গত এক বছর ধরে শুনেই যাচ্ছি... সম্ভবত আমিই সবচে বেশিবার শুনেছি 😍 ধন্যবাদ সিনহা ব্রাদার্স! আমার আনন্দ,বেদনা, অনুপ্রেরণা সব কিছুকে একসাথে ১৬ মিনিটে বন্দি করে আমার হাতে দেয়ার জন্যে ❤
কবিতা তুমি স্বপ্নচারিনী এটা নগর বাউল লেখা উচিত ছিলো।...ব্যান্ডের গান কখনো নিজের বলে চালানো যায় না সাথে মাধবীও এল আর বির গান আইয়ুব বাচ্চু স্যারের একার না
২০১৭-১৮ এর কথা, প্রথমবার তখন সিনহা ব্রাদার্সের এই কাভারটা শুনি। জীবনের অদ্ভূত একটা সময় ছিলো তখন। আমরা কয়েক বন্ধু প্রায় প্রতি রাতেই আড্ডার ফাঁকে নিয়ম করে কাভারটা শুনতাম। তারেককে তখন থেকেই আমাদের সবার অনেক পছন্দ। কাভারটা শুনতে থাকলে, শৈশব-কৈশরের অসংখ্য স্মৃতি একসাথে ভীড় করে। আজ অনেকদিন পর আবার এই কাভারটা শুনে সেইসব দিনগুলোর কথা মনে পড়ে গেলো। ছাত্র জীবনের সেই আড্ডাগুলা হয়তো আজ আর নেই। কিন্তু এই আমি এখনও সেইসব অনুভূতিগুলোর ঘোরে আচ্ছন্ন হয়ে আছি। 🖤 ধন্যবাদ সিনহা ব্রাদার্সের সবাইকে ❤️
@@SinhaBrothersProjectOfficial আমার এইসব আবেগ আর স্মৃতিমাখা গল্প আপনাদের চোখে পড়েছে, আর আপনারা রিপ্লাই দিয়েছেন দেখে খুব খুশি লাগছে ☺️ ভালোবাসা জানবেন ❤️ আর ভালো থাকবেন সবাই।
সিনহা ব্রাদার্স আপনারা আমাদের মত নব্বই দশকে জন্ম নেয়াদের নস্টালজিক বানিয়ে দিলেন। ব্যক্তিগতভাবে প্রত্যেকটি গানই আমার খুব পছন্দের ও ভালোবাসার। খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটি গানের কাভার। দারুন ট্রিবিউট... এক কথায় অসাধারণ। আরো দারুন সব ট্রিবিউট আশা করছি আপনাদের কাছ থেকে।
পুরো ট্রিবিউটটা এতোটাই অসাধারন যে ঘোর লেগে যায় একদম। পুরোদিন ধরে একটানা শুনেই যাচ্ছি! থানক্স আ লট টু সিনহা ব্রাদার্স। তিনজন ভোকাল এরই গলা চমৎকার। আলাদাভাবে বলতে গেলে আদিত্যের গলার কাজ বেশী ভালো লাগার মতো। অনিকেত প্রান্তর এবং ধূসর সময় এর আলাদা আলাদা কভার এর রিকোয়েস্ট থাকল। :)
Speechless! একসাথে এতোগুলো পছন্দের গান! বাইরের দেশের কভার গানগুলো দেখে আফসোস করতাম অামাদের দেশে কেউ করছে না কেন এই ভেবে। এই কষ্ট ঘোচালেন অাপনারা, অনেক অনেক ধন্যবাদ ভাই
Bangladesh band er vokto ami... James, warfaze, Artcell, tahsan... Agulo khub vlo lage..... Besh kichu gan e sonachilo... Agulor moddhey.... Asadharan laglo..... Love from india...
কিছু গান আছে, মনে করিয়ে দেয় শাহীন কলেজ মাঠ, উইমেন্স কম্পলেক্স বা আর্মি স্টেডিয়াম! আহা বামবা কনসার্ট! আহা সারা টা দিন! আহা জীবন! আহা বন্ধু! আহা প্রেম! আজকাল সব গুলিয়ে গেছে!! ভালো লাগলো গান গুলো একটা ট্র্যাকে! ধন্যবাদ! অপেক্ষায় থাকলাম আরো কিছু নতুন প্রজেক্টের!
