ভুটান সত্যিই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। আপনাদের উপস্থাপনা খুবই ভালো। কিন্তু ভুটান ভ্রমন প্রচন্ড খরচ সাপেক্ষ। আমি ১৯৯৫ সালে গিয়েছিলাম তখন কিন্তু এত খরচ ছিল না।
খুব ভাল লাগল ভিডিওটি। খুবই প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ । ভুটান ভ্রমনার্থীদের জন্য যা অমূল্য প্রাকৃতিক শোভাও অসাধারণ। . যা মনকে ভরিয়ে.দেয়। খুব আনন্দ করে ভ্রমন করুন। ভাল থাকবেন সবাই।
খুব সুন্দর লাগছে দাদা। আপনাদের মাধ্যমেই আমরা ভুটানের অনেক সৌন্দর্য দেখতে পাবো। বর্তমান সময়ে এইরকম অতিরিক্ত Charges এর জন্য আমাদের তথা সাধারণ মধ্যবিত্ত ভ্রমনপ্রিয় মানুষদের ভুটান ভ্রমণ অসম্ভব।
আমি যখন ভূটান গিয়েছিলাম তখন এতো ঝামেলা ছিল না।গাইড নেওয়ার কোন ঝামেলা ছিল না।আর এত নিয়ম কানুন ছিল না।আর এত খরচ ছিল না।এখন ভূটান যাওয়া সাধারনের জন্য বিলাসিতা।ভূটান মূলত পরযোটক নির্ভর ।ধন্যবাদ ।
As usual Anindya apnar video always informative and entertaining..ashadharon laglo , ami Thimphu giyechhilam 1990 te ...akhon anek kichhu change hoye gachhe....amra ak raat Phuntsholing e chhilam ..khub nostalgic lagey apni jokhon amader jawa kono tour video dakhan....Bhutan amar khub bhalo lagey , waiting eagerly for your next video , bhalo thakben shaporibare ❤
Sob somoy opekhha kore thaki kokhn tomar video asbe Khub vhlo laglo video ta babula da❤❤❤ Sobai khub vhlo theko rai ke onk vhalobasa r tomader pronam janalam
@@AnindyasTravelogue এটার একটা কারণ আছে। ভারত থেকেই কোনো biker গ্রুপ বা ট্যুরিস্ট ওদের ওখানে কোনো স্তুপের ওপর দাঁড়িয়ে ছবি তুলে social platform এ পোস্ট করে। সেটা ভুটান সরকারের দৃষ্টি গোচর হলে তারা এই নিয়ম চালু করে। ভারতীয় দের জন্য মূল্য অনেকটা কম তাও। বিদেশি দের জন্য 100 ডলার প্রতিদিন মানে ভারতীয় টাকায় প্রায় 8000 টাকা। আমি জানি না 1200 টাকার নিয়ম তো saarc এর দেশ গুলোর জন্য কিনা। তবে মূল উদ্দেশ্য হলো ট্যুরিস্ট কম যাতে আসে অথচ দেশের বিদেশী মুদ্রার ইনকাম ও না কমে। এটাই ভুটান সরকারের উদ্যেশ্য।
দাদা আপনার সব ভিডিও আমরা দেখি। এত ভালো লাগে যে মন ভরে যায়। আমার পরিবারের সবাই আপনার ভিডিও দেখতে খুব ভালোবাসে। এবং দিদি এবং রাই কে আমাদের খুব ভালো লাগে। পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করছি আমরা সবাই। আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আরও নতুন নতুন ভিডিও জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন আপনারা সবাই এবং সুস্থ থাকবেন।🙏🙏👌👍👍❤️❤️
আমি ২০১৩ সালে ঘুরে এসেছি,তখন এতো কিছু নিয়ম ছিল না। পারমিশন কলকাতার ভুটান অফিস থেকে করে নিয়ে গেছিলাম। খুব খুব সুন্দর ছিমছাম পরিষ্কার একটা ছবির মতো দেশ।
1979 to 86 many times on special Govt assignments gechi nd stay korechi. Darun scenic beauty. Jemon manush gulo darun friendly nd ever smiling chilo temon chilo no restriction for tourists. Druk, Joomlahari Royal dragon etc very very few star hotels chilo. King nd queen er royal palace e on special invitation e high tea teh invited hoye awesome ekta garden ghurey dekhar sujog hoyeche. Govt of India r technical nd commercial support niye Chukha Hyder power project management e assigned chilam 40/45 yrs agey . But ekhon last few years shunchi oder dadagiri khub berey gechey, which is not good neighborship worthy. Valo thakun, enjoy korun.😊😊
