আহা.. কী অপূর্ব.. এমন করেই বাংলা ভাষার জয় হোক.পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি.. ধন্যবাদ আপনাদের। এতো সুন্দর ভাবে বাংলা গান পরিবেশন করবার জন্য। অফুরান শুভেচ্ছা রইলো।
আমরা যারা এপার বাঁংলায় থাকি, বাংলাদেশের ই ধরণের কাজ দেখলে সত্যিই বাঙালি হিসেবে গর্ব হয়। আমরা যারা এপার বাংলায় থাকি , এটা ভেবে লজ্জা হয় যে এই দেশে বাংলা ভাষাটা ভালো বলতে না পারাটাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের ভাইয়েদের এই অসামান্য সমস্ত কাজ মুগ্ধ করছে সত্যিই। অর্ণব ভাইকে কুর্নিশ। ❤
পুরুষ কে এত সুন্দর করে সন্মান কেউ কোন দিন করে নাই কোন গানে বা কবিতায় । 😊 দেখতে সোনার নাগর গো। চান্দের ও সমান । কি অসম্ভব সুন্দর লাইন ❤ বাংলা ভাষা আমার মায়ের ভাষা ❤ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤
অপূর্ব গেয়েছেন আপনারা। ভারত থেকে অভিনন্দন জানাচ্ছি। " দেখা না দিলে বন্ধু কথা কইও না ", এই গানটা মনের ভিতরে কোথায় গিয়ে গেঁথে গেলো। আহা কতকাল বাদে একটা ভালো লোক সংস্কৃতির গান শুনলাম।❤
বাংলাদেশের শিল্পিরা কতটা টেলেন্ট ও রুচিশীল তা এই গানের মাধ্যমে প্রকাশ পায়। এত ভালো গান এত সুন্দর এক্সপ্রেশন, এত মেনেজমেন্ট দেখে সত্যিই এখন মনে হচ্ছে যে আমাদের দেশে ভালো মানের শিল্পি আছে। যাদের কণ্ঠের সুরে শ্রোতা বিমোহিত হয়। সত্যিই অসাধারন,, কতবার যে শুনেছি আর কত বার শুনব জানি না। আপনাদের জন্য শুভকামনা।
এমন সব পুরতন মনিমুক্তার উদ্ধার করে নতুন প্রজন্মের মাঝে রুচির পুনরুদ্ধার করা সত্যিই গর্বের ও সাফল্যের কাজ। ধন্যবাদ কোক স্টুডিও বাংলা, ধন্যবাদ ইমন চৌধুরী ভাইকে ও পুর সেটকে😊
বাংলা ভাষার প্রতি সম্মান আর সঠিক মর্যাদা দান একমাত্র বাংলাদেশেই সম্ভব। নত মস্তকে স্বীকার করলাম, আর সম্মান ভালোবাসা দিয়ে গেলাম। বাংলা ভাষার সঠিক স্বীকৃতি আমরা এভাবে কোনদিন দিতে পারবো না। ইতি এক পশ্চিমবঙ্গ বাসী ❤❤🇮🇳🇮🇳
আমি পশ্চিমবঙ্গবাসী। বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রিক যা কিছু চর্চা বর্তমানে হচ্ছে, বাংলাদেশ তার প্রায় প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে কয়েক শত গুণ এগিয়ে আছে। প্রতিটি সংস্কৃতির highs and lows থাকে, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্ষেত্রেও কিছু দুর্বলতা, প্রতিবন্ধকতা থাকতে পারে যা বাংলাদেশী বন্ধুরা আরও ভালো বুঝতে পারবেন। কিন্তু এপার বাংলায় ভাষাচর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে বুঝতে পারি, বাংলার প্রাণভোমরা এখন বহুলাংশে বাংলাদেশের হাতে। আপনারা পারবেন তাকে বাঁচিয়ে রাখতে। ❤
গানটি শোনার পর নিজেকে বাঙালি বলে গর্ব হচ্ছে। প্রতিটি জনমে এই বাংলা ভাষাকে চাই। অসংখ্য ভালোবাসা রইলো এমন সুন্দর একটা গান উপহার দাওয়ার জন্য। Love from Bangladesh.❤❤❤
ফেসবুকের রিল দেখতে দেখতে হঠাৎ এই গানের সুরে একটা ভিডিও দেখলাম, গানটার সুরটা শুনতেই সাথে সাথে ইউটিউবে সার্চ করলাম, আর পুরো গানটা শুনলাম। এতো এতো ভালো লাগলো মনটা ভরে গেছে সত্যি, বাংলা ভাষা নিজের ভাষার গান এতো সুন্দর এতো মুধুর ভাবে ফুটিয়ে তুলা হয়েছে সত্যি মনটা ছুয়ে গেছে। ধন্যবাদ কোক স্টোডিও বাংলাকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।
আমি পশ্চিমবাংলার বাসিন্দা এবং আমার মাতৃভাষা বাংলাকে মনের অন্তস্থল থেকে ভালবাসি, আমি চাই এইভাবে বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে মানুষের মাঝে , অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ও কোক স্টুডিও বাংলা কে।
বাংলাদেশ নামে রয়ে গেছে বাঙালি এর অল্প কিছু রয়েছে কয়েক বছর পর মুসলিম দেশে পরিণত হবে । ইতিহাস সাক্ষী আমরা ভারতবাসী যাদের পাকিস্তানি দের হাত থেকে স্বাধীনতা দিলাম তারা এখন ভারত বিরোধী
দেখিতে সোনার নাগর গো চান্দের ও সমান... এত সুন্দর করে পুরুষ জাতিকে এর আগে বোধহয় কেউ সন্মানিত করে নাই কোন গানে বা কবিতায়,❤️❤️ যতো বার রিপ্লাই দিবে হয়তো ততো বার ই এতো সুন্দর একটা গান সুনতে পারবো....🌹🌹🌹
বাংলার পাতার তৈরি বাশি, বাদ্যযন্ত্র, বারো মাসের রুপ, দুই বদ্ধুর অভিমান, শাড়িতে বাংলার নারি এত সুন্দর ভাবে একটা প্লাটফর্মে তুলে ধরা আসলেই অসাধারণ বলে প্রকাশ করা যাবে না❤❤
আমি একজন পশ্চিমবঙ্গবাসী এরকম একটা অসাধারণ গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️ "যেমন গানের কথা গুলো" ঠিক তেমনই সুর ❤❤ অনেক অনেক শ্রদ্ধা এই গানের সাথে যুক্ত প্রত্যক শিল্পীকে ❤ এরকম গান আরও চাই ❤
@@MJR_Variant swadhin from what bro? Each and every aspect we are proud to be Indian . Stop being confused between state vs country. Bangla r moto erom 100+ vasa chole india te ei diversity tai beauty.
