আমার পুর্বপুরুষও একসময় ওদেশ ছেড়ে ভারতে চলেএসেছিলেন, যখন এগুলো দেখি আলাদা একটা অনুভুতির জগতে চলে যাই। বাংলাদেশ তুমি সবাইকে ভালো রেখো। অনেক অনেক ভালোবাসা রইল সুমন দার জন্য from India
হারানো দিনকে যদি ফিরে আমি পাই তোমাকে আর ফেরাব না।।।।। 30 বছর পর দুই বন্ধু মিলে জন্ম স্থান দেখতে পেয়ে মন ভরে গেল । ছোট বেলায় যেসব বাড়ি গুলোতে বড় হয়েছি , সৃতি যেন ব্যথার মাঝেও শান্তি দিল । অনেক ধন্যবাদ আপনাকে ।
অসাধারণ এই ঐতিহাসিক নিদর্শন,খুব সুন্দর এইগুলোর সংরক্ষণের ব্যবস্থা নেয়া উচিৎ।আমি ভারত থেকে দেখি আপনার সব উপস্থাপনা গুলো,পারলে আমাদের মেদনিপুরে আসবেন এখানেও অনেক ঐতিহাসিক নিদর্শন বিদ্যমান। আমার বাড়ির ১কিমির মধ্যেই আছে।।।।নমস্কার সুমন দা👍👍👍
সারা বাংলাদেশে আছে হতভাগ্য হিন্দু দের মেধা, বৈভবের চিহ্ন। সুমন আপনি বিবরণ দিতে পারেন তবে শেষ হবে না। শেষ আঘাত করে ৭১ সনে পাকিস্তান সরকারের ১০০ , ৫০০ টাকার নোট বাতিল। আমার ৮৪ খানা ছিল তবে ৩২, ২৭, ৯ হাজার টাকা রয়েছে এমন মানুষ কে দেখেছি। একটি জাতির সর্বনাশ স্বাধীনতা যুদ্ধে হয়েছে।
আমার গ্রামের বাড়ি এটা যদি একদিন আমাদের সাথে সময় কাটাতে পারেন তাহলে আরো অবাক হবেন, এই গ্রামের 90থেকে10 বছরের প্রতিটি ফ্রেন্ড সার্কেলে মধ্যে কে হিন্দু কে মুসলিম আপনি বুঝাতে পারবেন না।
আমি ঢাকার মতিঝিলে থাকি। আমাদের বাসাটা তিন রুমের একটা ফ্ল্যাট যা ৪র্থ তলায় । ১ রুমে হিন্দু পরিবার ২রুমে আমরা মুলিম পরিবার থাকি। রান্নাঘর একটাই। রান্নকরা খাবার মাঝেমধ্যেই দেয়া নেয়া হয়। শুধু যেদিন বিফ রান্না করি সেদিন আমরা কিছু দেই না। আমরা সবাই হেপি। গুটি কয়েক ধর্মান্ধ লোকের কারনে কিছু মানুষ একে অন্যকে ভয়, হিংসা, অনেক সময় ঘৃণার চোখে তাকায় । যা মোটেও উচিৎ নয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। জুলুম করার কোন সুযোগ নেই এ ধর্মে। সামান্য জ্ঞান নেয়ে কেউ বিষাদাগার করতে পারে যেটা তার মূর্খতা, অজ্ঞতা। এজন্য কুরআন হাদিস ভালো করে জানতে হবে... আমার জানা মতে হিন্দু ধর্মে জাতের ভেদাভেদ আছে। ইসলাম শান্তির র্ধম এখানে সবাই সমান। আর আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ কেই স্রষ্টা মুসলিম তথা বিশ্বসি হিসেবে সৃষ্টি করেছেন, রব বা স্রষ্টা এক জনই। সমস্ত ক্ষমতার মালিক কেবল তিনিই। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। যা কিছু হালাল তা সবার জন্যই হালাল, যা হারাম তা প্রতিটি মানুষের জন্যই হারাম। যে স্রষ্টা একজন না মেনে অনেক দেবতা , পীর, মাজার, ইত্যাদির কাছে মাথা নত করে তারা সবাই অবিশ্বাসী, একদিন না একদিন তাদের বিশ্বাস ফিরবে যদি তকদিরে থাকে। তারা না বিশ্বাসী হলে তাদের অনাগত শন্তানেরা বিশ্বাসী হবে এটাই আমাদের বিশ্বাস..... পৃথিবীর সবমানুষই এক স্রষ্ট্র সৃষ্টি, এবং মাত্র একজন দম্পতির মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করানো হয়েছে...
আমি কলকাতা থেকে সময় পেলেই আপনার ও আরও অনেক বাংলাদেশীদের তৈরী ভিডিও গুলো দেখি। খুবই ভালো লাগে। আপনার এই গবেষণা ও বিশ্লষন করা ভিডিও গুলো যেন প্রাণময় হয়ে ওঠে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ বা ঈশ্বরের কৃপায় সুস্থ থেকে এরকম ভিডিও আরও বানিয়ে যান। আপনার দীর্ঘ জীবন কামনা করি। জয় বাংলাদেশ। জয় ভারত।
Hi Suman! I am grandson of the owners of lokkhibari. My grandmother is still alive and my mother(who was there still 10 years of her age) before fleeing to India. They were very happy to see this video. They requested you to have a telephonic interview with them and may be make another part telling their legacy and may be letting world know their story.
আমাদের বাংলাদেশে এতো ইতিহাস এতো কিছু আছে যেটা আপনি না দেখালে হয়তো কোনদিন জানতাম না। সুমন ভাই বাংলাদেশে আরও অনেক কিছু আমি চাই আপনার মাধ্যমে সবার সামনে তুলে আসুক
*আমাদের 1955 সালের বাড়ী ছিল,যা মনের মধ্য এখনো জায়গা করেছে!* *ছোট থেকে বড় হয়েছি* *তবে এখনো অর্ধেক ঐ অবস্থায় আছে, যা আমার চাচারা ব্যবহার করছে।* *তবে এই সব বাড়ী তে থাকার মজা টা অন্য রকম এবং সবাই কে ঈদ মোবারক*
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মানুষ রয়ে যাচ্ছে স্মৃতি। এত সুন্দর পুরানো ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।💕💕
আমি পশ্চিমবঙ্গ থেকে, এই ভিডিও দেখে আমি অভিভূত। পুরাতন স্থাপত্য গুলি বাংলাদেশ সরকারের সংরক্ষণ করা উচিত। রক্ষণাবেক্ষণ করে যথাযথ ভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সুমন ভাই তুমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে। যাতে বাংলাদেশ সরকার এই স্থাপত্য গুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে।
Ki lab hoto janen na?? Tourism bole kichu bojhen? If it turns into a tourist destination thn govt. will be able get revenue from it.. And with this money govt. can use it on development on various sector for the people of Bangladesh. Love from India 🇮🇳
বাংলাদেশ এর ইতিহাস যে এত সম্বৃদ্ধ তা আপনার এই চ্যানেল ফলো না করলে জানতামই না! আপনার এই অক্লান্ত প্রচেষ্টা কে অন্তর থেকে সাধুবাদ জানায়। এই ধরনের চ্যানেল শুধু বাংলাদেশ কেনো পুরা পৃথিবীতে খুব বেশি নেই। আপনার এই অসামান্য অবদান অব্যাহত থাকবে এই কামনা করি।
সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কন্টেন্টসমৃদ্ধ একের পর এক ভিডিও উপহার দেওয়ার জন্য। একজন আদর্শ ইউটিউবার হিসেবে আপনি নবাগত ইউটিউবারদের জন্য অনুকরণীয় হয়ে উঠছেন। আজকের পুরো পর্ব মন দিয়ে দেখলাম। ব্যকগ্রাউন্ড মিউজিকটা হৃদয় ছুয়ে গেল। বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক ভগ্নপ্রায় স্থাপনা, ঐতিহ্যবাহী স্থান, পুরাতন সংস্কৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে আপনি যা দিচ্ছেন, জাতি আগামীতে আপনাকে বহুদিন স্মরণে রাখবে। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
@@SalahuddinSumon ভাই আমাদের কুমিল্লা মুরাদনগর উপজেলায় কবি কাজী নজরুল তরুন। কবি কাজী নজরুলের ইতিহাস সংস্কৃতি আপনার ভিডিও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার অনুরোধ করছি। আপনার সব গুলো ভিডিও আমি দেখে মুগ্ধ। তাই বলছি আমাদের মুরাদনগর, উপজেলা, বাঙ্গারা বাজার থানা,দৌলতপুর উপস্থিত কবি কাজী নজরুল ইসলামের সৃতিচারণ ও ইতিহাস।
দাদা তোমার উপস্থাপনা খুব খুব ভাল । যদি কখনো আবার ভারতের পশ্চিমবঙ্গে আসেন তো জানাবেন । আমি তোমাকে কাছ থেকে দেখতে চাই আর দুটো কথা বল্লেই মনটা ভরে যাবে । দাদা তোমার কথা বলার ভঙ্গি আমার মন ছুঁয়ে গেছে ।
