Porer Jaga Porer Jomin || IPDC আমাদের গান || Joler Gaan

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2021
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    আবদুল লতিফ (১৯২৫-২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি উচ্চ শিক্ষার্থে কলকাতায় যান। কংগ্রেস সাহিত্য সংঘে তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। ১৯৫২ সালে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে তিনি সুরারোপ করেন। পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ। তিনি তার জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কন্ঠ দিয়েছেন। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন, তন্মধ্যে ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ ইত্যাদি সবিশেষ জনপ্রিয় । এদেশের সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাঁকে।
    আমাদের এবারের পরিবেশনা আবদুল লতিফ- এর একটি জনপ্রিয় গান
    পরের জাগা পরের জমিন
    কথা ও সুরঃ আবদুল লতিফ
    মূল শিল্পীঃ আব্দুল আলীম
    পরিবেশনায়ঃ জলের গান
    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • খঞ্জনিঃ আলম
    • ড্রামসঃ ডানো
    • বেইজঃ তানিম
    • ইলেকট্রিক গিটারঃ জোহান
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • হারমোনিয়ামঃ মাখন
    • কোরাসঃ মন, নাশা, পিউ,
    #IPDC #PorerJagaPorerJomin #IPDCআমাদেরগান

КОМЕНТАРІ • 7 тис.

  • @YouTube_SEO75
    @YouTube_SEO75 24 дні тому +28

    2024 সালে এসে কে কে শুনছেন সাড়া দেন

  • @allbanglatipstaiba3948
    @allbanglatipstaiba3948 2 місяці тому +90

    ২০২৪, যারা যারা শুনছেন সারা দিবেন❤

  • @Rokibul2323
    @Rokibul2323 Місяць тому +2

    এই গানটা রামচন্দ্রপুর কলেজে ২০২৪ একটা কনসার্টে গাওয়া হয়েছে Joler gaan boss গাইছে

  • @ismailsheikh3626
    @ismailsheikh3626 5 місяців тому +146

    এই গানটি প্রথম শুনেছিলাম আমার বাবার কন্ঠে, সে জোসনা রাতে জানালার পাশে বসে এই গানটি গাইতেন,,আজকে UA-cam এ শুনে চোখে পানি আসল বাবার কথা মনে পড়ে😢

    • @jouthi_ashrafi
      @jouthi_ashrafi 3 місяці тому +2

      আমিও মিস করি,,বাবাকে না শুধু,,,মা বাবা ও পরিবারের সাথে কাটানো সেই সুন্দর দিন গুলো,, আমাদের সেই সময়ের মত এত সুন্দর সময় আর কোনো প্রজন্ম পাবেনা

    • @alifahmmed-pu1es
      @alifahmmed-pu1es Місяць тому

      আমি ও আমার বাবা কে খুব মিস করি 😢

    • @bengaltransportagency-kv8lw
      @bengaltransportagency-kv8lw Місяць тому

      ​@@jouthi_ashrafi৬জজজজজ্নাককনকাসসাজান

  • @Shainton17
    @Shainton17 2 роки тому +934

    গানও এতোটা সুন্দর হতে পারে!
    পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষায় মিষ্টি একটা গান। 😍
    আমি গর্বিত আমি বাঙালি। আমার জন্ম এই বাংলাদেশে।

  • @Thomas76428
    @Thomas76428 2 роки тому +509

    'জলের গান' শুধু নিজেদের গানের মাধ্যমে নয় বরং তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ❤️

    • @soinikbabu3336
      @soinikbabu3336 2 роки тому +1

      এই গান জলের গানের নয়

    • @soinikbabu3336
      @soinikbabu3336 2 роки тому +3

      m.ua-cam.com/video/zL4WJXLpIdA/v-deo.html orginal song

    • @Thomas76428
      @Thomas76428 2 роки тому +5

      ​@@soinikbabu3336 আমি কখন বললাম যে এই গান জলের গানের; আমি শুধু বললাম তাদের ওভার অল পারফরম্যান্স এর কথা

    • @MuhammadRazib
      @MuhammadRazib 2 роки тому

      Ei ta Joler ganer gan na; unara cover koreche

    • @rejwansiraj8126
      @rejwansiraj8126 2 роки тому

      @@Thomas76428 xx⁶⁰

  • @MdKawsar-hq5cp
    @MdKawsar-hq5cp 26 днів тому +14

    ২০২৪ সালে যারা গান টা সুনতেছেন তাদের অনেক শুভকামনা 🎉
    এইসব গান সবাই সুনে না, কিন্তু যারা সুনে ও বুঝে তারাই এই গানের মর্ম বুঝতে পারে। ❤❤

  • @sanjoydasgupta6569
    @sanjoydasgupta6569 2 місяці тому +10

    দুই বছর হয়ে গেল শুনছি। বেঁচে থাকলে আরো কুড়ি বছর শুনব।

  • @nimesroy8096
    @nimesroy8096 Рік тому +156

    আহা, কি গাইলেন দাদা ❤️ কিসের অহংকার জায়গা - জমির । আজ মরলে কাল দুইদিন । অনেক অনেক ভালোবাসা from Kolkata ❤️

  • @akashshingho7121
    @akashshingho7121 2 роки тому +308

    রাহুল দা আর কত মুগ্ধ করবেন আমাদের ? আর কত প্রশংসা করব আপনার ? অসাধারণ হয়েছে । জলের গানের প্রত্যেকটা সদস্যই অসাধারণ গুনের অধিকারী এরা জানে সুরের সাথে খেলতে হয় । আপনারা সবাই গানকে অন্তরে ধারণ করে আমাদের অন্তরে জায়গা করে নিয়েছেন । ধন্যবাদ জলের গান, ধন্যবাদ আমাদের গান ।

  • @gitikagolui
    @gitikagolui 5 місяців тому +23

    মালিক হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা..তার যে জায়গা, আমরা অতিথি কিছুদিনের..রঙ্গ করবো চলে যাবো..😇