একসময় 90 এর দশকের ব্যান্ড এর গান শুনে অভ্যস্ত আমরা এই গান কিছুদিন আগেই শুনলাম। এত সুন্দর একটা গান। ভাষায় প্রকাশ সম্ভব না এর অনুভূতি। আমার ৮ বছর বয়সী মেয়ে সারাক্ষণ এই গান গেয়ে যাচ্ছে আর ওর বাবা জানতে চাইছে ও কি গান গাইছে, কোথায় শুনল😅 এভাবেই আমাদের ভাষা আর সংস্কৃতি যেনো ছোট বড় সবার মাঝে ছেয়ে থাকে। অসাধারণ❤
সাবাস বাংলাদেশ ❤ তোমাদের স্যালুট জানাই, আমি একজন ভারতীয় বাঙালি হয়ে বলছি ফিউশন এ তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে, কিছু বলার নাই coke studio বাংলা অনেক ধন্যবাদ ❤
অসাধারণ একটি গান🥰 গানটির প্রতিটি অংশে বিস্ময়। শুরুটা হয়েছে পাতার বাঁশি দিয়ে, তারপর আলেয়া বেগমের পাওয়ারফুল ভয়েস, তারপর কোরাস, তারপর শিবলু মৃধার সফট ভয়েস, ইমন চৌধুরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজানো সেতারের ঝঙ্কার .. তৈরি হয়ে গেলো একটি মাস্টারপিস।
আমার কাছে গানটার প্রাণ হচ্ছে রিদম, সেখানে পুরো পারকাশন টিমের কাজ বিশ্বমানের হয়েছে। মিঠুন চক্র এবং বিশেষ করে ঢাক, ঢোল, ঢোলক যারা বাজিয়েছেন তারা ম্যাজিকের নেপথ্যের কারিগর।
আহা আহা কি অপূর্ব। আমি গর্বিত আমি বাঙালী,আমার মাতৃভাষা বাংলা, এই ভাষাকে কখনোই বিলুপ্ত হতে দেওয়া যাবে না, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি,কাঁটাতারের বেড়াতে কখনোই বাঙালিকে আলাদা করা যাবে না,দুই বাংলার মন প্রান এভাবে একাকার হয়ে যায় যেন।
অসাধারণ কম্পোজিশন। এখন পর্যন্ত সেরা হয়েছে ❤️🩹❤️🩹❤️ এখনকার অনেক জনপ্রিয় গানের কারিগর ইমন চৌধুরী ❤।। ভারতের এ আর রহমান এর মতো বাংলার একজন ইউনিক শিল্পী ইমন চৌধুরী। 🎉🎉
এই গানে যারা Instrument বাজিয়েছে তারা জাস্ট ফাটায়া দিছে, বিশেষ করে ভায়োলিন পার্টটা বেস্ট ছিলো।কম্পোজিশন, লিরিক্স & প্রেজেন্টেশন সবকিছু এই গানটাকে কোক স্টুডিও বাংলার সেরা গানে পরিণত করেছে 👌
বাংলাদেশ ও যে নিজস্ব সংস্কৃতি কে বিশ্বে সকলের কাছে এত সুন্দর ভাবে তুলে ধরতে পারে এটি তার অনন্য দৃষ্টান্ত। এই গান আজ সারা বিশ্বে তার প্রশংসায় পঞ্চমুখ। খুব ভালো লাগছে ❤❤❤ With love from কলকাতা।।
আমাদের মধ্যে থেকে বাঙালি রীতি নীতি সব মুছেই যাচ্ছে,আর মধ্যে বাংলাদেশর এই গান বাঙালির রীতি নীতি কে বাঁচিয়ে রাখবে❤️❣️, ভারত থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো
One of my students introduced me to this song. He is from Bangladesh and I couldn’t believe my ears, this is real music. From the lyrics from all the mix of instruments. I can’t thank him enough. I shared this video to my facebook and so far a lot of my family and friends have loved it. This is real music ladies and gentlemen. 👏👏👏 I am a Colombian born Canadian and bravo 👏 you have definitely raised the bar high with this. Once again, extraordinary.
আমি পশ্চিমবাংলা থেকে বলছি |অমর সৃষ্টি |আপনারাই পারবেন এই ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে |আমাদের এখানে তো বাংলার সাথে কিছু ইংরেজির না মেশালে বাংলা ভাষা ঠিক জমে না |এখন নতুন কিছু বাঙালির সৃষ্টি হয়েছে তারা বলেন বাংলাটা আমার ঠিক আসে না😢
গানটি যখনই শুনছি শরীরের লোম গুলো কাটা দিয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে আসলে এত সুন্দরভাবে বাংলা ভাষাকে সম্মান জানিয়ে গানটি করা হয়েছে এক কথায় অসাধারণ
যে দেশটা দেখতে এত্ত সুন্দর সেই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমার বাংলাদেশ। এই মাটি মিলে মিশে থাকার আর ভালো গান শোনার আর শোনাবার দেশ। অনেক ধন্যবাদ আরেকটা ভালো গান উপহার দেওয়ার জন্য। আমার সোনার বাংলা আমি তোমায় অনেক বেশি ভালোবাসি।
@@omkarbiswas6536 We the people of Bangladesh went to war in 1971, to become Peoples republic of Bangladesh NOT Islamic republic of Pakistan again. All citizens are equal in this land. No minorities no majorities. You practice your religion personally and others to do the same. There is a reason why Bangladesh went to war. সব বাঙালিরই বাংলাদেশ। খালি ধর্ম নিয়ে যারা ঘৃণা ছড়ায় বাড়াবাড়ি করে (সে যে ধর্মের হোক) সে সব আগাছাদেরকে নিয়মিত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলে অনেক সম্ভবনা আছে। এক প্রজন্ম ধর্মান্ধ গাধা ছিল বলে কি পরের প্রজন্ম মন পরিবর্তন করবে না? Religious politics apart the song and the music is very nice. Thank you Coke Studio Bangla 🙂🙏
ধন্যবাদ বাংলাদেশ । বাংলা ভাষার গান ও যে এত সুন্দর হতে পারে তা শুধু বাংলাদেশ থেকেই আশা করা যায় । এই রকম আরো সুন্দর সুন্দর গান শুনতে চাই । Love From India (West Bengal ) ❤
এসব গান বহু আগে থেকেই আছে, সমস্যা হচ্ছে আমাদের ,আমরা এসব গান শুনি না, বার মাসে বার ফুল গানটা মৈমনসিংহ গীতিকার! এখন বলেন মৈমনসিংহ গীতিকার বই আপনি দেখেছেন, বা কয়জন দেখেছে! এসব গানই আমাদের আসল হাজার বছরের বাঙালি সংস্কৃতি, যা অন্য কারো নেই, কত মধুর আমার বাংলা গান !!!!
@@dipsaha2135 অবশ্যই ভাই আপনার মা বাবার জন্মভূমি আর আপনারও দেশ🥰🥰ভারতে যেমন আপনার এই বাংলাদেশের ও ছেলে আপনি কারণ আপনার রক্ত এখান থেকেই🥰🥰 আপনার নিমন্ত্রণ রইলো 🥰🥰আমাদের নারায়ণগঞ্জেও আসবেন🥰🥰 আর আপনার মা বাবার জন্মভূমি কোন জেলায়???
আলেয়া বেগম এর স্টার্টিং পয়েন্টটা সত্যিই মনোমুগ্ধকর ছিলো এবং উনার সারা গানেই পারফরমেন্স দুর্দান্ত ছিলো । এত্তো সুন্দর আয়োজন আমরা একমাত্র কোক স্টুডিও বাংলা থেকেই আশা করতে পারি । ধন্যবাদ সবাইকে এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য ।।
পশ্চিমবঙ্গের মানুষগুলোও আমাদেরই মানুষ,বাংলার মানুষ।আপনাদের কোক স্টুডিও বাংলার প্রতি ভালোবাসা আমাকে আন্দোলিত করে।এর কারণ আমি একজন বাংলাদেশী।বাংলা গান তৈরি হয় পুরো বাংলাভাষী জনগোষ্ঠীর জন্য।অন্য ভাষার মানুষ পছন্দ করলে তো কথাই নেই।সবার মতো এই গানটা আমারও খুব প্রিয়।🖤🙏
গত কাল গানটা শোনার পর থেকে এখনো এই গান তাই শুনে যাচ্ছি,কোনো ভাষা নেই বস যে বলবো, শুধু এত টুকুই বলব ধন্যবাদ এত সুন্দর একটি গান শোনানোর জন্য,Lv from India (Assam)🇮🇳❤️🇮🇳❤️🇮🇳❤️
ami je koto bar gan sunlam..hisab nei............ki gannn...........ohhhh.......awesome work Coke Studio Bangla.....special thank u mam Aleya Begum..& Shiblu Mredha..love u india & love u bangladesh
হে তবে আমরা চাই অখণ্ড বাংলা আর তোমরা চাও অখণ্ড ভারত তাহলে কিভাবে হবে? বাংলাদেশিরা স্বাধীন ভাবে নিজের ভাষার পরিচয় দিতে চায় কিন্তু পশ্চিম বঙ্গের মানুষ দিল্লির দাদাদের কথায় উঠে বসে
@@abdulgaffar4597-g7h adaptibility k liye Hindi English hota hain but Bharat Main more Dan 121 languages hain n according to constitution 22official language n different from each other jaise global adaptability English ki hain waise hi Bharat main sab log hindi English smjhte hain isiliye adaptability hoti hain tats but 22 official languages hain har ek ki apni pehchan hain n language k upar base kar k states hain
@@abdulgaffar4597-g7h yes dono region main aacceptability English hoti hain but jab apas main baat karte local area main den apne mother tongue main hi baat krte hain Bharat bohut language sabko sab samajh nhi aata n ek bharatiya ko more 2 3 languages bolna ata hi ek mother tongue 2nd one Hindi 3rd English n 4 any others
আমি শুধু ভাবছি গান গাওয়ার পরিবেশ টাকেও কি সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। দুই গায়ক গায়িকা সত্যিই কেও কাওকে না দেখেই গান টা গাইছেন "দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না..."❤️ সত্যিই দেখা না দিয়েও কতো কথা বলে ফেলা যায় তাই না ❤️
As an Indian, as a bengali, as a so called musician and music lover, this song is representing our root, capabilities, culture, moods, capabilities to the international music, I really hats off Bangladesh Music. It's my opinion, this is the one of the best contribution from BD musicians to the world.. I really admire😊❤
বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছোট্ট বেলা থেকেই ৷ কিন্তু এই রকম গান শুনে সত্যি মনটা ভরে গেলো... গানটা মনের মানসিক যন্ত্রণা দূর করে দিলো .....জয় বাংলা জয় 🙏✊️✊️❤️
I'm an American who cant speak or understand Bangla, But this song is just so wonderful that I been listening to this song on repeat. Much love to the Bengalis
this is just surprising how Coke Studio Bangla started their journey much later than their Indian and Pakistani counterparts and the magnanimous amount of growth they've made in quality music production. Forgive my bias if that's what you make of my opinion, but Coke Studio Bangla deserves a great ton of respect, hands down! Love what you guys do! Please keep going!