সুমন তোমার সব ভিডিও গুলো দেখার চেষ্টা করি। শুধু আশীর্বাদ করি এই কাজটা যত দিন পার করে যাও, আমাদের রাজ্যে তোমার অসংখ্য viewer আছে। কলকাতা থেকে 17/5/21👍👍👍🌹
আমরা যারা এদিনে জন্য বা কিছু সময়ের জন্য একটি জায়গায় যাই, সেই জায়গার শতভাগ তথ্য তুলে আনা সম্ভব হয় না। লক্ষ্মীবাড়ির দোতলায় যারা রয়েছে, তারা এই বাড়ির একাংশের বর্তমান মালিক। সেটা আমি জানতাম না। পরে আপনার কমেন্ট দেখার পর তথ্যটা সংশোধন করে ভিডিওটি ফেসবুকে আপলোড করেছি। ওই একটি পরিবার বাদে বাকি সবাই তো ভাড়াটিয়া, নাকি এই তথ্যেও ভুল আছে? আপনাকে ধন্যবাদ অনিচ্ছাকৃত ভুলটি নজরে আনার জন্য।
বুদ্ধিমানদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে এতে। আশ্চর্যের কিছু নেই এতে,আমরা সকলেই পরকালের যাত্রী -তাই আসুন সকল বৈষম্য ভুলে ইসলামের সুশীতল ছাতাতলে আশ্রয় নেই।
খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ । আমি বা আমরা এই লক্ষীবাড়ির উত্তরসূরী । যদি ও কখনো লক্ষীবাড়ি চোখে দেখিনি শুধু গল্প শুনেছি । আজকে আপনার জন্য দেখতে পেলাম তাই অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏
Madam, আপনি এই বাড়ির উত্তরপুরুষ! জেনে খুব ভালো লাগলো।আপনি বর্তমানে কোথায় থাকেন? আপনার সাথে কথা বলতে চাই এই বাড়ির বিষয়ে। এই বাড়ির পুরনো ইতিহাস জানতে চাই।আমি থাকি ভারতে, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ কান্দিতে।
ব্রিটিশরা ভাগ করে না দিলে বাংলা→পূর্ব বঙ্গ→পূর্ব পাকিস্তান (বাংলাদেশ), ভারত ও পাকিস্তান ভাগ হতোনা, যদিও পশ্চিম বঙ্গ ও পূর্ব বঙ্গ ভাগ হওয়ার মুল হোতা ছিল নেহেরু, তা নাহলে অন্তত বাংলা ভাগ হতনা।
আপনার উপস্থাপনা ও বক্তব্য প্রশংসার যোগ্য। ইতিহাস কে আপনি খুব স্বচ্ছভাবে, সহজ ভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছেন। ভালো লাগলো আপনার ভিডিও। ধন্যবাদ মাস্কাট থেকে 🙏🙏
আমার পূর্ব পুরুষ বাংলাদেশে বসবাস করত। আমাদেরও ঠিক এরকম বাড়ি ছিল... এখন কি অবস্থায় আছে , কেমন আছে... কেউ জানে না। হালদার বাড়ি নামে বিখ্যাত ছিল; আমাদের বাড়ি। ঈদ মোবারক।
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি এই এলাকায় গত সেপ্টেম্বর-২০২০ হতে অবস্থান করছি কিন্তু এভাবে কখনো ভাবিনি অথবা কর্মব্যস্ততার কারণে জানা হয় নি। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার নান্দনিক উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবি রাখে।
Ei laxmi Bari Amra koto khelechi.Ami,Akash,Miraj,joy,ritom,goutom,antu,hridoy,prasenjit,sohan,proshanto,ovi mile koto enjoy krechi ei barite.onk miss kori sei din gula.koto bhooter natok korechi ei basay,tarpor bag barir pichoner pukore onek snan korechi.nogorer protita barite amader sriti joriye ace.swden theke onk din por dekhlam elaka ta ke.dhonnobad salauddin vai
সুমন ভাই আপনার একজন ভিউয়ার আমার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং এ আমাদের লৌহজং উপজেলা তে এই রকম আরো অনেক জমিদার বাড়ি আছে অনেক এর চেয়েও অনেক বড় ও সুন্দর সুন্দর তার পর শ্রীনগর উপজেলায় ও অনেক বড় বড় জমিদার বাড়ি আছে ঐসব বাড়িঘর এর ভিডিও দেখাতে অনুরোধ রইলো আমি এক জন মালশিয়ান প্রবাসী প্রবাস জিবনে একাকিত্ব সময়ে আপনার ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে সময় কেটে যায় সৃতি ময় আপনার ভিডিও গুলো দেখে
অসম্ভব ভালো লেগেছে এই পর্বটি, আশা করছি আগামী পর্বটি আরো প্রানবন্ত হবে। ঢাকা থেকে কিভাবে যেতে হয় যদি বলেন তাহলে উপকৃত হতাম। ভাল থাকবেন সালাউদ্দিন সুমন ভাই।
ভাই সুমন, তোমার এই 📸 video গুলো দেখতে দেখতে ভাবি যে , পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশ ছেড়ে যারা ১৯৪৭ সালে ও ১৯৭১ সালে ভারতে চলে এসে ছিল তাদের অনেকেরই নাকি ওদেশে অনেক সম্পত্তি ও জমি জমা ছিল। আমরা কলকাতার লোকেরা কেউ বিশ্বাস করতাম না। কিন্তু বর্তমানে তোমার এই Video গুলো দেখে বুঝি কত যন্ত্রনায় ও কষ্টে তারা নিজের ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। তাই তাদের কে সন্মান ও শ্রদ্ধা নিবেদন করি---- কলকাতা থেকে।
ভুল বললেন ভাই। তারা কোন রকম কষ্টে ছিল না। তারা আমাদের বাংলাকে কখনও ভালবাসেনি তাই তারা ওপার বাংলায় চলে গেছে। ভারতে যে ভাবে মুসলমানদের ওপর অত্যাচার হয় তার শতভাগ এর মধ্যে এক ভাগ ও হয় না কোন হিন্দু ভাই বোনদের ওপর। ভারত থেকে ত আজ পরজন্ত কোন মুসলমান ভারত ছেরে বাংলাদেশে আসেনি। তাহলে কেন এত হিন্দু ভাই বোন বাংলাদেশ ছেরে চলে গেল। কারন একটাই তারা কখনও বাংলাদেশ টা কে আপন করে দেখেনি। যাই হউক তারপরও দোয়া করি আপনারা ভাল থাকোন।
আপনার কথা বলার ধরণ সত্যিই অসাধারণ আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে বলছি আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি খুব সুন্দর লাগে আপনার বক্তব্য গুলো
Wonderful presentation .I appreciate Sumanbhai for this vedio .I use to enjoy his previous presentation frequently.So big big thanks from Rishra Hooghly WB
সুমন ভাই আপনার জন্য এত শত শত বছরের প্রাচীন ইতিহাস গুলো দেখতে পাচ্ছি। কর্ম ব্যস্ততার জীবনে হয়তো কখনো গিয়ে দেখা সম্ভব হবে কিনা তা অজানা। সত্যিই আপনি আমাদের দেশের সোনার সন্তান গৌরব হয়।।
আপনার ভিডিও অনেকদিন থেকেই দেখছি। কিন্তু ভিডিওগুলো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে দেখতে পাই। বাংলাদেশ মানেই যে বৃহত্তর ঢাকা আর রাজশাহী বিভাগ নয় তা আপনার মনে রাখা উচিত। সারা বাংলাদেশেই অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা অনেকেই আপনার মত মানুষদের কাছ থেকে এই ইতিহাস জানার চেষ্টা করি। ধন্যবাদ ❤️❤️❤️
আমি চাকরি করি ঢাকায় আর দেশের বাড়ি রাজশাহী বিভাগে। আমার সাপ্তাহিক ছুটির দিনে ইউটিউবের কাজগুলো করি। একদিনে ঘুরে আসা যায় ঢাকার শহরের ভেতরে কিংবা কাছাকাছি স্বল্প দূরত্বের জায়গাগুলো বেছে নিই। তবে ইচ্ছা আছে, সারা দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করার। আশাকরি ধীরে ধীরে সবই দেখতে পাবেন।
নমস্কার সুমন বাবু, আমি অরিন্দম দত্ত কলকাতা থেকে, আপনি কলকাতার উওর ভাগে এলে, আপনি just পাগল হয়ে যাবেন। আপনার যে কি রকম অনুভুতি হবে তা আমি ভেবেই চঞ্চল হয়ে উঠছি। অপেক্ষায় রইলাম।
