এই গানটা সাধারন মন মানসিকতার কেউ শুনবে না।।।অসাধারণ চিন্তাভাবনার কেউ যদি এই গান শুনতে আসে আর আমার কমেন্ট টা পড়ে রেসপন্স করে তাহলে আবারো নোটিফিকেশন পেয়ে গানটা শুনতে আসবো
যখন ভালোবাসা থাকে,,, তখন হয়তো যোগ্যতা থাকে না,,, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়,,, আবার যখন যোগ্যতা হয়,,, তখন ভালোবাসার জন্য মন থাকেনা,,, কারণ,,, মন অনেক আগেই যোগ্যতার কাছে বিক্রি হয়ে গিয়েছে,,, ভালো থাকুক পৃথিবীতে সব অসমাপ্ত ভালোবাসা গুলো।
আমি এই গান ২০২১ থেকে শুনি। করন অই সময় একটা অন্যরকম অনুভুতি কাজ করত। যখন প্রথম প্রেম আমি না ছাইতেও বেঙ্গে যায় 😢 সত্তি এখন গ্রামের রাস্তা দিয়ে হেটে গেলেই মনে পরে যায় এই গানের কথা ❤
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
আজকেই প্রথম কমেন্ট করলাম।। গানটা পাবলিশ হয়ছে প্রায় ৭ বছর আর এই ৭ বছরে কোনো একটা দিন ও বাদ যায় নি যে আমি এই গানটা শুনি নি আমার এই ছোট জীবনে সব থেকে বেশি সময় ধরে এই গানটার সাথে সম্পর্ক। আজীবন রয়ে যাবো এই গানটার সাথে ।।। ধন্যবাদ আদনান আসিফ ভাই এত সুন্দর একটা গান দেওয়ার
আচ্ছা আমার অনুভূতি কি বোঝানো সম্ভব? কি আছে এই গানে? কেন দিনে ৫০ বার শুনি? কেন এত কাঁদি? কেন এতো স্মৃতি এই গানে? কেন সে আমার সামনে আসে এই গানে? এই গান মুছে দাও পৃথিবী থেকে। তাকে ভুলে যাওয়া ভীষণ দরকার।
সালটা ছিলো ২০১৭। যখন এই গান নতুন রিলিজ হয়,তখন আমার বয়ফ্রেন্ড আমাকে ডেডিকেট করেছিলো। এই গানটা তখন খুব বিরক্ত লাগতো আমার,বয়স কম ছিলো তাই এই গানের মর্ম বুঝিনাই। তারপর যখন ব্রেক আপ হয়ে যায় পরে আমি মাঝে মাঝেই এসে এই গান টা শুনতাম। এই গানটা অসম্ভব একটি সুন্দর গান।🌸 আজকেও সে আমাকে বললো এই গানটা শুধুই তোমার জন্য।🥰❤️
৫ বছর এ গানের জন্য হয়তো সামান্য কিছু সময়। আজো একা রাতে বেলকুনিতে কফির মগ হাতে সিগারেটের ছাই, কি এক অদ্ভুত অনুভূতি। গানের কারিগর সেই সাথে অনবদ্য কন্ঠস্বর❤ ভালোবাসা অবিরাম। ২০২২ এ এসেও সার্চ করে শোনা অনুভূতির বোবা লাশগুলোকে দেখতে চাই।
"কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!"
যেসব মানুষের জীবন থেকে তার ভালোবাসার মানুষটি হারিয়ে গেছে কোন এক অনাকাঙ্ক্ষিত কারণে তারা শুধুই বুঝতে পারবে নতুন কোন দেবীকে চাইলেও সেই আগের দেবীর স্থান দেওয়া যায় না। সে যে চলে গিয়েও পুরোপুরি ভাবে যায় না। 💔💔💔 Thanks for this amazing songs.
