ভুটানের রাজধানী থিম্পু | Thimphu City Sightseeing | Bhutan Tour Itinerary

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  Рік тому +185

    খরচ প্যাকেজ সব Detail's দেওয়া আছে Description বক্স এ...

  • @djsr3467
    @djsr3467 Рік тому +52

    কৌশিক দার উপস্থাপনা নিয়ে কোনো কথা হবে না ।। ১০১% Perfection... Love You Dada...

  • @jayantaguchait546
    @jayantaguchait546 Рік тому +8

    ভুটান সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব এককথায় অসাধারণ লেগেছে। কৌশিক দা কে আলাদা করে প্রশংসা করার প্রয়োজন নেই আমরা জানি যে দাদা শুধুই দাদাই হয়। পরের ভিডিও অপেক্ষায় রইলাম।

  • @dishapanja164
    @dishapanja164 Рік тому +11

    Land of thunder dragon এর এত সুন্দর presentation প্রথম দেখলাম, সাথে Tibetan tune as background music. এভাবেই চালিয়ে যান sir. আপনার এই পুরো ট্যুর এর vlog দেখার পর পুজোর time এ Bhutan tour plan টা korbo❤ .

  • @anushreebarman1633
    @anushreebarman1633 Рік тому +1

    Khub valo lage তোমাকে আর তোমার ভিডিও। সামনে নেপাল ভ্রমণ হয়ে যাক ।

  • @sharmisthasengupta2555
    @sharmisthasengupta2555 Рік тому +4

    কি যে ভালো লাগল থিম্পু।। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো শহর।। অসাধারণ উপস্থাপনা।। যত দিন যাচ্ছো আরো আরো পরিনত হচ্ছো বন্ধু।। আজকের বেস্ট পার্ট ছিল তোমার ডান্স।। হাত নাড়ানো দেখে খুব হেসেছি।।

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому

      😂😂ওটাই পারিনা আজ অব্দি..

  • @abhirupbiswas6937
    @abhirupbiswas6937 Рік тому +1

    Thanks

  • @THEMADCOUPLE786
    @THEMADCOUPLE786 Рік тому +10

    সত্যি bhutan একটা স্বর্গের সমান আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ

  • @ajoychaki5119
    @ajoychaki5119 Рік тому +1

    দাদা তোমার ভিডিও প্রত্যেক টি ভিডিও angles সেরা এন্ড প্রত্যেক টি ব্যাকগ্রাউন্ড music সেরা বেস্ট Travel vlogers kousihk দা

  • @SomnathHazra-
    @SomnathHazra- Рік тому +8

    ...মন দিয়ে শোনছিলাম, মুগ্ধ হয়ে দেখলাম ...ভুটান এর রাজধানী থিম্পু । 😇😇
    পুনাখা ভ্রমন এর অপেক্ষায় রইলাম, বেশি দেরি করোনা যেন ♥️
    All the best & love you Kaushik da ❤️‍🩹❤️‍🩹

  • @nivasarkar1234
    @nivasarkar1234 Рік тому +1

    আমরা 2018 সালে গিয়েছিলাম খুব মনোমুগ্ধকর স্থান। দাদা তোমার ভিডিও দেখে সব মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ছুটে চলে যায়

  • @ankanaguha8713
    @ankanaguha8713 Рік тому +2

    Prochondo khusi holam vai tumi Bhutan cover korcho dekhe you are the first Bengali youtuber who cover Bhutan after pandemic

  • @banglasolution2949
    @banglasolution2949 Рік тому +1

    অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, Subscribe করলাম, অসংখ্য ধন্যবাদ💐👍🇮🇳

  • @sunshinebdj2347
    @sunshinebdj2347 Рік тому +3

    প্রথমেই বলি সাইকেল চড়ে আপনাকে দারুন লাগছিল। 2013 সালে ভুটান ঘুরে এসেছি। কিন্তু আপনার এক্সপ্লানেশনএ নতুন করে চিনলাম এই দেশটাকে। অনেক ধন্যবাদ পরের পর্বের অপেক্ষায় থাকলাম

