Mriter Marte Agaman | মৃতের মর্ত্যে আগমণ | Bengali Comedy Movie | Full HD | Bhanu Bandopadhyay

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 575

  • @emotionallife584
    @emotionallife584 4 роки тому +51

    ১৯৫৯ সালে এ রকম একটা যুগান্তকারী গল্প নিয়ে অসাধারণ অভিনয়ের ছোঁয়ায় পরিপূর্ণ একটা ছায়াছবি বাংলা ছায়াছবি এর ইতিহাসে আছে----নিজে না দেখলে হয়তো কারো কথায় বিশ্বাস করতাম না।

  • @sudipkumarbiswas1688
    @sudipkumarbiswas1688 2 роки тому +17

    একদমই থ হয়ে গেলা! হয় কি নির্মম সত্য! এই চলচিত্রের লেখক জিনি তিনি জীবনকে যে কি অসামান্য ভয়ানক কঠিন সত্য দিয়ে উপলব্ধি করেছে তা ভাষায় প্রকাশ কঠিন! 🙏 সেই বিদগ্ধের আত্মা চির শান্তিতে থাকু। আর শ্রী ভানুও অপূর্বদৃষ্ট অভিনেতা! তিনিও পরমধাম লাভ করুক। অস্কার পাওয়া উচিত ছবিটির!

  • @dewanmusharraf
    @dewanmusharraf 4 роки тому +198

    আমার মৃত্যুর পর বিধাতা চাইলেও আমি আর এই মন আর স্মৃতির ভার নিয়ে মর্তে ফিরে আসবো না।হাস্য রসের ভিতর দিয়ে আজ থেকে ৫০/৬০ বছর আগে কি আমোঘ ও নিষ্ঠুর সত্য ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যিই বিস্ময়কর!

  • @somnathpodder9157
    @somnathpodder9157 5 років тому +59

    মানব চরিত্রকে জানার অনেকটা তুলে ধরা হয়েছে । অপূর্ব শিল্প কৌশল। আজকের দিনে এমন জীবন শিক্ষা মূলক ছায়াছবির অভাব খুব।

    • @user-apurbamodak
      @user-apurbamodak 4 роки тому +3

      এরজন্যই দেশের এমন অবস্থা

  • @barungayen3583
    @barungayen3583 3 роки тому +6

    যে লেখক এই চলচিএ লিখেছেন, তিনি এবং পরিচালক উভয় ছিলেন এক একজন দার্শনিক।কল্পনা যে কতটা বাস্তব হয় তা এই ফিল্মিস মধ‍্যে দিয়ে আমাদের মন কে অনেকটা ভাবায় তা আমাদের মানতেই হবে।এটা এক অভিনব সৃষ্টি।

  • @biprajitdhar8951
    @biprajitdhar8951 4 роки тому +140

    2020 সালে এই অসাধারণ সিনেমাটি দেখছি আর অবাক হয়ে ভাবছি কত বছর আগে এইরকম চিন্তা ভাবনা দিয়ে এমন কালজয়ী, সময়োপযোগী সিনেমা বানানো যায় ! মানুষের জীবন , তার চিন্তা ভাবনার সাথে খুব সুন্দর ভাবে রিলেট করা যায়।

  • @himumazumdar7713
    @himumazumdar7713 4 роки тому +63

    সমাজের প্রতি দূরদর্শিতা ও এত সুন্দর ভাবে উপস্থাপন
    পুরো গোষ্ঠীর প্রতি আজ 2020 এ ও আন্তরিক নমস্কার

  • @somenchakraborty8420
    @somenchakraborty8420 4 роки тому +99

    হাস্যকৌতুক কল্পনার মোড়কে নিষ্ঠুর বাস্তবকে উপস্থাপনা করে গেছেন ভানু বন্দোপাধ্যায় তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে ।।

