অসাধারণ ফুটেজ,দেখে বুকের ভেতরটা হুহু করে কেদেঁ উঠলো।সরকারের কেনো এত অবহেলা।কি ঐতিহাসিক স্থান,ভারত র্বষে হলে এই স্থানগুলো কে সুন্দর করে সংরক্ষন করতো।আপনাদের কে ধন্যবাদ।
সুমন, সত্যি সত্যিই এটা যেন এক দুঃসাহসিক অভিযান। ভিডিওটি দেখতে দেখতে আমিও মাঝে মাঝে শঙ্কিত হচ্ছিলাম। ধন্যবাদ তোমাদের টিম'কে। হয়তো তোমাদের এই দুঃসাহসিক অভিযানের কল্যাণে সম্বিত ফিরে পাবে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেদিনের প্রতীক্ষায় রইলাম। তখন সকলেই নির্ভয়ে দর্শণ করতে পারবে এই ঐতিহাসিক নিদর্শন স্ব- শরীরে।
@@SalahuddinSumon অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে এখনো টিকে রয়েছে। কিন্তু এই অপসংস্কৃতি ব্যধির কারণে সৃষ্ট সামাজিক অবক্ষয় রোধে সরকারের বেতনভুক্তরা কতটুকু দায়িত্ব পালন করছে তা সকলেই অবগত।
রাত ২টা বাজে ভিডিওটি অনেক মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণটি দেখলাম!!! সুমন ভাই যেভাবে সবকিছু দেখিয়েছেন এবং উপস্থাপন করেছেন তাতে নিঃসন্দেহে আপনি প্রসংশের দাবিদার!!! অনেক ভালো লেগেছে ভিডিওটি এবং আশা করছি কোন আইনি পদক্ষেপ এটার প্রতি শীঘ্রই নেয়া হবে ❤️
আমি কলকাতায় থাকি আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো। অবিলম্বে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক। এমন ঐতিহাসিক জায়গা রক্ষণাবেক্ষণ করা উচিত যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চলে রয়েছে।
আরে আমাদের দেশের সরকার রা এই পুরোনো ঐতিহ্য নিয়ে এত আন্তরিক নয়,, পুরনো ঐতিহ্য স্মৃতিগুলো আমার কাছে খুবই ভালো লাগে কলকাতায় পুরনো বাড়ি গুলো কত সুন্দর এখনো টিকে আছে,, পশ্চিমবঙ্গে সরকার বিশেষ করে নজর দিচ্ছে,, আর বাংলাদেশ সরকার পুরনো ভবন ভেঙ্গে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে।
জিঞ্জিরা প্রাসাদ হয়তো থাকবে না কিন্তু আপনার এই ভিডিও ইতিহাসের হারিয়ে যাওয়া অলংকার গৌরোজ্জ্বল সোনালী অতীত টিকিয়ে রাখবে যোগের পর যোগ মানুষের মাঝে,এমন কাজে আরো এগিয়ে যান শুভ কামনা রইলো প্রিয় ভাই।
বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। আমি বারো বছর জিনজিরা বসবাস করছি বলা যায় জিবনের অর্ধেক সময় পার করছি কিন্তু এমন প্রাসাদ এর নাম কখনো সুনিনায় দেখিও নাই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখে ভালো লাগলো। না হয় জিনজিরা থাকাটাই আমার সার্থক হতোনা। ধন্যবাদ সকলকে
ভাবাই যায় না এরকম একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন সংস্কার করতে এবং বেআইনি দখল দার হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকার এত টা উদাসীন,জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিও করার জন্য আপনার সাহসিকতা কে আর একবার কুরনিশ জানাই। কলকাতা 🇮🇳
দূভাগ্য -- আমাদের মূখ'তা । ঐতিহাসিক স্হানকে সংরক্ষণ করা হলে এলাকার মযা'দা বাড়ে । দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ দেখতে আসলে এলাকায় ব্যবসা বাণিজ্য হয় -- এই নূন্যতম জ্ঞান আমরা রাখিনা । সরকারের দায়িত্ব কি ? উচিত হবে সংরক্ষণ করা -- জাতি নিজেকে চিনতে পারবে । এডমিনকে অসংখ্য ধন্যবাদ ।
- প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো!- 😭😭😭
আপনি জীবনের উপর ঝুঁকি নিয়ে যে ভাবে ভিডিওটি করেছেন বলার ভাষা নেই। একটি ভিডিও বানানো অনেক কঠিন কাজ। আপনি সত্য পুরানো চিত্র গুলি তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ছোট বেলা থেকে শুনে আসছি আজ ভিডিওর মাধ্যমে সুন্দর ভাবে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিলেন অনেক পরিশ্রম আর সাহসের সাথে।সেলুট আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ।
প্রথম পর্ব 3 বার,দ্বিতীয় পর্ব 2 বার দেখেছি । আবারো দেখবো। দখলদারদের প্রতি ভীষণ রাগ হচ্ছে। এই মহামূল্যবান জায়গাটি কিভাবে দখল করে ধ্বংস করে দিচ্ছে তারা। এখনো সময় আছে, দখলদারদের উচ্ছেদ করে, সম্পূর্ণ জায়গাটা সংরক্ষণ এবং সংস্কার করা খুবই প্রয়োজন। অশেষ ধন্যবাদ।সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন।
আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম এই পাসওয়ার্ডটা কিন্তু এই প্রাসাদের পাশে আমি ১২ বছর ছিলাম কিন্তু আমি কইতে পারি না এখানে একটা প্রাসাদ আছে আসলে আমি দুর্ভাগা আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম ভালো লাগলো