ভাই সুমন, আপনার ভিডিও গুলো সব সময়ই দেখি খুবই ভালো লাগে তবে, মাঝে মাঝে মনটা খারাপ হয় যখন আপনি আমাদের দেশের হিন্দু রাজা বা জমিদাররা দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে অতিবো দুঃখ করেন। সেটা আপনার ভিডিও গুলো কে ভালো লাগার থেকে কোটি গুনে খারাপ লাগে, জানিনা আপনার পড়াশুনার বা শিক্ষাগত যোগ্যতার কথা ,তবে বলবো ডক্টর তাজ হাশেমী নামক একজন প্রফেসর আছেন কানাডা প্রবাসী। উনি এক সময় নাগরিক টিভি নামক ইউটিউব চ্যানেলে আলোচনা করতে আসতেন উনার আলোচনা গুলো শুনবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি শুধু আমার ২০ বছরের বিদেশে থাকার জীবন থেকে বলতে পারি যে , যে সব হিন্দু জমিদার ভাইরা আমাদের দেশ থেকে চলে আসছে তার বেশির ভাগই বিদেশে নিজেদের ভালো জীবনের জন্য চলে আসছে, ইংল্যান্ডের প্রতিটা হাসপাতাল বা বড়ো বড়ো যে প্রতিষ্ঠানেই আপনি যান , ইন্ডিয়ার বা হিন্দু ভাইদেরকে বড়ো বড়ো পদে পাবেন। আমাদের হিন্দু ভাইরা ইহুদি ভাইদের মতনই গত ১৯৪৮ সালের পর থেকে নিজেরা পৃথিবীর বিভিন্ন দেশে বসতি করে নিজেদেরকে একটা শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। হয়তোবা কয়েক বছর পরে ইংল্যান্ড কেও শাসন করবে। আর আপনাকে একটা প্রশ্ন করি ?আপনি তো সব সময়ই শুদু হিন্দু রাজা বা জমিদারদের অবহেলিত বাড়ি / প্রাসাদ দেখিয়েছেন , কয়টা মুসলমানদের রাজ্ প্রাসাদ বা শান শাওকত দেখিয়েছেন বলতে পারবেন????? দেখবেনই কিভাবে??? মুসলমান জমিদার বা রাজা তেমন একটা সেই সময় থাকলেতো!!!!। থাকবেই কিভাবে।আমরা মুসলমানরা নিজেদের আত্মসমান, নীতি ,মূল্য বোধ বিসর্জন দিয়ে কোনো কাজ করতে পারিনা তাই ব্রিটিশ পিরিয়ডে হিন্দু লোকদের প্রতাপ বেশি ছিলো ওঁরা যেই কাজটা ভালো করতে পারে তাহলো 'তেলমারা'। আমি গত বিশ বছরে এই দেশে থেকে সেটা হরে হরে টের পেয়েছি। যাই হোক রাখে আল্লাহ মারে কে। The greatest of richness is the richness of the soul.”- Prophet Muhammad (peace be upon him) আর সব চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নবীজির আদর্শ। সেটা কিভাবে আমরা ভুলে যাবো।. যাই হোক পারলে ডক্টর তাজ হাশেমী স্যারের প্রোগ্রাম গুলো দেখবেন আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ভালো থাকবেন। আমার কথা গুলো যদি আপনাকে দুঃখ দেয় তাহলে আমি Buddha মতন করে বলবো "Truth is like a surgery, it hurts but cures. Lie is like a painkiller, it gives relief but has side effects forever."
সুমন ভাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে...দেখলেই মন ভোরে যাই...মনে হই সেই শত শত বছরের চলে যাওয়া দিন ও শিল্প আবার নতুন করে ফিরে আসছে...ধন্যবাদ সুমন ভাই...ভালো থাকবেন।
আমারও ইতিহাস সংস্কৃতি অনেক ভাল লাগে তাই এই চ্যানেল দেখি। এগুল দেখে কি যে আনন্দ পাই বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
রাজাকারদের অত্যাচার ও মৌলবিদের আদেশ, সব কিছু-নিজের দেশ ছেরে চলে আসতে হয় ভারতে, আমার পরিবারের পূর্বপুরুষদের নিজের দেশ হতে বিতারিত হতে হয়।আমার জন্ম ভারতে আমি ভারতীয় বাঙালি আমি গর্বিত।আপনাকে ধন্যবাদ,মাঝে মাঝে অতীত কষ্ট দেয় অনেক বেশি।
@@abdurrahman9100 vat er kotha bolben na, Kolkata r ekta bishal angsho muslim majority ekhono borong din din percentagewise barche. Ajotha ulto palta kotha bolben na. Aar Pakistan er dabi Muslim deri chilo, Hindu ra alada desh er dabi kokhono toleni.
রবীন্দ্রনাথের বিদায় কবিতাটির ভিডিও প্রতিরূপ খুঁজে পেলাম সুমন ভাইএর এই এপিসোডে। ভিডিওটি দেখার পর গোটা কবিতাটা লিখে ফেলার ঝোঁক সামলাতে পারলাম না। একবার সাজুজ্য রেখে পড়ে দেখুন, চমৎকার লাগবে। আমরা যারা বাঙলাদেশের হৃদয়টাকে দুটুকরো করে আবার জোড়া লাগার আশায় বসে আছি, তাদের তরফে সুমন ভাইকে জানাই লাখো লাখো কুর্ণিস। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন, চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল-- তুলে নিল দ্রুতরথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখরচূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখ চাহি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্তবাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে; বিস্মৃতপ্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা-স্বপ্নের মুরতি। তবু সে তো স্বপ্ন নয়, সব চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু, বিদায়। তোমার হয় নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত-মুরতি যদি সৃষ্টি করে থাক, তাহারি আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লানস্পর্শ লেগে; তৃষার্ত আবেগবেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানসভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যা মোর ধূলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিয়ো না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ-রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু, তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান হৃদয়-অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান; গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।
বাংলা ভাগ হয়েছে তাতে কী হয়েছে! ভালোবাসা আজও অটুট। আমি গর্বিত ,আমি বাঙ্গালী।
কন্ঠ একটা দিয়েছে আল্লাহ।
শুকরিয়া করুন ভাই
মনে হয় এজন্যই আল্লাহ নিজ হাতে বানিয়েছেন আপনাকে। এমন হৃদয়স্পর্শী ভয়েজ আর কোথাও পাই নি
যতটা ভালো লাগে বাংলার অজানা ইতিোস জানতে তারচেয়ে বেশি ভালো লাগে, তোমার প্রাঞ্জল উপস্থাপনা। সুমন তুমি তো আমার আইডল হয়ে গেছ।
Vaj chinta korchi apnar shathe ghura shuru korbo... Niben to...
আমার পুর্বপুরুষও একসময় ওদেশ ছেড়ে ভারতে চলেএসেছিলেন, যখন এগুলো দেখি আলাদা একটা অনুভুতির জগতে চলে যাই। বাংলাদেশ তুমি সবাইকে ভালো রেখো। অনেক অনেক ভালোবাসা রইল সুমন দার জন্য from India
আল্লাহু আকাবার।
এত বড় কুটিপুতিরা আজ কোথায় হারিয়ে গেল।
সবাই একদিন চলে জাব। ইয়া আল্লাহ আমাদের জন্য জান্নাতের এক কুনোই 1টি ছোট ঘড় বানিয়ে রাইখেন,আমিন
চমৎকার উপস্থাপন, আমাদের বাংলাদেশের মুন্সীগঞ্জে এত পুরনো স্থাপত্য শিল্প কার্য সমৃদ্ধ নগরী আছে আগে জানা ছিল না।
আপনার মাধ্যমে জানতে পেরে পুলকিত হলাম
হারানো দিনকে যদি ফিরে আমি পাই তোমাকে আর ফেরাব না।।।।। 30 বছর পর দুই বন্ধু মিলে জন্ম স্থান দেখতে পেয়ে মন ভরে গেল । ছোট বেলায় যেসব বাড়ি গুলোতে বড় হয়েছি , সৃতি যেন ব্যথার মাঝেও শান্তি দিল । অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনি কি এখন ভারতে চলে এসেছেন?
