আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আপনার আলোচনা শুনে হাজারো পথহারা সঠিক পথে ফিরে আসছে। প্লিজ! চালিয়ে যান, বন্ধ করবেন না! আল্লাহ আপনাকে বাকশক্তি দিয়েছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করুন, বেশি বেশি প্রয়োগের মাধ্যমে।
বাংলা অর্থসহ কোরআন পড়লে কোন মৌলবির প্রয়োজন নাই। কুরআন পড়লেই আমরা বুঝতে পারবো আল্লাহ কুরআনে কি বলেছেন। কোন আয়াতে শাস্তি এবং কোন আয়াতে জান্নাত এটা বুঝতে হলে বেশি শিক্ষার দরকার নাই। সজল সাহেবের মত একজন শিক্ষক থাকলেই যথেষ্ট। আপনার জন্য দোয়া রইল।
তথ্যভিত্তিক আপনার আলোচনা এক মূহুর্তের জন্যও বিরক্তিকর মনে হয়নি, বরং পূর্ণ মনোযোগ নিয়েই দেখি আর শুনি। আর কুরআন মিলিয়ে দেখি। আর অভিভূত হই। আলহামদুলিল্লাহ।
মানুষ যে যা খোঁজে তাই পায়, এটা সত্য হয়েছে আপনাকে পাওয়ার মাধ্যমে। ১৯৮৯ সালে প্রথম কুরআনের অনুবাদ পড়তে অনুপ্রানিত হই সদ্য প্রয়াত আমার এক উকিল বন্ধুর দ্বারা। শুরুতে কুরআনের বক্তব্য পড়ে ভয় পেতাম, ভাবতাম ঠিক আছিতো! প্রচলিত ইসলামী চিন্তা কুরআন সম্মত নয় দেখে খুবই চিন্তিত হতাম! অনেকের তফসির ও বুখারীর হাদিস গ্রন্থ নিয়ে রাতে বসতাম, গভীর রাত পর্যন্ত নানা প্রশ্নের উত্তর খুজতাম। বিভিন্ন বিষয় নোট করতে অনেকগুলো খাতাও খুললাম। এ ভাবে চলতে চলতে অনৃমান বছর খানেকের মধ্যে মন থেকে ভয় চলে গেল। আল্লাহর অশেষ রহমতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে সঠিক পথে এগোচ্ছি। তখন একটা তথ্য খুঁজতে, শব্দের অর্থ বুঁজতে বহু জনের কাছে দৌড়েছি। সেই থেকে এবিষয়ে বহু মানুষের সাথে যোগাযোগ, ওঠাবসা আরো কতকি! পরে ইন্টারনেট পরম সৌভাগ্য হিসেবে এলো, খুলে গেল তথ্য ভান্ডারে দরজা। যাহোক, সে সবের সরল সহজ বক্তব্য পাচ্ছি আপনার। ভাল থাকুন, সুস্থ্য থাকুন, বলতে থাকুন। সত্যের জয় অবশ্যভাবি। আল্লাহ্ আপনার সহায় হোন!
আপনার বক্তব্য যখন থেকে শুনছি আমি কোরআনের আলোয় আলোকিত হচ্ছি। এখন আমি বানান করে কুরআন পড়তে শিখেছি। শিখছি। আলহামদুলিল্লাহ। পার্থক্য এখন আমার নিকট স্পষ্ট। আপনার জন্য দুআ রইলো। আল্লাহ আপনার নেক হায়াত আরও বাড়িয়ে দিক।আল্লাহুম্মামীন। আল্লাহ আমাদের মাফ করুন।
সজল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে কুরআন কে ভালো বুঝার যে যোগ্যতা দিয়েছেন এবং বলার যে যোগ্যতা দিয়েছেন তা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহর কুরআন কে প্রচার করে যান যথাযথভাবে। আল্লাহ আপনার কল্যাণ করুন।
আপনার এতসুন্দর,তথ্যপূর্ণ,গোছালো সারগর্ভ আলোচনা শুনে really খুব আনন্দিত । সেইসাথে আপনাকেও জানাতে চাই আমার অন্তরের অন্তস্থল থেকে প্রীতি শুভেচ্ছা আর বুকভরা ভালবাসা।আপনার প্রচেষ্টা চালিয়ে যান।আল্লাহ আপনার সাথে থাকবেন,ইনশ্বাল্লাহ!
চোখ বন্ধ করে অনেক দিন ছিলেন, এখন আপনার চোখ খুলেছেন।তবে ১৪০০ শত বৎসর এর মধ্যে একজন পেয়েছেন। হাজার হাজার কোরআন হাদিস এলেমদার ছিলেন, তাদের কাউকে বা দ্বিনের দায়ীদের কেতাবে রয়েছে। তাই ঐ সমস্ত কেতাব অধ্যয়ন করুন, চোখ অন্তর হ্দয় মন মানুষিকতা সব খুলে যাবে।
আপনি বলেছিলেন, যদি কোন দিন ইসলাম কায়েম হয়, তবে আমেরিকা থেকেই হবে। আপনার কথা সত্য হতে চলেছে। সূত্রঃইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ( আর টিভি সংবাদ) দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াত বাড়িয়ে দেন।
সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ইনফরমেটিভ ভিডিও গুলির জন্য, যার দ্বারা সমাজের কিছু প্রচলিত ধর্মীয় ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবো অথবা যাচাই করে নিতে পারব ইনশাআল্লাহ |
ভাই আমি ধর্ম কত টুকু বিশ্বাস করি জানি না, তবে ধর্মন্ধতা মোটেও সহ্য করতে পারি না। এই ধর্মন্ধতার কারনে আমার চির কৃতজ্ঝ বন্ধুরা দূরে সরে গেছে। আপনার তরযমা আমার ভাল লাগে।
বিধর্মীদের কাফের কেন মনে করা হবে, এটা কি শান্তি ধর্ম,অন্য ধর্মের ব্যক্তিদের জন্য যেখানে খারাপ দৃষ্টিতে দেখে সেখানে শান্তি কিভাবে। বিধর্মীদের সেক্স কর,মারো,এগুলো কি
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা। হাদিস বিষয়ক আপনার বিশদ আলোচনা আমাদের ধর্মীয় জ্ঞানকে ঋদ্ধ করে, আমরা প্রকৃত ইসলামকে সঠিকভাবে জানতে পারি। আপনার কাছ থেকে আমারা এমন আলোচনা আরো আশা করি। ধন্যবাদ।
খুব মনোযোগ দিয়েই শুনি, মাঝে মাঝে কিছু প্রোগ্রামে আমার বক্তব্যে আপনার কিছু যুক্তি দেখাই। এতে অনেকেই খুশি হয়। তবে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শুভ কামনা রইল।