Khub sundor r informative video. ❤❤ Akhon nature jemon, 45 years aageo thik temon i chilo. ❤ Khub sundor rasta hoye geche. SDF, GUIDE , CURRENCY r bepar chilo na. Bhutan currency Hashimara te cholto & same Indian currency Bhutan a. Each and every shop a shei tokhon er King Jigme Singye Wangchuck er photo thakto. Phuentsholing a Tashi Commercial name a akta shopping complex chilo shei somaye. Akhon ache ki na .... jaanina. 😊 But school chilo na.... BGTS ( BHUTAN GOVT TRANSPORT SERVICE ) er bus Hashimara Central School a niye ashto. ❤ Proud to be a KVian. ❤❤❤ Aapnader ei tour ta sottie anabadyo. Koto purono sob smriti mone koriye diyechen aapni....👌👌👌🌹🌹🌹🌹 Next part er jonno kintu wait korbo. 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
ভীষণ informative. গুরুত্বপূর্ণ. SDF is understandable. Possibly the money is being spent on travel infrastructure. কিন্তু গাইড বাবদ টাকা নেওয়াটা কিন্তু এক প্রকার জুলুম। It is quite frankly a deterrent for tourists specfically those on a shoe string budget. I will request the Bhutan government to look into this issue in a more travel friendly fashion. Look forward to the next video. Thanks.
প্রথম মন্তব্য বোধগম্য হোল না। দুঃখিত। Regarding the second comment what is বেশি tourist friendly ? যখন extra fees দিতে হচ্ছে তখন সেই revenue should be spent to improve the infrastructure of tourism. Bhutan এর তো agriculture, forestry and some hydroelectricity generation ভিন্ন কোন আয় নেই। সেখানে tourism নিয়ে এত বাছা বাছি করলে তো দেশের ক্ষতি। Tourism will usher in so many parallel tributaries of Commerce. Planned growth profiles will prevent a new Darjeeling. কিন্তু তাই বলে ভ্রমন কারীদের আর্থিক ক্ষমতার উপর অজাচিত চাপ সৃষ্টি করা ঠিক নয়।সমস্যার থেকে পালিয়ে গেলে কোনদিন তার সমাধান হবে না।
আমার মনে হয় এটা ভালোই করেছে ভূটান সরকার। এতে উটকো লোকের সংখ্যা কমবে। নাহলে দার্জিলিং বা আসেপাশের জায়গা গুলোর মতো হয়ে যেত। একদল আছে যারা শুধু সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বলে বেড়াতে যায়। এদের সংখ্যা কমবে।
ভুটান সত্যিই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। আপনাদের উপস্থাপনা খুবই ভালো। কিন্তু ভুটান ভ্রমন প্রচন্ড খরচ সাপেক্ষ। আমি ১৯৯৫ সালে গিয়েছিলাম তখন কিন্তু এত খরচ ছিল না।
Anek tathya janlam....khub kaje lagbe amader.... Thanks 👌🏻
খুব ভাল লাগল ভিডিওটি। খুবই প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ । ভুটান ভ্রমনার্থীদের জন্য যা অমূল্য প্রাকৃতিক শোভাও অসাধারণ। . যা মনকে ভরিয়ে.দেয়। খুব আনন্দ করে ভ্রমন করুন। ভাল থাকবেন সবাই।
খুব সুন্দর লাগছে দাদা। আপনাদের মাধ্যমেই আমরা ভুটানের অনেক সৌন্দর্য দেখতে পাবো। বর্তমান সময়ে এইরকম অতিরিক্ত Charges এর জন্য আমাদের তথা সাধারণ মধ্যবিত্ত ভ্রমনপ্রিয় মানুষদের ভুটান ভ্রমণ অসম্ভব।
আমি যখন ভূটান গিয়েছিলাম তখন এতো ঝামেলা ছিল না।গাইড নেওয়ার কোন ঝামেলা ছিল না।আর এত নিয়ম কানুন ছিল না।আর এত খরচ ছিল না।এখন ভূটান যাওয়া সাধারনের জন্য বিলাসিতা।ভূটান মূলত পরযোটক নির্ভর ।ধন্যবাদ ।
পর্যটক ।
Ei video r wait korchilam. Khub informative. Waiting for the next.
