GALPO HOLEO SATTI -গল্প হলেও সত্যি ( FULL MOVIE ON FULL HD)

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2020
  • GALPO HOLEO SATTI FULL MOVIE /গল্প হলেও সত্যি
    Dhanonjoy, a manservant-cum-cook, turns up at the doorstep of a dysfunctional family that immediately hires him. He becomes attached to each member and tries to unite the family.
    #BengaliMovie #BanglaMovie #BengaliFullMovie
    Watch the Bengali Movie Galpo Holeo Satti : গল্প হলেও সত্যি on UA-cam. The Bengali Film Galpo Holeo Satti was released in the year 1966, Star Cast: Bhanu Bandopadhyay | Rabi Ghosh | Chaya Devi | Bharati Devi | Jogesh Chatterjee | Bankim Ghosh | Ajoy Ganguli | Rudraprasad Sengupta | Krishna Basu | Tapan Bhattacharya | Mrinal Mukherjee
    Movie : GALPO HOLEO SATTI | গল্প হলেও সত্যি
    Language : Bengali
    Genre : Comedy, Family
    Director : Tapan Sinha
    Producer : New Theatres Exhibitors Private Limited
    World Right Controller : Chhayabani Private Limited
    Music Director : Tapan Sinha
    Release Date : 1966
    Star Cast : Bhanu bondhopadhyay | Rabi Ghosh | Chaya Devi | Bharati Devi | Jogesh Chatterjee | Bankim Ghosh | Ajoy Ganguli | Rudraprasad Sengupta | Krishna Basu | Tapan Bhattacharya | Mrinal Mukherjee
    KABULIWALA (কাবুলিওয়ালা ) FULL MOVIE = • KABULIWALA (কাবুলিওয়া...
    Atanka | আতঙ্ক Full Movie (1986) on HD= • Atanka | আতঙ্ক Full ...
    #BengaliMovie #BanglaMovie #BengaliFullMovie
    #BanglaMovies #NewBengaliMovie #SuperhitBengaliMovie
    #TollywoodHitMovies #BengaliLetestMovie #LatestBengaliMovie
    #BengaliDramaMovie #BengaliOldHitMovie #TollywoodMovies
    #BengaliTopHitsMovies #BanglaRomanticFilm #BanglaNewMovies #BengaliActionMovies
    Enjoy and stay connected with us!!
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 5 тис.

  • @Sumandebbharati4118
    @Sumandebbharati4118 4 місяці тому +983

    2024 সালে কারা কারা দেখছেন একটা সাড়া দিয়ে যাবেন! 🙋‍♂️😊❤
    👇

  • @anipaul-pd5uy
    @anipaul-pd5uy 4 місяці тому +517

    যতবার দেখি ততবার ভালোলাগে। কখনো না পুরনো হওয়া ছবি। 2024 এ এসেও পুরনো হলনা❤

  • @rajibpanja9549
    @rajibpanja9549 4 місяці тому +106

    যতবারই দেখি এই ছবি পুরনো হওয়ার নয়। বোধহয় যখন ২ বছর বয়স তখন থেকে দেখছি। এখন ৩২ বছর বয়স৷ ২০২৪ সালেও দেখছি। তপন সিনহার মাস্টারপিস৷ ❤

  • @anubhabdey9208
    @anubhabdey9208 4 місяці тому +59

    ধনঞ্জয় আমাদের সবার মধ্যেই আছে ,তাকে শুধু খুঁজে নিতে হয় ।

  • @snehasishbanerjee4705
    @snehasishbanerjee4705 2 роки тому +319

    কি অপূর্ব! ধূসর ধোঁয়া থেকে একজন দেবদুতের মতন এলেন। কয়েকটা মাত্র পলকের মধ্যে পরিবারে শান্তির বীজ বপন করে দিয়ে আবার হাঁটতে হাঁটতে ওই ধোঁয়ার মধ্যেই মিলিয়ে গেলেন❤️.. অকল্পনীয়💕
    Hope the last scene strikes everyone..😌

  • @faruqueali1788
    @faruqueali1788 2 роки тому +254

    সিনেমাটা দেখে একবারের জন্যও মনে হয় না যে ওনারা ক্যামেরার সামনে অভিনয় করছেন, এত সুন্দর Natural Acting, Just Awesome.....আমার দেখা শতাব্দীর সেরা বাংলা সিনেমা 🙏🙏🙏

    • @sisirsing2771
      @sisirsing2771 2 місяці тому

      ঠিক বলেছেন।

    • @user-xb3vj5og7t
      @user-xb3vj5og7t Місяць тому +1

      ক্ষনিকের অতিথি দেইখেন যদি না দেখে থাকেন। অসামান্য, অসাধারণ মুভি।

  • @studypurpose2267
    @studypurpose2267 3 місяці тому +4

    এই নিয়ে কতবার হল জানিনা।। কি অসাধারণ যখনই ক্লান্তি আসে এটা দেখি।।আমি একজন সরকারি কর্মচারী, কিন্তু জীবনের অনেক কিছু খুজে পাই।। প্রথমে 100 কমেন্ট দেখে কষ্ট হত।। এখন আনন্দ পায় অনেক ভিউ অনেক কমেন্ট।। কি সব সিনেমা দেখে লোকে মোটিভেশন পায়, আমি তো এই দেখে WBCS, IAS, IPS এর স্বপ্ন দেখি।।। কাজ করতে হবে কাজ।।

  • @abhijitdas7307
    @abhijitdas7307 3 місяці тому +11

    ২০২৪ এ এসে কারা কারা এই অসাধারণ ছায়াছবিটি দেখছেন ❤❤❤

  • @debjitkarmakar1067
    @debjitkarmakar1067 2 роки тому +458

    42:56 Very important line " যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি " , অসাধারণ ।