আপনার পরিচয় জানতে পারি, আমি এই গ্রামের সন্তান।
@@anisurrahmananis4555 আমি ভারতের, পশ্চিম বঙ্গের বাসিন্দা।
জন্মস্থানের কথা সত্যিই ভোলা যায় না।
@@SMSoumitra Why and how did you leave your homeland and your own birthplace ?
"Esho esho ...,Esho amar ghorey.........Brishti bheja pothti dhorey;"
দেশের পুরাতন স্থাপনার ইতিহাস , ঐতিহ্য এভাবে তুলে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কয়েকশো বছর পিছিয়ে গেলাম এক অসাধারণ ইতিহাসের মধ্যে !! 👌👌👌
অসাধারণ এই ঐতিহাসিক নিদর্শন,খুব সুন্দর এইগুলোর সংরক্ষণের ব্যবস্থা নেয়া উচিৎ।আমি ভারত থেকে দেখি আপনার সব উপস্থাপনা গুলো,পারলে আমাদের মেদনিপুরে আসবেন এখানেও অনেক ঐতিহাসিক নিদর্শন বিদ্যমান। আমার বাড়ির ১কিমির মধ্যেই আছে।।।।নমস্কার সুমন দা👍👍👍
সুমন ভাই.... কিছুই বলার নেই.... Just Awesome... আমি ভারত থেকে... আপনার একজন ফ্যান বলতে পারেন।
Good capture
999
সারা বাংলাদেশে আছে হতভাগ্য হিন্দু দের মেধা, বৈভবের চিহ্ন। সুমন আপনি বিবরণ দিতে পারেন তবে শেষ হবে না। শেষ আঘাত করে ৭১ সনে পাকিস্তান সরকারের ১০০ , ৫০০ টাকার নোট বাতিল। আমার ৮৪ খানা ছিল তবে ৩২, ২৭, ৯ হাজার টাকা রয়েছে এমন মানুষ কে দেখেছি। একটি জাতির সর্বনাশ স্বাধীনতা যুদ্ধে হয়েছে।
@@subolsarkarsarkar2105 দেশভাগে এমন বহু হয়েছে। এপারের ধনী প্রভাবশালী হিন্দুরা প্রাসাদ ছেড়ে ওপারে গিয়ে বস্তিবাসী হয়েছে।
আবার ওপারের প্রাসাদে থাকা মুসলমান রা এপারে এসে বস্তিবাসী হয়েছে।
দেশভাগের নায়ক জিন্নাহ, বাংলা ভাগের নায়ক শ্যামলপ্রসাদ...
তোদের দুইজনের মুখে একদলা থু থু।
@@subolsarkarsarkar2105 ekhon to keu atkacche na chole aste chole aso Bangladesh sorkar o nagorikotto diye debe
সুমন ভাই,আমি কলকাতা থেকে।অনিন্দ্যসুন্দর সব উপস্থাপনা।জাতি ধর্মের উর্দ্ধে আপনার সব উপস্থাপনা প্রাণবন্ত।ভালো থাকবেন।
এটাই স্বাভাবিক, কালের বিবর্তনে আমরাও হারিয়ে যাব, তবে ভাই আমরা আপনার দ্বারা বাংলার ইতিহাস সম্পর্কে ভালভাবে জানতে পারি,
আপনার ভিডিওতে অনেক কিছু দেখা যায়,
আলহামদুলিল্লাহ
এসব ঐতিহাসিক স্থান গুলোর একাল আর সেকাল চিন্তা করলে একজন দেশপ্রেমিক হিসেবে চোখ দু'টি কান্নায় ভিজে যায়😥😥😥
ঠিক বলেছো ভাই 😭😭 খুব খুব কান্না পাচ্ছে আমার 😭😭😭😭😭
. 😊
সত্যি খুব অবাক হলাম লক্ষী বাড়ির মানুষজনদের দেখে🙂
এতোটা সম্প্রীতি যদি আমাদের পুরো দেশে থাকতো।🤭
আমার গ্রামের বাড়ি এটা যদি একদিন আমাদের সাথে সময় কাটাতে পারেন তাহলে আরো অবাক হবেন,
এই গ্রামের 90থেকে10 বছরের প্রতিটি ফ্রেন্ড সার্কেলে মধ্যে কে হিন্দু কে মুসলিম আপনি বুঝাতে পারবেন না।
@@anisurrahmananis4555 ভাই সত্যি খুব ভালো লাগলো দেখে🙂,
কোনো ঘৃণা নেই,
কোনো সহিংসতার ছাপ নেই,
সত্যি আপনারা একটা রোল মডেল
পুরো বাংলাদেশের জন্য।❤️
Amader bikrampur kono samprodaik bivajon nei
আমি ঢাকার মতিঝিলে থাকি। আমাদের বাসাটা তিন রুমের একটা ফ্ল্যাট যা ৪র্থ তলায় ।
১ রুমে হিন্দু পরিবার ২রুমে আমরা মুলিম পরিবার থাকি।
রান্নাঘর একটাই। রান্নকরা খাবার মাঝেমধ্যেই দেয়া নেয়া হয়। শুধু যেদিন বিফ রান্না করি সেদিন আমরা কিছু দেই না। আমরা সবাই হেপি।
গুটি কয়েক ধর্মান্ধ লোকের কারনে কিছু মানুষ একে অন্যকে ভয়, হিংসা, অনেক সময় ঘৃণার চোখে তাকায় । যা মোটেও উচিৎ নয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। জুলুম করার কোন সুযোগ নেই এ ধর্মে। সামান্য জ্ঞান নেয়ে কেউ বিষাদাগার করতে পারে যেটা তার মূর্খতা, অজ্ঞতা। এজন্য কুরআন হাদিস ভালো করে জানতে হবে...
আমার জানা মতে হিন্দু ধর্মে জাতের ভেদাভেদ আছে। ইসলাম শান্তির র্ধম এখানে সবাই সমান। আর আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ কেই স্রষ্টা মুসলিম তথা বিশ্বসি হিসেবে সৃষ্টি করেছেন, রব বা স্রষ্টা এক জনই। সমস্ত ক্ষমতার মালিক কেবল তিনিই।
তিনি ছাড়া আর কোন উপাস্য নেই।
যা কিছু হালাল তা সবার জন্যই হালাল,
যা হারাম তা প্রতিটি মানুষের জন্যই হারাম।
যে স্রষ্টা একজন না মেনে অনেক দেবতা , পীর, মাজার, ইত্যাদির কাছে মাথা নত করে তারা সবাই অবিশ্বাসী, একদিন না একদিন তাদের বিশ্বাস ফিরবে যদি তকদিরে থাকে।
তারা না বিশ্বাসী হলে তাদের অনাগত শন্তানেরা বিশ্বাসী হবে এটাই আমাদের বিশ্বাস.....
পৃথিবীর সবমানুষই এক স্রষ্ট্র সৃষ্টি, এবং মাত্র একজন দম্পতির মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করানো হয়েছে...
আমি কলকাতা থেকে সময় পেলেই আপনার ও আরও অনেক বাংলাদেশীদের তৈরী ভিডিও গুলো দেখি। খুবই ভালো লাগে। আপনার এই গবেষণা ও বিশ্লষন করা ভিডিও গুলো যেন প্রাণময় হয়ে ওঠে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহ বা ঈশ্বরের কৃপায় সুস্থ থেকে এরকম ভিডিও আরও বানিয়ে যান।
আপনার দীর্ঘ জীবন কামনা করি।
জয় বাংলাদেশ। জয় ভারত।
Hi Suman! I am grandson of the owners of lokkhibari. My grandmother is still alive and my mother(who was there still 10 years of her age) before fleeing to India. They were very happy to see this video. They requested you to have a telephonic interview with them and may be make another part telling their legacy and may be letting world know their story.
contact with me
Ll
Wonderful idea this will improve friendly relationship between two friendly nation.
