আমেরিকায় আমার প্রতিবেশীর বাগানের সবজি আর দেশ থেকে আনা গয়না বড়ি দিয়ে আজ দুপুরের ভূরিভোজ..

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 875

  • @tulturudra8090
    @tulturudra8090 3 місяці тому +44

    এই প্রথমবার আমি প্রবাসে ঘরকন্না তে comment করছি...না করে পারলাম না...মেহার কি সুন্দর শিক্ষা যে বলল বন্ধু কে gifts card দিলে ভালো দেখাবে না...আমি ওর থেকে বয়সে বড়..কিন্তু এরম ভাবনা চিন্তা আমার আসলেও করি না সময়ের অভাবে...but ওর যতই কাজ আর শরীর খারাপ থাকুক না কেনো ও যাবে বলল...❤❤❤lots of love Meha from debadrita didi❤😊

  • @poulomipradhan3840
    @poulomipradhan3840 3 місяці тому +330

    "বেঁচে থাকার জন্য নিজের ভালো লাগা গুলোকে বাঁচিয়ে রাখা দরকার " - লাইন টা মন ছুঁয়ে গেলো ❤

    • @latapyne8272
      @latapyne8272 Місяць тому +1

      Khub sotti kotha amra meyera nijeder valolaga gulo songsarer jonno dedicate kori kintu tar mullo kotojon dai bolo

    • @poulomipradhan3840
      @poulomipradhan3840 Місяць тому

      @latapyne8272 মেয়ে ছেলে বলে নয় প্রত্যেকটা মানুষ সংসার জীবনে যাওয়ার পর কিছু না কিছু স্যাক্রিফাইস করেই থাকে, সেটা কারো কম কারো বেশি।

  • @rajeshwarirode418
    @rajeshwarirode418 3 місяці тому +30

    গয়না বড়ির পিছনে এত কষ্টের ইতিহাস আছে জানতাম না ! কি দুঃখ পেয়েছেন সে সব ছোটো মেয়েরা। আহারে । মনটা কেঁপে উঠলো শুনে । 🙏

  • @devpriyakirtania2778
    @devpriyakirtania2778 3 місяці тому +86

    খুব মূল্যবান কথা বললে তুমি.... সত্যি নিজের বেঁচে থাকার জন্য নিজের ভালো লাগা গুলোকেও বাঁচিয়ে রাখা দরকার ❤

  • @baishakhighosh9118
    @baishakhighosh9118 3 місяці тому +35

    "বেঁচে থাকার জন্য নিজের ভালোলাগা গুলোকেও বাঁচিয়ে রাখা দরকার" শেখার কোন শেষ নেই তোমার থেকে,যত দেখি ততই শিখি। ❤❤❤❤❤

  • @arpitalahiri8276
    @arpitalahiri8276 3 місяці тому +43

    চারদিকের এত বিষন্নতার মাঝে তোমাদের দেখে মন ভালো হয়ে যায়। মেহা আমার বড্ড প্রিয়। সংবেদনশীল আর কত পরিণত চিন্তা ওর দেখে বড্ড আশা জাগে নতুন প্রজন্ম নিয়ে। খুব ভালো থেকো তোমরা।

  • @zebuncdd8212
    @zebuncdd8212 3 місяці тому +9

    আমি বাংলাদেশি। আমাদের দেশে গয়না বড়িকে নকশি পিঠা বলে। তবে এই নকশি পিঠা বা গয়না বড়ির পেছনের ইতিহাস শুনে মনটা কেমন হু হু করে উঠলো। 😌 আর আপনার উপস্থাপনা তো বরাবরই চমৎকার। ❤

  • @ItzAyanEditz00
    @ItzAyanEditz00 3 місяці тому +4

    ' বেঁচে থাকার জন্য নিজের ভালোলাগা গুলোকেও বাঁচিয়ে রাখা দরকার ' - চোখে জল এসে গেল কথাটা শুনে।

  • @debashreedas525
    @debashreedas525 Місяць тому +1

    খুব সুন্দর আরো ভালো লাগলো গয়না বড়ি নিয়ে যে কাহিনীগুলো তুমি বললে আমারও সত্যিই জানা ছিল না❤❤❤❤❤❤❤❤