    • @purnamitra15
      @purnamitra15 2 роки тому +2

      Ìaily

    • @youruniquetv9134
      @youruniquetv9134 3 місяці тому +4

      সত্যি, কত সহজ কথা অথচ কত দামি কথা।

    • @umapaul9875
      @umapaul9875 3 місяці тому

      কর্মযোগ

    • @amritdey6020
      @amritdey6020 29 днів тому

      Pintu Jane kintu ami janina ❤❤

  • @yeasminurmi6862
    @yeasminurmi6862 3 роки тому +761

    এটাই সিনেমা ❤️❤️
    অসম্ভব সুন্দর ❤️❤️
    ২০২১ এ এসে ১৯৬৬ সালের সিনেমা দেখতে বিন্দু পরিমাণ বিরক্ত লাগেনা।
    অথচ ২০২১ এর সিনেমা অসহ্য 🤐

  • @suparnakarmakar3822
    @suparnakarmakar3822 4 місяці тому +6

    অসাধারণ, অনবদ্য, কালজয়ী, চিরকাল অমর হয়ে থাকার মতো সৃষ্টি ।❤❤❤❤❤❤

  • @youruniquetv9134
    @youruniquetv9134 3 місяці тому +7

    কি চমৎকার, শিক্ষামূলক চলচ্চিত্র, পুরো মন ভরে গেলো, এখন আর এমন ছবি হয়না, এখন নগ্নতা আর অশ্লীলতা।

    • @sisirsing2771
      @sisirsing2771 2 місяці тому +2

      সত্যি
      গল্প হলেও সত্যি।

  • @pradipbiswas5796
    @pradipbiswas5796 4 роки тому +378

    2 বার দেখলাম। অজান্তেই চোখের কোনে জল ধরা দেয়, বড্ড দেখতে ইচ্ছে করে আগেকার সেই পরিবেশটা, এক কথায় আগেকার মানুষের জীবন যাপনটা। ভাবলেই মনের ভেতর টা কেমন হু হু করে ওঠে। 😟😟😟🥺🥺🥺😥😥😥

    • @prasenjitbarman4497
      @prasenjitbarman4497 3 роки тому +19

      আর হয়ত সেদিন ফিরবে না ,
      মানুষে মানুষে যে খাওয়া-খায়ি লেগেছে, তাতে সেই পুরানো দিন ফিরে আসা হয়ত সত্যিই অসম্ভব ।
      কিন্তু মনে প্রাণে চাই সেই দিন গুলো ফিরে আসুক ।

    • @madhushreeojha9557
      @madhushreeojha9557 3 роки тому +5

      thik e ble6o.. amro khub e6a hoi ager moto sob hoa jeto jdi thle samne thek koto ki6u dekhte petam💔😥

    • @skangkit1819
      @skangkit1819 3 роки тому +2

      Thik dada

    • @souravghosh6997
      @souravghosh6997 2 роки тому +3

      Pradip babu e din ar firbe na ei banglai , amader sob shesh !!!

    • @souravghosh6997
      @souravghosh6997 2 роки тому +2

      @@prasenjitbarman4497 ekdom tai ...khawakhawi ta lagiye deoa holo cheshtata poradhin amolei suru ekhon sob shesh ..

  • @sumaiyaafrinfiha9292
    @sumaiyaafrinfiha9292 2 роки тому +638

    প্রতিটি সংসারে ধনঞ্জয় ফিরে আসুক💕
    ২০২২ এ এসেও আমি এই সিনেমাগুলো হাতড়ে বেড়াই..! কতোটা সুন্দর মানসিকতা হলে এরকম সুন্দর সিনেমা তৈরি হয়!
    অসাধারণ.....

    • @al-aminhossainapon4992
      @al-aminhossainapon4992 2 роки тому +3

      Think bolecen.

    • @madhabmalla9708
      @madhabmalla9708 Рік тому +5

      আমি কিছু দিনের মধ্যেই দুবার দেখলাম।অসাধারণ, mind-blowing।

    • @chanditalaprompter6593
      @chanditalaprompter6593 Рік тому +7

      যখনই মন খারাপ হয় তখনই এই ছবি টা দেখি।জীবন ফিরে পাই।

    • @abdulquader7806
      @abdulquader7806 Рік тому

      Exactly

    • @genuine1783
      @genuine1783 Рік тому +1

      Apni khub valo kotha bolechen. Amar mone hoy prithibi te kono manush bangali hoye jonme jodi ai cinema ta na dakhe,tahole tar bangali hoye jonmo ta britha hoye jabe bodhoi.

  • @arundhatigroup7064
    @arundhatigroup7064 3 місяці тому +21

    2024e kara kara dekhchen - thukun like.

  • @MouerSatheRannaBanna
    @MouerSatheRannaBanna 3 місяці тому +3

    অপূর্ব চলচ্চিত্র. আজকাল কার দিনেও এমন সুন্দর সুন্দর গল্প লিখে সিনেমা বানানো উচিত. আজও বাঙালিরা অবশ্যই দেখবে

  • @nationfirst9871
    @nationfirst9871 2 роки тому +358

    কি গল্প, কি অভিনয়।। বাংলা সিনেমার স্বর্নযুগ।। সত্তরের সৃষ্টি যেনো আজও জীবন্ত।।❤❤🇮🇳🇮🇳🙏🙏

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 5 місяців тому

      স্বর্ণযুগ নয়। এই চলচ্চিত্র চিরকালীন। 'যেন'√√

    • @sanchitabarman5458
      @sanchitabarman5458 4 місяці тому

      Exactly...................

    • @tilakroy7213
      @tilakroy7213 4 місяці тому

      Ki ​@@sanchitabarman5458

    • @asimdey9530
      @asimdey9530 4 місяці тому +1

      বাংলা সিনেমা নয় ভারতীয় সিনেমার
      Karon ei somoi Satyajit Ray, Rittik Ghatak 6ilo Satyajit Ray er movie Hollywood director keo obak kore diye6e ajo Hollywood Directors ra Satyajit Ray er kotha bole j Prothom India theke Oscar peye6ilen tao Film e ❤
      Ajkal kar Rajamouli eder nokher joggou noi

    • @anujitdatta7633
      @anujitdatta7633 3 місяці тому +1

      Thik katha. Tabe eta 70' dashaker noy, 1965-66' r bodhhoy.

