FIQAH : Islamic Laws VS Laws Of Islamic States. ইসলামের নামে খেলাফতের আইন

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 535

  • @zohirulislam8442
    @zohirulislam8442 3 роки тому +72

    সহজ ইসলামকে সহজভাবে বুঝানোই যেন কঠিন। অাপনি সেই কঠিনকে অনেক সহজ করেই বুঝাচ্ছেন। শুকরিয়া ও ধন্যবাদ।

  • @mohammadnuruzzaman906
    @mohammadnuruzzaman906 3 роки тому +82

    ভাই, আপনি তো দেখছি গতানুগতিক ধর্মীয় চিন্তা পরিবর্তনের জগতে সুনামি। আপনার "রিলিজিয়াস মাইন্ডসেট" বইটি পড়েছি, অসম্ভব ভালো লেগেছে। আপনাকে স্যালুট।

  • @dr.makhan5693
    @dr.makhan5693 2 роки тому +11

    আপনার ভিডিওগুলো বারবার দেখি। ১৯ মিনিটকে ১৯ সেকেন্ড মনে হয়। অসাধারণ, তথ্যবহুল। মহান আল্লাহ্ আপনাকে ইসলামের কল্যানে কবুল করুন, আপনাকে নেক হায়াত দান করুন।

  • @hiramariam2982
    @hiramariam2982 3 роки тому +20

    ইচ্ছে করে সারাদিন শুনি ও ইসলাম কে বুঝি কারণ প্রতিটা কথায় যুক্তি আছে।
    ধন্যবাদ স্যার আপনাকে,,

  • @armanchoton6002
    @armanchoton6002 3 роки тому +35

    আমাদের সৌভাগ্য আপনার মত একজন মানুষ পেলাম।
    বর্তমান সময়ে সব কিছুর উন্নতি হচ্ছে ‌, কিন্তু মানুষের চিন্তা ধারার উন্নতি হচ্ছে না। আপনার কথায় উন্নত চিন্তা দুয়ার খুলেছে অনেকের।
    আপনি থেমে যাবেন না।

  • @kamruzzaman7475
    @kamruzzaman7475 2 роки тому +4

    নিজের কাছে অনেক কঠিন জটিল সমস্যার সমাধান কতো সহজ সাবলীল ভাষায় আপনি উপস্থাপন করছেন। সত্যি একজন বিজ্ঞ ব্যাক্তির আলোচনা শুনছি।

  • @আরিফুলইসলাম-ঢ২ট

    যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। যেন ইসলামকে নতুন করে সুন্দর করে জানছি

  • @sahabuddinmallick6906
    @sahabuddinmallick6906 3 роки тому +4

    আপনার যুক্তি ও উপস্থাপনের পদ্ধতি.আলহামদুলিল্লাহ

  • @mdsorwarhossain2170
    @mdsorwarhossain2170 2 роки тому +3

    আপনার authentic কোরআন ভিত্তিক আলচনা জাল হাদিসের কঠোরতা থেকে আমাকে মুক্ত করেছে। আপনার জন্য পুরান ভালা দোয়া।

  • @shahidkhan3655
    @shahidkhan3655 3 роки тому +38

    আপনার কথাগুলো সময়ের উপযোগী ভারী ধাতুর তৈরি একেকটা বুলেট মনে হয়েছে আমার কাছে। সময়কে কেউ দেখতে পায়না কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে।

    • @mehedirashel8220
      @mehedirashel8220 3 роки тому

      Shahidur Khan ঠিক বলেছেন ভাই।

  • @shahinhasan9894
    @shahinhasan9894 3 роки тому +38

    এক কথায় অসাধারণ, আমরা কোন দিন এভাবে ভাবতে পাড়িনি। হয়তো আমাদের এভাবে ভাবতে দেয়নি। ধন্যবাদ সজল ভাই।

  • @mdjasimuddin9657
    @mdjasimuddin9657 3 роки тому +38

    সজল ভাই আপনার এই আলোচনার ধারা ইনশাল্লাহ আল্লাহর কুরআন জানার অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।

  • @mdmohiuddinbacchu6942
    @mdmohiuddinbacchu6942 Рік тому +4

    সজল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @alomdidarul1289
    @alomdidarul1289 3 роки тому +31

