স্বদেশে বিদেশে অভেদানন্দ || Dr. Tarun Goswami | Ramakrishna Vedanta Math | Pranaram Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • 11/04/2021,
    বক্তা- তরুণ গোস্বামী।
    বিষয়- স্বদেশে বিদেশে অভেদানন্দ।
    স্হান- রামকৃষ্ণ বেদান্ত মঠ।
    পঠন-পাঠন অভেদানন্দের বিশেষ বিষয় ছিল।
    হত দারিদ্রের মধ্যে ও পঠন-পাঠন বিশেষ গুরুত্বপূর্ণ।
    ভারতীয় দর্শনে- পঠন-পাঠন উৎসবে পরিণত হয়ে যায়।
    উপনিষদ পঠন-পাঠন আপনাকে ভয় শূন্য হতে শেখায়।
    ঈশ্বরীয় কথা মানে এই জগৎ থেকে মনকে তুলে নেওয়া।
    আলোচনা, পঠন-পাঠন মনকে উর্দ্ধে তুলে ধরা যায়।
    সেবার মধ্যে দিয়ে নিজেকে উপলব্ধি করা যায়।
    যে সভ্যতা মানুষকে কাছে আনে না, ভোগে থাকে, সে সভ্যতা বেশী দিন স্থায়ী হয় না।
    জীবনকে ভালবাসতে শিখিয়েছে স্বামীজি।
    প্রতিদিন মৃত্যু ভয়ে একটু একটু করে পিছিয়ে পড়ছি আমরা।
    পঠন-পাঠনে আত্মবিশ্বাস শুরু হয়।
    বিগ্রহ ব্যভিচার করে না।
    সেবার মধ্যে দিয়ে নৈকট্য তৈরী করা যায়।
    ভেতরের আলো জ্বলে না ওঠে তবে এই সভ্যতা থেমে যায়।
    এখন মোবাইল আক্রান্ত সাধু থেকে গৃহী মানুষ জন।
    আমরা মনের চর্চা করি না, বুদ্ধির চর্চা বেশী করি। মনের চর্চা করলে মানুষ নিজেকে খুঁজে পায়।
    যারা জড় সভ্যতায় বড় হয়, তারা জীবন সুন্দর করতে পারে না।
    আত্মাধ্যিকতা মানে একটা বোধ,সেটা পূঁজাচর্চা নয়।
    অসুস্থ মানুষের জন্য সমবেত ভাবে প্রার্থনা করলে, অসুস্থ মানুষ টি যন্ত্রণা থেকে মুক্তি পায়।
    প্রত্যেকটি ক্ষন স্বামীজি মানুষের উন্নতির কল্পে নিজেকে নিয়োজিত করেছিলেন।

КОМЕНТАРІ • 24

  • @rubym19
    @rubym19 25 днів тому +2

    খুব ভালো লাগলো আপনার এই সুন্দর উপস্থাপনা. জয় রামকৃষ্ণ জয় মা জয় স্বামী বিবেকানন্দ. 🙏🙏

  • @sumitabasu3783
    @sumitabasu3783 14 днів тому

    প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি 🙏🙏🙏
    তরুণ বাবু কে আন্তরিক শ্রদ্ধা জানাই 🙏

  • @monalisasengupta7893
    @monalisasengupta7893 28 днів тому +4

    যত শুনি ঋদ্ধ হই 👏👏

  • @jayshreemazumder566
    @jayshreemazumder566 27 днів тому +1

    Khub sundar explain kor len . Tarun Babu dhannabad . Joy Thakur Joy ma Joy Swamiji.

