প্রাচীনকালে বাঙালির বিবাহভোজ

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Anirban_das
    @Anirban_das  10 місяців тому +158

    ভিডিয়োতে একটা শব্দ ব্যবহার করেছিলাম ‘দাওয়াত’। সেটি করে আমি নাকি বাংলার ইসলামকরণ করছি, দাওয়াত কেন বললাম নিমন্ত্রণ কেন বললাম না, ইত্যাদি নানা অভিযোগ। কেন বিশুদ্ধ বাংলা বললাম না। যাঁরা এরকম বলছেন বা বলবেন তাঁরা বাংলা ভাষাটা আগে বুঝুন। ৫ বছর আগে একটা ভিডিয়ো করেছিলাম, লিঙ্ক দিলাম।
    ua-cam.com/video/JjvohdCAWaY/v-deo.htmlsi=xiLhic4ZjGfBwNC3

    • @pabanmandal2557
      @pabanmandal2557 10 місяців тому +41

      বুঝলাম। তাহলে তো ঠিকই, যে এইসব শব্দ বৈদেশিক - আরবিক, ফারসি ভাষা থেকেই এসেছে। আমাদের এই আরবী, ফারসি ভাষার ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করতে হবে, আর আমাদের নিজস্ব ভারতীয় মৌলিক ভাষা গ্রহণ করতে হবে। আর সেটা হলো সংস্কৃত।

    • @fatikdhara2777
      @fatikdhara2777 10 місяців тому +6

      ​@@pabanmandal2557একদম সঠিক কথা বলেছেন। আশাকরি উত্তর দেবেন।

    • @SadhanaRoy-oe6wm
      @SadhanaRoy-oe6wm 10 місяців тому

      @@pabanmandal2557 k

    • @Moharani21
      @Moharani21 10 місяців тому

      বাংলাদেশী বাংলার ফারসীকরণ আর অমুসলমান বাংলাতে ফারসী অক্ষষ্টি এক ভাবনা নয়।
      আমি পছন্দ করব নিমন্ত্রণ বলা দাওয়াতের বদলে। ওটা বাংলাদেশী ফারসীবাংলা। ওটা ওনাদের থাকুক। ওনাদের পথ আলাদা।
      বাংলার বৈদেশিক অক্ষষ্টি সুপ্রচূর। যে যা শাসন করে গেছে তার দমিত ভাষা বাংলা একটি।
      যেহেতু ফারসী ও সংস্কৃত উভয়েই প্রাচীন ইরাণের অতএব দুটো ভাষার অধিক্রমণ স্বাভাবিক।
      তবে বাংলাদেশ মুসলমান হওযার ফলে ফারসীবাংলা তৈরি করেছে।
      আমার মনে হয় যারা মুসলমান হয় নি বা বলিকাঠে মাথা দেয়নি তারা যেন পানি দাওয়াতের অধীনস্থ না হয় কেননা অনেক তো হয়েছে--- আর নয়!
      আমি যদি ছোটবেলা থেকে মার্কিন দেশে থেকে শিক্ষা পেয়ে বড় হয়ে এমন বাংলা লিখতে পারি, ভালো লাগবে জেনে কলকাতাস্থ বাঙালীরা পানি ফানির বদলে নিজের বাংলা ভাষায় কথা বলেন ফারসীবাংলার বদলে ও বাংলাতে ফারসীর অবস্থান স্বীকার করেও।
      বাঙালী শাসকের দাসত্বপ্রিয়। সে দলে দলে মুসলমান হয়েছিল স্বভূমিকে অস্বীকার করে। আর নাই বা হলেন!

    • @direct.skc.2
      @direct.skc.2 10 місяців тому +29

      Jara apaotti janacchen tader biriyani kebab ba chowmein khete serom khub akta somshya hoi bole mone hoina. 😅

  • @puspendugoswami8046
    @puspendugoswami8046 10 місяців тому +162

    "দাওয়াত দিলাম" । নিমন্ত্রণ শব্দটা বোধ হয় ভুলে গেছেন । বাংলা ভাষার ইসলামিকরণ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ হবার মুখে।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +90

      কতো শতাংশ বাঙালি হিন্দু আর কতো শতাংশ মুসলিম? আপনি মনে হয় নজরুল ইসলামকে বাঙালি কবি হিসেবে ধরেন না। রবীন্দ্রনাথের লিপিকার ‘সওগাত’এর নাম এরকম ফারসি শব্দ দিয়ে ইসলামীকরণকে বাড়িয়েছেন। 😊 ভালো। 🙏🏻

    • @puspendugoswami8046
      @puspendugoswami8046 10 місяців тому +1

      @@Anirban_das আপনি বোধহয় রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্রের বাংলা ভাষায় আরবি এবং ফারসি শব্দের প্রাবল্যের বিরোধিতা নিয়ে লেখাগুলো হয় পড়েননি নাহলে চেপে যাচ্ছেন। অবশ্য বাংলাদেশের মানুষের কাছে আরবি শব্দ ব্যবহার করে নিজের চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ানোর চেষ্টা থাকলে অবশ্যই আপনার উদ্যোগ সফল হবে বলেই মনে হয়। পরের বার গোস্ত নাস্তা গোসল খালা ফুফা এইসব শব্দগুলিও বেশি করে ব্যবহার করবেন যেন। তাহলে বাংলা ভাষা আরেকটু বলশালী হবে।😊

    • @amityleo
      @amityleo 5 місяців тому +16

      Ekta kichu bhul ber na korale abar kiser Bangali! Ki bolen Pushpa! 😂

    • @priyabiswas5747
      @priyabiswas5747 5 місяців тому +26

      ​@@Anirban_das apni bangladesh e chole jachen na kno tahole to sob jamela mite jai apnar bhasha ora vison valo bujbe amai bhartiya bengali hisabe vison gorvho kori kintu bangladeshi bengali k ghena kori

