Metrolife | Tumi Theke Jao | Official Music Video

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 599

  • @AshesBangladesh
    @AshesBangladesh 2 дні тому +49

    এই গান মাটির পুতুলের মতো ❤

    • @metrolife_music
      @metrolife_music  2 дні тому +12

      শহরের পুতুলদের তরফ থেকে ভালোবাসা রইল প্রিয় এশেজ❤️

    • @HasibKhan-kz9sc
      @HasibKhan-kz9sc День тому +1

      কলিজার ব্যান্ড Ashes ❤

  • @metrolife_music
    @metrolife_music  4 дні тому +78

    Lyrics:
    তুমি থেকে যাও, থাকেই উদাস দুপুর যেমন,
    রয়ে যাও, হয়ে দেয়ালের যত গ্রাফিতি-লিখন,
    ফেলে যাও ঘরের কোণায়-উঠোনে সব দুখ,
    তুমি বয়ে যাও, তীরভাঙা কোনো নদীর মতো
    সয়ে যাও, স্মৃতির আগুনে পোড়ার ক্ষত
    ফিরে চাও, একটু দেখি সে মাটির পুতুল-মুখ!
    তুমি উড়ে যাও, যেমন ওড়ে ভিনদেশী বুনো মেঘ,
    তুমি ফেলে যাও, বুকের শোকেসে জমানো আবেগ!
    তুমি নিয়ে যাও, দু'হাত ভর্তি সোডিয়ামের আলো,
    তুমি থেকে যাও, বেসে যাও শুধু এই আমাকেই ভালো!
    তুমি রয়ে যাও, ক্ষয়ে ভেঙে পড়ে রেলিঙের তার
    দেখে যাও, কেমন সে অভিমানের পাহাড়
    পুষে যায়, মরে যায় তবু তার ফিরে ফিরে আসা,
    তুমি রয়ে যাও, হারমোনিয়ামে হলদেটে রিডে
    রেখে যাও আঙুলের ছোঁয়া, সায়ানাইডে
    করে যাও, করে যাও খুন আধখাওয়া ভালোবাসা
    তুমি গেয়ে যাও, মায়ার বাঁধন-শেকল ভাঙার গান
    তবু রেখে যাও, বাতাসে তোমার বিষাদমাখা ঘ্রাণ!
    তুমি নিয়ে যাও, দু'হাত ভর্তি সোডিয়ামের আলো,
    তুমি থেকে যাও, বেসে যাও শুধু এই আমাকেই ভালো!

    • @MarufUday
      @MarufUday 4 дні тому

      বেসে যাও শুধু এই আমাকেই ভালো ❤

    • @BristyAkter-rl6xz
      @BristyAkter-rl6xz 4 дні тому

      অসাধারণ ❤

    • @mdnazrul-p3m
      @mdnazrul-p3m 4 дні тому

      Tmi rekhe jao Na r alo........😢😢😢😢

    • @sajibchanda1473
      @sajibchanda1473 4 дні тому

      তুমি নিয়ে যাও, দু'হাত ভর্তি সোডিয়ামের আলো,
      তুমি থেকে যাও, বেসে যাও শুধু এই আমাকেই ভালো!❤

    • @kibriakaderi8956
      @kibriakaderi8956 2 дні тому

      তীরের মতো বিধে প্রতিটা শব্দ। Long live metrolife 🤍🫶🏻

  • @ziaurrahmanziabd
    @ziaurrahmanziabd 2 дні тому +9

    খুব সুন্দর ❤। শিরোনামহীনের পক্ষ থেকে ভালোবাসা রইলো

    • @metrolife_music
      @metrolife_music  2 дні тому

      ভালোবাসা রইল কাপ্তান!

