প্রবাসে এই বছর একসাথে মহালয়া দেখা,তর্পণ..দুপুরে খেলাম মায়ের হাতের কাঁচকলার কোফটা দুর্দান্ত স্বাদের

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @jayitabanerjee6503
    @jayitabanerjee6503 2 місяці тому +1267

    একটা family এর প্রত্যেক প্রত্যেক জন সদস্য ছোটো রামা থেকে রামার দিদুন সবাই কি করে এত টা নম্র এত ভদ্র, এত সুন্দর সাবলীল কথাবার্তা কি ভাবে এত ভালো হতে পারে❤ একটা vlog দেখলাম তাতে কোনো বাড়াবাড়ি অহেতুক চিৎকার নেই অযথা suspence নেই soo relaxing ❤❤ eye smoothing ❤❤

  • @ankitachakraborty7477
    @ankitachakraborty7477 2 місяці тому +63

    দুনিয়ার সব মায়েদেরই মনে হয় এক ধর্ম , রান্নাঘরে কি আছে কি নেই তা দেখা, সকলের মুখে খাবার জোগান দেওয়া । মা ছাড়া যে প্রতিটা সংসার অন্ধকার । ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা । 😊

  • @indrajitmohanta4844
    @indrajitmohanta4844 2 місяці тому +191

    আজ একটা জিনিস উপলব্ধি করলাম কেন তুমি এত সুন্দর কথা বলো... এই গুণ টা তোমার মা বাবার থেকেই পাওয়া... ওনারা খুব সুন্দর আস্তে আস্তে গুছিয়ে কথা বলেন শুনতে বেশ লাগে।❤

    • @RionSoyad
      @RionSoyad 2 місяці тому +2

      হুম ঠিক বলেছেন আমিও এটা দেখলাম মহুয়া দি একদম ওনার মায়ের মতো কথা বলেন

    • @sudhirkumardas6565
      @sudhirkumardas6565 2 місяці тому

      চমৎকার একটা রেসিপি। ❤❤

  • @chandanasengupta9818
    @chandanasengupta9818 2 місяці тому +9

    কি যে ভালো লাগছে তোমাদের, সঙ্গে মাসিমা কে, খুব fortunate যে সবার সাহচর্য পাচ্ছো, যাদের আমার মতো বাবা মা দুজনেই তারার দেশে , তাদের সবারই ভালো লাগে তোমাদের দেখে।

  • @nafisahasin9058
    @nafisahasin9058 2 місяці тому +82

    দিদি আমার মা গত হয়েছে ১.৫ বছর হলো।আপনার মায়ের সাথে আপানার কনভারসেশন শুনে এতো প্রানবন্ত লাগলো শুনতে।ভালো থাকুক সব মা।বাংলাদেশ ত্থেকে দেখছি।

    • @musafir_megha
      @musafir_megha 2 місяці тому

      আমার মা ও চলে গেছে একবছর হতে চললো ওনাদের দেখে ভিষন মনে পড়ে যায় ❤️

  • @taniyaguha-ev1xz
    @taniyaguha-ev1xz 2 місяці тому +26

    ভিডিও দেখে যেন মন ভরছে না কিছুতেই মনে হল এইতো দেখা শুরু করলাম শেষ হয়ে গেল😢 তোমাদের মা মেয়ের গল্প দেখে আমার আর আমার মায়ের এই রকম গল্প করার কথা মনে পরে যাচ্ছে❤❤❤❤❤ খুব ভালো থেকো দিদি সকলকে নিয়ে সুস্থ থেকো আর তাড়াতাড়ি ভিডিও দাও❤😅 12:43

  • @PallabiBarik-f4p
    @PallabiBarik-f4p 2 місяці тому +34

    খুব ভালো লাগলো দিদি। তোমার আর মাসিমার কথা শুনে হাসি আর ধরে রাখতে পারলাম না। সত্যি যেমন তুমি সুন্দর তেমনি মাসিমা সুন্দর। দুজনের কথা, ব্যবহার নম্র ভদ্র, তোমাদের কথা শুনলে মনে হয় যেন নিজের পরিবারের কাছে আছি। খুব ভালো থেকো দিদি, শুভ মহালয়া।

  • @anirbandas9838
    @anirbandas9838 2 місяці тому +13

    মানুষের কথাবার্তা এর ধরনই মানুষের পরিচয়।সহজ ভাষায় দিদি আমাদের সকলের মন জিতে নিয়েছেন ❤।

