Ami Tomakei Boley Debo - Sanjeeb Choudhury

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2015
  • Ami Tomakei Boley Debo - Sanjeeb Choudhury
    Lyric- Sanjeeb Choudhury
    Tune- Bappa Mazumder
    Album- Hridoypur
    Band- Dalchhut
    Subscribe to us on
    UA-cam goo.gl/HffMKd
    Facebook: / bappa.mazumder
    Twitter: / bappamazumderbm
    Watch more videos this album-
    www.youtube.com/watch?v=AJ0PL...
    www.youtube.com/watch?v=tiMUC...
    www.youtube.com/watch?v=0AvyZ...
    www.youtube.com/watch?v=ffreh...
    www.youtube.com/watch?v=D3Yom...
    www.youtube.com/watch?v=HfW-L...
    #sanjeebchoudhury #dalchhut
    ©℗ Shubhashish Mojumder Bappa
  • Розваги

КОМЕНТАРІ • 4,9 тис.

  • @nasiruddin5221
    @nasiruddin5221 6 місяців тому +298

    রুচির দুর্ভিক্ষ চলাকালীন সময়েও এইসব গানের শিল্পী এবং শ্রোতাদের রুচির প্রতি সম্মান জানাই

    • @md.shahinalom6196
      @md.shahinalom6196 2 місяці тому +1

      আমার প্রিয় ও একটি গান

    • @user-xe4es1lb8v
      @user-xe4es1lb8v Місяць тому

      ভালোবাসা নিবেন ❤

    • @Firoz_BDX
      @Firoz_BDX Місяць тому +2

      Tomakeu somman janai vai

  • @FaiyadHRishal
    @FaiyadHRishal 7 років тому +3375

    এই গানটির কাভার অনেক মানুষের মুখে অনেক ভাবে শুনেছি, তাদের মধ্যে অনেক বিখ্যাত মিউজিসিয়ানরাও ছিল। কিন্তু সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না। পুরো গানে সঞ্জীবদা'র গলায় কি জানি একটা দরদ, কি অদ্ভুত এক মায়া কাজ করে! আর কেউ এই মায়ার খেলা খেলতে পারবে না, অন্তত এই গানে। আহা লিরিক! আহা সুর! আহা গায়কী! জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া............

    • @TanimImtiazPavel
      @TanimImtiazPavel 7 років тому +4

      Faiyad H Rishal (y)

    • @FaiyadHRishal
      @FaiyadHRishal 7 років тому +12

      @ashick akonjee আমি তো বলিনি টিউন সঞ্জীবদা'র।

    • @SrijonDipSarker
      @SrijonDipSarker 7 років тому +9

      Kisu manus kothar moddhe bahat na dilai santi pai na. Sonjib Da Sonjib Da e. Bappa Da Bappa da e. Dujon du journeyed er atrist. Jai hok. @Faiyad vai er sathe ekmot... :)

    • @tapuchandradevnath8521
      @tapuchandradevnath8521 7 років тому +3

      Faiyad H Rishal vai
      I feel this same way.

    • @mdziaulhaque1655
      @mdziaulhaque1655 7 років тому +13

      He was so much into the music. He pronounced every words of the entire lyric with feeling. Unbelievable. Amazing. Just don't know how?? Knows the colour of tears, knows the shadow of moonlight..

  • @avijit0912
    @avijit0912 8 місяців тому +28

    একটি গান অনেক গুলো কথা অনেক গুলো আবেগ.... দাদা আপনি নেই তবুও আজ আপনার ১৬তম মৃতযুবার্ষিকী তে এসে আপনার গানটি শুনছি আর নিজের মনের আবেগ গুলোর সাথে কথা বলতে পারছি.... যেখানেই আছেন ভালো থাকবেন দাদা 🙏

  • @srupom5137
    @srupom5137 7 місяців тому +38

    অতল শ্রদ্ধা
    সঞ্জীব স্যার
    বাংলা গানে এতো অসামান্য অবদান রাখার জন্য 🖤

  • @shadhinsiddiqui6961
    @shadhinsiddiqui6961 3 роки тому +675

    গতকাল ১৯শে নভেম্বর এই মহান লোকটির মৃত্যুবার্ষীকী ছিলো। তিনি আর হেটে যাননা বিরান পথে, ভুলে বলা গল্পের দরজায় আর উনি কড়া নাড়েননা। ভালোবাসা রইলো সঞ্জীব চৌধুরীর প্রতি🖤

    • @pronay90
      @pronay90 2 роки тому +6

      19 Novembar, 2021 🙏🏾 May he rest in peace forever

    • @minaraminu7584
      @minaraminu7584 2 роки тому +5

      আজও ১৯ নভেম্বর

    • @rupok_
      @rupok_ 2 роки тому +2

      yesterday!

    • @monowarabegum3170
      @monowarabegum3170 Рік тому

      Olll
      Poop lollop lollop pll

  • @aboodyhere
    @aboodyhere 4 роки тому +367

    ৫২'র ভাষা আন্দোলন উপলব্ধি করতে পারতামনা কখনো যদি না এতো সুন্দর লিরিক শুনতাম।
    কি অদ্ভুত গায়কী, কি অপরূপ ছন্দ!!!
    বাংলা তোমায় ভালোবাসি!

    • @Mironhsn
      @Mironhsn 4 роки тому +1

      r8

    • @likeit5893
      @likeit5893 3 роки тому +1

      aww sooooooooooooo sweet!