  • @moklasurmanik1757
    @moklasurmanik1757 4 дні тому +59

    কেউ কি থাকে! নীড়ে না ফেরা বোহেমিয়ান এর মতো ভুলে যায় একদিন সবকিছু।আসলে কেউ থাকে না - কাউকে রাখতে পারি না আমরা।

  • @Shaiksalekin
    @Shaiksalekin День тому +7

    এখন আর সোডিয়ামের আলো খুঁজে পাই না, LED বানায় ফেলসে। Thank you Mettolife কেন জানি একটু মন খারাপ হয়ে গেল।

    • @metrolife_music
      @metrolife_music  День тому

      কৃতজ্ঞতা প্রিয় সালেকিন ভাই❤️

  • @parthasarathisaha3059
    @parthasarathisaha3059 2 дні тому +6

    বাংলাদেশের বেশিরভাগ ব্যান্ড গুলোই প্রেমের বিষাদ নিয়ে গান তৈরি করে ।কিন্তু আপনাদের গান গুলোর মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে যেগুলো এই ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি দূর করে বাঁচার আশ্বাস দেয় বারবার।

  • @Kohinoor-yb8tg
    @Kohinoor-yb8tg 2 дні тому +5

    গানটা কাল রাত থেকে লুপে দিয়ে অনবরত শুনছি। এত সুন্দর কেন! কানে এত আরাম আর মনে বেদনায় ভরিয়ে তুলে।

  • @LunaElma-fp6he
    @LunaElma-fp6he День тому +3

    আমরা সময়ে বুঝি না , অথচ সে চিরকাল রয়ে যায় বুকের গহীন গভীরে। এভাবে ই ভালোবাসা বেঁচে থাকে।

  • @mmstfz
    @mmstfz День тому +4

    ব্যাস, এটাও থেকে গেলো প্রিয় প্লে লিস্টে৷

  • @ZabeerRafiq
    @ZabeerRafiq День тому +3

    তুমি থেকে যাও ভেসে যাও শুধু এই আমাকেই ভালো ❤️(Love you metrolife ❤️)Well done Ashraf Bhai ❤️

  • @AlAnan-qy1eb
    @AlAnan-qy1eb 4 дні тому +4

    কনকনে শীতের ভিতরে হাতে একটা সিগারেট নিয়ে বসে গানটা শুনছিলাম। হটাৎ করে দেখি গানটা শেষ হয়ে গেলো। গানটা শুনতে শুনতে আরেক জগতে চলে গেছিলাম। এসব গান গুলা ভাইরাল না হোক। শুভকামনা রইল প্রিয় মেট্রোলাইফ❤

  • @AnanyaKairy
    @AnanyaKairy 4 дні тому +4

    তুমি নিয়ে যাও, দু'হাত ভর্তি সোডিয়ামের আলো,
    তুমি থেকে যাও,বেসে যাও শুধু এই আমাকেই ভালো❤

  • @Redme11s
    @Redme11s 3 дні тому +4

    মেট্রোলাইফ - প্লিজ হারিয়ে যেয়েন না আপনারা। এই প্রজন্মের আবেগ বা ভালোবাসা প্রকাশের একটা ব্যান্ড হয়ে থাকুন।

  • @shahmiraj5716
    @shahmiraj5716 2 дні тому +5

    তুমি গেয়ে যাও, মায়ার বাঁধন শিকল ভাঙ্গার গান তবু রেখে যাও বাতাসে তোমার বিষাদ মাখা ঘ্রাণ।
    This lyrics break's my heart💔
    ভালোবাসা অবিরাম ❤

  • @anindyabhattacharjee4989
    @anindyabhattacharjee4989 4 дні тому +3

    তুমি থেকে যাও❤️
    Again Goosebumps Lyrics as always from Metrolife 💥

  • @MehediHasan-mj3gu
    @MehediHasan-mj3gu 3 дні тому +5

    কেউ থেকে যেতে আসে আর কেউ চলে যেতে আসে😢তবু্ও বলব তুমি থেকে যাও❤।মেট্রলাইফ মানেই অন্যরকম অনুভূতি।মেট্রলাইফ মানেই গোধূলির পূর্ণতা 🥰

  • @AfsanaSarker
    @AfsanaSarker 2 дні тому +5

    সবই হারিয়ে যায়
    তবু কিছু থেকে যায়...