  • @sajibchandradas419
    @sajibchandradas419 Місяць тому

    কমেন্ট না করে আর পাড়ছিলাম না। কি দারুণ অভিনয় ও গল্প আসলেই আগের দিনগুলোতে সবাই একসাথে থাকতেন,কি সুন্দর ছিলো দিন গুলো। এখন আমাদের এই সময় টা তে এ রকম মুভি আর হয় না।সবাই এখন আধুনিক ছবি ও মোবাইল নিয়ে থাকে,যার মধ্যে আনন্দ ও জীবনে মূল শান্তি টুকু নাই। আমি পুরনো দিনের মুভির এ সময়ের এক ভক্ত। সে লুট জানাই সেই সময়ের সব গুনী মানুষ দের।❤❤🇧🇩😊

  • @user-mo3bq9li9k
    @user-mo3bq9li9k 11 годин тому

    যদিও আমার বয়স ১৯
    এই অশ্লীলতার যুগেও এতো সুন্দর একটা মুভি দেখে মনটা ভরে গেল।।

  • @arnablahiri7023
    @arnablahiri7023 3 роки тому +451

    "তুমি আর আসবে না?"
    "আমার আর আসার দরকার-ই পরবে না!"
    কত বড় একজন দার্শনিক ছিলেন তপন সিংহ। স্বনির্ভরতা কাকে বলে তা কত সহজ ভাষায়, কত সুন্দর ভাবে ব্যক্ত করেছেন!
    এতদিন আগে তোলা, অথচ কত স্বাভাভিক এবং স্বতেজ। কেও যে অভিনয় করেছেন তা বোঝা ভার!
    এ শুধু ছবি নয় যা বিনোদন দিয়ে ফুরিয়ে যায়, এতে জীবনের গভীর ভাবনা নিহিত রয়েছে যা এক-কথায় কালোত্তীর্ণ।

    • @PrabeerGhosh
      @PrabeerGhosh 3 роки тому +3

      khub bhalo bolle.

    • @surenshssuroght2528
      @surenshssuroght2528 3 роки тому +1

      A gandu, I,am,toking, I am

    • @sukumarnath5034
      @sukumarnath5034 3 роки тому

      এতটাই সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না

    • @bijaykrishnanaiya7814
      @bijaykrishnanaiya7814 3 роки тому

      কত সহজ সরল কথা অথচ সম্পূর্ন বাস্তব ও যুক্তিপূর্ন

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 роки тому

      স্বাভাবিক / সতেজ

  • @yasirarafat5394
    @yasirarafat5394 3 роки тому +121

    চোখের পানি আটকিয়ে রাখতে পাড়লাম না ! এমন ধনঞ্জয় দা ফিরে আসুক প্রতিটি সংসারে।

    • @funnytube832
      @funnytube832 9 місяців тому +1

      আমিও কেন জানি কেঁদে ফেললাম।

  • @herculisman6056
    @herculisman6056 3 місяці тому +53

    2024 কেকে দেখ ছেন

  • @rohitadhikary8789
    @rohitadhikary8789 4 місяці тому +45

    Ke ke 2024 e dekhchho like kore dao

  • @samirbarandutta442
    @samirbarandutta442 3 роки тому +59

    অসংখ্য বার রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি সিনেমাটি দেখেছি । সিনেমাটি কখনও পুরনো হয় না । বহুবার দেখার ফলে অনেক অভীজ্ঞতা হয়েছে । এবং বুঝেছি , কর্মই ধর্ম । কোভিড - ১৯ এর দ্বিতীয় ঢেউ যখন ভয়ানক ভাবে আছড়ে পড়েছে । তখন সব সময় কাজে ব্যস্ত থাকাটাই শ্রেয় বলে মনে হয় ।৬৫ বছর বয়সী, দমদম অমরপল্লী নিবাসী , এই বস্তা পচা সমাজ জীবনে কায়িক পরিশ্রম করে বেঁচে আছি ।

  • @shamiumsharon5818
    @shamiumsharon5818 3 роки тому +243

    এতো সিনেমা নয় এ যেন শিল্পীর নিপুন হাতে তৈরি এক কালজয়ী শিল্পকর্ম। ধনঞ্জয় এর মধ্যে দিয়ে জেগে উঠুক বাংলাদেশের বিবেক , ভালো থাকুক একান্নবর্তী পরিবারগুলো। ❤❤

    • @bazlur-rahman
      @bazlur-rahman 3 роки тому

      byakti goto jibone robi ghosh khub ekta bhalo chilen na. seta tar wife er kotha janle bujhte parben.

    • @satyambagdi5593
      @satyambagdi5593 3 роки тому +2

      দারুন বলেছেন আমাদের কে সেই আগের দিনে ফিরে যেতে হবে এই ছবি গুলো একবার ই আসে

    • @sabinakhatun5996
      @sabinakhatun5996 2 роки тому +1

      Amra akono akano borti porinara a6i.....Amar husband ra 4vai ar maa.baba.....tar bon....apnar comment valo laglo

    • @shamiumsharon5818
      @shamiumsharon5818 2 роки тому

      @@sabinakhatun5996 apnar reply dekheo onek bhalo laglo ,bhalo thakben

    • @sanjayshasmal4089
      @sanjayshasmal4089 2 роки тому

      একবারে ঠিক বলেছেন দাদা 👍👍👍👍

  • @shameemahmed5909
    @shameemahmed5909 5 днів тому

    রবি ঘোষের এন্টিতে মুভির মজাটাই বেড়ে গেলো আর একটা মানুষের এন্ট্রিতে পরিবারের সব কিছু বদলে গেলো ❤❤❤❤

  • @indrajitdas3951
    @indrajitdas3951 3 місяці тому +3

    জীবন যেখানে শেষ হয় ! গল্পঃ সেখানে শুরু হয়। কারণ টা ঠিক এই রকম, অসাধারণ কে অসাধারণ না বলাই ভালো। জয় জগন্নাথ।

