ভুটান বেড়াবার সম্পূর্ন্য তথ্য | টুরিস্ট ট্যাক্স (SDF) কত? Documents | Phuentsholing to Thimphu

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 717

  • @explorershibaji
    @explorershibaji  Рік тому +44

    ৬ থেকে ১২ বছরের ভারতীয় বাচ্চাদের জন্য SDF ৬০০ টাকা প্রতিদিন, ৬ বছরের নিচের বাচ্চাদের SDF লাগবে না। ভারতীয় ছাড়া অন্য যেকোনো দেশের নাগরিক হলে ৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ৫০ ডলার, ৬ বছরের নিচে বাচ্চাদের SDF ফ্রী, Permit অনলাইন এও এপ্লাই করতে পারেন, নিচের লিংক এ।
    www.doi.gov.bt/
    ওয়াং চু নদীই ভারতে প্রবেশ করে নাম হয়েছে রায়ডাক।

    • @apuacharjee2373
      @apuacharjee2373 Рік тому +2

      আজ পর্যন্ত কোন বাঙালি ইউটিউবারই। মরিশাসের ভিডিও বানানি, প্লিজ আপনি মরিশাস গিয়ে একটা মরিশাসের ভিডিও বানান। 😊😊

    • @SanjibDas-yc3yv
      @SanjibDas-yc3yv Рік тому

      দাদা, যারা North Bengal থেকে এক দিনের জন্য pheushilong ঘুরে ফিরে আসতে চায় তাদের ও কী car rent হিসাবে Rs.৪৫০০ দিতে হবে??? এবং তখনও কী গাইড নেওয়া compulsory???

    • @sunnysingho5595
      @sunnysingho5595 11 місяців тому

      Habby costly

    • @Jahangir-1992-
      @Jahangir-1992- 6 місяців тому

      insurance er jonno daily 500 lagbe kk

    • @Traveltales_SR
      @Traveltales_SR 5 місяців тому

      Nah dada ekdom akn free July 2024 r kotha blchi. 24hrs r jnno.​@@SanjibDas-yc3yv

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Рік тому +3

    অসাধারণ পরিবেশনা । শিবাজী বাবু বাবুর অসামান্য ধারাভাষ্য এর কথা সবাই জানি তবে এবার অতিরিক্ত প্রাপ্তি হল পৃথ্বী বাবুর সম উপভোগ্য ধারাভাষ্য ও শিবাজী বাবুর অগ্নি স্ফুলিঙ্গের মত শিক্ষাকতার পুরনো দিন গুলি ফিরে পাওয়া । পৃথ্বী বাবু কম যান না । দুই যুগলের এই অতি অসাধারণ ভঙ্গিমায় এত ভাল করে সব কিছু বিবরণ সত্যি প্রশংসনীয় । এ ছাড়া চমৎকার প্রাকিতিক দৃশ্য ও সেই রকম দুর্দান্ত ক্যামেরার কাজ তো আছেই । সব মিলিয়ে এক পরম প্রাপ্তি ।

  • @indranilpt4772
    @indranilpt4772 Рік тому +3

    আপনাদের উপস্থাপনা খুবই ভালো, as usual. Seat belt নেই, সাবধানে চলাচল করবেন। তবে ভুটান বেশ costly, যাওয়ার আগে অনেক বার চিন্তা করতে হবে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন আর খুব আনন্দ করুন।

  • @tusithbarua952
    @tusithbarua952 8 місяців тому

    বাংলাদেশ থেকে ভালবাসা অবিরাম। খুবই গোছানো ও তথ্যবহুল উপস্থাপনা, মনে হচ্ছে কোন এক মাস্টার মশাই সহজ-সাবলীলভাবে স্কুলের বাচ্চাদের পড়া বুঝিয়ে দিচ্ছে। আপনাদের অনবদ্য উপস্থাপনার মাধ্যমে অজান্তেই এক ট্রাভেল ডকুমেন্টারির অংশ হয়ে পড়ছি। ভ্রমন সুস্থ ও নিরাপদ হোক।

