রক্তের সম্পর্ক থাকলেই আপনজন হয় না,,একই ছাদের নিচে বসবাস করতে করতে কখন যে পর আপন হয়ে যায় তা বোঝাই যায় না,,সুখ দুঃখের সময় যারা পাশে থাকে তারাই আপনজন,,
এইটা যদিও একটা সিনেমা কিন্তু এইটা আমাদের জন্য একটা মেসেজ। পরিচালক যেভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে তা সত্যি প্রসংসার দাবিদার,এই মুভিটা দেখতে গিয়ে কখনো কখোনো শিহরিত হয়েছি কখনো হয়েছি অশ্রুসিক্ত। শেষের দিকটা হয়তোবা বাস্তবে খুব কম হয়ে থাকে, তার পরেও বলবো পরিচালক হয়তো পজিটিভলি চিন্তা থেকে করেছেন,যেহেতু সিনেমা বলে কথা। Really this is memorable movie.......Thank u so much director, actor and actress...
৩৬ শের এ বাংলা রোড, খুলনা। আমরা ছিলাম ৯ পরিবার, ২ ঘর হিন্দু, ৬ ঘর মুসলিম, ১ ঘর ইন্ডিয়ান ঘটি মুসলিম, সামনে ছিল জনপ্রিয় সেলুন, হরিপদ আর কালিপদ শীল, আসমা হোমিও হল ডাঃ হারেস উদ্দিন আর মডার্ন ফার্মেসী । কি দিন ছিল,প্রায়দিন টাইম কলের পানি নিয়ে ঝগড়া।সবাই এক ঘরে বসে টিভি দেখা।বাচ্চাদের খাবার কোন ঠিক ঠিকানা ছিল না, যেখানে সামনে ভাত খাওয়া পরেছে সেখানেই খাইয়ে দিত কিসের হিন্দু কিসের মুসলিম।একবার বিশাল ঝামেলা বাঁধল, তাপস কে ইদের দিন ভাত খাইয়েছিল এক কাকী,কে যেন রটে দিল খায়রুন নেছা কাকী গরুর মাংস দিয়ে তাপসকে ভাত খাইয়েছে আর যায় কই বিচার বসে গেল, খায়রুন নেছা কাকী গরুর মাংস খেত না সবাই জানত, তবুও ঝামেলা থামে না।পরে কসাই এসে বললে তবে রক্ষা। তাপসের মা সন্ধ্যা রানী কাকী বলল এর পর থেকে তাপসকে তুমি যা খুসি খাওয়াবে, লোকের কথা শুনে আর কেউ তোমাকে জিজ্ঞেস করতে আসবে না।যদি কোন শুক্রবার বাংলা সিনেমা আর ইত্যাদি অনুষ্ঠান এক দিনে পরত তবে তোঁ ঈদ লেগে যেত,কারন তখন ১ মাসে ১ টা সিনেমা টিভিতে দেখাতো । ইন্ডিয়ান ঘটি খালারা নারকেল দিয়ে খিচুড়ি রান্না করত, আমি আজ অবধি ঐ স্বাদের খিচুড়ি আর খাই নি। সেই খালার মাকে আমরা নানি বলতাম, সে বলত, এই গৌরা ছোন আট আনার ছুপুরি এনে দে তোঁ ভাই ,তোঁকে রুটি করে খাওয়াব। আর আমরা খ্যাপাতাম নানী রুটি করবা না বানাবা?? ৯৬ এর অক্টোবরের মধ্যে সবাই যে যার মত বাসা পাল্টে চলে যাই,আমাদের সেই বাড়ির বাবা কাকারা প্রায় সবাই মারা গেছে, ফরিদা কাকিও ৬ মাস আগে মারা গেছে কিন্তু দেখতে পারি নাই,তার হাতের কত ভাত যে এই পেটে পরেছে। হায়রে দিন, হায়রে দিন।
ভীষণ ভাল লাগল !!! শুধু নামী দামী হিরো হিরোইন দের দিয়েই ছবির প্রতি আকর্ষণ তৈরী করা যায় না , এই ছবি তার প্রমাণ। প্রত্যেকই অসাধারণ!! ভীষণভাবে মন ছুঁয়ে গেল ।
ভাষায় বলার নয়। এটাই বাস্তব জীবনের জল জেন্ত রূপ। চোখের জল ধরে রাখতে পারলাম না। সত্যিই বাস্তবে এরকম পরিবেশ দরকার। এটা শুধুমাত্র পরিবারের উন্নতি হবে তাই নয়,এতে পরিবেশ তথা দেশ ও দশের উন্নতির অনবদ্য এক দৃষ্টান্ত। সমগ্র বিষয় টা যেনো গা শিহরিত করার মতো।
আমি ইউরোপ আছি বর্তমান।কাজের চাপে তেমন মুভি দেখা হয়না। এখন লকডাউন চলছে তাই সময় কাটে না।আজ দেখলাম এই মুভিটা মনে আমার জীবনে দেখা সেরা মুভি। সত্যি অসাধারণ ভাষায় প্রকাশ করতে পারছি না। মুভিটা আমার ফেসবুক আইডিতে শেয়ার করলাম।
ফেসবুকে কিছুখনের ভিডিও দেখে মনে মনে ইচ্ছে হলো একটু সার্চ করে দেখি তো, কিন্তু ভাবতে পারিনি এটা দেখার পর আমি ঘোর এ চলে যাবো, মনে এভাবে দাগ কাটবে, চোখের পানি আটকে রাখতে পারলাম না। 🥺 কি মায়া,কি সুন্দর গল্প,কি সুন্দর অভিনয় একদম বাস্তব জীবনের দৃশ্য, মেলবন্ধন..🤗🥺 আহা এই মাঝরাতে মন একদম ভালো করে দিলো।🥺❣️ অন্যতম অনুভূতির এক মুভি যা এভাবে মনে দাগ কেটে যাবে ভাবতেই পারিনি। এভাবেই ভালো থাক সব লোকজন, মিটে যাক গ্লানি, ঘুচে যাক জরা.. . 🤲❤️
আজকে দেখলাম পুরোটা । কোন বিরতি ছাড়া। শেষ দিকে চোখে জল চলে আসলেও জলটা চোখের কোনাতেই শুকিয়ে গেল শেষটা দেখে। বেঁচে থাকুক এইরকম হাজারো সম্পর্ক আমাদের সবার মাঝে।❤️❤️❤️
এই সিনেমার তৈরী করেছেন যাঁরা তাঁদেরকে ও অভিনয় করেছেন যাঁরা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। রক্তের সম্পর্ক ছাড়া মানুষ মানুষের জন্য এই বার্তাটি সমাজের প্রচুর দরকার। যিনি মুভিটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।
সিনেমাটা দেখে মন ভরে গেল...যদিও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন কোনদিনই হয়নি তবুও খুবই মনেতে দাগ কাটলো...কত এরকম পরিবার রয়েছে যারা ভাড়াটে হয়েও জয়েন্ট ফ্যামিলির মতোই থাকে..একে অপরকে ভালোবাসে।।
অনেকবার এই ছবিটা আমার ইউটিউব সাজেশন লিস্টে উঁকি দিয়েছে। আমল দেই নি কোনোদিনই। আজই দেখলাম। বুঝলাম সময় না হলে ভাগ্যের সিঁকে ছেড়ে না। এমন গল্প আর হবে না। মানুষগুলোই আর রইল না যে। কান্না পাচ্ছে।
একদম ঠিক। কতদিন উঁকি দিয়েছে কিন্তু দেখিনি। আজকে দেখলাম। সময় না হলে কিছুই হয় না। অসাধারন সিনেমা। ঝিনুক কেবলমাত্র দুর্বল কিন্তু গল্পের জোরে সে সব মনে রাখার দরকার নেই। চোখের জল কখনো কখনো ধরে রাখতে পারিনি। এই তো বাংলা সিনেমার আসল জগৎ। এ সিনেমা নয়, এ তো আমাদের জীবন। লড়াই করে সুখে দুঃখে বেঁচে থাকা। এই সিনেমা দেখার পর সম্পর্ক কে অনেক সহজ ভাবে চিনতে পারছি। খুব ভালো লাগছে এই নতুন চেনার পরিধি।
সত্যি অসাধারণ,,,,, কাছের মানুষ গুলো যখন কাছে থাকে তখন তার অনুভুতি বোঝা যায় না , যখন সে ছেড়ে চলে যাবে বলে কিংবা চলে যায় তখন ঠিক বুকের পাঁজর টা মোচর দিয়ে উঠে......এটা একটা শুধু Flim না, এটা আমাদের সমাজের বাস্তবতা যা চিরন্তন ঘটে চলেছে আমাদের জীবনের সাথে.....