  • @kumkumsaha6341
    @kumkumsaha6341 Рік тому

    তোমার ব্লগ দেখলে একটা দারুণ অভিজ্ঞতা হয় মনে হয় একটা চেঞ্জ এ এসেছি...দারুণ সুন্দর জায়গা দারুণ সুন্দর বিবরণ ❤এগিয়ে চলো

  • @rikgoswami191
    @rikgoswami191 Рік тому +1

    থিম্পু শহর এর জায়গা গুলো নিয়ে এতো অজানা তথ্য শেয়ার করলে আর থিম্পু শহর ভ্রমন পর্ব অসাধারণ লাগলো দাদা

  • @itz_probal_25
    @itz_probal_25 Рік тому +14

    খুব ভালো লাগলো দাদা ❤❤ আর তা ছাড়া ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য আর পরিষ্কার পরিছন্নতা দেখে সত্যি খুব ভালো লাগলো.. 💖✨️
    পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা ❤🙂

  • @amitghosh5170
    @amitghosh5170 Рік тому

    মনোমুগ্ধকর দৃশ্য,,,, দারুণ লাগলো ,, আরেক টা ভিডিও অপেক্ষা রইলাম ❤❤❤

  • @pampidas2324
    @pampidas2324 Рік тому +5

    টেকে নেই টাকা তবু ঘোরার জন্য মন করে খাঁ খাঁ 🤭 ধন্যবাদ আপনাকে আপনার জন্য আমার মতো লোকের ঘোরার সখ দৃশ্য পটেই পূর্ণ হলো 👍🏼💝

  • @sumanpaul4134
    @sumanpaul4134 Рік тому

    Khub sundar laglo upasthapana ba description Kara ta....
    Very very nice presentation....

  • @susmitadey-js4vu
    @susmitadey-js4vu Рік тому +3

    থিমপু ভীষণ ভাল লাগল, এত পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই খুব ভাল লাগল ❤❤

  • @successneverend3088
    @successneverend3088 Рік тому +2

    এত সুন্দর প্রেজেন্টেশন সত্যিই যতই দেখি ততো অবাক হই। Love you কৌশিক দাদা ❤️❤️ তোমার পপ্রতি আমাদের ভালবাসা আরও বেড়ে গেল।

  • @SRV23
    @SRV23 Рік тому +4

    U r my inspiration dada i love you ❤❤❤❤❤❤❤❤

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому +2

      Puri র সমুদ্রে ভালোই Enjoy করলে

  • @mintubiswas7194
    @mintubiswas7194 Рік тому

    ভুটান খুবই সুন্দর দেশ। এটা জানা ছিল না যদি না কৌশিকদা তোমার ভিডিও না দেখতাম। দাদা তোমার নাচ কিন্তু দারুন ছিল।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Рік тому +3

    প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে থিম্পু ভ্রমন বেশ লাগলো। ভালো থেকো দাদা ❤️🙏

  • @aninditananda7540
    @aninditananda7540 Рік тому

    ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম তোমার চোখে সাথে আনন্দ পেলাম তোমার নৃত্য দেখে 👌👌👌

  • @zeusyt4596
    @zeusyt4596 Рік тому +15

    Second time তুমি পুরো রোবটের মত নাচছিলে দাদা😂❤️সত্যি মানতে হবে ,, vlogging এর সাথে সাথে মনোরঞ্জনের দায়িত্বও নিয়ে ফেলেছো❤️সেই কারণেই খেতে বসে তোমার ভিডিও দেখি... যাই হোক দাদা তোমার এই ভিডিও দেখেই মনে পড়লো তুমি এখনো মথুরা বৃন্দাবন বোধহয় যাওনি....একটা ট্রিপ করো সব sight scene সমেত বিশেষ করে নিধিবন নিয়ে কিছু গল্প❤ জয় শ্রী কৃষ্ণ 💙