  • @ShyamIndiaPro
    @ShyamIndiaPro 3 роки тому +127

    ২০২১ সালে কারা কারা এই সিনেমা টা দেখছো 🙂 খুবই ভালো লাগলো এই সিনেমা টা দেখে👍
    সাদা কালো সময় টাই ভালো ছিল
    এই রঙিন সময়ের থেকে 🤗🤗 🤗🤗🤗🤗🤗🤗
    তোমরা কি মনে করো সবাই 🙏🙏🙏

  • @dipanwitabose1080
    @dipanwitabose1080 2 роки тому +37

    এই পুরোনো ছায়াছবি গুলো অদ্ভুত ভাবে মানুষের জীবনের সঙ্গে মিলে যায়।🙂🙂🙂🙂

  • @papiadutta3374
    @papiadutta3374 3 роки тому +25

    কি কাহিনী। কি অভিনয়। সকল অভিনেতা অভিনেত্রী অনবদ্য। 🖤

    • @BengaliMoviesAngelDigital
      @BengaliMoviesAngelDigital  3 роки тому

      আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
      You can enjoy the rest of our uploads available in :
      Android : bit.ly/3eSJtKq
      iOS : apple.co/2IyrUTZ
      Web : www.klikk.tv/

    • @saikatdutta7257
      @saikatdutta7257 Рік тому

      Hi papia

  • @S.Faruk.H
    @S.Faruk.H 3 роки тому +6

    এইরকম একটা ভাল ছবি এতদিন কেন চোখে পড়লনা? নিরেট বাস্তবতা অত্যন্ত দক্ষতার সাথে তুলে আনা অনেক কঠিন একটা কাজ। দারুন চিত্রনাট্য আর অভিনয় প্রত্যেকেরই অসাধারন।

  • @serialkatopup7504
    @serialkatopup7504 3 роки тому +48

    দিন চলে যায়, এই কালজয়ী সিনেমা অমর র ই বে। হয়তো আমরা র ই বো না।

  • @rimonctg3565
    @rimonctg3565 3 роки тому +48

    আমার আবার ভাই হয়ছে, বোন হয়েছে।আবার আমার মায়ের মুখে হাসি ফুটছে তাই আমি ফিরে যাচ্ছি।কি মুভি।অসাধারণ।

  • @chandrachurdas6899
    @chandrachurdas6899 3 роки тому +20

    ছবি বিশ্বাস, তুলসি দাস, ভানু বন্দোপাধ্যায়, উঃ অসাধারণ অভিনেতা, উনাদের আত্মার মঙ্গল কামনা kori❤❤

  • @संयुक्ता108
    @संयुक्ता108 2 роки тому +6

    অত্যন্ত শিক্ষণীয় একটি চলচ্চিত্র।

  • @DearDuranta
    @DearDuranta 4 роки тому +14

    ভীষণ ভালো লাগলো । চিরনতুন ।সংলাপ, উপস্থাপনা, অভিনয় অতুলনীয়,এত বছর আগে এত সুন্দর সিনেমা প্রশংসার দাবি রাখে🌸🌼🌹🌷

  • @chittrabithy5717
    @chittrabithy5717 2 роки тому +8

    এ রকম চলচ্চিত্র এ যুগে আর আশা করা যায়না। অপুর্ব ❤️❤️❤️❤️

  • @shyamalpradhan7349
    @shyamalpradhan7349 3 роки тому +3

    যাঁরা coments করেছেন যথার্থই হয়েছে। অসাধারণ...... বাস্তব সমাজের প্রতিছবি।👌👍💐💐💐💐💐💐💐💐💐

  • @j2024b
    @j2024b 4 роки тому +21

    এতো বছর আগের একটা বাংলা ছবি এখনো কত ভালো লাগে I এখনকার বেশিরভাব মুভিগুলো একবার দেখলে দ্বিতীয়বার দেখার কোনো ইচ্ছেই থাকে না অথচ পুরাণ সিনেমাগুলো এখনো সমান ভাবে পপুলার , আমরা এখনো এনজয় করি I

    • @shyamalpradhan7349
      @shyamalpradhan7349 Рік тому +1

      খুবই সুন্দর বলেছেন আপনি। 🌹

    • @manikhassan839
      @manikhassan839 9 місяців тому +1

      এটাই হল ক্লাসিকস এর গুণ।

  • @goodguy3524
    @goodguy3524 3 роки тому +4

    Osadharon .....poshupati sir..........long live with this creation...onobodyo.......