    • @dipikamondal8602
      @dipikamondal8602 5 місяців тому

      BC shut ur mouth Hindu festival DurgaPuja Kali Puja Laxmi Puja Saraswati Puja no body is more Hindu then Bengali

  • @soumendusengupta3228
    @soumendusengupta3228 10 місяців тому +103

    অনেকদিন পর বাঙালি দের নিয়ে আলোচনা শুনে মন টা ভরে গেলো । বাঙালি তো আজকাল বাংলা নিয়ে আলোচনা করতে লজ্জাবোধ করে , তাই আপনার বয়সী এক যুবক কে বাঙালির খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করতে দেখে মনে হলো আমার মতো গর্বিত বাঙালি এখনও আছে বেঁচে । খুব ভালো উপস্থাপনা । আরো উন্নতি করুন আপনি এই শুভেচ্ছা থাকলো।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +5

      সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন ❤️

    • @Kajal-27-11
      @Kajal-27-11 9 місяців тому +2

      সবাই লজ্জা বোধ করে না

    • @HumbleSubmission
      @HumbleSubmission 8 місяців тому +3

      উনি বাঙালী নন.. বাংলাদেশী!!!
      ওরা.. আমন্ত্রণকে দাওয়াত বলে 😮 পাকিস্তানিরা চলে গেলেও উর্দু যায়নি ...😢

  • @ayantikapurkait
    @ayantikapurkait 10 місяців тому +32

    আপনার শব্দচয়ন এবং কন্ঠ দুটোই অতুলনীয়😊
    বাঙালির প্রাচীন সংস্কৃতিকে আজকের যুগে এতো সুন্দর ভাবে উপস্থাপনের জন্য অনেক ধন্যবাদ🙏💕। আর ২ লক্ষ মানুষ যে এই বিষয়ে আগ্রহী দেখে খুব ভালো লাগলো। আজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তিনটেই করলাম। ❤❤❤

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +3

      আপনাদের সঙ্গই আমায় প্রেরণা দেয়। সঙ্গে থাকবেন 🙏🏻

    • @s.p.banerjee203
      @s.p.banerjee203 7 місяців тому

      😮7p⁹⁹⁹⁹⁹⁹⁹oòp❤

  • @rupa1027
    @rupa1027 10 місяців тому +115

    প্রাচীন বাঙালি ঐতিহ্যএর প্রতি তোমার মতো নতুন প্রজন্মের এই আগ্রহ এবং তাকে সর্বজনীন করার এই প্রচেষ্টা কে অভিনন্দন জানাই। ভালো থেকো 🙏

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +6

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @soumyenmitra6327
    @soumyenmitra6327 10 місяців тому +30

    রাজনৈতিক ক্যাচাল এর থেকে অনেক ভালো ভিডিও

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      ধন্যবাদ। সঙ্গে থাকবেন 😊

    • @ashokbanerjee7447
      @ashokbanerjee7447 4 місяці тому

      RO onek kichu e bolen ni.

  • @inashreebose
    @inashreebose 5 місяців тому +11

    আপনার শব্দচয়ন সেই সঙ্গে সঠিক উচ্চারণ শুধু মন জয় করল তা নয় ভিডিও টিকে অন্য মাত্রা দিল। অসাধারণ... আজকের দিনে এমন সঠিক উচ্চারণ শুনতে পাব... ভাবতেই পারিনি।😊 ধন্যবাদ।

    • @Anirban_das
      @Anirban_das  5 місяців тому

      ধন্যবাদ 😊 সঙ্গে থাকবেন 🙏🏻

  • @krittikabiswas1383
    @krittikabiswas1383 10 місяців тому +5

    দাদা খাবারের নাম তো বলছ রেসিপিগুলো দাও 🙂 রান্না করব ভাবছি 😅 খাবার দেখলে আর খাবারের নাম শুনলে খিদে পেয়ে যায় । যতই হোক আমরা বাঙালি তো ... 😋😋😋

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +2

      রেসিপি পেতে গেলে টাইমমেশিন লাগবে

    • @krittikabiswas1383
      @krittikabiswas1383 10 місяців тому

      @@Anirban_das শঙ্কুর টাইম মেশিন 😅😅

  • @Leziusvlog
    @Leziusvlog 10 місяців тому +2

    বলছি এবার আপনি আপনার বিয়েটা সেরে ফেলুন দেখি😜

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      ‘বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নীচেই পাত্র।’ -শেষের কবিতা! 😁

  • @saikat_dutta
    @saikat_dutta 10 місяців тому +10

    দাদা, বলছি বাঙালির পদবী ইতিহাস নিয়ে কি একটা ভিডিও বানানো যায়?

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +3

      হ্যাঁ হবে

    • @manunknown2009
      @manunknown2009 10 місяців тому +3

      খুব ভালো একটা টপিক ভেবেছেন দেখছি

    • @RakeshSome-vn2ym
      @RakeshSome-vn2ym 10 місяців тому +1

      ব্যাপারটা জমে যাবে

    • @manunknown2009
      @manunknown2009 10 місяців тому

      @@RakeshSome-vn2ym যা বলেছেন

  • @barshabauri4498
    @barshabauri4498 10 місяців тому +34

    ❤️❤️ জানিনা কেনো ভিডিও টা দেখার সময় আপনার কথা ,, এডিটিং,, ব্যাকগ্রাউন্ড এর music সব মিলিয়ে নিজের অজান্তেই ঠোঁটের কোনে মৃদু হাসি ফুটে উঠেছিল 😊❤️ যেটা সবসময় হয় না ☺️😊

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      সেটাই আমার প্রাপ্তি 😊

    • @jayantapal3056
      @jayantapal3056 9 місяців тому

      আমারও একই অবস্তা

  • @puspensarkar3984
    @puspensarkar3984 Місяць тому +1

    তোমার বিয়ের নিমন্ত্রণ কবে পাবো?