  • @swapanroy4068
    @swapanroy4068 3 роки тому +59

    কি অপূর্ব বাংলা সিনেমা। মুগ্ধ করে, গর্বিত করে। বাঙ্গালী বলে গর্ব বোধ করি।💘
    আর আজ সেই বাংলা সিনেমা কি কুৎসিত hoyeche, ধিক্কার জানাই আজকের এই সব কদাকার মনের চিত্র পরিচালক, নির্মাতা, অভিনেতা, নায়ক, নায়িকা সবাইকে।

    • @subhankarmitra5922
      @subhankarmitra5922 2 роки тому

      Modern age cinema mean prostitution in this time. Is the three common patern of modern film (¡) sexuality (¡¡) alcohol & (¡¡¡) fight , caos& slang language

  • @raselahmed9675
    @raselahmed9675 3 роки тому +698

    বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি😶শুধু এইটুকুই বলব তখনকার পরিচালক /লেখক ছিল সুস্থ চিন্তাধারার মানুষ। এখনকার মত জঘন্য ছিল না তাই এত সুন্দর সাবলীল অভিনয় এবং গল্প ছিল❤️🇧🇩

    • @budhadityaganguli8680
      @budhadityaganguli8680 3 роки тому +4

      একমত

    • @dishachatterjee939
      @dishachatterjee939 2 роки тому +1

      Ekdam tik ktha

    • @mainakchakraborty1476
      @mainakchakraborty1476 2 роки тому +13

      সময়ের সাথে মানুষের চিন্তাভাবনা, অডিয়েন্স এর demand- সবই তো change হয়ে স্যার। তাই এখনকার দিনের সিনেমা তৈরি হয়ে এখনকার সময়ের জনতা কে please করতে। তাই সিনেমা কে জঘন্য বললে, আপনি indirectly পুরো নতুন generation এর চিন্তাভাবনা, আর thought process কে খারাপ বলে classify করছেন।

    • @subuankarmajumdar5821
      @subuankarmajumdar5821 2 роки тому

      @@budhadityaganguli8680 😂

    • @amiyaroy2510
      @amiyaroy2510 2 роки тому

      @@dishachatterjee939 vvv:
      Beautiful glllllllllllllllllllllllll lo in

  • @prithwirajsaha9095
    @prithwirajsaha9095 4 місяці тому +11

    " এ জীবন গেলে, ফিরে আসে না আবার " .. This line is still relatable in 2024.

  • @Sariful-lu9kp
    @Sariful-lu9kp 3 місяці тому +6

    দেখছি ২০২৪ সালে।
    এই সমস্ত সিনেমা গুলো সংরক্ষণ করা দরকার কালের সাক্ষী হিসেবে।

  • @akashdey7218
    @akashdey7218 3 роки тому +717

    সিনেমাটি আমি 30 বার দেখেছি।। তবে প্রথম দিকে মাত্র 20K ভিউ ছিল আর 20 টা কমেন্ট । দেখে ভাবতাম এত ভালো সিনেমার কদর নেই।।। আজ 1.9 মিলিয়ন ভিউ আর 1000 কমেন্ট দেখে ভালো লাগছে।

  • @koushiksarkar2592
    @koushiksarkar2592 3 роки тому +397

    গোদা বাংলায় বলছি, মনটা জুড়িয়ে গেল। এক সময় বাংলা ভাষাতেও আন্তর্জাতিক মানের ছবি হত, এসব এখন 'গল্প হলেও সত্যি' ❤

    • @jhalder8878
      @jhalder8878 3 роки тому +4

      Ý

    • @blackswan9366
      @blackswan9366 3 роки тому +2

      উরি উরি লুল্লু😍 ধাধা থো হেথায়, আমি তো এসএনএসে খুঁজে মরি😷

    • @bobbabu2020
      @bobbabu2020 3 роки тому

      ঠিক বলেছ কৌশিক ভাই 👌

    • @integritymathstania2712
      @integritymathstania2712 3 роки тому

      Thik akdom thik

    • @tapassarkar3728
      @tapassarkar3728 3 роки тому

      Akdom

  • @madhurjyaharidas
    @madhurjyaharidas 4 місяці тому +18

    Golden era of bengali cinema ❤

  • @Traveller_Kunal019
    @Traveller_Kunal019 2 дні тому

    Eerokom masterpiece ekon kar na actors der modde ache na director eto sundr direct korte paree.. proud to be a Bengali... Jara puro world ke nijer kajer maddome bujiyeche we make the thing best

  • @somapal1863
    @somapal1863 3 роки тому +565

    মা আমাকে আগে অনেক বার এই cinema টা দেখতে বলেছেন but আমি পুরনো cinema ভেবে দেখতাম না ,, but আজকে দেখে বুঝলাম
    Old is Gold...❤️❤️❤️

  • @engineerdada6141
    @engineerdada6141 3 роки тому +36

    সর্বকালের সেরা মুভি থেকে যাক সারা জীবন ইউটিউব এ | বর্তমান দিনের একটি অনুপ্রেরণার গল্প ধনঞ্জয় তার মতো অনেকেই হয়তো আমাদের জীবনে আসে আর শিখিয়ে যায় নিজের কর্মের উপর বিশ্বাস |

  • @MahmudulParvez
    @MahmudulParvez 9 днів тому

    কি অপূর্ব অভিনয়, কি সুন্দর অন্তর্নিহিত শিক্ষা, অসংখ্য বার দেখেছি, মন খারাপ থাকলেই এই সিনেমাটা দেখতে বসে যাই, মন ভালো হয়ে যায়..

