এই গানটা হাশিম ভাঈয়ের অনবদ্য এক সৃষ্টি, প্রথম যেদিন শুনেছিলাম সেদিনই গানটার প্রেমে পরে যায় , তারপর থেকে নিয়মিত শুনি গানটি, ধন্যবাদ এমন সুন্দর গানের জন্য ❤️ সেই সাথে বাউলাকেও ধন্যবাদ , এই গানটা সবচাইতে সুন্দর করে আমাদের মাঝে নিয়ে এসেছে তারা
অপূর্ব। এপার বাংলা থেকে শুনছি।এ তো একান্তই বাঙালির গান ,বাংলা গান।রবিঠাকুর কাজী সাহেবের লালন ফকিরের আব্বাসউদ্দিন এর বাংলার গান। আপনাদের মাধ্যমে তা প্রবাহিত হোক নতুন প্রজন্মের কাছে। এই গানের রচয়িতা ও মূল শিল্পীর কন্ঠেও গান টা শুনেছি। তখনই ভালো লেগেছে,আপনাদের কন্ঠে যেন নতুন প্রাণ পেলো গানটা। ধন্যবাদ।
প্রতিটি কথা এক একটা উপন্যাস। হাশিম মাহমুদ ভাই, আমার চোখে জল আনলেন। আমি আজ অঝোরে কাঁদলাম। জানতাম আপনি বিখ্যাত। তবে এই মাত্রায় বুঝতে পারি নি। আপনি বেঁচে থাকবেন অনন্তকাল। আমার সালাম জানবেন হাশিম মাহমুদ
এত সুন্দর গান। কাল রাতে প্রথম শুনলাম। এর পর সেই শোনা আর থামছেনা। এই গান এর আগে শুনলাম না কেনো? আফসোস। বাউলার জন্য অফুরন্ত ভালোবাসা। আপনারা আরো বেশি বেশি গান করুন!
আহা 😇😇 এই গান অনেক আগে একবার শুনেছিলাম...শুধু গানের মধ্যের দু-তিন লাইন মনে ছিলো..অনেক খুঁজেছিলাম কিন্তু গানটা পাই নাই..আজ হঠাৎ ইনস্টাগ্রামে গানের দুই লাইন দেখে এক মুহুর্তও দেরী না করে শুনতে চলে আসছি ❤️❤️ আহা শান্তি.. প্রিয় গান ❤️..আর কখনো ভুলা হবে না..সবসময় মনে থাকবে ❤️✌️
❤️, কাটাতার ভেঙে দিয়ে যদি কোনোদিনও আবার ভারত বাংলাদেশ দুই দেশকে এক করে দেওয়া যেত,দুই বাংলাকে এক করে দেওয়া যেত! ভালোবাসা সমেত এক ভারতীয় বাঙালির শুভেচ্ছা রইলো...
সবকিছু তে আবেগ খাটে না ভাই। আমাদের পরাধীন থাকার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। একটা স্বাধীন দেশ কখনও পরাধীনতা স্বীকার করবে না। যদি ভারত পশ্চিমবঙ্গ কে কখনও স্বাধীনতা দেয় আর দুই বাংলা মিলে একটা স্বাধীন দেশ গঠন করা যায়, সেটা সুন্দর হবে। কিন্তু বাংলাদেশ যদি ভারতের অধীনতা স্বীকার করে তবে বাঙালি সংস্কৃতি আরও বেশি আগ্রাসনের স্বীকার হবে।
@@siamhossen5832 না না অধীন হতে বলিনি,কখনই বলতে পারিনা,অন্যায় কথা। দুই বাংলা মিলে যাবার আগের যে রক্ত বন্যা তাতে হাত কেউই ধুতে চাইনা,পৃথিবীর প্রতিটা মানুষ ই তো পরাধীন।শুধু একটা করে দেশের নাম ভারিয়ে দিয়ে তাদের স্বাধীন করার কৌশল। যাই হোক,আমার আবেগ বিহ্বলতা প্রকাশের জন্য ক্ষমা প্রার্থী।
It's always those low quality videos which are the most beautiful 😍 My new favourite song ❤️ আমার folk গান অনেক পছন্দের। আমার বাবা পাশের ঘরে শুনছিলেন এই গানটি। গানের নাম জিজ্ঞেস করেই সার্চ দিয়ে এখানে আসা। অসাধারণ ভালো লাগলো। ধন্যবাদ এই গানটির জন্য। শুভকামনা ❤️
আমাদের হাশিম ভাইয়ের গান!🖤 ভাইয়ের লেখা ও সুর করা গান। আমি তার কণ্ঠে গানটা শুনেছি। তিনি এখন ব্রেনের একটা সমস্যায় ভূগছেন। বাউল বাংলাদেশ এর জন্য শুভ কামনা।
৯২-৯৩ সালের দিকে কতো রাত একসাথে গান গেয়ে কেটেছে হাশিম মাহমুদ আজ আর তা মনে করতে পারেনা! আমার বন্ধু হাশিম। অনেক ভালোবাসা।
হাশিম ভাইয়ের এই গানটা অনেকেই কাভার করেছে। তবে এটাই আমার কাছে সেরা মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ
অবশেষে তুমি জিতে গেলে হাসিম মাহমুদ, মানুষের ভালোবাসায় তুমি সিক্ত হয়েই ছারলে, মানুষের হৃদয়ে বেঁচে থাকো চিরদিন।
Thanks a lot .. stay with Bangla folk music
মানুষ তার ইচ্ছা ও চাওয়ার উপর প্রবাহিত।
: আহ্....... বাউলা খুব যোগ্য গানের দল। এই গানের দলকে আরো সবার মাঝে ছড়িয়ে হবে। বাউলা'র প্রতি ভালো্বাসা ..