  • @rhythm6329
    @rhythm6329 10 місяців тому +28

    Masterpiece 🔥
    বিয়ের নিমন্ত্রণ না পাওয়ার দুঃখ অবশেষে মিটলো 💜

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      ধন্যবাদ 😊❤️

  • @ayushmalakar0001
    @ayushmalakar0001 10 місяців тому +27

    আগামী বিবাহ ভোজ এর নিমন্ত্রণ এর অপেক্ষায় থাকলাম😊

  • @ROHIT-dz5in
    @ROHIT-dz5in 10 місяців тому +6

    Sir বাংলার ব্রত নিয়ে যদি পারেন তো একটা ভিডিও বানান । তাহলে আমি উপকৃত হব

  • @SusmitaDutta-272
    @SusmitaDutta-272 10 місяців тому +54

    বিয়ে বাড়ীর খাওয়াটা জমে গেল❤

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 10 місяців тому +34

    ভাবতেও অবাক লাগে আগেকার বাঙালি বিয়েতে এখনকার থেকে কত বেশি বৈচিত্র্য ছিল❤❤

  • @arpitasengupta4295
    @arpitasengupta4295 10 місяців тому +21

    বাঙালি সেকেলের হোক বা একালের খাওয়া-দাওয়া তে কিন্তু অগ্রাধিকারই থাকবে 😂😂😂😂
    আজকের মেনুর খাওয়া দাওয়া কিন্তু দারুন ছিল😊😊

  • @AheliAcharya-z7m
    @AheliAcharya-z7m 10 місяців тому +19

    বিবাহ ভোজ এ পায়েস টা বোধহয় আবার আনা দরকার। খুব ভালো লাগলো এই পর্ব টা।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      ধন্যবাদ 😊

    • @amitmaji1647
      @amitmaji1647 10 місяців тому +3

      যেদিন বউ শ্বশুর বাড়ি আসে সেদিন দুপুরের খাওয়ায় নতুন বউ শ্বশুর বাড়ির বড়োদের ( শ্বশুর ও ভাশুর) অর্থ সহ নিজ হাতে পায়েস পরিবেশন করে। আমাদের বাড়িতে এর প্রচলন আছে।

    • @monksaikat4109
      @monksaikat4109 10 місяців тому +1

      Mednipur e ekhono payes banai.

  • @mishtusinghavlogs
    @mishtusinghavlogs 10 місяців тому +9

    আপনি এমনভাবে বলে যাচ্ছেন, আমার history প্রাইভেট টিউটর দাদামনির কথা মনে পড়ে গেলো 🙂

  • @prianxi
    @prianxi 10 місяців тому +1

    পেটভরে খেলুম .... খাওয়ার শেষে কস্তুরি আর কর্পূর মিশ্রিত তাম্বুলের রসাস্বাদন করতে করতে পাত্রকে প্রাণকে প্রাণভরে আশীর্বাদও করলুম .... কিন্তু পাত্রীকেতো কোথাও দেখতে পেলুম না !!!!

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +2

      😁 ভালো বলেছেন। সঙ্গে থাকবেন 🙏🏻

  • @Soumee_saha
    @Soumee_saha 10 місяців тому +12

    দাদা পুরো পেট ভরে গেলো 😁😂❤ video টা খুব ভালো লাগলো 😊👏❣️

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +2

      ধন্যবাদ। ❤️

  • @maynadas6044
    @maynadas6044 10 місяців тому +8

    প্রথমে যে ভাবে বিয়ে বাড়ির ভোজ হতো বা সাজানো হতো সত্যি সেই ছোট বেলা টাকে খুব মিস করি। পাড়ার দাদা কাকারা কোমরে গামছা বেঁধে ছোট ছোট অ্যালমুনিয়ামের বালতিতে করে খাবার পরিবেশন করতো। আজ তো সব গিয়ে এখন বুফে। অনেকের হয়তো সেটা পছন্দ কিন্তু আমার ব্যাক্তিগত ভাবে একদম পছন্দ নয়। সেই দিন গুলো খুব মিস করি ।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +2

      বসে পাত পেড়ে খাওয়ার আমেজই আলাদা!

    • @maynadas6044
      @maynadas6044 7 місяців тому

      @@Anirban_das একদম

  • @rahulkundu-2634
    @rahulkundu-2634 10 місяців тому +3

    বিশ্বাসই হচ্ছে না সেইসময়েও এতো খাওয়া-দাওয়ার বাহার ছিল! 😮

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      সর্বদাই ছিল! বাহারে আহারে!

  • @naihritmukherjee05
    @naihritmukherjee05 9 місяців тому +9

    খুবই সুন্দর ভাবে প্রাচীনকালের বাঙালি বিয়েবাড়ির ঐতিহ্য,সংস্কৃতি তুলে ধরলেন বেশ লাগলো❤

    • @Anirban_das
      @Anirban_das  9 місяців тому +1

      ধন্যবাদ ❤️

  • @ranajit2355
    @ranajit2355 10 місяців тому +1

    ইলিশ কবে থেকে জনপ্রিয় হলো?

