প্রান প্রিয় দাদু ভাই, আপনার এই শ্রুতি মধুর বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। আপনার এই কঠিন সাধনা, মহান আল্লাহ্ পাক গ্রহন করুন। এবং সকল মানব জাতিকে প্রভুর প্রতি বিশ্বাস এবং আনুগত্য ধ্রুত বিস্তার লাভ করুক সুম্মা আমিন।
আসসালামু আলাইকুম আমার বাড়ি বাংলাদেশ যশোর। সজল ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। আমি পেশা একজন ফটো সাংবাদিক কাজের ফাঁকে আমি আপনার মহামূল্যবান বাণী গুলো শুনি। সেই বাণী গুলো আমার মেমোরিতে সেভ করার চেষ্টা করি আপনার বাণী গুলো শুনে। আমি আমার ভিতর একটা আমল পরিবর্তন লক্ষ্য করছি। আপনি এগিয়ে যান । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
We term Sajol Roshan as the Best Alem and accurate Islam preacher of the present time. His speech is based on the authority of the Quran clear, correct and articulate. আমরা মনে করি সজল রোশান বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেম ও ইসলাম প্রচারক। তার বক্তব্য ক্কোরআনের উপর ভিক্তি করে সঠিক, গোছালো ও সুস্পষ্ট।
Sir আপনার আলোচনা শুনার পর থেকে এখন যে কোন বক্তার আলোচনা শুনলে বুজতে পারি কোনটা জাল, কোনটা জয়িফ,কোনটা ছহিহ্ এবং কোনটা কোরানিক। আল্লাহ্ আপনাকে দীর্ঘ জীবি করুন। আমীন!!!!!!
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সহমত। পরমতসহিষ্ণুতা অর্জন অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলি, আর সজল রোশন ভাই এই গুণে গুণান্বিত একজন। আমি নতুন Subscriber এবং যে ভিডিও ক্লিপগুলো এখন পর্যন্ত দেখেছি, তাতে সহজেই বলতে পারি যে, উনার পরিবেষণা অনেকেরই গাত্রদাহের কারণ হবে, এখানের কিছু কমেন্টও তার সাক্ষী..!!! সহজ সত্যটি কেউ বুঝতে চায়না, উনিতো কাউকে বাধ্য করেননি যে ভিডিওর সব তথ্য-উপাত্ত মানতেই হবে...!!! তাহলে কেন আমরা বাজে মন্তব্য করে নিজেকে প্রশ্নবিদ্ধ করি...!!!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সজল ভাই! কেমন আছেন? আশা করছি, আপনি ভালো আছেন। কথায় কথায় এক ভাই আপনাকে তুলে ধরলেন। আপনার ব্যাপারে জানার আগ্রহটা খুব বেড়ে গেলো। সময় না নিয়ে আপনার বক্তব্যে চলে গেলাম। এ জীবনে অনেক উপস্থাপনা শুনেছি। সেসব উপস্থাপনাগুলোর শীর্ষে আপনারটাকে রাখতে হলো। আপনার উপস্থাপনা যাদুতে সত্যিই আমি মোহিত হলাম। এতোটা সরল ও সুন্দর করে কথা বলা যায় আমার জানা ছিলো না। আগে শুনতাম, কিন্তু এখন বিশ্বাস হলো, ‘সুন্দর করে কথা বলাটাও একটা শিল্প’। তবে কিছু মনে না করলে একটি কথা বলবো। আপনার ধর্ম বিষয়ক বক্তব্যগুলোতে অতুলনীয় ভালোলাগার ফাঁকফোকড়ে দু একটি সন্দেহ জেগে উঠে। জেগে উঠা সেসব সন্দেহ বিষয়ে আপনার কিছু সময় আমি কামনা করছি। যদি একটু সহযোগিতা ও অনুগ্রহ করতেন খুবই উপকৃত হতাম। কন্টিনিউ সময় আমি চাচ্ছি না। আপনার বক্তব্যের নির্দিষ্ট কোনো বিষয়ে আমি আমার সংশয়টা পেশ করবো। আপনি শত ব্যস্ততার মাঝে সময় সুযোগ করে আমার জেগে উঠা সংশয় বিষয়ে কিছু বলবেন। বিনীত অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকুন সজল ভাই। বিনীত- হাফিজুর রহমান
