Punakha | পুনাখা দূর্গ | ভুটানি কাঁচা বাজার | Dochula Pass | Bhutan Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 649

  • @tapanbangali6186
    @tapanbangali6186 Рік тому +11

    ❤শিবাজী দা' কমেন্ট্রি অসম্ভব সুন্দর এবং শিক্ষিত মানুষ বলে অত্যন্ত রুচিশীল । অবশ্য তার বন্ধু ভদ্রলোকও অসাধারণ । তাদের ভ্রমণ সংঙ্গীরাও বাছাইকৃত । আপনাদের প্রতি অন্তহীন ভালোবাসা বাংলাদেশ থেকে ।

  • @rashmitachowdhury9248
    @rashmitachowdhury9248 Рік тому +66

    আপনাদের জন্য কতো নতুন নতুন জায়গা বাড়ীতে বোসে দেখতে পাচ্ছি। এভাবেই ঘুরে বেড়ান যুগ যুগ ধোরে আর ভালো থাকুন আপনারা দুজনে। তবে পৃথীরাজ কাকুর একটা বিয়ে দেখার অপেক্ষায় রইলাম উনি এতো মজা কোরে কথা বলেন ওনার জীবনটাও যেন রোমান্টিক হোয়ে ওঠে একদিন। আর আপনি শিবাজী কাকু আপনি তো দারুন মানুষ। ভালো থাকুন সবাই মিলে ❤❤

  • @somamukhopadhyay493
    @somamukhopadhyay493 3 місяці тому +2

    অসম্ভব সুন্দর তথ্যবহুল একটি ভিডিও দেখলাম ড্রাগন দেশের, ২০১৩ সালে এই দেশে ঘুরে আসি, তখন প্রবেশ মূল্য ছিল না বললেই চলে দ্রষ্টব্য স্থান গুলিতে, রাস্তার অবস্থা ও ভালো ছিল না, থিম্পুর বুদ্ধের মূর্তি টি তৈরী হচ্ছে দেখেছি, ভালো লাগলো নতুন করে আপনার এই অনবদ্য ভিডিও তে ভুটানকে নতুন করে দেখতে , প্রতিটি সিরিজ অতুলনীয়, অনিঃশেষ শুভেচ্ছা জানাই, আমি ও আমার মেয়ে এখন আপনাদের এক্সটেন্ড পার্ট হয়ে গেলাম।🙏

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 4 місяці тому +2

    অপূর্ব লাগলো সুন্দরী ভুটানকে।পৃথী খুব ভালো গান গায়। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Рік тому +5

    অপূর্ব সুন্দর ভুটান। ছবির মতো। রঙ্গীন। পরিস্কার পরিচ্ছন্ন সবকিছু। শিবাজীদার সুন্দর ইতিহাস বর্ণনা। পৃথ্বীজিৎদার গান সময়যোগী। ভীষণ ভালো। দারুণ ভিডিও।

  • @mridulaghosh4096
    @mridulaghosh4096 Рік тому +2

    Kub valo laglo kotho nuton jayga ghore bose dekte parchi

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Рік тому +7

    ভুটান সত্যিই খুব সুন্দর এবং অসম্ভব পরিচ্ছন্ন একটি দেশ। অন্য দেশের সাথে আমাদের এই পরিচ্ছন্নতার বৈপরীত্য বড়ই পীড়াদায়ক। আমরা এখনো সভ্য, ভদ্র হয়ে উঠতে পারি নি- এটাই সত্য।

  • @MahuaChakraborty-jt1eq
    @MahuaChakraborty-jt1eq Рік тому +2

    দারুণ লাগলো,ভীষণ পছন্দের জায়গা,খুব ভালো লাগছে
    Prithijit বাবুর গান শুনে মন ভরে গেল

  • @sanghamitrabhattacharya7654
    @sanghamitrabhattacharya7654 Рік тому +1

    Apurbo, asadharon, vasa hariye felechhi, prithwijit ar song r nature beauty milemise akakar ar sorgiyo sukh a abisto korechhilo kichhukkhan..........

