অনেক দিন পর একটা সুন্দর গপ্পে ভরা , ইতিহাসের ছোঁয়ায় ভরপুর এপিসোড পেলাম এর আগে টাইগার নেস্টের ভিডিও দেখেছি কিন্তু অর্ধেক এ বক্তা হয় চ্যাংরামো করে গেছে বা অর্ধেক জিনিস ঠিক করে বলতেই পারেনি কিন্তু এই ভিডিওটি ব্যতিক্রম।
আমরা খুব খুব আনন্দ উপভোগ করলাম । আমরা প্রতি দিন দুপুর ও রাত্রিতে খাবার সময় আমি, কাজল মণ্ডল, আমার ছেলে ,শুভদীপ ও আমার মিসেস, অতসী মিলে Explorer Shibaji Chanel দেখি, ভালো লাগে ও আনন্দ খু৺জে পাই । আপনারা ভালো থাকুন্ WE ARE ALWAYS WITH YOU. NOMOSKAR.
Shibaji da, one of the reason I follow your channel is your narration on history, and this is the most important thing that makes your channel unique. Please continue your narration. Both of you stay healthy, stay young and keep up the good work.🙏
এই রকম পাহাড়ি রাস্তায় পথ চলার আনন্দ অসাধারণ। টাইগার নেস্ট মনাস্ট্রিতে যাওয়ার পথ খুব ভাল লাগল। শিবাজীর বলা গল্প বা কিংবদন্তীগুলো এই চলার পথে বেশ মানানসই। ধন্যবাদ।
দারুন লাগলো ভুটানের ভিডিও। প্রায় ২৫ বছর আগে সাতাশ জনের দল নিয়ে ভুটান গেছিলাম। আপনাদের ভিডিওর মাধ্যমে আবার নতুন করে ভুটানের সৌন্দর্য্য উপভোগ করলাম। আর যে কোনো জায়গার ইতিহাস বা তাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন লোকগাথা জানতে ভালোই লাগে। তাই ভিডিওতে সেগুলো জানানোর জন্য আপনাদের সিদ্ধান্ত একদম সঠিক। সবার ভালো না লাগলেও আমাদের মতো অনেকের কাছেই তা খুবই উপভোগ্য।
২০১৯ ও ২০২১ সালে মোট দুইবার বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসায় জয়গাঁও হয়ে ভুটান গিয়েছি স্ত্রী পুত্র নিয়ে। দুইবারই পারু শহরে রাত কাটিয়েছি।এবং টাইগার নেস্ট দেখতে গিয়ে কিছুটা উঠে তারপর নেমে এসেছি। টাইগার নেস্টাের চূড়ায় উঠা হয়নি। আজ আপনার চোখে চূড়ায় উঠার অনুভূতির সৌন্দর্য উপভোগ করলাম। একই সাথে ধারা বর্ণনার মাধ্যমে টাইগার নেস্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। চমৎকার। ধন্যবাদ।
প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে ইউটিউবে ঘুরি নতুন ভিডিও এল কিনা। পেলে মন টা আনন্দে ভরে ওঠে। অসাধারণ টাইগার নেস্ট মনাস্ট্রি উপভোগ করলাম। অপার্থিব। তবে শ্রীলঙ্কা সিরিজ টা ভুলতে পারিনা।বার বার দেখি। পল্লব ঢাকা থেকে।
ভুটান ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী করানোর জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে বিভিন্ন facts এর প্রানবন্ত গল্প ও বর্ণনা মুগ্ধ করে দেয়। আপনি অবশ্যই এই বর্ণনা গুলি চালিয়ে যাবেন তারজন্য আমাদের মানস ভ্রমণ পিসাসা পুর্ণতা পাবে।❤🎉
ওস্তাদের মার শেষ পাতে। ভুটান এর last দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলাম। শুধু উপলব্ধি করা। আফশোষ একমাত্র যে টাইগার নেস্ট মনাস্ট্রি র ভিতরের দৃশ্য দেখতে পারলাম না। অনেক ধন্যবাদ explorer shibaji দা কে এরকম একটা canvas দেখানোর জন্য। আগামী গন্তব্যের জন্য অপেক্ষায় রইলাম।
খুব ভালো লাগলো ভুটান। সবমিলিয়ে অপূর্ব। ইতিহাস বাদে কোনো কিছু হয়না। তাই আপনাদের ঐতিহাসিক প্রতিবেদন খুব ই উপভোগ করি। হ্যাঁ, আমরা ভালো আছি। আপনারা ও ভালো থাকবেন।
I enjoyed watching and listening to your narration🙏 You portray it very well❤❤ We are able to see these beautiful places through you and a big THANKYOU and gratitude from our hearts for your hard work and determination Stay Blessed both of you, Shibaji and Prithi!!
Tiger's nest Monastery and Hot stone, excellent video. The story of Tiger's nest is very interesting. View point looks very colourful. Thanks for sharing.
