প্রবাসে এবছরের আমাদের কোজাগরী লক্ষ্মীপুজো..বাবা মেয়েতে করল ভোগের রান্না..পাড়ায় দিয়ে এলাম প্রসাদ

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @chayanikadas1866
    @chayanikadas1866 Рік тому +54

    কথায় আছে জানেন তো ____
    " সংসার সুখী রমনীর গুনে ,
    গুণবান স্বামী যদি থাকে তার সনে ।"
    আপনি আর মানিক দা একে অপরের পরিপূরক ।
    সত্যিই উনার মধ্যে যে পারিবারিক সত্তা এবং শিক্ষা আছে সেটা খুব কম মানুষের থাকে ।
    সত্যি মানিক দা কে যত দেখি না তত ওনার মায়ের প্রতি সম্মান বেড়ে যায় , উনার পারিবারিক শিক্ষা এতটাই সুন্দর ।

    • @bithikasikdar117
      @bithikasikdar117 12 днів тому

      Didi pujo parbonar jinis patro rakhar jonno arakti choto frize niyanin. RadhaKrishno

  • @foodiebdvlogs4819
    @foodiebdvlogs4819 Рік тому +56

    মেহার বাবাকে খুব ভালো লাগে, মানুষটার ব্যক্তিত্ব চমৎকার।উনার ক্লিপ সব সময় চাই,উনাকে শুনতে খুব ভালো লাগে । অনেক অনেক দোয়া উনার জন্য।

  • @sohinibhattacharjee2171
    @sohinibhattacharjee2171 Рік тому +44

    শুধু লেখাপড়া নয় বা ভালো করে বললে পুঁথিগত বিদ্যা নয়,পারিবারিক শিক্ষা বা মূল্যবোধ এখনকার দিনে কতটা জরুরি সেটা এই vlog দেখলে বোঝা যায়।বাবা মায়ের শিক্ষা ছেলেমেয়ের উপর যেন সারাজীবন বর্ষায় এই কামনা করি।

  • @anuradhaduari4675
    @anuradhaduari4675 Рік тому +80

    মানিক বাবুর কোনো তুলনা হয় না 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 বিদেশের মাটিতে এভাবে নিজেদের ঐতিহ্যমন্ডিত করে, ধরে রাখা! মুগ্ধ হলাম দেখে ❤❤❤❤ মা লক্ষীর কৃপা বর্ষিত হোক আপনাদের জীবনে ❤❤

  • @PriYanka-sv3cl
    @PriYanka-sv3cl Рік тому +55

    সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে।।
    কথাটা তোমাদের ক্ষেত্রেই খাটে। এভাবেই মা লক্ষীর আশীর্বাদে পরিবার নিয়ে ভালো থেকো সুস্থ থেকো।💖

  • @dhritimukherjee7658
    @dhritimukherjee7658 Рік тому +139

    বিদেশের মাটিতে মা লক্ষ্মীর জন্য এতো নিখুঁত আয়োজন ভাবতেই ভালো লাগছে। মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর যেন থাকে এই কামনা করি। খুব ভালো থেকো সবাই। 🙏🙏🙏🥰🥰🥰❤❤❤

    • @pinakibhattacharzee7662
      @pinakibhattacharzee7662 Рік тому +4

      আগে বাড়ির প্রতিবেশীদের পুজোর প্রসাদ বিতরণ এর দায়িত্ব থাকতো আমাদের ভাই বোনদের ওপর। আর নিমন্ত্রিতদের প্রসাদ বিতরণ করতো মা জেঠিরা। ভিডিও টা দেখে মনে পড়ে গেলো।

  • @amithnath1115
    @amithnath1115 Рік тому +8

    মহুয়া দি আমি বাংলাদেশ থেকে।। জামাইবাবুর মুখে এই প্রথম এতো কথা শুনলাম।। মন থেকে সবার জন্য আর্শিবাদ রইলো।। ভালো থাকুক সব আপনজন।। জয় মা লক্ষী।

  • @aninditascreationandcooker7121
    @aninditascreationandcooker7121 Рік тому +83

    কি যে ভালো লাগলো মহুয়া, এমন সুন্দর নিষ্ঠা করে তোমরা সবাই লক্ষী পূজা করলে, অত দূরে থেকে, কিছুই বাদ দাওনি, খুব খুব ভালো লাগলো ধন্যবাদ ❤️

  • @Moumio-b
    @Moumio-b Рік тому +19

    দাদা কি সুন্দর করে বললেন। সত্যি, এভাবে তো কোনদিন ভেবে দেখিনি। দুর্গা পূজো যেমন আমাদের বহির্মুখী করে তোলে তেমন ই লক্ষ্মী পূজো আমাদের অন্তর্মুখী করে তোলে। ভালো থেকো তোমরা।❤️🤩

    • @MaulinAgrawal1217
      @MaulinAgrawal1217 3 місяці тому

      আমার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজো হয় না, 9 দিন ধরে পূজো আভিষেক সহস্রনাম ইত্যাদি করে করে আর কন বিষেশ পূজো আর হয়ে ওঠে না দীপাবলীর আগে.

