মতোই
একজন জিনিয়াস ডিরেক্টর "শিহাব শাহীন" ভাই,,,, অভিনেতা/অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি,জায়গা, সর্বশেষ কাহিনি পুরাই মাখন যদিও বিদেশ থেকে আাসার পরে ৯৯% মানুষ তার প্রিয় মানুষকে পায় না কিন্তু দুজনেই যে কষ্টটা অনুভব করে তা দেখানোর চেষ্টা করা হয়েছে😢 বাস্তবমুখি ফিল্ম অসাধারণ অভিনয়❤
অসাধারণ ছিলো❤️❤️ একবারও মনেহয়নি যে অবাস্তব কিছু দেখছি, পুরোটাই রিলেট হয়ে যাচ্ছিলো বাস্তব জীবনের সাথে। এত সাবলীল আর চমৎকার ছিলো ওয়েব ফীল্ম টা।আহা!! সব পছন্দের মানুষগুলো একসাথে, গানের লিরিক্স,শিল্পী বলি আর ফিল্মের কথাই বলি,সবগুলোই পছন্দের মানুষ আহ🌸💙
গানটার আগের সিনে একটা লাইন ছিলো "বি মাই রোজ" আমাকেও রোজ ডাকতো একজন।। কিন্ত বর্তমানে মানুষটি বিবাহিত।। এই মুভিটা+ কিছু সীন বারবার তাড়া করে অতীতে নিয়ে যায়।। বারবার বলে ফেলি, 'কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত'😓
প্রীতম একজন দারুণ অভিনেতা। সিয়াম তৌসিফ, জোভান বছরের পর বছর অভিনয় করেও যে দক্ষতা দেখাইতে পারে নাই একজন গানের মানুষ এসে সেই কাজ টা করে দিয়ে গেলো। প্রীতম কে দেখে আমার তাহসান এর শুরুর নাটক নীলপরি নীলঞ্জনার কথা মনে পড়ে গেলো। উইশ প্রীতম এরকম আরো ভালো কিছু কাজ করবে সামনেও।
Exactly
সিয়াম এর পুনর্মিলন দেখছিলা? চরকি প্রিমিয়াম!
দেখলে এইটা বলতা না
@@indonesia7773 Oita trash
Definitely প্রীতম ভাই অস্থির গান করেন সাথে অভিনয়টাও নেক্সট লেভেল এ করেছেন। তবে আমার মনেহয় কিছু ক্ষেত্রে ডিরেক্টরও ম্যাটার করে ভাই।
তাহসান তো অনেক আগে থেকেই নাটক করে ভাই।নীলপরী নীলাঞ্জনা তো তার শুরুর দিকের নাটক না।
এত সুন্দর করে বানানো একটা ভালোবাসার গল্প দেখলাম, একটানা দুঘন্টা এই কানাডায় বসে। প্রীতম, ফারিন তাদের সবটুকু দিয়ে অভিনয়ের থেকেও বেশী কিছু করে গেছে। আর গানের কথা গুলি মনে হয় হ্রদয় নিংড়ানো কিছু শব্দমালা। এছবিটি এবছরের সেরা একটি ছবি হবে আশা করি।
একদম 😊
এত বাস্তব একটা কাহিনী নিয়ে ওয়েব ফিল্ম!! প্রতিটা স্ট্রাগল লাইফের সাথে মিলে যাবে সবার, ক্যারেক্টার, প্লট, ডায়ালগ, সিনেমাটোগ্রাফি, প্লেস আর কি বলা যেতে পারে জানি না। একটা সিম্পল লাইফ স্টোরি কে কতটা সুন্দর কতটা বাস্তব করা যেতে পারে, চোখের সামনে নিজের স্টোরি দেখা, নিজের স্ট্রাগল দেখা। নিজের ইমোশন দেখলাম এক কথায়, দারুন।❤
@Som1.0 চ্যানেলটিতে শুনে আসতে পারেন, Phele bhi mein হিন্দি এর বাংলা version আশা করছি,হতাশ হবেননা।🙏
এটা আমি অনলাইন এ পাই না কেনো লিঙ্ক টা থাকলে দেন প্লিজ
Movie link ta dan plz.. Ami khuje pacci na