  • @utpalsardar252
    @utpalsardar252 2 місяці тому +60

    সিনেমা হলে বই দেখতে গেলেও বোরিং লাগে কিন্তু তোমার ব্লগগুলো দিদি খুবই সুন্দর লাগে মনে হয় দেখেই যায় এত সুন্দর কথাবার্তা মিষ্টি ব্যবহার তোমার ব্লগ দেখলে অশান্তি মনে শান্তি এসে যায়

  • @dolabhattacharya6845
    @dolabhattacharya6845 2 місяці тому +4

    খুব ভাল লাগছে kakimar আমেরিকার থাকার এই পোস্ট "ভূতের বাগান থেকে টমেটো তোলা" খুব হাঁসলাম শুনে এভাবেই katuk কাকিমা র আমেরিকা র প্রবাস এর দিন গুলো ❤❤

  • @aninditabhattacharyya1982
    @aninditabhattacharyya1982 2 місяці тому +34

    মহুয়া দিদির দুষ্টু মিষ্টি প্রতিভার দিক টা কিন্তু মাসিমার আসার পর খুব ভালো ভাবে প্রকাশ পাচ্ছে ❤❤❤
    এত ভালো লাগে ব্লগ গুলো দেখতে মনে হয় যেন শেষ না হয়❤️❤️❤️

  • @sourinbanerjee1206
    @sourinbanerjee1206 2 місяці тому +36

    দিদি তোমার মা সত্যিই খুব ঘরোয়া এবং মাটির মানুষ পুরো❤ আর মনে হচ্ছে তোমার san francisco এ পুরো মেদিনীপুরের হওয়া এসে গেছে👌👌🙂

  • @tumpadeyghosh6300
    @tumpadeyghosh6300 2 місяці тому +10

    দারুন। আমেরিকায় গিয়ে ভূত দেখার মজা আলাদা। মা মেয়ের এই কাটানো মিষ্টি মুহুর্ত গুলো থেকে যাবে স্মৃতি হয়ে।

  • @anjanasengupta435
    @anjanasengupta435 2 місяці тому +2

    খুব ভালো লাগলো মা মেয়ের ভুত দেখা ও কলার কোপ্তার রেসিপি।

  • @saswatichakraborty733
    @saswatichakraborty733 2 місяці тому +50

    তুমি বেশ দুষ্টুমি করো মাসীমার সাথে দেখে খুব মজা লাগলো, আমরাও আমাদের মায়ের সাথে নানারকম দুষ্টুমি করতাম, কিন্ত এখন তিনি নেই, ২০২১ শে করোনা হবার ফলে তিনি চলে গেছেন। মাসিমা দেখতে অনেক টা আমাদের এক কাকিমার মতো, কিন্ত তোমার সাথে অসম্ভব মিল, আমার অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই মাসিমা কে 🙏❤❤

  • @susmitasaha4978
    @susmitasaha4978 2 місяці тому +6

    মায়ের হাতের সব রান্না সুন্দর হয়। মায়ের স্নেহ ও ভালোবাসা দিয়ে তৈরি হয় যে সেই রান্না।আর দিদা।।।।তিনিও তো কারো মা।তাই স্নেহ ও ভালোবাসা দিয়ে তৈরি কাঁচকলার কোপ্তা একদিন মেহাও রান্না করবে মহুয়া। অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য।❤❤❤❤

  • @tiya8544
    @tiya8544 2 місяці тому +125

    এই দুর্গাপূজায় মেহা ওর দিদাকে সাথে পাবে। প্রবাসে থাকা মানুষদের কাছে এটা সত্যি খুব বড়ো পাওনা। তোমরা এই দুর্গাপূজায় খুব আনন্দ করো আর ভিডিও-র মাধ্যমে আমাদেরও সেই আনন্দে সামিল করো 😊❤

  • @pradipmukhopadhyay3243
    @pradipmukhopadhyay3243 2 місяці тому +37

    মা ও মেয়ের খুনসুটি বেশ ভাল লাগল❤ বাড়িটা আরও জমজমাট হয়ে উঠল👌🙏🏻

  • @foodmania4203
    @foodmania4203 2 місяці тому +120

    To be very honest মহুয়াদির ভিডিও দেখলে সত্যিই একটা ফ্যামিলি ফ্যামিলি ফিলিংস আসে, গন্ধ আসে,, এক নিমেসে মনটা ভালো হয়ে যায় শান্তি পাওয়া যায়,,, তবে অনেক কিছু শেখা যায় যতটা মানুষ হতে পেরেছি তার থেকে আরো কতটা ভালো মানুষ হওয়া যায় সেটাও শেখা যায়❤।।।
    তুমি এভাবেই আমাদের সাথে থেকো মিলেমিশে থেকো❤
    সত্যিই তুমি সবার থেকে আলাদা অন্যান্য ব্লগারদের থেকে সত্যিই তুমি আলাদা তোমার ভিডিওর মধ্যে কোনরকম এক্সট্রা দেখুন দাড়ি নেই যা আছে পুরোটাই আন্তরিকতা থেকে❤❤।। তুমি এভাবেই সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদেরকে ভিডিও দিতে থাকো