ভাষায় প্রকাশ করা যাচ্ছে না!!! অসাধারণ!!! বিশেষ করে যিনি ক্যাফেটেরিয়া গান টা গেয়েছেন!! আমি পুরোই নস্টালজিক হয়ে গিয়েছি.... অনেক শুভকামনা রইলো আপনাদের প্রতি...। 😊
যতই শুনি ততই মনে হয় মন ভরেনা, প্রতিদিন নিয়ম করে শুনা অভ্যাস হয়ে গেছে। ধন্যবাদ সিনহা ব্রাদার্স, এই ১৬মিনিটে জীবনের সব হাসি, খুশি, সুখ বেদনা, আবেগকে বন্দি করার জন্য তাও এত নিপুণ ভাবে।❤
পুরো সময়টা চোখ বন্ধ করে শুনছিলাম। শিরোনামহীন, আর্টসেল, ওয়ারফেইজ, অর্থহীন, আর্ক, জেমস, সোলস... উফফ! প্রতিটা গান কলিজায় গিয়ে লেগেছে, ম্যান! Hats off! 💓
এত ভাল একটা কাজ আর মাত্র এই ভিউ? আসলে আমরা ভালো কোন কিছুর মূল্যায়ন করতে জানিনা। ধন্যবাদ সিনহা ব্রাদার্স এত সুন্দর করে সবগুলো গানকে উপস্থাপন করার জন্য।
১৬ মিনিট ৩২ সেকেন্ড আমার অনেক অলসতা, ব্যস্ততা আর আনন্দের মুহুর্তের সাক্ষী। কাভার করা প্রতিটা গানই এতটা পছন্দের যেন মনে হয়েছে আমার জন্যই লিখা। এতবার শুনি তবুও কখনো একঘেয়েমি আসেনি। ধন্যবাদ সব পছন্দের গান গুলো একসাথে শোনানোর জন্য।
আমি এতো দিন পর ক্যান শুনলাম 💔 আফসোস লাগতেছে খুব। প্রথম দুইটা গান শুনেই সাবস্ক্রাইব করে ফেলসি। সিনহা ব্রাদারস, দারুণ দারুণ দারুণ একটা কাজ করেছেন ❤🔥 অনেক শুভকামনা।
"Tareque" if you are seeing this just want to tell you that I and each and every people who knows you from jamal khan are very happy to see all the comments about your talent and how you out classed two respected senior vocal's! like always it was pleasure to hear you singing... Keep going like this May the almighty helps you to shine like the brightest of the stars ✌🤘
গত দেড় বছর ধরে ৫০০ বারের উপরে শুনেছি হয়তো, অরজিনাল আর্টিস্ট দের ভয়েস সাথে ভয়েস গুলা প্রায় মিলেই গিয়েছে & এত্ত সুন্দর কভার এরকম আর চোখে পড়ে না, আর মূল কথা হচ্ছে প্রতিটা গানই কলিজায় নাড়া দেয় 💜
Mone hoi kono mistake hoiselo Oniket prantor Gaan ta te tai Gaan ta change kore dise... Akta mistake amio notice korse , lyrics a... "Keno poth venge" k jeno poth venge bola hoise🥀 Otherwise that was the best Cover💖
I was literally crying! Thanks a lot brothers... নব্বইয়ের দশক সামনে ভাসতেছিলো। কি সুন্দর মিউজিক হতে পারে এই দেশে তার পূর্ণ সাক্ষী আমরা। আপনাদের আবারো অসংখ্য ধন্যবাদ।
onekdin por emon ekti content pelam, jeta ami proudly amar foreigner friend der dekhate parbo amar desher music culture ke represent korar jonno, Mon theke dhonnobad, ebong ami onek hopeful je you guys will keep up the amazing work.
জানি না এই কমেন্ট টা কেউ পড়বে কিনা! তবু বলবো, আমি চাই দুই দেশের ভালো সম্পর্কটা যেন আবার গড়ে উঠুক, শেষ হয়ে যাক সব ঘৃণা সব আক্রোশ! সব স্বাভাবিক হয়ে যাক 😊! জানি না কে কি মনে করে, তবে আমার মতন বহু মানুষ রয়েছে যারা কোনো রকম খারাপ সম্পর্ক চায় না 😊!.... জানি আমার একার কথা কিছুই না, তবু একটাই কথা বলবো, অফুরন্ত ভালোবাসা আর সন্মান রইলো আমার তরফ থেকে বাংলাদেশী ভাই বোনদের জন্য 😊🌻❤️
বিশ্বাস করবেন কি না জানি না। আমার ৭ মাস বয়সী ছেলে আপনাদের অনেক বড় ফ্যান। ও জন্মের পর থেকে প্রতিদিন এই গান শুনে শুনে ঘুমাই । এই গান টা চালু করলেই ও instant ঘুমিয়ে যায়। thank you sinha brothers. You guys are my sons favourite ❤
Well done Brothers...... Sinha Brothers Project !!! Everyone is outstanding... Specially the 2nd song voice from 2:00 Tareque sung by Warfaze's Song "Purnota" is Amazing..... !!! I'm just speechless !!!I have no more words to describe about his voice.... Best wishes From Chicago...Keep it up...
এই গানগুলো প্রায় দেড় বছর ধরে শুনছি।ভাবছিলাম কমেন্ট করব না।কারন অনেক কমেন্টের ভিড়ে আমারটা হয়ত খুজে পাওয়া যাবে না।কিন্তু আজ না করে পারলাম না।কারন একজন বলেছে "অনিকেত প্রান্তর" নাকি লিঙ্কন ভাই ছাড়া আর কারো গলায় মানায় না।কিন্তু আমাদের তো একজন তারেক আছে।তার গলায় তো জাদু আছে। ২ এপ্রিল,২০২০
জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে এই গান গুলো জড়িয়ে আছে... খুব ভালো একটা অনুভূতি মাঝে ফিরে গেলাম। যখনই কোন একটা অজানা কারণে মন খারাপ করে থাকি এই গান গুলো সবকিছুর সমাধান করে দেয়।
4 years hoice ei gaan ta youtube e publish hoice. Trust me, still now gaan tar rythem notun er motoi vhalo lage. Thanks to sinha brothers ❤️ Every single vocalist er gola osthir sundor. 💙💙
🤔🤔অনেকদিন ধরে আমাকে recommend করছিলো এই গান। 👉👉কিন্তু আমি এড়িয়ে যাচ্ছিলাম। চালু করে দেখি, কি করে আমি এই গান গুলি--- এই মানুষ গুলিকে এড়িয়ে যাচ্ছিলাম। এক কথায় অসাধারন হয়ছে👌👌
Hard to pick the best one among these phenomenal vocals. The margin of difference is minimum. From my point of view, however, Tareque and Aditya have the most open and flawless voices. Bravo guys! Tremendous performance. Keep up the good work.