আহ! হাসেশ ভাই ❤️❤️
@@rajonahmad6699 g
এই গানটা হাশিম ভাঈয়ের অনবদ্য এক সৃষ্টি, প্রথম যেদিন শুনেছিলাম সেদিনই গানটার প্রেমে পরে যায় , তারপর থেকে নিয়মিত শুনি গানটি, ধন্যবাদ এমন সুন্দর গানের জন্য ❤️ সেই সাথে বাউলাকেও ধন্যবাদ , এই গানটা সবচাইতে সুন্দর করে আমাদের মাঝে নিয়ে এসেছে তারা
কি আশ্চর্য, কতো আগের গান।আহা। হাসিম মাহমুদ❤️❤️❤️ তুমি জিতে গেলে ও ভাই❤️❤️
♥ এত সুন্দর গান হতে পারে আশ্চর্য। এ গান খানি শত শত বছর শ্রোতার মনে চির ঠাঁই নিয়ে ফেলেছে।🌹👏👏👌
অবশেষে অরিজিনাল ভারসন পাইলাম, হাসেম ভাই ঠিক এভাবেই গানটকে সুর করেছেন,,, ধন্যবাদ,,,,
অপূর্ব। এপার বাংলা থেকে শুনছি।এ তো একান্তই বাঙালির গান ,বাংলা গান।রবিঠাকুর কাজী সাহেবের লালন ফকিরের আব্বাসউদ্দিন এর বাংলার গান। আপনাদের মাধ্যমে তা প্রবাহিত হোক নতুন প্রজন্মের কাছে। এই গানের রচয়িতা ও মূল শিল্পীর কন্ঠেও গান টা শুনেছি। তখনই ভালো লেগেছে,আপনাদের কন্ঠে যেন নতুন প্রাণ পেলো গানটা। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আশির্বাদ করবেন ও শেয়ার , সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
খুব ভালো লাগলো শুনে!
কলকাতা থেকে ভালোবাসা তোমাদের 💙
আহা, সুরের মূর্ছনায় আপ্লুত হলাম। পরিবেশনে মুন্সিয়ানা আছে।
Thanks for watching
আহ কত সুন্দর প্রতিভা হাসেম মাহমুদ এর।♥️
So True .. Thanks
প্রতিটি কথা এক একটা উপন্যাস। হাশিম মাহমুদ ভাই, আমার চোখে জল আনলেন। আমি আজ অঝোরে কাঁদলাম। জানতাম আপনি বিখ্যাত। তবে এই মাত্রায় বুঝতে পারি নি। আপনি বেঁচে থাকবেন অনন্তকাল। আমার সালাম জানবেন হাশিম মাহমুদ
অসাধারণ !!!!!!!
গত তিন যাবত শুনছি,
মেলবোর্নে এখনো কনকনে ঠান্ডা,
কিন্তু প্রতিবার গানটা শুনলেই মনে হয় বসন্ত চলে এসেছে
এ আমাদের ভাগ্য। আপনাদের ভালোবাসায় আমরা শিক্ত
শুধু অবাক হয়ে শুনলাম কি সুর কি গান এক কথায় অসাধারন এই শিল্পি রা দেশের সম্পদ
Aaai......ki osadharon gan...sir mahmud .....ganer surr ebong ganer kotha hridho suya galo......valo thaiken sir
Thanks a lot .. stay with Bangla folk music
গত শুক্রবার থেকে শুধু এই একটা গানই শুনতেছি... এই তিন দিনে কম করে হলেও ১০০ বার শুনা হয়েছে....