  • @Kuhu934
    @Kuhu934 2 місяці тому

    কী বলবো যতোই দেখি না কেনো তবু যেনো মন ভরে না 😢এত্ত ভালো লাগে 😊❤আপনার ভিডিও সামনে এলে।এড়িয়ে যেতে পারি না কখনো,ভীষণ ভীষণ ভালো লাগে ❤🎉😊

  • @SanjeedasDairy
    @SanjeedasDairy 2 місяці тому +4

    এই প্রবাসে ঘর কন্যা এই জিনিসটা শুনতে যে কি ভালো লাগে অনেকে এগিয়ে যান আমাদের কেউ আঘাতে সহযোগিতা করবেন সবার জন্য শুভকামনা রইল ❤️

  • @aditirsadharonlifestyles119
    @aditirsadharonlifestyles119 2 місяці тому +2

    খুব ভালো লাগলো তোমাদের মা মেয়ের গল্প, আর কোপতা কারীটা দারুণ হয়েছে ।

  • @musahomukul7847
    @musahomukul7847 2 місяці тому +4

    কাকীমার কথাটা কী মিষ্টি ঠেকলো, 'কোথায় কোথায় নিয়ে যাস ভুত দেখাতে'।

  • @putuldas8940
    @putuldas8940 2 місяці тому +10

    মায়ের সাথে অনেক দুষ্টুমি করছো দিভাই ❤ অনেক ভালো লাগলো তোমাদের দেখে আমার মায়ের কথা মনে পরে গেলো আমিও মায়ের সাথে এরকম করি ❤❤

  • @papiyabarua1097
    @papiyabarua1097 2 місяці тому +2

    মাসিমা র কথাগুলো শুনে খুব হাসলাম। মা ' রা এরকমই, বিদেশে গিয়ে বসে নেই, মেয়ে র সাথে রান্না করছে।খুব ভালো লাগলো।

  • @Ranumajumder-n1u
    @Ranumajumder-n1u 2 місяці тому +7

    এই সুন্দর সময় গুলো উপভোগ করো মন ভরে। খুব ভালো থেকো তোমরা সবাই।

  • @TonmoySahaPiash
    @TonmoySahaPiash 2 місяці тому +2

    দূর্গা পূজা অনেক ভালো কাটুক আর সবাই সুস্থ থাকুক এটাই মায়ের কাছে প্রার্থনা করি। 🙏🙏🙏❤️❤️❤️

  • @sukumarghosh344
    @sukumarghosh344 2 місяці тому +6

    আমিও বেশ কয়েকবার আমেরিকা গেছি। আপনাদের দেখলে স্মৃতিগুলো ফিরে এলো। আমার ভাইয়ের স্ত্রী আপনার মতোই ভালো রান্না করেন। কথাবার্তা আপনার মতোই। গল্প করা, হাসি খুশি থাকে। মনে হচ্ছে আমি ওখানেই আছি। মিল খুঁজে পাচ্ছি।

  • @nilanjandas634
    @nilanjandas634 2 місяці тому

    Khub sundor khub valo lagey khete kachkolar kofta

  • @rupaduttaroy4283
    @rupaduttaroy4283 2 місяці тому +121

    কতদিন পরে এই ভাবে মার সাথে গল্প করছো প্রাণ খুলে হাসছো। খুব ভালো লাগলো 👌 👌

  • @mithumaity5645
    @mithumaity5645 2 місяці тому +6

    Ae choto choto momentgulo dekhay ato mentaly shanti lagchy sathay excitement o j aunti tomader sathay ki sundor enjoy korchy....ak kothay tomar happy family dhakay ami to happy hoi..aj kal diner ato problemer modhay j ato sundor family vloging tao bidesher matite dekhbo bhabi ni....
    Khub bhalo thako r sottie bolte ki aunti k lakhmi pritimar moto lagchy