শুনতে শুনতে আবারো কমেন্ট করলাম। সবগুলা ভোকালিস্ট, মিউজিশিয়ান, পুরা টীম...অসাধারণ একটা সিম্ফোনী, অসাধারণ একটা কম্বিনেশন। আমার বিশ্বাস আপনারা যদি কাভার করা গান দিয়েও এলবাম করেন, মানুষ আপনাদের হতাশ করবে না। অল দ্যা বেস্ট। ভালোবাসা থাকলো। 💜
+Md. Abdur Rahman Emad কাভার করা গান এর এলবাম করবো কিনা জানি না তবে আমরা আগামী বছর থেকে আমাদের নিজেদের গান শুরু করে দিচ্ছি। হয়তো কোন একদিন নিজেদের এলবাম বের করার ইচ্ছা আছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।
Sinha Brothers Project একটা রিকোয়েস্ট করি। কাভার করা গানগুলা দিয়ে এলবাম করেন আর না করেন, এইখানে যে গানগুলা গাইছেন আপনারা...২/৪/ লাইন পরে পরে ট্র্যাক চেইঞ্জ হয়ে যাইতেসিলো, একটা হাহাকার লাগতেসিলো, ইশ গানটা যদি শেষ করতো! ট্রিবিউট এর সবগুলা গানের কাভার চাই, সেইম ভোকালদের দিয়ে। প্লিজ।
Tareque is a gem in music in terms of singing and dedication . Hat off brother! Rest of the singer also awesome and dedicated to music. And the selection of music is fantastic.
ঝামেলা হল সিনহা ব্রাদারস এর এই কভার শোনার পর কেন জানি আসল গান গুলা আর শুনতে ভালো লাগছে না। বেশিই ভালো গেয়ে ফেলছেন! তারেক ভাই... অনেক অনেক শুভকামনা আর দোয়া তোমার জন্য।
Though I am a Bangladeshi, I don't listen to Bangla songs that much let alone bands. This video really introduced to me a lot of great songs. I never have heard any Warfaze, Ark or Vikings songs before this video. Thank you Sinha Brothers Project.
Tarek Vaiya jodi or vocal Chord ta Sell koree tahole etar price koyek billion hobee. Ouffff manee eto xoss hoisee Tribute taa... Just amazing.. Love you guys a lot
মাঝে মাঝে বাসার মধ্যে আম্মু জিজ্ঞাসা করে কেনো বার বার এই ভিডিওর গান গুলাই শুনি। মনের মধ্যে কি চলতেছে আম্মুকে তো বুজানো জাবেনা। কিন্তু এই ১৬ মিনিট তো🌸 জীবন টা রে শান্তি করে দেয়
TareQ is a real Artist. Your voice is really Rocking! I want to your Album. Perfect performance #Tarek . Go ahead All . Love you All . From Germany . 🤞✌👍🤘🤘🤘🤘🎙🎼
Aditya da is a pure class!! You are on a league of your own. Incredible mastery of tone and pitch. The rendition of Cafeteria got me awestruck. Blew me away. The depth of your voice is God gifted. Loved the rendition of Kobita as well. If anyone can replace James, it's you.
a soulful performance,specially who sung "jare jaa" was extraordinary. all the songs here were arranged so well.thanks from core of my heart for this wonderful effort❤❤❤
Dhonnobad Sinha Brothers for such a great creation. Please do another episode or another tribute to IDOLS. Because I am pretty sure you had more songs in mind. Thanks a lot.
গত এক বছর ধরে শুনেই যাচ্ছি... সম্ভবত আমিই সবচে বেশিবার শুনেছি 😍
ধন্যবাদ সিনহা ব্রাদার্স! আমার আনন্দ,বেদনা, অনুপ্রেরণা সব কিছুকে একসাথে ১৬ মিনিটে বন্দি করে আমার হাতে দেয়ার জন্যে ❤
ভাই আমিও কম শুনি নাই।
Amio..kom shoni nai
amio onekbar shunechi
Tareque vai nice vocal brother😍
Vi apnr cea onk besi shunc.....
*Song List from START to END* :
00:14 কেনো এই নিঃস্বঙ্গতা - সোলস
01:37 পূর্ণতা - ওয়ারফেজ
03:28 কবিতা তুমি স্বপ্নচারিনী - নগরবাউল
04:50 স্বপ্নভঙ্গ - মাইলস
06:39 যারে যা উড়ে যা - আর্ক
08:07 ক্যাফেটেরিয়া শিরোনামহীন
09:41 অপেক্ষা - ভাইকিংস
11:39 মাধবী - এলআরবি
13:22 অনিকেত প্রান্তর - আর্টসেল
14:32 অসমাপ্ত - অর্থহীন
কবিতা তুমি স্বপ্নচারিনী
এটা নগর বাউল লেখা উচিত ছিলো।...ব্যান্ডের গান কখনো নিজের বলে চালানো যায় না
সাথে মাধবীও এল আর বির গান আইয়ুব বাচ্চু স্যারের একার না
apni.....😁😁
Thanks King.