  • @kaustavmusical
    @kaustavmusical 3 місяці тому +4

    Meha is such a beautiful human being...I loved the way she said ভাল দেখাচ্ছে না gift card দেওয়াটা।আপনাদের parenting ভীষণ সুন্দর। ভালো থাকুন সকলে।

  • @shampadas3985
    @shampadas3985 3 місяці тому +69

    'বেঁচে থাকার জন্য নিজের ভালোলাগা গুলিকেও বাঁচিয়ে রাখা দরকার ' কথাটি খুব ভালো লাগলো..সত্যিই তো নিজের ভালোলাগার যত্ন নিতে না জানলে অন্যের ভালোলাগার খেয়াল রাখবে কি করে..এই টেষ্টি চচ্চড়িটা শীতকালে আমরা খুব খাই..😋😋

  • @dipabanerjee4
    @dipabanerjee4 24 дні тому

    খুব সত্যি কথা বলেছ মহুয়া। নিজেদের ভাল লাগা সত্যি ই ভুলে গেছি। তোমার কথা শুনে মনে হল মাঝে মাঝে মধ্যে সেটাকেও প্রাধান্য দিতে হবে।❤❤❤❤❤❤

  • @rimsdiary0108
    @rimsdiary0108 3 місяці тому +25

    সত্যিই দিদি সংসারে সবার ভালোলাগাগুলো বাঁচিয়ে রাখতে রাখতে যেন নিজের ভালোমন্দ কোথায় হারিয়ে যায়। তোমার কথাগুলো যেন মন ছুঁয়ে গেল।

  • @tapaskumargoswami1688
    @tapaskumargoswami1688 3 місяці тому +1

    আপনার ভিডিও দেখে আমি এই প্রথম গয়না বড়ির কথা জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এক অজানা তথ্য জানাবার জন্য।

  • @munmunsarkar2145
    @munmunsarkar2145 3 місяці тому +49

    আগের ব্লগে যখন মেহা মাসিমাকে আসার জন্য বলছিলো আমার তখন নিজের দিদার কথা মনে পড়ে গেল। আজ 11বছর দিদা স্বর্গবাসী😢 কিন্তু খুব মনে পড়ে মাঝে মাঝে। আমি আমার দিদাকেই মা বলতাম , খুব ভালবাসতো আমায়। এরকমভাবে দিদার আসার অপেক্ষা করতাম। মেহার কথা যেনো মাসিমা রাখেন বলবেন আপনার extaineded family এর সদস্যরাও চাইছে পুজোতে মেহা রামার সাথে যেনো উনি থাকেন। আমি ছোটবেলায় পুজোর ছুটিতে মামার বাড়িতেই থাকতাম। ভালো থাকবেন দিদি🙏❤️

  • @ramishakhatun8055
    @ramishakhatun8055 3 місяці тому +1

    সত্যিই হৃদয় ছুয়ে যাই প্রতিটা কথার লাইন গায়ের লোম যেন কাটা দেয়।

  • @Meghbalikaa
    @Meghbalikaa 3 місяці тому +1

    তোমার এই কথাটার সাথে আমিও ভীষন ভাবে সহমত দিদি.....সবার ভালোলাগার সাথে সাথে নিজের ভালো লাগা ও ভালবাসা গুলিকে ও গুরুত্ব দেওয়া ভীষন দরকার😊

  • @BabiThisSide
    @BabiThisSide 3 місяці тому +1

    একদম ঠিক বললে।।বেঁচে থাকার জন্য সত্যিই নিজের ভালোলাগা গুলো বাঁচিয়ে রাখা দরকার ❤❤খুব ভাল লাগল

  • @somachatterjee8459
    @somachatterjee8459 3 місяці тому +1

    ❤❤❤❤❤ কথা বলতে বলতে তুমি অনেক বড় অর্থবহ কথাও তুমি কতো সুন্দর করে বলে দাও। মেহাও খুব mwture হয়ে উঠছে আস্তে আস্তে।খুব ভালো মেয়ে ও। ❤❤❤❤