খুবই সুন্দর লাগলো ভুটান ট্যুর, আপনাদের জন্য প্রতিবেশী দেশ ভুটান দর্শন হয়ে গেল 😊। আপনারা ভালো থাকবেন 🙏🌹🙏।
ভুটান এর এই ভিডিও টি ভাল লাগল । পরবর্তী ভিডিও র জন্য অপেক্ষায় থাকলাম । নমস্কার ।
Khub valo ai poris kar poribas bisso jure bojay thak
Khub bhalo laglo. Wait kore achi kobe Bhutan dekhbo.Bhalo thakben.
ভীষণ ভালো লাগলো আপনাদের ভুটান ভ্রমণের প্রথম পর্ব। গতকাল টিভিতে ইউটিউবে দেখলাম। পরবর্তী পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ভাই।
অনেক ধন্যবাদ 🙏
খুব সুন্দর পথের দৃশ্য। পরের slot এর অপেক্ষায় রইলাম। আপনার সবাই সুস্থ থাকুন।
Khub valo laglo, Tbe sadharon manusher jonno Bhutan jaoya asambhav,
খুব তথ্যপূর্ণ ও সুন্দর মনোগ্রাহী উপস্থাপনা❤
As usual Anindya apnar video always informative and entertaining..ashadharon laglo , ami Thimphu giyechhilam 1990 te ...akhon anek kichhu change hoye gachhe....amra ak raat Phuntsholing e chhilam ..khub nostalgic lagey apni jokhon amader jawa kono tour video dakhan....Bhutan amar khub bhalo lagey , waiting eagerly for your next video , bhalo thakben shaporibare ❤
Thank you so much 😊
অপূর্ব সুন্দর ভুটান ভ্রমণের সাথে রইলাম।
Sob somoy opekhha kore thaki kokhn tomar video asbe
Khub vhlo laglo video ta babula da❤❤❤
Sobai khub vhlo theko rai ke onk vhalobasa r tomader pronam janalam
Anek kichu information pelam..
Apnader sathe abaro kodin berie porlam amra...khb bhalo lagche
Darun 👍
খুব ভালো লাগলো। অনেক তথ্য জানতে পারলাম।
Khub bhalo laagloh Anindya. Lots of love from Mumbai 🤗
Asadharan presentation
দারুন লাগছে ❤
খুব ভালো লাগল। পরের ভিডিও র অপেক্ষায় র ইলাম
অসাধারণ লেগেছে ভিডিও।
Pather soundarya awasome.... besh bhalo laglo ei porbo ti
Darun laglo bakita aber dhakbo next vidio te
Khub bhalo laglo...informative video. Tobe Bhutan borabor i expensive. Ekhon nanarokom niyom er barabari te aro beshi.
12.40 ওটা ঢেঁকি শাক।দারুন খেতে।পাহাড়ি অঞ্চল ই বেশি দেখতে পাওয়া যায়।
খুবই সুন্দর লাগলো
Dada bhalo thakben sathe achi
Khub sundor jayga darun onek kichu jana galo thanku😊
Apnader dekhlei mon bhalo hoye jaye
Khub bhalo laglo. Anek kechu janta parlam. Next parter opakhai thaklam. 🙏🙏
Wait for next.
অসাধারণ 👌👌👌
খুব ভাল লাগল
valo laglo kintu video length ta r ektu boro hole valo hoto...
খুব সুন্দর ভিডিও।
ভীষণ ভালো লাগলো👌👌
ভালো লাগলো এবং শুরু হলো অপেক্ষা আরও ভালোলাগার। ভালো থাকবেন। 🙏
Khub sunder loglo
Darun laglo👌👌👌আমরা ekhon bhutan dekhchi ar Rai ekhon France e😊
ঠিক 👍
Khub sundor lageche video ta. Je sak ta dekhechen vegetable market e seti Fidlehead Fern .
