এখানে একা একা ঘুরতে ভয় করবে। নিঃশব্দ হাহাকারের সঙ্গী এই শহর আজও বাঁচতে চায় । Duki, Prayag Film City

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2022
  • আজ আমি আপনাদের এমন এক শহরে নিয়ে যাব যেখানে রাস্তা আছে চলার লোক নেই , বাড়ি আছে থাকার কেউ নেই , প্রার্থনাগৃহ আছে প্রার্থনা করার জন্য কেউ আসে না .। এক অদ্ভুত প্রাণহীন নিস্তব্ধতা ছেয়ে রয়েছে এখানে । একা একা এই শহরের মধ্যে আপনি ঘুরতে পারবেন না সে কথা গ্যারান্টি দিয়ে বলা যায়। কলকাতার কাছেই আছে সেই জায়গা চাইলে এক তুড়িতে পৌঁছে যেতে পারেন সেখানে । কিন্তু কিভাবে সেখানে যাবেন , খাবার-দাবার কোথায় খাবেন , রোমাঞ্চ উপভোগ করার জন্য থাকার ব্যবস্থা আছে কিনা… তার সমস্ত হাল-হকিকত জানতে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত । কথা দিলাম নিরাশ হবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে ।
    PRAYAG FILM CITY :-
    For Group Booking and advance Booking
    Ashis Pal - 9836014791 / 7001923904
    Gate Contact No - 7029484958

КОМЕНТАРІ • 4,2 тис.

  • @somabiswas5266
    @somabiswas5266 2 роки тому +1731

    পয়সা খরচ করে হায়দ্রাবাদের ফিল্ম সিটি দেখতে যায় সবাই আর নিজের রাজ্যে এত সুন্দর একটা ফিল্ম সিটি র কোন কদর নেই , দারুন লাগল দেখে , এটাও যদি ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে বহু লোক দেখতে আসবে ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +162

      গেঁয়ো যোগী ভিখ পায় না

    • @mrsmganguly
      @mrsmganguly 2 роки тому +43

      Hyderabad er ramoji onk bhalo..Amader state e eto khwakhawi r syndicate okhanei sob sesh hye jai.

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 2 роки тому +27

      না গো, আমি রামজিও গেছি এখানেও গেছি, আকাশ পাতাল তফাৎ, maintained নয় একদম

    • @subratadey1
      @subratadey1 2 роки тому +13

      @@krishnabhattacharya1653 is it true sir it's not maintained properly now in days we are trying our best to make this more presentable to you. Keep coming here you will see the changes,thank you for your valuable comment, 🙏

    • @subhampatra3118
      @subhampatra3118 2 роки тому +9

      Ramoji is the largest film city of india

  • @deeyasconstruction6811
    @deeyasconstruction6811 Рік тому +104

    শুধু একটা ভূতুড়ে বাড়ি নয়, পুরো একটা ভূতুড়ে শহর!!! নির্জন! নিশ্চুপ! শান্ত! মনে হলো যেন সময়ও সেখানে থেমে আছে!
    কাঠামোগুলোর সৌন্দর্য, পথ ও পারিপার্শ্বিক দৃশ্যপট অসাধারণ!
    ভেবে অবাক হলাম, এরকম দর্শনীয় একটি স্থান এত নিরিবিলি থাকে কি করে? আর ভিডিও করার সময় নিরিবিলি পেয়েছেন বলেই ভৌতিক বলার সার্থকতা এসেছে।
    চমৎকার উপস্থাপনা। আরো মন-গ্রাহি ভিডিও আশা করছি।
    বাংলাদেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

    • @GhurteFirte
      @GhurteFirte  Рік тому +9

      জায়গাটা এতখানি অড রুটে সেজন্য বছরের বেশিরভাগ সময়তেই ফাঁকাই থাকে।

    • @abhoycharanroy5555
      @abhoycharanroy5555 9 місяців тому +1

      Thik bolechhen, samay ta theme achhe sare 5 tay,

    • @NureNurblogg
      @NureNurblogg 2 місяці тому +1

      🇧🇩🇧🇩🇧🇩

  • @gopaldey.3081
    @gopaldey.3081 2 роки тому +21

    প্রচারের অভাবে মানুষ জানতেই পারে না এই জায়গাগুলোর কথা।
    ভিডিও ভাল হয়েছে। ধন্যবাদ ।

  • @rafikulmondal5074
    @rafikulmondal5074 Рік тому +124

    পশ্চিমবঙ্গে বসবাস করি, কিন্তু এতো সুন্দর জায়গা যে আছে আগে কোনদিন জানতাম না, সত্যি খুব সুন্দর 😍