  • @jakariaaffan8304
    @jakariaaffan8304 День тому +2

    শাহিদা....তুমি অনেক দূরে, তবুও থেকে যাও😞

  • @nusratpriyota4233
    @nusratpriyota4233 2 дні тому +3

    প্রিয় মেট্রোলাইফ, এমনই থেকো 🤍
    এমন গান দিও আরো শত সহস্র বছর 🌻

  • @knightofknives
    @knightofknives 4 дні тому +2

    Dear Metrolife,
    From "Tomra Jedin Shohore Ashbe" to "Tumi Theke Jao",I have always found something that I didn't know I had been missing.Something like the cool shadow on a hot summer noon,or like the warm sunlight on a cold winter morning.Something soothingly nostalgic like the sunset,yet something full of hope like the sunrise.
    Thanks beloved Metrolife,for coming up with the lyrics that healed and will continue to heal many souls like me.🤍

    • @metrolife_music
      @metrolife_music  4 дні тому

      These words mean a lot to us! Stay tuned always! ❤️

  • @Mamun6730
    @Mamun6730 2 дні тому +3

    ওয়াও,
    একরাশ মুগ্ধতা নিয়ে স্তব্ধ হয়ে ছিলাম পুরোটা সময়।

  • @Dipan_Majumder
    @Dipan_Majumder 3 дні тому +3

    Ek kothay just darun.. pray 3 bochore dhore metrolife k shunchi, prothome jantam na eta ekta bangladeshi band. Egiye jao tomra ❤️❤️❤️

  • @mohan46JU-j7v
    @mohan46JU-j7v 4 дні тому +2

    আহা!
    জাবির এইম এইচ রোড, টিএসসি, ক্যাফেটেরিয়া আর এতো সুন্দর একটা গানের কম্বিনেশন! নস্টালজিয়া! ❤️

  • @DhruboRoyArko-c5w
    @DhruboRoyArko-c5w 4 дні тому +3

    আপনাদের প্রত্যেকটি গান
    চির অমলিন হয়ে থাকবে 🥰

  • @ortheesarkar6890
    @ortheesarkar6890 4 дні тому +3

    চাইলেই থেকে যাওয়া যেত
    রেখে যাওনি কিচ্ছুই
    নিয়ে গেছো তোমার ভালোবাসায় রাঙানো আমার পৃথিবী
    দিয়ে গেছো এক আকাশ সমান যন্ত্রণা
    প্রাক্তনকে উৎসর্গ করলাম (নাজিফা)

  • @springlebard88.1
    @springlebard88.1 День тому +2

    জানি না সে থাকবে কিনা
    জানি না সে ভালোবাসবে কিনা
    তবুও বদ্ধ ঘরে একা একা গেয়ে যাবো ,
    তুমি থেকে যাও,
    তুমি রয়ে যাও ...

  • @wanderersantosh001
    @wanderersantosh001 3 дні тому +3

    তুমি আহত এক যোদ্ধার বুকে বেচে থাকা এক মেঘফুল মেট্রোলাইফ ☘️ ভালোবাসা অবিরাম 💚

  • @GolpoOfficial
    @GolpoOfficial День тому +3

    শুভেচ্ছা নতুন গানের জন্যে প্রিয় মেট্রোলাইফ❤️

  • @shakilahmed2588
    @shakilahmed2588 4 дні тому +6

    সবাই চলে যায়। যেভাবে চলে যায় শুভ্র মেঘের দল, যেভাবে চলে যায় ছোট্ট মাছরাঙা, সবুজ ট্রেন, আকাশের বুক চিড়ে অহংকারী এরোপ্লেন।

  • @golporohossobd
    @golporohossobd День тому +3

    তুমি উড়ে যাও, যেমন ওড়ে ভিনদেশী বুনো মেঘ,
    তুমি ফেলে যাও, বুকের শোকেসে জমানো আবেগ!

  • @h-uo5gl
    @h-uo5gl 4 дні тому +3

    পাহাড়ের মতো শ'ক্ত হতে গিয়ে, ভেতরে ভেতরে 'নদীর মতো' ভে'ঙ্গে যাচ্ছি তোমার শূন্যতায়।😊💔

  • @kibriakaderi8956
    @kibriakaderi8956 2 дні тому +2

    নামডাক ওয়ালা কতো ব্যান্ডের কতো আর্টিস্টের সাথেই তো মানুষ ছবি টবি তোলে। আমার অত শখ নেই ভাই। কিন্তু মেট্রোলাইফের কয়েকটা মানুষের সাথে দেখা করার প্রবল ইচ্ছা আছে 🙏🏻
    প্রতিটা গান শুনলে মনে হয় আমার জন্যেই বানানো।
    Thank you,Thank you for existing you guys 🫶🏻🙏🏻

    • @metrolife_music
      @metrolife_music  2 дні тому

      ভালোবাসা রইল, নিশ্চয়ই একদিন দেখা হবে আমাদের!