The Bangla region always has been blessed with such beautiful poets/writers and musicians and we grew up listening this kinds of music be it classical, folk or mix of both especially rock music it’s just now people getting to see it and credit goes to coke studio x arnob for doing that.
@@anisulislam1 Compare to Indian Coke Studio, Bangla Coke Studio is far better than them and Pakistan is good on their own way as they have come a long way and know what the audience wants.
Coke studio bangla already blockbuster in Bangladesh...as population and bangla Speaker.... You can say much better growth than Pakistan and india coke studio within 2 years...massive success... It will be best coke studio in entire world if they continue like Pakistan coke studio
tbh the way coke studio bangla grew so fast it made me feel proud of bangladesh. as we were once one country, and the glory of coke studio Pakistan and bangla shows how both countries have so much in common and potential.
বাংলা ভাষার মাদকতায় আরও একবার মাতাল হলাম। বাংলাদেশের আপামর জনগণকে অজস্র ধন্যবাদ নিজেদের অতীতকে এখনো বাঁচিয়ে রাখার জন্য। পড়শী দেশ থেকে অনেক শুভেচ্ছা। 🙏
অবশেষে কোক স্টুডিও এর কল্যাণে আমরা ও বলতে পারব যে Bangladesh is the place where we create masterpiece songs . বাংলা গানের সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ কোক স্টুডিও ❤❤❤❤🇧🇩
আমার বয়স 15 পশ্চিম বঙ্গ থেকে বলছি। আমি আমার বুকে হাত রেখে বলছি বাংলা ভাষা কে হারাতে দেবো না। বাংলার ঐতিহ্য বহু কাল পুরোনো এই ঐতিহ্য কে ধরে থাকা আমাদের কাজ। গর্ব করে বলো 'আমি বাঙালি'।
আহা.. কী অপূর্ব.. এমন করেই বাংলা ভাষার জয় হোক.পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি.. ধন্যবাদ আপনাদের। এতো সুন্দর ভাবে বাংলা গান পরিবেশন করবার জন্য। অফুরান শুভেচ্ছা রইলো।
Good for your decision
❤❤
😇+🎉🟰🤩
Apnara Bangladesh er Manus k ato valobasen, amader desher Hindu soprodayer manuserao ,money hoy ato valobasena, selut apnader❤ bangalira sottoi onek Valo, onek binoi, sobai bujhena
"দেখা না দিলে বন্ধু কথা কইয়োনা"অভিমানী দুই বন্ধু গাছের দুই আড়ালে, কেউ কাওকে দেখা দিচ্ছেনা,নিজেদের মতোই বিলাপ করে যাচ্ছে,what a conceptual treat! ❤
অসাধারণ চিন্তাধারা। সত্যিই মুগ্ধ হওয়ার মত।
@@themenmusic24.
এইতো আপনিই বলে দিলেন! আসলেই মনোমুগ্ধকর।
Kivabe j milalen
Sotti salute
Aita kinto Pala gan ER concept 😊
রুচির দুর্ভিক্ষ চলাকালীন সময়েও এইসব গানের শিল্পী এবং শ্রোতাদের রুচির প্রতি সম্মান জানাই 💖
ধন্যবাদ Coke Studio বাংলা 🇧🇩💖
Well said
😢
Absolutely ✌️
আপনি তুই কিডা
অসাধারণ ❤❤❤
অসাধারণ প্রয়াস.... বাংলা গান আপনাদের হাত ধরেই বেঁচে থাকবে... এতো আবেগ, বাংলা গানে... শুনতে শুনতে চোখ থেকে জল গড়িয়ে গেল... অপূর্ব... অভিনন্দন সকলকে, এতো সুন্দর উপহার দেওয়ার জন্য....❤️❤️❤️❤️❤️....
😢❤
❤❤❤❤❤❤
❤️❤️❤️
আমরা যারা এপার বাঁংলায় থাকি, বাংলাদেশের ই ধরণের কাজ দেখলে সত্যিই বাঙালি হিসেবে গর্ব হয়। আমরা যারা এপার বাংলায় থাকি , এটা ভেবে লজ্জা হয় যে এই দেশে বাংলা ভাষাটা ভালো বলতে না পারাটাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের ভাইয়েদের এই অসামান্য সমস্ত কাজ মুগ্ধ করছে সত্যিই। অর্ণব ভাইকে কুর্নিশ। ❤
আমার দেশ নিয়ে এত সুন্দর কমেন্ট করার জন্য,, আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍
খুব সুন্দর বলেছেন #দিদিভাই।
Love it.আমি বাংলায় গান গাই ❤️
❤
দোষটা তো আমাদেরই তাই না?
লাইক পেয়েছেন তো , বেশ 😂😂😂
পশ্চিমবঙ্গ থেকে, ওপার বাংলা কে ধন্যবাদ এতো সুন্দর বাংলা গান বিশ্বকে উপহার দেওয়ার জন্য
Eta Bangladesh! Opar epar ki?
Uni Indian. Tai amader ei pasher bangla ke opar bangla bole.
@@sadiahaquekhan6003 boleche to ki hoyeche???
Epar opar bolar ki ase? Amader etto picchil prem dorkar nai. Amader je name shei name ei amra gorrbito.
@@sadiahaquekhan6003 100 % AGREE,,,NEKAMO ,MARAY BANGLADESH BOLTE LOJJA LAGE ODER
আমি একজন ভারতীয় বাঙালি। ধন্যবাদ বাংলাদেশ এরকম কিছু গান আমাদের উপহার দেবার জন্য। বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য।
Bangla shongskiti sob somoy tikey takbey jotodin Bangladesh achey🤍🇧🇩 No tension
❤❤❤❤❤
@@musicfrombangladeshlllll
ধন্যবাদ দাদ আপনাদেরকে
@@IhaventMemes shudu amader hujurder theke bachate hobe
পুরুষ কে এত সুন্দর করে
সন্মান কেউ কোন দিন করে নাই
কোন গানে বা কবিতায় । 😊
দেখতে সোনার নাগর গো।
চান্দের ও সমান । কি অসম্ভব সুন্দর লাইন ❤
বাংলা ভাষা আমার মায়ের ভাষা ❤
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি ❤
অপূর্ব গেয়েছেন আপনারা। ভারত থেকে অভিনন্দন জানাচ্ছি। " দেখা না দিলে বন্ধু কথা কইও না ", এই গানটা মনের ভিতরে কোথায় গিয়ে গেঁথে গেলো। আহা কতকাল বাদে একটা ভালো লোক সংস্কৃতির গান শুনলাম।❤
অপুর্ব একটা গান। মিউজিক কম্পোজিশন সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ❤❤
,,,,,
11111@@shahnazchowdhury1819
বাংলাদেশের শিল্পিরা কতটা টেলেন্ট ও রুচিশীল তা এই গানের মাধ্যমে প্রকাশ পায়। এত ভালো গান এত সুন্দর এক্সপ্রেশন, এত মেনেজমেন্ট দেখে সত্যিই এখন মনে হচ্ছে যে আমাদের দেশে ভালো মানের শিল্পি আছে। যাদের কণ্ঠের সুরে শ্রোতা বিমোহিত হয়। সত্যিই অসাধারন,,
কতবার যে শুনেছি আর কত বার শুনব জানি না। আপনাদের জন্য শুভকামনা।
আমি তো অনেক বার শুনছি অনেক বালো লাগে গানটা❤❤❤❤❤ এসব গানে শুনতে আলাদা একটা মজা লাগে যতো বার শুনি ততবার ভালো লাগে
একদম ঠিক বলেছেন। 🎉🎉🎉
বমিও হাজারবার শুনছি
❤
❤
এমন সব পুরতন মনিমুক্তার উদ্ধার করে নতুন প্রজন্মের মাঝে রুচির পুনরুদ্ধার করা সত্যিই গর্বের ও সাফল্যের কাজ। ধন্যবাদ কোক স্টুডিও বাংলা, ধন্যবাদ ইমন চৌধুরী ভাইকে ও পুর সেটকে😊
পুরোনো গা নতুন করে এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
❤
এটা পুরোনো গান না। আমাদের এক প্রতিভাধর গীতিকারের লেখা।
দেখা না দিলে বন্ধু কথা কইয়োনা"অভিমানী দুই বন্ধু গাছের দুই আড়ালে, কেউ কাওকে দেখা দিচ্ছেনা,নিজেদের মতোই বিলাপ করে যাচ্ছে,what a conceptual treat! ❤
বাংলা ভাষার প্রতি সম্মান আর সঠিক মর্যাদা দান একমাত্র বাংলাদেশেই সম্ভব। নত মস্তকে স্বীকার করলাম, আর সম্মান ভালোবাসা দিয়ে গেলাম। বাংলা ভাষার সঠিক স্বীকৃতি আমরা এভাবে কোনদিন দিতে পারবো না। ইতি এক পশ্চিমবঙ্গ বাসী ❤❤🇮🇳🇮🇳
Thanks for your nice complement
❤️❤️
হুম
❤
❤♥️🇧🇩🇧🇩🇧🇩♥️♥️
একজন ভারতীয় বাঙালি হিসেবে গর্বিত বাংলা ভাষার মাধুর্য নিয়ে।🥰🥰
""""দেখা না দিলে বন্ধু কথা কইও না"""
প্রেমের কোনো ভাষা হয় না গান ছাড়া😊
❤❤❤❤.