অসম্ভব সুন্দর একটা গান....
আপনার প্রতি বাউলার অনেক ভালোবাসা
Same obossta bro
সেম
হাশেম মাহমুদের গান।।উনার কণ্ঠে শুনবেন আশা করি
কি সৃষ্টি!! আজ কোক স্টুডিও মাধ্যমে হাশেম মাহমুদের খোজ পেলাম। আহ প্রানটা জুড়িয়ে গেল
Amader addar prothom pacondo ai ashadaron betikromi surer gan. speechless poribeshona. Hats off to baula
Thanks.. Stay with Bangla Folk Music
অসাধারন! হাজার গানের ভীড়ে এমন কথাও সুরের স্পর্শ ভরা গান গান আজীবন বেচে থাক...
অসম্ভব সুন্দর তাল ও সুর.আহা....চমৎকার লিরিক
বাজির যে কটা ভার্সন শুনলাম , এটাই সেরা। সুন্দর মিউজিক টোন। শুধু ওই বাজী শব্দের রিপিট না হলেও চলত মনে হয়।
একটা গান কি করে এত অসাধারণ হতে পারে? এত মন ছুঁয়ে দিতে পারে? খাইরুল বাসারের গলায় শুনে এত ভালো লাগলো যে এখন আর ছাড়তেই পারতেছি না🥺 Got addicted ❤️🔥
মাটির গান,দেশের গান,আমাদের গান!শুনলেই একরকম প্রশান্তি কাজ করে।শুভেচ্ছা রইলো বাউলা ব্যান্ডের জন্য।
বাহ্ঃ কি মজা করে গানটি করলো!!গানটি শুনতে যেমনি শ্রুতিমধুর তেমনি ভিডিওটি দেখতেও খুব ভাল হয়েছে। সর্বত্র বাংলা গানের বিস্তৃতি ঘটুক 💕💕
বহুবার শুনলাম। আবারও। ধন্যবাদ হাশিম মাহমুদের নামটা পুরো দেয়ার জন্য। বাউলা আরও পরিচিত হোক আমাদের মনে।
tnx
অাহা কি অসাধারণ গানের কথা! কি অসাধারণ গায়কী, মুগ্ধ হয়ে গেলাম। বাউলা প্লাস হাশেম স্যার ভালোবাসা জানবেন।
শিল্পী কে কাছে পেলে একবার জড়িয়ে ধরে বলতাম এই গানটা আমার খুব প্রিয় গান। অসম্ভব সুন্দর একটা গান গেয়েছেন আপনি। আফসোস!
Thanks.. Stay with Bangla Folk Music
এত সুন্দর গান। কাল রাতে প্রথম শুনলাম। এর পর সেই শোনা আর থামছেনা। এই গান এর আগে শুনলাম না কেনো? আফসোস। বাউলার জন্য অফুরন্ত ভালোবাসা। আপনারা আরো বেশি বেশি গান করুন!
অসাধারণ সৃষ্টি হাশিম ভাইয়ের। অপূর্ব কম্পজিশন...…. খুব ভালো লাগলো ❤️❤️❤️
হাসেম ভাইয়ের লিরিক জোস। আপনার গাওয়া সুন্দর হয়েছে...। ভোকাল হারমোনাইজিং খুবই দারুন।
tnx
অসাধারণ কথা! হাশিম মাহমুদ এর সব গানের প্রাণ দেয়ার এখুনি সময়।
আহা 😇😇
এই গান অনেক আগে একবার শুনেছিলাম...শুধু গানের মধ্যের দু-তিন লাইন মনে ছিলো..অনেক খুঁজেছিলাম কিন্তু গানটা পাই নাই..আজ হঠাৎ ইনস্টাগ্রামে গানের দুই লাইন দেখে এক মুহুর্তও দেরী না করে শুনতে চলে আসছি ❤️❤️
আহা শান্তি.. প্রিয় গান ❤️..আর কখনো ভুলা হবে না..সবসময় মনে থাকবে ❤️✌️
Thanks .. Stay with Bangla Folk Music ...