  • @purnendumazumder7829
    @purnendumazumder7829 10 місяців тому +24

    দারুন হয়েছে।।
    বাঙালির পদবীর ইতিহাস নিয়ে নতুন এমন গবেষণা সমৃদ্ধ ভিডিওর অনুরোধ রাখলাম, অবশ্যই নিজের মজুমদার পদবীর ইতিহাস জানার তীব্র আগ্রহ রাখলাম।।😊

    • @sudipta2024
      @sudipta2024 10 місяців тому +3

      সত্যি পদবীর ইতিহাস ভিডিও চাই একটা ।।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +3

      বেশ 😊

    • @rockington
      @rockington 10 місяців тому

      দে পদবি-টা সম্পর্কে ও বলবেন কিন্তু

    • @Andy-Bengali
      @Andy-Bengali 5 місяців тому

      ​@@rockington "দে" পদবীটা সম্ভবত "দেব" থেকে "দেও" হয়ে এসেছে। কোনও উৎস দিতে পারছি না, তবে বিভিন্ন বাংলা শব্দের বিবর্তনের ধারা লক্ষ্য করে আন্দাজ করলাম।

  • @pallabitasadhukhan1885
    @pallabitasadhukhan1885 10 місяців тому +1

    Ei Damayanti ke?
    R poroborti biyebarita khub taratari chai 😁😁

  • @souvikbasak5462
    @souvikbasak5462 10 місяців тому +9

    আমি আপনার চেয়ে অনেক পরে জন্মেছি, তবে গ্রামের ছেলে হওয়ার কারণে ওই পরিবেশের বর্ণনা টা আমার অতি পরিচিত।😊😊😊😊😊

  • @tanimapal3006
    @tanimapal3006 5 місяців тому +1

    Dada khuv valo laglo apnar videos gulo... prai onek guloi dekhlam....
    Ajj kal kar besirvag videos gulo eto besi editing hoi, darkar er tulonai jeta ektu besi e...,na to seta sunte khuv valo lage na to dekhte....
    Onek din por emon video hatath korei dekhlam jekhane khuv besi editing nei otocho khuv shruti modhur.... khuv simito somoye khuv sundor vabe jinis ta bujte parlam...... khuv valo laglo dada.....
    Eta na bole parchi na ajj kal kar somoye sotti e banglate kotha, gan, videos ei sob khuv e khuv e kom sone manusjon..... sekhane ei sob eto purono tottho khuv passion er sathe research kore amader kache tule dhora ta sotti e khuv valo kaj.....
    Amr sotti e khuv valo lage bangali jatir sob rokom itihas jante...
    Sob ses e ekta onurodh roilo dada....
    Ami onek din dhore amader bangali der sob khetra j sob protivaban manus jon royechen sei sob kichu niye ektai e video kujhchilam.... ta apni jodi serokom kono video banan khuv valo lagbe....
    Onek kichu jante parbo....
    Porer video r opekkhai roilam....🙏🙏🇮🇳🇮🇳

    • @Anirban_das
      @Anirban_das  5 місяців тому +1

      তেমন ভিডিয়োও আসবে। সঙ্গে থেকো। শেয়ার করো! তোমাদের পাশে চাই

  • @artbugkk
    @artbugkk 10 місяців тому +11

    দাদা বাংলার চিত্রকরদের নিয়ে একটা ভিডিও হলে খুব ভালো লাগতো 💕💕💕
    By the way আমি আর পাঁচ দিন পর বিয়ের ভুরিভোজ খেতে চলেছি😏😜

    • @sangeetadas3307
      @sangeetadas3307 10 місяців тому

      Amader o sathe niye cholun...😆

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      😁😁

    • @arnabdey6835
      @arnabdey6835 10 місяців тому +2

      খুব ভালো লাগলো ভিডিওটা। খুব শীঘ্রই অপেক্ষা রইলাম মধ্যযুগ থেকে আধুনিক যুগের বিয়ে বাড়ির মেনুর।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      @@arnabdey6835 সামনে মলমাস পড়ছে। এতো কম সময়ে বিয়ের মতো আয়োজন হয়ে উঠবে না, পরের সিজেনে আবার হবে 😁

    • @arnabdey6835
      @arnabdey6835 10 місяців тому +2

      @@Anirban_das পৌষ মাস মলমাস হলেও মাঘ মাসে তো আবার সিজিন দাদা তাহলে মাঘ মাসে একটা বিয়ে বাড়ি হয়ে যাক😊

  • @soumenroy1305
    @soumenroy1305 9 місяців тому +1

    বাঙালিদের নিয়ে আলোচনা করছে কিন্তু বাংলাটা ঠিক মতো বলতে পারছে না।

    • @Anirban_das
      @Anirban_das  9 місяців тому

      একটু গাইড করবেন 🙏🏻

  • @wanderlust703
    @wanderlust703 10 місяців тому +3

    ২০১৭ তে আমি প্রথমবার স্মার্টফোন ব্যবহার করি। আর তখন থেকেই অপেক্ষায় ছিলাম এরকম সুন্দর সুন্দর ভিডিওর, যা দেখে সমৃদ্ধ হতে পারি। আবারো ধন্যবাদ জানাই। আরোও এহেন জ্ঞানমূলক ভিডিও আসুক অপেক্ষায় রইলাম।

  • @anjanabanerjee1452
    @anjanabanerjee1452 7 місяців тому

    Tumibanglaboltebolte. Hathat. Hindi. Urdu. Keno. Bolle??? Dawat. Arbi sabda. Er. Seshe. Mistypan.

  • @Ultimatefact255
    @Ultimatefact255 10 місяців тому +9

    আমি একজন ইতিহাসের ছাত্র। তাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে ❤❤❤

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      ধন্যবাদ 😊

  • @rahilparvez5457
    @rahilparvez5457 10 місяців тому +1

    আপনি কি বিয়ে করেছেন? না করে থাকলে করে ফেলুন .... আর আমাদের নিমন্ত্রণ করুন

  • @janami-dharmam
    @janami-dharmam 10 місяців тому +38

    Our Bibhutibhusan was really fond of food and all his stories and novels has details of cooking and eating.
    Bengali marriage feasts (about 50 years back) used to start with deep fried bringals and chana dal (more like a curry) and luchi. The elders will move these aside because they are waiting for the fish, meat and the sweets. Some people could not arrange for both fish and meat and the guests will make crude comments.
    In the countryside, some people will eat as if there is no tomorrow. After all, marriage invitations are very seasonal.