  • @rajatchakraborty1152
    @rajatchakraborty1152 Рік тому +8

    মানিকদাকে ব্লগে পেলে আরও বেশি যেন ভালো লাগে।বাড়ির ছেলেরা মা বোনদের বিশ্রাম দিয়ে নিজেরা ভোগ রান্না,পঞ্চ ব্যঞ্জনে সাজানো,পৌরহিত্য করে পুরোটা ভালোবেসে করছে।এমন দৃশ্য এ দেশে বড়ো একটা আজকাল আর দেখা যায় না।এই ব্যাপারে মানিক দা একদম ফুল মার্ক্স।সবচেয়ে ভালো লাগল গল্পে গল্পে সবটুকুই সে মনে প্রশান্তি নিয়ে সম্পাদন করল।মহুয়া দিকে তো সবসময়ই ভালো কথা বলি আজ তাই একটু মন খুলে দাদার প্রসংশা করলাম।❤😊😊

  • @supriyo-bd3mv
    @supriyo-bd3mv Рік тому +113

    এই প্রথম দিন মানিক বাবুর মুখে এত কথা শুনলাম ❤❤😊😊

  • @kalyanichatterjee3105
    @kalyanichatterjee3105 Рік тому +25

    আজ তোমাদের সবাইকে ভীষন সুন্দর দেখাচ্ছে,মানিকবাবু কি অপূর্ব ভোগ রান্না করলেন,দেখলে চোখ জুড়িয়ে যায়। এইভাবেই সকলে মিলে হাসিখুশি ভাবে জীবন কাটাও,আর রামাবাবু তো ধুতি সামলাতেই ব্যস্ত,মেহা আজ চুল উড়ে উড়ে হয়নি খুব ভালো লাগলো।

  • @SampaMalakar-o8n
    @SampaMalakar-o8n Рік тому +7

    কী, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ম নিষ্ঠা করে পূজো করলে দেখেই মনটা ভরে গেল দিদি। মেহাকে আর রামকৃষ্ণ কেও খুব ভালো লাগছে। আর দাদার তো কোনো তুলনাই হয়না। অসাধারণ দাদা

  • @kakalisarkar7695
    @kakalisarkar7695 Рік тому +6

    দিদি,তোমাদের সবাই মিলে পূজোর যোগাড়যন্ত্র করা দারুণ লেগেছে। তোমরা বিদেশে থাকলেও সংস্কৃতিকে এতটা মূল্যায়ন করছো, মেহা রামকৃষ্ণকে পদে পদে গড়ে তুলছো এটা সত্যিই সবার জন্য শিক্ষনীয়। শুভকামনা রইলো ♥️♥️♥️♥️♥️♥️

  • @PrithaBose-l1y
    @PrithaBose-l1y Рік тому +4

    সত্যিই অপূর্ব।। তোমাদের বিদেশে থেকেও দেশের প্রতি এতো টান ,ভালোবাসা ভীষণ ভালো।। আর পরিবার পরিজন, সংস্কৃতি সব কিছুকে বিদেশের মাটিতে এইভাবে উপভোগ করা,আয়োজন করা খুব ভালো লাগে ।। দাদার শারদীয়া আর লক্ষ্মী পূজোর কথা শুনে কি যে ভালো লাগলো।কি সুন্দর করে বুঝিয়ে দিলো।

  • @dragongamerff5548
    @dragongamerff5548 Рік тому +16

    সত্যিই আজকের ভিডিওটা দেখে কমেন্ট না করে আর থাকতেই পারলাম না। দাদার মধ্যে সব গুণ কিন্তু আছে। কি সুন্দর নাচতে পারে, সুর দিয়ে গান করতে পারে, আবার মেয়েদের মতো সুন্দর রান্নাঘর গুছিয়ে সুন্দরভাবে রান্না করতে পারে। আবার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। সত্যিই এমন ধরনের মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সবাইখুব ভালো থাকবেন।......❤️❤️❤️❤️❤️

  • @sonalisantra9001
    @sonalisantra9001 Рік тому +4

    খুব ভাল লাগল তোমাদের লক্ষী পূজো ,সত্যিই এই কথাটা একদম ঠিক যে দূর্গা পূজোয় আমরা যেমন বাইরের প্রতি আকৃষ্ট হই লক্ষী পূজোয় কিন্ত ঠিক তার উল্টো ।বাইরে থেকেও তোমারা যে ভাবে নিষ্ঠার সঙ্গে পূজো করছ তা প্রসংসনীয়।ভাল থেকো মহুয়া পরিবার নিয়ে।❤❤❤