আসসালামু আলাইকুম ভাই সজল রোশন, ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাই, আমি আপনার একজন নতুন Subscriber. আপনার পরিশীলিত, সাবলীল ও মার্জিত উপস্থাপনা আমার ধর্মীয় অনুভূতির চিন্তার মাত্রাকে সমৃদ্ধ করেছে। মুসলিম ধর্মের আমদানি-কারক, পাইকার ও খুচরো ব্যবসায়ীরা, কোরআনকে যেভাবে আম-মুসলিম থেকে আলাদা করা যায়, সেই রকমের পছন্দের পন্য-সামগ্রিই আমদানির ব্যবস্থা করে..!!! যাতে করে সাধারন মানুষ বিভ্রান্ত হয়ে, ভুল ধারণায় ভুল ধর্মচর্চায় অভস্ত্য হয়ে, সঠিক ধর্ম থেকে ছিটকে পড়ে..!!! ফলশ্রুতিতে ধর্ম ব্যবসায়ী উপজীব্য পরগাছা শ্রেণীর উত্তর উত্তর উদ্ভব হয়, আর আম-মুসলমান হয় সঠিক ধর্ম থেকে বঞ্চিত, ইতিহাস তার সাক্ষী..!!! ধর্মকে বুঝতে হলে, আল্লাহ্ তাআ'লার হুকুম যে, "বিবেক ও চিন্তা-চেতনার সমন্বয় সাধন করে কোরআনেকে বুঝতে হবে", আর কোরআনে আল্লাহ্ তাআ'লার এই হুকুম এসেছে ৪৯ বার...!!! আফসোস আমরা আল্লাহর হুকুমের পায়রবী না করে, কোরআনে কাছে না গিয়ে, ছুটে যাই তথাকথিত ধর্মের ব্যবসায়ীর কাছে...!!! আপনার জন্য শুভকামনা নিরন্তর....
Bhaiya, you seem to have a photogenic memory and extensive knowledge and interest stretching from literature to religion. We are fortunate to have an all-rounder inspirational speaker like you. May Allah bless you and your family.
ভাইয়া আপনার প্রথম দিকের কয়েকটি ভিডিও আমাকে আকৃষ্ট করে তাই আপনার দশ-বারোটি ভিডিও আমি দেখেছি, আমি যতোটুকু বুঝতে পারলাম তা হচ্ছে অন্যান্যদের মত আপনিও মনগড়া ব্যাখ্যা দিয়ে থাকেন। আমি বলবো না যে আপনাকে বয়কট করলাম কারোন আপনাকে তো আমি গ্রহণ'ই করিনি, আমি এটাও বলব না যে আমার সময় নষ্ট করে আপনার ভিডিওগুলো দেখেছি বরং এই সময়গুলোতে আপনাকে চিনতে পেরেছি, আপনার স্পষ্ট বাংলা ও মনমুগ্ধকর যুক্তি আমাকে মুগ্ধ করেছে, আপনি চাইলে আকবরের পক্ষে এবং দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছাহেব এর বিপক্ষে সরলমনা মুসলমানদের (মগজ ধোলাই করে) নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে, যদিও আপনি সরাসরি এমন কিছু বলেননি তবে যতটা নিরপেক্ষ এবং সহজভাবে আপনি বলেছেন সম্রাট আকবর মূর্খ হলেও এতটা নিরপেক্ষ ছিল না বিষয়টি এত সহজ ছিল না। আপনাকে উপদেশ দেওয়ার অধিকার রাখি না তবে মন্তব্য করার স্বাধীনতা রাখি তাই বলতেছি আপনি যে সকল ধর্ম ব্যবসায়ীদের নিয়ে সমালোচনা করেন , আপনি আপনার নিজের অজান্তেই হয়েছেন তাদের মত'ই একজন তবে একটু ভিন্ন আঙ্গিকের,
@@SajalRoshan অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ। আপনার চ্যানেল এবং ফেইজবুক লিঙ্ক এড করার ইচ্ছা রাখি। আমার চ্যানেলটিও Subscribes করার অনুরধ করতে আপনার ভিউয়ারসদের বলতেন তাহলে খুশি হতাম।
আপনাকে একটা অনুরোধ করতে চাই। আশা করি গুরুত্বের সাথে ভেবে দেখবেন। আপনি রাজনীতিবীদদের জন্যে Training Module বানান... Course Curriculum থাকবে এবং অন্তত: ২ বছর পড়ে লাইসেন্স নিতে হবে এবং course এর যে jurisprudence থাকবে, তার ব্যাত্যয় ঘটালে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে এবং সে আর কোনদিন রাজনীতি করতে পারবে না.... এবং সংবিধান এটাকে অনুমোদন করবে......