  • @mdnazimuddin7245
    @mdnazimuddin7245 Рік тому +13

    আমি ২০১৪ সালে ভূটান বেড়াতে যাই।তখন SDF ছিলো না। ট্যাক্সি ড্রাইভার গাইড ছিলো। চেলিলা পাস প্রায় ১৩০০০ ফিট উপর ভিজিট করি। তখন এতো নিয়ম কানুন ছিলো না। এখন খুবই ব্যয়বহুল।

    • @santanuganguly10
      @santanuganguly10 Рік тому +3

      ভারত সরকারের বিদেশ নীতির ব্যার্থতা !

    • @bibhashdas5158
      @bibhashdas5158 Рік тому +2

      ​@@santanuganguly10 😂 akei ble abal lok jon .only india 1200 taka r baki sbar 100 dollar🤣

    • @rocku4evr
      @rocku4evr Рік тому

      @@bibhashdas5158 tui abal..aagey eita 0 chilo ekhon 1200

    • @Abir-o8q
      @Abir-o8q Рік тому +1

      ​@@rocku4evr mathamota, Bhutan oder deshe joto kom tourist jay tai ei byabostha niyeche. Ora alada thakte chay, besi tourism barle oder infrastructure barate hbe tokhn environment er opor chap porbe , ora seta chay na. Ora negative carbon emitting nation hisabe thakte chay. Sob jaygay atlami kora bengali.

    • @Abir-o8q
      @Abir-o8q Рік тому

      ​@@rocku4evrkno ekhn 1200 jano chandu. Tomar moto Kichu oti boddha indian 2019 sale bhutan giye oder dhormiyo sthan tochnoch kore esechilo. Tar por theke sick low standard indians dee dure rakhtei bhutan ei step niyeche.

  • @jayantichowdhury8304
    @jayantichowdhury8304 Рік тому +1

    এত সুন্দর একটা দেশ মনে হয় না দেখতে যেতে পারব এত খরচের জন্য। আপনার ভিডিওতেই চক্ষু সার্থক করি।

  • @samratsarkar1257
    @samratsarkar1257 Рік тому +28

    ২০২৩ এর মে মাসে বন্ধুর বিয়ে উপলক্ষে আলিপুরদুয়ার গেছিলাম।সেখান থেকে এক বেলার জন্য ফুন্টসেলিং,গুম্বা মন্দির,জয় গাও ঘোরার অভিজ্ঞতা হয়েছিল।খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ ভুটান।প্রাকৃতিক ভাবেও মনোরম।শুধু একটা পাঁচিলের এপাশ ওপাশ করলে যে এই রকম পার্থক্য চোখে পরবে দুই দেশের তা বলে বোঝাবার না😅তবে হ্যাঁ এত খরচ সাপেক্ষ জায়গায় ওই একদিনের ১০ টাকার ভ্রমন ই যথেষ্ট।বাকি টাকায় না হয় ডুয়ার্সের জঙ্গল ঘুরে নেব।😅

  • @deluwarhussain5219
    @deluwarhussain5219 Рік тому +1

    আমি বাংলাদেশ থেকে, আপনার সব ভিডিও দেখার চেষ্টা করি,ভ্রমন শুভ হউক, শুভকামনা রইলো।

  • @rakeshdutta5232
    @rakeshdutta5232 Рік тому +4

    স্মৃতি রোমন্থন করলাম...২০১৯ সালে গেছিলাম..
    আবার যাওয়ার ইচ্ছে করে... খুব সুন্দর দেশ....❤❤

  • @nivasarkar1234
    @nivasarkar1234 Рік тому

    ছবির মত সুন্দর ,শান্ত, পরিষ্কার দেশ ভুটান। 2018 তে গিয়েছিলাম তখন অবশ্য sdf ও গাইড লাগেনি। আবার যেতে ইচ্ছে করে এত সুন্দর দেশ ভুটান । অনেক ধন্যবাদ দাদা ভুটান সিরিজ করার জন্য। স্মৃতিগুলো আবার রোমন্থন করার জন্য।

