সামির ঘরে সুখেই আছো শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 4 дні тому +2

    পোস্ট তাং ২৫/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬৪
    প্রেম প্রেয়সীর তরে গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    স্বামীর ঘরে সুখেই আছো,,,, ওগো আমার প্রেয়সী।।
    মিছেমিছি কেনো আমায়, করলে গো তুমি দোষী।।
    সুখ পিয়াসী মনটা তোমার, পাইছে যে সুখের নাগাল।
    আমি শুধুই মিছে হলাম, তোমার প্রেমে যে মাতাল।।
    খাইলাম কতো মন্দ যে গাল।। তুমি তো হইলা খুশি।
    এখন স্বামীর বুকে মাথা রেখে, খুঁজে পাও যে স্বর্গ সুখ।
    দুঃখের পাহাড় ভরেছে যে, আমারও এই পোড়া বুক।।
    কেমনে দেখাই আমার এই মুখ।। মন্দ বলে পাড়া পড়শী।
    যা করেছো ভালোই করেছো, তবু তুমি থাকো সুখে।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মরবো আমি ধুঁকে ধুঁকে।।
    অতীত স্মৃতি বুকে এঁকে।। যাবো তোমায় ভালবাসি।
    পোস্ট তাং ২৬/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬৫
    দুঃখ কষ্টের যন্ত্রণাময় গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    যারে আমি দিয়েছি হৃদয়, সে নাকি আমার নয়।।
    ভাবতে বড় কষ্ট হয়, কষ্ট হয়, ভাবতে বড় কষ্ট হয়।।
    যারে দিলাম সরল মন, সাথে দিলাম জীবন যৌবন।।
    সেই তো ভাংলো আমার মন।। তিলে তিলে হচ্ছি ক্ষয়।
    আমি যারে করলাম বিশ্বাস, সেই তো আমার করলো সর্বনাশ।।
    ফেলছি এখন শুধুই দীর্ঘশ্বাস।। লোকে আমায় মন্দ কয়।
    এই কি রে পিরিতের রীতি, পিরিতি করলে হয় দুর্গতি।।
    বিশ্বাস করলে করে ক্ষতি।। স্বার্থের তরে আপন হয়।
    স্বপন শাহ্ শ্যামলাপুরী বলে, চিত্তে দহন চিতা জ্বলে।।
    ভাসি আমি নয়ন জলে।। জীবনটা যে মোর যন্ত্রণাময়।
    পোস্ট তাং ০৪/০১/২০২৪ ইং
    গান নং ৯১৭৫
    """"" মনের সাথে মন বিনিময়ের গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    ওরে, মন মিলিলে মনটা দিবি, নইলে মনটা দিবিনা।।
    মন না মিলে মনটা দিলে, পাইবি শুধু যন্ত্রণা।।
    ওরে, মনে সাথে মন মিশিলে, পাইবি স্বর্গের সুখ শান্তি।।
    মনের সাথে মন না মিশলে, হবে শুধু ভুল ভ্রান্তি।।
    রইবে সারা জীবন অশান্তি।। পাইবি নরক যন্ত্রণা। ঐ
    ওরে, দুই মন মিশে এক মন হইলে, হইবি প্রেমে একাকার।।
    সে হইয়া যাইবেরে তোর, তুইও হইয়া যাইবি তার।।
    প্রেমময় হইবে তোদের সংসার।। অশান্তি আর থাকবেনা। ঐ
    ওরে, মন যে হয়রে বহুরূপী, ঠিক নাই মনের মক্কর।।
    কখন যে কোন রূপ ধরে, দেয় যে নানা চক্কর।।
    অস্থির তখন থাকে অন্তর।। মন যে বড়ই সেয়ানা। ঐ