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়
৩ বছর পরে গান সুনতে ইচ্ছে করলো তাই চলে আসলাম রাত ২.১৪ মিনিটে চোখে পানি হাতে সিগারেট নিয়ে প্রিও গান গুলা সুনতে ❤️🥀 ধন্যবাদ ভাই এই রকমের কিছু গান আমাদের উপহার দেওয়ার জন্য😊
সেটা ছিলো শীতের সময়। কুয়াশা ঘেরা রাস্তায় দুজনে হাত ধরে একসাথে হেঁটে হেঁটে যেতাম প্রাইভেটে। অন্যরকম ভালো লাগা ছিলো। আজ সেই রাস্তাটা আছে, শীত আসলে কুয়াশাও থাকে,, কিন্তু সেই রাস্তাটাতে আর তুমি থাকো না। সেই পুরনো রাস্তাটায় আজ একা হেঁটে যায়। শীতের কুয়াশাজড়ানো সকালটাতে আজও খুঁজে ফিরি তোমাকে। শীত আসলেই মনে পড়ে যায়।সবই স্মৃতি।
এক সাথী কে ভালো বেসেছিলাম, পাখি নামে ডাকতাম তাকে, এখন শত যন্ত্রণা হলেও সাথী কে আর বলা হয় না। তাই এই গানে এখন ও খুজে পাই তাকে 🖤 আদনান আসিফ ভাই you are beauty 🖤
লাইফে এক গান এতোদিন ধরে টানা শুনিনাই।। ভাই এই একটা গানই লাইফটা পুরো গল্প মনে করার জন্য এনাফ।ভালো থাকুক আমার দেবী❤❤ আর আদনান ভাইকে নিয়ে কিছু বলার নেই।একটা পিসসই ভাই💘💘
যতটুকু জানি এই গান টা কম্পলিট করছেন ৬ বছরে কিন্তু ভাই এই গানে যে আবেগ দিছেন তা কোনো দিন শেষ হবে না।আমৃত্যু এই গান আমার প্রিয় গানের তালিকায় থাকবে... ভালবাসা রইল
এখন এমনি করে পুজো কেমনি করে দেবো অন্য কোনো দেবী কে।।।।।। গানটা কোনো সাধারণ আঘাত পাওয়া মানুষ দের জন্য না ।।।।।। একটা মৃত্যু সমান যন্ত্রণা নিয়ে গান টা শোনার সাহস যোগায়।।।।।❤❤❤❤
যদি তুমি কখনো দেখে থাকো, তবে জেনে রেখো 🙂 ভালোবাসা নামক শব্দ টা সারাজীবন শুধু তোমার জন্যেই তোলা রবে নীজের মাঝে 🙂🙂 আর হ্যা কতোনা ভালো হতো যদি আসতি তুই ফিরে.... ❤ স্বপ্ন দিয়ে মোড়া এই ভালোবাসার নীড়ে..... ❤❤ আজীবন হয়ে রইতাম আমি তোর ক্রীতদাস ❤❤❤ ইহকাল টাই করে দিতাম তোর জান্নাতে বসবাস ❤❤❤❤
হঠাৎ করে একদিন তুমি আর ফিরে তাকালে না,হয়তো তুমি আর থাকতে চাওনি এই রিলেশনে।সেদিন আমি কোন প্রতিবাদ করি নি,অনেক ভালবেসে ছিলাম তোমাকে! তারপরও তোমাকে অনেক রিকুয়েষ্ট করেছি,অনেক বুঝিয়েছি তাও তুমি বুঝনি আমায়😔 ইগনোর করে দেয়া আমার প্রতিটা শব্দ,অপমানিত হয়ে চলে আসা আর এড়িয়ে যাওয়া আমার প্রতিটা কথা, আমাকে জানান দিচ্ছিলো কত'টা মূল্যহীন হয়ে গিয়েছিলাম😶 তাই নিরবে তোমার কাছ থেকে দূরে সরে এসেছি, জানিনা কতদিন-কতরাত ঘুমাইনি। আজ কতদিন হয়ে গেলো,তোমাকে দেখিনা,,, সেই দিন গুলোর কথা মনে হলে এখন খুব ভয় হয় আমার,পুরাতন আমিটার জন্য খুব মায়া হয় আমার! তোমাকে কৃতজ্ঞতা জানাই,তোমার এই চলে যাওয়াটা সত্যিই অনেকটা আকাশ ভেংগে পড়ার মতো ছিল।🎭 তবুও চলে যাবো দেখা যদি হয় স্রিতি ও স্বত্বায় তাহলে তোমার নির্মান শহরের মূল প্রাচীরে লিখে রেখো এই ছেলেটির দু:খ ছিল।🎭
