প্রবাসে আমাদের এইবছরের সরস্বতী পুজোয় মেহার প্রথম শাড়িপড়া,রামার মশলাবাটা,ভোগে বাসন্তীপোলাও,মটরপনির

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @Shilpi-dc6hn
    @Shilpi-dc6hn 10 місяців тому +37

    বাচ্চা দের এত ভালো শিক্ষা দেওয়া ‌দেখে খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে

  • @triasha1607
    @triasha1607 9 місяців тому +128

    দেশের মানুষ জন দেশে থেকে দেশীয় সংস্কৃতি ভুলে যাচ্ছে আর তোমরা সেই সুদূর বিদেশে থেকে নিজেদের সন্তানের মধ্যে মাতৃভূমির সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। সত্যি কুর্নিশ জানাই তোমাদের।মন ভরে যায় তোমাদের এই পরিবার দেখে❤

  • @dipikaacharya9809
    @dipikaacharya9809 10 місяців тому +53

    মানিকবাবু আপনি সত্যিই মানিক। যেমন গানের গলা, তেমন রান্নার প্রতি পারদর্শীতা, তেমন পূজা পাঠ।

  • @ItzAyanEditz00
    @ItzAyanEditz00 9 місяців тому +14

    প্রবাসে থেকেও বাংলার ঐতিহ্য ধরে রাখার কতো প্রচেষ্টা তোমাদের। খুব ভালো লাগে। মেহাকে খুব সুন্দর দেখতে লাগছে। তার সঙ্গে তোমাদেরও। পুজোর আয়োজন দেখে মন ভরে গেল।❤❤

  • @itzqueensangita0618
    @itzqueensangita0618 10 місяців тому +188

    একেই বলে বাঙালি,,, পৃথিবীর যে প্রান্তেই থাকুক,, নিজের ঐতিহ্য কে ভোলেনা,,, আর দাদার গান,,,উফফফ.......সে আর নতুন করে কি বলবো😊😊😊😊এভাবেই চরুউ পাখির ছানা দুটো বড় হয়ে উঠুক

    • @MunmunBera-oh5hy
      @MunmunBera-oh5hy 10 місяців тому +5

      Akdom...dadaer gan osadharon....r Meha r sawsati montro pronunciation daron....rama to always charming.......r Tumoer to juri mela bhar....duto culture ke ato bhalo bhabe mix up Koro.... osadharon na bole upai thake na

  • @puspachakraborty3603
    @puspachakraborty3603 10 місяців тому +4

    মন হারালো গানটা পুরোটা শুনতে চাই দাদা
    তোমার গানের গলা খুব সুন্দর
    আর হলুদ সারি পাঞ্জাবি তে সবাই কে খুব সুন্দর লাগছে

  • @shiladebnath647
    @shiladebnath647 10 місяців тому +9

    তোমার এই ছোট্ট পরিবার আমার বড্ডো কাছের হয়ে উঠেছে, প্রায় এক বছর থেকে দেখছি তোমাদের, নিজের দিদি ছাড়া অন্য কিছুই মনে হয় না, মনে হয় সারাদিন পর বিদেশে তোমরা কি করছো , সারাদিন কিভাবে কাটালে 4জন একবার ভিডিও কল করে জেনে নিলাম। তুমি আমাদের প্রতিদিন বলো, তোমায় ভাষাতেই তোমায় বলি ভালো থেকো সুস্থ থেকো তোমার পরিবার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা vlog এ , অপেক্ষায় থাকলাম। তোমার পরিবারের জন্য ভালোবাসা তো সবসময় আছেই, তাই আর একবার বললাম, মানিক দা, মেহা রামা বুড়ি আর তোমার জন্য আমার আর আমার পরিবারের অনেক ভালোবাসা। আমি আর আমার মা দুজনেই তোমাদের দেখি একসাথে, মায়ের তরফ থেকেও অনেক ভালোবাসা নিও❤

  • @ripanbiswas3133
    @ripanbiswas3133 10 місяців тому +1

    খুব সুন্দর লাগছে চার জনকে। দাদা ও দিদি জুটি খুব মিষ্টি। রামা ও মেহা খুব ভালো। ওরা বড় হয়ে তোমাদের মত ভালো মানুষ হবে। আরও সুন্দর হয়ে যাচ্ছো দিন দিন তুমি দিদি। শাড়ি টা সুন্দর লাগছে। শাড়ি তে সব সময় সুন্দর লাগে। অনেক ভালোবাসা রইল❤❤

  • @dipsaha5074
    @dipsaha5074 10 місяців тому +10

    দিদি আপনার বাচনভঙ্গি ভীষণ মনো মুগ্ধকর।।

  • @lopamudradey9040
    @lopamudradey9040 10 місяців тому +1

    আজ ভাষা দিবসে দেশ থেকে এত দূরে থেকেও নিজের ভাষা নিজের সংস্কৃতি র প্রতি এই যে শ্রদ্ধা এই যে ভালোবাসা এই যে পরের প্রজন্ম কে এই শিক্ষা টুকু দিয়ে যাওয়া, এটা যে কি পরম পাওনা!! সবাই যেন তোমাদের দেখে এই টুকু শেখে অন্তত