কি আজব যুক্তি আপনার! যাদের বিন্দুমাত্র দ্বীনের জ্ঞান আছে তারা আপনার বিভ্রান্তি বুঝতে পারবে। আপনি কুরআনের যে ব্যাখ্যা দিচ্ছেন তা আপনি কোথায় পেলেন? স্বপ্নে দেখেছেন নাকি? কারণ আপনি তো হাদিস মানতে নারাজ (নাউজুবিল্লাহ)। আবু জেহেল সম্পর্কে এত কথা বললেন এগুলো আপনি জানলেন কীভাবে? উনার সাথে কি আপনার পরিচয় ছিল? সহীহ হাদীসই একমাত্র অবিকৃত তথ্য যা দ্বারা আয়াতগুলোর প্রেক্ষাপট জানা সম্ভব এবং ব্যাখ্যা করা সম্ভব। তা না হলে যার মনে যা আসবে সে সে অনুযায়ী ব্যাখ্যা করবে যেমনি আপনি করছেন। আপনার দ্বীনের জ্ঞান নেই বলে আপনি এভাবে কথা বলছেন। সিহাহ সিত্তাহ বলতে আপনি বুঝেন, সিহাহ সিত্তাহ তে থাকলেই কি সেটা দলিল? আর কুরআন কি আপনিই প্রথম বুঝা শুরু করলেন নাকি সাহাবীগনও বুঝেছিলেন? সাহাবীগন ওই আয়াত দিয়ে কি বুঝেছেন হাদীসের বাহিরে আর কোন বিশুদ্ধ তথ্য দিয়ে আপনি প্রমান করবেন? আপনার সাথে আসলে ক
@@IBNR22 আপনি বোকার স্বর্গে বসবাস করেন। তাকিয়ে দেখেন আজকে মুসলমানদের এই অধঃপতনের মূল কারণ এই হাদিসের বিভ্রান্তি ভুয়া হাদিস। এই সব মানুষের তৈয়ারী বেশীর ভাগ হাদিস জাল। এই হাদিসগুলো মুসলিমদের মধ্যে বিভক্ত করেছে অমুসলিমদের প্রতি ঘৃণা শিক্ষা দিয়েছে। হাদিস নামের এই কীট আমাদেরকে এখনই পরিত্যাগ করা উচিত। কোরআনের সাথে যেসব হাদীস মিলে যায় আমরা শুধু ওই হাদিসই গ্রহণ করব। নবিজী আমাদের কখনো বলেন নাই হাদিস সংরক্ষণ করো কারণ নবীজি ভালো করেই জানতেন এই হাদিস দিয়া মোল্লা মাওলানারা ব্যবসা করবে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করবে নবীজির নামে হাদীস চালিয়ে দেওয়া হবে সেজন্য নবীজি কখনোই হাদীস সংরক্ষণের ব্যাপারে কখনোই তাগদা দেন নাই। আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও। এসব ব্যবসায়ী মোল্লাদের কাছ থেকে আমাদের রক্ষা করো ।
@@IBNR22 কখনো শুনেছেন কোনো মুসলমান কোরআনের কোনো আয়াত কে জাল/ সহি উপাধি দিতে?১০০ তে ১০০ তা শুনেন নি। কিন্তু হাদিসের ব্যাপারে আমারা মুসলমানদের মধ্যেই জাল / সহি লইয়া শত শত বছরের লড়াই বিদ্যমান আছে,এবং ইহা থাকিবে ঈসা আঃ প্রিথিবিতে আবার না আসা পযন্ত। এখন বলেন সহি জাল জয়িফের ঝামেলা কারা লাগাইলো?তারাই লাগাইছে যারা ফতোয়া দিয়া মজা পায়,,,,,, আপনারে দিয়া আমারে কাফের বলায়,,আমারে দিয়া আরেকজনকে। এই জাল/সহি আকিদার যুদ্ধ শুধু আপনি মুসলমানদের বেলায়ই নয়,,খ্রিষ্টানের বেলায়ও আছে হাজার বছর ধরে।এবং আমাদের সকল ভুলভাল আকিদা উন্মোচন করতেই ঈসা আঃ আবার আমাদের মাঝে আসবেন ও ইসলাম প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। তাই বলি কি ভাই,নিজের বিশ্বাস কে প্রাধান্য বেশি দেন,,,অন্যের বিশ্বাস কে প্রতিষ্ঠিত করতে ঝাপিয়ে পড়ার আগে। এই জন্য পবিত্র কোরআন ই সর্বশেষ্ঠ কিতাব।এবং অবশ্যই হাদিস অনুসরণ করতে পারেন যদি তা কোরআনের বিরুদ্ধে না যায়।
@@truespeaker2339 ভাই আপনি আমার লেখা ভালো করে পড়েনই না হয়তো।যাই হোক আপনার সাথে তর্কে না যাওয়াই আমার জন্য উত্তম। আপনি কি এক আল্লাহ, সকল নবী রাসুল,ও আহলে কিতাবে ঈমান রাখেন?যদি রাখেন আলহামদুলিল্লাহ আপনি ইসলামের উপর আছেন,এবং পাশাপাশি যদি আপনি ইসলামের বিধান মেনে আমলও করছেন তাহলে আপনি অবশ্যই মুমিন হবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে এটুকু বলবো,এমন কাউকে কাফের বলা থেকে বিরত থাকুন যার কাফের হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত না। কারণ মানুষের পেছনের ও সামনের সকল কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ তায়া’লার।
@@truespeaker2339 না জানি না। নাম যেহেতু আহলে কোরআন,তবে আমিও আহলে কোরআন,এবং আহলে কিতাব। নাম ইউসুফ হইলেই সে মুসলমান হইবো তার যেমন গেরান্টি নাই,তেমন নাম রাম হইলেই সে মুসলমান হইতে পারবো না তার বাধ্যবাধকতাও নাই।
কি আজব যুক্তি আপনার! যাদের বিন্দুমাত্র দ্বীনের জ্ঞান আছে তারা আপনার বিভ্রান্তি বুঝতে পারবে। আপনি কুরআনের যে ব্যাখ্যা দিচ্ছেন তা আপনি কোথায় পেলেন? স্বপ্নে দেখেছেন নাকি? কারণ আপনি তো হাদিস মানতে নারাজ (নাউজুবিল্লাহ)। আবু জেহেল সম্পর্কে এত কথা বললেন এগুলো আপনি জানলেন কীভাবে? উনার সাথে কি আপনার পরিচয় ছিল? সহীহ হাদীসই একমাত্র অবিকৃত তথ্য যা দ্বারা আয়াতগুলোর প্রেক্ষাপট জানা সম্ভব এবং ব্যাখ্যা করা সম্ভব। তা না হলে যার মনে যা আসবে সে সে অনুযায়ী ব্যাখ্যা করবে যেমনি আপনি করছেন। আপনার দ্বীনের জ্ঞান নেই বলে আপনি এভাবে কথা বলছেন। সিহাহ সিত্তাহ বলতে আপনি বুঝেন, সিহাহ সিত্তাহ তে থাকলেই কি সেটা দলিল? আর কুরআন কি আপনিই প্রথম বুঝা শুরু করলেন নাকি সাহাবীগনও বুঝেছিলেন? সাহাবীগন ওই আয়াত দিয়ে কি বুঝেছেন হাদীসের বাহিরে আর কোন বিশুদ্ধ তথ্য দিয়ে আপনি প্রমান করবেন? আপনার সাথে আসলে কি দিয়ে শুরু করবো বুঝছি না
শান্তির আহ্বান ভালো তো লাগবেই ,শুধু কোরআন মেনে short cut এ ইসলাম মানা যাবে ।দাড়ি রাখতে হবে না ,পাঁচ ওয়াকত নামাজ পড়তে হবে না । একবার চিন্তা করেন নামাজ হাদিস অনুযায়ী না পরলে ,মসজিদে নববী কেন বানালো নবী ?