  • @mouroy3534
    @mouroy3534 Рік тому +418

    রামকৃষ্ণকে খুব খুব খুব খুবই সুন্দর লাগছে । ঘরে ঘরে দাদার মতো স্বামী যেন সকল মেয়েরা পায় ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

    • @DiyaPal-7797
      @DiyaPal-7797 Рік тому +7

      Hmm❤

    • @SP-224
      @SP-224 Рік тому +22

      Shotti. Erokom husband paowa onek punnor ashirwaad er phol. Ekjon meye nijer jiboner beshi bhaag bochor husband er sathe katae. Husband er kach theke valo basha respect encouragement proshonsha pele shudu tar jibon sukhe sundor hoe jae na ei effect ta puro family r opor pore sei poribar successful hobei. R baje husband ekta meyer sara jibon nosto kore dae tar nijer jotoi gun thakuk. Amar Ma bolto j husband nijer bou k valo treat kore na kono din jibon e unnoti hoe na. Ami emon onek lok dekhechi qualification nei kintu tara job life e onek successfu. Shudu ekta gun. Bou er sathe valo behaviour.

    • @mitaliroy6203
      @mitaliroy6203 Рік тому +1

      Ki sundor kore vog ranna holo ar khub sundor guchanotao hoache. Ar vison valo laglo ful gulo. Utube lokhir pachali ache. ❤❤❤

    • @mahuaghosh9216
      @mahuaghosh9216 Рік тому +6

      Gharer lakshmike shukhi rakhle ĵibon sĥukher hoye.

    • @MoumitaDas-3vi
      @MoumitaDas-3vi Рік тому +3

      Ekdam thik kotha

  • @papiyadas3943
    @papiyadas3943 Рік тому +5

    সমস্ত বাঙালি পরিবারের আপনার এই ভিডিও দেখা উচিত।সত্যিই এ যুগে সকলকেই সমান কাজ করতে হবে যে এই ভিডিও তার শ্রেষ্ঠ উদাহরণ।আর দাদা আর আপনার কি সুন্দর বন্ধুত্ব 😊 এমনই থাকুন আপনারা সবসময়ই ❤ আর রামা মেহু আপনাদের দেখে খুব ভালো জিনিস শিখে বড়ো হচ্ছে❤❤খুব ভালো থাকুন❤❤❤❤

  • @tamasimandal3904
    @tamasimandal3904 Рік тому +3

    খুবই ভালো লাগলো।এত সুন্দর করে এত কিছু রান্না করে ভোগ দেওয়া। আর মানিক বাবু তো ঘরের লক্ষী কে অনেক সাহায্য করলো।দেখে খুব ভালো লাগে।

  • @nabanitasinha2594
    @nabanitasinha2594 Рік тому +24

    লক্ষ্মীপুজোর এত সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগলো,, বিদেশে থেকেও যে পুজো পার্বন নিয়মনিষ্ঠা মেনে করতে পারছ এটাই যথেষ্ট,, মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা থাকুক।

  • @somadas8493
    @somadas8493 5 місяців тому +1

    অপূর্ব অসাধারণ। আমাদের দেশেও মনে হয় এত সুন্দর আয়োজন করে না কেউ। বিদেশে থেকে এত সুন্দর পুজো সত্যি কাবিলে তারিফ।

  • @pinkimallick7839
    @pinkimallick7839 Рік тому +86

    বিদেশে থেকেও তুমি কি সুন্দর নিয়ম করে লক্ষী পূজা করেছো দেখতে খুব ভালো লাগলো❤❤

  • @basantishit2108
    @basantishit2108 Рік тому +1

    তুমি বিদেশে থেকেও কত সুন্দর করে পুজো করছো ।দেখে মনটা ভোরে গেল।তোমার বর কত সুন্দর করে গুছিয়ে সমস্ত কাজ করছে।সত্যিই কি ভালো লাগছে

  • @rabindranathghosh1652
    @rabindranathghosh1652 Рік тому +4

    আপনারা যে ভাবে পুজো করলেন, ও দাদা, আপনি বিভিন্ন ধরনের ভোগ রান্না করলেন, আমিষ ও নিরামিষের বাছ, বিচার আমার মা, ঠাকুমার এই ধরণের বাছ, বিচার ছিল, সেই সব পুরানো দিনের কথা মনে পড়ছিলো, অসাধারণ আপনি 🙏🙏✌✌🙏🙏🙏🙏👍👍