  • @abiraghosh3234
    @abiraghosh3234 10 місяців тому +4

    পুজো খুব সুন্দর হয়েছে দাদার গান মেহার শাড়ি পরা রামার মশলা করা আর তোমাকে দেখে ভীষন ভালো লাগলো ভালো থেকো ❤

  • @asishpore6413
    @asishpore6413 10 місяців тому +1

    দিদি মেহা ভাগ্নি কে শাড়িতে বেশ ভালো লাগলো আর জামাইবাবুর গানের গলা বেশ ভালো তোমাদের সবাইকে বেশ ভালো লাগছে

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 10 місяців тому +16

    তোমরা ওখানে যে পুজোই কর, তোমাদের পুজোয় আন্তরিকতা ও ভালোবাসা মন ছুঁয়ে যায়। বাংলা ও বাঙালির ঐতিহ্য তোমরা প্রবাসে যেভাবে বজায় রেখেছ, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরনীয় ❤❤😊😊

  • @anuradhaduari4675
    @anuradhaduari4675 10 місяців тому +4

    মেহা কে শাড়িতে খুব মিষ্টি লাগছে,,যেন মনে হলো চোখের সামনে দেখতে দেখতে মেহা কতো বড়ো হয়ে গেল ❤❤❤❤ মানিক দা তো সবসময়ই প্রানবন্ত,, প্রাণোচ্ছল ❤❤❤❤ অনেক ভালোবাসা আপনাদের ❤❤❤❤

  • @shellytapadarvlogs
    @shellytapadarvlogs 10 місяців тому +17

    কি বলবো বুঝতে পারছি না।। তিনবার করে দেখে ই গেলাম শুধু।। ভালোবাসা অনেক ❤❤

  • @alishaangel1031
    @alishaangel1031 9 місяців тому +1

    ভালো বাসার মানুষ টা এতো সুন্দর করে গান গাইলে মন পেরান জড়িয়ে ওঠে ❤❤

  • @sanchitagoutam4262
    @sanchitagoutam4262 10 місяців тому +10

    মেহা কে বাসন্তী শাড়ি পরে পুরো মা সরস্বতী লাগছিল। সবাইকে খুব সুন্দর লাগছিল। অপূর্ব আয়োজন।

  • @ChhandaGhosh-yg7mh
    @ChhandaGhosh-yg7mh 10 місяців тому +2

    আজ তোমার দিকে তাকানোর ফুরসৎ পাই নি। মানিক বাবু ও মেহার দিক থেকে চোখ সরাতে পারলাম না।এত সুন্দর করে গান সহযোগে রান্না!!!আর মেহা তো শাড়ি পরে বড় হয়ে গেল! ছোট্ট মিষ্টি রামা আর বাবার গান, দারুন লাগলো। সবাই মিলে ভালো থাকো।

  • @pritamdas1807
    @pritamdas1807 10 місяців тому +275

    ১৬ আনা বাঙালি পুজো।। মেহাবোনকে শাড়িতে বেশসুন্দর লাগছে,, ❤❤ সরস্বতী পুজোই শাড়ি পড়ার হাতে খড়ি হলো😮🎉🎉🎉।।।। গানটা সুন্দর লাগলো,,

    • @chandralekhabanerjee1588
      @chandralekhabanerjee1588 10 місяців тому +6

      মেহাকে কতো বড় লাগছে ।খুব সুন্দর লাগছে ।তার সঙ্গে তোমাকেও খুব সুন্দর লাগছে ।সবাই ভালো থেকো সুস্থ থেকো ।

    • @tapasighosh1294
      @tapasighosh1294 10 місяців тому +1

      Yes

    • @birenkri007
      @birenkri007 10 місяців тому

      ❤​@@chandralekhabanerjee1588

    • @shubhramajumder2043
      @shubhramajumder2043 10 місяців тому +3

      মানিক বাবুর গলায় সরস্বতী পূজার দিন গান ও মন্ত্রপাঠ ভীষণ ভালো প্রাপ্তি।

    • @dr.archanabiswas4710
      @dr.archanabiswas4710 10 місяців тому

      Aaaàaaaaaa
      9a😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@chandralekhabanerjee1588

  • @bhaswatichatterjee4495
    @bhaswatichatterjee4495 10 місяців тому +24

    প্রবাসে খাঁটি বাঙালি আর বাঙালিয়ানা দেখলে মনটা সত্যি ভরে যায়, অনেক ভালোবাসা

  • @biswajitgoswami493
    @biswajitgoswami493 10 місяців тому +87

    " আমার হৃদয়ের ভাষা "
    আমার হৃদয় জুড়ে
    আমার স্বপ্ন - আশা ,
    আমার রক্তে - হৃদয় জুড়ে
    শুধুই বাংলা ভাষা ।
    আমার যত না বলা কথা
    সহজে বলতে পারি ,
    একদিন নয় সারাবছর
    বাংলা অহংকারী ।
    বাংলা মায়ের কোলে মাথা রাখি
    ভুলে যাই সব শোক,
    পুনর্জন্ম থাকলে আবার
    এখানে জন্ম হোক