    • @sayeedafridikhantito2990
      @sayeedafridikhantito2990 Рік тому +1

      ভালোবাসা অবিরাম ❣️

    • @isaacnewton4277
      @isaacnewton4277 21 день тому +1

      ভারতে তো হিন্দির প্রভাব সর্বত্র তাই বলে কী সেখানে বাংলা গান রচনা বন্ধ হয়ে গেছে? সবকিছুতে ৫২,৭১ এসব ঢুকানো বন্ধ করেন।এসবের কারণেই বাঙালি জাতি আজো সামনে এগুতে পারছে না।কিছু একটা হলেই ৫০০ বছর আগের ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে আসে।।

    • @aboodyhere
      @aboodyhere День тому

      @@isaacnewton4277
      পৃথিবীর ইতিহাসে কোন জাতি কোন সভ্যতা ভাষার জন্য প্রাণ দেয়নাই, একমাত্র বাঙালিরাই দিছে। পৃথিবী সহস্র বছর আগায়ে গেলেও বাঙালির কাছে ৫২ এর গুরুত্ব অক্ষত থাকবে। আপনাদের মতো দালালদের উচিত ভারতে চলে যাওয়া, ভারতেই চলে যান।

  • @junaidahmed6991
    @junaidahmed6991 2 місяці тому +10

    ছুঁয়ে কান্নার রঙ,ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া।
    এই সৌন্দর্যের ব্যাখ্যা দেওয়া অসম্ভব।
    সঞ্জীব দা,,💖
    হৃদয়ে রয়ে গেছেন কোটি মানুষের।

  • @md.jahirulislam7822
    @md.jahirulislam7822 5 місяців тому +11

    লিজেন্ড রা কখনো মরে না,সন্জিব দা তাদেরই একজন,
    কতটা বিরহ লেগে আছে গানের কথা গুলোতে

  • @iqbalmasud1347
    @iqbalmasud1347 4 роки тому +14

    আগামী একশো বছর যদি আমি বেঁচে থাকি,,যদি আমাকে কেউ জিগ্যাসা করে তোমার ফেভারিট একটা গানের নাম বলো,র্নিদ্বিধায় সঞ্জীব দাদার এই গান বলবো,,,
    যে গান কখনো পুরোনো হয় না!!😍

  • @mddinisalmreza1998
    @mddinisalmreza1998 3 роки тому +27

    প্রিয় সঞ্জিব দা, ওপার থেকে এতো ভক্তের এতো এতো ভালোবাসার স্তুতি কি আপনি শুনতে পান? 😓

  • @khanakashmd9839
    @khanakashmd9839 10 місяців тому +153

    প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে☺️ আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শিখে😌🥀🖤

    • @fatematujjohora4364
      @fatematujjohora4364 10 місяців тому +2

      True

    • @Motiur.Rahman.
      @Motiur.Rahman. 9 місяців тому +1

      তাহলে কখন গাইতে শিখে

    • @nayeemazadkhan4679
      @nayeemazadkhan4679 5 місяців тому +2

      যথার্থ বলেছেন দাদা।

    • @mursalin410
      @mursalin410 4 місяці тому +2

      অসাধারণ লিখেছেন ।

  • @mdsabujhosen8288
    @mdsabujhosen8288 Рік тому +40

    মনের মাঝে যখন চিড় ধরে, এই অনবদ্য কথা ও সুরের সমন্বয় তখন মনের উত্তাপ কমানোর প্রচন্ড রকমের সক্ষমতা রাখে। বেঁচে থাকবেন সঞ্জীব স্যার প্রজন্মের প্রবাহমান ধারায় 🤍

  • @himusaha8333
    @himusaha8333 3 роки тому +121

    প্রিয় সঞ্জীব দা...
    এভাবে গাইতে নেই।
    এতো সুন্দরের মর্যাদা দেয়ার ক্ষমতা নেই আমাদের। আমরা ভুলে যাই আপনাদের বারবার।

  • @rafeesalman8388
    @rafeesalman8388 3 роки тому +309

    থার্ড ক্লাস গান/শিল্পীরা হারিয়ে যাবে মহাকালের অতল গহ্বরে। থেকে যাবে এই গান, থেকে যাবে সঞ্জীব চৌধুরীরা।

    • @sayemdewan5030
      @sayemdewan5030 2 роки тому +5

      @@hashemali6429 কি বলতে চেয়েছেন উনি সেটা আগে ভাল ভাবে পড়ুন। আর তার আগে ম্যান্টেল কে সঠিক ভাবে মেন্টাল লিখতে শিখুন

    • @tomalicarani
      @tomalicarani 4 місяці тому

      Uni ja bolse ta apni bujhen nI....uni bolsen j 3rd class শিল্পীরা & 3rd class গান gulo মহাকাশ এর অতল গহ্বরে হারিয়ে যাবে​@@sayemdewan5030

  • @tanvirroman7713
    @tanvirroman7713 Рік тому +9

    না পাওয়াতেও এত আবেগ!! নিজেকে আজ খুব পরিশ্রান্ত মনে হয়..কাউকে বলিনি সে নেই..
    সে ভালো থাকুক❣️

  • @missjakiya8699
    @missjakiya8699 Рік тому +47

    এই গানগুলো যারা শুনে তারা আসলেই স্পেশাল,,, তাদের মনটা অনেক সুন্দর,,, ভাবনাগুলো কবিতার মতো,,, কোথায় যেনো হারিয়ে যাই শুনতে শুনতে,,,, বুড়ী হওয়া পরযন্ত বাঁচবো কিনা জানিনা তবে বেঁচে থাকলে নাতি নাতনিকে শুনাবো গানগুলো 💖💖 আর যদি মরে যায় তাহলে স্মৃতি হয়ে থাকবে এই কমেন্ট।।।

    • @arunkumarpaul2777
      @arunkumarpaul2777 Рік тому

      একমত

    • @abdullahalnoman8377
      @abdullahalnoman8377 Рік тому

      আপনার কমেন্টটা পড়ে আমি আবেগাপ্লুত হয়ে গেলাম। এই গান সত্যি জীবন্ত একটি সত্ত্বা।।

    • @mumujabin175
      @mumujabin175 4 місяці тому +1

      vai.. bece aceeen????????????????????????????????????????????????????????????????????????