    আপনার এত সুন্দর বিশ্লেষনধর্মী বক্তব‍্যের জন‍্যে অশেষ কৃতজ্ঞ।

  • @nazmaakhter1360
    @nazmaakhter1360 3 роки тому +20

    অনেক প্রশ্নই মনের মধ্যে ছিল যার সঠিক উত্তর কখনো পাইনি,এমনকি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিলাম হারাম ভেবে,কিন্তু আপনার সবগুলো ভিডিও একবার না, অনেক বার করে দেখেছি, প্রথমে কিছু কিছু বিষয় মানতে কষ্ট হলেও আপনার মাধ্যমে ইসলামের আসল সৌন্দর্য বুঝতে পেরেছি,আবারও ভালো করে কুরআনের অর্থ পরা শুরু করেছি, সত্যি ইসলাম পৃথিবীর সবচেয়ে সহজ ও সুন্দর একটি ধর্ম। আল্লাহ আপনাকে আরও জ্ঞান দান করুক এই দোয়াই করি।

    • @ashrafulhridoy1335
      @ashrafulhridoy1335 Рік тому +2

      ❤❤❤❤❤❤❤❤ thanks for best comment ❤❤❤❤❤

  • @jahangirhossain1918
    @jahangirhossain1918 2 роки тому +3

    আলহামদুলিল্লাহ সজল ভাইয়ের কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি ,,

  • @mdjasimuddin9657
    @mdjasimuddin9657 3 роки тому +32

    মাসাললাহ সুন্দর।
    চমৎকার আলোচনা করেছেন ধন্যবাদ আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।

  • @kazinazrulislam770
    @kazinazrulislam770 3 роки тому +50

    আপনার সব বক্তব্য মন প্রান দিয়ে শুনি,এত সুন্দর করে কথা বলেন কিভাবে?

  • @sakenderali7659
    @sakenderali7659 3 роки тому +30

    আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার হায়াৎ বাড়িয়ে দেন

  • @mukbulmd3632
    @mukbulmd3632 3 роки тому +5

    অত্যন্ত চমৎকার কোরআন ভিত্তিক আলোচনা।
    আশা করি মানুষ উপকৃত হবে।

  • @md.mahfujali3598
    @md.mahfujali3598 3 роки тому +13

    আজকেও অনেক অজানা জিনিস জানতে পারলাম। আল্লাহ্‌ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন...

  • @coordinatoruttararobi9698
    @coordinatoruttararobi9698 3 роки тому +19

    ধন্যবাদ ভাই এত সুন্দর আলোচনার জন্য আলোচনা যতই শুনি ততই মুগ্ধ হই আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @sobuj2635
    @sobuj2635 2 роки тому +2

    কি দারুন উপস্থাপন। যেমন অসাধারণ বলার ভঙ্গি তেমনি অসাধারণ জায়গামতো হিউমার আর চমৎকার সব উদাহরণের ব্যবহার। আপনার বইগুলো হাতে পাওয়ার জন্য তর সইছে না।

  • @mozammelhossanrobin3075
    @mozammelhossanrobin3075 3 роки тому +50

    সজল রোশান কে নেক হায়াৎ দান করুক

  • @imransk8133
    @imransk8133 3 роки тому +23

    আপনার বক্তব্য খুবই যৌক্তিক।। ভিষন ভাললাগে

  • @Pushpopapry
    @Pushpopapry 3 роки тому +6

    এতো সত্য ،সুন্দর،সঠিক কথা সজল ভাই কে দিয়েই শুধু সম্ভব

  • @আরিফুলইসলাম-ঢ২ট

    অনেক মূল্যবান বিষয় জানতেছি সজল ভাইয়া আপনার মাধ্যমে।

  • @sakibhossain3761
    @sakibhossain3761 3 роки тому +32

    মাশাল্লাহ ভাই। আপনার ভিডিও ১৮-২০ মিনিট কেন ২ ঘন্টা দেখলেও বোরিং লাগে না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

    • @নক্ষত্রলুব্ধক
      @নক্ষত্রলুব্ধক 3 роки тому +6

      কোরআনের কথা শুনতে ভালো লাগে। সজল রোশান থেকে কোরআনের কথা শুনতে পারি। হুজুররা তো কোরআনের কথা বলেনা

  • @dgartstarashhomedecorillus9579
    @dgartstarashhomedecorillus9579 3 роки тому +4