আমি কলকাতায় থাকি প্রায় সময় আপনার পোস্ট গুলো দেখি দারুন ইন্টারেস্টিং। পূর্ব পুরুষের দেশ হলেও কোনোদিন যেতে পারবনা, আপনার দৌলতেই দেখা হয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থান গুলো। আপনার মুর্শিদাবাদের ভিডিও ভালো ছিলো।
ভাইয়া আপনার কি অপূর্ব উপস্থাপনা। ইতিহাসের কি নির্মম পরিহাস। এই ঐতিহাসিক নিদর্শন গুলো দেখলে শরীর শিউরে উঠে।। কালের অবর্তমানে এই ইতিহাস একে বারে নিশ্চিনহ হয়ে যাবে। এই ঐতিহাসিক নিদর্শন রক্ষায় সরকারের যথাযথ উদ্যোগ কামনা করছি। যে কোনো মূল্যে এই ইতিহাস মন্ডিত স্থানকে রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।।
@@singsong9648 হ্যাঁ ভাই এসবই হচ্ছে এইদেশে। পুরানা পুরাকীর্তি এভাবেই ধ্বংস হচ্ছে বা বেদখল হয়ে পড়ে আছে। ভবিষ্যতে এসব স্থাপনা সম্পর্কে বলার লোক ও পাওয়া যাবে না। এসব দেখে ভীষন দুঃখ হয়।
সরকারের বিরুদ্ধে একটু " উঁ" করেন তাহলে আপনাকে চোখে পড়তে সময় লাগবেনা, কিন্তু একটি ভালো কাজের জন্য যতই আন্দোলন করেন লাভ হবেনা; চোখে পড়বেনা, তার প্রমান হলো আপনার কমেন্টের এক বছর পরও কিছু হয়নি তা নিজেই দেখতে পাচ্ছেন।
যে দখলদাররা বাধা দিচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না!!!! ভালো লাগলো সুমন ভাই❤️❤️❤️ আমি পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভালোবাসা জানালাম❤️❤️❤️
@@ahmedtimur643 এতোজনকে লিজ দিয়েছে.! তাছাড়া আমি যদিও খুব বেশি এই বিষয়ে জানি না, তবে লিজের তো একটা মেয়াদ থাকে শুনেছি, তাছাড়া এভাবে ঐস্থাপনা ধ্বংস করারও কি অধিকার থাকে লিজ নেয়া লোকজন দের?
কিছুদিন পর আমাদের ছেলেমেয়েদের কে বলতে হবে একদা একসময় জিঞ্জিরায় প্রাসাদ ছিলো। কারন আমরা কোনো বাংলার ইতিহাস সংস্কৃতিকে প্রাধান্য দেইনি আর ভবিষ্যতেও দিতে পারবো না।
অপূর্ব এবং ঐতিহাসিক ভিডিওটি দেখতে পেয়ে ভীষণ ভীষণ সমৃদ্ধ হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই ঐতিহাসিক নিদর্শন টি নিদর্শনটি যেহেতু বাংলাদেশ সরকারের অধীনস্থ তাই এইভাবে অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছে এটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হত তাহলে এইভাবে অবহেলিত ও লাঞ্ছিত এবং লুণ্ঠিত হতো না তার যথাযোগ্য মর্যদায় সংরক্ষিত ভাবে হতো এবং পদমর্যাদা পেত অসংখ্য ভ্রমণপিপাসু লোকেদের মর্যাদা ও গুরুত্ব পেয়ে তার সংরক্ষিত হয়ে থাকতো জিনজিরা প্রাসাদ দৃষ্টি বিনোদনের কাজ করতো এবং ভ্রমণপিপাসু কেরালা থেকে অনেক রোমাঞ্চকর স্মৃতি সংরক্ষন করে থাকতো যেহেতু এটি বাংলাদেশ সরকারের অধীনস্থ তাই তা মর্যাদা সংরক্ষণ থেকে বঞ্চিত হয়ে থাকছে এটি অবিলম্বে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করছি যাতে এটি একটি হেরিটেজ হিসেবে পরিগণিত হয় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এটিকে একটি অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করা যেটা ভারতের ঐতিহাসিক সম্পদ এবং বাংলাদেশ সরকারের মুসলিম সম্রাটের শেষ নিদর্শন সংরক্ষিত হয়ে থাকে সবশেষে এই অনুরোধটি করব যাতে উভয় দেশের ভ্রমণপিপাসু লোকেরা এতে অবাধে যাওয়া-আসার অধিকার পেয়ে থাকেন। আপনার ভিডিওটি ভীষণ ভালো লাগলো এবং অনেক অজানা জানতে পেরে সমৃদ্ধ হলাম আগামীর অপেক্ষায় রইবো জিনজিরা প্রাসাদ ইতিহাসের পৃষ্ঠ থেকে ধ্বংস হয়ে গেলেও আপনার ভিডিওটি সকলের হৃদয়ে জিনজিরা প্রাসাদ জীবিত থাকবে। ভিডিওটি বেশি শেয়ার হলে সরকারের কাছে অব্দি পৌছলেই এটি আমাদের সম্পূর্ণ আলোড়ন সৃষ্টি করবে প্রাসাদ সম্বন্ধে জানে না তাহাদের কাছে অব্দি এই ভিডিওটি পৌঁছালে আমাদের ইতিহাস থেকে মুছে ভিডিওটি পৌঁছালে ইতিহাস থেকে মুছে অসম্ভব হবে এবং গনমাধ্যমের আন্দোলন এবং আলোড়ন তৈরি করতে পারে।
আমার প্রিয় দুই জন ইউটিউবার ভাই, সায়েম ভাই, সুমন ভাই। আপনাদের ভিডিও গুলো দেখে নতুন হিসেবে অনেক কিছু শিখছি, ♥️ মজার বিষয় হচ্ছে দুই জন ভাইয়ের নাম S diye ❤️ সিলেট থেকে দেখছি।।।
বাকিটা ঘুম থেকে উঠেই দেখে নিলাম। অসম্ভব রকম সুন্দর, উত্তেজনাপুর্ণ একটা ভিডিও। এবং অবশ্যই সাহসিকতার পরিচয়। পুরোটা ভিডিও জুড়েই ছিল টানটান উত্তেজনা। সুমন ভাই এর জন্য দোয়া রইলো...