    • @abunaserobeydullah7143
      @abunaserobeydullah7143 2 місяці тому

      দারুণ

  • @ornobsdaily
    @ornobsdaily 5 років тому +26

    মনের কথা গুলো লিখা আছে এই গানের কথায়। কতোটা আবেগ থাকলে যে কারো একাকী মূহুর্তের সঙ্গী হতে পারে এই গানগুলো। আজো হঠাৎই মনে হলে খুব কষ্ট হয় এমন গানগুলো আর শুনতে পারবো না কখনো হয়তো ।
    আবার কখনো সঞ্জিব চৌধুরী এলে ওনাকে বলে দেব কতোটা একাকী রাত দিনগুলো আমি কাটিয়েছি । কাউকে বলতে পারিনি সেনাম। কাউকে বলতে পারব না জীবনে।
    শুধু কষ্ট গুলো একা বয়ে বেড়াতে হবে সারাজীবন । অজানা থাক পৃথিবীর লোকদের না বলা থাক আমার সব একান্ত ব্যক্তিগত কথা।
    ভাল থাক পৃথিবী আলো থাক সেসব মানুষজন।
    ভালবাসা অবিরাম❤

  • @AbdullahalMamun-lk3bb
    @AbdullahalMamun-lk3bb 2 роки тому +63

    তিনি শুধু গান গেয়ে মানুষের হৃদয়ে থাকেননি !!! মৃত্যুর পরে তার শরীরটা ও উৎসর্গ করে গেছেন মেডিকেল কলেজ এর জন্য

  • @MAHMUDULHASAN-mf4wm
    @MAHMUDULHASAN-mf4wm 6 місяців тому +254

    রেখে গেলাম স্মৃতি,,,, যদি কখনো কেউ লাইক দেয় তবে নোটিফিকেশন পেয়ে এসে আবার শুনা যাবে এই গানটা।

  • @bijoysourav
    @bijoysourav 6 місяців тому +16

    2:19
    আমি কাউকে বলিনি সে নাম
    কেউ জানে না,না জানে আড়ালে 😊

  • @sudippaul5071
    @sudippaul5071 3 роки тому +114

    কি অদ্ভুত ইমেজারি! অসাধারণ লেখা, সুর এবং গায়েকি...সঞ্জীব বাবুকে অমর করে দিয়েছে ❤ এপার বাংলাতেও সমান পপুলার।

  • @rezaulislamshaon6776
    @rezaulislamshaon6776 4 роки тому +18

    দাদা আপনি হয়তবা আমাদের মাঝে নেই। কিন্তু আপনার এই গানে অসংখ্য মানুষ এর জীবন বেচে আছে। তার মাঝে আমি একজন। আপনার প্রতি বিনধ্র শ্রদ্ধা ❤

  • @Raja_YouTube_
    @Raja_YouTube_ Рік тому +54

    গানটা শুনলেই মনের অজান্তে চোখের কোণে জল চলে আসে.. ভালো থাকুন সঞ্জীব দাদা! স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা!!!!! যুগ যুগ ধরে এই গানটির প্রেমে পড়বে মানুষ। ❤

  • @___s_h_i_m_u_l___
    @___s_h_i_m_u_l___ Рік тому +23

    স্মৃতি রেখে গেলাম ২০২৩ এ এসেও এই গানটির জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। যুগ যুগ ধরে এই গানটির প্রেমে মানুষ পড়বে। ❤️

  • @EnamulKhair
    @EnamulKhair 7 років тому +143

    সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না। পুরো গানে সঞ্জীবদা'র গলায় কি জানি একটা দরদ, কি অদ্ভুত এক মায়া কাজ করে! আর কেউ এই মায়ার খেলা খেলতে পারবে না, অন্তত এই গানে। আহা লিরিক! আহা সুর! আহা গায়কী! জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া............

    • @user-hj7ik2ip2r
      @user-hj7ik2ip2r 6 років тому +2

      samrat

    • @kmmahfuzurrahman4048
      @kmmahfuzurrahman4048 4 роки тому

      Totally agree with you..

    • @mdsayem1619
      @mdsayem1619 3 роки тому

      আমিও নিতে পারিনা দাদার গান অন্য কারো গলায়, কি দরদ কি বিষাদ কি মায়া

    • @user-mu3hq3vy2y
      @user-mu3hq3vy2y 3 роки тому

      একদম

  • @farhanaluna2178
    @farhanaluna2178 2 роки тому +33

    হাজারবার শোনা এই গান,তবুও মন ভরেনা।সব সময়ই মনে হয় নতুন।বেঁচে থাকুক সঞ্জিব চৌধুরী এই গানের মাঝে।

  • @Sayed_Hossain_Riyadh
    @Sayed_Hossain_Riyadh Місяць тому +4

    বর্তমানের হাজার হাজার গানের ভিতর এই গান শুনতে আসা মানুষ গুলো বিশেষ শ্রেনীর মানুষ! এদের রুচি প্রশংসার যোগ্য ✨✨

  • @x_a_f_i_n_0_0_77
    @x_a_f_i_n_0_0_77 Рік тому +86

    Legendary song....
    Legendary singer....
    Legendary person....
    Legendary Human ....
    Legend is Immortal......
    This is the secret of life....

  • @sayed3511
    @sayed3511 3 роки тому +42

    When Sanjeeb sir said "কেউ জানেনা, না জানে আড়াল" me and my soul cried.

  • @abmalamin2152
    @abmalamin2152 3 роки тому +56

    আকাশের বুকে অনেক তাঁরা থাকে কিন্তু সব তাঁরা মিটি মিটি জলেও না হাসেও না, আর সেই তাঁরাদের মাঝে একটি তারা প্রয়াত সঞ্জীব দাদা 💙 যেখানেই থাকুন ভালো থাকুন ঈশ্বরের স্বর্গ পাড়ায় 🤲

  • @user-hj6cm3ne9b
    @user-hj6cm3ne9b 5 місяців тому +8

    কিছু গান মন ছুয়ে যায়,সামনের জেনারেশন এই গান গুলো হয়ত শুনবে না, বুঝবে না এসব গানের মানে, ❤😊

  • @26rumon
    @26rumon Рік тому +6

    ইউনিভার্সিটি জীবনের ৪ বছর ডরমেটরির বিছানায় শুয়ে এই গান যে কত হাজার বার শুনেছি মনে নেই। এই গান মানেই আমার কাছে ওই ৪ বছরের হাজারো স্মৃতিতে ফিরে যাওয়া। যতদিন বেঁচে থাকবো, সঞ্জীব দা তার এই গানের মধ্যে দিয়ে আমার সাথেই থাকবে

