শুনলাম সে নাকি এখনও অপেক্ষা করে আমার জন্য। তার নাকি এখনও আমার জন্য কষ্ট হয়। আর এদিকে তাকে হারানোর পর দম বন্ধ করা দিন পার করছি।। এমন পরিণতি নাহলেও পারতো আমাদের ভালবাসার। কখনো হয়তো আমাদের দেখা হবে না, কথা হবে না। স্মৃতি রেখে গেলাম। কখনো কেউ লাইক দিলে এসে গানটা শুনবো আর সুন্দর স্মৃতিগুলো মনে করবো 😅😅😅
কখনো পরিবারের জন্য নিজের প্রিয় মানুষকে হারাইও না তোমরা। পরিবার অবশ্যই কিছু মাস বা কিছু বছর পর তোমাদের মেনে নিবে। আমার এই কথাটা বিশ্বাস করো তোমরা। কখনো তোমরা নিজেরা আলাদা হইও না প্লিজ 🙏। তোমরা এক হয়ে থাকলে সবই এক হয়ে থাকবে। আর তোমরা আলাদা হয়ে গেলে সব কিছুই আলাদা হয়ে যাবে। ১২\০৯\২৪ এ লিখে গেলাম। স্মৃতি হিসেবে তোমরা রেখে দিও❤
@@MdSimun-h3o ki krbo r ki kra uchit Kisu e bujhteci nh. Shara Jibon ei oporadh bodh theke mukti pabo nh. Karon se amk thokay ni. Ami nije Nije thoke gelam. Ato tibro vabe dui Jon dui Jon k chaoar pore o kno Allah bicchadh likhlo!!!!😅
গান খুব কম শুনি ভাই, খুবই কম। ট্রেনের ঝাকুনিতে দুলতে দুলতে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছি। মনে হলো একটা গান শুনলে মন্দ হয়না। সামনে আসতেই প্লে করে দেয়া, এত সুন্দর কেন ভাই? এত সুন্দর লিখনী, এত সুন্দর সুর আপনার। গায়ে কাটা দেয়। "আমার মরার কিসের ভয়" শুনলে কেমন যেন চোখে জল চলে আসে। ধন্যবাদ ভাই, এই গান না শোনা মানুষটাকে এভাবে ৩ মিনিট আটকে ফেলার জন্য। এই তিন মিনিট জীবনে বারবার আসুক, প্রতিটা মন খারাপে মিশে থাকবে অন্য গ্রহের চাদ।
সব একপাক্ষিক প্রেমিকরা এসে ভিড় করছে এই সুন্দর গানটি শুনতে❤"অন্য গ্রহের চাঁদ" এই লাইনের এত গভীরতা হৃদয় ভার করার জন্য যথেষ্ট।"তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যার জোছনা "- যা অসম্ভব😭
তোমার নানান বাহানায় আমার জায়গা টা কোথায়??? আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পায়তারা আমি হই যে দিশেহারা । তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা । These Lines!💔
গানের কথা (LYRICS)::: তোমার আকাশ ধরার শখ আমার সমুদ্দুরে চোখ আমি কি আর দেবো বলো তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেন এর হাওয়া আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায় আমি কি এক ঘোরে থাকি ছিলো কতো কথা বাকি। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় ! তোমার নরম কাতর হাত আমার দিনের মত রাত তুমি ঝিনুক কুড়াও যদি আমি হবো শান্ত নদী। আমার আসার সময় হলে তুমি হাত ফস্কে গেলে তোমার যাওয়ার পায়তারা আমি হই যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় ! তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় ! "ধন্যবাদ"
এই তো কিছুদিন আগেই গানটা হঠাৎ সামনে আসলে প্লে করেছিলাম পুরোটা না শুনেই ভেবেছিলাম এসব গান কে শুনে ভাই,,,,, আর এখন এ গান আমার সবচেয়ে প্রিয় প্রতিদিন একবার হলেও শুনি!!!! এখন বুঝতে পারলাম এই গানের মর্ম!!!
এই গানগুলো যারা পছন্দ করে তাদের মনটা পাথর হয়ে গেছে, তারা প্রিয় মানুষের অবহেলা, ক্যারিয়ারের চিন্তা, পারিবারিক সমস্যা ও বিভিন্নভাবে দুঃখের মধ্যে থাকে। এই গানগুলো শুনলে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায়
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি হিসেবে রেখে গেলাম। যুক যুক ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।🥺
এই গান যারা সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি শ্রদ্ধা রেখে গেলাম। আপনারা কেউ সাধারণ মানুষ নাহ। আপনারা হলেন অসাধারণ মানুষ। আহা, কি লাইনটা,,,,,,, তোমার নানান বাহানায়,আমার জায়গা টা কোথায়।
একটা কমেন্ট রেখে গেলাম ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন পরবর্তী যে কোন সময় কেউ এসে একটা লাইক দিবে তখন নোটিফিকেশন শুনে যাতে আবার এই স্মৃতি গুলো মনে পড়ে যাই। তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তুমি ফিরে আসার সম্ভাবনা অমাবস্যার জোছনা ❤
- তোমার নানান বাহানায় - আমার জায়গাটা কোথায় - আমি কি এক ঘোরে থাকি - ছিলো কত কথা বাকি - তোমার গোপন সব-ই রয় - আমার আপন মনে হয় - আমি ভোরের ঝড়া পাতা - আমার মরার কিসের ভয় - কত ভালোবেসে ছিলাম তোমাকে 😆 0:35
এমনই আরও অনেক গান আসুক যা আমাদের নিঃসঙ্গতার সঙ্গী হোক গভীর রাতে যখন পুরো শহর শান্তির ঘুম ঘুমায় তখন আমাদের হেডফোনে এরা বাজুক আর মুছে যাক কিছু দীর্ঘশ্বাস কালের গহব্বরে
জীবনে সব কিছু পেলেও,তাকে না পাওয়ার আক্ষেপ ।এই জীবনে সবসময় তার শূন্যতা টা থেকেই যাবে। স্মৃতি রেখে গেলাম,কখনো কেও এসে লাইক দিলে গান টা শুনব আর স্মৃতিগুলো মনে করবো ।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান টাহ শোনা হতো না প্রিয় 'আমার সৃর্তি রেখে গেলাম। মানুষ যখন এই কমেন্ট টাহ পড়ে একটা লাইক দিবে তখন 'আমার নোটিফিকেশন 'আবার মনে করিয়ে দিবে তোমার কথা। আবারও এই গান টাহ শুনে তোমায় মনে করবো প্রিয় ব্যাস্ততাময় জীবনে আবার মনে পড়বে 'আমি তার জন্য কতটাহ পাগল ছিলাম..
ডাক্তারও বলেছিল,আমি এমন একটা জিনিস চেয়েছিলাম যা পাওয়া হয় নাই আমার, তার পর থেকেই আমি নাকি মানসিক রুগি,, ৮ মাস আগের কথা 😊 আলহামদুলিল্লাহ সুস্থ এখন 😅 যদিও তখন আমি ডাক্তার কে বলতে পারি নাই তাকে হারানোর পর থেকেই আমি মানসিক রুগি ছিলাম 😅 ভালোবাসা সুন্দর, ভালোবাসা বেদনারও, 😅 প্রিয় : তাসফি, যেখানেই থাকো না কেন তুমি ভালো থেকো সবসময়,, আমার গভীর ভালোবাসাও আটকে রাখতে পারেনি তোমাকে, কত বছর যাবত দেখিনা তোমায়,💔
শুনলাম সে নাকি এখনও অপেক্ষা করে আমার জন্য। তার নাকি এখনও আমার জন্য কষ্ট হয়। আর এদিকে তাকে হারানোর পর দম বন্ধ করা দিন পার করছি।। এমন পরিণতি নাহলেও পারতো আমাদের পবিত্র ভালবাসার। কখনো হয়তো আমাদের দেখা হবে না, কথা হবে না। স্মৃতি রেখে গেলাম। কখনো কেউ লাইক দিলে এসে গানটা শুনবো আর সুন্দর স্মৃতিগুলো মনে করব..😅😅❤️🩹
কমেন্ট টা রেখে গেলাম 11 September 2024 রাত-৯ -১৯ আগামিকাল midwifery test exam. আর আমি এখন ব্রেইন রিফ্রেশ করছি গেয়ে -"তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার চাঁদ......