  • @anweshadas2826
    @anweshadas2826 Рік тому

    আপনার ভিডিও গুলো দেখলে মনে হয় অমি নিজেই ভুটান ঘুরে নিলাম ভার্চুয়ালি। খুব সুন্দর জীবন্ত উপস্থাপনা। খুব ভালো লাগলো।

  • @seamonster4166
    @seamonster4166 Рік тому +2

    এখনো যেন ভুটান সেই মধ্যযুগে পড়ে আছে। ইতিহাস আর ঐতিহ্যেকে আঁকড়ে ধরে আছে বলেই ভুটান বিশ্বের সবচেয়ে সুখী দেশ।

  • @sumitasarkar4900
    @sumitasarkar4900 Рік тому

    আমি কোনো প্রশংসার ভাষা খুজে পাচ্ছিনা,এত্ত ভালো এই ব্লগটা👌👌👌,সমস্ত তথ্য ,বর্ণনা,দৃশ্য অপূর্ব উপস্থাপিত করেছেন। ভুটান ব্লগ সেরা👍

  • @arpanpal6166
    @arpanpal6166 Рік тому +4

    Nice video Bhutan 🇧🇹 capital Thimphu very nice city thanks Kaushik nice to watching

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 Рік тому +1

    খুব সুন্দর দেশ ভুটান আর খুব সুন্দর উপস্থাপনা আপনার দেখে মন ভরে গেল....

  • @subhankar1943
    @subhankar1943 Рік тому +3

    দারুন লাগলো কোনো কথা হবে না বস্❤️👍

  • @madhulinabiswas2493
    @madhulinabiswas2493 Рік тому +1

    Khub natural calm excellent ekta blog....ek muhurto mon onno dike gelo na....jemon spot temoni presentation...mon bhore gelo....thank you so much....aar sathe Bhutan dekhar ichhe ba lobh samlate parchhi na...jetei hobe❤

  • @Abscreation1983
    @Abscreation1983 Рік тому +4

    আমরাও ভুটানে 2019 এর Noverber মাসে গিয়েছিলাম। দাদা আপনার ভিডিও দেখতে দেখতে সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে আসছিল।এই Butter Tea r মুড়ি আমরাও খেয়েছিলাম, সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি।কিন্তু ওদের এই Atmosphere টা অসাধারণ ছিল। ভুটান দেশটাই খুব সুন্দর।

    • @anushreeadda
      @anushreeadda 7 місяців тому

      হোটেল ভাড়া কেমন, একটু জানাবেন প্লিজ

    • @Abscreation1983
      @Abscreation1983 7 місяців тому

      @@anushreeadda koushik dar video te sob bola ache.

  • @swarnalatamandal6508
    @swarnalatamandal6508 Рік тому +1

    তুমি ভ্রমণ করছো আর ঘরে বসে তার স্বাদ নিচ্ছি। অসাধারণ লাগলো! আবার অপেক্ষা পরের ব্লগের। ভালো থেকো শরীরে, মনে ❤

  • @rakeshbiswas3243
    @rakeshbiswas3243 Рік тому +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ যত ভিডিও দেখছি ততই তোমার প্রতি ❤️ভালোবাসা বেড়ে যাচ্ছে, আর আমাদের এই সুন্দর প্রাকৃতিক এর উপরেও ❤️ভালোবাসা বাড়ছে❤️❤️ ❤️

  • @swapanchakraborty5244
    @swapanchakraborty5244 Рік тому +1

    দারুন ভাবে ভুটান পর্ব উপভোগ করলাম ,,,, কৌশিক তোমার প্রতি রইলো ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা ।

  • @bishalmajumder693
    @bishalmajumder693 Рік тому +4

    খুব খুব ভালো লাগলো দাদা❤❤তুমি যেভাবে প্রত্যেক টা জায়গার ইতিহাস আমাদের সামনে এত সুন্দর করে তুলে ধরো..... মানে just অসাধারণ❤❤❤আর তাছাড়া once again তোমার মত কেউ পারবে না দাদা❤❤love you Dada❤ love you my travel Lord💕💕

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому +3

      এই জন্যই Vlog দিতে সময় লাগে.. বিভিন্ন জায়গা তে বিভিন্ন তথ্য..