  • @artoflife2020
    @artoflife2020 5 років тому +27

    লাস্ট ২ দিনে নাহলেও ১০০ বার শুনেছি
    এত মায়া দিয়ে গানটা গেয়েছেন সত্যি এই গানগুলোই আপনাকে চির অমর করে রাখবে
    প্রিয় সঞ্জীব চৌধুরী ভালো থাকবেন ওপারে

    • @abuld1617
      @abuld1617 4 роки тому

      ভাইয়ের কি কোন কারনে মন খারাপ

  • @arashsabuj8125
    @arashsabuj8125 3 роки тому +37

    অনুশোচনা আমার, আপনাকে কখনোই জানাতে পারবো না আপনার প্রতি ভালোবাসা,ভক্তি কতটা গভীর।
    সঞ্জীব চৌধুরী 🖤

  • @shaju1296
    @shaju1296 9 днів тому +1

    নিথর রাতে এই গান শুনেছিলাম কয়েকশবার। আর এখন পাখির জন্য কয়েক হাজার বার শুনে যায়। কেমন জানি আমার পাখির গায়ের গন্ধ পাই। লাভ ইউ পাখি

  • @md.hredoy3299
    @md.hredoy3299 Рік тому +6

    ক্লাস 8 এ শুনেছি আজকে স্নাতক প্রথম বর্ষে আবার শুনলাম সেই আগের মতই লাগছে সঞ্জীব দাদা💌

  • @tahminatanjin4603
    @tahminatanjin4603 2 роки тому +8

    অসাধারণ লোকগুলো কেন এতো তাড়াতাড়ি চলে যায়! হঠাৎ KK এর কথাও মনে পড়ে গেলো।😢

  • @your.amitav
    @your.amitav 5 років тому +118

    প্রিয় সঞ্জীব'দা... 🙂
    বিরান পথে হেঁটে গিয়ে কোথায় কোন অজানায় হারিয়ে গেলে?
    তোমার কন্ঠের দরদ আজো যে চোখ জলে ভরিয়ে তোলে... 😔
    আর লিখতে পারছি না। দীর্ঘশ্বাস হচ্ছে খুব....

    • @sajibsoboj6986
      @sajibsoboj6986 4 роки тому +1

      প্রিয় সঞ্জীব দাদা তুমি কোন বিরান পথে হরিয়ে গেলে অজানা কোন পথে যেখানেই থাক ভালো থেকো

  • @talk2mazharul
    @talk2mazharul 20 днів тому +2

    তোমাকে না পাওয়ার শূন্যতা ভালো ভাবেই এই গানের অর্থ বুঝিয়ে দিয়েছে।

  • @mdabrar1092
    @mdabrar1092 Рік тому +10

    আমাদের সিলেটের গর্ব সন্জিব দাদা
    আমার সবচেয়ে পছন্দের একটা গান।
    গানটা একাকী শুনলে কাঁদতে বাধ্য হবেন।

  • @masoom999
    @masoom999 3 роки тому +283

    পৃথিবীর যেকোনো গান যেকেউ গাইতে পারেন, আপত্তি লাগে না।
    কিন্তু এইগানটি সঞ্জীবদা ছাড়া অন্যকেউ গাইলে পুরো গানটা শোনা সম্ভব হয়ে ওঠেনা ।

    • @satadalbiswas1887
      @satadalbiswas1887 3 роки тому

      আমার ও তেমন হল, শোনার চেষ্টা করেও পারিনি

    • @mdjamshedali2698
      @mdjamshedali2698 3 роки тому

      thik vai. ❤️

    • @biswajitdey1714
      @biswajitdey1714 2 роки тому

      ঠিক বলেছেন স্যার

    • @crickworld371
      @crickworld371 2 роки тому

      Amiow wind of change er gan ta shuntay parlam na

    • @nayeemaziz3152
      @nayeemaziz3152 2 роки тому

      @@satadalbiswas1887 of

  • @nopursarker4092
    @nopursarker4092 6 років тому +299

    কিছুকিছু গান পৃথিবীতে সৃষ্টিই হয় শুধুমাত্র তাঁর জন্য,যেটা একমাত্র তাঁকে ছাড়া পৃথিবীর বিখ্যাত বা শ্রেষ্ঠ শিল্পী গাইলেও তাঁর মত হবে না কোনদিন!
    প্রিয় সঞ্জীব স্যার, গানটা আপনি এমন করে কেন গাইলেন? আবেগ,ভালবাসা,না পাওয়ার ব্যথা,তীব্র আকুলতা,তৃষ্ণার্ত মন,অমলিন প্রেম,নীরব যাতনা,হাহাকার কি নেই এই গানের রন্ধ্রে রন্ধ্রে!!!
    বিশ্বব্রহ্মাণ্ডের কেউ কোনদিন আপনার মত এই গানটা গাইতে পারবে না।
    কত ভালবাসি বলবো না,শুধু বলবো আপনি ছিলেন,থাকবেন কোটি গানপ্রেমীর হৃদয়ে!!💜💜💜💜💜💜

    • @Mironhsn
      @Mironhsn 5 років тому

      Right..

    • @kamonashishhowlader8315
      @kamonashishhowlader8315 5 років тому +1

      perfect comment

    • @debasishacharjee9534
      @debasishacharjee9534 4 роки тому

      Right🙂

    • @shunno345
      @shunno345 4 роки тому +1

      এত সুন্দর করে কিভাবে বলেন,,,

    • @marufhossain1292
      @marufhossain1292 4 роки тому

      বিখ্যাত হওয়ার জন্য এই গানটি যথেষ্ট। সঞ্জীব দাদা শুধু একজনই।

  • @sohinisen3042
    @sohinisen3042 Рік тому +1

    অসাধারণ বললে যেন কম বলা হয়... কী মর্মভেদী অথচ কী স্নিগ্ধতা। শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম। 🌹🙏🏻

  • @lamimbirdechanel784
    @lamimbirdechanel784 6 місяців тому +24

    আমরা দু'জন যখন প্রেম করতাম তখন খুব শুনতাম। আজ আমাদের পথ চলার ১৩ বছর চলছে। তবুও শুনতে ভালো লাগে।