    • @muktikundu2503
      @muktikundu2503 Рік тому +2

      Sotti kotha ami age kono din ei jaigatar kotha suni ni

    • @Mrvillain134
      @Mrvillain134 3 місяці тому +1

      এখানেও ভিড় হয়েযাবে

    • @SabitriDebnath-jj1to
      @SabitriDebnath-jj1to 2 місяці тому

      ​@@Mrvillain134Ji ki

  • @sangitalmitra376
    @sangitalmitra376 2 роки тому +62

    মনো মুগ্ধকর,, নিঃশব্দ,, নিরিবিলি ভীষণ সুন্দর স্থান।। চোখ জুড়ে গেলো দাদাভাই।।

    • @TravelOutside
      @TravelOutside Рік тому +1

      আমিও বাংলায় vlog করি ❤️ পারলে একটু দেখে আসো❤️🙏🏻 আর ভালো লাগল subscribe করে পাশে থেকো 🙏🏻🙏🏻🥺🥺🥺🙂❤️❤️😭🙏🏻

  • @joydeepchakraborty5614
    @joydeepchakraborty5614 2 роки тому +279

    এরকম একটা জায়গা পশ্চিমবঙ্গেই আছে একদমই জানা ছিল না। সত্যিই খুব সুন্দর। কতৃপক্ষ না পারলে সরকার কেন অধিগ্রহণ করছে না, স্টুডিও না হোক, একটা সুন্দর টুরিস্ট স্পট হয়ে উঠতে পারে, উপার্জনও হবে আশা করি। ধন্যবাদ আপনাকে এই সুন্দর উপস্থাপনার জন্য।👍🏻👍🏻👍🏻

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 2 роки тому +1

      ঠিক বলেছেন

    • @mohakmahato342
      @mohakmahato342 2 роки тому +3

      Sarkar উদ্দোগ নিলে এর্ কিছু ekta সমাধান বেরিয়ে আস্তে পারে.

    • @soumenmondal6793
      @soumenmondal6793 2 роки тому +2

      300 taka entry fee ..uparjon toh hoeche dada

    • @shanowazahamed1073
      @shanowazahamed1073 2 роки тому +5

      চিট ফান্ডের টাকায় তৈরী এই ফিল্ম সিটি ,সেই জন্যই বোধ হয় মামলা কারনে এটা বন্ধ আছে।

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 2 роки тому +1

      @@shanowazahamed1073 হ্যাঁ, ঠিক

  • @ruhulamin2005
    @ruhulamin2005 Місяць тому +5

    অদ্ভুত একটা ভিডিও দেখলাম !

  • @kingbishno9960
    @kingbishno9960 2 роки тому +38

    19/10/2021 আমি ঘুড়ে এসেছি,আসলে এ সুন্দর জায়গাটা দেখার জন্যেই বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিলাম

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      বলছেন কি... দারুণ দারুণ

    • @mahfujurrahman5741
      @mahfujurrahman5741 Рік тому +1

      apnr cost koto porce...r kon jaiga theke gesilen

  • @jbshome1701
    @jbshome1701 2 роки тому +25

    অদ্ভুত এক ভুতুড়ে শহরের সাথে অবাক পরিচয় করিয়ে দিলেন দাদা, অনেক ধন্যবাদ।

  • @nanditabiswas2061
    @nanditabiswas2061 2 роки тому +33

    সত্যিই জানতাম না, ইচ্ছে ছিল হায়দ্রাবাদ ফ্লিম সিটি দেখবো,তবে আপনার ভিডিও টি দেখার পরে মনে হচ্ছে হায়দ্রাবাদে যাবার আগে নিজের বাংলার ফ্লিম সিটিটা আগে দেখবো, হোক না সেটা ভেঙে যাওয়া রক্ষনাবেক্ষন ছাড়া, তবুও সেটা আমার বাংলা।ধন্যবাদ এতো ভালো একটা জায়গার সন্ধান দেবার জন্য।👍👍👍

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +3

      বাংলার মাটি/ বাংলার জল /বাংলার বায়ু/ বাংলার ফল/ ধন্য হোক ধন্য হোক ধন্য হোক/ হে ভগবান

    • @dipanwitadhula3799
      @dipanwitadhula3799 2 роки тому

      Tumi gacho se ta kao ke janate habe na sona..jato sob nakamo baj...

