ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর ঐতিহাসিক স্থানের উপস্থাপনার জন্য। আমি আপনার এক ভারতবাসী বন্ধূ🇮🇳 আর ইতিহাসের ছাত্রী । হতে পারে আমরা দুই আলাদা দেশের মানুষ কিন্তু ভাই, আল্লাহ বলুন আর ঈশ্বর বলুন ওপর ওয়ালা আমাদের একসূত্রে বেধে রেখেছেন, সেটা বাংলা মায়ের আঁচলে ❤। আমার মা বাবা দুজনের ই জন্ম ওপার বাংলায় , ফরিদপুর আর নোয়াখালি । আমার কাছে যতখানি প্রিয় আমার কলকাতা তথা পশ্চিমবঙ্গ ঠিক ততখানি প্রিয় বাংলাদেশ , অখন্ড বাংলার কত কিই না আমার অজানা, কত ইতিহাস আজ ও তার হাতছানি দেয় অন্তরাল থেকে । ভাই এরকম আরো অনেক ভিডিও চাই, অখন্ড বাংলার ইতিহাস জানতে চাই । 🙏 ভালো থাকবেন ।
অপুর্ব। এককথায় অসাধারণ। বাংলার হারিয়ে যাওয়া সম্বৃদ্ধ ইতিহাস , মনটাকে ভারাক্রান্ত করে দিল। স্মৃতিমেদুর ভালোবাসা ফিরে এল।অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল❤ । ভালো থাকবেন। 🇮🇳
১৯৪৬ সালে ,আমার ঠাকুরদা বাবা আর কাকাদের সঙ্গে নিয়ে কলকাতা চলে আসেন, পাটের ব্যবসা ছিল আমাদের, থাকতেন এই পানাম নগরে, এখন, আপনার এই ভিডিও চিত্র দেখে খুব ভালো লাগছে, পূর্বপুরুষের ভিটে দেখলাম, এখন আমরা কালীঘাটে নিজের বাড়ীতে থাকি। বাবা বা ঠাকুরদা কেউ নেই।কখনো সুযোগ পেলে যাবো। সুমন বাবু কে ধন্যবাদ ভিডিও চিত্র তৈরি করে দেওয়ার জন্য।
দেশে আপনিই প্রথম যিনি বাংলার ইতিহাস কে সম্পূর্নে বাস্তবে সবার কাছে ফুটিয়ে তুলছেন ভাই। সবার ভাগ্যে সব জায়গায় যাওয়ার সৌভাগ্য হয় না, তারা আপনার মাধ্যমে দেখতেও পারছে আবার ইতিহাস ও যানতে পারছে!
অপূর্ব! এতো সুন্দর করে হারিয়ে যাওয়া পানাম নগরকে তুলে ধরার জন্য সুমন আপনাকে অনেক ধন্যবাদ। এ যেন রবিঠাকুরের ক্ষুদিত পাষাণ..... প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি,পানামাসিটির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
আপনার উপস্থাপনার ধরন যথেষ্টভালো। বাংলাদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে খুব প্রবল,আশা করি কোন একদিন বাংলাদেশ ঘুরে দেখতে পাবো।করোনা ভাইরাসের পরিস্থিতিতে আপনারা সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করি। সৌরভ ,ভারতবর্ষ পশ্চিমবাংলা।
আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা..আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি..এই সব প্রাচীন ঐতিহাসিক জায়গা গুলো ভীষণ টানে আমাকে..আমার বাবার বাড়ির,শ্বশুরবাড়ি ভিটে ছিল বাংলাদেশ..আমার এখনো বাংলাদেশ এর মাটি দেখার সৌভাগ্য হয়নি..আপনার video অসাধারণ লাগলো..অনেক ধন্যবাদ আপনাকে সুমন ভাই..ভালো থাকবেন..এগিয়ে যান..👌👍
ধন্যবাদ দিদি,বাংলাদেশকে মনে রাখার জন্য।পুরাতন ইতিহাস ঐতিহ্য সম্বলিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।আশা করি সময় নষ্ট হবে না।খুব ভালো লাগবে।(#the_aina_shoudagor)
আলহামদুলিল্লাহ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার ধারণাও ছিল না, আমার এই সোনার বাংলায় এত সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন রয়েছে, আমরা শুধু বিদেশে ঘুরতে যাই নিদর্শন দেখার জন্য। আপনার ভিডিও গুলো দেখলে হয়ত তাদের বোধদয় হবে যে আমাদের এই দেশেই যে ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেগুলো আগে দেখব এরপর বিদেশ। আল্লাহ পাক আমাদেরও এই নিদর্শন গুলো দেখার তাওফীক দান করেন, আমীন!
ভাই আপনার ভিডিওগুলা কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠে মনে পরে যায় সেই অতীত দিনের কথা মানুষদের কথা,যারা একদিন আমাদের মতোই এই পৃথিবীতে বিচরণ করতো।একদিন আমরাও এইভাবে অতীত হয়ে যাবো😥😥
কিভাবে যেন আপনার চ্যানেল টা আজ সামনে আসলো,, একটা ভিডিও দেখে আপনার চ্যানেলের প্রেমে পরে গেছি,সাথেসাথে সাবস্ক্রাইব করে পেল্লাম আর বেল আইকন ক্লিক করে রাখলাম আগামীতে আপনার ভিডিও যেন মিস না হয়,, সবগুলা ভিডিও ইতিহাসবহুল,, এক কথায় অসাধারণ,, আমি প্রতিবারের মত ইতিহাস পাগল, ইতিহাস নিয়ে জানতে দেখতে খুব ভালোবাসি, সে হিসাবে আপনার ভিডিও আমার মন ছুঁয়ে গেছে,অনেক ধন্যবাদ ♥
ইতিহাসের আজকাল.. কি আছে অতিতের..!? উপস্থাপক যতটুকু ধারনা দিয়েছেন তার অধিকাংশই বর্তমান ইতিহাসের বইতে বিদ্যমান। জানবেই বা কতটুকু জানাবেই বা কতটুকু। উপস্থাপনাকে সাধুবাদ জানাই ❤❤
পশ্চিমবঙ্গ থেকে বলছি দাদা.. বুকটা ভরে যাচ্ছে আপনার ভিডিওগুলো দেখে.. শুধু ভাবছি কবে যাবো.. গেলে আপনার গাইডেন্সেই যাবো... আমার পূর্বপুরুষের দেশ.. আমার প্রাণের দুই বাংলা 🙏❤️
দাদা, খুব ভালো লাগল আপনার উপস্থাপনা । আপনার উচচারণ, ভাষার ব্যবহার, বর্ণনা, রসবোধ, ও ইতিহাসের প্রতি অগাধ প্রেম আমাকে সত্যি ই মুগ্ধ করেছে। আমার "বাংলাদেশের সম্ভাব্য ভ্রমণ স্থান " গুলোর মধ্যে এটি এসে গেল । আমাদের "মুরশিদাবাদ" ও একবার আসুন । অনেক কিছু রোমাঞ্চকর অনুভূতিতে ভরে যাবে আপনার ভ্রমণ-পিপাসু মন। ধন্যবাদ ।
ঢাকার নবাবগঞ্জে একটা গ্রাম আছে সেই গ্রামের নাম কলাকোপা সেই গ্রামে এক সময় জমিদার গন বাস করতো, পুরো গ্রাম টাই এরকম পুরানো বিল্ডিং প্রায় ২০০ পুরাতন বিল্ডিং আছে নানারকম কারুকাজে, সেখানকার প্রতিবেদন করতে পারেন,
গত বছর গিয়েছিলাম,অনেক ভালো লেগেছিল জায়গাটা❤কিন্তু এর ইতিহাস সম্বন্ধে তেমন জানতাম না।আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম,,,ধন্যবাদ আপনাকে ভিডিওটি বানানোর জন্য,,well done👏👏
Tv te dekheci, amar bohudiner jabar shokh, kintu jaoa hoy ni. Ami history te first class soho MA. Khub valovabe apnake pracin banglar itihas janiye dite parbo. Isha khan er rajdhani. Ar banglar prothom swadhin sultan Fakhruddin mubarok shah ekhne rajdhani gore tole
খুবই সুন্দর উপস্থাপনা। মনে হচ্ছে Visit করছি। প্রত্যেক নাগরিককে এই ইতিহাস ঐতিহ্য জানা উচিত। মনটা বেদনার্ত হয়ে গেল কোন অজানা কারণে। Best wishes to you, Mr. Salauddin.