@@warart9624 অাপনার কথা সত্য তবে কিছু কিছু মানুষ সবকিছুরই উর্ধে যেমন- এবি এবং জেমস। এনাদের ক্ষেত্রে যেকোনো ব্যতিক্রম গ্রহণযোগ্য।
💚🧡💛💙💜🤎🖤🤍💗💔
২০১৭-১৮ এর কথা, প্রথমবার তখন সিনহা ব্রাদার্সের এই কাভারটা শুনি। জীবনের অদ্ভূত একটা সময় ছিলো তখন। আমরা কয়েক বন্ধু প্রায় প্রতি রাতেই আড্ডার ফাঁকে নিয়ম করে কাভারটা শুনতাম। তারেককে তখন থেকেই আমাদের সবার অনেক পছন্দ। কাভারটা শুনতে থাকলে, শৈশব-কৈশরের অসংখ্য স্মৃতি একসাথে ভীড় করে।
আজ অনেকদিন পর আবার এই কাভারটা শুনে সেইসব দিনগুলোর কথা মনে পড়ে গেলো। ছাত্র জীবনের সেই আড্ডাগুলা হয়তো আজ আর নেই। কিন্তু এই আমি এখনও সেইসব অনুভূতিগুলোর ঘোরে আচ্ছন্ন হয়ে আছি। 🖤
ধন্যবাদ সিনহা ব্রাদার্সের সবাইকে ❤️
আপনার ছাত্রজীবনের অংশ হতে পারে আমরা গর্বিত :)
@@SinhaBrothersProjectOfficial আমার এইসব আবেগ আর স্মৃতিমাখা গল্প আপনাদের চোখে পড়েছে, আর আপনারা রিপ্লাই দিয়েছেন দেখে খুব খুশি লাগছে ☺️
ভালোবাসা জানবেন ❤️ আর ভালো থাকবেন সবাই।
আপনিও ভালো থাকবেন সব সময়। ❤️
স্মৃতি রেখে গেলাম , যে এই সময়টাতে যখনই এককী লাগতো তখনই প্লেলিস্ট থেকে এই নস্টালজিক গানে নিজেকে হারিয়ে ফেলি। অসাধারণ......আদিত্য দাদা , আপনার ভয়েস অনবদ্য ভূমিকার। 🌸
সিনহা ব্রাদার্স আপনারা আমাদের মত নব্বই দশকে জন্ম নেয়াদের নস্টালজিক বানিয়ে দিলেন। ব্যক্তিগতভাবে প্রত্যেকটি গানই আমার খুব পছন্দের ও ভালোবাসার। খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটি গানের কাভার। দারুন ট্রিবিউট... এক কথায় অসাধারণ। আরো দারুন সব ট্রিবিউট আশা করছি আপনাদের কাছ থেকে।
😊😂
অনেক মাস ধরেই শুনছি
ভাবিনি কমেন্ট করবো
না করে আর পারলাম না
গান গুলোর justice করেছেন আপনারা।
অনেক অনেক লাভ from india ❤️
পুরো ট্রিবিউটটা এতোটাই অসাধারন যে ঘোর লেগে যায় একদম। পুরোদিন ধরে একটানা শুনেই যাচ্ছি! থানক্স আ লট টু সিনহা ব্রাদার্স। তিনজন ভোকাল এরই গলা চমৎকার। আলাদাভাবে বলতে গেলে আদিত্যের গলার কাজ বেশী ভালো লাগার মতো। অনিকেত প্রান্তর এবং ধূসর সময় এর আলাদা আলাদা কভার এর রিকোয়েস্ট থাকল। :)
Speechless! একসাথে এতোগুলো পছন্দের গান! বাইরের দেশের কভার গানগুলো দেখে আফসোস করতাম অামাদের দেশে কেউ করছে না কেন এই ভেবে। এই কষ্ট ঘোচালেন অাপনারা, অনেক অনেক ধন্যবাদ ভাই
"পূর্ণতা " "অনিকেত প্রান্তর" "যা রে যা উড়ে যা " শোনার জন্যই বারবার সিনহা ব্রাদারস লিখে সার্চ দেই।
অসম্ভব সুন্দর ভোকাল। অস্থির। মোন ভোলানে কন্ঠ 😍❣️
পূর্নতা গানটা অবশ্যই কভার দেয়া উচিৎ তারেক কে দিয়ে। অসাধারণ গেয়েছে ছেলেটা। সবগুলো গানই অসাধারণ হয়েছে।
i agree :)
পুর্ণতা গান যে ভাই গাইছে,তার নাম প্লিজ!!
tareq
agreed....
purnota
Bangladesh band er vokto ami... James, warfaze, Artcell, tahsan... Agulo khub vlo lage..... Besh kichu gan e sonachilo... Agulor moddhey.... Asadharan laglo..... Love from india...
How could you list Mr. Tahsan alongside James, warfaze, Artcell?
^ come on man, Tahsan may be shit now but he was part of Black once...
Agreed!
Fahad Hossain lol your political compass
We can relate by being bengali bro india and bangladesh border should be pushed further west
কিছু গান আছে, মনে করিয়ে দেয় শাহীন কলেজ মাঠ, উইমেন্স কম্পলেক্স বা আর্মি স্টেডিয়াম! আহা বামবা কনসার্ট! আহা সারা টা দিন! আহা জীবন! আহা বন্ধু! আহা প্রেম! আজকাল সব গুলিয়ে গেছে!! ভালো লাগলো গান গুলো একটা ট্র্যাকে! ধন্যবাদ! অপেক্ষায় থাকলাম আরো কিছু নতুন প্রজেক্টের!
ভাষায় প্রকাশ করা যাচ্ছে না!!! অসাধারণ!!! বিশেষ করে যিনি ক্যাফেটেরিয়া গান টা গেয়েছেন!! আমি পুরোই নস্টালজিক হয়ে গিয়েছি....
অনেক শুভকামনা রইলো আপনাদের প্রতি...। 😊
Sotti bolsen
Ami first a ei gaan ta audio sunechilam!Suddenly mone holo cafeteria ta Tuhin bhai gacche!
In a word... it's awesome mixing!!
Cafeteria song ta khub favourite mome hoy apnar.