  • @mahmudhossainsajedin4812
    @mahmudhossainsajedin4812 2 роки тому +51

    সঞ্জীব দাদা অমর হয়ে থাকবে নিদ্রাহীন একাকী রাত কাটানো তরুন যুবকদের মাঝে।❤️

  • @debparu5608
    @debparu5608 5 років тому +9

    প্রায় প্রতি সপ্তাহে একবার করে গানটা শুনি আর তার কথা ভাবি কড়া নেড়ে গেছি ভুল দরজায়
    জীবনের অনেকে গুলো দিন পারকরেছি তার কথা ভেবে হয়তো আর কতদিন তার কথা ভেবে পারকরবো নিজও জানি না, এই গানের কথাগুলোর মাঝে কি এক অদ্ভুত , অজানা কষ্ট লুকিয়ে আছে ''দাদা তুমি গান হয়েই আমাদের মাঝে বেঁচে থাকো''

  • @walidbari7602
    @walidbari7602 Рік тому +20

    কিছু শিল্পীর কন্ঠে শুধু সুর থাকে না,
    থাকে কিছু কান্নার রং।
    সঞ্জীব দা তাদের একজন.............

  • @rjnurnobi8590
    @rjnurnobi8590 Рік тому +1022

    তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊

    • @jhonmojumder
      @jhonmojumder Рік тому +8

      🥹🥹

    • @alonlyarman5455
      @alonlyarman5455 Рік тому +13

      আসুন প্রাপ্তন কে স্বরণ করি।।😔😔

    • @mahiburrahmamapon5893
      @mahiburrahmamapon5893 Рік тому +2

      😊😊😂😂😂😂😂😂😂😂😂😊😊

    • @user-or1gj8gu2i
      @user-or1gj8gu2i Рік тому

      ❤❤❤

    • @Fu_ri_O_sa
      @Fu_ri_O_sa Рік тому +8

      কেন অনাকে পেলে এই গান আর শোনা হতো না? উনি কি আপনাকে বয়রা বানায় দিত?

  • @SanatanPandit
    @SanatanPandit 4 роки тому +1030

    এতো ভালো গাইতে নেই! গানটা শুনে চোখটা এতো পুড়াচ্ছে কেন!!! এভাবেই বেঁচে থাকুন প্রিয় সঞ্জীব।

  • @masumparvez1430
    @masumparvez1430 5 років тому +311

    সত্যিকারের ভালবাসা তো সেটাই,,!
    যাকে একবার ভালবাসার পর,,
    অন্য কাউকে ভালবাসার, -
    ইচ্ছে টাই মরে যায়,,,!!

    • @MdAtiqUrRahman1
      @MdAtiqUrRahman1 5 років тому +2

      সত্যিই তাই।

    • @IrregularDreamer
      @IrregularDreamer 4 роки тому +2

      ekdom... 2bochor hoye geleo r iche kre na

    • @alammcs790
      @alammcs790 4 роки тому +1

      Right 😢😢

    • @md.jahirulislam1445
      @md.jahirulislam1445 4 роки тому +2

      অসাধারণ উক্তি

    • @rezachowdhury367
      @rezachowdhury367 4 роки тому +2

      Na rong bodhlacha,ekhon ekjonka valobashle jebone lathi,dhoka,opoman,r ekjoner chakor hotha hoy,now fuck everything,u must remember u r light,u give light everybody,which those need u,not go theirs without love,then u feel u r the king for the new era.

  • @riayzulislamhridy5557
    @riayzulislamhridy5557 Рік тому +6

    "তারে এতো ভালোবাসার পর তাকে নিজের করে পেলাম না। আজ বলেই দিলো তার নাকি আমার উপর থেকে মন এই উঠে গেছে। সে আর পারবে না আমার সাথে থাকতে। আজ বরাবরের মতোই গানটা শুনছি। তবে, কেন জানি আজকের অনুভূতিটা অন্য রকম অনুভব করি। লিরিক্স এর কথা গুলো হৃদয়ে লাগছে।ভালো থাকুক আমার ভালোবাসা!"😌❣️

    • @shahriarahmed2823
      @shahriarahmed2823 Рік тому +2

      Same fellings bro😌💔

    • @sohelmahmud2376
      @sohelmahmud2376 Рік тому +1

      এমনটা অনেকের সাথে হয় , এখান থেকেই এগিয়ে যেতে হবে, বেস্ট অফ লাক

  • @ullaashrdx2277
    @ullaashrdx2277 Рік тому +2

    আহা লিরিক্স আহা সেই গলা জুড়ে গান । ❤ কিছু গানের সাথে গলা মিলে গেলে সেটাই হয় মাস্টাপিস ❤❤ এমনি এই গান টা।

  • @sugarpink8333
    @sugarpink8333 3 роки тому +27

    "আমি তোমাকেই বলে দেবো..."
    তোমার থেকে পাওয়া কষ্টের নালিশ আমি তোমার কাছেই করবো, কারণ শত কিছুর পড়েও আমার এক তুমিই আছো। এই ক্ষতের গভীরত্ব তোমাকেই জানাবো।

  • @tamjidadnan6797
    @tamjidadnan6797 4 роки тому +18

    রাত ১২ টা একা হাঁটছি রাস্তা দিয়ে! হালকা বৃষ্টির ফোঁটা পরছে গায়ে! অসাধারণ অনুভূতি🖤

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 Рік тому +2

    অসাধারণ লাগছে ❤❤❤ সৃষ্টিকর্তা তাঁর আত্মার চির শান্তি দান করুন ❤❤

  • @mithunsarker5370
    @mithunsarker5370 10 місяців тому +2

    ৯০ এর দশকের একটা কালজয়ী গান,যতই শুনি,ততোই শুনতে ভালো লাগে,দাদা আপনার এই গান চলবে আরও শতাব্দীর পর শতাব্দী।।দাদা আপনার কথা এখনো কানে বাজে।।ওপারে ভালো থাকবেন দাদা❤❤❤