@@lizarahman823 ভাই কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী। আপনি নার্সং বিষয় কতটুকু জানেন জানি না। তবে জেনে রাখুন diploma in nursing science and midwifery course এ ৩য় বর্ষে একটা সাব্জেক্ট আছে যার নাম হল midwifery
সবসময় শুনতাম মেয়েরাই নাকি পরিবারের দোহাই দিয়ে সম্পর্কের ইতি টেনে দেয়। তবে আমার বেলায় ব্যাপার টা অন্যরকম কেনো হলো? আজ সে সত্যিই অন্য গ্রহের চাঁদ হয়ে গেলো।😅 জানিনা এই বিচ্ছেদ কিভাবে কাটিয়ে উঠবো। ভালো থাকুক সে আর তার পরিবার।😊
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো না প্রিয়ো স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে এই গানটি শুনতে আসবে। তখন কেউ আমার কমেন্টে লাইক দিলে, নোটিফিকেশন পেয়ে আমি আবারো গানটি শুনতে আসবো যদি কখনো তুমি এই গানটা শুনতে আসো তাহলে আমার কমেন্টে কইরো 😅
@@mdhumayunkobir6698 আমার নিজের অনুভূতি বলে সে আমাকে হারিয়েছে। আমি আমার শেষ জীবন পর্যন্ত তাকে ভালোবেসে যাবো। পরের জন্মে পাওয়ার ভাগ্য থাকলে আমি আবার তাকে পাবো। সে আমার গোপন কবিতার অবাধ্য শব্দ🤍
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শুনতে আসতাম না। মানুষ প্রেমে পড়লে গান শোনে, আর বিচ্ছেদ হলে গানের অর্থ বোঝে😅💔 স্মৃতি হিসেবে কমেন্ট রাইখা গেলাম।যতবার লাইক দিবেন নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব☺️
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয়💔 স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়💔🥲
যারা এসব টাইপের গান গুলো শোনেন, তাদের রুচির প্রতি আমি সম্মান জানাই, আসলেই গানটা অসাধারণ ছিল, আমি স্মৃতি রেখে গেলাম একটা কমেন্ট করে কেউ লাইক দিলে আবার শুনবো গানটা। 🙂
23 ডিসেম্বর রাত ১২.১০ মিনিট.. প্রায় ৪ বছরের প্রেম আমাদের। কত শত ঝগড়া ঝামেলা কিন্তু আমার কখনোই একবার মনেহয় নি আসলেই আমি তাকে ভুলে যাবো। এই প্রথম আজ আমার মনেহলো আমার তাকে ভুলে যাওয়া উচিত। এই রকম বিষন্ন রাত এর আগে আমার জীবনে আসেনি। কেনো তোমার সাথে আমার দেখা হলো?
শেষ যখন আমাকে জড়িয়ে ধরে বলেছিলো, "ছেড়ে যেও না , আমি তোমার মতোন করে থাকবো" আমি থাকিনি তার সাথে, এমন না যে আমি অন্য কারোর কাছে চলে যাচ্ছিলাম তখন, আমি অন্য কারোর হইনি। আমি নিজের তৈরি নরকের আগুনে পুড়ছি। নিজেকে ক্ষমা না করার তীব্র যন্ত্রণায় পার করে যাচ্ছি অনন্তকাল।
তোমায় পেয়ে গেলে এতো সুন্দর গান হয়তো আর শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটা🖤
তিন বছর প্রেম করছিলাম, বেকার গরিব পরিবারের ছেলে আমি জন্য আমার প্রেমিকার পরিবার রাজি হয়নি কোনভাবেই, পরে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, 3 মাস বাইরে থাকি, এই তিন মাসের মধ্যেই আমার সরকারি চাকরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক, তাই বলি ভালবাসলে ভালোবাসার মতো বাসবেন কেউ অভিনয় করবেন না, এগুলান অনেক কষ্টের। ২০২৪ অক্টোবর কমেন্ট রেখে গেলাম।
তুমি আমার ভালোবাসা কিন্তু তোমাকে না পাওয়াই আমার নিয়তি। ভালবাসার মানুষ কে দূর থেকে ভালোবাসতে পারাটাও অনেক বড় ব্যাপার অনেক শক্তি লাগে সবাই পারে না 🥹❤️🩹
তোমাকে পেয়ে গেলে হয় তো এত সুন্দর গান'টা শোনা হতো না প্রিয়! স্মৃতি রেখে গেলাম! যুগ যুগ ধরে মানুষ যখন এই গান'টা শুনতে আসবে আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার'ও শুনতে আসবো এই প্রিয় গান'টা,,!
১জীবনে হয়তো তার বিশেষ কেউ হয়ে উঠতে পারিনি। কিন্তু জীবনে অনেকটা বছর কাটিয়েছি তাকে ভালোবেসে। আজও ভালোবাসি। তাকে এ কথায় বলতাম ভালোবাসার ১দিন ভালোবেসে যাবো চিরদিন। এজীবন আছে যতোদিন ভালোবেসে যাবো ততো দিন। যদিও পরিবার পরিস্থিতি সবি ছিলো আমাদের বিরুদ্ধে। তবুও আমি ১জোরা হাত শক্ত করে ধরে রাখতে ও ধরে রাখতে পারিনি। আজ আমি নিঃস্ব, ক্লান্তিহীন, দিশাহীন হয়ে নিজেকে খুঁজে বেড়াই এ সকল গানের মাঝে😢
তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা 🥹 তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় !
