পোস্ট তাং ১১/১২/২০২৪ ইং গান নং ৯৭৪৩ """" বিরহ বিচ্ছেদ যন্ত্রণার গান """" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। ওরে, ধিকিধিকি জ্বলে অনল, লাগে না রে,,, কাঠ খড়ি।। আমি তোর প্রেম বিরহে পুড়ি, উপায় যে কি করি, আমি তোর প্রেম বিরহে পুড়ি।। কি যাদু করলি রে আমায়, কি মায়ায় বান্ধিলি। আপন কইরা বুকে নিয়া, ক্যান আবার ছাইড়া গেলি।। কেমনে আমায় থাকিস ভুলি।। কোন বা নারীর প্রেমে পড়ি। কতো আশা কতো স্বপ্ন, দেখাইলি রে তুই আমায়। হাতেতে হাত রাইখা বন্ধু, বসিয়া ঐ হিজল ছায়।। ভর পুর্নিমায় চান্দের জোছনায়।। করতি কতো লুকোচুরি। প্রেম বিশ্বাস ভক্তি গুণে, তোরে যে করলাম বিশ্বাস।। সেই তুই আমার কেমনে ওরে, করলি এমন সর্বনাশ।। ফেলছি এখন শুধুই দীর্ঘশ্বাস।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী। পোস্ট তাং ১৫/১২;২০২৪ ইং গান নং ৯৭৫০ বুক ভাঙা আর্তনাদমাখা বিচ্ছেদ গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। আদর করে কাছে ডেকে, জড়াইয়া ধরিয়া বুকে, শুনাইলি রে প্রেমের গান। সেই তুই আবার কেমনে ওরে, হইলি যে এমন পাষাণ। যে বুকেরও উম দিয়া, আমায় দিলিরে স্বর্গেরও সুখ। পিরিতির শেল মাইরা আবার, ভাংলি রে তুই সেইনা বুক।। দিলি আমায় নরকের দুঃখ।। ওরে ও পাষাণ বেঈমান। এক নিমিষেই কাইড়া নিলি, আমার স্বর্গের প্রেমের সুখখানি। এখন লোকে আমায় মন্দ বলে, বলে যে কুলনাশিনী।। তুই করলি আমায় কলঙ্কিনী।। নিয়া জাতি কুল ও মান। স্বপন শাহ্ শ্যামলাপুরীরে তুই, পাইয়া তুই সরল বোকা। আপন কইরা সব কাড়িয়া, দিলি যে এমন ধোঁকা।। আমি পাষাণে ভাঙ্গি তাই মাথা।। কখন যেনো যায়রে প্রাণ। পোস্ট তাং ১৮/১২/২০২৪ ইং গান নং ৯৭৫৩ অন্তর জ্বলা বিচ্ছেদ যন্ত্রণার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী। স্বর্গীয় প্রেমে সুখ পাইলাম না, নরক জ্বালায় জ্বলছি আমি।। কেউ কইরো না আমার মতো, প্রেমের নামে পাগলামি।। আবেগ মোহ মায়ায় আমি, শ্যাম বন্ধুয়ও প্রেমে পড়ে।। এখন দিবানিশি কাঁদছি বসি, মরছি তার বিরহে পুড়ে।। কোনো কাজে মন বসেনারে।। এখন কি যে করি আমি। লোকে আমায় মন্দ বলে, কুলনাশিনী বলে আমায়।। আঁড়েঠাঁড়ে সবাই আমায়, কলঙ্কিনী বলে যায়।। প্রেমের ফাঁদে ফেলে আমায়।। বানাইলো প্রেম বিরহিণী। আমি হইয়া কালার প্রেমে প্রেমি, করেছি যে চরম ভুল।। সব হারাইয়া নিঃস্ব হইয়া, দিচ্ছি আমি তার মাশুল।। আমার মতো কেউ করলে ভুল।। কপালে তার আছে শনি। স্বর্গের প্রেমে নরকে পুড়ে, হয় না-কি গো প্রেমিক খাঁটি।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ইট হয় যেমন পুড়ে মাটি।। এই কি গো প্রেমের রীতি।। বিফলে যায় জীবনখানী।