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 Рік тому +2

    এই আয়োজন দেশে আমরাও করতে পারি না। অসাধারণ আপনাদের এই আন্তরিক আয়োজন।

  • @BithikaMukhopadhyay
    @BithikaMukhopadhyay Рік тому +15

    অপূর্ব!!!!মন ভরে গেল ❤
    মা লক্ষীর কৃপায় শুভ ও মঙ্গলময় হোক সকলের জীবন 🥰❤️

  • @Nutrilitezen
    @Nutrilitezen Рік тому +28

    এত সুন্দর আয়োজন, দেখলেই মনটা ভরে যায়, প্রবাসে একটা জীবন্ত ভারত বাঁচিয়ে রেখেছো আণ্টি, তুমি মা লক্ষ্মীর ই আরেক রূপ,,,,,,❤❤❤❤❤❤ মেহা বোন ও ঠিক তোমারই মত ❤❤❤❤ ভাই ও বোনকে আমার অনেক ভালোবাসা, আর তোমায় আর মানিক আঙ্কল আমার প্রণাম নিও.....🙏🙏🙏🙏🙏

    • @kusumikasengupta5974
      @kusumikasengupta5974 Рік тому +1

      সব ই খুব সুন্দর অযোজোন কিন্তু আম রা জে থালায় নইবেদ্য সাজা ই জা লোকখী পূজায় must এখানে সেটি নেই any owey বাকি সব ভালো

  • @jibanchakraborty8393
    @jibanchakraborty8393 Рік тому +8

    অসাধারণ লক্ষ্মী পূজার দাদার এই ভোগ রান্নার আয়োজন। আরও ভালো লাগলো মেহার বাবাকে হেল্প করা। সবাই ভালো থাকবেন দিদিভাই।

  • @balorclub3774
    @balorclub3774 7 місяців тому +1

    মেহার বাবার পার্সোনালিটি টা একদম অসাধারণ। উনার চিন্তাভাবনা অনেক সুদূরপ্রসারি।

  • @munmunganguly6901
    @munmunganguly6901 Рік тому +7

    বিদেশের মাটিতে মা লক্ষ্মীর সুন্দর আয়োজন।❤️🙏❤️

  • @debjaniporel4626
    @debjaniporel4626 Рік тому +1

    মা লক্ষ্মী সবাইকে ভালো রাখো। বোন এবারের তোমার লক্ষী পূজো দারুন এনজয় করলাম।
    তোমার বাগন দেখে আমি মুগ্ধ। কতো কতো নানা রঙের ফুলে ভরা তোমার বাগান , জানিনা একা হাতে তুমি এতো সামলাও কি করে। খুব ভালো থেকো।

  • @chaitalipaul7641
    @chaitalipaul7641 Рік тому +8

    রামা পুরোহিত কে খুব cute লাগছে 😊😊❤ ভালো লাগলো পূজা আয়োজন দেখে মাণিক ভাই হাতে রান্না ও পূজা করা অসাধারণ 🙏🙏 ভালো থেকো তোমরা সবাই ❤️❤️

  • @SomaNaskar-r6f
    @SomaNaskar-r6f Рік тому +2

    একদম দাদাভাই সঠিক বলেছে 👍১০০% লক্ষী পুজো মানে ঘরের মানুষের সাথে ❤️।

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 Рік тому +5

    বিদেশে থেকে ও মে এত সুন্দর করে লক্ষী পূজার আয়োজন করা যায় তা তুমি প্রমাণ করে দিলে ❤❤ দাদা এত সুন্দর করে ভোগ বানালো তা অতুলনীয়... সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ❤❤

  • @chaitalimukherjee4495
    @chaitalimukherjee4495 Рік тому +4

    খুব ভালো লাগলো গো তুমি বিদেশে থেকেও কি সুন্দর নিয়ম মেনে ভোগ রাগ করে ঠাকুরের পূজা করলে
    মন টা ভরে গেল ❤

  • @arnikasarkar1842
    @arnikasarkar1842 Рік тому +3

    কি সুন্দর ভাবে নিজ সংস্কৃতি বজায় রেখেছেন আপনি। ❤❤❤

  • @srabonidey8191
    @srabonidey8191 4 місяці тому

    আমি আজ কদিন ধরে আপনার blog গুলো দেখছি এতো দূরে থেকেও আপনি দেশের মানুষের কথা মনে রেখেছেন, খুবই ভালো লাগলো এটা দেখে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবার কে। আমি কোচবিহার থেকে দেখছি। খুবই ভালো লাগে আপনাদের সবাইকে বিশেষ করে আপনার ছেলে ভীষন মিষ্টি,

  • @babydutta5128
    @babydutta5128 Рік тому +3

    কি ভালো লাগলো ব্লগ টা
    কি সুন্দর আয়োজন করে তোমরা লক্ষী পুজো করলে❤

  • @somaroy9941
    @somaroy9941 Рік тому +1

    একটা দারুন ব্লগ দেখলাম। পূজোর আয়োজন, রান্না, সাজপোশাক সব মিলিয়ে অসাধারণ।

  • @AmalGhosal-f5k
    @AmalGhosal-f5k Рік тому +3

    বিদেশের মাটিতে স্বদেশের আস্বাদ পাচ্ছি !!
    Thanks জানিয়ে বোন তোমাকে অপমান করবো না , একটি কথায় বলবো " এগিয়ে যাও , আমরা তো সঙ্গে আছি " !!!
    ঈশ্বরের কাছে প্রার্থনা করি , " তিনিও যেনো তোমার সাথেই থাকেন " !!!
    সপরিবারে সুস্থ ও নীরোগ শরীরে এগিয়ে যাও !!!