Just Splendid....❤❤❤❤
এতো সুন্দর মধুময় বাংলা বাউল গান💜
এইগুলো গান কখনো পুরোনো হয় না! 💕
এতসব সুন্দর সুন্দর গান আমার ইউটিউব সাজেশানে আসে না কেন 🥺🥺
খুব ভালো লাগলো আপনার কমেন্ট,আপনি সাবস্ক্রাইব করেন ও শেয়ার দেন তাহলেই সব সময় আমাদের গান শুনতে পাবেন।
হাশিম মাহমুদ অবশেষে আপনার স্বপ্ন সত্যি হল। জনমানুষের গান হচ্ছে আপনার গান।
Liked for Hashem Mahmud Sir . Also well performed. 👌👏🙌🙏🏻
হাসিম মাহমুদ ভাই,, ভালবাসা অবিরাম আপনার জন্য। আপনার গানে কমেন্ট করে স্মৃতি হিসেবে রেখে দিলাম 🌹🌹🌹🌹
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
নদী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
চঞ্চল মেয়ে তুই বল
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
নদী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
অসাধারণ 💐❣️❣️❣️
Kisob gaan vai! Hariye jaowa nodi egulo
বাহ্
প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করবেন
অসাধারণ লাগলো। আপনাদের গানে অন্যরকম একটা ভালো লাগা। আপনাদের যোগ্যতা অনুযায়ী সবার কাছে পৌছাতে পারেন নি
@@jogeshroy8273 ধন্যবাদ
রোজ এই গানটা শুনি তাই একটা কমেন্ট রেখে গেলাম,,👏👏👏
ক'দিন আগেই প্রথম শুনেছি এই গান ❤️
ধন্যবাদ এই উদ্যোগের জন্য ❤️❤️
Thanks.. Stay with Bangla Folk Music
কানে মধু বর্ষন করে গেলো❤️ মন ছুয়ে গেছে❤️ সব মিলে অসাধারণ উপস্থাপনা ❤️❤️
আহা! সত্যেই হৃদয় আবেগে ভেসে গেল! অসম থেকে অনেক ভালবাসা
Thank you dada
কতবার যে শুনলাম!!!মুল শিল্পীর গাওয়াটা আরো ভালো লেগেছে।
Thanks a lot .. stay with Bangla folk music
Mul shilpir gawa ta follow korle aro valo lagbe, Hasim bhai shustho hoia udhun, aro gan pabo tar kach theke eai asha
❤️, কাটাতার ভেঙে দিয়ে যদি কোনোদিনও আবার ভারত বাংলাদেশ দুই দেশকে এক করে দেওয়া যেত,দুই বাংলাকে এক করে দেওয়া যেত! ভালোবাসা সমেত এক ভারতীয় বাঙালির শুভেচ্ছা রইলো...
সবকিছু তে আবেগ খাটে না ভাই।
আমাদের পরাধীন থাকার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। একটা স্বাধীন দেশ কখনও পরাধীনতা স্বীকার করবে না। যদি ভারত পশ্চিমবঙ্গ কে কখনও স্বাধীনতা দেয় আর দুই বাংলা মিলে একটা স্বাধীন দেশ গঠন করা যায়, সেটা সুন্দর হবে। কিন্তু বাংলাদেশ যদি ভারতের অধীনতা স্বীকার করে তবে বাঙালি সংস্কৃতি আরও বেশি আগ্রাসনের স্বীকার হবে।
@@siamhossen5832 না না অধীন হতে বলিনি,কখনই বলতে পারিনা,অন্যায় কথা।
দুই বাংলা মিলে যাবার আগের যে রক্ত বন্যা তাতে হাত কেউই ধুতে চাইনা,পৃথিবীর প্রতিটা মানুষ ই তো পরাধীন।শুধু একটা করে দেশের নাম ভারিয়ে দিয়ে তাদের স্বাধীন করার কৌশল।
যাই হোক,আমার আবেগ বিহ্বলতা প্রকাশের জন্য ক্ষমা প্রার্থী।
@@debanjalihajra70 ❤️❤️❤️
আদাব ও ভালোবাসা রইল দাদা ❤️
Sometimes I feel it, if there would be no barrier in Bangla
বাংলাদেশের সংগীত আঙিনায় অসাধারণ সংযোজন।
Ohh exelent! Mone hocche tomader songe giye gola milai