আমার ঠাকুরদাদা বলেছে, এখনে "কাশিনাথ ভবন " নামে একটা ভবন আছে যেটা আমাদের পূর্ব পুরুষের এবং আমার ঠাকুরদার শৈশবও কেটেছে এখানে। দাদু বেঁচে নেই!!! আজ ভিডিওটা দেখে খু্ব মনে পড়ছে দাদুর কথা। এখন আমরা উত্তর কলকাতার বাসিন্দা। মন কাঁদে খুব, সুযোগ পেলে বাংলাদেশে যাবো একবার পূর্বপুরষদের অস্তিত্ব কাছ থেকে অনুভব করার জন্য।🇮🇳🇧🇩
অনেক ধন্যবাদ আপনাকে। প্রায় 5বছর আগে বাংলাদেশ গেছিলাম। ঢাকা শহর টাও ঘুরে এসেছি,কিন্তু এই পানাম নগরী র কথা কেউ বলেনি। আজ বড়ো আফসোস হচ্ছে,আমাদের পূর্বপরুষ দের তৈরী এতো সমৃদ্ধ একটা জায়গা দেখতে না paoar জন্যে। আপনাদের বাংলাদেশ সরকারের কাছে সবাই আবেদন করুন যাতে এই সমৃদ্ধ সভ্যতা কে তারা সংরক্ষণের উদ্যোগ নেয়। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ভারত থেকে 🇮🇳🇮🇳
আমি আজ পানাম সিটিতে প্রথম বারের মত গিয়েছিলাম তাই এটা সম্পর্কে খুব জানতে ইচ্ছে হল। তাই ভিডিওটি দেখতে বসলাম। সালাউদ্দীন ভাইয়ের ভিডিওগুলো খুব তথ্যবহুল ও আবেগ প্রবণ হয়। পাশাপাশি ভিডিওর কমেন্ট গুলোও চমৎকার লাগলো।
এই শহর সংরক্ষণ, সংস্কার করা হোক। পুরনো রূপে ফিরিয়ে দিয়ে পর্যটন ক্ষেত্র করা হলে অবশ্যই ভালো হবে। অবিভিক্ত বাংলার এই নিদর্শন ও ঐতিহ্য আমাদের গর্বের।❤️পশ্চিম বঙ্গ থেকে
বাহ্, অসাধারণ ভাষা শৈলী ও দারুণ উপস্থাপনা সুমন ভাই! ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বাস্তবিক প্রামাণ্য দৃশ্যগুলো তুলে ধরার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে রইলো নিরন্তর শুভকামনা! চালিয়ে যান, এরকম আরও ভিডিও চাই.....
সত্যি অসাধারণ ঐতিহাসিক স্থপন গুলো দেখে তার চেয়ে বেশী মুগ্ধ হচ্ছি আপনার গুছানো কথা গুলো শুনে ভালো থাকবেন আরো একটি নিদর্শন আছে নাবাবগন্জ কলাকোপা খেলারামের কোটি ওখানে গেলে আরো অনেক পুরোনো কিছু তথ্য দিতে পারেন
আমাদের প্রজম্ম এই রকম ভিডিও দেখলে,দেশ সম্পকে অনেক কিছু শিখতে পারবে।আপনাকে অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই। আশা করি এই রকম ভিডিও আরো দেখতে পাবো ইনশাল্লাহ।
If this place was fully restored, it would become one of the top tourist spots in South Asia. It is timeless, priceless, classical, charming , historic, and unique. People would travel from afar to see this place fully restored.
Pleasure knowing the past glory. Hope that the Govt of Bangladesh will try to save and protect this place from further decay! Wish you all the best in making informative videos. God bless you.