    বিভিন্ন জেলায় পেইন্টিং ককরতে গিয়ে অন্ধ ধর্মানুসারী কেমনহয় বাস্তবতার উপলদ্ধী আমার অনেক হয়েছে, ধন্যবাদ স্যার।

  • @farukulislamfarukdp918
    @farukulislamfarukdp918 3 роки тому +5

    সুন্দর আলোচনা করার জন্য আপনাাকে ধন্যবাদ

  • @moniraakther7942
    @moniraakther7942 2 роки тому +2

    ব্রু কুছকে ভাবনাতে ছিল নিয়ম গুলো মেনে নেয়া , পবিত্র গ্রন্থের আলোকে আপনার সহজ সাবলীল বয়ানে প্রসারিত হচ্ছে যেন - আলহামদুলিল্লাহ

  • @SumonAhmed-sw4vv
    @SumonAhmed-sw4vv 3 роки тому +23

    সঠিক ইসলাম প্রচারে এগিয়ে যান

  • @shonthafarhana1212
    @shonthafarhana1212 3 роки тому +48

    ভাইয়া যাকাতের একটা ভিডিও চাই কোরআন থেকে প্লিজ কে কে এক মত সাড়া দাও........

    • @lipimostafa5218
      @lipimostafa5218 2 роки тому

      ভাইয়া যাকাতের একটা ভিডিও বানান প্লিজ

    • @Md.Wahiduzzaman007-he6zc
      @Md.Wahiduzzaman007-he6zc Рік тому

      আমিও চাই, আমরা যেটাকে যাকাত বলে জানি আসলে সেটা সাদাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই

    • @MafijulMallick-mc9qt
      @MafijulMallick-mc9qt Рік тому

      7yyy

    • @MafijulMallick-mc9qt
      @MafijulMallick-mc9qt Рік тому

      Yess

  • @MOHAMMAD_JALAL_UDDIN_RUMI
    @MOHAMMAD_JALAL_UDDIN_RUMI 3 роки тому +11

    মন্ত্রমুগ্ধের মতো শুনলাম । অনেক দারুণ লাগলো ভাইয়া ❤️❤️

    • @বইপোকা-ম২ঠ
      @বইপোকা-ম২ঠ 3 роки тому

      ধর্ম বিশ্বাস না করলে পাপ পুণ্য বিচার করবেন কিভাবে? ua-cam.com/video/LzzUBgYqMnk/v-deo.html।।।।

  • @AmirHossain-nn1ki
    @AmirHossain-nn1ki 3 роки тому +36

    কথাগুলো অনেক মুল্যবান
    কিন্তু কে শুনে কার কথা
    আল্লাহ সবাইকে সহিহটুকু বুঝার
    তৌফিক দান করুন

  • @sadikurrahman5821
    @sadikurrahman5821 3 роки тому +9

    স্যার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া রইলো,,
    আপনি সাপাক্ষ্যে সকল প্রকার ইসলামিক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ,, 🥰💝💝
    আপনার কাজ থেকে প্রতি-নিয়োত আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে ও শিখতে পারি,,,
    খুব যুক্তি দিয়ে আপনি বোঝান প্রতিটি বিষয়,,, তাই বুঝতে অনেক সুবিধা হয়,,!
    তাই দোয়া রইলো মহান আল্লাহ আপনার সাথে আছেন,,!🥰🥰🥰💝🥰🙌

    • @কথন-2.0
      @কথন-2.0 3 роки тому

      আপনি মনে হয় পুরোটা মনযোগ দিয়ে?শোনেননি

    • @sadikurrahman5821
      @sadikurrahman5821 3 роки тому

      @@কথন-2.0 কেমনে বুঝতে পারলেন যে আমি পুরোটা শুনি নাই

    • @mirzamamun1741
      @mirzamamun1741 3 роки тому +1

      আমিন

  • @riyadhbinkhair2529
    @riyadhbinkhair2529 3 роки тому +15

    যতই চাপাচাপি করেন লাভ হবে না কারণ অধিকাংশ মানুষই অনুমানের উপর ভিত্তি করে অনুসরণ করে।
    তবে যারা কুরআনের উপদেশ গ্রহণ করবে তারা সফল হবে এবং হয়েছে।
    Thanks for good information.

