সকল প্রশংসা মহান আল্লাহর। সজল ভাই, আপনার 'রিলিজিয়াস মাইন্ডসেট' বইটা পড়ে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে এবং কোরআন শরীফ পড়ার আগ্রহ আগের থেকে হাজার গুন বৃদ্ধি পেয়েছে ❤️
আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিও ও বই পড়ার আগে হুজুর টাইপের মানুষ দেখলেই আমার সন্মান হাজার গুণ বেড়ে যেত এবং আমি তাদের সবচেয়ে জ্ঞানী মনে করতাম। সেই সুবাদেই আপনার ও শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর ডিবেট দেখা শুরু করি। তবে শোনার আগে আমার সব আবেগ ছিল শায়েখের দিকেই। কারন ধর্মীয় দাড়ি, টুপি জড়িত যা ছোটবেলা থেকেই মানসিকভাবে গড়ে উঠা। সবটা শোনার পর মনে হল আপনার কথা তো ফেলে দেবার মতো না। সেখান থেকেই আপনার সব ভিডিও দেখা ও বই পড়া শুরু। যাক আলহামদুলিল্লাহ এখন ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এখনো আমি প্রতিদিন নিয়মিত আপনার বই পড়ি এবং একই ভিডিও বারবার দেখি। মনে শান্তি লাগে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
সরল পথ আমি আমার জীবনের সোনালী 20 টি বছর নষ্ট করেছি শায়েখদের বানোয়াট গল্পের ফাাদে পড়ে! সজল সাহেবের ভিডিও দেখাল পর আমার অন্ধচোখে আজ আলো দেখতে পেয়েছি। সেলুট জানাই "সজল সাহেব" কে।
আপনার কথায় চিন্তার দুয়ার খুলেছে। কতটা সফল হতে পারব তা আমি জানিনা কিন্তু আপনার কথায় আমার চলার মাঝে পার্থক্য ঘটেছে যা তার প্রভাব বর্তমান সমাজে ফেলেছে। হয়তো আমি সমাজে সবার ভাল পাত্র হয়ে উঠতে পারব না তাতে কোন সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ
গতকাল হাতে পেলাম। পড়ছি নিরবে। মানুষের মনের সাথে আমার খনেক মতপার্থক্যের কারণে মানুষ আমাকে খারাপ মন্তব্য করে। আমি পিছপা হয় না। কুরআন দ্বারা জীবন পরিচালিত করি। লোকের কথা মত চলি না। তবে আপনার বই দুটি অসাধারণত্ব বিদ্যমান। ধন্যবাদ
ধর্মকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি। আমি বিগত কয়েক মাস থেকে আসল ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করতেছি, প্রচলিত ইসলাম ধর্ম নিয়ে নয়। তাই হয়ত আল্লাহ ই আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার ভিডিও দেখার যেটা শুরু হয় আবদুল্লাহ বিন আবুদুররাজ্জাক এর সাথে আপনার Debate দেখা থেকে। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ভারত থেকে। @Sajal_Roshan
সজল ভাই , ছালাম দিবেন আশা করি সৃষ্টিকরতার কৃপায় ভাল আছেন। আপনার সরলপথের দিশা আমাদের মত অনেক সাধারণ মানুষ পেয়েছে, বিশেষকরে আপনার কথা মত আমরা অনেকেই এখন পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পড়ে ধরমের সঠিক পথ বা, সরল পথ পেয়েছি। এই সরলপথেরে দিক নিরদেশনা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহতায়ালার কাছে আপনার নেক হায়াত কামনা করছি আমীন।
@@soulshadow1048 সুরা বাকারা, আয়াত-৬২ তাফসীর তাইসীরুল কুরআন: নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদী হয়েছে এবং খৃষ্টান ও সাবিঈন- যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না( বাকারা- ৬২)। সুরা বাকারা, আয়াত- ২৫ এবং হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে।--------।( বাকারা- ২৫)। এছাড়া আল্লাহ যতবারই বেহেস্তের প্রতিশ্রুতি দিয়েছেন, ততবারই বিশ্বাস ও সৎকাজের কথা উল্লেখ করেছেন এবং আয়াতগুলো বেশ স্পষ্ট। অর্থাৎ বিশ্বাস ও সৎকাজ বেহেস্তের চাবি। নীচে মহান আল্লার এই অঙ্গিকারের ২২ টি আয়াতের রেফারেন্স দিলাম। গুগলে সুরার নাম ও আয়াত নং লিখে সার্স দিলে অনুবাদ ও ব্যাখ্যা পেয়ে যাবেন। (১) সুরা নিসা, আয়াত-১২২ (২) বাকারা- ৮২ (৩) নিসা- ৫৭ (৪) নিসা- ১২৪ (৫) মায়িদাহ- ৯ (৬) ইউনুস- ৯ (৭) হুদ- ১১ (৮) হুদ- ২৩ (৯) কাহফ- ৩০ (১০) কাহফ- ১০৭ (১১) হজ্জ্ব- ২৩ (১২) হজ্জ্ব- ৫০ (১৩) লোকমান- ৮ (১৪) সাবা - ৪ (১৫) ফাতির- ৭ (১৬) ফুসসিলাত- ৮ (১৭) আসশুরা- ২২ (১৮) জাথিয়া- ৩০ (১৯) মুহাম্মদ- ২ (২০) তাঘাবুন- ৯ (২১) তীন- ৬ (২২) বাইয়্যিনাহ- ৭ সুতরাং বেহেস্ত প্রাপ্তির জন্য আমাদের অনুমোদিত সিলেবাস হচ্ছে (১) বিশ্বাস ও (২) ভাল কাজ। আমরা কি বিশ্বাস করব এবং কি সৎকাজ করব, তার একটি তালিকা সুরা বাকারার ১৭৭ নং আয়াতে পাওয়া যায়। আয়াতের বর্ননা নিম্নরূপঃ "নামাজের সময় পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের জন্যে কোন সওয়াব বা পূণ্য নেই বরং পূণ্য তার, যে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ ও ঐশী গ্রন্থসমূহ এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর সম্পদের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও যারা আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পথিক ও ভিক্ষুকদের এবং দাসত্ব মোচনের জন্যে ধন-সম্পদ দান করে ও নামাজ প্রতিষ্ঠাসহ যাকাত দান করে, আর ওয়াদা করলে তা পূরণ করে এবং যারা অভাব, বঞ্চনা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, এরাই ঈমানের দাবিতে কথায়, আচরণে ও বিশ্বাসে সত্যবাদী এবং এরাই ধর্মভীরু।"( বাকারা-১৭৭)।
এটি ধর্মীয় মানসিকতার বিষয়ে একটি চমৎকার বই। এটি বিভিন্ন ধর্মের বিষয়গুলির একটি বিস্তৃত পরিসরকে কভার করে, পাঠককে তাদের পিছনের বিশ্বাস এবং প্রেরণাগুলির মধ্যে গভীরভাবে নজর দেয়৷ এটি ধর্মের মনস্তত্ত্ব এবং সমাজবিজ্ঞানের মধ্যেও তলিয়ে যায়, পাঠককে বুঝতে দেয় কেন লোকেরা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করতে পারে। বইটি বিভিন্ন ধর্মীয় পটভূমি থেকে আসা ব্যক্তিদের সাথে অর্থপূর্ণ কথোপকথনে কীভাবে জড়িত হতে হয় সে সম্পর্কেও ব্যবহারিক পরামর্শ প্রদান করে। অত্যন্ত বাঞ্ছনীয়.
