৮ মাস যাবৎ ডান পা ব্যথা, জেনে নিন করনীয় এবং সমাধান

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • ৮ মাস যাবৎ ডান পা ব্যথা, জেনে নিন করনীয় এবং সমাধান
    Watch Advice and Exercises by Professor Doctor Altaf Sarker to Remove Back Pain.
    If you Like this video, then don't forget to like, comment & share it with your friends. Give your feedback via commenting on this video.
    Subscribe This Channel ▶️ www.youtube.co...
    Visit Website ▶️ profaltaf.com/
    For more back pain videos:-
    ► এক্সারসাইজ কেন গুরুত্বপূর্ণ? - • Why Exercise is Import...
    ► হঠাৎ করে কোমর ব্যথা হলে কি করবেন?- • প্রশ্নঃ হঠাৎ করে কোমর ...
    ► বসে থাকলে কোমর ব্যথা হলে কি করবেন?- • বসে থাকলে কোমর ব্যথা হ...
    ► কোমরের বাম পাশে ব্যথা হলে কি করবেন?- • প্রশ্নঃ কোমরের বাম পাশ...
    ► ছয় মাস ধরে প্রচন্ড কোমর ব্যথা, কি করবেন?- • প্রশ্নঃ ছয় মাস ধরে প্র...
    ► কোমর থেকে দুই পায়ে ব্যথা এক্সারসাইজ?- • কোমর থেকে দুই পায়ে ব্য...
    ► কোমরের এল৪-এল৫ ডিস্ক অপারেশনের পর আবারও মারাত্মক ব্যথা হলে কি করবেন?- • কোমরের L4 L5 disc অপা...
    ► ঘাড় ব্যথায় বালিশ ব্যবহারের সঠিক নিয়ম কি?- • ঘাড় ব্যথায় বালিশ ব্যবহ...
    ► কোমর ব্যথার সমস্যায় রুগীদের ৩টি প্রশ্নের সমাধান- • কোমর ব্যথা নিয়ে ৩টি প্...
    ► দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হলে কি করবেন?
    • দাঁড়িয়ে থাকলে কোমর ব্য...
    ► ভারী জিনিস উঠাতে গিয়ে ব্যথা হলে কি করবেন?
    - • How to Fix ''Back pa...
    ► মোবাইল ব্যবহারে ঘাড়ের ভয়ঙ্কর সমস্যা ও সামধান- • মোবাইল ব্যবহারে ঘাড়ের ...
    ► কোমর ব্যথায় বেল্ট ব্যবহারের সঠিক নিয়ম- • কোমর ব্যথায় বেল্ট ব্যব...
    ► কোমর ব্যথায় বিছানা কেমন হবে? - • প্রশ্নঃ কোমর ব্যথায় বি...
    I’m Prof Dr. Altaf Sarker, a physical therapist, and Musculoskeletal Disorders Specialist to brings you this simple video of back pain relief exercises to help you feel better and stronger!
    This home workout for back pain and strengthening contains exercises meant to improve posture, body awareness, lower abdominal strength, and hip stability, all of which contribute to a healthy back.
    প্রফেসর ডা. আলতাফ সরকার
    মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ
    Come visit us at:
    লেজার ফিজিওথেরাপি সেন্টার (Laser Physiotherapy Center)
    ৪৪/৮, পশ্চিম পান্থপথ, ঢাকা। (44/8, West Panthapath, Dhaka)
    Call us at: 01765 668846
    #Backpain #Doctor #backpainrelief

КОМЕНТАРІ • 117

  • @zamandpe9958
    @zamandpe9958 2 місяці тому +2

    স্যার আসসালামুয়ালাইকুম। আমি সুদুর পাহাড়ী অঞ্চল মধুপুর এর থেকে 30 কিলো ভেতরে বসবাস করি। গত দুই সপ্তাহ যাবত আমার বাম পায়ের পাছার মাংসে প্রচন্ড ব্যাথা করছে। বসে থাকলে এই ব্যাথা আস্তে আস্তে পিছনের রগ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়। ইতিমধ্যে টাংগাইল এর একজন ডাঃ দেখিয়েছি। উনি এক্স রে করে বলেছেন মাঝায় কোন সমস্যা নেই। এরপর কিছু ব্যাথানাশক এবং ক্যালসিয়াম ও ভিটামিন নিউরোবি দিয়েছেন। তা প্রায় বিশ দিন যাবত খেয়ে যাচ্ছি। কিন্তু এই ব্যাথা কমছে না। অনেক ছেক নিয়েছি তারপরও বসতে পারি না। বসলেই পিছনে ক্রমস ব্যাথা বেড়ে পায়ের গোড়ালি পর্যন্ত যাচ্ছে। আমি হাঁটতে পারি দৌড়াতে পারী তাতে কোন সমস্যা নেই। কিন্তু শুয়ে থাকলে বা বসে থাকলে এই ব্যাথা বেড়ে যাচ্ছে। দয়া করে আমাকে একটু পরামর্শ দিলে খুব উপকৃত হবো। ফি আমানিল্লাহ। 01912069988 হোয়াটসঅ্যাপ নং।

  • @ariyanahamed8675
    @ariyanahamed8675 2 дні тому

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ

  • @Mahfuz666
    @Mahfuz666 Рік тому +1

    জাযাকাল্লাহু খাইরান

  • @mitalibhattacharjee1840
    @mitalibhattacharjee1840 6 місяців тому +1

    স্যার প্রথমে আপনাকে আমার প্রণাম জানায়🙏🙏আমি ভারতের কলকাতা থেকে আপনার ভিডিওগুলো দেখি ...আমিও খুব হাঁটু ব্যাথায় ভুগছি খুব কষ্ট পাচ্ছি😭 সংসারে সব কাজ ইচ্ছে করেই নিজের কাজ নিজেই করি এখন খুব কষ্ট হয়।আপনার ভিডিও দেখে চেষ্টা করবো ওই ব্যায়াম গুলো করার চেষ্টা করবো । ঈশ্বর আপনাকে ভালো রাখুক🙏🙏🙏