    ওরে, প্রেম ও ভক্তি বিশ্বাসেতে, মনটারে তুই বাইন্ধা কষে।।
    মন বিনিময় করে নিবি, যার সাথে যার মন মিশে।।
    স্বপন শাহ্ কয় ভালবেসে।। হইয়া তুই যাবি ফানা।। ঐ
    পোস্ট তাং ০৩/০১/২০১৪ ইং
    গান নং ৯১৭৩
    """"" বিরহিণীর আকুতিভরা গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আমার মনটা নিলা বন্ধু, মনটা দিলনা।।
    প্রেম শিখাইয়া সবি নিয়া, করলা ছলনা।।
    কেনো বন্ধু করলা এমন, কেনো করলা ছল।।
    দিবানিশি কাঁদছি বসি, ফেলছি চোখের জল।।
    জীবন যৌবন যাচ্ছে বিফল।। লইয়া যন্ত্রণা।
    কতো কথা কতো স্মৃতি, আজো পড়ে মনে।।
    মধুর স্মৃতি দুঃখে ভরা, পুড়ি তাই দহনে।।
    পইড়া বন্ধু তোমার প্রেমে।। সইছি যন্ত্রণা।
    কার কথা শুনিয়া বন্ধু, কার প্রেমে মজিয়া।।
    আমার সর্বস্ব কাড়িয়া নিয়া, গেলা যে ছাড়িয়া।।
    কার বাসরে কারে লইয়া।। মিটাও কামবাসনা।
    তোমার বিচার করবে বিধাতা, পাইবা তারি ফল।।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ফেলবা চোখের জল।।
    মনে করে স্মৃতি সকল।। করবে যে কান্না।পোস্ট তাং ০৩/০১/২০২৪ ইং
    গান নং ৯১৭২
    """"" সরল প্রেমের সরল গান """""
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    তোমায় ভালবাসি বন্ধু, আমায় ভুল বুইঝনা।।
    অন্যের কথা শুইনা বন্ধু, মনটা ভাইঙ্গোনা।।
    সরল মনে তোমায় বন্ধু, ভালবাসি আমি।।
    ধ্যানে জ্ঞানে আছো বন্ধু, শুধু আমার তুমি।।
    ভাবি তোমায় দিন-রজনী।। হইয়া প্রেম দিওয়ানা।
    এ হৃদয়ে তোমায় বন্ধু, রাখছি স্বযতনে।।
    সদায় মন আবচান করে, বন্ধু তোমার জন্যে।।
    বাঁচবোনা বন্ধু তুমি বিনে।। কেনো বুঝোনা।
    ছিলাম আছি থাকবো তোমার, বলুক লোকে মন্দ।।
    তুমি বন্ধু হইলে আমার, তাতেই পাবো আনন্দ।।
    তুমি আমার জীবনের ছন্দ।। আর কিছু চাইনা।
    ওগো বন্ধু প্রাণের ও প্রাণ, ওগো জানের জান।।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমি দেহ তুমি প্রাণ।।
    স্বাক্ষী রইলো আমার এই গান।। তোমায় ভুলবনা।

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 4 дні тому +2

    পোস্ট তাং ০৫/০১/২০২৫ ইং
    গান নং ৯৭৮০
    চিত্তে দহন চিতা জ্বলে
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
    জ্বলেরে জ্বলেরে জলেরে জ্বলে, চিত্তে দহন চিতা জ্বলে।।
    নীরবে নিভৃতে করি ক্রন্দন, বক্ষ ভাসে নয়ন জলে।।
    চিত্তে চিতা জ্বলে। ঐ
    কইতে নারি সইতে নারি, আমি ছটফট কইরা মরি।
    আইনা দেনা বিষের বড়ি, আমি বিষ খাইয়া মরি।।
    নইলে দিবো গলায় দড়ি।। দিলাম যে আমি বলে।