খুব সুন্দর একটা মুভি।বাংলাদেশ থেকে...পরিবারের একবদ্ধতা দেখে আমার চুখে পানি চলে আসলো।আমার ছোটবেলায় এভাবে আমাদের ফ্যামিলি ও প্রতিবেশির ভালবাসা ছিল।কিন্তু বর্তমানে তেমন নেই।
আহা সত্যি অসাধারণ। শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না। বাঙালি তো আবেগ বেশি। এমন পরিবেশে এখনো বসবাস করছি আমি। হাজার হাজার স্মৃতি। ধন্যবাদ পরিচালক বাবুকে। ❤️❤️🙏🙏🍀
কারা গল্প খুঁজে পায় না??বাংলা সিনেমাতে যে প্রাণ থাকে কেন তুলে ধরতে অক্ষম আজকের পরিচালক প্রযোজকরা??অসাধারণ!!মুগ্ধ করল আমায়। যেকোনো বিশেষণই কম হবে প্রশংসা করতে।
এটাই ভালোবাসা.... এক অনন্ত ভালোবাসা...অন্তরসত্তা র জাগরণ.... জ্ঞান এর চোখ খুলে দেওয়ার মতো গল্প..... অনন্য অসাধারণ.... কবি গুরুর... বাণী আজও অনন্ত সত্য... ভালোবাসার কাছে টাকা পয়সা.... উপলক্ষ মাত্র.... ছোটো আমি থেকে বড় আমির উত্তরণ....... মন খুলে হাসো.... মনকে ছোটো করো না... পঙ্ক এ নিমজ্জিত মন কে পবিত্র করার মন্ত্র..... সত্যি অসাধারণ......
@@কচিনেতা তাহলে তুমি সিনেমার সারাংশ বুঝতে পারোনি। একলা একটা ঘরে বসে আরো ২৫ বার দেখো। তারপরও যদি বুঝতে না পারো তাহলে বুঝবে তোমার মধ্যে কোনো মনুস্বস্ত নেই।
বাংলা সিনেমা জগৎ এর আরেকটি নতুন সংযোজন।মন ছুয়ে যাওয়া একটি সিনেমা। পরিবার সব মানুষদের নিয়ে গড়ে উঠতে পারে তার একটি শ্রেষ্ঠ নিদর্শন। নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে গেল।
হলে গিয়ে দেখার ইচ্ছে ছিল, সময় পাইনি। তারপর যা হয়, ভুলে গেছিলাম। অতিমারীর আবহে বেশিরভাগ সময় গৃহবন্দি থাকার সুযোগে ইউ-টউবে '৬১ নং গড়পাড় লেন" ভেসে আসায় মনে পড়ে গেল। দেরী না করে দেখে নিলাম। ২ ঘন্টা ২০ মিনিট অনায়াসে পেরিয়ে গেল। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। গল্পকার এবং পরিচালকদের বিশেষ অভিনন্দন। ইপ্সিতা রায়সরকারের পরিচিত এবং একই আবাসনের সহ আবাসিক হওয়ায় বাড়তি গর্বের জায়গা তো থাকছেই।
এরকম ধরনের সিনেমা সত্যিই মন ছুঁয়ে যায়। বাংলা সিনেমা এরকম হলে আর আমাদের চারপাশের মানুষের মধ্যে এতো ভালোবাসা থাকলে কেউই আর একাকিত্বের জীবন কাটাবেনা, মানুষের জীবনে দুঃখ কষ্ট ভাগ করে নেবার মানুষ সত্যিই কম বাস্তবে তবে রক্তের সম্পর্ক ছাড়া কিছু এমন আপন মানুষ থাকলে সত্যিই জীবনে অনেকটাই বেঁচে থাকা যায় ❤
দেখতে দেখতে কখন যে চোখ দিয়ে পানি চলে আসলো টের পেলাম না। যখন মুখে হাত দেয়, দেখি আমি কেঁদে দিয়েছি 😭😭😭। অসাধারন মুভি, এই রকম দেখতে যে কত ভালো লাগে বুঝতে পারবো না। আমার ইন্ডিয়ান আর্ট ফ্লিম এবং কমার্শিয়াল মুভি গুলো সেই লাগে। বেলাশেষে মুভির কথা, এখনো ভুলতে পারি না। ও এক কথায় জোস 💝💝
চোখে জল চলে আসলো এক সাথে বসবাসের কিযে আনন্দ। ধন্যবাদ দিয়ে পরিচালকে ছোট করতে চাইনা। তবে যদি এই রকম আরো নতুন কিছু সিনেমা তৈরী করেন তবে আমরা নতুন প্রজন্ম একসাথে বসবাসের আনন্দ টা অনুভব করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল ❤️❤️🙏🙏🙏❤️❤️
অসাধারণ ছিল, স্মৃতি রেখে গেলাম। গতকাল করোনা ভাইরাসের সময় অনেক বার পরিবার নিয়ে দেখেছি।আজকে অনেক সময় নিয়ে দেখলাম। মজা,আনন্দ, কান্না, অনেক কিছু ছিল। এক কথায় অসাধারণ। আমিও চাই সবসময়ই সবাইকে নিয়ে থাকতে।
রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক দামী, এই মুভিটা দেখে অনেক বেশি কান্না করেছি আমি😭😭😭 বাস্তবতা বড্ড ভয়ংকর 😭😭😭 আমি দাদু কে কথা দিয়েছি ঝিনুক পিশির মতো বিয়ে করবো না,তোমাকে ছেড়ে আমি কখনো যাব না দাদু😭😭😭
যখন আচারের জন্য ঝিনুক হাতটা বাড়িয়ে দিলো ,তখন চোখের পানি আর আটকে রাখতে পারি নি। রক্তের সম্পর্কের থেকেও আপন ৬১ নং গড়পাড়া লেনের বাড়ির মানুষগুলো। Love from bangladesh 🇧🇩
Apni ja dekhchilen oita purono Kolkata, r bari ta pray 100 bochor purono hobe, notun Kolkata, new tawon, ai gulo puro adhunik...darun cinema ta tai na??
Film টা দেখতে এসেছিলাম Kharaj babu & Soumitra babu কে দেখে. But কিছুক্ষণ দেখার পর বিশ্বাস করুন film শেষ পর্যন্ত না দেখে উঠতে পারিনি. কি অভূতপূর্ব চিত্রনাট্য আর প্রত্যেকের কি সুন্দর অভিনয়. এইরকম একান্যবর্তী মানুষ এর প্রত্যেকের মধ্যে ভালোবাসা থাকলে আর কি চাই! দারুণ cinema. ওইসব দক্ষিণের copy cat movie একদম পোষায় না, অনেকদিন বাংলা cinema দেখিও না. But এই ধরনের fim আরো চাই. বাংলা film চিরকাল মানুষকে ভাবতে শিখিয়েছে🙂
দারুন ছবি। পুরানো উত্তর কলকাতার পাড়াতে পাড়াতে এইসব বাড়ি গুলোতে কত সুখ-দুঃখের কাহিনি যে সঞ্চিত হয়ে তা মর্মে-মর্মে অনুভব করি, বিশেষত যাদের ছোট বেলা(২০/২২ বছর আগেকার) উত্তর কলকাতায় কেটেছে।
আমরা ৯০ এর প্রজন্ম।। আমরা আমাদের শৈশবের প্রথম দিকে এইসব পেয়েছিলাম।। এখন এত প্রতিযোগিতার জীবন শুরু করেছি, এই ধরনের মায়া, ভালোবাসা আর পাওয়াই যায় না!! একেবারে যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি!!! প্রচন্ড সুন্দর, ভালো লাগা ছিলো কিছু সময় ছিলো।। আমার প্রিয় শৈশব।।
অসাধারণ অনবদ্য!!! চিত্রনাট্য এত চমৎকার যে কেউ অভিনয় করছে বলে মনেই হয়নি । মনে হল যেন ঘটনাটি আমি সামনে দাঁড়িয়ে থেকে দেখছি । একবারও মনে হলনা এটি একটি সিনেমা, যেন এক অতি পরিচিত বাস্তব আমার সামনে দাঁড়িয়ে। পরিচালকের এলেমের তারিফ না করে পারা যায় না ।
আমার জীবনের দ্বিতীয় সেরা একটি ছবি'আসলে ছবি দেখতে দেখতে কখন যে চোখের কোনে জল এসে পড়ল বুঝতেই পারলাম না'আসলে আমরা যেখানে থাকি সেখানে হয়তো বা আমাদের নিকটতম আত্মীয়-স্বজন থাকেন না' কিন্তু আমাদের আশেপাশে যারা থাকেন তারাই হচ্ছে আমাদের পরিবার পরিজন আপনজন ভালো থাকুক সেই সমস্ত পরিবার, যারা এখনো একসাথে বসবাস করে বিপদে আপদে সবাই একই সাথে থাকে তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা💕💕💕💕💕💕
87 সাল থেকে 93 সাল পর্যন্ত লিলুয়ায় অরবীন্দ নগর ও ভট্টনগরে তখন আমার একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাড়া ছিলাম ঐ এলাকার মানুষের সুন্দর ব্যাবহার ও আত্মীয়তা এ জীবনে কোনদিন দিন ভুলতে পারবো না ।
ভীষণ ভীষণ ভালো লাগলো। বহুবছর বাদে এমন সুন্দর একটা ছবি দেখলাম। বর্তমানে বাংলা চলচ্চিত্রের বিদায় মুহূর্তে এমন সুন্দর ছবি আরও হলে বাংলা চলচ্চিত্রে আবার নতুন করে জোয়ার আসবে।
Happy ending... আমার ছেলেবেলাও এমনই একটা বাড়িতে কেটেছে (উকিল বাড়ি, চাঁদপুর, বাংলাদেশ)। ৬/৭ ঘরে ৬/৭ টা পরিবার ছিল। ঠিক এমনই সবাই একসাথে সুখে দুঃখে থাকত। সবার ঘরে অভাব ছিল আবার স্বছলতাও ছিল। কেউ কখনো চিন্তাও করত না, একদিন ওই বাড়ি ছাড়তে হবে। কিন্তু ঠিকই বাড়ির মালিক ২০০৩ সালের কোন একদিন সবাইকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দিল, বাড়ি নাকি বিক্রি করে দিয়েছে নতুন মালিক পুরনো বাড়ি ভেংগে বহুতল বাড়ি বানাবে... সবাইকে বাড়ি ছেড়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে হল মাথা গোজার ঠাই পাবার আশায়.. ভেংগে গেল দীর্ঘদিনের পুরনো একটা ঠিকানা... সব গল্পের নায়ক কিন্তু সুপ্রতীক এর মত হয় না, তাই সব গল্পের শেষটাও এমন সুন্দর হয় না...