  • @rehenakhatune484
    @rehenakhatune484 15 днів тому

    স্যার আপনার জন্য নামাজ পরে দোয়া করবো । আল্লাহ রহমতে এই ব্যায়াম করে আমার অনেক উপকার হয়েছে

  • @jakirhossain-eu3uj
    @jakirhossain-eu3uj 11 днів тому

    স্যার আসসালামু আলাইকুম
    আমার ও একই সমস্যা।

  • @mdjibon8863
    @mdjibon8863 8 днів тому

    স্যার কিছু দিন দরে আমি ডান হাটুর উপরে অংশে গরম লাগলে জালা পোরা করে আবার এসির ঠাণ্ডা লাগলে বেছত হয়ে জায় আমি একজন বাহরাইন পাবাশী

  • @user-bj2sl4lb6q
    @user-bj2sl4lb6q 2 дні тому

    আপনার চেম্বার কোথায় আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারব প্লিজ যদি একটু বলতেন স্যার

  • @user-ob7rh3ie6y
    @user-ob7rh3ie6y 2 місяці тому

    Assalamu Alaikum Apna video dekhlam

  • @dmmasud7737
    @dmmasud7737 Рік тому +1

    ২:১৭০ আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা অনুসরণ কর, যা আল্লাহ নাযিল করেছেন’, তারা বলে, ‘বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যার উপর পেয়েছি’। যদি তাদের পিতৃ-পুরুষরা কিছু না বুঝে এবং হিদায়াতপ্রাপ্ত না হয়, তাহলেও কি?
    ৪:১১৫ আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর আবাস হিসেবে তা খুবই মন্দ।
    ৫:১০৪ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আস’, তারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট।’ যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং হিদায়াতপ্রাপ্ত ছিল না তবুও?
    ৬:৫৪ আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি বল, ‘তোমাদের উপর সালাম’। তোমাদের রব তাঁর নিজের উপর লিখে নিয়েছেন দয়া, নিশ্চয় যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে তারপর তাওবা করে এবং শুধরে নেয়, তবে তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
    ১৫:১৩ তারা এতে ঈমান আনবে না, আর পূর্ববর্তীদের (ব্যাপারে আল্লাহর) রীতি তো বিগত হয়েছে।
    ১৮:৫৪ আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী।
    ৩১:২১ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ কর’ তখন তারা বলে, ‘বরং আমরা তার অনুসরণ করব যার ওপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি।’ শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহবান করলেও কি (তারা পিতৃপুরুষদেরকে অনুসরণ করবে)?
    ৩৪:৪৩ আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হত তখন তারা বলত, এতো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে যার ইবাদাত তোমাদের পিতৃপুরুষগণ করত’। তারা আরও বলে, ‘এটি বানোয়াট মিথ্যা বৈ কিছু নয়।’ আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে, এতো কেবল এক সুস্পষ্ট যাদু।
    ১৮:৫৫ আর যখন মানুষের নিকট হিদায়াত এসেছে, তখন তাদেরকে ঈমান আনতে কিংবা তাদের রবের কাছে ইস্তিগফার করতে বাধা প্রদান করেছে কেবল এ বিষয়টিই যে, পূর্ববর্তীদের (ব্যাপারে আমার নির্ধারিত) রীতি তাদের উপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের উপর আযাব সরাসরি এসে উপস্থিত হবে।
    ১৮:১০৩ বল, ‘আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত’?
    ১৮:১০৪ দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে, তারা ভাল কাজই করছে’!
    ১৮:১০৫ তারাই সেসব লোক, যারা তাদের রবের আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাতকে অস্বীকার করেছে। ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোন ওজনের ব্যবস্থা রাখব না’।
    ১৮:১০৬ এ জন্যই তাদের প্রতিফল জাহান্নাম। কারণ তারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে বিদ্রূপের বিষয় বানিয়েছে’।
    ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।

  • @sofikulislam-ir8fq
    @sofikulislam-ir8fq 25 днів тому

    স্যার আমার L4L5 S1 কোমরে থেকে পায়ের নিচে যায় সোজা হতে পারিনা হাটলে ব্যাথা বাড়ে আমি পরামর্শ চাই।

  • @MdJakariya-zb8ti
    @MdJakariya-zb8ti 24 дні тому

    আসসালামুয়ালাইকুম স্যার আমার আব্বুর ডান হাত থেকে শুরু করে পুরো ডান পা পর্যন্ত অর্থাৎ পুরো ডান সাইডটা উনি হাত-পা নাড়াতে পারেন না প্রচন্ড ব্যথা অনুভব করেন বাম দিকে কোন প্রবলেম নেই এক্ষেত্রে উপায় কি একটু যদি জানাতেন,,

  • @Farukahemed-h3e
    @Farukahemed-h3e 3 дні тому

    দুইদিন যাবত আমার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ডান পায়ে ব্যথা

  • @IndianJCBVideo
    @IndianJCBVideo Рік тому +1

    Assalamualaikum kemon achen Dr. Mosaye amar akta somossa achhe ami Lori upor theke pore gechilam dan payer gorali te legechilo peraye 11 mas hoyegelo kintu akhono betha komena onek kobiraj dekhalam kintu akhono betha komena ki korbo kichu bujhte parchina jodi kichu upaye bolten khub upokar hotam