ফিরে গেলাম আমার শৈশব, ধন্যবাদ দিব না কৃতজ্ঞতা আমার ছোটবেলাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। প্রতিটি গানই অসাধারণ হয়েছে। আরও গান চাই।
:) Thanks, Do Subscribe
যতই শুনি ততই মনে হয় মন ভরেনা, প্রতিদিন নিয়ম করে শুনা অভ্যাস হয়ে গেছে। ধন্যবাদ সিনহা ব্রাদার্স, এই ১৬মিনিটে জীবনের সব হাসি, খুশি, সুখ বেদনা, আবেগকে বন্দি করার জন্য তাও এত নিপুণ ভাবে।❤
প্রতিদিন কয়েকবার না শুনলে এখন আর ভালো লাগে না। ঘুম থেকে উঠেই প্লে করে দিয়ে কাজ করতে থাকি সেই সাথে গুনগুন করে যাচ্ছি অবিরত। অসাধারণ একটি ট্রিবিউট।
Fans of Guitar
Exactly ❤
পুরো সময়টা চোখ বন্ধ করে শুনছিলাম। শিরোনামহীন, আর্টসেল, ওয়ারফেইজ, অর্থহীন, আর্ক, জেমস, সোলস... উফফ! প্রতিটা গান কলিজায় গিয়ে লেগেছে, ম্যান! Hats off! 💓
এত ভাল একটা কাজ আর মাত্র এই ভিউ? আসলে আমরা ভালো কোন কিছুর মূল্যায়ন করতে জানিনা। ধন্যবাদ সিনহা ব্রাদার্স এত সুন্দর করে সবগুলো গানকে উপস্থাপন করার জন্য।
ভিউ দিয়া লাভ কি?? কোয়ালিটি সবাই বুঝে না। খিচ খাইয়া খালি শুনেন।
পূর্ণতা গানটা মিজান ভাইয়ের গলা ছাড়া এই প্রথম অন্য কারো গলায় ভাল্লাগলো ♥♥ টেইক আ বো তারেক ভাই 👌👌
Exactly
True
tik
Exactly 👌
exactly!!!
জাস্ট অস্থির! অসংখ্য ধন্যবাদ সব মাস্টারপিসগুলোকে একসাথে করার জন্য।
আর তারেক তো জাস্ট কোপায় দিসো।
১৬ মিনিট ৩২ সেকেন্ড আমার অনেক অলসতা, ব্যস্ততা আর আনন্দের মুহুর্তের সাক্ষী। কাভার করা প্রতিটা গানই এতটা পছন্দের যেন মনে হয়েছে আমার জন্যই লিখা। এতবার শুনি তবুও কখনো একঘেয়েমি আসেনি। ধন্যবাদ সব পছন্দের গান গুলো একসাথে শোনানোর জন্য।
আদিত্য দাদার ভয়েসটা পুরাই মাথা নষ্ট করার মতন। 😍 অন্যরাতো আছেই। সব মিলিয়ে সেরা আপনারা 👌
পুরাই গুরুর ফিল দিল
Jare ja by ark টা একদম পারফেক্ট ছিল যেমন ইন্সট্রুমেন্ট তেমনি ভোকাল বরাবর মন থেকে গাইছে আর এক্সপ্রেশন ছিল জবরদস ফাটিয়ে দিয়েছিস👍👍👍👍👍👍
স্মৃতি রেখে গেলাম , যে এই সময়টাতে যখনই এককী লাগতো তখনই প্লেলিস্ট থেকে এই নস্টালজিক গানে নিজেকে হারিয়ে ফেলি। অসাধারণ
ধন্য আমাদের কাজ ❤️
বারিয়ে বলা হবে কিনা জানিনা তবে বিশ্বাস করেন ভাই কিছু গান তারা বাস্তবে থেকে বেশি সুন্দর করে গাইছে... বেস্ট... ❤️❤️❤️
তুমিই বেশি বাড়িয়ে কমেন্টস করেছো😂
ek mot bhai 😇
jemon furnota 😇
এইটা আবার বেশি বারাবারি হইয়া গেছে 😁😁
@@rimissimplelifestyle3736তুমি আবার সেটা বাড়িয়ে রিপ্লাই দিয়েছ,😂
আমি এতো দিন পর ক্যান শুনলাম 💔 আফসোস লাগতেছে খুব। প্রথম দুইটা গান শুনেই সাবস্ক্রাইব করে ফেলসি।
সিনহা ব্রাদারস, দারুণ দারুণ দারুণ একটা কাজ করেছেন ❤🔥 অনেক শুভকামনা।
"Tareque" if you are seeing this just want to tell you that I and each and every people who knows you from jamal khan are very happy to see all the comments about your talent and how you out classed two respected senior vocal's!
like always it was pleasure to hear you singing... Keep going like this
May the almighty helps you to shine like the brightest of the stars ✌🤘
Tanvir Joy Is Tareque from ctg?
Asif Ferdous yes he is
Tareque Vai er full Detail plz
Many good old memories recalled.
Such an amazing execution !!!
Love from Kolkata ❤️
আজই প্রথম শুনলাম এবং মুগ্ধতায় পরিপূর্ণ প্রতিটি গান ❤️❤️❤️
Kobita was lit 🔥💯✔❤
Damn Voice 💯🔥✔
asholei
আপনাদের করা অনিকেত প্রান্তরের কভারটি এখন পর্যন্ত অনিকেত প্রান্তরের সর্বকালের সর্বশ্রেষ্ট কভার - 🖤🌸
Vaia eikhane singer tar nam ta bolte parben?