  • @zahi5188
    @zahi5188 3 роки тому +45

    অন্য ইউটিউবারদের ভিডিও সাইজ ছোট রাখতে বলি। আপনাকে বড় করার অনুরোধ করছি।

  • @mdnnjony4000
    @mdnnjony4000 3 роки тому +164

    যারা কোরআন পড়েনাই, তারা আপনার কথায় বিভ্রান্ত হবে, আর যারা কোরআন বুঝে পড়েছে, তারা আপনার সাথে অধিকাংশ বিষয়ই একমত হবে।

    • @rajibsrajib1617
      @rajibsrajib1617 3 роки тому +2

      Right

    • @coordinatoruttararobi9698
      @coordinatoruttararobi9698 3 роки тому +1

      100% correct

    • @বইপোকা-ম২ঠ
      @বইপোকা-ম২ঠ 3 роки тому +1

      ধর্ম বিশ্বাস না করলে পাপ পুণ্য বিচার করবেন কিভাবে? ua-cam.com/video/LzzUBgYqMnk/v-deo.html।।।।।

    • @worldclass6948
      @worldclass6948 3 роки тому +5

      @@motalebhossain911 আপনি নাস্তিকতা কোথায় দেখলেন

    • @worldclass6948
      @worldclass6948 3 роки тому +2

      @@motalebhossain911 উনি এই vedio তে নাস্তিকতার কি বলছে এটা বলেন আস্তিক তো
      হিন্দু, খ্রিস্টান , সবাই আস্তিক হওয়াটা important না সত্যের উপর আছি কিনা এটা
      important

  • @সহজবিজ্ঞান৮ম-১২ম

    ভাইয়ের প্রতি আমার আলাদা ভালবাসা সৃষ্টি হয়েছে।ভাইকে সালাম।

    • @mirzamamun1741
      @mirzamamun1741 3 роки тому +1

      সত্যিই ভালো না বেসে ওপায় নেই, সত্য সব সময়ই সুন্দর

  • @ashrafulislam98
    @ashrafulislam98 3 місяці тому

    জনাব, আপনার ভিডিও যতই শুনি ততই মুগ্ধ হই! সর্বোপরি আপনার জন্য দোয়া ও শুভকামনা ❤️❤️!
    আপনি আমার হৃদয়ে ভালোবাসার (প্রায়) সর্বোচ্চ স্থানে আছেন !!

  • @abdulkhaleque156
    @abdulkhaleque156 3 роки тому +1

    Sajal Vai,
    You are the Best Alem and Islam preacher of the present age. Never cease to keep continued your talented sermons.
    সজল ভাই,
    আপনি আপনি বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ও ইসলাম ধর্ম প্রচারক। আপনার প্রতিভাপূর্ণ ইসলাম প্রচার চালিয়ে যান, বন্ধ করবেন না।

  • @md.noorhossain2398
    @md.noorhossain2398 2 роки тому +1

    পবিত্র কোরআন ও হাদিসের সহজ ও সর্বোকৃষ্ট পন্হাগুলো বিভিন্ন ধর্মাম্বলীরা অনুসরণ করছে আর আমরা মাকাল ফল হয়ে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদে লিপ্ত এবং এটাই হচ্ছে সমগ্র মুসলিম জাহানের বর্তমান প্রেক্ষাপট!

  • @skmomtazulislammilon4214
    @skmomtazulislammilon4214 3 роки тому +2

    সময় এসেছে আয়াত টি ব্যাস্তবায়ন , আল্লাহ বলেন যে জাতি তার ভাগ্যে পরিবর্তন করে না আমি তাদের ভাগ্য পরিবর্তন করি না। এবং আমি এক জাতি কে ইসলাম এর দারিত্ব দিয়েছি সে যখন পারে আমি তখন অন্য চিন্তা ও জাতি দ্বারা ইসলাম প্রতিষ্ঠা দান করি।
    ভাই আপনি ইসলাম এর সঠিক জায়গায় তবে আছেন । আল্লাহ আপনার মাধ্যমে ইসলাম এর সঠিক জ্ঞান অর্জন করার সকল মানুষ হেদায়েত দান করুন।

  • @mdabdurrob1831
    @mdabdurrob1831 3 роки тому +3

    আজ অনেক কিছু নতুন করে জানলাম, ধন্যবাদ।

  • @jahangiralam-pe7fv
    @jahangiralam-pe7fv 3 роки тому +3

    সুন্দর আলোচনা।

  • @wwe123181
    @wwe123181 3 роки тому +3

    সালামুন আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। অনেক দিন পর আসলেন।Welcome.
    jajak Allahu Khayran.