  • @aminmiah3330
    @aminmiah3330 Рік тому

    ধন্যবাদ

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল Subscribe ▶️ua-cam.com/users/ProfessorDrAltafSarker করুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহপাক আমাদের সকলকেই ভালো কাজ করার যা যা দান করুন। আমিন।

  • @user-nf9rl6fj8e
    @user-nf9rl6fj8e 5 місяців тому

    সার,নোয়াখালী থেকে বলেচি

  • @RumanaIslam-sf9dr
    @RumanaIslam-sf9dr 5 місяців тому +1

    আমার ডান পায়ে কোমরের নিচে যে বাটি টা আছে সেখানে ব্যাথা ৪মাস এই ব্যাথা হাটুতেও যায়,,ধান মন্ডি থেকে অন্য হাসপাতালে গেছিলাম সেখানে অপারেশন করতে বলছে তারা নাকি বাটি লাগাই দিবে আমার বয়স ১৬এখন কি করা যায় যদি আমার কথা গুলা ফলো দিতেন

    • @RumanaIslam-sf9dr
      @RumanaIslam-sf9dr 5 місяців тому

      আর আমার ডান পায়ে কোমর নিচে ওইখানে হাটা চলা করলে ফুটে ওঠে হাঁটু দিকে তখন পা নিচে ফুলে যায়

  • @runaakter-wq4sn
    @runaakter-wq4sn Місяць тому

    আসসালামু আলাইকুম সার। সাড আমি নান্দাইল থেকে বলছি। আমার কমর থেকে দুই পায়ে ব্যথা আসে হাটলে বসলে এবং কি শুয়লেও ব্যথা অনুভব করি এর একটা সমাধান দেন

  • @user-lr2gt1ut5e
    @user-lr2gt1ut5e Місяць тому

    Sir amar 10 bosor jabot komorer dan site a batha onik oushod khasi kono kaj hoina batha hata hati korle bare hate kiso bohon korte parina komore batha hoi ' batha dan site hat paye jai dan hat pa jim jim kore.
    Ami tangail thake bolsi aponer kasa giye dekhanor moto baboetha nai ami aka

  • @user-cn2bp2jy3t
    @user-cn2bp2jy3t Місяць тому

    স্যার আপনার চেম্বার কোথায়। কি ভাবে যাবো একটু বলবেন প্লিজ। আমি সরাসরি দেখা করতে চাই।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Місяць тому

      আপনাকে স্বাগতম।
      চেম্বারের নাম: প্রফেসর আলতাফ হোসেন সরকার
      ঠিকানা:: ৪৪/৮, পশ্চিম পান্থপথ, ঢাকা(সমরিতা হাসপাতালের বিপরীত পার্শ্বে)।
      * সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করুন ☎ 01765 668846 এই নাম্বারে। ফোন করার সময়ঃ সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। অথবা উক্ত নাম্বারে Appointment লিখে SMS করুন।
      রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং বিকাল ৬ টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
      ভিজিটিং ফি: ১০০০ টাকা।

  • @HasiKhatun-yq5ro
    @HasiKhatun-yq5ro 4 місяці тому

    স্যার আমার কমরে ডান পাস থেকে পা পরজনত অনেক ব্যাথা করে

  • @NazrulIslam-fl7lk
    @NazrulIslam-fl7lk Рік тому

    Sir please reply din ki korbo onek betha kore amar bois hochche 16 bochor amar mone porte theke soma soma ek pa batha kore bathar medicine khachchi

  • @IndianJCBVideo
    @IndianJCBVideo Рік тому

    Ami India thake bolchi please reply onek bar photo korechi kintu riport asche j calsiam Kom ache ki korbo kichu bujhte parchina

  • @SovoKhan-n4l
    @SovoKhan-n4l Місяць тому

    স্যার আমার একটা সাহায্য করেন না স্যার আমি খুব বিপোদো আছি স্যার দেন না আমি আপনার প্রতি ভিডিও তে কোমেন্ট করি আপনি কিছু বলেন না স্যার আমার খুব বিপোদ স্যার যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো স্যার আমি প্রতি নিয়োতো এই কষ্টো করে জাছছি স্যার আপনি একটা বার সাহায্য করেন খালি আবাস হয়ে জাই কেনো জানি না স্যার কিন্তু ঝিন ঝিন বেশি খোন থাকে না আর আবাস ও আমার আধা মোরা করে জাই স্যার একটু সাহায্য করেন

  • @hazeraakterpopy8763
    @hazeraakterpopy8763 Рік тому

    ‌আসসালামু আলাইকুম
    স্যার
    আমার নামঃ হাজেরা আক্তার
    বাসাঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শৈলাট গাজীপুর ইউনিয়ন। প্রায় সাত আট বছর যাবৎ আমি কোমড় থেকে পা পর্যন্ত পেছনের অংশ প্রচন্ড ব্যাথায় অসহ্য সময় কাটাচ্ছি। আপনার প্রতিটা ভিডিও দেখে সেভাবে ব্যয়াম করার চেষ্টা করেছি। ময়মনসিংহে ডাঃ দেখিয়েছি উনি রগের সমস্যার কথা বলেছেন। ঔষুধ খেলে ব্যাথা কম থাকে , হাঁটাচলা করতে পারিনা। ব্যথা হয় । উঠতে বসতে , সিঁড়ি দিয়ে উঠার নামায়, নামাজ পড়ায় সমস্যা। বাবা+মা‌ ভাই কেউ নেই। বয়স ৩২+ ।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যে কষ্ট তা সাধরণত কোমরের সমস্যার কারণে কিংবা কোমর থেকে উৎপত্তি হয়ে হাঁটু ও পায়ের নিচে কষ্ট হয় বা অবশ অবশ ভাব, জ্বালাপোড়া অনুভূতি কিংবা ব্যথা হয়। সুতরাং কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে সেই কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এছাড়াও রয়েছে নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা ফিজিক্যাল পরিক্ষা আছে। ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে কোমর ব্যথা চলে যাবে ইন শাহ আল্লাহ । কোমর থেকে দুই পায়ে ব্যথার এক্সারসাইজ yt2.pics.ee/BRNDC ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