মি.সজল রোশন, আপনার ভিডিওগুলোতে রিলিজিয়াস আলচনা শুনেছি। আমার খুব ভালো লেগেছে বললে কথাটা যথোপযুক্ত হবে না। বরং যদি বলি--আপনার ভিডিও গুলোতে যথেষ্ট তথ্যের সন্নিবেশন, উদ্ধৃতি, উদাহরণ, উপমা, তথ্যের সাবলীল এবং বিশ্লষণাত্বক উপস্থাপন ধর্মকে সঠিক ও সহজ ভাবে বুঝতে অত্যন্ত সহায়ক। অবশ্য যারা বুঝতে চায় তাদের জন্য সহায়ক। আর যারা মহান আল্লাহ প্রদত্ব কোরআনিক ইসলামকে অস্বীকার করে বাপ দাদার প্রচলিত কোরআন বিরোধী বোখারী ইসলামকে অনুসরণ করতে চায়, তাদের জন্য খুব উদ্বেগজনক এবং কষ্টদায়ক। কারণ মানুষ কোরআনিক ইসলামের সঠিক দিশা পেয়ে গেলে কোরআন বিরোধী ইসলামিক আলেমদের বাপ দাদার বোখারী ইসলাম হারিয়ে যাবার আশংকা থেকে যায়। ফলে সহস্রাব্দ অবধি ফুলে ফেঁপে বেড়ে ওঠা ধর্ম- ব্যবসায় মারাত্মক ধ্বস নামতে পারে। যাহোক কে সত্যের সন্ধান করলো বা গ্রহণ করলো আর কে করলো না, এটার দায়ভার প্রত্যেকের নিজের। তাই সত্যপ্রকাশে আপনার সাহসী ও বলিষ্ঠ ভূমিকাকে সাধুবাদ জানাই।
আমার বই পাবেন 💥অমর একুশে গ্রন্থমেলা ২০২১, মেরিট ফেয়ার প্রকাশন, স্টল নং. ২৯৭-২৯৯ (টিএসসি গেট সংলগ্ন), সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। অথবা 🚚 সারা দেশে হোম ডেলিভারি পেতে অনলাইন বুকশপ দূরবীনের এই দুটি নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন, বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন| ফোন 📱01307 452 110 📱01773 366 266 ধন্যবাদ
সজল রশনের ভিডিও দেখে আমি পবিত্র কোরান পড়ার উৎস হয়েছে তাই আজ আমি সত্যিকারের ধর্মের পথে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধীর্ঘদিন কাট মোল্লাদের আজে বাজে মুখ রোচক কথা শুনে কিছুক্ষন হাসা যাই কিন্ত পবিত্র কোরান শিক্ষা হয়না। ধন্যবাদ সজল মসজিদ নির্মাণ সৎকর্মের আওতায় পড়ে না পড়ে এই ব্যাপারে আশা করি ভিডিও দেখবো।
আপনার সব কটি ভিডিওর বক্তব্য একাধিকবার শুনেছি। আমি দীর্ঘদিন হতে ধর্ম, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিকে যেভাবে ভেবে এসেছি, আমার ভাবনার সংগে আপনার সব কথায় মিলে গিয়েছে বলেই প্রায় প্রতিদিনই আপনার ভিডিওগুলো বারবার শুনি। আর অপেক্ষা করি নতুন কোন ভিডিও পোষ্ট করেছেন কিনা।
প্রিয় সজল ভাই, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা সত্যি এখন অনেক বেশি। সকল মানুষের এই বই পড়া উচিত আর নিজের ভাবনা কে নতুন এক মাত্রা দেয়ার জন্য বইটি খুবই গুরত্বপূর্ণ। আমরা কুরআনের ইসলাম চর্চার চেয়ে কিছু মানুষের শিখানো আর তাদের যতো মোজেজা বিশ্বাস করি, আর এসব কল্প কাহিনী শুনে তাদের পূজা করা শুরু করি আর অন্য ধর্মের প্রতি তো অবশ্যই আমার মত যে মনে না তার প্রতিও দিন দিন ঘৃনা তৈরি করি। আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন
চিন্তা করেছি অনেক। তবে সঠিক উত্তর পেতে চাইতাম। আপনার ভিডিও দেখে অনেক কিছু বিশেষ করে প্রচলিত হাদিসের নামে ভ্রান্ত বিশ্বাষ থেকে কিছুটা হলেও নিজেকে দুরে সরিয়ে রাখার আপ্রান চেষ্টা করছি। এই সবের অর্থ এই নয় যে, আপনাকে খুশি করা। সত্যিকার অর্থেই আরও অনেক জানকতে চাই এবং পবিত্র কোরআন এর আলোকে নিজের অবশিষ্ট জীবনটাকে পার করতে চাই। ফেতনা থেকে মুক্তি পেতে চাই। আপনার সাথে যোগাযোগ করার মতো যোগ্যতা কিংবা সাহস নেই।
ভাই সালাম, আমিও আগে চিরাচরিত ইসলামকে বুঝতাম কিন্তু জামিলুল বাসারের কোরআন বনাম শরিয়ত বইখানা পড়ে ইসলাম সম্পর্কে ধারনা পরিবর্তন হয় আর আপনার আলোচনার সঙ্গে যথেষ্ট মিল আছে।
বৃত্তের বাইরে এসে না দেখলে বৃত্তের মাঝে কি আছে যেমন বুঝা যায় না ঠিক তেমনি আপনার বই পড়তে হলে আদীম বিস্বাস ত্যাগ করে অথ্যাৎ বৃত্তের বাইরে এসে পড়া জরুরী । তাহলে মুল বিষয় বস্তু বুঝা যায় এবং মুখোস খুলে যায় তাই আপনার বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ীরা উঠে পরে লেগে গেছে । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি যাতে মানুষ ও সমাজ উপকৃত হয় । আপনার রিলিজিয়াস মাইন্ডসেট বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে আমার সংগ্রহশালায় স্হান পেয়েছে । ইনশাআল্লাহ সাফল্যের বিজ্ঞান এটাও সংগ্রহ করব ইনশাআল্লাহ ।