মিউজিক,শিল্পী আর গানটা মিলে একাকার।
সত্যিই মুগ্ধ।
Stay With Bangla folk Music.. Thanks
কণ্ঠশিল্পীর বাসায় আমার এলাকায় তবে হাশিম মাহমুদ'র তুলনা অপরিসীম ❤রেখে গেলাম স্মৃতি হিসেবে 🔻
আপনাদের সব কটা গান অসাধারন। ভালোবাসা একরাশ। কলকাতা।
আহ্ কি সুন্দর গানের কথা আর তার সুর !! তোমায় আমি পাইতে পারি বাজি.... রাজি।
গান আমার তেমন একটা শুনা হয়না।কিন্ত মাঝে মাঝে এই অসাধারণ গানগুলো শুনি।কেন যেন মনে হচ্ছে জীবনের সাথে অনেকটাই মিলে যাচ্ছে।।।
ভাই আপনি গান সুনেন কম তা ঠিক আছে কিন্তু দাদা গানেই জীবন ❤️❤️❤️
অসম্ভব সুন্দর, গানটা আমি সব মিলে হয়তো ৫০ বারেরও বেশি শুনেছি
Thanks a lot .. stay with Bangla folk music
হাসিম স্যারের গানটা তোমাদের মত এত দরদ দিয়ে কেউ গাইতে পারেনি। সমতলে থেকে ও সুরের মূর্ছনায় মনে হচ্ছে পাহাড়ে আছি। 💕 From Dhaka
এই গানটা যতজনের কন্ঠে শুনেছি তার ভেতর এটা সেরা, নিখুঁত। শুভ কামনা। ❤️
right
শ্রদ্ধা
হাওয়া movie গান দেখার পর এই অসাধারণ লেখকের আরেক টি অসাধারন গান শুনলাম 🥰🥰
Stay With Bangla folk Music.. Thanks
অসাধারণ একটা গান।
ধন্যবাদ তুতুল এমন একটা গানের খোজ দেয়ার জন্য।
মাধবপুর লেক,মৌলভীবাজার, সিলেট!
আমাদের আত্মার গান,আমার সিলেট💕💕💕
Tik koico vai
Ahh! ki valo ki valo!, pran vore gelo vai. Koto modhu r aabeg Bhagaban diyesen tomar konthe. Aajibon geye jao vai... valo thako r shustho thako..
আমার প্রতিবন্ধী ছেলেটা প্রায় এক বছর ধরে নিখোঁজ তারপর থেকে গান শুনি না। কষ্টে ভরা মন নিয়ে আজ আপনাদের গানটা শুনলাম ভাল লাগলো
আহ্ ভাইয়া আমরা দুঃখীত, বাবা টার বয়স কত? কিভাবে হারায়ে গেল। ও যেখানেই থাকুক সুস্থ থাকুক, আবার বাবা, মায়ের মাঝে ফিরে আসুক এই মিনতি দয়ালের কাছে।
গানের কথাগুলো অসাধারণ....
দূর প্রবাসে ডিউটির ফাঁকে ফাঁকে শুনি অনেকদিন ধরে.....
Matro Kabirul Alom Bosar (Actor) boss er khali golay gaan ta sune sunte cole aslam sotti masterpiece 😮😮😮
কতটুকু ভালোবাসলে এতো সুন্দর ভাবে তাকে নিয়ে গান লিখতে পারে গানটা না সুনলে বুঝতে পারতাম না 🥰❤️❤️
Right
Thanks.. Stay with Bangla Folk Music
Thanks.. Stay with Bangla Folk Music
ভাল গেয়েছেন ভাই ❤
চমৎকার গেয়েছেন ভাই🔥🔥
তোমায় আমি পাইতে পারি বাজি 👏👏 বাহ্
তোমায় আমি পাইতে পারি বাজি
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
তরী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
একবার আমি গিয়েছিলাম
পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর
চোখ দুটো ছল ছল
একবার আমি গিয়েছিলাম
পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর
চোখ দুটো ছল ছল
জল…
কেনো চোখে জল
বল…
মেয়ে তুই বল..
জল…
কেনো চোখে জল
চঞ্চল
মেয়ে তুই বল..
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
আবার আমি গিয়েছিলাম
নীল সাগরের জল
সাগরের কন্যা রে মন
পাইনি সে অকুল
জল…
কেনো চোখে জল
বল…
মেয়ে তুই বল..
জল…
কেনো চোখে জল
চঞ্চল
মেয়ে তুই বল..