  • @minhajislam9825
    @minhajislam9825 Рік тому

    আমার বয়স 23, আমি দীর্ঘদিন যাবৎ বসে কাজ করি, আমার শুধু ডান সাইডে ব্যথা যেখানে মানিব্যাগ রাখি, আমি বসে থাকলেই শুধু আমার ব্যথাটা জাগ্রত থাকে আর হাঁটা চলাফেরা করলে ব্যথা মাঝে মধ্যে অনুভব করতে পারি।আপনার যে এক্সারসাইজের ভিডিও আছে তার প্রত্যেক ধাপেই আমার মাজার যে স্থানে মানিব্যাগ থাকে যে সেখানেই ব্যাথা অনুভব করতে পারি । আমার এখন কি করনীয় যদি একটু বলতেন আমি খুব উপকৃত হতাম ।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

    • @strick5477
      @strick5477 Рік тому

      Bryonia,1m4dog

  • @recipesbynusaibasmom5067
    @recipesbynusaibasmom5067 Рік тому +1

    স্যার আমার ২বছর যাবত কোমরের মেরু দন্ডের ২পাশের মাংস পেশিতে ব্যাথা ও জ্বলা করে.

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার ৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

    • @recipesbynusaibasmom5067
      @recipesbynusaibasmom5067 Рік тому

      ৭টি ব্যাম শুরু করছি আজ থেকে

  • @srikantasardar4207
    @srikantasardar4207 2 місяці тому

    স্যার আমার বাঁদিকে কোমরে ব্যথা আমি এখন কি করবো আমার বাড়ি সুন্দরবন গোসাব

  • @mdshafaite3602
    @mdshafaite3602 Рік тому

    Hello

  • @mdabdulkaiyum7933
    @mdabdulkaiyum7933 3 місяці тому

    কোমর ভারি হয়ে থাকছে,ওঠাবসায় অস্থি হয়।কি করব?

  • @rumanaislamrumanaislam3125
    @rumanaislamrumanaislam3125 Рік тому

    Sir amk aktu suggest koron ami ki korbo?Sir ami apnar sate direct kotha bolte Chay.

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @KeyaSultana-eb1bd
    @KeyaSultana-eb1bd 3 місяці тому

    স্যার আমি নাটোর থেকে দেখচি। আমার বয়স 23। ৮-৯ মাস হবে আমার ডান কোমোরের একটু উপরে থেকে হাটু পজ্জন্ত অনেক জন্তনা করে। অনেক সমই পায়ের দিকেউ জাই। আমি কিছু বেয়াম করে আরাম পেতাম। কিন্তু এখন স্যার আমি 2 মাসে পেগনেনট। বেড রেস্ট এ আসি। অনেক জন্তনা করচে স্যার সজ্জ করতে পারচি না । এখন আমি কি করতে পারি স্যার। বেয়াম অহ করি না যদি বাবুর কিছু হই। বিয়ের 4 বছর পরে মা হইতে জাসচি।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  3 місяці тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন ইন শাহ আল্লাহ উপকৃত হবেন ।

  • @hesabmallick8363
    @hesabmallick8363 Рік тому

    Sir please

  • @user-nm7du9ft6d
    @user-nm7du9ft6d 11 місяців тому

    স্যার আমার ডান পায়ে ৯মাস হলো ব্যাথা করনিও কি জানাবেন

  • @tarunkantisarkar6927
    @tarunkantisarkar6927 2 місяці тому

    স্যার আমার মা প্রায় ১বছর যাবৎ হাটতে পারেনা,কোমর ব্যথা এবং ডান হাটু একদম অবশ।দাড়াতে পারেনা ঠিকমত।এই ব্যায়ামটা কি করবে?

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  2 місяці тому

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @user-em9sp2in7w
    @user-em9sp2in7w 2 місяці тому

    একমাস আগে আমার বিবি হাতে স্যালাইন দিছিলো যেই জায়গায় স্যালাইন দিছিলো সেই জায়গায় হটাৎ সিনসিনায় ও ব্যাথা করে ব্যাথাটা হাতের কনুই পর্যন্ত চলে যায় এই ব্যাথাটা কিসের থেকে

  • @sobujhossen6280
    @sobujhossen6280 Рік тому

    আমি দীর্ঘ ৪ বছর ধরে ডান পা সহ হালকা মাঝা ব্যাথার সমস্যায় ভুগতেছি,,

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার ৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি ইন শাহ ল্লাআহ উপকৃত হবেন ।

  • @mnuman5659
    @mnuman5659 Рік тому

    স্যার আমি আপনার ভিডিও দেখে পেট্টিস করছি। তা একদিনের মাথা আমি সুফল পেয়েছি। ধন্যবাদ স্যার আপনাকে।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল Subscribe ▶️ua-cam.com/users/ProfessorDrAltafSarker করুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহপাক আমাদের সকলকেই ভালো কাজ করার যা যা দান করুন। আমিন।