তুমি বললে, "মুনির, আমার বিয়ে ঠিক হয়ে গেছে" আমি একগাল হেসে তোমার কপালে চুমু খেয়ে বললাম, "শুভ কামনা! মেয়ে হলে নাম রেখো চারুলতা" তুমি হাউমাউ করে কেঁদে ফেললে। এশার নামায পড়ে ঐ পথ দিয়ে যাওয়া তোমার বাবা বলল "কে, কে ওখানে? কে কাঁদে?" তুমি চোখ মুছে চাপা স্বরে বললে, "যাই!" ব্যাস! আজ একুশ বছর হতে চলল, তোমার সাথে আমার আর দেখা হয়নি।
১৯ সালের দিনগুলোয় একজন মানুষরে ভালোবেসেছিলাম, তার পছন্দের গানগুলোর প্রথম সারির একটা গান এইটা, আজ ২৩ এর ফেব্রুয়ারী, সে আমার সাথে আর নেই, কারণ ছাড়াই হারিয়ে যাওয়া আমার লুবা এখন আমার জীবনের দেবী. তার সাথে সম্পর্কের কোনো সংজ্ঞা আমার কাছে নেই, সে কেমন আছে, কেন চলে গিয়েছিলো কিছুই আমার জানা নেই, ধরে নিয়েছি অদৃষ্টের লিখনেই সব হয়, তাই হয়তো যতই চাই আর ফিরে পাওয়া হয়নি, হয়না আশা তো করি না , কিন্তু কোনোদিন এই কমেন্ট ও হয়তো আমার গল্পের দেবী, আমার লুবাবা দেখবে. কোনোদিন হয়তো নিজের দিকের গল্পের অংশ টুকু শেষ করে যাবে কিংবা প্রত্যেকবারের মতোই পালিয়ে বেড়াবে নিজের অংশের পরিসমাপ্তি ঘটানো থেকে,ভালো থাকুক বলবো না, যেমনভাবে আমার জীবনটা বদলে দিয়ে গিয়েছিল তেমনি থাকুক
প্লিজ ফিরে এসো, এত ভালোবাসার পরেও চলে গেলে কেন,কত স্মৃতি প্লিজ ফিরে এসো আবার। আমি ভালো নেই। ভীষন যন্ত্রনা হয় আমার।কেন এমন করলে আমার সাথে 💔😭 ভীষন ভালোবাসি তো তবুও ছেড়ে গেলে। 😭😭😭😭😭💔💔💔
জানেন ভাইয়া এই গানটি যে দিন পাব্লিশ করেছেন সেই দিনেই আমার তার সাথে প্রেম শুরু হয়েছিলো ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর আজ আমাদের সম্পর্কের ৪ বছর হয়ে গেছে যত বার শুনি এই আবার আগের মুহুর্ত গুলো মনে পড়ে যায়। গানটির সাথে অনেক স্মৃতি জড়ানো :)
চার বছর আগে যখন গানটা নেশার মতো শুনতাম তখন ভাই ব্রাদাররা বলতো কি একটা গান নিয়ে পড়ে থাকিস? কিন্তু সময়ের সাথে তাদের জীবনের গল্পেও পরিবর্তন আসে আর এখন তাদের লিস্টেও এই গানটা প্রথম দিকেই। এখন তারা এইটা আমার সামনে শুনলেই বলে এখন বুঝি এটা গান নয় এটা একটা নেশা ❣️
তুমি নেই কিন্তু গানটা রয়ে গেল। তোমার বিয়ের জন্য এখনো কি আমাকেই দায়ী করো? ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যাওয়া একটি সম্পর্কের দায় বয়ে বেড়াচ্ছি । সারাজীবন বয়ে বেড়াবো। ভালো থেকো বলার সৎ সাহস আমার নেই কারণ এখনো যে আমি তোমাকে পাগলের মতো চাই😥
Thanks a lot for showing ur love towrds d song brother...... i wish i could make one... but ami to Gorib manush........ ei gaan ta jei qualityr vdo demand kore.. amar pokhkhe hoyto orokom kora possible naa........ But Inshallah... I'll try ma best to release a vdo soon............. :)
Onik din por akta valo Gaan sunlam.1992 somoy ta mone pore gase apnar Gaan ta sune.oei somoy aei doroner kisu Gaan celo.Thanks Adnan Asif vi doa kore aro valo kisu koren R amader k aro valo Gaan gift koren.