  • @rinadutta2682
    @rinadutta2682 Рік тому +1

    ❤❤লক্ষ্মী নারায়ণ যদি এক হয়ে যায়,পেছনে যারা আছে ,তাদের ধরে রাখা মুশকিল,পরিবারের সদস্যদের জন্য রইল অনেক স্নেহ মমতা ভালবাসা,ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ❤❤

  • @PAYEL158
    @PAYEL158 Рік тому +125

    খুব সুন্দর লাগে যখন নিজের ধর্মের মানুষ বিদেশে গিয়ে ও তাদের সংস্কার ভোলে না ❤❤❤ অনেক ভালোবাসা ❤

  • @samitakundu9663
    @samitakundu9663 Рік тому +1

    কী যে ভালো লাগলো তোমার বাড়ীর লক্ষ্মী পূজো দেখে।কতোআন্তরিকতা

  • @purbavlogs346
    @purbavlogs346 Рік тому +3

    মনটা ভরে গেল এত সুন্দরভাবে লক্ষ্মী পূজা দেখে।

  • @sampabhattacharjee3789
    @sampabhattacharjee3789 2 місяці тому

    এত ভালো লাগলো তোমার লক্ষ্মী পূজা টা. একসাথে পরিবারের সবাই মিলে পূজার কাজ করছে দারুণ

  • @shikhapaul6083
    @shikhapaul6083 Рік тому +3

    মেহাকে কি মিষ্টি লাগছে ❤ রামকৃষ্ণকে পুরো কত্তা মহাশয় লাগছে ❤️

  • @bananilahiri5414
    @bananilahiri5414 9 місяців тому

    তোমার ভিডিও গুলো কি যে ভালো লাগে কি বলব? তোমাদের দুজনকে দেখলে মন ভরে যায়। কি সুন্দর শিক্ষা ও সং ষ্কার তোমাদের। ভগবান যেন তোমাদের দুজন কে পরষ্পরের জন্য তৈরি করেছেন। বাবা মায়ের সুন্দর শিক্ষা সন্তানদের ওপর বর্তাবে এটাই স্বাভাবিক।

  • @namitabiswas3007
    @namitabiswas3007 Рік тому +3

    খুব সুন্দর করে পূজো করা হয়েছে। পরিবারের সবাই মিলে এভাবে পূজো র আয়োজনে হাত বাড়িয়ে দিলে নিঃসন্দেহে সেই পূজো পূর্ণ রূপ পায়। কিছু বলার নেই মহুয়া তোমাকে 'সংসার সুখের হয় রমনীর গুণে' অবশ্যই তবে মেহা রামা র বাবা কেও কোনও ভাবেই কোনো অংশে কম বলা যাবে না। মা লক্ষ্মী র আশীর্বাদে তোমরা সবাই সুস্থ ও আনন্দে থাকো ❤️🌹🤗

  • @amitanath7134
    @amitanath7134 Рік тому

    Bideshe thekeo sundar desher niyom kanun palon kora cho khub valo laglo

  • @barnalimondal7343
    @barnalimondal7343 Рік тому +4

    সবাই মিলে কাজ করার আনন্দ টাই আলাদা।। আজকের ব্লগ এর সব থেকে মজার আকর্ষণ হলো রামার ধুতি ধরে হাঁটা 😊। আজকের ব্লগ টা অসাধারণ লাগলো ❤

  • @shinjinibhattacharyya1061
    @shinjinibhattacharyya1061 Рік тому +1

    কি আর নতুন করে বলবো এক কথায় অনবদ্য 🙏এতো শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মা লক্ষ্মী পুজোর আয়োজন করেছো ভীষণ ভালো লাগলো meha রামকৃষ্ণ ও কতো সুন্দর করে শিখছে সব আর মানিক দা সত্যি গ্রেট ওনাকে নিয়ে যাই বলিনা কেনো কম ই হবে ভালো থেকো তোমরা দিদি এই রকম হাসি খুশি হয়ে 😊❤

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Рік тому +5

    এত সুন্দর করে লক্ষীপুজোর আয়োজন দেখে মন ভরে গোল।মেহা ও রামকৃষ্ণকে খুব খুব মিষ্টি লাগছে । মানিকদাকে ভজহরি মান্নায় দারুণ লাগছে ।অনেক অনেক ভাল বাসা থাকল।❤❤😊❤❤

  • @bedotrayeelahiri538
    @bedotrayeelahiri538 8 місяців тому

    Mohua khoob valo Laxmi Pooja r eto sundor ayojon.
    Probate thekeo tomra j eto sundor ayojon Koro dekhe khoob valo laglo.
    Vog ranna Tao dekhe mon ta khoob valo laglo. Valo theko.