Thank you for your information 😊
Ashadharon laglo blog ta dada❣️❣️
খুব ভালো লাগলো, ভালো থাকবেন l
Apurbo laglo
Darun
Khub sundor laglo video ta 💕💕💕
ভুটান আগে ছিল ওয়েস্ট বেঙ্গল এর ট্যুরিস্ট দের একটা পছন্দের বিদেশে destination। কিন্তু বর্তমানে sdf এবং অন্য fee গুলোর জন্য সবার যাওয়া সম্ভব হচ্ছে না ।
Exactly 👍
@@AnindyasTravelogue এটার একটা কারণ আছে। ভারত থেকেই কোনো biker গ্রুপ বা ট্যুরিস্ট ওদের ওখানে কোনো স্তুপের ওপর দাঁড়িয়ে ছবি তুলে social platform এ পোস্ট করে। সেটা ভুটান সরকারের দৃষ্টি গোচর হলে তারা এই নিয়ম চালু করে। ভারতীয় দের জন্য মূল্য অনেকটা কম তাও। বিদেশি দের জন্য 100 ডলার প্রতিদিন মানে ভারতীয় টাকায় প্রায় 8000 টাকা। আমি জানি না 1200 টাকার নিয়ম তো saarc এর দেশ গুলোর জন্য কিনা। তবে মূল উদ্দেশ্য হলো ট্যুরিস্ট কম যাতে আসে অথচ দেশের বিদেশী মুদ্রার ইনকাম ও না কমে। এটাই ভুটান সরকারের উদ্যেশ্য।
বেশ ভালোই। নতুন জায়গা। সবুজে সবুজ। তবে যাবো না। অনেক খরচ।
অসাধারণ একটি ভিডিও দেখলাম 👌❤ খুব ভালো লাগলো 👍
খুব অপেক্ষায় ছিলাম আপনার ভিডিও র জন্য....
Khub sundor laglo
Khub khub sundor, information gulo khub important..
Beautiful! আপনার vlog দেখে ভীষন inspire হই
প্রয়োজনীয় তথ্য পেলাম। ধন্যবাদ
Darun laglo video ta dada ❤
Happy journey...Bhutan
WONDERFUL 👍👍👍👍👍👍👍👍👍
Suruta besh bhalo hoyeche
খুব ভালো লাগল।
Khub Khub sundor
Sir upnar video khub bhalo lage
দারুন দাদা। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
খুব ভালো লাগলো অনিন্দ্য দা। খুব ইনফরমেটিভ ভিডিও, সব্সময়ের মতো 👌👌👌
Asadharan laglo
ONEK SUNDOR
Khub sundor laglo dada. Khub bhalo kore bujhiye dilen
সব সময়ই অপেক্ষা করে থাকি আপনাদের পরিবারের এই সুন্দর vedio দেখবো বলে ।
খুব সুন্দর ।
খুব সুন্দর ❤️
khoob valo laglo....👍👍👍👍👍
ভালো লাগলো
Love 💕 from Agartala Tripura India
Vison sundor
ভালো লাগলো l আগামী ভিডিও গুলো খুব ভাল হবে আশা করি l যা নিয়মের বহর তাতে ট্রাভেল এজেন্সি দের সাহায্য নেওয়া ই ভালো l ❤️👍
একদম ঠিক । চার ধরনের বুকিং করতে হয়, ওয়েবসাইট থেকে বেছে বেছে করা খুব ঝামেলা ।
খুব ভালো
দাদা আপনার ভিডিও সব সময় আমার ভালো লাগে
দাদা আপনার সব ভিডিও আমরা দেখি। এত ভালো লাগে যে মন ভরে যায়। আমার পরিবারের সবাই আপনার ভিডিও দেখতে খুব ভালোবাসে। এবং দিদি এবং রাই কে আমাদের খুব ভালো লাগে।
পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করছি আমরা সবাই।
আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আরও নতুন নতুন ভিডিও জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন আপনারা সবাই এবং সুস্থ থাকবেন।🙏🙏👌👍👍❤️❤️
তোমরাও সকলে খুব ভালো থেকো । শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️
@@AnindyasTravelogue welcome ❤️💕💕
Sir khub bhalo khub dundar....amar sab theke favourite jaiga....tobe bumthang sab theke top....parle jete paren
Darun informative video ❤
আমি ২০১৩ সালে ঘুরে এসেছি,তখন এতো কিছু নিয়ম ছিল না। পারমিশন কলকাতার ভুটান অফিস থেকে করে নিয়ে গেছিলাম। খুব খুব সুন্দর ছিমছাম পরিষ্কার একটা ছবির মতো দেশ।
Khub informative video Sir.
1979 to 86 many times on special Govt assignments gechi nd stay korechi. Darun scenic beauty. Jemon manush gulo darun friendly nd ever smiling chilo temon chilo no restriction for tourists.
Druk, Joomlahari Royal dragon etc very very few star hotels chilo.
King nd queen er royal palace e on special invitation e high tea teh invited hoye awesome ekta garden ghurey dekhar sujog hoyeche.
Govt of India r technical nd commercial support niye Chukha Hyder power project management e assigned chilam 40/45 yrs agey .
But ekhon last few years shunchi oder dadagiri khub berey gechey, which is not good neighborship worthy.