আমাদের বাংলাদেশে এতো ইতিহাস এতো কিছু আছে যেটা আপনি না দেখালে হয়তো কোনদিন জানতাম না। সুমন ভাই বাংলাদেশে আরও অনেক কিছু আমি চাই আপনার মাধ্যমে সবার সামনে তুলে আসুক
মুন্সিগঞ্জ'বাসির পক্ষথেকে অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে....
*আমাদের 1955 সালের বাড়ী ছিল,যা মনের মধ্য এখনো জায়গা করেছে!* *ছোট থেকে বড় হয়েছি*
*তবে এখনো অর্ধেক ঐ অবস্থায় আছে, যা আমার চাচারা ব্যবহার করছে।* *তবে এই সব বাড়ী তে থাকার মজা টা অন্য রকম এবং সবাই কে ঈদ মোবারক*
ভাই তুমি একটি জ্বলন্ত বাস্তব কে তুলে ধরেছো
।। l am from India
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মানুষ রয়ে যাচ্ছে স্মৃতি। এত সুন্দর পুরানো ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।💕💕
আমি পশ্চিমবঙ্গ থেকে, এই ভিডিও দেখে আমি অভিভূত। পুরাতন স্থাপত্য গুলি বাংলাদেশ সরকারের সংরক্ষণ করা উচিত। রক্ষণাবেক্ষণ করে যথাযথ ভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সুমন ভাই তুমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে। যাতে বাংলাদেশ সরকার এই স্থাপত্য গুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে।
কোটি কোটি টাকা করছ করে কি লাপ বলেন সব জনগনের টাকা
আমিও আপনার একমত
Ki lab hoto janen na?? Tourism bole kichu bojhen? If it turns into a tourist destination thn govt. will be able get revenue from it.. And with this money govt. can use it on development on various sector for the people of Bangladesh. Love from India 🇮🇳
@@Curious-p5হিন্দুদের এত ইতিহাস জানার দরকার নাই বাংলাদেশে!
Boka secular janogon ..manush gulo k mere tariye dilo r onara hindu stapotto rakhbe....haire boka hindu.
আমার বাড়ি বিক্রমপুর আমি জানতাম না ধন্যবাদ ভাই আপনাকে দোয়া করি এগিয়ে যান
ঠিকই বলেছেন অযত্ন, অবহেলায় হয়তো তারা কাঁদে। কাঁদে কিছু ঐতিহাসিক প্রিয় মানুষও! নিরবে কেঁদে যায়!😓😓😓
আপনার প্রতিবেদনগুলো না দেখলে কখনোই জানতামনা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এত সমৃদ্ধশালী।।.....ধন্যবাদ আপনাকে, আরো বেশি বেশি ভিডিও আনুন আমাদের জন্য।।
বাংলাদেশ এর ইতিহাস যে এত সম্বৃদ্ধ তা আপনার এই চ্যানেল ফলো না করলে জানতামই না! আপনার এই অক্লান্ত প্রচেষ্টা কে অন্তর থেকে সাধুবাদ জানায়। এই ধরনের চ্যানেল শুধু বাংলাদেশ কেনো পুরা পৃথিবীতে খুব বেশি নেই। আপনার এই অসামান্য অবদান অব্যাহত থাকবে এই কামনা করি।
সুমন ভাই আমি আপনার ভিডিও দেখে, আপনারই মতো ভিডিও বানানোর অনেক প্রেরণা পাই।...
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 👍👍❤️❤️
দেশ ভাগের ফলে সেদিনের দুই বাংলার মানুষের কলিজাটা দুভাগে ভেঙে দিল ।ভাবি কত না চোখের পানি ঝরেছে ।
মনে হয় শ্যাম প্রসাদ মুখার্জীকে প্রশ্ন করা উচিৎ কেনো বাংলাকে ভাগ করা হলো।সময় এসেছে শোধ্রানো।
আহারে! কোথায় চলে গেছে তারা 😢
পরে আছে স্মৃতি চিহ্ন 💔
আপনার উপস্থাপন এমন যে বার বার ভেতরটা নাড়া দিয়ে চোখ ভিজে যায়, সুমন ভাইয়া 😢😢
আমার খুব ইচ্ছে হয় এসব ঐতিহাসিক ইমারত গুলো সংস্কার করি ।
Taka 🙈
ঐতিহাসিক স্থান এভাবেই রাখতে হয়, সংস্কার নয়।
@@tamimsovon498 যত্ন আর সংস্কার না থাকলে খুব জলদী এসব বিলীন হয়ে যাবে তখন ?
Yes, I feel also but Money problem...
আমরা চাইলে একটা সংস্থা বানিয়ে চেষ্টা করতে পারি৷
@@savetheuniversee জি খুব ভালো পরামর্শ ।
সুমন দা ,, এইসব ভিডিও দেখলে চোখের জলে দিশেহারা হয়ে যাই ।
ধন্যবাদ সুমন তোমাকে,বাংলাদেশের এক পুরাতাত্ত্বিক পুরাতন এলাকাকে দেখাবার জন্য
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার জন্যই নিজের জেলা জেলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি।
ইতিহাস বড়োই নিঠুর দাদা... কালের নিয়মে সবকিছুই বিলীন হয়ে যায় রয়ে যায় শুধুই স্মৃতি।।
সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কন্টেন্টসমৃদ্ধ একের পর এক ভিডিও উপহার দেওয়ার জন্য। একজন আদর্শ ইউটিউবার হিসেবে আপনি নবাগত ইউটিউবারদের জন্য অনুকরণীয় হয়ে উঠছেন। আজকের পুরো পর্ব মন দিয়ে দেখলাম। ব্যকগ্রাউন্ড মিউজিকটা হৃদয় ছুয়ে গেল। বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক ভগ্নপ্রায় স্থাপনা, ঐতিহ্যবাহী স্থান, পুরাতন সংস্কৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে আপনি যা দিচ্ছেন, জাতি আগামীতে আপনাকে বহুদিন স্মরণে রাখবে। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
Thx bhai💕
@@SalahuddinSumon ভাই আমাদের কুমিল্লা মুরাদনগর উপজেলায়
কবি কাজী নজরুল তরুন। কবি কাজী নজরুলের ইতিহাস সংস্কৃতি আপনার ভিডিও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার অনুরোধ করছি। আপনার সব গুলো ভিডিও আমি দেখে মুগ্ধ। তাই বলছি আমাদের মুরাদনগর, উপজেলা, বাঙ্গারা বাজার থানা,দৌলতপুর উপস্থিত কবি কাজী নজরুল ইসলামের সৃতিচারণ ও ইতিহাস।
সুমন ভাইয়ের কথার মালা উপভোগ করবো না ইতিহাসের নিদর্শন দেখবো। দুটোই অসাধারণ।
বাহিরের দেশে হলে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসাবে ইতিহাস করে রাখতো!
বাংলাদেশে এইজন্য কোনকিছর মূল্য নেই!
দাদা তোমার উপস্থাপনা খুব খুব ভাল ।
যদি কখনো আবার ভারতের পশ্চিমবঙ্গে আসেন তো জানাবেন ।
আমি তোমাকে কাছ থেকে দেখতে চাই আর দুটো কথা বল্লেই মনটা ভরে যাবে ।
দাদা তোমার কথা বলার ভঙ্গি আমার মন ছুঁয়ে গেছে ।
ua-cam.com/video/xgFdcQWWSKQ/v-deo.html
সুমন তোমার সব ভিডিও গুলো দেখার চেষ্টা করি। শুধু আশীর্বাদ করি এই কাজটা যত দিন পার করে যাও, আমাদের রাজ্যে তোমার অসংখ্য viewer আছে। কলকাতা থেকে 17/5/21👍👍👍🌹
Thx❤️
@@SalahuddinSumon ভাই বাড়ি টা আমাদের আপনার তথ্য ভূল আছে বাদ পরছে আপনি কি কষ্ট করে আমার কমেন্ট গুলো পরবেন?