👍😊❤❤❤ আপনাদের প্রতিটা সিরিজই দূর্দান্ত 🎉 ভুটান সিরিজের এই পর্ব অতুলনীয় ❤❤❤ শিবাজী আপনার তথ্যপূর্ণ বক্তব্য আমাকে সমৃদ্ধ করে আর আপনি এইরকম তথ্য সমৃদ্ধ বিবরণ কখনোই বন্ধ করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ রইলো 😊 এক্সপ্লোরার শিবাজীর গুপি-বাঘা সবাইকে নিয়ে ভালো থাকবেন ❤❤❤
আপনার অসাধারণ অভিজ্ঞতা আমাদের শেয়ার করলেন ۔۔۔এতো detail e বললেন যে সত্যিই আমরা অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম ۔۔hats off শিবাজী বাবু ۔۔আপনারা দুজনে খুব ভালো থাকুন আর এই রকম সব দূর্দান্ত ভিডিও আমাদের উপহার দিন ❤❤
সবচেয়ে দীর্ঘ ভিডিও সঙ্গে দি বেস্ট ভিডিও। কাউকে ছোট না করে বলছি এত সুন্দর ব্লগ কেউ করেনি অন্ততঃ ভুটান কে নিয়ে। ধন্য আপনারা জগাই মাধাই এর জুটি। এই পথ যেন না থামে বস।।❤
খুব ভালো লাগলো। রোমাঞ্চিত হলাম টাইগার নেস্ট-এর অভিযান দেখে। এইভাবে ট্রেক করতে করতে ভিডিও তোলা ও তার সঙ্গে ভাষ্য জারি রাখা খুবই কষ্ট ও পরিশ্রমসাধ্য কাজ। কিন্তু এ কাজ অনায়াসে দারুণ দক্ষতার সঙ্গে করে দেখিয়েছেন আপনারা বারবার অনেক জায়গায়। শিবাজীর অনবদ্য কথনের মাঝেমাঝে পৃথ্বিজিতের বুদ্ধিদীপ্ত রসময় মন্তব্য ভ্রমণ-চিত্রকে দারুণ আকর্ষণীয় করে তোলে বরাবর। আর অবশ্যই, ভ্রমণের সঙ্গে সঙ্গে অঞ্চলটি ঘিরে যে ইতিহাস রয়েছে, তার বর্ণনা নিশ্চয়ই করে যাবেন আপনারা। হাতেগোনা কয়েকজন কী বললো না বললো, তাতে এই প্রয়োজনীয় কাজটি একেবারেই বন্ধ করবেন না। এটা তো Explorer Shibaji-র অন্যতম নিজস্ব বৈশিষ্ট্য। এইসব মিলিয়েই তো আপনারা অন্যদের থেকে আলাদা। এই পথেই এগিয়ে চলুন নির্দ্বিধায়। আর হ্যাঁ, উষ্ণ পাথুরে চান অপূর্ব সংযোজন এই ভ্রমণ-চিত্রে। ভালো থাকুন আপনারা সবাই। এভাবেই একের পর এক জায়গা আপনাদের ক্যামেরায় ও ভাষ্যে ফুটে উঠে আমাদের রোমাঞ্চিত করে চলুক। ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো।
অসাধারণ অনুভূতি! মেঘ কেটে যাওয়ার পর টাইগার নেস্টের যে দৃশ্য তা কখনও ভোলার নয়। আপনি অনেক সময়ই ভিডিওর দৈঘ্য নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের তথ্য সমৃদ্ধ উপস্থাপনা বারংবার মুগ্ধ করে। দিনের শেষে হট স্টোন স্নানের অনুভূতি অসাধারণ, আর তার সাথেই আক্ষেপের কারণ আমাদের রাজ্যে ও দেশে পরিকল্পনার অভাব। খুব সুন্দর লাগলো ভুটান সিরিজ। ভালো থাকবেন দাদারা ❤️🙏
ভীষন ভীষন ভালো লাগলো ভিডিও টা। আপনি এত সুন্দর করে বলেন বলে আরো ভালো লাগে। তাই বলাটা ছাড়বেন না। করো যদি ভালো না লাগে সে skip করে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে।
Asadharon Shibajida. Tiger nest Monastery r kotha ato din sudhu sunechi.Aj dekhe mon bhore galo.Bhison bhalo laglo apner narration. Apni je bhabe history bole dilen so information peye gelum.Ai narration apner vedio r asset....bhalo thaken.
সারা ভূটানের ভিডিও র মধ্যে রোমাঙচকর টেকিঙ রুট টাইগার নেসট অসাধারণ লাগলো পথের শোভা খুব সুন্দর কি ভাবে যে মনাসটি শিল্পী রা তৈরি করেছেন ভাবতে অবাক লাগে।আর শরীর কে রোগমুক্ত ঝরঝরে করে তোলার ব্যবস্থা টি অসাধারণ ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
অপূর্ব অপূর্ব এবং অনবদ্য লাগল। আমি এই পর্ব টার জন্য অপেক্ষায় ছিলাম। যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ভীষণ দুর্ভাগ্য 2018 সালে পারো গিয়েছিলাম, কিন্ত শরীর খারাপ হওয়ার জন্য আর যাবার ঝুঁকি নেওয়া হয়নাই। আর সমগ্র পথের প্রাকৃতিক সৌন্দর্য ও তার সঙ্গে উপরি পাওনা, আপনার দেওয়া বিবরণ সত্যিই মুগ্ধ করছে।আবারও বলছি আমার ভীষণ ভাল লেগেছে।ধন্যবাদ জানাই।
Darun laglo video tah. Sir apni j information gulo den sei jonno aro besi valo lage video gulo. R Prithijit dar jump tah😆darun chilo. Darun darun darun laglo video tah
আপনার ভিডিও গুলি ভীষন ভালো লাগে আমার, প্রতিটি জায়গাকে আপনি এতো সুন্দর ভাবে তুলে ধরেন এর জন্যে আপনার কোনো ভিডিও আমি বাদ দেইনা । জীবনে সৌভাগ্য হলে আপনার সাথে অবশ্যই একবার ঘুরতে যাবো...❤
Highly delighted to see Bhutan with ur eyes. Glad to know the history of the Tiger Nest Monastery. U must keep narrating the history even if some people prefer short videos.