কালকে থেকে দম বন্ধ করা অবস্থায় আছি এই গান টা ৪ দিন আগেও আমার প্রিয় মানুষ কে সুনাইছি আজকে সে অন্য মেয়ের সাথে জানিনা এভাবে কি কতদিন থাকতে পারবো বার বার মরে যেতে ইচ্ছে করছে আমি বাঁচতে পারবো না তারে ছাড়া কিভাবে পারে পুরুষ মানুষ এত মিথ্যা কথা বলতে কিছুদিন আগে ও কান্না করতে করতে ওর জন্য অপেক্ষা করতে বলল আর এক নিমিষেই কিভাবে সব ভুলে সব কিছু শেষ করে দিলো যাইহোক তার কথা মনে পড়ছিল আর গান তাও শুনলাম একটা কমেন্ট রেখে গেলাম হয়তো বেঁচে থাকলে আবার গান টা শুনবো আর যদি না থাকি এইটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে 🙂
More gele keu mone rakhbe na.... Nijeke khun koratao oporadh don't do this.... Nijeke bachie nijeke valo rakhatai to asol... Apnar ei same obostha amar sathe ghoteche September er 2 tarikh.... Ami thik nei?? Amar ki more jete ichhe korche?? Ekdom e noy... Borong nijer carrier ta guchie tulbo sei preparation niechi 4 week dhore r apni ja deserve koren god/allah obossoi debe jotodin apni strong na hoben totodin se erokom poristhiti debe r apnake strong korabe jedin strong hoben sedin sothik manush paben life e r ekbar sombhob hole jab we met movie ta dekhben.... Valo thakben nijeke valo rakhben
তার সাথে আমার সারে ৫ বছরের সম্পর্ক, কিছু ভুল বুঝাবুজির কারণে ৩ মাস সে আমার সাথে যোগাযোগ রাখে নি, আজ তাকে আমি ফিরে পেয়েছি, দোয়া করবেন আমাদের জন্য। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এই বি'চ্ছেদের জগতে যেনো কারো ভালোবাসা না হা'রায়😊❤️
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না প্রিয়। সৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেও লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটি।
এটা ভালোবাসা কিনা জানি না, ১১ বছরে তার প্রতি আমার মায়া একটুও কমে নি। ১১ বছর আগের সেই মুখটা আর একবার দেখতে চাই। এই পৃথিবীতে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। সে যে পরিচিত হয়েও অপরিচিত একজন। সেই অপরিচিত মানুষটা যে সারা জীবনের জন্যে আমার অস্তিত্বে কষ্ট হয়ে মিশে যাবে তা কখনও কল্পনাও করি নি তখন। প্রতিদিন দেখা হতো যার সাথে শেষ পর্যন্ত সে অচেনাই রয়ে গেল। সেই মহাখালী, লিচুবাগান, ২০১৩ সাল আমার জীবনের সেরা মুহূর্ত । সে আমাকে উপহার হিসেবে শুধু ঐ সময়ের স্মৃতিগুলোই দিয়ে গেছে। সে হারিয়ে গেছে অজানায়। হারিয়ে যাওয়ার পর বুঝলাম সে আমাকে সারা জীবনের জন্য গভীর মায়ায় আবদ্ধ করে রেখে গেছে। যার কিছুই আমি জানি না তার প্রতি কেন এত মায়া! কোথায় গেলে পাবো তাকে! অনেক ভুলার চেষ্টা করেও ভুলতে পারি নি। মৃত্যুর আগে আর একটা বারের জন্য সেই মুখটা দেখতে চাই। যাকে কোনদিন হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারি নি, সেই কথাগুলো আমার মৃত্যুর আগে একবার বলে যেতে চাই। কি ভীষণ এক মায়ায় সে যে থাকাতো, তার এই মায়াকে উপেক্ষা করার ক্ষমতা তো আল্লাহ্ আমাকে দেন নাই। তাই হয়তো আজও সেই মায়ায় আটকে আছি। আমি জানি না, তাকে ঘিরে আমার হৃদয়ে খুব গোপনে বেঁচে থাকা অনুভূতির চাপা কষ্টের আর্তনাদ কোনদিন তার কান পর্যন্ত পৌঁছাবে কি না। একদিন হয়তো আমি তার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাবো আর এই গল্পটা অসমাপ্তই রয়ে যাবে......এমনটা না হোক, একবারতো দেখা হউক। অন্তত গল্পটার সমাপ্তি হোক। তার গাওয়া গান "কি যাদু করিলা পিড়িতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে" এই গানটা আজও আমার কানে বাজে। এই গানটা সে আমার জন্য গাইতো। এই গান কোথাও শুনলে আমি ২০১৩ সালে ঢাকার মহাখালীতে তাকে ঘিরে থাকা স্মৃতিগুলোর মাঝে হারিয়ে যায়। এই গানের জন্ম হয়তো শুধু তার আর আমার জন্যই হয়েছিল যে গান আমার জীবনের সাথে মিশে গেছে। সে কি কখনো এই গান শুনতে আসে না এখানে! তার কি কখনো আমার কথা মনে পড়ে না! একটু একটু করে গড়ে উঠা মায়া, কত দিনের পর দিন, মাসের পর মাস ধরে আমাদের সৃষ্ট এত এত স্মৃতি সব কি সে ভুলে গেছে! প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আল্লাহ চাইলে হয়তো কোনদিন দেখা হবে এই আশায় দিন গুনছি। হয়তো আমরা একই শহরে থাকি কিন্তু আমাদের দেখা হয় না। ২০১৩ সালের ফেলে আসা সেই জায়গা, সেই বিন্ডিং, জানালা, রাস্তা, সেই আকাশ, চাঁদ, সূর্য সবকিছু আগের মতই আছে, সেখানে শুধু অপরিচিত দুইটা মানুষ সে আর আমি নাই। সেই জায়গার মায়ায় পড়ে গেছি আমি কারণ সেখানেই তো আমাদের দেখা হয়েছিল, সেখানেই তো আমরা ছিলাম। আমি জানি না সে কে, আমি জানি না সে এই পৃথিবীতে আধো বেঁচে আছে নাকি মারা গেছে। তার প্রতি আমার এই curiosity হয়তো মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। মৃত মানুষকে হারানোর কষ্ট ভুলা যায় কিন্তু জীবিত মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট হয়তো কখনোই ভুলা যায় না, যেমন আমি ভুলতে পরছি না। আমি জানি না এই কষ্টটা আল্লাহর তরফ থেকে আসা আমার জন্য কোন আশীর্বাদ নাকি আমার করা কোন অন্যায় কাজের অভিশাপ হয়ে এসেছে যা আমাকে বছরের পর বছর ধরে প্রচন্ডভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমার জীবনের ফেলে আসা অতীতের সেই অপরিচিত মানুষের সাথে কি এই পৃথিবীতে কোনদিনও আমার দেখা হবে, কোন দিন কি তার সাথে আমার পরিচয় হবে, কথা হবে কি কোনদিন? জানি না! সে কি কোনদিন এই গান শুনতে এসে আমার এই কমেন্ট পড়ে আমাকে চিনতে পারবে ? জানি না। তবুও লিখলাম যদি সে পড়ে। এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা বার্তা। যদি এই বার্তার মাধ্যমেই অনেক গুলো বছর পর আবারও তাকে খুঁজে পায়। একটা অপরিচিত মানুষ, যার জন্য এত মায়া এই পৃথিবীতে তার সাথে আর কিছু না হোক অন্তত আমাদের পরিচয়টা হোক। Unknown Someone, আপনাকেই বলছি...যদি কখনও আমার এই লিখাটা আপনি পড়েন আর তখন যদি আমাকে চিনতে পারেন তবে হয়তো আমার face টা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তখন response কইরেন। Please don’t make yourself a stranger. I want to know you, I want to see you for a moment in this earth.
আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পায়তারা আমি হই যে দিশেহারা । তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা ।
তোমার আকাশ ধরার শখ আমার সমুদ্দুরে চোখ আমি কি আর দেবো বলো তোমার শুধুই ভালো হোক । তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেনের হাওয়া আমি কাঁপি থরথর । তোমার নানান বাহানায় আমার জায়গা টা কোথায় আমি কি এক ঘোরে থাকি ছিলো কত কথা বাকি । তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় ! তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত তুমি ঝিনুক কুড়াও যদি আমি হবো শান্ত নদী । আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পায়তারা আমি হই যে দিশেহারা । তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা । তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় ! তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা । তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় !