  • @goldgarden3316
    @goldgarden3316 3 роки тому +9

    অসাধারণ সিনেমা ।। হাসির ছলে অনেক কিছু বুঝিয়ে দিলো ।। তবে আমরা কিছু মানুষ আজও হারানো আপন মানুষ গুলোর পথ চেয়ে থাকি কিন্তু এটাও কিছুটা সত্যি ।।

  • @santoshroy3084
    @santoshroy3084 2 роки тому +6

    যদিও সবটাই বাস্তব সত্য তুলে ধরেছেন।।
    কিন্তু এইভাবে যদি আমার মা বাবা আবার ফিরে আসতেন।।
    ভগবান কে ধন্যবাদ জানাবার ভাষাই হয়তো হারিয়ে ফেলতাম।।
    দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত কাহিনী 🙏🙏🙏

  • @mritunjaybasunia8994
    @mritunjaybasunia8994 3 роки тому +4

    এত সুন্দর একটা সিনেমা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো, আগে কত কিছু ভাবনাচিন্তার পর সিনেমা গুলি উপস্থাপনা করা হত, সত্যি মনটা জুড়িয়ে গেল। কে কে 2021শে দেখলাম।।

  • @nirvikmasanta6036
    @nirvikmasanta6036 4 роки тому +7

    এগুলোই সব সত্যিকারের "ছায়াছবি", অসাধারণ, সত্যিই অনবদ্য।

  • @kanulaldas8313
    @kanulaldas8313 4 роки тому +22

    Unique and rare movie bears the unbelievable truth, watched more than once. Acting of Tulsi Chakraborty sir is superb. May all the souls of departed artists rest in the holy feet of God.

  • @naturebeuty9553
    @naturebeuty9553 2 роки тому +2

    Amer age 22 r ami vanu bondopadher khub boro fan the great actor legend. in bengoli filim our indestry

  • @binoddas5780
    @binoddas5780 3 місяці тому

    দারুন .......সেই সময়ে এই রকম কল্পনা ..... সত্যি অতুলনীয়

  • @biswaruproy4534
    @biswaruproy4534 2 роки тому +1

    চোখে জল চলে আসে, এত বাস্তব ও চরম সত্য কথা, এতদিন আগে যে বা যারা লিখেছেন ও প্রস্তুত করেছেন , তারাই তো প্রকৃত বাস্তববাদী, চরম দার্শনিক, তারাই মানবরূপী ঈশ্বর।

    • @biswaruproy4534
      @biswaruproy4534 2 роки тому

      কি কঠিন বাস্তব, কি ভয়ংকর!

  • @goutampatra2168
    @goutampatra2168 3 роки тому +28

    আজকের প্রজন্মের কাছে এই মুভি বার বার প্রদর্শন করা উচিত।

  • @harunrashid6188
    @harunrashid6188 4 роки тому +12

    হে মানুষ একবার চিন্তা করে দেখো আমার বলে এ পৃথিবীতে কিছুই নাই,,,

  • @sagarghosh9856
    @sagarghosh9856 3 роки тому +6

    আসার আনন্দ আর যাওয়ার দুঃখ এর মধ্যে কয়েকটি গল্পের আকারে দারুন সিনেমা নির্মাণ করেছেন, "বাচ্চাদেরও ঠাই হলো না এই পৃথিবীতে",এই কথাটা শুনে চোখে জল চলে এলো।
    06/08/2021 জানি এই সিনেমা 100বছর পরেও চলবে।
    *যারা এই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করলো তারাই এখন আর নেই