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      @@dipanwitadhula3799 আমার ইচ্ছে করছে আপনার বাংলা ভাষার শিক্ষাগুরুকে দেখতে

    • @Jishnu-xd4iq
      @Jishnu-xd4iq 4 місяці тому

      ​@@GhurteFirteঠিক উত্তর দিয়েছেন..👍👍

  • @rudrabanna9068
    @rudrabanna9068 2 роки тому +8

    এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য ধন্যবাদ খুব ভালো লেগেছে দারুন অপূর্ব

  • @HATSANIBD
    @HATSANIBD 7 місяців тому +6

    বেশ ভালো লাগলো। আবার কখনো পশ্চিমবঙ্গে গেলে এই শহরে যাবো।

  • @rockyraj1160
    @rockyraj1160 2 роки тому +370

    বাংলার ছেলে হিসেবে বলতে লজ্জা করছে😔
    যে আমি এই এত সুন্দর বিশাল ফিল্ম সিটির ব্যাপারে জানতাম ই না ।
    আমি মনস্থির করে নিয়েছি আমি আগামী দিনে নিশ্চয় এখানে যাবো🥰

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +28

      জানতেই হবে এরকম তো কোনো মানে নেই! আমিও তো জানতাম না... জেনে তার পরে গেছি। এতে লজ্জা পাওয়ারও কোন মানে হয় না

    • @samriddhabasu8764
      @samriddhabasu8764 2 роки тому +2

      Bhai ami ekbr Duki gore es6ilm, kintu ai film city r byapar ki6ui jntm na. Ami kolkatai as6ilm tai jnar chesta o krini

    • @avijitroy4749
      @avijitroy4749 2 роки тому

      Amio jantam na

    • @keshabbdas5900
      @keshabbdas5900 2 роки тому +2

      eto boro ekta prokolpo thakte Mamata didi keno nuton kore aabar Baruipure tele o film city korchen?

    • @jayantikundu6299
      @jayantikundu6299 2 роки тому

      দারুন লাগলো!

  • @kajoliroy3601
    @kajoliroy3601 2 роки тому +18

    সত্যি দাদা অসাধারণ ,ঘরে বসেই happy journey হয়ে গেছে । ধন্যবাদ আপনাকে।,🥰🥰🥰

  • @rasheduzzaman7238
    @rasheduzzaman7238 Рік тому +1

    ধন্যবাদ আপনাকে

  • @user-zs7bf3bh6f
    @user-zs7bf3bh6f 3 дні тому

    অসংখ্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটির জন্য।

  • @prabirkumardey511
    @prabirkumardey511 2 роки тому +379

    ভাবতে অবাক লাগছে যে কলকাতার এত কাছে এই রকম একটা অসাধারণ স্থান রয়েছে যেটা সম্বন্ধে আমরা কলকাতার মানুষ কিছুই জানি না। অসঙখ ধন্যবাদ আপনাকে। খুব শীঘ্রই দেখতে যাচ্ছি।👍👏🙏

    • @goutambiaswasbiawas7615
      @goutambiaswasbiawas7615 2 роки тому +7

      এ জিনিস পরে রয়েছে নয় তৈরী হচ্ছে হবে। এ মমতা সরকারের তৈরী

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +9

      আসুন

    • @uniqueeffection5847
      @uniqueeffection5847 2 роки тому +1

      Apni ki bhabchen eta kolkatay ache?

    • @artpointphotography5245
      @artpointphotography5245 2 роки тому +2

      Ara kolkata thaka 250 km rasta

    • @Tutanchat
      @Tutanchat 2 роки тому +3

      amar bari basirhat, amio jantanm na.

  • @rupapaul5956
    @rupapaul5956 2 роки тому +83

    শুনেছিলাম এরকম একটা ফিল্ম সিটি হয়েছে কিন্তু কোন দিন দেখার সুযোগ হয়ে ওঠেনি আপনাদের জন্য দেখতে পেলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আর জায়গাটা সামনাসামনি দেখার ইচ্ছেটা অনেকটা বেড়ে গেলো 🙂

    • @jotihpcvlogs
      @jotihpcvlogs Рік тому

      প্লিজ আমার পরিবারে এসো বন্ধুরা

    • @TravelOutside
      @TravelOutside Рік тому

      আমিও বাংলায় vlog করি ❤️ পারলে একটু দেখে আসো❤️🙏🏻 আর ভালো লাগল subscribe করে পাশে থেকো 🙏🏻🙏🏻🥺🥺🥺🙂❤️😀😭

    • @nilimakar6751
      @nilimakar6751 2 місяці тому

      ​@@TravelOutsideoopp

  • @abusufian8487
    @abusufian8487 Рік тому

    Thanks... Onk sundor upostapona

  • @binoybhushankabishekhar8785
    @binoybhushankabishekhar8785 Місяць тому +2

    ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার পরিবেশিত ভিডিও টি ।‌‌‌‌ধন্যবাদ সহ সাফল্যময় ভবিষ্যত কামনা করছি ।

  • @somamahato728
    @somamahato728 2 роки тому +49

    দেখে চোখ ভরে গেলো এখন মনে হচ্ছে টাকা খরচ করে vizag শহরের Rama Naidu flim city কেনো গিয়েছিলাম , যখন আমাদের বাংলা তেই এত সুন্দর flim city বর্তমান।