৫ বছরের ভালোবাসা ছিলো। কতশত স্মৃতি জমে আছে, কতশত স্বপ্ন সাজিয়েছিলাম তাকে ঘিরে আজ সে অন্য কারো। শুধু মাত্র টাকার জন্য হাত ছেড়ে গেলো 😅😅। কতদিন ডিপ্রেশন কাটিয়ে এখন আমার পরিবারের কাছে আমি একটু সুস্থ! অথচ জানো তোমার অভাবে আমার প্রতিরাতে জ্বর আসে। আমার নীরব কান্না গুলো গিলে ফেলতে অনেক কষ্ট হয়। জানো! ভালো থাকতে গিয়ে তুমি হারিয়েছ ভালো রাখার মানুষটি। টাকায় কি সব? আচ্ছা যাক তোমায় অভিশাপ দিবো না আমি চাই যে সুখে থাকার জন্য ছেড়ে গেছো সে সুখ তোমার হোক।
এ যেন ছিদ্র হওয়া হৃদয়, নির্বাক হওয়া মগজ! আহা কি সুন্দর গান। শ্রদ্ধা ভালোবাসা।❤
❤
❤
Ai vabei purnota pak sober 🙂🙂
C. ..@@JisanAhmed-w7o
🙂
শুনলাম সে নাকি এখনও অপেক্ষা করে আমার জন্য। তার নাকি এখনও আমার জন্য কষ্ট হয়। আর এদিকে তাকে হারানোর পর দম বন্ধ করা দিন পার করছি।। এমন পরিণতি নাহলেও পারতো আমাদের ভালবাসার। কখনো হয়তো আমাদের দেখা হবে না, কথা হবে না। স্মৃতি রেখে গেলাম। কখনো কেউ লাইক দিলে এসে গানটা শুনবো আর সুন্দর স্মৃতিগুলো মনে করবো 😅😅😅
কখনো পরিবারের জন্য নিজের প্রিয় মানুষকে হারাইও না তোমরা।
পরিবার অবশ্যই কিছু মাস বা কিছু বছর পর তোমাদের মেনে নিবে। আমার এই কথাটা বিশ্বাস করো তোমরা। কখনো তোমরা নিজেরা আলাদা হইও না প্লিজ 🙏।
তোমরা এক হয়ে থাকলে সবই এক হয়ে থাকবে। আর তোমরা আলাদা হয়ে গেলে সব কিছুই আলাদা হয়ে যাবে।
১২\০৯\২৪ এ লিখে গেলাম।
স্মৃতি হিসেবে তোমরা রেখে দিও❤
@@MdSimun-h3o ki krbo r ki kra uchit Kisu e bujhteci nh. Shara Jibon ei oporadh bodh theke mukti pabo nh. Karon se amk thokay ni. Ami nije Nije thoke gelam. Ato tibro vabe dui Jon dui Jon k chaoar pore o kno Allah bicchadh likhlo!!!!😅
@@JarinShoilyTar ki biye hoye geche..? Biye na hole tw apni take biye kore nite paren😅
@@Tasbejahan nh biye Hoy ni. Shunlam bar bar biyer pressure diyar por o biye krce nh,,, amr opekkhay. R amr family k kono vabe e manage krte parci nh.
বিয়ের আগের ভালোবাসা কখনো পবিত্র হতে পারে না😂
এই গানটা নিশ্চিত কোন একটা সময় কয়েকটা জেনারেশনের ফেভারিট গানের প্লে-লিস্টে থাকবে। কি সুন্দর লিরিক্স, কি সুন্দর কন্ঠ!💓
Ofcourse Brother, This song is a Hidden Gem.
Bagdhara'r Protichobhi ar Sohan Ali'r Onno Groher Chand amar All time favorite Bangla Song hoye geche..😔
Hummmm@xenon_silva
কি সুন্দর গায়কী, কি সুন্দর লিখনি! এত পারফেক্ট কেমনে হয় কোনো কিছু? অসাধারণ ❣️
Hmmm
❤❤s85k @@s.mmanik3521
❤
❤❤❤❤❤
তুমি ব্যাকরণের বাগধারা বুঝো অথচ আমার তৃষ্ণার্ত সহজলভ্য চোখের ভাষা বুঝতে পারোনি❤️🩹 1:07
কথা টা অনেক সুন্দর বলছেন ভাইয়া
গান খুব কম শুনি ভাই, খুবই কম। ট্রেনের ঝাকুনিতে দুলতে দুলতে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছি। মনে হলো একটা গান শুনলে মন্দ হয়না। সামনে আসতেই প্লে করে দেয়া, এত সুন্দর কেন ভাই? এত সুন্দর লিখনী, এত সুন্দর সুর আপনার। গায়ে কাটা দেয়। "আমার মরার কিসের ভয়" শুনলে কেমন যেন চোখে জল চলে আসে। ধন্যবাদ ভাই, এই গান না শোনা মানুষটাকে এভাবে ৩ মিনিট আটকে ফেলার জন্য। এই তিন মিনিট জীবনে বারবার আসুক, প্রতিটা মন খারাপে মিশে থাকবে অন্য গ্রহের চাদ।
সব একপাক্ষিক প্রেমিকরা এসে ভিড় করছে এই সুন্দর গানটি শুনতে❤"অন্য গ্রহের চাঁদ" এই লাইনের এত গভীরতা হৃদয় ভার করার জন্য যথেষ্ট।"তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যার জোছনা "- যা অসম্ভব😭
৫ টা বছর ১ টা মানুষে ভালোবাসছি?
তারপর বিচ্ছেদ 😭
দোয়া!
সে ভালো থাকক! ❤
আমি না হয় দুঃখের সাথী হয় 🎉
কমেন্টখানা করে গেলুম, লাইক যতবার ততবার শুনবো 🖤 *MASTERPIECE*
প্রতিটা মানুষ'ই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে...!💔🥀
তোমার নানান বাহানায়
আমার জায়গা টা কোথায়??? আমার আসার সময় হলে
তুমি হাত ফসকে গেলে
তোমার যাওয়ার পায়তারা
আমি হই যে দিশেহারা । তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা । These Lines!💔
এ যেন ছিদ্র হওয়া হৃদয়, নির্বাক হওয়া মগজ! আহা কি সুন্দর গান। শ্রদ্ধা ভালোবাসা
🥰🥰🥰🥰
স্মৃতি রেখে গেলাম যখন কেউ গানটা শুনবেন আমার কমেন্ট একটা লাইক দেবেন তাহলে গানটা আবার শোনা হবে।
গানের কথা (LYRICS):::
তোমার আকাশ ধরার শখ
আমার সমুদ্দুরে চোখ
আমি কি আর দেবো বলো
তোমার শুধুই ভালো হোক।
তোমার ভোলা ভালা হাসি
আমার বুকের ভেতর ঝড়
তুমি চলতি ট্রেন এর হাওয়া
আমি কাঁপি থর থর।
তোমার নানান বাহানায়
আমার জায়গাটা কোথায়
আমি কি এক ঘোরে থাকি
ছিলো কতো কথা বাকি।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
তোমার নরম কাতর হাত
আমার দিনের মত রাত
তুমি ঝিনুক কুড়াও যদি
আমি হবো শান্ত নদী।
আমার আসার সময় হলে
তুমি হাত ফস্কে গেলে
তোমার যাওয়ার পায়তারা
আমি হই যে দিশেহারা।
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
"ধন্যবাদ"
এক সেকেন্ডের জন্য চোখ সরাইতে পারলাম না ভাই!
"আমি ভোরের ঝরা পাতা,
আমার মরার কিসের ভয়!"
এভাবেও বলা যায়💙
এই তো কিছুদিন আগেই গানটা হঠাৎ সামনে আসলে প্লে করেছিলাম পুরোটা না শুনেই ভেবেছিলাম এসব গান কে শুনে ভাই,,,,,
আর এখন এ গান আমার সবচেয়ে প্রিয় প্রতিদিন একবার হলেও শুনি!!!!
এখন বুঝতে পারলাম এই গানের মর্ম!!!
@@Mridula_hauqe জানেন আমি কয়েকদিন আগে মাত্র গানটা শুনেছিলাম তখন তু বুঝি নি দুদিন পরেই যে গানটা আমার জীবনের সত্যি টা তুলে ধরবে🥺💔
গানটা গেয়ে তাকে প্রস্তাব দিয়েছিলাম। এক মাস হলো আমাদের বিবাহের🥰
শুভকামনা ❤
vai aita breakup song
@@SameehaTahseen 🤣🤣
😔😔💔💔
😂@@SameehaTahseen
জীবনে যদি প্রেম না আসতো,যদি তুমি ছেড়ে না যেতে তাহলে হয়তো এই হৃদয়ছোয়া গান টা শোনা হতো না আমার।ধন্যবাদ তোমাকে.
