আচার্য শঙ্কর এবং ভারতবর্ষের মুক্তি সংগ্রাম -পর্ব-১

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 1

  • @debabratadas9704
    @debabratadas9704  2 місяці тому

    👆ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি এই প্রশ্নের জবাবে প্রায় সবাই সিপাহী বিদ্রোহের ঘটনাকেই উল্লেখ করেন। এই তথ্য সঠিক নয়। এই ঘটনার বহুপূর্বে ভারতবর্ষের মুক্তি সংগ্রামের বিশাল পটভূমিকা সূচিত হয়েছিল। এবং তার পেছনে রয়েছে আচার্য শঙ্করের গভীর প্রভাব। আচার্য শঙ্করের বিস্তৃত গভীর তাৎপর্যবাহী কর্মধারাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ তথা বিশ্লেষণ করলে বোঝা যায়, কি গভীর দূরদৃষ্টি দিয়ে তিনি ভারতবর্ষের ধর্মীয় তথা বিশাল জাতীয় পরিসরকে একসূত্রে গ্রথিত করেছেন।কেবল বৌদ্ধ কিংবা মীমাংসকদের বিরুদ্ধে তাঁর ধর্মযুদ্ধ নয়; আগামী ভবিষ্যতেও সনাতন ধর্ম এবং এই দেশের মানুষ যাতে বহি:শত্রুর মোকাবেলা করে সর্বতোভাবে নিজেকে , তার ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে পারে তারই অনন্য পরিকল্পনা অপূর্বভাবে তাঁর কর্মে, চিন্তায় পরিলক্ষিত হয়। সেই ইতিহাস আজো ভারতবর্ষের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় অনুপস্থিত।
    এই বিষয়টি নিয়ে কথা বলতে হলে প্রথমেই আমাদের নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে, আচার্য শঙ্করের সমগ্র ভারতবর্ষ পরিব্রাজন এবং মঠ স্থাপনের কার্যধারা। এর পেছনে আচার্যের যে সুগভীর পরিকল্পনা ও দূরদৃষ্টি রয়েছে সেটি সঠিকভাবে বুঝতে হবে। তাহলে ধীরে ধীরে বুঝতে পারবো কেবল আধ্যাত্মিক মুক্তির পথপ্রদর্শক নন্, রাষ্ট্রীয় মুক্তি তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাঁর অসামান্য প্রভাব কোন মাত্রায় আজো রাজনৈতিক ক্ষেত্রে বর্তমান। কথা বাসরের ২৭ তম পর্ব,
    "'ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আচার্য শঙ্করের প্রভাব'' এই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত বা ভূমিকা ।আগামী কয়েকটি পর্বে ক্রমান্বয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে 🌷