  • @subratobiswas3511
    @subratobiswas3511 3 роки тому +34

    মনের মাঝে যখন চিড় ধরে,, এই অন্যবদ্য কথা ও সুরের সমন্বয় তখন মনের উত্তাপ কমানোর প্রচন্ড রকমের সক্ষমতা রাখে।বেঁচে থাকবেন সঞ্জীব স্যার প্রজন্মের প্রবহমান ধারায়💗

  • @RussellTalukder
    @RussellTalukder 5 років тому +660

    আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only-
    কিযে একা দীর্ঘ রাত How lonely a lonely long night -
    আমি হেটে গেছি বিরাণ পথে How I walked along the lonely path -
    আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only -
    সেই ভুলেভরা গল্প The narratives of blunders -
    কড়া নেড়ে গেছি ভুল দরজায় Pressing the wrong door bells -
    ছুঁয়ে কান্নার রঙ Touching the colors of tears-
    ছুঁয়ে জোছনার ছায়া(২) Touching the moonlit shades -
    আমি কাউকে বলিনি সে নাম I didn’t tell anyone the name
    কেউ জানেনা, না জানে আড়াল (২ Nobody knows- not even the shadows -
    জানে কান্নার রঙ But they know the color of my tears
    জানে জোছনার ছায়া (২) And they know the moonlit shades
    তবে এই হোক Let it then be like it -
    তীরে জাগুক প্লাবন The banks be flooded in the shore
    দিনে হোক লাবণ্য And the days be glowing in glory
    হৃদয়ে শ্রাবণ। (২) And the heart be sprouted in spring-
    তুমি কান্নার রঙ, As you are the colors of my tears,
    তুমি জোছনার ছায়া। You are the moonlit shades
    তুমি কান্নার রঙ, As you are the shades of my tears
    তুমি জোছনার ছায়া। You are the moonlit shades
    আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only
    কিযে একা দীর্ঘ রাত How lonely a lonely long night
    আমি হেটে গেছি বিরাণ পথে How I walked along the lonely path
    আমি তোমাকেই বলে দেবো I will tell this to you only -
    সেই ভুলেভরা গল্প The narratives of blunders -
    কড়া নেড়ে গেছি ভুল দরজায় Pressing the wrong door bells -
    ছুঁয়ে কান্নার রঙ Touching the colors of tears-
    ছুঁয়ে জোছনার ছায়া(২) Touching the moonlit shades -

    • @mehcamca4717
      @mehcamca4717 4 роки тому

      Thanks

    • @NaeemOnTheWay
      @NaeemOnTheWay 4 роки тому

      Thanks

    • @mamunali8342
      @mamunali8342 4 роки тому +6

      "The narratives of blunders" - no one can better that! Thanks!

    • @zaraschanel3965
      @zaraschanel3965 4 роки тому +2

      সত্যি কারে কোন বন্ধু নেই
      তাকে এসব বলবার আগ্রহ নিয়ে কেউ শুনবে তবে কেন এসব খোঁজ এর নাটক 😑

    • @sharminhossain4336
      @sharminhossain4336 4 роки тому

      Sundor

  • @ronyjaman856
    @ronyjaman856 Рік тому

    খুব বেশি নিজেকে একা মনে হলে গান টা বার বার শুনি। গান আর নিজের নিঃসঙ্গতাকে দীর্ঘ শ্বাস জড়িয়ে উপলব্ধি করি। ধন্যবাদ সঞ্জীব দাদা, একটা সারাজীবনের বন্ধু উপহার দিয়ে যাওয়ার জন্য।

  • @ahstravellingvlogtravellin6555
    @ahstravellingvlogtravellin6555 27 днів тому +7

    আহ! আক্ষেপ টা রয়ে গেল।
    কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
    😢😢
    দাদা তুমি আজো বেচে আছো আমাদের জীবন্ত লাশ হয়ে যাওয়া অন্তরে।

  • @user-hr4bi3wz5x
    @user-hr4bi3wz5x 2 роки тому +9

    আজ আমার প্রিয়তমা বিশেষ মানুষ টাহ্ র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে অচেনা মানুষের সাথে অথচ কথা ছিলো একসাথে পাশে থাকার জীবন কাটানোর প্রতিশ্রুতি ছিলো।
    সত্যি সঞ্জীব চৌধুরীর প্রতিটি লাইন যেনো আমার জন্যই সৃষ্টি ❤

    • @shawonmodak4025
      @shawonmodak4025 Рік тому

      গানটা মিলেছে শুধু....

  • @carlostevez7170
    @carlostevez7170 6 років тому +162

    এতো সুন্দর গান অথচ, এই গান টা আগে শুনি নাই।।। এ রকম গান বাংলা ভাষায় ২-১ টাই আছে।। Beautyyy.....😍😍😍😍😍

  • @riyadahommedshoikottalukde779
    @riyadahommedshoikottalukde779 Рік тому +3

    তার কথা খুব মনে পড়ছে যে আমাকে ভালোবাসেনি।তাই গানটা শুনছি।আর অঝোরে চোখের জ্বল ভেসে যাচ্ছে।১২ বছর হলো সে আমাকে ভালোবাসেনি তবুও তার প্রতি একবিন্দু অনুভূতি কমছে না আমার।
    এই গানের লাইনগুলো তাকে একবার শুনতে ইচ্ছা করে

  • @rhiddhidasgupta1852
    @rhiddhidasgupta1852 Рік тому +8

    The problem with this song is that it ends really fast 🥹🥹🥹 Hat's off to the legendary singer Sanjeeb Choudhury ❤

  • @techtravlog21
    @techtravlog21 2 роки тому +39

    শ্রদ্ধা দাদা আপনাকে, আপনার সৃষ্টিকে, আপনার সুরকে। আজীবন বেঁচে থাকবেন শ্রদ্ধা ভরা স্মৃতিতে।

  • @Trimrngel
    @Trimrngel 4 роки тому +9

    মুগ্ধ হয়ে যাই।
    আপনার এই অসাধারণ সৃষ্টির মাঝেই
    বেঁচে থাকবেন চিরকাল আমাদের মাঝে

