আট কি নয় বছরে বয়সে প্রথম সিনেমা হলে - ই ছায়াছবিটা দেখেছিলাম। বাড়িতে গল্পটা বাবার সাথে পড়ে দেখতে গিয়েছিলাম। হা করে গল্পটা প্রায় গিলেছিলাম ।পরে বারবার কতোবার যে দেখেছি সেটার হিসাব নেই! দৃশ্যের পর দৃশ্য মুখস্থ - - - প্রতিবার নতুন নতুন অর্থ খুঁজে পাই! আর এখন হাতের মুঠোয় - - নিজের ইচ্ছামতো ছবিটা দেখতে পাবো এ তো কোনোদিন ভাবতেই পারি নি! অনেক ধন্যবাদ আপনাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য।
ছবিটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমার মেয়ে যখন ২-৩ বছরের তখন একটা উপজেলায় পোস্টিং ছিল। কম্পিউটারে সিডিতে প্রায় প্রতিদিন ওর সাথে এ ছবি দেখতাম। শুরু থেকেই কী এক আশ্চর্য যাদুতে যেন টেনে ধরে গল্পের শেষে নিয়ে যায়। সংগে আশ্চর্য সুন্দর গান। অনুপ ঘোষালের অসাধারণ কন্ঠের গান কেবলই মুগ্ধতা ছড়ায়। পুরো ছবিটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু জায়গায় কেটে ফেলা হয়েছে। তবুও অসংখ্য ধন্যবাদ।
যত দেখি,তত নতুন নতুন বার্তা খুঁজে পাই এই অভূতপূর্ব চলচ্চিত্রের মাধ্যমে। 🙏 আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণে অস্কার বিজয়ী শ্রদ্ধেয় সত্যজিৎ রায় মহারাজ তোমাকে সেলাম 🙏
এই ছবিটি সত্যিই অমূল্য। যা থেকে আমরা অনেকে কিছু শিখতে পাড়ি। ভালো লাগা তো বটেই, এতো সুন্দর পরিবেশন যে বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই গ্রহণ যোগ্য। তুলনাহীন।🙏
দুঃখ কিসে হয়?? অভাগার অভাগে শুধু নয়!! যার ভান্ডারে রাশিরাশি সোনাদানা ঠাসাঠাসি,, তারও হয়।। ...................................... প্রাসাদেতে বন্ধি থাকা বড় দায়,, খুব পছন্দের একটা গান।।।😍😍😍
The nostalgia hits hard. I used to watch this movie all the time when I was younger because I had this movie on a dvd. This is unironically my favorite movie to this day!
যখন আমি ক্লাস 4 পড়ি তখনএই সিনেমাটি আমি দেখি আমাদের বাড়ির সাদা কালো টিভিতে , আর এখন আমি ক্লাস 12 এ এসে এই সিনেমাটি দেখছি সত্যি বলতে আলাদা একটা অনুভূতি 😌😌
Salute to the genius Mr. Ray. Ki kore banalen ei sob master piece. Much much ahead of its time. Aj kaal movie dekhi r bhabi you tube na thakle ki je hoto.
শ্রুতি মধুর বাংলার ছন্দের ব্যবহার ও সংলাপ শুনতে বুঝতে দেখতে হলে দেখতে এই ছবি। শব্দের ব্যবহার ও নিঃশব্দের ব্যাবহার সম্পর্কে সচেতন হতে গেল দেখতে হবে এই ছবি। ছবির গান সাথে যন্ত্র সঙ্গীতের ব্যবহার অসাধারণ। সমগ্র ছবিতে যন্ত্র সঙ্গীতের ব্যবহার অকল্পনীয় সুন্দর। আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সাদা কালো টিভিতে কলকাতা দূরদর্শন থেকে প্রথম দেখেছিলাম। আজ প্রযুক্তির দৌলতে স্মার্ট ফোনে দেখছি। এই ছবি কোনদিন পুরোনো হবে না। মহান পরিচালক সত্যজিত রায়ের অসাধারণ ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন।
এই সিনেমাটি আমার জন্মের অনেক আগেকার। অনেক শুনেছিলাম, তবে আজ প্রথম দেখছি। দারুন লাগলো!👌👌 Humour আর Simplicity টা সবচেয়ে ভালো লাগলো।🥰 *অনেক ধন্যবাদ ভিডিওটি আপলোড করার জন্য 🙏*
Its a remembrance of my childhood when we had to pay to watch telivision and mom had paid 10 paise to watch this movie and 10 paise was too much for us,i was searching for this movie i dint knew the name also and today i got this movie after 40 years i rembered my childhood
@Samarth Sachin Jadhav: Technology Without his directing and cinematography , the movie based on a Bengali story by his grandfather could not reach that level. For the story , the credit goes to the founder of Sandesh magazine , Upendra Kishore Raychowdhury and for the film , the credit goes to Satyajit Ray. Ray's fabulous stories of Feluda , Professor Shonku , Fatikchad etc. are brought into life by Sandip Ray.