  • @pallabroychowdhury434
    @pallabroychowdhury434 Рік тому +8

    যাওয়ার আর দরকার নেই। যে দেশ কোন পর্যটকই চায় না, সেই দেশে ভ্রমণ করতে যাওয়া হচ্ছে একরকমের 'হ্যাংলামো'। তাই প্রত্যেক ভারতীয়দের উচিত হবে ভূটান সরাসরি বয়কট করা। আমি আপনাদের "ভূটান" যাওয়ার পক্ষে ভোট করে ছিলাম। কিন্তু এত সব বিচ্ছিরি নিয়ম জানতাম না। তাই, না জেনে ভোট করার জন্য ভুল স্বীকার করছি।
    ভিডিও যথারীতি আগের মতোই খুব সুন্দর ও ভালো লাগল। ধন্যবাদ।

    • @drabhijitsarkar5737
      @drabhijitsarkar5737 10 місяців тому +3

      Ami toh ei video dekhei jabo thik korlam. Eto bhalo desh jara nature and environment save korte chay. Ora dekhchi takar jonno ekgada tourist dhukiye jekhane sekhane sosta hotel aar nongra unhiegenic restaurant baniye desher environment er sorbonash koreni. Ei deshe jetei hobe.

    • @thedailychronicle2308
      @thedailychronicle2308 2 місяці тому +1

      @@pallabroychowdhury434 aj ato rules and regulations ache bole jaiga ta ekhono sundor!! Nahole obostha ki je seita to bujhai jaii..Rules dorkar..

    • @thedailychronicle2308
      @thedailychronicle2308 2 місяці тому +1

      Ora mother nature ke save korar chesta korche!! And that's a good initiative indeed!!

  • @mamunhasanmahmud1226
    @mamunhasanmahmud1226 9 місяців тому

    আমি একজন বাংলাদেশী। আপনাদের ভিডিও দেখে খুব ভালো লাগলো। আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ ঘুরে দেখার জন্য অনুরোধ রইল। কখনো বাংলাদেশে আসলে দেখা করবেন খুশি হব।

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 Рік тому +11

    সাধারণ মানুষের জন্য ভুটান ভ্রমণ এখন স্বপ্ন হয়ে গেল , এতো টাকা খরচ করে সাধারন মানুষ ভুটানে যেতে পারবেনা , তাদের দৌড় ওই ফুন্টশোলিং পর্যন্ত , আপনার চোখ দিয়েই দেখে চোখ ও মন সার্থক করি , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 Рік тому +1

    খুব সুন্দর,পাহাড়ি দেশ ভুটান, আমার এক মাসি আছে,ফুলসিলিঙ এ। সেই সুত্রে শুনেছি ভুটান দেশটি শান্ত পিষ্ট একটা সুন্দর ছবির মতো পাহাড়ী নির্জন দেশ। ভালো থাকবেন।

  • @animadebdas5151
    @animadebdas5151 Рік тому

    2019 e Bhutan ghure asechi. Very beautiful place. Sab cheye sundar Paro. Neat and clean rasta. No traffic. Apnader video dekhe mon bhore galo. Bises kare shibaji der bachonbhangi. Apurbo.

  • @pabitrakoley1335
    @pabitrakoley1335 11 місяців тому

    এতো সুন্দর করে উপস্থাপন করেন, খুব ভালো লাগে ....