তুমি যদি আমাকে একটু বুঝতে প্রিয়😥😥তাহলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় 💔🥀স্মৃতি হিসেবে রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ না কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসব প্রিয় গানটা💔🥀
আমি জানি হয়তো আমার এস এম এস টা কেউ না কেউ পরবে,সত্তি গানটা দারুণ ছিলো,,,যদি কেউ ইমোশনাল গানটা সুনে,,,হয়তো সে আরো ইমোশনাল হয়ে যাবে,,, সবারই মনে একজন মানুষ থাকে,,, হারানো বেদনায় হয়তো কেউ গান শুনে,, আমার হয়তো অনেক নেশাগ্রস্ত হয়ে পড়ে,,, তবে এরকম গান শোনার পরে কেউ ইমোশনাল না হয়ে থাকতে পারে না,,, যেমন আমি কখনো ভুলতে পারবো না তাকে,,, খুব ভালোবাসি তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত,,,,
✌✌💗💗✴✴কমেন্ট রেখে গেলাম। ✴✴💗💗✌✌ অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! ✌✌❤❤
সারাজীবন মনে থাকবে সেই মানুষটা কে।যে মানুষটা ৭ টা বছর হাজারো সপ্ন দেখিয়ে একা করে চলে গেছে। আর এখানে কমেন্ট করার কারন হলো হয়তো কোন দিন আমার মতো হতভাগা কেউ কমেন্ট টা পড়ে একটা লাইক দিবে আর ঐ নোটিফিকেশন টা আমি পেয়ে আবার গানটা শুনতে চলে আসব।💔😓
Debi ,,,, তুমি হাজারো জীবন্ত লাশের , বেঁচে থাকার কারিগর !! 🙏 অন্ধকার ছাদে , পুড়ে ছাই হয়ে যাচ্ছি একাকিত্বের শহরে ,,,, হাতে একটা "জয়েন্ট " সাথে পাঁচটা , Benson , এই গভীর রাতে , চাঁদের দিকে তাকিয়ে , তোমায় নিয়ে ভাবতে থাকা আমার এ অবুঝ মন। কিছু দিন কয়েকদিন ! তারপরে এভাবেই তুমিহীনা অনেকদিন ! 😄💔🙏 😄 ,, আর সাথে,,, Adnan Ashif, Bhai r Debi ,,, ভেবে দেখুন মুহূর্তটা কত সুন্দর 😂
Ajo roj rate suni gan ta.....Ajo chokhe jol ase joto bar suni ei gan ta...amar valobasar Manus tar mukhei prothom sunechilam....aj hoito amra r eksathe nei...tao roj rate gan ta sunte sunte tar e kotha Mone kori...Mone hoi Khub kachei ache se...
যারা গানটা ভালোবেসে ফেলবে প্রতিবার আমার comment এ একটা like করো... এই like এর notification প্রতিবার আমাকে এই masterpiece এর কথা মনে করিয়ে দেবে..আর আমি আবার ফিরে আসবো এই গানের প্রেমে পড়তে...❤️
2022 এ এসেও এই গান গুলি শুনি, 🌸 ২০২২ এর পরে যদি কেও এই গান শুনেন তাহলে এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবেন,, তহলে বুঝতে পারবো যে ২০২২ বা এর পরেও এই গান গুলি কেউ শুনে ❤️❤️ সেই আগের মতই ভালোবাসি গান গুলো ❤️
সাল ২০১৬ হঠাৎ তার সাথে পরিচয়....একে অপর কে ভালোবেসে ফেলা.....ভালোবাসা রাগ অভিমানের মধ্যে দিয়ে ৪ বছর সময় কখন চলে গেলো বুঝতেই পারিনি,,,,,,হঠাৎ করে বলে দিলে ব্রেকআপ বুঝতে পারিনি ব্রেকআপ এর কারণ,,,,,২০২০ সাল ২৯ জানুয়ারি দেখতে পেলাম তুমি অন্যে কারোর সাথে তার বার্থডে পালন করছো বুঝতে পারলাম তখন কার ব্রেক আপ এর কারণ,,,,,,,,,,,, ৭ সেপ্টেম্বর ২০২০ দীঘ ৯ মাস পরে তুমি ফোন দিয়ে বলছো আমরা কি আবার আগের মত এক হতে পারি নাহ,,,,,,,,,,,তাকে এখনো ভালোবাসি bt কখনো আর ফেরত পেতে চাই নাহ একা বেচে থাকতে শিখে গেছি প্রিয়💔❤️
I love you all guys...