  • @ratnachatterjee739
    @ratnachatterjee739 3 роки тому +3

    Ki ashadharon realistic movie 👌👌👏👏👏👏👏👏👏👏

  • @mostafizurrahman1303
    @mostafizurrahman1303 4 роки тому +68

    "একটুখানি ভালোবেসে নাহয় বাবা মাকে না জানিয়ে 'একটুখানি' বিয়ে করে ফেলেছে😂😂", অতিশয় সুন্দর ছবিটা।

  • @rakeshbiswas1017
    @rakeshbiswas1017 5 років тому +195

    ২০১৯-২০ সালে কারা কারা দেখছেন, এই অপূর্ব সিনেমাটা......

  • @PolkRay
    @PolkRay 9 місяців тому +1

    অসাধারণ একটি ছবি ❤❤❤❤❤

  • @kaliprasadhalder6152
    @kaliprasadhalder6152 3 роки тому +1

    সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি কি কমেন্ট করবো । আমরা আর এই রকম সিনেমা দেখতে পাবো না। সত্যিই ধন্যবাদ এই চ্যানেলকে এই রকম একটা সিনেমা দেখানোর জন্য 🙏🙏🙏🙏। হৃদয়ে গেঁথে রাখা যায়।

  • @oindrilachanda8369
    @oindrilachanda8369 3 роки тому +4

    অসাধারণ ❤ 2021 এসে দেখছি। আমাদের সত‍্যটা তুলে ধরেছে। সবাই মিথ্যা মায়ার কাপড় চোখে দিয়ে বসে আছি।

  • @bijoysarkar4499
    @bijoysarkar4499 3 роки тому +5

    মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সিনেমা 🥰🥰🥰(12/10/2021) Old is gold.

  • @shantigopal3599
    @shantigopal3599 Рік тому

    মন ছুঁয়ে গেল। কিছু বলার ভাষা নাই। দার্শনিক প্রতিভা সম্পন্ন লেখক।

  • @pmsworld2293
    @pmsworld2293 2 роки тому +1

    অনবদ্য রচনা,গল্পের ছলে চরম সত্য উদঘাটন করা হয়েছে।

  • @SRB.547
    @SRB.547 3 роки тому +5

    অসাধারণ নির্মল হাস্যরসের ছায়াছবি।

  • @pijushghosh3091
    @pijushghosh3091 2 роки тому

    just wowwwwwwwwwwwwww!!!!!!!! apurbo kintu batobikota kintu natokiyo less matro movie...chinta soili just oshadharon

  • @abutahersk4957
    @abutahersk4957 5 років тому +32

    এটাই প্রকূতির অমোঘ নিয়ম কেও কারো জন্য অপেক্ষায় থাকলে 'একদম বাস্তাব চিত্র অবাস্তাবে হলেও

  • @madhusudande3252
    @madhusudande3252 4 роки тому +16

    অসাধারণ একটা ছবি,বিষন্ন পৃথিবীর সব কিছুই সাময়িক

  • @somnathbagdhi5030
    @somnathbagdhi5030 3 роки тому +3

    অসাধারণ মুভি ধন্যবাদ আপনাকে 👌💐💐👌

  • @nirodgain5886
    @nirodgain5886 2 роки тому +1

    জীবন ঘনিষ্ঠ একটি ছবি

  • @letsgorebati5104
    @letsgorebati5104 2 роки тому +1

    Sotti khub sundor cinema...2022 , September a dekhche

  • @kajaldey4226
    @kajaldey4226 3 роки тому +3

    এই পৃথিবীতে কেউ কারোর নয়,সবই মায়া

  • @ramprosadbaidya74
    @ramprosadbaidya74 Рік тому +1

    চমৎকার

  • @taniyadeb
    @taniyadeb 4 роки тому +6

    ...দারুন লাগে এই সিনেমাগুলো...সময়ের অভাবে দেখা হয়না..আজ দেখে কি যে ভালো লাগলো....lock down special ❤❤

  • @rajmamalik5888
    @rajmamalik5888 2 роки тому +1

    Khub sundor muvi

  • @moushakhiray5019
    @moushakhiray5019 3 роки тому +10

    Comedy but the inner meaning is very philosophical.
    Thanks for the upload.