  • @sudiparoy1583
    @sudiparoy1583 3 місяці тому +11

    মাত্র এক মাস হলো আপনার vlog দেখছি এই কদিনেই আপনি আমার best vlogar হয়ে উঠেছেন 👌👌 আমেরিকায় বাস করে এত টা নিরঅহংকারী জীবন কিভাবে কাটানো যায় সেটা আপনার ভিডিও না দেখলে জানতামনা দিদি ❤️❤️ মেহা রামা কে খুব ভালো লাগে প্রতিটা vloge ওদের দেখাবেন please 🙏

  • @sreejaniroy8421
    @sreejaniroy8421 3 місяці тому +1

    দিদি তুমি কি সুন্দর ভাবে গয়না বড়ি ইতিহাস টা বললে খুব ভালো লাগলো ❤️সত্যি তুমি ঠিক বলেছো বেঁচে থাকার জন্য ভালোলাগা গুলো বাঁচিয়ে রাখতে হয়😘❤️😘

  • @safemyaccount7880
    @safemyaccount7880 2 місяці тому

    Young Sheldon আমার খুব প্রিয়। মেহুকে দেখতে দেখে খুব ভালো লাগলো❤

  • @asisbhowmik3350
    @asisbhowmik3350 3 місяці тому +1

    খুব সুন্দর,আপনার উপস্থাপনা।শ্রুতিমধুর আপনার কথন।আমিও মেদিনীপুরের ছেলে,যদিও এখন কল্যানীতে থাকি।হালিশহরে আমার কিছু পরিচিত জন আছেন।যাইহোক, আমার ছোটো মেয়ের জন্য আপনার এই চ্যানেল দেখা।বেশ উপভোগ করি।যেদিন আপনার মা আমেরিকা পৌঁছলেন সেদিনের ব্লগটাও দেখেছি।🙏🙏

  • @mahamayasarkar3012
    @mahamayasarkar3012 3 місяці тому +1

    রামা খুব সুন্দর জিনিস নিয়েছে আস্তে আস্তে সব পারবে।

  • @samritadas3864
    @samritadas3864 3 місяці тому +3

    Meha is soo kind hearted and well mannered girl❤ ki sundor bollo emotional attachment hobe na gift card dile

  • @sabaribasusengupta2720
    @sabaribasusengupta2720 3 місяці тому +4

    তোমার ব্লগ দেখলে মন ভালো হয়ে যায়। গয়নাবড়ির ইতিহাস জেনে ভালো লাগলো। তোমরা সবাই সুস্থ ও আনন্দে থেকো এই কামনা করি। মেহু ও রামার জন্য রইল অনেক ভালোবাসা,আদর।

  • @mituroy7679
    @mituroy7679 3 місяці тому +1

    নমস্কার আমি বাংলাদেশ থেকে আপনাদের একজন টপ ফ্যান। মেহা ও Young Sheldon Series টা দেখে ওটা আমিও দেখি এবং আমার পছন্দের একটি
    সিরিজ। খুব সুন্দর সিরিজ টা।

  • @chaitalisiddhanta1143
    @chaitalisiddhanta1143 3 місяці тому +12

    একদমই ঠিক কথা নিজের পছন্দ বাঁচিয়ে রাখা খুব দরকার তবে আমি বুঝেছি আমার জীবনের অনেকটা পথ পাড় হবার পর। তোমরাও সুস্থ থাকো আনন্দে থাকো ❤❤❤❤

  • @SarnadipSarkar-w5p
    @SarnadipSarkar-w5p 3 місяці тому +1

    আজকের ভিডিও টা খুব ভাল লাগল ।,বিশেষত বড়ি পোস্ত টা খুব ভাল লাগল ।বানিয়ে দেখব।❤❤❤❤❤

  • @Kumaresh-Paul
    @Kumaresh-Paul 3 місяці тому +2

    স্কুলে বাচ্চাদের এই সবজি চেনানোর ব্যাপারটা দারুন। কি একটা কিউট কিউট ব্যাপার😊😊

  • @rinadas9056
    @rinadas9056 3 місяці тому +1

    গহনা বড়ি খুব পাতা হয় তাই তোলার সময় যাতে ভেঙে না যায় তাই পোস্তদানা উপর গহনা বড়ি দেওয়া হয় ,যাতে খুব সহজেই উঠে আসে। আমি এই প্রথম বার কমেন্ট করলাম।