  • @amirmillon5790
    @amirmillon5790 3 роки тому +2

    ভাই আপনার কথা গুলো খুব অসাধারণ আমি খুব মনোযোগ দিয়ে শুনি, আপনার আর জাকির নায়েকের লেকচার আমার কাছে অসাধারণ লাগে। আপনাদের দারাই সমাজ পরিবর্তন সম্ভব।

  • @ABDULSHADHIN
    @ABDULSHADHIN 3 роки тому +3

    আপনার এই অত্যন্ত যৌক্তিক কথাগুলো যে মূলতঃ ইসলামের ই শিক্ষা তা ঐসকল ভুট্টো সাহেবরা বুঝবেন না! তবু বলে যেতে হবে। হয়তো ২০০ বছর পর ই আবার মুসলিমরা প্রকৃত ইসলামকে জানবে এবং মানবে! এনিওয়ে, অসংখ্য ধন্যবাদ ডিয়ার।

  • @nurmohammod4453
    @nurmohammod4453 3 роки тому

    আমি অনেক লেকচার শুনি কিন্তু আপনার বলার ধরণ অসাধারণ।
    আপনার লেকচার শোনার জন্য অধীর হয়ে থাকি।
    আপনার সুস্বাস্থ্যের কামনা করি।
    ভালো থাকবেন।

  • @soburmolla9099
    @soburmolla9099 3 роки тому +8

    শুভকামনা নিরন্তর . আপনার বইটি কিনেছি আলহামদুলিল্লাহ।

  • @Hossain2022-u8h
    @Hossain2022-u8h 3 роки тому +2

    শুভ কামনা।
    এত ভালো আলোচনা!!!

  • @nurullaskar2510
    @nurullaskar2510 2 роки тому +1

    Many many thanks

  • @shimranmehedi735
    @shimranmehedi735 3 роки тому +2

    কঠিন জিনিস ভাই আপনি! আল্লাহ কবুল করুন। আমিন

  • @mdbabar2564
    @mdbabar2564 2 роки тому +1

    চমৎকার আলোচনা স্যার ❤️

  • @bdhealthtv1325
    @bdhealthtv1325 3 роки тому +5

    আমার প্রিয় ট্রেইনার আপনি সেই ২০০৯ থেকে, যে-মন ছিল তেমনি আছেন।

  • @MijanurRahman-wq2xq
    @MijanurRahman-wq2xq 22 дні тому +1

    ভাই এগুলো কি শুনাইলেন,এতদিন কোথায় ছিলাম।আপনার কথা শতভাগ সঠিক কিন্তু এই কথাগুলো বর্তমান সমাজের আলেমদের মাথায় ডুকতে বা বুঝতে কম পক্ষে ১০০ বছর সময় লাগবে।

  • @abashar3502
    @abashar3502 3 роки тому +3

    ✌️💥👍আসসালামু আলাইকুম, আমরা আপনার কথা গুলো থেকে অনেক কিছু জানতে পারি,মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ভালো থাকার শুভকামনা রইল। ✌️💥👍

  • @quamrulislam8844
    @quamrulislam8844 Рік тому +1

    অসাধারণ !!!

  • @saidulislam-fq5bn
    @saidulislam-fq5bn Рік тому

    আসসালামু আলাইকুম প্রিয় সজল ভাই আপনার বক্তব্য শুনে মন মুগ্ধ হয়ে যায় আমি জানিনা এই সমাজের আলেম দের পক্ষে আপনার এই বক্তব্য বোঝার মত জ্ঞান আল্লাহ আলেমদেরকে দিয়েছেন কিনা