  • @mabsusaummareha
    @mabsusaummareha 2 місяці тому +70

    মায়েরা সত্যি উপরওয়ালার আশীর্বাদ.....❤❤❤❤

    • @linkonbiswas4049
      @linkonbiswas4049 2 місяці тому

      আমার কাছে মা ভগবান ❤

  • @sudiptadas96215
    @sudiptadas96215 2 місяці тому

    Vediojoto dekhi totoi dekte ichha kore ki valo akta poribarer vhoto theke boro sobai r jethimar vuter voyta darun laglo khub voy peyeche r satge koptakari darun ❤❤

  • @barnalimondal7343
    @barnalimondal7343 2 місяці тому +37

    মায়ের হাতের রান্না মানেই অমৃত ❤❤ মাসিমা খুব মিষ্টি ❤❤❤

    • @RionSoyad
      @RionSoyad 2 місяці тому

      হুম রান্না যেটাই হোক মায়ের হাতের রান্না অমৃত

  • @Smile-el9no
    @Smile-el9no 2 місяці тому +1

    আমরাও চেস্টা করি মহালয়ার পর থেকে নয় দিন একটু নিয়মে থাকার। মৌনতা রাখতে ইচ্ছে করে কিন্তু সংসারের দায় দায়িত্বের মাঝে সে আর হয়ে ওঠেনা। আশ্রমে থাকলে অপূর্ব কাটে দিনগুলো। চারিদিকে আনন্দ, এতো মানুষ অথচ কোথাও কোনো নিয়ম ভাঙার দৃশ্য চোখে পড়েনা, বিদেশীরাও এদেশের ঐতিহ্য কে কি সুন্দর ভাবে পালন করে। বসুধৈব কুটুম্বকম। বিভিন্ন দেশের মানুষ একজায়গায় দেবী পূজায় ভক্তিতে নিমগ্ন। ওখানে মূর্তি পূজা হয়না, একেকদিন এক এক ধরণের হোম মাতৃ বন্দনা। সেকি অপূর্ব অনুভূতি কেউ কেউ তো মায়ের নূপুর ধ্বনী ধ্যানের গভীরে শুনতে পায় দেখতেও পায়। উচ্চ কোটির মানুষের সমাগম। খুব তোমাদেরও দেখাতে ইচ্ছে করে। মর্তে এখনও এমন যায়গা আছে যেখানে স্বর্গের আভাস পাওয়া যায়। তবে দুঃখের কথাকি জানো, কোলকাতার আকাশ এবার গোমড়া। এক চিলতে রোদ্দুরের দেখা নেই। না আর তোমাকে bore করবনা। টা টা।❤

  • @user-blog2023
    @user-blog2023 2 місяці тому +6

    দারুন সুন্দর একটা অন্যরকম ভিডিও পেলাম। খুব ভালো লাগলো।

  • @susalazar63
    @susalazar63 2 місяці тому +4

    Ki sundor Ma meye'r goppo, Mon ta Khushi hoye gelo dekhe ❤

  • @rinkimondal2097
    @rinkimondal2097 2 місяці тому +28

    আমি আমার জীবনে এই রকম সৎ মানুষ কম দেখেছি।
    আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার হয়তো চোখে পড়বে না
    কত মানুষ আপনাকে মেসেজ করে
    মেহা রামা কে আদর ❤

    • @rinkimondal2097
      @rinkimondal2097 2 місяці тому

      আমি এত খুশি কি বলব ❣️🌼🥰

    • @rinkimondal2097
      @rinkimondal2097 2 місяці тому

      একটা রিপ্লাই পেয়েছি

  • @sunitisuniti8228
    @sunitisuniti8228 2 місяці тому

    খুব ভালো লাগলো
    আর একেই বলে রান্না না খাওযার জিনিষও ভালোবেসে খাওয়া ❤❤ আমার তো মা নেই তোমাদের এই ভালোবাসা খুবই ভালো লাগে
    ভালো থেকো

  • @riyasqueendom2006
    @riyasqueendom2006 2 місяці тому +32

    শুভ মহালয়া দিদি ❤️পুজো ভালো কাটুক সবার 🌻

  • @UttaraKanrar
    @UttaraKanrar 2 місяці тому

    আমি ও অনেক দূরে থাকি আমার মাকে ছেড়ে কিন্তু আজকে তোমাদের দুজনকে দেখে খুব ভালো লাগলো।