Just I came across this video and clicked in my mind that my father told about this place.. was our ancestors place.. They were also cloth merchant.. My great grandfather was from there.. Later grandfather crossed the border and settled in kolkata.. Now I am the present generation alive.. All are past.. Bahut achcha laga.. I was not so much aware of this place and its richness.. Only heard that our ancestors were very rich.. Not more like this
আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে আমার একবার এই নগরীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো। প্রতিটি বাড়ি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম শুধু। মনে হচ্ছিলো চোখের সামনে যেন ভেসে উঠছে সেই সময়ের মানুষের জনজীবন। যে যাবে সেখানে সেই নিজেকে এমন ধরণের কল্পনায় হারিয়ে ফেলবে। বিমোহিত হবার মত একেকটা বাড়ির নির্মাণ শৈলী। প্রতিটি বাড়ি যেন একটা রাজপ্রসাদ আর ভেতরে রয়েছে বিশাল আঙিনা। তুলসীর বেদী। মন্দির। এখন হয়তো আগের চেয়েও নাজুক অবস্থা। তবে আপনার দাদুদের জীবনকাল কেমন ছিলো তখন সেটা জানার খুব ইচ্ছে ছিলো। সেই সময়টাকে কোন গল্প বা উপন্যাসে তুলে ধরতে পারলে অনেক ভালো হতো।
আমার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁও এর পার্শ্ববর্তী উপজেলায়। ধন্যবাদ ভাইকে পানাম নগরীকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। নিজের সোনালী অতীতকে সচক্ষে দেখতে সকলের একবার হলেও এখানে আসা উচিত। স্বাগতম সবাইকে 😍
সুমন তোমার ভিডিও গুলো এবার আমি দেখতে শুরু করেছি,বাংলাদেশের অনেক এমন জাইগা আছে যার নাম গুলো খুব সুন্দর,বাংলাদেশ বেড়াতে যাই আর না যাই তোমার ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি,ভালো থেকো।
চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্য বইতে পানাম নগর নিয়ে একটা অধ্যায় আছে। এজন্য আজ স্কুলে প্রজেক্টরে শিশুদের কে আপনার এই ভিডিও দেখালাম। সুন্দর উপস্থাপনা, বাচ্চারা খুব পছন্দে করেছে।
সত্যি খুব হতাশ হই এসব দেখে এত সুন্দর ঐতিহাসিক স্থাপনা থাকার পরেও সরকারের দায়িত্বহীনতার অভাবে আজ সব হারিয়ে জাচ্ছে।আমরা ভুলে জাই আমাদের দেশের সুন্দর্য এইসবের মাঝেই বিদ্যমান।চাইলেই এসব পুরাতন বাড়ি গুলোকে মেরামত করে বিদেশি অর্থ উপার্জন করা সম্ভব।তাই আমার মনে হয় আমাদের দেশের সরকার এর এসব পুরাকৃতী গুলোকে সংস্করন করা উচিত।
Vai sonoskar kare korte diben.jader meramot korte diben dekben roter jaigate baas dibo ar siment balor jaigate mati dia kaj ses korbe ki vai thik ki na janaben
আজ ১২ মার্চ ২০২৩,,,, ১১:২০ মিনিট আমি মুজিবের আত্মজীবনি বইটি পড়ছিলাম হঠাৎ মনে পড়লো সেই ছোট বেলায় পড়া সোনারগাও ঐতিহাসিক স্থান এর কথা, তাই দেরি না করে এসে গেলাম ইউটিউব এ সার্চ করতে,, সেইম যেরকম পড়েছিলাম ছোট সময় একদম মিলে গেলে,
দাদা,আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আমি একজন ভারতীয় দর্শক।বাংলাদেশ যা একদা আমাদের রাজ্যের তথা আমাদের দেশের অবিচ্ছিন্ন অঙ্গ ছিল, তাকে বর্তমানে একটা প্রতিবেশী দেশ বলতে হলেও কোথাও যেন মনের মধ্যে টান অনুভূত হয়।
apnara kobe chole gelen ? ekhon kothay thaken apni ebong apnar relative ra. Kub koutuhol hochche aj theke 100 bachar age ei elakar jibanjatra kemon chilo janar jonno. ami Kolkatay thaki. Jodi kono lekha ba video er link pan, pathaben.
আমি ২০ মার্চ ২০২১ সালে গিয়েছিলাম,আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যাব,,,যখন সপ্তম শ্রেণীতে পড়তাম তখন থেকে,,এখন আমি অনার্স শেষ করলাম।।।খুব ভাল লাগছিল,হারিয়ে গেলাম প্রাচীন কালের সৌন্দর্যে,,,,সোনারগাঁ জাদুঘর ও দেখে আসলাম।
Bangladesh need to learn how to preserve historic place's for future generations. Awfully preserve. One day this place will be priceless for Bangladesh.
I'm thinking the same if the government don't have enough funding they could get private investors to restore these buildings & use them to attract the tourists.
এত সুন্দর ইতিহাসে স্থাপনা গুলার কি অবস্থা। তখন এত বিখ্যাত মানুষেরা আসতো, এত সুন্দর নগরী রক্ষার কেউ নাই। কেউ পাহারা দেবার নাই। মানুষ ধরছে, ছুইছে। কয়দিন পর যা আছে তাও থাকবেনা।
Good information..I am from India... Bangladesh (kumilla) is my father land... The Bangladesh govt. sould take some initiative to bring back the land lord of the houses to make the town alive..
ভাবতেও অবাক লাগে এগুলো কত সুন্দর ভাবে বানিয়েছিল তখনকার দিনে এখন শুধুই ইতিহাস। আমি ছবি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি এভাবে তুলে ধরুন না জানা ইতিহাস যাতে আমরা আরো অনেক জানতে পারি আপনার মাধ্যমে
ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর ঐতিহাসিক স্থানের উপস্থাপনার জন্য। আমি আপনার এক ভারতবাসী বন্ধূ🇮🇳 আর ইতিহাসের ছাত্রী । হতে পারে আমরা দুই আলাদা দেশের মানুষ কিন্তু ভাই, আল্লাহ বলুন আর ঈশ্বর বলুন ওপর ওয়ালা আমাদের একসূত্রে বেধে রেখেছেন, সেটা বাংলা মায়ের আঁচলে ❤। আমার মা বাবা দুজনের ই জন্ম ওপার বাংলায় , ফরিদপুর আর নোয়াখালি । আমার কাছে যতখানি প্রিয় আমার কলকাতা তথা পশ্চিমবঙ্গ ঠিক ততখানি প্রিয় বাংলাদেশ , অখন্ড বাংলার কত কিই না আমার অজানা, কত ইতিহাস আজ ও তার হাতছানি দেয় অন্তরাল থেকে । ভাই এরকম আরো অনেক ভিডিও চাই, অখন্ড বাংলার ইতিহাস জানতে চাই । 🙏 ভালো থাকবেন ।
মিস uভারত
রাইট
@Robiul kabir Kano Hindu dekhey line marar chance nebey?
Opor wala kemon aksutery bedhey rekhechey seta Bangladesh er gramancholey Hindu der obostha r khobor rakhley bujhtey parbey
নোয়াখালী আপনার বাবার বাড়ি না মায়ের নোয়াখালীর কোন জায়গায়
আমি ভারতীয়, খুব ভাল ও informative video. আমি আপনার আরো video দেখেছি, আপনার ইতিহাস উৎসুকতা আমাকে মুগ্ধ করে।
এই নগরী দেখে মনে হলো তাদের কথা।যারা মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছিলেন তাদের রাজ্য । আমরাও একদিন সবফেলে চলে যাবো স্মৃতির গহ্বরে।
অপুর্ব। এককথায় অসাধারণ। বাংলার হারিয়ে যাওয়া সম্বৃদ্ধ ইতিহাস , মনটাকে ভারাক্রান্ত করে দিল। স্মৃতিমেদুর ভালোবাসা ফিরে এল।অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল❤ । ভালো থাকবেন। 🇮🇳
👍👍❤️❤️
ওয়েলকাম
১৯৪৬ সালে ,আমার ঠাকুরদা বাবা আর কাকাদের সঙ্গে নিয়ে কলকাতা চলে আসেন, পাটের ব্যবসা ছিল আমাদের,
থাকতেন এই পানাম নগরে, এখন,
আপনার এই ভিডিও চিত্র দেখে খুব ভালো লাগছে, পূর্বপুরুষের ভিটে দেখলাম, এখন আমরা কালীঘাটে নিজের বাড়ীতে থাকি। বাবা বা ঠাকুরদা কেউ নেই।কখনো সুযোগ পেলে যাবো।
সুমন বাবু কে ধন্যবাদ ভিডিও চিত্র তৈরি করে দেওয়ার জন্য।
শুধু পানাম নগর নয়, আর ও কত শহর ও গ্রাম ছেড়ে আসতে হয়েছে!