  • @mridulsengupta4649
    @mridulsengupta4649 Рік тому

    ভুটান পরিচ্ছন্ন দেশ। অন্যান্য খরচ অনেক বেশি। দেখে খুব ভালো লাগলো।

  • @mohammedjoynalabedin8446
    @mohammedjoynalabedin8446 Рік тому

    তথ্যবহুল আলোচনা। আপনার ব্লগ দেখে অনেক তথ্য পাওয়া যায়। এটাই আমার সবচাইতে ভাল লাগে। ভালবাসা রইল অভিরাম।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 Рік тому

    বাহঃ খুব সুন্দর description. বেশ মনোগ্রাহী। তবুও এখানে যাওয়া সাধারনের জন্য মনে হয় অসম্ভব। এতে সরকারের ই ক্ষতি হবে।

  • @sangeeta816
    @sangeeta816 Рік тому

    খুব সুন্দর জায়গা। আপনার presentation আরো সুন্দর করে তুলেছে ভুটান কে। অপূর্ব। যাবার ইচ্ছে রইল।

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 Рік тому

    প্রথম দর্শনেই থিম্পুর প্রেমে পড়ে গেলাম ❤❤❤ এর পরের ব্লগ গুলি যে দারুণ হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই ❤❤❤ আর সবকিছু খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য যেভাবে বর্ণনা করেন তার জবাব নেই ....চালিয়ে যান শিবাজী আর প্রিথ্বিজীত 🎉🎉🎉 ভরপুর আনন্দে আমরাও বেড়াতে গেছি আপনাদের সাথে ❤❤❤

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 Рік тому

    অসাধারণ! মুগ্ধ হয়ে হয়ে দেখেছি। কিউট ঝর্ণাটা সত্যিই কিউট। সবার জন্য শুভকামনা। ❤️

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Рік тому

    আহা কি আনন্দ আকাশে বাতাসে........
    কি সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট। ❤

  • @milansen3503
    @milansen3503 Рік тому

    আজকের ভিডিও দেখে মনে খুব কষ্ট পেলাম। কারণটা হলো এতো সুন্দর দেশের ভিডিও খুব কম সময়ে শেষ করে দিলেন। খুব ভালো থাকবেন সবাই।

  • @soumyachatterjee2805
    @soumyachatterjee2805 2 місяці тому

    Apurba presentation.Superb video

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 Рік тому

    খুব খুব ভালো লাগলো আজকের ব্লগ টা ।একমাত্র তোমার চ্যানেল ই আমি ফলো করি। কারন তোমার সাথে অন্যদের অনেক তফাৎ। ভাই রা আমার ভালো থেকো। এখন মনে মনে তোমাদের সাথে আমিও ভুটানেই আছি।

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp Рік тому

    ভ্রমন পিপাসু মানুষদের জন্য এই ভিডিও টা একদম পারফেক্ট চয়েস। ধন্যবাদ দাদা এতো সুন্দর ভিডিও বানাবার জন্য। ভিউটা গুলো সত্যি😅 অসাধারণ লেগেছে।

  • @niharendudas5330
    @niharendudas5330 Рік тому

    শিবাজী বাবু আপনার চোখ দিয়ে ভুটান দেশ দেখলাম এবং অনুভব করলাম। আমার খুব খুব ভালো লাগলো ধন্যবাদ। জেলা দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Рік тому

    Khubbhalo kore o mon diye dekhchi.Konodin jete parbo na.Tai apner veduo te dekha hoye jachhe ai sundor desh.Take care.

  • @debnathbasu2672
    @debnathbasu2672 Рік тому +1

    বাঃ। চমৎকার লাগলো। Truly impeccable oratory of Shivaji Babu.... Bhutan is otherwise a little boring as the touristic options are limited.

  • @Wow_Friends_TU
    @Wow_Friends_TU 10 місяців тому

    Apnar description khub bhalo, khub sundor kotha bolar dhoron, bhison bhali laglo
    Channel ta subscribe korlam, like korlam

  • @joydipghosh928
    @joydipghosh928 Рік тому

    Bhutan jaor ichche tai chole galo.Tobe apnader vlog ti khub sundor.