  • @mondirasardar6642
    @mondirasardar6642 2 роки тому +22

    আশপাশের জায়গায় অনেকবার গেলেও কখনওই এই জায়গাটা সম্পর্কে অবগত ছিলাম না। আপনার জন্যই আজ এতো কিছু জানলাম তথা দেখলাম 😍thank you so much dada 🙏🏻

  • @user-xy4rs5bm8k
    @user-xy4rs5bm8k 21 день тому +1

    খুব সুন্দর। খুব ভালো লাগলো।আমরা তো জানতাম ই না এত সুন্দর একটা সুটিং ষ্পট আছে , এত কাছে।

  • @beautiborah4546
    @beautiborah4546 Рік тому +6

    Very beautiful city 🥰😍❤️👌

  • @somamukherjee3339
    @somamukherjee3339 2 роки тому +21

    সত্যিই অসাধারণ।ভাবতে অবাক লাগে,যে আমাদের বাংলায় এত কিছু আছে,কিন্তু আমরা এইসব দেখতে বাইরে যায়!!!!

  • @angelasha7768
    @angelasha7768 2 роки тому +4

    সত্যি! সবকিছু কত অদ্ভুত!! বেশ ভালো লাগলো দেখতে পেরে ও জানতে পেরে। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @subhadipadG
    @subhadipadG 2 роки тому +4

    খুব ভালোভাবে দেখালেন এই অজানা জায়গা টি। খুব ভালো লাগলো।

  • @sonachanddey6520
    @sonachanddey6520 Рік тому +2

    মনমুগ্ধকর একটা জায়গা
    খুব ভালো লাগলো।

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 2 роки тому +7

    খুব সুন্দর লাগল, বিশেষত সূচনা অংশটি এবং অবশ্যই সমগ্ৰ উপস্থাপনা। দারুন 👌

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @bhaswatiparamanik8037
    @bhaswatiparamanik8037 2 роки тому +35

    স্বপ্নের শহর 🥺🥺 অনেক সুন্দর এই শহর ❤️😌✨

    • @jotihpcvlogs
      @jotihpcvlogs Рік тому

      প্লিজ আমার পরিবারে এসো বন্ধুরা🙏

  • @manikdhar4086
    @manikdhar4086 Рік тому

    খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে

  • @sourabhsamaddar2992
    @sourabhsamaddar2992 Рік тому +7

    দারুণ লাগলো জায়গাটা। এখানে যাওয়ার ইচ্ছে রইল।❤️❤️❤️

  • @tanmoydasgupta785
    @tanmoydasgupta785 2 роки тому +77

    দেখলাম খুব সুন্দর বানিয়েছেন। সত্যি দেখে কষ্ট হয় যে এমন এক সুন্দর জায়গা কিভাবে দেখা শোনার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। 😔

  • @voteforkite3435
    @voteforkite3435 2 роки тому +9

    খুব ভালো লাগছে হিন্দু মুসলিম শিখ ঈশাই আদিবাসী ঠাকুর সিয়া ব্রাহ্মণ সুনি ফারাজি হানাফী রাজপুত্র জাট এসব একতা আমরা সবাই জানি শিক্ষা কর্ম স্কুল হসপিটাল ইউনিভার্সিটি কলেজ কম্পানি চাই কৃষক শ্রমিক অধিকার চাই ভোট দিন ঘুড়ি চিনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ভারত মিম ভিম ইন্ডিয়ান সেকুলার ফ্রেন্ড আজাদ হিন্দ ফৌজ খুদাই-খিদমতগার আজাদ হিন্দ

  • @parthadutta8539
    @parthadutta8539 5 місяців тому +1

    দারুণ লাগলো এই ফিল্ম সিটি দেখে ।
    অনেক ধন্যবাদ ।

  • @sasankasekharchakraborty6173
    @sasankasekharchakraborty6173 2 роки тому

    Khub e bhalo legechhe.Ei sundae posting Dr. Janya anek2 dhanyabad.

  • @namitasvlog7475
    @namitasvlog7475 2 роки тому +106

    সত্যিই জানতাম না আমাদের কোলকাতার কাছে এতো সুন্দর একটা ঘোরার জায়গা আছে... জায়গাটা সত্যিই অসাধারন 👌👌👌

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +3

      সত্যি অসাধারণ। ঘুরে আসুন অবশ্যই

    • @shuaibhossain5448
      @shuaibhossain5448 3 місяці тому

      ​@@GhurteFirte❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ hi..