I am not crying...lol
মুভির লাস্ট এর অংশ টা দেখে অনেক ভালো লাগছে।2 জনের কান্না দেখে ইমোশনল হয়ে গেছিলাম😢😢সব মিলিয়ে মুভি অনেক সুন্দর হয়েছে❤❤ আর গান টা তো জোস
আমাদের সবার এই সিনেমাটা এত পছন্দ হইসে কেন জানেন?কারণ ফারিন আর প্রীতমের অভিনয় দেখে মনে হইসে ওরা আমাদেরই একজন,হয় আমরা সেটা নিজেই বা আমাদের পাশের বাড়ির অতি পরিচিত কেউ যাদের সাথে আমাদের বহু দিনের পরিচয়।অন্যান্য নাটক|সিনেমায় আমরা অনেক অবাস্তব কাহিনী দেখি যে নায়িকাকে বাঁচানোর জন্য নায়ক দুনিয়া এক করে দিতেছে,একাই ১০ জনের সাথে ফাইট করতেছে কিন্তু এইখানে তেমন কিছুই দেখানো হয়নাই।আরো একবার প্রমাণ হলো যে আমরা একদম সিম্পল জিনিসটাই পছন্দ করি যদি সেটা একদম সিম্পল ওয়েতেই দেখায়❤
Agree
❤
True
Ata kothy dekhte pabo aktu bolte parben please
Kono jaygay ai natok ti khuje pacchina
ওরে লিরিক্স!
ওরে কণ্ঠ 🔥
ওরে ফিল্ম 🔥
প্রাউড ওব ইউ বাংলাদেশ ❤️
প্রিয় লেখকের লিখা গানটা উফফ কথাগুলো অস্থির❤️❤️❤️
মাহতিম এর কন্ঠটাও জাস্ট ওয়াও
পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা হয়তো এই জন্যই বাংলা
সবাই সবকিছুর প্রশংসা করলো
কিন্তু এই দুজনের অনবদ্য কন্ঠের প্রশংসা করলোনা।
কি অসাধারণ গাইলো ❤
এই যে আপনি গানটি শুনছেন,আপনাকেই বলছি।
আপনার মতো সুন্দর আর রুচিশীল মানুষ খুব কমই আছে। ❤
😊
Ohsadharon 🪷🤠
❤❤
তাই নাকি
Owoo🤗
So sweet of you🌼🤍
মানুষ যেইখানে আটকায় ওইটারে বোধহয় মায়া ডাকা হয়, তাই-না? প্রেম মুছে যায়, ভালোবাসা পুরোনো হয় কিন্তু মায়া আর কই কাটানো যায়? যদি যেতোই তবে মানুষ কেন বহুবছর পরে চেনা নাম শুনলে কেঁপে ওঠে? ছলছল করে ওঠে তার চোখ দু'টো? শুষ্ক হয়ে যায় ঠোঁটজোড়া? 🌺
একদম,মানুষ মায়ার জন্যই ছেড়ে যেতে পারেনা
❤
❤❤
অনেক দিন পর বাংলা কোন কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শান্তি পেলাম। ডায়লগ, সিচুয়েশন, স্ক্রিনেপ্লে, অভিনয় সবখানে সামঞ্জস্যতা ছিলো। যেটা আমাদের দেশের কাজে সচারাচর কম হয়। প্রীতম হাসান অভিনেতা হিসেবে চমকে দিয়েছে আমাকে। আর ফারিনকে আমার কাছে শুরু থেকেই ন্যাচারাল মনে হয়। তবে চিত্রনাট্য যিনি লিখেছেন তাকে বেশি ধন্যবাদ দিতে হয়। ভালো কাজ। পুরো টিমকে ধন্যবাদ 👏👏
তাইলে ভাই, যায়া শাটিকাপ আর সিনপাট দেখেন। বুঝবেন ওয়েব ফিল্ম কাকে বলে❤
Kivabe dekbo aei movie UA-cam a pachina je
@@xaadmubin4429শাটিকাপ আর সিনপাট দেখলে বাংলা সিনেমাকে যাত্রা পালা মনে হবে😂😂
তবে এই কাজটা দারুন হয়েছে❤❤
❤
আহা প্রেম...❤️❤️❤️