মাতৃভাষা কে একমাএ সন্মান দিয়েছে আমাদের বন্ধু দেশ বাংলাদেশ ❤ বাংলাদেশের মানুষের জন্যে ভালোবাসা অফুরন্ত। ইন্ডিয়া থেকে
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️
আমরা এবং আপনারা বাঙালি হওয়া সত্তেও আজ আমরা বিভক্ত দুটি দেশে, সবি করলো পাকিস্তান ঘৃণা জানাই এদের।
Best of luck bosudeb from bangladesh(YOUNUS)
হয়তো এই ভাষার জন্য আমরা আবার একদিন এক হয়ে যাবো।
India o kom jai na. From Bangladesh ❤
কমেন্টের উপর ডাবল ক্লিক করলে যে লাইক হয়, তা আজকেই জানলাম😊😳
৩বার ট্যাপ করলে রিপ্লাই হয়।
Tui duniyar theke tahole onek late cholchhis
Apnar seta 😂
Ami apner cmmnt dekhe janlam
me too❤❤
আমি পশ্চিমবঙ্গবাসী। বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রিক যা কিছু চর্চা বর্তমানে হচ্ছে, বাংলাদেশ তার প্রায় প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে কয়েক শত গুণ এগিয়ে আছে। প্রতিটি সংস্কৃতির highs and lows থাকে, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্ষেত্রেও কিছু দুর্বলতা, প্রতিবন্ধকতা থাকতে পারে যা বাংলাদেশী বন্ধুরা আরও ভালো বুঝতে পারবেন। কিন্তু এপার বাংলায় ভাষাচর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে বুঝতে পারি, বাংলার প্রাণভোমরা এখন বহুলাংশে বাংলাদেশের হাতে। আপনারা পারবেন তাকে বাঁচিয়ে রাখতে। ❤
Thanks, man
Bal, jara besirvag kothay arbi use kore tara abar bangla bachate jachhe.
ভয় নাই দাদা আছি তো। পৃথিবীতে আমাদের বাঙালী জাত নামেই চেনে।
@@neloykantisaha8469amara arbi use kori na vai
❤️
"দেখিতে সোনার নাগর গো চান্দের ও সমান".... এত সুন্দর করে পুরুষ জাতিকে এর আগে বোধহয় কেউ কখনো সম্মানিত করে নি কোন কবিতাই বা গানে❤❤
Hmm right ❤❤
এটা ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া হয়েছে
অবশ্যই করেছে ... বৈষ্ণব পদাবলী পড়ুন ।
" কি হেরিলাম অপরূপ গোড়া গুনোনিধি ।
কত চাঁদ নিঙ্গারিয়া নিরমিল বিধি ।। "
' সোনার নাগর ' বলতে চৈতন্য মহাপ্রভু কেই বোঝাই ।
❤️❤️❤️❤️❤️❤️❤️
@@palashdas5560😂😅 ময়মনসিংহ গীতিকায় চৈতন্য কখন এলো??
আহা... কতই না মধুর আমার মাতৃভাষা। Love from India ❤️ 🇮🇳 🇧🇩
❤❤❤
❤Bangladesh❤️
Sweetest language in the world
@@mricon6685sem to u and Eng is wold ftg ok's ❤
❤❤🇮🇳🇧🇩😇
Спасибо Бангладеш 🇧🇩 за эту Великую песню. С любовью из России 🇷🇺
Yo a russian listening to a bangla song was unexpected 💀
@@yallneedtochill6076Right ❤
গানটি শোনার পর নিজেকে বাঙালি বলে গর্ব হচ্ছে। প্রতিটি জনমে এই বাংলা ভাষাকে চাই। অসংখ্য ভালোবাসা রইলো এমন সুন্দর একটা গান উপহার দাওয়ার জন্য। Love from Bangladesh.❤❤❤
Eto gorbo kore luv nai 😂 Durniti dekhle abar bolben Bangali hoiye pap korsi
Bojha baindha lau
'লাভ ফ্রম বাংলাদেশ ' কেনো?🤣
বাংলাদেশেরই তো গান।কোন জগতে থাকেন আপনারা বুঝিনা😊
৷ আমি এই গান শুনে আনন্দিত ❤❤❤
❤❤❤
ফেসবুকের রিল দেখতে দেখতে হঠাৎ এই গানের সুরে একটা ভিডিও দেখলাম, গানটার সুরটা শুনতেই সাথে সাথে ইউটিউবে সার্চ করলাম, আর পুরো গানটা শুনলাম। এতো এতো ভালো লাগলো মনটা ভরে গেছে সত্যি, বাংলা ভাষা নিজের ভাষার গান এতো সুন্দর এতো মুধুর ভাবে ফুটিয়ে তুলা হয়েছে সত্যি মনটা ছুয়ে গেছে। ধন্যবাদ কোক স্টোডিও বাংলাকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।
আমি পশ্চিমবাংলার বাসিন্দা এবং আমার মাতৃভাষা বাংলাকে মনের অন্তস্থল থেকে ভালবাসি, আমি চাই এইভাবে বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে মানুষের মাঝে , অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ও কোক স্টুডিও বাংলা কে।
অনেক ভালোবাসা আপনার জন্য নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে 🥰🥰🇧🇩🇧🇩
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, গোপালগঞ্জ থেকে বলছি 😊
বাংলাদেশ নামে রয়ে গেছে বাঙালি এর অল্প কিছু রয়েছে কয়েক বছর পর মুসলিম দেশে পরিণত হবে । ইতিহাস সাক্ষী আমরা ভারতবাসী যাদের পাকিস্তানি দের হাত থেকে স্বাধীনতা দিলাম তারা এখন ভারত বিরোধী
ধন্যবাদ
ধন্যবাদ
দেখিতে সোনার নাগর গো চান্দের ও সমান... এত সুন্দর করে পুরুষ জাতিকে এর আগে বোধহয় কেউ সন্মানিত করে নাই কোন গানে বা কবিতায়,❤️❤️ যতো বার রিপ্লাই দিবে হয়তো ততো বার ই এতো সুন্দর একটা গান সুনতে পারবো....🌹🌹🌹
আমি ভারতীয়। বাংলাদেশ আমার খুব প্রিয়, গান গুলিও আসাধারন, চোখ গেল পাখি, নদির কূল নাই, চিলতে রদে, গান গুলিতে গায়ক গায়িকা জীবন্ত প্রান প্রতিষ্ঠা করেছেন।
Thank you for your nice comment.