Satyajit Ray was way ahead of his time and his movies are still way ahead of our time too. The whole world needs to learn a lot from him and his movies and his talent. I respect Satyajit Ray a lot. He is a true LEGEND. Hindi movie -Bollywood and Bengali movie-Tollywood should be inspired and try to take ideas from Satyajit Ray's movies, but instead of doing that they do the wrongs of taking ideas from the bad movies of Hollywood I am a 13year old girl and I love to see Satyajit Ray's movies and I become very happy and inspired a lot after seeing these movies. Proud to be an Indian and a Bengali. JAI HIND!JAI BHARAT!VANDE MATARAM!!!
God of Indian Film Inustry.... who proved that if we have a talent , zeal & courage then nothing is impossible..... SATYAJIT ROY = I AM POSSIBLE..... GOD AAPNAKE PRONAM 🙏 YOU ARE THE JEWEL OF JEWELS...
This masterpiece film shows very delicately the social injustice depicting as to how a simple man like Gupi was purposefully misguided by the Matabbars of his village to sing ; rather to shout before king's palace at the very early hours in a day knowing fully well what serious consequences Gupi might face. When Gupi was expelled from his village with utter public humiliations at the behest of the king, the legendary Satyajit Ray perfectly portrayed the cruel faces of those Matabbars. Such a wonderful, delicate and yet a political movie with so many hidden messages made for all.
thank you for uploading this film with English subtitles I cannot understand Bengali but I can watch this film with English subtitles. This movie is wonderful. Really Satyajit Ray is a big wonderful director.😀😀😀🥰🥰🥰🥰🥰🥰❤️
Dear Sarah, Glad that u liked the movie. This was one of the most fascinating gift which Satyajit Ray gave to all Bengalis. Pity that one can really enjoy the flavour of the movie only if one knows the language. That happens in every language. Also, never the movie, being old, has got inherent clarity issues. Thanks for complimenting.
A CLASSIC MOVIE BY A GEM OF A DIRECTOR. DIFFERENT AGE GROUP CAN ENJOY THE MOVIE IN THEIR PERSPECTIVES BUT EVERYONE GETS A MESSAGE. THAT'S THE MAGIC OF THIS CLASSIC MOVIE.
Seen this movie on dd in the 80s when one regional movie would be played in the afternoon it was fun watching it , we never understood the dialogues only subtitles but it was fun. Next day whole class was talking about it since we only had dd those days to see .
First dekhi 2007 sale. sei theke jotobar dekhi totobar e dekhte mon chay. Sattojit roy er ononno protivar fosol ei film. osomvob shundor, anondomoy film.onek kichu sekhar ache. eta 1969 er film somvoboto. I'm From Bangladeshi.
In such a light and happy mood, Satyajit showed us the curse of humanity that always existed. The reality is dystopia- halla. Our potential is to be shundi- eutopia. It's unfortunately amazing how humanity lives in chaos when happiness is just arm's distance away. I don't understand bengali but up for Satyajit's movie anytime. 🙏
আমার ছোট বেলার পথম সিনেমা হল গোপি গাইন বাঘা বাইন, এই সিনেমা টা যত বার দেখি তত বার দেখতে ইচ্ছা করে, এই সিনেমা রোজ এক বার হলেও দেখি আমি, এই সিনেমা মত সিনেমা হয়নি এখনো, যদি এই সিনেমা টা আবার নতুন করে যদি হতো তবে আর চারটি ছেলে মেয়ে দেখতে পেত, আমি জানি এই সিনেমা দুই হিরোর মত কেউ করতে পারবে না, কিনতু এখন আর এই সব সিনেমা আর টিভি তে দেই না। যদি দিত তাহলে আর চারটি ছেলে মেয়ে দেখতে পেত, এই সিনেমা টা যদি নতুন করে আবার বের করে, তবে আমি সবার পথুম সিনেমা হলে গিয়ে দেখব আমি।
২০২৪ সালে এই সিনেমা কে কে দেখছেন, তাঁদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম ।। ❤️🌸🌺
আমি এখন দেখছি ☺️☺️
Ami o dekchi.. ekhon ❤❤
2034 eo dekhbo beche thakle 😊😊
Ok..allah bacaile
আমি। এখন দেখছি,আমাদের স্কুলের syllabus এ এটা আছে
আট কি নয় বছরে বয়সে প্রথম সিনেমা হলে - ই ছায়াছবিটা দেখেছিলাম। বাড়িতে গল্পটা বাবার সাথে পড়ে দেখতে গিয়েছিলাম। হা করে গল্পটা প্রায় গিলেছিলাম ।পরে বারবার কতোবার যে দেখেছি সেটার হিসাব নেই! দৃশ্যের পর দৃশ্য মুখস্থ - - - প্রতিবার নতুন নতুন অর্থ খুঁজে পাই! আর এখন হাতের মুঠোয় - - নিজের ইচ্ছামতো ছবিটা দেখতে পাবো এ তো কোনোদিন ভাবতেই পারি নি! অনেক ধন্যবাদ আপনাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য।
Eta kobekar film apu?