  • @subratamondal7731
    @subratamondal7731 2 місяці тому +7

    কত দিন পরে মায়ের সঙ্গে গল্প করে প্রান খুলে হাসছো দেখে খুব ভালো লাগলো।

  • @priyamganguly
    @priyamganguly 2 місяці тому +1

    06:57 is the best moment. It's funny to hear all these when you're all grown up from parents who used to be super strict during our childhood. 😊 Kachkola-r kopta dekhe darun laglo, eta amaro priyo. Sotti-e erokom niramish ranna hole maachh, mangsho, deem konota-e lage na. Ei ranna gulo Maa ki darun korto, ekhono mukhe lege achhe, bisesh kore oi kachkola-r khosha peyaj roshun diye banano! 🤤👌🧡 Mohua di shutki maachh-er preparation korte paren? Otao amar bhishon priyo, bisesh kore peyaj roshun diye shutki maachh bata. Ruti ba parota diye durdanto lage khete. Otao Maa darun banato. Ekhon khub miss kori ei ranna gulo. Ekta jinish ekhon realise kori, protyeker ranna korte sekha uchit, irrespective of gender, nahole bhobishyote khub somoshya-e porte hoy. It's a necessity, not a gender role.

  • @nupurchakraborty-ze4sj
    @nupurchakraborty-ze4sj 2 місяці тому +19

    দূর্গা পূজা ভালো কাটুক খুব আনন্দে থেকো সুস্থ থেকো ❤️❤️❤️

  • @arpitadhabal6744
    @arpitadhabal6744 2 місяці тому +1

    Bah! Mon ta vore gelo ekebare. Tomar Maa er kotha sune vison haslam. Valo kore ebarer pujo enjoy koro tomra ❤❤❤❤

  • @srabanisarkarkachrapara1368
    @srabanisarkarkachrapara1368 2 місяці тому +16

    খুব ভালো লাগছে তোমার মায়ের সাথে দিন গুলো কেমন মজা করে কাটছে দেখে 😊😊
    আর তুমি খুব দুষ্ট খুব ছেলে মানুষের মতো করো 😂 আমার তো খুব ভালো লাগে তোমার এই দুষ্টুমি গুলো 😊

  • @crew6836
    @crew6836 2 місяці тому

    সত্যি বাবু তোমার ভিডিও দেখতে বসলে কিছুতেই ছাড়তে ইচ্ছা করে না রান্না টা দেখে খুব ভালো লাগলো

  • @soumyakumar3790
    @soumyakumar3790 2 місяці тому +23

    দিদি যেই ম্যাসেজ ঢুকলো যে তোমার ভিডিও চলে এসেছে । আমি এক মিনিটও দেরি না করে । সঙ্গে সঙ্গে চলে এলাম । দিদি মালদা থেকে মেহা, রামা , মানিক দা এবং তোমাদের সবার জন্য পুজোতে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই ❤❤❤

  • @knowledge15134
    @knowledge15134 2 місяці тому

    জেঠিমণি যেমন পরিপাটি, নম্র, অসাধারণ একজন মানুষ, দিদি আপনি আর মেহু দুজনেই একই গুণ পেয়েছেন। আর ওদিকে আমার দাদা আর রামা---দুজনেই gentlemen.❤🎉
    সকলে ভালো থাকুন। আপনাদের তিনজনকে প্রণাম🙏🏼🌿, আর মেহু রামাকে মামার তরফে অনেক ভালোবাসা🍬🍫🌼🌿💐

  • @naharshappiness
    @naharshappiness 2 місяці тому

    দিদি তুমি এত সুখি সত্যি দারুন।।
    মাশি তো আরো দারুন।। দুয়ে মিলে অসাধারণ।। অনেক ভালোবাসা। এত ছোট ভ্লগ দিলে হবেনা। আরও বড় করে ভ্লহ দিবে বাসার।। বাইরে র না।।

  • @Muirajbongshikoina
    @Muirajbongshikoina 2 місяці тому +15

    শারদীয়ায় শুভেচ্ছা দিদিভাই তোমাদের সবাইকে। প্রবাসে তোমাদের পুজো খুব ভালো কাটুক, সুস্থ থেকো ভালো থেকো

  • @upasanakarmakar630
    @upasanakarmakar630 2 місяці тому

    খুব ভালো লাগলো মহুয়া। কাকিমাকে আর ভয় দেখিয়ো না। খুব ভয় পেয়েছে । তোমাদের ওখানে যে টম্যাটো খেতের কথা বললে খুব সুন্দর তোমার ভ্লগে দেখেছি,সেই রকম সব জায়গায় ঘুরিয়ে দেখাও।