এই গানগুলো যারা পছন্দ করে তাদের মনটা পাথর হয়ে গেছে, তারা প্রিয় মানুষের অবহেলা, ক্যারিয়ারের চিন্তা, পারিবারিক সমস্যা ও বিভিন্নভাবে দুঃখের মধ্যে থাকে। এই গানগুলো শুনলে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায়
@KulsoomNabir apni chele naki meye r apnar boyos kirokom?
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি হিসেবে রেখে গেলাম। যুক যুক ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।🥺
BHAAI SAME
এই গান যারা সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি শ্রদ্ধা রেখে গেলাম। আপনারা কেউ সাধারণ মানুষ নাহ। আপনারা হলেন অসাধারণ মানুষ।
আহা, কি লাইনটা,,,,,,, তোমার নানান বাহানায়,আমার জায়গা টা কোথায়।
একটা কমেন্ট রেখে গেলাম যখনই কেউ লাইক দিবে নোটিফিকেশন পেয়ে গান টা শুনে যাবো😊
কৈ আসুন শুনি
@@RituMoni-w8q আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনি😊
Bristy veja sondha amr mone hoi apnar akn gan ta abar sona khob proyojon 😊
Amar pokkho thke ekbar shunen❤
@@muhaiminsakib8961 apni abar shunun🖤
যারা এই গানটি সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
একটা কমেন্ট রেখে গেলাম ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন পরবর্তী যে কোন সময় কেউ এসে একটা লাইক দিবে তখন নোটিফিকেশন শুনে যাতে আবার এই স্মৃতি গুলো মনে পড়ে যাই।
তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তুমি ফিরে আসার সম্ভাবনা অমাবস্যার জোছনা ❤
কত বার যে শুনেছি হিসেব ছাড়া 😢
কেহ্ যদি লাইক করে তাহলে মনে হয় আবার ও আসবো ফিরে গান টা শুনতে 😅
সবার ছেড়ে যাওয়ার গল্প থাকে না।।
কিছু গল্প থাকে একতরফা 😅
যা নিজের মধ্যেই সীমাবদ্ধ 🤗
হুম ভাই 😔💔
- তোমার নানান বাহানায়
- আমার জায়গাটা কোথায়
- আমি কি এক ঘোরে থাকি
- ছিলো কত কথা বাকি
- তোমার গোপন সব-ই রয়
- আমার আপন মনে হয়
- আমি ভোরের ঝড়া পাতা
- আমার মরার কিসের ভয়
- কত ভালোবেসে ছিলাম তোমাকে 😆 0:35
❤
আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে,,,🌕😌✨
এমনই আরও অনেক গান আসুক যা আমাদের নিঃসঙ্গতার সঙ্গী হোক
গভীর রাতে যখন পুরো শহর শান্তির ঘুম ঘুমায় তখন আমাদের হেডফোনে এরা বাজুক আর মুছে যাক কিছু দীর্ঘশ্বাস কালের গহব্বরে
0:00 esasss
😶🌫😶🌫
😇😇😇🥰😇😇😇
নারী শুধু মায়ের দিক থেকেই সুন্দর,
বাকি সব ছলনাময়ী 😅
😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮🎉@@madmaxyt5490
রাইট ভাই, ❤🥲
19 september 2024....স্মৃতি রেখে গেলাম......যখন কেউ কমেন্ট করবে আবার দেখতে চলে আসবো
🤍
Asen Vai akto ak sathe pinik nei..😅
Keo kosto shere korte chaile reply korbo aksathe shere korbo
@@JohirulJannat-w4n hea vai colo
@@abdurrah472 amar jibon amare onk kisu sikhaice Vai 😌
তুমি অন্য গ্রহের চাঁদ..
আমার একলা থাকার ছাদ...
তোমার ফেরার সম্ভাবনা....
অমাবস্যায় জোছনা..❤️🩹.
কিছু মানুষ কখনো'ই জানবে না, তাদের ঠিক কতটা চাওয়া হয়েছিলো!😊❤🩹
❤❤❤
1:56 💔 একদিন কোনো এক আসরে জীবনালাপ হবে সোহান ভাই, ভাল থাকবেন।
bhai ei somoy Gular mane ki? apnara j lekhen
@@Namiratashmiafrin video ar akta specific time ke mention kore comment kora arki
@@fahmimizanapurbu6505 Oww Thanks For Your Information Bhaiyya💫💙
Finally I realized That He Will Never Mine
That's Why I Had To say তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ,তোমার ফেরার সম্ভাবনা অমবস্যার জোছনা ☺️🖤
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা ।
জীবনে সব কিছু পেলেও,তাকে না পাওয়ার আক্ষেপ ।এই জীবনে সবসময় তার শূন্যতা টা থেকেই যাবে।
স্মৃতি রেখে গেলাম,কখনো কেও এসে লাইক দিলে গান টা শুনব আর স্মৃতিগুলো মনে করবো ।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গান টাহ শোনা হতো না প্রিয় 'আমার সৃর্তি রেখে গেলাম। মানুষ যখন এই কমেন্ট টাহ পড়ে একটা লাইক দিবে তখন 'আমার নোটিফিকেশন 'আবার মনে করিয়ে দিবে তোমার কথা। আবারও এই গান টাহ শুনে তোমায় মনে করবো প্রিয় ব্যাস্ততাময় জীবনে আবার মনে পড়বে 'আমি তার জন্য কতটাহ পাগল ছিলাম..
🌺🖤
সৃতি রেখে গেলাম, যখনি কেউ এই গানটা শুনবেন একটা করে লাইক দিয়ে যাবেন, আবার শুনতে আসবো.!
ডাক্তারও বলেছিল,আমি এমন একটা জিনিস চেয়েছিলাম যা পাওয়া হয় নাই আমার, তার পর থেকেই আমি নাকি মানসিক রুগি,,
৮ মাস আগের কথা 😊
আলহামদুলিল্লাহ সুস্থ এখন 😅 যদিও তখন আমি ডাক্তার কে বলতে পারি নাই তাকে হারানোর পর থেকেই আমি মানসিক রুগি ছিলাম 😅
ভালোবাসা সুন্দর, ভালোবাসা বেদনারও, 😅
প্রিয় : তাসফি, যেখানেই থাকো না কেন তুমি ভালো থেকো সবসময়,, আমার গভীর ভালোবাসাও আটকে রাখতে পারেনি তোমাকে, কত বছর যাবত দেখিনা তোমায়,💔
শুনলাম সে নাকি এখনও অপেক্ষা করে আমার জন্য। তার নাকি এখনও আমার জন্য কষ্ট হয়। আর এদিকে তাকে হারানোর পর দম বন্ধ করা দিন পার করছি।। এমন পরিণতি নাহলেও পারতো আমাদের পবিত্র ভালবাসার। কখনো হয়তো আমাদের দেখা হবে না, কথা হবে না। স্মৃতি রেখে গেলাম। কখনো কেউ লাইক দিলে এসে গানটা শুনবো আর সুন্দর স্মৃতিগুলো মনে
করব..😅😅❤️🩹
এই গানটি যারা শুনছেন তাদেরকে বলছি রুচি সম্পন্ন মানুষদের তালিকায় আপনারাও আছেন.!☺️💝
তুমি অন্য গ্রহের চাঁদ 🙂
আমার না হওয়া চাঁদ তুমি অন্য কারোর জীবন আলোকিত করো🖤
..
এই গান টা একটা সেতু, দুটো ভিন্ন পাড়ের।
এখানে চলাচল হয় স্মৃতির। ♥️
কমেন্ট টা রেখে গেলাম
11 September 2024
রাত-৯ -১৯
আগামিকাল midwifery test exam.