  • @nilotpalbhattacharjee3896
    @nilotpalbhattacharjee3896 10 місяців тому +1

    বাবা বলেছেন 3 ধরণের ডাল আর সাথে 3 ধরণের ভাজা , মাংসো আগে আর 3 ধরণের মাছ দেওয়া হতো ।

  • @sonalimandal9480
    @sonalimandal9480 10 місяців тому +3

    অপেক্ষাই রইলাম দাদা।।।
    আপনার প্রতিটি ভিডিও ভীষন ভালো লাগে ।।।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      দেখে জানাবেন ❤️

  • @riaamukherjee4767
    @riaamukherjee4767 9 місяців тому +1

    Amar parents er marriage eivabei hoyechhlo....early 90s a

  • @sudipta2024
    @sudipta2024 10 місяців тому +5

    😊😊😊😊🎶🎵🎵 খুব সুন্দর
    বাঙালি পদবীর ইতিহাস নিয়ে একটা ভিডিও চাই ।।
    রায় পদবী অবশ্যই মনে রাখবেন।।😊

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +4

      আচ্ছা, ডিসেম্বরের প্ল্যান করা আছে, ২০২৪ এ

    • @crabgamer939
      @crabgamer939 10 місяців тому

      @@Anirban_das saha tao mone rakhben daada!

  • @subratabhowal7590
    @subratabhowal7590 3 місяці тому

    "Common sense is not so
    common."
    - Voltaire
    গল্পের গরু গাছে চড়ে,
    কল্লঝলীনী, মিছিল নগরী,
    ফুটবল প্রেমী কলিকাতার
    হকারদের জীবনদায়ী ডালা
    ট্রাকে চড়ে আগে বাড়ে .....

  • @AnkitaRoy-u2u
    @AnkitaRoy-u2u 10 місяців тому +4

    A master piece, such a informative video 📸😀

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      Glad you think so! ❤️

  • @tamoghnabhaduri530
    @tamoghnabhaduri530 5 місяців тому

    আর মিতাহারী!! যবে থেকে "হাসুলি পাশুলি" টা শুনলাম!! ঘিয়ে ভাজা পাঁঠা .... পেট টা চোঁ চোঁ করছে!!

  • @snehasisdatta6791
    @snehasisdatta6791 10 місяців тому +3

    অসাধারণ লাগল
    নতুন দাওয়াত এর অপেক্ষায় রইলাম
    এভাবেই আমাদের জন্য বাংলার ইতিহাস তুলে ধরতে থাকো দাদা আর এই ভাইয়ের ভালোবাসা নিও ❤

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      সঙ্গে থেকো 😊❤️

    • @snehasisdatta6791
      @snehasisdatta6791 10 місяців тому

      এত ভাল উপস্থাপনা হলে সঙ্গে তো থাকতেই হবে ।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      @@snehasisdatta6791 😊🙏🏻

  • @samitmondal7759
    @samitmondal7759 9 місяців тому +1

    দাওয়াত শব্দ বাংলা নয়,,

  • @tandrabaidya2238
    @tandrabaidya2238 10 місяців тому +3

    বিয়ে বাড়ীর ভোজ জমে গেল ❤

  • @ranajit2355
    @ranajit2355 10 місяців тому +2

    একদিন বিয়ের প্রথার কম্প্যারেটিভ আলোচনা করুন

  • @beautyqueen4731
    @beautyqueen4731 10 місяців тому +8

    ভিডিও টা সত্যিই অসাধারণ স্যার☺ বিয়ে বাড়ির ব্যাপারে এত কিছু জেনে খুব ভালো লাগলো😊❤

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      ধন্যবাদ ❤️

  • @abboral
    @abboral 5 місяців тому +1

    Nice Vedio.. Being 1950 born I can give some information on Bengali wedding bhoj
    Amader samay Orisha r Madhu Thakoor as chef was compulsory. Remember 1957 to 1980 was almost similar menu mangso macher kalia.. Radhavalabi luchi.. CHATNI payas rosogolla sandesh..
    Next elo from 90s bijli grill restaurent supply all menus.. Orisha Thakoor dhire dhire bidai holo.. Erpor aar bangalir biye bhoj khai ni karon ami 1975 Kolkata chre prabashi hoye gelam.. Ekhon to caterar system.. Bhalo laglo bhai.. Ekta natun Vedio..

  • @minugorai7009
    @minugorai7009 10 місяців тому +4

    দারুন খাওয়া-দাওয়া হলো 😊😊
    ধন্যবাদ দাদা।।❤🎉

  • @pinakichaudhuru5010
    @pinakichaudhuru5010 10 місяців тому +9

    Clear pronunciation, well formed pitch, decent looks n researched presentation. Excellent. Your vlog nailed it.
    Generally, 90 % of the bengali UA-cam vloggers are unbearable. V nice. Plz keep it up. My wishes.

    • @Anirban_das
      @Anirban_das  9 місяців тому

      Means a lot! সঙ্গে থাকবেন ❤️

  • @AlexanderTheGreat871
    @AlexanderTheGreat871 8 місяців тому +1

    পোলাও>>>>>>>বিরিয়ানি

  • @yaminalam9590
    @yaminalam9590 10 місяців тому +2

    বাংলাদেশ থেকে লিখছি । অনেক ভালোলাগে আপনার ভিডিও অনির্বান ভাই । ভালোথাকবেন ।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      ধন্যবাদ। ভালোলাগলো 😊বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন

  • @a_ori
    @a_ori 25 днів тому

    আমাদেরও মেদিনীপুরে প্রায় যায়গায় আপনার দেখা ৯০ এর দশকের মত menue হয়। হয়ত কলকাতা সেই সব ভুলিয়ে দিয়েছে ।

  • @sandipsengupta8156
    @sandipsengupta8156 10 місяців тому +1

    বাঙালি র প্রাচীন কালের বিয়ে বাড়িতে চলে গেছি। তখন কি শেষ পাতে পান দিত? খুব ধন্যবাদ পুরোনো বাঙালি সমাজের বিয়ে বাড়ি কে তুলে ধরার জন্য। বৈদ্য জাতির মধ্যে বিয়ের আগে পৈতে নেওয়া নিয়ম কেন আছে। তৎকালীন সময়ে বিয়েতেও কি বোঝা যেত সমাজে কোন জাতির কেমন অবস্থান? এই নিয়ে ভিডিও বানান দয়া করে।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      হ্যাঁ, পান তো যাকে বলে সনাতন 😁