Thanks a lot for Loving me n my Song "Debi" dis much... ❤
May Allah bless you all ❤
New kono song asbena ??
Vai apnr ai song ta dinee atlist 2/3 bar soni
Adnan Ashif welcome brother,, same to u
আসলে গান টা ১ বার শুনলে হাজার বার শুনতে ইচ্ছে করে
vairy............. etto suni etto suni....
tao amar mon vore naa
এই গানটা সাধারন মন মানসিকতার কেউ শুনবে না।।।অসাধারণ চিন্তাভাবনার কেউ যদি এই গান শুনতে আসে আর আমার কমেন্ট টা পড়ে রেসপন্স করে তাহলে আবারো নোটিফিকেশন পেয়ে গানটা শুনতে আসবো
গুড
ভাই সত্যি বলতে আমি ফুল পিনিকে গান টা শুনি।
👍
🖤
You are right
২০২৪ এ কে কে শুনছেন ?
Ami
আমি শুনছি ভাই। কিন্তু অন্য রাস্তায় হাটি এখন আর সে রাস্তায় যাওয়া হয় না। 😢
আমার সব সময় প্রিয়❤
তুমি ফেলে চলে না গেলে আজ এতবছর ধরে এইগান শোনা হতো না আমার 💔
ভাই আমি
যখন ভালোবাসা থাকে,,, তখন হয়তো যোগ্যতা থাকে না,,, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়,,, আবার যখন যোগ্যতা হয়,,, তখন ভালোবাসার জন্য মন থাকেনা,,, কারণ,,, মন অনেক আগেই যোগ্যতার কাছে বিক্রি হয়ে গিয়েছে,,, ভালো থাকুক পৃথিবীতে সব অসমাপ্ত ভালোবাসা গুলো।
💔
Right😐
মানুষ যত বেশি ম্যাচিউর হয়,, তত বেশি বাংলা গানের প্রতি আসক্ত হয়ে যায়❤🙂
২০২৩ এ কে কে শুনছেন..
আমি এই গান ২০২১ থেকে শুনি। করন অই সময় একটা অন্যরকম অনুভুতি কাজ করত। যখন প্রথম প্রেম আমি না ছাইতেও বেঙ্গে যায় 😢 সত্তি এখন গ্রামের রাস্তা দিয়ে হেটে গেলেই মনে পরে যায় এই গানের কথা ❤
🙂🎶
Akhon e suntesi❤
Akon
👋
মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,
হযরত মুহাম্মদ (সঃ)
রাত ১টা। রুমে স্পিকারে এ গান। কী একটা অনুভূতি।
ভালো থাক পৃথিবীর একাকী মানুষেরা।।
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
One of d best comment .