  • @afrintithi1369
    @afrintithi1369 3 дні тому +2

    অসম্ভাব্য অসমাপ্তে আলাদা হয়েছিলাম আমরা, কিংবা মেনে নিয়েছিলাম নিজেদের নিয়তি। তোমায় যদি এখনো দেখি, দেখি তেপান্তরের ওপারে। সুখ পাখিদের গুনগুনিয়ে গান হোক সেখানে, এই শুভকামনাই থাকলো শুভাকাঙ্ক্ষী হয়ে।

  • @mdrakibulhasanrana2420
    @mdrakibulhasanrana2420 2 дні тому +4

    তুমি থেকে যাও, যেমন থাকে জন্মদাগ 🫠❤️‍🩹

  • @Ripan_jnu
    @Ripan_jnu 4 дні тому +2

    তথাকথিত ব্যস্ততার আড়ালে শুক্রবার সন্ধ্যার অবকাশ ভুলেই গিয়েছিলাম। আজ এখন রাত 1 টা বেজে 9 মিনিট, লাইব্রেরী থেকে ফিরে রুম এ কম্বলের নিচে ইউটিউব ওপেন করতেই হোম স্ক্রিন এ প্রিয় মেট্রোলাইফ♥️.

  • @KrishnenduKDG
    @KrishnenduKDG 3 дні тому +2

    শত কিছু না পাওয়ার অথবা পেয়েও হারিয়ে ফেলার জীবনে, যেখানে শত পাওয়ার আশা গিয়ে সমায়িত হয়ে কিছু মন কে ভেঙে চুরমার করে দেওয়া প্রত্যাখ্যানে, সেখানেই এক ফালি আশার আলো হয়ে থেকে যেও মেট্রোলাইফ..
    তুমি থেকে যাও..

  • @sholovahmed
    @sholovahmed 3 дні тому +3

    বোহেমিয়ান সময়ের মতো মানুষও হারিয়ে যায়, রেখে যায় কিছু অদৃশ্য দাগ, যা শুধুই অনুভবের 🕊️

  • @shahadatsohel6089
    @shahadatsohel6089 2 дні тому +3

    নাহ, তুমি হারিয়ে যাও..অনেক দূরে......

  • @HasibKhan-kz9sc
    @HasibKhan-kz9sc День тому +3

    প্রিয়___তুমি ছলনা না করলে আমি এত সুন্দর একটা গান শোনার সৌভাগ্য হতো না ভালোবাসা অবিরাম প্রিয় ব্যান্ড মেট্রোলাইফ এর সকল সদস্যদের ❤❤❤❤

  • @mdshahinalam5157
    @mdshahinalam5157 4 дні тому +3

    Vai onk sondur gaan

  • @mahammudmahialvi6531
    @mahammudmahialvi6531 2 дні тому +4

    Wooooooooow ki chilo etaaa?
    Deserve 1 M +
    Love from my Soul ❤

  • @farhanisrak1702
    @farhanisrak1702 4 дні тому +2

    আহহহ কতটা আবেগ নিয়ে লেখা ও গাওয়া এই গানটা…
    ইশশ সে যদি থেকে যেতো,শুধু বাসতো এই আমাকে ভালো…

  • @AbidAhmedSadik
    @AbidAhmedSadik День тому +3

    সে ছেড়েই যাবে...থেকে যাবার জন্য কোনো কারণ নেই আমার কাছে... 💞

  • @Nawshat-x3
    @Nawshat-x3 4 дні тому +3

    মেট্রোলাইফ শুনো, বাতাসে তাহার বিষাদমাখা ঘ্রাণ নিয়েই আজ তিনবছর অতিবাহিত করে দিছি এবং জানি এভাবেই পাড়ি দিতে হবে অনন্তকাল! অথচ সেখানে তাহার চুলের ঘ্রাণ আমৃত্যু আমার হওয়ার কথা দিয়েছিলো!!
    🌷

  • @adamit9610
    @adamit9610 День тому +2

    তুমি থেকো যাও🙂,,,,শুধু কি ভালোবাসার মানুষেরাই থেকে যেতো হবে...?