    • @djshuvo978
      @djshuvo978 Місяць тому

      একদম খাটি কথা বলেছেন

  • @Ovjit
    @Ovjit 2 місяці тому +112

    এত ডিজে গানের ভিতরে যারা এইরকম গান শুনতে ভালোবাসে আসলেই তারা বাস্তবতার সাথে লড়াই করে
    ২০২৪ এসে আমার মতো কারা কারা শুনছো, একটু নক করে যাও
    😅😊

    • @sukantovaskar7685
      @sukantovaskar7685 2 місяці тому

      🙋‍♂️🙋‍♂️

    • @munnijomadder9501
      @munnijomadder9501 2 місяці тому

      😢😢😢😢😢

    • @polashshil6187
      @polashshil6187 Місяць тому

      😢😢😢🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @mohammedarif7395
      @mohammedarif7395 25 днів тому

      দধি ২গৃদদগধদদদদদগদদধযদদদদধধদ২দদয দদদদৃদদদ২দধদদধৃদদদধঋধধধধধদদদদৃদৃদধদৃৃদৃদদদ

    • @shareensfun2913
      @shareensfun2913 2 дні тому

      🙋‍♀️

  • @CareerTalks
    @CareerTalks 2 роки тому +3386

    ঘরের মালিকের সন্ধান কি আমরা করি? তাহলে মানুষ এত অন্যায় করতে পারতো না।

    • @rahelaruby2037
      @rahelaruby2037 2 роки тому +81

      Ekdom thik bolcen😭

    • @ferdouswahid5002
      @ferdouswahid5002 2 роки тому +36

      😭😭

    • @sadiqurrahman5559
      @sadiqurrahman5559 2 роки тому +92

      গানের মধ্যে যে কথা গুলো বলছে, ওই কথা গলো, শুনেলে মনে হয়, মানুষের জন্য দুনিয়াটা একটা বাজার।

    • @isratjahan8078
      @isratjahan8078 2 роки тому +18

      @@sadiqurrahman5559 সহ মত

    • @omartechbangla4213
      @omartechbangla4213 2 роки тому +11

      hilight comment vi apner ta.....

  • @alfahad80
    @alfahad80 Рік тому +252

    হাজারো বছরের পুরানো সভ্যতা সমৃদ্ধ এই বাংলা। কত গভীর গান ভাবলেও বিস্ময় তৈরি হয়। আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে এত সুন্দর করে তাদের ঐতিহ্য কে ধরে রাখতে পেরেছে।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +25

      বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

    • @divineaves
      @divineaves 4 місяці тому

      ​@@ipdc.amadergaan সবসময় থাকবো ❤

    • @rokidas3160
      @rokidas3160 4 місяці тому

      দাদা প্রতিটি দেশের নিজ নিজ সংস্কৃতি এবং ঐতিহ্য আছে।আর প্রতিটি দেশ তা বহন করে আসছে হাজারো বছর ধরে।

    • @prithirajscompany6955
      @prithirajscompany6955 4 місяці тому

      @@ipdc.amadergaan lollipoplollipop 99po09o9po9o09o0oo9ppoopo9p99oo99p9ooo9o99oopopopp0poo9ooo99ooooopooooo9op9oo9090op9o9ooo9o99oo99po9oooo99o99oooo9oooo9

    • @prithirajscompany6955
      @prithirajscompany6955 4 місяці тому

      @@ipdc.amadergaan o09oopöo0opoo99oo99o9ppp9po9pop0o9ooo9ooopo00pppp

  • @maheshmondal8863
    @maheshmondal8863 3 місяці тому +5

    এইভাবে সহজ সরল অঙ্গী ভঙ্গি এবং সুরের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। 2023 সালে এই কমেন্টটি করলাম 1000 বছর পরেও মানুষ এরকম গান খুঁজে বেড়াবে, ভালোবাসা দেবে ,,,❤❤❤

  • @mdimranhossin9450
    @mdimranhossin9450 4 місяці тому +596

    2024 সালে এসে কে কে শুনছেন সাড়া দেন ❤❤

    • @sarmistadas78
      @sarmistadas78 3 місяці тому +5

      Khub vlo lge gaan ta

    • @Sojib-jd4vg
      @Sojib-jd4vg 3 місяці тому +5

      আমি ভাইয়া

    • @mdsoriful5283
      @mdsoriful5283 3 місяці тому +3

      im

    • @mdimranhossin9450
      @mdimranhossin9450 3 місяці тому

      @@sarmistadas78 আমরা সবাই কিন্তু পরের জায়গায় থাকি তবুও আমাদের অহংকার কমে না

    • @mdimranhossin9450
      @mdimranhossin9450 3 місяці тому +1

      @@Sojib-jd4vg জাযাকাল্লাহ প্রিয় ভাই

  • @antorroyantorroy3133
    @antorroyantorroy3133 2 роки тому +219

    গানটা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়, কিসের অহংকার জায়গা - জমির। আজকে মরলে কালকে দুইদিন, মরলে সব শেষ 😥🙏🇧🇩🇧🇩🇧🇩

    • @bayejid6680
      @bayejid6680 2 роки тому

      Nice comment

    • @mdjalil6868
      @mdjalil6868 Рік тому

      ua-cam.com/video/Mz4eMyGYCBs/v-deo.html

    • @rabeyariva1872
      @rabeyariva1872 Рік тому

      কথাটা অনেক অনেক ভালো লাগলো

    • @raselhasan9288
      @raselhasan9288 Рік тому

      IIii
      iiiiiiiiiiii
      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
      Iiiiii
      Iiiiiiiiiiiiiiiiiiiii
      I
      Iiiiiii
      Iiiiii
      Iiiiii
      ii

    • @mdsaifullah2783
      @mdsaifullah2783 Рік тому

      আমাদের বাংলাদেশর তেলবাজ পাবলিক....😆😆😏

  • @viewwithnajim41
    @viewwithnajim41 2 роки тому +185

    জলের গানের গান গাওয়ার ভঙ্গিমাটা সব সময় অন্যদের থেকে সেরা☺️☺️☺️
    জলের গান বেষ্ট ব্যান্ড বাংলাদেশের মধ্যে যারা আমাদের দেশের সাংস্কৃতিকে তুলে ধরে❤️❤️🇧🇩