    • @prithachatterjee7760
      @prithachatterjee7760 10 місяців тому +2

      Akdom thik ,aabar jeno ai Banglatei jonmo ni

    • @biswajitgoswami493
      @biswajitgoswami493 10 місяців тому

      @@prithachatterjee7760 যে ভাষায় আমের নাম হিমসাগর আর গ্রামের নাম বীরসিংহ, ফুলের নাম অপরাজিতা আর দুলের নাম ঝুমকো, পাখির নাম বউকথাকও আর ফাঁকির নাম দেশভাগ, মিষ্টির নাম বালুসাই আর বৃষ্টির নাম ইলশেগুঁড়ি, মাছের নাম রূপচাঁদা আর গাছের নাম শিশু, কবির নাম জীবনানন্দ আর ছবির নাম সাড়ে চুয়াত্তর, কাজীর নাম নজরুল আর পাজির নাম পাঝাড়া, ঋতুর নাম হেমন্ত আর থিতুর নাম বিবাহিত, মাসের নাম শ্রাবণ আর ঘাসের নাম দূর্বা, গানের নাম ভাটিয়ালী আর ধানের নাম বিন্নি, খেলার নাম গোল্লাছুট আর ঠেলার নাম বাবাজী, সুরের নাম রামপ্রসাদি আর গুড়ের নাম নলেন, রেলের নাম কাঞ্চনকন্যা আর তেলের নাম জবাকুসুম, দাদার নাম ফেলু আর ধাঁধার নাম শুভঙ্করী, হাসির নাম খিলখিল আর বাঁশির নাম মোহন, ঝড়ের নাম কালবৈশাখী আর ঘরের নাম 'ভালো বাসা', যুদ্ধের নাম মুক্তি আর বুদ্ধের নাম অমিতাভ, প্রেমের নাম দেবদাস আর ট্রেমের নাম পরকীয়া, নদীর নাম কীর্ত্তনখোলা আর যদির নাম দিবাস্বপ্ন, রোগের নাম সন্ন্যাস আর যোগের নাম মণিকাঞ্চন, সাপের নাম শঙ্খচূড় আর বাপের নাম আপনি বাঁচলে
      তাকে ভালো না বেসে পারি?
      সংগৃহিত
      ❤❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  10 місяців тому +5

      অপূর্ব সুন্দর😊❤️🙏

    • @srijasur2526
      @srijasur2526 10 місяців тому

      Apnar video khub bhalolage didi@@probaseghorkonna2712 . Kintu apnader dekhi r mone hoye jiggesh kori j apnader Desh phire asar kono icche acche, in future?

    • @Swasti_Chatterjee
      @Swasti_Chatterjee 10 місяців тому

      Mohua bason gulor link Tumi dile ki ami India theke Pete pari dio tahole

  • @mahuachatterjeemondal9542
    @mahuachatterjeemondal9542 10 місяців тому +1

    আপনাদের সকলকে কী মিষ্টি লাগছে। আপনার ব্লগগুলো আমি, আমার বাবা মা সকলে দেখি। আসলে আপনার পরিবারকে মনে হয় পাশের বাড়ির একটি আন্তরিক পরিবার। খুব ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে। প্রতিটি vlog এর মতো এই vlog টিও খুব মিষ্টি লাগলো।

  • @rajibdas2195
    @rajibdas2195 10 місяців тому +3

    দাদার গানের গলা খুব সুন্দর আর তোমাদের সকলকে খুব সুন্দর লাগছে ❤❤❤❤

  • @runabanerjee9373
    @runabanerjee9373 10 місяців тому

    Bah kee sundor koray pujo koraycho. Deykhey khub bhalo laglo. Sobai kay khub bhalo lagchey 👌👌❤️❤️❤️

  • @monomitamondal6594
    @monomitamondal6594 10 місяців тому +54

    সত্যিই এতো দূরে থেকে ও তুমি কি সুন্দর আমাদের সংস্কৃতি কে মনের কোনায় রেখেছো খুব গর্বিত দিদি 🥰🥰 ।।। মেহাকে অপূর্ব লাগছে শাড়িতে।।। আর গানে গানে দাদার ভোগ রান্না অপূর্ব

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  10 місяців тому +2

      অসংখ্য ধন্যবাদ😊❤️🙏

    • @mousumisengupta5408
      @mousumisengupta5408 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @baishakhinathmitra2891
      @baishakhinathmitra2891 10 місяців тому