Pls Accept Love from Me n my Band
@@AdnanAshifDebi yup
এই situation টা কাটিয়ে উঠার পথে ছিলাম but গানের lyrics এর মাত্রাটা এতোই তীব্র ছিল যে আমি আবার তুমার অতলের গহবরে পতিত হলাম। greats
Abar kosto patay chan
Right
আজকেই প্রথম কমেন্ট করলাম।।
গানটা পাবলিশ হয়ছে প্রায় ৭ বছর আর এই ৭ বছরে কোনো একটা দিন ও বাদ যায় নি যে আমি এই গানটা শুনি নি আমার এই ছোট জীবনে সব থেকে বেশি সময় ধরে এই গানটার সাথে সম্পর্ক। আজীবন রয়ে যাবো এই গানটার সাথে ।।। ধন্যবাদ আদনান আসিফ ভাই এত সুন্দর একটা গান দেওয়ার
❤️
Vai big Fan ❤❤
২০২১ এ কে কে শুনছেন রেসপন্স দেন 😊
🙋
Amiiiiiiii
Hey
Ami
Always fvt❤️❤️❤️❤️❤️❤️❤️
আদনান আসিফ.... কি গাইলে....প্রত্যেকদিন শুনতে হয়!!!.....স্যালুট....বস ভাই।
আচ্ছা আমার অনুভূতি কি বোঝানো সম্ভব? কি আছে এই গানে? কেন দিনে ৫০ বার শুনি? কেন এত কাঁদি? কেন এতো স্মৃতি এই গানে? কেন সে আমার সামনে আসে এই গানে? এই গান মুছে দাও পৃথিবী থেকে। তাকে ভুলে যাওয়া ভীষণ দরকার।
সালটা ছিলো ২০১৭।
যখন এই গান নতুন রিলিজ হয়,তখন আমার বয়ফ্রেন্ড আমাকে ডেডিকেট করেছিলো।
এই গানটা তখন খুব বিরক্ত লাগতো আমার,বয়স কম ছিলো তাই এই গানের মর্ম বুঝিনাই।
তারপর যখন ব্রেক আপ হয়ে যায় পরে আমি মাঝে মাঝেই এসে এই গান টা শুনতাম।
এই গানটা অসম্ভব একটি সুন্দর গান।🌸
আজকেও সে আমাকে বললো এই গানটা শুধুই তোমার জন্য।🥰❤️
ajkeo sunchi
তার মানে এখন কি গানটার মর্ম বুঝেন তোহ নাকি এখনো আবছা আলোর পিছনে ছুটেন 🤔
৫ বছর এ গানের জন্য হয়তো সামান্য কিছু সময়।
আজো একা রাতে বেলকুনিতে কফির মগ হাতে সিগারেটের ছাই, কি এক অদ্ভুত অনুভূতি।
গানের কারিগর সেই সাথে অনবদ্য কন্ঠস্বর❤
ভালোবাসা অবিরাম।
২০২২ এ এসেও সার্চ করে শোনা অনুভূতির বোবা লাশগুলোকে দেখতে চাই।
যাকে পাবার জন্য একদিন স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন সেই তাকে ভোলার জন্য আবার সেই স্রষ্টার কাছেই প্রার্থনা করবেন আর এর নাম হচ্ছে ভালোবাসা🖤🖤🖤🖤🖤🖤
'এই রাস্তাগুলো লাগে বড় অচেনা!'
আহা আমার সেই ফেলে আসা নস্ট অতীত!!
সান্ত্বনা তো পেয়েছি সেদিন,,,
যেদিন তুমি যশোরের মাটিতে দাড়িয়ে গলা ফাটিয়ে গানটা গেয়েছিলে। আর আমিও তোমার গানের তালে তাল মিলিয়ে নিজের গলাটা ভেঙেছিলাম।
always love you boss💖💖
১০০ বছর পরও গানটা পুরানো হবে না। রয়ে যাবে মানুষের অন্তরে ❤️
Love you
হাজারো ছেলের গুমের ট্যাবলেট দেবি
What a Complete package this song is ! ♥ Fall in love with this song . Bro awesome writing, tune & Vocal as well. Best Wishes. Keep rocking 🎸🎸
Love you Tasrif.....
u r awesome too..
ohh hoo two legend
@@AdnanAshifDebi d
@@AdnanAshifDebi love you brother amazing song 💞💞
❣️😇
রাস্তাগুলোই গেলে অজান্তেই চোখে পানি চলে আসে🙂
"কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!"
মাঝরাতে তোর SMS er tone
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না........
ভাইয়া সেই একটা গান.......😍😍💜
Maisha Tabassum ji apu
যাকে পাবার জন্য একদিন স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন সেই তাকে ভোলার জন্য আবার সেই স্রষ্টার কাছেই প্রার্থনা করবেন আর এর নাম হচ্ছে ভালোবাসা।
গানটা...♥
ক্যান জানি না গানটি শুনলেই অতীতের কথা মনে পড়ে যায়,আর নিজেকে কষ্ট দিতে ভালো লাগে,,,ভালো থাকুক আমার না পাওয়া ভালোবাসার মানুষটি😊
যেসব মানুষের জীবন থেকে তার ভালোবাসার মানুষটি হারিয়ে গেছে কোন এক অনাকাঙ্ক্ষিত কারণে তারা শুধুই বুঝতে পারবে নতুন কোন দেবীকে চাইলেও সেই আগের দেবীর স্থান দেওয়া যায় না। সে যে চলে গিয়েও পুরোপুরি ভাবে যায় না। 💔💔💔 Thanks for this amazing songs.