1969
Kasto laglo chele chole gelo sabai haste laglo. Kintu baba dur theke dekhlo choker jal bar hoye gelo . Sathe senemar music. Ei jaygatay amaro jal chole aslo.
আহা সেই শৈশবকে। মোরা বাংলাদেশের থেকে এলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ। ভালোবাসা এবং সম্মান করছি বাংলাদেশ থেকে 💙💙💙❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমার শত বার দেখা হয়ে গেলো।😂
তবুও মন ভরেনা।❤
ছবিটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমার মেয়ে যখন ২-৩ বছরের তখন একটা উপজেলায় পোস্টিং ছিল। কম্পিউটারে সিডিতে প্রায় প্রতিদিন ওর সাথে এ ছবি দেখতাম। শুরু থেকেই কী এক আশ্চর্য যাদুতে যেন টেনে ধরে গল্পের শেষে নিয়ে যায়। সংগে আশ্চর্য সুন্দর গান। অনুপ ঘোষালের অসাধারণ কন্ঠের গান কেবলই মুগ্ধতা ছড়ায়। পুরো ছবিটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু জায়গায় কেটে ফেলা হয়েছে। তবুও অসংখ্য ধন্যবাদ।
এই জাতীয় সিনেমা কোনোদিন পুরোনো হবে না।।।যত দেখি তত ভালো লাগে মনে।।।ভগবানের দেওয়া এক অমূল্য দান -সত্যজিৎ রায়।
9
@@BiswajitDas-bp1tmpl
L😊😮😮b ⁰899987😅u
খুব ভাল কমেন্ট
Perfect speach
এ যে সুরের-ই ভাষা, ছন্দের-ই ভাষা,
প্রাণের-ই ভাষা, আনন্দের-ই ভাষা,
ভাষা এমন কথা বলে, বোঝেরে সকলে,
উঁচানীচা, ছোটবড় সমান,
মোরা সেই ভাষাতে করি গান।
যত দেখি,তত নতুন নতুন বার্তা খুঁজে পাই এই অভূতপূর্ব চলচ্চিত্রের মাধ্যমে।
🙏 আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণে অস্কার বিজয়ী শ্রদ্ধেয় সত্যজিৎ রায় মহারাজ তোমাকে সেলাম 🙏
বাঙ্গালীদের ঐতিহ্য এবং গর্ব,,,, আমরা বাঙ্গালী এই ফিল্ম গুলো আমাদের অহঙ্কার,,,,
এই সিনেমাটি কতবার যে দেখেছি তার গুনে বলতে পারবো না। অসাধারণ অভিনয়, অসাধারণ গান, অসাধারণ নির্দেশনা। সত্যজিত রায়ের অমর সৃষ্টি।
আমিও একই পথের পথিক। বয়স পঁচাত্তর বছর। কোন্নগর হুগলি ।
এইসব সিনেমা গুলো সোনার ফ্রেমে বাঁধিয় রাখা উচিৎ ,অসাধারণ।
এই ছবিটি সত্যিই অমূল্য। যা থেকে আমরা অনেকে কিছু শিখতে পাড়ি। ভালো লাগা তো বটেই, এতো সুন্দর পরিবেশন যে বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই গ্রহণ যোগ্য। তুলনাহীন।🙏
2024 কেনো ভাই ,যতদিন সভ্যতা থাকবে, বাঙ্গালী থাকবে, রুচিশীল মানুষ থাকবে ততদিন এই ছবি চির বসন্তের মত থাকবে।
ঠিক বলেছেন আপনি। এখনকার মুভি গুলো অশ্লীলতায় ভর্তি। পরিবারের সামনে বসে এখনকার মুভি দেখাই যায় না। কিছু লোক এই অশ্লীলতাকে আধুনিকতার নাম দিয়েছে।
কয়েকদিন ধরে সিনেমা দেখব বলে ইউটিউবের অলি-গলি চষে বেড়াচ্ছিলাম।কিচ্ছু পাচ্ছিলাম না,সব বস্তাপচা সস্তা জিনিস।
"গুপি গায়েন বাঘা বায়েন" দেখে তৃপ্ত হলাম।অনবদ্য 🧡
যতবার দেখি মন ভরে যায়, দুঃখ- টুঃখ সব উধাও হয়ে যায়। এমনই সিনেমা যা শুধু আনন্দ দেয়। 🙏🙏🙏🙏🙏
আপনার তো সিনেমা হলের দেখার সৌভাগ্য হয়েছে ! আমি প্রথম দেখি অষ্টম শ্রেণীতে পড়ার সময়। সত্যিই যত বার দেখি তত বার নতুন অর্থ খুঁজে পাই।