      Mohuya tumi deshe kar theke gujrati kajer saree ta niyecho bolbe plz

    • @baishakhinathmitra2891
      @baishakhinathmitra2891 10 місяців тому

      ​@@probaseghorkonna2712 khub upokar hoy go. Samnei vai er biye akta nitam

    • @arundhatimukherjee1900
      @arundhatimukherjee1900 10 місяців тому

      Darun sundor vlog ta ..apnar nonstic pan er set tar link deben ..khub sundor

  • @siddharthabose4668
    @siddharthabose4668 10 місяців тому +1

    একটু দেরি হলো আপনাদের ভিডিওগুলো দেখতে। মানিকদার গলায় গানগুলো দারুণ লাগলো। কিন্তু আজকের দিনের সবচেয়ে সুন্দর হচ্ছে মেহার হলুদ শাড়ী পরে সরস্বতী পূজো কাটানো। আপনারা সবাই খুব ভালো থাকবেন।

  • @queenart35
    @queenart35 10 місяців тому +5

    প্রবাসে থেকেও বাঙালি ঐতিহ্য কে এত সুন্দর ভাবে বাঁচিয়ে রেখেছো দিদি তোমাকে কুর্নিশ জানায়❤❤❤অনেক ভালো থেকো দিদি।। কথার মধ্যে এত মিষ্টতা মন ভরে যায়❤

  • @dipdebnath2754
    @dipdebnath2754 10 місяців тому +1

    রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।এই ব্লগটির অপেক্ষায় ছিলাম।মেহা দিদিভাই কে খুব সুন্দর লাগছে শাড়ি পরে।আর রামা দাদা ভাই কে আর মানিক বাবাকে হলুদ পাঞ্জাবী পরে মানিয়েছে দারুন।মানিক বাবার গান শুনলাম ।কি সুন্দর ভরাট গলার স্বর।!সবার কথাতো বললাম।আমার মহুয়া মায়ের মিষ্টি হাসি র সঙ্গে স্বর সতী পূজার ধারা ভাষ্য টির তুলনা নাই!🙏🙏👌👌🌷🌷🌷❣️❣️

  • @kakolichatterjee2512
    @kakolichatterjee2512 10 місяців тому +4

    অনবদ্য
    কিছু বলার ভাষা নেই।

  • @juinnandy6246
    @juinnandy6246 10 місяців тому +1

    খুব ভাল লাগল। দাদার গানের গলা খুব সুন্দর। মেহা আর রামা কে খুব সুন্দর লাগছে আর তোমাকেও

  • @diptidas1916
    @diptidas1916 10 місяців тому +30

    অসম্ভব সুন্দর একটি ভিডিও ❤️ দাদার রান্না আর সাথে দাদার গান দারুন লাগে।। ❤️খুব মিষ্টি লাগছে সবাইকে ❤️👌

  • @sankardas7534
    @sankardas7534 10 місяців тому

    সতি্ দিদি তোমার সব কটা ভলগ আমাদের নতুন করে অনেক কিছু শেখায় ভালো থেকো সবাই

  • @sarmitaghosh9330
    @sarmitaghosh9330 10 місяців тому +5

    অসাধারণ তোমাদের শিক্ষা ও সংস্কৃতি । আর দাদার তো কোনও জবাব নেই। কী অসাধারণ গানের গলা।

  • @this_is_funny_n_beautiful
    @this_is_funny_n_beautiful 10 місяців тому +1

    Didi tomar family ta ekdom perfect.. Shobai eto sweet j bolar kotha na..Tumi hole tader captain..ektu late holo ei vlog ta dekhte amar exams cholchilo bole kintu tomar ektao video miss kora jaye na . Love you loads Mohua Aunty ❤❤

  • @somaghosh4573
    @somaghosh4573 10 місяців тому +2

    মহুয়া সরস্বতী পুজোর দিন তোমাদের চারজনকেই দেখে খুব ভালো লাগলো ।আর মাঝেমধ্যে মানিক দার গান শুনতে চাই।এত ভালো লাগলো। তোমরা এভাবেই একে অপরের পাশে সারাজীবন থেকো।❤

  • @RimiNayak-s3o
    @RimiNayak-s3o 10 місяців тому +6

    দাদার গলায় গান শোনা এক পরম পাওয়া

  • @subhrakar3897
    @subhrakar3897 10 місяців тому

    প্রতিদিন ই তোমার ব্লগে নতুনত্ব থাকে, আজও তাই, খুব ভালো লাগলো। আজকের নতুনত্ব মেহার শাড়ি পরা আর তার বাবার খুব সুন্দর গান, পুরোটা শুনলে আরও ভালো লাগত

  • @purnimachakraborty2166
    @purnimachakraborty2166 10 місяців тому +1

    অসাধারণ লাগল। মেহাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আর মাণিকবাবুর এতো সুন্দর গুছিয়ে রান্না অতুলনীয়। সমস্ত কিছু মিলিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। তোমরা সকলে খুব ভালো থেকো ।

  • @samsunga13samsung56
    @samsunga13samsung56 10 місяців тому

    বা.হ.মানিক বাবু খুব সুন্দর গান গায় প্রবাসে আপনারা দেশের সংস্কৃতি বজায় রেখেছেন

  • @sarbanibanerjee3300
    @sarbanibanerjee3300 10 місяців тому

    খুব সুন্দর খুব ভালো লাগলো পূ জো দেখতে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল

  • @dungri92
    @dungri92 10 місяців тому

    দাদা দারুন সুরে গায় তো!সবার সাজ খুব সুন্দর হয়েছে। দুর্দান্ত আয়োজন। বেশ ভাল লাগলো।

  • @rinkubhowmick815
    @rinkubhowmick815 10 місяців тому +1

    Dada কিন্তু প্রতি বার রান্না করতে করতে গান গায় ❤খুব ভালো লাগলো ভিডিওটা ,মেহাকেও খুব খুব মিষ্টি লাগছে ছোটো সরস্বতী ❤

  • @papiyamaji607
    @papiyamaji607 10 місяців тому

    Darun laglo aj ker video.sob miliye asadharon

  • @rupaghosh4890
    @rupaghosh4890 10 місяців тому +1

    অপূর্ব অপূর্ব সুন্দর পূজো,মৌ। ভীষন ভালো লাগে

  • @sukladey9482
    @sukladey9482 10 місяців тому +1

    মেহাকে আর তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে ।আর মেহার বাবার গান খুব ভালো লাগলো ।খুব আনন্দে থেকো।

  • @rupsaghosh1052
    @rupsaghosh1052 10 місяців тому +1

    উফফফ!!!! মানিক দার গান আর রান্না,মেহার প্রথম শাড়ি পড়া দুর্দান্ত লাগলো ব্লগ টা❤❤

  • @linamukherjee6693
    @linamukherjee6693 10 місяців тому

    অপূর্ব লাগলো ব্লগ টা সবাই মিলে কি সুন্দর ভাবে পূজার কাজ করলে মানিক রান্না করল কি সুন্দর মেহা আর রামার সাজ খুব সুন্দর হয়েছে ভালো থাকো তোমরা

  • @gayatribhowmik8721
    @gayatribhowmik8721 10 місяців тому

    Mahua tumi bachcha der khub sundor sanskar diye manush korcho...Meha saari pore ki sundor lagche r Rama to khub sweet...tomer husband khub bhalo gaan gaay...temon e sundor moner manush...sabai bhalo theko

  • @pampamukhopadyay5062
    @pampamukhopadyay5062 10 місяців тому

    মেহা কে কি মিষ্টি লাগছে শাড়ি পরে। Rama র পুজো ত সব থেকে মজার , নিজের মতো করে নিজের খেয়াল এ ছিল। তোমাদের parenting খুব ভালো। বাচ্চা দের সব থেকে বড় শিক্ষা কিন্তু বাড়ি থেকে হয়। তোমরা সেটা খুব ভালো করে দিচ্ছ। খুব ভালো থেকো।

  • @mahuadey524
    @mahuadey524 10 місяців тому

    সবাই কে খুব ভালো লেগেছে আর দাদার গান উপরি পাওনা ।সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ।

  • @somnathmukherjee2640
    @somnathmukherjee2640 10 місяців тому +1

    খুব ভালো লাগলো সকলকে। বিশেষতঃ মেহা আর মানিকবাবু অনেকটাই এগিয়ে থাকছেন।

  • @somaadhikary47
    @somaadhikary47 10 місяців тому +1

    খুব ভালো লাগলো পূজো দেখে।
    দূর্দান্ত হয়েছে রান্না আর দাদার গান।
    সবাই কে খুব সুন্দর লাগছে।

  • @suparnapodder2533
    @suparnapodder2533 10 місяців тому +1

    Ki misty lagche mahake khub sundor hoyeche pujor ayojon❤❤❤❤

  • @tushanbanik8365
    @tushanbanik8365 4 місяці тому +2

    আপনার বরের গলার স্বর অনেক সুন্দর গান খুব সুন্দর গায়

  • @arpitapaul9028
    @arpitapaul9028 10 місяців тому

    Meha k khub misti lagche.....ekbare saroswati thakur.... Mahua tomak o khub sundor dekhachhe .....tomader barir saraswari pujo khub bhalo lagloo...tomra 4 jone khub bhalo theko❤❤❤❤

  • @monimoychakraborty3652
    @monimoychakraborty3652 10 місяців тому

    আপনার প্রতিটি ব্লগ দেখি। বেশ কিছু বছর ধরে। বলা ভালো আপনাদের ব্লগ এর অপেক্ষা তে থাকি। এবছর ও স্বরস্বতী পূজার ব্লগ দেখে মন ভরে গেলো। দিন কিভাবে এগিয়ে চলে..... ছোট্ট মেহু এবার শাড়ি পরে নিলো। এবার মানিক বাবুর গান উপরি পাওনা। দারুন জমে গেলো। মন ভরে গেলো। আপনারা সকলে ভালো থাকুন। রামা বুড়ি হয়তো বাবার সাথে ভোগ রান্নায় পুরোপুরি 50/50 অংশ নেবে।
    মন খারাপ যেটা হয়তো আগামী সরস্বতী পূজার ব্লগ টি আমার আর লাইক দেওয়া হবে না। ঠাকুর মা স্বামীজী র কাছে আপনাদের কুশল কামনা করি।