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সবগুলো ভিডিও আলোচনা আমি শুনেছি, যুক্তিপ্রমান সহ আলোচনা সত্যিই আমি অভিভুত।এখন আপনার কাছে অনুরোধ, বাংলাদেশে বা ভারতবর্ষে ইসলাম কিভাবে আসলো বা কে বা কারা নিয়ে আসলেন এবং কওমী তথা দেওবন্দ সিলসিলা কতটুকু সঠিক। তারা কি আসলে সহি আকিদার উপর আছে? এ বষিয়ে আপনার একটা আলোচনা শুনতে আগ্রহী
অাকবর দা গ্রেটের জীবনি বোঝাবেন অাপনি অাধা ঘন্টার বয়ানে, তাই না? অাপনি ত দেখি ওভার গ্রেট ? অাকবর একটা পরীক্ষা চালাইছিল অার সেটাই তার জীবন? অাপনার জীবনের যে কোন একটা পরিক্ষাই কি অাপনান সম্পূর্ন জীবন?
এই হলো আসল ধর্ম । সব সমান । সজল ভাই সম্রাট আকবরের কয়টা হিন্দু বৌ আর মুসলিম বৌ ছিলো । খৃষ্টান বৌ ছিলো কয়টা । ধর্মের আসল পরিচয় এক ধরনের শাসন । ------ যুগে , যুগে সব ধর্মের মানুষ অনেক মেয়ে বিয়ে করেছে - রাজা , বাদশাহ আর ধর্ম যাযক সব । আর শুধুমাত্র মেয়েদের জন্য অহেতুক নিয়ম আর বদনাম । অনেক ধন্যবাদ ।
আমি একজন ভারতের সদস্য দোয়া করি আল্লাহ আছে তোমার সঙ্গে
ধন্যবাদ
আপনার উপস্থাপনার মধ্যে অনেক ধর্মীয় ইতিহাস জানা যায় ধন্যবাদ আপনাকে ।
আপনার বাংলা উচ্চারণ আর বলার ধরণ দেখেই মুগ্ধ হয়ে যাই....!!! যার কারণে আসল বিষয়ে মনোযোগ কমে যায়...!!! কারণ, কিভাবে বলেন সেটাতেই আমি আটকে থাকি....!!
vai, tar bangla uccharon jothestho prosongsar dabi rakhe, tobe apnake etao mante hobe je uni written script dekhe dekhe poren.
And English also ..ur pronunciation ...but what a serious look...
Uni shamne script rakhe i think...its fine tho..
দীন ই ইলাহি সম্পর্কে অনেক জানার ইচ্ছা ছিলো। আপনাকে ধন্যবাদ।
সজল রোশান,
ইসলাম ধর্মের উপর সুগভীর পান্ডিত্যের জন্য সাধুবাদ জানাই।
Sajal Roshan
Kudos to you for your profound scholarship on Islam.😊
প্রান প্রিয় দাদু ভাই, আপনার এই
শ্রুতি মধুর বক্তব্য আমাকে মুগ্ধ করেছে।
আপনার এই কঠিন সাধনা, মহান আল্লাহ্ পাক
গ্রহন করুন। এবং সকল মানব জাতিকে প্রভুর প্রতি বিশ্বাস এবং আনুগত্য ধ্রুত বিস্তার লাভ করুক সুম্মা আমিন।
তিনি কি স্ক্রিন থেকে দেখে বলছেন না?
আল্লাহ সজল রোশন ভাই কে সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু দান করুণ।
সজল ভাই, আমি মুগ্ধ হয়ে যায়,,, যে একজন মানুষ কি ভাবে বাংলা, ইংরেজি, আরবি,, দারুন ভাবে বলতে পারে,,,,,। ❤❤
আসসালামু আলাইকুম আমার বাড়ি বাংলাদেশ যশোর। সজল ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। আমি পেশা একজন ফটো সাংবাদিক কাজের ফাঁকে আমি আপনার মহামূল্যবান বাণী গুলো শুনি। সেই বাণী গুলো আমার মেমোরিতে সেভ করার চেষ্টা করি আপনার বাণী গুলো শুনে। আমি আমার ভিতর একটা আমল পরিবর্তন লক্ষ্য করছি। আপনি এগিয়ে যান । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
এই পর্বের সত্তিকারের ইতিহাস জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ ভাই। অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য মন থেকে দোয়া রইল।
আপনার এসব গবেষণার জন্য অনেক শুভেচ্ছা রইলো ।
0ওোঐৈওোছছৈৌধথদ
আপনার ভিডিওর অপেক্ষায় থাকে প্রতিদিন
We term Sajol Roshan as the Best Alem and accurate Islam preacher of the present time. His speech is based on the authority of the Quran clear, correct and articulate.