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg Рік тому

    ভিডিও ছোটো হলেও enjoy করেছি এবং ভিডিও টা ছিলো তথ্যসমৃদ্ধ।

  • @md.nirvik7769
    @md.nirvik7769 Рік тому

    শিবাজী ভাই আমি বাংলাদেশ থেকে বলছি,আপনার একজন সত্যিকারের ফ্যন আমাকে বলতে পারেন,আমার পরামর্শে আমার বন্ধুবান্ধব অনেকেই আপনার ভক্ত হয়ে গেছে এবং আপনার ভিডিও নিয়মিত দেখে,আর আমি আপনার প্রতিটা ভিডিও একাধিকবার দেখে ফেলেছি,
    নেক্সট টাইম বাংলাদেশে আসলে অবশ্যই অবশ্যই আমার থাকে দেখা করবেন,আমার বাড়ির পাশ দিয়ে কয়েকবার গিয়েছেন এর আগের সফরে,আপনার সাথে ১ বার হলেও দেখা করতে চাই,

  • @reemaroy7287
    @reemaroy7287 11 місяців тому +1

    Very good description all about Bhutan city

  • @user-sf1xh5dh1c
    @user-sf1xh5dh1c Рік тому +1

    ভুটনের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ 🥰

  • @physicstechlovers8295
    @physicstechlovers8295 Рік тому

    Robbat soakle somoy ta kat6lo na, just atar i wait kr6lm really. R youtube khule dekhi ese ge6e. Thanks ❤.

  • @arabindananda6031
    @arabindananda6031 Рік тому

    বেশ ভালো লাগলো,অনেক পরিবর্তন, প্রায় চল্লিশ বছর আগে গিয়েছিলাম, ফুনশিলিং হয়ে,ওখান কার মনাস্ট্রি ও কমলা লেবুর স্মৃতি এখনো ভুলিনি।

  • @SudipDas-sh7dz
    @SudipDas-sh7dz Рік тому

    ভিডিও খুব ভালো হয়েছে, অনেক জনকারি তথ্য শিবাজী দা খুলে খুলে সবই বলে দিলেন। আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে কতো তারিখ ভিডিও করেছেন সেটা বলে দেন। বাকিরা এটা কেউ করেনা।

  • @rairanji
    @rairanji Рік тому

    যেভাবেই হোক ভুটান যাবোই দাদ, এক আলাদা ভালোবাসা নতুন করে জন্মালো তোমার ভিডিও দেখতে দেখতে.....❤❤

  • @shshoron
    @shshoron Рік тому +1

    Vlog ta khub valo laglo😍
    Love from Bangladesh🇧🇩

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 Рік тому

    Apnar vlog ei jonyoi amader ato priyo.Bhutan anek manus e gechhen but ato detail e information khub Kom jon e diyechhen.nijeder koto kharoch hochhe seta obdi apni janiechhen jate amader moto viewers der subidha hoy...ato sundor ekta desh...apnader sathe aro valo kore jante parbo ,dekhte pabo...khub valo laglo ajker video..😊😊

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 Рік тому +2

    অনেক খরচের জায়গা । তবে জায়গাটা খুব সুন্দর 👍

  • @sukladey5409
    @sukladey5409 Рік тому

    Bhutan e mone hocche r jete parbo na .dujaner katha khub e Khub sundor.👍

  • @alpanachoudhury4113
    @alpanachoudhury4113 Рік тому

    Sreelankar video opurbo legechilo r Bhutan o darun lagche

  • @INDRAJITRoyRoy-f1j
    @INDRAJITRoyRoy-f1j Рік тому

    ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা র ইলাম

  • @atanumondal7885
    @atanumondal7885 Рік тому +5

    All the best Bhutan! Just loved the way u are when i visited in 2019. As an independent country u have every right to regulate the influx of tourists and protect the natural resources by not falling for monetary gains

    • @saswatab79
      @saswatab79 Рік тому

      Fully agree Bhutan is very serious in protecting its rich natural flora and fauna. Hope we can learn something and keep our tourist spots clean and beautiful.

    • @drabhijitsarkar5737
      @drabhijitsarkar5737 10 місяців тому

      Exactly.

    • @drabhijitsarkar5737
      @drabhijitsarkar5737 10 місяців тому

      ​@@saswatab79Exactly.