  • @Arghamaz
    @Arghamaz Рік тому +5

    I got goosebumps when PRITHWIJIT sang "Milan hobe koto dine" i love PRITHWIJIT...u are a wonderful soul ...absolutely loved your singing too..🎉

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Рік тому +26

    পৃথ্বী দা ওপরে ভোগী এবং ভিতরে পুরদস্তুর যোগী মানুষ। নদীর ধারে পরমাত্মার সাথে মিলনের এমন আকুতি ঈশ্বর নিশ্চয়ই শুনবেন। ভালো থাকবেন।🙏

    • @runuchatterjee193
      @runuchatterjee193 Рік тому +1

      মোচা আর ফোচু খুব ভালো লাগলো ধন্যবাদ

    • @prajnaparamamitra1091
      @prajnaparamamitra1091 Рік тому +1

      @@runuchatterjee193 মোচা নয়,খুব সম্ভবত মোচু

    • @roy-hitesh04
      @roy-hitesh04 Рік тому +2

      পৃথ্বীজিৎ কাকু আসলেই একজন মজার মানুষ। তর্কে ওনার কাছে শিবাজী কাকুকে হারতেই হবে।❣️😊

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 Рік тому +1

    খুব সুন্দর লাগলো video টি এবং উপরি পাওনা পৃথ্বীজিৎ বাবুর গান।পরের video র অপেক্ষায় থাকলাম।

  • @sharminAkterrecipes
    @sharminAkterrecipes Рік тому +11

    বলা কোন ভাষা নেই দাদা দোয়া করি আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে ❤❤

  • @saidurchowdhury9924
    @saidurchowdhury9924 2 місяці тому

    বাংলাদেশ থেকে দেখছি। বউ বাচ্চা সহ দুইবার ভুটান ভ্রমণ করেছি। খুবই শান্ত সুন্দর পরিচ্ছন্ন দেশ। দুইবার নিজ চোখে দেখে এসেছিলাম এই মনোরম অপরূপ দৃশ্যগুলো, আজ আপনার চোখে আবারও দারুণ উপভোগ করলাম। ধারা বর্ণনাও নিখুঁত হয়েছে। ধন্যবাদ।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Рік тому

    Khub bhalo laglo Punakha o Punakha jhog ...Bhari sundor sohor Punakha.Kono din jete parbo na....apni ghore bosei dekhiye dilen.Bhslo thakben

  • @bohemian_TheFreeSoul
    @bohemian_TheFreeSoul Рік тому +5

    This video took me on a virtual journey to Punakha, and I must say, it's a visual masterpiece. The vibrant colors, the traditional Bhutanese architecture, and the spiritual ambiance create an enchanting atmosphere. The landscapes are straight out of a dream, and the cultural richness is palpable. Kudos to the creators for capturing the soul of Punakha so beautifully

  • @sumanpaul6788
    @sumanpaul6788 Рік тому +1

    Prithijit da....darun...❤

  • @dibyendubhattacharyya3273
    @dibyendubhattacharyya3273 Рік тому +1

    Apnara dujonei satyi unique. Khub khub bhalo laglo. Apnader ai juti jeno afuronto Ananda dite paren sobaike ai kamona kori. Apnader berano jato bhalo hobe amader moto public ar sei jaegatar prati janata aro besi hobe. Karon apner bornona just asadharon

  • @debdyutipaul42
    @debdyutipaul42 Рік тому +3

    "Explorer Shivaji is exceptional"
    Reason :- 1. Enough information about the place they visit.
    2. Spreading awareness about our motherland, our mother earth.
    যেকোনো field-এ নাম করতে গেলে ভালো মনের মানুষ, সচেতন মানুষ হওয়াটা ভীষণ দরকার। দাদাদের মধ্যে সেইসব গুণ বিদ্যমান থাকায় আজ সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছেছে। বয়সে এবং যোগ্যতায় অনেক ছোট হওয়া সত্ত্বেও কামনা করব আপনারা নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন আগামী দিনে, যাতে আপনাদের দেখে আমি আর আমার মত প্রত্যেক youngsters-রা অনুপ্রাণিত হই আর একজন good human being হতে পারি।

  • @debmalyabanerjee1079
    @debmalyabanerjee1079 Рік тому +2

    Aaj din e 4 bar check korechilam video eseche kina .... Tarpor notification dekhei mon bhalo hoye galo... Thank you ❤

  • @kaushikbanerjee5399
    @kaushikbanerjee5399 Рік тому +22

    Agree with you and the reason behind the issues highlighted are the problem of our mindset!
    we are not taking our Country seriously and we always blame others but failed to look into our own mindset!! A transformation of mindset is required and we need to promote the vibes.
    The prime thing is we need to respect our own country and spread the positive vibes of our country across.
    Thank you for bringing this... ❤