  • @muhammad_shakil_ii
    @muhammad_shakil_ii 4 дні тому +2

    আমাদের নিঃসঙ্গতার মেলা মেট্রোলাইফ ভালো করেই ধরতে পারে, বুঝতে পারে। সেজন্যই বারবার এই গানগুলো নিয়া আসে আমাদের মাঝে। সত্যিই দারুণ গান! ❤️

  • @aniikzaman
    @aniikzaman День тому +2

    গানটিতে অন্যরকম এক মায়া আছে।❤

  • @omorfarukraja757
    @omorfarukraja757 День тому +3

    সে থাকতে চায়,রাখতেও চাই।
    জন্মদাগের মতো।😊

  • @raqibulalam9299
    @raqibulalam9299 День тому +2

    সে থাকলো না। ১৬ মে এর পর থাকে আমি আর পায়নি। কত্তো কত্তো শূন্যতা।
    তুমি থেকে যাও আমার হৃদয়টা জুড়ে

  • @faiazmugdho8554
    @faiazmugdho8554 4 дні тому +2

    Metrolife = অবিরাম ভালবাসা ❤

  • @Mr.kira2005
    @Mr.kira2005 4 дні тому +1

    প্রিয় মেট্রোলাইফ, ভালোবাসা রইলো......❤️
    সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষ বার
    তারপর হয়ে যায় ফ্যাকাসে ❤️

  • @DrAnwesha
    @DrAnwesha День тому +2

    তুমি থেকে যাও রূপ...❤

  • @sajidulhaque8727
    @sajidulhaque8727 День тому +2

    Metrolife never dissapoints..💝

  • @shyamkana9160
    @shyamkana9160 День тому +3

    আরেকটা সোমবার। শীতকাল। এত এত ব্যস্ততায় ডুবে যাওয়ার আগে লেপ আঁকড়ে পড়ে থাকার মতন করে চাইছি সেও থেকে যাক। শেষ অবধি।

  • @mdfahimrana2543
    @mdfahimrana2543 3 дні тому +2

    অন্যতম পছন্দের একটি ব্র‍্যান্ড মেট্রোলাইফ ❤

  • @the_risingtrader
    @the_risingtrader 17 годин тому +1

    A gem ..love from Kolkata ❤❤❤

    • @metrolife_music
      @metrolife_music  17 годин тому

      ভালোবাসা রইল এপার বাংলা থেকে

  • @ummahaniritu7521
    @ummahaniritu7521 4 дні тому +1

    তারপরও তারা থেকে যায়না..
    রয়ে যায় শীতের বিষন্ন সন্ধ্যা, কাপভর্তি চা আর এত মায়ামাখা কিছু লিরিক্স 💙

  • @dishabag5034
    @dishabag5034 2 дні тому +3

    মনে থেকে যাওয়ার মতো কিছু গান এর তালিকায় যোগ হলো এই গানটি। ❤

  • @AnikatasnimeSneha
    @AnikatasnimeSneha 2 дні тому +3

    তুমি থেকে যাও..
    বেসে যাও শুধু এই আমাকেই ভালো🤍

  • @nisadhimu
    @nisadhimu 4 дні тому +1

    অবাক লাগে প্রেমিকার জন্য ও বোধহয় এত অধীর হয়ে অপেক্ষা করি নি কখনও এই প্রথম বার একটা গানের জন্য অপেক্ষা করেছি প্রায় ৫ দিন। অসাধারণ গান অসাধারণ সৃষ্টি ❤

  • @asifsharkerhridoy6898
    @asifsharkerhridoy6898 День тому +2

    সময় , মানুষ সবই চলমান।
    শুধু তার আগমনেই মনে হয় সময় স্তব্ধ হয়ে যায় ।
    আবার তার বিদায়ী রীতির বেলায় সময় স্তব্ধতার জড়তা ভেঙে চলে আসে।
    তাহলে তার আর আমার স্মৃতির বিদায়ী রীতি কেন আসছে না?😔

  • @shonkar1538
    @shonkar1538 2 дні тому +3

    বাহ মনটা কেমন হালকা লাগতে শুরু করলো!💛

  • @choyankumar5275
    @choyankumar5275 4 дні тому +1

    Metrolife ❤
    প্রতিনিয়ত মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে।
    দ্বিপ্রহর এর পরে এটাও অসম্ভব ভাললাগলো, আগেও প্রতিটা গানও অসম্ভব সুন্দর, প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি।
    ভালবাসা অবিরাম 💕