আইসেন সময় করে আপ্যায়ন দেখে আর বাড়ী ফিরতে মন চাইবে না ভাইয়া ❤❤❤
বাংলার পাতার তৈরি বাশি, বাদ্যযন্ত্র, বারো মাসের রুপ, দুই বদ্ধুর অভিমান, শাড়িতে বাংলার নারি এত সুন্দর ভাবে একটা প্লাটফর্মে তুলে ধরা আসলেই অসাধারণ বলে প্রকাশ করা যাবে না❤❤
Bangladesh jinda bad
আমি একজন পশ্চিমবঙ্গবাসী
এরকম একটা অসাধারণ গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️ "যেমন গানের কথা গুলো" ঠিক তেমনই সুর ❤❤
অনেক অনেক শ্রদ্ধা এই গানের সাথে যুক্ত প্রত্যক শিল্পীকে ❤
এরকম গান আরও চাই ❤
Good
আপনারা স্বাধীনতা আন্দোলন শুরু করুন, স্বাধীন হয়ে যান।আর কতো পরাধীন থাকবেন।
@@MJR_Variant Already sadhin
@@MJR_Variantসার্বভৌমত্ত অর্জন করুন ❤
@@MJR_Variant swadhin from what bro? Each and every aspect we are proud to be Indian . Stop being confused between state vs country. Bangla r moto erom 100+ vasa chole india te ei diversity tai beauty.
একসময় 90 এর দশকের ব্যান্ড এর গান শুনে অভ্যস্ত আমরা এই গান কিছুদিন আগেই শুনলাম। এত সুন্দর একটা গান। ভাষায় প্রকাশ সম্ভব না এর অনুভূতি। আমার ৮ বছর বয়সী মেয়ে সারাক্ষণ এই গান গেয়ে যাচ্ছে আর ওর বাবা জানতে চাইছে ও কি গান গাইছে, কোথায় শুনল😅 এভাবেই আমাদের ভাষা আর সংস্কৃতি যেনো ছোট বড় সবার মাঝে ছেয়ে থাকে। অসাধারণ❤
সাবাস বাংলাদেশ ❤ তোমাদের স্যালুট জানাই, আমি একজন ভারতীয় বাঙালি হয়ে বলছি ফিউশন এ তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে, কিছু বলার নাই coke studio বাংলা অনেক ধন্যবাদ ❤
আমি এক জন ভারতীয় মানুষ বাংলাদেশকে সেলুট জানাই আমাদের এরকম একটা গান উপহার দিয়ার জন্য ❤🇧🇩🤝🇮🇳❤
❤❤
ধন্যবাদ@@HopefulRussellTerrier-md9vw
ধন্যবাদ ❤❤❤❤
আমি আপনাদের ভারত কে বয়কট করি
apnakeo salute
এরকম গান শুধু বাংলাদেশেই সম্ভব , ❤️❤️
3000 Loves from West Bengal ❤️❤️
2:07 অসাধারণ। Just love it ❤
অসাধারণ একটি গান🥰
গানটির প্রতিটি অংশে বিস্ময়।
শুরুটা হয়েছে পাতার বাঁশি দিয়ে, তারপর আলেয়া বেগমের পাওয়ারফুল ভয়েস, তারপর কোরাস, তারপর শিবলু মৃধার সফট ভয়েস, ইমন চৌধুরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজানো সেতারের ঝঙ্কার ..
তৈরি হয়ে গেলো একটি মাস্টারপিস।
❤❤❤❤❤❤
আমার কাছে গানটার প্রাণ হচ্ছে রিদম, সেখানে পুরো পারকাশন টিমের কাজ বিশ্বমানের হয়েছে। মিঠুন চক্র এবং বিশেষ করে ঢাক, ঢোল, ঢোলক যারা বাজিয়েছেন তারা ম্যাজিকের নেপথ্যের কারিগর।
পাতার বাঁশিটা, ঢোলের স্লো-মোশন আর লম্বা চুল ওয়ালার সম্ভবত এটাকে সেতার
বলে।এই তিনটা হৃদয়ে দোলা দিয়ে গেছে।❤❤❤
আহা আহা কি অপূর্ব। আমি গর্বিত আমি বাঙালী,আমার মাতৃভাষা বাংলা, এই ভাষাকে কখনোই বিলুপ্ত হতে দেওয়া যাবে না, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি,কাঁটাতারের বেড়াতে কখনোই বাঙালিকে আলাদা করা যাবে না,দুই বাংলার মন প্রান এভাবে একাকার হয়ে যায় যেন।
তারপরও মানুষের মধ্যে কতো বিবাধ দ্বন্দ্ব 😢
Nothing can divide Bengal in our hearts!
কোন জায়গায় থাকে বলছেন
দুই বাংলার মানুষের মধ্যে ভালোবাসা আরো রাড়িয়ে দিলেন, আমি বাংলাদেশে থেকে অফুরন্ত ভালোবাসা রইলো 🙂🇧🇩💝
Tui bangladesh er sathe mile ja
পশ্চিমবঙ্গের ভাই দের কমেন্ট গুলু পড়ে চোখে পানি চলে আসলো। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। ধন্যবাদ সবাইকে
আমার ও ভাই
❤❤❤
Amra ki alada .. r west bengal r Bangla ki alada.. sob ak .. border er baire vabun . Kno vived nei
পশ্চিমবঙ্গো তো বাংলাদেশের একটা অংশো। আজ যদি পশ্চিম বঙ্গো বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশ কতো এগিয়ে যেত
Chudir vai
Kya Jadu Hai Bengali Songs me..!!❤❤ Just Awesome Wonderful ..!!
গানের কথার মতই দুজন দুজনকে না দেখে, না তাকিয়েই পুরো গান শেষ করলেন। এ যেন অভিমানী গানের জন্য এক অনবদ্য পরিবেশনা। ❤❤❤❤❤❤
বাহ্ আপনার উপলব্ধি সুন্দর 😮
ব্যাপার টা হলো, এখানের সবার ই ভালোবাসার মানুষ আলাদা,সবাই সবার ভালোবাসা কে অনুভব করছে আপন মনে
অসাধারণ গান, ভালোবাসা রইলো ত্রিপুরা(ভারত) থেকে. 🇮🇳🇮🇳🇮🇳
bdrpolaa bangladesh er gaan
ত্রিপুরার কোথায় আপনার বাড়ি??
@@egameboosterDharmanagar 😊
@@tomal6031kano dekha baron sala modi r gu khao mal naki tui
Thnx❤...LOVE from Bangladesh ❤❤
সেতার যে এভাবেও বাজতে পারে সেটা পুরো দুনিয়াকে দেখিয়ে দিলেন একজন ইমন চৌধুরী! অসাধারণ সঙ্গীতায়োজন!
আবারও ধন্যবাদ কোক স্টুডিও বাংলা'র সবাইকে ❤
এ আর রহমানের কনসার্টে একজন সেতার বাদক আছে । উনার ভিডিও দেইখেন
অসাধারণ বাজিয়েছেন
Apni amar moner kothai bolcen,amio atai vabtecilam,comment a ase dekhi apni agei comment korei felcen
আমিও এটাই ভেবেছি । মন ভোরেছে😊😊
অসাধারণ কম্পোজিশন। এখন পর্যন্ত সেরা হয়েছে ❤️🩹❤️🩹❤️
এখনকার অনেক জনপ্রিয় গানের কারিগর ইমন চৌধুরী ❤।।
ভারতের এ আর রহমান এর মতো বাংলার একজন ইউনিক শিল্পী ইমন চৌধুরী। 🎉🎉
পৃথিবীর প্রথম সংগীত আবিষ্কারক হয়তো জানতো না যে সে মানুষের জন্য অতৃপ্ত হৃদয়ের খাদ্য বানাতে চলেছেন🙏🙏
বেঁচে থাক বাংলা। বেঁচে থাক বাঙালি। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা । গানটা মন ছুঁয়ে গেলো। ---পশ্চিমবঙ্গ থেকে বলছি।
tnx
রুচির দুর্ভিক্ষ চলাকালীন সময়েও এইসব গানের শিল্পী এবং শ্রোতাদের রুচির প্রতি সম্মান জানাই 💖
ধন্যবাদ Coke Studio বাংলা j🇧🇩💖
thanks to the legend arnob da...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 5:07 5:09 5:09 5:10
🎉🎉🎉🎉🎉
tui o sunis ain song
এই গানে যারা Instrument বাজিয়েছে তারা জাস্ট ফাটায়া দিছে, বিশেষ করে ভায়োলিন পার্টটা বেস্ট ছিলো।কম্পোজিশন, লিরিক্স & প্রেজেন্টেশন সবকিছু এই গানটাকে কোক স্টুডিও বাংলার সেরা গানে পরিণত করেছে 👌
সহমত ❤❤
What a beautiful song! Didn’t understand a word but is so soothing to hear. Definitely music has no boundaries!!! Love from Kerala 🇮🇳
This is one conversation between two beloved ones who is asking for visit by face to speak about their love words...