ভাই সালাম। আমি ও কোরআন পড়ি অনুবাদসহ। আমার লেখাপড়া জেনারেল লাইনে রাস্ট্রবিজ্ঞানে মাস্টার্স। কিন্ত কোরআনের এই বিষয়গুলো আমার কাছে পরিস্কার হয় আরও ১৫ বছর আগে। কিন্তু আপনি যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আমি পারিনা। তাই আমার কথা কেউ শোনেনা। আমার হৃদয়টা ভরে গেল আপনাকে পেয়ে। অন্তত একজনকে পেলাম সেও আমার মত করে চিন্তা করে। ভাই আপনার ভিডিওগুলো দেখার পর আমার খুব সাহস বেড়েছে। এতদিন আমি একাএকা মানুষকে বলতাম। এখন রেফারেন্স দিয়ে বলি এবং আপনার প্রত্যেকটা ভিডিও আমার প্রোফাইলে শেয়ার করি। আমার ফেসবুক প্রোফাইল Md Touhiduzzaman Zahangir. ভাই আমার সত্য প্রচার করতে ইচ্ছে হয়।কিন্তু আমাদের দেশের পারিপার্শ্বিক সমস্যার কারণে পারিনা। তাই আপনাকে পেয়ে আনন্দে আমার বুকটা ভরে গেছে। তাই আপনার ভিডিও শেয়ার করে আমি প্রচারনা চালাই। আপনি প্লিজ নিয়মিতভাবে আলোচনা চালাবেন আশা করছি।
আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম শুধু জানার জন্য, কিন্তু রিপ্লাই পাইনি। আপনার ভিডিওতে এটা আমার দ্বিতীয় কমেন্ট আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ❤️ লাভ ইউ ভাইয়্যা। এজন্য যে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে সক্ষম হচ্ছি শুধু আপনার ভিডিও দেখে।
আলোচনার জন্য ধন্যবাদ। কোরআন থেকে আয়াত উপস্থাপন করে ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন ধরে তথাকথিত ইসলামিক গল্পগুলোর অসারতা দেখে আসছি। চেতনা ও চিন্তার সাথে মিল ছিল না। নিজে একা গবেষণা করার চেষ্টা করছিলাম। ভালো লাগলো যে একজন ব্যক্তি কুরআন ভিত্তিক আলোচনা করে মানুষকে দ্বিধাদ্বন্দ্ব থেকে সোজা পথে চলতে সাহায্য করছেন। চিন্তার সংগী পেলাম এতে অনেক আনন্দ হচ্ছে। ধন্যবাদ ভালো থাকবেন। আপনার সবগুলো আলোচনা আমি শুনবো ইনশাআল্লাহ।
Dear brother Sajal , what you are saying is absolutely true and reasonable . You have quench my knowledge thirst . Many questions regarding Islam and Quran were chasing me from behind . But having heard your interpretation of Quran and Islam as well as Hadith and salat , I able to know many things regarding Our holy religion . Thank you for all these . I remain ever grateful to you . May Allah give you long life . Aamin .
একজন মানুষ (সজল ভাই) এত সুন্দর ভাবে কুরআন কে নতুন ভাবে চিনিয়ে দিয়েছে সত্যি ই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার নেক হায়াত লান করুক। এগিয়ে যান আল্লাহ সহায় হবেন ইনশাআল্লাহ
চমৎকার আলোচনা। অনেক শেখার আছে। নামের ক্ষেত্রে শিরক নাম যেন না হয় এটা সাধারণ জ্ঞ্যানের মধ্যেই পরে। যেমন কারো নাম যদি হয় জগত মালিক এটা শিরকি নাম। কুরআনের সাথে যেসব হাদিসের লেশ মাত্র সম্পর্ক নেই সেগুলো মানব না।
কোরআন পরতে বলুন বুঝে অর্থ সহ! যেব সে বুঝতে পারে। এরপর চাইলে সজল ভাইএর ভিডিও দেখাতে পারেন বুঝার এবং সত্য জানার জন্য। এবং তাকে জর করবেন্নাহ সজল ভাই সঠিক, তাকে সুধু বলবেন কুরআন সঠিক। অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে কোরআনের নূরে আলোকিত হতে হবে উম্মাহতে মোহাম্মদি কে
সজল ভাই হাদিস থেকেই তো আমরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে পারি বা শীখতে পারি যেমন নামাজ পরার নিয়ম কানুন, হজ্ব করার নিয়ম কানুন, অজু করার নিয়ম এছাড়া আরো অনেক বিষয় যা কোরআনে সংক্ষেপে বলা হয়েছে কিন্তুু হাদিস থেকে বিস্তারিত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন।
😂 ওনার কথা হল কেউ যদি সেই সময় বলে আমি নবিজীকে এভাবে ওযু করতে দেখছি।আর বর্তমান সময়ে নবিজীকে তো ওজু করতে দেখছি না,কোন এক ভুট্টো সাহেব বলল যে ওযু করতে দেখছি এভাবে, তা কি করে সত্যি হবে প্রমান তো নাই।আর কোরআনে যদি না থাকে ওজু কিভাবে করবো তাহলে মানতে হবে না ওযু করা।তারমানে তা ভাষ্যমতে সেসময় নবীর সাহাবারা যেভাবে নবিকে দেখছে, তারা যেভাবে চলছে,তার প্রমান বা দলিল কারোরটা নির্ভরযোগ্য না সুতরাং মানার দরকার নাই,চ্যালচ্যালিয়ে জান্নাতে যাবা।
আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা এবং কোরআনের দলিল ভিত্তিক আলোচনা। সজলের বক্তব্য অনুযায়ী যে হাদীসের কথা সে বলছে আমি ঐ সমস্ত হাদিস জাল হিসেবে মনে যেমন আমার কাছে যারা জিজ্ঞেস করত তাদেরকে বলতাম এগুলোর উপরে আমি কোন বিশ্বাস করিনা। এ বিষয়ে মূর্খদের সাথে আলোচনা করতাম না। মূর্খরা ভয়ানক হিংস্র। আমি ছাত্র জীবন এবং আমার চাকরি কালে নিজের পয়সা দিয়ে অনেক কোরআনের আয়াত বিলিবন্টন করেছে এবং মৌলবীদের গালিগালাজ শুনেছি। কাজে আমি সজল এর কথা বুঝি আমি ভুক্তভোগী। জাযাকাল্লাহু খাইরান।
ধন্যবাদ। আরো একটা তথ্যবহুল আলোচনা। আপনার ভিডিও গুলো ২-৩ বারের ও বেশি শুনছি। শুনতেই ভালো লাগছে, অন্তর থেকে শান্তি পাচ্ছি। অনেক অনেক প্রশ্নের জবাব মিলছে।
সুন্দর উপস্থাপন ধন্যবাদ আপনাকে । হায়াকুমুল্লাহ । হিংসা ছেড়ে সরল, সহনশীল মন নিয়ে মন দিয়ে বুঝাতে চেষ্টা করা । বর্তমান পেক্ষাপটে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া কোরআন কে । আলেম সমাজের মধ্যে জানেই না ইহুদী, খৃষ্টান রা কোরআনের অর্থ সহ ব্যাখ্যা । আইন শরীয়া সব জানে পড়ে এগুলো হুজুরেরা চিন্তা ই করে না ।
আসসালামু আলাইকুম"ভাই জান কেমন আছেন,আপনী অনেক একটা ভালো কাজ শুরু করেছেন,এতে দেশের ও দেশের মানুষের অনেক উপকার হবে,তাই আল্লাহু আপনাকে নেক হায়াত দান করুন,আর আমি আপনার সু সাস্থ কামনা করছি
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, স্যার আমি আপনার অনেকগুলো ট্রেনিং সরাসরি উপভোগ করেছি 2009 সাল থেকে, আপনার এই আলোচনাগুলো আমি নিয়মিত শুনি আলোচনাগুলো অত্যন্ত অর্থবহ এবং একজন মানুষকে সঠিক ইসলাম বুঝতে হলে এ আলোচনাগুলো অত্যন্ত কার্যকরী, আমি যাদেরকে আপনার ভিডিও লিংক দিয়েছি সবাই আপনার প্রশংসা করেছেন, আপনার এমন উত্তম কাজ কে সাধুবাদ জানাই