আমরা মনে করি সজল রোশান বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেম ও ইসলাম প্রচারক। তার বক্তব্য ক্কোরআনের উপর ভিক্তি করে সঠিক, গোছালো ও সুস্পষ্ট।
সজল ভাই, সুন্দর বলেছেন। সালাম আপনাকে।।
এখন পরির্বতনের সময়ে এগিয়ে যান যে কোন সময় কোরআনের
আলো জলে উঠবে
Thanks a lot for describe the details of the Deen E Elahi and provide some new information about Akbor the great. May Allah bless you.
Sir আপনার আলোচনা শুনার পর থেকে এখন যে কোন বক্তার আলোচনা শুনলে বুজতে পারি কোনটা জাল, কোনটা জয়িফ,কোনটা ছহিহ্ এবং কোনটা কোরানিক।
আল্লাহ্ আপনাকে দীর্ঘ জীবি করুন।
আমীন!!!!!!
আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
সহমত। পরমতসহিষ্ণুতা অর্জন অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলি, আর সজল রোশন ভাই এই গুণে গুণান্বিত একজন। আমি নতুন Subscriber এবং যে ভিডিও ক্লিপগুলো এখন পর্যন্ত দেখেছি, তাতে সহজেই বলতে পারি যে, উনার পরিবেষণা অনেকেরই গাত্রদাহের কারণ হবে, এখানের কিছু কমেন্টও তার সাক্ষী..!!! সহজ সত্যটি কেউ বুঝতে চায়না, উনিতো কাউকে বাধ্য করেননি যে ভিডিওর সব তথ্য-উপাত্ত মানতেই হবে...!!! তাহলে কেন আমরা বাজে মন্তব্য করে নিজেকে প্রশ্নবিদ্ধ করি...!!!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সজল ভাই! কেমন আছেন? আশা করছি, আপনি ভালো আছেন। কথায় কথায় এক ভাই আপনাকে তুলে ধরলেন। আপনার ব্যাপারে জানার আগ্রহটা খুব বেড়ে গেলো। সময় না নিয়ে আপনার বক্তব্যে চলে গেলাম। এ জীবনে অনেক উপস্থাপনা শুনেছি। সেসব উপস্থাপনাগুলোর শীর্ষে আপনারটাকে রাখতে হলো। আপনার উপস্থাপনা যাদুতে সত্যিই আমি মোহিত হলাম। এতোটা সরল ও সুন্দর করে কথা বলা যায় আমার জানা ছিলো না। আগে শুনতাম, কিন্তু এখন বিশ্বাস হলো, ‘সুন্দর করে কথা বলাটাও একটা শিল্প’। তবে কিছু মনে না করলে একটি কথা বলবো। আপনার ধর্ম বিষয়ক বক্তব্যগুলোতে অতুলনীয় ভালোলাগার ফাঁকফোকড়ে দু একটি সন্দেহ জেগে উঠে। জেগে উঠা সেসব সন্দেহ বিষয়ে আপনার কিছু সময় আমি কামনা করছি। যদি একটু সহযোগিতা ও অনুগ্রহ করতেন খুবই উপকৃত হতাম। কন্টিনিউ সময় আমি চাচ্ছি না। আপনার বক্তব্যের নির্দিষ্ট কোনো বিষয়ে আমি আমার সংশয়টা পেশ করবো। আপনি শত ব্যস্ততার মাঝে সময় সুযোগ করে আমার জেগে উঠা সংশয় বিষয়ে কিছু বলবেন। বিনীত অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকুন সজল ভাই। বিনীত- হাফিজুর রহমান
সজল ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনার presentations প্রশংসনীয়।
6:34 সজল ভাই আমিআপনার নতুন শ্রতা আপনাকে অনেক অনেক অভিনন্দন।