  • @PuspenduMondal420
    @PuspenduMondal420 3 роки тому +491

    -তুমি যে বড়ো চলে যাচ্ছ...?
    -আমার কাজ যে ফুরিয়েছে কৃষ্ণা দি...
    -তুমি কি আর আসবে না...?
    -আমার আসার আর দরকারই হবে না...❤️🙂

    • @pkbannerjee5497
      @pkbannerjee5497 3 роки тому +1

      @@casablanka208and .
      M8

    • @bhaskarbanerjee1400
      @bhaskarbanerjee1400 2 роки тому +1

      Please read this book ( Murder mystery of reporter ) by Jaiprakash Jha it was amazing detective novel must read online available 🌷

    • @nijhum9337
      @nijhum9337 2 роки тому +3

      these lines has brought my tears out, I'd like to say each an every dialogues was superb ❤️❤️❤️❤️🙏🏻

    • @PuspenduMondal420
      @PuspenduMondal420 2 роки тому +3

      @@nijhum9337 Rabi Ghosh Sir Acting is another level..& he is a legend Man. ❤️🔥

    • @KolkataCom-wk7fz
      @KolkataCom-wk7fz 2 роки тому +1

      কেউ দেখে না ওদের
      ua-cam.com/video/WloYhJ24nX8/v-deo.html

  • @user-dk2bb7qy6m
    @user-dk2bb7qy6m 3 роки тому +37

    যতবার দেখেছি ততবার মুগ্ধ হয়েছি....!!!
    কিছু বলার নেই সংসারজীবনের মধুময় সওগত লুকিয়ে আছে এই সিনেমার মধ্য.....❤❤💛💛❤❤

  • @user-rt5hd4rf2v
    @user-rt5hd4rf2v Місяць тому +2

    Kub mojadar r sundar monkara cinema 2024 Kara dekchen❤❤

  • @81Rajib
    @81Rajib Місяць тому

    Sotti asadharon...kato bar je dekhlam Dhononjoy der moto manusher amder somaje khub dorkar....Hats off to the creator of this character...

  • @sutopamodak6247
    @sutopamodak6247 3 роки тому +434

    "কাজ মানেই মুক্তি, মুক্তি মানেই কাজ"
    Such a wonderful line

  • @targetpolice247
    @targetpolice247 2 роки тому +191

    1966 সালের সিনেমা 2022 এ দেখলাম কিন্তু একটুকু বিরক্তি লাগেনি #Superb_Story 👌👌👌

    • @lubnasharmeen2641
      @lubnasharmeen2641 Рік тому +2

      Yes....fantastic

    • @tunabandyonath7901
      @tunabandyonath7901 Рік тому +1

      সত্যি একটুকুও বিরক্তি লাগেনি ,কি সুন্দর সিনেমা

    • @madhubibiswas3561
      @madhubibiswas3561 4 місяці тому

      Sotti kotha ❤

  • @washim976
    @washim976 3 місяці тому +46

    2024 এ কারা দেখছে

  • @surajitbachar49
    @surajitbachar49 3 місяці тому +1

    আধুনিক সিনেমার ভিড়ে এখনো কিছু পুরনো সিনেমা আছে যা বাচঁতে অনুপ্রেরণা
    যোগায়🥰🥰
    ❤️গল্প হলেও সত্যি ❤️

  • @benjaminkiron1936
    @benjaminkiron1936 Рік тому +124

    আজকে ছবি গুলো দেখলে বোঝা যায় বাঙালির ভাবনা কত অগ্রিম ছিল। ❤️❤️ ভালো লাগলো ছবিটি।

  • @ayantikamandal1068
    @ayantikamandal1068 4 роки тому +304

    একেই বোধহয় বলে কালজয়ী। বর্তমান সময়ের সঙ্গেও এমন মিল সত্যি অভূতপূর্ব।

  • @trueknowledge4176
    @trueknowledge4176 3 місяці тому +1

    প্রায় ২৫ -২৬ বছর আগে ডিডি বাংলা তে দেখেছিলাম, অত কম বয়সে মোটা মুটি বুঝতে পেরেছিলাম। আজ আবার দেখে খুব ভালো লাগলো। এগুলো কালজয়ী সিনেমা ❤

  • @recitehub6764
    @recitehub6764 2 роки тому +68

    শান্তি পেলে মানুষ কি থেকে কি হয়ে যায়! শান্তি মানুষকে সোনার মানুষে পরিণত করে। ❤️❤️

  • @kisamad4348
    @kisamad4348 4 роки тому +110

    একটা চলমান চিত্র বটে... যেনো জীবন্ত , , প্রাণ যেনো এতে ভুস ভুস করছে।।
    তুলনা করলে এখনকার চিত্রজগৎ কল্পকাহিনী ঠিক যেনো নগ্নচলচিত্র,, আসলে কোনো তুলনাই হয় না।
    এরা হলো অভিনেতা-নেত্রী...
    এখনকার যে গাজাখোর অভিনেতা দেখি অরা পশ্চাৎদেশ নিয়েই ব্যস্ত।
    আর গল্প লেখনি...আহ যেনো বাস্তব...যেনো একটা প্রভাব ফেলে।
    এমন কাজ দেখতে পারা সত্যিই সৌভাগ্য

    • @protappramanick6840
      @protappramanick6840 4 роки тому +5

      একদম ঠিক, সামাদভাই। অশেষ ধন্যবাদ জানাই আপনাকে।

    • @priyankasen5309
      @priyankasen5309 3 роки тому +3

      Absolutely right

    • @aryadeepdebnath4523
      @aryadeepdebnath4523 3 роки тому +1

      সত্যিই ভাই দিনকে দিন আমাদের চলচ্চিত্র নিচে নামছে
      ছ্যা ছ্যা ছ্যা
      🙄🙄🙄

  • @anjonkarmakarbapon2643
    @anjonkarmakarbapon2643 2 місяці тому +7

    কে কে 2024 এই সিনেমাটি দেখছো❤❤

  • @pallabmondal6775
    @pallabmondal6775 4 місяці тому +1

    এরকম একটা ছবি আমার দেখা সেরা 10 এর মধ্যে থাকবে।আজকেও দেখে গেলাম।।সত্যি নির্মাতাদের কর জোড়ে প্রণাম করি।❤