    • @bishalmajumder693
      @bishalmajumder693 Рік тому

      @@TravelWithKoushik একদম দাদা... ❤ভালো কিছু পাওয়ার জন্য তো একটু অপেক্ষা বানতা হে..... ❤

  • @priyankadhar86
    @priyankadhar86 Рік тому

    আপনার উপস্থাপনা অনবদ্য।
    ভুটান যে এত সুন্দর তা আগে দেখা বা জানা হয় নি।

  • @avijitsaha4810
    @avijitsaha4810 Рік тому +3

    বাংলার গর্ব কৌশিক দা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @protimadeysarkar6802
    @protimadeysarkar6802 Рік тому

    আবার সেই মুড়ি নাচটা বেশ হয়েছে খুব সুন্দর একটা ভিডিও

  • @sangita941
    @sangita941 Рік тому +11

    তোমার জন্য ঘরে বসেই দেশ বিদেশ ভ্রমন করতে পারি 😍 বুক ভরা ভালোবাসা নিও আমাদের প্রিয় কৌশিক দা ❤❤

    • @sangita941
      @sangita941 Рік тому

      @@sandythewlverine8263 কে আপনি ? কোনো তো ভদ্রতা সভ্যতা জানেন না দেখছি, আর আমি ঘরে বসে থাকি কি বাইরে যাই কি যাই না সেটা আপনি বলার কে? 😡😡

    • @your_ashim
      @your_ashim Рік тому

      ​@@sandythewlverine8263আপনার মুখের ভাষা আপনার বাবা মার পরিচয়

  • @mittzmittz4752
    @mittzmittz4752 Рік тому +1

    2018 te giachilm....Aro anek sundor hoyeche দেখছি....Darun দেশ।...খুব ভালো cover করেছেন সব টা দাদা।

  • @soumyadipbagdi6217
    @soumyadipbagdi6217 Рік тому +141

    কে কে কৌশিক দা কে ভালো বাসেন ❤

  • @moloyadhikary7836
    @moloyadhikary7836 Рік тому

    দারুণ লাগলো ব্লগ টা। পরের পর্বের অপেক্ষায় থাকলাম। এতো ভালো লাগছে।

  • @SRV23
    @SRV23 Рік тому +4

    Love from bankura dada ❤❤❤❤

  • @sudeshnaroy2343
    @sudeshnaroy2343 Рік тому

    Thimpu bishon bhalo laglo... bishon porishkar porichhonno.... temon tomar presentation... daruuun laglo...God bless u Koushik

  • @taticartoon7339
    @taticartoon7339 Рік тому +4

    জয় মা দুর্গা ❤❤❤

  • @rubinaha377
    @rubinaha377 Рік тому +1

    ভুটানের প্রাকিতিক সৌন্দর্য অসাধারণ খুব সুন্দর পরিবেশ পরের পর্বের অপেক্ষায় রইলাম

  • @shoubhikghosh3542
    @shoubhikghosh3542 Рік тому +14

    Bhutan for Mental Peace, Loneliness and Meditation.
    Bhutan for Natural Beauty.

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 Рік тому

    Asadharan👌❤ laglo vi, kano katha হবে না❤👌 Ki neat and clean chokh juria galo.

  • @Qwert38848
    @Qwert38848 Рік тому +5

    BEAUTIFUL COUNTRY BHUTAN ...NEPAL ..SRILANKA..AND OBVIOUSLY MY MOTHER LAND ...INDIA ...