    • @ashikikbal1493
      @ashikikbal1493 Місяць тому

      ​@@GhurteFirte kolkatar kon gayga ata Location ta kothay

  • @sadiaskitchenwithbarisal7283
    @sadiaskitchenwithbarisal7283 2 роки тому +5

    খুব ভালো লাগলো আপনি আজানটা শুনিয়েছেন ❤

  • @debendramridha3705
    @debendramridha3705 Рік тому

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @shiprasinharoy8547
    @shiprasinharoy8547 Рік тому

    Thank you ei dhoroner vidio dekhanor jonyo

  • @pranabanandachattaraj4588
    @pranabanandachattaraj4588 2 роки тому +3

    খুব সুন্দর লাগলো ভাই ❤️🙏❤️🙏

  • @swapnabasu7447
    @swapnabasu7447 2 роки тому +3

    Thank you for your guidance and information 🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      ঘুরে আসুন ভাল লাগবে

  • @bitturoy295
    @bitturoy295 2 роки тому

    খুব ভালো লেগেছে খুব ভালো যায়গা

  • @riyabhakat7994
    @riyabhakat7994 Рік тому

    Khub sundor laglo 😍😍😍

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 2 роки тому +10

    অসাধারন! ❤❤ বাংলাদেশ থেকে দেখছি 😍😍

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      সঙ্গে থাকবেন

  • @chayitasil6506
    @chayitasil6506 2 роки тому +23

    কি অপূর্ব জায়গা অবশ্যই যাবো,,🥰

    • @jotihpcvlogs
      @jotihpcvlogs Рік тому

      প্লিজ আমার পরিবারে এসো বন্ধুরা🙏

    • @subhashilpalay9635
      @subhashilpalay9635 Рік тому

      chola asun

  • @user-co9vj4zd9o
    @user-co9vj4zd9o 4 місяці тому

    Khub khub sundor jayga ta

  • @khukuchakraborty6444
    @khukuchakraborty6444 Рік тому

    Khub sundar laglo.

  • @sweety8995
    @sweety8995 2 роки тому +111

    একদম স্বপ্নের শহর মনে হচ্ছে 😍💙

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +6

      ঠিক

    • @ememon6603
      @ememon6603 2 роки тому +2

      Oii

    • @dipmondal5304
      @dipmondal5304 Рік тому +1

      ঠিক

    • @factfactory5802
      @factfactory5802 Рік тому

      ua-cam.com/video/-Hys9ex1UTk/v-deo.html
      Sundori go Dohai
      ua-cam.com/video/sP5Zs__6y3E/v-deo.html
      Ogo Borsha Tumi
      ua-cam.com/video/BuQ-FiAUx_k/v-deo.html
      এ কি অপূর্ব প্রেম
      ua-cam.com/video/aa4tk3vwyjE/v-deo.html
      ghum ghum chand
      ua-cam.com/video/hSnxBXx-1JQ/v-deo.html
      Na mon lage na

    • @travellover8268
      @travellover8268 Рік тому

      ua-cam.com/channels/qhbO0K1sh3286ae1ZmwQ7Q.html

  • @uschingmarma2950
    @uschingmarma2950 2 роки тому +7

    অসাধারণ নির্মাণ😍😍
    এসব সংরক্ষণ করা উচিত🙂

  • @bilunag
    @bilunag Рік тому

    দারুন সুন্দর আপনাকে ধন্যবাদ ।

    • @GhurteFirte
      @GhurteFirte  Рік тому

      সঙ্গে থাকবেন

  • @kabitamondal2386
    @kabitamondal2386 Рік тому +1

    দারুণ লাগলো 😊ধন্যবাদ 😊

  • @archanasom1606
    @archanasom1606 2 роки тому +57

    সত্যি দূঃখের বিষয়,এতবড়ো বিশাল এক সৃষ্টি‌ ধ্বংস হবে চোখের সামনে।আমরা বোধহয় এটাই পারি।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      খুব খারাপ লাগে

  • @tapasmukherjee4865
    @tapasmukherjee4865 2 роки тому +6

    জেনে ভালো লাগলো.... এর উপযোগিতা পেলে আরো ভালো লাগতো...
    ভদ্রলোকের উপস্থাপনা মন কেড়ে নেয় 👌
    ধন্যবাদ ভাই 💞

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      সঙ্গে থাকবেন

  • @chandankumarsengupta2232
    @chandankumarsengupta2232 5 місяців тому

    দারুন প্রতিস্থাপন।

  • @momotabarman378
    @momotabarman378 Рік тому

    Onek onek dhanyavaad, sundor kore dekhiye bornona deoyar jonno

  • @Mahi37921
    @Mahi37921 2 роки тому +7

    This need to be preserved. Government should take initiative.

    • @dipankshetri9640
      @dipankshetri9640 2 роки тому

      Seriously.. Historical place🙂,, take prompt action.. Government 🙏

  • @ashimchowdhury5941
    @ashimchowdhury5941 2 роки тому +161

    পশ্চিমবঙ্গ সরকারের উচিত বাংলা চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে প্রয়াগ ফিল্ম সিটিকে অধিগ্ৰহন করা ও বিনিয়োগের জন্য খুলে দেওয়া।

  • @sohondey2422
    @sohondey2422 Рік тому

    Darun laglo jayga ta

  • @jannatul_naim_tab8nta
    @jannatul_naim_tab8nta Рік тому

    ভিডিওটা খুব সুন্দর লাগলো।

  • @swarnakamalroy1404
    @swarnakamalroy1404 2 роки тому +35

    Really fantastic. W. B. Govt. should take proper care of the Prayag Film City.