বাংলাদেশ ও যে নিজস্ব সংস্কৃতি কে বিশ্বে সকলের কাছে এত সুন্দর ভাবে তুলে ধরতে পারে এটি তার অনন্য দৃষ্টান্ত। এই গান আজ সারা বিশ্বে তার প্রশংসায় পঞ্চমুখ। খুব ভালো লাগছে ❤❤❤
With love from কলকাতা।।
বিয়ে বাড়িতে এমন গীত শুনেছি.... কতো সমৃদ্ধ আমাদের ঐতিহাসিক গীত ও গানগুলো । তুলে ধরার জন্য ধন্যবাদ কোক স্টুডিও বাংলা।
হুমমম এখন আর বিয়ে বাড়িতে এমন বাড়িতে শোনা যায় না
আমাদের মধ্যে থেকে বাঙালি রীতি নীতি সব মুছেই যাচ্ছে,আর মধ্যে বাংলাদেশর এই গান বাঙালির রীতি নীতি কে বাঁচিয়ে রাখবে❤️❣️, ভারত থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো
One of my students introduced me to this song. He is from Bangladesh and I couldn’t believe my ears, this is real music. From the lyrics from all the mix of instruments. I can’t thank him enough. I shared this video to my facebook and so far a lot of my family and friends have loved it. This is real music ladies and gentlemen. 👏👏👏 I am a Colombian born Canadian and bravo 👏 you have definitely raised the bar high with this. Once again, extraordinary.
Take love dear from Bangladesh ❤️❤️
Love from Bangladesh ❤
Love❤ from bangladesh sis
take love from Bangladesh you would fall in love more deeply in this song if you understand the proper lyrics
Thanks every body
'দেখিতে সোনার নাগর গো চান্দেরও সমান'--- এতো সুন্দর করে পুরুষকে কোনো কালে, কোনো গানে এর আগে কেউ অলংকৃত করেনি। প্রিয় গানের তালিকায় গানটি যোগ করে নিলাম।
Eai line tar jonno gaan ti sunte
Chawa amar mon oshadharon oshadharon chomotkar porbeshon ❤
এটা পুরুষকে বলা হয়েছে কি করে বুঝলেন?
আমি বুঝতে পারিনি
@@Aminulsiddiqueeনাগর মানে স্বামী বাকিটা বুঝে নিন
ACTUALLY ETA RADHA & KRISHNAR KAHINI
Sonar onger jonyo bhoktora sree Chaitanya ke ebhabe bornona koren. Vaishnav dhara te Ishwar premik, aar bhokto premika.
গানটি আমার এতটাই ভালো লাগছে যে প্রথমবার গানটা শুনেই ফোনে download করে নিলাম. Love from 🇮🇳❤️
তবুও হিরো আলমের গান পছন্দ আমাদের
আমি পশ্চিমবাংলা থেকে বলছি |অমর সৃষ্টি |আপনারাই পারবেন এই ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে |আমাদের এখানে তো বাংলার সাথে কিছু ইংরেজির না মেশালে বাংলা ভাষা ঠিক জমে না |এখন নতুন কিছু বাঙালির সৃষ্টি হয়েছে তারা বলেন বাংলাটা আমার ঠিক আসে না😢
এই প্রথম আমি কোনো গানের প্রেমে পড়ে গেছি ❤ শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভারত থেকে 🇮🇳
গানটি যখনই শুনছি শরীরের লোম গুলো কাটা দিয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে আসলে এত সুন্দরভাবে বাংলা ভাষাকে সম্মান জানিয়ে গানটি করা হয়েছে এক কথায় অসাধারণ
:-) 😄
Ekdm Hridoyer kotha bolechen....
মই এজন ভাৰতীয় অসমীয়া হয়🇮🇳। Coke studio bangla গীতবোৰ বহুত ভাল লাগে। মই প্ৰত্যেক গীতকেইটা চাইছো। প্ৰায় আমাৰ অসমৰ গোৱালপুৰীয়া গীতৰ নিচিনা। এনেকোৱা গীতবোৰ coke studio আগুৱাই যাক তাৰেই কামনা কৰিলো🤗❤️।
আসামীয়া ভাষা অনেকটাই বাংলার কাছাকাছি। 🖤🖤
Enjoy 😉
আসামের হরপ গুলো অনেকটাই বাঙলা ভাষার মতো। ধন্যবাদ আমাদের বাঙলা গান কে ভালোবাসার জন্যে।
পাপন দা-র কোক স্টুডিও ইন্ডিয়ার গানগুলোও অসাধারণ।।।অসমীয়া হিসেবে তিনি অনেক ভালো একটা অবস্থান তৈরী করে ফেলেছেন।।
গোয়ালপাড়িয়া লোকগীত ভাওয়াইয়া , ভাটিয়ালি বাউল আর লোকাল স্থানীয় লোকগীতির মিশ্রণে সৃষ্ট
এই গানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের অভিমানী দুই বন্ধু গাছের আলাদা হয়ে যায় গোপনে কষ্টের কথা বুঝিয়েছেন যা একটা ঝড়ে আলাদা হয়ে গেছে
বাংলা ভাষার মর্যাদা, শৈল্পিকতা, সৌন্দর্য, মিষ্টতা আর সম্মান একমাত্র বাংলাদেশই তুলে আর ধরে রেখেছে…
দাদা আপনাদের প্রতিও অনেক ভালোবাসা রইলো
নমস্কার বলতে ভয় পায় এরা 🤣😂
Keno Kolkata ba rest of West Bengal e Bengali vashar osomman kora hoi naki?
এ ভাষা র সৌন্দর্য এর তুলনা হয় না ❤love from Kolkata 🇮🇳
ধন্যবাদ 💙
আমি বাংলায় গান গাই ❤
❤❤❤
Thank you, love from Bangladesh 🇧🇩
সুযোগ করে আসবেন এই বাংলায় আপ্যায়ন দেখে আর বাড়ী ফিরতে মন চাইবে না ❤❤❤
যে দেশটা দেখতে এত্ত সুন্দর সেই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমার বাংলাদেশ। এই মাটি মিলে মিশে থাকার আর ভালো গান শোনার আর শোনাবার দেশ। অনেক ধন্যবাদ আরেকটা ভালো গান উপহার দেওয়ার জন্য। আমার সোনার বাংলা আমি তোমায় অনেক বেশি ভালোবাসি।
thanks. Dada vai
Well said brother ♥️♥️
well said bhai,,, apnar social media account ta diyen ami onek khujsi paina,,,,
Minorities dada ....😢
@@omkarbiswas6536 We the people of Bangladesh went to war in 1971, to become Peoples republic of Bangladesh NOT Islamic republic of Pakistan again. All citizens are equal in this land. No minorities no majorities. You practice your religion personally and others to do the same. There is a reason why Bangladesh went to war. সব বাঙালিরই বাংলাদেশ। খালি ধর্ম নিয়ে যারা ঘৃণা ছড়ায় বাড়াবাড়ি করে (সে যে ধর্মের হোক) সে সব আগাছাদেরকে নিয়মিত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলে অনেক সম্ভবনা আছে। এক প্রজন্ম ধর্মান্ধ গাধা ছিল বলে কি পরের প্রজন্ম মন পরিবর্তন করবে না? Religious politics apart the song and the music is very nice. Thank you Coke Studio Bangla 🙂🙏
অসাধারণ অতুলনীয়। এই গানের সাথে সংযুক্ত সকলকেই অশেষ ধন্যবাদ। অতুলনীয় concept.