  • @dipaliadhikari3918
    @dipaliadhikari3918 Рік тому +2

    খুব ভালো লাগলো তোমার ভুটান ভ্রমণ, অসাধারণ উপস্থাপন।

  • @sanjukhanra8075
    @sanjukhanra8075 Рік тому +3

    কালই এই পর্ব টা কবে আসবে, খুব সুন্দর লাগলো দাদা ভিডিও টা 😊😊😊

  • @sovanlaladitya4545
    @sovanlaladitya4545 Рік тому +1

    কৌশিক দা আপনার ভূটান Traveling ভিডিও দ্বিতীয় পর্ব আজকে দেখলাম, খুব সুন্দর এবং খুব ভাল লাগল ।

  • @Dev_lover_Røñy
    @Dev_lover_Røñy Рік тому +3

    Love for kalyani Dada ❤❤

  • @srabonighosh9541
    @srabonighosh9541 Рік тому +1

    আমাদের কৌশিক দার মধ্যে হিরো হিরো ভাব চলে এসেছে। কৌশিক দা এগিয়ে যাও আমরা সবাই আছি তোমার সাথে।

  • @anirbanchatterjee8703
    @anirbanchatterjee8703 Рік тому +3

    Bhutan the land of thunder dragon....

  • @gurudasmondal5099
    @gurudasmondal5099 Рік тому

    সত্যিই অনেক কিছু জানতে পারলাম , দেশটা সম্পর্কে কিছুই জানতাম না , খুব ভালো লাগলো ।

  • @SomnathSrimani
    @SomnathSrimani Рік тому +1

    কৌশিক দা আমাদের এই ভাবে ঘোরার আনন্দ টাকে বাঁচিয়ে রেখো সারা জীবন। ভালো থেকো। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

  • @sayanmondal2085
    @sayanmondal2085 Рік тому +1

    কৌশিক দা গো,,,তোমার উপস্থাপনার কোনো জবাব নেই❤️😍🤩

  • @aninditascreationandcooker7121

    ২০১৭তে ঘুরে এসেছি ভাই কৌশিক, আবার তোমার ব্লগ দেখে ভীষন ভালো লাগলো ধন্যবাদ ❤️

  • @tanmaybiswas5033
    @tanmaybiswas5033 Рік тому

    দুই জনপ্রিয় একসাথে দেখে ভালো লাগলো..

  • @papiyakarmakar617
    @papiyakarmakar617 Рік тому

    কৌশিক দার নাচ এবং তীর ধনুক চালানো টা দারুন ছিল

  • @hifivebandhura7361
    @hifivebandhura7361 Рік тому +1

    Kaushik Dada, Khub Moja Karle Bhutan, thimpu, Paro, Museum,Bhautan expensive holey o puro paisa usol, puro satai Swizerland, khub bhalo laglo, Darun💯💖👍

  • @rathindranathchakraborty4797

    খুবই সুন্দর লাগছে কৌশিক দার ভুটান ভ্রমনের ভিডিও! অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা দাদা!

  • @Ms.Mahmud321
    @Ms.Mahmud321 Рік тому

    কৌশিক বাংলাদেশের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অনেক ভালবাসা রইলো আপনার প্রতি।

  • @SahebCreation0
    @SahebCreation0 Рік тому +2

    দাদা তীরন্দাজ এরো practice আছে....সেরা দাদা🎉❤ আর দারুণ nature আর দারুণ explore করছো 😮😊

  • @purnamondal169
    @purnamondal169 Рік тому +1

    দারুন লাগলো , মনে হচ্ছিলো আরো ঘুরি , কিন্তু শেষ তো হবেই। আগামী পর্বের অপেক্ষায় থাকলাম। অনেক নুতুন কিছু দেখলাম , অনেক কিছু জানলাম ভুটান সম্পর্কে। খরচের জন্য যদি না যাওয়া ও হয়ে তাহলে কোনো আফসোস থাকবে না এই ভিডিও দেখার পর। অনেক ভালো থেকো। আনন্দে থেকো।

  • @Md_Soleman_Hossain
    @Md_Soleman_Hossain Рік тому

    কৌশিক দা আপনার চোখে এই প্রথম ভূটান ভ্রমন করলাম যেটা খুব ভাল ভাবে উপভোগ করলাম .
    আপনাকে অসংখ্য ধন্যবাদ .