    • @MonaLisa-yl6zl
      @MonaLisa-yl6zl Рік тому

      @@ProfessorDrAltafSarker llLlpopplqqpA
      pqlapQwl

  • @sksohel4764
    @sksohel4764 Рік тому

    আসসালামুয়ালাইকুম আমার কুচকি থেকে হাঁটুর মাঝখানে মাংস চাপ দিলে পায়ে ব্যথা পায়ে হাটাতে ব্যাথা এর সমাধান কি

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু।

  • @nazmulhoque8615
    @nazmulhoque8615 Рік тому

    স্যার আমার ডান পা কোমর থেকে নিচ ব্যাথা করে যখন রুকু করি তখন টান লাগে
    আর যখন নামাজে বসি তখন ডান হাটুর পিছনে ব্যাথা করে উঠতে টান লাগে কিন্তু হাটু তে কোনো ব্যাথা নাই হাটুর পিছন থেকে নিচ পযন্ত টান টান ব্যাথা লাগে আর দাঁড়িয়ে এক থেকে দুই মিনিট থাকতে পারি না পায়ের গোড়ালি ব্যাথা ধরে যায় এবং হাত পা সবসময় ঝিম ধরে রাতে ঘুমা যায় না

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যে কষ্ট তা সাধরণত কোমরের সমস্যার কারণে কিংবা কোমর থেকে উৎপত্তি হয়ে হাঁটু ও পায়ের নিচে কষ্ট হয় বা অবশ অবশ ভাব, জ্বালাপোড়া অনুভূতি কিংবা ব্যথা হয়। সুতরাং কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে সেই কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এছাড়াও রয়েছে নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা ফিজিক্যাল পরিক্ষা আছে। ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে কোমর ব্যথা চলে যাবে ইন শাহ আল্লাহ । কোমর থেকে দুই পায়ে ব্যথার এক্সারসাইজ yt2.pics.ee/BRNDC ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

  • @rawshanaramullicksantona1750

    আসসালামু আলাইকুম ডঃ সাহেব । আমি ২০১৬ থেকে রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগছি । আমি এই অসুখের জন্য নিয়মিত ঔষধ খাচ্ছি । কিন্তু গত বছর মানে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ঔষধ ছেড়ে দেওয়ার পর , ২০২২ সালে আমার কোমর ব্যাথা চরম আকার ধারন করে। বাম দিকের কোমরে ব্যাথা। তারপর আমি আবার ওই ডাক্তারের স্মরনাপন্ন হই , তো ওনি আমাকে আবার ঔষধ দেন । আমি ঔষধ সেবন করছি প্রায় তিন মাস , তো এতে যেটা হলো , ব্যাথা তুলনা মুলক ভাবে এখন কম , কিন্তু আমি হাঁটলে ব্যাথাটা হাঁটুর নিচে নেমে আসে , পা ভারি হয়ে যায় , এবং পা ঝিনঝিন করে । পায়ে যখন ব্যাথা হয় আমি তখন সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ে হাঁটতে থাকি। আমি আপনার সাথে সাক্ষাত করতে চাই , কিন্তু নাম লিখানোর জন্য কল করলে কেউ কেউ ধরেন , কিন্তু সিরিয়ালে নাম লিখেন
    না । ফোনটা কেটে দেন । তাই অপারগ হয়ে এত গুলো কথা লিখলাম ।আমার ঘাড়েও ব্যাথা আছে । আপনার ভিডিওতে দেখান ব্যায়াম গুলো করি । কিন্তু সাময়িক ভাবে কমে ,
    আবার পুনরায় যেমন ছিল তেমনই থাকে ।
    ধন্যবাদ ডাক্তার সাহেব ।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @MdAbbas-e2k
    @MdAbbas-e2k 19 днів тому

    Sir afner number ta dao amer name abbas amer pochur komur beta 😢😢

  • @BaschuBaschu
    @BaschuBaschu Рік тому

    আসসালামু আলাইকুম ,স্যার আমার দীর্ঘদিন ধরে কোমর ব্যাথা আমি কিছু খন হাটাচলা করলে খুব সমস্যা হয় মনে হয় যে ওখানে কেঁদে দেই স্যার আমার করণীয় কি

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার ৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

  • @user-cy2xl7jj2i
    @user-cy2xl7jj2i 10 місяців тому

    আচ্ছালামুয়ালাইকুম,স্যার আমি তো গর্ভবতী মহিলা, কিন্তু মাজ রাতে আমার বেশী ডান পা আর মাথা ব্যথা হয়,,, কিন্তু স্যার আমি হিফজ খানায় চাকরি করি,,,, কিন্তু এই ব্যথা গুলোর জন্য আমি তাহাজ্জুদ ও পড়তে পারি না,,দয়া করে আপনি কোন দোয়া এবং পরামর্শ দিলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব,,

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  10 місяців тому

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @MdAkbar-hq8so
    @MdAkbar-hq8so Рік тому

    আসসালামু আলাইকুম, স্যার আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকবর (২২)বলছি,
    কিভাবে আপনার থেজে অনলাইনে চিকিৎসা নিতে পারি? একটু জানাবেন। আর যদি সাক্ষাৎ করা কঠিন হয় তাহলে আমি কমেন্ট এ আমার সমস্যার কথা বলতে পারব কি না দয়া করে একটু জানাবেন।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      আপনাকে স্বাগতম।
      চেম্বারের নাম: প্রফেসর আলতাফ হোসেন সরকার
      ঠিকানা:: ৪৪/৮, পশ্চিম পান্থপথ, ঢাকা(সমরিতা হাসপাতালের বিপরীত পার্শ্বে)।
      * সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করুন ☎ 01765 668846 এই নাম্বারে। ফোন করার সময়ঃ সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। অথবা উক্ত নাম্বারে Appointment লিখে SMS করুন।
      রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং সন্ধা ৭ টা থেকে রাত ৯ টা
      ভিজিটিং ফি: ৮০০ টাকা।