আজ এই প্রথম বারের মত জানতে পারলাম আপনি যে আমাদের জন্য এত কষ্ট.ভয়. বকা. জকা ইত্যাদি শুনেও যে ভিড়িও তৈরী করেন. আসলে কি বলব দিনের পর দিন বাংলাদেশটি একটি সিংহএর মূখে ভেতরে ঢুকে যাচ্ছে.😓😥😥 আপনাকে অসংখ্য ধন্যবাদ. 💖💓
- প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো!- 😭
বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এটি সংরক্ষণের মাধ্যমে পর্যটন কেন্দ্র করতে পারতেন।।এতে মানুষ সমৃদ্ধ ইতিহাস যেমন জানতে পারতেন,তেমন সরকারের অর্থনৈতিক আয়ের উৎস হতে পারতো 😓😓😓😓
এতো এতো ইউটিউবের সাথে এড আছি প্রতিদিন কত ইউটিউব থেকে যে রিকু আসে তার শেষ নেই,কোন একটু দেখি কোনটা দেখিই না আবার কোটা সাবস্ক্রাইব করাই হয় না।তবে অপেক্ষায় থাকি আপনার ভিডিও কখন আসবে এবং কি চমক থাকবে!!! ঐতিহাসিক ঐতিহ্য কে এভাবে তুলে ধরার জন্য আপনাকে আবারও সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ। যখন যেখানেই যান নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন। দোয়া এবং শুভ কামনা রইলো ভাই।
আসসালামু আলাইকুম সাংবাদিক ওমর ফারুক ভাইকে। রানা প্লাজার উদ্ধার কাজ করতে গিয়ে। তার সাথে দেখা হয়েছিল ভেতরে। সে একজন দক্ষ সাংবাদিক এবং সাহসী। তার জন্য অবিরাম ভালোবাসা
বাংলার এই প্রাচীন ইতিহাস গুলো কে এত ঝুকি নিয়েও তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার🖤🖤
Right sala
@MH Rohit Chowdhuri sala
এই প্রাসাদটির এখন যেই অবস্থা বাংলাদেশের অবস্থাও ঠিক তেমন , আর হাসিনা হলো ঘষেটী বেগম ।
@@ridoanirfan5162 😅😅😅 ভালো বলেছেন,,,কিন্তু আমাদের সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় নেই.🙂
U
অসাধারণ ফুটেজ,দেখে বুকের ভেতরটা হুহু করে কেদেঁ উঠলো।সরকারের কেনো এত অবহেলা।কি ঐতিহাসিক স্থান,ভারত র্বষে হলে এই স্থানগুলো কে সুন্দর করে সংরক্ষন করতো।আপনাদের কে ধন্যবাদ।
সুমন,
সত্যি সত্যিই এটা যেন এক দুঃসাহসিক অভিযান। ভিডিওটি দেখতে দেখতে আমিও মাঝে মাঝে শঙ্কিত হচ্ছিলাম।
ধন্যবাদ তোমাদের টিম'কে।
হয়তো তোমাদের এই দুঃসাহসিক অভিযানের কল্যাণে সম্বিত ফিরে পাবে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
সেদিনের প্রতীক্ষায় রইলাম। তখন সকলেই নির্ভয়ে দর্শণ করতে পারবে এই ঐতিহাসিক নিদর্শন স্ব- শরীরে।
পান্না ভাই, কতোদিন দেখা নাই। নিক্কন কেমন চলছে?
@@SalahuddinSumon অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে এখনো টিকে রয়েছে। কিন্তু এই অপসংস্কৃতি ব্যধির কারণে সৃষ্ট সামাজিক অবক্ষয় রোধে সরকারের বেতনভুক্তরা কতটুকু দায়িত্ব পালন করছে তা সকলেই অবগত।
ভাই ভিডিও দেখে মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো,দখলদারদের ভাব এমন, যেন ওরা বাংলার নবাব।
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ...