আমি একজন মনে প্রানে বাংলাদেশি তবে ইন্ডিয়ার এরকম মুভি গুলো আমার এতো ভালো লাগে সেই অনুভূতি টা হয়তো কাউকে বলে বোঝাতে পারবোনা-আমি সব সময়ই এসব মুভি দেখি বলতে গেলে আমার এটা এখন নেশা হয়ে গেছে-এসব মুভি দেখে আমি ইন্ডিয়ার রাস্তা ঘাট আর এরকম পুরোনো বাড়ির প্রেমে পরে গিয়েছি-আর ইন্ডিয়ার বাংলা ভাষা টাও কেমন যেন এক মায়াবী লাগে-এসব দেখে দেখে ইন্ডিয়ার শহর টাকে খুব কাছ থেকে দেখার ভীষন সখ হয়েছে- জানিনা এই আশা টা আমার কখনো পূরন হবে কিনা-আমি একজন বাংলাদেশি হলেও প্রায় ৭ বছর যাবত বিদেশে পরে আছি-ইন্ডিয়াতে আমার তেমন কেউ নেই পরিচিত তারপর ও আশা আছে সামনে দেশে যাবার পর আমি আমার বন্ধুদের সাথে নিয়ে আপনাদের ইন্ডিয়াতে যেন ঘুরতে যেতে পাড়ি-সবাই দোয়া করবেন---!!!
Kokhon je chokh theke pani pore gelo nijei bujhte parini. Sotti e emn ekta movie dekhlam, mon ar pran dutoi juriye gelo. Sotti e oshadharon ekta golpo.
এতো সিনেমা নয় যেন বাস্তব প্রতিচ্ছবি আর মনে হলো যেন আমিও এই বাড়িটিতে একসাথে বসবাস করছিলাম সব মিলিয়ে অসাধারণ ও এক অনবদ্য সিনেমা যেটি কখনোই তার প্রশংসা হারাবেনা । লাভ ফ্রম বাংলাদেশ ।🥰🥰❤️❤️😍😍❤️❤️✌️✌️
অনেক দিন পর হৃদয় ছুয়ে যাওয়ার মত একটা বাংলা সিনেমা দেখলাম ।এক মুহুর্তের জন্যেও মনে হলনা যে আমি সিনেমা দেখছি ...... মনেহচ্ছিল আমিও এই পরিবারের একটা অংশ ।
বাস্তব সমাজ খুব কঠিন ।।সিনেমার মতো করে যদি জীবন টা সাজানো যেতো পৃথিবী টা আরো সুন্দর হতো ।। সময়ের সাথে সাথে সব পাল্টে যায়--তবুও বলবো ভালো মানুষ এখনো আছে ভবিষ্যতে ও থাকবেন।। সিনেমা টা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ
খুব ভালো লাগলো। কে আপন কে পর সেটা দুঃসময়ে বোঝা যায়। অনেক কাছে থেকেও কোন কোন মানুষ অনেক দূরের হয়,,,,, আবার দূরে থেকেও অনেক মানুষ কাছের হয়। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসাই হল সম্পর্কের মূল কথা।
চোখে বন্যা বয়ে গেলো , অসাধারণ লাগলো , কিছু বলার ভাষা নেই । ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার কে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য।
As a non-Bengali, I am falling in love with Bangla movies, as we say that bengoli people are too artistic for this non-artistic World, thanku tollywood for great movies like this😘😘
এটাই আমাদের বাংলা সিনেমা হৃদয় ছুঁয়ে যায় বাস্তব জীবনটা অনেক সুন্দর যদি আমরা সেটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি একসাথে মিলেমিশে থাকার আনন্দটাই অন্যরকম
The story is really well written not only that every character well played by every artist. If we get this type of movie in Bengali cinema I guarantee no one will want South movies. Really touched my heart for continue 2:20 hours. ♥
কতোই না সুন্দর হয় একটি সিনেমা 🧡 মাঝে মধ্যে চোখের কোনে পানি চলে আসছে। তবে বার বার মনে পরে সেই ছোট বেলায় ভারা বাসায় থাকার কথাটা।আজও মনে পরে তেজগাঁও এর আমতার পাসের একটি ছোট্ট কামরায় কাটানো দিন গুলির কথা 😔
এই সিনেমা টিতে না আছে ভালো নামকরা নায়ক না নায়িকা তবুও সিনেমা খুব সুন্দর, এই খানে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যে শুধু রক্তের সম্পর্ক ছাড়াও মধুর সম্পর্ক আছে শুধু মনের দরকার, সবাই কে নিয়ে বাঁচতে হয় তার মধ্যে আলাদা একটা সম্পর্কের বন্ধন থাকে.
Touched my heart. We need just this type of picture because we had lived in almost same premises at Bag Bazar during 60s and then shifted to Baguiati, but still miss those persons most of them are not in this world.
Sotti Asadharon story....ta. R khub e kastodayak...koto bar j kedeche ai movie ta dekhte dekhte... R ending ta khub sundor chelo... Sotti akhankar manuser modhhe ai dhoroner manosikota r manuser pase thaka bindu matro nei..... Anake din por ai dhoroner movie dekhlam vishon vlo laglo.... R ai dhoroner movie dekhe jodi kichu manuser poribartan hoy...
রক্তের সম্পর্ক থাকলেই আপনজন হয় না,,একই ছাদের নিচে বসবাস করতে করতে কখন যে পর আপন হয়ে যায় তা বোঝাই যায় না,,সুখ দুঃখের সময় যারা পাশে থাকে তারাই আপনজন,,
Àà
Queens people
A nastaljick story. Good good for to see Saoumitra chatterjee .
@@amitaghosh1628 ppp
@@favouritechannel975 kk⛩️ 😎
এইটা যদিও একটা সিনেমা কিন্তু এইটা আমাদের জন্য একটা মেসেজ। পরিচালক যেভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে তা সত্যি প্রসংসার দাবিদার,এই মুভিটা দেখতে গিয়ে কখনো কখোনো শিহরিত হয়েছি কখনো হয়েছি অশ্রুসিক্ত। শেষের দিকটা হয়তোবা বাস্তবে খুব কম হয়ে থাকে, তার পরেও বলবো পরিচালক হয়তো পজিটিভলি চিন্তা থেকে করেছেন,যেহেতু সিনেমা বলে কথা। Really this is memorable movie.......Thank u so much director, actor and actress...