  • @CultivatingCinema
    @CultivatingCinema 3 роки тому +71

    এই ছবিটা ছোট্ট থেকেই আমার প্রিয় ছবি। ইউটিউবে যে কতবার শুধু খাওয়ার দৃশ্যটা দেখেছি তার ইয়ত্তা নেই। ধনঞ্জয়ের হাতের কাঁচকলার কোপ্তা হালদার বাড়ির লোকেদের মাংসের কোপ্তা মনে হবে। তখন নেহাতই সামান্য ব্যাপার লাগলেও এখন বুঝি ধনঞ্জয় ও তাই। ওকে যে ভাবে হালদার বাড়ির সদস্যরা দেখছে অত ওরম নয়। ওর লক্ষই আলাদা। ও হালদার বাড়ির অবচেতন মন। আড়ালে থেকে নিস্তব্ধে ওদের মনের পরিবর্তন আনে।
    তপন সিনহার কাছে সারাজীবন ঋণী থাকবো ষাটের উত্ত্বাল দশকে এরম একটা ছবি উপহার দেওয়ার জন্য। যা আজকের সময় এই সময়কার যারা আমরা তাদের জন্যও প্রযোজ্য ও বিনোদনমূলক।

  • @abdullahmahmudapu6558
    @abdullahmahmudapu6558 8 місяців тому +161

    " এ জীবন গেলে, ফিরে আসে না আবার " 🙏
    This movie is way ahead of it's time 🥺. Much more relatable after thousands years 🌸.

    • @sritidharmondal4430
      @sritidharmondal4430 6 місяців тому

      4:38 ❤❤❤❤❤

    • @SankarkumarBaidya
      @SankarkumarBaidya 4 місяці тому

      654​😊😊😊😊😊😊😊😊😊l0p😊😊😊l😊l😊😊😊😊😊😊l p😊

    • @narcoanonym
      @narcoanonym 3 місяці тому +1

      Exactly absolute

  • @Maha_maya-2tw7t
    @Maha_maya-2tw7t 2 місяці тому +1

    ২০২৪ এ এসে কারা কারা এই অসাধারণ ছায়াছবিটি দেখছেন
    এই সব স্বতঃস্ফূর্ত অভিনয় বারবার দেখলেও আবার দেখার ইচ্ছা লাগে
    ❤❤🥰🤩😌😌

  • @sporadicthoughts356
    @sporadicthoughts356 Місяць тому

    ধনঞ্জয়রা এভাবেই ফিরে আসুক প্রতিটি একান্নবর্তী পরিবারে শান্তির বার্তা নিয়ে।
    "এ জীবন গেলে,
    ফিরে আসে না আবার"

  • @babupiash7189
    @babupiash7189 4 роки тому +59

    রবি ঘোষের অভিনয় এক কথায় অসাধারণ,আর মুভিটা লা জবাব।

  • @sujoyhalder5389
    @sujoyhalder5389 4 роки тому +665

    ভারতবর্ষের সর্বকালের সেরা 10 টি ছবির অন্যতম সেরা ছবি।যতবার দেখি ততবারি নতুন লাগে।

    • @indranilmallick1974
      @indranilmallick1974 4 роки тому +15

      বাকি ৯টা সিনেমা কি কি ?

    • @riy8706
      @riy8706 4 роки тому +4

      একদম🤗🤗🤗

    • @sujoyhalder5389
      @sujoyhalder5389 4 роки тому +31

      "বানছা রামের বাগান, ধন্নি মেয়ে,আলো, ভালোবাসা ভালোবাসা, Dosti,sholey chhotobou,chiriyakhana,honsoraj"। এই নয় টি আমার খুব ভাল লাগে।

    • @sujoyhalder5389
      @sujoyhalder5389 3 роки тому +7

      @Shuvayan Chakraborty earki marbo keno Dada,amar je cinema gulo valo lage sei gulo i bollam

    • @kunalmondal9253
      @kunalmondal9253 3 роки тому +11

      গল্প হলেও সত্যি, ধন্যি মেয়ে, বসন্ত বিলাপ, সাড়ে চুয়াত্তর, অগ্নিশ্বর, sholey is my favourite cinema

  • @dipusarker5934
    @dipusarker5934 Місяць тому

    ভাল লাগার মত ছবি। পরিচালক রবি ঘোষকে ধন্যবাদ এমন ছবি উপহার দেওয়ার জন্য

  • @jotyrmoychakraborty2284
    @jotyrmoychakraborty2284 Місяць тому

    যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে এইসব অমূল্য চলচ্চিত্র আর অভিনয়।

  • @suvrojitdey6238
    @suvrojitdey6238 2 роки тому +150

    এখন ২০২২, আর আজকের দিনে দাঁড়িয়েও বুঝতে পারছি, কালজয়ী শিল্পকর্ম কাকে বলে ❤️❤️ মাস্টারপিস 🙏🏻🙏🏻

  • @syedhasibulislam167
    @syedhasibulislam167 2 роки тому +36

    এভাবে যদি প্রতিটা সংসারে সুখ ফিরিয়ে দিয়া যেত।জগতে কেউ অসুখী থাকতো না।অত্যন্ত ভালো ছবি

  • @travellerpran
    @travellerpran 2 місяці тому

    এই সিনেমাটা 1966 সালে,মানে আজ থেকে 58 বছর আগে বানানো ।
    ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে ।
    উফফফফ কি চিত্রনাট্য,কি সুন্দর শব্দচয়ন,কি অনবদ্য অভিনয়। জীবন ধন্য হয়ে গেল ।

  • @bandanadas9584
    @bandanadas9584 Місяць тому

    আমার খুব প্রিয় এই ধরনের পুরানো ছায়াছবি, সব সময় যেনো নতুন ❤❤❤❤

  • @Happytimes221
    @Happytimes221 3 роки тому +100

    অভিনয়ের নিপুণতা দেখে মুগ্ধ করার মত। দেখে মনে হয়না অভিনয় করছে real life 👍👌👌

  • @pallabinandi3797
    @pallabinandi3797 3 роки тому +49

    সিনেমা টা কম করে 20 বার দেখেছি.... বার বার দেখলেও পুরোনো হয় না... অসাধারন সিনেমা... Most favourite movie ♥️

  • @bapansardar3232
    @bapansardar3232 Місяць тому +1

    খুব ভালো সিনেমা | আমি এই নিয়ে ৫ বার দেখলাম❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @abhimukhopaddhay938
    @abhimukhopaddhay938 3 роки тому +12