  • @deboshmitachatterjee2068
    @deboshmitachatterjee2068 Рік тому

    Jaowar vison iche chilo..kintu ato khoroch o sopnoi theke gelo..kintu apnar volg vison sundor..apnder sathe berate jaowar icha roilo..

  • @zillurrahaman6316
    @zillurrahaman6316 Рік тому

    আপনাদের জুটিটা দারুণ। ভালোই লাগে।

  • @sutapabanerjee3247
    @sutapabanerjee3247 18 днів тому

    Apnar onekgulo vidio dekhlam Amarnath butan khub sundor 🌹

  • @JustGraphic87
    @JustGraphic87 Рік тому

    khub bhalo laglo video ta, onek kichu information pelam bhutan niye. jaiga ta khub sundor lagche

  • @kuhudas6604
    @kuhudas6604 Рік тому +1

    আপনাদের ভিডিও তেই যে কোন দেশ যে কোন জায়গাকে সম্পূর্ণ ভাবে উপলব্ধি করা যায়। ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল ❤❤❤❤

  • @hanifshortstube679
    @hanifshortstube679 Рік тому

    অপেক্ষায় থাকলাম পরবর্তী ভিডিও জন্য

  • @gcs9367
    @gcs9367 Рік тому +31

    এতো কাঠখড় পুড়িয়ে ভুটানের মতো দেশে যাওয়ার চেয়ে গড়ের মাঠে বসে হাওয়া খাওয়া অনেক বেশি ভালো।

    • @drabhijitsarkar5737
      @drabhijitsarkar5737 10 місяців тому

      Ami toh ei video dekhe Bhutan jabo thik korlam. Khub bhalo laglo je ora tourist komiye nature and environment save korche. Oder takar lobh nei. Tai ora jekhane sekhane kutsit hotel aar unhiegenic restaurant baniye desher environment aar natural beauty-r sorbonash koreni. Mass tourism ekta jayga ke sesh kore dei.

  • @vlogswithsudipta8388
    @vlogswithsudipta8388 Рік тому

    তোমার এই তথ্য খুবই Halpful. Thank You Shibaji Da

  • @jhumadeb7569
    @jhumadeb7569 Рік тому

    শীতের সকালে আপনাদের ভিডিও দেখে খুব ভালো লাগছে.....👍

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 Рік тому +1

    খুব সুন্দর দেশ। খুব ভালো লাগলো আজকের পর্ব। দারুন। অনেক ধন্যবাদ। ❤

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 Рік тому

    ফুল সিলিং ও থিম্পু বেশ ভালো লাগলো।

  • @minivloggersamriddhi4513
    @minivloggersamriddhi4513 Рік тому

    Thankyou so much Bhutan vlog bananor jonno. Khub upokar korlen. Bhutan jabo na baba sei decision ta nite parlam

  • @anindyabhattacharya2424
    @anindyabhattacharya2424 Рік тому

    Calculate kore dekhlam Jodi 8 days planning kori then only for sdf and guide charges ei approx 16000/- + expense hoye jacche. Eta upper chere dilam but middle class family jonno kintu chinta korar bepar hoye jabe bole my personal opinion.

  • @arundatta2423
    @arundatta2423 Рік тому

    Really natural beauty excellent but too much expensive. Thank you.Wish you good luck.

  • @jhumadeb7569
    @jhumadeb7569 Рік тому

    ছবির মত সুন্দর দেশ ভুটান......✌️
    খুব ভালো লাগলো আজকের ব্লগ....
    অনেক ধন্যবাদ আপনার 💐

  • @historymystery1234
    @historymystery1234 Рік тому +1

    এবার থেকে মাঝে মাঝেই মৈত্রেয়ী দি জেনো থাকে। আর ছোট অসাধারণ।

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Рік тому

    খুব সুন্দর ভিডিও। Sdf টা একটু কম হলে অনেকেই যেতে পারে। সত্যি দারুন সুন্দর দেশ সবকিছু সিস্টেম ই করে 👍

    • @Abir-o8q
      @Abir-o8q Рік тому

      Ora chay na tourist oder deshe jai. Agami dine SDF aro barano hbe.