বাংলাদেশি ভাই, সজল রোশন আপনার বইটি সকল ধর্মের মানুষের পড়া উচিত কারন কোরআনের ২০৭টি আয়াত এর উদাহরণ দিয়েছেন, কোরআনের সাথে মিলিয়ে দেখলাম ৪০ বছর পর কোরআনের উপর ঈমান আনলাম। কোরআন থেকে চমৎকার আয়াত তাফসীর করেছেন যাহা আলেমগণ লিখেছেন কিন্তু অধিকাংশ মানুষের অজানা ছিলো হুজুরদের ধর্ম ব্যবসা বন্ধ করেছেন, ধন্যবাদ আপনাকে।
Your book very much pragmatic and realistic specially for those person who followed distorted Islam instead of real Islam. The main theme of islam believed and good deeds but we are far away from good deeds. Allah said in his Quran believe and do good deeds then said prayer ( salta) but first two precondition we all the time ignore.
আপনার ভিডিও গুলো অনেক কাজের। এই ভিডিও গুলো মানুষ কে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু ভিডিও গুলো লম্বা হওয়ায় দেখা শেষে আমরা দিক ভ্রান্ত হয়ে যাই কোথায় শুরু করেছিলাম কোথায় শেষ হলো। তবে প্রতিটি ভিডিওর শেষ পর্যায়ে যদি ভিডিওটির সামারি উপস্থাপন করেন তাহলে আপনার এই ভিডিও অনেক বেশি কার্যকর হবে।
যে কোন যুক্তিবাদী চেতনায় উজ্জীবিত হবে আল্লাহ্ পাক " রহমানের রহিম"! আপনকে ধন্যবাদ।প্রকৃত জ্ঞানীরা আপনার বইটি পড়ে স্রষ্টার উদ্দেশ্য যথার্থ বুঝতে পারবেন!
আসসালামু আলাইকুম জি ভাই বইটা নিয়েছি অনেক আগেই চমৎকার লিখেছেন এবং আজকেও চমৎকার বলেছেন সাফল্যের বিজ্ঞান সরল পথ এ ভালো কাজের জন্য আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুক আমিন।
সজল ভাই এর কথা গুলো আমি শুনি এবং তার মতো মানুষ পাওয়া দুস্কর ,আল্লাহ তাকে নেক হায়াৎ দান করুক ,কিন্তু তিনি হিজাব এর আলোচনায় বলেছেন সূরা নূর ৩১ আয়াত এর আগে ও পরে কোনো ফরজ হারাম এর কথা বলেননি, কিন্তু আল্লাহ সূরার প্রথম আয়াত এ পুর্নাংঙ্গ সূরা কে ফরজ করেছেন
মি. মোজাম্মেল, সাত খন্ড রামায়ণ পড়ে যে বলে সীতা রামের মাসী, তার সাথে আপনার পার্থক্য করা কঠিন। কোরআনে হিজাব, নেকাব বা বোরখার কোনো উল্লেখ বা বর্ণনা আছে কি? পূর্ণাঙ্গ সূরাকে কেমনে ফরজ করা হয়েছে বুঝিয়ে বলতে পারেন? কোআনের এতো বিষয় থাকতে আপনার দৃষ্টি শুধু হিজাবে গিয়েই আটকালো? ওটা তো নারীদের বিষয়। আপনার জন্য প্রযোজ্য নয়!!!
Your book very much pragmatic and realistic specially for those person who followed distorted Islam instead of real Islam. The main theme of islam believed and good deeds but we are far away from good deeds. Allah said in his Quran believe and do good deeds then said prayer ( salat) but first two precondition we all the time ignore.
আসসালামুয়ালাইকুম ভাই । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।অনেক কিছু শিখেছি , জেনেছি আপনার ভিডিও দেখে ।বার বার দেখি শুনি ।আপনার কথা গুলো আমার ভিতর ভূমিকম্প উঠেছে ।স্তব্ধ হয়ে গেছি ।এতো দিন কি জানতাম এখন কি শুনলাম ।হায় হায় কোথায় ছিলাম কি জানতাম ইসলাম ধর্ম কর্ম নিয়ে ।কোন জগতে ছিলাম ।ভাই আপনিতো মাদ্রাসায় লেখাপড়া করেছেন তাই আপনি অনেক কিছুই জানেন । আরবি ভাষা , হাদিস , ইসলামের ইতিহাস।ভাই আপনাকে অনেক অনেক অনুরোধ বুখারী শরীফ এর যে সমস্ত হাদিস গুলো কোরানের সাথে সাংঘর্ষিক হাদিস গুলো , যা বাংলাদেশের ধর্মভীরু অসহায় না জানা কপাল পোরা মুসলমানরা মুসলমানরা জানে না । সেই ভূয়া হাদিস গুলো প্রথম সহ আমাদের জানিয়ে দিন প্রকাশ করে দিন ।আমরাতো কোরানের বাংলা জানি না ।তাই আমাদের ভূল পথ থেকে উদ্ধার করুন । ধন্যবাদ রওশন ভাই । আসসালামুয়ালাইকুম।
What's a nice criticism, logic too.It wd be better if any comment by you at the end so that people she follow & pickup only the right things.zzajakallah......
I will go Bangladesh.. Very soon IN SHA ALLAH and buy these books @100% price. I don't want any discount... Just love to read these books... love you brother...