  • @BappaMondal-11
    @BappaMondal-11 2 місяці тому +18

    পূজোর অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবাইকে দিদি

  • @এসোজানিপড়িশিখি-স৬ঢ

    এই টুকু vlog এ মন ভরে না mahua dii.
    ❤❤
    অনেক ভালোবাসা তোমায়

  • @ausmanyhossain4443
    @ausmanyhossain4443 2 місяці тому +10

    আপনি আমার মন খারাপের রসদ। আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় কোন একদিন আমেরিকায় আপনার বাড়িতে আমার নিমন্ত্রণ থাকবে।অনেক ভালোবাসা রামা মেহার জন্য ❤❤❤❤❤

  • @jayitabhattacharya198
    @jayitabhattacharya198 2 місяці тому

    খুব ভালো লাগলো।কোফতা টা দারুন দেখতে হয়েছে।👌👌

  • @KoyalDutta-xf6qh
    @KoyalDutta-xf6qh 2 місяці тому +9

    শুভ মহালয়া দিদি। ❤ পুজো ভালো কাটুক তোমাদের সবার। ❤ অনেক অনেক ধন্যবাদ দিদি আজকে আবার একটা ব্লক দেয়ার জন্য। ❤ সবাই মিলে মহালয়া দেখা তার আনন্দটাই আলাদা মহুয়া দি। ❤ মায়ের হাতের রান্না কোন তুলনা হয় না মহুয়া দি। ❤ পুজো ভালো করে কাটাও মহুয়া দি। ❤

  • @rinabasak2055
    @rinabasak2055 2 місяці тому

    Khoub valo laglo tomar ajker vlog dekhe Mohuya. Maa ke kache peye tomar pran khola hasi dekhe ato valo lagche. Ay vabe anondo koro maaer sathe.Kachkolar kopta dekte khoub valo hoyeche. Meha are Ramar jonno raylo anck anck ador. Khoub valo theko susto theko sobay.

  • @RamaSana-r9f
    @RamaSana-r9f 2 місяці тому +5

    Khub bhalo laglo Mayer hater koftakari dakhe. Nati natni o biďeshe didar hater ranna khaye khub khushi.

  • @subratabhowal963
    @subratabhowal963 2 місяці тому +1

    খুব ভালো লাগলো আপনার কাছে থেকে এই মা ও মেয়ে মধ্যে কথোপকথন শুনে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে ও আপনার মাকে। 😅😅

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 2 місяці тому +5

    Darun laglo vlogta.. suvo mahalayar suvechha janai sobaike.. khub sundor hoyechhe ranna ta..mayer hater ranna bole kotha..se jeno amrit..amar to ma nei, tai tomader kothopokothon sunte bes valo laglo..rama o meha vagya kore didun peyechhe,ki misti moner manus..jak valo theko sobbai ❤❤

  • @antarachaudhuri793
    @antarachaudhuri793 2 місяці тому

    Ei prothom apnar vlog e comment korchi, besh kichu din holo dekhchi. Shotti apnar narration ta oshadharon. Ajke apnar ei kotha ta mon chuye gelo je...meyeder haate dhorei rannagulo ekta generation theke onyo generation er kache jay. Khub relate korte parchi kotha gulo r shathe. Apnara shokole bhalo thakben. Shubho Sharodiya

  • @pinkiroy3612
    @pinkiroy3612 2 місяці тому +16

    সকাল-সকাল ভিডিও পেয়ে খুব খুশি হলাম ❤❤❤😊

  • @PampaDas-mv6kv
    @PampaDas-mv6kv 2 місяці тому

    Tomadr sansarer baper bari sosur barir lokr gunr tulona nei...❤❤etto valo saby ki kore ❤️❤️amdr poribare jdi erakm valo basar manus thakto 😢khb valo hoto❤❤❤subha mahalaya di

  • @Bappa706
    @Bappa706 2 місяці тому +7

    শুভ মহালয়ার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা খুব সুন্দর লাগলো ভিডিওটা

  • @marmitabs1988
    @marmitabs1988 2 місяці тому

    দিদি সত্যি বলছি এত প্রাণ খুলে আমি অনেকদিন পর হাসলাম..তোমরা খুব খুব খুব খুব খুব খুব ভালো থাকো... তোমার মা এত ভালো কথা বলেন যে কি করবো🙏🏻🙏🏻

  • @sonalisantra9001
    @sonalisantra9001 2 місяці тому +8

    ভাল লাগল মহুয়া,মা আসতে এত আনন্দ হল আর শেষে মাকে ভূত দেখিয়ে তাড়িয়ে দেবে নাকি ?😄 যে মুহুর্ত গুলোকে ভিডিও করে রাখছো তা অমূল্য। 😊যাইহোক সবাই ভাল থাকবে ।মাকে নিয়ে আনন্দ করো।❤❤❤