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
তরী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
খায়রুল বাসারের কন্ঠে গানটা শুনে এখানে আসলাম
অসাধারন, অসাধারন।
It's always those low quality videos which are the most beautiful 😍 My new favourite song ❤️
আমার folk গান অনেক পছন্দের। আমার বাবা পাশের ঘরে শুনছিলেন এই গানটি। গানের নাম জিজ্ঞেস করেই সার্চ দিয়ে এখানে আসা। অসাধারণ ভালো লাগলো। ধন্যবাদ এই গানটির জন্য। শুভকামনা ❤️
কী অসাধারণ সুন্দর একটা গান... বিশেষত যখন বিশেষ কেউ নিজে গেয়ে শোনায়..
Thanks.. Stay with Bangla Folk Music
অসাধারণ...!! ❣️❣️❣️❣️
অসাধারণ,,,, মানে অসাধারণ ❤️
আহ আমাদের মাধবপুর লেক...
প্রকৃতি + গান = মুগ্ধতা
Thanks.. Stay with Bangla Folk Music
এই গানটা আমি কয়েক শ বার শুনেছি, যতবার শুনি ততবার ই ভালো লাগে
ধন্যবাদ
কি একটা শান্তি লুকিয়ে আছে ।
মনের মানুষের দল , ভালোবাসা তোমাদের
অসাধারণ গান, অসাধারণ গায়কী , চমৎকার 🙏💕
This song deserves millions of views
অসাধারণ ভাই।
অনেক সময় অনেক গান শুনেছি, ভালোও লাগছে অনেক। এই প্রথম কোনো গানে সমর্থন রিদয় থেকে করলাম।
উফফফ.......
অসাধারণ ভালো লাগে ভায়্যু।
ধন্যবাদ এই ভাবে আমাদের পাশে থকবেন
@@BaulaBangladesh waiting for your new song.
প্রতিদিনই গান টা শুনি, গানের কথা গুলো একদম হৃদয় ছুয়ে যায়।
হাশেম ভাই অসাধারণ প্রতিভার একজন।
Aladai❤️
অনবদ্য🖤
Thanks.. Stay with Bangla Folk Music
লেখক ও সুরকার হাসেম ভাই এখন ব্রেইনের কোন একটা সমস্যায় ভুগছেন😥😥।আহ কি কি প্রতিভা! চারুকলায় আজকাল প্রায়ই আসেন।আজও দেখা হল
আজকেও দেখা হইছিলো
উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
😳
😭
আহা! মানুষ। আহা! প্রেম।
অসাধারণ এ শিল্পী রাদেশের সম্পদ
Joy Guru
Mesmerising! 💞💗💗
এখন থেকে বোঝা যায় মানুষ সুশিল্পীর কদর করতে জানে না!!
বি.দ্রঃ অফুরন্ত ভালোবাসা❤❤❤❤
Nice 🙂🙂🙂
আমাদের হাশিম ভাইয়ের গান!🖤 ভাইয়ের লেখা ও সুর করা গান। আমি তার কণ্ঠে গানটা শুনেছি। তিনি এখন ব্রেনের একটা সমস্যায় ভূগছেন। বাউল বাংলাদেশ এর জন্য শুভ কামনা।
ধন্যবাদ ভাই, আমাদের পাশে থাকার জন্য,
আমরা, বাউলা , আমাদের ইউটিউব চ্যানেল "বাউলা বাংলাদেশ"
কতো ভালো একটা গান, আহ্ মন চুয়ে যায়।
Love from India❤
Que temazo, gracias, vengan a la Argentina los amamos
আহা কি দারুন
আমার সবচেয়ে প্রিয় গান এটি গানটা শুনে হারিয়ে যাওয়া অন্য দুনিয়াতে খুব সহজে❤️
জাস্ট অসাধারণ 💞
গানটা মনে হচ্ছে কেউ আমার জন্য গাচ্ছে!
প্রতিটা লিরিক উৎসর্গ করছি প্রিয় "ঋ" কে
জায়গাটা সম্ভবত " মাধবপুর লেক, শ্রীমঙ্গল।
খুব ভালো গেয়েছেন🤟🤟
you are right :) Thanks
ঠিক ই বলেছেন
😥 গান টা নিঝুম রাতে একাকি শুনলে প্রিয় মানুষ টার কথা মনে পড়ে যায় 😥😥😥😥
ভালবাসা জানাই পশ্চিমবঙ্গ থেকে। খুব সুন্দর লাগল। ❤️
Eu to emo
heart touching song,,,
thx dada arokom ekta gan upohar deyar jonno.
Love you Bangladesh ❤❤❤