  • @subhrahalder5352
    @subhrahalder5352 Рік тому +3

    কি সুন্দর ভাবে তুমি ও মানিকদা ছেলে মেয়েদের সমস্ত উৎসব গুলিকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছ। খুব ভালো লাগছে গো।❤❤

  • @pratyayp
    @pratyayp Рік тому

    মানিক দা ভালো point টি উল্লেখ করলেন যে শারদীয়া পুজোর সময় আমাদের যে বাইরের অভিমুখে যাবার মনোভাব সংহত হয় শ্রীদেবীর আরাধনার মধ্যে দিয়ে

  • @silpichakraborty3342
    @silpichakraborty3342 Рік тому +6

    লক্ষী পূজা আয়োজন ভীষণ ভালো লাগলো আর মা ঊমাকে দেখে মন ভোরে গেলো 🙏🙏

  • @purabitripathy4319
    @purabitripathy4319 Рік тому +2

    Manik dar kono tolona nei ato sob ranna ki sundor kore koreche aj dadar ato katha sunte pelm chuti thakle dada family ke anek Samy den ai juge Kota manus sansarer jonno ai vabe kore ramkishan ke Panjabi pore vari sundor lagche blog ta khub valo laglo maa jeno sobay ke sustho rakhen valo rakhen❤️❤️❤️

  • @sbanerjee792
    @sbanerjee792 Рік тому +5

    এককথায় দারুন লাগলো মহুয়া, দাদার ভোগ রান্না আর এতো ভালোভাবে পুজোর আয়োজন, খুব সুন্দর হয়েছে 🙏🏻🙏🏻। Last year এর ও লক্ষ্মী পুজোর video post করেছিলে, দেখতে দেখতে আবার একবছর হয়ে গেলো। তোমাদের সবার dress খুব সুন্দর। Rama তো ধুতি সামলাতে পারছে না 😍😍। তোমরা সবাই সুস্থ ভালো থেকো। পরবর্তী vlog এর অপেক্ষায় থাকলাম ❤️❤️।

  • @minudebnath6626
    @minudebnath6626 Рік тому +2

    খুব সুন্দর হয়েছে ভোগের রান্না গুলো জয় মা লক্ষী🙏🙏🌸🌸❤❤❤

  • @rinkubhowmick815
    @rinkubhowmick815 Рік тому +3

    দাদার মতো স্বামী যেনো সব মেয়ে পায় ❤খুব লাকি তুমি দিদি,সকলকে খুব সুন্দর লাগছে দেখতে ❤ভূত পেত্নী দেখবার জন্য অপেক্ষায় আছি

  • @susmitaadhikari4372
    @susmitaadhikari4372 Рік тому +1

    Dada ke bhog ranna korte dekhe khoob bhalo laglo... Eto nishtha kore tomra maa lakkhir aradhona korle dekhe monta bhore gelo... Maa lakkhi tomader saday hon... Tomar sansar jeno eaibhabe purno thake.

  • @sangitabanerjee676
    @sangitabanerjee676 Рік тому +4

    কী সুন্দর পুজোর preparations…. Luv u people.. California তে বসে all Indian …❤❤❤❤ please এই রকমই তোমরা থেকো।❤❤❤

  • @diptikarmakar6581
    @diptikarmakar6581 Рік тому +1

    মহুয়া di তুমি বিদেশে ও এত সুন্দর করে সব নিয়ম করে বাঙালিয়ানা বজায় রেখেছো দেখে মুগ্ধ হয়ে গেলাম।

  • @ivysaha8229
    @ivysaha8229 Рік тому +8

    দিদি ভাই তোমার রান্না তো অসাধারন দেখতে লাগে, কিন্তু দাদা ভাইয়ের রান্নার কৌশলটা ও খুব সুন্দর লাগলো।

  • @malasinha4625
    @malasinha4625 Рік тому +2

    ভাই মানিক তুমি এতো সুন্দর কথা বলো।মন ভরে যায়। খুব ভালো থেকো তোমরা। ঈশ্বর তোমাদের সবসময় সহায় হোন। মহুয়া বোন তো অসাধারণ। আমাদের গর্ব ❤❤❤❤❤