I agreed🎉
@@Anime-nk3vdTareq
গত দেড় বছর ধরে ৫০০ বারের উপরে শুনেছি হয়তো, অরজিনাল আর্টিস্ট দের ভয়েস সাথে ভয়েস গুলা প্রায় মিলেই গিয়েছে & এত্ত সুন্দর কভার এরকম আর চোখে পড়ে না, আর মূল কথা হচ্ছে প্রতিটা গানই কলিজায় নাড়া দেয় 💜
bajaise icchamoto uff,,, puraya dise re vai,,, kan santi paise,,
Just mind blowing bro ,,,❤️❤️
"Tareque Bhai" has the vocal to make a person high without weed!!!👌👌👌
Magician👏👏👏
Rasel Rabbi agree with u bro
একদম ভাই,তারেক ভাই য়ের গান শুনলেই মনে হয় এখন উইড খুব জরুরী🍁🖤
agreed
is it only me or everyone else noticed the singer smiling to himself while singing "oniket prantor" ? it looked soo satisfying!!
I've noticed it too...best cover of best songs on the internet so far
Mone hoi kono mistake hoiselo Oniket prantor Gaan ta te tai Gaan ta change kore dise...
Akta mistake amio notice korse , lyrics a...
"Keno poth venge" k jeno poth venge bola hoise🥀
Otherwise that was the best Cover💖
Exactly!
@@studywithArefin oniket prantor song ta akne ze gaise se singer ar name ta zanu zodi zano plz bolo
@@Irfanmomo-IM singer tar name Tareque .
I was literally crying! Thanks a lot brothers... নব্বইয়ের দশক সামনে ভাসতেছিলো। কি সুন্দর মিউজিক হতে পারে এই দেশে তার পূর্ণ সাক্ষী আমরা।
আপনাদের আবারো অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগছে! তোমরাই অনুপ্রেরণা!
"এখন তো আমি
অন্ধ হয়েছি,
তোমারই বিরহতরে..."
এই টুকু ছিল না ☺️
গত ৩ বছরে ৫০০ বার শুনেছি হয়তো!❤️
সিনহা ব্রাদার্সের এই কভারগুলো কখনো পুরনো মনে হয় নি!❤️‼️
অসম্ভব সুন্দর একটি ট্রিবিউট। শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠে। ❤ প্রতিদিন ২ থেকে ৩ বার না শুনলে দিন fulfil হয় না।
🦋
যার কন্ঠে যেই গানটা যায় সে সেই গানগুলো গিয়েছে।অসাধারণ❤
প্রিয় সিনহা ব্রাদার্স, আপনারা তো দেখছি একঝাক প্রতিভা নিয়ে হাজির হয়েছেন। বাংলা ব্যান্ড সং ইন্ডাস্ট্রিতে আপনাদের সগৌরবে পদার্পন কামনা করি।
মাথা নষ্ট কাজ। মাইন্ড ব্লোয়িং।
তারেক আর আদিত্য এর গলা এবং ইম্প্রোভাইজেশন খুবই ভাল লেগেছে
onekdin por emon ekti content pelam, jeta ami proudly amar foreigner friend der dekhate parbo amar desher music culture ke represent korar jonno,
Mon theke dhonnobad, ebong ami onek hopeful je you guys will keep up the amazing work.
Nabil Allen monrr kotha ta bolae delan vai
Eita eto sundor hoise... 😍🥺💘 eto sundor kore almost sobaike uposthapona sottei mon vore jay shune🖤
জানি না এই কমেন্ট টা কেউ পড়বে কিনা! তবু বলবো, আমি চাই দুই দেশের ভালো সম্পর্কটা যেন আবার গড়ে উঠুক, শেষ হয়ে যাক সব ঘৃণা সব আক্রোশ! সব স্বাভাবিক হয়ে যাক 😊! জানি না কে কি মনে করে, তবে আমার মতন বহু মানুষ রয়েছে যারা কোনো রকম খারাপ সম্পর্ক চায় না 😊!.... জানি আমার একার কথা কিছুই না, তবু একটাই কথা বলবো, অফুরন্ত ভালোবাসা আর সন্মান রইলো আমার তরফ থেকে বাংলাদেশী ভাই বোনদের জন্য 😊🌻❤️
Love you too brother 😘😊
The voices of Aditya and Tareque are mesmerizing. Open, bold, natural, no nosiness, the sound comes deep from their lungs. Awesome!
বিশ্বাস করবেন কি না জানি না। আমার ৭ মাস বয়সী ছেলে আপনাদের অনেক বড় ফ্যান। ও জন্মের পর থেকে প্রতিদিন এই গান শুনে শুনে ঘুমাই । এই গান টা চালু করলেই ও instant ঘুমিয়ে যায়। thank you sinha brothers. You guys are my sons favourite ❤
Well done Brothers...... Sinha Brothers Project !!!
Everyone is outstanding... Specially the 2nd song voice from 2:00 Tareque sung by Warfaze's Song "Purnota"
is Amazing..... !!! I'm just speechless !!!I have no more words to describe about his voice....
Best wishes From Chicago...Keep it up...
এই গানগুলো প্রায় দেড় বছর ধরে শুনছি।ভাবছিলাম কমেন্ট করব না।কারন অনেক কমেন্টের ভিড়ে আমারটা হয়ত খুজে পাওয়া যাবে না।কিন্তু আজ না করে পারলাম না।কারন একজন বলেছে "অনিকেত প্রান্তর" নাকি লিঙ্কন ভাই ছাড়া আর কারো গলায় মানায় না।কিন্তু আমাদের তো একজন তারেক আছে।তার গলায় তো জাদু আছে।
২ এপ্রিল,২০২০
Stone band এর কভার গুলো শুনে দেখবেন
জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে এই গান গুলো জড়িয়ে আছে...