ইতিহাস ঐতিহ্য মুছে গেলেও আপনার আত্মোত্যাগের বিনিময়ে যে ভিডিও জনসাধারণের কাছে পৌঁছে দিলেন তা চির স্বরণীয় হয়ে থাকবে ইংশা-আল্লাহ্
ভেবেছিলাম প্রথম পার্ট দেখেই শেষ, কিন্তু না আপনার এই দুর্সাহসিকতা দেখে আমি আসলেই শিহরিত
রাত ২টা বাজে ভিডিওটি অনেক মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণটি দেখলাম!!! সুমন ভাই যেভাবে সবকিছু দেখিয়েছেন এবং উপস্থাপন করেছেন তাতে নিঃসন্দেহে আপনি প্রসংশের দাবিদার!!! অনেক ভালো লেগেছে ভিডিওটি এবং আশা করছি কোন আইনি পদক্ষেপ এটার প্রতি শীঘ্রই নেয়া হবে ❤️
ভিডিওটি অনেক ভালো লেগেছে নিঃসন্দেহে আপনি প্রশংসার দাবিদার এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ঐতিহাসিক এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করা দরকার
আমি কলকাতায় থাকি আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো। অবিলম্বে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক। এমন ঐতিহাসিক জায়গা রক্ষণাবেক্ষণ করা উচিত যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চলে রয়েছে।
হীরাঝিল টা থাকলে ভালো হতো
Yess bro
আর আমি ঢাকা থেকে।
আরে আমাদের দেশের সরকার রা এই পুরোনো ঐতিহ্য নিয়ে এত আন্তরিক নয়,, পুরনো ঐতিহ্য স্মৃতিগুলো আমার কাছে খুবই ভালো লাগে কলকাতায় পুরনো বাড়ি গুলো কত সুন্দর এখনো টিকে আছে,, পশ্চিমবঙ্গে সরকার বিশেষ করে নজর দিচ্ছে,, আর বাংলাদেশ সরকার পুরনো ভবন ভেঙ্গে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে।
Amder govt aita korle churi ghush ka khaba
আমি মুর্শিদাবাদ থেকে আপনার সব ভিডিও দেখি
আপনার ভিডিও গুলো দেখলে মন কাঁদে
মুর্শিদাবাদ জেলা পূর্ববাংলার অংশ ছিল , ১৯৪৭ সালে মোহাম্মদ আলী জিন্নার ও গান্ধরী জন্য বাংলাদেশ সারা জীবনের হারাতে হয়।
ছোটবেলা থেকে নবাব সিরাজউদ্দৌলার কাহিনী সনে আসছি। ইতিহাসের মধ্যে ও রয়েছে। সব সময় এই বিরহে কান্না করি।
আবারো অজরে কান্না করলাম।
শাহানাজ😮😮😮
সৌদি থেকে।মরুর দেশে থেকে প্রিয় দেশটাকে খুব মিস করি।আপনার ভিডিওর মাধ্যমে প্রিয় দেশ ও প্রাচীন নিদর্শন দেখে মন মুগ্ধ হয়ে গেল।
আলহামদুলিল্লাহ
বুক ভরা ভালোবাসা প্রিয় সুমন ভাই।
Root of Bangladesh 🇧🇩 এই জিঞ্জিরা প্রাসাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নোয়াখালী থেকে মশিউর রহমান (আফিফ)
জিঞ্জিরা প্রাসাদ হয়তো থাকবে না কিন্তু আপনার এই ভিডিও ইতিহাসের হারিয়ে যাওয়া অলংকার গৌরোজ্জ্বল সোনালী অতীত টিকিয়ে রাখবে যোগের পর যোগ মানুষের মাঝে,এমন কাজে আরো এগিয়ে যান শুভ কামনা রইলো প্রিয় ভাই।
বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। আমি বারো বছর জিনজিরা বসবাস করছি বলা যায় জিবনের অর্ধেক সময় পার করছি কিন্তু এমন প্রাসাদ এর নাম কখনো সুনিনায় দেখিও নাই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখে ভালো লাগলো। না হয় জিনজিরা থাকাটাই আমার সার্থক হতোনা। ধন্যবাদ সকলকে
ধন্যবাদ আপনার এসব পুরনো ইতিহাসের ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে এবং দেখতেই মন চায় ❤❤
সুমন ভাই আপনি ভাল মনের অধিকারী ।
এতোটা ঝুঁকি নিয়ে আমাদের জিজ্ঞিরা প্রাসাদ দেখালেন ।
ধন্যবাদ ভাই
অতি শীঘ্রই সরকারের কাছে আকুল আবেদন করছি যে সরকার যেন এই প্রাসাদ এবং বাংলার ঐতিহ্য উদ্ধারে 100% সহায়তা করে
বাংলাদেশ সরকার কি এই দখলদারদের কাছে পরাজিত? বাংলার ঐতিহ্য কে রক্ষার দায়িত্ব কি সরকারের নেই? তাই অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের নজর দেওয়া উচিত।
@@mohammedrahman6823are pagla Ara awami league Kore ai alaka dokhol Kore , tai sorkar kisu Koreni😢
দাদা আমি ভারত থেকে বলছি। আপনার ভিডিও টা খুব ভালো লেগেছে
এরকম পুরোনো ইতিহাস আমার দেখতে অনেক ভালো লাগে দাদা আপনি জুদি আরো কোনঅজানা কাহিনি দেখান আমার খুব ভালো লাগবে।
আমার প্রিয় একজন ব্যক্তি, যে ইতিহাস, সংস্কৃতি আমাদের সামনে তুলে ধরেন, তার জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও শুভ কামনা রইলো।
ভাবাই যায় না এরকম একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন সংস্কার করতে এবং বেআইনি দখল দার হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকার এত টা উদাসীন,জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিও করার জন্য আপনার সাহসিকতা কে আর একবার কুরনিশ জানাই। কলকাতা 🇮🇳
💯 right
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🕌🕌🕌🕌🕌🕌save me
এদের দখল পারবেননা তাতেআপনারপাপ হবে এরা এদেশের সোনার টুকরা সুন্দর হায়নার দল।
@@harunorrashid5858 কারন সরকারি দলের নেতা কর্মীরাই এটার দখলদার তারাই মাস্তান তারাই সন্ত্রাস
সালাউদ্দিন সুমন স্যার আপনি খুব বড় মাপের রিপোর্টার,এত সুন্দর একটা উপস্থাপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।
ইঁট কাঠ পাথরের আড়ালে ইতিহাস ফিসফিস কথা কয়, সিরাজ দৌল্লা র কাহিনী যতবার পড়ি ততবার মনটা ভারী হয়ে ওঠে;,আমার বাংলা র শেষ সাধীন নবাব
@@debaroy7679 ata amar jana nei itihas ba anya kothao ai kahini ami paini
@@popysarkar6567 পাবেন,,, ইভেন আকবর ও খুব একটা ভালো মানুষ ছিল না।
@@debaroy7679 আপনি ভালো করে পুড়ন। এটা তার শত্রুরা তার নামে দুর্নাম রটিয়েছিল
Sumanbhai prokrito itihas sik k
hok
প্রাচীন ইতিহাসের অজানা তথ্যটি ভীষন ভালো লাগল ।ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিল ।ধন্যবাদ গো তোমাকে
দূভাগ্য -- আমাদের মূখ'তা ।
ঐতিহাসিক স্হানকে সংরক্ষণ করা হলে এলাকার মযা'দা বাড়ে । দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ দেখতে আসলে এলাকায় ব্যবসা বাণিজ্য হয় -- এই নূন্যতম জ্ঞান আমরা রাখিনা । সরকারের দায়িত্ব কি ? উচিত হবে সংরক্ষণ করা --
জাতি নিজেকে চিনতে পারবে ।
এডমিনকে অসংখ্য ধন্যবাদ ।
আহারে প্রাসাদটির এই অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো 😭😭😭🖤🖤
প্রাসাদটি সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহবান রইল.