  • @abhijitbarua13
    @abhijitbarua13 Рік тому

    Video ta darun laaglo. Besh informative. Porer video r jonno opekkhay thaklam

  • @soumyakumar3790
    @soumyakumar3790 Рік тому +1

    দাদা এতো সুন্দর করে তুমি ভূটান ঘুরাচ্ছো এবং সমস্ত তথ্য তুলে ধরছো আমার মন ভরে গেল ❤❤❤

  • @rumapalit9872
    @rumapalit9872 Рік тому

    ভীষণ ভালো লাগলো প্রাকৃতিক সৌন্দর্য,,,,,আর তোমার উপস্থাপনা 👌👌

  • @Lifeofsus
    @Lifeofsus Рік тому

    Darun darun darun go.khub jete ichche korchhe.jabo taka jomie ebar❤❤❤

  • @piabasu2454
    @piabasu2454 Рік тому +2

    এত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ ভুটান, খুব ভালো লাগলো ভিডিও টা, 😍

  • @dipikabarman7349
    @dipikabarman7349 Рік тому

    দাদা আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে। বাড়ি বসে থেকে আপনার ভিডিও গুলো দেখে মনে হয় যে আমরাই ওখানে ঘুরতে যাচ্ছি.. আপনি আরো বড়ো youtuber hon 🙏🙏

  • @parthanandi884
    @parthanandi884 Рік тому

    ভূটানের সৌন্দর্য এবং সংস্কৃতি প্রথম তোমার মাধ্যমে দেখছি। খুব সুন্দর অনুভূতি।

  • @swatichatterjee5060
    @swatichatterjee5060 Рік тому

    বাহ্ কৌশিক ঘরে বসে পুরো ভুটা ঘুরলাম
    খুব ভালো লাগল । ভালো সুস্থ এবং
    সাবধানে থাকবে 💕💕

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Рік тому +1

    কৌশিক ভাই ভুটান দেখতে খুব ভাল লাগছে তাই পরের video এর অপেক্ষায় থাকব😍👌

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 6 місяців тому

    sotti bhutan ekta santir jayga . Osadharon Dada

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Рік тому

    অসাধারণ উপহার দিলেন, বাংলা ভাষায় ভূটানের উপরে প্রথম ভিডিও ইয়ঙ জেনারেশানের এই যে মোটা হবার অজূহাতে আধপেটা খাওয়া, অতিরিক্ত খাওয়া হলে যাওয়া এগুলো কিছুতেই মানা যায় না

  • @meghnathkundu8213
    @meghnathkundu8213 Рік тому +1

    Khub sundor video ❤❤... Viedo ta dekhe... Votun jbr plan kore fellam.... Love you dada ❤... From aasansol ❤

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 Рік тому

    Osadharon laglo..choto choto description of Bhutan's culture darun lagche...

  • @satirthaadhikari8785
    @satirthaadhikari8785 Рік тому

    Khub valo laglo.asadharan aapnar chokhe Bhutan dekha hoye gelo.