  • @Babusur1968
    @Babusur1968 28 днів тому

    অসাধারণ বক্তব্য। ভাব গ্রহণ করতে হবে। জৌলুস নয়।

  • @amitlahiri8293
    @amitlahiri8293 28 днів тому

    Jai Thakur❤❤❤❤❤ Jai Satyanarayan❤❤❤❤❤ Jai Maa Saroda❤❤❤❤

  • @subhasranjanmisra8910
    @subhasranjanmisra8910 28 днів тому +4

    ঠাকুর মা স্বামীজী‌ ও পরমপূজনীয় শ্রীমৎ অভেদানন্দজী মহারাজের চরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ ভুলুন্ঠিত প্রনাম নিবেদন করি।

    • @kalyanpal1371
      @kalyanpal1371 24 дні тому

      Khub sundor onudhyan
      Jay Thakur, Jay Ma, Jay Swamiji, 15 Tyagi Shantan, Jay Gurudeb.

  • @arunchatterji4728
    @arunchatterji4728 26 днів тому +1

    সশ্রদ্ধ প্রণাম জানাই তরুন বাবু কে।ঠিক এই ভাবে রামকৃষ্ণ ও স্বামীজীর কথা আপনি প্রচার করুন। 👏

  • @BarunKumarRoy-yl3dc
    @BarunKumarRoy-yl3dc 28 днів тому +3

    ঠাকুর প্রণাম🌹🌹🙏🙏, জগজ্জননী মা প্রণাম🌺🌺🙏🙏, স্বামী বিবেকানন্দ মহারাজ প্রণাম🌹🌹🙏🙏, শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ প্রণাম🌹🌹🙏🙏, স্বামী অভেদানন্দ মহারাজ সম্বন্ধে এত সুন্দর বিশ্লেষণ করে বলেন, শুনে মুগ্ধ হয়ে গেলাম। শ্রদ্ধেয় ড: তরুণ গোস্বামী ও প্রাণারাম চ্যানেলের কর্ণধার শ্রদ্ধেয় পবিত্র কুমার সুর মহাশয়দেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। 🙏🙏

  • @makhanlaldas2854
    @makhanlaldas2854 28 днів тому

    নমস্কার স্যার জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি

  • @simasingharoy9849
    @simasingharoy9849 27 днів тому +1

    🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌼

  • @subhasranjanmisra8910
    @subhasranjanmisra8910 28 днів тому +1

    শ্রদ্ধেয় শ্রী তরুণ গোস্বামী কে আমার হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা ও নমষ্কার জানাই।

    • @alokabanerjeehbanerjee5754
      @alokabanerjeehbanerjee5754 28 днів тому

      শ্রদ্ধেয় শ্রী তরুণ গোস্বামী মহাশয় কে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই

  • @tumpabhattacharya8150
    @tumpabhattacharya8150 25 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @shyamalibanerjee7868
    @shyamalibanerjee7868 28 днів тому +1

    Asadharan laglo sunte joy thakur joy maa joy swamiji

  • @amitlahiri8293
    @amitlahiri8293 28 днів тому

    Invigorating sermon. Regards❤❤❤❤❤

  • @anitadas8774
    @anitadas8774 28 днів тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @namitasengupta1465
    @namitasengupta1465 28 днів тому

    Joy thakur joy maa joy Swamiji.Pronam Swami Avedanandaji maharaj.

  • @prasantazamadar6636
    @prasantazamadar6636 17 днів тому

    Tarun da sarat maharaj geenani balun

  • @chandanchakroborty7349
    @chandanchakroborty7349 28 днів тому +3

    বক্তব্য তো স্বামীজী ও নিবেদিতাকে নিয়েই, অভেদানন্দ স্বামী র ব‍্যাপারে খুবই কম। তাহলে শিরনাম টি স্বদেশে বিদেশে অভেদানন্দ কেন দেওয়া হলো বোধগম্য হলো না।

    • @sudiptabhattacharyya3833
      @sudiptabhattacharyya3833 15 днів тому

      ঠিক বলেছেন। এনারা স্বামীজী ছাড়া আর কিছুই জানেন না। এদের limitation এখানেই।

  • @subhasranjanmisra8910
    @subhasranjanmisra8910 28 днів тому +1

    শ্রদ্ধেয় শ্রী পবিত্র কুমার সুরমহাশয়কে আমার হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা ও নমষ্কার জানাই।