    ভারতবর্ষের সসর্বকালের সেরা ১০টি সিনেমার মধ্যে এই সিনেমাটা, তপন সিনহা কী অসাধারণ পরিচালক যেমন সুর দিয়েছেন তেমনি সিনেমার সংলাপ চিত্রনাট্য লিখেছেন।কত কী শেখালো সিনেমাটা -ভালোবাসতে,মিলেমিশে থাকতে জীবনকে চিনতে শেখাল,সুখ শান্তি ফিরিয়ে আনলো।এক কথায় অনবদ্য যত বলা যায় ততই কম

  • @nitaikumbhakar1015
    @nitaikumbhakar1015 3 роки тому +5

    এই নিয়ে চার বার দেখতে চলেছি। বার বার দেখলেও নতুন লাগে, আর মনে হয় বার বার কিছু নতুন জিনিস পাই। সৃষ্টি কর্তা, তপন সিংহ বাবু এখনো বেঁচে আছেন,থাকবেন, এই সিনেমার মধ্যে দিয়ে,মানুষের মনের মধ্যে দিয়ে।🙏🙏

    • @bristighosh2377
      @bristighosh2377 2 роки тому

      Sotti thik ei bole6en ..khub vlo lage amaro movie ta..,🙏🙏

  • @tamposting.2444
    @tamposting.2444 10 днів тому

    কি সুন্দর কি সুন্দর!!! এই জেনারেশনের হয়েও আমার সাদা-কালোই ভালো লাগে।

  • @joyantobarai8087
    @joyantobarai8087 3 місяці тому +1

    একজন হটাৎ দেবদূত হয়ে আসলেন,সকলের মন জয় করলেন তারপর আবছা কুয়াশায় মিলিয়ে গেলেন।
    "যার যেখানে কাজ সেখানেই তাঁর মুক্তি" - কি সুন্দর!

  • @ashadur.rahman
    @ashadur.rahman 2 роки тому +6

    অসাধারণ একটি সিনেমা, ২০২১ এর শেষ লগ্নে এসেও কত প্রাসঙ্গিক।
    তুমি আর আসবে না?
    আমার আর আসার দরকারই পড়বে না।
    তপন সিংহের মত দার্শনিক এর পক্ষেই এমন সম্ভব।

  • @supermam590
    @supermam590 4 роки тому +485

    কতবার যে দেখলাম, হিসাব নেই I যতবার দেখি ততবার ই ভালো লাগে I

  • @ujjalrakshit9695
    @ujjalrakshit9695 2 місяці тому

    2024 সালের ফেব্রুয়ারি মাসে এই অসাধারণ সিনেমাটা দেখলাম।খুবই ভালো লাগলো সিনেমটা দেখে।অসাধারণ অভিনয় করেছেন সবাই।

  • @dipankarroy3606
    @dipankarroy3606 3 місяці тому +3

    2024 কে কে দেখছেন এই সিনেমা

  • @mdibrahimkhalil6041
    @mdibrahimkhalil6041 3 роки тому +102

    পৃথিবীতে অাদর্শ কোন মুভি থাকলে এই মুভিটা সর্বশেষ্ঠ মুভি।

  • @tanzidsipat1324
    @tanzidsipat1324 2 роки тому +97

    ধনঞ্জয়ের চিরতরে চলে যাওয়া,সিনেমাটাকে শেষ হতে দিল না😢অসমাপ্ত রয়ে গেল।

    • @shalahuddinh.m.7631
      @shalahuddinh.m.7631 Рік тому +26

      এই সিনেমার মজা তো এখানেই, ধনঞ্জয় চলে গেছে কিন্তু এই বাড়ির সবাই এখন একেকটা ধনঞ্জয়।

    • @tanmoyroy8409
      @tanmoyroy8409 6 місяців тому +1

      Salauddin Bhai darun bolechen

    • @diptanilchakrabarti5952
      @diptanilchakrabarti5952 3 місяці тому +2

      অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ।

  • @dipankarghosh602
    @dipankarghosh602 4 місяці тому +2

    অন্যতম প্রিয় সিনেমা...
    কতবার যে দেখেছি...
    সবার ভালো হোক ❤️🙏

  • @user-pf3kz9yv7z
    @user-pf3kz9yv7z Місяць тому

    এই সিনেমাটি আমি বহুবার দেখেছি। কিন্তূ সিনেমাটি দেখে একবারও বিরক্ত লাগেনি। অসাধারণ সিনেমাটি

  • @rajibnag9044
    @rajibnag9044 4 роки тому +44

    সংলাপ, অভিনয়, পরিচালনা আর কী কী বলবো প্রতিটি দিক একেবারে নিখুঁত। প্রত্যেক সংসারের সাধারণ সমস্যার অসাধারণ সমাধান এই ছবি। এই ছবি দেখে ভালো না-লাগার মানুষ খুঁজে পাওয়া যাবে না।সমালোচনার কোনো অবকাশ নেই।

  • @najmulhossain3052
    @najmulhossain3052 4 роки тому +72

    অসাধারন একটা মুভি দেখলাম।
    প্রতিটা দৃশ্য এত বাস্তব,এত সুন্দর!
    অবিশ্বাস্য! এত আগে এত নান্দনিক পরিচালনা কিভাবে করে গেলেন!
    খুব ভালো লাগলো।
    পরিচালকের প্রতি অসীম ভালোবাসা ও শ্রদ্ধা।বাংলাদেশ থেকে।