সুযোগ পেলে আমাদের বাংলাদেশ ভ্রমণ করে যাবেন।
আপনার বাবা ঠাকুর দা নেই তাই আপনাকে সপরিবারে আমাদের এই সোনারবাংলায় সাগতম
পানাম নগরী যদি টিঁকে থাকে তো ভালো। না থাকলে এই প্রতিবেদনটি একটি অমূল্য দলিল হয়ে থাকবে। প্রতিবেদককে ধন্যবাদ।
দারুণ বলেছেন।
Murshidabad ba banladesher edharaner kichhu video dekhte chai
Pitri-matri bhumi, tai amake khub tane Bangladesh/Murshidabad.Mone haay amar pran bhomra oi purono it gulor bhetar lukiye aachhe bahal tabiyathe.
@@nushratloreen6499 2ra
ua-cam.com/video/uPC3GVMJR1k/v-deo.html
তথ্য সমৃদ্ধ দূর্দান্ত উপস্থাপনা ।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ।
West Bengal এ থাকি, এই নগরী সম্বন্ধে কিছুই জানতাম না।
আপনি নিশ্চয় ইতিহাসের গবেষক।
দেশে আপনিই প্রথম যিনি বাংলার ইতিহাস কে সম্পূর্নে বাস্তবে সবার কাছে ফুটিয়ে তুলছেন ভাই।
সবার ভাগ্যে সব জায়গায় যাওয়ার সৌভাগ্য হয় না, তারা আপনার মাধ্যমে দেখতেও পারছে আবার ইতিহাস ও যানতে পারছে!
@Sumon khub valo laglo. Amader bangali der itihaas aar amader sob bangali der suchona eki jaiga theke, amader bangali der purbo purush toh eki chilo, eki sathe cholte cholte kothai kokhon amra duti alada bhinno jati hoye gelam, hoye uthlam alada bhinno prithok duti rashtro, kintu amader matribhasa ekhono amader janiye diye jai je dui ghor alada holeo, amader suchona eki chilo, amader baap thakurda eki chilen, dharmo amader karo matribhasa ke kere nite pareni, janina amra bangali ra dhormo vule aar konodin ek hote parbo kina, kintu itihaas porle bujhbe je bangali jati ek samay eki jati chilo, bangali sanatan jati, tarpor elo buddha dharmo, tarpor islam, christian dhorma, aar amra vaag hoye gelam.......
Nice
ঠিক
r8 vai
Ak mot
অপূর্ব! এতো সুন্দর করে হারিয়ে যাওয়া পানাম নগরকে তুলে ধরার জন্য সুমন আপনাকে অনেক ধন্যবাদ। এ যেন রবিঠাকুরের ক্ষুদিত পাষাণ..... প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি,পানামাসিটির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
Love from Australia.. 💕সুদূর প্রবাসে বসে হারিয়ে যেন গেছিলাম ঐতিহাসিক পানাম সিটি তে.. All the best 💕
আমার এলাকা পানামাসিটি
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাই ,,, আপনার ---"পানাম নগরীর" উপর নির্মিত এই অসাধারণ প্রতিবেদনের জন্য ।।।
ভাষাশৈলী অত্যন্ত চমৎকার।👍👍👍😊😊😊🇧🇩🇧🇩🇧🇩
অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান গুলো সবার সামনে তুলে ধরার জন্য।
You write
Ata amader alaka😉
সুপ্রিম কোর্টে একটা আবেদন করতে হবে এই মর্মে যে, রাষ্ট্র যেন এই পানাম সিটির সংস্কার করে। এটি বাংলার ঐতিহ্য।
করেন
আপনে সত্যি খুব ভালো মনের মানুষ ভাইয়া। কারণ ভালো মানুষ ছাড়া এগুলো ভিডিও কেউ করতে পারে না।
ভারত থেকে দেকছি অসাধারন ভাই।বাংলা দেশে গেলে দেখতে যাব।আমার সোনার গাঁ পানাম শহর।আপনাকে অসংখ্য ধন্যবাদ
হ্যালো ভাই ঢাকা আসেন
আমার গর্ব আমার বাংলাদেশ।
amar bari sonar ga
এটা বাংলাদেশের একটা সম্পদ! এটাকে ভালো ভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত!......
আপনার উপস্থাপনার ধরন যথেষ্টভালো। বাংলাদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে খুব প্রবল,আশা করি কোন একদিন বাংলাদেশ ঘুরে দেখতে পাবো।করোনা ভাইরাসের পরিস্থিতিতে আপনারা সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করি। সৌরভ ,ভারতবর্ষ পশ্চিমবাংলা।
অবশ্যই আসবেন। ঘুরবেন। ভালো লাগবে।❤️❤️❤️
Kolkata er manush o onk valo
Kolkata er manush khub valo..ami ghurte giye bujechi . Tara amdr k onk respect kore.
Amar basa ei jaigai
@@saruwar903 love from kolkata bro
ওনার ভিডিওটা খুব ভালো লাগলো। আমার বাড়িও সোনারগাঁও। হিসাব ছাড়া গিয়েছি এই নগরিতে। এমনকি আজকেও পানাম যাব।
পানাম নগরে তিন বছর ছিলাম,
অনেক সুন্দর এলাকা, অনেক স্মৃতি জরিয়ে আছে।
ভাইয়া এইটা সপ্তাহে কোন দিন বন্ধ থাকে ?
আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা..আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি..এই সব প্রাচীন ঐতিহাসিক জায়গা গুলো ভীষণ টানে আমাকে..আমার বাবার বাড়ির,শ্বশুরবাড়ি ভিটে ছিল বাংলাদেশ..আমার এখনো বাংলাদেশ এর মাটি দেখার সৌভাগ্য হয়নি..আপনার video অসাধারণ লাগলো..অনেক ধন্যবাদ আপনাকে সুমন ভাই..ভালো থাকবেন..এগিয়ে যান..👌👍
ধন্যবাদ দিদি,বাংলাদেশকে মনে রাখার জন্য।পুরাতন ইতিহাস ঐতিহ্য সম্বলিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।আশা করি সময় নষ্ট হবে না।খুব ভালো লাগবে।(#the_aina_shoudagor)
Palace kon jela bang la desher 1st baloon,porte 2 pelam jannte parlam 2 jelar nam,sakler paraer janye lekha ,akar son continue kore na
ভাই ধন্যবাদ। যদি আসি বাংলাদেশে দেখা করবো আপনার সাথে। একটা কথা আছে" যেখানে হিংসা সেখানে বিলুপ্তি অার যেখানে সমন্বয় সেখানে আনন্দ ও দীপ্তি।
yes friend
Akmot
ভাই একটি সত্যি কথা বল্লেন
Jekhane ohingsa sekhane anondo o dipti
পরিশুদ্ধ বাংলা উচ্চারণ আপনার vlog গুলিকে অন্য মাত্রা দিয়েছে.. আমি মুগ্ধ দাদা.. 🙏
Amader ai alaka gure jaw sonargayon
ভীষণ ভাল লাগলো । কম হলেও কোথাও কোথাও ইসলামিক নির্মাণ শৈলী চোখে পড়ে ।
সুমন ভাই আপনার দিক নির্দেশনা অনুযায়ী গতো ১৫ ই আগষ্ট ঘুরে এলাম পানাম সিটি থেকে, খুব ভালো লাগলো, কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে গিয়েছিলাম অচিন রাজ্যে।
Love ❤ from India 🇮🇳
Jinone jodi konodin O Bangladesh a ghurte jate pari tahole ami nischoi ai jayga ta visit korbo. #panamcity
Panam cityr sathe manikganj ar pariler jomidar barir shomporko ache...
plz ashben na okhane onek pagla kukur diye vora
আলহামদুলিল্লাহ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার ধারণাও ছিল না, আমার এই সোনার বাংলায় এত সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন রয়েছে, আমরা শুধু বিদেশে ঘুরতে যাই নিদর্শন দেখার জন্য। আপনার ভিডিও গুলো দেখলে হয়ত তাদের বোধদয় হবে যে আমাদের এই দেশেই যে ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেগুলো আগে দেখব এরপর বিদেশ।
আল্লাহ পাক আমাদেরও এই নিদর্শন গুলো দেখার তাওফীক দান করেন, আমীন!
ভাই আপনার ভিডিওগুলা কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠে মনে পরে যায় সেই অতীত দিনের কথা মানুষদের কথা,যারা একদিন আমাদের মতোই এই পৃথিবীতে বিচরণ করতো।একদিন আমরাও এইভাবে অতীত হয়ে যাবো😥😥
Roght
Right
কিভাবে যেন আপনার চ্যানেল টা আজ সামনে আসলো,, একটা ভিডিও দেখে আপনার চ্যানেলের প্রেমে পরে গেছি,সাথেসাথে সাবস্ক্রাইব করে পেল্লাম আর বেল আইকন ক্লিক করে রাখলাম আগামীতে আপনার ভিডিও যেন মিস না হয়,, সবগুলা ভিডিও ইতিহাসবহুল,, এক কথায় অসাধারণ,, আমি প্রতিবারের মত ইতিহাস পাগল, ইতিহাস নিয়ে জানতে দেখতে খুব ভালোবাসি, সে হিসাবে আপনার ভিডিও আমার মন ছুঁয়ে গেছে,অনেক ধন্যবাদ ♥
ঢাকা থেকে পানামসিটির দূরত্ব ২৫ কিঃমিঃ, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনারগাঁওয়ে এই ইতিহাস কে তুলে ধরার জন্যে।
বিখ্যাত Panam city দেখার সুযোগ হইছিল,, আজ আবারও চোখের সামনে দেখতে পেয়ে অসম্ভব ভালো লাগল।।
বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু আপনি যেভাবে খাল, পুকুর, বাড়ি সংখ্যা ব্যাক্ষা করলেন, অসাধারণ। এভাবে ভেবে দেখিনি।
"প্রাচীন বাংলা" দুই পারের বাঙালীদেরই অন্তরে..দারুণ ভিডিও দাদা...from Kolkata 💜
সত্যি দুই বাংলা না হয়ে একবাংলা হতো কতো ভালো হতো।বিশেষ করে কলকাতার কতা বলছি।
ইতিহাসের আজকাল.. কি আছে অতিতের..!? উপস্থাপক যতটুকু ধারনা দিয়েছেন তার অধিকাংশই বর্তমান ইতিহাসের বইতে বিদ্যমান। জানবেই বা কতটুকু জানাবেই বা কতটুকু। উপস্থাপনাকে সাধুবাদ জানাই ❤❤
এই নগরী'র ইতিহাস অনেক আগ থেকে জানার চেষ্টা করেছি, তাছাড়া অন্যের করা ভিডিও দেখেছি, তুলনামূলক ভাবে আপানার ভিডিও টা বেশি ভাল লেগেছে।
আপনাকে অশেষ ধন্যবাদ।
ঠিক,👍👍❤️
পশ্চিমবঙ্গ থেকে বলছি দাদা.. বুকটা ভরে যাচ্ছে আপনার ভিডিওগুলো দেখে.. শুধু ভাবছি কবে যাবো.. গেলে আপনার গাইডেন্সেই যাবো... আমার পূর্বপুরুষের দেশ.. আমার প্রাণের দুই বাংলা 🙏❤️
ধন্যবাদ দিদি।পুরাতন ইতিহাস ঐতিহ্য সম্বলিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।আশা করি সময় নষ্ট হবে না।খুব ভালো লাগবে।(#the_aina_shoudagor)
দাদা,
খুব ভালো লাগল আপনার উপস্থাপনা । আপনার উচচারণ, ভাষার ব্যবহার, বর্ণনা, রসবোধ, ও ইতিহাসের প্রতি অগাধ প্রেম আমাকে সত্যি ই মুগ্ধ করেছে। আমার "বাংলাদেশের সম্ভাব্য ভ্রমণ স্থান " গুলোর মধ্যে এটি এসে গেল । আমাদের "মুরশিদাবাদ" ও একবার আসুন । অনেক কিছু রোমাঞ্চকর অনুভূতিতে ভরে যাবে আপনার ভ্রমণ-পিপাসু মন। ধন্যবাদ ।
ঢাকার নবাবগঞ্জে একটা গ্রাম আছে সেই গ্রামের নাম কলাকোপা সেই গ্রামে এক সময় জমিদার গন বাস করতো, পুরো গ্রাম টাই এরকম পুরানো বিল্ডিং প্রায় ২০০ পুরাতন বিল্ডিং আছে নানারকম কারুকাজে, সেখানকার প্রতিবেদন করতে পারেন,
আপনার কথা বলার শৈলী ও ভাষার কোনো তুলনা হয় না একেবারেই মন মুকধ করে দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভারতের উত্তর প্রদেশের রাজধানী লাখনৌ। থেকে বলছি
গত বছর গিয়েছিলাম,অনেক ভালো লেগেছিল জায়গাটা❤কিন্তু এর ইতিহাস সম্বন্ধে তেমন জানতাম না।আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম,,,ধন্যবাদ আপনাকে ভিডিওটি বানানোর জন্য,,well done👏👏
Tv te dekheci, amar bohudiner jabar shokh, kintu jaoa hoy ni. Ami history te first class soho MA. Khub valovabe apnake pracin banglar itihas janiye dite parbo. Isha khan er rajdhani. Ar banglar prothom swadhin sultan Fakhruddin mubarok shah ekhne rajdhani gore tole
@Sumon khub valo laglo. Amader bangali der itihaas aar amader sob bangali der suchona eki jaiga theke, amader bangali der purbo purush toh eki chilo, eki sathe cholte cholte kothai kokhon amra duti alada bhinno jati hoye gelam, hoye uthlam alada bhinno prithok duti rashtro, kintu amader matribhasa ekhono amader janiye diye jai je dui ghor alada holeo, amader suchona eki chilo, amader baap thakurda eki chilen, dharmo amader karo matribhasa ke kere nite pareni, janina amra bangali ra dhormo vule aar konodin ek hote parbo kina, kintu itihaas porle bujhbe je bangali jati ek samay eki jati chilo, bangali sanatan jati, tarpor elo buddha dharmo, tarpor islam, christian dhorma, aar amra vaag hoye gelam.......