ধন্যবাদ বাংলাদেশ । বাংলা ভাষার গান ও যে এত সুন্দর হতে পারে তা শুধু বাংলাদেশ থেকেই আশা করা যায় । এই রকম আরো সুন্দর সুন্দর গান শুনতে চাই । Love From India (West Bengal ) ❤
ধন্যবাদ 🇧🇩
"দেখিতে সোনার নাগর গো চান্দেরই সমান" ❤
এত সুন্দর করে পুরুষকে আর কোথাও সম্মোধন করা হয়েছে এমন শুনিনি।
Apnar cute comment lekha gula manush jotobar dekbe totobar kanna korbe narii Jodi bujto purusher Valo vasha🎉❤😮
আহা, কত সুন্দর আমার মাতৃভাষা ... ভারত থেকে অনেক ভালোবাসা রইলো 🇮🇳❤🇧🇩
আমরা এটা দেখে আনন্দিত, ধন্যবাদ! বাংলাদেশ থেকে ভালোবাসা। ❤
@@CokeStudioBangla ভালোবাসা গ্রহণ করলাম 😊
ভালোবাসার দেশ হই না 🫣🫡🫣🇧🇩🇧🇩🫡🫣🤏🏿
❤
🇧🇩🥰
আহা...কতই না মধুর আমার মাতৃভাষা। Love From India Assam Hailakandi Katlichrra
রুচির দুর্ভিক্ষের এই সময়ে এত ভালো গান আসছে কোক স্টুডিও বাংলা থেকে। প্রশংসার দাবিদার ❤️
এসব গান বহু আগে থেকেই আছে, সমস্যা হচ্ছে আমাদের ,আমরা এসব গান শুনি না, বার মাসে বার ফুল গানটা মৈমনসিংহ গীতিকার!
এখন বলেন মৈমনসিংহ গীতিকার বই আপনি দেখেছেন, বা কয়জন দেখেছে!
এসব গানই আমাদের আসল হাজার বছরের বাঙালি সংস্কৃতি, যা অন্য কারো নেই, কত মধুর আমার বাংলা গান !!!!
মা-বাবার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। অপূর্ব সঙ্গীত। কোলকাতা থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️❤️🇮🇳🇮🇳
Apni Bangladesh ER e chele .
ছোট থেকেই ওপার বাংলার প্রতি একটা নাড়ির টান অনুভূত হয়। ❤❤😊😊
@@dipsaha2135ভাই আপনিও বাংলাদেশেরই ছেলে🥰🥰আপনি আসবেন এই দেশটাতে🥰🥰
জীবনে একবার হলেও বাংলাদেশের মাটির পবিত্র স্পর্শ নেবো। যে দেশ আমার মা-বাবার জন্মভূমি। ❤️❤️
@@dipsaha2135 অবশ্যই ভাই আপনার মা বাবার জন্মভূমি আর আপনারও দেশ🥰🥰ভারতে যেমন আপনার এই বাংলাদেশের ও ছেলে আপনি কারণ আপনার রক্ত এখান থেকেই🥰🥰 আপনার নিমন্ত্রণ রইলো 🥰🥰আমাদের নারায়ণগঞ্জেও আসবেন🥰🥰
আর আপনার মা বাবার জন্মভূমি কোন জেলায়???
আলেয়া বেগম এর স্টার্টিং পয়েন্টটা সত্যিই মনোমুগ্ধকর ছিলো এবং উনার সারা গানেই পারফরমেন্স দুর্দান্ত ছিলো । এত্তো সুন্দর আয়োজন আমরা একমাত্র কোক স্টুডিও বাংলা থেকেই আশা করতে পারি । ধন্যবাদ সবাইকে এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য ।।
❤❤❤
কয় টাকা খাইছোস এই কমেন্ট করার জন্য.?
@@Mystryman3744 keno apner valo lage nai bujhi gan ta?
Ruchir durvikko 😅
@@Mystryman3744 তোর মতো আবাল এসব গানের মানে কি বুঝবি কমেন্ট দেখে তো মনে হয় রুচিহীন টিকটকার
@@Mystryman3744কেন তুই কি টাকা খেয়ে কমেন্ট করছিলি নাকি কখনও 🙂
পশ্চিমবঙ্গের মানুষগুলোও আমাদেরই মানুষ,বাংলার মানুষ।আপনাদের কোক স্টুডিও বাংলার প্রতি ভালোবাসা আমাকে আন্দোলিত করে।এর কারণ আমি একজন বাংলাদেশী।বাংলা গান তৈরি হয় পুরো বাংলাভাষী জনগোষ্ঠীর জন্য।অন্য ভাষার মানুষ পছন্দ করলে তো কথাই নেই।সবার মতো এই গানটা আমারও খুব প্রিয়।🖤🙏
মাটির টান পাচ্ছি পুরো গান টায়,কি অপুর্ব প্রদর্শন love form India 🇮🇳
Hi❤
Hi
_aur Humko Tumhari Khushbu a rahi hai 🥺✨
ধন্যবাদ ❤
@@safinciam5506qaaaq😅😅 1:54 😮😮😅😊😊😊😊😅😅knnklku😅t dawa aw aawe😮😮bj😊😮😊😊😊😊😊😊😊😊
Love from kolkata..
এতো সুন্দর একটি বাংলা গানের জন্য,
জয় বাংলা।।।।।।
ধন্যবাদ। জয় বাংলা
Hala আউয়ামিলিগ
🎉
জয় বাংলা
গত কাল গানটা শোনার পর থেকে এখনো এই গান তাই শুনে যাচ্ছি,কোনো ভাষা নেই বস যে বলবো, শুধু এত টুকুই বলব ধন্যবাদ এত সুন্দর একটি গান শোনানোর জন্য,Lv from India (Assam)🇮🇳❤️🇮🇳❤️🇮🇳❤️
ধন্যবাদ।
Bangla vasa onk sundor akta vasa.kintu amra value dite pari na.
Uff.. just magical things... Aro sunte chai erokom
পশ্চিমবঙ্গের ভাই দের কমেন্ট গুলু পড়ে চোখে পানি চলে আসলো। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। ধন্যবাদ সবাইকে 0:14
আমি কলকাতা থেকে বলছি এমন গান আমাদের এদিকে হয়নি সাব্বাশ বাংলাদেশ ❤❤
না হলেই কি পশ্চিমবঙ্গে হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগু আর বিহারি গান শুনে এমন কি বলেও
আমরা বাংলা গান শুনি বেশি আর চর্চা করি বেশি এটা তো চিরাচরিত
seki... amader honupreronay trinomul hoyeche, gayika hoyeche, nayika hoyeche ar gayokder oboidho didi hoyeche - gan er ki dorkar?
vai apne o bangale amrao bangale 💖💖💖💖
Bangal Bhasay gan Kolkatay keno hobe? Boka boka kotha Barta. Amader Bangla bhasha Bangladeshi der theke Ektu different.
thanks
Bangladesh is beating Music world to be a winner....love and respect from INDIA
Thank you so much for your appreciation. Let's spread love and happiness, not war and unrest. Rgds
ami je koto bar gan sunlam..hisab nei............ki gannn...........ohhhh.......awesome work Coke Studio Bangla.....special thank u mam Aleya Begum..& Shiblu Mredha..love u india & love u bangladesh
এই বাংলা ভাষা কে হারিয়ে যেতে দেওয়া যাবে না.. পশ্চিমবঙ্গ থেকে বলছি.. বাংলা ভাষার জন্য একসাথে লড়াই চলবে 🇮🇳🤝🇧🇩
হে তবে আমরা চাই অখণ্ড বাংলা আর তোমরা চাও অখণ্ড ভারত তাহলে কিভাবে হবে?