  • @amiyakantabose8194
    @amiyakantabose8194 11 місяців тому

    ছবিতে ব্যবহৃত সংলাপ অসাধারণ ও অশ্রুতপূর্ব সুন্দর।

  • @Littlelovelytime
    @Littlelovelytime 4 роки тому +34

    Lockdown এর সময় বাড়িতে বসে মুভি টা দেখে ভালো লাগলো

  • @smritinath9978
    @smritinath9978 3 роки тому +6

    সত্যি কথা কত সহজ করে বলা হয়েছে, অসাধারণ।

  • @mate24
    @mate24 2 роки тому +1

    khub valo laglo.

  • @saikatpurkait5623
    @saikatpurkait5623 4 місяці тому

    Khub sundor ekta movie.❤❤❤

  • @ayanjkkniu5736
    @ayanjkkniu5736 2 роки тому +1

    চিরন্তন কিছু নিষ্ঠুর সত্যকে সুনিপুণ ভাবে তুলে ধরা হয়েছে,,

  • @chandanadak1949
    @chandanadak1949 4 роки тому +100

    Lockdown a কে কে দেখছো হাত তোলো🤗🤗🤗🤗

  • @daskhokan88
    @daskhokan88 9 місяців тому

    এক কথায় অনবদ্য ❤❤❤

  • @dipankarroy9752
    @dipankarroy9752 2 роки тому +2

    So significant through comedy... True to constitution of God

  • @manikhassan839
    @manikhassan839 9 місяців тому

    হোয়াট আ কনসেপচুয়াল মাস্টারপিস। এমন শিল্পের সকল কলাকুশলী কে অন্তর থেকে ভালবাসা ও শ্রদ্ধা জানাই।

  • @gopadas1157
    @gopadas1157 3 роки тому +2

    Apurbo....

  • @mdshohagh516
    @mdshohagh516 3 роки тому +1

    Ak kothai o shadhoron,great movi.

  • @sahebmiah4556
    @sahebmiah4556 4 роки тому +3

    এই পৃথিবী বড়ো স্বার্থপর

  • @indrabairagya4317
    @indrabairagya4317 3 роки тому +2

    অসাধারণ একটি সিনেমা 👍👍👍

  • @asitbaranmahato9292
    @asitbaranmahato9292 Рік тому

    আগের দিনে মানুষ কত দূরদৃষ্টিসম্পন্ন ছিল তা এইসব পুরোনো দিনের ছায়াছবিতে জানতে পারা যায়।

  • @SoumyaGanguly1234
    @SoumyaGanguly1234 11 місяців тому

    Its called high class acting ...ki asadharon cinema 🎥...kono kotha hoba ..

  • @mdkazi5390
    @mdkazi5390 3 роки тому +1

    মৃতের মর্তে আগমন চমৎকার সুন্দর একটি ছবি চলচ্চিত্র

  • @soumitradasgupta2532
    @soumitradasgupta2532 Рік тому +1

    এইসব ছবি আর হবে না ! কি অসাধারণ !!

  • @shajtipadadhara6112
    @shajtipadadhara6112 4 роки тому +4

    খুব ভালো লাগলো। বাস্তব প্রতিচ্ছবি।

  • @jr.-1600
    @jr.-1600 9 місяців тому

    2024 সালে দেখলাম।।
    তখনকার এই ছবিতে অভিনয়ের মাধ্যমে যে বর্তমানের সামাজিক পরিবেশকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেন মনে হচ্ছে মাত্র সপ্তাহ কই আগেই সিনেমা তৈরি করা হয়েছে।।
    25-26 বয়সের একজন মানুষ হয়ে বাস্তবতা দেখতে পেলাম তার জন্য এই ছবির সাথে যুক্ত সবাইকে মন থেকে জানাই প্রণাম ,
    এত সুন্দর একটি উপহার ❤ অনেক কিছু শিখলাম আপনাদের থেকে ...