পোস্ট তাং ১১/১২/২০২৪ ইং
গান নং ৯৭৪৩
"""" বিরহ বিচ্ছেদ যন্ত্রণার গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
ওরে, ধিকিধিকি জ্বলে অনল, লাগে না রে,,, কাঠ খড়ি।।
আমি তোর প্রেম বিরহে পুড়ি, উপায় যে কি করি,
আমি তোর প্রেম বিরহে পুড়ি।।
কি যাদু করলি রে আমায়, কি মায়ায় বান্ধিলি।
আপন কইরা বুকে নিয়া, ক্যান আবার ছাইড়া গেলি।।
কেমনে আমায় থাকিস ভুলি।। কোন বা নারীর প্রেমে পড়ি।
কতো আশা কতো স্বপ্ন, দেখাইলি রে তুই আমায়।
হাতেতে হাত রাইখা বন্ধু, বসিয়া ঐ হিজল ছায়।।
ভর পুর্নিমায় চান্দের জোছনায়।। করতি কতো লুকোচুরি।
প্রেম বিশ্বাস ভক্তি গুণে, তোরে যে করলাম বিশ্বাস।।
সেই তুই আমার কেমনে ওরে, করলি এমন সর্বনাশ।।
ফেলছি এখন শুধুই দীর্ঘশ্বাস।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।
পোস্ট তাং ১৫/১২;২০২৪ ইং
গান নং ৯৭৫০
বুক ভাঙা আর্তনাদমাখা বিচ্ছেদ গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
আদর করে কাছে ডেকে, জড়াইয়া ধরিয়া বুকে,
শুনাইলি রে প্রেমের গান।
সেই তুই আবার কেমনে ওরে, হইলি যে এমন পাষাণ।
যে বুকেরও উম দিয়া, আমায় দিলিরে স্বর্গেরও সুখ।
পিরিতির শেল মাইরা আবার, ভাংলি রে তুই সেইনা বুক।।
দিলি আমায় নরকের দুঃখ।। ওরে ও পাষাণ বেঈমান।
এক নিমিষেই কাইড়া নিলি, আমার স্বর্গের প্রেমের সুখখানি।
এখন লোকে আমায় মন্দ বলে, বলে যে কুলনাশিনী।।
তুই করলি আমায় কলঙ্কিনী।। নিয়া জাতি কুল ও মান।
স্বপন শাহ্ শ্যামলাপুরীরে তুই, পাইয়া তুই সরল বোকা।
আপন কইরা সব কাড়িয়া, দিলি যে এমন ধোঁকা।।
আমি পাষাণে ভাঙ্গি তাই মাথা।। কখন যেনো যায়রে প্রাণ।
পোস্ট তাং ১৮/১২/২০২৪ ইং
গান নং ৯৭৫৩
অন্তর জ্বলা বিচ্ছেদ যন্ত্রণার গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
স্বর্গীয় প্রেমে সুখ পাইলাম না, নরক জ্বালায় জ্বলছি আমি।।
কেউ কইরো না আমার মতো, প্রেমের নামে পাগলামি।।
আবেগ মোহ মায়ায় আমি, শ্যাম বন্ধুয়ও প্রেমে পড়ে।।
এখন দিবানিশি কাঁদছি বসি, মরছি তার বিরহে পুড়ে।।
কোনো কাজে মন বসেনারে।। এখন কি যে করি আমি।
লোকে আমায় মন্দ বলে, কুলনাশিনী বলে আমায়।।
আঁড়েঠাঁড়ে সবাই আমায়, কলঙ্কিনী বলে যায়।।
প্রেমের ফাঁদে ফেলে আমায়।। বানাইলো প্রেম বিরহিণী।
আমি হইয়া কালার প্রেমে প্রেমি, করেছি যে চরম ভুল।।
সব হারাইয়া নিঃস্ব হইয়া, দিচ্ছি আমি তার মাশুল।।
আমার মতো কেউ করলে ভুল।। কপালে তার আছে শনি।
স্বর্গের প্রেমে নরকে পুড়ে, হয় না-কি গো প্রেমিক খাঁটি।।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ইট হয় যেমন পুড়ে মাটি।।
এই কি গো প্রেমের রীতি।। বিফলে যায় জীবনখানী।