  • @RD-dl5xr
    @RD-dl5xr 3 дні тому +2

    এই গানটা আজ আমার জন্য অবিশ্বাস্য রকমের প্রাসঙ্গিক! মনে হচ্ছে আমার জন্যেই লেখা হয়েছে এটা... ❤️

  • @MdRobiulIstiyak
    @MdRobiulIstiyak 3 дні тому +3

    আমাদের পুনরায় দেখা হোক,
    কোনো এক বাদলের দিনে।
    রিমঝিম বৃষ্টিতে আগের মতো,
    উল্লাস করে ভিজবো দুজনে।

  • @tanjim__official
    @tanjim__official 3 дні тому +2

    দু'হাত ভর্তি সোডিয়ামের আলো🖤
    সুন্দর❤️

    • @metrolife_music
      @metrolife_music  3 дні тому

      ❤️❤️

    • @tanjim__official
      @tanjim__official 2 дні тому

      @@metrolife_music I've listened this song almost 50 times...
      Really heartouching🤍🖤

  • @AbirAlMahmudKhan
    @AbirAlMahmudKhan 4 дні тому +1

    আহহ শান্তি, শীতের সন্ধ্যায় মেট্রোলাইফ

  • @NikhilMarma-y7z
    @NikhilMarma-y7z 3 дні тому +2

    সে নেই,, তবু আনমনা হয়ে বলে ফেলি তুমি থেকে যাও।
    কল্পনার বিশাল সীমানা জুড়ে রয়ে যাও,

  • @Luminoso93
    @Luminoso93 4 дні тому +1

    মনের মত গান একটা। মেট্রোলাইফ কখনোই আমাকে হতাশ করে না। গুড লাক ব্রাদারস।

  • @mhshuvoofficial3682
    @mhshuvoofficial3682 День тому +2

    Valobasa Roilo priyo metrolife❤❤

  • @shasomratsardar9146
    @shasomratsardar9146 День тому +4

    পৃথিবীর কারো পায়ে ধরে পরাশক্তি কোন দেশের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আমি ফিরিয়ে দিতাম,
    কিন্তু তার ভালোবাসা পাওয়ার জন্য তার পায়ে ধরেও আশ্রয় পাইনি তার মনে.....তারা কেউ থাকে না, সবাই চলে যায়, তারা চলে যাবে এটা যেনো মৃত্যুর মতই সত্যি,
    আমি তবুও তাকে ভালোবাসি এটা যেনো ইবাদতের মতই শান্তি💔

  • @topu1225
    @topu1225 3 дні тому +2

    মেট্রো লাইফ আপনারা অন্যান্য ব্যান্ডের মত হারিয়ে যাইয়েনা গান গুলো আসলেই অনেক সুন্দর অনেক আগের অতীতকে মনে করিয়ে দেয়

  • @rakeshdas5653
    @rakeshdas5653 4 дні тому +2

    ভালোবাসি পছন্দের প্রিয় মেট্রোলাইফকে ❤️❤️❤️💥💥💥 লিরিক্স & সুর অসাধারণ 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @mahmudreshad
    @mahmudreshad 4 дні тому +2

    অবশেষে অনেক অপেক্ষার পর❤
    অসাধারণ,মেট্রোলাইফ👏❤

  • @NahidHasanOfficialYT
    @NahidHasanOfficialYT 2 дні тому +2

    অসাধারণ লিরিকের গান। মেট্রোলাইফের জন্য শুভকামনা সবসময়ই ❤️

  • @rabbeabir5721
    @rabbeabir5721 4 дні тому +2

    অবশেষে অনেক অপেক্ষা পর, অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, ❤️

  • @meherabahmed9924
    @meherabahmed9924 4 дні тому +2

    Take love metrolife🥺❤️

  • @AntorSikder-nx6cg
    @AntorSikder-nx6cg 2 дні тому +3

    মুগ্ধকর ❤

  • @akashghosh-028
    @akashghosh-028 4 дні тому +1

    সবাই দিনশেষে চলেই যায়, কেউ কি আর থাকে, শেষ বেলায় না আমরা সবাই একা, এই একাকিত্বর মাঝে অক্সিজেন যোগান দেয় মেট্রোলাইফ। ❤

  • @TanvirAhmed-b1m
    @TanvirAhmed-b1m 4 дні тому +1

    সারাদিন অনেক বিষন্নতায় কেটেছে
    মাঝরাতে ইউটিউবে এসে দেখলাম একটা মেডিসিন আপলোড দিছে প্রিয় মেট্রেলাইফ❤️

  • @ExCA-tq8sx
    @ExCA-tq8sx 3 дні тому +3

    Just, Amazing!