অসাধারণ শৈশব থেকেই এই ছবি অনেক বার দেখছি যতবার দেখছি ততবারই ভালো লাগে। অপূর্ব সুন্দর শৈল্পিক সৃষ্টি সুর সবকিছু
সেই 10 বছর বয়স থেকে কতবার যে দেখছি তা বলতে পারছি না এখন বয়স58 ধন্যবাদ এই চনেল কে
অসংখ্য ধন্যবাদ প্রভু ওনার পরে জন্মানোর জন্যে ওনার আগে জন্মালে হয়তো এই সকল মনিমুক্তোর সম্মুখীন হতাম না।
এতো চলচ্চিত্র শুধু নয়।এ আমাদের সামাজিক, সাংস্কৃতিক জীবনের বহমান দলিল।
দুঃখ কিসে হয়??
অভাগার অভাগে শুধু নয়!!
যার ভান্ডারে রাশিরাশি সোনাদানা ঠাসাঠাসি,,
তারও হয়।।
......................................
প্রাসাদেতে বন্ধি থাকা বড় দায়,,
খুব পছন্দের একটা গান।।।😍😍😍
The nostalgia hits hard. I used to watch this movie all the time when I was younger because I had this movie on a dvd. This is unironically my favorite movie to this day!
যখন আমি ক্লাস 4 পড়ি তখনএই সিনেমাটি আমি দেখি আমাদের বাড়ির সাদা কালো টিভিতে , আর এখন আমি ক্লাস 12 এ এসে এই সিনেমাটি দেখছি সত্যি বলতে আলাদা একটা অনুভূতি 😌😌
Salute to the genius Mr. Ray. Ki kore banalen ei sob master piece. Much much ahead of its time. Aj kaal movie dekhi r bhabi you tube na thakle ki je hoto.
আমি কতবার দেখেছি , ভগবান ছাড়া আর কেউ জানেনা।
বার বার দেখেও মনে র আনন্দে আবার দেখি
শ্রুতি মধুর বাংলার ছন্দের ব্যবহার ও সংলাপ শুনতে বুঝতে দেখতে হলে দেখতে এই ছবি। শব্দের ব্যবহার ও নিঃশব্দের ব্যাবহার সম্পর্কে সচেতন হতে গেল দেখতে হবে এই ছবি। ছবির গান সাথে যন্ত্র সঙ্গীতের ব্যবহার অসাধারণ। সমগ্র ছবিতে যন্ত্র সঙ্গীতের ব্যবহার অকল্পনীয় সুন্দর। আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সাদা কালো টিভিতে কলকাতা দূরদর্শন থেকে প্রথম দেখেছিলাম। আজ প্রযুক্তির দৌলতে স্মার্ট ফোনে দেখছি। এই ছবি কোনদিন পুরোনো হবে না। মহান পরিচালক সত্যজিত রায়ের অসাধারণ ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন।
এই সিনেমাটি আমার জন্মের অনেক আগেকার। অনেক শুনেছিলাম, তবে আজ প্রথম দেখছি। দারুন লাগলো!👌👌 Humour আর Simplicity টা সবচেয়ে ভালো লাগলো।🥰
*অনেক ধন্যবাদ ভিডিওটি আপলোড করার জন্য 🙏*
এগুলো বাংলা সাহিত্যে আর সাংস্কৃতির অমূল্য সম্পদ। প্রণতি জানাই সত্যজিৎ রায়কে।
বাচ্চা ও বয়স্ক -- সকল বয়সী দর্শকদের জন্যই আনন্দজনক ও শিক্ষণীয় ।
"মহারাজ তোমারে সেলাম" ।
যতো বয়স বাড়ে ততই ভালো লাগে, যতো বার দেখি প্রতিবার মনে হয় প্রথমবার দেখলাম। সুকুমার নন্দন কে অসংখ্য প্রণাম।
Its a remembrance of my childhood when we had to pay to watch telivision and mom had paid 10 paise to watch this movie and 10 paise was too much for us,i was searching for this movie i dint knew the name also and today i got this movie after 40 years i rembered my childhood