  • @taherabu4383
    @taherabu4383 3 роки тому +2

    সজল ভাই ছালাম নিবেন। আশা করি করুনাময় আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি আপনার একজন নিয়মিত দরশক আপনার ভিডিওগুলো নিয়মিত খুব মনযোগ সহকারে দেখি। আপনার মূল্যবান বক্তব্যগুলো দিকহারা মুসলমানদের সঠিক পথ দেখাতে সাহায্য করছে, আশা করি এমনিভাবে নিয়মিত ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিওগুলো ধরম ব্যবসায়ীদের মোটেও ভাল লাগবে না এটাই স্বাভাবিক, কারন তাদের ব্যবসায় মন্দা দেখা দিবে, তাই তারা আপনার তীব্র বিরোধীতা করবে এতে কোন সন্দেহ নেই। তাই তাদের কথা না ভেবে আমাদের মত সাধারণ মানুষের কথা ভেবে পবিত্র কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে তুলে ধরেন,মহান আল্লাহতায়ালা আপনার এই মহতি কাজকে কবুল করুন এবং আপনাকে নেক হায়াত দান করুন আমীন।

  • @moneruzzaman492
    @moneruzzaman492 3 роки тому +2

    এই রকম কিছু কথা বলেছিলাম বলে আমি যে ক্ষতির সম্মুখীন হয়েছি, তা আর একবার বলার কথা ভাবতে পারি না। তার পর ও আশা হত হয়নি। ধন্যবাদ আপনাকে।

    • @bablusk8771
      @bablusk8771 3 роки тому

      ভাই আমার ভাইকে তোমার খেতে হয়েছে

  • @khairulislamfakir4253
    @khairulislamfakir4253 Місяць тому

    Oti sundor uposthapon

  • @englishinshort4626
    @englishinshort4626 3 роки тому +4

    The video you made is extraordinarily exemplary. Go on with such more research-based videos.

  • @monirvoice9043
    @monirvoice9043 5 місяців тому +1

    ভাই..... আপনার অনেক কথাই যুক্তিযুক্ত

  • @wazedmia3017
    @wazedmia3017 3 роки тому +3

    Good. I read Bangla meaning Quran since 1995. I understanding your lecture video very clearly. Please go ahead. I will collect your writing books if possible. I ask you to discuse about sunna namaz. Thank you.

  • @neyamatsumon
    @neyamatsumon 3 роки тому +13

    ভাইয়া, মাত্র ১৯ মিনিটের ভিডিও??? ১-২ ঘন্টার বানান প্লিজ।

  • @NurulAmin-mv4xg
    @NurulAmin-mv4xg 3 роки тому +1

    চমৎকার আলোচনা দাদাভাই

  • @yousufhosen3581
    @yousufhosen3581 3 роки тому +5

    আপনার গবেষণা, বিশ্লেষণ সত্যিই অসাধারণ...
    তবে আপনার ভিডিও একজন কে দেখতে বলাতে আমাকে খৃষ্টানের এজেন্ট ও গালাগালি শুরু করছে...!!

  • @mr.shahin935
    @mr.shahin935 3 роки тому +3

    ধন্যবাদ, অনেক কিছু বুঝতে পারলাম।

  • @islam3600
    @islam3600 3 роки тому +5

    অসাধারণ বক্তব্য

  • @abdullatif-mn9zy
    @abdullatif-mn9zy 3 роки тому +1

    জনাব,আপনাকে সালাম।আপনার জ্ঞান
    মূলক উপস্থাপনার জন্য আপনার প্রতি
    আমি শ্রদ্ধাশীল।রিলিজিয়াস মাইন্ডস্যাট
    বইটি আমি পড়ছি।সিংগেল ফেক্ট এন্ড অনুযায়ী ৩৫০০টি হাদিস সম্বলিত একটি
    পুস্তক যদি প্রস্তুত করে বাজারে ছাড়তেন তাহলে আমরা উপকৃত হতাম।
    শুধু কোরান পড়ে অনেক আমলের পদ্ধতি আমরা জানবো কি করে?
    অধ্যাপক আ লতিফ।

  • @abdusshakur8454
    @abdusshakur8454 3 роки тому

    জনাব সজল আপনার আলোচনা তথ্য ভিত্তিক, যৌক্তিক ও সুন্দর। অনেক অনেক মানুষ আপনার ভিডিও দেখে এবং অনেকে অনুসরণও করে। পবিত্র কোরআন ও নিয়ে আলোচনা করছেন, এ আলোচনা কোরআন ভিত্তিক ও যৌক্তিক । এটি যেন কোন ভাবে নতুন বিভ্রান্তি সৃষ্টি না করে। সে দায়িত্বটা নিয়ে কথা বলতে হবে। আপনার কল্যাণ আর সাফল্যের জন্য দোয়া করছি।

  • @SharifbabuRZ
    @SharifbabuRZ Рік тому

    Apna k onak dhonnobad.apner kotha boler bachon vongi onak sundor.Allah apnar sarbik mongol koruk ae doa roelo.