বৃষ্টি শেষের স্নিগ্ধতা কিম্বা বসন্তের পেলব বাতাসের মতন মিষ্টি একটা গল্প.. ছবি শেষে সেই ভালোলাগার রেশ জড়িয়ে থাকে বহুক্ষণ.. শেষ কয়েক মুহুর্তের ভেজা চোখের পাতার দিব্যি... এমন ভালোবাসার গল্প আসুক আরও আর ভালোলাগায় ভেসে যাক সবকিছু.. ❤️❤️❤️
ভালবাসা পাঠালাম ভারত থেকে.. ❤️
গানটাতে রাজশাহী শহরটাকে খুবই সুন্দর ভাবে তুলে ধরছে🥰🥰
Vai gaan er surute je spot ta dekhay ota kothay Rajshahir?
অন্যান্য নামকরা অভিনেতাদের থেকেও এমন ন্যাচারাল অভিনয় পাওয়া যায়না। এখানে প্রীতমের অভিনয় দেখলে মনে হয় একদম নিজের কাছের মানুষটার প্রতিচ্ছবি। এতটা ন্যাচারাল অভিনয় করেছে সে❤ দারুউউউউণ❤
লিরিকস বাপ্রে😢।এর আশেপাশে কম আছে ভালোবাসার গান। ঘুম পারাবার বৃষ্টি তোমার নই-লাইন্টা❤
Amader priyo lekhk Sadat hossani ar lekha gan ta
@@SumaPatro oh 😊😊
সত্যি বলেছেন ভাই।কেমন যেন Hallucination হতেই থাকে কানের মাঝে❤❤❤❤❤
@@jony5753 অন্য কোন গান শুনা হয়না আর
একটানা কতবার যে শুনলাম!!😌😌
রোদের দেশে আলোয় ভেসে যাচ্ছ ছেলে কই?
আমি কি আর ঘুম পাড়াবার বৃষ্টি তোমার নই?.......💟💟💟
Ami toh sara din e suni🙂 gan sunlei ata first a sunbo🙂
প্রতিদিন কতবার যে শুনি গানটা তবুও শুনতে ইচ্ছে হয়
মাহতিম সাকিব মানেই একটা অন্য রকম অনুভূতি ❤❤❤
তাদের গল্পের সাথে আমার গল্পের অনেক মিল। তবে ফিল্মের শেষে শারমিন যেমন ফারহানের হাত টানাতে সাড়া দিয়ে আলিঙ্গন করলো, তেমনই ৩ বছর পর দেখা হওয়ার পরে আমার গল্পের শারমিন আমাকে আর আলিঙ্গন করার অধিকারই দেয়নি। হয়তো সবার জীবনে সেই প্রয়োজনীয় আলিঙ্গনটা আসে না, যেই আলিঙ্গনটা খুব বেশী জরুরী ছিলো! আমি গল্পটা দেখে কেঁদেছিলাম শুধু তাদের একসাথে মিল হওয়াটার জন্য, আমার নিজের গল্পের শেষের বিচ্ছেদের জন্যে নয়।😊
❤
Apni Asha kori onk Valo achen ekhn
Apnake Valo thaktei hobe!😭
সাকিব ভাইয়ার গলাটা জাস্ট অসাধারণ।সাথে নন্দিতা আপুর মিলে wow।।।
লিরিক্স থেকে বেশি গলার সুরে হারিয়ে গিয়েছিলাম।
লাস্টের সিন'টা ৪ বার দেখছি সত্যি কাছের মানুষের সাথে এক আলিঙ্গন সকল কষ্টের অবসান দুরত্বের অবসান
গানটা সুন্দর, শেষ দৃশ্যটা অসাধারণ, ছবিটা বেশ বাস্তব।
প্রিতমের অভিনয় আগেও অনেক ভালো লাগতো, এটাতে তো দারুন কাজ করেছেন। তাহসান ছাড়া অভিনেতার বাইরে প্রীতমের অভিনয় অনেক অভিনেতার চেয়ে ন্যাচারাল।
প্রিতমের অভিনয় এক কথায় অসাধারন ❤❤❤ আর ফারিণ সব সময় অনবদ্য ❤❤❤ অশেষ শুভকামনা।