    • @Arghamaz
      @Arghamaz Рік тому

      I wish everyone in India realizes this very thing, reflects , introspects , thinks and changes the mindset for the better

    • @sumitachowdhury798
      @sumitachowdhury798 Рік тому

      অনেক দেশে গিয়েছি Africa র দেশ বাদ দিয়ে কিন্তু আমাদের দেশে র মতন নোংরা দেশ কোথাও দেখতে পেলাম না

  • @shouvanickganguly1883
    @shouvanickganguly1883 Рік тому +1

    Shibaji da don't mind Guru r bani anoboddo like tomar video description 13 mint and 35 mint e guru puro hit bole to super hit .. khub valo laglo❤❤❤❤❤❤❤

  • @Saibal_DEY
    @Saibal_DEY Рік тому +1

    আহা কি সুন্দর গান আপনার ভিডিও তে এগুলোই তো এক্সট্রা পাওনা ❤❤ যুগ যুগ জিও পৃথ্বীজিৎ দা

  • @sekharroy7878
    @sekharroy7878 Рік тому +3

    রোদ ঝলমলে ভুটানের সৌন্দর্য দারুণ। তবে শিবাজীর তথ্যসমৃদ্ধ বিবরণের জন্য এই পর্বটা অনেক বেশি জীবন্ত মনে হয়েছে। পৃথ্বিজিতের গানটাও খুব ভাল লাগল। তবে যারা একটু বৈচিত্র্য অথবা নতুনত্ব চায় তাদের কাছে ভুটান একটু একঘেয়ে মনে হতে পারে। সব মিলিয়ে বেশ ভালই লাগল।

  • @NivaBanerjee-lx7ix
    @NivaBanerjee-lx7ix Рік тому

    Khub valo laglo notun notun jayga dekhe

  • @sudiptabanerjee9436
    @sudiptabanerjee9436 Рік тому +1

    Shibaji da o Prithvijit dar❤❤❤❤❤aei modhur Bandhutto atut thakuk sarajibon atai kamona kori iswar er kache

  • @MoumitaBhattacharya-q8p
    @MoumitaBhattacharya-q8p Рік тому

    Abar o oshadharon akta vlog dekhlam... 🙏

  • @ritabhattacharya8440
    @ritabhattacharya8440 Рік тому +2

    Prithwijitbabu......interesting

  • @rekhaghosh8723
    @rekhaghosh8723 Рік тому +2

    "koto ajanare janai le tomra." God bless you and your family.

  • @explorewithganguly
    @explorewithganguly Рік тому +1

    বাংলা ইউটিউবের সর্বকালের সেরা জুটি।এত ভালো এপিসোড এর আগে খুব কম দেখেছি।ভালো থাকবেন স্যার

  • @sohinisen5586
    @sohinisen5586 11 місяців тому

    Darun lagche Bhutan ...jete khub ichhe korche

  • @srikrishnabanerjee3409
    @srikrishnabanerjee3409 Рік тому

    Darun ghurlam khub bhalo laglo ❤🎉

  • @AshimRoy-k1s
    @AshimRoy-k1s Рік тому +1

    দারুন হলো,কিন্তু পৃথ্বী বাবুর টা অসাধারন

  • @sankalpasengupta1174
    @sankalpasengupta1174 Рік тому

    খুব সুন্দর। গান টা ও খুব ভালো লাগলো ।

  • @sibakrishnabhattacharyya7141
    @sibakrishnabhattacharyya7141 Рік тому +1

    My favorite folk song. Thanks prithijit babu.

  • @ajitkumardey6239
    @ajitkumardey6239 Рік тому

    Very nice video Bhutan deklam

  • @jhumadeb7569
    @jhumadeb7569 Рік тому +1

    36:33 খুব ভালো লাগলো পৃথিজিত বাবু আপনার গান👌👌👌
    আজকের ভিডিও অসাধারণ লাগলো 👍👍

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 Рік тому

    অনেক কিছু জানতে পারছি কত কিছু যে দেখছি তা তো অনবদ্য। তার সঙ্গে পৃথিবাবু অসাধারণ কথা । খুবই সুন্দর। ভালো থাকবেন।

  • @koyalidas242
    @koyalidas242 Рік тому +1

    কারোর প্রেমে পড়ি না পড়ি প্রতিবার তোমার cinematics গুলোর প্রেমে পড়ে যাই uncle ❤ 😮

  • @rudraprotapsingh
    @rudraprotapsingh Рік тому +5

    আপনার চ্যানেল খুব আগ্রহ সহকারে দেখি!! ছোট বলে ডাকা খুব সুন্দর লাগে। আমাদেরও একজন ছোট আছে!! তাকে ছোট বলেই ডাকা হয়!! খুব ভালো লাগলো। শুভ হোক। ট্যুর থেকে বাড়ি ফেরার সময় খুব জলি মুডে থাকেন আপনি!!