এই কুরবানীতে ইট পাথর এর শহর ছেড়ে গ্রামের মাঠে ছোট বেলার সকল বন্ধুদের সঙ্গে বসে চিৎকার করে গানটি গেয়েছি এযেনো অন্য রকম অনভুতি ❤️
Take love
- ২০২৪ সালের ফেব্রুয়ারীর মাঝা মাঝি সময়ে এসেও দেবীর জন্য ভালোবাসা কমে গেলেও এই গানের জন্য ভালোবাসা এক ফোটাও কমে নি 🌸
- Adnan Asif ভাই এই গান অমৃত ❤
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়
ভাই শুনে নেন আমি একি পথের পথিক
হুমমমম
😢😢😢😢 same
@@farjanafaba6256 তাহলে আবার শুনেন
Eto abeg kan vai😅
এই গান আমার,
আমার জন্যেই বোধহয়।
জীবনের সাথে মিলে গেলো একদম।
আজ শুনলাম,
হয়তো প্রতিদিনই শুনবো।
গান টা অস্থির .. ।। বাস্তবতার সাথে মিল রয়েছে..
প্রিয় মানুষ গুলোর অপরিচিত ব্যবহার
Our team is listening to this song.
love...
বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে যায়। মেস রুমে সাউন্ড বক্সে কত যে গানটা তার হিসাব নেই। আহা, বিশ্ববিদ্যালয় জীবনটা মৃত্যুর আগে পর্যন্ত মিস্ করবো।
৩ বছর পরে গান সুনতে ইচ্ছে করলো তাই চলে আসলাম রাত ২.১৪ মিনিটে চোখে পানি হাতে সিগারেট নিয়ে প্রিও গান গুলা সুনতে ❤️🥀
ধন্যবাদ ভাই এই রকমের কিছু গান আমাদের উপহার দেওয়ার জন্য😊
😥
সেটা ছিলো শীতের সময়। কুয়াশা ঘেরা রাস্তায় দুজনে হাত ধরে একসাথে হেঁটে হেঁটে যেতাম প্রাইভেটে। অন্যরকম ভালো লাগা ছিলো। আজ সেই রাস্তাটা আছে, শীত আসলে কুয়াশাও থাকে,, কিন্তু সেই রাস্তাটাতে আর তুমি থাকো না। সেই পুরনো রাস্তাটায় আজ একা হেঁটে যায়। শীতের কুয়াশাজড়ানো সকালটাতে আজও খুঁজে ফিরি তোমাকে। শীত আসলেই মনে পড়ে যায়।সবই স্মৃতি।
,😍💪❤️🤎❣️🥰💔
weed khan beshe beshe
বাংলাদেশি গায়ক।
বুকের ভিতর গর্ববোধ করছি।
ওয়াও ভাই...এগিয়ে যাও।
গত ৮ বছর ধরেই শুনছি,কিন্তু এবার সিচুয়েশন এর সাথে মিলে আরও অর্ধবহ হয়ে উঠলো।।। সেরা 🤞
এতদিন আমি এই গান টাকে কিভাবে মিস করলাম!!!
Its Wowwwwww
১০০ বছর পর যারা এই গানটা শোনবে তাদের রুচির অগ্রীম প্রশংসা করে গেলাম।
♡
এই গান গুলা যারা শোনে তারাও একধরনের অসাধারণ মানুষ💖
এক সাথী কে ভালো বেসেছিলাম, পাখি নামে ডাকতাম তাকে,
এখন শত যন্ত্রণা হলেও সাথী কে আর বলা হয় না। তাই এই গানে এখন ও খুজে পাই তাকে 🖤 আদনান আসিফ ভাই you are beauty 🖤
লাইফে এক গান এতোদিন ধরে টানা শুনিনাই।।
ভাই এই একটা গানই লাইফটা পুরো গল্প মনে করার জন্য এনাফ।ভালো থাকুক আমার দেবী❤❤
আর আদনান ভাইকে নিয়ে কিছু বলার নেই।একটা পিসসই ভাই💘💘
যতটুকু জানি এই গান টা কম্পলিট করছেন ৬ বছরে কিন্তু ভাই এই গানে যে আবেগ দিছেন তা কোনো দিন শেষ হবে না।আমৃত্যু এই গান আমার প্রিয় গানের তালিকায় থাকবে...