  • @marypaul3534
    @marypaul3534 3 місяці тому +36

    গয়না বড়ি দেখেছি কিন্তু তোমার কাছে গয়না বড়ির ইতিহাস জানলাম। এই চচ্চোড়ি আমরা খুব করি আর বড়ি পোস্ত রাঁধি। মেহাবুড়ি বড় হচ্ছে সাথে মনটাও বড় হচ্ছে ওর কথায় বোঝা যায়। ❤️❤️❤️

  • @shrabantighosh5403
    @shrabantighosh5403 3 місяці тому +1

    গয়না বড়ি তো মেদিনিপুরের বিখ্যাত।আমার পিসির বাড়ি মেদিনীপুরে।আমি গয়না বড়ি প্রচুর খেয়েছি।কিন্তু গয়না বড়ির পেছনে যে এইরকম দুঃখ জনক ইতিহাস লুকিয়ে আছে সেটা জানতাম না।সেটা শুনে মনটা হু হু করে উঠলো।

  • @MousumiDas-i4n
    @MousumiDas-i4n 3 місяці тому +4

    গয়না বড়ির ইতিহাস শুনে বেশ ভালো লাগলো

  • @Spiceitupwithsree
    @Spiceitupwithsree 3 місяці тому +9

    সত্যিই নিজেদের ভালোভাবে বেঁচে থাকার জন্য নিজের পছন্দ, ইচ্ছেগুলোকেও বাঁচিয়ে রাখা প্রয়োজন... ❤

  • @MonicaPaul2510
    @MonicaPaul2510 3 місяці тому +15

    কি সুন্দর কথা গুলো বল তুমি, মন ভরে যাই শুনে.. 29 দিন সবার জন্য ভাবি, একদিন নিজের জন্য ভাবা টা সত্যি দরকার।। Thankyou... ❤

  • @sankardas7534
    @sankardas7534 3 місяці тому

    দারুন লাগল আজকের ভলগ্টা

  • @SumitChakraborty-d8e
    @SumitChakraborty-d8e 3 місяці тому +4

    গয়না বড়ি ইতিহাসটা জানা ছিল না। আপনার কাছে জানতে পেরে বেশ ভালই লাগল মাকেও বললাম গল্পটা।

  • @NANDADUTTA-pl6qi
    @NANDADUTTA-pl6qi 3 місяці тому +3

    খুব ভালো লাগলো তোমার ব্লগ, এই পাঁচ মিশালী চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তুমি ঠিক বলেছ সংসারে সকলের পছন্দের কথা ভাবতে গিয়ে আমরা নিজেদের পছন্দের কথা ভুলে যাই, ভালো থেকো, সুস্থ থেকো

    • @StaywithJoya
      @StaywithJoya 3 місяці тому

      youtube.com/@staywithjoya?si=5F4ydN5RmGcNFVzj

  • @DolaBose-xy9rm
    @DolaBose-xy9rm 3 місяці тому +19

    বাচ্চাদের শিক্ষা দেবার পদ্ধতি কত সুন্দর ওখানে। আমাদের দেশ তো একটু হলেও অনুসরণ করতে পারে বলো?

  • @Gopalerporibar
    @Gopalerporibar 3 місяці тому +6

    আমিও মেদিনীপুরে থাকি, স্টেশনের কাছে। তোমাকে এবং তোমার পরিবার কে আমার এতো ভালো লাগে কী বলব! তুমি যখন বিদেশের মাটিতে বসে আমাদের Medinipur কে যখন দেখি, তখন সত্যিই দারুন লাগে ।❤❤