  • @sluicegatebangla7855
    @sluicegatebangla7855 10 місяців тому +1

    দাদা Artificially generated image ব্যবহার করুন। কন্টেন্ট কে আরো উৎকৃষ্ট বানানোর জন্য।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      কীভাবে হয়? জানার জন্য কোনো লিংক থাকলে দেবেন

  • @sarojdeb9729
    @sarojdeb9729 7 днів тому

    ব্যাস, একটা খুঁত পেয়েছে বাঙ্গালী - রেখেছ বাঙ্গালী........ ইংরিজি বললে কিন্তু দোষ হতোনা।

    • @Anirban_das
      @Anirban_das  6 днів тому

      যা বলেছেন 🙏🏻

  • @souravlaptop
    @souravlaptop 7 місяців тому +1

    bagladesh e ei dhoroner biye ekhono hoy.. love from Bangladesh

  • @manjaribanerjee6308
    @manjaribanerjee6308 3 місяці тому

    সাদা ভাত ও ঘি
    মাছের মাথা দিয়ে মুগের ডাল
    লম্বা লম্বা করে কাটা বেগুনভাজা
    রুই বা কাতলার ঝাল
    খাসির মাংস
    চাটনি ও পাঁপড়
    মিষ্টি ও দই
    বহুবছর আগে খাওয়া এই মেনু এখনো আদর্শ বলে মনে হয়

  • @kalipadabose1066
    @kalipadabose1066 4 місяці тому

    আগেকার বিয়েবাডির মজা নিয়ে একটা video করার অনুরোধ রইল।

  • @rakhaharighosh9452
    @rakhaharighosh9452 9 місяців тому

    দাদা আপনি বাঙালির ইতিহাস নিয়ে আলোচনা করছেন,দাওয়াতের মতো অবাঙালি অনুপ্রবেশকারী শব্দ ব্যবহার করবেন না।।
    পশ্চিমবঙ্গ আমরাই বাঙালির ভাষা সংস্কৃতির ধারক বাহক। পূর্ব পাকিস্তানের ওরা আর বাঙালি নেই আরবীয় সাম্রাজ্যবাদের কাছে বিকিয়ে গেছে

  • @barnaliparui4907
    @barnaliparui4907 10 місяців тому

    দেড়শো দুইশো বছর আগে মধ্যবিত্তের বিয়ে বাড়িতে চিঁড়ে দ‌ই পরিবেশন করা হতো।

  • @khokon2000
    @khokon2000 9 місяців тому

    দাদা তুমি যে এখানে বাঙালির বিবাহ ভোজের কথা বললে কিন্তু বাঙালি মুসলমানদের কথা তো একবারও তুললে না। গরিব চাষাভূষা বাঙালির কথা নাই বা আদি দিলাম কিন্তু কিছু নবাব এবং বড়লোক মুসলমান বাঙ্গালীদের তো ভোজের আয়োজন হতো সেটা নিয়েও একটু বললে ভালো হতো না?

  • @arnabsingharajput2315
    @arnabsingharajput2315 7 місяців тому

    কচ্ছপের মাংস হয় না যা হয় কচ্ছপের চামড়া আর নারী ভুঁড়ি টা আমাদের ইতিহাসে এই মন বলেছেন

  • @Arnab_Adhikary
    @Arnab_Adhikary 5 місяців тому

    কাচকলা ইলিশের ঝোল বর্ষার মাঝে বা পরের ভ্যাপসা গরমের দিনের Star Item

  • @GoutamDey-c5i
    @GoutamDey-c5i 3 місяці тому +1

    দাদা সব ভালো শুধু যখন ঘটনাটা দেখানো হচ্ছে তখন যদি আপনাকে সরিয়ে দেখানো হয় তবে আরো ভালো হতো

  • @Shontuvlogs005
    @Shontuvlogs005 10 місяців тому +1

    দাদা আপনি বিয়ে করেছেন?❤❤
    না করলে অগ্রিম নিমন্ত্রণ চাই🤗🤗

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      😁😁

    • @Shontuvlogs005
      @Shontuvlogs005 10 місяців тому

      ​@@Anirban_das দাদা বাংলাদেশের সাথে আপনার কোনো কানেকশন আছে? আপনার আত্মীয় স্বজন কি বাংলাদেশে আছে? আমার নাম শন্তু দাস। আমার বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়। আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আর আমি আত্মীয়।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому

      @@Shontuvlogs005 না 😊 আমার চোদ্দোপুরুষ এখানকারই। তবে তাতে কী? আমরা আত্মীয়ই

  • @MinatiRoy-u1t
    @MinatiRoy-u1t 10 місяців тому +1

    Sir class 10 der janta video anun

  • @asrafulhaque3811
    @asrafulhaque3811 3 місяці тому

    কিছু মানুষ আছে যাদের সব কিছুতে একটু হিন্দু মুসলিম ব্যাপার টা না নিয়ে আসলে ভালো লাগে না ।

  • @santanudey3673
    @santanudey3673 10 місяців тому

    বাংলাদের মাথা অনেক আগেই ছুদে গিয়েছিল😂😂😂😂😂 এখনও তাই আছে😊

  • @mahuasur8184
    @mahuasur8184 10 місяців тому

    thik parisker bhabe menu ki chilo bojha gelo na. bhat er pore mangsho chole elo ! 850 yr age mane to muslim rajotyo chilo banglai. khilji dynasty. 400 yr age mane to 1600 AD
    mughal period. khabare muslim probhab poreni ki? amar mone hoi aro research kora darkar. banglar prachin jug sashanko te sesh jato dur jani. tarpor matsanya. middle period start

  • @snehabose7090
    @snehabose7090 4 місяці тому

    দাদা তুমি কত্ত সুন্দর করে গুছিয়ে বলো গো অনেক অনেক ভালবাসা তোমাকে দাদা❤❤

  • @sagarhalder98
    @sagarhalder98 9 місяців тому

    tokhon kar kal er biye barite kintu alu, tomato, lonka , badakopi, fulcopi kichui chilo na.. egulo sob 1600 sotok ba tar por banglay eseche, morich bolte jeta bola hocche most probably golmorich..

