আমি মা হারাইছি বাপ হারাইছি শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরি

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 1

  • @shamolapuritv3884
    @shamolapuritv3884 14 днів тому +2

    পোস্ট তাং ২৩/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬২
    স্বজন হারা বেদনার গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    আমি মা হারাইছি বাপ হারাইছি, হারাইছি জোরের ভাই।।
    দিবা-নিশি ভাবছি বসি, আমি যে কখন হারাই।।
    ক্ষণিকালয় ছেড়ে আমি, যাবো ঐ অনন্ত আলয়ে।
    পাবো কি গো তাদের দেখা, আমি হেথায় গিয়ে।।
    এসব কথা ভাবতে গিয়ে।। কাইন্দা বুক ভাসাই।
    বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, খেলার সাথী যারা।।
    যারাই গেলো আমায় ছেড়ে, আর আইলোনা তারা।
    জন্ম মৃত্যুর এই যে ধারা।। চলছে যে সদাই।
    দাদা দাদী নানা নানী, চাচা জেঠা খালা ফুপু গেলো।
    এই জগতে কেউ কোনোদিন, আর না ফিরা আইলো।।
    জান্নাত কি জাহান্নামে গেলো।। কিছুই জানা নাই।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমি সবার জন্যই দোয়া করি।
    জান্নাত নসীব হউক সবারই, আমি এই কামনাই করি।।
    দয়াল প্রভু পারের কান্ডারী।। নিবেন যে তড়াই।পোস্ট তাং ২৪/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬৩
    এবাদত হকিকতের গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    ওরে ও, লোভী মনা,,,,,
    নামাজ পড়লেই জান্নাত পাইবা না।।
    ওরে কায়েম করতে কইছে সালাত, আদায় করতে কইছে জাকাত।।
    আগে হইতে কইছে বায়াত।। আঁপে সাই রাব্বানা।
    ওরে ছাইড়া দিয়া নাফরমানী, কইছে প্রিয়বস্তু দিতে কোরবানি।।
    বনের পশু দিলা কোরবানি।। মনের পশু কোরবানি দিলানা।
    ওরে নফছ রিপু মন কইরা দমন, করতে কইছে সীয়াম সাধন।।
    করতে কইছে আত্মদর্শন।। জ্ঞান চেতন তো হইলোনা।
    ওরে যে কাবাতে আল্লার আসন, করলা না মন তার নিরুপণ।।
    দেশ বিদেশে করলা ভ্রমণ।। হজ্জ করা তো হইলো না।
    ওরে আলে মুহাম্মদ আওলাদে রাসুল, চিনতে যে মন করলারে ভুল।।
    আহলে বায়াত মকসুদে মকবুল।। পাকপাঞ্জতন চিনলা না।।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, একজন কামেল পীর ধরি।।
    স্বভাব চরিত্র লও ঠিক করি।। পরকালে আর ঠেকবা না।
    পোস্ট তাং ২২/১২/২০২৪ ইং
    গান নং ৯৭৬১
    কালের বয়ান যুগতত্ত্ব বাস্তবতার গান
    লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
    অর্থ বিত্ত স্বার্থের তরে, হইছে মানুষ স্বার্থপর।।
    কলুষতায় ভরে গেছে, মানুষ গুলোর মন অন্তর।।
    মনুষ্যত্ব মানবতার হয়েছে নির্বাসন, মানুষ যেনো হয়েছে পশু।
    পান থেকে চুন খসলে পরে, রূপ ধরে যে হায়েনা দস্যু।।
    হারাম হালাল বাছেনা কিছু।। দেখে না যে আপনপর।
    সুদ ঘুষ হারাম সবি তো খায়, শোনায় যে আবার ধর্মের বাণী।
    মূর্খে ধরে পন্ডিতের ভাব, ভাব ধরে জ্ঞানী মহাজ্ঞানী।।
    অর্থের জোরে সাজে গুণী।। টাউট বাটপার চোর ছেঁচ্চর।
    মসজিদ মন্দির গীর্জায় প্যাগোডায়, যাচ্ছে যে যার ধর্মমতে।
    আবার হিংসা বিদ্বেষ হানাহানি, করছে দেখি জাত বজ্জাতে।।
    ভবের মোহ লোভ লালসাতে।। ডুবে আছে যে নিরন্তর।
    সৃষ্টির সেরা মানুষ হইয়া, করছে যতো পশুর কাজ।
    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, নাইরে কারো শরম লাজ।।
    বড়ই অদ্ভুত স্বার্থপর সমাজ।। কে রাখে আর কার খবর।