আপনার উপস্থাপন গুলি সত্যিই অপূর্ব❤️
From India
😇😇😇rosted video dakhta chile amr chanel theke ghure asun 😇😇😇
@@theghuraghuriltd.9756 ভিক্ষুক চলে আসছে 😂😆😆
ধন্যবাদ দাদাভাই ❤️ আপনার জন্য প্রতিদিন কত পুরোনো ইতিহাস সম্পর্কে জানতে পারছি। আপনার কথাবলার ধরনটা খুব সুন্দর। ভালো থাকুন।❤️❤️❤️❤️
খুবই সুন্দর উপস্থাপনা। মনে হচ্ছে Visit করছি। প্রত্যেক নাগরিককে এই ইতিহাস ঐতিহ্য জানা উচিত।
মনটা বেদনার্ত হয়ে গেল কোন অজানা কারণে।
Best wishes to you, Mr. Salauddin.
আমার ঠাকুরদাদা বলেছে, এখনে "কাশিনাথ ভবন " নামে একটা ভবন আছে যেটা আমাদের পূর্ব পুরুষের এবং আমার ঠাকুরদার শৈশবও কেটেছে এখানে। দাদু বেঁচে নেই!!! আজ ভিডিওটা দেখে খু্ব মনে পড়ছে দাদুর কথা। এখন আমরা উত্তর কলকাতার বাসিন্দা।
মন কাঁদে খুব, সুযোগ পেলে বাংলাদেশে যাবো একবার পূর্বপুরষদের অস্তিত্ব কাছ থেকে অনুভব করার জন্য।🇮🇳🇧🇩
Dawat roilo bro
দাদা ঠিক বলেছেন এখানে কাশিনাথ ভবন আছে।
দাওয়াত রইলো আপনার জন্য
হা এখানে কাশিনাথ ভবন আছে,আচ্ছা আপনাদের পূর্বপুরুষরা কি পাবনা জেলার কাশিনাথপুর থানায় বসবাস করতেন?
@@abdulgaffar7606 ততদূর জানিনে ভাই
তথ্যবহুল ভিডিও প্রচার করার জন্য ধন্যবাদ
আমাদের সপ্নের সোনারগাঁও সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই আবার আসবেন 🤗
অনেক ধন্যবাদ আপনাকে। প্রায় 5বছর আগে বাংলাদেশ গেছিলাম। ঢাকা শহর টাও ঘুরে এসেছি,কিন্তু এই পানাম নগরী র কথা কেউ বলেনি। আজ বড়ো আফসোস হচ্ছে,আমাদের পূর্বপরুষ দের তৈরী এতো সমৃদ্ধ একটা জায়গা দেখতে না paoar জন্যে। আপনাদের বাংলাদেশ সরকারের কাছে সবাই আবেদন করুন যাতে এই সমৃদ্ধ সভ্যতা কে তারা সংরক্ষণের উদ্যোগ নেয়। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ভারত থেকে 🇮🇳🇮🇳
এটা ঢাকা শহর থেকে কিছুটা দুরে। তাই হয়তো কেউ বলেনি।
পানাম নগর বা সোনার গা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।নারায়ণগঞ্জ ও একটি বড় শহর।
সুযোগ পেলে আমাদের বাংলাদেশ ভ্রমণ করে যাবেন ধন্যবাদ।
আমি আজ পানাম সিটিতে প্রথম বারের মত গিয়েছিলাম তাই এটা সম্পর্কে খুব জানতে ইচ্ছে হল। তাই ভিডিওটি দেখতে বসলাম। সালাউদ্দীন ভাইয়ের ভিডিওগুলো খুব তথ্যবহুল ও আবেগ প্রবণ হয়। পাশাপাশি ভিডিওর কমেন্ট গুলোও চমৎকার লাগলো।
এই শহর সংরক্ষণ, সংস্কার করা হোক। পুরনো রূপে ফিরিয়ে দিয়ে পর্যটন ক্ষেত্র করা হলে অবশ্যই ভালো হবে। অবিভিক্ত বাংলার এই নিদর্শন ও ঐতিহ্য আমাদের গর্বের।❤️পশ্চিম বঙ্গ থেকে
ভাই আপৎকালীন দুর্যোগ কেটে গেলে অনেক ইতিহাস আপনার থেকে দেখতে পাবো আপনার শারীরিক খেয়াল রাখবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন
Right
@@moriamkollol hmmm
বাহ্, অসাধারণ ভাষা শৈলী ও দারুণ উপস্থাপনা সুমন ভাই! ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বাস্তবিক প্রামাণ্য দৃশ্যগুলো তুলে ধরার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে রইলো নিরন্তর শুভকামনা! চালিয়ে যান, এরকম আরও ভিডিও চাই.....