  • @asheiji9275
    @asheiji9275 24 дні тому

    Video তো অনেকেই বানায় কিন্তু আপনার মতো‌ মিষ্টি করে কজনই বা বানাতে পারে।
    দেখে পেট ভরে গেল........মানে মন ভরে গেল 😅
    ধন্যবাদ 🙏

    • @Anirban_das
      @Anirban_das  24 дні тому

      সঙ্গে থাকবেন ❤️

  • @bongbros231
    @bongbros231 10 місяців тому +1

    Sir sei somoy ki chini chilo na gur jatiyo kichu
    time 7:20

  • @AP-fg8vt
    @AP-fg8vt 22 дні тому

    Aha Behular biyete jodi nimontron petam..

  • @gamerindrajit5067
    @gamerindrajit5067 10 місяців тому +1

    Kheda barea dile anirban da

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      😁 তখনকার অনেক খাবারই এখন বাঙালির মুখে রুচবে না

  • @shuvropaul9950
    @shuvropaul9950 2 місяці тому

    বিবাহ কি আগেও রাত্রি তে হতো?? বাঙালির বিবাহের ইতিহাস নিয়ে একটা ভিডিও করলে ভালো হত

  • @mouriful_
    @mouriful_ Місяць тому

    Plsss alponar itihas niye ekta video dinnn🙏🙏 request roilo🙏🙏

  • @srabanighose4618
    @srabanighose4618 9 місяців тому

    Ekdom bhul kotha 80s e esha gechilo byriani fish orly chilly fish fish tandoori aami anek kheychi. Sada bhat er Chol Kolkata ekdom chilona borong ekhon kichu jaigai hoi opar bangla r culture ta aanar jonyo

  • @subratabhowal7590
    @subratabhowal7590 5 місяців тому

    চাওয়া পাওয়ার বাঙালীয়ানার কোন পরিবর্তনের হদিস পাওয়া
    আজ

  • @arupkumardas2971
    @arupkumardas2971 3 місяці тому

    সুন্দর বিষয় উপস্থাপনা করেছেন। বাচনভঙ্গী চমৎকার।
    "দাওয়াত" শব্দটি আরবি শব্দ। আমরা স্বচ্ছন্দে আরবি, ফারসি সহ বহু ভাষা বাংলায় ব্যবহার করছি। রবীন্দ্রনাথ সহজেই "কর্তার ভূত" প্রবন্ধে ব্যবহার করেছেন "আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে ...."। সুতরাং আলোচকের "দাওয়াত"
    শব্দটি ব্যবহার এক্ষেত্রে অপ্রাসঙ্গিক নয়।
    অরূপ দাশ

  • @noyonsinha758
    @noyonsinha758 10 місяців тому

    Anttio স্বজন ও bor kone er প্রাচীন বাংলার

  • @Mom-Archishman
    @Mom-Archishman 7 місяців тому +1

    আজকাল গুটিকয়েক সঞ্চালক বা সঞ্চালিকা ছাড়া এরকম সুন্দর করে বাংলা উচ্চারণ শুনতে পাওয়া যায় না। বেশিরভাগ সঞ্চালকের ভাঁড়ামি দেখতে দেখতে বা শুনতে শুনতে কান পচে গেছে। কিন্তু হঠাৎ করেই এই ভিডিওটি দেখার পর তোমার কন্ঠ শুনে থমকে গেলাম। পুরো ভিডিওটি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম বলার চেয়ে শুনলাম বলতে পারো। এগিয়ে যাও ভাই।

    • @Anirban_das
      @Anirban_das  7 місяців тому +1

      সঙ্গে থাকবেন 🙏🏻

  • @ranajit2355
    @ranajit2355 10 місяців тому +1

    শালপাতা কেন আমি তো কলাপাতা দেখেছি

  • @Dassomnathl2509
    @Dassomnathl2509 8 місяців тому

    সেক্যুলার দের বিয়ে ঠিক কেমন হয় বাঙালি রা যানতে চাই 😂😢😢

  • @SWARUPACHARYA4
    @SWARUPACHARYA4 25 днів тому

    Sir, as per your analysis khsi meet introduce in early 1800 century but when you discuss on maa monsa story you said Chand Sodagor prepared khasi fat . it's little bit confusing. overall you're doing a great job. thank you

  • @sreeshanthbasu3184
    @sreeshanthbasu3184 10 місяців тому +1

    তোমার ভিডিও এর বিষয়,উপস্থাপনা আমার ভীষন ভালো লাগে। বিশেষ করে বাচন ভঙ্গি ।এটিও তার মধ্যে অবশ্যই একটি।😊

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      ধন্যবাদ 😊

  • @ShreyasiAdhikary_art
    @ShreyasiAdhikary_art 3 місяці тому

    Dada মনসামঙ্গল নিয়ে একটা ভিডিও বানান না ❤

  • @montulal6090
    @montulal6090 10 місяців тому +1

    খুব ভালো লাগল,
    তবে প্রথম দিকে যে সিন টা ব্যাক্রাউন্ড এ চলছিল সেটা শ্রী তপন সিনহা পরিচালিত "হারমোনিয়াম" সিনেমা র অংশ। আগে দেখেছি আবার মনে পরে গেলো। দুই এর জন্য ই ধন্যবাদ আপনাকে।