ভুটান কখনো যেতে পারবো বলে মনে হয় না। কিন্তু আপনাদের এই দুর্দান্ত ভুটান ভ্রমণ সিরিজের প্রতিটি পর্ব দেখে অনেক ভালো লাগলো। সবশেষ Tiger nest monastery পর্বটা দম বন্ধ করে দেখার মতো ছিল।
অসাধারণ সুন্দর একটা দেশ 💖 অসাধারণ সুন্দর শিবাজী দার এই বেড়ানো 💐 প্রতিটা সিরিজ প্রতিটা বেড়ানো এত ওয়েল প্ল্যান করে করা হয়, বলতেই হয় সবসময় 'যারা হাটকে' 🌄 ভালো থেকো তোমরা আর অবশ্যই বিশ্ব দর্শন করিও তোমাদের চোখ দিয়ে 🙏
দারুণ দারুণ লাগল দাদা। আমি ভুটানে ২০১৪তে গেছিলাম আর পারো তে একরাত ছিলাম। এক ট্রাভেলার সাথে গেছিলাম। টাইগার নেস্ট যাইনি। স্টোন বাথ জানতাম না তাই নেওয়া হয়নি। তবে আপনাদের টুর ভীষণ ভাল লাগল।
Thnx for the excellent video Shibaji da..Singapore theke tomader big fan.Wanted to share with you that in 2019 December we(me,my husband and our 3 yrs old and 8yrs old son) went to Bhutan and trekked our way up towards the Tiger's monestry..we started our journey after 1.30p.m,completed 80% of the path within 1hr.We also had lunch at the cafe but as it was already late afternoon by the time we were very very close to the monestery so we decided to turn back.We still repent that we could not finish our entire journey but a lot of fellow travellers complemented our children as they trekked very energetically at such a young age.after watching this video today we are recalling our memory.Thank you
2023 amra Vietnam gechilam. Asadharon legeche. Almost sob jaiga cover korechi. Ekti trip e amra sob paychi. Hill, ocean, jungle, cave tour, cruise, temple, monastry, royal palace, water boat trip, water palace visit everything. Tai request korlam parle ekbar ghure asun. Khub khub bhalo lagbe. Ato diversity kothao paini. Information dorkar hole definitely share kore debo. Thank you
Historical Place er history sunte ba janate bes bhalo lage....Tai ei dhoroner information khub e proyojon ....thanks for keeping these anecdotes 😊 Video ta osadharon laglo
Darun bhalo laglo, ai series tao. R, tumi elaborate video koro, tai dekhte bhalobasi. Kono kichu short e bhalo lage na. Jar na sonar, se skip koruk. Tumi video elaborate e chaliye jao. And at last, wish all of you A HAPPY NEW YEAR, IN ADVANCE.
দাদা, আগেও বলেছি , ভুটান সিরিজ আমার কাছে স্মৃতি রোমন্থন করার মাধ্যম হয়ে উঠলো... খুব সুন্দর তোমাদের উপস্থাপনা... Tiger nest ট্রেক করতে আমার, আমার স্ত্রীর এবং আমার এক বন্ধুর ও তার স্ত্রীর মোটামুটি 2 ঘণ্টা মতো সময় লেগেছিল... তবে এই hot stone bath টা জানা ছিলো না... তাই হোটেলে ফিরে বালতিতে গরম জলে পা ডুবিয়ে ক্লান্তি দূর করেছিলাম... তবে entry fees আর স্টিক fare টা just duble হয়ে গেছে দেখলাম... আর একটা কথা দূর থেকে tiger nest টাকে বাঘের মুখের মতো লাগে সেটা দেখেছো আশা করি... তবে দেশ হিসাবে ভুটান সত্যিই অসাধারণ... তোমাদের ভিডিও দারুন লাগলো... পরের সিরিজের অপেক্ষায় রইলাম ❤❤
Dada ato sundor video....ato sundor description....na giyeo imagine kora gelo vitor ta.....next aro treeking er video dekhar opekhai roilam...sathe request o roilo.