Main character der relationship development ta chilo khub e skilled directing, r osadharon romantic, sekhan theke suru kore immigrant der khub e practical lifestyle r struggle er life like representation, breakup, lastly climax sobkichu sundor. Character selection r dialogue er kotha to r bolar kichu nai. Osadharon. Nothing seemed out of place. And this song....Can't stop listening. Thank you for this great movie.
Charki, please make a music video of this song by the singers Mahtim and Nandita. That would be great!
প্রিয় মানুষ টাকে কতটা ভালোবাসে একজন প্রিয় মানুষ এ জানে। আশে পাশের মানুষ তে দেখে মাএ কিন্তু
তাদের মনের অনুভুতি গুলো তো বুজতে পারে না। প্রিয় মানুষ টার সাথে খুনসুটি গুলো অনেক মজার হয়। কত স্মৃতি রয়ে যায় কতনা ভালোবাসা থাকে সেটার মধ্যে।
অনেক ভালোবাসি প্রিয় মানুষ টাকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন একসাথে থাকতে পারি।
অসাধারণ একটা মুভি, ফারিন যে একজন ইউনিক অভিনেত্রী, তাতো বলার কিছু নাই, শিহাব শাহীন তো অনন্য, এবার প্রিতম হাসান কে নতুন করে দেখলাম, ❤❤❤❤
Emon Chowdhury এই মানুষ্টা যে কি অসাধারণ ট্যালেন্ট মিউজিসিয়ান তা উনার স্টেজ /লাইভ প্লে না দেখলে বুঝবেন না,আমি দেখেছি-অসাধারণ।আর এই গান টা তো উনার রোমান্স ঘরনার আরেকটা মাস্টারপিস।বিগ ফ্যান - String Lord🎼🪕
মুভিটা এমন সময় দেখছি যখন আমার IELTS speaking exam দিয়ে আসছি সেদিন রাতে। চোখভরা স্বপ্ন স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া নিয়ে। আলহামদুলিল্লাহ এখন আমি অস্ট্রেলিয়ার সিডনি তে ট্রেনে বসে গানটা শুনতেছি। গানটা শুনলেই গায়ে কাঁটা দেয় । আহ কি অনুভুতি।❤❤
অস্ট্রেলিয়ার জীবন সুন্দর হোক। আমিও একই পথে হাটছি তবে অস্ট্রেলিয়া নয়, কানাডা ইউএস অথবা নর্ডিক কোনো দেশে। আপনার রুচি ভালো তাই আমার কিছু কথা বলতে ইচ্ছে করলো।
জীবনে যা উন্নতিই করেন, সবসময় সুস্থতা কামনা করছি। মনে রাখবেন জীবনের সবকিছুর উদ্দেশ্য আছে। আপনি আপনার পরিবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার রব। এগুলোকে অবশ্যই মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ। ঈমানকে ধারণ করে চলার সৌভাগ্য সবার হয়না। আপনার আমার এটা হচ্ছে আশা করি।
শুভ কামনা! ❤
কাছের মানুষ দূরে থুইয়ার মধ্যে গানটা শুনে ভাবতেই পারিনি এটা মাহতিম সাকিব! জীবনে প্রথমবার মাহতিম সাকিবের গান যখন শুনি তখনই ভেবেছিলাম একদিন সেরা একজন সংগীতশিল্পী হবে। যদি আমি সামান্য মানুষ তবুও আমার ধারণা সত্য হতে চলেছে❤
Tbadh,Rajshahi lighting the road and My RUET! What a combination! ❤️😊
গাছের নিচের জায়গাটার নাম কি😃.