    • @user-ff7uu1fx6e
      @user-ff7uu1fx6e 2 роки тому

      ua-cam.com/video/Ybef4iBC9ek/v-deo.html

    • @hasanmahamudshimanto
      @hasanmahamudshimanto 2 роки тому

      এইটা শুইনা দেইখেন!পরানঠাণ্ডা হইয়া যাবে ua-cam.com/video/mDN3GjXC6zQ/v-deo.html

    • @user-xi8vl7my5n
      @user-xi8vl7my5n 4 місяці тому

      জলের গান বেস্ট ব্যান্ড 💝 তবে দুঃখের বিষয় হলো উনাকে প্রশ্ন করা হলো ঘরের মালিক কেডা উত্তরে উনি বললেন মালিক কেডা আমি জানি না 😢 কিন্তু এটা অজানার তো কিছু হতে পারে না কারো আল্লাহর কারো ভগবানের অথবা কারো ঈশ্বরের এটাই 😢

  • @tanisangma1867
    @tanisangma1867 5 місяців тому +3

    গানটা আমার হৃদয় হরণ করে গেলো, ফেসবুকে শুনেছি, এখন শুনছি ইউটুব এ,
    দারুণ লাগলো, আমি কাল রাত২০২৪-১-১৫ থেকে শুনছি আবার শুনলাম পাঁচ বার ২০২৪-১-১৬তে,
    পড়ে আবার শুনবো, এইগান তাদেরজন্য উপহার হিসেবে দাও যারা লোভি এক ইঞ্চি জমি নিয়ে ভাইবোন ও প্রতিবেশীদের সাথে যুদ্ধ করে লড়াই করে, উপকার করতে জানেনা। তাদের জন্য
    ধন্যবাদ গায়ক তার অনান্য সঙ্গীদের।❤❤❤❤

  • @ankapiyaedison
    @ankapiyaedison 2 роки тому +162

    'আমরা তো সেই ঘরের মালিক নই' এটা বুঝলেই কত হানাহানি, রেষারেষি, বিদ্বেষ, রক্তপাত, খুন বন্ধ হয়ে যেতো। অসাধারন রেন্ডিশান হয়েছে।

    • @kamalparvez4162
      @kamalparvez4162 2 роки тому +2

      ভীষণ সত্যি কথা ভাই আমার

    • @rhouse3836
      @rhouse3836 2 роки тому

      পপ

    • @rhouse3836
      @rhouse3836 2 роки тому

      াটরগহগিিইইুজ
      হগব

    • @sabikmingwod3831
      @sabikmingwod3831 2 роки тому

      Shabik Shadman Sabu

    • @shuvoahmed313
      @shuvoahmed313 2 роки тому

      এখানে পরের যায়গা, পরের জমি বলতে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকাকে বুঝানো হয়েছে। পৃথিবীতে যত যায়গা,জমি আছে এগুলা মালিক শুধুমাত্র আল্লাহ/সৃষ্টিকর্তা।
      পাইনা জমিদারের দেখা বলতে আল্লাহ/সৃষ্টিকর্তাকে বুঝানো হয়েছে।
      এভাবে বাকি লাইন গুলো আল্লাহ/সৃষ্টিকর্তার সাথে আমাদের ভুলগুলোকে মিলিয়ে নিয়েন। তাহলে ভাবার্থ বুঝা যাবে 🙂

  • @anupamrana2195
    @anupamrana2195 Рік тому +728

    সত্যি বাংলা ভাষার মধ্যে একটা আলাদাই মাধুর্যতা আছে 🧡 মন ছুঁয়ে গেলো , বাঙালি হয়ে গর্বিত । love from kolkata 💙🇮🇳 🇧🇩💙

  • @kalyanisha2631
    @kalyanisha2631 5 місяців тому +4

    2024 সালে এসেও আমি এই গান টি শুনছি ,খুব প্রিয় একটা গান ❤ এই সময় সবাই হিন্দী আর ইংলিশ গান শুনতে পছন্দ করে বেশি, কিন্তু আমরা যারা খাঁটি বাঙালি তারা হয়তো খানিকটা বেতিক্রম 😊 কালজয়ী এই গান ❤❤ আমি গর্বিত আমি বাঙালি ❤

  • @user-fm7bo3xj7s
    @user-fm7bo3xj7s 4 дні тому +1

    2024 সালে দেখগিলাম হয়তো আমি এই দুনিয়াতে থাকতাম না এই প্রিয় গানটি থেকে যাবে❤❤

  • @RiponAli-bf6bp
    @RiponAli-bf6bp 2 роки тому +77

    ধন্যবাদ পার্থ বড়ু ও IPDC ফাইনান্সকে, এত সুন্ধর একটি সঙ্গীতায়োজন করার জন্য। গানটাকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য জলের গান ব্র্যান্ড কে ধন্যবাদ।

  • @ShortzzVibe
    @ShortzzVibe 2 роки тому +104

    জলের গান এই উপমহাদেশের এক অনবদ্য সৃস্টি যা আগামী আর ১০০ বছরেও ফিরে আসবে না।প্রণাম নিবেন দাদা রা।

  • @user-wg7vk6nb2u
    @user-wg7vk6nb2u 3 місяці тому +6

    এগুলো হচ্ছে কালজয়ী গান 💝,
    যুগের পর যুগ চলে যাবে কিন্তু গান গুলো কখনো পুরনো হবে না 😅

  • @Hrishikesh_Khanra
    @Hrishikesh_Khanra 2 місяці тому +4

    কী অপুর্ব গান্! আশা করছি পরের জেনারেশন ও এ গানের মাধুর্য বুঝবে।
    অনেক ভালবাসা রইল...ভারতবর্ষ থেকে😊❤