আজকের ভিডিও সত্যিই খুবই ভালো লেগেছে আমাদের। আপনি অনুগ্রহ করে এই ভাবেই বিস্তারিত বুঝিয়ে বলবেন, আমাদের অন্তত খুবই ভালো লাগে। আমি অভিষেক (পশ্চিম মেদিনীপুর) অনেক ধন্যবাদ জানাই। 🙏👍👌
বেঙ্গল টাইগারদের টাইগার নেস্ট মনাস্ট্রী জয়ের অভিজ্ঞতা অসাধারণ। ভালো থাকবেন দাদারা ❤️🙏
অনেক দিন পর একটা সুন্দর গপ্পে ভরা , ইতিহাসের ছোঁয়ায় ভরপুর এপিসোড পেলাম এর আগে টাইগার নেস্টের ভিডিও দেখেছি কিন্তু অর্ধেক এ বক্তা হয় চ্যাংরামো করে গেছে বা অর্ধেক জিনিস ঠিক করে বলতেই পারেনি কিন্তু এই ভিডিওটি ব্যতিক্রম।
আন্তরিক ধন্যবাদ
আমরা খুব খুব আনন্দ উপভোগ করলাম ।
আমরা প্রতি দিন দুপুর ও রাত্রিতে খাবার সময় আমি, কাজল মণ্ডল, আমার ছেলে ,শুভদীপ ও আমার মিসেস, অতসী মিলে Explorer Shibaji Chanel দেখি, ভালো লাগে ও আনন্দ খু৺জে পাই ।
আপনারা ভালো থাকুন্
WE ARE ALWAYS WITH YOU.
NOMOSKAR.
Shibaji da, one of the reason I follow your channel is your narration on history, and this is the most important thing that makes your channel unique. Please continue your narration.
Both of you stay healthy, stay young and keep up the good work.🙏
এত সুন্দর করে বললেন টাইগার মনাস্ট্রি র গল্পো।মনে হোল চোখের সামনে সব দেখতে পাচ্ছি।আর আপনাদের ট্রেকিং টা পুরো সাপ সিঁড়ি র মত। খুব enjoy করছি।
এই রকম পাহাড়ি রাস্তায় পথ চলার আনন্দ অসাধারণ। টাইগার নেস্ট মনাস্ট্রিতে যাওয়ার পথ খুব ভাল লাগল। শিবাজীর বলা গল্প বা কিংবদন্তীগুলো এই চলার পথে বেশ মানানসই। ধন্যবাদ।
আমি আজ শেষ করলাম ভুটান সিরিজ, খুব ভালো লাগলো । ভুটান খুব ব্যয়বহুল, কিন্তু আপনার তথ্য অনবদ্য। আপনার তথ্যের জন্য ই আমি আপনাদের চ্যানেল ফলো করি।
দারুন লাগলো ভুটানের ভিডিও। প্রায় ২৫ বছর আগে সাতাশ জনের দল নিয়ে ভুটান গেছিলাম। আপনাদের ভিডিওর মাধ্যমে আবার নতুন করে ভুটানের সৌন্দর্য্য উপভোগ করলাম। আর যে কোনো জায়গার ইতিহাস বা তাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন লোকগাথা জানতে ভালোই লাগে। তাই ভিডিওতে সেগুলো জানানোর জন্য আপনাদের সিদ্ধান্ত একদম সঠিক। সবার ভালো না লাগলেও আমাদের মতো অনেকের কাছেই তা খুবই উপভোগ্য।
২০১৯ ও ২০২১ সালে মোট দুইবার বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসায় জয়গাঁও হয়ে ভুটান গিয়েছি স্ত্রী পুত্র নিয়ে। দুইবারই পারু শহরে রাত কাটিয়েছি।এবং টাইগার নেস্ট দেখতে গিয়ে কিছুটা উঠে তারপর নেমে এসেছি। টাইগার নেস্টাের চূড়ায় উঠা হয়নি। আজ আপনার চোখে চূড়ায় উঠার অনুভূতির সৌন্দর্য উপভোগ করলাম। একই সাথে ধারা বর্ণনার মাধ্যমে টাইগার নেস্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। চমৎকার। ধন্যবাদ।
খুব সুন্দভাবে ভাবে টাইগার নেস্ট ইতিহাস জানলাম সাধারণ ভাষায়, অসাধারণ ।
প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে ইউটিউবে ঘুরি নতুন ভিডিও এল কিনা। পেলে মন টা আনন্দে ভরে ওঠে।
অসাধারণ টাইগার নেস্ট মনাস্ট্রি উপভোগ করলাম। অপার্থিব। তবে শ্রীলঙ্কা সিরিজ টা ভুলতে পারিনা।বার বার দেখি।
পল্লব ঢাকা থেকে।
ভুটান ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী করানোর জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে বিভিন্ন facts এর প্রানবন্ত গল্প ও বর্ণনা মুগ্ধ করে দেয়। আপনি অবশ্যই এই বর্ণনা গুলি চালিয়ে যাবেন তারজন্য আমাদের মানস ভ্রমণ পিসাসা পুর্ণতা পাবে।❤🎉
শুভেচ্ছা ও ভালোবাসা 🙏❤️
Both Shibu n Prithwi babu kapaccho dujonei..another fantastic jugalbandhi with its usual humor 😜 🤣 and trekking was ofcourse wonderful 🎉
ওস্তাদের মার শেষ পাতে। ভুটান এর last দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলাম। শুধু উপলব্ধি করা। আফশোষ একমাত্র যে টাইগার নেস্ট মনাস্ট্রি র ভিতরের দৃশ্য দেখতে পারলাম না।
অনেক ধন্যবাদ explorer shibaji দা কে এরকম একটা canvas দেখানোর জন্য।
আগামী গন্তব্যের জন্য অপেক্ষায় রইলাম।
খুব ভালো লাগলো ভুটান। সবমিলিয়ে অপূর্ব। ইতিহাস বাদে কোনো কিছু হয়না। তাই আপনাদের ঐতিহাসিক প্রতিবেদন খুব ই উপভোগ করি। হ্যাঁ, আমরা ভালো আছি। আপনারা ও ভালো থাকবেন।
Wow amazing video sharing 👌 darun laglo 👍❤
I enjoyed watching and listening to your narration🙏
You portray it very well❤❤
We are able to see these beautiful places through you and a big THANKYOU and gratitude from our hearts for your hard work and determination
Stay Blessed both of you, Shibaji and Prithi!!