বাস্তবে একদমই ঠিক
Thanks a lot
আপনাকে ধন্যবাদ 🙏
৩৬ শের এ বাংলা রোড, খুলনা। আমরা ছিলাম ৯ পরিবার, ২ ঘর হিন্দু, ৬ ঘর মুসলিম, ১ ঘর ইন্ডিয়ান ঘটি মুসলিম, সামনে ছিল জনপ্রিয় সেলুন, হরিপদ আর কালিপদ শীল, আসমা হোমিও হল ডাঃ হারেস উদ্দিন আর মডার্ন ফার্মেসী । কি দিন ছিল,প্রায়দিন টাইম কলের পানি নিয়ে ঝগড়া।সবাই এক ঘরে বসে টিভি দেখা।বাচ্চাদের খাবার কোন ঠিক ঠিকানা ছিল না, যেখানে সামনে ভাত খাওয়া পরেছে সেখানেই খাইয়ে দিত কিসের হিন্দু কিসের মুসলিম।একবার বিশাল ঝামেলা বাঁধল, তাপস কে ইদের দিন ভাত খাইয়েছিল এক কাকী,কে যেন রটে দিল খায়রুন নেছা কাকী গরুর মাংস দিয়ে তাপসকে ভাত খাইয়েছে আর যায় কই বিচার বসে গেল, খায়রুন নেছা কাকী গরুর মাংস খেত না সবাই জানত, তবুও ঝামেলা থামে না।পরে কসাই এসে বললে তবে রক্ষা। তাপসের মা সন্ধ্যা রানী কাকী বলল এর পর থেকে তাপসকে তুমি যা খুসি খাওয়াবে, লোকের কথা শুনে আর কেউ তোমাকে জিজ্ঞেস করতে আসবে না।যদি কোন শুক্রবার বাংলা সিনেমা আর ইত্যাদি অনুষ্ঠান এক দিনে পরত তবে তোঁ ঈদ লেগে যেত,কারন তখন ১ মাসে ১ টা সিনেমা টিভিতে দেখাতো । ইন্ডিয়ান ঘটি খালারা নারকেল দিয়ে খিচুড়ি রান্না করত, আমি আজ অবধি ঐ স্বাদের খিচুড়ি আর খাই নি। সেই খালার মাকে আমরা নানি বলতাম, সে বলত, এই গৌরা ছোন আট আনার ছুপুরি এনে দে তোঁ ভাই ,তোঁকে রুটি করে খাওয়াব। আর আমরা খ্যাপাতাম নানী রুটি করবা না বানাবা?? ৯৬ এর অক্টোবরের মধ্যে সবাই যে যার মত বাসা পাল্টে চলে যাই,আমাদের সেই বাড়ির বাবা কাকারা প্রায় সবাই মারা গেছে, ফরিদা কাকিও ৬ মাস আগে মারা গেছে কিন্তু দেখতে পারি নাই,তার হাতের কত ভাত যে এই পেটে পরেছে। হায়রে দিন, হায়রে দিন।
@Sadia Nur না খালেদা জিয়া
যশোরের ছেলে আমি খুলনার সেই জায়াগায় টা আমার পরিচিত। এপার্টমেন্ট উঠে গেছে।
Khulnay achi...darun laglo vai....
নদীর ঐ ঘাট টা কত সুন্দর ছিল... মহাসমুদ্রে ধাবিত আমি একটা ছোট্ট ঢেউ....
নদীর ঐ ঘাট টা কত সুন্দর ছিল......😔😔😔
bah. lekhata mon chuye gelo.
ভীষণ ভাল লাগল !!! শুধু নামী দামী হিরো হিরোইন দের দিয়েই ছবির প্রতি আকর্ষণ তৈরী করা যায় না , এই ছবি তার প্রমাণ। প্রত্যেকই অসাধারণ!! ভীষণভাবে মন ছুঁয়ে গেল ।
😭
Yes really
Khub valo movie
Movis deke 😓
Thanks a lot
ভাষায় বলার নয়। এটাই বাস্তব জীবনের জল জেন্ত রূপ। চোখের জল ধরে রাখতে পারলাম না। সত্যিই বাস্তবে এরকম পরিবেশ দরকার। এটা শুধুমাত্র পরিবারের উন্নতি হবে তাই নয়,এতে পরিবেশ তথা দেশ ও দশের উন্নতির অনবদ্য এক দৃষ্টান্ত। সমগ্র বিষয় টা যেনো গা শিহরিত করার মতো।
ভাষাহীন এক অনাবিল সুখ পেলাম।।।অনেক অনেক দিন পর শত ব্যস্ততার মধ্যেও এমন একটা চলচিত্র দেখে মনটা ভরে গেলো।।।দারুন।।বেচেঁ থাকুক বাংলার এমন হৃদয়।।।
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
আমি ইউরোপ আছি বর্তমান।কাজের চাপে তেমন মুভি দেখা হয়না। এখন লকডাউন চলছে তাই সময় কাটে না।আজ দেখলাম এই মুভিটা মনে আমার জীবনে দেখা সেরা মুভি। সত্যি অসাধারণ ভাষায় প্রকাশ করতে পারছি না।
মুভিটা আমার ফেসবুক আইডিতে শেয়ার করলাম।
kal ho na ho মুভি দেখে নিয়েন ভাই
এত সুন্দর সিনেমা বাংলাতেই সম্ভব।
সত্যিই আনন্দে শেষটায় কাঁদলাম।
সকলের অভিনয় অসাধারণ।
মনে হচ্ছিল সিনেমাটা না শেষ হলেই ভালো হতো।
ফেসবুকে কিছুখনের ভিডিও দেখে মনে মনে ইচ্ছে হলো একটু সার্চ করে দেখি তো, কিন্তু ভাবতে পারিনি এটা দেখার পর আমি ঘোর এ চলে যাবো, মনে এভাবে দাগ কাটবে, চোখের পানি আটকে রাখতে পারলাম না। 🥺
কি মায়া,কি সুন্দর গল্প,কি সুন্দর অভিনয় একদম বাস্তব জীবনের দৃশ্য, মেলবন্ধন..🤗🥺
আহা এই মাঝরাতে মন একদম ভালো করে দিলো।🥺❣️
অন্যতম অনুভূতির এক মুভি যা এভাবে মনে দাগ কেটে যাবে ভাবতেই পারিনি।
এভাবেই ভালো থাক সব লোকজন, মিটে যাক গ্লানি, ঘুচে যাক জরা.. . 🤲❤️
আজকে দেখলাম পুরোটা । কোন বিরতি ছাড়া। শেষ দিকে চোখে জল চলে আসলেও জলটা চোখের কোনাতেই শুকিয়ে গেল শেষটা দেখে। বেঁচে থাকুক এইরকম হাজারো সম্পর্ক আমাদের সবার মাঝে।❤️❤️❤️
অসাধারণ
চোখের জল ধরে রাখতে পারলাম না।।তাই একটু কেঁদেই নিলাম। মন একটা অজানা আনন্দে ভরে গেলো।।সবাই এভাবেই সুখে শান্তিতে থাকুন।।
Same bro
Akdom thik bolechhen😃
Aameen
asolei tai, chokher jol dhore rakha jai na....
এই সিনেমার তৈরী করেছেন যাঁরা তাঁদেরকে ও
অভিনয় করেছেন যাঁরা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। রক্তের সম্পর্ক ছাড়া মানুষ মানুষের জন্য এই বার্তাটি সমাজের প্রচুর দরকার।
যিনি মুভিটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।
সিনেমাটা দেখে মন ভরে গেল...যদিও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন কোনদিনই হয়নি তবুও খুবই মনেতে দাগ কাটলো...কত এরকম পরিবার রয়েছে যারা ভাড়াটে হয়েও জয়েন্ট ফ্যামিলির মতোই থাকে..একে অপরকে ভালোবাসে।।
অনেকবার এই ছবিটা আমার ইউটিউব সাজেশন লিস্টে উঁকি দিয়েছে। আমল দেই নি কোনোদিনই। আজই দেখলাম। বুঝলাম সময় না হলে ভাগ্যের সিঁকে ছেড়ে না। এমন গল্প আর হবে না। মানুষগুলোই আর রইল না যে। কান্না পাচ্ছে।
comment ta darun chilo
Same. আমারো। দেখি তো এরকম নামের সিনেমাটির কোন আলাদা test আছে নাকি... ভেবেই এতদিন পর হাত দেয়া।
56 by
একদম ঠিক। কতদিন উঁকি দিয়েছে কিন্তু দেখিনি। আজকে দেখলাম। সময় না হলে কিছুই হয় না। অসাধারন সিনেমা। ঝিনুক কেবলমাত্র দুর্বল কিন্তু গল্পের জোরে সে সব মনে রাখার দরকার নেই। চোখের জল কখনো কখনো ধরে রাখতে পারিনি। এই তো বাংলা সিনেমার আসল জগৎ। এ সিনেমা নয়, এ তো আমাদের জীবন। লড়াই করে সুখে দুঃখে বেঁচে থাকা। এই সিনেমা দেখার পর সম্পর্ক কে অনেক সহজ ভাবে চিনতে পারছি। খুব ভালো লাগছে এই নতুন চেনার পরিধি।
ওদের কেউ নেই
ua-cam.com/video/WloYhJ24nX8/v-deo.html
সত্যি অসাধারণ,,,,, কাছের মানুষ গুলো যখন কাছে থাকে তখন তার অনুভুতি বোঝা যায় না , যখন সে ছেড়ে চলে যাবে বলে কিংবা চলে যায় তখন ঠিক বুকের পাঁজর টা মোচর দিয়ে উঠে......এটা একটা শুধু Flim না, এটা আমাদের সমাজের বাস্তবতা যা চিরন্তন ঘটে চলেছে আমাদের জীবনের সাথে.....