আর আমি এখন ব্রেইন রিফ্রেশ করছি গেয়ে -"তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার চাঁদ......
ছেলেরাও মিডওয়াইফ হয় প্রথম দেখলাম😅
@@lizarahman823 ভাই কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী।
আপনি নার্সং বিষয় কতটুকু জানেন জানি না। তবে জেনে রাখুন diploma in nursing science and midwifery course এ ৩য় বর্ষে একটা সাব্জেক্ট আছে যার নাম হল midwifery
যেমন লিরিক তেমন ভয়েস আহ টানা ২ ঘন্টা ধরে চলছে জানিনা কখন থামবে🤩
Amr o vai
একটা মানুষ কখনই জানবে না তাকে ঠিক কতটা চাওয়া হয়েছিলো। কাকতাল না থাকলে কি করে বুঝতাম ভালোবাসা এতো সুন্দর❤
সবসময় শুনতাম মেয়েরাই নাকি পরিবারের দোহাই দিয়ে সম্পর্কের ইতি টেনে দেয়। তবে আমার বেলায় ব্যাপার টা অন্যরকম কেনো হলো? আজ সে সত্যিই অন্য গ্রহের চাঁদ হয়ে গেলো।😅 জানিনা এই বিচ্ছেদ কিভাবে কাটিয়ে উঠবো। ভালো থাকুক সে আর তার পরিবার।😊
গানের লিরিকটা ভীষণ সুন্দর, ফেসবুকে স্টোরি দিয়ে চলে আসলাম শুনতে। কেউ শুনতে আসলে লাইক দিলে আবার শুনতে আসব। 🖤🖤🖤🖤🖤
1:34 তার ফেরার সম্ভবনা, অমাবস্যায় পূর্ণিমা। 💔🌺
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো না প্রিয়ো স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে এই গানটি শুনতে আসবে। তখন কেউ আমার কমেন্টে লাইক দিলে, নোটিফিকেশন পেয়ে আমি আবারো গানটি শুনতে আসবো যদি কখনো তুমি এই গানটা শুনতে আসো তাহলে আমার কমেন্টে কইরো 😅
কি লিখবো বুঝতে পারছি না। রাত ১১:৩০ বাজে। শুনে শান্তি পাচ্ছি। আজ 2024 এর নবমীর রাত। এখন সে অন্য কারোর 😅। তবু ভালবাসি। বেঁচে থাকুক আমার ভালোবাসা
achon ja kiso manus apner moto lok ka harai saty apna ki daka bojlam
@@mdhumayunkobir6698 আমার নিজের অনুভূতি বলে সে আমাকে হারিয়েছে। আমি আমার শেষ জীবন পর্যন্ত তাকে ভালোবেসে যাবো। পরের জন্মে পাওয়ার ভাগ্য থাকলে আমি আবার তাকে পাবো। সে আমার গোপন কবিতার অবাধ্য শব্দ🤍
আসলে ভালোবাসা বলতে কিছু নাই সব মায়া আর কেউ যদি কারো মায়াই পড়ে যাই তাহলে তার জীবন শেষ 🙂💔🌺
- আর আমি আজ ও তোমার মায়াই আটকে আছি 😊🌸
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শুনতে আসতাম না। মানুষ প্রেমে পড়লে গান শোনে, আর বিচ্ছেদ হলে গানের অর্থ বোঝে😅💔
স্মৃতি হিসেবে কমেন্ট রাইখা গেলাম।যতবার লাইক দিবেন নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব☺️
R ak bar suna jao 😅🙃
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয়💔 স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়💔🥲
আমিও সেইটা করে দিয়ে গেলাম,,
আমিও আবার আসবো শুনতে,
আমার জীবনের সাথে যে মিলে গিয়েছে,
এই গানগুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ 😌❤️🩹
Tara pagol
@@misshermione4672 Apni ai gan er mane bojben na
যারা এসব টাইপের গান গুলো শোনেন, তাদের রুচির প্রতি আমি সম্মান জানাই, আসলেই গানটা অসাধারণ ছিল, আমি স্মৃতি রেখে গেলাম একটা কমেন্ট করে কেউ লাইক দিলে আবার শুনবো গানটা। 🙂
আমায় নিয়ে তার অনেক অভিযোগ। সে এখন সত্যি অন্য গ্রহের চাঁদ। আমি শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি। এই লেখাটায় কেউ লাইক দিলে, আবার শুনব।
23 ডিসেম্বর রাত ১২.১০ মিনিট..
প্রায় ৪ বছরের প্রেম আমাদের।
কত শত ঝগড়া ঝামেলা কিন্তু আমার কখনোই একবার মনেহয় নি আসলেই আমি তাকে ভুলে যাবো।
এই প্রথম আজ আমার মনেহলো আমার তাকে ভুলে যাওয়া উচিত।
এই রকম বিষন্ন রাত এর আগে আমার জীবনে আসেনি।
কেনো তোমার সাথে আমার দেখা হলো?
ভালোবাসা রইলো ভাইয়া মরা প্রাণটাকে এমন গান উপহার দেওয়ার জন্য
এই ছেড়ে যাওয়ার যুগে,
৮ বছর হয়েগেল এখনও তার সাথেই আছি,আলহামদুলিল্লাহ ❤
তুমি ঝিনুক কুড়াও যদি
আমি হব শান্ত নদী❤
শেষ যখন আমাকে জড়িয়ে ধরে বলেছিলো, "ছেড়ে যেও না , আমি তোমার মতোন করে থাকবো"
আমি থাকিনি তার সাথে, এমন না যে আমি অন্য কারোর কাছে চলে যাচ্ছিলাম তখন, আমি অন্য কারোর হইনি। আমি নিজের তৈরি নরকের আগুনে পুড়ছি। নিজেকে ক্ষমা না করার তীব্র যন্ত্রণায় পার করে যাচ্ছি অনন্তকাল।
"যার ইনবক্সে হাজার জন" সে কি করে বুঝবে রাত ৩ টায় চোখের পানির ওজন"...!😅❤️🩹
প্রাক্তন সে নয় যাকে ভুলে যাওয়া যায়
যাকে ভুলা যায় না সেই প্রাক্তন ❤️
ঠকে যাওয়া মানুষ গুলোকেই যত্ন করে ভালোবাসা উচিৎ।অন্তত তারা ছেড়ে যায় না,কারন ছেড়ে যাওয়ার কষ্ট তারা বোঝে।
এ যেন ছিদ্র হওয়ার হৃদয়, নিবাক হওয়া মগজ! আহা কি সুন্দর গান। শ্রদা ভালোবাসা ❤❤❤
তোমাকে নিয়েই লিরিক, শুধু তুমি আর তুমি সবকিছু যেন তুমিময়। এই সেই তুমি টা কোথায়? কিভাবে রাত কাটাও? কিভাবে ভুলে থাকো?
রাত:২:১০
কি সুন্দর কথা! ❤️
"তোমার নানান বাহানায়, আমার জায়গাটা কোথায়?"
❤
তোমার নানান বাহানায়, আমার জায়গাটা কোথায়? 😅🥀
প্রেমে পরলে মানুষ গান শুনতে শেখে আর বিচ্ছেদের পর মানুষ গানের অর্থ বুঝতে শেখে
Tik bolcen vai
Huu vai tik bolcen😅
কে কে 2024 এর পহেলা ডিসেম্বর এ এই অসাধারণ গান টি শুনছো?❤❤
Vai ke ke 2 December shunlen?😂
Khub beshi deri hoe gelo ki..?