  • @Sayeed6
    @Sayeed6 2 роки тому +84

    দাদা, পুরো ভারতবর্ষে (বাংলাদেশ+ভারতে)আপনি আর বাংলাদেশের সালাহউদ্দিন সুমন ভাই একসঙ্গে ঐতিহাসিক স্থানগুলো নিয়ে এভাবে আমাদের ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে খুবই উপকার করছেন। অজানা ইতিহাস কে চোখে দেখাচ্ছেন, অজানাকে জানাচ্ছেন। আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +5

      আপনাদের বিগ সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না।

    • @jesminakhter7468
      @jesminakhter7468 Рік тому +8

      পুরো ভারতবর্ষে ( বাংলাদেশ+ভারতে ) বলতে কি বুঝাতে চেয়েছেন? ভারতবর্ষ ভারতবর্ষ‌ই আর বাংলাদেশ বাংলাদেশ ই। দুইটা সম্পুর্ণ আলাদা দেশ, আলাদা পটভূমি। ভারতের যেমন বিশেষ একটা বৈশিষ্ট্য আছে তেমনি আমাদের বাংলাদেশেরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তবে পরস্পর বন্ধু হয়ে থাকাটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

    • @theseeker7938
      @theseeker7938 Рік тому +3

      তোকে সাহস কে দিয়েছে বাংলাদেশ আর ভারত একসাথে বলার? দুটো আলাদা দেশ। তুই বাংলাদেশী। তুই মুসলিম। এটা মনে রাখিস।

    • @TravelOutside
      @TravelOutside Рік тому

      আমিও বাংলায় vlog করি ❤️ পারলে একটু দেখে আসো❤️🙏🏻 আর ভালো লাগল subscribe করে পাশে থেকো 🙏🏻🙏🏻🥺🥺🥺🙂❤️😘❤️❤️

    • @tamoshilayala8632
      @tamoshilayala8632 Рік тому

      @@theseeker7938 আর দুই কি বিজেপির অন্ধভক্ত ছাগল?
      বিজেপির নেতাদের ঔরসজাত 🥴

  • @ratnamukerji
    @ratnamukerji Рік тому

    খুবই ভালো লেগেছে

  • @babyskitchenvlogs1534
    @babyskitchenvlogs1534 Рік тому +1

    ভাল লাগিল🙏🙏

  • @artinpoetsoulnature
    @artinpoetsoulnature 2 роки тому +5

    সত্যি অসাধারণ জায়গা দেখালেন। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।

  • @mdabdulhamidsiam97
    @mdabdulhamidsiam97 2 роки тому +8

    বাংলাদেশ থেকে দেখছি এক কথায় অসাধারণ

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      সঙ্গে থাকবেন

  • @animabiswas6989
    @animabiswas6989 2 роки тому

    Ossum khub sundar

  • @ranajitmondal8591
    @ranajitmondal8591 2 місяці тому

    অপূর্ব। ধন্যবাদ আপনাকে

  • @SanghamitraMandal
    @SanghamitraMandal 2 роки тому +8

    Thank you for such an eye opener, really enjoyed the travelog. I guess it is only used for cinema shooting.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      Cinema 🎥 shooting, pre wedding photography

  • @Basudeb01
    @Basudeb01 2 роки тому +19

    সত্যি খুব খারাপ লাগছে আমাদের রাজ্যের অবস্থা দেখে।

  • @alokdas8553
    @alokdas8553 Рік тому

    দারুণ লাগল ।❤️❤️

  • @user-uu8fp6xu4j
    @user-uu8fp6xu4j 7 місяців тому

    Khub valo laglo.

  • @rakhimitra1487
    @rakhimitra1487 2 роки тому +4

    অসাধারণ লাগলো .... খুব সুন্দর উপস্থাপনা .... " প্রয়াগ ফিল্ম সিটি" র নাম তো শুনেছিলাম , দেখলাম এই প্রথম .... সামনে থেকে দেখার ইচ্ছা রইল ..