খুব সুন্দর একটা মুভি।বাংলাদেশ থেকে...পরিবারের একবদ্ধতা দেখে আমার চুখে পানি চলে আসলো।আমার ছোটবেলায় এভাবে আমাদের ফ্যামিলি ও প্রতিবেশির ভালবাসা ছিল।কিন্তু বর্তমানে তেমন নেই।
সত্যই নায়ক নায়িকাদের ছাড়াও যে এমন মুভি হোয় যা বলার বাইরে এক কথায় অসাধারণ অসাধারণ অনেক সুন্দর হোইছে ❤❤🥺🥺
নায়ক বা নাইকা নেই কোথায় দেখলেন বলুনতো। যাদেরকে অভিনয় করতে দেখলেন এরা এক একজন জাদরেল অভিনেতা অভিনেত্রী।।
বাংলাদেশ থেকে-
আমার দেখা শ্রেষ্ঠ ছবি এটা😍
কি যে বলি ভাষা খুজে পাচ্ছি না..
নিজের অজান্তেই চোখের কোনা থেকে ক-ফোটা পানি পড়ে বালিশ ভিজলো😞😔
কি সৃষ্টি রে বাব,,দেখবো,,,না কি চোখ মুচবো,,😢,,বেচে থাক এ রকম অসাধারণ সৃষ্টি।
আহা সত্যি অসাধারণ। শেষে চোখের জল ধরে রাখতে পারলাম না। বাঙালি তো আবেগ বেশি। এমন পরিবেশে এখনো বসবাস করছি আমি। হাজার হাজার স্মৃতি। ধন্যবাদ পরিচালক বাবুকে। ❤️❤️🙏🙏🍀
" আর আমার ভাগ টা"... ঝিনুকের আচার চাওয়া😢😢😢। অনেক বছর পর একটা মন ভালো করা সিনেমা দেখলাম।পরিচালক মহাশয় কে❤❤❤❤❤ হৃদয় থেকে।
❤
অসাধারণ গল্প,
বাঙালি একান্নবর্তী পরিবারের রোজকার ঘটনা।
চোখ দিয়ে জল বেরিয়ে এল।।
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
Ha dada
কারা গল্প খুঁজে পায় না??বাংলা সিনেমাতে যে প্রাণ থাকে কেন তুলে ধরতে অক্ষম আজকের পরিচালক প্রযোজকরা??অসাধারণ!!মুগ্ধ করল আমায়। যেকোনো বিশেষণই কম হবে প্রশংসা করতে।
এটাই ভালোবাসা.... এক অনন্ত ভালোবাসা...অন্তরসত্তা র জাগরণ.... জ্ঞান এর চোখ খুলে দেওয়ার মতো গল্প..... অনন্য অসাধারণ.... কবি গুরুর... বাণী আজও অনন্ত সত্য... ভালোবাসার কাছে টাকা পয়সা.... উপলক্ষ মাত্র.... ছোটো আমি থেকে বড় আমির উত্তরণ....... মন খুলে হাসো.... মনকে ছোটো করো না... পঙ্ক এ নিমজ্জিত মন কে পবিত্র করার মন্ত্র..... সত্যি অসাধারণ......
আমরাও এইভাবেই ছিলাম,
সব আমাদের ভাড়াটিয়া ছিলো,সত্যি রক্তের সম্পর্কটা বড় হয় না।
মানুষের প্রতি ভালোবাসাটাই বড়।
মন ছুঁয়ে যায় এই বইটা দেখলে।
কে বলে বাংলায় ভালো সিনেমা হয় না?? অনেকদিন পর এইরকম একটা সিনেমা দেখে মন টা ভরে গেল। এই ছবির সকল কলাকুশলী কে কুর্নিশ জানাই।
সারাক্ষন কেঁদেছি।দৈনন্দিন জীবনের সাধারণ মানুষ গুলোকে নিয়েই সিনেমা।হৃদয় ছুঁয়ে গেলো।আজ সৌমিত্র বাবু নেই।জীবনের ওপারে ভালো থাকবেন স্যার।এক অপূর্ব সৃষ্টি।
আমি দুঃখে সারারাত হেগেছি.... হেগে কমোট ভরে দিয়েছি
@@কচিনেতা তাহলে তুমি সিনেমার সারাংশ বুঝতে পারোনি। একলা একটা ঘরে বসে আরো ২৫ বার দেখো। তারপরও যদি বুঝতে না পারো তাহলে বুঝবে তোমার মধ্যে কোনো মনুস্বস্ত নেই।
@@কচিনেতা cinema dekhe food poisoining hoy ajj dekhlam .
@@netaisardar418 তুমি কোন চুলোয় বাংলা বানান শিখেছো চাঁদু? বানানের মা বোন এক করে দিয়েছো তো
@@rahulbhat8567 😂😂😂😂।।।
একটা সিনেমা এত নিখুঁত, স্নিগ্ধ, সুন্দর হয় কীভাবে?
এত বেশি আবেগ-ভালোবাসা দিয়ে তৈরি!❣️
❤
প্রায় ১৩ বার এই টা দেখেছি অনেক সুন্দর সাদামাটা জীবন যাপন আর কতগুলো সুন্দর চরিত্র আর সম্পর্ক,বন্ধন ।মন ছুঁয়ে গেছে❤❤❤❤ সুন্দর একটা গল্প।
বাংলা সিনেমা জগৎ এর আরেকটি নতুন সংযোজন।মন ছুয়ে যাওয়া একটি সিনেমা। পরিবার সব মানুষদের নিয়ে গড়ে উঠতে পারে তার একটি শ্রেষ্ঠ নিদর্শন। নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে গেল।
বড্ড ভালো লাগলো বইটা।। কারোর সঙ্গে কারোর রক্তের সম্পর্ক না থাকলেও বেশ জমাট একটা যৌথ পরিবারের গন্ধ পেলাম।। নচিকেতার কোনো তুলনা হয়না।।
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
Plz please hindi upload kr
হলে গিয়ে দেখার ইচ্ছে ছিল, সময় পাইনি। তারপর যা হয়, ভুলে গেছিলাম। অতিমারীর আবহে বেশিরভাগ সময় গৃহবন্দি থাকার সুযোগে ইউ-টউবে '৬১ নং গড়পাড় লেন" ভেসে আসায় মনে পড়ে গেল। দেরী না করে দেখে নিলাম। ২ ঘন্টা ২০ মিনিট অনায়াসে পেরিয়ে গেল। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। গল্পকার এবং পরিচালকদের বিশেষ অভিনন্দন। ইপ্সিতা রায়সরকারের পরিচিত এবং একই আবাসনের সহ আবাসিক হওয়ায় বাড়তি গর্বের জায়গা তো থাকছেই।
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
এরকম ধরনের সিনেমা সত্যিই মন ছুঁয়ে যায়। বাংলা সিনেমা এরকম হলে আর আমাদের চারপাশের মানুষের মধ্যে এতো ভালোবাসা থাকলে কেউই আর একাকিত্বের জীবন কাটাবেনা, মানুষের জীবনে দুঃখ কষ্ট ভাগ করে নেবার মানুষ সত্যিই কম বাস্তবে তবে রক্তের সম্পর্ক ছাড়া কিছু এমন আপন মানুষ থাকলে সত্যিই জীবনে অনেকটাই বেঁচে থাকা যায় ❤
U r very cute 😘।।।।।।।
কি বলে এই ফিল্মের প্রশংসা করবো ভাষা খুঁজে পাচ্ছিনা। প্রতিটা চরিত্র অসাধারণ ছিলো, এরাই আসলে সত্যিকারের অভিনেতা। অসংখ্য ধন্যবাদ গল্প লিখক এবং পরিচালককে।
এই রকম ডিরেক্টর প্রযোজক দের হাজার ধন্যবাদ যারা এখনো কমার্শিয়াল মুভির লাভের আশা না করেই এমন বাস্তববাদী মুভি বানায়,
দেখতে দেখতে কখন যে চোখ দিয়ে পানি চলে আসলো টের পেলাম না। যখন মুখে হাত দেয়, দেখি আমি কেঁদে দিয়েছি 😭😭😭। অসাধারন মুভি, এই রকম দেখতে যে কত ভালো লাগে বুঝতে পারবো না। আমার ইন্ডিয়ান আর্ট ফ্লিম এবং কমার্শিয়াল মুভি গুলো সেই লাগে। বেলাশেষে মুভির কথা, এখনো ভুলতে পারি না। ও এক কথায় জোস 💝💝
ঝিনুক চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার জন্য মুভি টা বেশ ভালই মাটি হয়েছে। বাকিদের অভিনয় এবং কাহিনী সব ই অসাধারণ।
Ekdom thik kotha
Ekdom thik...Priyangshu er opposite e k niyeche oke
Akdom thik
Bhison over actinh korchilo . Eaktuo manai ni. But bhison sundoor movie. Boruna di is awsom.