  • @supornasharma3487
    @supornasharma3487 Рік тому

    নমস্কার স্যার, আমার ডান পায়ের হাঁটুর নিচে মাজার‌ ভিতরে ব্যাথা পা ভার হয়ে যায় পায়ের নিচে কিছু দিলে পা উপরে তুলে রাখলে ভালো লাগে,বয়স 40।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। হাঁটু ব্যথা বেশ কমপ্লিক্যাটেড অসুস্থতা। চিকিৎসার পূর্বে হাঁটুর পরিক্ষা করে বের করতে হবে কি কারণে আপনার এই কষ্ট হচ্ছে।হাঁড়ের ব্যথা, মাসেল-এর ব্যথা, টেনডনের ব্যথা,কোয়ার্ডিসেফ এক্সপানশন এর ব্যথা, লিগামেন্ট এবং মিনিস্কাস এর ইত্যাদি স্ট্রাকচারে সাধারণত কষ্ট হয়। এছাড়াও হাঁটুর রেঞ্জ কমে যেতে পারে। সঠিক পরিক্ষার মাধ্যমে বের করতে হবে কি কারণে বা কোন স্ট্রাকচার অসুস্থ।সঠিক চিকিৎসার মাধ্যেমে ঐ কারণ সারিয়ে দিতে পারলে আপনার কষ্ট চলে যাবে ইন শাহ আল্লাহ।

  • @sabinayeasmin1641
    @sabinayeasmin1641 Рік тому

    আপনার দেখানো ব্যায়াম আমি করতে পারি এবং ব্যাথা কমে। আমার বয়স ৪৮, ওজন৬৭,উচ্চতা ৫'.৩"। ডান পা থেকে কমর পর্যন্ত ব্যাথা।মুলত সারা শরীর টিপে দিলে আরাম পাই।আমার রেগুলার ওষুধ মনাস১০আর প্রিবালিন২৫।এ দুটোতে মোটামুটি সুস্থ থাকি। আমি দাঁড়িয়ে নামাজ পরতে চাই এবং পড়ার চেষ্টা করি বেশির ভাগ সময়। আমার সমস্যা কি এতে বাড়বে? আমার বাসা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যে কষ্ট তা সাধরণত কোমরের সমস্যার কারণে কিংবা কোমর থেকে উৎপত্তি হয়ে হাঁটু ও পায়ের নিচে কষ্ট হয় বা অবশ অবশ ভাব, জ্বালাপোড়া অনুভূতি কিংবা ব্যথা হয়। সুতরাং কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে সেই কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এছাড়াও রয়েছে নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা ফিজিক্যাল পরিক্ষা আছে। ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে কোমর ব্যথা চলে যাবে ইন শাহ আল্লাহ । কোমর থেকে দুই পায়ে ব্যথার এক্সারসাইজ yt2.pics.ee/BRNDC ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

  • @lamialabiba488
    @lamialabiba488 4 місяці тому

    আগনার নামবার টা দেয় যাবে

  • @rahmatullamolla1143
    @rahmatullamolla1143 Рік тому

    আসসালামুআলাইকুম আমার ডান পায়ের হাঁটুর ডানদিকে খুব ব্যাথা হয় এখন আমি কি করব?

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। হাঁটু ব্যথা বেশ কমপ্লিক্যাটেড অসুস্থতা। চিকিৎসার পূর্বে হাঁটুর পরিক্ষা করে বের করতে হবে কি কারণে আপনার এই কষ্ট হচ্ছে।হাঁড়ের ব্যথা, মাসেল-এর ব্যথা, টেনডনের ব্যথা,কোয়ার্ডিসেফ এক্সপানশন এর ব্যথা, লিগামেন্ট এবং মিনিস্কাস এর ইত্যাদি স্ট্রাকচারে সাধারণত কষ্ট হয়। এছাড়াও হাঁটুর রেঞ্জ কমে যেতে পারে। সঠিক পরিক্ষার মাধ্যমে বের করতে হবে কি কারণে বা কোন স্ট্রাকচার অসুস্থ।সঠিক চিকিৎসার মাধ্যেমে ঐ কারণ সারিয়ে দিতে পারলে আপনার কষ্ট চলে যাবে ইন শাহ আল্লাহ।

  • @mdmohin8673
    @mdmohin8673 3 місяці тому

    Tumhara hamara

  • @mdmerajulislam4906
    @mdmerajulislam4906 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার,
    আমি ১৬ বছরের ছেলে, ক্লাস ১০ এ পড়ি।
    আমার মেরুদণ্ড এর মাঝের রগ টাতে পবলেম হয়েছে। আঘাত পাওয়ার জন্য মেরুদণ্ডের হাড় রহে চাপ দিচ্ছে। আমি এম আর আই করেছি।বগুড়া পপুলার থেকে ডাঃ মহিউদ্দিন আসলাম কৌশিক স্যার এর থেকে টিটমেন্ট নিচ্ছি বাট কোন উপকার হচ্ছে না।আমার ডান পা অবস লাগে ভালোভাবে হাটতে পারি না।পা চিনচিন করে, ৬ মাস হলো আমার এমন সমস্যা। আমাকে কিছু ডিরেকশন দিলে খুব উপকৃত হতাম।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @gjffchg2466
    @gjffchg2466 Рік тому