বাংলাদেশিরা স্বাধীন ভাবে নিজের ভাষার পরিচয় দিতে চায় কিন্তু পশ্চিম বঙ্গের মানুষ দিল্লির দাদাদের কথায় উঠে বসে
রক্ত দিয়ে কিনেছি এই ভাষা, সেটা কি হারিয়ে যাওয়ার জন্য!আর হ্যা এটাই পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা। 🇧🇩
@@KhokanRoy-j2v ভারত 🇮🇳 থেকে বলছি ❤ আমি আপনার সঙ্গে একমত ❤ *_বাংলা আমার প্রাণ আর প্রাণ ছাড়া কি বাছা যায়_*
🇮🇳❤️🇧🇩
আপনাগ পশ্চিমবঙ্গে বাংলার বেহাল দশা, অনেকেই বাংলা বলতে ইতস্ততবোধ করে বাঙালি হয়েও, অথচ কেরালার দিকে তাদের অঞ্চলে গিয়ে কেরালা না বল্লে তারা কথাই বলে না
কলকাতার অনেক উগ্রবাদী লোক বলে আপনারাই নাকি খাটি বাঙালী, আমরা নাকি বাংলাদেশি
"তুমি আমার কত যে আপন" উফফ।।
ভেতরটা নিংড়ে যেন অনুভূতি কথাগুলো বেরিয়ে এসেছে। কি অসম্ভব সুন্দর। শতকোটি প্রণাম আপনাদের
😮😮
❤
একজন ভারতীয় হয়েও বলছি
বাংলার ভাষায় প্রকৃত কদর একমাত্র (সোনার বাংলার) বাংলাদেশ দিতে পরেছে।❤
Coz Bharat has many languages nd diversities 22official den think how much unofficial still exist
@@abdulgaffar4597-g7h adaptibility k liye Hindi English hota hain but Bharat
Main more Dan 121 languages hain n according to constitution 22official language n different from each other jaise global adaptability English ki hain waise hi Bharat main sab log hindi English smjhte hain isiliye adaptability hoti hain tats but 22 official languages hain har ek ki apni pehchan hain n language k upar base kar k states hain
@@abdulgaffar4597-g7h yes dono region main aacceptability English hoti hain but jab apas main baat karte local area main den apne mother tongue main hi baat krte hain Bharat bohut language sabko sab samajh nhi aata n ek bharatiya ko more 2 3 languages bolna ata hi ek mother tongue 2nd one Hindi 3rd English n 4 any others
Vul darona. Nijer vasha k sobai soman sanman dei😊
@@suborno9249 same to u sir
আমি শুধু ভাবছি গান গাওয়ার পরিবেশ টাকেও কি সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। দুই গায়ক গায়িকা সত্যিই কেও কাওকে না দেখেই গান টা গাইছেন "দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না..."❤️
সত্যিই দেখা না দিয়েও কতো কথা বলে ফেলা যায় তাই না ❤️
As an Indian, as a bengali, as a so called musician and music lover, this song is representing our root, capabilities, culture, moods, capabilities to the international music, I really hats off Bangladesh Music. It's my opinion, this is the one of the best contribution from BD musicians to the world.. I really admire😊❤
❤ goosebumps
But does it represent the smell 🤔
এটাই বাংলা গানের আসল সুর। আগের কালের বিয়ে বাড়িতে মহিলারা এভাবে একসাথে বসে গীত গাইত সে রকম এখানে উপস্থাপন করা হয়েছে খুবই ভালো লাগলো। ❤
Nusrat jahan
❤
“আমরা ভারতীয়রা আমাদের ভাষাকে নষ্ট আর বিকৃত করে ফেলছি সেখানে বাংলাদেশ কতো সুন্দর গান বানাচ্ছে”- কথাটা বলেছিলো একজন ভারতীয়।
নিজের দেশ নিয়ে ভালোবাসার শেষ নেই ❤️ Love Bangla Song 🥰❤️
❤
❤
আপনি ভারতীয় না, বাংালি
তুই যে ভারতের কে বললো
Reels dekhe esechi..just loving the song❤❤❤
বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছোট্ট বেলা থেকেই ৷ কিন্তু এই রকম গান শুনে সত্যি মনটা ভরে গেলো... গানটা মনের মানসিক যন্ত্রণা দূর করে দিলো .....জয় বাংলা জয় 🙏✊️✊️❤️
right
Dekha nadile Bandhu kotha koyona!😢
love form nepal!!❤🇳🇵
Love too❤🥰
Take a Love❤️
From Bangladesh 🇧🇩
🇧🇩❤️❤️🇧🇩❤️
🥰🥰🥰
Thank you dear...
আমি ভারতীয় বাংগালিদের ভালবাসা দেখে মুগ্ধ, অনেক গুলো কমেন্ট দেখলাম খুবি ভাল লাগলো,,, দোয়া ও শুভকামনা রইলো তোমাদের জন্য,,, ভারতীয়রা 💞🥀
আমিও মুগ্ধ
এতো অসাধারণ রিদম আগে কখোনো অনুভব করিনি,🔥🔥🔥
আমি বাংলাদেশী, ,,এই গানটি শুনে নিজেকে গর্ববোধ করছি! আমার শোনা শেরা গান এটি! গানটি বাংলার মাটি ও মানুষের শেকড়ের গান!
Yes bro
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক বাংলার সুর।
গর্বিত আমি একজন বাঙালি। ❤️❤️
#thanks_cokestudio
হুম ভাই 🥰🥰 দারুণ বলেছেন 🌺🌺🌺💐💐🥀🥀🥀🥰🥰
I'm an American who cant speak or understand Bangla, But this song is just so wonderful that I been listening to this song on repeat. Much love to the Bengalis
Batpari charo
English shune hege dilam😂😂
glad u are enjoying, filthy teemo main! jk!
Appreciate it man
Love from Bangladesh ❤️
Thanks brother
Such a melodious song... Bangla you banged again❤
বাঙালি হিসেবে গর্ব হচ্ছে এমন মধুর গান শুনে! এত দরদ দিয়ে গাওয়া বাংলা গান সত্যি অতুলনীয়।
ধন্যবাদ Coke Studio Bangla🙏
Love from West Bengal❤
❤
❤
Vai apnar kota suna vlo laglo Thank you vai
@@RoyJuwellars9473 vai noi 🤭bon
❣
this is just surprising how Coke Studio Bangla started their journey much later than their Indian and Pakistani counterparts and the magnanimous amount of growth they've made in quality music production. Forgive my bias if that's what you make of my opinion, but Coke Studio Bangla deserves a great ton of respect, hands down! Love what you guys do! Please keep going!
The Bangla region always has been blessed with such beautiful poets/writers and musicians and we grew up listening this kinds of music be it classical, folk or mix of both especially rock music it’s just now people getting to see it and credit goes to coke studio x arnob for doing that.
@@anisulislam1 Compare to Indian Coke Studio, Bangla Coke Studio is far better than them and Pakistan is good on their own way as they have come a long way and know what the audience wants.
Coke studio bangla already blockbuster in Bangladesh...as population and bangla Speaker.... You can say much better growth than Pakistan and india coke studio within 2 years...massive success... It will be best coke studio in entire world if they continue like Pakistan coke studio
tbh the way coke studio bangla grew so fast it made me feel proud of bangladesh. as we were once one country, and the glory of coke studio Pakistan and bangla shows how both countries have so much in common and potential.
বাংলা ভাষার মাদকতায় আরও একবার মাতাল হলাম। বাংলাদেশের আপামর জনগণকে অজস্র ধন্যবাদ নিজেদের অতীতকে এখনো বাঁচিয়ে রাখার জন্য। পড়শী দেশ থেকে অনেক শুভেচ্ছা। 🙏
Tnx brather🎉
❤❤❤From Bangladesh ❤🇧🇩
সুন্দর বলেছেন দাদাভাই। আমরাও আপনাদের ভালোবাসি। সকল বাংলা ভাষাভাষী মানুষকে ভালবাসি ভাই 😘😍❤
@@hakunamatata3935😊
বাংলা ও বাঙালির ইতিহাস আবেগে ভরা। জোর করে অন্য ভাষা চাপালেও বুক উঁচিয়ে বলেছি আমি বাঙালি। সামনে অনেক পথ কিন্তু টিকে থাকবে আপন মহিমায় আর ভালোবাসায়।
অবশেষে কোক স্টুডিও এর কল্যাণে আমরা ও বলতে পারব যে Bangladesh is the place where we create masterpiece songs . বাংলা গানের সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ কোক স্টুডিও ❤❤❤❤🇧🇩
আমার বয়স 15 পশ্চিম বঙ্গ থেকে বলছি। আমি আমার বুকে হাত রেখে বলছি বাংলা ভাষা কে হারাতে দেবো না। বাংলার ঐতিহ্য বহু কাল পুরোনো এই ঐতিহ্য কে ধরে থাকা আমাদের কাজ। গর্ব করে বলো 'আমি বাঙালি'।
🥰🌸
পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কে একই সুতোর ভিতরে নিয়ে আসলেই হয়।
School er Bangla homework korcho bhai?
@@bibek6878 😂😂
ভাই বাংলা ভাষা হারাবে কেনো
এমন সুন্দর সংস্কৃতি বাঙালিদের দেখলে শুনলে চোখে জল চলে আসে। আর কতদিন থাকবে কে জানে।
বাংলা গানের আসল সৌন্দর্য এখানেই ফুটে ওঠে🌼
পুরাতন সৃষ্টিকর্ম নতুনত্বের মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ
coke studio কে🌼