ঠিক
চোখে জল চলে আসলো এক সাথে বসবাসের কিযে আনন্দ। ধন্যবাদ দিয়ে পরিচালকে ছোট করতে চাইনা। তবে যদি এই রকম আরো নতুন কিছু সিনেমা তৈরী করেন তবে আমরা নতুন প্রজন্ম একসাথে বসবাসের আনন্দ টা অনুভব করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল ❤️❤️🙏🙏🙏❤️❤️
এতো গল্প নয়,যেন এইরকম জীবন যাপন করা মানুষের জীবন্ত কাহিনী। সবার অভিনয়ই চমৎকার এবং সাবলীল। সবাইকে ধন্যবাদ। 🇧🇩 থেকে 😘
এতো সুন্দর বন্ধন, এতো সুন্দর একটি সিনেমা। আহা.. অশ্রু গড়িয়ে শ্মশ্রু ভিজে গেলো শেষের দৃশ্যে...।
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
অসাধারণ ছিল, স্মৃতি রেখে গেলাম। গতকাল করোনা ভাইরাসের সময় অনেক বার পরিবার নিয়ে দেখেছি।আজকে অনেক সময় নিয়ে দেখলাম। মজা,আনন্দ, কান্না, অনেক কিছু ছিল। এক কথায় অসাধারণ। আমিও চাই সবসময়ই সবাইকে নিয়ে থাকতে।
রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক দামী, এই মুভিটা দেখে অনেক বেশি কান্না করেছি আমি😭😭😭
বাস্তবতা বড্ড ভয়ংকর 😭😭😭
আমি দাদু কে কথা দিয়েছি ঝিনুক পিশির মতো বিয়ে করবো না,তোমাকে ছেড়ে আমি কখনো যাব না দাদু😭😭😭
যখন আচারের জন্য ঝিনুক হাতটা বাড়িয়ে দিলো ,তখন চোখের পানি আর আটকে রাখতে পারি নি। রক্তের সম্পর্কের থেকেও আপন ৬১ নং গড়পাড়া লেনের বাড়ির মানুষগুলো।
Love from bangladesh 🇧🇩
ঠিক আমার ও তাই হয়েছে!
Akdom
😭😭😭😭😭😭😭😭😭😭😭
আমি একজন বাংলাদেশী হিসেবে কলকাতার এই পরিবেশটা আমার কাছে অপরিচিত, তবে আমার জায়গা থেকে বিষয়টি দারুনভাবে উপলব্ধি করতে পারছি।
Apni ja dekhchilen oita purono Kolkata, r bari ta pray 100 bochor purono hobe, notun Kolkata, new tawon, ai gulo puro adhunik...darun cinema ta tai na??
এত্ত আবেগ ক্যারে.....। আমার কঠিন হৃদয়ে যেন অশ্রুর বান ডেকেছে । মন্ত্রমুগ্ধের মত দেখলাম আর খুব উপভোগ করলাম ।
Film টা দেখতে এসেছিলাম Kharaj babu & Soumitra babu কে দেখে.
But কিছুক্ষণ দেখার পর বিশ্বাস করুন film শেষ পর্যন্ত না দেখে উঠতে পারিনি. কি অভূতপূর্ব চিত্রনাট্য আর প্রত্যেকের কি সুন্দর অভিনয়. এইরকম একান্যবর্তী মানুষ এর প্রত্যেকের মধ্যে ভালোবাসা থাকলে আর কি চাই!
দারুণ cinema. ওইসব দক্ষিণের copy cat movie একদম পোষায় না, অনেকদিন বাংলা cinema দেখিও না. But এই ধরনের fim আরো চাই.
বাংলা film চিরকাল মানুষকে ভাবতে শিখিয়েছে🙂
সিনেমার বাস্তবতা সত্যি মনটাকে নারা দিয়ে গেলো।।একটু শান্তির খোঁজ মিলতে গেলে পরিবার দরকার।।একা একা সুখী হওয়া যায় না।।
সবাই বোঝে না বলেই এতো কষ্ট মনে আমাদের ।
সৌমিত্র বাবু তার অভিনয় এর মধ্যে দিয়ে চিরকাল সারা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন। তার আত্মার শান্তি কামনা করে 🙏🙏🙏।
Rip
can we contac
সত্যিই খুব সুন্দর একটা মুভি
ওদের কেউ নেই
ua-cam.com/video/WloYhJ24nX8/v-deo.html
@@mdmehhedihasan7648 ,,,,,,,,,,
দারুন ছবি। পুরানো উত্তর কলকাতার পাড়াতে পাড়াতে এইসব বাড়ি গুলোতে কত সুখ-দুঃখের কাহিনি যে সঞ্চিত হয়ে তা মর্মে-মর্মে অনুভব করি, বিশেষত যাদের ছোট বেলা(২০/২২ বছর আগেকার) উত্তর কলকাতায় কেটেছে।
আমরা ৯০ এর প্রজন্ম।। আমরা আমাদের শৈশবের প্রথম দিকে এইসব পেয়েছিলাম।। এখন এত প্রতিযোগিতার জীবন শুরু করেছি, এই ধরনের মায়া, ভালোবাসা আর পাওয়াই যায় না!! একেবারে যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি!!! প্রচন্ড সুন্দর, ভালো লাগা ছিলো কিছু সময় ছিলো।। আমার প্রিয় শৈশব।।
অসাধারণ অনবদ্য!!!
চিত্রনাট্য এত চমৎকার যে কেউ অভিনয় করছে বলে মনেই হয়নি । মনে হল যেন ঘটনাটি আমি সামনে দাঁড়িয়ে থেকে দেখছি । একবারও মনে হলনা এটি একটি সিনেমা, যেন এক অতি পরিচিত বাস্তব আমার সামনে দাঁড়িয়ে। পরিচালকের এলেমের তারিফ না করে পারা যায় না ।
চোখের সামনে আসছিলো বারবার,এভয়েড করছিলাম।কি এমন সিনেমা হবে,নাম ই শুনিনি!
কাস্টে সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন দেখে ভাবলাম দেখিতো একটু...!