সালাম ভাই,,,, কেনার চেষ্টা করব। আমিও ছোট থেকে শুধু কোরআন বাংলায় পড়ে, সেই ভাবে চলার চেষ্টা করি।। অন্য কোন বই পড়ার প্রয়োজন মনে করি না। স্রষ্টা শুধু স্রষ্টার কাজের জন্য ধরবে, কোন সৃষ্টির কাজের জন্য না, তাই কোন সৃষ্টির বই পড়া লাগে না।।।
পড়ার প্রয়োজনও নেই। কিন্তু লোকে খুব সমালোচনা করে,, অনেক আগে আমি আর আমার বড় ভাইয়েরা তাদের সাথে বসে কথা বলি,,, এখন আর আমার সেই বড় ভাইদের ডাকতে হয়না,,, আপনার ভিডিও তাদের দেখালেই কাজ হয়,,, আমার একটা অনুরোধ ভাই,, কোরআন শুধু বাংলায় পড়লে হবে।আরবি কি বাধ্যতা মুলক? এবং কোরআন পড়তে কোন ফিকাহ্ মাজহাব ইত্যাদি লাগবে না, যদি এ রকম একটা ভিডিও বানাতেন ভাই,,, তাহলে খুব ভালো হতো। একটু দেখবেন ভাই।।।
সকল প্রশংসা মহান আল্লাহর।
সজল ভাই, আপনার 'রিলিজিয়াস মাইন্ডসেট' বইটা পড়ে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে এবং কোরআন শরীফ পড়ার আগ্রহ আগের থেকে হাজার গুন বৃদ্ধি পেয়েছে ❤️
আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিও ও বই পড়ার আগে হুজুর টাইপের মানুষ দেখলেই আমার সন্মান হাজার গুণ বেড়ে যেত এবং আমি তাদের সবচেয়ে জ্ঞানী মনে করতাম। সেই সুবাদেই আপনার ও শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর ডিবেট দেখা শুরু করি। তবে শোনার আগে আমার সব আবেগ ছিল শায়েখের দিকেই। কারন ধর্মীয় দাড়ি, টুপি জড়িত যা ছোটবেলা থেকেই মানসিকভাবে গড়ে উঠা। সবটা শোনার পর মনে হল আপনার কথা তো ফেলে দেবার মতো না। সেখান থেকেই আপনার সব ভিডিও দেখা ও বই পড়া শুরু। যাক আলহামদুলিল্লাহ এখন ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এখনো আমি প্রতিদিন নিয়মিত আপনার বই পড়ি এবং একই ভিডিও বারবার দেখি। মনে শান্তি লাগে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
সরল পথ আমি আমার জীবনের সোনালী 20 টি বছর নষ্ট করেছি শায়েখদের বানোয়াট গল্পের ফাাদে পড়ে!
সজল সাহেবের ভিডিও দেখাল পর
আমার অন্ধচোখে আজ আলো দেখতে পেয়েছি।
সেলুট জানাই "সজল সাহেব" কে।
আপনার কথায় চিন্তার দুয়ার খুলেছে।
কতটা সফল হতে পারব তা আমি জানিনা কিন্তু আপনার কথায় আমার চলার মাঝে পার্থক্য ঘটেছে যা তার প্রভাব বর্তমান সমাজে ফেলেছে।
হয়তো আমি সমাজে সবার ভাল পাত্র হয়ে উঠতে পারব না তাতে কোন সমস্যা নেই।
আপনাকে অনেক ধন্যবাদ
গতকাল হাতে পেলাম। পড়ছি নিরবে। মানুষের মনের সাথে আমার খনেক মতপার্থক্যের কারণে মানুষ আমাকে খারাপ মন্তব্য করে। আমি পিছপা হয় না। কুরআন দ্বারা জীবন পরিচালিত করি। লোকের কথা মত চলি না। তবে আপনার বই দুটি অসাধারণত্ব বিদ্যমান। ধন্যবাদ
আপনার কথা মনোযোগ দিয়ে শুনলে জিবন পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি
আমি রিলিজিয়াস মাইন্ড সেট সম্পর্কে আপনার ধারাবাহিক আলোচনা শুনেছি, খুবই ভাল লেগেছে।
প্রথম উক্তিতেই বাজি মাৎ!! অসাধারন স্যার, অনেক অনেক শুভ কামনা।
ধর্মকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি। আমি বিগত কয়েক মাস থেকে আসল ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করতেছি, প্রচলিত ইসলাম ধর্ম নিয়ে নয়। তাই হয়ত আল্লাহ ই আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার ভিডিও দেখার যেটা শুরু হয় আবদুল্লাহ বিন আবুদুররাজ্জাক এর সাথে আপনার Debate দেখা থেকে। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ভারত থেকে। @Sajal_Roshan
আপনার কথা গুলো এতো সহজ,সরল এবং সুন্দর এই কথা গুলো যে বুঝবে না,সে দিনের বেলায় ভুত দেখবে এটাই স্বাভাবিক।
Ji
সজল ভাই , ছালাম দিবেন আশা করি সৃষ্টিকরতার কৃপায় ভাল আছেন। আপনার সরলপথের দিশা আমাদের মত অনেক সাধারণ মানুষ পেয়েছে, বিশেষকরে আপনার কথা মত আমরা অনেকেই এখন পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পড়ে ধরমের সঠিক পথ বা, সরল পথ পেয়েছি। এই সরলপথেরে দিক নিরদেশনা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহতায়ালার কাছে আপনার নেক হায়াত কামনা করছি আমীন।
ভাই আমি পবিত্র কোরআন পড়ি,আর আপনার এবং জাকির নায়েকের কথা গুলো ইসলামের সরল পথের সন্ধান ।
জাকির নায়েকের পথ সরল নয়
Uni sakh r jawe milea felcen
@@নক্ষত্রলুব্ধক তাহলে সজল ভাই ছাড়া আর কেউ জ্ঞানী নাই