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আপনার আলোচনা শুনে হাজারো পথহারা সঠিক পথে ফিরে আসছে। প্লিজ! চালিয়ে যান, বন্ধ করবেন না! আল্লাহ আপনাকে বাকশক্তি দিয়েছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করুন, বেশি বেশি প্রয়োগের মাধ্যমে।
সব বাদ দিয়ে ডা জাকির নায়েক এর ভিডিও দেখুন ইনশাআল্লাহ সব সন্দেহ দূর হয়ে যাবে। ডা জাকির নায়েক সব মাজহাব কে সমর্তন করেন এবং সুন্দর করে বোঝিয়েন।
বহুদিন ধরে কয়েকটা বিষয়ের জন্য মাথা নীচু করে থাকতাম। সজল ভাইয়ের সন্ধান পাওয়ার পর থেকে আমি মাথা উঁচু করে থাকি। আলহামদুলিল্লাহ।
❤❤টটটটটটট😢ততডতএসততটটটতডগসতটতট🎉ট🎉টডট🎉🎉🎉রটটটত🎉😢টরট🎉ট
সজ্ঝ
কোরআন পড়ুন সেই অনুযায়ী আমল করুন। ইনশাআল্লাহ। মাথা উঁচু করেই চলবেন। মাথা নিচু হবে এবং থাকবে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সামনে।
Masa allah
@@mohammedalikhan5371m,k
স্যার আপনার মাধ্যমে এবং হিজবুত তাওহীদ এর মাধ্যমে সত্য ইসলাম জানার সুযোগ পেলাম। আপনার মতো ধৈর্য আল্লাহ আমাদের কে দান করুণ
বাংলা অর্থসহ কোরআন পড়লে কোন মৌলবির প্রয়োজন নাই। কুরআন পড়লেই আমরা বুঝতে পারবো আল্লাহ কুরআনে কি বলেছেন। কোন আয়াতে শাস্তি এবং কোন আয়াতে জান্নাত এটা বুঝতে হলে বেশি শিক্ষার দরকার নাই। সজল সাহেবের মত একজন শিক্ষক থাকলেই যথেষ্ট। আপনার জন্য দোয়া রইল।
তথ্যভিত্তিক আপনার আলোচনা এক মূহুর্তের জন্যও বিরক্তিকর মনে হয়নি, বরং পূর্ণ মনোযোগ নিয়েই দেখি আর শুনি। আর কুরআন মিলিয়ে দেখি। আর অভিভূত হই। আলহামদুলিল্লাহ।
মানুষ যে যা খোঁজে তাই পায়, এটা সত্য হয়েছে আপনাকে পাওয়ার মাধ্যমে। ১৯৮৯ সালে প্রথম কুরআনের অনুবাদ পড়তে অনুপ্রানিত হই সদ্য প্রয়াত আমার এক উকিল বন্ধুর দ্বারা। শুরুতে কুরআনের বক্তব্য পড়ে ভয় পেতাম, ভাবতাম ঠিক আছিতো! প্রচলিত ইসলামী চিন্তা কুরআন সম্মত নয় দেখে খুবই চিন্তিত হতাম! অনেকের তফসির ও বুখারীর হাদিস গ্রন্থ নিয়ে রাতে বসতাম, গভীর রাত পর্যন্ত নানা প্রশ্নের উত্তর খুজতাম। বিভিন্ন বিষয় নোট করতে অনেকগুলো খাতাও খুললাম। এ ভাবে চলতে চলতে অনৃমান বছর খানেকের মধ্যে মন থেকে ভয় চলে গেল। আল্লাহর অশেষ রহমতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে সঠিক পথে এগোচ্ছি। তখন একটা তথ্য খুঁজতে, শব্দের অর্থ বুঁজতে বহু জনের কাছে দৌড়েছি। সেই থেকে এবিষয়ে বহু মানুষের সাথে যোগাযোগ, ওঠাবসা আরো কতকি! পরে ইন্টারনেট পরম সৌভাগ্য হিসেবে এলো, খুলে গেল তথ্য ভান্ডারে দরজা। যাহোক, সে সবের সরল সহজ বক্তব্য পাচ্ছি আপনার। ভাল থাকুন, সুস্থ্য থাকুন, বলতে থাকুন। সত্যের জয় অবশ্যভাবি। আল্লাহ্ আপনার সহায় হোন!
আপনার বক্তব্য যখন থেকে শুনছি আমি কোরআনের আলোয় আলোকিত হচ্ছি। এখন আমি বানান করে কুরআন পড়তে শিখেছি। শিখছি। আলহামদুলিল্লাহ। পার্থক্য এখন আমার নিকট স্পষ্ট। আপনার জন্য দুআ রইলো। আল্লাহ আপনার নেক হায়াত আরও বাড়িয়ে দিক।আল্লাহুম্মামীন। আল্লাহ আমাদের মাফ করুন।
আপনার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হই।
আপনার কথা গুলো সত্যি কারের মুসলিম দের জন্য নাম ধারি মুসলিম দের জন্য নয় আল্লাহ আপনার সহায় হন
সব বাদ দিয়ে ডা জাকির নায়েক এর ভিডিও দেখুন ইনশাআল্লাহ সব সন্দেহ দূর হয়ে যাবে। ডা জাকির নায়েক সব মাজহাব কে সমর্তন করেন এবং সুন্দর করে বোঝিয়েন।
আলহামদুলিল্লাহ। আপনার আলোচনা তো মানুষের জন্য ভন্ড মেঠো ওয়াজীদের জন্য নয়। আপনার কল্যাণ কামনা করি।
ছয়খানা হাদিস ইতিহাসের বই পড়ে ডিগ্রি অর্জন করেছি। কোরআন ধরলে হুজুরদের ডিগ্রি নির্বাচনে যাবে। আপনার জন্য দোয়া রইল।
এখনো ভাবনায় আছি, আপনি হাদিয়া ছাড়া বক্তা, আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পেরে চিন্তায় আছি, আরও বলেন শুনতেই মন চায়, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুন, আমিন।
৩৫ মিনিট ০৬ সেকেন্ডে আপনি যা বললেন, এর প্রেক্ষিতে একটা কথাই বলবো-সত্যকে হৃদয় দিয়ে বুঝার হেদায়তের বাণী।
Namaj ki porte hobe ... explain pls
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
@@noobies4213 পারলে করেন না পারলে নাই। জোর যবরদস্তি করে কিছুই করা যায় না বা করানোও যায় না।
@@aryanalif.8288 পাগল কুরআনে বলা হয়েছে নামাজ ফরজ
Pp
আপনি আমার চোখ খুলে দিলেন ভাই। খুব উপকার করলেন আমার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন
আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি, যাতে মুসলিম সমাজ উপকৃত হতে পারে
আমিন
Apni anek din beche thakun ar ei vabe prochar kore jan alhamdullah
Eta ekta pagol lok .r pagol ra bole ami pagol noi...
সজল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে কুরআন কে ভালো বুঝার যে যোগ্যতা দিয়েছেন এবং বলার যে যোগ্যতা দিয়েছেন তা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহর কুরআন কে প্রচার করে যান যথাযথভাবে। আল্লাহ আপনার কল্যাণ করুন।
ঋ
চমৎকার একটা আলোচনা করে সময়ের দাবি পুরোন করলেন। জাজাকাল্লাহ খাইরান আমিন
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
ভাই জীবনে ওয়াজ কারীদের কাছ থেকে অনেক ওয়াজ শুনেছি কোনদিন চোখে পানি আসে নাই
কি আপনার ইসলামের কথাগুলো শুনে বা মানবতার কথাগুলো শুনে দু-চো পানি এসে গেছে
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
আপনার এতসুন্দর,তথ্যপূর্ণ,গোছালো সারগর্ভ আলোচনা শুনে really খুব আনন্দিত । সেইসাথে আপনাকেও জানাতে চাই আমার অন্তরের অন্তস্থল থেকে প্রীতি শুভেচ্ছা আর বুকভরা ভালবাসা।আপনার প্রচেষ্টা চালিয়ে যান।আল্লাহ আপনার সাথে থাকবেন,ইনশ্বাল্লাহ!