@@mrittikamonisha9898 Rajshahi Cadet College, Sardah
Mahtim Shakib!!.. Bangladesher Arijit Singh ❤️
জীবন চক্রের প্রত্যেকটা মুহূর্ত ফুটে উঠেছে এই চলচ্চিত্রে ।
যেখানে গল্পের প্লট টাই রাজা , অভিনয় তো সেইখানে রাজত্ব করবেই।
শিহাব শাহীন ❤
লিরিক গুলো কতো নিখুঁত... আর লোকেশন এর কথা কি বলবো অসাধারণ.. 🌸🦋
@Som1.0 চ্যানেলটিতে শুনে আসতে পারেন, Phele bhi mein হিন্দি version আশা করছি,হতাশ হবেননা।🙏
নতুন কিছু করার প্রচেষ্টা..একটু..
লিরিক্স লেখক : সাদাত হোসাইন
আমার দেখা সেরা ছবিগুলোর মধ্যে একটা হলো কাছের মানুষ দূরে থুইয়্যা! অসম্ভব পছন্দের একটা মুভি আমার!
আহ! জীবনের গল্পটা এভাবে পর্দায় দেখে কি যে একটা ফিল পেলাম। ধন্যবাদ সবাইকে, যারা এই নাটক টা সফলভাবে সম্পন্ন করেছে।
নরমালি কোনো গান টানা কয়েকদিন শুনলে ওই গানটা আর ভালো লাগে না পরে। কিন্তু এই গানটা একদম ব্যতিক্রম। প্রতিদিন শুনতেসি এবং যতবারই শুনতেসি ততবারই ভাল লাগতেসে। অদ্ভুত মায়াময় একটা গান।
খুবই বাস্তব একটা ছবি দেখলাম অনেকদিন পর দুজনে অভিনয়টা অসাধারণ চিন্তা করলে ছবির কাহিনী পুরোটাই বাস্তব জীবনের সাথে জড়িত এমন একটা ছবি না দেখলে মিস হবে বটে ❤❤
মাহতিম সাকিব মানেই সেরা কিছু
"Wow, what a surprise! Today at Acropolis Mall in Kolkata, I suddenly bumped into Tasnia Farin, the actress. She looked absolutely fabulous, radiating charm and grace. It was a delightful encounter, and she was as lovely in person as she appears on screen. Such a fan moment....she agreed to have a pic with us....❤...beautiful movie and what a song....kudos
প্রিয় দুই মুখ পর্দায় আর দুই মন শান্ত করা কণ্ঠস্বর।
এই প্রেমের মাসে সকলকে ভালোবাসা আর একরাশ শুভেচ্ছা।
উফফ এই গানটা ❤❤❤
গানের কথাগুলোর গভীরতা অনেক, সাথে রাজশাহীর মনোমুগ্ধকর সৌন্দর্য , একদম খাপে খাপ মিলে গেছে💚।পূর্ণতা পাক সকল ভালোবাসা & ভালো থাকুক সকলের ভালোবাসার মানুষ💖♥️
@Som1.0 চ্যানেলটিতে শুনে আসতে পারেন, Phele bhi mein হিন্দি version আশা করছি,হতাশ হবেননা।🙏