Apni khabarer sathe gu misiye kheyechen
Religious mindset একটি অসাধারণ বই।বিস্তারিত বলবো না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিদেশে থাকি, দেশের ঠিকানায় বই দুইটি অর্ডার দিয়াছি, বই হাতে পাইলে আপনাকে ২য় বার ধন্যবাদ দিব। আপনার প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ
দুটো বই-ই কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার এই সত্য প্রচারের পথকে আরো সুগম করে দিন। আমীন।
আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার বড়ুয়া
আপনি আমার দৃষ্টিতে একজন ধর্ম সংস্কারক, অতএব কাজ চালিয়ে যান।
ইতি মাওলানা হোসাইন, দিনাজপুর।
ধন্যবাদ।
আপনার সাথে বন্ধুত্ব করতে চাই
@@md.faysalhossainsarker1799
অনেক অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম 🙂
আপনার কথাটা ভুল,,,,ধর্ম সংস্কারক কথাটা ঠিক না।
আপনি তাকে ধর্মের নামে অধর্মের মুখশ উন্মোচক বলতে পারেন।
সত্য গ্রহন করুন এবং কূরআন ধাবাহিক ২০ বারপড়েন আর প্রভূর
নিকট বুঝার জন্য প্রর্থনা করুন। ভাই আপনি মাওলানা দিয়ে শি'রক করিআছেন।২/২৮৬
@@soulshadow1048 সুরা বাকারা, আয়াত-৬২
তাফসীর তাইসীরুল কুরআন:
নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদী হয়েছে এবং খৃষ্টান ও সাবিঈন- যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না( বাকারা- ৬২)।
সুরা বাকারা, আয়াত- ২৫
এবং হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে।--------।( বাকারা- ২৫)।
এছাড়া আল্লাহ যতবারই বেহেস্তের প্রতিশ্রুতি দিয়েছেন, ততবারই বিশ্বাস ও সৎকাজের কথা উল্লেখ করেছেন এবং আয়াতগুলো বেশ স্পষ্ট। অর্থাৎ বিশ্বাস ও সৎকাজ বেহেস্তের চাবি।
নীচে মহান আল্লার এই অঙ্গিকারের ২২ টি আয়াতের রেফারেন্স দিলাম। গুগলে সুরার নাম ও আয়াত নং লিখে সার্স দিলে অনুবাদ ও ব্যাখ্যা পেয়ে যাবেন।
(১) সুরা নিসা, আয়াত-১২২
(২) বাকারা- ৮২
(৩) নিসা- ৫৭
(৪) নিসা- ১২৪
(৫) মায়িদাহ- ৯
(৬) ইউনুস- ৯
(৭) হুদ- ১১
(৮) হুদ- ২৩
(৯) কাহফ- ৩০
(১০) কাহফ- ১০৭
(১১) হজ্জ্ব- ২৩
(১২) হজ্জ্ব- ৫০
(১৩) লোকমান- ৮
(১৪) সাবা - ৪
(১৫) ফাতির- ৭
(১৬) ফুসসিলাত- ৮
(১৭) আসশুরা- ২২
(১৮) জাথিয়া- ৩০
(১৯) মুহাম্মদ- ২
(২০) তাঘাবুন- ৯
(২১) তীন- ৬
(২২) বাইয়্যিনাহ- ৭
সুতরাং বেহেস্ত প্রাপ্তির জন্য আমাদের অনুমোদিত সিলেবাস হচ্ছে (১) বিশ্বাস ও (২) ভাল কাজ।
আমরা কি বিশ্বাস করব এবং কি সৎকাজ করব, তার একটি তালিকা সুরা বাকারার ১৭৭ নং আয়াতে পাওয়া যায়। আয়াতের বর্ননা নিম্নরূপঃ
"নামাজের সময় পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের জন্যে কোন সওয়াব বা পূণ্য নেই বরং পূণ্য তার, যে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ ও ঐশী গ্রন্থসমূহ এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর সম্পদের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও যারা আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্ত, পথিক ও ভিক্ষুকদের এবং দাসত্ব মোচনের জন্যে ধন-সম্পদ দান করে ও নামাজ প্রতিষ্ঠাসহ যাকাত দান করে, আর ওয়াদা করলে তা পূরণ করে এবং যারা অভাব, বঞ্চনা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, এরাই ঈমানের দাবিতে কথায়, আচরণে ও বিশ্বাসে সত্যবাদী এবং এরাই ধর্মভীরু।"( বাকারা-১৭৭)।
সরল পথ।আমি সবগুলো ভিডিও মনযোগ দিয়ে বার বার শুনেছি।
খুব ভাল লাগছে আপনার চমতকার ধর্ম বিষয়ক বক্তব্য।আল্লাহ আপনার সহায় হউক।
ভাই আপনার কথা গুলো খুব অসাধারণ আমি খুব মনোযোগ দিয়ে শুনি, আপনার আর জাকির নায়েকের লেকচার আমার কাছে অসাধারণ লাগে। আপনাদের দারাই সমাজ পরিবর্তন সম্ভব।
এটি ধর্মীয় মানসিকতার বিষয়ে একটি চমৎকার বই। এটি বিভিন্ন ধর্মের বিষয়গুলির একটি বিস্তৃত পরিসরকে কভার করে, পাঠককে তাদের পিছনের বিশ্বাস এবং প্রেরণাগুলির মধ্যে গভীরভাবে নজর দেয়৷ এটি ধর্মের মনস্তত্ত্ব এবং সমাজবিজ্ঞানের মধ্যেও তলিয়ে যায়, পাঠককে বুঝতে দেয় কেন লোকেরা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করতে পারে। বইটি বিভিন্ন ধর্মীয় পটভূমি থেকে আসা ব্যক্তিদের সাথে অর্থপূর্ণ কথোপকথনে কীভাবে জড়িত হতে হয় সে সম্পর্কেও ব্যবহারিক পরামর্শ প্রদান করে। অত্যন্ত বাঞ্ছনীয়.