  • @sarbarichakrabarty8014
    @sarbarichakrabarty8014 2 роки тому +179

    এই অসাধারণ উপস্থাপনার জন্য আন্তরিক অভিনন্দন। দেশের সীমানা পেরিয়ে এ গান হয়ে উঠেছে বাংলার গান।

    • @mizanurrahman4450
      @mizanurrahman4450 2 роки тому +1

      ধন্যবাদ, এগুলো বাংলার গান বলে কথা

  • @parthasarathisaha5717
    @parthasarathisaha5717 2 роки тому +114

    অসাধারণ। ❤️❤️❤️ অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভারতবর্ষ থেকে 🇮🇳🇮🇳 ❤️ 🇧🇩🇧🇩

  • @amitkumarmandal2264
    @amitkumarmandal2264 Місяць тому +1

    এই ধরণের গান গুলো সত্যি অন্য লেভেলের। যতবারই শুনি না কেন মন ভরেনা। একদম অসাধারণ গান। পুরো team কে অশেষ ধন্যবাদ। ❤️

  • @HK.Habib123
    @HK.Habib123 5 місяців тому +246

    2024 সালে কে কে সুনছেন গানটা লাইক দিয়ে জান ❤️❤️👍

  • @rajupramanik6190
    @rajupramanik6190 10 місяців тому +109

    জাতি,দেশ ধর্মের উর্ধে উঠে ভাষা এখানে দুই দেশকে এক করেছে...
    অসাধারণ..
    ভালোবাসা কলকাতা থেকে...

  • @mironmiron9729
    @mironmiron9729 Рік тому +69

    এটাই আমাদের গর্ব।এই গানের সকল শিল্পী ও বাদ্যযান্ত্রিকদের জানাই হাজারো সালাম।এক কথায়
    অসাধারণ।
    মিরন বিশ্বাস।কুয়েত প্রবাসী।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +4

      আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @sayedsamad2237
    @sayedsamad2237 23 дні тому +2

    অনেক দিন পর একটা ভাল গান শুনলাম। ধন্যবাদ IPDC

  • @Historyofpavel
    @Historyofpavel Рік тому +69

    একজন বাংগালী হিসাবে আমি গর্বিত। এইসব গান সময়ের সাথে সাথে এখনো মানুষের মনে গেথে আছে।

  • @its.taSnim01
    @its.taSnim01 2 роки тому +223

    আহহ!! গানটা শুনে দাদীর কথা মনে পড়তেছে। যখনই ল্যাপটপ বা টেলিভিশনে বেজে উঠতো, ছুটে আসতো দাদী আর তার হাসিমুখে শুনতো গানটা। অসাধারণ ছিলো দিনগুলি।

    • @mdjalil6868
      @mdjalil6868 Рік тому

      ua-cam.com/video/Mz4eMyGYCBs/v-deo.html

    • @luckydutta5855
      @luckydutta5855 Рік тому +3

      Tomar kotha suna choke jol chole elo. Satti asadaron.

    • @abdulahad9409
      @abdulahad9409 Рік тому

      আল্লাহ আপনার দাদিকে ভালো রাখুন🖤

    • @officialraselsadking6482
      @officialraselsadking6482 Рік тому

      Sem bro amar dadu o

  • @pinkimandal6360
    @pinkimandal6360 Місяць тому +2

    আমার বয়স ২০ আমার ভাই বলে কি হুনিস এই সব আমি জানি এ জানো এক আত্ভূত শান্তি ❤

  • @sumitakarmakar8386
    @sumitakarmakar8386 18 днів тому +1

    আমার দাদুর মুখে এই গান শুনেছি। উনি আজ নেই ঠিক তবে এই গান সেই স্মৃতি চারণ করে দেয়।

  • @srabanimaitra2905
    @srabanimaitra2905 2 роки тому +437

    ভারত বর্ষ থেকে অনেক শুভেচ্ছা। অসাধারণ লেখা!

    • @legamer7197
      @legamer7197 2 роки тому +3

      ধন্যবাদ বাংলাদেশের পক্ষে থেকেই

    • @riponjm1376
      @riponjm1376 2 роки тому +1

      THANKS

    • @Akeshorts533
      @Akeshorts533 2 роки тому

      Me too

    • @laxmansaha318
      @laxmansaha318 2 роки тому

      @@legamer7197 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html

    • @laxmansaha318
      @laxmansaha318 2 роки тому

      @@riponjm1376 ua-cam.com/video/Xp4TaD0uQmw/v-deo.html

  • @avik2355
    @avik2355 2 роки тому +582

    যেমন পোশাক যেমন কন্ঠ অসাধারন শিল্পী অসাধারন মিউজিক ❤️😌 সত্যি বাঙালি হয়ে আমি অনেক গর্ব করি পরের জন্ম যেনো বাঙালি হয়েই জন্ম গ্রহন করতে পারি 🙏😌

    • @hkmedia7574
      @hkmedia7574 2 роки тому +3

      😄😄😄

    • @avik2355
      @avik2355 2 роки тому +3

      @@hkmedia7574 ❤️❤️

    • @persiansailor2552
      @persiansailor2552 2 роки тому +4

      No chance again

    • @Hpb_uzzal
      @Hpb_uzzal 2 роки тому +1

      pore abr kiser jormo ? hai re manos

    • @Hpb_uzzal
      @Hpb_uzzal 2 роки тому +7

      @@avik2355 আমি আপনার ধর্মকে শ্রদ্ধা করি. যদি মানুষ মারা যাওয়ার পর আবার সেই মানুষটি পৃথিবীতে ফিরে আসত তাহলে পৃথিবীর মধ্যে মানুষ বাড়তেছে অনেক। যদি ফিরে আসতো তাহলে বাড়ার কথা ছিল না, no sense

  • @user-wi3jt3pu4u
    @user-wi3jt3pu4u 3 місяці тому +6

    ২০২৪ সালে আমি আবার কমেন্টস করলাম।এ গান টা যুগ যুগ দরে বেচে থাকবে লক্ষ মানুষের রিদয়ে।।। এ একটা কাল জয়ী গান