খুব ভালো একটা অনুভূতি মাঝে ফিরে গেলাম।
যখনই কোন একটা অজানা কারণে মন খারাপ করে থাকি এই গান গুলো সবকিছুর সমাধান করে দেয়।
Hey stranger, you have a very good taste in music!
This song is pure love ❤❤
Yeah, we are aware about our music taste
4 years hoice ei gaan ta youtube e publish hoice. Trust me, still now gaan tar rythem notun er motoi vhalo lage. Thanks to sinha brothers ❤️
Every single vocalist er gola osthir sundor. 💙💙
every ontro joss bhaii
jare ja ure jah and purnoto ,opekkha
littttttttttt
🤔🤔অনেকদিন ধরে আমাকে recommend করছিলো এই গান। 👉👉কিন্তু আমি এড়িয়ে যাচ্ছিলাম। চালু করে দেখি, কি করে আমি এই গান গুলি--- এই মানুষ গুলিকে এড়িয়ে যাচ্ছিলাম। এক কথায় অসাধারন হয়ছে👌👌
Hard to pick the best one among these phenomenal vocals. The margin of difference is minimum. From my point of view, however, Tareque and Aditya have the most open and flawless voices. Bravo guys! Tremendous performance. Keep up the good work.
Madhobi gaantay AB'r kichu feel pailam onekdin por! GOOD JOB Sinha brothers!
শুনতে শুনতে আবারো কমেন্ট করলাম।
সবগুলা ভোকালিস্ট, মিউজিশিয়ান, পুরা টীম...অসাধারণ একটা সিম্ফোনী, অসাধারণ একটা কম্বিনেশন।
আমার বিশ্বাস আপনারা যদি কাভার করা গান দিয়েও এলবাম করেন, মানুষ আপনাদের হতাশ করবে না।
অল দ্যা বেস্ট। ভালোবাসা থাকলো। 💜
+Md. Abdur Rahman Emad কাভার করা গান এর এলবাম করবো কিনা জানি না তবে আমরা আগামী বছর থেকে আমাদের নিজেদের গান শুরু করে দিচ্ছি। হয়তো কোন একদিন নিজেদের এলবাম বের করার ইচ্ছা আছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।
Sinha Brothers Project একটা রিকোয়েস্ট করি। কাভার করা গানগুলা দিয়ে এলবাম করেন আর না করেন, এইখানে যে গানগুলা গাইছেন আপনারা...২/৪/ লাইন পরে পরে ট্র্যাক চেইঞ্জ হয়ে যাইতেসিলো, একটা হাহাকার লাগতেসিলো, ইশ গানটা যদি শেষ করতো!
ট্রিবিউট এর সবগুলা গানের কাভার চাই, সেইম ভোকালদের দিয়ে। প্লিজ।
একা থাকা অবস্থায় যদি একটি গান শোনা হয় সেটি 👏sinha brothers project👏
আপনাদের অনুভূতিগুলো অন্তর ছুয়ে যায়।ধন্যবাদ ভাই আপনাদের।
শুভকামনা।
Dipu Sinha is an underrated guitarist of bangladesh
Can't describe how technical he is🙏🙏🙏
বেশি সেরা হইসে এটা!!😍😍😍 ভোকাল সব গুলা সেরা ছিল!😍😍 আর গিটার এর কথা তো তুলনাই না!!😍
এতো দেরিতে ক্যানো শুনলাম আমি! তারেক ভাইকে দেখে মনেই হয়না এতো জোস গাইতে পারবেন! দুটো প্রিয় গানই অসাধারণ ভাবে গেয়েছেন।
13/08/20 ; Bogra
Tareque is a gem in music in terms of singing and dedication . Hat off brother! Rest of the singer also awesome and dedicated to music. And the selection of music is fantastic.
Thank you 🙏
ঝামেলা হল সিনহা ব্রাদারস এর এই কভার শোনার পর কেন জানি আসল গান গুলা আর শুনতে ভালো লাগছে না। বেশিই ভালো গেয়ে ফেলছেন!
তারেক ভাই... অনেক অনেক শুভকামনা আর দোয়া তোমার জন্য।
লেইম।
পাম দেয়ার একটা লিমিটেশন থাকা দরকার।
xD
এই গান টা ৩বছর ধরে শুনে যাচ্ছি কোন দিন কমেন্ট করি নাই আজকে করলাম....সব গুলো গান এতো সুন্দর করে গাইছেন অসাধারণ হইছে ভাইয়া.!love this song.!❤️🥀🎧
oshomvob vhalo laglo ... list e thakbe ajibon
চাঁটগাইয়া পোয়া অল এনেও সেরা 😍😍
এটাকি চাটগাঁইয়া ব্যান্ড নাকি ভাই?
@Irfan Ji bhai
@@John-qh9se happy to know
ইবা যে আঁরার চট্টগ্রামর ব্যান্ড ন জাইনতাম বদ্দা! ভালা লার হুনিয়েনে!