- প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো!- 😭😭😭
😭😭😭😭 same too u
বাংলার বিভিন্ন জিনিস তুলে ধরার জন্য ধন্যবাদ 💚💚
সাবলীল উপস্থাপনার সাথে অসীম সাহসিকতা। এককথায় অসাধারণ সুমন ভাই।
এই সাহসীকতার জন্য, মহান আল্লাহ তায়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুন❤❤
আপনি জীবনের উপর ঝুঁকি নিয়ে যে ভাবে ভিডিওটি করেছেন বলার ভাষা নেই। একটি ভিডিও বানানো অনেক কঠিন কাজ। আপনি সত্য পুরানো চিত্র গুলি তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে
এই প্রাসাদ এর কথা ছোট থেকে শুনে আসছি।কেরানীগঞ্জের লোক হয়েও এই প্রাসাদ কখনো দেখা হয় নাই।ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই❤️
কোলকাতা থেকে বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এটি শেয়ার করার জন্য।সরকারের উচিত এই ভবন টি খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা এবং সংরক্ষণ করা। ভাল থাকবেন।
ধন্যবাদ ভাই,তবে আপনাদের দেশের মুর্সিদাবাদ হীরা জীল টাও একটা স্মরনীয় স্তম্ভ করে রাখা উচিত 💯💯এক দমি অব হেলায় বিলীন হয়ে গেছে।
হাজার ও ভক্তদের দোয়া আছে । আপনার সাথে।
এ জন্যই কোন অসুভ শক্তি আপনার কোন ক্ষতি করতে পারবে না।
ইতিহাসের এই স্মৃতি লয়ে দাঁড়িয়ে থাকা প্রাসাদের তথ্য ও ভিডিও তুলে এনেছেন সাহসীকতার সাথে। সুন্দর ঐতিহাসিক চিত্র তুলে ধরার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সুমন ভাই ওমর ফারুক ভাই আমাদের সবার প্রিয় বাংলার দুই হিরো। সালাম ও স্যালুট জানাই❤🎉❤ শাহানাজ ঢাকা
ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ প্রাণ জুরিয়ে গেল, বাংলা ইতিহাস সংস্কৃতি কতটা সমৃদ্ধ ছিল।
এরকম রুদ্ধ শ্বাস অভিযানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🥰
এত সাহস নিয়ে ভিডিও টা করার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ
সুমন দা খুব ভালো লাগলো এই ভিডিও আমি পশ্চিম বাংলা থেকে বলছি তুমি সরকারের কাছে আবেদন করো যেন এই ইতিহাস যেন নষ্ট না হয়ে যায়
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ছোট বেলা থেকে শুনে আসছি আজ ভিডিওর মাধ্যমে সুন্দর ভাবে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিলেন অনেক পরিশ্রম আর সাহসের সাথে।সেলুট আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ।
আমার প্রিয় একজন ইউটিউবার
সালাউদ্দিন সুমন ভাই আপনার প্রতি শুভকামনা সব সময়, দ্রুত ১ মিলিয়ন হোক এই কামনা রইলো ।
❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️
🥰🥰
প্রথম পর্ব 3 বার,দ্বিতীয় পর্ব 2 বার দেখেছি । আবারো দেখবো। দখলদারদের প্রতি ভীষণ রাগ হচ্ছে। এই মহামূল্যবান জায়গাটি কিভাবে দখল করে ধ্বংস করে দিচ্ছে তারা। এখনো সময় আছে, দখলদারদের উচ্ছেদ করে, সম্পূর্ণ জায়গাটা সংরক্ষণ এবং সংস্কার করা খুবই প্রয়োজন। অশেষ ধন্যবাদ।সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন।
আপনার কৃতজ্ঞতা বলার মত নয়,
বাংলাদেশিরা শুধু মাত্র এই জিঞ্জিরা প্রাসাদের জন্য আপনার কাছে চীরকৃতজ্ঞ।
আপনার জন্য আমরা বাংলাদেশের
অনেক কিছু দেখতে পারি ভিডিও গুলো খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে
আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম এই পাসওয়ার্ডটা কিন্তু এই প্রাসাদের পাশে আমি ১২ বছর ছিলাম কিন্তু আমি কইতে পারি না এখানে একটা প্রাসাদ আছে আসলে আমি দুর্ভাগা আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম ভালো লাগলো
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন কিছু ঐতিহাসিক স্থাপনা দেখানোর জন্য
বুড়ী গঙ্গার যে হাল প্রাসাদেরও সেই দশা। এত দিন কেন এভাবে কেন পড়ে আছে এমন অবহেলায় মাথায় ঢোকেনা। আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়ার ভিডিওর মাধ্যমে রাষ্ট্রের জিনজিরা প্রাসাদ রক্ষায় দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি।
পূর্ণিমার চাঁদের ছেয়েও সুন্দর ছিলেন দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাঃ
Bah bebsha to vhaloi janen? Like khoyrat korte asche
আমি কলকাতায় থাকি প্রায় সময় আপনার পোস্ট গুলো দেখি দারুন ইন্টারেস্টিং। পূর্ব পুরুষের দেশ হলেও কোনোদিন যেতে পারবনা, আপনার দৌলতেই দেখা হয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থান গুলো। আপনার মুর্শিদাবাদের ভিডিও ভালো ছিলো।
চাপা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই বলার নেই 😢😢
সত্যি, বড়ো হৃদয় বিদারক । কিভাবে কোনঠাসা করে ,ধংস করা হচ্ছে মূল্যবান ইতিহাস !