  • @somnathchatterjee2925
    @somnathchatterjee2925 Рік тому +1

    Darun description.

  • @sankhasen3954
    @sankhasen3954 Рік тому +7

    আমি 2017 সালে ভুটান গিয়েছিলাম। বুমথাং পর্যন্ত গিয়েছিলাম। অপূর্ব প্রকৃতি। আপনারা যদি বুমথাং যেতেন, তাহলে আরো উপভোগ্য হতো এই series.

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +6

      শরৎ কালে যাব, এবার সচেতন ভাবে বুমথাং গেলাম না, এখন প্রকৃতি ধূসর, শরতে আসল রূপটা পাওয়া যাবে।

  • @dr.jayamoitra9815
    @dr.jayamoitra9815 Рік тому

    Khuub bhalo laaglo, mon bhore gelo 😊

  • @milighosh9489
    @milighosh9489 Рік тому +1

    2005 প্রথম ভূটান গেছি। 2015 তে দ্বিতীয়বার। তখন এতো খরচের বহর ছিল না। ভূটান চোখজুড়ানো সুন্দর, কিন্তু কোথায় একটা যেন প্রাণের অভাব বোধ করেছিলাম আমি!
    ভাই শিবাজী, আপনি কিন্তু উত্তরোত্তর উন্নতি করছেন!! এবার যেন একটু অন্য মুডে ছিলেন মনে হলো মৈত্রেয়ী থাকায়!!😊 বড়ো ভালো লাগলো আপনার স্ত্রীকে! ওনাকে মাঝে মধ্যে নিয়ে গেলে কিন্তু একটা আলাদা flavour যোগ হবে। পৃথ্বী অসাধারণ!! ওর গান, ভাবনা, মন্তব্য,মুচকি হাসি - সবকিছু একটা অনন্য মাত্রা যোগ করে। ভালো থাকবেন সবাই আপনারা। আর অজস্র ধন্যবাদ আপনাদের ❤️

  • @bandanachowdhury9374
    @bandanachowdhury9374 Рік тому

    কিযে ভালো লাগছে ভূটান লিখে বোঝানো যাবে না ।সবই আপনাদে র জন্য ।অপূর্ব ।আজকের ভিডিও অসাধারণ লাগলো। ভালো থাকবেন।

  • @suklabarman3096
    @suklabarman3096 11 місяців тому

    পৃথ্বী জিতের গান অপূর্ব অসাধারণ প্রকৃতির সাথে অপূর্ব সংযোগ সাধন করেছে। খুব ভালো। ঘরে বসে আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছি দারুন সুন্দর।

  • @Rsuranjana
    @Rsuranjana Рік тому

    দুর্দান্ত লাগলো. মৈত্রেই কে ওই ভূটানী ethnic dress এ দারুণ লাগছিল.. চরৈবেতি চরৈবেতি..

  • @sudipchowdhury7812
    @sudipchowdhury7812 Рік тому

    ত‌থ্যে, বৈ‌চি‌ত্রে, উপস্থাপনায় চমৎকার ? নিরন্তর শুভকামনা।

  • @pdekarmakar
    @pdekarmakar Рік тому

    এমনিতেই ভুটান ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম ভ্রমনস্থল, তার ওপর আপনার চিত্রায়ণ, চরিত্রায়ন ও অনবদ্য বিবরণে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, আপনি সপরিবারে ও পৃথ্বীবাবু সকলেই খুব ভালো থাকুন আর এইভাবেই আমাদের নয়নাভিরাম ভ্রমণ পিপাসা নিবারণ করুন, ধন্যবাদ।

  • @tarunbiswas7651
    @tarunbiswas7651 9 місяців тому +1

    পৃথ্বীজিৎ দা এখনো সময় আছে আপনি চাইলেই আপনার মনের মানুষের সঙ্গে মিলন ঘটাতেই পারেন। ভালো থাকবেন দুজনেই। মায়ানমারের সমস্ত ভিডিওর অপেক্ষায় রয়েছি। গান টা খুব সুন্দর লাগলো।

  • @samiksengupta7705
    @samiksengupta7705 Рік тому

    Darun Darun Darun lagche Khub bhalo Thakben Sustha Thakben Sobsamay Bhalo Basha Naban 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @chitramitra6153
    @chitramitra6153 Рік тому

    Asadharan Bhutan dakhchi. Bravo.