১টা সেকেন্ডও আগ্রহ হারাইনি অথচ কোন থ্রিল নেই,নেই কোন বাহারি প্রেমের গল্প।বলা ভালো কোন চটকদার প্রেমের গল্প নেই,এই গল্পটাইতো আসল প্রেমের গল্প।বহুদিন পর ভালো একটা সিনেমা দেখলাম।চোখ ভরে গেলো জলে,মন ভরে গেলো আনন্দে।
শেষটা খুব সুন্দর😍
Asole amra sobai mile misses thakte chai
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
Same
আমার জীবনের দ্বিতীয় সেরা একটি ছবি'আসলে ছবি দেখতে দেখতে কখন যে চোখের কোনে জল এসে পড়ল বুঝতেই পারলাম না'আসলে আমরা যেখানে থাকি সেখানে হয়তো বা আমাদের নিকটতম আত্মীয়-স্বজন থাকেন না' কিন্তু আমাদের আশেপাশে যারা থাকেন তারাই হচ্ছে আমাদের পরিবার পরিজন আপনজন ভালো থাকুক সেই সমস্ত পরিবার, যারা এখনো একসাথে বসবাস করে বিপদে আপদে সবাই একই সাথে থাকে তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা💕💕💕💕💕💕
87 সাল থেকে 93 সাল পর্যন্ত লিলুয়ায় অরবীন্দ নগর ও ভট্টনগরে তখন আমার একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাড়া ছিলাম ঐ এলাকার মানুষের সুন্দর ব্যাবহার ও আত্মীয়তা এ জীবনে কোনদিন দিন ভুলতে পারবো না ।
অসম্ভব সুন্দর একটা সিনেমা...ভালো সিনেমা বানাতে আমেরিকা,লন্ডন এ সুটিং করতে লাগে না....ভালো গল্প আর ভালো অভিনেতা লাগে
Ekdom I tai
Akdom thik
Apni ekdom thki ktha bolechen
Seta Ritu Da onek agei dekhiyechen... Sotti.. bhalo cinema banate foreign e shooting lagena...
ua-cam.com/channels/YbsOnebou5UwEcJZ_7zbuA.html
ভীষণ ভীষণ ভালো লাগলো। বহুবছর বাদে এমন সুন্দর একটা ছবি দেখলাম। বর্তমানে বাংলা চলচ্চিত্রের বিদায় মুহূর্তে এমন সুন্দর ছবি আরও হলে বাংলা চলচ্চিত্রে আবার নতুন করে জোয়ার আসবে।
ua-cam.com/channels/YbsOnebou5UwEcJZ_7zbuA.html
অসম্ভব সুন্দর একটা মুভি...একটা বাড়ি আর তার প্রতিটা ইট যে কত গল্প নিয়ে ঠায় থাকে....
সত্যি বলতে কি, অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম। প্রত্যেকের অসাধারণ অভিনয় প্রতিমুহূর্তে চোখের কোণে জল এনেছে।
কি করে বানাই এমন মুভি!!ভাল থাকুক এ জগতের প্রতিটি ৬১ নং গড়পাড় লেন।
Sotti valo thakuk protita 61 no gorpar lane 👍
@@sudarshanpal9473 nice movi
কোনো কথা হবে না ।।।।। এই যন্তীক জীবন এ এই সিনেমা যেনো আশির্বাদ ।।।।
ধন্যবাদ আপনাকে director সাহেব ।।।। আরও বড় ধন্যবাদ স্ক্রিপ্ট রাইটার সাহেব কে ।।।
চোখের জল বাঁধ মানাতে পারলাম না আমি. সবকিছুর মধ্যে এটাই প্রমান হলো আবার অন্তরের ভালোবাসার জয় সব সময় হয় 😊😊😊
Yes
সত্যি জয়েন্ট ফ্যামিলিতে থাকা এক আলাদা অনুভূতি। Comment টা রেখে গেলাম।
Happy ending...
আমার ছেলেবেলাও এমনই একটা বাড়িতে কেটেছে (উকিল বাড়ি, চাঁদপুর, বাংলাদেশ)। ৬/৭ ঘরে ৬/৭ টা পরিবার ছিল। ঠিক এমনই সবাই একসাথে সুখে দুঃখে থাকত। সবার ঘরে অভাব ছিল আবার স্বছলতাও ছিল। কেউ কখনো চিন্তাও করত না, একদিন ওই বাড়ি ছাড়তে হবে। কিন্তু ঠিকই বাড়ির মালিক ২০০৩ সালের কোন একদিন সবাইকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দিল, বাড়ি নাকি বিক্রি করে দিয়েছে নতুন মালিক পুরনো বাড়ি ভেংগে বহুতল বাড়ি বানাবে...
সবাইকে বাড়ি ছেড়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে হল মাথা গোজার ঠাই পাবার আশায়.. ভেংগে গেল দীর্ঘদিনের পুরনো একটা ঠিকানা...
সব গল্পের নায়ক কিন্তু সুপ্রতীক এর মত হয় না, তাই সব গল্পের শেষটাও এমন সুন্দর হয় না...
❤
sei.
রাত ১ঃ৩৬মিনিট,, মাত্রই মুভিটা দেখে শেষ করলাম আর তারপর এখন চোখ মুছতেছি আর মুচকি মুচকি হাসতেছি। অসাধারণ গল্প, অসাধারণ অভিনয় এদের👌👌👌
কি মিরাক্কেল বটে আমি এই কমেন্টিও রাত ১ঃ৩৬ মিনিটে পড়ছি,,, কাকতালীয় ঘটনা বটে🤔🤔😊
Thik bola6n....Ami o akon chok mucchi r comment kor6i👌👌
রাত 1:56 বাজে ঘড়িতে... একই অনুভুতি..
অামার ঘড়ির কাঁটায় রাত ১:১৯ .... ☺☺
কাকতালীয়ভাবে রাত ১:৩৬ এ আমিও মুখে হাসি + চোখে পানি নিয়ে মুভিটা শেষ করলাম আজ!
আমি একজন মনে প্রানে বাংলাদেশি তবে ইন্ডিয়ার এরকম মুভি গুলো আমার এতো ভালো লাগে সেই অনুভূতি টা হয়তো কাউকে বলে বোঝাতে পারবোনা-আমি সব সময়ই এসব মুভি দেখি বলতে গেলে আমার এটা এখন নেশা হয়ে গেছে-এসব মুভি দেখে আমি ইন্ডিয়ার রাস্তা ঘাট আর এরকম পুরোনো বাড়ির প্রেমে পরে গিয়েছি-আর ইন্ডিয়ার বাংলা ভাষা টাও কেমন যেন এক মায়াবী লাগে-এসব দেখে দেখে ইন্ডিয়ার শহর টাকে খুব কাছ থেকে দেখার ভীষন সখ হয়েছে- জানিনা এই আশা টা আমার কখনো পূরন হবে কিনা-আমি একজন বাংলাদেশি হলেও প্রায় ৭ বছর যাবত বিদেশে পরে আছি-ইন্ডিয়াতে আমার তেমন কেউ নেই পরিচিত তারপর ও আশা আছে সামনে দেশে যাবার পর আমি আমার বন্ধুদের সাথে নিয়ে আপনাদের ইন্ডিয়াতে যেন ঘুরতে যেতে পাড়ি-সবাই দোয়া করবেন---!!!
Kokhon je chokh theke pani pore gelo nijei bujhte parini. Sotti e emn ekta movie dekhlam, mon ar pran dutoi juriye gelo. Sotti e oshadharon ekta golpo.