  • @believemepartha
    @believemepartha Рік тому

    একটা complete video অনেক দিন ধরেই খুঁজছিলাম, খুব ভাল জায়গা...আশা করছি আপনারা খুব আনন্দ করবেন! আমরা 2018 তে গেছিলাম... এই same মডেলের cab ছিল আমাদের...আবার যাওয়ার ইচ্ছে আছে😊😊😊

  • @sarojbose6015
    @sarojbose6015 Рік тому

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @deepbarman7842
    @deepbarman7842 Рік тому +1

    আপনার মুখে আমাদের কোচবিহারের নামটা শুনে খুব আনন্দ লাগলো শিবাজীদা😊😊😊,আপনাকে আর পৃথ্বীজিৎদাকে অনুরোধ করছি যে অতি অবশ্যই ১বার কোচবিহার ঘুরতে আসুন খুব তাড়াতাড়ি।from-Cooch Behar town (West Bengal)...17/12/2023,Sunday.

  • @biswastusar
    @biswastusar 10 місяців тому

    আমরা আপনার ভিডিও বাগুলা থাকে দেখছি অনেক ভালো লাগে

  • @spc3461
    @spc3461 Рік тому +5

    Thanks for sharing this detailed guide on Bhutan! Your insights on the tourist tax (SDF) and the journey from Phuentsholing to Thimphu are incredibly helpful. Planning my trip just got a whole lot easier!

  • @tapanmukhopadhyay354
    @tapanmukhopadhyay354 2 місяці тому

    Bhutan amader bari hote almost 500 km dure holei selhane traveling er kharach besh besi. Sadharan femily er pokkse eai kharach kara sambhov nao hote pare.. Kintu Bhutan khub clean and beautifill place eai katha mantei hobe. Apatato aponader vdo guli dekhei khusi thakte habe. ❤❤❤❤❤❤

  • @SereneCatastrophe
    @SereneCatastrophe Рік тому

    Apnar boudier aar prthwijit dar ei trikon prem er kahini ek somoi legend hobei....

  • @subhodipdey9372
    @subhodipdey9372 Рік тому

    আমি 2001 সালে গিয়েছিলাম ।অসাধারণ ।

  • @Redsunsuvadip
    @Redsunsuvadip Рік тому +2

    2018 সালে ঘুরে এসেছি, তখন এতো নিয়ম কানুন ছিলো না, আপুর্ব সুন্দর এই দেশ I ❤❤❤

  • @arpanpal6166
    @arpanpal6166 Рік тому

    শুভ সকাল শিবাজীদা শুভ রবিবার nice information

  • @somadhar9063
    @somadhar9063 Рік тому

    Bhutan er prakitik drisho satti e khub sundor 👌

  • @MDTohid-g9z
    @MDTohid-g9z Рік тому

    দাদা আমি আপনার ভিডিও দেখি আমার থেকে অনেক ভালো লাগে
    আমি বাংলাদেশি ❤

  • @rumparoy6526
    @rumparoy6526 Рік тому

    Amar apnader video ato valolage ja bolar moto na. Ae vabe amader video Blog gift korejan. Thank you so much.

  • @arjowel5277
    @arjowel5277 8 місяців тому

    ভাবছিলাম যাব, আপনার ভিডিও দেখে যাওয়ার ইচ্ছেটা মরে গেছে!

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 Рік тому

    দারুণ দারুণ দারুণ খুব সুন্দর ভুটান।

  • @rnilu86
    @rnilu86 Рік тому

    2019 e gechilam. Ei SDF charge introduction er aage. Besh valo legechilo country ta

  • @NivaBanerjee-lx7ix
    @NivaBanerjee-lx7ix Рік тому

    Sundor jayga.Khub valo laglo.

  • @chandan.bagchibagchi
    @chandan.bagchibagchi Рік тому

    Excellent knowledge sir , superb video ,very informative and beautiful.