যত কথাই লিখি না কেন, কোন শব্দেই আমার মুগ্ধতা বোঝানো সম্ভব হবে না। জাহান সুলতানা - শিহাব শাহীনের গল্প, পুরো মুভিটা, প্রীতম- ফারিণের জুটি আর অভিনয়, মাহতিম সাকিব আর নন্দিতার ম্যাজিক্যাল ভয়েস, পদ্মার বুকের রাজশাহী আর শিহাব শাহীনের পরিচালনা এক কথায় অসামান্য, অসাধারণ। ❤️❤️❤️❤️
প্রীতমকে আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় নাই গায়ক।
তার অভিনয়, ফারিন নিজেকে নিজে ছাপিয়ে গেছে।মানুষের মনে গেথে রাখার মত কাজ। লা জবাব।।। ❤️❤️❤️❤️❤️
অসম্ভব সুন্দর.... এত সুন্দর করে বাংলা সিনেমা কেউ ফুটিয়ে তুলতে পেরেছে কিনা আমার জানা নাই... জাস্ট অসাধারণ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
তাসনিয়া ফারিণ কি অসাধারণ অভিনয় দেখালেন! কি ন্যাচারাল এক্সপ্রেশন! আমাদের আর এক বিপাশা হায়াত হল তাসনিয়া ফারিণ ❤
অসাধারণ একটা গল্প সাথে প্রীত্ম আর ফারিনের মন ছুয়ে যাওয়া কেমিস্ট্রি 🫀✨
🌸 সবচেয়ে সুন্দর হলো রাজশাহীর বরেন্দ্র ভূমির সুন্দর সিনেমাটোগ্রাফি
Rajshahi is a city of ❤️
Cleanest city of Bangladesh 🇧🇩
রাজশাহীর সিনেমাটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে। এ যেন চেনা শহরের এক অচেনা রুপ...
তালগাছের রাস্তা টা কোথায় ভাই??
অদ্ভুত সুন্দর সব কিছু... যেমন গান, তেমন অভিনয়। অদ্ভুত সুন্দর ফিল্ম। ভালোবাসা গুলো ভালো থাকুক। ❤
নির্মাতা শিহাব শাহীনের একটি অসাধারণ নির্মাণ। যা কিনা আমাদের বাস্তবতার সাথে মিলে যায়, ❤
সেরা একটা টেলিফ্লিম ছিল 💝
মুভির শেষের অংশটা আপনাকে কান্না করতে বাদ্দ করবে ❤
Mahtim shakib ❤ Nandita ❤ our pride
এতো অসাধারন লেগেছে। নিজের সাথে এতোটাই মিলে গেছে যে ইমোশন কন্ট্রোল করতে পারিনাই❤❤❤
এক বসায় বাংলা মুভি শেষ করেছিলাম সর্বশেষ কবে মনে নাই, বাট এটা শেষ না করে উঠতে পারিনাই। রাত ৩ টা বেজে গিয়েছিল।
এক কথায় অসাধারণ। বলার ভাষা নাই।
Same
শুধু মুগ্ধ হয়ে দেখে গেলাম কি নিখুঁত অভিনয় কি নিখুঁত গল্প। লিখতে গেলে শেষ হবে না।
কখনো কখনো একটু খানি আলিঙ্গন ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে।
রুয়েট থেকে সিডনি সেখান থেকে পদ্দার পার এক কথায় অসাধারণ মুভিটা।❤❤
গান টপ তার থেকে টপ প্রিতম দিন দিন পাকা অভিনেতা হয়ে যাচ্ছে। গান, অভিনয় একসাথে হিট 👌👌
Onek din mone theke jabe kaj ta...
Darun laglo cinema ta..
Aar gan ta cherry on the top...