  • @chhabidasrahaman8028
    @chhabidasrahaman8028 Місяць тому +1

    এতো সুন্দর ভাবে উপস্থাপনা। সব মিলিয়ে অসাধারণ

  • @soumyakanjilal472
    @soumyakanjilal472 2 роки тому +1305

    বাংলা ছাড়া এরকম একটা গান অসম্ভব!!
    জয় বাংলা!!
    🇮🇳

    • @Dbros101
      @Dbros101 2 роки тому +28

      জয় বাংলা। গর্ব করি আমার ভারতবর্ষ কে নিয়ে

    • @IMPOSTER0163
      @IMPOSTER0163 2 роки тому +37

      এটা বাংলাদেশী গান, আপনি ভারত নিয়ে গর্ব করার কি আচে

    • @thelastgambit340
      @thelastgambit340 2 роки тому +7

      @@IMPOSTER0163 Matha bolte kichhu nai na ? 😼

    • @emnizar357
      @emnizar357 2 роки тому +10

      এই গানের মূল শিল্পী প্রয়াত আব্দুল আলিম।

    • @thelastgambit340
      @thelastgambit340 2 роки тому +16

      @@emnizar357 বাংলার গান* । দেশ ভাগ হয়েছে বলে এটা ভূলবেন না যে আগে সব বাংলা ছিলো।

  • @user-dd4gb7ez7w
    @user-dd4gb7ez7w 14 днів тому

    আধ্যাত্বিক গান,,,যার অর্থ আমরা সহজেই কেউ বুঝি না।।।ধন্যবাদ রাহুল দাদা তোমাকে এত সুন্দর একটা গান পরিবেশনা করার জন্য।

  • @biswajitsamaddar4134
    @biswajitsamaddar4134 2 роки тому +291

    কি অসাধারণ কম্পোজিশন।
    এইভাবেই এগিয়ে যান আপনারা শুভকামনা রইলো পশ্চিমবঙ্গ থেকে ।
    সমস্ত শিল্পীদের শারদীয়ার শুভেচ্ছা রইলো ❤❤🍫

    • @user-do7wg9ff9i
      @user-do7wg9ff9i 2 роки тому +1

      Huyjg68

    • @SumanBiswas-rx7cz
      @SumanBiswas-rx7cz 2 роки тому

      ua-cam.com/video/sIYxGe6S1cw/v-deo.html🇮🇳

    • @user-gz4nq4lb4h
      @user-gz4nq4lb4h 2 роки тому

      অসম্ভব সুন্দর একটা গান,,,, হৃদয়ে গেঁথে যায় প্রতিটা লাইন😍

  • @harun7856
    @harun7856 Місяць тому +2

    কেনো জানি এই গানটা আমার মুখে অটো চলে আসে, জাই হোক গান টা আমার কাছে খুবই প্রিয়❤❤

  • @ShakilAhmed-rx3ik
    @ShakilAhmed-rx3ik 5 місяців тому +209

    ২০২৪ কমেন্ট রেখে গেলাম।কেউ না কেউ লাইক করবে আর আমি নোটিফিকেশন পেয়ে কালজয়ী গানটা আবার শুনতে আসবো।😊

  • @sumitbose4501
    @sumitbose4501 2 роки тому +5

    এই গানটার সুরের সাথে কান্ত কবি রজনীকান্ত সেনের ' মায়ের দেওয়া মোটা কাপড় ... ' গানটির সুরের খানিকটা মিল আছে কিন্তু উপস্থাপনার গুনে অসাধারন লাগছে। অনেক অনেক শুভেচ্ছা রইল।জয় বাংলা।🇮🇳

  • @pranabsengupta5836
    @pranabsengupta5836 2 роки тому +59

    মন্ত্রমুগ্ধ হয়ে গানটি শুনলাম । অভিনয় , শিল্পনির্দেশনা ,উপস্থাপনা একেবারে বিশ্বমানের । IPDC র অনবদ্য ভান্ডারে আরো অনেক মনিমানক্য সংযোজিত হবে কলকাতা থেকে এই আশায় রইলাম ।

    • @supriyachakraborty496
      @supriyachakraborty496 2 роки тому +1

      আইপিডিসি এবং পার্থ বরুয়ার সৌজন্যে আরও একটি অসাধারণ প্রযোজনা, পরবর্তীতে স্বনামধন্য আব্বাসউদ্দিন সাহেবের গানের অনুরোধ রইলো
      সুপ্রিয় চক্রবর্তী
      পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে

    • @ZulfikarJOLLY5883
      @ZulfikarJOLLY5883 2 роки тому +1

      বিশ্বমান কাকে বলে?
      বেমানান অতি অভিনয় গানটির আবেদন নষ্ট করেছে।

  • @mdmilonali7272
    @mdmilonali7272 4 місяці тому +2

    অসাধারণ একটা গান উপহার দিয়েগেল জলের গান, যুগের আবর্তনে গানটি রয়েযাবে সকল গানপ্রিয় বাঙ্গালির হৃদয়ে।

  • @SatyaSarkar-pu3sr
    @SatyaSarkar-pu3sr 27 днів тому +1

    অসাধারণ গান গুলো শুনে খুব ভালো লাগে পুরনো গান হলেও এখনো নতুন নতুন গান মনে হয় ❤❤❤২৮,৫,২০২৪ সালে আমি কমেন্ট করলাম ❤❤

  • @sharnaymahmoodzaman4984
    @sharnaymahmoodzaman4984 2 роки тому +139

    শ্রদ্ধেয় আব্দুল আলিম এর গান রিক্রিয়েশন মোটেই সোজা কথা নয়। কিন্তু অনবদ্য হয়েছে পুরোটা। টিমের সবাইকে বিনম্র অভিনন্দন

    • @user-ff7uu1fx6e
      @user-ff7uu1fx6e 2 роки тому +2

      ua-cam.com/video/Ybef4iBC9ek/v-deo.html

    • @mahfujsuman
      @mahfujsuman 2 роки тому +2

      @shahinn, এটা হাসান রাজার গান না। আবদুল লতিফের লেখা ও সুর করা গান। বিখ্যাত হয়েছিল আবদুল আলিমের কন্ঠে। ধন্যবাদ।