  • @MiluDutta-j7l
    @MiluDutta-j7l 3 місяці тому +1

    তোমার কথা গুলো শুনে দিদি মন ভালো হয়ে গেল ।❤❤❤❤❤❤❤

  • @KoyalDutta-xf6qh
    @KoyalDutta-xf6qh 3 місяці тому +11

    কি সুন্দর কথাগুলো বলো তুমি মহুয়া দি, মন ভরে যায় শুনে❤। ভীষণ সুন্দর হয়েছে গয়না বড়ি গুলো। ❤ একদম ঠিক কথা নিজের পছন্দ বাঁচিয়ে রাখা খুব দরকার তবে আমি বুঝেছি আমার জীবনে অনেকটা পথ পার হবার পর। ❤ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো। ❤ গয়না বড়ি দেখেছি কিন্তু তোমার কাছে গয়না বড়ি ইতিহাস জানলাম। ❤ এই চচ্চড়ি আমরা খুব করি আর বড়ি পোস্ত রাধি। ❤ মেহা বড় হচ্ছে সাথে মনটাও বড় হচ্ছে। ❤ মহুয়া দি ভিডিওটা আসলে মনটা আনন্দে ভরে ওঠে। ❤ মেহা কে কি সুন্দর লাগছে। ❤ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ❤ অনেক ভালো থেকো সুস্থ থেকো মহুয়া দি। ❤ খুব মূল্যবান কথা বললে মহুয়া দি , সত্যি নিজের বেঁচে থাকার জন্য নিজের ভালোলাগা গুলো কেউ বাঁচিয়ে রাখা দরকার। ❤ মেদিনীপুরে গয়না বড়ি বিখ্যাত। ❤

  • @somaghosh3891
    @somaghosh3891 3 місяці тому +1

    সত্যিই কি আমাদের ভালো লাগে‌এমন কথা মনে রাখি না সংসারের চাপে হারিয়ে য়ায়।কি জানি ❤❤❤❤ ভালো থেকো।

  • @আমারশহরবাঁকুড়া6275

    দিদি তোমার কাছে অনেক কিছুই কথা শিখতে পারি আর জানতেও পারে কথাগুলো শুনে খুব ভালো লাগলো ❤❤

  • @PallabiBarik-f4p
    @PallabiBarik-f4p 3 місяці тому +1

    খুব ভালো লাগলো দিদি।মা ও মেয়ে দুজনেই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।

  • @nupurdey7584
    @nupurdey7584 3 місяці тому +6

    গরম ভাতে ঘি মাখিয়ে গয়না বাড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে।

  • @bholanathden5400
    @bholanathden5400 3 місяці тому +349

    মেদিনীপুরের " গয়না বড়ি "- বিখ্যাত ! কয়েক মাস আগে আমার ফ্ল্যাটের নীচতলায় যে দাদারা থাকেন ওনারা পূর্ব মেদিনীপুরের। আমাকে গয়না বড়ি দিয়েছিলেন। তবে মহুয়া দি, আপনি গয়না বড়িতে যে এতো কষ্টের ইতিহাস লুকিয়ে আছে জানতাম না ! আপনাকে ধন্যবাদ।🎉

    • @rajashreebanik777
      @rajashreebanik777 3 місяці тому +7

      আমি প্রথম বার গয়না বড়ি দেখলাম!

    • @priyasil2479
      @priyasil2479 3 місяці тому +4

      সত্যিই তাই 😊

    • @Annwashadailyvlog-k2l
      @Annwashadailyvlog-k2l 3 місяці тому

      আমিও এই প্রথম দেখলাম

    • @sambritabera7565
      @sambritabera7565 3 місяці тому +5

      Amara haldia purba Medinipur er...amar sasuri darun goyna bori dei

    • @arundhatichakraborty4281
      @arundhatichakraborty4281 3 місяці тому

      Kothao kinte pawa jay goyna bar
      I?

  • @mamonirrupkotha1003
    @mamonirrupkotha1003 3 місяці тому +1

    হাঁ গো ওয়েদার চেঞ্জের জন্য খুব শরীর খারাপ হচ্ছে খুব সাবধানে থাকবে ভিডিও টা খুব ভাল লাগল। তোমার কথার মধ্যেই একটা আন্তরিকতার ছায়া আছে যে ভাই। খুব ভাল থেকো। ❤❤❤❤

  • @aninditabhattacharyya1982
    @aninditabhattacharyya1982 3 місяці тому +18

    মহুয়া দিদির ভিডিও আসতে না আসতেই মনটা যেন আনন্দে ভরে ওঠে
    মেহুকে কি সুন্দর লাগছে
    অনেক ভালবাসা রইলো তোমাদের সবার জন্য❤