  • @রাজাকার-প৯দ
    @রাজাকার-প৯দ 2 місяці тому +1

    ফেসবুকে কোথাও একজায়গায় গানটির প্রথম অংশটুকু শুনেছি।ভেবেছিলাম পরে পুরোটা শুনবো ভুলে গিয়েছিলাম। হঠাৎ মুখে গানটি বার বার আসছিলো শুনতে চলে এলাম। সৃতি রেখে গেলাম বহুবছর পর যখন নোটিফিকেশন পাবো আবার শুনতে আসবো। 💟

  • @kingbiplob7889
    @kingbiplob7889 Рік тому +1

    অসম্ভব প্রিয় একটা গান💟🌹
    যেটার কোনো মাস্টার কপি নেই।
    সঞ্জিব দা'র কন্ঠের মতো কারোরই হয় না😍

  • @pitchblack.nemesis
    @pitchblack.nemesis 4 роки тому +5

    I am from India. Sanjeeb Chowdhury k 2004 a first suni.. ar 2007 a uni chole jaan. Onek kom somoy pechi unake bhalo bashar. Akhon purono gaan gulo diyei kete jae kintu khub taratari chole gelen uni.

  • @simuldas2428
    @simuldas2428 2 роки тому +25

    এই গানগুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ ❤️❤️

  • @redchili8935
    @redchili8935 4 місяці тому

    কি স্মুথলি সুর দিয়ে গান গাইলেন আহ!
    হৃদয় স্পর্শ করেছে আমার গানের সুর এবং গাওয়ার ধরণটা ❤

  • @amdadulhasan3663
    @amdadulhasan3663 11 місяців тому +12

    It's not just a song, it’s is musical poetry.

  • @abidshahriarnishan2633
    @abidshahriarnishan2633 2 роки тому +196

    গানটা শুনলেই মনের অজান্তে চোখের কোণে জল চলে আসে.. ভালো থাকুন সঞ্জীব দাদা!

  • @mahabubthedadavai7269
    @mahabubthedadavai7269 Рік тому +11

    মাঝে মাঝেই শুনি, জানিনা কেনো? ভীষণ মিস করি একটা মানুষকে গত ৭ টা বছর ধরে।

  • @MehediHasan-ud5ts
    @MehediHasan-ud5ts 9 місяців тому +1

    এই গানটির কাভার অনেক মানুষের মুখে অনেক ভাবে শুনেছি, তাদের মধ্যে অনেক বিখ্যাত মিউজিসিয়ানরাও ছিল। কিন্তু সত্যি বলতে কি, এই গানটা আমি আর কারো গলায় কল্পনা করতে পারি না

  • @simantamondol7473
    @simantamondol7473 Рік тому +2

    একজন ভালোবাসার মানুষ আছে.....যাকে ফেলে এসেছি আমার প্রিয় শহর রাজশাহীতে... শেষ বেলায় ভালোবাসার কথা বলতে চেয়েও... না বলে চলে এসেছি... হয়তো একদিন ভালোবাসার দাবী নিয়ে তার সামনে হাজির হবো...। সঞ্জীবদার অদ্ভুত মায়া আছে....শতবার শুনলেও ফুরোবে না

  • @marziamahzabin3980
    @marziamahzabin3980 Рік тому +8

    একজন প্রিয় মানুষের মুখ থেকে প্রথম গানটি শুনি। আশ্চর্য্যরকম ভাবে তখনই চোখ থেকে পানি পড়ে যায়। এরপর এসে ইউটিউবে সার্চ করি। শুনতে থাকি। কিন্তু তবুও সেই প্রিয় মানুষটির কন্ঠে শুনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। ফোন করলে প্রথমেই শুনতে চাইতাম। আস্তে আস্তে দিনগুলো অতীত হয়ে গেলো। আজ সেই প্রিয় মানুষটিও নেই। নেই বলতে আগের মতো মতো নেই আর এ গানও আর খুব একটা শুনা হয় না। সে-ই যে প্রিয় মানুষ! তার সাথে কথা হচ্ছে এখন। এইদিকে চোখ ফুলে গেছে, মাথা ভার হয়ে আছে। সাথে গানটাও প্লে করলাম। জীবনটা কেনো এমন? সমাজ! সংসার... শব্দগুলো যদি না থাকতো তবে আমরা ভালো থাকতাম। তারা কেউ আমাদের ভালো থাকতে দিলো নাহ্🙂

  • @luazfaisalkhan1052
    @luazfaisalkhan1052 3 роки тому +91

    Hello young generation don’t let this master piece fade away with time. Please love and listen...

    • @arisha_rowshan
      @arisha_rowshan 2 роки тому +1

      Loving this and listening this regularly. I wish it was a song of our generation.

  • @muradhossain954
    @muradhossain954 2 місяці тому

    তার প্রতি কোনো অভিযোগ নেই। শুধুই আছে অফুরন্ত ভালোবাসা আর দোয়া। ভালো থাকুক আমার ভালোবাসা এবং সবার ভালোবাসার মানুষ গুলো ❤

  • @avronilshahin9194
    @avronilshahin9194 Рік тому +1

    বলার অপেক্ষায় আছি এখনো খুঁজছি সেই তোমাকে।এই গভীর রাতে জেগে শুনছি তাই স্মৃতি রেখে গেলাম। ভালোবাসা থাকুক অমলিন। ❤️

  • @SimonMohaimin
    @SimonMohaimin 5 років тому +18

    আহা! কি দরদ মাখা কথাগুলো।
    আহা! কি সুন্দর কন্ঠের কারুকাজ।
    এইগান সবসময় প্রিয় এর তালিকায় থাকবে। সময় চলে যাচ্ছে কত শত, স্মৃতিগুলো তবুও কত অমলিন।

  • @MrX-cp8bo
    @MrX-cp8bo 3 роки тому +5

    মুক্তি দিয়েছি তোমায়।
    তুমি বাস্তববাদী আর আমি আবেগী😊। ভালো থেকো সব সময়💜💜

  • @ummefatimamonim7372
    @ummefatimamonim7372 9 місяців тому +3

    Legend never dies.. Sanjeeb da ❤️

  • @emranakash5785
    @emranakash5785 8 місяців тому +2

    আপনার ১৬ তম মৃত্যুবার্ষীকীতে আপনার প্রতি রইলো আমাদের শ্রদ্ধা ভালো থাকবেন ওপারে দাদা।

  • @sheikhsumaiyasrabonti
    @sheikhsumaiyasrabonti 3 роки тому +12

    এত সুন্দর!সব অপ্রাপ্তি গুলো হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠলো যেন!