আসসালামু আলাইকুম ভাই সজল রোশন, ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাই, আমি আপনার একজন নতুন Subscriber. আপনার পরিশীলিত, সাবলীল ও মার্জিত উপস্থাপনা আমার ধর্মীয় অনুভূতির চিন্তার মাত্রাকে সমৃদ্ধ করেছে। মুসলিম ধর্মের আমদানি-কারক, পাইকার ও খুচরো ব্যবসায়ীরা, কোরআনকে যেভাবে আম-মুসলিম থেকে আলাদা করা যায়, সেই রকমের পছন্দের পন্য-সামগ্রিই আমদানির ব্যবস্থা করে..!!! যাতে করে সাধারন মানুষ বিভ্রান্ত হয়ে, ভুল ধারণায় ভুল ধর্মচর্চায় অভস্ত্য হয়ে, সঠিক ধর্ম থেকে ছিটকে পড়ে..!!! ফলশ্রুতিতে ধর্ম ব্যবসায়ী উপজীব্য পরগাছা শ্রেণীর উত্তর উত্তর উদ্ভব হয়, আর আম-মুসলমান হয় সঠিক ধর্ম থেকে বঞ্চিত, ইতিহাস তার সাক্ষী..!!! ধর্মকে বুঝতে হলে, আল্লাহ্ তাআ'লার হুকুম যে, "বিবেক ও চিন্তা-চেতনার সমন্বয় সাধন করে কোরআনেকে বুঝতে হবে", আর কোরআনে আল্লাহ্ তাআ'লার এই হুকুম এসেছে ৪৯ বার...!!! আফসোস আমরা আল্লাহর হুকুমের পায়রবী না করে, কোরআনে কাছে না গিয়ে, ছুটে যাই তথাকথিত ধর্মের ব্যবসায়ীর কাছে...!!! আপনার জন্য শুভকামনা নিরন্তর....
নির্মোহ আলোচনা। ধন্যবাদ
ধন্যবাদ । অনেক সুন্দর আলোচনা শুনলাম
অনেক তথ্য পেলাম, যাহা অনেক দিন থেকে খুজতে ছিলাম.…. ধন্যবাদ
বেশ ভাল উপস্থাপনা।
I highly appreciate your very informative & educational spoken video. Thank you so much.
প্রথম বর্ষে থাকার সময় ড. আশফাক স্যারের বইয়ে পড়ছিলাম। আজকে অনকেটাই ক্লিয়ার। ধন্যবাদ মামা।
The video is so good.
I have learnt many useful information from this video
Bhaiya, you seem to have a photogenic memory and extensive knowledge and interest stretching from literature to religion. We are fortunate to have an all-rounder inspirational speaker like you. May Allah bless you and your family.
অসাধারন💕💕💕💕💕
ভাইয়া আপনার প্রথম দিকের কয়েকটি ভিডিও আমাকে আকৃষ্ট করে তাই আপনার দশ-বারোটি ভিডিও আমি দেখেছি, আমি যতোটুকু বুঝতে পারলাম তা হচ্ছে অন্যান্যদের মত আপনিও মনগড়া ব্যাখ্যা দিয়ে থাকেন। আমি বলবো না যে আপনাকে বয়কট করলাম কারোন আপনাকে তো আমি গ্রহণ'ই করিনি, আমি এটাও বলব না যে আমার সময় নষ্ট করে আপনার ভিডিওগুলো দেখেছি বরং এই সময়গুলোতে আপনাকে চিনতে পেরেছি, আপনার স্পষ্ট বাংলা ও মনমুগ্ধকর যুক্তি আমাকে মুগ্ধ করেছে, আপনি চাইলে আকবরের পক্ষে এবং দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছাহেব এর বিপক্ষে সরলমনা মুসলমানদের (মগজ ধোলাই করে) নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে, যদিও আপনি সরাসরি এমন কিছু বলেননি তবে যতটা নিরপেক্ষ এবং সহজভাবে আপনি বলেছেন সম্রাট আকবর মূর্খ হলেও এতটা নিরপেক্ষ ছিল না বিষয়টি এত সহজ ছিল না।
আপনাকে উপদেশ দেওয়ার অধিকার রাখি না তবে মন্তব্য করার স্বাধীনতা রাখি তাই বলতেছি আপনি যে সকল ধর্ম ব্যবসায়ীদের নিয়ে সমালোচনা করেন , আপনি আপনার নিজের অজান্তেই হয়েছেন তাদের মত'ই একজন তবে একটু ভিন্ন আঙ্গিকের,
দুঃখিত, দ্বিতীয় শতাব্দি হবে না, দ্বিতীয় শতাব্দীর স্থানে দ্বিতীয় সহস্রাব্দী হবে।
সুন্দর আলোচনা
Lots of information and historical evidence.
JajakAllah khairun.