    চিত্তে চিতা জ্বলে। ঐ
    এই কি রে পিরিতের রীতি, এই কি প্রেমের প্রতিদান।
    অকারণে ভুল বুঝিয়া আমায়, করে যে শুধু অপমান।।
    করে আবার মিছে অভিমান।। কতো কি যে বলে।
    চিত্তে চিতা জ্বলে। ঐ
    কি যে করি ভেবে মরি, আমি পাইনা ভেবে কুল।
    রাগে জেদে ক্ষোভে আবেগে, বুঝে যে আমায় ভুল।।
    দিচ্ছি আমি ভুলের মাশুল।। ঠাঁই নাই কোনো কুলে।
    চিত্তে চিতা জ্বলে। ঐ
    কি করে বুঝাই তারে, সে যে বড়ই অবুঝ।
    আমার সাথে ঝগড়া করে, সকাল বিকাল হররোজ।।
    নিজেই আবার করে আফসোস।। স্বপন শাহ্ শ্যামলাপুরী বলে।
    চিত্তে চিতা জ্বলে। ঐ
    পোস্ট তাং ০৪/০১/২০২৫ ইং
    গান নং ৯৭৭৯
    অকারণে ভুল বুঝার কষ্টের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
    ভুল বুঝা যার স্বভাব অভ্যাস, তার ভুল কি আর ভাঙ্গা যায়।।
    ভুল বুঝিয়া নিজে কাঁদে, অন্যদেরকেও যে কাঁদায়।।
    রাগে ক্ষোভে আবেগে জেদে, করে মিছে অভিমান।
    অকারণে ভুল বুঝিয়া, কথায় কথায় করে অপমান।।
    দেয় যে আবার মিছে বদনাম।। তাতেই মনে শান্তি পায়।
    সরল মনে গরল নিয়া, করে যে শুধু হাহুতাশ।
    মনের কষ্ট মনেই পুষে, ফেলে শুধু দীর্ঘশ্বাস।।
    আমার প্রেম ভক্তি বিশ্বাস।। পায়ে দলে হেলায় ফেলায়।
    তবুও সে সুখে থাকুক, ভালো থাকুক জনম ভর।
    তার জন্য দোয়া করি, আমি দুহাত তুলে নিরন্তর।।
    যতই আমায় ভাবুক সে পর।। তাতে কি'বা আসে যায়।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, যদি কভু ভুল ভাঙ্গে।
    প্রেম বিশ্বাস ভক্তিতে মন, কথা বলিস মোর সঙ্গে।।
    ভাব তরঙ্গে সাধু সঙ্গে।। পাবি শান্তি সর্বদায়।
    পোস্ট তাং ০৩/০১/২০২৫ ইং
    গান নং ৯৭৭৮
    গুরু গঞ্জ মুর্শিদ পুরের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    ওরে, গুরু গঞ্জে মুর্শিদ পুরে, কে যাবিরে আয়।।
    প্রেম ও বিশ্বাস ভক্তিতে মন, থাকবি যে সদায়।।
    পীর মুর্শিদ গুরু গোসাঁই, দেখায় মুক্তির পথ।
    উদ্ধার করে নিতে পারে, নিদান ও বিপদ।।
    দেখায় সত্য সরল ও পথ।। প্রভুরও কৃপায়।
    গুরু ভক্তি গুরু মুক্তি, গুরু মতি গতি।
    কামেল পীর মুর্শিদ গুরু, হয় অগতিরও গতি।।
    গুরু হয়রে পার্থসারথি।। জানিও সবায়।
    পীর মুর্শিদ গুরু গোসাঁই, হয় যে প্রভুর প্রতিনিধি।
    তাদের সঙ্গ করোরে মন, তুমি তোমরা নিরবধি।।
    গুরু হয় অমূল্য নিধি।। মানিও সর্বদায়।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, হইবারে মন সরস।
    পাইয়া ওরে গুরু গোসাঁই, পীর মুর্শিদের পরশ।।
    মুমীনের কলব আল্লাহর আরশ।। মুমীন যে বানায়।