  • @garmentswelfare
    @garmentswelfare 5 років тому +97

    খুব প্রিয় একটা গান....! সবসময় শুনি..! বারবার শুনি..! আজ হঠাৎ কমেন্ট করেই ফেললাম..! ❤

  • @kaziraisulislam3380
    @kaziraisulislam3380 4 місяці тому

    Nostalgic.
    Great bappa vi sanjib dada❤ ভালো থাকুক প্রিয় মানুষটি ❤

  • @APURBAHALDER98
    @APURBAHALDER98 5 місяців тому +1

    বহুদিন পর গানটা নির্জনে শুনলাম, শীতল নদীর জল যেন গানের শব্দগুলো
    ভালো থাকুক সকলেই

  • @bulbulahmed668
    @bulbulahmed668 7 років тому +75

    মানুষ হারিয়ে যায়, সবাই হারাবে ১ দিন, অদ্ভুদ নিয়ম!

  • @silviamayeshahoque4589
    @silviamayeshahoque4589 Місяць тому +1

    Living I Germany.... yes lost of someone of u love is painful than u could express.........

  • @rakiburrahaman9981
    @rakiburrahaman9981 Рік тому

    অসাধারণ কথা অার সুরের মূর্ছনায় সঞ্জীবদার এই গাণটি অামাদের মনপুত হয়েছে। এই গাণ হাজার বছর বাঁচুক!

  • @tzaman2120
    @tzaman2120 2 роки тому +15

    Dada, in 1988 I had that opportunity to be introduced with you. At that time I just completed my first year honours in Dhaka University. I couldn't realise your talent, your capability. Your modesty, your simplicity misguided us.
    I couldn't sing well, still I can't. Just liked gather with the people of Sangskritee Sangsad. After finishing my masters I left campus I got a job, started a different part of my life, but once I saw poster of Dolchhut. Once I saw your TV programme. I felt very happy that once this Sanjib da called me didi. I am the only person who was addressed by you tui.

  • @showkatchowdhury1573
    @showkatchowdhury1573 2 роки тому +6

    এই সেইদিন শিল্পকলার মঞ্চে হেলেদুলে গাইছেন, শ্রোতারাও দোলছেন হাত নেরে। অবাক গায়কি,চিরন্তন আবেদন। ✍️♥️ সব কোথায় হারিয়ে গেলো।তবুও গান টা শুনি।

  • @comzwithpiash3165
    @comzwithpiash3165 4 місяці тому +8

    আহ্ কি যে মায়া আছে এই গানে! যত বার শুনি মনটা থমকে যাই। রেখে গেলাম আমার ক্ষুদ্র একটি কমেন্ট। যতবার লাইক পাব, ততবার শুনব আর তত বার এক মুহূর্তের জন্য থমকে যাবো❤

  • @mbkhan7079
    @mbkhan7079 Рік тому +4

    বিবর্ণহীন এই কান্নার শব্দ না পৌছাক তোমার কানে, শতাব্দীর পর শতাব্দী থেকেই যাবো তোমাতে....😊

  • @lalanatanchangya9571
    @lalanatanchangya9571 7 років тому +332

    এই গানের কথাগুলোর মাঝে কি এক অদ্ভুত , অজানা কষ্ট লুকিয়ে আছে, চোখের জল সামলানো দায়!

    • @mahabubrahman4721
      @mahabubrahman4721 7 років тому +2

      Lalana Tanchangya হা ভাই

    • @Thdctg
      @Thdctg 6 років тому

      gan tar frist singer k

    • @iislamsyed7902
      @iislamsyed7902 6 років тому +2

      Lalana Tanchangya সত্যিই কি অসাধারণ

    • @iislamsyed7902
      @iislamsyed7902 6 років тому +3

      সত্যিই অসাধারণ একটি গান মনে পড়ে গেল অনেক ফেলে আসা সেই দিনগুলো

    • @girlkingstanjum7087
      @girlkingstanjum7087 6 років тому

      Lalana Tanchangya !!

  • @carlostevez7170
    @carlostevez7170 5 років тому +89

    এটাই সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গান!!!
    Certainly!! Best song, best lyrics, best melody, best rhythm, everything....
    Incomparable.... 😍😍😍

  • @tanvenantopu4692
    @tanvenantopu4692 Рік тому +801

    ৪ বছর রিলেশন এর পর আজ সে অন্য একটি ছেলেকে বিয়ে করেছে। এখন রাত ১ টা ১১। সে এখন অন্যের বুকে মাথা রেখে আছে। আর আমার চোখ থেকে অনবরত পানি ঝরছে। ভালো থাকুক প্রিয় মানুষ গুলো 💙💙💙

  • @mahfuzanasrinboby5977
    @mahfuzanasrinboby5977 Рік тому +4

    অপ্রাপ্তিতেই আসল প্রেম, প্রাপ্তিতে ভালোবাসা হারিয়ে যায়...

  • @AshikulHoque-
    @AshikulHoque- 2 роки тому +73

    আলহামদুলিল্লাহ, আমি সঠিক দরজায়ই কড়া নেড়েছিলাম🥰।
    এখন দীর্ঘ রাত দুটো মন এক সাথে পার করে দেই✌️

    • @masumiqbal7314
      @masumiqbal7314 5 місяців тому

      Lucky

    • @muradhossain954
      @muradhossain954 2 місяці тому +1

      এই পৃথিবীর অল্প কিছু ভাগ্যবান দের মাঝে আপনারা দুজন অবশ্যই আছেন। আপনারা যেনো বাকি জীবন হাসিখুশি সুন্দর ভাবে অতিবাহিত করতে পারেন, এই দোয়া করে গেলাম আপনাদের দুজনের জন্য। ভালো থাকবেন। ❤

    • @IsmamaSawda
      @IsmamaSawda 2 місяці тому

      Purnota pak Sokol valobasa