  • @sushmitaroy1334
    @sushmitaroy1334 10 місяців тому

    আজকে মেহার দিক থেকে চোখ ফেরাতে পারলামনা, আমি আগে দেখতে পারিনি এই ভ্লগটা আজ দেখলাম, মাণিক বাবু কিন্তু রান্না এবং গান দুটোতেই বেশ পারদর্শী , খুব ভালো লাগলো ছিমছাম সুন্দর ভ্লগটা। জয় মা সরস্বতী 🙏🏻🙏🏻🙏🏻😊

  • @SushmitaSingh-ch4kb
    @SushmitaSingh-ch4kb 10 місяців тому +1

    পূজ, রান্না, বাচ্ছা দের সব খুব সুন্দর সাথে তুমি আর দাদা র গান❤❤

  • @rinkumukherjee3260
    @rinkumukherjee3260 10 місяців тому

    খুব ভাল লাগল পুজো দেখতে।পুরোপুরি বাঙালি পুজো।প্রদীপটা খুব ভাল লাগল দেখি amazon এ যদি পাই

  • @shreyasarkar4174
    @shreyasarkar4174 10 місяців тому +1

    Bah! Darun holo saraswati pujo, sabaike khub sundar lagche

  • @MinakshiMukherjee-i1t
    @MinakshiMukherjee-i1t 4 місяці тому

    মানিক বাবু সত্যিই আপনি খাঁটি মানিক যেমন আপনার গানের গলা (মন হারানো হারানো মন হারানো) তেমনি রান্না য় পারদর্শীতা আর পৌরহিত্যে দক্ষতা দেখে অবাক হতে হয়। বিদেশে থেকে মাতৃভূমির সংস্কৃতি ও ছেলে মেয়েকে সঠিক ভাবে শেখানোর প্রচেষ্টা দেখে চোখ জুড়িয়ে যায়। শাড়ি পড়ে মেহাকে খুব সুন্দর লাগছে। এই ভাবেই হেসে খেলে স্ত্রী সন্তান দের নিয়ে সুখে দিনযাপন করুন। আপনি ও আপনার পরিবারের সবাই খুব ভালো।

  • @MultiDebangshu
    @MultiDebangshu 10 місяців тому +1

    আপনারা এরম আনন্দ করেই কাটান। ভগবানের কচে প্রার্থনা করি।
    মেহাকেও খুব মিষ্টি লাগছে।

  • @DebjaniGupta-c7j
    @DebjaniGupta-c7j 10 місяців тому

    খুব ভালো লাগলো ভিডিও টা বিদেশে বসে সম্পূর্ণ বাঙালি য়ানা বজায় রেখে এইভাবে সরস্বতী পুজো করা দেখে মনটা আনন্দে আপ্লুত হয়ে গেল। মহুয়া তোমার হাজব্যান্ড এর গানের গলা খুউব সুন্দর আর তোমাদের সবাইকে দেখতেও ভারি ভাল লাগছে ♥️♥️♥️🌹🌹🌹🥰

  • @polydas2244
    @polydas2244 10 місяців тому +1

    সরস্বতী পুজো দারুন লাগলো 👍 তোমাদের সবাইকে খুব খুব সুন্দর লাগছে 👌❤️ দাদার গানের গলা অসাধারণ 👍 সবাই ভালো থেকো সুস্থ থেকো ❤️❤️❤️

  • @sharmilachatterjee9444
    @sharmilachatterjee9444 10 місяців тому +1

    Khub bhalo laglo go ❤❤❤❤

  • @RannarKhojKhobor
    @RannarKhojKhobor 10 місяців тому +1

    খুব মিষ্টি একটা পরিবার।। এই ভাবে সুখী পরিবারের সংখ্যা আরো বাড়ুক

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 10 місяців тому +2

    কি যে ভালো লাগলো আজকের ব্লগ টা কি বলবো,সুদূর প্রবাসে বসে তোমরা যে ভাবে দেশের রীতিনীতি ঐতিহ্য উৎসব ধরে রেখেছো,ছেলে মেয়েদের সেই ব্যাপারে সুশিক্ষা দিচ্ছো, দেখে মনটা ভরে যাচ্ছে,দেখো ওরা সুশিক্ষায় শিক্ষিত হবে,আর মেহারানিকে তো শাড়ি পরে একদম লেডি মনে হচ্ছে, খুব মিষ্টি লাগছে।রামা সোনা কে ও খুব সুন্দর লাগছে। মানিক বাবুর গানের গলা,রান্নার হাত একদম অসাধারণ, মহুয়া তোমার কথা আর কি বলবো, তুমি তো আমাদের খুব আদরের।❤🎉❤🎉❤🎉

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 10 місяців тому

    অসম্ভব সুন্দর প্রত্যেকটি আয়োজন 1 পূজোর পর স্বামীর। হাতে রান্না করা এই ভোগ খাওয়া অসাধারণ অনুভূতি। খুব ভালো থেকো সবাইকে নিয়ে।মেহু আর থামার জন্য অনেক ❤❤❤❤❤❤❤❤

  • @kuntolachakrabarty1006
    @kuntolachakrabarty1006 10 місяців тому +2

    দাদার গলা বেশ ভালো...... খুব সুন্দর আয়োজন...