  • @Ahsanhabiboo7
    @Ahsanhabiboo7 3 роки тому +7

    দারুন ❤️

  • @mainulhoque9631
    @mainulhoque9631 2 роки тому +1

    আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার মোথাবাড়ী থানার বাসিন্দা----আপনার লেখা বই গুলি সহজে কিভাবে পাব? প্লীজ বলবেন-------।

  • @lalonshah366
    @lalonshah366 11 місяців тому

    Sojol vai,
    Assalamu Alakum ,
    Which english translation of Holi Quran do you follow? It will be helpful if you relpy.
    Thanks.

  • @abdulkhaleque2398
    @abdulkhaleque2398 Рік тому

    সাবাস সজোল রোশান খাঁটি মুসলমান। Bravo Shajal Roshan the True Musalman!

  • @শান্তিরআহ্বান

    সালমুন আলাইকা

    • @Jzone7625
      @Jzone7625 3 роки тому +7

      কি নেতা,,,, শুধু কি সালাম দিয়েই মাঠের বাইরে দারায় থাকবেন,,, নাকি মাঠেও নামবেন।

    • @golamrobbani4998
      @golamrobbani4998 3 роки тому +1

      অলাইকুম সালাম

    • @বইপোকা-ম২ঠ
      @বইপোকা-ম২ঠ 3 роки тому +1

      ধর্ম বিশ্বাস না করলে পাপ পুণ্য বিচার করবেন কিভাবে? ua-cam.com/video/LzzUBgYqMnk/v-deo.html।।।।

  • @mdabueusuf8571
    @mdabueusuf8571 3 роки тому

    ভাই সালাম নিবেন ২০১১সাল থেকে আপনার লেকচার শুনি, খুব ভালো লাগে এবং শুনতে ইচ্ছে করে অনুগ্রহ করে যাকাত সংক্রান্ত একটি ভিডিও করুণ।

  • @fazlulkarimchy1002
    @fazlulkarimchy1002 Рік тому

    Assalamualaikum kmon achen bhai Eid mubarak I'm fazlulkarim chowdhury from Chittagong Bangladesh. So actually I want to know about the islam by ur lactures please you make the vediosmore and more on the Islam.

  • @abdulkhaleque2398
    @abdulkhaleque2398 Рік тому

    সাবাস সজোল রোশান খাঁটি মুসলমান। Beavo Shajal Roshan the True Musalman

  • @treplegaming
    @treplegaming 7 місяців тому

    Absolutely right your statement🎉 s
    Lot of thanks

  • @Jzone7625
    @Jzone7625 3 роки тому +16

    আল্লাহর ইজ্জতের কসম,,,,, আপনার কথা আর নবীজির ইসলাম এমনি হয়ার কথা।

    • @OmarFaruk-gx1nt
      @OmarFaruk-gx1nt 3 роки тому

      আল্লাহর ইজ্জতের কসম খাওয়ার আপনি কে? এত বড় স্পর্ধা কেন আপনার ভাই? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন।

    • @আমাদেরজীবন-ঢ৫দ
      @আমাদেরজীবন-ঢ৫দ 2 роки тому +1

      @@OmarFaruk-gx1nt নাউযুবিল্লাহ বলার কারণ ব্যাখা করেন?

    • @rajyt1458
      @rajyt1458 Рік тому

      আল্লাহর ইজ্জতের কসম কথাটি বলে আপনি ভুল করেছেন

    • @syedahmed5295
      @syedahmed5295 Рік тому +1

      কসম একমাত্র আল্লাহর নামেই করা যায় , আর কারও নামে হবেনা ❤❤❤❤❤

  • @amirmillon5790
    @amirmillon5790 2 роки тому

    আপনার ভিডিও এর জন্য অপেক্ষা করি ভাই শুভ কামনা আপনার জন্য। আপনার বক্তব্য শুনে মন জুড়িয়ে যায় বারবার শুনতে মন চাই। আপনার চ্যানেল টা বারবার চেক করি নতুন কোন ভিডিও এর জন্য। আপনার বক্তব্য গুলো খুবই উচুমানের। অল্প শিক্ষিত মানুষদের বুঝতে কষ্ট হয়, তবে খুব যুক্তি দিয়ে বুঝিয়ে দেন আপনি। তবে না বুঝে অনেকে ভুল মন্তব্য করে। আল্লাহ কাছে আপনার জন্য দোয়া করি, ইসলামের জন্য আপনি যেন ভালো অবদান রাখতে পারেন, সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার দেখা মতে দুইজন জ্ঞানী ব্যক্তি পাইলাম আপনি এবং ডাঃ জাকির নায়েক।