চোখ বন্ধ করে অনেক দিন ছিলেন, এখন আপনার চোখ খুলেছেন।তবে ১৪০০ শত বৎসর এর মধ্যে একজন পেয়েছেন। হাজার হাজার কোরআন হাদিস এলেমদার ছিলেন, তাদের কাউকে বা দ্বিনের দায়ীদের কেতাবে রয়েছে। তাই ঐ সমস্ত কেতাব অধ্যয়ন করুন, চোখ অন্তর হ্দয় মন মানুষিকতা সব খুলে যাবে।
right vai
হুম ভাই এই প্রথম কোন কথা শুনে আমার চোখে পানি চলে আসছে
আসলে আপনার আলোচনার মধ্যে আল্লাহ এবং আখেরী নবীর অস্থিত্ব খুজে পাওয়া যায় ৷ আমি সময় পেলেই আপনার ভিডিও গুলো দেখি এবং শুনি
¹
Q
Q
Q
Qqq
আপনি বলেছিলেন, যদি কোন দিন ইসলাম কায়েম হয়, তবে আমেরিকা থেকেই হবে। আপনার কথা সত্য হতে চলেছে। সূত্রঃইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ( আর টিভি সংবাদ) দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াত বাড়িয়ে দেন।
সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ইনফরমেটিভ ভিডিও গুলির জন্য, যার দ্বারা সমাজের কিছু প্রচলিত ধর্মীয় ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবো অথবা যাচাই করে নিতে পারব ইনশাআল্লাহ |
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
ভাই আমি ধর্ম কত টুকু বিশ্বাস করি জানি না, তবে ধর্মন্ধতা মোটেও সহ্য করতে পারি না। এই ধর্মন্ধতার কারনে আমার চির কৃতজ্ঝ বন্ধুরা দূরে সরে গেছে। আপনার তরযমা আমার ভাল লাগে।
আপনি আপনার বেদ নিজে পড়ে দেখলেও অবাক হবেন।
ধর্মের সওদাগরেরা সব সময় ধর্মকে কলুষিত করে নিজ স্বার্থে।
সবাই যদি যার যার ধর্মটাকে অনুসরণ করতো তার তার মাতৃভাষায় থাকতো না কোন দলালদি
বিধর্মীদের কাফের কেন মনে করা হবে, এটা কি শান্তি ধর্ম,অন্য ধর্মের ব্যক্তিদের জন্য যেখানে খারাপ দৃষ্টিতে দেখে সেখানে শান্তি কিভাবে। বিধর্মীদের সেক্স কর,মারো,এগুলো কি
@@chinmoymurung474 আগে ভিডিও গুলো দেখেন তারপর দেখেন কোথায় এগুলো বলা আছে....
@@chinmoymurung474
Holy Quran a ashob kormo prohibit kora hoyeche.
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা। হাদিস বিষয়ক আপনার বিশদ আলোচনা আমাদের ধর্মীয় জ্ঞানকে ঋদ্ধ করে, আমরা প্রকৃত ইসলামকে সঠিকভাবে জানতে পারি। আপনার কাছ থেকে আমারা এমন আলোচনা আরো আশা করি। ধন্যবাদ।
@@emamulhoquejubayer5619 হা এই কখা গুলো হাদিস ব্যবসায়ী দের একটা সাইনবোর্ড
যুক্তিগ্রাহ্য উপস্থাপন আপনাকে অনেক পরিচিতি এবং বিশ্বস্থতা এনে দিবে ইনশাআল্লাহ। আপনার দ্বারা মুসলিম উম্মাহর খেদমত মহান আল্লাহ কবুল করুন।
খুব মনোযোগ দিয়েই শুনি, মাঝে মাঝে কিছু প্রোগ্রামে আমার বক্তব্যে আপনার কিছু যুক্তি দেখাই। এতে অনেকেই খুশি হয়। তবে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শুভ কামনা রইল।
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
ধন্যবাদ প্রিয় সজল রোশন ভাই সুন্দর সাবলীল ভাষায় তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার জন্য।
সুদ সম্পর্কে আপনার আলোচনার আশা করছি।
সূদ সম্পর্কে আলোচনা দিয়েছেন তো
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
আপনার ভিডিওতে ইসলামী ইতিহাস জানা যায় ধন্যবাদ।
আমি আশাবাদী,আপনার সুন্দর আলোচনায় হাদিসের ঘন কুয়াশা থেকে জাতি মুক্তি পাবে।
কি আজব যুক্তি আপনার! যাদের বিন্দুমাত্র দ্বীনের জ্ঞান আছে তারা আপনার বিভ্রান্তি বুঝতে পারবে। আপনি কুরআনের যে ব্যাখ্যা দিচ্ছেন তা আপনি কোথায় পেলেন? স্বপ্নে দেখেছেন নাকি? কারণ আপনি তো হাদিস মানতে নারাজ (নাউজুবিল্লাহ)। আবু জেহেল সম্পর্কে এত কথা বললেন এগুলো আপনি জানলেন কীভাবে? উনার সাথে কি আপনার পরিচয় ছিল? সহীহ হাদীসই একমাত্র অবিকৃত তথ্য যা দ্বারা আয়াতগুলোর প্রেক্ষাপট জানা সম্ভব এবং ব্যাখ্যা করা সম্ভব। তা না হলে যার মনে যা আসবে সে সে অনুযায়ী ব্যাখ্যা করবে যেমনি আপনি করছেন। আপনার দ্বীনের জ্ঞান নেই বলে আপনি এভাবে কথা বলছেন।
সিহাহ সিত্তাহ বলতে আপনি বুঝেন, সিহাহ সিত্তাহ তে থাকলেই কি সেটা দলিল?
আর কুরআন কি আপনিই প্রথম বুঝা শুরু করলেন নাকি সাহাবীগনও বুঝেছিলেন? সাহাবীগন ওই আয়াত দিয়ে কি বুঝেছেন হাদীসের বাহিরে আর কোন বিশুদ্ধ তথ্য দিয়ে আপনি প্রমান করবেন?