  • @kiranmoymandal9678
    @kiranmoymandal9678 Рік тому

    খুব খুব সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, পুনে মহারাষ্ট্র

  • @milansen3503
    @milansen3503 Рік тому +1

    খুব ভালো লাগলো ভিডিওটা দেখে।
    কখন যেন হারিয়ে গেলাম ভুটানের দেশে।
    অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন সবাই। অন্য কোন ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।

  • @Ugtraveleatbhappy5
    @Ugtraveleatbhappy5 10 місяців тому

    Darooon gaan
    Daroon conversation 🤭🤣🤣
    Bheeshon bhalo lagchey eyeee series ta
    One of the best
    Chomotkriytyo

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 Рік тому +1

    পুনাখা দুর্গ 🏰 টা খুব ইনজয় করলাম, প্রথম নদী টা অসাধারন মন ছুঁয়ে গেছে, আর মেল ও ফিমেল নদী দুটো এত সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না, ব্রীজ টা খুব সুন্দর দেখলাম, মৈত্রীদির পোশাক 👗 টা খুব ভালো ছিল পৃথ্বীজীতদার গান ও কথা গুলো এক দম ঠিক। ধন্যবাদ ❤

  • @sarmilabhunia1553
    @sarmilabhunia1553 Рік тому

    খুব ভালো লাগলো পুনাখা শহর আর দুর্গ

  • @jotder08
    @jotder08 Рік тому

    Prithijeet da khub e dami Kotha bolechey. R gan ta darun darun. Prithijeet da rocks.❤

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Рік тому

    অসাধারণ ভাবে ভুটান পরিবেশন করলেন যা মন ছুঁয়ে গেল এরকম ভাবেই আমাদের ভুটান উপহার উপহার দিন তাতে ভিডিও বেশী বা বড় হলেও আমরা সানন্দে দেখবো কথা দিলাম

  • @joyabiswajit
    @joyabiswajit Рік тому

    খুব সুন্দর লাগলো Prithijiter গান

  • @anurimakarak4550
    @anurimakarak4550 Рік тому +2

    আবার নতুন দেশ,নতুন গল্প........আপনাদের দৌলতে সব দেখার এবং জানার সৌভাগ্য হচ্ছে কেমন......

  • @krishnamitra812
    @krishnamitra812 Рік тому

    Khub valo laglo punakha excellent awesome ❤❤❤

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 Рік тому

    Khub e enjoy korlam...thanks. 😊

  • @dilipadhikari7698
    @dilipadhikari7698 Рік тому

    Anek kichu dekhte pachhi, ghare bose. Onek Dhanyabad.

  • @indraneemukherjee1565
    @indraneemukherjee1565 Рік тому

    দারুণ লাগছে ভুটান দেখতে আর তার সাথে উপরি পাওনা পৃথিজিৎদার গান

  • @rimipyne7205
    @rimipyne7205 Рік тому

    মন ভরে গেল। ব্রিজের ওপর দাঁড়িয়ে পৃথ্বিজিতের গান অসাধারণ মাত্রা দিল।👌👌👌

  • @moumitaroy5279
    @moumitaroy5279 Рік тому +1

    ভিডিও র শেষে উপরি পাওয়া, পৃথি দার গান, thanks দাদা, লাভ ফরম হার্ট ❤

  • @prodipmondal7851
    @prodipmondal7851 Рік тому

    Mochu abongh Fachu,Punakha khub sundar dekhiyachen.

  • @biplabbasu3706
    @biplabbasu3706 Рік тому

    Darun dada 🎉 khub bhalo laglo. Khub bhalo .🎉...