আসল মহারাজা তো সত্যজিৎ রায়।
অনবদ্য সৃষ্টি।
দারুণ সব সিনেমা তৈরি করেছেন।
পাশাপাশি অনুপ ঘোষালের গানগুলো।❤
Asol maharaj upendra kisore roy choudhary onoboddo lekha likhechilen
My
@@anuparnoacharya5779 Thik kotha. Satyajit roy er sera movie gulor aktao nijer lekha na
@Samarth Sachin Jadhav তিনি একজন মহারাজা🌺🌺🌺🌺
@Samarth Sachin Jadhav: Technology Without his directing and cinematography , the movie based on a Bengali story by his grandfather could not reach that level. For the story , the credit goes to the founder of Sandesh magazine , Upendra Kishore Raychowdhury and for the film , the credit goes to Satyajit Ray. Ray's fabulous stories of Feluda , Professor Shonku , Fatikchad etc. are brought into life by Sandip Ray.
বর্তমান বাংলা ছবির চেয়ে হাজার গুণ ভালো✨💙
No this is not true.
100% true
Je kono Bharotiyo chhobi r theke.
@@bluedragon3185 😇😇😂😂
100% True
কি ভাবনা । কি পরিচালনা । অসাধারণ । আহা 🙏
বাংলাতে এরকম সিনেমা এক এবং অদ্বিতীয়
এরকম অদ্ভুত সৃষ্টি আর কোনোদিন হবে বলে আমার মনে হয়না .....
আমার ছেলে বেলার সেরা একটা রুপকাহিনীর মুভি টিবিতে দেখেছি। হঠাৎ ছেলেবেলার কথা মনে পড়ে গেল তাই ইউটুবে মুভিটি সাচ করলাম।
Thank you so much posting, especially with the English subs: my life has been enriched!
খবভ।ল
আহা কি বানাইছ জন্ম জন্মান্তরেও ঝঙ ধরিবে না 😍😍😍
Satyajit Ray was way ahead of his time and his movies are still way ahead of our time too. The whole world needs to learn a lot from him and his movies and his talent. I respect Satyajit Ray a lot. He is a true LEGEND. Hindi movie -Bollywood and Bengali movie-Tollywood should be inspired and try to take ideas from Satyajit Ray's movies, but instead of doing that they do the wrongs of taking ideas from the bad movies of Hollywood
I am a 13year old girl and I love to see Satyajit Ray's movies and I become very happy and inspired a lot after seeing these movies. Proud to be an Indian and a Bengali. JAI HIND!JAI BHARAT!VANDE MATARAM!!!
Being a 13 years young you are quite matured sis..🤣🤣
Great going kid👍
Have you watched his every film?
ᴍᴇ ᴛᴏᴏ ɪ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴡʜᴇɴ ɪ ᴡᴀꜱ ɪ ꜰɪʀꜱᴛ ɪ ᴡᴀᴛᴄʜᴇᴅ ɢᴜᴩɪ ɢᴀyɪɴ ʙᴀɢᴀ ʙᴀᴛɪɴ ᴀɴᴅ ꜰʀᴏᴍ ᴛʜᴀᴛ ᴛɪᴍᴇ ɪ ɢᴏᴛ ᴀᴅᴅɪᴄᴛᴇᴅ ᴛᴏ ꜱᴀᴛyᴀᴊɪᴛ ʀᴀy ᴀɴᴅ ʜɪꜱ ꜰʟɪᴍ .... ᴜ ᴀʀᴇ ᴡʀɪᴛᴇ ᴛʜᴀᴛ ɴᴏᴡ ᴀᴅᴀyᴇ ᴀʟʟ ᴀʀᴇ ᴍᴀᴋɪɴɢ ʙᴀᴅ ꜰʟɪᴍ ʙᴜᴛ ᴀꜱ ᴡᴇ ᴀʟʟ ᴋɴᴏᴡ ᴛʜᴀᴛ ꜱᴀᴛyᴀᴊɪᴛ ʀᴀy ᴡᴀꜱ ᴏɴʟy ɪɴꜱᴩɪʀᴇᴅ ʙy ʜᴏʟʟyᴡᴏᴏᴅ .......... ɴᴏᴡ ᴀᴅᴀy ɪ ᴛʜɪɴᴋ ʜᴏʟʟyᴡᴏᴏᴅ ᴀʟꜱᴏ ᴅᴏɴ'ᴛ ᴍᴀᴋᴇ ɢᴏᴏᴅ ꜰʟɪᴍꜱ ʟɪᴋᴇ ᴇᴀʀʟɪᴇʀ
Jai hind.