  • @ritaroy3211
    @ritaroy3211 10 місяців тому

    অসাধারণ লাগল। তোমাদের দেখলে মন ভাল হয়ে যায়।কি সুন্দর আয়োজন। অনেক. শুভেচ্ছা🎉❤

  • @ramkar3784
    @ramkar3784 5 місяців тому

    Just speechless, the family fully traditional, educated, down to earth, humble, well mannered, well behaviour, no attitude ,no showoff, no ghamand, simplicity just another level, totally god gifted people who always be blessed, enjoy your every day

  • @shampamukherjee1647
    @shampamukherjee1647 10 місяців тому +1

    Meha ke bhari shundor lagchhe. God bless. Love to Rama and Meha!!

  • @TinkuBhattacharyya
    @TinkuBhattacharyya 10 місяців тому +1

    Khub bhalo Saraswati pujo dekhlam.Meha r. Baba allraunder.

  • @sursrijan
    @sursrijan 10 місяців тому +1

    খুব ভালো লাগলো। অত দূরেও যেভাবে পূজার আয়োজন হোলো দেখে অভিভূত। দাদার রান্না করা দেখে খুব ভালো লাগলো। বাড়তি পাওনা দাদার গান। আমি যেহেতু একটু সঙ্গীত চর্চা করি তাই কারো কণ্ঠে গান শুনতে পেলে খুব ভালো লাগে। যাইহোক খুব ভালো থাকুন সবাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।

  • @pritamdutta2406
    @pritamdutta2406 10 місяців тому

    Ki sundor lagche didi tomake.Meha,Rama,Dada sobai ke khub valo, misti legche.

  • @shrabanibhattacharjee9467
    @shrabanibhattacharjee9467 10 місяців тому +1

    মেহুর শাড়ী ; রামার কথাগুলো ; মানিক দার গলায় গান আর তোমাকে -- সব মিলিয়ে জাস্ট দারুণ ❤❤ খুব ভালো কাটলো তোমাদের সরস্বতী পুজো ; এই প্রার্থনাই করি রামা আর মেহু যেন জীবনে সুপ্রতিষ্ঠিত হয় আর মানুষের মতো মানুষ হয়

  • @malamodak9534
    @malamodak9534 10 місяців тому +1

    Choto Saraswati Meha ka.. abong puro paribar tai khub sundor lagacha❤❤❤

  • @indranibanerjee8948
    @indranibanerjee8948 10 місяців тому +2

    Khub bhalo laglo vlog ta sundor gan sunlam ranna dekhlam chele meye 2 ti ke ki sundor lagche ma babao khub bhalo sundor poripati pujo dekhlam vlog ta sorbango sundor sesh boli tomar shari ta gujrati stich er darun sundor tomke darun lagche 👌👌👌👌

  • @ajayjana8630
    @ajayjana8630 10 місяців тому +1

    ভাইঝি খুব সুন্দর লাগছে 🌹, দাদা ভাই আজ খুব সুন্দর গান, গেয়েছেন,জয় সরস্বতী মা❤❤❤

  • @madhusreemukherjee2097
    @madhusreemukherjee2097 10 місяців тому +1

    Dada r ganer gola ta khub sundor .Meha Rama k khub sundar lagche❤️

  • @SurajitaCDey
    @SurajitaCDey 10 місяців тому +1

    Ki mishti lagche Meha k... Chotto Saraswati thakur

  • @jhumadas4208
    @jhumadas4208 10 місяців тому

    Khub sundar pujo..... sobaike khub sundar lagchilo...

  • @sonalisantra9001
    @sonalisantra9001 10 місяців тому +2

    খুব ভাল লাগল তোমাদের সরস্বতী পূজো।বাইরে থেকেও তোমরা অনেক নিয়ম পালন করছো।মানিক বাবু একাধারে রাধুনি এবং গায়ক।ভাল লাগল ওনার গান।পূজোয় মাইকে যে গান বাজে ওটার অভাবও পুরণ হয়ে গেল। এইভাবে পরিবার নিয়ে হাসি খুসিতে থেকো মহুয়া।❤❤❤

  • @debojyotimukherjee3801
    @debojyotimukherjee3801 10 місяців тому

    সবাই কে খুব সুন্দর লাগছে , আর বেশ কয়েকটি সুন্দর গান ও শুনতে পেলাম সরস্বতী পুজোর দিনটিতে , খুব ভালো থেকো তোমরা সবাই ❤❤❤❤

  • @SaheliRoy10
    @SaheliRoy10 10 місяців тому

    সত্যি দিদি তোমার এই ভিডিওগুলো দেখলে মনে হয় দুনিয়ায় তোমাদের পরিবারটাই সবথেকে সুখী এভাবেই ভালো থাকো সবাইকে ভালো রাখো

  • @nandinidas9877
    @nandinidas9877 10 місяців тому

    দাদাভাইয়ের গানের গলা খুবই সুন্দর। দিভাই তোমাকে খুব মিষ্টি লাগছে।মেহু,রামাকেও ভালো লাগছে।❤❤❤❤

  • @supriyapramanik7618
    @supriyapramanik7618 10 місяців тому

    Tomader pujor ayojon dekhe mon bhore gelo.Manikbabur gaaner golati khub sundor.