  • @Its_manasi_s_vlog
    @Its_manasi_s_vlog 2 місяці тому

    মায়ের হাতের রান্না সবসময়ই অমৃত লাগে তাইনা বলুন দিদিভাই মনে হয় মুখে লেগে আছে যেন, কি সুন্দর করে রান্না করলেন মাসিমা সত্যি কথা বলছি, আমার রান্না টা সেখা হয়েগেল। মাসিমা কে আমার অনেক অনেক প্রনাম দিয়ো তুমি দিদিভাই মায়ের সঙ্গে অনেক অনেক আনন্দ করে পুজোর দিন গুলো কাটাও ভালো থেকো তোমরা সবাই ❤❤❤❤

  • @merinamondal8043
    @merinamondal8043 2 місяці тому +4

    অসম্ভব সুন্দর হয়েছে ভিডিওগুলো । আর কাঁচ কলার কবিতাটা দেখে জিভে জল চলে এলো কি যে ভালো লাগলো কি বলবো পুরনো দিনের একটা রেসিপি আমারও দিদা বানায় খুব ভালো লাগে খেতে❤❤❤❤❤❤

  • @aditibiswas2464
    @aditibiswas2464 2 місяці тому

    কী সুন্দর তুমি, দাদা আর মাসিমা একসঙ্গে বসে মহালয়া দেখছো। কি ভালো লাগছে।। সত্যিই তর্পণের সময়টা সবার জন্য খুব কঠিন।।

  • @pujadea3077
    @pujadea3077 2 місяці тому +8

    Khoub khoub valo laglo didi. Tomar maa r mojar mojar kotha gulo sunte khoub valo lage.

  • @GolokChatterjee-z6z
    @GolokChatterjee-z6z 2 місяці тому +2

    মানিক মৈনাক মেহা মহুয়া সত্যি আপনারা মানুষ ভাল লাগলো । শুভ কামনা করি ভাল থাকবেন। মামনি আপনি ভাল ভাল রান্না দেখান।

  • @debalinakundu8213
    @debalinakundu8213 2 місяці тому +5

    Ami na uthle tui uthbina ata akta common kotha maa e der ki sundor maa r mayer golpo khub enjoy korlam

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 2 місяці тому

    Khub khub bhalo laglo. Blog ta.

  • @mampicreators
    @mampicreators 2 місяці тому +4

    কাঁচ কলার কোপ্তা টা খুবই ভালো হয়েছে দেখে তো আমারই খেতে মন চাইছে কাল কার কার মন চাইছে আমার মত

  • @seemasur5210
    @seemasur5210 2 місяці тому

    Mohua di best statement aaj.... "Ei desher hawa lege geche" Tumi Meha ke bolcho..... Kintu aamar besh bhalo laglo oor dressing sense..... Sundor beige colour with black pants...

  • @boishakhi3433
    @boishakhi3433 2 місяці тому +5

    পর পর দুদিন ব্লগ 😊এ যেন মেঘ না চাইতেই জল🥰 দারুন লাগলো ব্লগটি🥰🌸

  • @susmitabarman1417
    @susmitabarman1417 2 місяці тому

    Ato valo lage apner sab vlog ja seta bole bojate parbo na.❤.apner new vlog aslei monta sudhu tane seta dekhar jonno..advut ekta valo laga thake apner volg gulote r apner family r sobai ato valo shanto ki kore? Sabai valo thakben.maa ka anek din por peyechen..valo rakhben.😊

  • @aloktaghosh1567
    @aloktaghosh1567 2 місяці тому +12

    খুব ভালো লাগলো ।পুজো ভালো করে কাটাবেন ❤

  • @SuparnaBanerjee-xv4pz
    @SuparnaBanerjee-xv4pz 2 місяці тому

    Tomader Mohaloya din tir celebration khub vlo laglo ❤...kintu WB basi ei dinta a bochor aktu onno rokom vabe...&first time dekhlo...jhor brishti megh gorjon r tari modhye Rajpothe jono gorjon r jono joar eri modhey Maa alen 2chokhe jol nie 🙏..Maa er kache prathona kori etho diner etho manuser chokher jol r prothibad jeno mithye na hoe 🙏🏼🙏🏼...sobai vlo theko ❤❤

  • @mistumalik453
    @mistumalik453 2 місяці тому +11

    Fast like fast comment korlam 😊 সবাই কে জানাই 🙏🏻 শুভঃ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🪔🌼📻