    • @soinikbabu3336
      @soinikbabu3336 2 роки тому

      m.ua-cam.com/video/zL4WJXLpIdA/v-deo.html orginal

    • @madonchandraroy8517
      @madonchandraroy8517 2 роки тому

      @@user-ff7uu1fx6e nvb

    • @mutirrahman8650
      @mutirrahman8650 Рік тому

      হায়

  • @Brokenalone77
    @Brokenalone77 2 роки тому +100

    গান টি বহুত বার শুনলাম প্রেমে পড়ে গেছি আমি 🥰❤️ লাভ ফ্রম ইণ্ডিয়া (আসাম) 🇮🇳❤️

  • @user-wo1xw7hl9x
    @user-wo1xw7hl9x 6 місяців тому +4

    তবুও মানুষের মনে কত অহংকার,, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন

  • @sangramagasti
    @sangramagasti 4 місяці тому +2

    একটি বৃহৎ ও বিশাল চিন্তাকে দু'চার লাইনে গানের মধ্য দিয়ে প্রকাশ করার যে প্রতিভা, - আমি সেই প্রতিভাকে কুর্নিশ জানাই।

  • @basudevdas4177
    @basudevdas4177 Рік тому +527

    আমি বাঙালি, আমার প্রাণের চেয়ে প্রিয় বাঙালি সংস্কৃতি। ❤

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +34

      বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

    • @mdshahadathossain737
      @mdshahadathossain737 Рік тому +3

      Hmm bt ganta addatik. Manus bujte parle dunaiya kamai korto kom Allahor hukum moto jannat kamai korto

    • @kartickmitra3008
      @kartickmitra3008 Рік тому +1

      অনেক দিন পর গানটা শুনে ভালো লাগছে

    • @mdtanveerahamad9679
      @mdtanveerahamad9679 10 місяців тому

      ​@@ipdc.amadergaanato sundor gan poribesoner Jonno apder k Lal Salam👏👏

    • @user-ei6sb9pq3s
      @user-ei6sb9pq3s 7 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shahriarofficial5769
    @shahriarofficial5769 2 роки тому +56

    IPDC কে ধন্যবাদ এমন সুন্দর সুন্দর পরিবেশনা আমাদের উপহার দেওয়ার জন্য।💝

  • @BishalDas7885
    @BishalDas7885 18 днів тому +3

    2024 আমি প্রথম শুনলাম, সত্যি মনটি ভরে গেল 🥰

  • @RubelBangladesh-ox8rs
    @RubelBangladesh-ox8rs Місяць тому +1

    গভীর রাএে কানে হেডফোন দিয়ে শুনার ফিলিংস অন্য রকম একটা!

  • @MdNaeem-tu4pu
    @MdNaeem-tu4pu 2 роки тому +1564

    এগুলাই আমাদের আসল সংস্কৃতি,, যারা এসব গান শুনে তারাই প্রকৃত বাঙালি🇧🇩🇧🇩

    • @josimsek1870
      @josimsek1870 Рік тому +6

      Right

    • @mdjalil6868
      @mdjalil6868 Рік тому

      ua-cam.com/video/Mz4eMyGYCBs/v-deo.html

    • @itsbengaltiger9731
      @itsbengaltiger9731 Рік тому +3

      Darun lagche re

    • @sumitsaha3765
      @sumitsaha3765 Рік тому +10

      Achha bhai ey rokom comment porle to mone dukhho hoi...
      R tumra kotha theke r kober theke...
      R a sanskriti kober theke...

    • @mdjubayelmia5182
      @mdjubayelmia5182 Рік тому +2

      সেই লাগলো ভাই😁

  • @mijanurtalukder2728
    @mijanurtalukder2728 2 роки тому +11

    একটি কমেন্টে রেখে গেলাম, ২০ বছর পর আমাদের পরবর্তী জানবে আমরা এইগান গুলো বেশী শুনতাম আমাদের একজন জল ছিলো। আর আমরা এই গুলোই বেশী শুনতাম।

  • @user-bq6rp7yl4c
    @user-bq6rp7yl4c Місяць тому +2

    Ami Assamese mai, bangali bou...gan ta amar khub valolage..2024

  • @saddamsarker5741
    @saddamsarker5741 2 роки тому +27

    গানগুলো অসাধারণ পারফরম্যান্স তৈরী করেছে।বাঙ্গালি জাতির সংস্কৃতির ঐতিহ্যের দারক ও বাহক হিসাবে গানটি উপস্থাপন করা হয়েছে।যুক্তরাষ্ট্র থেকে দেখছি।

  • @amitavac100
    @amitavac100 2 роки тому +71

    জলের গান শোনার পর থেকেই এদের ভক্ত, কি অসাধারণ গায় এরা,বাংলা যে মিষ্টি ভাষা তার সাথে গভীর জীবন বোধ এইসব গান তার প্রমাণ

  • @user-em4ze2eb3k
    @user-em4ze2eb3k 17 днів тому

    হাবিব ভাই আপনার, ভালো বাসবো বাসবোরে বন্ধু, এই গানটা সেই, সবটি গানই ভালো গেয়েছেন, কিন্তু এই গানটা রিদয়, ছুয়ে, যায়❤❤❤❤❤❤❤❤

  • @badhanpal4903
    @badhanpal4903 2 місяці тому +61

    2024 এসে কে কে দেখছেন ❤

  • @tapansikder1929
    @tapansikder1929 Рік тому +321

    আমি বাঙালি হিসাবে গর্বিত ❤❤😊😊আমার প্রানের চেয়েও প্রিয় বাংলা ভাষা 'বাংলা ছাড়া এই গান অসম্ভব ❤🇮🇳🇮🇳