এত ভীষণ সত্যি এই গল্পটা! অনেক দিন পর আজ চোখ জমেছে শিশিরে।
আহা❤ কি বাস্তববাদী ওয়েব ফিল্ম।
ধন্যবাদ সিহাব শাহীন ভাই।
সত্যিই অসাধারণ ❤️❤️❤️
লিরিক্স গুলো দেখেই কেনো জানি মনে হচ্ছিলো প্রতিটা কথা সাদাত হোসাইন এর। কিন্তু যখন দেখলাম সত্যি সত্যি, প্রিয় রাইটার সাদাত হোসাইন এর.. আর কন্ঠে মাহতিম মানেই তো এক অদ্ভুত ভালোলাগা ❤️❤
এতটা বাস্তবতা নিয়ে তৈরি মুভিটা দেখে একদমই চোখের পানি আটকাতে পারলাম না.... 😌😌
গানটা এত ভালো লাগছে 💖
গানের প্রতিটা লাইন অর্থপূর্ণ ✨✨✨❤❤
Aita tw khoje pacci na koi pawa jabe?
Shera shera 💗✨
Mahtim Sakib, Nandita!❤️
And Emon Chowdhury boss.❤️
Bangladesh er one of the top range er film aita…Congratulations to Shihab Shaheen….❤❤❤🎉🎉🎉
Pritom ar Farin k ekshathe joss lagse🙌🖤
মাত্র সিরিজটি দেখলাম ভাইরে ভাই প্রিতম, ফারিন অভিনয়। আর লাস্টের সিনটা কান্না করতে বাধ্য 👏👏
নাম কি সিরিজ টার
I got goosebumps on last scene hug..❤
অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটিতে❤❤❤❤
প্রীতম ভাই এর অভিনয় ভীষণ সাবলীল ,❤ আরো এমন কাজ দেখতে চাই👌🤟
প্রীতম!!! ওয়াও এত্তো সুন্দর ন্যাচারাল এক্টিং কিভাবে করলো ছেলেটা! ❤
বেস্ট অফ লাক প্রীতম।
Bangladesh e ato sundor romantic film banate pare vabi ni.camera quality, acting, song just onk sundor❤
এটা আমার দেখা প্রীতমের প্রথম সিনেমা।। তাদের দুজনের এত ভালো পারফর্মেন্স এত্ত ভালো লাগলো সিনেমাটা। মনের গভীর থেকে ফিল করেছি সম্পূর্ণটা
Etto emotional..etto real feel hocche
অসম্ভব ভাল লেগেছে কাজটা, ফারিন প্রীতম ন্যাচারাল এক্টিং। শিহাব শাহীন আসলেই আবার প্রমান করলেন তিনি সেরা 🌹🌹
এই গান টা যে এত্তো ভাল্লাগে বলে বুঝানো যাবে না💖💖
শেষের ৫ মিনিট অস্থির।নিরবতা কতটা গভীর। কতটা!!
আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো ,, এই movie টা তে অভিনেত্রীর পোশাক আশাক একদম ঢাকা,, কোনো খোলা মেলা জামা পড়া নেই। কি সুন্দর ,, টাও চোখে পড়ার মতো।। সাধারণ জীবন যাপনের মতোই
Onekta poran r dhere dhere vibe ache gaan ta te!!!!❤
কথা না বলে এতো সুন্দর ভালোবাসার প্রকাশ এটা খুবি দারুন।
কি অদ্ভুত অনুভুতি 🤍🌸
একেবারে হৃদয় ছোয়া প্রতিটা দৃশ্য ❤।কিন্তু জীবনে কেউ এভাবে থাকে না।
সবমিলিয়ে অসাধারণ ❤
এরকম একটা শিল্পকর্মের জন্য স্মৃতি রেখে গেলাম। কেউ লাইক দিলে আবার শুনতে আসা হবে।
vai tui abar sune ja
Eta shunte daak dite hoy.??????
Vai abr sone jan
Best best best,,Pritom Tasnia farin❤❤❤❤ We want more❤❤❤
একটা গান এত সুন্দর কেন হতে হবে???