  • @biswajitgoswami5498
    @biswajitgoswami5498 10 місяців тому +1

    ও বাবা! সবই বেশ দেখছিলাম। আপনি যেই ফায়ার অ্যালার্ম বললেন, আমি ভিরমি খেলাম। এক হপ্তা টানা ঘুমাতে পারিনি এই আপদের জ্বালায়। এই বস্তটায় পাটকেল ছোঁড়া উচিৎ।

  • @lopamudradey9040
    @lopamudradey9040 10 місяців тому

    আজীবন এই সুন্দর পরিবার টি যেন সব্বাইকে নিয়ে এমন সুন্দর থাকে এই প্রার্থনা করি

  • @anitadas6491
    @anitadas6491 10 місяців тому +1

    মানিক বাবুর গান অনেক দিন বাদে শুনলাম অপূর্ব সুন্দর।মেহা রামা আর তোমাকে খুব সুন্দর লাগছে।❤❤❤❤

  • @roy-c-13
    @roy-c-13 10 місяців тому

    আমি USA তে আসলাম দু'বছর হলো। এখানে আসার পর একদিন আমার UA-cam আপনার ভিডিও আসে, তখন থেকেই আমি দেখা শুরু করি। এরপর থেকে মনে হয়না আর কোন ভিডিও আমার মিস হয়েছে। অসম্ভব সুন্দর আপনার প্রেজেন্টেশন। মানিক দা, মেহা, মৈনাক সব মিলিয়ে খুবই প্রানবন্ত এবং অনেক ইনফর্মেটিভ। আমি আপনার থেকে অনেক রান্নাও শিখেছি দিদি। 😅 ভালো থাকবেন সবসময়।

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 10 місяців тому +1

    সমস্ত আয়োজন পরিপূর্ণ
    খুব ভাল লাগল দেখে ❤❤❤❤❤

  • @sayanipaul7423
    @sayanipaul7423 10 місяців тому +2

    Dadar gaan sunte sunte nijeo gun gun kore geye uthlam. Meha k sotti e sundor lagche❤️

  • @BithikaMukhopadhyay
    @BithikaMukhopadhyay 10 місяців тому +2

    মনটা ভালো লাগায় ভরে গেল ❤
    শুভ ও মঙ্গলময় হোক সকলের জীবন ❤

  • @mitaliroy6203
    @mitaliroy6203 10 місяців тому

    Vison sundor golata aro gan sunte chai. Sorosoti pujote besh ganta valoi laglo sobar sagta besh laglo.

  • @rinkumodak3497
    @rinkumodak3497 10 місяців тому +1

    খুব সুন্দর লাগছে সবাইকে আর সুন্দর হয়েছে পূজো❤🙏🙏

  • @ujjayinimajumdar2726
    @ujjayinimajumdar2726 10 місяців тому

    Meha ke khub sweet lagche ❤ Manik babur gaan o khub bhalo hoyeche 👌 Sob kichu darun hoyeche 👍

  • @Kobitarantorale
    @Kobitarantorale 10 місяців тому +195

    সত্যিই এক শিক্ষনীয় বার্তা পৌঁছে দিচ্ছে সকলের মধ্যে । আমরা যেখানেই থাকি না কেন আমাদের সংস্কৃতিকে ভুললে চলবে না ua-cam.com/users/shortsmTxXAkmqcZ0?si=RJ8Vx0HCzShHWkHZ

    • @putulsarkar3902
      @putulsarkar3902 10 місяців тому +1

      Khub bhalo laglo mahua❤

    • @bithikabaruaghosh8665
      @bithikabaruaghosh8665 10 місяців тому +2

      এটাই বারবার মনে হচ্ছিল

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  10 місяців тому +5

      😊❤️🙏

    • @mrmrsghosal7799
      @mrmrsghosal7799 10 місяців тому

      ​@@probaseghorkonna2712 didi akbr reply krbe plz

    • @mitadutta-ol2iz
      @mitadutta-ol2iz 10 місяців тому

      এভাবে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখুন। আবারো আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।

  • @PriyaAdak-z7d
    @PriyaAdak-z7d 10 місяців тому

    খুব খুব সুন্দর... প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে ❤ যেন মনে হয় মন ভরে দেখি ..খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই ..এই ভাবেই হাসিখুশি আনন্দে দিন কাটাও❤ তোমাদের দেখে শেখা উচিত পরিবার কাকে বলে 👩‍❤️‍💋‍👨

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 10 місяців тому

    কী নিষ্ঠা ভরে সরস্বতী পুজো করা, দেখে মনটা ভরে গেলো! ❤❤❤❤