    • @Anirban_das
      @Anirban_das  10 місяців тому +1

      ওটা ইচ্ছে করেই দেওয়া

  • @swapnadas4580
    @swapnadas4580 4 місяці тому

    আমাদের ছোটবেলায় বিয়েবাড়িতে খাওয়ার জায়গায় প্রবেশ করে প্রাথমেই চোখে পড়তো, লম্বা বেঞ্চ এ সার দিয়ে কলাপাতা পাতা হয়েছে আর সেই কালাপাতাগুলির একধারে লম্বা লম্বা বেগুন ভাজা, লবন আর লেবুর টুকরো দিয়ে সাজানো থাকতো। আহা! সেই দৃশ্যর যে কি মহিমা আজও ভুলতে পারিনা।

  • @ArupSen-d4z
    @ArupSen-d4z 3 місяці тому

    আমি ছোটো বেলায় নিমএনে তাল পাতার আসন, কলাপাতা র পাসে মাটির ভাঁড়ে জল। আমাদের সময় লম্বা বেগুন ভাজা লুচি ডাল তরকারি পনির আলুর দম মাছ যত খুশি। চাটনি পাঁপড় দই ৪/৫ রকম মিষ্টি সন্দেশ এক ভাঁড় রাবড়ি দরবেশ ইত্যাদি থাকত।

  • @priyankadey12
    @priyankadey12 4 місяці тому

    মেদিনীপুরে কিন্তু যেকোনো অনুষ্ঠানে আজও পায়েস পরিবেশন করা হয়।

    • @Anirban_das
      @Anirban_das  4 місяці тому

      কোনো অনুষ্ঠানে যাওয়া হয়নি ওদিকে, তাই জানা নেই 😅

  • @ranjandey315
    @ranjandey315 5 місяців тому

    সাগ, ছাঁচরা মাছের মাথা বা চিংড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল বা বেগুন ভাজা, ফিশ ফ্রাই বা ভেজিটেবল চপ কোথায় রইলো ?

    • @biswajitkundu1002
      @biswajitkundu1002 3 місяці тому

      দিদিভাই এগুলি আপনি যেগুলি বলছেন সেগুলি 80 কিংবা 90 এর দশকের

  • @jabadey3019
    @jabadey3019 7 місяців тому

    জানো ভাই এটা দেখে খুব ভালো লাগলো। জানো আমি সাঠ সত্তর সময়ের কথা বলছি,তখন কিন্তু মেজে তে আসন পেতে বসে খাওয়ানো হতো।তখন মাছের মাথা দিয়ে শুকনো শুকনো ডাল হবেই।কুমড়োর ছক্কা তখন বিয়ে বাড়িতে মাংস র চল ছিলনা।কিন্তু pantua বোদে সন্দেশ ঘরে ভেন বসে হবেই।

    • @Anirban_das
      @Anirban_das  7 місяців тому

      😊 সেসব দিন যদি দেখা যেতো

  • @vishaldasgupta4573
    @vishaldasgupta4573 10 місяців тому

    Dawat ki Bangla shobdo ? Nimantran kinba amantran shuneche 😂

  • @subhaskmandal4904
    @subhaskmandal4904 10 місяців тому

    আমি ছোট বেলা য় বিয়ে বাড়ীতে যা খেয়েছি বলছি। আমার বয়স এখন বাহাত্তর।
    গ্যআসএর বা হ্যাজাকের আলোয় বিয়ে বাড়ি।
    মাটির উপর বসে, কলাপাতা, মুড়ে নিতে হবে পাশে। লেবু, নুন, মাটির গেলাস, তারপরে একটু শাক ভাজা। এইবার ভেজিটেবল চপ, কাসুন্দি। সাদা ফুলকো লুচি, ছোলার ডাল নারকেল দিয়ে।। সাদা ঝর ঝরে ভাত, ছ্যাচড়া, লম্বা করে বেগুন 🍆 ভাজা। পোলাও, মাছ পাকা রুই, পাঁঠা মা্ঙস , চাটনি। পাপড়, লাল দৈ, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, বোদে , পান।
    কোথাও কোথাও লাউ, শোল মাছের ঝোল ও খেয়েছি, একদম গভীর গ্রামে, । রেল স্টেশন থেকে দু, তিন মাইল গোরুর গাড়িতে। রাতে খড়এর উপর চাদরে বিছানায় মশার কামড় আর ঘুম।

    • @Anirban_das
      @Anirban_das  9 місяців тому

      এরকম গল্পগুলো এই কমেন্ট বিভাগটি সমৃদ্ধ করে। আশীর্বাদ করবেন ❤️🙏🏻

  • @ibusinessoutlook
    @ibusinessoutlook 9 місяців тому

    আমার ছোট্ট বেলার যে নিমন্ত্রণ গুলোর কথা মনে আছে, তাতে লুচি, কালো একটুকরো বেগুন ভাজা, পালং শাক ভাজা, লাল কাশ্মীরী আলুর দম, ভেজিটেবল চপ, ফ্রাইড রাইস,মাছ বা মাংস(অবশ্যই পাঠা), চাটনি, পাপড় ভাজা, দই, সন্দেশ, রসগোল্লা বা পানথুয়া এবং শেষে পান। আজকাল আর এই রকম বোধহয় হয় না। কোলকাতা ছেড়েছি বহুদিন, গত সপ্তাহে মুম্বই এ এক পাঁচ তারা হোটেল এ বাঙালির নিমন্ত্রণ খেলাম যাতে একমাত্র ভাত বাঙালির ছিল বাকি কোন কিছুই নয়। যদি বিরিয়ানী, রাবড়ি বাঙালির বলা যায়।

  • @Dragzer731
    @Dragzer731 2 місяці тому

    Tokhon kar dine chicken mutton pulao er cheye mach beshi hoto ar borolokeder biyebarite mangsho hoto