কুরআন পড়ুন বুঝে পড়ুন কুরআন শুনুন বুঝে শুনুন কুরআন খোলার সময় এসেছে লোগোর উপর ক্লিক করে কুরআনের ধারাবাহিক আলোচনা দেখুন।
অনেক ভালো লাগলো। অনেক তথ্য বহুল ভিডিও। Proud of you sir...!
ভালবাসা সবসময়
ধন্যবাদ, অসাধারণ ভাই
Thanks a lot....
আপনার বক্তব্য 90% Right.
_________নবীর শা্ন_____
♥____ওগো প্রভু মোহাম্মদ,,আপনি দিলেন পরম আনন্দ,,!!
আমি অধম লোভী,,আপনাকে দিলাম জগন্য এক অরন্য,,!!
ওগো ইয়া মোহাম্মদ,,আপনি দিলেন শান্তি ও প্রেমওলীলা,,!!
আমি অধম পাপী,,আপনাকে দিলাম যাতোনা ও অবহেলা,,!!
ওগো ইয়া দয়াল নবী,,আপনি দিলেন জীবনও আকৃতি,,!!
আমি মহা পাপী,,আপনাকে দিলাম অশান্তি ও বিকৃতি,,!!
ওগো ইয়া রাসূল পাঁক,,আপনি উম্মতের জন্য পাগল,,!!
আমি পাপীষ্ট নরকের কীট,,দুনিয়ার জন্য পাগল,,!!
ওগো দয়াল রাসূল পাঁক,,আপনি শাফায়াতের কান্ডারী,,!!
আমি অধম লোভী পাপী,,কি হবে গো দয়াল সেই দিন হাশরের দিন,,!!
ওগো মহান রাসূল,,আপনি জৌতিরও আলো নূরেরও কান্ডারী,,!!
আমি মহাপাপী,,সেইদিন আপনার চরণতলে একটু ঠাই হবে কি,,!!
ওগো প্রভু মোহাম্মদ,,আপনি মহান দয়ালু দয়ার সাগর,,!!
আমি পাপী জাহান্নামি,,মন তোর লজ্জা থাকলে কেমনে চরনের আশা করবি,,!!
ওগো প্রভু মোহাম্মদ,,,,আপনি মহান ধৈর্যবান শান্তিপ্রিয় নূরনবী,,!!
আমি পাপী তাপী,,মন সেইদিন আপনার চরণদূলি পাওয়ার সাহস হারিয়ে ফেলেছি____________♥জয় গুরু___আলেক সাঁই _________===♥একান্তমত
-------------------------**********--------------------------
মন বোকা চিনবি কি তোর, মহাপ্রভু মালিক সাঁই নিরাঞ্জনা,!!
মন মনা ভাল মন্দ সব ভুলে,,সরূপের ভাল লাগায় মন লাগা,,!!
_____________জয় গুরু _______আলেক সাঁই_
-------একান্তমত
আপনার কিছু ভিডিও শেয়ার করতে পারি কিনা ? তবে কিছু ভিডিও অনেক বড় হওয়ায় ছোট করে শেয়ার করতে চাচ্ছি। দয়া করে জানাবেন।
জি করতে পারেন ! আমার চ্যানেল এবং ফেসবুক পেজ লিংক এড করলে খুশি হবো , ধন্যবাদ
@@SajalRoshan অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ। আপনার চ্যানেল এবং ফেইজবুক লিঙ্ক এড করার ইচ্ছা রাখি। আমার চ্যানেলটিও Subscribes করার অনুরধ করতে আপনার ভিউয়ারসদের বলতেন তাহলে খুশি হতাম।
আপনাকে একটা অনুরোধ করতে চাই। আশা করি গুরুত্বের সাথে ভেবে দেখবেন। আপনি রাজনীতিবীদদের জন্যে Training Module বানান... Course Curriculum থাকবে এবং অন্তত: ২ বছর পড়ে লাইসেন্স নিতে হবে এবং course এর যে jurisprudence থাকবে, তার ব্যাত্যয় ঘটালে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে এবং সে আর কোনদিন রাজনীতি করতে পারবে না.... এবং সংবিধান এটাকে অনুমোদন করবে......
Amare je jagte hobe ki jani seta ashbe kobe itihas theke amra anek kichu shikhte pari tumi amader jaganor chesta korcho sejonno tomake anek donnobad
দারুন
দারুন বিষয়...অনেক কিছু জানলাম!