আপনিই একমাত্র youtuber যার সবগুলো video দেখেছি৷ আপনার বই দুটিও কিনবো ইনশাআল্লাহ৷
মি.সজল রোশন,
আপনার ভিডিওগুলোতে রিলিজিয়াস আলচনা শুনেছি। আমার খুব ভালো লেগেছে বললে কথাটা যথোপযুক্ত হবে না। বরং যদি বলি--আপনার ভিডিও গুলোতে যথেষ্ট তথ্যের সন্নিবেশন, উদ্ধৃতি, উদাহরণ, উপমা, তথ্যের সাবলীল এবং বিশ্লষণাত্বক উপস্থাপন ধর্মকে সঠিক ও সহজ ভাবে বুঝতে অত্যন্ত সহায়ক।
অবশ্য যারা বুঝতে চায় তাদের জন্য সহায়ক। আর যারা মহান আল্লাহ প্রদত্ব কোরআনিক ইসলামকে অস্বীকার করে বাপ দাদার প্রচলিত কোরআন বিরোধী বোখারী ইসলামকে অনুসরণ করতে চায়, তাদের জন্য খুব উদ্বেগজনক এবং কষ্টদায়ক।
কারণ মানুষ কোরআনিক ইসলামের সঠিক দিশা পেয়ে গেলে কোরআন বিরোধী ইসলামিক আলেমদের বাপ দাদার বোখারী ইসলাম হারিয়ে যাবার আশংকা থেকে যায়। ফলে সহস্রাব্দ অবধি ফুলে ফেঁপে বেড়ে ওঠা ধর্ম- ব্যবসায় মারাত্মক ধ্বস নামতে পারে।
যাহোক কে সত্যের সন্ধান করলো বা গ্রহণ করলো আর কে করলো না, এটার দায়ভার প্রত্যেকের নিজের। তাই সত্যপ্রকাশে আপনার সাহসী ও বলিষ্ঠ ভূমিকাকে সাধুবাদ জানাই।
রিলিজিয়াস মাইন্ডসেট বইটি বিশেষ ছাড়ে কিনতে চাই। কিভাবে বইটি পেতে পারি। আপনার প্রতিটি ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখি তারমধ্য আপনার কথাগুলো অসাধারণ।
স্যার, বর্তমান পরিস্থিতে আপনার ভিডিও আশা করছি। সবার ভিতরেই যে একটা পশুত্ত আছে তাকে নিয়ন্ত্রন এবং জীবনে সফলতা নিয়ে, ভাল থাকবেন সবসময়।
আলহামদুলিল্লাহ, দুরবীন থেকে বই দুটি নিয়েছি, পড়া শুরু করেছি, ধন্যবাদ।
কত টাকা ভাই বই দুটো?
ধর্ম বিশ্বাস না করলে পাপ পুণ্য বিচার করবেন কিভাবে? ua-cam.com/video/LzzUBgYqMnk/v-deo.html
Shajal bhai, i need 2 copies. Aj 1 week dhore apnar protita video dekchi.. fantastic eye opener
আমার বই পাবেন
💥অমর একুশে গ্রন্থমেলা ২০২১, মেরিট ফেয়ার প্রকাশন, স্টল নং. ২৯৭-২৯৯ (টিএসসি গেট সংলগ্ন), সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
অথবা
🚚 সারা দেশে হোম ডেলিভারি পেতে অনলাইন বুকশপ দূরবীনের এই দুটি নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন, বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন|
ফোন 📱01307 452 110 📱01773 366 266
ধন্যবাদ
@@SajalRoshan sir kotha bolte chai apnar sathe mobile e
সজল রশনের ভিডিও দেখে আমি পবিত্র কোরান পড়ার উৎস হয়েছে তাই আজ আমি সত্যিকারের ধর্মের পথে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
ধীর্ঘদিন কাট মোল্লাদের আজে বাজে মুখ রোচক কথা শুনে কিছুক্ষন হাসা যাই কিন্ত পবিত্র কোরান শিক্ষা হয়না।
ধন্যবাদ সজল মসজিদ নির্মাণ সৎকর্মের আওতায় পড়ে না পড়ে এই ব্যাপারে আশা করি ভিডিও দেখবো।
এটা আছে
আপনার সব কটি ভিডিওর বক্তব্য একাধিকবার শুনেছি।
আমি দীর্ঘদিন হতে ধর্ম, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিকে যেভাবে ভেবে এসেছি, আমার ভাবনার সংগে আপনার সব কথায় মিলে গিয়েছে বলেই প্রায় প্রতিদিনই আপনার ভিডিওগুলো বারবার শুনি। আর অপেক্ষা করি নতুন কোন ভিডিও পোষ্ট করেছেন কিনা।
আল্লাহর রিজিক বন্ঠন, আয়্যু (হায়াত), ভাষা ও সাংস্কৃতির উপর আপনার মতামতের ভিত্তিতে ভিডিও বক্তব্য দিতে অনুরোধ করছি।
স্যার মেরাজ নিয়ে আপনার একটা বিস্তারিত আলোচনা খুবই জরুরি। আশা করি বিষয়টা দেখবেন।
তুমি এক পাগল সেই আরেক পাগল
আপনার গলায় দরি আপনি কি বুজবেন💄💄💄💄
সহমত।
প্রিয় সজল ভাই, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা সত্যি এখন অনেক বেশি। সকল মানুষের এই বই পড়া উচিত আর নিজের ভাবনা কে নতুন এক মাত্রা দেয়ার জন্য বইটি খুবই গুরত্বপূর্ণ। আমরা কুরআনের ইসলাম চর্চার চেয়ে কিছু মানুষের শিখানো আর তাদের যতো মোজেজা বিশ্বাস করি, আর এসব কল্প কাহিনী শুনে তাদের পূজা করা শুরু করি আর অন্য ধর্মের প্রতি তো অবশ্যই আমার মত যে মনে না তার প্রতিও দিন দিন ঘৃনা তৈরি করি। আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন
স্যার, আপনার উপদেশ গুলো খুবই ভাল লাগে।
This book should be in English. I really want to give to new generation as a gift.
আজকেই পেলাম আপনার বইটা
দাম কত??