ভাইয়া আপনার কি অপূর্ব উপস্থাপনা।
ইতিহাসের কি নির্মম পরিহাস। এই ঐতিহাসিক নিদর্শন গুলো দেখলে শরীর শিউরে উঠে।।
কালের অবর্তমানে এই ইতিহাস একে বারে নিশ্চিনহ হয়ে যাবে।
এই ঐতিহাসিক নিদর্শন রক্ষায় সরকারের যথাযথ উদ্যোগ কামনা করছি। যে কোনো মূল্যে এই ইতিহাস মন্ডিত স্থানকে রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।।
কি বলবো ভাই আমাদের দেশের সরকার মাফিয়া। আর মাফিয়াদের সাঙ্গপাঙ্গরা এসব দখল করে ভোগ করছে। তাই সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেনা -এটিই নিশ্চিত।
@@mdsalimhussain3631 এটা খুব দুঃখজনক ব্যাপার। এমনি হতে থাকলে তো অচিরেই বাংলার প্রায় সব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে।।
@@singsong9648 হ্যাঁ ভাই এসবই হচ্ছে এইদেশে। পুরানা পুরাকীর্তি এভাবেই ধ্বংস হচ্ছে বা বেদখল হয়ে পড়ে আছে। ভবিষ্যতে এসব স্থাপনা সম্পর্কে বলার লোক ও পাওয়া যাবে না। এসব দেখে ভীষন দুঃখ হয়।
ধন্যবাদ ভাই 💙
ধন্যবাদ সুমন ভাই, বাংলার ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানে আপনার অদম্য কৌতুহল আমাকে মুগ্ধ করে। ভাল থাকবেন । এগিয়ে যান।
আপনাদের অদম্য ইচ্ছের কিছুটা পূরন হলো। অসংখ্য ধন্যবাদ ভাই।
উমর ফারুক ভাই রানা প্লাজা দুর্ঘটনা যেভাবে তুলে ধরেছেন খুব হৃদয় ছুঁয়ে যায়
সুরুজ ভাই ধন্যবাদ
সবাই বেশী বেশী শেয়ার করে ক্যাপশনে লিখে দিন সরকারের দৃষ্টি আকর্ষণ সহ বাংলার ঐতিহাসিক এই প্রাসাদটি সংরক্ষণ করার কথা
যুক্তি সংগত। সরকারের নজরে আশা জরুরী
Bisoyti dukkhojonok
@@mehbubasharmin1527 ml
'll
সরকারের বিরুদ্ধে একটু " উঁ" করেন তাহলে আপনাকে চোখে পড়তে সময় লাগবেনা, কিন্তু একটি ভালো কাজের জন্য যতই আন্দোলন করেন লাভ হবেনা; চোখে পড়বেনা, তার প্রমান হলো আপনার কমেন্টের এক বছর পরও কিছু হয়নি তা নিজেই দেখতে পাচ্ছেন।
সাংবাদিকের পেট খারাপ হয়নি উনি রতন সাব ২ জন ভয়ে গুটিয়ে নিয়েছে নিজেদের।
সালাউদ্দিন সুমন ও ওমর ফারুক দুজনকেই অনেক ধন্যবাদ।
আপনার ঝুঁকিপূর্ণ এ্যাডভেঞ্চার দেখে রোমাঞ্চিত হচ্ছি ! মনে হচ্ছে দেখে আসি । ধন্যবাদ আপনাকে !
প্রাচীনকালের ইতিহাসকে ধরে রাখার জন্য সরকারের উচিত এটিকে সংরক্ষন করা উচিত।
ভাই ভালো কাজ করতেছেন
দেশের এবং দেশের ঐতিহাসিক স্থান গুলো আজ মানুষেরা এইভাবেই দখল করে নিচ্ছেন। 👍👍👍👍👍
দাদা পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বড় fan
যে দখলদাররা বাধা দিচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না!!!! ভালো লাগলো সুমন ভাই❤️❤️❤️ আমি পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভালোবাসা জানালাম❤️❤️❤️
They are their cader,
Maybe they are getting regular bribes .
কারন আমি যতো টুকু জানি বৃটিশ সরকার এই জায়গা লিজ দিয়ে গেছে এদের তাই তাদের উচ্ছেদে আইনি জটিলটাও আছে
@@ahmedtimur643 এতোজনকে লিজ দিয়েছে.!
তাছাড়া আমি যদিও খুব বেশি এই বিষয়ে জানি না, তবে লিজের তো একটা মেয়াদ থাকে শুনেছি, তাছাড়া এভাবে ঐস্থাপনা ধ্বংস করারও কি অধিকার থাকে লিজ নেয়া লোকজন দের?
