বেদ উপনিষদীয় জ্ঞান -কর্ম-ভক্তি এবং ভাগবত ধর্ম

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 2

  • @debabratadas9704
    @debabratadas9704  Місяць тому +1

    দক্ষিণ ভারতের শৈল শহরে বসবাসকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অন্তিম পর্ব। আগামী আলোচনা যথাপূর্বম্ পূর্বদেশ হতে 🙏

  • @debabratadas9704
    @debabratadas9704  Місяць тому +1

    👆
    "অবসরের কথা-বাসরে"র -৪৫ তম তথা দক্ষিণ ভারতের বিভিন্ন শৈল শহরে অবস্থানরত বিচিত্র বিষয় নিয়ে যে দীর্ঘ আলোচনা নানান সভায়, সম্মেলনে এবং ব্যক্তিগত ভাবে করা হয়েছিল এটি তার শেষতম পর্ব।
    বেদ বৈঠক পর্যায়ে আমরা মন্ত্র এবং বিশেষ করে বেদের মধ্যে ব্রাহ্মণের তাৎপর্য ও গুরুত্বের কথা চার-পাঁচটি পর্বে করেছি। ব্রাহ্মণ অংশ হতে পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় কিভাবে প্রস্ফুটিত হয়েছে, সেই আলোচনা যেমন করা হয়েছে, তেমনি যুগের পরিবর্তনের ফলে মানুষের দৈহিক ও আত্মিক শক্তি হ্রাস পাবার সঙ্গে সঙ্গে তার সাধনার ধারায় পরিবর্তন লক্ষ্য করা যায়। সুদীর্ঘ কঠিন যাজ্ঞিক কর্মাদি নির্বাহ করার ক্ষমতা বিভিন্ন কারণে হ্রাস পায়। কর্ম ক্রিয়াদি হতে জ্ঞান কান্ডে মানুষ আশ্রয় নেয়। কালের গতিতে অন্নগত প্রাণ এই বিপুল গভীর জ্ঞানকান্ডের ঔপনিষদিক ধারণাও করতে অসমর্থ হয়ে পড়ে। মজ্জা-অস্থির সামর্থ্য হারিয়ে পূর্ব মীমাংসার বিকৃত আচরণ যেমন সমাজে প্রচলিত হয়েছিল তেমনি উপনিষদের মর্মকথার ভুল ব্যাখ্যা ও প্রয়োগও সমাজে আরম্ভ হয়েছিল। বিকৃত হীন ক্রিয়াকর্মের ও জ্ঞান কান্ডের অপব্যাখ্যা, অপব্যবহার হতে সমাজ ও মানুষকে রক্ষা তথা উদ্ধার করার জন্যই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কর্ম-জ্ঞান-ভক্তি সমন্বয়ী ভাগবত ধর্মের প্রচলন করেন।
    এই ধর্ম প্রসঙ্গ নিয়েই আজকের আলোচনা।
    👆প্রচারিত হবে আজ রাত আটটায়
    একটি ঘোষণা:
    সামান্য বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসবো "ভারত কথার গ্রন্থি মোচন" এবং "রামায়ণী ফল্গুধারা"র বিভিন্ন পর্বে 🌷