@@comedyfan1196 একটাই নিয়েছি ....প্রথমটা সব মিলিয়ে 483/ - টাকা
সরল পথ।
চিন্তা করেছি অনেক। তবে সঠিক উত্তর পেতে চাইতাম। আপনার ভিডিও দেখে অনেক কিছু বিশেষ করে প্রচলিত হাদিসের নামে ভ্রান্ত বিশ্বাষ থেকে কিছুটা হলেও নিজেকে দুরে সরিয়ে রাখার আপ্রান চেষ্টা করছি। এই সবের অর্থ এই নয় যে, আপনাকে খুশি করা। সত্যিকার অর্থেই আরও অনেক জানকতে চাই এবং পবিত্র কোরআন এর আলোকে নিজের অবশিষ্ট জীবনটাকে পার করতে চাই। ফেতনা থেকে মুক্তি পেতে চাই। আপনার সাথে যোগাযোগ করার মতো যোগ্যতা কিংবা সাহস নেই।
আপনার রিলিযাস মাইন্ড সেট বই টির আলোচনা শুনেছি খুবেই ভালো লাগলো।বই দুইটা বিশেষ অফারে কিনতে চাই।
ভাই সালাম, আমিও আগে চিরাচরিত ইসলামকে বুঝতাম কিন্তু জামিলুল বাসারের কোরআন বনাম শরিয়ত বইখানা পড়ে ইসলাম সম্পর্কে ধারনা পরিবর্তন হয় আর আপনার আলোচনার সঙ্গে যথেষ্ট মিল আছে।
বইটি সম্পর্কে জানতে চাই।
অনেক কিছু নতুন করে বুঝতে পেরেছি শিখেছি
বৃত্তের বাইরে এসে না দেখলে বৃত্তের মাঝে কি আছে যেমন বুঝা যায় না ঠিক তেমনি আপনার বই পড়তে হলে আদীম বিস্বাস ত্যাগ করে অথ্যাৎ বৃত্তের বাইরে এসে পড়া জরুরী । তাহলে মুল বিষয় বস্তু বুঝা যায় এবং মুখোস খুলে যায় তাই আপনার বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ীরা উঠে পরে লেগে গেছে । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি যাতে মানুষ ও সমাজ উপকৃত হয় । আপনার রিলিজিয়াস মাইন্ডসেট বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে আমার সংগ্রহশালায় স্হান পেয়েছে । ইনশাআল্লাহ সাফল্যের বিজ্ঞান এটাও সংগ্রহ করব ইনশাআল্লাহ ।
আমি আপনার সব ভিডিও দেখেছি। একদম যথাযথ এবং যৌক্তিক বিশ্লেষণ করেছেন। ইসলাম ধর্মের আসল রূপ যেমন হওয়া উচিত আপনি সুনিপুণভাবে ব্যাখ্যা দিয়েছেন। ধন্যবাদ।
আমি বিশ্বাস করি। সালাত বলতে যা বলেছেন সেভাবে আমার জীবন সুরু করেছি।
বাংলাদেশি ভাই, সজল রোশন আপনার বইটি সকল ধর্মের মানুষের পড়া উচিত কারন কোরআনের ২০৭টি আয়াত এর উদাহরণ দিয়েছেন, কোরআনের সাথে মিলিয়ে দেখলাম ৪০ বছর পর কোরআনের উপর ঈমান আনলাম। কোরআন থেকে চমৎকার আয়াত তাফসীর করেছেন যাহা আলেমগণ লিখেছেন কিন্তু অধিকাংশ মানুষের অজানা ছিলো হুজুরদের ধর্ম ব্যবসা বন্ধ করেছেন, ধন্যবাদ আপনাকে।
Your book very much pragmatic and realistic specially for those person who followed distorted Islam instead of real Islam. The main theme of islam believed and good deeds but we are far away from good deeds. Allah said in his Quran believe and do good deeds then said prayer ( salta) but first two precondition we all the time ignore.
আলহামদুলিল্লাহ আপনার লেখা বইটি অরডার করেছি।
কিভাবে?
অসাধারণ উপস্থাপনা।
Alhamdulillah,, tons of Dua for dear Sajal bhai
সত্যি ই সরল পথের সন্ধান
আপনার ভিডিও গুলো অনেক কাজের। এই ভিডিও গুলো মানুষ কে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু ভিডিও গুলো লম্বা হওয়ায় দেখা শেষে আমরা দিক ভ্রান্ত হয়ে যাই কোথায় শুরু করেছিলাম কোথায় শেষ হলো। তবে প্রতিটি ভিডিওর শেষ পর্যায়ে যদি ভিডিওটির সামারি উপস্থাপন করেন তাহলে আপনার এই ভিডিও অনেক বেশি কার্যকর হবে।
মনের খোরাক জোগায় 💯💯💯
সঠিক পথ অনুসরন করব সজল ভাই. ভাল কথা বলেন.
রিলিজিয়াস মাইন্ডসেট একটি অসাধারণ একটা বই।
সরল পথ। ধন্যবাদ আপনাকে।
আপনার কথা গুলো নিতে পারে এমন মানুষ কম আছে বাংলাদেশে। এগিয়ে জান আপনি
যে কোন যুক্তিবাদী চেতনায় উজ্জীবিত হবে আল্লাহ্ পাক " রহমানের রহিম"! আপনকে ধন্যবাদ।প্রকৃত জ্ঞানীরা আপনার বইটি পড়ে স্রষ্টার উদ্দেশ্য যথার্থ বুঝতে পারবেন!
আসসালামু আলাইকুম জি ভাই বইটা নিয়েছি অনেক আগেই চমৎকার লিখেছেন এবং আজকেও চমৎকার বলেছেন সাফল্যের বিজ্ঞান
সরল পথ
এ ভালো কাজের জন্য আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুক আমিন।
আপনার বাচনভঙ্গির কারণে ভিডিও যতই বড় হোক না কেনো,,সামান্যতম বিরক্তি অনুভব করি না।
আপনার ২ টা বই এখুনি অর্ডার করলাম।
সরল পথ!
সজল ভাই এর কথা গুলো আমি শুনি এবং তার মতো মানুষ পাওয়া দুস্কর ,আল্লাহ তাকে নেক হায়াৎ দান করুক ,কিন্তু তিনি হিজাব এর আলোচনায় বলেছেন সূরা নূর ৩১ আয়াত এর আগে ও পরে কোনো ফরজ হারাম এর কথা বলেননি, কিন্তু আল্লাহ সূরার প্রথম আয়াত এ পুর্নাংঙ্গ সূরা কে ফরজ করেছেন
আয়াত?
মি. মোজাম্মেল,
সাত খন্ড রামায়ণ পড়ে যে বলে সীতা রামের মাসী, তার সাথে আপনার পার্থক্য করা কঠিন।
কোরআনে হিজাব, নেকাব বা বোরখার কোনো উল্লেখ বা বর্ণনা আছে কি?
পূর্ণাঙ্গ সূরাকে কেমনে ফরজ করা হয়েছে বুঝিয়ে বলতে পারেন?
কোআনের এতো বিষয় থাকতে আপনার দৃষ্টি শুধু হিজাবে গিয়েই আটকালো? ওটা তো নারীদের বিষয়। আপনার জন্য প্রযোজ্য নয়!!!