আমরা যারা এদিনে জন্য বা কিছু সময়ের জন্য একটি জায়গায় যাই, সেই জায়গার শতভাগ তথ্য তুলে আনা সম্ভব হয় না। লক্ষ্মীবাড়ির দোতলায় যারা রয়েছে, তারা এই বাড়ির একাংশের বর্তমান মালিক। সেটা আমি জানতাম না। পরে আপনার কমেন্ট দেখার পর তথ্যটা সংশোধন করে ভিডিওটি ফেসবুকে আপলোড করেছি। ওই একটি পরিবার বাদে বাকি সবাই তো ভাড়াটিয়া, নাকি এই তথ্যেও ভুল আছে?
আপনাকে ধন্যবাদ অনিচ্ছাকৃত ভুলটি নজরে আনার জন্য।
দোতালায় কোন ভাডাটিয়া নেই নিচের তলা সব ভারাটিয়া না ।। আর যে অংশ ভাংগা হচ্ছিল ঐটা প্রাচীন যুগের অংশ ছিল না।
@@kaberinahar1459 ওয়াও এটা আপনাদের বাড়ি!
চমৎকার আপু ♥
আপনার নির্মানশৈলী আর উপস্থাপনা এক কথায় অসাধারণ। অনেক ভালো লাগে আপনার করা ভিডিও গুলো। শুভকামনা সবসময়।
বিক্রমপুর আমার চিরচেনা লাগে এখনো । আমার পূর্ববংশধর এর শিকড় এখানে জড়িয়ে , অপেক্ষায় আছি কখনো যদি শিকড়ের টানে ফিরতে পারি ।
বুদ্ধিমানদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে এতে। আশ্চর্যের কিছু নেই এতে,আমরা সকলেই পরকালের যাত্রী -তাই আসুন সকল বৈষম্য ভুলে ইসলামের সুশীতল ছাতাতলে আশ্রয় নেই।
ৌ
আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ইতিহাস সংরক্ষণ করতে পারিনা।😢 প্রায় সবগুলো অসাধু মানুষেরা দখল করে শোষণ করে রাখচে।
খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ । আমি বা আমরা এই লক্ষীবাড়ির উত্তরসূরী । যদি ও কখনো লক্ষীবাড়ি চোখে দেখিনি শুধু গল্প শুনেছি । আজকে আপনার জন্য দেখতে পেলাম তাই অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏
Madam, আপনি এই বাড়ির উত্তরপুরুষ! জেনে খুব ভালো লাগলো।আপনি বর্তমানে কোথায় থাকেন? আপনার সাথে কথা বলতে চাই এই বাড়ির বিষয়ে। এই বাড়ির পুরনো ইতিহাস জানতে চাই।আমি থাকি ভারতে, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ কান্দিতে।
অসাধারণ! সত্যিই বিমোহিত হয়ে গেলাম যে এটা আমার বাংলাদেশ।
এই স্থান গুলোই এখনও প্রমাণ করে যে প্রাচীন কাল থেকে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করতো। আর ভারতবর্ষ বাংলাদেশ একটাই।❣️
From India 🙏🏼
ব্রিটিশরা ভাগ করে না দিলে বাংলা→পূর্ব বঙ্গ→পূর্ব পাকিস্তান (বাংলাদেশ), ভারত ও পাকিস্তান ভাগ হতোনা, যদিও পশ্চিম বঙ্গ ও পূর্ব বঙ্গ ভাগ হওয়ার মুল হোতা ছিল নেহেরু, তা নাহলে অন্তত বাংলা ভাগ হতনা।
Bharat theke ajge dekhte dekhte gaye kata dicche ...♥️♥️♥️♥️khub vhalo laglo dada..
Bangladesh Zindabad. India Nipat China Nipat
Dangabaz BJP Dalal
hi
এখনো অপেক্ষায় কখন 2 বাংলা আবার এক হবে, সেই দিন পৃথিবীর সবচেয়ে সুন্দর দিন হবে❤️
অনেক দেরি সে সময় তবে হবে কোন এক সময়
Holey matbori tumra e korba, ei opekkhyay acho r ki 😂
সুমনের উপস্থাপনা খুবই সুন্দর। আরো একজন নারায়ণগনজের উপস্থাপক। ভালো লাগলো।
এখানে একসময় কতো বাদশাহ,কতো রাজকীয় বৈঠক, কতো কোলাহল ছিল,এখন এর কিছুই নেই,সবই আল্লাহর ইচ্ছা
Han tobe echa nah dos..
Amar kub valo lage apner video gulu. Bishes kore Hindu bari oytijjo gulu tule doren. U are great Dada. Form kolkata
Amaro tomakey valo lagey are tar sathey ei hindu bari gulo dekhey ❤️❤️
সুমন ভাই আপনার এই ভিডিও ফুটেজ ও শত বছর পরে ও মানুষ দেখবে,,, শুধু দেখতে পাবে না এই ভিডিও করা সে জীবন্ত মানুটাকে,,, ভালো থাকবেন ভাই
আপনার উপস্থাপনা ও বক্তব্য প্রশংসার যোগ্য। ইতিহাস কে আপনি খুব স্বচ্ছভাবে, সহজ ভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছেন। ভালো লাগলো আপনার ভিডিও। ধন্যবাদ মাস্কাট থেকে 🙏🙏
দাদা আপনার পরিবেশন আর মিউজিক ভিডিও গুলি কে অসাধারণ রুপ দেয়। love from 🇮🇳
আপনাকে মুন্সিগঞ্জে আরো একবার স্বাগতম। মুন্সিগঞ্জের ঈতিহাস ঐতিহ্য, সংস্কৃতী ধারাবাহিকভাবে আপনার ব্লগে তুলে ধরায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছি সিংগাপুর থেকে। মিরকাদিমের আশেপাশেই আমার বাড়ি।
আপনার কথা গুলো হৃদয় ছুয়ে যায়😍
সুমন ভাই আমি ভারতের আসাম থেকে । একজন fan অসাধারণ ভাই। খুব ভালো লাগে
আমার পূর্ব পুরুষ বাংলাদেশে বসবাস করত। আমাদেরও ঠিক এরকম বাড়ি ছিল... এখন কি অবস্থায় আছে , কেমন আছে... কেউ জানে না। হালদার বাড়ি নামে বিখ্যাত ছিল; আমাদের বাড়ি।
ঈদ মোবারক।
একবার ঘুরে যান।
কোন জেলা
আপনার বাড়ি বাংলাদেশের কোথায়?
@@MASTER-sj6zy সাতক্ষীরা
@@ayeshashiddika9275 সাতক্ষীরা
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি এই এলাকায় গত সেপ্টেম্বর-২০২০ হতে অবস্থান করছি কিন্তু এভাবে কখনো ভাবিনি অথবা কর্মব্যস্ততার কারণে জানা হয় নি। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার নান্দনিক উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবি রাখে।
ভিডিও দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
সত্যিই খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা ❤️
Love from West Bengal purulia district
আকাশের বুঝানোর সিস্টেম অনেক সুন্দর
ধন্যবাদ আমাদের প্রানের বিক্রমপুর নিয়ে ব্লগ করার জন্য❤️
খুব কাছ থেকে দেখেছিলাম। চেয়েছিলাম অপলক এক দৃষ্টিতে।নিরব এক অজানা কষ্ট হাহাকার করে ওঠে হৃদয়ে।সেইসময় নিজেকে অন্য একভাবে রিপ্রেজেন্ট করেছি...
এই পুরাতন বাড়ি যখন নষ্ট হয়,তখন খুব কষ্ট লাগে,,
ভাইয়ের ভয়েস ও উপস্থাপন অনেক সুন্দর,,,,,,,,Best of luck ভাইয়া।
Ei laxmi Bari Amra koto khelechi.Ami,Akash,Miraj,joy,ritom,goutom,antu,hridoy,prasenjit,sohan,proshanto,ovi mile koto enjoy krechi ei barite.onk miss kori sei din gula.koto bhooter natok korechi ei basay,tarpor bag barir pichoner pukore onek snan korechi.nogorer protita barite amader sriti joriye ace.swden theke onk din por dekhlam elaka ta ke.dhonnobad salauddin vai
খুবই নান্দনিক। আজ ইতিহাস। সুমন ভাইয়ের নামটি ধন্য।প্রাঞ্জল ভাষা আর সুন্দর উপস্থাপনা। শুভকামনা নিরন্তর
খুবই ভালো লাগলো ভাই। অনেক অজানা রহস্য সামনে আসলো। এগুলো আমাদের ঐতিহ্য। অসংখ্য ধন্যবাদ দাদা।
Right
@Akash Banik
সুমন ভাই আপনার একজন ভিউয়ার আমার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং এ আমাদের লৌহজং উপজেলা তে এই রকম আরো অনেক জমিদার বাড়ি আছে অনেক এর চেয়েও অনেক বড় ও সুন্দর সুন্দর তার পর শ্রীনগর উপজেলায় ও অনেক বড় বড় জমিদার বাড়ি আছে ঐসব বাড়িঘর এর ভিডিও দেখাতে অনুরোধ রইলো আমি এক জন মালশিয়ান প্রবাসী প্রবাস জিবনে একাকিত্ব সময়ে আপনার ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে সময় কেটে যায় সৃতি ময় আপনার ভিডিও গুলো দেখে
অসম্ভব ভালো লেগেছে এই পর্বটি, আশা করছি আগামী পর্বটি আরো প্রানবন্ত হবে। ঢাকা থেকে কিভাবে যেতে হয় যদি বলেন তাহলে উপকৃত হতাম। ভাল থাকবেন সালাউদ্দিন সুমন ভাই।
ঢাকা থেকে সাইনবোর্ড,সাইনবোর্ড থেকে মুক্তারপুর, মুক্তারপুর থেকে নগর কসবা!