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +15

      খুবই দরদ ভরা একটি গান। এমন আরও দরদ ভরা গান শুনতে আমাদের সাথেই থাকুন।

    • @Sounik803
      @Sounik803 9 місяців тому

      Good idea 👏👍

    • @jharnadas9554
      @jharnadas9554 8 місяців тому

      🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤🗾🏞️

    • @jharnadas9554
      @jharnadas9554 8 місяців тому

      🇮🇳🇮🇳 ও❤

    • @SofiqulIslam-kh4bm
      @SofiqulIslam-kh4bm 6 місяців тому

      ​@@ipdc.amadergaana

  • @souravsaha2643
    @souravsaha2643 10 місяців тому +86

    আমি গর্বিত যে আমি বাঙালি হয়ে জন্ম গ্রহণ করেছি।
    অনেক অনেক ভালোবাসা ভারত থেকে ❤️🇮🇳

    • @rashedhowlader1756
      @rashedhowlader1756 4 місяці тому

      সকল বাংলা ভাষা ভাষি একটা অখণ্ড বাংলায় বাস করলে খুবই ভালো হতোওঅঅ

  • @user-pg9pv3dn3c
    @user-pg9pv3dn3c 2 місяці тому

    আব্দুল করিম এর কি অনবদ্য সৃষ্টি। কত সুন্দর কথা। আব্দুল করিম বেচে থাকবেন বাউল ভক্তের অন্তরে❤

  • @sohelarman8075
    @sohelarman8075 3 дні тому

    এই গান গুলো যুগ যুগ ধরে মানুষের মনের মধ্যে থেকে যাবে। অনেক সুন্দর গান।

  • @nanditasengupta6095
    @nanditasengupta6095 2 роки тому +50

    আমি কলকাতা থেকে বলছি অপূর্ব অনবদ্য

  • @shitolahmmed9562
    @shitolahmmed9562 Рік тому +1224

    ২০২৩ সালে এসে কমেন্ট করে গেলাম। যুগের পর যুগ যখন এই গানটা শুনা অব্যাহত থাকবে। তখন আমার মত কেউ না কেউ এসে কমেন্টগুলো পড়বে।আর একটা লাইক অথবা লাভ রিয়েক্ট এর সাথে সাথে আমার নোটিফিকেশন যোগ হবে। আবার এসে আমি দেখে যাবো এই কালজয়ী গান গুলো। ❤️❤️

  • @mdlimonhossain6210
    @mdlimonhossain6210 Місяць тому +1

    2024/05/04 (YYYY-MM-DD) এই তারিখে প্রথম শুনা হচ্ছে গানটা। প্রথম তবে শেষ নয়। কারো লাইক পড়লে হয়তো আবারো বলতে গেলে বারে বারে শুনা হবে। 😇

  • @MdShakib-fi5fn
    @MdShakib-fi5fn 3 місяці тому +17

    ২০২৪সালে কে কে শুনছেন সাড়া দিবেন ❤❤❤❤

  • @rajibkumar3785
    @rajibkumar3785 2 роки тому +6

    আমি জলের গানের অনেক বড় ভক্ত।
    আর তার সাথে IPDC আমাদের গান এর আয়োজনে এত সুন্দর একটি পরিবেশনা মন ভরে গেল।
    এক কথায় অসাধারণ।

  • @anirbanghoshal1751
    @anirbanghoshal1751 2 роки тому +765

    প্রেমে পড়ে গেলাম । যেকোনও ভাষাই প্রকাশ করা সম্ভব নয় 🙏🇮🇳

    • @djnoman4534
      @djnoman4534 2 роки тому +8

      Gy6gfu🥰

    • @sujonbala7424
      @sujonbala7424 2 роки тому +6

      @@djnoman4534 ৎঊছচছচচচচ

    • @KABIRVLOG
      @KABIRVLOG 2 роки тому +1

      কার?

    • @anirbanghoshal1751
      @anirbanghoshal1751 2 роки тому +5

      @@KABIRVLOG kar!!?🤣
      ক্ষমা করবেন 🙏 ওটা ব্যাক্তিগতই থাক ।

    • @mdmalek2276
      @mdmalek2276 2 роки тому

      Nise

  • @SonjitaChakma-jl2rh
    @SonjitaChakma-jl2rh 2 дні тому

    খুবই সুন্দর একটা গান ,,,,,যতবার শুনি ততবার ভালো লাগে

  • @debsankarchakraborty2998
    @debsankarchakraborty2998 5 днів тому

    অতো সুন্দরে ভরা গান. অপূর্ব. 👌

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 2 роки тому +128

    "আমাদের এই পৃথিবীটা একদিন বাউলদের পৃথিবী হয়ে যাবে".....বাউল শাহ্ আব্দুল করিম

    • @mdjalil6868
      @mdjalil6868 Рік тому

      ua-cam.com/video/Mz4eMyGYCBs/v-deo.html

  • @shimulsaha533
    @shimulsaha533 2 роки тому +295

    আমরা বাঙালি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, শিখ, জৈন যে ধর্মের মানুষই হোন না কেন, এই গান যদি আপনাকে স্পর্শ করে -- আপনি বাঙালি।
    যতদূর বাংলা ভাষা, ততদূর বিস্তৃত স্বদেশ।♥♥♥

    • @rajarani7445
      @rajarani7445 2 роки тому

      Ataito manush aj bujhena,,,ak dol satto lovi manush nijer satter love desh takei Hindu vs Muslim Kore diyechhe,,,,ar ceye lajjar bishoy r ki ba hote pare,,,

    • @ranjitpandey8236
      @ranjitpandey8236 2 роки тому +1

      😊☺️❤️

    • @mohammadjoynalabedinmanik489
      @mohammadjoynalabedinmanik489 2 роки тому +2

      এক কথায় অসাধারণ,
      বেচে থাকবে হাজার বছর মাটি ও মানুষের গান।
      জয় বাংলা।💗🇧🇩💗

    • @user-ct4tb7sr8z
      @user-ct4tb7sr8z 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @prodipacharjee5025
    @prodipacharjee5025 6 днів тому