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      সঙ্গে থাকবেন

  • @priyashalifestyle7446
    @priyashalifestyle7446 2 роки тому +3

    সত্যি জায়গাটা খুবই সুন্দর ❤️।

  • @soubhagyaroy9407
    @soubhagyaroy9407 Рік тому

    Khub khub sundor

  • @anuradhasardar6996
    @anuradhasardar6996 2 роки тому +4

    দারুণ লাগলো দাদা।এমন একটা ফিল্ম সিটি যে রাজ্যে আছে তা জানা ছিলো না।খুব ভালো লাগলো। সুযোগ পেলে অবশ্যই যাবো।

  • @mr-factr.m491
    @mr-factr.m491 2 роки тому +5

    সত্যি দাদা অসাধারণ 👍 জায়গাটা ‌ 🙏🙂💕

  • @starsofi5039
    @starsofi5039 Рік тому

    Khub sundor hoyeche

  • @sudhirkumarmurmu7993
    @sudhirkumarmurmu7993 Рік тому

    দারুণ ভালো জায়গা।যেতে চাই। ধন্যবাদ আপনাকে।

  • @Simu337
    @Simu337 2 роки тому +17

    এক কথায় অসাধারণ একটি জায়গা 🤩
    কোনো দিন ধারণা করতে পারিনি যে নিজের রাজ্যেই এরকম জায়গা আছে!

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      আমারও ছিলো না

  • @piyalidey6441
    @piyalidey6441 2 роки тому +8

    Prayag film city was a really nice place. I visited in 2012,see this video I am really shocked.

  • @habibarrahman8675
    @habibarrahman8675 Рік тому

    Darun sundor valo 👌 laglo

  • @rajdasgupta880
    @rajdasgupta880 Рік тому +1

    Awesome 👍👍👍 👍👍👍👍 laglo.❤️❤️❤️❤️❤️❤️😊

  • @satarupabera6232
    @satarupabera6232 2 роки тому +13

    Lots of thank you for letting us know about this mesmerizing place❤️❤️❤️❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому

      Thanks for watching ... stay tuned

    • @dipdebnath2754
      @dipdebnath2754 2 роки тому

      রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমাদের পশ্চিম বাংলায় এতো সুন্দর একটা প্রয়াগ ফিল্ম সিটি রয়েছে।অথচ তার কোনো ব্যাবহার নেই।এতো অযত্ন ।কোনো সংস্কার বা রক্ষণা বেক্ষ্মণ এর ব্যাবস্থা সরকার থেকে নেওয়া হয় নি।এটা ভাবতে লজ্জা ও মন কষ্ট দুটোই হচ্ছে।!

    • @jotihpcvlogs
      @jotihpcvlogs Рік тому

      প্লিজ আমার পরিবারে এসো বন্ধুরা🙏

  • @sanatani_sherni_
    @sanatani_sherni_ Рік тому +7

    আমার বাড়ী বাঁকুড়া তে, পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গা ই ঘুরেছি কিন্তু এখন মনে হচ্ছে এরকম একটা সুন্দর জায়গা ঘুরিনি মানে কিছুই ঘুরিনি, জানতামই না এরকম একটা জায়গার ব্যাপারে, তোমার ভিডিও টা সত্যিই খুব সুন্দর হয়েছে দাদাভাই 😀❤️ প্রথম বার তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো❤️😀😘

  • @anilsarkar1671
    @anilsarkar1671 6 місяців тому

    Khub valo laglo

  • @akashchoudhury365
    @akashchoudhury365 2 роки тому

    খুবই ভালো লাগল

  • @sreerupaghosh9305
    @sreerupaghosh9305 2 роки тому +9

    পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের উচিত টিকিট কেটে দর্শন করার যেমন হায়দরাবাদে আছে আর একটা প্রপার হোটেলের ব্যবস্থা যেখানে ট্যুরিস্ট থাকতে পারে ও ফিল্ম ইউনিটও থাকতে পারে এ ব্যাপারে চিন্তাভাবনার প্রয়োজন

  • @banimukherjee1006
    @banimukherjee1006 2 роки тому +26

    প্রথম অংশটা দেখে ভাবছিলাম আপনি হয়তো বিদেশে গিয়েছেন ঘুরতে। তবে পরে বেশ অবাক হয়েছি বাংলাতে এরকম কিছু আছে যা কখনও শুনিনি। অনেক ধন্যবাদ আপনাকে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 роки тому +1

      পুরো বাংলা

    • @rajughosh8564
      @rajughosh8564 2 роки тому

      Aakdom tai.. super.. wanderful place 😍😘👌👌

  • @sandhyade684
    @sandhyade684 Рік тому

    খুব ভালো লাগলো

  • @salildas198
    @salildas198 Рік тому

    Khub sundor,ekebare ektjki shahar.