২০২৪ সালে 2য় স্বাধীনতার পর কে কে দেখছেন? অন্তর্বতী সরকারের নজর দোওয়া উচিত প্রাচীন নিদর্শন সংরক্ষণ এর প্রতি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা ভাই।
ভালোবাসা 🥰
কিছুদিন পর আমাদের ছেলেমেয়েদের কে বলতে হবে একদা একসময় জিঞ্জিরায় প্রাসাদ ছিলো। কারন আমরা কোনো বাংলার ইতিহাস সংস্কৃতিকে প্রাধান্য দেইনি আর ভবিষ্যতেও দিতে পারবো না।
হাইরে দেশ,,,,আজ বাংলাদেশ বলে এ নিদর্শন গুলি আজ অবহেলিত 😭😭😭😭
প্রত্নতত্ত্ব সংরক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করছি, নদীর তলদেশের সুরংগটি পুনরুদ্ধার করে সচল করে যাদুঘরে রূপান্তর করা হোক।
সব শেষ করেই ফেলেছে।😢😢😢
সরকারের উচিৎ এখনই যথাযথ ব্যবস্থা নেয়া। এই অসাধারণ ভিডিওটি করার জন্য আপনাদের ধন্যবাদ। 💝
প্রাচীন বাংলার ইতিহাসে কতকিছু লুকিয়ে আছে খুব ভালো লাগলো আপনার ভিডিও
এরকম একটা দুর্দান্ত চ্যানেল এত কম subscriber ! সুমন আপনি কে আমি জানি না ভীষণ ভাল লাগলো , প্লিজ এগিয়ে জান , দোয়া ভালোবাসা
ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা হোক যাতে প্রাসাধ উদ্ধারের কিছু একটা হবে। সংরক্ষণ করা উচিৎ
Sala
@@politics7428 apnar somossa koi, dokholdar naki apne? 😈 😠😠😠
@@politics7428 excuse me r u RJ ? I'm also RJ fm India open comment kore RJ naam kno choto korchen
@@Payel9324 sali
@@Payel9324 Ami chatrolig neta
পরিপূর্ণ ইতিহাস তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি,,
আপনার সাহস এবং গ্রাম বাংলার সৌন্দর্য ও বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি দরদের প্রশংসা করি।
এটা বাংলার ঐতিহ্য। এটা রক্ষা করা বাংলার মানুষের, সরকারের।✊
অপূর্ব এবং ঐতিহাসিক ভিডিওটি দেখতে পেয়ে ভীষণ ভীষণ সমৃদ্ধ হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই ঐতিহাসিক নিদর্শন টি নিদর্শনটি যেহেতু বাংলাদেশ সরকারের অধীনস্থ তাই এইভাবে অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছে এটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হত তাহলে এইভাবে অবহেলিত ও লাঞ্ছিত এবং লুণ্ঠিত হতো না তার যথাযোগ্য মর্যদায় সংরক্ষিত ভাবে হতো এবং পদমর্যাদা পেত অসংখ্য ভ্রমণপিপাসু লোকেদের মর্যাদা ও গুরুত্ব পেয়ে তার সংরক্ষিত হয়ে থাকতো জিনজিরা প্রাসাদ দৃষ্টি বিনোদনের কাজ করতো এবং ভ্রমণপিপাসু কেরালা থেকে অনেক রোমাঞ্চকর স্মৃতি সংরক্ষন করে থাকতো যেহেতু এটি বাংলাদেশ সরকারের অধীনস্থ তাই তা মর্যাদা সংরক্ষণ থেকে বঞ্চিত হয়ে থাকছে এটি অবিলম্বে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করছি যাতে এটি একটি হেরিটেজ হিসেবে পরিগণিত হয় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এটিকে একটি অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করা যেটা ভারতের ঐতিহাসিক সম্পদ এবং বাংলাদেশ সরকারের মুসলিম সম্রাটের শেষ নিদর্শন সংরক্ষিত হয়ে থাকে
সবশেষে এই অনুরোধটি করব যাতে উভয় দেশের ভ্রমণপিপাসু লোকেরা এতে অবাধে যাওয়া-আসার অধিকার পেয়ে থাকেন।
আপনার ভিডিওটি ভীষণ ভালো লাগলো এবং অনেক অজানা জানতে পেরে সমৃদ্ধ হলাম আগামীর অপেক্ষায় রইবো
জিনজিরা প্রাসাদ ইতিহাসের পৃষ্ঠ থেকে ধ্বংস হয়ে গেলেও আপনার ভিডিওটি সকলের হৃদয়ে জিনজিরা প্রাসাদ জীবিত থাকবে। ভিডিওটি বেশি শেয়ার হলে সরকারের কাছে অব্দি পৌছলেই এটি আমাদের সম্পূর্ণ আলোড়ন সৃষ্টি করবে প্রাসাদ সম্বন্ধে জানে না তাহাদের কাছে অব্দি এই ভিডিওটি পৌঁছালে আমাদের ইতিহাস থেকে মুছে ভিডিওটি পৌঁছালে ইতিহাস থেকে মুছে অসম্ভব হবে এবং গনমাধ্যমের আন্দোলন এবং আলোড়ন তৈরি করতে পারে।
ভাই সময় টিভি দেখে আপনাকে অনেক ভালো লাগলো❤️❤️
আমরা চাই ভাই সঠিক তথ্যগুলো সময় টিভি চ্যানেল মাধ্যমে তুলে ধরবেন ❤️❤️
শেষের বুড়িগঙ্গার নৌকার দৃশ্যটা চমৎকার হয়েছে
অনেক ধন্যবাদ ভাই❤️
big fan sayeem vai
ধ্বসে যাওয়া সোনার গাঁওয়ের ইলিয়াস শাহী শাসন আরও গৌরবের।
আমার প্রিয় দুই জন ইউটিউবার ভাই, সায়েম ভাই, সুমন ভাই। আপনাদের ভিডিও গুলো দেখে নতুন হিসেবে অনেক কিছু শিখছি, ♥️ মজার বিষয় হচ্ছে দুই জন ভাইয়ের নাম S diye ❤️
সিলেট থেকে দেখছি।।।
ua-cam.com/video/L8OwHeVF1YQ/v-deo.html
ভারত থেকে দেখছি খুব সুন্দর লাগছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ইতিহাসের সাক্ষী তুলে ধরার জন্য।
আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিবেদক ও সাহসী যোদ্ধা। চেহারার মধ্যে কি যে মায়া কিযে। দরদ❤❤❤ আপনাকে স্যালুট সুমন স্যার❤🎉❤ শাহানাজ ঢাকা
ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন
যাতে দ্রুত সবার নজরে আসে।
আমি ভাই পাবলিক শেয়ার দিয়ে দিছি
@@md.farukhossain8376 আমার চ্যানেল ঘুরে আসার নিমন্ত্রণ রইলো
অবিলম্বে এটাকে রক্ষা করা হোক সরকারে দৃষ্টি আকর্ষণ করছি
বিষয় টা সমস্ত মিডিয়া তে এক যোগে প্রচার করুন এতে আদালতের বিচারক দের নজরে আসবে।
খুব ভালো লাগলো দেখে প্রাণটা জুড়িয়ে গেল
আমি কেরানীগঞ্জ জিঞ্জিরার ছেলে। ছোট থাকতে এখানে গিয়েছিলাম কয়েকবার। কিন্তু বড় হয়ে এখানে যাওয়ার আর সাহস পাইনি। ধন্যবাদ আপনাকে ❤
Thanks to you and your all team members for beautiful historical video.