ধন্যবাদ ❤
চমৎকার উপস্থাপনা
L
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সবগুলো ভিডিও আলোচনা আমি শুনেছি, যুক্তিপ্রমান সহ আলোচনা সত্যিই আমি অভিভুত।এখন আপনার কাছে অনুরোধ, বাংলাদেশে বা ভারতবর্ষে ইসলাম কিভাবে আসলো বা কে বা কারা নিয়ে আসলেন এবং কওমী তথা দেওবন্দ সিলসিলা কতটুকু সঠিক। তারা কি আসলে সহি আকিদার উপর আছে? এ বষিয়ে আপনার একটা আলোচনা শুনতে আগ্রহী
Sajal Vai really you are excellent.Preznt world you are the greatest.I think Allah make you in example.
কথাগুলো খুব হৃদয়ে লাগে থ্যাংকস
ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইজান
Excellent.
ভাল লেগেছে
Very good lecture.............!!
জানার বিষয়, ভাল হয়েছে,
Can I contact you?? I have some Question to know. And I think you are kind of perfect for this question.
gracias
❤❤❤
চমৎকার ভাই চমৎকার
জ্ঞানগর্ব আলোচনা। ধন্যবাদ আপনাকে।
সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৮
یَّسۡمَعُ اٰیٰتِ اللّٰہِ تُتۡلٰی عَلَیۡہِ ثُمَّ یُصِرُّ مُسۡتَکۡبِرًا کَاَنۡ لَّمۡ یَسۡمَعۡہَا ۚ فَبَشِّرۡہُ بِعَذَابٍ اَلِیۡمٍ
উচ্চারণঃ ইয়াছমা‘উ আ-য়া-তিল্লা-হি তুতলা-‘আলাইহি ছুম্মা ইউসিররু মুছতাকবিরান কাআল্লাম ইয়াছমা‘হা- ফাবাশশিরহু বি‘আযা-বিন আলীম।
অর্থঃ সে আল্লাহর আয়াতসমূহ শুনে, অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে, যেন সে আয়াত শুনেনি। অতএব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।৷৷
সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৯
وَاِذَا عَلِمَ مِنۡ اٰیٰتِنَا شَیۡئَۨا اتَّخَذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ؕ
উচ্চারণঃ ওয়া ইযা-‘আলিমা মিন আ-য়া-তিনা-শাইআনিত্তাখাযাহা-হুঝুওয়া- উলাইকা লাহুম ‘আযা-বুম মুহীন।
অর্থঃ যখন সে আমার কোন আয়াত অবগত হয়, তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ৷ ৷ ৷ ৷ ৷৷৷৷ ৷৷৷ ৷৷ সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৩৩
وَبَدَا لَہُمۡ سَیِّاٰتُ مَا عَمِلُوۡا وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ
উচ্চারণঃ ওয়া বাদা- লাহুম ছাইয়িআ-তু মা-‘আমিলূ ওয়া হা-কাবিহিমমা-কা-নূ বিহী ইয়াছতাহঝিঊন।
অর্থঃ তাদের মন্দ কর্ম গুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আযাব নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদেরকে গ্রাস করবে।
সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৩৪
وَقِیۡلَ الۡیَوۡمَ نَنۡسٰکُمۡ کَمَا نَسِیۡتُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا وَمَاۡوٰىکُمُ النَّارُ وَمَا لَکُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ
উচ্চারণঃ ওয়া কীলাল ইয়াওমা নানছা-কুম কামা-নাছীতুম লিকাআ ইয়াওমিকুম হা-যা-ওয়ামা’ ওয়া-কুমুন্না-রু ওয়া মা-লাকুম মিন না-সিরীন।
অর্থঃ বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই।
সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৩৫
ذٰلِکُمۡ بِاَنَّکُمُ اتَّخَذۡتُمۡ اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا وَّغَرَّتۡکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ لَا یُخۡرَجُوۡنَ مِنۡہَا وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ
উচ্চারণঃ যা-লিকুম বিআন্নাকুমুত্তাখাযতুম আ-য়া-তিল্লা-হি হুঝুওয়াওঁ ওয়াগাররাতকুমুল হা-য়াতুদ্দুনইয়া- ফালইয়াওমা লা-ইউখরাজূনা মিনহা-ওয়ালা-হুম ইউছতা‘তাবূন।
অর্থঃ এটা এজন্যে যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না।
মাশাল্লাহ
Very knowledgeful video
very honest discussion thanks
যাকাত সম্পর্কে আপনার ভিডিও টা পেলাম না,,
মঙ্গল কামনা সব সময়
Excellent Discussion...