  • @md.manirulsekh4373
    @md.manirulsekh4373 Рік тому

    Osadharon akta jugopojugi bagla cinema je ta 64 years ager .

  • @rupsanatanchowdhury9289
    @rupsanatanchowdhury9289 2 роки тому +2

    এহেন নৃশংস বাস্তবতা তুলে ধরা যায় অভিনয়ের মাধ্যমে....... তা চিরন্জয়ী গৌরমময়ী বাংলা সিনেমা না দেখলে বোঝায় যেত না।বাস্তবে আজ ভালোবাসা ও প্রেমের নামে যে প্রতারণা হয়ে চলেছে...... তা সহজেই উপলব্ধি হয়ে যায়।🙏

  • @sadaydebnath1285
    @sadaydebnath1285 Рік тому

    ... অসাধারণ অভিনয়...! ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, জহর রায়, তুলসী চক্রবর্তী... আরো সব কলাকুশলী... সবাই সত্যিই অসাধারণ অভিনয় করেছেন। কত পুরাতন ছবি অথচ বাস্তব টাকে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। বর্তমান নব্বই দশকের আমরা এই ধরনের সিনেমা খুব একটা দেখি না। আজ সত্যিই একটি অসাধারণ অপ্রিয় সত্য- এর সাথে পরিচয় হলো। স্বর্ণ যুগের শিল্পকলা এভাবেই বেঁচে থাকুক...
    ❤❤❤19/04/2023...❤❤❤

  • @SoummyadipSinghaRoy
    @SoummyadipSinghaRoy 2 місяці тому +1

    ২০২৪ সালে কারা কারা এই সিনেমা দেখেছো?

  • @kinkarsamanta8325
    @kinkarsamanta8325 4 роки тому +2

    অসাধারণ। চোখের জল আর বাঁধলো না।

  • @prarthonabolchi
    @prarthonabolchi 2 роки тому +1

    Etae jiboner bastobota..

  • @rockyking4656
    @rockyking4656 2 роки тому +1

    সত্যি অসাধারণ

  • @Gaanpran
    @Gaanpran 4 роки тому +60

    এরকম বাংলা সিনেমা কেনো হয় না আর ??? কেনো এরকম ধরণের গল্প লিখতে পারে না .... শুধু কপি আর কপি ... ওদের ও দোষ নেই আমরা আজকাল ফালতু সব সিনেমা গিলি🙂

    • @susantasingh784
      @susantasingh784 3 роки тому

      এখন খোলাখঙলী বুগবুগী হলে ভালো হয়

    • @anupamRay-tg8by
      @anupamRay-tg8by Місяць тому

      Eguloi toh remake korte pare

  • @nanditasaha2756
    @nanditasaha2756 2 роки тому +2

    মৃত্যু ই একমাত্র সত্যি এবং সুন্দর

  • @antarachowdhury4406
    @antarachowdhury4406 9 місяців тому

    আমি মরে বেঁচেছি, আর তুমি বেঁচে মরে গেছো 🩵🩵 আহা কত নিষ্ঠুর কথা

  • @BHOUTIKTHEK
    @BHOUTIKTHEK 3 роки тому

    কত উচু দরের অভিনেতা অভিনেত্রী বাস্তব তুলে ধরলেন। কেউ কারো নয় ইসস এমন ভাবে ফিরে গেলেন আপন জনের কাছেও ঠাই পেলো না। পৃথিবীটা এমনি কারো উপকার করার আগে দশ বার ভাবা উচিত। এমন অভিনেতা আর হবেনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলো বাস্তব কত কঠিন।

  • @apelsfriends6413
    @apelsfriends6413 7 місяців тому

    এমন একটা মুভি খুজি পাইতে আমার ২৫ বছর লেগে গেছে আফসোস!