    ❤❤❤❤❤❤

  • @rumanaislamrumanaislam3125
    @rumanaislamrumanaislam3125 Рік тому

    Sir ami akjon student,amar age 22,ami 1 years dore back pain a suffer korteci.Amar painta kumorer dan dik thek dan paye shift kore.Akhon amk MRI dice Akhon MRI te asce r8 sider nurve bloc hoye gase dr amk auperation korte bole. Sir amar samne 3rd yearer final exam

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার ৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি ইন শাহ ল্লাআহ উপকৃত হবেন ।

  • @NazrulIslam-fl7lk
    @NazrulIslam-fl7lk Рік тому

    Sir amar Dan paye prochondo lage kunu din bam payeo batha kore kintu ektai paye lage onek sojjo kora jay na

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যে কষ্ট তা সাধরণত কোমরের সমস্যার কারণে কিংবা কোমর থেকে উৎপত্তি হয়ে হাঁটু ও পায়ের নিচে কষ্ট হয় বা অবশ অবশ ভাব, জ্বালাপোড়া অনুভূতি কিংবা ব্যথা হয়। সুতরাং কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে সেই কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এছাড়াও রয়েছে নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা ফিজিক্যাল পরিক্ষা আছে। ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে কোমর ব্যথা চলে যাবে ইন শাহ আল্লাহ । কোমর থেকে দুই পায়ে ব্যথার এক্সারসাইজ yt2.pics.ee/BRNDC ভিডিওটি দেখুন ইন শাহ আল্লাহ উপকৃত হবেন ।

  • @rumanaislamrumanaislam3125
    @rumanaislamrumanaislam3125 Рік тому

    Sir ami apnar kase aste chsy

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @mdnajmulhouqe5671
    @mdnajmulhouqe5671 Рік тому

    স্যার আসসালামুলইকুম। LIVE a আমি আপনার সাথে কি ভাবে কথা বলবো এর আগেও আমি আপনাকে মেসেঞ্জে কথা বলছি আমার কোমর ব্যাথা আজ এক বছর আমি অপরেশ ও করেছি কিন্তুু সুস্থ হয়নি আমাকে কয়একটা ব্যয়াম করতে বলেছিলেন আমি সে ব্যয়াম করেছি তাতে কিছু ফল পাইনি ব্যয়াম করলে ব্যাথা আরও বাড়ে আমি আর অপরেশ করতে চাই না আমি LIVE A আপনার সাথে কথা বলতে চাই করে বলবো যদি একটু বলতেন আমি বড় কষ্টে আছি ঠিক মত হাঁটতে পারি না কনো কাজ করতে পারিনা বসে থাকতেও পারিনা কোমর সোজা করে হাঁটতে বা দারাতে পারিনা

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার ৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

  • @user-lh1sy9gc9q
    @user-lh1sy9gc9q Рік тому

    সার আমার রাতে প্রচুর ব্যাথা করে বা পায়ে একটি সলিউশন দেন প্লিজ প্লিজ প্লিজ

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому +1

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

    • @user-lh1sy9gc9q
      @user-lh1sy9gc9q Рік тому

      স্যার আপনার চেম্বারটা কোথায়

  • @zoomstudio6142
    @zoomstudio6142 2 місяці тому

    Babohar valo na

  • @NazrulIslam-fl7lk
    @NazrulIslam-fl7lk Рік тому

    Riply 😢😢😢😢😢 please sir

  • @mdesmail5780
    @mdesmail5780 Рік тому

    স্যার আমি আপনার ভিডিও গুলি দেখি। এবং ভালো লাগে। আমার আম্মুর আজ থেকে 3 মাস ধরে দাঁড়ায় বেথ্যা ছিলো। ডক্টর দেখানোর পর কিছুটা ভালো ছিলো। কিন্তু এখন আবার এই বেথ্যাটা বুকের খাচার নিচে আসছে
    । স্যার দয়া করে একটু বলবেন কি করবো। স্যা আমরা গরীব অনেক টাকা ডক্টর কে দিয়েছি স্যার।plz plz

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому +1

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

    • @mdesmail5780
      @mdesmail5780 Рік тому

      আমার বাসা বেনাপোল সীমান্তে এইখানে ডক্টর দেখাইছি। তখন বেথ্যা টা ছিলো দাড়াই এখন এখন বেথ্যা শুধ নরাচারা করে।

  • @mdrejowannfc9546
    @mdrejowannfc9546 Рік тому

    স্যার আমি বাহারাইন আছি
    মাচ কোম্পানি তে কাজ করি
    মাব কাটিং করি দাডিয়ে
    আমার পিটে ব্যাথা আগুনের মত জলে
    ঘাড় ব্যাথা করে জির জির করে

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পিঠ ব্যথার ব্যয়াম | পিঠ ব্যথার কারণ ও প্রতিকার |
      ua-cam.com/video/lL8SO6Pmvb8/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

  • @luthfayeasmin7286
    @luthfayeasmin7286 Рік тому

    স্যার আসসালামু আলাইকুম আমার সিজারের পর আজ ৮মাস য়াবত কোমর ব্যাতা করে, ব্যাতা গুলি সকালেগুম থেকে ওঠার পর বেশি হয় আর ছিয়ারে বসলে পা নিছের দিখে কর দিলে ডান পা এর গুরালি পেছনের রগ টা বেশি ব্যাতা করে টান টান লাগে, স্যার দয়া করে সামাদন দেখাই দেন স্যার।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому +1