    • @royandson2897
      @royandson2897 3 місяці тому

      @@aninditabhattacharyya1982 গরীব মানুষ কে ভাবুন বড়ো লোক দের ভেবে লাভ নাই

  • @jayamukherjee7551
    @jayamukherjee7551 3 місяці тому +6

    কি মিষ্টি মেয়ে ❤
    যেমন মা তেমন মেয়ে ❤❤

  • @suparnaghosh3439
    @suparnaghosh3439 3 місяці тому +11

    তোমাদের দেখলেই মন ভালো হয়ে যায়..সমস্ত ক্লান্তি এক নিমেষে হওয়া...

  • @debasmitajhulki4388
    @debasmitajhulki4388 3 місяці тому +2

    সত্যিই খুব সুন্দর। আমার বাড়ি ডায়মন্ড হারবার আমাদের বাড়িতে ও গয়না বড়ি তৈরি করি খাওয়ার জন্য। কিন্ত আমারা পোস্ত ছড়িয়ে গয়না বড়ি দিই, যাতে শুকনো করার পর তাড়াতাড়ি সহজেই উঠে পড়ে ,না ভেঙে। পরে ভাজলে পোস্ত র জন্য স্বাদ দিগুন হয়ে যায় 😊😊

  • @manishashaw4558
    @manishashaw4558 3 місяці тому +1

    আমাদের হজমির মত গয়না বড়ি ও অন্যান্য বড়ি গুলো দেখানোর জন্য ও এত ভালোবাসার দেওয়ার জন্য❤

  • @daas_buzz
    @daas_buzz 3 місяці тому +19

    Meha kintu sotti boleche..... Gift card ta dile sei nije hat e kore gift pochondo kore dewar jei byapar ta mane oi or bhasai "Emotional touch" ta sotti missing hoye jai!

  • @reenabanerjee949
    @reenabanerjee949 3 місяці тому +1

    সত্যি কি সুন্দর করে বললে একদম মনে হলো আমার মনের কথা টা বললে নিজের ভালবাসার জিনিস গুলো কেও বাঁচিয়ে রাখা উচিত নাহলে অন্য দের ভালো করে রাখতে পারবো না খুশি মনে

  • @sanchitasinha9237
    @sanchitasinha9237 3 місяці тому +1

    Goina boror ki sundor bastob golpo ta shonale eto detail jantam na. Mednopur er speciality seta jantam .thanks fr sharing .

  • @DiptiBiswas-t7v
    @DiptiBiswas-t7v 3 місяці тому +3

    মেয়া রামা দুটো ভাই বোন যে কতটা ভালো বলে শেষ করা যাবে না। ❤❤❤❤❤

  • @priyankachatterjee529
    @priyankachatterjee529 3 місяці тому +2

    দিদি গয়না বড়ি এই প্রথম দেখলাম।খুব ভালো লাগলো দিদি।❤❤❤❤❤❤❤

  • @crew6836
    @crew6836 3 місяці тому +1

    তোমার রান্না সব সময় দেখতে ভালো লাগে ,সত্যি। বড়ি খুব ভালো লাগে তবে আসানসোলে এই গাইনা বড়ি পাওয়া যায় না,আমি কোনো দিন দেখিনি

  • @shibayanchakraborty3939
    @shibayanchakraborty3939 3 місяці тому

    খুব ভালো sitcom young Sheldon ; story tao valo r tar sate jim parson er voiceover

  • @anasuyadasgupta9969
    @anasuyadasgupta9969 3 місяці тому +1

    ভালো লাগলো । তুমি বললে -- কখনো কখনো নিজের ভালো লাগার জিনিসগুলো রাঁধতে ইচ্ছে করে , খেতে ইচ্ছে করে । খুব খাঁটি কথা। বাড়ির সকলের ইচ্ছে পূরণ করতে করতে আমরা মেয়েরা নিজেদের ইচ্ছেগুলো ভুলেই যাই 😊😊 তবে একটা জিনিস দেখলাম তুমি বাঁধাকপির অনেকটা অংশ ফেলে দিলে , বেগুনের লেজ ও মাথার দিক বেশ খানিকটা করে বাদ দিয়ে দিলে । কেন গো ??