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 Рік тому

    কি যে ভালো লাগছে ভূটান এর প্রকৃতির অপূর্ব দৃশ্য... লিখে বোঝানো যাবে না ভাই রা। মৈত্রেয়ী কে খাদা পড়ে দারুণ লাগছিলো ।পৃথ্বিজিৎ এর গান এবং জীবন বোধ ভীষণ ভালো লাগলো। আগামী ব্লগের অপেক্ষায় রইলাম ।ভালো থেকো তোমরা ।

  • @tanushreemitra7
    @tanushreemitra7 Рік тому

    Puro vlog tai vison sundor......kintu sesh vaag e Prithwijit babur gaan aar tar byakhha ta mon chuye gelo...❤

  • @versatrade1
    @versatrade1 Рік тому +1

    শিবু আর পৃথি, কী দেখালিরে কাকাবাবুরা?
    নয়ন জুড়িয়ে গেলো এলো প্রাণে শান্তি l এতো পরিষ্কার এবং নিকোনো কুচনো l
    এবার আমাকে যেতেই হবে, দেখছি l
    অনেক দোয়া আর আশীর্বাদ l
    পৃথিজিৎ, এতো চমৎকার " লালন "- এতো দেখছি সোনায় সোহাগা l

  • @lipikagupta6408
    @lipikagupta6408 Рік тому

    অপূর্ব বর্ণনা। তার সাথে অসম্ভব পরিচ্ছন্ন ভুটানের প্রত্যেক টা জায়গা। সত্যি এতো সুন্দর ভাবে জায়গা গুলো র সাথে পরিচয় করাচ্ছেন, যেন আমরা নিজেরাই বেড়িয়ে বেড়াচ্ছি। ভীষন খরচ সাপেক্ষ জায়গা, আপনাদের চোখে ই দেখে নেয়া হলো। তার সঙ্গে পৃথিজিৎ দার কণ্ঠের গান, অপূর্ব লাগলো।

  • @tanusreedhar5422
    @tanusreedhar5422 Рік тому

    অপূর্বসুন্দর একটি ব্লগ দেখলাম

  • @soumenbanerjee4460
    @soumenbanerjee4460 Рік тому +1

    Prithwijit dar গান অসাধারণ ❤❤❤

  • @sonalisensarma3038
    @sonalisensarma3038 Рік тому

    Darun...prithvi babur gan r tar sathe logic just fatafati

  • @arpitapaul9028
    @arpitapaul9028 Рік тому

    Excellent lagchhe Bhutan sereis.....porer porber opekkhay roilam😊😊

  • @debnathbasu2672
    @debnathbasu2672 Рік тому

    চমৎকার প্রতিবেদন। পঃবঃএর অবস্থা বিশেষ করে খুবই অধঃপতিত। মধ্যপ্রদেশ অবশ্যই best in the country in regards to civic cleanliness।
    মহারাষ্ট্র, কর্নাটক, তামিল নাড়ু ইত্যাদি উন্নত রাজ্যগুলোতে পরিবেশ ও প্রতিবেশ গত আইন কানুনের উপযোগ অনেক এগিয়ে।

  • @rubaisaha7229
    @rubaisaha7229 Рік тому

    আপনাদের ভূটান সিরিজ খুব আনন্দের সঙ্গে দেখছি । এইমাত্র পুনাখা দেখলাম । ভূটান ছবির মত সুন্দর একটি দেশ ।
    আপনি ও পৃথ্বীজিৎ বাবু অন্য দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমাদের দেশ কে নিয়ে আক্ষেপ করেন, এই ব্যাপারে আমি সহমত । এটি দেশের নিন্দা নয়, দেশকে অন্য দেশের মতই সুন্দর দেখতে চান আপনারা । এটাই স্বাভাবিক ।
    ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে যেন এক ছুটে চলে যাই সেখানে ।
    ভবিষ্যতে যদি কখনও যাওয়ার সুযোগ হয়, তখন হাতে সময় থাকলে আপনাদের ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে যাব ।
    আপনারা সকলে সুস্থ থাকুন ও আমাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখান । আপনাদের বেড়ানোর ভিডিও আমাকে কাজের মাঝে এগিয়ে চলার শক্তি যোগায় । আমার recreation ও বটে ।
    ধন্যবাদ সহ।

  • @onetimemusicliveonly2175
    @onetimemusicliveonly2175 Рік тому

    Gaan ta , tarporer conversation ta darun...sudhu oi gan er somoy jayga tar ekta 360° panoramic view miss kore gelam..
    Darun video. Regular visitor ❤

  • @moumitaroy5279
    @moumitaroy5279 Рік тому +4

    লাইক 10 , ভিউ 1 ❤, অনেক চেষ্টা করে আজকে হল ভিউ 1

  • @JayantaGuchait-cn4zp
    @JayantaGuchait-cn4zp Рік тому

    অসাধারণ লেগেছে ভিডিও।

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Рік тому +1

    👍😊❤️❤️ দূর্দান্ত সবটাই সঙ্গের গান অবশ্যই

  • @prabirbiswas7694
    @prabirbiswas7694 Рік тому

    Shibaji da khub valo laglo apnader paro visit.clear and fresh weather.monestry ges ghanta bajabo na .aro vedio r apekkhaya railam.