Excellent @Shibaji and @,Prithii da... Yes please demonstrate about the place. We will listen. The knowledge should be shared.
Tiger's nest Monastery and Hot stone, excellent video. The story of Tiger's nest is very interesting.
View point looks very colourful. Thanks for sharing.
খুব সুন্দর লাগলো দাদা। ধন্যবাদ এইভাবে চালিয়ে যান। মাধ্যমে অনেক কিছু জানা এবং শেখা গেলো
খুব সুন্দর ভুটানের ব্লগগুলি। আর পারোর টাইগার নেষ্ট মনাষট্রী ব্লগের বর্ণনা খুব উপভোগ করলাম। আপনার ব্লগের এটাই বিশেষত্ব। এত নিখুঁত ভাবে journey টা তুলে ধরেন। হট স্টোন বাথ অসাধারণ। সবাইকেই খুব ফ্রেশ লাগছিল। সত্যি হয়তো পাথরের গুন আছে।😊
👍😊❤❤❤ আপনাদের প্রতিটা সিরিজই দূর্দান্ত 🎉 ভুটান সিরিজের এই পর্ব অতুলনীয় ❤❤❤ শিবাজী আপনার তথ্যপূর্ণ বক্তব্য আমাকে সমৃদ্ধ করে আর আপনি এইরকম তথ্য সমৃদ্ধ বিবরণ কখনোই বন্ধ করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ রইলো 😊 এক্সপ্লোরার শিবাজীর গুপি-বাঘা সবাইকে নিয়ে ভালো থাকবেন ❤❤❤
সত্যি কি অসাধারণ লাগলো Tigernest গুম্ফা। আর তুমি যে ব্যাখ্যাগুলো দিলে সেটাও খুব ভালো লাগলো। তুমি এইভাবেই বলে যাবে। খুব ভালো লাগে। ❤️
Asadharon bornona. Kono jaiga giye taar itihaas na janle jaiga dekhatai osompurno theke jai. Dhonyobad aapnake ei sompurno tothyo tule dhorar janyo.
আপনার অসাধারণ অভিজ্ঞতা আমাদের শেয়ার করলেন ۔۔۔এতো detail e বললেন যে সত্যিই আমরা অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম ۔۔hats off শিবাজী বাবু ۔۔আপনারা দুজনে খুব ভালো থাকুন আর এই রকম সব দূর্দান্ত ভিডিও আমাদের উপহার দিন ❤❤
Ekta অসাধারণ video. Jekono jayga r ei interesting back story shunte besh lage. Prottekta মুহুর্ত enjoy korlam.
Amazing and astounding Tiger's Nest Monastery ! Aapnar bibarani khub srabonsukhkar !
খুব ভালো লাগলো । অনেক কিছু জানলাম । এই ভিডিও না দেখলে কত কিছুই না অজানা থেকে যেত। ঈশ্বর আপনাদের আরও ধৈর্য দিন । আর সুস্থ রাখুন । এই প্রার্থনা করি।
সবচেয়ে দীর্ঘ ভিডিও সঙ্গে দি বেস্ট ভিডিও। কাউকে ছোট না করে বলছি এত সুন্দর ব্লগ কেউ করেনি অন্ততঃ ভুটান কে নিয়ে। ধন্য আপনারা জগাই মাধাই এর জুটি। এই পথ যেন না থামে বস।।❤
আপনারা সঙ্গে থাকলে, আপনাদের আশীর্বাদ আর শুভেচ্ছা সঙ্গে থাকলে এই পথ চলা থামবে না।
অসাধারণ, তথ্যসমৃদ্ধ blog দেখলাম।অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।আপনার অতুলনীয় বর্ণনা ব্লগ টাকে আকর্ষণীয় করে তুলেছে।ধন্যবাদ🙏
খুব ভালো লাগলো আর আপনি সাথে সাথেই তথ্য দেন সেটার জন্য আরও বেশি ভালো লাগে। বেশ অনেক কিছু জানতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের।
Great adventure tomar jannya tiger s nest monestry dekhte pelam hat's off shibaji prithijit tomader tulana tomari
আপনার প্রত্যেকটা ব্লকি খুব সুন্দর পরিবেশন হয়
Osadharon... Jemon sundor jayga... Temon apnader anondo kore golpo kore jaoa...sathe history jana sei jaygar... Khoob bhalo laglo