আপনার সাথে আসলে ক
@@IBNR22 আপনি বোকার স্বর্গে বসবাস করেন। তাকিয়ে দেখেন আজকে মুসলমানদের এই অধঃপতনের মূল কারণ এই হাদিসের বিভ্রান্তি ভুয়া হাদিস। এই সব মানুষের তৈয়ারী বেশীর ভাগ হাদিস জাল। এই হাদিসগুলো মুসলিমদের মধ্যে বিভক্ত করেছে অমুসলিমদের প্রতি ঘৃণা শিক্ষা দিয়েছে। হাদিস নামের এই কীট আমাদেরকে এখনই পরিত্যাগ করা উচিত। কোরআনের সাথে যেসব হাদীস মিলে যায় আমরা শুধু ওই হাদিসই গ্রহণ করব। নবিজী আমাদের কখনো বলেন নাই হাদিস সংরক্ষণ করো কারণ নবীজি ভালো করেই জানতেন এই হাদিস দিয়া মোল্লা মাওলানারা ব্যবসা করবে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করবে নবীজির নামে হাদীস চালিয়ে দেওয়া হবে সেজন্য নবীজি কখনোই হাদীস সংরক্ষণের ব্যাপারে কখনোই তাগদা দেন নাই। আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও। এসব ব্যবসায়ী মোল্লাদের কাছ থেকে আমাদের রক্ষা করো ।
@@IBNR22 কখনো শুনেছেন কোনো মুসলমান কোরআনের কোনো আয়াত কে জাল/ সহি উপাধি দিতে?১০০ তে ১০০ তা শুনেন নি।
কিন্তু হাদিসের ব্যাপারে আমারা মুসলমানদের মধ্যেই জাল / সহি লইয়া শত শত বছরের লড়াই বিদ্যমান আছে,এবং ইহা থাকিবে ঈসা আঃ প্রিথিবিতে আবার না আসা পযন্ত। এখন বলেন সহি জাল জয়িফের ঝামেলা কারা লাগাইলো?তারাই লাগাইছে যারা ফতোয়া দিয়া মজা পায়,,,,,,
আপনারে দিয়া আমারে কাফের বলায়,,আমারে দিয়া আরেকজনকে।
এই জাল/সহি আকিদার যুদ্ধ শুধু আপনি মুসলমানদের বেলায়ই নয়,,খ্রিষ্টানের বেলায়ও আছে হাজার বছর ধরে।এবং আমাদের সকল ভুলভাল আকিদা উন্মোচন করতেই ঈসা আঃ আবার আমাদের মাঝে আসবেন ও ইসলাম প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।
তাই বলি কি ভাই,নিজের বিশ্বাস কে প্রাধান্য বেশি দেন,,,অন্যের বিশ্বাস কে প্রতিষ্ঠিত করতে ঝাপিয়ে পড়ার আগে।
এই জন্য পবিত্র কোরআন ই সর্বশেষ্ঠ কিতাব।এবং অবশ্যই হাদিস অনুসরণ করতে পারেন যদি তা কোরআনের বিরুদ্ধে না যায়।
@@truespeaker2339 ভাই আপনি আমার লেখা ভালো করে পড়েনই না হয়তো।যাই হোক আপনার সাথে তর্কে না যাওয়াই আমার জন্য উত্তম।
আপনি কি এক আল্লাহ, সকল নবী রাসুল,ও আহলে কিতাবে ঈমান রাখেন?যদি রাখেন আলহামদুলিল্লাহ আপনি ইসলামের উপর আছেন,এবং পাশাপাশি যদি আপনি ইসলামের বিধান মেনে আমলও করছেন তাহলে আপনি অবশ্যই মুমিন হবেন ইনশাআল্লাহ।
শুধু আপনাকে এটুকু বলবো,এমন কাউকে কাফের বলা থেকে বিরত থাকুন যার কাফের হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত না।
কারণ মানুষের পেছনের ও সামনের সকল কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ তায়া’লার।
@@truespeaker2339 না জানি না।
নাম যেহেতু আহলে কোরআন,তবে আমিও আহলে কোরআন,এবং আহলে কিতাব।
নাম ইউসুফ হইলেই সে মুসলমান হইবো তার যেমন গেরান্টি নাই,তেমন নাম রাম হইলেই সে মুসলমান হইতে পারবো না তার বাধ্যবাধকতাও নাই।
সজল ভাই আপনি যদি 2 ঘণ্টার ভিডিও বানান তবুও আমি পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ। কেন জানি বারবার আপনার কথা শুনতে ভালো লাগে আলহামদুলিল্লাহ।
কি আজব যুক্তি আপনার! যাদের বিন্দুমাত্র দ্বীনের জ্ঞান আছে তারা আপনার বিভ্রান্তি বুঝতে পারবে। আপনি কুরআনের যে ব্যাখ্যা দিচ্ছেন তা আপনি কোথায় পেলেন? স্বপ্নে দেখেছেন নাকি? কারণ আপনি তো হাদিস মানতে নারাজ (নাউজুবিল্লাহ)। আবু জেহেল সম্পর্কে এত কথা বললেন এগুলো আপনি জানলেন কীভাবে? উনার সাথে কি আপনার পরিচয় ছিল? সহীহ হাদীসই একমাত্র অবিকৃত তথ্য যা দ্বারা আয়াতগুলোর প্রেক্ষাপট জানা সম্ভব এবং ব্যাখ্যা করা সম্ভব। তা না হলে যার মনে যা আসবে সে সে অনুযায়ী ব্যাখ্যা করবে যেমনি আপনি করছেন। আপনার দ্বীনের জ্ঞান নেই বলে আপনি এভাবে কথা বলছেন।
সিহাহ সিত্তাহ বলতে আপনি বুঝেন, সিহাহ সিত্তাহ তে থাকলেই কি সেটা দলিল?
আর কুরআন কি আপনিই প্রথম বুঝা শুরু করলেন নাকি সাহাবীগনও বুঝেছিলেন? সাহাবীগন ওই আয়াত দিয়ে কি বুঝেছেন হাদীসের বাহিরে আর কোন বিশুদ্ধ তথ্য দিয়ে আপনি প্রমান করবেন?
আপনার সাথে আসলে কি দিয়ে শুরু করবো বুঝছি না
শান্তির আহ্বান ভালো তো লাগবেই ,শুধু কোরআন মেনে short cut এ ইসলাম মানা যাবে ।দাড়ি রাখতে হবে না ,পাঁচ ওয়াকত নামাজ পড়তে হবে না । একবার চিন্তা করেন নামাজ হাদিস অনুযায়ী না পরলে ,মসজিদে নববী কেন বানালো নবী ?
Religious mindset-
ua-cam.com/play/PLy2ktjr2vIc5nnlK3QjSk24VdzxroFX1S.html
@@IBNR22 ভাই আপনি কি কোরআন বিশ্বাস করেন? তাহলে আপনি আপনার বাড়িতে অনুবাদসহ একটি কোরআন নিয়ে এসে পড়ে দেখেন। আপনি ও এই জ্ঞানগুলি পাবেন।
@@truespeaker2339 ভাই আপনি কোরআন বিশ্বাস করলে কোরআন থেকে ডকুমেন্টস দিন। না দিতে পারলে আপনার কোন অধিকার নাই আবোল তাবোল কমেন্টস করার।
একদম বাস্তব এবং বিশ্রেষণ মূলক কথা। বেশির ভাগ মানুষ চোখ বন্ধ করে ধর্ম মানে। আসলে আমাদের চোখ, না খুলা রাখলে আমরা ধর্ম সঠিক ভাবে বুঝতে পারবো না।
সব বাদ দিয়ে ডা জাকির নায়েক এর ভিডিও দেখুন ইনশাআল্লাহ সব সন্দেহ দূর হয়ে যাবে। ডা জাকির নায়েক সব মাজহাব কে সমর্তন করেন এবং সুন্দর করে বোঝিয়েন।
ভাই সালাম। আমি ও কোরআন পড়ি অনুবাদসহ। আমার লেখাপড়া জেনারেল লাইনে রাস্ট্রবিজ্ঞানে মাস্টার্স। কিন্ত কোরআনের এই বিষয়গুলো আমার কাছে পরিস্কার হয় আরও ১৫ বছর আগে। কিন্তু আপনি যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আমি পারিনা। তাই আমার কথা কেউ শোনেনা। আমার হৃদয়টা ভরে গেল আপনাকে পেয়ে। অন্তত একজনকে পেলাম সেও আমার মত করে চিন্তা করে। ভাই আপনার ভিডিওগুলো দেখার পর আমার খুব সাহস বেড়েছে। এতদিন আমি একাএকা মানুষকে বলতাম। এখন রেফারেন্স দিয়ে বলি এবং আপনার প্রত্যেকটা ভিডিও আমার প্রোফাইলে শেয়ার করি। আমার ফেসবুক প্রোফাইল Md Touhiduzzaman Zahangir. ভাই আমার সত্য প্রচার করতে ইচ্ছে হয়।কিন্তু আমাদের দেশের পারিপার্শ্বিক সমস্যার কারণে পারিনা। তাই আপনাকে পেয়ে আনন্দে আমার বুকটা ভরে গেছে। তাই আপনার ভিডিও শেয়ার করে আমি প্রচারনা চালাই। আপনি প্লিজ নিয়মিতভাবে আলোচনা চালাবেন আশা করছি।
Bro apnar fb id pai na to
মাশা-আল্লাহ, ভাল উপস্থাপনা এবং পর্যালোচনা।
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
আপনি বলুন, আমরা রাসুলের অনুসরণ কিভাবে পালন করবো। এর সঠিক নির্দেশনা দেন।
অনেক কিছু জানার মতো আলোচনা। খুবই অসাধারণ। ধন্যবাদ তোমাকে।
আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন, অনেক কিছু জানতে ও শিখতে পারলাম।
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
Your Mother and my daughter went to shipping to buy some necessary food.