  • @nihardas3575
    @nihardas3575 Рік тому

    ছবির মত দেশ, খুব ভালো লাগছে l

  • @sekharroy7878
    @sekharroy7878 Рік тому

    তথ্যসমৃদ্ধ। ভাল লাগল।

  • @AnupamaRoy-i5s
    @AnupamaRoy-i5s Рік тому

    Etai bhalo gada gada tourist r gada gada nongra hobe charipas like Darjeeling... Bichhiri Jam r nongra Darjeeling.. one of my favt place Bhutan... neet & clean just mon bhore jai.

  • @santabhattacharya4764
    @santabhattacharya4764 Рік тому

    চারিদিক পাহাড় আর সবুজ ঘেরা দেশ বেশ মনোরম,আরো একবার ভালো লাগলো সব বিষয় নিয়ে তোমার তথ্য,....মনে হলো কিছু ব্যাপারে খরচ অনেক টা বেশি....

  • @prodipde4324
    @prodipde4324 Рік тому

    খুব সুন্দর লাগলো।

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu Рік тому

    ২০১৬ তে ফুটসোলিং গেছিলাম, খুব ভালো লাগছে। ❤🙏

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому

    Khub sundor laglo. Bhutan is a very beautiful country ❤❤❤.(from Belgharia, Nimta)

  • @ShahidulIslam-pc5gz
    @ShahidulIslam-pc5gz Рік тому

    ঝামেলা বিহীন ভাবে ২০০১সালে ভূটান বেরিয়ে এসেছি আলহামদুলিল্লাহ।...... From Rajshahi Bangladesh

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Рік тому

    apurbo pahare ghera Bhutan, sundar dui nodir sangam

  • @anjankumar082
    @anjankumar082 Рік тому +4

    ভুটানে যাওয়ার চেয়ে ঘরে থাকা অনেক ভালো।

    • @tariquemahmudasad9318
      @tariquemahmudasad9318 11 місяців тому

      তোমাদের ভুটানে যাওয়ার কী দরকার আমি সেটা বুঝি না। তোমাদেরতো ঘরের কাছেই অরুণাচল প্রদেশ আছে, যেটা ভুটান থকেও সাইজে বড় এবং ভুটানের চেয়েও বেশি কার্বন নেগেটিভ। আর সেখানকার প্রকৃতিওতো ভুটানের মতোই।

  • @sujitkumarnath1208
    @sujitkumarnath1208 Рік тому

    Very much informative and helpful for all who desire to travel Bhutan .
    As usual nice videography and distinctive narration.❤

  • @rajarshisengupta82
    @rajarshisengupta82 Рік тому

    অসাধারণ শিবাজী দা এবং পৃথীজিৎ দা। অনেক শুভেচ্ছা রইল। 🎉🎉❤

  • @sayaksc3590
    @sayaksc3590 Рік тому

    Baah Besh bhalo vlog ta 👌👌❤️ Fantastic Episode 🔥🔥 Bhutan is Picturesque 👌 chhobi r moto desh..khoroch er byapar e oneek kichhui janlam...thankzz for sharing 👌porer golper opekkhay thaklam..❤️

  • @SonjoySahaBD
    @SonjoySahaBD Рік тому +8

    যাওয়ার ইচ্ছা ছিল, খরচ দেখে ইচ্ছে আর নেই 😂

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Рік тому

    Durdanto bhutan but more expensive,

  • @shantanudey2906
    @shantanudey2906 Рік тому

    Excellent....information গুলো দেবার জন্য, চেষ্টা করব যাবার। ধন্যবাদ দাদা 👍🙏

  • @srikrishnabanerjee3409
    @srikrishnabanerjee3409 Рік тому

    Darun ghurlam khub bhalo laglo apnader blog ta 🎉❤

  • @chaitaliroy4893
    @chaitaliroy4893 Рік тому

    Thank you so much for such information video. Apnader 2jon er e bachonvongi onoboddo. Pronam neben

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому

      তুমিও আমার স্নেহাশীষ নিও