মনে হচ্ছে ভিতরটা গলে যাচ্ছে😇
@Som1.0 চ্যানেলটিতে শুনে আসতে পারেন, Phele bhi mein হিন্দি এর বাংলা version আশা করছি,হতাশ হবেননা।🙏
অসাধারণ অপূর্ব একটি ভালোবাসার গল্প তাও আবার বাংলাদেশের ওটিপি প্ল্যাটফর্মে সত্যি প্রশংসনীয়
অসাধারণ মিষ্টি লিরিক্স ও সুর তার সাথে ভিডিওটা একদম পারফেক্ট। সব মিলিয়ে দুর্দান্ত।
অসাধারণ হয়েছে চরকিতে দেখে আসলাম এখন।❤❤❤
কি যে শান্তি লাগছিল শুনার সময়❤
ভালোবাসা দিবস মানে মাহতিম সাকিবের গান
একজন জিনিয়াস ডিরেক্টর "শিহাব শাহীন" ভাই,,,, অভিনেতা/অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি,জায়গা, সর্বশেষ কাহিনি পুরাই মাখন যদিও বিদেশ থেকে আাসার পরে ৯৯% মানুষ তার প্রিয় মানুষকে পায় না কিন্তু দুজনেই যে কষ্টটা অনুভব করে তা দেখানোর চেষ্টা করা হয়েছে😢 বাস্তবমুখি ফিল্ম অসাধারণ অভিনয়❤
নন্দিনীর কথা কেউ বলছে না কেন? কি সুন্দর গেয়েছে। দুই জনের গানের জুটি দারুন। আরো শুন্তে চাই এই জুটির গান। ❤
অসাধারণ ছিলো❤️❤️
একবারও মনেহয়নি যে অবাস্তব কিছু দেখছি, পুরোটাই রিলেট হয়ে যাচ্ছিলো বাস্তব জীবনের সাথে। এত সাবলীল আর চমৎকার ছিলো ওয়েব ফীল্ম টা।আহা!!
সব পছন্দের মানুষগুলো একসাথে, গানের লিরিক্স,শিল্পী বলি আর ফিল্মের কথাই বলি,সবগুলোই পছন্দের মানুষ আহ🌸💙
ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট গান❤😊
মানে কি বলব! গানের কথা, সুর কন্ঠ এককথায় পাগল করে দেওয়ার মত। প্রেম যেন বেড়ে যায় ❤️❤️
রাজশাহী, রাস্তা,টি বাধ😪আমার রুয়েট এর স্পট আছে। সব আবেগ যেন একবারে ছুয়ে যায়।
একদম মাস্টারপিছ। ইউটিউবে ঢুকলেই এই গানটা কয়েকবার শুনি। কি সুর আহা! কি সুন্দর গানের কথাগুলি।
স্মৃতি ৰেখে গেলাম,, যুগ যুগ ধৰে মানুষ যখন এই গানটি শুনতে অশবে,, তখন কেউ লাইক দিলে নতিফিকেচন পেয়ে আবাৰো শুনতে অসবো এই প্ৰিয় গানটি😊❤
Super,,,chere jauar,kosto,,,ta ki😢😢❤
গানটার আগের সিনে
একটা লাইন ছিলো
"বি মাই রোজ"
আমাকেও রোজ ডাকতো একজন।।
কিন্ত বর্তমানে মানুষটি বিবাহিত।।
এই মুভিটা+ কিছু সীন
বারবার তাড়া করে অতীতে নিয়ে যায়।।
বারবার বলে ফেলি, 'কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত'😓
মাহাতিম সাকিব আর নন্দিতা!!
অতুলনীয়।
কি ভীষণ সুন্দর গান!!....💙💙💙💙
হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গান।
যেমনি সিনেমাটোগ্রাফি, এক্সপ্রেশন, সাথে সাকিব ভাইয়ের গলা। ❤
অসম্ভব সুন্দর ছিলো❤❤❤
অসম্ভব সুন্দর একটা গান। খুব সাধারণের মধ্যে অসাধারণ 👌👌👌👌👌