    • @gurupadasantra8394
      @gurupadasantra8394 Рік тому

      মানিক বাবুর কোনো তুলনাই হয় না

  • @mithunmondal8730
    @mithunmondal8730 Рік тому +38

    শুভ লক্ষ্মী পূজা দিদিভাই,
    এত সুন্দর আয়োজন দেখলেই মনটা ভরে যায়❤❤❤

  • @devpriyakirtania2778
    @devpriyakirtania2778 Рік тому +2

    সারা বছর রান্না ঘর টা তোমার হলেও সরস্বতী পূজা ও লক্ষী পুজো তে কিন্তূ দাদার 😍♥️তুমি সত্যিই অনেক ভাগ্যবান দাদা কে পেয়ে 🖤💙ভক্তি আর ভালোবাসার জায়গাটা অপূর্ব লাগছে🖤💥

  • @sharmisthapaul2865
    @sharmisthapaul2865 Рік тому +4

    মা বাবা র ভূমিকা আপনারা খুব আন্তরিকভাবে পালন করছেন। ❤🎉

  • @tandradas3468
    @tandradas3468 Рік тому +1

    লক্ষী পুজোর এত সুন্দর আয়োজন দেখে মনটা ভরে গেল।❤️❤️ আজ তোমাদের সবাইকে ভীষণ ভীষণ সুন্দর দেখাচ্ছে 👌👌 লক্ষী পুজোর অনেক অনেক শুভ কামনা রইলো দিদি। সবাইকে নিয়ে এইরকম হাসিখুশি থেকো ❤️❤️❤️❤️

  • @piyalimajumder111
    @piyalimajumder111 Рік тому +8

    দারুন লাগলো দিদিভাই ❤❤ মানিক দা তো দসভূজার থেকে কম যায় না একা হতেই সব রান্না করলো😊😊 মেহা আর রামা কে অনেক ভালোবাসা❤

  • @nabanitachakraborty1787
    @nabanitachakraborty1787 Місяць тому

    তোমার পরিবারের সবাই কেই দেখিয়ে ছো বেশ ভালো সবাই তবে মানিক বাবু স্বল্প ভাসি হাসিখুশি আর বিশেষ ভালো মানুষ তুমি ও তাই একি রকম ❤❤❤

  • @mampimondal9622
    @mampimondal9622 Рік тому +7

    লক্ষী পূজোর অনেক শুভ কামনা রইলো , খুব সুন্দর লাগছে তোমাদের সবাই কে, রামার ধুতি পাঞ্জাবি পরে পুরো বাঙালি বাবু লাগছে

  • @barshakoner6164
    @barshakoner6164 Рік тому +2

    খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর bonding......দাদা ঠিক আমার বাবার মতো ❤

  • @Rnbwsyn
    @Rnbwsyn Рік тому +4

    সত্যি খুব ভালো লাগলো ♥️♥️

  • @debasreedas1274
    @debasreedas1274 Рік тому +2

    এতো সুন্দর আয়োজন দেখে মনটা ভরে গেল। খুব ভালো লাগলো ❤️

  • @pujahalder5816
    @pujahalder5816 Рік тому +7

    তোমার ভিডিও সামনে আসতেই মনটা ভালো হয়ে গেলো ❤❤❤মেহা আসতে আসতে বড় হয়ে উঠছে,, একটু একটু করে বাবা মায়ের হাতের কাজ করতে শিখেছে,,,দেখতে খুব ভালো লাগছে,,,, শুভ লক্ষী পুজো❤❤

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Рік тому +2

    মেহার রান্না সবচেয়ে ভালো হয়েছে। রামাকে ধুতি পরে দারুণ সুন্দর লাগছে। মা লক্ষী মায়ের কৃপা এবং আর্শীবাদ আপনাদের পরিবারে বর্ষিত হোক এই প্রার্থনা করি মায়ের কাছে। সবাই খুব ভালো এবং আনন্দে থাকবেন 🙏🙏

  • @bokulbag80
    @bokulbag80 Рік тому +4

    খুব সুন্দর 🥰 আগের ভিডিওতে রামা দাবাং পুলিশ এই ভিডিওতে রামা পুষ্পা স্টাইলে হাঁটছে 🥰 লক্ষ্মীপুজো মানে দাদাভাইয়ের থেকে নতুন কিছু পাওয়া🥰🥰 গত বছরের থেকে এই বছর পুজোর ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা গুলো সমাধান হয়েছে 🥰🥰

  • @jayeetadutta5631
    @jayeetadutta5631 Рік тому

    কি অপূর্ব সুন্দর লাগলো... মুগ্ধ চোখে দেখে গেলাম ভিডিও টা শুধু...