Osadharon... omullo sompod ei sinema...❤❤❤ Khub valo Lage dekhte....mon vore Jay...dekhe ager kotha khub Mone pore jay...ager din khub valo chilo...
God of Indian Film Inustry.... who proved that if we have a talent , zeal & courage then nothing is impossible..... SATYAJIT ROY = I AM POSSIBLE..... GOD AAPNAKE PRONAM 🙏 YOU ARE THE JEWEL OF JEWELS...
Amar bayosh 88 chokher jol chole elo ai cinema are dekhte parbona are kichu dine por chole jabo
গোপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে এবং পথের পাঁচালি সিনেমা গুলোর তুলনা হয়না👍👍👍। অসাধারণ কারুকার্য 😍😍😍
Gaan Link
69 like ashche...eta ar vangte chaina
sudip roy choudhury who the hell are you?
Ganna
@@sudiproychoudhury4877I appreciate your foolishness.
Ki darun lekha.mon jno udas hoye jai.❤❤❤
সত্যজিৎ রায়ের মাধ্যমে বাংলা সিনেমা বিশ্ব সিনেমা জগতে এই জন্যই আপন আসন কোরে নিয়েছিল , নমন করি সত্যজিৎ রায় স্যার কে 🙏🙏
রাইট
খুব ছোট্ট বেলার ভালোলাগার চলচ্চিত্র আজও সুযোগ পেলেই দেখি এবং একই রকম আগ্রহে ❤
এগুলো সিনেমা নয়, এইগুলো প্রতিটি বাঙালির আবেগ ❤️❤️❤️❤️
Great Creation by Upendra Kishor Roy Chowdhury who never gets credit from the Bengalis. They only appreciate fame and films but not the story
৯০ এর যারা, তারাই জানে ছোটো বেলার স্মৃতির সেই আনন্দের মূহুর্ত।
Ak kothay onoboddo...LEGENDARY MASTERPIECE..Satyajit Ray tomare selam Moharaja...amon ar kokhono hobena:)
Its a shame we don't have film directors like Satyajit Ray today. In todays time he would have achieved much more.
Karon akhon bengali society chhuri mara society hoye gache
True
অশ্লীললতার কোনো ছোয়া নেই,, কি অসাধারণ একটা মুভি,,,, মনটা ভরে গেলো,💞💞💞💞💞💞
সে কি! গুপীকে বহিষ্কার করা, তার আগে বিভ্রান্ত করা, যুদ্ধের দামামা বাজানো - এগুলো অশ্লীল নয়!!!
এই সিনেমার সকল গানের কারনে প্রান ফিরে পাইসে, আমি গান সুনতেই মুলত এই মুভি বার বার দেখি
This masterpiece film shows very delicately the social injustice depicting as to how a simple man like Gupi was purposefully misguided by the Matabbars of his village to sing ; rather to shout before king's palace at the very early hours in a day knowing fully well what serious consequences Gupi might face. When Gupi was expelled from his village with utter public humiliations at the behest of the king, the legendary Satyajit Ray perfectly portrayed the cruel faces of those Matabbars. Such a wonderful, delicate and yet a political movie with so many hidden messages made for all.
Intellectual observation
True .The Brahmins had all the privilege and took well advantage of it by misleading the lower caste .....awful system and social injustice
Hh good morning sir you are not in a mood to komi thake
🎄😢🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄😊
এই সিনেমাগুলো কখনে পুরানো হবে না। যতবার দেখি ততই দেখতে মনে চায়। ❤❤❤❤❤
A great film I've known for years! Thanks for posting.