  • @m.umishu7928
    @m.umishu7928 2 роки тому +9

    সত্যি খুব সুন্দর দামি বাড়ি কিন্তু মানুষ নেই অবাক হলাম দেখে

  • @DebashisModak8976
    @DebashisModak8976 Рік тому +5

    অদ্ভুত আশ্চর্যজনক আমাদের এই দেশে এই রাজ্যে আছে এরকম ভ্রমনীয় স্থান যা আমরা আগে জানতে পারি না অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এগুলো আমাদের দেখানোর জন্য❤❤❤❤❤

    • @GhurteFirte
      @GhurteFirte  Рік тому

      সঙ্গে থাকবেন

  • @santanaghosh8776
    @santanaghosh8776 2 роки тому

    খুব ভালো লাগলো দেখে ।

  • @suklaroy3051
    @suklaroy3051 Рік тому

    Khub bhalo laglo.... Jabar ichchha o roilo

  • @shreya9930
    @shreya9930 2 роки тому +7

    Amazing, Bengali movie is the best in my eyes comparison with other language movies. And Bengal film city is best than other state film city.

  • @papiaghoshal7094
    @papiaghoshal7094 2 роки тому +8

    So beautiful. I must go there one day .

  • @mallikaroy8759
    @mallikaroy8759 Рік тому

    Darun bhalo akta video

  • @pampabhattacharjee9413
    @pampabhattacharjee9413 Рік тому

    Apurbo..... Mon vore gelo

  • @pawanbharadwaj7606
    @pawanbharadwaj7606 2 роки тому +38

    ভিডিওটি দেখলাম বেশ ভালো লাগলো। সত্যিই একমাত্র চলচিত্রায়নের নামকরন অত্যন্ত সঠিক হয়েছে!
    আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে, এটাই কি সেই চিটিংবাজ চিটফান্ডের কান্ডকারখানা!কল্পনার দোলনায় চাপিয়ে কত গরীব এবং নিরীহ মানুষের জীবনের শেষ সম্বলের অর্থ হজম করে এইসব লোকদেখানো কাজকর্ম হয়েছে! লোভী এজেন্টদের ৩০% কমিশনে কাজ করার অনুপ্রেরনায় চিটফান্ডের চিট কারবারে কত নিরীহ গরীব আমানতকারি/বেকার এজেন্ট মানসন্মান ইজ্জত খুইয়ে ভিখারিতে পরিনত হয়ে বাধ্য হয় আত্মহত্যা করতে_তার হিসাব কেউ দেবে?
    আমি জানি এই প্রয়াগ চিটফান্ডে গরীবের লক্ষ লক্ষ টাকা তুলে এজেন্টরা প্লেনে করে শ্রীলঙ্কা, মরিশাস মায় বাংলাদেশও ঘুরেছে, অদৃষ্টের পরিহাসে তারাই কেউ ট্রেনে হকার কেউ পাড়ায় পৌরহিত্যের কাজ করে পেট চালাচ্ছে, অন্যথায় বাড়ির জোয়ান বোন বা মেয়েকে দেহ ব্যবসায়ে ঠেলে দিয়েছে! কি অসহ্য মানসিক যন্ত্রনা নিয়ে তারা এখনও জীবিত রয়েছে!
    অথচ সরকারি বদান্যতায় ও আদালতের রক্ষাকবচে কর্তৃপক্ষ বহাল তবিয়তে দিব্যি আছে, তারা জানে কোনোদিনই তাদের কিছু হবেনা কারন তাদেরতো কোনোরকম ইনভেস্টমেন্টই নেই চোরাবুদ্ধি ছাড়া। তাই যতটা টাকা সরাতে পেরেছে তাতে তাদের কয়েক পুরুষ ঘরে বসে খাবে!
    সুতরাং এইরকম তথাকথিত ফিল্ম সিটির জমি ও অন্যান্য সম্পত্তি বেচে আমানতের টাকার ৫০% অন্ততঃ ফিরত দেওয়ার কিছু একটা ব্যবস্থা মহামান্য আদালত করুন। এইসব কল্পনার চাঁদের পাহাড় দেখিয়ে বা দেখে হতাশা ছাড়া দৃষ্টিসুখের উল্লাস আসে না বোধকরি! 🙏

    • @jhunuchowdhury4038
      @jhunuchowdhury4038 2 роки тому +3

      যথার্থাই বলেছেন।এ রকম নিদর্শন মনকে নাড়া দেয় না যার কারণে অনেক মানুষের জীবনের বলিদান দিতে হয়েছে। যদিও নিদর্শন টি অসধারণ।

    • @SSchotu
      @SSchotu 2 роки тому

      এজেন্টরা কি নাবালক ছিল? সাধারণ বিনিয়োগকারীরা ফতুর হলো।

    • @dayaranichakroborty7993
      @dayaranichakroborty7993 2 роки тому

      @@jhunuchowdhury4038 একদমই ঠিক বলেছেন ।

    • @chandanamukherjee3205
      @chandanamukherjee3205 2 роки тому

      সত্যি কি অপূর্ব সুন্দর দৃশ্য

    • @sasabindugangopadhyay4656
      @sasabindugangopadhyay4656 2 роки тому

      Sarkarer uddog thakle ekhan theke kichu taka feroter babostha korte pare kintu ainer pach otei sob ses.