    • @dipankarsinha4559
      @dipankarsinha4559 3 роки тому +2

      বাংলার ( পশ্চিমবঙ্গের) স্বর্ণযুগের স্বর্ণশিল্পীদের অবদান। কলকাতা, ভারত থেকে।

  • @bittoopaul9246
    @bittoopaul9246 Місяць тому

    যতবারই দেখি এই ছবি পুরনো হওয়ার নয়। অসাধারণ ছবি ।

  • @cyansweet8668
    @cyansweet8668 Місяць тому +1

    এত ভালো চলচিত্ৰ আমি এর আগে কখনো দেখিনি। 😢💝

  • @ajitbiswas9473
    @ajitbiswas9473 4 роки тому +252

    শুক বলে ওঠ শারি ঘুমায়োনা আর,
    এ জীবন গেলে ফিরে আসে না আবার |
    মনে রেখো এ সংসারে যারা কর বাস,
    সং ছাড়ি সারটিতে রাখ অভিলাষ |
    আসে যায় সুখ-দুখ আলোক আঁধার -
    এ জীবন গেলে ফিরে আসে না আবার
    শয়নে বসিয়া কেন এখনও এমন
    কী যে পেলে কী হারালে মিছে ভাব মন |
    তোমারে ডাকিয়া বলে জীবন তোমার-
    এ জীবন গেলে ফিরে আসে না আবার

    • @KabirKhan-yr9ru
      @KabirKhan-yr9ru 3 роки тому

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @chowdhurymujaddid3124
      @chowdhurymujaddid3124 3 роки тому +2

      প্রণাম, ‌ গানটির স্বরলিপি কি আপনার কাছে আছে ?

    • @ajitbiswas9473
      @ajitbiswas9473 3 роки тому +2

      @@chowdhurymujaddid3124 প্রণাম, না দাদা গানটার স্বরলিপি আমার কাছে নাই।

    • @chowdhurymujaddid3124
      @chowdhurymujaddid3124 3 роки тому +2

      @@ajitbiswas9473 দাদা প্রথমেই ধন্যবাদ লিরিক্স এর জন্য। ‌ আপনি চিন্তা করবেন না কোথাও না কোথাও থেকে স্বরলিপি খুঁজে নিবো। ‌ আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

    • @chowdhurymujaddid3124
      @chowdhurymujaddid3124 3 роки тому +2

      @@ajitbiswas9473 দাদা প্রথমেই ধন্যবাদ লিরিক্স এর জন্য। ‌ আপনি চিন্তা করবেন না কোথাও না কোথাও থেকে স্বরলিপি খুঁজে নিবো। ‌ আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya 4 роки тому +66

    গল্প না হয়ে সত্যিই যেন হয়। আজকের দিনে এমন মানুষের একান্ত প্রয়োজন।

  • @shuvokumar3118
    @shuvokumar3118 2 місяці тому

    সুখ বলে ওঠো সারি
    ঘুমাও না আর
    এ জীবন গেলে ফিরে
    আসে না আবার।।
    ২০২৪ এসেও অসাধারণ অভিনয় ।

  • @user-lf6rr8nb9b
    @user-lf6rr8nb9b Місяць тому

    2024 my favourite cinema....joto bar dekhi mon vore na....ki valo cinema...❤

  • @saptarnabkarmakarhcs5561
    @saptarnabkarmakarhcs5561 2 роки тому +17

    অসাধারন !!!!!!! আহা!!! প্রাণ ভরে গেল।
    ' এ জীবন গেলে ফিরে আসে না আবার '

  • @fatimajahan6413
    @fatimajahan6413 2 роки тому +17

    অসাধারণ ছবি! অনেকদিন পর মন খুলে হাসলাম এবং ছবিটি উপভোগ করলাম। বাঙালির আটপৌরে জীবনকে কি চমৎকারভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সবার কি অনবদ্য আর প্রাণবন্ত অভিনয় ❣️❣️❣️

    • @amitpramanik2319
      @amitpramanik2319 2 роки тому

      বাংলা সিনেমা মানে তপন সিনহা

  • @RAkEsHMAjumdER-ou7dt
    @RAkEsHMAjumdER-ou7dt 3 місяці тому +1

    অসাধারণ একটা সিনেমা। ০৮ - ০২ - ২০২৪ রাম ঠাকুর মা লক্ষী।রাকেশ মজুমদার (জীবন)। ভারত ত্রিপুরা বিলোনীয়া আমজাদ নগর।

  • @pintuchatterjee4903
    @pintuchatterjee4903 21 день тому

    Sotti eto bhalo cenema aami kono din dekheni ,onek kichhu sikhlam ,hasi ,kanna sob kichhu aachhe hats of robi Ghosh

  • @pritikonaghosh3788
    @pritikonaghosh3788 2 роки тому +18

    এই সিনেমার সৌন্দর্য ,নিপুনতা, অতি সাধারণতা কে অসাধারণ করাকে প্রশংসা করার মতো ভাষা পাচ্ছি না.I am speechless.❤️

  • @srabanidebnath.9966
    @srabanidebnath.9966 3 роки тому +300

    যার যেখানে কাজ, তার সেখানে মুক্তি। 👍👍👍

  • @adhirmondal3936
    @adhirmondal3936 3 місяці тому +1

    Khaoyanor drisotar jonno eto valo lage r 100 bar cinema dekhi

  • @ratonroy6814
    @ratonroy6814 3 місяці тому +5

    ২০২৪ সালে যে এই মাস্টারপিস ছবিটা দেখছেন তারা একটি করে লাইক দিয়ে যাবেন।

  • @uniquefamily2837
    @uniquefamily2837 4 місяці тому +4

    হটাৎ করে কাদের 2024 a সিনেমা টা মনে পড়ল ❤

  • @sabinatisha2648
    @sabinatisha2648 2 роки тому +1156

    2022...কে কে দেখছেন এই সিনেমা ❤❤

  • @ghoshmoshai4341
    @ghoshmoshai4341 3 роки тому +90

    মানুষের কাজেই মুক্তি।
    কি অসাধারণ সিনেমা।সেকালের সিনেমা আর এই কালের সিনেমার মধ্যে বিস্তর ফারাক। মন টা বিগলিত হয়ে গেলো।

    • @suparnodutta3880
      @suparnodutta3880 2 роки тому

      Satti tai

    • @ghoshmoshai4341
      @ghoshmoshai4341 2 роки тому

      @@suparnodutta3880 বন্ধু আমার এই নামেই চ্যানেল আছে চাইলে দেখতে পারো,আমিও নাটক শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করি

  • @mahuasingha5586
    @mahuasingha5586 Місяць тому

    Khub bhalo cinema,joto bar dekhi Toto besi vlo lage😊