♥️
এই ১৬ মিনিট মনে হচ্ছে অন্য একটা জগতে ছিলাম। সবগুলো গানই এক একটা মাস্টারপীচ।
অসাধারণ কভার 🖤🖤
minerva tribute এর পর আরেকটা কালজয়ী গুলা নিয়ে ট্রিবিউট ভাল লাগল।অসাধারণ।আরো এরকম কাজ করবেন ভাই।খুব ভাল হয়েছে এটা।😍😍😍 রেট্রো গোল্ডেন সং গুলার পারফেক্ট কম্বিনেশন! 😊 অপেক্ষায় থাকলাম আপনাদের নেক্সট একটা ট্রিবিউট এর।😊😊😊
সেইম কথাটা আমিও বলতে চাইছিলাম❤
@neeraz vai... apni ber korien
বেশী বেশী সুন্দর,,,, কোথায়য়য় হারাই গেছি,,,,,,
❤❤❤ ধন্যবাদ সিনহা ব্রাদার্স,, অনেক অনেক ভালবাসা তোমাদের জন্য,, মন ভালো হয়ে যায়, কমেন্ট রেখেগেলাম,, love u tomra valo gaicho❤❤❤
The whole 16:32 is worth to watch.. Vocals, sound, music.. Total combination is wow!! Wish to see this tracks individually..
Best wishes.. ❤✌
Thanks :)
mahim mahmud oka frans 😎😎
ভাই আপনারা কারা...জীবনের শোনা সেরা ট্রিবিউট
Then go and listen minerva tribute🤘
বাহ...সুন্দরতো❤️আমি আজকেই প্রথম শুনলাম...ভালো লাগলো অনেক...
লাস্টের গানটা এক কথায় অসাধারণ _কতবার যে শুনছি তার হিসেব নেই🤦♀ অসমাপ্তের যতগুলা কভার সং আসে তার মধ্যে আপনাদের টাই বেস্ট বেস্ট বেস্ট🥰
God has mercy on those 55 poor souls who have pressed unlike to this awesome tribute video......
Kora.fatafati. wow.#lovethisgroup
Though I am a Bangladeshi, I don't listen to Bangla songs that much let alone bands. This video really introduced to me a lot of great songs. I never have heard any Warfaze, Ark or Vikings songs before this video. Thank you Sinha Brothers Project.
Tarek Vaiya jodi or vocal Chord ta Sell koree tahole etar price koyek billion hobee. Ouffff manee eto xoss hoisee Tribute taa... Just amazing.. Love you guys a lot
Bhai osadharon. Superb performance
ব্যান্ডের গানের ভক্ত না হওয়া সত্ত্বেও এই গানের প্রতিটা সেকেন্ড অনুভব করা আমি.. ❤️
আমাদের শৈশব, কৈশোর, তারুণ্যের সমস্ত আবেগ, ভালোলাগা আর ভালোবাসার সমন্বয় এই গান গুলো ❤️❤️
অনেক সুন্দর হয়েছে, আবার অনেক আগে ফিরে গেলাম!! ধন্যবাদ Sinha Brothers কে। শুভকামনা রইল সবার জন্য।🙏🙏
এতো চমৎকার একটা কাভারেও যারা ডিজলাইক দিছে তাদের কে সামনে থেকে দেখার ইচ্ছে হয় খুব। এরা কি আদৌ মানুষ ?!
+Hossain Saddam Hossain bhai sob kaj sobar bhalo lagbe na. Aitai niyom. Jekhane dream theater, Metallica, iron maiden, guns n roses er moto legendary bands gulor nijeder music video te 10K 20K dislike thake sekhane amra to chuno puti. Bepar na. Apnar bhalo lagse etei amra khusi :) pashe thakben asha korchi
ora oporadhi
সেরা কভার ✌️✌️ ধন্যবাদ এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য
Another outstanding tribute (besides Minerva). Kudos! Specially i must mention Tareque, remarkable vocalist. And vocal selection is very justified.
Thank you for the musical journey !
Acoustic er tune ta beshi ee sundor.
Ak gan theke onno ganer music e transfer ta oshadharon👌
Who can say, someday someone will pay tribute to the "Sinha Brothers"!
awesome... u won't get tired of listening to it over and over again ...hats off guyz :D
+riad al hasan abir thanks brother
মাঝে মাঝে বাসার মধ্যে আম্মু জিজ্ঞাসা করে কেনো বার বার এই ভিডিওর গান গুলাই শুনি।
মনের মধ্যে কি চলতেছে আম্মুকে তো বুজানো জাবেনা। কিন্তু এই ১৬ মিনিট তো🌸 জীবন টা রে শান্তি করে দেয়
TareQ is a real Artist. Your voice is really Rocking! I want to your Album. Perfect performance #Tarek . Go ahead All . Love you All . From Germany . 🤞✌👍🤘🤘🤘🤘🎙🎼
We are 90th Generations
We have changed Bangla Music
We are the Music revolutionary.
We are proud of our Generations.
very very nice ......music composition is exceelent...carry on...
"Oniket prantor"s cover is just awesome😭💖
Aditya da is a pure class!! You are on a league of your own. Incredible mastery of tone and pitch. The rendition of Cafeteria got me awestruck. Blew me away. The depth of your voice is God gifted. Loved the rendition of Kobita as well. If anyone can replace James, it's you.
রিলিজের পর থেকে শুনতেছি,তবুও তৃপ্তি মেটে না😊😊 যখনই শুনি তখনই নতুনত্ব খুজে পাই😍😍😍
বেশিই জোস। ট্রান্সিশন গুলা অনেক জোস হইসে মাঝে মাঝে। ভোকাল ভ্যারিয়েশন রাখায় আরো বেশি ভাল্লাগসে
+Tamzid Rahman ধন্যবাদ :)
a soulful performance,specially who sung "jare jaa" was extraordinary. all the songs here were arranged so well.thanks from core of my heart for this wonderful effort❤❤❤
Best tribute in our Bangladesh. Sei 2017 sal theke sunteci🥰🥰akno coloman.
Thnx sinha brothers for this project 🥰🥰
Dhonnobad Sinha Brothers for such a great creation. Please do another episode or another tribute to IDOLS. Because I am pretty sure you had more songs in mind. Thanks a lot.