অনেকদিন পর একটা ভালো, পরিচ্ছন্ন, সামাজিক ছবি দেখলাম। ধন্যবাদ পরিচালককে। 👌👌👏👏। তবে এত বেশী চরিত্র ছিল যে মনে রাখতে কষ্ট হচ্ছিল ।
ছবি টা দেখার জন্য আপনাকে ধন্যবাদ
Rajesh Dutta পুরো ছবিটাই আমরা সপরিবারে দেখেছি। 👌👌👌🌺
এই রকম হতাশাভরা সময়ে এত সুন্দর একটা প্রকৃত বাংলা সিনেমা উপহার দেওয়ার জন্য পরিচালক এবং সমস্ত কুশীলবকে অজস্র ধন্যবাদ ৷
জয় বাংলা সিনেমার জয়৷
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
আবেগ ভরা গল্প অজান্তেই চোখ ভিজে এল 🥺 সিনেমার সব চরিত্রের পাশাপাশি বাড়ির সব আনাচ কানাচ ,ইট জানো এক একটি গল্প বলে গেল 🥺☺😌
আমার আবার দুঃখে হাগা পেয়ে গেল 😭
অসাধারণ অসাধারণ অসাধারণ।আমিও শ্বশুরবাড়িতে গিয়ে এইরকম একটা বাড়িতে থাকতাম । আমার মনে পড়ে গেল ফেলে আসা সেই সুন্দর দিনগুলোর স্মৃতি।
এতো সিনেমা নয় যেন বাস্তব প্রতিচ্ছবি আর মনে হলো যেন আমিও এই বাড়িটিতে একসাথে বসবাস করছিলাম সব মিলিয়ে অসাধারণ ও এক অনবদ্য সিনেমা যেটি কখনোই তার প্রশংসা হারাবেনা । লাভ ফ্রম বাংলাদেশ ।🥰🥰❤️❤️😍😍❤️❤️✌️✌️
অনেকদিন পরে কোন ছবি দেখে চোখে জল এল....ভাল থাকবেন সবাই।
আমি নিজে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, বড্ড বেশি মিস করি সেইসব দিনগুলো।
এমন বাংলা মুভি র গল্প বার বার আসুক যাতে বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হয় এই
কামনা
@@sayanjana7910 klkhk
অনেক দিন পর হৃদয় ছুয়ে যাওয়ার মত একটা বাংলা সিনেমা দেখলাম ।এক মুহুর্তের জন্যেও মনে হলনা যে আমি সিনেমা দেখছি ...... মনেহচ্ছিল আমিও এই পরিবারের একটা অংশ ।
বাস্তব সমাজ খুব কঠিন ।।সিনেমার মতো করে যদি জীবন টা সাজানো যেতো পৃথিবী টা আরো সুন্দর হতো ।। সময়ের সাথে সাথে সব পাল্টে যায়--তবুও বলবো ভালো মানুষ এখনো আছে ভবিষ্যতে ও থাকবেন।। সিনেমা টা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ
খুব ভালো লাগলো। কে আপন কে পর সেটা দুঃসময়ে বোঝা যায়। অনেক কাছে থেকেও কোন কোন মানুষ অনেক দূরের হয়,,,,, আবার দূরে থেকেও অনেক মানুষ কাছের হয়। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসাই হল সম্পর্কের মূল কথা।
চোখে বন্যা বয়ে গেলো , অসাধারণ লাগলো , কিছু বলার ভাষা নেই । ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার কে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য।
Dhonyobaad apnake 🙏🙏🙏🙏
এরকম সুন্দর ছবি আসলেই হয় না। চোখে জল চলে আসলো। রক্তের সম্পর্কই সব কিছু না, এর বাইরেও মানুষের আত্নার সম্পর্ক গড়ে উঠে।
রাত দুটো বাজে,আহা! কি দারুণ গল্প!যেন বাস্তব,চোখের দুকোন দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কি বাস্তবতা বড়ই কঠিন,দিনশেষে বাড়িটা বিক্রিই হয়ে যায়,কে কোথায় চলে যায়,জীবন বড়ই ড্রামাটিক।
As a non-Bengali, I am falling in love with Bangla movies, as we say that bengoli people are too artistic for this non-artistic World, thanku tollywood for great movies like this😘😘
Superb
🤗🤗🤗
ua-cam.com/channels/YbsOnebou5UwEcJZ_7zbuA.html
❤️
Welcome to the Bangali world, 🌹
🇧🇩
অনেক দিন পর একটা সুন্দর সচ্ছ বাংলা সিনেমা দেখলাম।
অনবদ্য অভিনয় সকলের।
কাহিনী ও সংলাপ মন কেড়ে নেয়। এককথায় অতুলনীয়।।
Incomparable ! Yes, incomparable.
Dhonyobaad
ua-cam.com/channels/eVpeXnYDTcIFGklENBKPrw.html
আজ থেকে এটা আমার সবথেকে প্রিয় হয়ে গেল😊হঠ্যাৎ কেন জানি ছোটবেলাটা কে অনেক মিস করতেছি😭দেখতে দেখতে কান্নাই চলে আসলো😭
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুভি,
দারুণ উপভোগ করলাম।❤❤❤
এক কথায় অসাধারণ যা বলে বুঝানো যাবে না,,,ধন্যবাদ লেখক মহাদয় কে
Supersundararokotoki
এটাই আমাদের বাংলা সিনেমা হৃদয় ছুঁয়ে যায় বাস্তব জীবনটা অনেক সুন্দর যদি আমরা সেটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি একসাথে মিলেমিশে থাকার আনন্দটাই অন্যরকম
শেষ মূহুর্তে বরুনা দি'র নিকট ঝিনুকের একসাথে থাকার মিনতি আমাকে কাঁদাল। অসাধারণ একটা গল্প।
লাভ ইউ বরুনা দি ফ্রম বাংলাদেশ 😍
👌👌
আমার কান্না আসছিল। আপনার কথা ঠিক
আমার হাগা আসছিলো....
আমিও বাংলাদেশের নাটকের
ফ্যান। বিশেষ করে মোশারফ করিম ও অপূর্ব। 🇮🇳🇧🇩
উত্তর কোলকাতা
সত্যি অসাধারণ একটা গল্প। দেখতে দেখতে কখন যে, চোখের কনে পানি এসে গেল টেরই পেলাম না। সবাই খুব ভালো অভিনয় করেছে।
অনবদ্য। যেমন চিত্রনাট্য , তেমন পরিচালনা, আর অভিনয় নিয়ে কোন কথা হবে না বস! আহরে!
The story is really well written not only that every character well played by every artist. If we get this type of movie in Bengali cinema I guarantee no one will want South movies. Really touched my heart for continue 2:20 hours. ♥
big Fan bro💝
Big fan da
দাদা ও
2
Big fan
ভালো থাকুক এ জগতের প্রতিটি 61 নং গড়পাড় লেন❤️❤️❤️ মন ছুয়ে গেল, মনে হয় বার বার দেখি ।
কিছু মানুষকে স্মৃতিতে রাখতে হয়,জীবনে নয়।
এরা স্মৃতিতে থাকারই যোগ্য!
কিছু ভালো মূহুর্ত রেখে যায়,কিন্তু বাস্তবে থাকলে জীবনটা তছনছ করে দেয়...!🖤
👍👌👌
কিছু কিছু মুভি মনে দাগ কেটে রাখে
সত্যি অসম্ভব ভালো একটা সিনেমা। যারা বলে বাংলা মুভি ভালো হয়না তাদের কি এই ধরনের সিনেমা চোখে পড়েনা!!ভীষণ ভালো মুভি টা।❤️❤️
ua-cam.com/channels/YbsOnebou5UwEcJZ_7zbuA.html
খুব ভালো।
লোকেরা তো এখন একে অন্যের পাশে দাড়াতে ভুলে গেছে। এই ছবিটির মাধ্যমে যদি তাদের সদিচ্ছা জাগে। পরিচালক কে ধন্যবাদ।
Apnake o Dhonyobaad chobi ta dekhar jonno 🙏🙏🙏🙏
অসাধারণ শিক্ষনীয় ছবি
কতোই না সুন্দর হয় একটি সিনেমা 🧡 মাঝে মধ্যে চোখের কোনে পানি চলে আসছে।
তবে বার বার মনে পরে সেই ছোট বেলায় ভারা বাসায় থাকার কথাটা।আজও মনে পরে তেজগাঁও এর আমতার পাসের একটি ছোট্ট কামরায় কাটানো দিন গুলির কথা 😔
এই সিনেমা টিতে না আছে ভালো নামকরা নায়ক না নায়িকা তবুও সিনেমা খুব সুন্দর, এই খানে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যে শুধু রক্তের সম্পর্ক ছাড়াও মধুর সম্পর্ক আছে শুধু মনের দরকার, সবাই কে নিয়ে বাঁচতে হয় তার মধ্যে আলাদা একটা সম্পর্কের বন্ধন থাকে.
সিনেমাটা শেষ হল, আমার চোখের এক ফোঁটা জল বেরিয়ে এল। টাকা দিয়ে ভালো সিনেমা হয় না, গল্পটায় আসল।
অসাধারণ সুন্দর একটি মানবিক ছবি। চিত্রনাট্য কাহিনি অভিনয় সবকিছু মিলিয়ে অপূর্ব। এরকম ছবির প্রয়োজন অনেক অনেক।
Apnar boyos onujayi valo ruchi tahole
অনেক অনেক অনেক ভালো লাগলো,মনটা একদম ফুরফুরে হয়ে গেলো শেষ মুহুর্তে,এক কথায় অসাধারণ মুভি!
Ei rokom movie ami 1st time dekhlam.mon chuye gelo..choker jol badh manchilo na.....ek kothay asadharon...
Touched my heart. We need just this type of picture because we had lived in almost same premises at Bag Bazar during 60s and then shifted to Baguiati, but still miss those persons most of them are not in this world.
দিল গার্ডেন গার্ডেন হোগায়া ...
দারুন একটা সিনেমা। মন ভরে গেল। এটাই তো বাংলা সিনেমার ঐতিহ্য।
সত্তি বলতে অামার অনেক ভাল লাগল,অার মানুষের সাথে থাকতে থাকতে একটা পরিবার গড়ে উটেছে,সব বিছু মিলিয়ে ধারুন ছিল,ধন্যবাদ সবাই কে।বাংলাদেশ।
Sotti Asadharon story....ta.
R khub e kastodayak...koto bar j kedeche ai movie ta dekhte dekhte...
R ending ta khub sundor chelo...
Sotti akhankar manuser modhhe ai dhoroner manosikota r manuser pase thaka bindu matro nei.....
Anake din por ai dhoroner movie dekhlam vishon vlo laglo....
R ai dhoroner movie dekhe jodi kichu manuser poribartan hoy...