By local bus
কতোকীছুই না অজানা ছিলো ভিডিওর মাধ্যমে জানলাম। যতো দেখি ততোই দেখতে ইচ্ছে করে অসাধারন সুন্দর।
Love from India ( Assam)❤️❤️❤️
পুরাতন ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনি যেসব ভিডিওগুলো বানান সত্যিই সুন্দর জনগণ আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই সুমন, তোমার এই 📸 video গুলো দেখতে দেখতে ভাবি যে , পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশ ছেড়ে যারা ১৯৪৭ সালে ও ১৯৭১ সালে ভারতে চলে এসে ছিল তাদের অনেকেরই নাকি ওদেশে অনেক সম্পত্তি ও জমি জমা ছিল। আমরা কলকাতার লোকেরা কেউ বিশ্বাস করতাম না। কিন্তু বর্তমানে তোমার এই Video গুলো দেখে বুঝি কত যন্ত্রনায় ও কষ্টে তারা নিজের ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। তাই তাদের কে সন্মান ও শ্রদ্ধা নিবেদন করি---- কলকাতা থেকে।
ভুল বললেন ভাই। তারা কোন রকম কষ্টে ছিল না। তারা আমাদের বাংলাকে কখনও ভালবাসেনি তাই তারা ওপার বাংলায় চলে গেছে। ভারতে যে ভাবে মুসলমানদের ওপর অত্যাচার হয় তার শতভাগ এর মধ্যে এক ভাগ ও হয় না কোন হিন্দু ভাই বোনদের ওপর। ভারত থেকে ত আজ পরজন্ত কোন মুসলমান ভারত ছেরে বাংলাদেশে আসেনি। তাহলে কেন এত হিন্দু ভাই বোন বাংলাদেশ ছেরে চলে গেল। কারন একটাই তারা কখনও বাংলাদেশ টা কে আপন করে দেখেনি। যাই হউক তারপরও দোয়া করি আপনারা ভাল থাকোন।
অসাধারণ উপস্থাপনা।পুরাতন ঘরে থাকার মজাই আলাদা। যখন পুরাতন জিনিস নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়।
যারা বাড়ি গুলো বানিয়ে ছিল তারা থাকবে বোলে বানিয়ে ছিল ভাবিনি এরকম ভাবে ছেড়ে যেতে হবে
এগুলো ১৮৫৭এর পর বৃটিশ শাসকদের সময় সূর্যাস্ত আইনের পর তৈরি।
Right.....sob bangladesher soytan muslim dabi kore tader jonooo hoyche...na hole aj amra kolkata r bangladesh milemishe thaktam 😂😂
@@shaheensultana8375 tumi ki Muslim
@@shakhawathossain7537 ......hmmm
Hindu Ra british Dalal Dangabaz
আপনার কথা বলার ধরণ সত্যিই অসাধারণ আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে বলছি আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি খুব সুন্দর লাগে আপনার বক্তব্য গুলো
ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য প্রত্নসম্পদ সংরক্ষণ করা আমাদের সকলেই দায়িত্ব ও কর্তব্য।
Vai apnar prottek ta ep khub valo lage
ধন্যবাদ সুমন ভাই এভাবে বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য
Wonderful presentation
.I appreciate Sumanbhai for this vedio .I use to enjoy his previous presentation frequently.So big big thanks from Rishra Hooghly WB
সুমন ভাই আপনার জন্য এত শত শত বছরের প্রাচীন ইতিহাস গুলো দেখতে পাচ্ছি। কর্ম ব্যস্ততার জীবনে হয়তো কখনো গিয়ে দেখা সম্ভব হবে কিনা তা অজানা। সত্যিই আপনি আমাদের দেশের সোনার সন্তান গৌরব হয়।।
Khub Valo laga dada timar vdieo ❤ love from Kolkata 🇮🇳
ধন্যবাদ সুমন ভাইয়া আপনাকে। বাংলাদেশের ঐতিহ্য বাহী নিদর্শনগুলো অতি চমৎকারভাবে তুলে ধরার জন্য। অনেক শুভ কামনা রইলো।
Suman babu aapnake onek dhonnobad. Ekta asadharan uposthapona. Ki bolbo bujhte parchhina. Amar okhane jete mon basto hoye porechhe. Parle aamake aapnar sange niye nin. Poroborti part er jonno wait karchhi. Aami aapnar sange jogajog kartey chai jadi sambhav hay. Dhonnobad. Bhalo thakben.
আপনার ভিডিও অনেকদিন থেকেই দেখছি। কিন্তু ভিডিওগুলো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে দেখতে পাই। বাংলাদেশ মানেই যে বৃহত্তর ঢাকা আর রাজশাহী বিভাগ নয় তা আপনার মনে রাখা উচিত। সারা বাংলাদেশেই অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা অনেকেই আপনার মত মানুষদের কাছ থেকে এই ইতিহাস জানার চেষ্টা করি। ধন্যবাদ ❤️❤️❤️
আমি চাকরি করি ঢাকায় আর দেশের বাড়ি রাজশাহী বিভাগে। আমার সাপ্তাহিক ছুটির দিনে ইউটিউবের কাজগুলো করি। একদিনে ঘুরে আসা যায় ঢাকার শহরের ভেতরে কিংবা কাছাকাছি স্বল্প দূরত্বের জায়গাগুলো বেছে নিই।
তবে ইচ্ছা আছে, সারা দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করার। আশাকরি ধীরে ধীরে সবই দেখতে পাবেন।
@@SalahuddinSumon naoga jelar paharpur niye ekti video koren plz😌
নমস্কার সুমন বাবু, আমি অরিন্দম দত্ত কলকাতা থেকে,
আপনি কলকাতার উওর ভাগে এলে, আপনি just পাগল হয়ে যাবেন। আপনার যে কি রকম অনুভুতি হবে তা আমি ভেবেই চঞ্চল হয়ে উঠছি। অপেক্ষায় রইলাম।
second part ta tara tari dao dada, waiting. Tmr video gulo ato sundor kono bhabei skip kra jai na. Onek subhecha tmai dada.