  • @ahmeda7576
    @ahmeda7576 Рік тому +6

    From Bangladesh, I agree with Phrithijeetda and Shibajida 100%. Why cant we keep our countries clean?

    • @Arghamaz
      @Arghamaz Рік тому

      One of the primary reasons maybe due to over population in India and the typical mentality n bad attitude of ' Who cares ' of many people who litter everywhere

  • @ayushsarkar007
    @ayushsarkar007 Рік тому

    খুব খুব অসাধারণ লেগেছে পৃথিজিৎদার গানটি , আর আপনাদের এই ভুটান ভ্রমণের পর্বগুলি খুব ভালো ।।
    ধন্যবাদ ❤❤❤

  • @JAGANNATHKUNDU-m9z
    @JAGANNATHKUNDU-m9z Рік тому

    দারুন একটা মুহূর্ত কাটলো আপনা দের সাথে ‌ভালো থাকবেন‌

  • @kamruzzamanmilu5916
    @kamruzzamanmilu5916 Рік тому

    কি অসাধারণ তথ্যবহুল ডকুমেন্টারি!

  • @sarojbose6015
    @sarojbose6015 Рік тому

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @bibekranjansarkar5094
    @bibekranjansarkar5094 6 місяців тому +1

    আমার বয়স 78+।। এক জন ভীষন ভক্ত আপনার। ভাল ও সুস্থ থাকুন সবাই।

  • @ajantamukherjee5690
    @ajantamukherjee5690 Рік тому

    Great!kub sundor laghche 😊😊

  • @snigdhaganguly173
    @snigdhaganguly173 Рік тому +1

    উফ্,কি যে ভালো হচ্ছে ভুটান সিরিজটা!যেমন photography তেমন narration!TV তে connect করে দেখছি বলে আরো enjoy করছি!খুব সুন্দর দেশ ভুটান!আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে কিছুতেই আমাদের দেশ কে পরিষ্কার রাখা সম্ভব নয়! এছাড়া আমাদের মানসিকতা!! যাই হোক,খুব ভালো থাকবেন আপনারা আর এই রকম সুন্দর সুন্দর vlog উপহার দিন।অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!!

  • @sujitchaudhuri6996
    @sujitchaudhuri6996 Рік тому

    Khub valo laglo.

  • @emeligupta5542
    @emeligupta5542 Рік тому

    Mon bhore gelo Bhutan dekhe

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 Рік тому

    গানের দৃশ্যে, সিনেমার দৃশ্যর মতো সাজানো গোছানো দেশ,তার সাথে যোগ হয়েছে শিবাজি বাবু আপনার গল্প, ভালো লাগছে দেখতে।টেক কেয়ার ভালো থাকবেন

  • @GamingwithJazz-nd6rj
    @GamingwithJazz-nd6rj 5 місяців тому

    We visited few years ago. I like you & your tour team. Remember & memories tourist place. Bhutan very nice & remote place. But missed best nice place'Bajjio'.thanks to you & all

  • @pralaychatterje2209
    @pralaychatterje2209 Рік тому

    "Chotu-da" kintu ei byosheo khub energetic. Live long Chotuda.

  • @chandanachakrabarti6967
    @chandanachakrabarti6967 Рік тому

    Aaj prithi da fatafati , effect of mountains 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 osho philosophy bhogi to Tyagi👍🏼👍🏼👍🏼

  • @surajitdhar2415
    @surajitdhar2415 Рік тому

    Video ta khub bhalo laglo.
    Ami o 2001 saale gechilam. Punakhar Jong dekhe amar onek sriti mone porlo. Sei songe Dochala pass o.
    Dhonnobad Shibaji da.

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg Рік тому +1

    ভুটানের প্রকৃতি খুব সুন্দর ও শান্ত। এখনো পর্য্যন্ত যতো দৃশ্য দেখলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু খরচ রয়েছে এই দেশটাকে উপভোগ করার জন্য।