  • @amitshil5396
    @amitshil5396 2 місяці тому

    মার হাতের রান্না স্বাদ আলাদা😊😊😊 খুব ভালো লাগলো দিদি❤❤

  • @bha-h8d
    @bha-h8d 2 місяці тому +8

    Ai ekjoner poribar dakhle mon vore jai,,,kono উঁচু চিৎকার নেই ,,,,khub sundori ❤

  • @arpitapritisha1960
    @arpitapritisha1960 2 місяці тому

    Sotti vlog gulo dekhle mon juria jai😊❤

  • @mahamayasarkar3012
    @mahamayasarkar3012 2 місяці тому +19

    ভূতের কথা শুনে খুব হাসলাম,মাসীমা খুব ভয় পান ।

  • @shubhamukherjee3186
    @shubhamukherjee3186 2 місяці тому

    Thanks for sharing this kacha kolar kofta recipe. I am planning to make this next week .

  • @Sam-b7w2k
    @Sam-b7w2k 2 місяці тому +4

    মা কাছে থাকলে মন টা খুব ভালো হয় কিন্তু শরীর টা একটু অলস হয়ে যায় ❤❤ মা কে দেখলে কিন্তু নিজে হাতে রান্না করে মা বাবা কে খাওয়ানোর মত শান্তি আর একটাও হয় না ❤❤

  • @rumachatterjee8673
    @rumachatterjee8673 2 місяці тому

    Jotoii dekhi aro beshi bhalo beshe feli tomader. You people are so natural, without any ado❤

  • @malayghoshghosh5608
    @malayghoshghosh5608 2 місяці тому +16

    Didi mayer sathe khub dustumi korcho darun laglo❤❤❤❤

  • @bandanaghosh2180
    @bandanaghosh2180 2 місяці тому +1

    না না রকম কোপ্তা, আমার শাশুড়ি মা অসাধারণ বানাতেন। কাঁচকলার কোপ্তা নিরামিষ ভালো লাগে।

  • @tamamondal6293
    @tamamondal6293 2 місяці тому +5

    অপূর্ব একটি ভ্লগ উপহার দিলে গো। অনেক ধন্যবাদ ❤

  • @MituRani-ny5yx
    @MituRani-ny5yx 2 місяці тому

    দিদি আমরা বাংলাদেশেরো কিন্তু অনেক ফ্যান আছি তোমার। ভিষণ ভালো লাগে তোমার ভিডিও 🇧🇩🇧🇩

  • @minudebnath6626
    @minudebnath6626 2 місяці тому +12

    খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে❤❤শুভ মহালয়া পুজো খুব ভালো কাটুক সবার❤❤❤❤❤

  • @SUKHDEBADHIKARI
    @SUKHDEBADHIKARI 2 місяці тому

    আপনার একটা জিনিস দেখে খুব ভালো লাগে যে আপনার ছেলে মেয়ে বাংলা ভালো বলতে নি পারলেও বুঝতে খুব ভালো পারে। আপনাদের প্রনাম রইলো❤❤❤

  • @ShrutiChakraborty-h9m
    @ShrutiChakraborty-h9m 2 місяці тому +13

    শুভ মহালয়া দিদি তোমাদের সবাইকে ❤❤❤

  • @RakinKhan-j1e
    @RakinKhan-j1e Місяць тому

    মা আর মেয়ের দুষ্টু মি কত ই সুন্দর।

  • @tapasidas4887
    @tapasidas4887 2 місяці тому +6

    খুব খুব সুন্দর হয়েছে ভিডিও টা,, পরে ভিডিও র জন্যে অপেক্ষায় রইলাম, শারদীয়া শুভেচ্ছা খুব আনন্দ করুন আপনার ❤

  • @basabibanerjee6327
    @basabibanerjee6327 2 місяці тому

    মা থাকলে একটা আলাদাই আনন্দ।এই মা যখন বাড়ি ফিরে যাবে বড় মন খারাপ হবে।❤

  • @sutapamukherjee9735
    @sutapamukherjee9735 2 місяці тому +5

    তোমার মায়ের উপস্থিতিতে ভিডিও গুলো দেখে খুবই আনন্দ পাচ্ছি❤❤

    • @krishnadutta4927
      @krishnadutta4927 2 місяці тому

      Amio kori kopta.Mayeder moto bhalo ranna keu korte parena.

  • @gktrina
    @gktrina 2 місяці тому

    Khub sundor video . Enjoy with your ma and thank you to kakima for the recipe .