খুব ভালো লাগলো। রোমাঞ্চিত হলাম টাইগার নেস্ট-এর অভিযান দেখে। এইভাবে ট্রেক করতে করতে ভিডিও তোলা ও তার সঙ্গে ভাষ্য জারি রাখা খুবই কষ্ট ও পরিশ্রমসাধ্য কাজ। কিন্তু এ কাজ অনায়াসে দারুণ দক্ষতার সঙ্গে করে দেখিয়েছেন আপনারা বারবার অনেক জায়গায়। শিবাজীর অনবদ্য কথনের মাঝেমাঝে পৃথ্বিজিতের বুদ্ধিদীপ্ত রসময় মন্তব্য ভ্রমণ-চিত্রকে দারুণ আকর্ষণীয় করে তোলে বরাবর। আর অবশ্যই, ভ্রমণের সঙ্গে সঙ্গে অঞ্চলটি ঘিরে যে ইতিহাস রয়েছে, তার বর্ণনা নিশ্চয়ই করে যাবেন আপনারা। হাতেগোনা কয়েকজন কী বললো না বললো, তাতে এই প্রয়োজনীয় কাজটি একেবারেই বন্ধ করবেন না। এটা তো Explorer Shibaji-র অন্যতম নিজস্ব বৈশিষ্ট্য। এইসব মিলিয়েই তো আপনারা অন্যদের থেকে আলাদা। এই পথেই এগিয়ে চলুন নির্দ্বিধায়। আর হ্যাঁ, উষ্ণ পাথুরে চান অপূর্ব সংযোজন এই ভ্রমণ-চিত্রে। ভালো থাকুন আপনারা সবাই। এভাবেই একের পর এক জায়গা আপনাদের ক্যামেরায় ও ভাষ্যে ফুটে উঠে আমাদের রোমাঞ্চিত করে চলুক। ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো।
Ki darun . Ekta alada anuvuti feel korlam. Great👍👍
আমরা skip করিনা আপনার এই গল্প গুলোই আপনার ভিডিও কে r o ইন্টারেস্টিং করে তোলে আমাদের ভীষণ ভালো লাগে
অসাধারণ অনুভূতি! মেঘ কেটে যাওয়ার পর টাইগার নেস্টের যে দৃশ্য তা কখনও ভোলার নয়। আপনি অনেক সময়ই ভিডিওর দৈঘ্য নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের তথ্য সমৃদ্ধ উপস্থাপনা বারংবার মুগ্ধ করে। দিনের শেষে হট স্টোন স্নানের অনুভূতি অসাধারণ, আর তার সাথেই আক্ষেপের কারণ আমাদের রাজ্যে ও দেশে পরিকল্পনার অভাব। খুব সুন্দর লাগলো ভুটান সিরিজ। ভালো থাকবেন দাদারা ❤️🙏
আন্তরিক ধন্যবাদ
ভীষন ভীষন ভালো লাগলো ভিডিও টা। আপনি এত সুন্দর করে বলেন বলে আরো ভালো লাগে। তাই বলাটা ছাড়বেন না। করো যদি ভালো না লাগে সে skip করে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে।
Asadharon Shibajida. Tiger nest Monastery r kotha ato din sudhu sunechi.Aj dekhe mon bhore galo.Bhison bhalo laglo apner narration. Apni je bhabe history bole dilen so information peye gelum.Ai narration apner vedio r asset....bhalo thaken.
বাসায় বসেই পুরো ভুটান দেখা হয়ে গেল। অশেষ ধন্যবাদ।
সারা ভূটানের ভিডিও র মধ্যে রোমাঙচকর টেকিঙ রুট টাইগার নেসট অসাধারণ লাগলো পথের শোভা খুব সুন্দর কি ভাবে যে মনাসটি শিল্পী রা তৈরি করেছেন ভাবতে অবাক লাগে।আর শরীর কে রোগমুক্ত ঝরঝরে করে তোলার ব্যবস্থা টি অসাধারণ ।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
History gulo bolchhen bole jinis ta feel korte parchhi. Thank You so much.
অপূর্ব অপূর্ব এবং অনবদ্য লাগল। আমি এই পর্ব টার জন্য অপেক্ষায় ছিলাম। যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না।
আমার ভীষণ দুর্ভাগ্য 2018 সালে পারো গিয়েছিলাম, কিন্ত শরীর খারাপ হওয়ার জন্য আর যাবার ঝুঁকি নেওয়া হয়নাই।
আর সমগ্র পথের প্রাকৃতিক সৌন্দর্য ও তার সঙ্গে উপরি পাওনা, আপনার দেওয়া বিবরণ সত্যিই মুগ্ধ করছে।আবারও বলছি আমার ভীষণ ভাল লেগেছে।ধন্যবাদ জানাই।
Darun laglo video tah.
Sir apni j information gulo den sei jonno aro besi valo lage video gulo.
R Prithijit dar jump tah😆darun chilo.
Darun darun darun laglo video tah
Bhutan series ta khub enjoy korlam. Aapnader chokhei bhutan dekha holo. Onek dhanyavaad.
খুব ই ভালো লাগে এই গল্প গুলো যে গুলো টাইগার নেস্ট এ বললে। নয়তো পুরো ব্যাপার টা অজানা থেকে যায় আর আকর্ষণ ও কমে যায়
আপনার ভিডিও গুলি ভীষন ভালো লাগে আমার, প্রতিটি জায়গাকে আপনি এতো সুন্দর ভাবে তুলে ধরেন এর জন্যে আপনার কোনো ভিডিও আমি বাদ দেইনা । জীবনে সৌভাগ্য হলে আপনার সাথে অবশ্যই একবার ঘুরতে যাবো...❤
ভীষণ ভালো লেগেছে ঘরে বসে কত অভিজ্ঞতা নিলাম ❤
Khub khub khub bhalo laglo! Fatafati series ta hoeche. 👍👌👌👌👌
Highly delighted to see Bhutan with ur eyes. Glad to know the history of the Tiger Nest Monastery. U must keep narrating the history even if some people prefer short videos.