Miss you my way
আপনার দীর্ঘায়ু কামনা করছি.... মিথ্যার প্রাচীর ভাঙ্গতেই হবে....
Yes
ভাই সবায় বেশী বেশী শেয়ার করুন
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
কোরআন আধুনিক এবং সহজ ইসলামের সন্ধ্যান দিবে,,,
অসাধারণ ভাই, মহান আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন।
ভাই ধম এখন অনেক সহজ লাগে, ধন্যবাদ,
বাই আমার কাচে আপনার কথা গুলা খুব ভালো লাগে তার পরে ও আমি বলবো আল্লা ও তার রাসুরলের পথে আমাদের থাকার তোপিক দিক আল্লা
আপনার লেকচার শুনতে খুব ভালো লাগে, তাই মন দিয়ে শুনি।
কতকিছু জানলাম,
অসাধারণ বলেছেন।
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
ভাই আমি আপনার এই বয়ান আমি কোনদিন শুনিনি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনার মত আপনার মত এরকম সজল ভাই প্রতি এলাকায় এলাকায় থাকা দরকার
আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম শুধু জানার জন্য, কিন্তু রিপ্লাই পাইনি। আপনার ভিডিওতে এটা আমার দ্বিতীয় কমেন্ট আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ❤️ লাভ ইউ ভাইয়্যা। এজন্য যে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে সক্ষম হচ্ছি শুধু আপনার ভিডিও দেখে।
আলোচনার জন্য ধন্যবাদ। কোরআন থেকে আয়াত উপস্থাপন করে ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন ধরে তথাকথিত ইসলামিক গল্পগুলোর অসারতা দেখে আসছি। চেতনা ও চিন্তার সাথে মিল ছিল না। নিজে একা গবেষণা করার চেষ্টা করছিলাম। ভালো লাগলো যে একজন ব্যক্তি কুরআন ভিত্তিক আলোচনা করে মানুষকে দ্বিধাদ্বন্দ্ব থেকে সোজা পথে চলতে সাহায্য করছেন। চিন্তার সংগী পেলাম এতে অনেক আনন্দ হচ্ছে। ধন্যবাদ ভালো থাকবেন। আপনার সবগুলো আলোচনা আমি শুনবো ইনশাআল্লাহ।
ভাই আপনার কথা যুক্তিসঙ্গত। ধন্যবাদ।
রিদয় জুড়ানো বক্তব্য ধন্যবাদ সজল রোশান কে।
সত্য প্রচার ও প্রসারে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন 🌷।
আপনার কথা গুলো যত শুনি ততই মাথার জট খুলে যায়❤❤❤
চমৎকার বিশ্লষন সজল ভাই। ধন্যবাদ
সজল ভাই অনেক অনেক ধন্যবাদ কি যে ভালো লাগে আপনার এই তাফসীর তা বলে বোঝাতে পারবো না কোরআন পড়েন এতদসত্ত্বেও গঠন করতে পারিনি বা শুনিনি অনেক অনেক শুকরিয়া
ভাই আপনি অত্যান্ত গুরুত্বপূর্ন কথা বলছেন, যা আগে কেউ বলেনী। আপনার একটা যুক্তিকেও চ্যালেন্জ করতে পারছি না।
Dear brother Sajal , what you are saying is absolutely true and reasonable . You have quench my knowledge thirst . Many questions regarding Islam and Quran were chasing me from behind . But having heard your interpretation of Quran and Islam as well as Hadith and salat , I able to know many things regarding Our holy religion . Thank you for all these . I remain ever grateful to you . May Allah give you long life . Aamin .
একজন মানুষ (সজল ভাই) এত সুন্দর ভাবে কুরআন কে নতুন ভাবে চিনিয়ে দিয়েছে সত্যি ই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার নেক হায়াত লান করুক। এগিয়ে যান আল্লাহ সহায় হবেন ইনশাআল্লাহ
আমিন
right
সজল ভাই কে অনেক ধন্যবাদ চিরো সত্যে কে তুলে ধরার জন্যে
চমৎকার আলোচনা। অনেক শেখার আছে। নামের ক্ষেত্রে শিরক নাম যেন না হয় এটা সাধারণ জ্ঞ্যানের মধ্যেই পরে। যেমন কারো নাম যদি হয় জগত মালিক এটা শিরকি নাম। কুরআনের সাথে যেসব হাদিসের লেশ মাত্র সম্পর্ক নেই সেগুলো মানব না।
গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে পরলাম, ধন্যবাদ ভাই...
আপনার কথা ইসলাম এবং মুসলমানদের রাজনৈতিক সব বিষয় বুজা শুরা দরকার আপনার জন্য আমি দোয়া করি আল্লাহর যেন ভালো রাখেন আমিন
আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভালো লাগলো।
আসসালামু আলাইকুম ভাই আপনাকে
আপনার আলোচনা শুনে মনে অনেক শান্তি লাগে।
কারণ এরকম আলোচনা আমি আর কখনো শুনি নাই ❤
ধন্যবাদ আপনাকে
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা,অনেক ধন্যবাদ ভাই।
আমি মুগ্ধ হয়ে শুনি। আপনার উদ্দেশ্যে সৎ থাকলে আল্লাহ আপনাকে আশাতীত প্রতিদান দিক। আমিন
কুরআন সুন্নাহ ভিত্তিক আপনার বক্তব্য সঠিক হচ্ছে আমার জানা মতে আল্লাহ আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞানী ধন্য করুন এবং বিশ্ববাসীকে জানানোর তৌফিক দিন আমিন
সব বাদ দিয়ে ডা জাকির নায়েক এর ভিডিও দেখুন ইনশাআল্লাহ সব সন্দেহ দূর হয়ে যাবে। ডা জাকির নায়েক সব মাজহাব কে সমর্তন করেন এবং সুন্দর করে বোঝিয়েন।
আল্লাহ আপনাকে একশত বছর তৌফিক দান করুক
ও মাই গড। যত শুনি তথই ভালো লাগে। আর আপনি যে ভাবে আমাদেরকে বুঝিয়ে বলছেন
ঠিক একেই ভাবে আমরা কি সরাসরি মানুষকে বুজাতে পারবো? নাকি অন্য কিছু সৃষ্টি হবে।
মানুষকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করুন।
কোরআন পরতে বলুন বুঝে অর্থ সহ! যেব সে বুঝতে পারে। এরপর চাইলে সজল ভাইএর ভিডিও দেখাতে পারেন বুঝার এবং সত্য জানার জন্য। এবং তাকে জর করবেন্নাহ সজল ভাই সঠিক, তাকে সুধু বলবেন কুরআন সঠিক।
অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে কোরআনের নূরে আলোকিত হতে হবে উম্মাহতে মোহাম্মদি কে
সজল ভায়ের ধর্মীয় তথ্য উপস্থাপন এক দিন মুখোশ ধারী অালেমদের
চলমান ব্যবসার ইতি ঘটবে
অামরা এবং অামাদের দোয়া অাপনার পাশে অাছে চালিয়ে যান
সাবাস সজল রোশান খাঁটি মুসলমান Bravo Shojol Sajal Roshan Pure Musolman.