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার ৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন আশাকরি উপকৃত হবেন ।

    • @luthfayeasmin7286
      @luthfayeasmin7286 Рік тому

      স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা রিপলাই দেওয়ার জন্য, আসলে স্যার আমার কোমর ব্যতা হলো হটতে বসতে চলা পিরা করতে লাগে না, শুধু সকালে গুম থেকে ওঠার পর সম্পন্ন কোমর পিট সাথে ডান পায়ের গুরালি পয়ার্ন্ত ব্যাতা করে স্যার আমি কি করতে পারি দয়া করে আমাকে হেল্প করলে।

  • @supornasharma3487
    @supornasharma3487 Рік тому

    বসে থাকলে ব্যাথা লাগে, তিন চার মাস হয়ে ছে।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      বসে থাকলে কোমর ব্যথা হলে কি করবেন | Sitting Posture to Reduce Back Pain in Bangla ua-cam.com/video/xrW2cdmISP0/v-deo.html

  • @user-sb3jd1rz8o
    @user-sb3jd1rz8o 6 місяців тому

    আমার বেতা কমরে

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  6 місяців тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করতে হবে। কোমর ব্যথার অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো বের করতে হবে কেন এবং কোন স্ট্রাকচার অসুস্থতার জন্য কোমর ব্যথা হচ্ছে। যেমন- কোমরের অনেক মাংস আছে। কোমরের কোন মাংস অসুস্থ বা কোন টেনডন অসুস্থ এবং নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটার, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির অসুবিধার কারণে ব্যথা হয়। এছাড়াও মাংসের দূর্বলতা, ইলিয়াম এর আপস্লিপ এবং ভঙ্গি/পোশ্চার-এর অসুবিধার জন্য ব্যথা হতে পারে। এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা পরিক্ষা আছে । ঐ পরিক্ষার মাধ্যেমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচার কে সঠিক চিকিৎসা দিলে আশা করি কোমর ব্যথা চলে যাবে ইন শাহ ল্লাআহ।
      কোমর ব্যথার৭টি ব্যয়াম।ua-cam.com/video/Jp4sBcSOzT4/v-deo.html ভিডিওটি দেখুন ইন শাহ আল্লাহ উপকৃত হবেন ।

  • @IndianJCBVideo
    @IndianJCBVideo Рік тому

    Ami khub dukkhito sar ami amar comenter kuno uttor pelam na 😭😭😭😭😭

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому +1

      আমাদের সেবাঃ ব্যথা নিরাময়ে অপারেশনবিহীন অত্যাধুনিক চিকিৎসা।
      ব্যথা কষ্ট নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে লিখুন

    • @IndianJCBVideo
      @IndianJCBVideo Рік тому

      @@ProfessorDrAltafSarker kaku amar payer goralir joyenter okhane betha 1 bojhor hoyegelo jot legechilo lorir upor theke pore tar ki kuno upaye ache thakle bolo please

  • @SaifulIslam-yx4ec
    @SaifulIslam-yx4ec Рік тому

    স্যার আপনার নাম্বার টা দেয়া জাবে

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

  • @nasrindayna3531
    @nasrindayna3531 Місяць тому

    স্যার, প্রায় ৬ মাস যাবত আমার হাটু তে ব্যথা। ৩ মাস যাবত আবার পায়ের পিছনের মাংস পেশিতে প্রচন্ড ব্যথা। সোজা হয়ে হাটতে পারছি না। সকল কাজ ব্যহত হচ্ছে৷ অনেক অষুধ খাচ্ছি কিন্তু কোনো সমাধান হচ্চেনা।প্লিজ স্যার আমাকে সমাধান দিন।

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Місяць тому

      ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। হাঁটু ব্যথা বেশ কমপ্লিক্যাটেড অসুস্থতা। চিকিৎসার পূর্বে হাঁটুর পরিক্ষা করে বের করতে হবে কি কারণে আপনার এই কষ্ট হচ্ছে।হাঁড়ের ব্যথা, মাসেল-এর ব্যথা, টেনডনের ব্যথা,কোয়ার্ডিসেফ এক্সপানশন এর ব্যথা, লিগামেন্ট এবং মিনিস্কাস এর ইত্যাদি স্ট্রাকচারে সাধারণত কষ্ট হয়। এছাড়াও হাঁটুর রেঞ্জ কমে যেতে পারে। সঠিক পরিক্ষার মাধ্যমে বের করতে হবে কি কারণে বা কোন স্ট্রাকচার অসুস্থ।সঠিক চিকিৎসার মাধ্যেমে ঐ কারণ সারিয়ে দিতে পারলে আপনার কষ্ট চলে যাবে ইন শাহ আল্লাহ।

  • @hesabmallick8363
    @hesabmallick8363 Рік тому +1

    Sir please apnar WhatsApp number ta dan Ami India theke,Ami apnar songe kotha bolte chai amar dicker problem ache plz

    • @ProfessorDrAltafSarker
      @ProfessorDrAltafSarker  Рік тому

      আপনার যে কষ্ট তার জন্য অনলাইন প্রেসক্রিপশন তেমন উপকার হবেনা।
      * আপনি নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি চাইলে আমাকেও দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে সাক্ষাতের জন্য এ্যাপোয়েন্টমেন্ট পেতে কল করবেন ☎ 01765668846 এই নাম্বারে। আমার অত্যাধুনিক চিকিৎসা আপনার বর্ণিত কষ্ট মুক্ত করবে ইনশাহআল্লাহ।

    • @mithilaakter8761
      @mithilaakter8761 10 місяців тому

      Zazakalla