  • @avejithxp9056
    @avejithxp9056 9 місяців тому

    কি সাবলীল অভিনয় 💜

  • @aninditamanna7880
    @aninditamanna7880 4 роки тому +1

    দারুণ সিনেমা । সিনেমা টা 15 বার দেখলাম কিন্ত কিছুতেই মন ভরছে না । Just amazing movie . Pl tell who is watching the movie in lockdown . এরকম সিনেমা আর একটা সিনেমা বর্তমানে তৈরি করে দেখাক কই?

    • @biplabmakal3916
      @biplabmakal3916 3 роки тому +2

      Present director ba actor der sei dom nei erokom movie bananor

  • @haroprasadp
    @haroprasadp Рік тому

    Osadharon ❤

  • @BMED940
    @BMED940 9 місяців тому

    আমার বয়স 16 কিন্তু আমার ভালো লাগে এসব পুরনো কিছু দেখতে। এই পুরনো মুভিতে বাস্তব জীবনের অনেক সত্যতাকে তুলে ধরা হয়েছে বাস্তব জীবনের অনেক শিক্ষা পাওয়া যাবে বলে মনে করি এবং দেখি। আর বর্তমান ওয়েব সিরিজ আধুনিক Movies খারাপ অনুভূতি জাগিয়া খারাপ পথে চালিত করে সমাজের শিশুদের ক্যারিয়ার বা ভবিষ্যৎ কে শেষ করে দেয়। সমাজ নিজেকে এবং ভবিষ্যৎ কে শেষ করার শিক্ষা বর্তমান মুভিতে দেওয়া হয় বলে আমি মনে করি।
    ইতি - BM&ED (Sagar Mondal) 11/01/2024

  • @adday3243
    @adday3243 Рік тому

    সত্যি মানুষ বেঁচে থাকতে একটা সময়ের পর কদর পায় না, মরে গিয়ে কি কদর পাবে। একটা সংলাপ ভালো লাগল, " প্রিয়জন মরলে মানুষ কাঁদে কারণ তার বেঁচে থাকা অবস্থায় যে সুযোগ সুবিধা পেত তা আর পাওয়া হবে না।" ছবিটার মর্মার্থ খুব সুন্দর।

  • @mdsohel.496
    @mdsohel.496 2 роки тому

    Khub sundor lagchilo

  • @spdaslifestyle
    @spdaslifestyle Рік тому

    বাহ খুব সুন্দর লাগলো

  • @romykundu6162
    @romykundu6162 Рік тому +14

    How they made maximum death content movies with Bhanu bandopadhyay is a mystery. And all of them are classics. I don't think hollywood couldn't also ever give this concept

  • @sanatpal2332
    @sanatpal2332 3 роки тому +1

    সত্যিই মন কেড়ে নেয়া মুভিস 🙏🙏🙏

  • @pintubiswas2023
    @pintubiswas2023 Рік тому +3

    2023 কারা কারা এই মুভিটি দেখছো লাইক করো

  • @Bapi01
    @Bapi01 2 роки тому

    Purano din guli khubi valo

  • @bhaskarchakraborty6195
    @bhaskarchakraborty6195 4 роки тому +4

    Really Golden Evergreen Cinema. Bhanu Banerjee Best Comedian Actor. Lock down Special.11/07/2020. Brillient Outstanding Awasome Bengali Classical Movie. Bhaskar.

  • @cricketpoint4348
    @cricketpoint4348 5 років тому +12

    অসাধারন,,,, ঘটনা অবাস্তব হলেও বিষয়টা বাস্তব,,,,

  • @somamukherjee3339
    @somamukherjee3339 3 роки тому +2

    চির বাস্তব।যে যায় শুধু সেই যায়!!!!

  • @srideepbanerjee1400
    @srideepbanerjee1400 Рік тому +1

    Excellent movie