এটা শুধু গান না,,,,,💔
এটা সবার ইমোশন,,,,💔
স্মৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে আবার ও এসে শুনে যাবো,
হারিয়ে গেলেই মানুষ সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে🙂
HMM
তোমায় পেয়ে গেলে এতো সুন্দর গান হয়তো আর শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটা🖤
এত মাস এই গান টি চোখেই পড়ে নি। কিন্তু টিকটক এ ভাইরাল হওয়ার পর চোখে পড়লো টিকটক এর কারণে এত সোন্দর একটি গান হয়তো শুনতে পারলাম! 😊🌸
চাঁদটা সত্যিই অন্য গ্রহের ছিল, আমি রাত জেগে পাহারা দিতাম।
কখনো কথা বলার সুযোগ হলে খুব করে জানতে চাইব-( আমারে ভালোবাসাও নাই কেনো..? 🙂 2:23
তিন বছর প্রেম করছিলাম, বেকার গরিব পরিবারের ছেলে আমি জন্য আমার প্রেমিকার পরিবার রাজি হয়নি কোনভাবেই, পরে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, 3 মাস বাইরে থাকি, এই তিন মাসের মধ্যেই আমার সরকারি চাকরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক, তাই বলি ভালবাসলে ভালোবাসার মতো বাসবেন কেউ অভিনয় করবেন না, এগুলান অনেক কষ্টের।
২০২৪ অক্টোবর কমেন্ট রেখে গেলাম।
সে তো চলে গেছে
স্মৃতি গুলো নিতে ভুলে গেছে
যে স্মৃতি গুলো আমারে প্রতিদিন কাঁদায়😅
তুমি আমার ভালোবাসা কিন্তু তোমাকে না পাওয়াই আমার নিয়তি। ভালবাসার মানুষ কে দূর থেকে ভালোবাসতে পারাটাও অনেক বড় ব্যাপার অনেক শক্তি লাগে সবাই পারে না 🥹❤️🩹
তোমাকে পেয়ে গেলে হয় তো এত সুন্দর গান'টা শোনা হতো না প্রিয়! স্মৃতি রেখে গেলাম! যুগ যুগ ধরে মানুষ যখন এই গান'টা শুনতে আসবে আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার'ও শুনতে আসবো এই প্রিয় গান'টা,,!
@@ankonray7033 আমরা কেন এত কষ্ট পাই বলুন তো🥺💔
আমরাও তু তাদের মতো মানুষ তারা কি সেটা বুঝে না🥺💔💔
১জীবনে হয়তো তার বিশেষ কেউ হয়ে উঠতে পারিনি। কিন্তু জীবনে অনেকটা বছর কাটিয়েছি তাকে ভালোবেসে। আজও ভালোবাসি। তাকে এ কথায় বলতাম ভালোবাসার ১দিন ভালোবেসে যাবো চিরদিন। এজীবন আছে যতোদিন ভালোবেসে যাবো ততো দিন। যদিও পরিবার পরিস্থিতি সবি ছিলো আমাদের বিরুদ্ধে। তবুও আমি ১জোরা হাত শক্ত করে ধরে রাখতে ও ধরে রাখতে পারিনি। আজ আমি নিঃস্ব, ক্লান্তিহীন, দিশাহীন হয়ে নিজেকে খুঁজে বেড়াই এ সকল গানের মাঝে😢
ahare suna goo😩
প্রিয়তমা তুমি চলে না গেলে জানতাম'ই না আকাশ এত সুন্দর 😊❤️🩹
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা 🥹
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
Somporko vengeche kobei ,
moner ghore aj o bhison sokh ,
Premik tumi bhalo theko !
Amar opekkha der mrittu hok ✨️
আজ হুট করে মনে হলো একটা কমেন্ট রেখে যায়।রুচির দুর্ভিক্ষের সময়কালে রুচিশীল মানুষের তালিকায় আমিও একজন
Best friend eta tmr jonno...💛
আজ ১০ বার শুনলাম,,,,কেউ Replay দিলে আবার শুনবো🧡🧡
কালকে থেকে দম বন্ধ করা অবস্থায় আছি এই গান টা ৪ দিন আগেও আমার প্রিয় মানুষ কে সুনাইছি আজকে সে অন্য মেয়ের সাথে জানিনা এভাবে কি কতদিন থাকতে পারবো বার বার মরে যেতে ইচ্ছে করছে আমি বাঁচতে পারবো না তারে ছাড়া কিভাবে পারে পুরুষ মানুষ এত মিথ্যা কথা বলতে কিছুদিন আগে ও কান্না করতে করতে ওর জন্য অপেক্ষা করতে বলল আর এক নিমিষেই কিভাবে সব ভুলে সব কিছু শেষ করে দিলো যাইহোক তার কথা মনে পড়ছিল আর গান তাও শুনলাম একটা কমেন্ট রেখে গেলাম হয়তো বেঁচে থাকলে আবার গান টা শুনবো আর যদি না থাকি এইটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে 🙂
Moira lav nai
Moira giya ki hobe baisa taken jibon oenk sundor 🥰
More gele keu mone rakhbe na.... Nijeke khun koratao oporadh don't do this.... Nijeke bachie nijeke valo rakhatai to asol... Apnar ei same obostha amar sathe ghoteche September er 2 tarikh.... Ami thik nei?? Amar ki more jete ichhe korche?? Ekdom e noy... Borong nijer carrier ta guchie tulbo sei preparation niechi 4 week dhore r apni ja deserve koren god/allah obossoi debe jotodin apni strong na hoben totodin se erokom poristhiti debe r apnake strong korabe jedin strong hoben sedin sothik manush paben life e r ekbar sombhob hole jab we met movie ta dekhben.... Valo thakben nijeke valo rakhben
@@mdfarabiislam6213🙂🙂
@@ahmedshaikat7076 বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাই না তবুও দোয়া করবেন এই অবস্থা থেকে যেন মুভ অন্ করতে পারি
তার সাথে আমার সারে ৫ বছরের সম্পর্ক, কিছু ভুল বুঝাবুজির কারণে ৩ মাস সে আমার সাথে যোগাযোগ রাখে নি, আজ তাকে আমি ফিরে পেয়েছি, দোয়া করবেন আমাদের জন্য। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এই বি'চ্ছেদের জগতে যেনো কারো ভালোবাসা না হা'রায়😊❤️
Kisu vulbujabujhir Jonno Jodi se apnar 5 bochorer somporko nosto Kore dai,Tahole notun Kore relation suru kora bilasita cara ar kisui na .