  • @debacmdebacm8476
    @debacmdebacm8476 3 роки тому +1

    আপনার সকল ভিডিও আমি দেখি। অনেক অন্ধকার আমার মনের ভিতর থেকে দুর করেছেন।
    আপনাকে সালাম জানাই।

  • @chinuhowlader4607
    @chinuhowlader4607 3 роки тому +4

    Your talking very submissive and very polite, thank you so much.

  • @MHKHAN192021
    @MHKHAN192021 3 роки тому +1

    অনেক ধন্যবাদ সজল ভাই , আপনাকে একবার দেখতে আসবো ।

  • @shundorprithibi9840
    @shundorprithibi9840 3 роки тому +14

    যারা কোরআনের প্রতি অনাগ্রহী ও এটা নিয়ে ধান্ধায় লিপ্ত, তাদের জন্য মনগড়া হাদীস খুব মজাদার খাদ্য।

    • @riyaddj9284
      @riyaddj9284 2 роки тому

      ভাই আপনার কথা রাইট।

  • @bloodyred633
    @bloodyred633 3 роки тому +5

    1st view 😊
    Good to see you vaia..

  • @greenmango7184
    @greenmango7184 3 роки тому

    মসজিদ শব্দটি কুরআনে পেয়েছি মনে হচ্ছে। বাকি সব কথাগুলো চমৎকার যৌক্তিক। কুরআন অর্থসহ পড়ছি এখন পর্যন্ত ৩৫/৪০ টি সুরা পড়েছি বা আরও বেশি ব্যভিচারের শাস্তির আইন পেয়েছি৷

  • @syedsarwar1622
    @syedsarwar1622 3 роки тому +3

    আপনার এই অপ্রিয় সত‍্য, সাহসী ও ক্ষুরধার বক্তব‍্যের জন‍্য আপনার প্রতি এ অধমের রইল আগাম "লাল সালাম"। আশা করি, যে কোন অবস্হাতেই আপনার এ ধারাবাহিকতা অব‍্যাহত রাখবেন।

  • @tanvirhaider3700
    @tanvirhaider3700 3 роки тому

    অসাধারণ আলোচনা।এতো সুন্দর করে উপস্থাপন সহজে দেখা যায় না।

  • @sohelsirgk
    @sohelsirgk 3 роки тому +2

    সবসময় আপনার জন্য দোয়া

  • @mohammadalauddin1613
    @mohammadalauddin1613 3 роки тому +1

    Congratulations.
    I got many references I was looking for. Keep going dear Sajal

  • @kajolsekh5427
    @kajolsekh5427 2 роки тому

    আস্শালামু অলাইকুম,, ভাই আপনার রিলিজিয়াশ মাইন্ডসেট বই টা আমি নিতে চাই কি ভাবে জগা জগ করবো একটু বলবেন আমার বাড়ী ভারত দেশ আমি আপনার রিলিজিয়াশ মাইন্ডসেট বইটা নিতে চাই

  • @shohelshohel5366
    @shohelshohel5366 3 роки тому +1

    Nice brother
    Waiting for your video

  • @iftiarbulbul7079
    @iftiarbulbul7079 3 роки тому

    আমি জাস্ট মুগ্ধ...!!!
    শুভকামনা সবসময়।

  • @shahnazlily6406
    @shahnazlily6406 3 роки тому

    Heartiest respect and doa.juge juge apnar moto sahosi medhabi manuser jonmo howk.May almighty bless you forever..

  • @swapanbhn
    @swapanbhn 3 роки тому +5

    খুবই সুন্দর এবং যুক্তি সংগত কথা। কিন্তু সমস্যা একটাই, চোর না শুনে ধর্মের কাহিনী। তাদের কথা হল, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে আর হাদিস বুঝতে হলে হুজুর লাগবে। এই গন্ডি থেকে তাদেরকে কে বের করবে??????