কেন যেন বুঝি না, এই সিনেমাটা যতবারই দেখি না কেন মনে হয় আরেকবার দেখি !!!! এটা যেন কোন সিনেমা না বাস্তব I মাস্টারপিস একটা ❤️
This masterpiece piece 2 national award for best film , direction to Satyajit Ray sir, won many international awards ❤️❤️❤️🔥🔥
Really 👌
অসাধারণ অভিনয়
কত দিন পর সিনেমাটা দেখলাম খুব ভালো লাগলো
মানসিক দিক থেকে অসুস্থ মানুষগুলোই ডিসলাইক করেছে
Ekdum e tai
Edam didi
@@parthasouravbor8231 q
@@parthasouravbor8231 jjmnjkkjj
j
Jjjjnjjbbbb
bbbbbbhhhhhhjjjhhhhhuih cvhhbh
B
Hbbvbvv
g
Ora manush noy.......ora holo unsuccessful directors 😉😛
আমার প্রিয় একটি সিনেমা , 7 বছর আগে দেখেছিলাম । অমূল্য একটি সিনেমা 👍
এ সব অমূল্য, এমন সৃষ্টি চিরযৌবোনা। ♥️
বাংলা সিনেমার ইতিহাসের এক অমূল্য সম্পদ এই সিনেমা, ২০২৪ সালে এসে এই প্রজন্মের একজন হয়েও এই মুভির গভীরতা উপলব্ধি করেছি।
thank you for uploading this film with English subtitles I cannot understand Bengali but I can watch this film with English subtitles. This movie is wonderful. Really Satyajit Ray is a big wonderful director.😀😀😀🥰🥰🥰🥰🥰🥰❤️
Dear Sarah,
Glad that u liked the movie.
This was one of the most fascinating gift which Satyajit Ray gave to all Bengalis.
Pity that one can really enjoy the flavour of the movie only if one knows the language.
That happens in every language.
Also, never the movie, being old, has got inherent clarity issues.
Thanks for complimenting.
জানি না কেন এত ভাল লাগে।। ৭ বার দেখেছি তবুও যেন মনে হয় এই ছবি টা চির যৌবনা
Matro 7?🤣
@@Indrayudh743 যদিও তেমন সময় পাই না তবে সময় বের করতে পারলেই চলে আসি বারবার
Me too.....bro........
@@Indrayudh743
Qq1
Q
Because of great...... Satyajit Ray & actors
কি অসাধারণ! এসব তো বাংলা ছবির ইতিহাসে এসেট। এগুলোর ভালো প্রিন্ট কি কোথাও নেই?
ঠিক তাই 😊😊❤
গুপি বাঘা ফিরে এল আর হীরক রাজার দেশে এই সিনেমা দুটো দেখতে চাই খুব খুব ভালো লেগেছে ধন্যবাদ
5 years Old 👶... I was watching this flim.. 10 years Old👦... I was watching this film... Still 20 years old me watching this film ☺☺
A CLASSIC MOVIE BY A GEM OF A DIRECTOR. DIFFERENT AGE GROUP CAN ENJOY THE MOVIE IN THEIR PERSPECTIVES BUT EVERYONE GETS A MESSAGE. THAT'S THE MAGIC OF THIS CLASSIC MOVIE.
Seen this movie on dd in the 80s when one regional movie would be played in the afternoon it was fun watching it , we never understood the dialogues only subtitles but it was fun. Next day whole class was talking about it since we only had dd those days to see .
Oh God. Me too.
I wish the subtitles were cleared here
If you have any doubt as a bengalee I can help you to understand the language
SAME HERE..I too was telling my son that I watched with my mom dad when I was very small. A great classic piece ❤️
"গুপী গাইন বাঘা বাইন "সত্যজিৎ রায়ের অপূর্ব সৃষ্টি। আমরা ধন্য। সহস্র কোটি প্রনাম। আবার আপনারা ফিরে আসুন।
Gupi Gayen Bhaga Bayen Masterpiece Excellent movie with nice beautiful songs. Thanks
আমার বয়স ২৫ বছর তবে এই সিনেমাটা আমার ভিষণ প্রিয়! আহা সত্যজিৎ রয়🥰❤️❤️❤️❤️
I came across this movie by accident but after seeing some of the scenery all I can say is India looks like a beautiful country.