Thanks a ton
Darun laglo golpo gulo.. loved it.. r apnar bolar style e mugdho hoye gelam.. plz keep continue your story telling..
Love from Bangladesh 🇧🇩
পুরো টা দেখতে পারলাম না দাদা। কেটে কেটে দেখেছি। honest confession. দারুন লাগলো।
পৃথ্বীজিতদার লাফানো দারুন।।।
খুব সুন্দর। খুব ভালো থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃথ্বীরাজ দাদারা । পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।
ভুটান কখনো যেতে পারবো বলে মনে হয় না। কিন্তু আপনাদের এই দুর্দান্ত ভুটান ভ্রমণ সিরিজের প্রতিটি পর্ব দেখে অনেক ভালো লাগলো। সবশেষ Tiger nest monastery পর্বটা দম বন্ধ করে দেখার মতো ছিল।
Ei last series tai sob theke besi Bhalo laglo sir.. tiger nest er story ta durdanto…
দুর্দান্ত লাগল গোটা সিরিজ। আমিও ভূটান ভ্রমণ করেছি, কিন্তু আপনার ভ্রমণ একেবারেই অনবদ্য।
অসাধারণ সুন্দর একটা দেশ 💖 অসাধারণ সুন্দর শিবাজী দার এই বেড়ানো 💐 প্রতিটা সিরিজ প্রতিটা বেড়ানো এত ওয়েল প্ল্যান করে করা হয়, বলতেই হয় সবসময় 'যারা হাটকে' 🌄 ভালো থেকো তোমরা আর অবশ্যই বিশ্ব দর্শন করিও তোমাদের চোখ দিয়ে 🙏
আপনার বলা এই গল্প ( information ) গুলোর জন্যই তো ভিডিও দেখা , খুব ভালো লাগলো ।
আপনি যে ভাবে ডিটেইলস বলছেন এই রকমই বলবেন,খুব ভালো লাগলো,দারুন
দারুণ দারুণ লাগল দাদা। আমি ভুটানে ২০১৪তে গেছিলাম আর পারো তে একরাত ছিলাম। এক ট্রাভেলার সাথে গেছিলাম। টাইগার নেস্ট যাইনি। স্টোন বাথ জানতাম না তাই নেওয়া হয়নি। তবে আপনাদের টুর ভীষণ ভাল লাগল।
অসাধারণ লাগলো ভূটান ভ্রমণ। টাইগার নেষ্ট ত চমৎকার। ইতিহাস এর বর্ণনা রাখা দরকার। আমরা জানতে আগ্রহী। শুভকামনা রইল।
Wonderful coverage with background history. Don't miss the story telling part. Without it our tour with your eyes and lips will be incomplete.
Thnx for the excellent video Shibaji da..Singapore theke tomader big fan.Wanted to share with you that in 2019 December we(me,my husband and our 3 yrs old and 8yrs old son) went to Bhutan and trekked our way up towards the Tiger's monestry..we started our journey after 1.30p.m,completed 80% of the path within 1hr.We also had lunch at the cafe but as it was already late afternoon by the time we were very very close to the monestery so we decided to turn back.We still repent that we could not finish our entire journey but a lot of fellow travellers complemented our children as they trekked very energetically at such a young age.after watching this video today we are recalling our memory.Thank you
2023 amra Vietnam gechilam. Asadharon legeche. Almost sob jaiga cover korechi. Ekti trip e amra sob paychi. Hill, ocean, jungle, cave tour, cruise, temple, monastry, royal palace, water boat trip, water palace visit everything. Tai request korlam parle ekbar ghure asun. Khub khub bhalo lagbe. Ato diversity kothao paini. Information dorkar hole definitely share kore debo. Thank you
Historical Place er history sunte ba janate bes bhalo lage....Tai ei dhoroner information khub e proyojon ....thanks for keeping these anecdotes 😊
Video ta osadharon laglo
অসম্ভব ভালো লাগলো।এত কিছু জানা আর এত কিছু দেখা। অসাধারণ। ভালো থাকবেন। আগামী সিরিজের অপেক্ষায় রইলাম।
দারুন ভিডিও। এখনপর্যন্ত ভুটানে সিরিজের সেরা ভিডিও। ঐগুলো মস। এরা একরকম পরগাছাই।
very nice and good description of the monastery
দারুণ ভিডিও করেছেন। টাইগার নেস্ট ট্রেকটা দুর্দান্ত ছিল।
Actually, ei comment ta amar 9 years old chhele korechhe.... se apnar boro fan... comment ey apnar reaction peye tini ekhon khub e excited 😃
Apnar history description ta sune, sei apnar purono video r essence pelam, lots of love!
Thanks
Wow!! Means a lot!! Thank you so very much!!