আপনার ভিডিও করা কথা বলার স্টাইল সবই ভালো লাগে আপনি চালিয়ে যান শুভকামনা রইল আললাহ পাক আপনাকে হেফাজত করুন
সত্যি অসাধারণ ঐতিহাসিক স্থপন গুলো দেখে
তার চেয়ে বেশী মুগ্ধ হচ্ছি আপনার গুছানো কথা গুলো শুনে ভালো থাকবেন আরো একটি নিদর্শন আছে নাবাবগন্জ কলাকোপা খেলারামের কোটি ওখানে গেলে আরো অনেক পুরোনো কিছু তথ্য দিতে পারেন
আমাদের প্রজম্ম এই রকম ভিডিও দেখলে,দেশ সম্পকে অনেক কিছু শিখতে পারবে।আপনাকে অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই। আশা করি এই রকম ভিডিও আরো দেখতে পাবো ইনশাল্লাহ।
যারা পশ্চিমবঙ্গ এ বসে নিজেদের ফেলে আসা পূর্বপুরুষের বাড়ি ঘর দেখছেন,তাদের খুব আনন্দ হবে,একইসাথে কস্টও হবে।ভাবছি এরম কোনো মানুষ কোনো কথা বলছে না।
ঠিক কথা
বাংলাদেশ বাংলাদেশ আর নেই এখন পূর্ব পাকিস্তান ,এটাই বাস্তব
শরীরে অনেক ক'টা কালসীটে স্পষ্ট হয়ে আবার মিলিয়ে গেল...
বাকিটা আর মনে করতে ইচ্ছা হয় না...
গঙ্গা গোমুখ পেরিয়ে অনেকটা দূরে...
ভীষণ বাস্তব সত্য কথা বলেছেন আপনি..
Ak somay ota amder desh chilo.
অভিনন্দন যোগ্য উপহার দিলেন।
অভিনন্দন জানাই।
If this place was fully restored, it would become one of the top tourist spots in South Asia. It is timeless, priceless, classical, charming , historic, and unique. People would travel from afar to see this place fully restored.
অনেক ধন্যবাদ এমন সুন্দর ঐতিহাসিক স্থানের উপস্থাপনার জন্য
খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে এই ঐতিহাসিক স্থাপনা দেখে । ধন্যবাদ সুমন ভাই
Pleasure knowing the past glory. Hope that the Govt of Bangladesh will try to save and protect this place from further decay! Wish you all the best in making informative videos. God bless you.
Just I came across this video and clicked in my mind that my father told about this place.. was our ancestors place.. They were also cloth merchant.. My great grandfather was from there.. Later grandfather crossed the border and settled in kolkata.. Now I am the present generation alive.. All are past.. Bahut achcha laga.. I was not so much aware of this place and its richness.. Only heard that our ancestors were very rich.. Not more like this
আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে আমার একবার এই নগরীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো। প্রতিটি বাড়ি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম শুধু। মনে হচ্ছিলো চোখের সামনে যেন ভেসে উঠছে সেই সময়ের মানুষের জনজীবন। যে যাবে সেখানে সেই নিজেকে এমন ধরণের কল্পনায় হারিয়ে ফেলবে। বিমোহিত হবার মত একেকটা বাড়ির নির্মাণ শৈলী। প্রতিটি বাড়ি যেন একটা রাজপ্রসাদ আর ভেতরে রয়েছে বিশাল আঙিনা। তুলসীর বেদী। মন্দির। এখন হয়তো আগের চেয়েও নাজুক অবস্থা। তবে আপনার দাদুদের জীবনকাল কেমন ছিলো তখন সেটা জানার খুব ইচ্ছে ছিলো। সেই সময়টাকে কোন গল্প বা উপন্যাসে তুলে ধরতে পারলে অনেক ভালো হতো।
Bohut acca ha 😊 . Nice. I will try to visit this place from 🇮🇳
আমার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁও এর পার্শ্ববর্তী উপজেলায়। ধন্যবাদ ভাইকে পানাম নগরীকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। নিজের সোনালী অতীতকে সচক্ষে দেখতে সকলের একবার হলেও এখানে আসা উচিত। স্বাগতম সবাইকে 😍
আমাদের সোনারগাঁ বাংলাদেশের ঐতিহ্য।।এই পানাম নগরে বন্ধুদের সাথে এখনো আড্ডা রাত পর্যন্ত।।
কোথায় গেল পানামের হিন্দুরা যারা সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ে নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছিল? খুবই দুর্ভাগ্যজনক। আপনার তথ্যচিত্রের জন্য ধন্যবাদ সুমন।
আমাদের পানাম সিটি ❤❤
আমার শহর....
Agami month ai asbo ai khane
Aita kothai
Amar sohor aita asle apnader oank valo lagba
@@jugantopk7001 পানামনগর,সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
I want to visit this place. I’m from India 🇮🇳
please,Welcome
যাজাকাল্লাহু খাইরান।আমার মতে এক নাম্বার ইউটিবার।(কিছু ইসলামিক ইউটিউব বাদে)।আলহামদুলিল্লাহ।
সুমন তোমার ভিডিও গুলো এবার আমি দেখতে শুরু করেছি,বাংলাদেশের অনেক এমন জাইগা আছে যার নাম গুলো খুব সুন্দর,বাংলাদেশ বেড়াতে যাই আর না যাই তোমার ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি,ভালো থেকো।
আমার প্রানের শহর,,,আমার ছোট থেকে বড় হয়ে উঠা এই শহরে,,আমার প্রতিটি রক্তবিন্দু র সাথে জড়িয়ে আছে আমার প্রানের শহর পানাম নগর।।❤️❤️❤️❤️❤️
দাদা রাজস্থান এর দূর্গ গুলো নিয়ে ব্লগ করেন যাতে এদেশ থেকে মানুষ ঐ দেশে ঘুরতে এবং দূর্গ গুলো সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারে।
খুব কাছেই আমার পূর্ব পুরুষের ভিটামাটি ছিল মেঘনার পাড়ে। এই ঐতিহ্যের কিছুটা ছোঁয়া আমাদের বংশেও ছিল। আজ সব দুঃখের স্মৃতি হয়ে আছে।
আপনার প্রত্যেকটা ভিডু আমার ইতিহাসের ক্ষুধার তৃপ্তি মেটায় 🖤 উপস্থাপনা অসাধারণ
চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্য বইতে পানাম নগর নিয়ে একটা অধ্যায় আছে। এজন্য আজ স্কুলে প্রজেক্টরে শিশুদের কে আপনার এই ভিডিও দেখালাম। সুন্দর উপস্থাপনা, বাচ্চারা খুব পছন্দে করেছে।
If I had not seen this I would never have known about this historical city steeped in history. It was very informative.