Thanks and Thanks
মোজাদ্দেদ-আল ফেসানী রহ. দ্বীনে এলাহীর ইতি টেনেছিলেন
আল ফাসানী একটা খবীশ কাঠ মোল্লা।।
sir valo acen?
স্যার মোঘল সম্রাটরা ধর্মীয় দিক থেকে শিয়া ছিলেন?
না, সুন্নি.... দক্ষিনের কিছু সালতানাত শিয়া ছিল ( বিজাপুর সালতানাত, কুতুব শাহী, নিজাম শাহী)
Yes.
0:13 0:15 4:01😊😊
ভাইয়া আপনি একদিন #হেযবুত তওহীদ আমাদের দেশেরই একটা আন্দোলন।এই আন্দোলনের সাথে আপনার অনেক কথাই মিলে যায় এ বিষয়ে কিছু জানাবেন?
সজল ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই।
thanks
Thanks
আল্লাহ আপনার মঙল করুন আমিন
Thank
অনেক অজানা তথ্য জানতে পারলাম।
please Mr sajol debate with mufti masud for clarify his explanation about Our Holly Quran, maybe he miss guided our all Islam Jahan.
@@md.atiqurrahman2987 I don't understand about your comment, please clarify if it's possible ?
O
সম্রাট আকবরের ইতিহাস আমার জানা ছিল না ধন্যবাদ আপনাকে, কিন্তু শুনে মনে হচ্ছে এটা পুরাই অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের সাথে মিলে যাচ্ছে😃
একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি এই বিষটি নিয়ে ভাবছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিলাম না।আপনাকে ধন্যবাদ।
Thank you for religious discussion
ভাই আপনি কেন বই লিখেছেন? কোরআন কি হেদায়েতের জন্য যেতট্ঠ নয়।
উনার বই এ কি লিখা আছে তা উনার বই পড়লেই জানতে পারবেন
Eki kotha koyekber kore bola hoe gieche...
আকবর ইসলামের তেমন একটা ক্ষতি করেনি, এই কথাটা বলার আগে মনে হয় আরো স্টাডি করা উচিত ছিল।
এই কমেন্ট করার আগে ভিডিওটা ভালো করে দেখা উচিত ছিলো
অাকবর দা গ্রেটের জীবনি বোঝাবেন অাপনি অাধা ঘন্টার বয়ানে, তাই না? অাপনি ত দেখি ওভার গ্রেট ? অাকবর একটা পরীক্ষা চালাইছিল অার সেটাই তার জীবন? অাপনার জীবনের যে কোন একটা পরিক্ষাই কি অাপনান সম্পূর্ন জীবন?
কুরআন খোলার সময় এসেছে লোগোর উপর ক্লিক করে কুরআনের ধারাবাহিক আলোচনা দেখতে।
Amak a islamic kisuby lekhe den ple
মনে হয় একবার শুনলাম দ্বীন ই ইলাহির সমর্থক ২০ জন। আরেক বার শুনলাম প্রায় হাজার খানেক।
একটু ক্লিয়ার করবেন কি???
১৮ জন রাজ কর্মচারীসহ বাকি প্রজাদের মিয়ে প্রায় ১ হাজার
আমি আপনার ট্রেনিং করেছি অনেকবার ডিএসটিসি তে, মনে আছে? প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট।
Yes...অামি ও
আকবরের এসব পাগল স্বভাব কাহিনী শুনে অবশেষে শ্রোতাদের প্রাপ্তি কি হল? আপনার মূল্যবান সময়ের অপচয় হল কিনা ভেবে দেখলে ভাল করবেন।
Nice
😍
এই হলো আসল ধর্ম । সব সমান । সজল ভাই সম্রাট আকবরের কয়টা হিন্দু বৌ আর মুসলিম বৌ ছিলো । খৃষ্টান বৌ ছিলো কয়টা । ধর্মের আসল পরিচয় এক ধরনের শাসন ।
------ যুগে , যুগে সব ধর্মের মানুষ অনেক মেয়ে বিয়ে করেছে - রাজা , বাদশাহ আর ধর্ম যাযক সব । আর শুধুমাত্র মেয়েদের জন্য অহেতুক নিয়ম আর বদনাম । অনেক ধন্যবাদ ।
Thank you...
সুফিবাদ নিয়ে কিছু বলবেন!
Thanks vi
Thanks brother.live long and happy strong.
অনেক অজানা তথ্য জানলাম ভাই।