@@explorershibaji tomader Om Manipadme hum hum humki ..mone porlo kintu Swarnapani mone porlo na keno? Oi sobuj aar holud pata r gach dekhe amar to mone holo tomra bodhoy ebar Miracurol banabe 😊....
অসম্ভব ভালো একটা এপিসোড। অনেক অনেক ইনফরমেশন পেলাম। নতুন বছর নিশ্চই আরো অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাব। ভালো থাকুন আপনারা। শুভেচ্ছা রইলো।
Khub sundor Hostory ta bollen...it was amazing
দারুন দারুন একটা এপিসোড দেখলাম। খুব ভালো থাকুন আপনাদের জন্য আমরাএতভালো ভালো জায়গা দেখতে পাচ্ছি। এভাবেই দেখব, আপনারা খুব ভালো থাকুন।
Khub bhalo laglo . mumbai te base apnar ei video gulo dakhte darun lagche
শিবাজীদা খুব সুন্দর ভিডিও
কত কিছু জানতে পারলাম 😊 আপনি লম্বা ভিডিও বানান মনে হয় দেখেই যাই। মন ছুঁয়ে যায় ।
Darun bhalo laglo, ai series tao. R, tumi elaborate video koro, tai dekhte bhalobasi. Kono kichu short e bhalo lage na. Jar na sonar, se skip koruk. Tumi video elaborate e chaliye jao. And at last, wish all of you A HAPPY NEW YEAR, IN ADVANCE.
অসাধারণ, দারুন অভিজ্ঞতা হলো। তথ্য গুলো না জানালে তো কিছুই জানতে পারতাম না। সত্যিই সমৃদ্ধ হলাম।🌿🌾
Bhutan r sobche sera aii monistery chilo darun,,,vaba jay paharere kole ato sundor dresho dekanor jonno ❤❤❤❤❤❤❤
দাদা, আগেও বলেছি , ভুটান সিরিজ আমার কাছে স্মৃতি রোমন্থন করার মাধ্যম হয়ে উঠলো...
খুব সুন্দর তোমাদের উপস্থাপনা...
Tiger nest ট্রেক করতে আমার, আমার স্ত্রীর এবং আমার এক বন্ধুর ও তার স্ত্রীর মোটামুটি 2 ঘণ্টা মতো সময় লেগেছিল...
তবে এই hot stone bath টা জানা ছিলো না...
তাই হোটেলে ফিরে বালতিতে গরম জলে পা ডুবিয়ে ক্লান্তি দূর করেছিলাম...
তবে entry fees আর স্টিক fare টা just duble হয়ে গেছে দেখলাম...
আর একটা কথা দূর থেকে tiger nest টাকে বাঘের মুখের মতো লাগে সেটা দেখেছো আশা করি...
তবে দেশ হিসাবে ভুটান সত্যিই অসাধারণ...
তোমাদের ভিডিও দারুন লাগলো...
পরের সিরিজের অপেক্ষায় রইলাম ❤❤
Amro Bhutan gache kintu Tigers Nest dekty parini ty apnader sohojogity dekty pelam. Onek onek suveccha apnader dujonk. Valo thakben r sustho thakben
Tigers nest history শুনে খুব ভালো লাগলো l আরও নূতন নূতন legendary জানতে Chai
Oo durdanta experience. Dada love you amon sundar prakiti dakhabar janna.
Sab ta sunlam, khub sundor vabe bollen.mon vore galo.ety to chy.❤❤🎉
Sibaji khub bhalo laglo Bhutan apnar chokh diye dekhlam Bhutan k
এখানকার কয়েকটা ভিডিও আগে দেখেছি কিন্তু আপনার দেখানোটা দারুন হয়েছে। মনে হলো আমিও সাথেই হাটছি।
Darun laglo ai traking ta ,asadharan !
আজকে খুব খুশি হয়েছি...খুব তাড়াতাড়ি আপনাকে পেলাম দাদা .....পর্ব এইরকম দ্রুতগামী চাই .....আসলে আপনার উপস্থাপনা এত সুন্দর যে অপেক্ষা অন্তহীন মনে হয় শিবাজী দা .....
.......ভালোবাসা অবিরাম ❤
আপনাদের ভূটান সফরের , এই video-টা , আমার মতে the best.
khub sundor, onek notun jaiga dekhlam! Apurba !
Darun dada. Excellent just. Puro explain kore. Khub valo laglo dada.
Dada ato sundor video....ato sundor description....na giyeo imagine kora gelo vitor ta.....next aro treeking er video dekhar opekhai roilam...sathe request o roilo.
Tomar bola r History amader khub bhalo lage , tai tumi chalia jao , aita amader abdar !!!!
অসাধারণ বললে খুব কম বলা হয়। দারুন দারুন। অপূর্ব।
Khub bhalo laglo.. Itihas ta shunte bhalo laglo
আজকের ভিডিও সত্যিই খুবই ভালো লেগেছে আমাদের। আপনি অনুগ্রহ করে এই ভাবেই বিস্তারিত বুঝিয়ে বলবেন, আমাদের অন্তত খুবই ভালো লাগে। আমি অভিষেক (পশ্চিম মেদিনীপুর) অনেক ধন্যবাদ জানাই। 🙏👍👌
Sir your videos are so nice and for me they are my stress killer. Thank you Sir for making such informative and enjoyable videos.
Very good video to know unseen place of historic interest & tourist attraction.thanks.