  • @biswjitdeb2892
    @biswjitdeb2892 Рік тому +2

    অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকের ভিডিওটির উপস্থাপনা ছিল অনবদ্য ❤️

  • @sukanyaghosh297
    @sukanyaghosh297 Рік тому

    Osadharon.. Chobi er desh ta ❤❤❤❤.. Tmr uposthaponay aro sundor laglo❤❤

  • @gopabagchi573
    @gopabagchi573 Рік тому

    খুব ভালো লাগছে ভুটান ঘুরে বেড়াতে তোমার সাথে ,আশির্বাদ করি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে ঘুরতে নিয়ে যাও ❤

  • @suparnaroy5393
    @suparnaroy5393 Рік тому

    Osadharon apurbo ki sundor jaiga priskar porichonno r sob kichu ato valo lagar karon apnar uposthapona 👌👌👌porer porber opekhai roilam

  • @ambalikamukhopadhyay7618
    @ambalikamukhopadhyay7618 Рік тому +1

    অসাধারণ দাদা,, সত্যিই খুব সুন্দর জায়গা,, নিজেরা গিয়েছি ঠিক ই,, কিন্তু আপনার চোখ দিয়ে আবার একবার দেখে খুব ভালো লাগছে ❤❤

  • @mousumibhattacharya3182
    @mousumibhattacharya3182 Рік тому

    Onek kichu jante parlam ..Thank uuu dada...Tomake black shirt ta khub maniyeche....Darun lagche tomake...

  • @suvonodi
    @suvonodi Рік тому

    কি বলি বলতো তোমার ব্লগ গুলো এত তথ্য সমৃদ্ধ কি বলবো তোমার এই ব্লগ দেখেই ভুটান এর এত তথ্য পেলাম মনে হচ্ছে ভুটান গিয়ে গাইড এর প্রয়োজন হবে না 😜 উপস্থাপনা নিয়ে কোনো কথা হবে না বস 👌👌👌 দারুন লাগলো বিশেষ করে ওই ভদ্রলোক পা দিয়ে যে শিল্প দক্ষতা দেখিয়েছেন টা সত্যি অবাক করে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সমৃদ্ধ সংস্কৃতি মন ছুঁয়ে গেছে কৌশিক । ভালো থেকো পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম। প্রকৃতি এর এত আশীর্বাদ তোমার ওপর টান তাই তোমায় এত ভালোবেসে ফেলেছে ভুটান 😍😍😍

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Рік тому

      গাইড তো নিতেই হবে তবে এই Vlog দেখার পরে সব জায়গা গুলো র গল্পটা মনে থেকে যাবে

  • @ridersubhajit
    @ridersubhajit Рік тому +2

    চোখের তলায় ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে , পরিশ্রম হচ্ছে বোঝা যাচ্ছে
    খেয়াল রাখো নিজের ❤❤❤❤

  • @subhrochatterjee2750
    @subhrochatterjee2750 Рік тому

    Darun dada, bhutan tour 2nd part bhalo laglo koushik da

  • @Paeapaeasuku
    @Paeapaeasuku Рік тому

    Khub valolaglo amra jara jete parina tader jonno anoboddo prochasta. Thank you koushik.

  • @DebjaniGanguli_MAKAUT
    @DebjaniGanguli_MAKAUT Рік тому

    sob video khub valo lage.
    sabdhane theko dadavai. Health is Wealth.
    tumi ekhon celebrity.

  • @gharoaranna4553
    @gharoaranna4553 Рік тому

    ভাল লাগল ভিডিও টি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @debajyotichatterjee1891
    @debajyotichatterjee1891 Рік тому +2

    Shei 2021 er lockdown theke ajke 2023 er june.You came a long way koushik da..Ami prarthona kori tumi jeno ja chao tai orjon korte paro.Dhonnobad 😊

  • @BONGLOVIYANA
    @BONGLOVIYANA Рік тому +1

    কি যে ভালো লাগলো দাদা বলে বোঝাতে পারবোনা Just চুমু লেভেলের ভিডিও, U r d best...❤❤❤

  • @anushkabasuroychoudhury6135

    Jodio janina kichui but Bhutan, Tibet, Nepal eder culture amar khub valo lage,tomar vlog ta dekhe r.......o...... preme pore gelam, nd ke bole tumi nachte paro na, darun nechecho nd anek kichu jante parlam, amra jara sadh thakleo upay nei beranor tomar maddhome echhe fulfil hoy, thanks a lot, take care.....