মুন্সিগঞ্জের মেয়ে আমি কিন্তু কখনো দেখেনি,একদিন একজনের ছবিতে দেখে ছিলাম একটুখানি এখন দেখি বিশাল। দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সরকার কি করছে
আমি বইয়ে পড়েছিলাম কিন্তু কখনও যাওয়া হয়নি এখন খুব তাড়াতাড়ি যাব।
খুব সুন্দর উপস্থাপনা । ইতিহাস মূর্ত হযে উঠল। ভারতবর্ষ থেকে এই বোনের শুভেচ্ছা রইল ।
ভাই সুমন, আপনার ভিডিও গুলো সব সময়ই দেখি খুবই ভালো লাগে তবে, মাঝে মাঝে মনটা খারাপ হয় যখন আপনি আমাদের দেশের হিন্দু রাজা বা জমিদাররা দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে অতিবো দুঃখ করেন। সেটা আপনার ভিডিও গুলো কে ভালো লাগার থেকে কোটি গুনে খারাপ লাগে, জানিনা আপনার পড়াশুনার বা শিক্ষাগত যোগ্যতার কথা ,তবে বলবো ডক্টর তাজ হাশেমী নামক একজন প্রফেসর আছেন কানাডা প্রবাসী। উনি এক সময় নাগরিক টিভি নামক ইউটিউব চ্যানেলে আলোচনা করতে আসতেন উনার আলোচনা গুলো শুনবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি শুধু আমার ২০ বছরের বিদেশে থাকার জীবন থেকে বলতে পারি যে , যে সব হিন্দু জমিদার ভাইরা আমাদের দেশ থেকে চলে আসছে তার বেশির ভাগই বিদেশে নিজেদের ভালো জীবনের জন্য চলে আসছে, ইংল্যান্ডের প্রতিটা হাসপাতাল বা বড়ো বড়ো যে প্রতিষ্ঠানেই আপনি যান , ইন্ডিয়ার বা হিন্দু ভাইদেরকে বড়ো বড়ো পদে পাবেন। আমাদের হিন্দু ভাইরা ইহুদি ভাইদের মতনই গত ১৯৪৮ সালের পর থেকে নিজেরা পৃথিবীর বিভিন্ন দেশে বসতি করে নিজেদেরকে একটা শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। হয়তোবা কয়েক বছর পরে ইংল্যান্ড কেও শাসন করবে। আর আপনাকে একটা প্রশ্ন করি ?আপনি তো সব সময়ই শুদু হিন্দু রাজা বা জমিদারদের অবহেলিত বাড়ি / প্রাসাদ দেখিয়েছেন , কয়টা মুসলমানদের রাজ্ প্রাসাদ বা শান শাওকত দেখিয়েছেন বলতে পারবেন????? দেখবেনই কিভাবে??? মুসলমান জমিদার বা রাজা তেমন একটা সেই সময় থাকলেতো!!!!। থাকবেই কিভাবে।আমরা মুসলমানরা নিজেদের আত্মসমান, নীতি ,মূল্য বোধ বিসর্জন দিয়ে কোনো কাজ করতে পারিনা তাই ব্রিটিশ পিরিয়ডে হিন্দু লোকদের প্রতাপ বেশি ছিলো ওঁরা যেই কাজটা ভালো করতে পারে তাহলো 'তেলমারা'। আমি গত বিশ বছরে এই দেশে থেকে সেটা হরে হরে টের পেয়েছি। যাই হোক রাখে আল্লাহ মারে কে। The greatest of richness is the richness of the soul.”- Prophet Muhammad (peace be upon him) আর সব চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নবীজির আদর্শ। সেটা কিভাবে আমরা ভুলে যাবো।.
যাই হোক পারলে ডক্টর তাজ হাশেমী স্যারের প্রোগ্রাম গুলো দেখবেন আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ভালো থাকবেন। আমার কথা গুলো যদি আপনাকে দুঃখ দেয় তাহলে আমি Buddha মতন করে বলবো "Truth is like a surgery, it hurts but cures. Lie is like a painkiller, it gives relief but has side effects forever."
So true
আপনারা তো হিন্দু রাজা জমিদারদের চাকরবাকর পেয়াদার কাজ করতেন।
শিক্ষা দীক্ষার কারনে হিন্দু দের দাপট ছিল বেশি।
সুমন ভাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে...দেখলেই মন ভোরে যাই...মনে হই সেই শত শত বছরের চলে যাওয়া দিন ও শিল্প আবার নতুন করে ফিরে আসছে...ধন্যবাদ সুমন ভাই...ভালো থাকবেন।
অসাধারণ একটি উপস্থাপনা দাদা।।
ভারত থেকে।❤️
হয়তোবা একদিন এই ভবন গুলো ধ্বংস হয়ে যাবে, আপনার কষ্টের মাধ্যমে এই স্মৃতি বিজরিত ভবন গুলো পরবর্তী প্রজন্ম দেখতে পারবে,অসংখ্য ধন্যবাদ ভাই
অসাধারণ, অপূর্ব সুন্দর্ উপস্থাপনা! ধন্যবাদ ভাইজান।
আমারও ইতিহাস সংস্কৃতি অনেক ভাল লাগে তাই এই চ্যানেল দেখি। এগুল দেখে কি যে আনন্দ পাই বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
রাজাকারদের অত্যাচার ও মৌলবিদের আদেশ, সব কিছু-নিজের দেশ ছেরে চলে আসতে হয় ভারতে, আমার পরিবারের পূর্বপুরুষদের নিজের দেশ হতে বিতারিত হতে হয়।আমার জন্ম ভারতে আমি ভারতীয় বাঙালি আমি গর্বিত।আপনাকে ধন্যবাদ,মাঝে মাঝে অতীত কষ্ট দেয় অনেক বেশি।
Amader o Indian Hindu moulobadi der jonno india chere Bangladeshe ashte hoyeche
Hindu Jongi Ra Amaka Kolkata Thaka Taria Diacha
@@abdurrahman9100 vat er kotha bolben na, Kolkata r ekta bishal angsho muslim majority ekhono borong din din percentagewise barche. Ajotha ulto palta kotha bolben na. Aar Pakistan er dabi Muslim deri chilo, Hindu ra alada desh er dabi kokhono toleni.
আহা কিভাবে হারিয়ে যাচ্ছে আমাদের দেশের ইতিহাস,ঐতিহ্য 😢😢😢😢 অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে👍❤️🇧🇩
দেশ ভাগের কারণে বাংলাদেশে অনেক বড় একটা অংশের পরিবর্তন হয়েছিল, ব্যবসায়িরা দেশ ছেড়ে চলে গিয়েছিল নয়তো বাংলাদেশ হয়তো আরও উন্নত হতো
সব চেয়ে বেশী যেটা চোখে পড়ে সেটা পুর্ববঙ্গ ,মেধা ও প্রতিভা শুন্য হয়েছে!যা হওয়ার ছিলোনা
রবীন্দ্রনাথের বিদায় কবিতাটির ভিডিও প্রতিরূপ খুঁজে পেলাম সুমন ভাইএর এই এপিসোডে। ভিডিওটি দেখার পর গোটা কবিতাটা লিখে ফেলার ঝোঁক সামলাতে পারলাম না। একবার সাজুজ্য রেখে পড়ে দেখুন, চমৎকার লাগবে।
আমরা যারা বাঙলাদেশের হৃদয়টাকে দুটুকরো করে আবার জোড়া লাগার আশায় বসে আছি, তাদের তরফে সুমন ভাইকে জানাই লাখো লাখো কুর্ণিস।
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।
ওগো বন্ধু, সেই ধাবমান কাল
জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল--
তুলে নিল দ্রুতরথে
দুঃসাহসী ভ্রমণের পথে
তোমা হতে বহুদূরে।
মনে হয় অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম
আজি নবপ্রভাতের শিখরচূড়ায়,
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
আমার পুরানো নাম।
ফিরিবার পথ নাহি
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু, বিদায়।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে,
বসন্তবাতাসে
অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস,
ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে
তোমার প্রাণের প্রান্তে; বিস্মৃতপ্রদোষে
হয়তো দিবে সে জ্যোতি,
হয়তো ধরিবে কভু নামহারা-স্বপ্নের মুরতি।
তবু সে তো স্বপ্ন নয়,
সব চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়,
সে আমার প্রেম।
তারে আমি রাখিয়া এলেম
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে।
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
কালের যাত্রায়,
হে বন্ধু, বিদায়।
তোমার হয় নি কোনো ক্ষতি
মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত-মুরতি যদি সৃষ্টি করে থাক, তাহারি আরতি
হোক তব সন্ধ্যাবেলা।
পূজার সে খেলা
ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লানস্পর্শ লেগে;
তৃষার্ত আবেগবেগে
ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে।
তোমার মানসভোজে সযত্নে সাজালে
যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়,
তার সাথে দিব না মিশায়ে
যা মোর ধূলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে।
আজও তুমি নিজে
হয়তো বা করিবে রচন
মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন।
ভার তার না রহিবে, না রহিবে দায়।
হে বন্ধু, বিদায়।
মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।
মোর পাত্র রিক্ত হয় নাই,
শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই।
উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সেই ধন্য করিবে আমাকে।
শুক্লপক্ষ হতে আনি
রজনীগন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে
অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ-রাতে,
যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালোমন্দ মিলায়ে সকলি,
এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
তোমারে যা দিয়েছিনু, তার
পেয়েছ নিঃশেষ অধিকার
হেথা মোর তিলে তিলে দান,
করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হতে মম
ওগো তুমি নিরুপম,
হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান;
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু, বিদায়।