    ২০২৪ সালে এসে ও আমি এই গান শুনি
    যখনই মন খারাপ থাকে শরীর খারাপ থাকে এই গান শুনি। সাথে সাথে মনটা শান্তি অনুভব করি এবং অহংকার দূরে যায়। এই গান শুলো ছড়িয়ে থাকুক যুগ যুগান্তর ❤❤❤❤

  • @time_pass23
    @time_pass23 2 місяці тому +1

    Ami Md Jas 🇮🇳 theke sunchi. Darun ekta gaan, sune mon vore jay 😍

  • @mohammadjoynalabedinmanik489
    @mohammadjoynalabedinmanik489 2 роки тому +47

    এক কথায় অসাধারণ,
    বেচে থাকবে হাজার বছর মাটি ও মানুষের গান।
    জয় বাংলা।💗🇧🇩💗

  • @janealom1920
    @janealom1920 2 роки тому +24

    গানটাকে নতুন রূপে উপস্থাপন করার জন্য আই পি ডি সি এবং সংগীত পরিচালক পার্থ বড়ুয়া কে অসংখ্য ধন্যবাদ ।

  • @RahimaAkther-hh9fh
    @RahimaAkther-hh9fh 2 місяці тому +64

    2024 সালে কে কে দেখচেন ❤

  • @abrarvlog4804
    @abrarvlog4804 18 днів тому

    এত সুন্দর গানটা,, মনের মতো একটা গান,, মন ভালো হয়ে যাওয়ার মতো একটি গান🖤

  • @tanishaafrinliza3624
    @tanishaafrinliza3624 2 роки тому +988

    এগুলাই আমাদের আসল সংস্কৃতি। যারা এসব গান শুনে তারাই প্রকৃত বাঙালি

  • @traveling3349
    @traveling3349 2 роки тому +27

    সত্যিই অসাধারন গান দাদা
    love from india🇮🇳

  • @user-ud5lb8nq3w
    @user-ud5lb8nq3w Місяць тому +58

    2024 এ কতজন দেখছেন

  • @musicworld4306
    @musicworld4306 Місяць тому +1

    2024 সালে এসেও আমাদের Generation এর যারা যারা এসব গান শুনছে তারা আর যাই হোক ছাপরি নয় ❌ ......
    ♥♥🌸

  • @pranabdas7459
    @pranabdas7459 2 роки тому +577

    আহা, কি গাইলেন দাদা ❤️। ভারত থেকে অনেক শুভেচ্ছা রইল 🇮🇳❤️🙏

  • @parnakirtanstudio
    @parnakirtanstudio Місяць тому +1

    পর্ণা কীর্তন স্টূডিওর পক্ষ থেকে অনেক ধন্যবাদ।

  • @tumike1555
    @tumike1555 3 місяці тому

    অসাধারণ! যতবার শুনি ততই মুগ্ধ হই।

  • @debashishdasgupta8746
    @debashishdasgupta8746 2 роки тому +5

    বারংবার মনে হয় ভাষার জন্য ধর্ম নেই ভাবনায় প্রকাশে এত সুন্দর গান লিখতে গাইতে পারে একমাত্র বাঙালি

  • @tamojitsaha5625
    @tamojitsaha5625 6 місяців тому +35

    চিরন্তন গানকে ফিরিয়ে আনার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ 🙏❤️
    ভারতের আসাম প্রদেশের শিলচর থেকে নিয়মিত শুনতে থাকি। কী যে ভালো লাগে আহা!❤️

  • @kishan23496
    @kishan23496 3 місяці тому

    এই সব গান শুনলেই আমি বাঙ্গালী বলে গর্বিত আরো বেশি হয়। এমনি তো হিন্দি গান শুনি কিন্তু এইসব বাংলা গান শুনলে ওই হিন্দি গান গুলো কোথায় যেনো হারিয়ে যায়। এই পশ্চিমবঙ্গ যেনো আরো সব কিছুর দিক থেকে এগিয়ে যায়❤️🥀 ram ram 🙏🙏

  • @subrotobasu4453
    @subrotobasu4453 2 місяці тому +1

    একটি অসাধারণ সুন্দর সৃষ্টি। প্রণাম

  • @FirojAleee
    @FirojAleee Рік тому +46

    আমি অসম থেকে বলছি, জীৱনে যত গান শুনলাম এৰ থেকে সুন্দৰ প্ৰদৰ্শন কথাও দেখি নাই, অনেক অনেক ধন্নবাদ তাদেৰ যাৰা এই গানটা তইৰীৰ কাজে জঢ়িত ৰয়েছে, lots of love from Assam❤️❤️❤️❤️❤️

    • @SHANKARDAS-qr2vo
      @SHANKARDAS-qr2vo 6 місяців тому +1

      Love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩

    • @SHANKARDAS-qr2vo
      @SHANKARDAS-qr2vo 6 місяців тому +1

      ১৬ ডিসেম্বর ২০২৩ গানটা আবার শুনলাম

  • @salmasetara9437
    @salmasetara9437 2 роки тому +61

    বড্ড সুন্দর গেয়েছো বাবা, মুগ্ধ হলাম সাথে দারুণ কোরিওগ্রাফি দেখে। কিন্তু গানের কথাগুলোর যে অভিযোগ সেটা শুধু যেন গাওয়ার খাতিরেই থেকে না যায়। তার মন কিযোগায়ে চলো? চলো না চললে সে জমিদার অবশ্যই দেখা দেবেন। তার ইচ্ছেমতোন চাষ দাও দুঃখ আর থাকবেনা বারোমাস।
    ভালো থেকো সবাই।

  • @anirbanad23
    @anirbanad23 2 місяці тому

    আমার ছোট্ট ছেলে কে এই গান টা শোনানোর পর ও রোজ সোয়ার আগে এই গান তা শুনতে চায়। আজ কর্মসূত্রে বাইরে গিয়ে হোটেলের সিঙ্গল বেড এ শুয়ে এই গান শুনছি। হয়তো কালকেই আবার বাড়ি গিয়ে ছেলে মেয়ে কে দেখবো। মন টা তাও উদাস হয়ে গেল।