কিচ্চা কাহিনির দিন শেষ, আল কোরআনই একমাত্র মহান সত্য । ভালবাসা নিবেন কিন্তুু সজল ভাই💗
আলহামদুলিল্লাহ,,,,
চমৎকার একটা আলোচনা করলেন।
আপনাকে স্যালুট জানাই, সত্য কথা বলার জন্য।
সঠিক বলেছেন। আপনার সাথে সংযোগ দরকার। আলো ছড়িয়ে পড়ুক।
তোমাকে সালাম । পৃথিবীর সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ শব্দ সালাম ।
হে আল্লাহ তুমি আমাদেরকে সত্যের সাথে, সঠিক পথে থাকার তৌফিক দান করো! আমিন! 🤲
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
সব বাদ দিয়ে ডা জাকির নায়েক এর ভিডিও দেখুন ইনশাআল্লাহ সব সন্দেহ দূর হয়ে যাবে। ডা জাকির নায়েক সব মাজহাব কে সমর্তন করেন এবং সুন্দর করে বোঝিয়েন।
আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক, ইসলামের সত্য উন্মোচনে আপনি হোন অগ্রগামী। তথাকথিত হুজুরদের হেদায়েত হোক।
সজল ভাই হাদিস থেকেই তো আমরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে পারি বা শীখতে পারি যেমন নামাজ পরার নিয়ম কানুন, হজ্ব করার নিয়ম কানুন, অজু করার নিয়ম এছাড়া আরো অনেক বিষয় যা কোরআনে সংক্ষেপে বলা হয়েছে কিন্তুু হাদিস থেকে বিস্তারিত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন।
😂 ওনার কথা হল কেউ যদি সেই সময় বলে আমি নবিজীকে এভাবে ওযু করতে দেখছি।আর বর্তমান সময়ে নবিজীকে তো ওজু করতে দেখছি না,কোন এক ভুট্টো সাহেব বলল যে ওযু করতে দেখছি এভাবে, তা কি করে সত্যি হবে প্রমান তো নাই।আর কোরআনে যদি না থাকে ওজু কিভাবে করবো তাহলে মানতে হবে না ওযু করা।তারমানে তা ভাষ্যমতে সেসময় নবীর সাহাবারা যেভাবে নবিকে দেখছে, তারা যেভাবে চলছে,তার প্রমান বা দলিল কারোরটা নির্ভরযোগ্য না সুতরাং মানার দরকার নাই,চ্যালচ্যালিয়ে জান্নাতে যাবা।
আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা এবং কোরআনের দলিল ভিত্তিক আলোচনা। সজলের বক্তব্য অনুযায়ী যে হাদীসের কথা সে বলছে আমি ঐ সমস্ত হাদিস জাল হিসেবে মনে যেমন আমার কাছে যারা জিজ্ঞেস করত তাদেরকে বলতাম এগুলোর উপরে আমি কোন বিশ্বাস করিনা। এ বিষয়ে মূর্খদের সাথে আলোচনা করতাম না। মূর্খরা ভয়ানক হিংস্র। আমি ছাত্র জীবন এবং আমার চাকরি কালে নিজের পয়সা দিয়ে অনেক কোরআনের আয়াত বিলিবন্টন করেছে এবং মৌলবীদের গালিগালাজ শুনেছি। কাজে আমি সজল এর কথা বুঝি আমি ভুক্তভোগী। জাযাকাল্লাহু খাইরান।
আপনার সুন্দর আলোচনায় অনেক কিছু আমার কাছে পরিস্কার হয়েছে। আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার আলোচনা অনেক সুন্দর ধন্যবাদ
অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নিয়মিত ভিডিও দেওয়ার অাহবান রইল
Thank you 😊
Absolutely right discussion. Thanks
Mashallah. Alhamdulillah.
Tabarakar Rahman.
Allah give us tawpiq to understand qur'an . AMEEN.
Thank you 😊
Ur most welcome.
My man.
সজল স্যার, আপনার ভিডিও যতবার দেখি ততবারই নতুন মনে হয়।
মহান রাব্বুল আল আমিন বড়ই মেহেরবান। হাদিসের নামে ধর্ম ব্যবসায়ীদের আল্লাহ হেদায়েত করুন।
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
এ পর্যন্ত কাউরে হেফাজত বা হেদায়েত করেছে অপদার্থ বাল্লাফাক?
ماشآءالله
آلحمدالله
Nice lecture
Nice discussion 🎉🎉🎉 🎉🎉🎉
সাহসী, সাবলীল ও বস্তুনিষ্ঠ আলোচনা! আপনার প্রতিটি ভিডিও না টেনে দেখা লাগবেই। এটাই সত্যের প্রকাশ। এগিয়ে যান ভাই। ❤️❤️❤️
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
সত্যের বানী চিরন্তন
Beautiful explanation, Sajal Rawasn's clarification of Quranic verse with Hadith verses is clear.
সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ধন্যবাদ।
আরো একটা তথ্যবহুল আলোচনা।
আপনার ভিডিও গুলো ২-৩ বারের ও বেশি শুনছি।
শুনতেই ভালো লাগছে, অন্তর থেকে শান্তি পাচ্ছি।
অনেক অনেক প্রশ্নের জবাব মিলছে।
আল্লাহ আপনার আগামী দিনের পথ সহজ করে দিক আমিন
আপনার কথা সত্য ।খুব ভালো লাগছে ।
ধন্যবাদ, ইসলামের অনেক কিছু জানতে পারছি।
মানুষের জ্ঞানের ভান্ডার হলো আল কোরআন।অথচ আমরা কোরআন সম্পর্কে কতই না বেখবর। আল্লাহ আমাদের কোরআন পড়ার বুঝার তৈফিক দান করুন।
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
সবাই বেখবর থাক বা থাকুক, আন্নে থাকবেন কেন?
নিজের চর্কায় তৈল মারতে যা'রা অপারগ, একমাত্র এরাই ১০০% আবুল-বক্বর বিন আল-খিঞ্জির।
সুন্দর উপস্থাপন ধন্যবাদ আপনাকে । হায়াকুমুল্লাহ । হিংসা ছেড়ে সরল, সহনশীল মন নিয়ে মন দিয়ে বুঝাতে চেষ্টা করা । বর্তমান পেক্ষাপটে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া কোরআন কে । আলেম সমাজের মধ্যে জানেই না ইহুদী, খৃষ্টান রা কোরআনের অর্থ সহ ব্যাখ্যা । আইন শরীয়া সব জানে পড়ে এগুলো হুজুরেরা চিন্তা ই করে না ।
আসসালামু আলাইকুম"ভাই জান কেমন আছেন,আপনী অনেক একটা ভালো কাজ শুরু করেছেন,এতে দেশের ও দেশের মানুষের অনেক উপকার হবে,তাই আল্লাহু আপনাকে নেক হায়াত দান করুন,আর আমি আপনার সু সাস্থ কামনা করছি
ua-cam.com/video/HO8ZoE7J9BA/v-deo.html
আল্লাহর অনুগত কর,নবী মোহাম্মদ সঃ এর অনুগত তোমাদের নেতারঅনুগত এই সত্যটা সবাই মানে না,ধন্যবাদ সজল রোশন ভাই,ঢাকা হতে আকবর হোসেন আলমাইজ ভান্ডারী।
অসাধারন ভাই............
অনেক সুন্দর আলোচনা। ধন্যবাদ।
100% Right discussion
আপনার কাছ থেকে সত্য কোরআন জানলাম ধন্যবাদ
মহান আল্লাহ আপনাকে শান্তি দান করুক। আমিন
❤️খুব সুনদর ❤️
মাশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, স্যার আমি আপনার অনেকগুলো ট্রেনিং সরাসরি উপভোগ করেছি 2009 সাল থেকে, আপনার এই আলোচনাগুলো আমি নিয়মিত শুনি আলোচনাগুলো অত্যন্ত অর্থবহ এবং একজন মানুষকে সঠিক ইসলাম বুঝতে হলে এ আলোচনাগুলো অত্যন্ত কার্যকরী, আমি যাদেরকে আপনার ভিডিও লিংক দিয়েছি সবাই আপনার প্রশংসা করেছেন, আপনার এমন উত্তম কাজ কে সাধুবাদ জানাই