I always follow your video.
From Kolkata. West Bengal.
Dada, khub valo lage apnar video gulo😊love from India🇮🇳
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে বাংলার ইতিহাস তুলে ধরার জন্য।
ভাইয়া সুদুর ফ্রান্স থেকে আপনার সবগুলো ভিডিও দেখি . ইতিহাস এবং ঐতিহাসিক স্হান আমার অনেক ভালো লাগে .অনেক অনেক ধন্যবাদ .
আমি ইন্ডিয়া থেকে আপনার প্রতিটি বিভিও দেখি খুব খুব ভালো লাগে । ভালো থাকবেন
ইফতারির সময় হয়ে গেছে, বাকিটা পরে দেখবো। চমৎকার উত্তেজনাকর ভিডিও...
Love u brother
Vaiya Ami apnar volck dakhi
বাকিটা ঘুম থেকে উঠেই দেখে নিলাম। অসম্ভব রকম সুন্দর, উত্তেজনাপুর্ণ একটা ভিডিও। এবং অবশ্যই সাহসিকতার পরিচয়। পুরোটা ভিডিও জুড়েই ছিল টানটান উত্তেজনা। সুমন ভাই এর জন্য দোয়া রইলো...
ভাইজান আমি আছি🙋♂️
Boro bai ata amr basay uposthit
অদ্যম সাহস নিয়ে এগিয়ে চলো,আমরা আছি সাথে!
আজ এই প্রথম বারের মত জানতে পারলাম আপনি যে আমাদের জন্য এত কষ্ট.ভয়. বকা. জকা ইত্যাদি শুনেও যে ভিড়িও তৈরী করেন.
আসলে কি বলব দিনের পর দিন বাংলাদেশটি একটি সিংহএর মূখে ভেতরে ঢুকে যাচ্ছে.😓😥😥
আপনাকে অসংখ্য ধন্যবাদ. 💖💓
খুব ভালো লাগলেন। আপনার সাহসিকতাকে কুর্নিশ জানাই। 🌹🌹🌹🌹
- প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো!- 😭
বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এটি সংরক্ষণের মাধ্যমে পর্যটন কেন্দ্র করতে পারতেন।।এতে মানুষ সমৃদ্ধ ইতিহাস যেমন জানতে পারতেন,তেমন সরকারের অর্থনৈতিক আয়ের উৎস হতে পারতো 😓😓😓😓
ঠিক তেমনি ভাবে সোনার গাঁওয়ের ধ্বসে যাওয়া কীর্তি গুলো সংরক্ষন করা উচিত।
@@haizone320 hmm
সত্যি বাংলাদেশের দিকে তাকালে আফসোস লাগে কারণ বাংলাদেশের মানুষ অতি লোভী,
এতোটাই লোভ যে সেটা আর কি বলবো
সবাই এক না ভাই,,,,একটু বুঝে কথা বলবেন
সবাই এক নয়
এতো এতো ইউটিউবের সাথে এড আছি প্রতিদিন কত ইউটিউব থেকে যে রিকু আসে তার শেষ নেই,কোন একটু দেখি কোনটা দেখিই না আবার কোটা সাবস্ক্রাইব করাই হয় না।তবে অপেক্ষায় থাকি আপনার ভিডিও কখন আসবে এবং কি চমক থাকবে!!!
ঐতিহাসিক ঐতিহ্য কে এভাবে তুলে ধরার জন্য আপনাকে আবারও সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ।
যখন যেখানেই যান নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন।
দোয়া এবং শুভ কামনা রইলো ভাই।
আসসালামু আলাইকুম সাংবাদিক ওমর ফারুক ভাইকে। রানা প্লাজার উদ্ধার কাজ করতে গিয়ে। তার সাথে দেখা হয়েছিল ভেতরে। সে একজন দক্ষ সাংবাদিক এবং সাহসী। তার জন্য অবিরাম ভালোবাসা
সুমন ভাই আপনি একটা অমাইক জিনিস....চমৎকার ভিডিও সুমন ভাই.খুবই ভালো আপনার ভিডিও গুলো আপনার উপস্থাপন যা বলার বাইরে.আপনার সবগুলো ভিডিও দেখি আমি.ভালো থাকবেন দোয়া রইলো