Amader Ki r sei kopal 🥺🥺
যে মানুষটা বুঝে গেছে প্রিয় মানুষ হারানোর সুখ,সে আর কখনো চাইবে না তার জীবনে আবার প্রিয় মানুষ আসুক...!💔💔😅😅
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হতো না প্রিয়। সৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেও লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটি।
এটা ভালোবাসা কিনা জানি না, ১১ বছরে তার প্রতি আমার মায়া একটুও কমে নি। ১১ বছর আগের সেই মুখটা আর একবার দেখতে চাই। এই পৃথিবীতে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। সে যে পরিচিত হয়েও অপরিচিত একজন। সেই অপরিচিত মানুষটা যে সারা জীবনের জন্যে আমার অস্তিত্বে কষ্ট হয়ে মিশে যাবে তা কখনও কল্পনাও করি নি তখন। প্রতিদিন দেখা হতো যার সাথে শেষ পর্যন্ত সে অচেনাই রয়ে গেল। সেই মহাখালী, লিচুবাগান, ২০১৩ সাল আমার জীবনের সেরা মুহূর্ত । সে আমাকে উপহার হিসেবে শুধু ঐ সময়ের স্মৃতিগুলোই দিয়ে গেছে। সে হারিয়ে গেছে অজানায়। হারিয়ে যাওয়ার পর বুঝলাম সে আমাকে সারা জীবনের জন্য গভীর মায়ায় আবদ্ধ করে রেখে গেছে। যার কিছুই আমি জানি না তার প্রতি কেন এত মায়া! কোথায় গেলে পাবো তাকে! অনেক ভুলার চেষ্টা করেও ভুলতে পারি নি। মৃত্যুর আগে আর একটা বারের জন্য সেই মুখটা দেখতে চাই। যাকে কোনদিন হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারি নি, সেই কথাগুলো আমার মৃত্যুর আগে একবার বলে যেতে চাই। কি ভীষণ এক মায়ায় সে যে থাকাতো, তার এই মায়াকে উপেক্ষা করার ক্ষমতা তো আল্লাহ্ আমাকে দেন নাই। তাই হয়তো আজও সেই মায়ায় আটকে আছি। আমি জানি না, তাকে ঘিরে আমার হৃদয়ে খুব গোপনে বেঁচে থাকা অনুভূতির চাপা কষ্টের আর্তনাদ কোনদিন তার কান পর্যন্ত পৌঁছাবে কি না। একদিন হয়তো আমি তার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাবো আর এই গল্পটা অসমাপ্তই রয়ে যাবে......এমনটা না হোক, একবারতো দেখা হউক। অন্তত গল্পটার সমাপ্তি হোক। তার গাওয়া গান "কি যাদু করিলা পিড়িতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে" এই গানটা আজও আমার কানে বাজে। এই গানটা সে আমার জন্য গাইতো। এই গান কোথাও শুনলে আমি ২০১৩ সালে ঢাকার মহাখালীতে তাকে ঘিরে থাকা স্মৃতিগুলোর মাঝে হারিয়ে যায়। এই গানের জন্ম হয়তো শুধু তার আর আমার জন্যই হয়েছিল যে গান আমার জীবনের সাথে মিশে গেছে। সে কি কখনো এই গান শুনতে আসে না এখানে! তার কি কখনো আমার কথা মনে পড়ে না! একটু একটু করে গড়ে উঠা মায়া, কত দিনের পর দিন, মাসের পর মাস ধরে আমাদের সৃষ্ট এত এত স্মৃতি সব কি সে ভুলে গেছে! প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আল্লাহ চাইলে হয়তো কোনদিন দেখা হবে এই আশায় দিন গুনছি। হয়তো আমরা একই শহরে থাকি কিন্তু আমাদের দেখা হয় না। ২০১৩ সালের ফেলে আসা সেই জায়গা, সেই বিন্ডিং, জানালা, রাস্তা, সেই আকাশ, চাঁদ, সূর্য সবকিছু আগের মতই আছে, সেখানে শুধু অপরিচিত দুইটা মানুষ সে আর আমি নাই। সেই জায়গার মায়ায় পড়ে গেছি আমি কারণ সেখানেই তো আমাদের দেখা হয়েছিল, সেখানেই তো আমরা ছিলাম। আমি জানি না সে কে, আমি জানি না সে এই পৃথিবীতে আধো বেঁচে আছে নাকি মারা গেছে। তার প্রতি আমার এই curiosity হয়তো মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। মৃত মানুষকে হারানোর কষ্ট ভুলা যায় কিন্তু জীবিত মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট হয়তো কখনোই ভুলা যায় না, যেমন আমি ভুলতে পরছি না। আমি জানি না এই কষ্টটা আল্লাহর তরফ থেকে আসা আমার জন্য কোন আশীর্বাদ নাকি আমার করা কোন অন্যায় কাজের অভিশাপ হয়ে এসেছে যা আমাকে বছরের পর বছর ধরে প্রচন্ডভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমার জীবনের ফেলে আসা অতীতের সেই অপরিচিত মানুষের সাথে কি এই পৃথিবীতে কোনদিনও আমার দেখা হবে, কোন দিন কি তার সাথে আমার পরিচয় হবে, কথা হবে কি কোনদিন? জানি না! সে কি কোনদিন এই গান শুনতে এসে আমার এই কমেন্ট পড়ে আমাকে চিনতে পারবে ? জানি না। তবুও লিখলাম যদি সে পড়ে।
এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা বার্তা। যদি এই বার্তার মাধ্যমেই অনেক গুলো বছর পর আবারও তাকে খুঁজে পায়। একটা অপরিচিত মানুষ, যার জন্য এত মায়া এই পৃথিবীতে তার সাথে আর কিছু না হোক অন্তত আমাদের পরিচয়টা হোক।
Unknown Someone, আপনাকেই বলছি...যদি কখনও আমার এই লিখাটা আপনি পড়েন আর তখন যদি আমাকে চিনতে পারেন তবে হয়তো আমার face টা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তখন response কইরেন। Please don’t make yourself a stranger. I want to know you, I want to see you for a moment in this earth.
আমার আসার সময় হলে
তুমি হাত ফসকে গেলে
তোমার যাওয়ার পায়তারা
আমি হই যে দিশেহারা ।
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা ।
তার ছবি খানি দেখিলাম আর ভাবিলাম সে আমার হলেই পারতো
না হয় পাড়ি দিতাম একটি ঝড়ের কবলে পড়া উত্তাল সমুদ্র...🥀
তুমি ছাড়া হৃদয় অচেতন
তোমার আকাশ ধরার শখ
আমার সমুদ্দুরে চোখ
আমি কি আর দেবো বলো
তোমার শুধুই ভালো হোক ।
তোমার ভোলা ভালা হাসি
আমার বুকের ভেতর ঝড়
তুমি চলতি ট্রেনের হাওয়া
আমি কাঁপি থরথর ।
তোমার নানান বাহানায়
আমার জায়গা টা কোথায়
আমি কি এক ঘোরে থাকি
ছিলো কত কথা বাকি ।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
তোমার নরম কাতর হাত
আমার দিনের মতো রাত
তুমি ঝিনুক কুড়াও যদি
আমি হবো শান্ত নদী ।
আমার আসার সময় হলে
তুমি হাত ফসকে গেলে
তোমার যাওয়ার পায়তারা
আমি হই যে দিশেহারা ।
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা ।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা ।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয় !
তার বাহানা গুলো কখন ও ভোলার নয় আর আর অভিনয় টা সেরা ছিল 😅❤️🩹
স্মৃতি নিয়ে রেখে গেলাম 😅
লাইক পরলে আবার আসা হবে এখানে 😊
Abr sunen
@@LamiyaMim-z7s ❤️🩹🎧🎶
গানটা শুনে বারবার শুনতে মন চাচ্ছে কেউ যদি কমেন্টে লাইক দেয় তাহলে আবার এই গানটা শুনতে আসবো
ভালোবাসা একটা শুভ্র বিষয়। কারো জীবনে এই ভালোবাসা এনে দেই পূর্ণতা আবার কারো জীবনে এনে দেয় দুঃখ বিলাস। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা💝
৫ বছরের ভালোবাসা ছিলো। কতশত স্মৃতি জমে আছে, কতশত স্বপ্ন সাজিয়েছিলাম তাকে ঘিরে আজ সে অন্য কারো। শুধু মাত্র টাকার জন্য হাত ছেড়ে গেলো 😅😅। কতদিন ডিপ্রেশন কাটিয়ে এখন আমার পরিবারের কাছে আমি একটু সুস্থ! অথচ জানো তোমার অভাবে আমার প্রতিরাতে জ্বর আসে। আমার নীরব কান্না গুলো গিলে ফেলতে অনেক কষ্ট হয়। জানো! ভালো থাকতে গিয়ে তুমি হারিয়েছ ভালো রাখার মানুষটি। টাকায় কি সব? আচ্ছা যাক তোমায় অভিশাপ দিবো না আমি চাই যে সুখে থাকার জন্য ছেড়ে গেছো সে সুখ তোমার হোক।
🥹
কি গান বানাইলেন ভাই,নেশা ধরায় দিলেন! 😄❤️🩹