  • @melodiousraj
    @melodiousraj Рік тому +3

    মনে ভক্তি আর জিভে জল চলে এলো 😊

  • @lilybiswas6986
    @lilybiswas6986 Рік тому +2

    খুব নিষ্ঠাভরে আন্তরিকতায় সহকারে তোমরা লক্ষীপুজো করলে! মন ভরে গেল দর্শন করে। সকলে খুব ভাল থেকো ❤

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 Рік тому +9

    কি সুন্দর করে, নিষ্ঠাভরে তোমরা পুজো করলে!! খুব আন্তরিক আয়োজন 🙏🙏 আসলেই খুব সুন্দর ❤️🙏

  • @shampadas3985
    @shampadas3985 Рік тому +1

    লক্ষী পুজো খুব সুন্দর করে করলে গো তুমি..দাদার মতো স্বামী যেন সব মেয়েই পায়..তোমার আর দাদার এই অটুট ভালোবাসার বাঁধন সারাজীবন বজায় থাকুক এই কামনা করি..শুভ কামনা সবসময়..❤💛

  • @aparnadhang7695
    @aparnadhang7695 Рік тому +3

    এত সুন্দর আয়োজন দেখে মনটা ভরে গেল অসাধারণ লাগলো ❤

  • @arundhatighosh7429
    @arundhatighosh7429 Рік тому

    Khub sundar ayojon .Meha bhari lokkhi meye .very helpful .Rama o khub sweet .

  • @suvojitmondal5975
    @suvojitmondal5975 Рік тому +5

    খুব সুন্দর আয়োজন হয়েছে দিদি
    আর আপনার ভিডিও আমার খুব ভালো লাগে খুব ভালো থাকবেন আপনি❤❤

  • @suchismitaghosh8749
    @suchismitaghosh8749 Рік тому

    Bah khub sundor laglo barir Lokhhi pujo...ki sundor kore sob sajiye MA ke bhog nibedon korecho tomra. Bandhur barir Durgo Pujo ta o darun laglo. Sotti e chotto Dugga MA er protima ti bhari sundor. Tomra sobai bhalo o sustho theko.

  • @mojiburmolla5605
    @mojiburmolla5605 Рік тому +3

    খুব সুন্দর ভিডিও দিদি দেখে মন ভরে গেলো দিদি 👍❤️🥰🤗

  • @sajalmandal3407
    @sajalmandal3407 Рік тому +1

    নমস্কার আপনারা চারজনে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ,সত্যি বলতে আপনার ভিডিওতে ফাস্ট কমেন্ট করছি কিন্তু দেখে মাঝে মাঝে মনে হয় আমরাই বিদেশে থাকি আর আপনারাই বাংলাতে থাকেন, অসাধারণ খুব সুন্দর সত্যি সবগুলো ভিডিও খুব সুন্দর হয় সত্যি কথা বলতে অনেক কিছু শেখা যায় আপনার ভিডিও থেকে ধন্যবাদ 🙏🙏

  • @manjuaich5178
    @manjuaich5178 Рік тому +21

    No words are enough to define the event of Laxmi Pujo,in the Overseas country by this beautiful family.vLots of good wishes for you all. Stay Happy all along.❤❤❤❤🎉

  • @susmitabhowmick8184
    @susmitabhowmick8184 Рік тому +1

    Ramar ধুতি dhore হাঁটার satyle ta darun

  • @SathiKurel
    @SathiKurel Рік тому +4

    অনেক ভালোবাসা ❤ ভিডিও টা দেখেই মনটা ভালো হয়ে গেল ❤

  • @debasishpaul
    @debasishpaul Рік тому +1

    Very nice pujo.... unforgettable....!
    ❤❤❤ Joy Maa Lakshmi 🌹❤️🌹💗💐💐🌹🌹💐💗🙏🙏🙏 thanks for sharing

  • @somaduttadam9281
    @somaduttadam9281 Рік тому +3

    অপূর্ব আয়োজন ❤

  • @abhishekacharjee6599
    @abhishekacharjee6599 Рік тому

    Durga thakur er Murti ta khub sundor. Khub valo laglo vedio te dekhe

  • @anjunandy4763
    @anjunandy4763 Рік тому +3

    Didi ami apnar vishon boro fan apnar video gulo amar khub valo lage... Apni apnar family niye USA te khub valo thakben... ❤❤

  • @musiclovers1660
    @musiclovers1660 Рік тому +1

    খুব ভালো লাগলো আজকের ভিডিওটি। সারাদিনের ক্লান্তি মুছে গেল যেন।

  • @minabenia367
    @minabenia367 Рік тому +4

    আপনাদের পরিবারের সবাই কে খুব সুন্দর লাগছে ❤❤

  • @RUMAKUNDU-p5r
    @RUMAKUNDU-p5r Рік тому +1

    খুব সুন্দর। দেখে খুব ভালো লাগলো সপরিবারে তোমাদের লক্ষ্মী পুজো।❤❤ আয়োজন