  • @tanuchattarjee9140
    @tanuchattarjee9140 3 місяці тому

    Khub bhalo laaglo blog ta

  • @mamsaha2139
    @mamsaha2139 3 місяці тому +7

    বেঁচে থাকার জন্য নিজের ভালোলাগা গুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন এই কথাটা খুব সুন্দর লাগলো❤কিন্তু সংসারের মাঝে আমরা নিজের ভালোলাগা টাই ভুলে যাই

  • @bannyabanerjee4144
    @bannyabanerjee4144 3 місяці тому

    খুব ভালো লাগল।

  • @ashitdas3677
    @ashitdas3677 3 місяці тому

    শেষে দাদার হাসিটা সেরা ছিলো মনটা ছুঁয়ে গেলো

  • @mitapaul4125
    @mitapaul4125 3 місяці тому +2

    গয়না বড়ির গল্পটা শুনে খুব ভালো লাগলো।বড়ির ঝাল খেতে দারুন লাগে।মেহা খুব ভালো মেয়ে ওকে পড়ার কথা বলতে হয় না। ও ঠিক নিজের পড়া করে নেবে। খুব ভালো থেকো ❤️❤️❤️

  • @sreemoyeechakraborty8355
    @sreemoyeechakraborty8355 3 місяці тому +5

    Mehar kotha ta ato vlo lglo... Amio choto theke boro hoyechi... R o boro hobo oviggota barbe... Tai or sathe onk relate korte parlam byapaar ta... God bless you Meha... Tmr emotions jno erm e thake... 🫂

  • @suparnaghosh3439
    @suparnaghosh3439 3 місяці тому +3

    খুব খুব ভালো লাগে আমার meha কে..যেমন মা মিষ্টি তেমনই meha

  • @md.rafiqkhan5180
    @md.rafiqkhan5180 3 місяці тому

    Young sheldon আমারও ভীষণ পছন্দের সিরিজ।

  • @RupaRoy-kz3qk
    @RupaRoy-kz3qk 3 місяці тому +2

    Satti didi beche thakar jonno nijer valo laga gulo k bacheye rakhkar khub dorker. Sober valo laga gulo k dhakte dhakte nijer sob valo gulo k are dhakha hoy na. Tomar kotha sune aber nijer kotha vaber kotha mone hoche😊. Tumi amader sob meyeder moner kotha bole dile. Valo laglo. Mon ta akdom valo hoye galo❤❤❤❤

  • @ShrutiChakraborty-h9m
    @ShrutiChakraborty-h9m 3 місяці тому +7

    ভীষণ সুন্দর হয়েছে গয়না বড়িগুলো❤❤

  • @jubunaz1
    @jubunaz1 3 місяці тому +1

    আমরা কখনোই বড়ি কিনে খাইনি আমাদের বাড়িতে বড় র খুব সুন্দর করে বড়ি বানাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে অনেক মজা।বাইরের কেনা গুলো তো একদম নোংরা বানাতে দেখিছি ।যাদের বড়ি আমাদের বাড়িতে সবার দাওয়াত রইলো চলে আসবেন।

  • @PritomGhose02
    @PritomGhose02 3 місяці тому

    "Young Sheldon" এক চমৎকার টিভি সিরিজ।। বছরখানিক আগে দেখেছিলাম, এক কথায় চমৎকার লেগেছিল।।
    IMDb :7.7
    Excellent choice মেহা।।🍀

  • @sucharitachatterjee5933
    @sucharitachatterjee5933 3 місяці тому

    Khub sundor laglo vlog

  • @kakalimajumder8958
    @kakalimajumder8958 3 місяці тому

    Khub valo laglo blog ta👌❤

  • @tapatisarkarcrystaljubleem1778
    @tapatisarkarcrystaljubleem1778 3 місяці тому

    অসাধারণ সুন্দর একটা ভিডিও ❤️

  • @AditiMaiti
    @AditiMaiti 3 місяці тому

    Goyna borir history jene bhalo laglo. R khub moja laglo mehur mukhe( korboni) sune