সত্যি খুব হতাশ হই এসব দেখে এত সুন্দর ঐতিহাসিক স্থাপনা থাকার পরেও সরকারের দায়িত্বহীনতার অভাবে আজ সব হারিয়ে জাচ্ছে।আমরা ভুলে জাই আমাদের দেশের সুন্দর্য এইসবের মাঝেই বিদ্যমান।চাইলেই এসব পুরাতন বাড়ি গুলোকে মেরামত করে বিদেশি অর্থ উপার্জন করা সম্ভব।তাই আমার মনে হয় আমাদের দেশের সরকার এর এসব পুরাকৃতী গুলোকে সংস্করন করা উচিত।
আমরা এইসব ইতিহাস এর সাক্ষী হয়ে থাকা নিদর্শন গুলি সংস্কার চাই।
Vai sonoskar kare korte diben.jader meramot korte diben dekben roter jaigate baas dibo ar siment balor jaigate mati dia kaj ses korbe ki vai thik ki na janaben
আজ ১২ মার্চ ২০২৩,,,, ১১:২০ মিনিট আমি মুজিবের আত্মজীবনি বইটি পড়ছিলাম হঠাৎ মনে পড়লো সেই ছোট বেলায় পড়া সোনারগাও ঐতিহাসিক স্থান এর কথা, তাই দেরি না করে এসে গেলাম ইউটিউব এ সার্চ করতে,, সেইম যেরকম পড়েছিলাম ছোট সময় একদম মিলে গেলে,
আমার জানা ছিল না এই নগররের কথা। খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা। আবিষ্কার করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌹😊👍
দাদা,আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আমি একজন ভারতীয় দর্শক।বাংলাদেশ যা একদা আমাদের রাজ্যের তথা আমাদের দেশের অবিচ্ছিন্ন অঙ্গ ছিল, তাকে বর্তমানে একটা প্রতিবেশী দেশ বলতে হলেও কোথাও যেন মনের মধ্যে টান অনুভূত হয়।
আমি কাশীনাথ ভবনে জন্মেছি ৷ এটা আমার পৈত্রিক ভিটা
apnara kobe chole gelen ? ekhon kothay thaken apni ebong apnar relative ra. Kub koutuhol hochche aj theke 100 bachar age ei elakar jibanjatra kemon chilo janar jonno.
ami Kolkatay thaki. Jodi kono lekha ba video er link pan, pathaben.
Vai.reply korben
এই ভিডিও ২ মিনিট ১৫ সেকেন্ড সময় আপনি বললেন উচু দালাল থেকে বস্তি ঘর। বর্ণনার সময় যে জায়গাটি দেখাচ্ছিলেন সেটা বস্তি না । রাজধানী সুপার মার্কেট ।
r8 vi
Exactly. . .
সুন্দর একটা জায়গা গতসপ্তাহে গিয়েছিলাম।
আমি ২০ মার্চ ২০২১ সালে গিয়েছিলাম,আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যাব,,,যখন সপ্তম শ্রেণীতে পড়তাম তখন থেকে,,এখন আমি অনার্স শেষ করলাম।।।খুব ভাল লাগছিল,হারিয়ে গেলাম প্রাচীন কালের সৌন্দর্যে,,,,সোনারগাঁ জাদুঘর ও দেখে আসলাম।
Bangladesh need to learn how to preserve historic place's for future generations. Awfully preserve. One day this place will be priceless for Bangladesh.
I'm thinking the same if the government don't have enough funding they could get private investors to restore these buildings & use them to attract the tourists.
Must learn from Italy and Iran
ভাই আমি একজন ইউটিউবারের ফ্যান সেই ভাল মানুষ টা আপনি
ভাইয়া আমি আপনার ভিডিও গুলো খুব পছন্দ করি । খুব ভালো লাগলো সোনারগাঁও ভিডিওটি দেখে।👌👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙋
প্রিয় ভাই, অসাধারণ উপস্থাপন।
এই স্থান ভ্রমণ করব,এই ভিডিও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।। ❤️❤️❤️
আপনার সঙ্গে আমিও ভ্রমণ করছি। আপনার প্রতিটি ভিডিও অত্যন্ত সুখশ্রাব্য। ইতিহাস আমার খুব প্রিয় বিষয়। ঐতিহাসিক স্থান বেড়াতে খুবই ভালোবাসি।
ভাইয়া দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও. তোমার ভিডিও আমার খুব ভালো লাগে.
এত সুন্দর ইতিহাসে স্থাপনা গুলার কি অবস্থা। তখন এত বিখ্যাত মানুষেরা আসতো, এত সুন্দর নগরী রক্ষার কেউ নাই। কেউ পাহারা দেবার নাই। মানুষ ধরছে, ছুইছে। কয়দিন পর যা আছে তাও থাকবেনা।
Hindu nogori chilo ota. Sundor to hobei
Oh saria sweetheart
সোনার গা আমার বাড়ি বিক্রমপুর
@@animeshbabai ki abailla logic 🤣 hindu nogori chilo tai shundor ajob public
@@animeshbabai এটা মুসলিম নগরী ছিলো।
মোঘল কারুকার্যে তৈরি।
তবে কিসু হিন্দু এখানে কাজ করতো।
Good information..I am from India... Bangladesh (kumilla) is my father land... The Bangladesh govt. sould take some initiative to bring back the land lord of the houses to make the town alive..
সত্যিই আপনি অসাধারন একজন মানুষ আমার ও আপনার মত ইতিহাস জানতে ভালো লাগে ধন্যবাদ এত পরিশ্রম করার জন্য
অসম্ভব ভালো তথ্য ❤ ভালো লাগলো অনেক ঐতিহাসিক বিষয় গুলো জানানোর জন্য ধন্যবাদ
ইউনোস্কোর উচিত এই শহর কে ওয়াল্ড হেরিটেজ ঘোষণা করা
ঘোষণা করলে আওয়ামী লীগ ক্রেডিট দেখাবে,😵
সব তাদেরই অর্জন, থাক আর দরকার নাই 👏👏
ভাই আমি পশ্চিম বঙ্গের বধ্যামান জেলা থেকে দেখি আপনার ভিডিও খুব ভালো লাগে
অশেষ কৃতজ্ঞতা রেজাউল ভাই
বর্ধমান কাটোয়াতে আমার ভাই আছে সেক আবু বকর বাংলাদেশ আসবেন গুরে জাবেন
অনেক ব্লগ দেখেছি । কিন্তু আপনার উপস্থাপন আমার কাছে অনেক ভালো লেগেছে । এগিয়ে যান ।
uni ekta tv channel er reporter. Valo to hobei
ভাবতেও অবাক লাগে এগুলো কত সুন্দর ভাবে বানিয়েছিল তখনকার দিনে এখন শুধুই ইতিহাস। আমি ছবি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি এভাবে তুলে ধরুন না জানা ইতিহাস যাতে আমরা আরো অনেক জানতে পারি আপনার মাধ্যমে
This is such a nyc place... I went there... UNESCO shld gv recognition to this as a world heritage site...
রির্পোট করে বসে থেকেন না সুমন ভাই। চেষ্টা করেন যেন এটা সরকারের সুদৃষ্টি তৈরিতে কাজ হয়।