Which country are u from? This is very old film at least 5 decades old
ঈদুল আজহা উপলক্ষে। ৫ম বার দেখতেচি এই ছবি টা ❤❤❤
'গানং করতি যঃ, স্বঃ গাইন'........অসাধারন
সঃ
করোতি
@@swarnadipmitra1095 ধন্যবাদ 🙏
Halla r montri puro fatafati perform korlo... Gupi r Baagha r choritro ta khub bhalo lageche....
সাদা কালো অথচ পুরো সময়টা রঙিন করে রাখলো।
প্রথম শো প্রথম দিন ছবিঘর আজ মনে পড়ে। অসাধারণ কখন ভুলবোনা।
Best way to pass the quarantine.....this never gets old
ঠিক ভাই
Hmm
Duet role e darun korechilen Santosh Dutta. Erokom abhineta r koye jon hoye
May God bless his soul
সত্যজিৎ রায় এযুগে (স্মার্টফোন এর যুগে) বেঁচে থাকলে কি হতো ভাবুন .......কেপে যেতো জাস্ট 😘
1993 te akbar dekhe cilam tokhon ank coto..r aj dekhlam..monta vore gelo..oshadharon..
First dekhi 2007 sale. sei theke jotobar dekhi totobar e dekhte mon chay. Sattojit roy er ononno protivar fosol ei film.
osomvob shundor, anondomoy film.onek kichu sekhar ache.
eta 1969 er film somvoboto.
I'm From Bangladeshi.
সত্যজিৎ বায়ের কি অসাধারণ সৃষ্টি।অনেক ভালো লাগার একটা মুভি
An outstanding bengali muvie. So excellent.
অসাধারন একটি চলচ্চিত্র।👏👏👍👍👌👌
36:18 এ রাগ সঙ্গীত টা আছে , সেটা আজো অসাধারণ লাগে । মহারাজা (সত্যজিৎ রায় ) তোমারে সেলাম এরকম অনবদ্য creation এর জন্য ।
that is Raag Todi i think :)
Don't understand bengali script, but I guess u are appreciating which my heart also felt. Amazing raga, tenor, the flow of that snippet.
Gujri Todi
@@rocking4joythanks a lot dude
@@MohorMomok. Lets search
Masterpiece only makes legend like sattyajeet ray. ❤
2021 I am still watching it. That's the magic of Ray films.
noob
I'm not Bengali and don't understand a word of it but am in love with Gupi gayen bagha bayen
He was such a good artist too -all these paintings, drawings and calligraphies are done by himself.
In such a light and happy mood, Satyajit showed us the curse of humanity that always existed. The reality is dystopia- halla. Our potential is to be shundi- eutopia. It's unfortunately amazing how humanity lives in chaos when happiness is just arm's distance away. I don't understand bengali but up for Satyajit's movie anytime. 🙏
Thank you so much
Jetobar dekhi totoi bhalo lage
Much more precious than KOHINOOR. Ageless, eternal, even
time cannot wither.
"Lo Time ! thou can't stale...".
গুগলে সার্চ দিয়েই কম পক্ষে ২৫-৩০ বার দেখছি। যত দেখি ভালো লাগে
আমার ছোট বেলার পথম সিনেমা হল গোপি গাইন বাঘা বাইন, এই সিনেমা টা যত বার দেখি তত বার দেখতে ইচ্ছা করে, এই সিনেমা রোজ এক বার হলেও দেখি আমি, এই সিনেমা মত সিনেমা হয়নি এখনো, যদি এই সিনেমা টা আবার নতুন করে যদি হতো তবে আর চারটি ছেলে মেয়ে দেখতে পেত, আমি জানি এই সিনেমা দুই হিরোর মত কেউ করতে পারবে না, কিনতু এখন আর এই সব সিনেমা আর টিভি তে দেই না। যদি দিত তাহলে আর চারটি ছেলে মেয়ে দেখতে পেত, এই সিনেমা টা যদি নতুন করে আবার বের করে, তবে আমি সবার পথুম সিনেমা হলে গিয়ে দেখব আমি।
সেই ছোটবেলা থেকে এই সিনেমাটি দেখে আসছি ছোটবেলার সেই ভালোলাগা আজও একই রকম রয়ে গেছে যখনি দেখি তখনই ভালো লাগে
Evergreen and classical masterpiece of the Bengali cinema....More interesting and peaceful than that of today's cinema....30th November 2021...
Sotti kub valo laglo. Bolbar moto kono vasa pa66ina sottie ae move gulo jibonar sara gift🎁 💕💕💕💕❤🙂🙂🙂🙃
আমরা খুব উপকৃত এই রকম অমুল্য সৃষ্টি গুলো আবার দেখতে পাবো