  • @sagarmahapatra1281
    @sagarmahapatra1281 3 місяці тому +1

    Nice vlog.. darun laglo ❤

  • @subhrasinha3920
    @subhrasinha3920 3 місяці тому

    Bes valo laglo GOYNA BORIR purbo kahini sunte,jantami na🫶🫶❤❤

  • @bhubaneswarideswali8580
    @bhubaneswarideswali8580 3 місяці тому +4

    Tomar torkari ranna dekhe amr thakuma bolche samne thakle 1 bati cheyei nitam....eto sundor kore ranna korlo....❤
    Onek bhalobasha❤

  • @nityagopalsarkar
    @nityagopalsarkar Місяць тому

    Khub valuable thing

  • @sumohanpathak2575
    @sumohanpathak2575 3 місяці тому

    খুব সুন্দর লাগলো দিদি

  • @souvikmitra6904
    @souvikmitra6904 3 місяці тому

    Meha is a sweet girl....she is too much adjustive....God bless her

  • @pujachandra473
    @pujachandra473 3 місяці тому

    খুব সুন্দর একটা কথা বললে নিজে বেজে থাকার জন্য নিজের ভালবাসা গুলি বাচিয়ে রাখা খুব দরকার😊মন ছুয়ে গেল তোমার কথা গুলো মন জুড়িয়ে জায়😊

  • @rinadas2126
    @rinadas2126 3 місяці тому +2

    Tumi thik bolecho mahuya amra sob somoy sudhu bachhader pochondo moto ranna Kori majhe nijeder moto ranna kora valo ete valobasa bare❤

  • @sabitadas6618
    @sabitadas6618 3 місяці тому

    গয়না বড়ি যে কটি দেখলাম খুব ভালো লাগল।আর ভালো লাগল রামার স্কুল থেকে পাওয়া সবজিগুলো।

  • @dipanwitapatra9281
    @dipanwitapatra9281 3 місяці тому

    Meha er ' করবো নি ' কথা টা Medinipurian heart ❤❤❤❤

  • @kuntalsanyal1352
    @kuntalsanyal1352 3 місяці тому +1

    Khub valo laglo vlog ta Thanks

  • @baisalichatterjee9114
    @baisalichatterjee9114 3 місяці тому +2

    দারুন ভ্লগ। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মিষ্টি মেহা ❤️❤️আর রামা সোনা ভালো থেকো গো 🥰🥰

  • @piyalichongdar7688
    @piyalichongdar7688 3 місяці тому

    Khub sundor lagche vlog ta

  • @sukla1322
    @sukla1322 3 місяці тому

    Khub sundar vedio.Rama durdanto bazer kareche Khub Valo laglo dekhe.Barir Purba itihas sune khubi kharap laglo eto kasto ache .Sabi Valo thakben.

  • @jayantachakraborty4586
    @jayantachakraborty4586 3 місяці тому

    Khub sundor hoyeche didi

  • @SuchetanaGupta
    @SuchetanaGupta 3 місяці тому

    রান্নাটা দারুণ লাগলো। গয়না বড়ির ইতিহাস শুনে মন খারাপ লাগলো।

  • @NupurDas-u8e
    @NupurDas-u8e 3 місяці тому +4

    তোমার কথাটা এক দম ঠিক নিজের জন্য সপ্তাহে একদিন অন্তত নিজের পছন্দের রান্না করা উচিত

  • @somabanerjee1034
    @somabanerjee1034 3 місяці тому

    Goyna borir history khub touching.

  • @kasturychakrabortty2413
    @kasturychakrabortty2413 3 місяці тому

    Ki cute kore bollo - ' korboni' .. we r proud mednipurian ❤

  • @sancharidanceacademy7660
    @sancharidanceacademy7660 3 місяці тому

    Khub bhalo lagloo go vlogta

  • @aditichatterjee4148
    @aditichatterjee4148 3 місяці тому

    Khub bhalo laglo 😊

  • @shyamalibasu8918
    @shyamalibasu8918 3 місяці тому

    , আমার ছাদ বাগানে ও সিম হয়েছে দুদিন আগে নামিয়েছি ভীষণ ভালো লাগে 👌