  • @rubaiat1971
    @rubaiat1971 День тому +2

    তুমি থেকে যাও...

  • @footballwithnasim
    @footballwithnasim 4 дні тому +3

    ভালোবাসি মেট্রোলাইফ ❤

  • @sonjoykumar1041
    @sonjoykumar1041 День тому +2

    আত্মা ঠাণ্ডার অনুভূতি ❤

  • @MojumderFromItaly
    @MojumderFromItaly 4 дні тому +2

    Ufff hit

  • @MIRRORCASTLE-OFFICIAL
    @MIRRORCASTLE-OFFICIAL 3 дні тому +2

    Lots Of Love from MIRROR CASTLE 💚💚💚

  • @qazifahad1326
    @qazifahad1326 2 дні тому +3

    তোমরা কি আর থেকে যাও! আমাদের থাকে শূন‍্যতা, ব‍্যর্থতা আর গ্লানি। আমাদের সন্ধি হয়না আপনার সঙ্গে, তোমাদের হয় জীবন। তোমরা বড়ই অদ্ভুত, তোমরা অতিথি, আর আমরা পড়ি অতিথির প্রেমে।

  • @EnomIslam-n8o
    @EnomIslam-n8o 3 дні тому +3

    তুমি গেয়ে যাও, মায়ার বাঁধন-শেকল ভাঙার গান
    তবু রেখে যাও, বাতাসে তোমার বিষাদমাখা ঘ্রান!

  • @mahmudulemon9482
    @mahmudulemon9482 2 дні тому +3

    দ্বিপ্রহর শুনতে শুনতে যার কাছাকাছি ছিলাম
    আজ তুমি থেকে যাও শুনতে শুনতে তার থেকে দূরে
    জীবিকার তাগিদে কাগজের নোট জমা করার জন্যে তার থেকে কয়েকশো মাইল দূরে আছি,
    আমাদের আবার দেখা হবে চিরচেনা নগরীতে
    তার আগে মেট্রলাইফ এর শেখানো ভাষাতেই বলি," তুমি থেকে যাও "

  • @ayellowfirefly
    @ayellowfirefly День тому +2

    কবিতার মতো সুন্দর ❤

  • @tanvirfaisal2273
    @tanvirfaisal2273 3 дні тому +3

    তুমি থেকে যাও, গেয়ে যাও শুধু এই সুর গুলো। 😊

  • @mortoza_mithu
    @mortoza_mithu 4 дні тому +2

    শীতের নিষঙ্গতা বাড়িয়ে দেওয়ার মতো গান

  • @Md.RakibulHasan-s2y
    @Md.RakibulHasan-s2y 17 годин тому +1

    চমৎকার চমৎকার

  • @Nawshat-x3
    @Nawshat-x3 4 дні тому +1

    আমার জীবনের সাথে শীতের অতিথি পাখিদের খুব মিল। তারা আসে কোন এক সিজনে, কিছু স্মৃতি রেখে আবার চলে যায়!
    সবশেষে কেউ থাকেনি দুঃখ ছাড়া!:)

  • @Sourov424
    @Sourov424 4 дні тому +2

    Love From heart metrolife ❤❤

  • @turnradioon9563
    @turnradioon9563 4 дні тому +1

    Onek Valo hoyeche Team Metrolife, keep going ❤

  • @AbdullahAbuShahed
    @AbdullahAbuShahed 4 дні тому +1

    আসলেই কেউ থাকেনা,,😢
    ভালোবাসা অবিরাম মেট্রোলাইফ❣️...

  • @TheUniqueLtd75
    @TheUniqueLtd75 3 дні тому +2

    তুমি থেকে যাও, আমার শরীর জুড়ে। তুমি রয়ে যাও, আমার একান্ত শহরে।

  • @SudiptoAofficial
    @SudiptoAofficial 2 дні тому +2

    সুন্দর ও স্নিগ্ধ 💙

  • @nextmajbah6969
    @nextmajbah6969 4 дні тому +2

    মেট্রোলাইফ এর গান মানেই শান্তি ❤