ভাই আপনার চিন্তা ও দৃষ্টিভংগি সত্যিই অসাধারন।আপনার ভিডিওগুলো ভাল লাগে।আপনার লেখা বইগুলো কিভাবে পাব।আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আমি গ্রিস থেকে কিভাবে বইটি কিনতে পারি আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি
আমি বই দুটি নিতে খুব আগ্রহি
Your book very much pragmatic and realistic specially for those person who followed distorted Islam instead of real Islam. The main theme of islam believed and good deeds but we are far away from good deeds. Allah said in his Quran believe and do good deeds then said prayer ( salat) but first two precondition we all the time ignore.
You are great...your books are also great...one is already purchased and another one is awaiting to purchase...Thank you very much.
আমি আপনার একজন দার্শনিক ভক্ত। ভিডিও দেখে উপকারিতা পেয়েছি। আমি বই দুটি কিনতে চাই
Shafoller biggan,continue ,more books
বিশেষ ছাড়...
আসসালামুয়ালাইকুম ভাই । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।অনেক কিছু শিখেছি , জেনেছি আপনার ভিডিও দেখে ।বার বার দেখি শুনি ।আপনার কথা গুলো আমার ভিতর ভূমিকম্প উঠেছে ।স্তব্ধ হয়ে গেছি ।এতো দিন কি জানতাম এখন কি শুনলাম ।হায় হায় কোথায় ছিলাম কি জানতাম ইসলাম ধর্ম কর্ম নিয়ে ।কোন জগতে ছিলাম ।ভাই আপনিতো মাদ্রাসায় লেখাপড়া করেছেন তাই আপনি অনেক কিছুই জানেন । আরবি ভাষা , হাদিস , ইসলামের ইতিহাস।ভাই আপনাকে অনেক অনেক অনুরোধ বুখারী শরীফ এর যে সমস্ত হাদিস গুলো কোরানের সাথে সাংঘর্ষিক হাদিস গুলো , যা বাংলাদেশের ধর্মভীরু অসহায় না জানা কপাল পোরা মুসলমানরা মুসলমানরা জানে না । সেই ভূয়া হাদিস গুলো প্রথম সহ আমাদের জানিয়ে দিন প্রকাশ করে দিন ।আমরাতো কোরানের বাংলা জানি না ।তাই আমাদের ভূল পথ থেকে উদ্ধার করুন । ধন্যবাদ রওশন ভাই । আসসালামুয়ালাইকুম।
Thank you so much vai
1st view and comment ajkeo 🙃
Shurur dik thekei apnake follow kori.mane apnar video dekhi.onek besi kisu shiksi apnar kach theke ..tk thakle boi gulao kine feltam..kinbo in sha Allah kono ekdin 😊
What's a nice criticism, logic too.It wd be better if any comment by you at the end so that people she follow & pickup only the right things.zzajakallah......
সত্যের পথে সাহসী পদক্ষেপ।মোবারকবাদ।
আমি বই দুটো নিতে চাই, এর জন্য কত টাকা মূল্য লাগবে আর মূল্য সংকুলান হলে কিভাবে পেতে পারি জানাবেন কি? ধন্যবাদ।
I will go Bangladesh.. Very soon IN SHA ALLAH and buy these books @100% price. I don't want any discount...
Just love to read these books...
love you brother...
Mind Management and Religious Mindset Book
Religious Mindset Book বইটি এখনও কিন্ত পারিনি। তবে ভিডিও গুলো দেখেছি।
সঠিক কাজ দিয়ে সাজানো হোক আমাদের জীবন
সিয়াম (রোজা) তারাবি, ইফতার বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হতো ভাই।
সালাম! সাফল্যের Since
এগিয়ে যান
গত ২০ বছরের সেরা বই "রিলিজিয়াস মাইন্ডসেট"
আমার মনে হয় ১৪০০ বছরে...
Very very nice
Dear All of our Brother,
Pls don't see back look front please go ahead . You can do some thing for us. Allah blesse you and your family. thanks
Great
Mind Management and Religious Mindset Book বই ২টি কিনতে চাই
সরল আর,সুন্দর ব্যাখ্যা সজল ভাই
Thanks
সজল ভাই আলহামদুলিল্লাহ
Religious Mindset is an excellent book. I like to thank you from my heart.
সরল পথ পেয়েছি সজল ভাই
❤safoller biggan❤
সরল পথ.. মানবতার জয় হোক
সালাম ভাই,,,, কেনার চেষ্টা করব। আমিও ছোট থেকে শুধু কোরআন বাংলায় পড়ে, সেই ভাবে চলার চেষ্টা করি।। অন্য কোন বই পড়ার প্রয়োজন মনে করি না। স্রষ্টা শুধু স্রষ্টার কাজের জন্য ধরবে, কোন সৃষ্টির কাজের জন্য না, তাই কোন সৃষ্টির বই পড়া লাগে না।।।
পড়ার প্রয়োজনও নেই। কিন্তু লোকে খুব সমালোচনা করে,, অনেক আগে আমি আর আমার বড় ভাইয়েরা তাদের সাথে বসে কথা বলি,,, এখন আর আমার সেই বড় ভাইদের ডাকতে হয়না,,, আপনার ভিডিও তাদের দেখালেই কাজ হয়,,, আমার একটা অনুরোধ ভাই,, কোরআন শুধু বাংলায় পড়লে হবে।আরবি কি বাধ্যতা মুলক? এবং কোরআন পড়তে কোন ফিকাহ্ মাজহাব ইত্যাদি লাগবে না, যদি এ রকম একটা ভিডিও বানাতেন ভাই,,, তাহলে খুব ভালো হতো। একটু দেখবেন ভাই।।।
Dear
I need these two...
সজল ভাই আপনার জন্য থাকলো ছালাম
Aj booking dilam boss
sir, ami apnar video gulo nitto dekhi, khub valo lage apnar video
Apner vedio atobar suni j mukhosto hoye gese apner kotha
ধন্যবাদ
সুন্দর একটি বি,,,স্যার অসাধারণ একটি বই,,!🤩🥰💝👌👌
SALAMONALAIKUM
QURAAN IS A RIGHT
LOKETION. AND. MEF ROOD
THENKS. MISTER. SAJAL
I. FROOM TO. DELHI
বিশেষ ছাড়
Multilevel Marketing Network Marketing Direct Selling Halal Or Haram Please make a video with your valuable feedback