Valo thakun, enjoy korun.😊😊
খুবই ভালো লাগলো
😢Too costly trip in respect to legal formalities but beautiful place indeed.
Khub sundor r informative video. ❤❤ Akhon nature jemon, 45 years aageo thik temon i chilo. ❤ Khub sundor rasta hoye geche.
SDF, GUIDE , CURRENCY r bepar chilo na. Bhutan currency Hashimara te cholto & same Indian currency Bhutan a.
Each and every shop a shei tokhon er King Jigme Singye Wangchuck er photo thakto.
Phuentsholing a Tashi Commercial name a akta shopping complex chilo shei somaye. Akhon ache ki na .... jaanina. 😊
But school chilo na.... BGTS ( BHUTAN GOVT TRANSPORT SERVICE ) er bus Hashimara Central School a niye ashto. ❤ Proud to be a KVian. ❤❤❤
Aapnader ei tour ta sottie anabadyo. Koto purono sob smriti mone koriye diyechen aapni....👌👌👌🌹🌹🌹🌹
Next part er jonno kintu wait korbo. 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো ❤️ ধন্যবাদ ।
লাভ ফ্রম বাংলাদেশ ❤❤
I hope you full enjoy in my country 🙏🙏🙏
দাদা খুব সুন্দর উপস্থাপনা করেছেন
Darun laglo dada, sbaike thanks
ভীষণ informative. গুরুত্বপূর্ণ. SDF is understandable. Possibly the money is being spent on travel infrastructure. কিন্তু গাইড বাবদ টাকা নেওয়াটা কিন্তু এক প্রকার জুলুম। It is quite frankly a deterrent for tourists specfically those on a shoe string budget. I will request the Bhutan government to look into this issue in a more travel friendly fashion.
Look forward to the next video.
Thanks.
Tourist in Bhutan is not tourist friendly.it is a very well known fact and it is nothing bad as well.
Beshi tourist friendly hote Bhutan er obostha ei darjeeling er moto hobe which is not at all needed
এছাড়াও আরো অনেক খরচ আছে 😃 সিরিজের বাকি ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন । তবে এমনিতে ঘোরার ক্ষেত্রে কোন সমস্যা নেই । খুব নিরাপদ
প্রথম মন্তব্য বোধগম্য হোল না। দুঃখিত।
Regarding the second comment what is বেশি tourist friendly ? যখন extra fees দিতে হচ্ছে তখন সেই revenue should be spent to improve the infrastructure of tourism. Bhutan এর তো agriculture, forestry and some hydroelectricity generation ভিন্ন কোন আয় নেই। সেখানে tourism নিয়ে এত বাছা বাছি করলে তো দেশের ক্ষতি। Tourism will usher in so many parallel tributaries of Commerce. Planned growth profiles will prevent a new Darjeeling. কিন্তু তাই বলে ভ্রমন কারীদের আর্থিক ক্ষমতার উপর অজাচিত চাপ সৃষ্টি করা ঠিক নয়।সমস্যার থেকে পালিয়ে গেলে কোনদিন তার সমাধান হবে না।
One of the most informational vloogers in bengal vlogging community
Very good & excellent information. I was their for two times on official work. Now it is very costly for middle class people.
Very informative. All the best.
Wonderful video its teachable
Bah besh laglo video.tobe SDF bayapar ta ekdom valo laglo na.❤
Dada aajker ei video ta khub bhalo laglo thank you ❤❤❤
ভূটানের সরকারের যা কড়াকড়ি নিয়ম তাতে মনেই হয় না এটি আমাদের একটি প্রতিবেশী দেশ। SDF Guide ইত্যাদি নিয়ে একটু বাড়াবাড়ি মনে হলো।
আমার মনে হয় এটা ভালোই করেছে ভূটান সরকার। এতে উটকো লোকের সংখ্যা কমবে। নাহলে দার্জিলিং বা আসেপাশের জায়গা গুলোর মতো হয়ে যেত। একদল আছে যারা শুধু সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বলে বেড়াতে যায়। এদের সংখ্যা কমবে।
Thik e korechen nahole Bhutan digha hoye jebe ar eto natural beauty thakbe na
Protibeshi desh hole kora rules and regulations hote pare na?Sob sesh toh ar amader moto na
Khub khusi jei country ta eto strict rule koreche otherwise west bengal er moton Bengali ra Bhutan keo nongra kore dito
@@suman64549valo kharap sob jagate thake
ভুটান বরতমানে একটি খরচা বহুল দেশ তা আপনি প্রমান সহ দেখিয়ে দিলেন