ভালবাসা রইল
gaan complete korte legeche 2 bochor...
6 bochorer kahini nie banano....
Ow..
সময় বদলায় স্মৃতি গুলো থেকে যায় 💔
আর দেবী, তামাক পাতা সেগুলিকেই মনে করিয়ে দেয়,
দাদা তুমি সেরা 😘
এখন এমনি করে পুজো কেমনি করে দেবো অন্য কোনো দেবী কে।।।।।।
গানটা কোনো সাধারণ আঘাত পাওয়া মানুষ দের জন্য না ।।।।।।
একটা মৃত্যু সমান যন্ত্রণা নিয়ে গান টা শোনার সাহস যোগায়।।।।।❤❤❤❤
কানে ইয়ারপড লাগিয়ে শুনতেছি গানটি,আর চোখ দিয়ে নিমিষেই গড়িয়ে পড়ছে অসংখ্য নোনাজল।
যদি তুমি কখনো দেখে থাকো, তবে জেনে রেখো 🙂 ভালোবাসা নামক শব্দ টা সারাজীবন শুধু তোমার জন্যেই তোলা রবে নীজের মাঝে 🙂🙂 আর হ্যা
কতোনা ভালো হতো যদি আসতি তুই ফিরে.... ❤
স্বপ্ন দিয়ে মোড়া এই ভালোবাসার নীড়ে..... ❤❤
আজীবন হয়ে রইতাম আমি তোর ক্রীতদাস ❤❤❤
ইহকাল টাই করে দিতাম তোর জান্নাতে বসবাস ❤❤❤❤
হঠাৎ করে একদিন তুমি আর ফিরে তাকালে না,হয়তো তুমি আর থাকতে চাওনি এই রিলেশনে।সেদিন আমি কোন প্রতিবাদ করি নি,অনেক ভালবেসে ছিলাম তোমাকে!
তারপরও তোমাকে অনেক রিকুয়েষ্ট করেছি,অনেক বুঝিয়েছি তাও তুমি বুঝনি আমায়😔
ইগনোর করে দেয়া আমার প্রতিটা শব্দ,অপমানিত হয়ে চলে আসা আর এড়িয়ে যাওয়া আমার প্রতিটা কথা,
আমাকে জানান দিচ্ছিলো কত'টা মূল্যহীন হয়ে গিয়েছিলাম😶
তাই নিরবে তোমার কাছ থেকে দূরে সরে এসেছি,
জানিনা কতদিন-কতরাত ঘুমাইনি।
আজ কতদিন হয়ে গেলো,তোমাকে দেখিনা,,,
সেই দিন গুলোর কথা মনে হলে এখন খুব ভয় হয় আমার,পুরাতন আমিটার জন্য খুব মায়া হয় আমার!
তোমাকে কৃতজ্ঞতা জানাই,তোমার এই চলে যাওয়াটা সত্যিই অনেকটা আকাশ ভেংগে পড়ার মতো ছিল।🎭
তবুও চলে যাবো দেখা যদি হয় স্রিতি ও স্বত্বায় তাহলে তোমার নির্মান শহরের মূল প্রাচীরে লিখে রেখো এই ছেলেটির দু:খ ছিল।🎭
অস্থির লিরিক্স 🥰🥰এই লিরিক্স মে বুঝবে সেই প্রকৃত পক্ষে গানটা শুনেছে😊😊
লাশকে কখনো হাসতে দেখেছো??
দেখবে কিভাবে!!
তুমিতো গাজাঁর আসরেই আসো নাই!!🥀🍁
গান এর প্রতিটা শব্দের মানে খুজতে গেলে জিবনের অনেক কিছুর মানে বের হয়ে যায়।
ভালো লাগে গানটা..💜
yes
yes.reality
২০১৯ সাল, হোস্টেলে থাকতাম।
প্রতিদিন রাতে এই গান শুনে সব বন্ধুরা একসাথে নিজের জীবনের স্মৃতি চারন করতাম আর একসাথে একটা বিড়ি টানতে টানতে ঘুমাইতাম..☹️💔
গান গুলোর প্রতিটি লাইন মাদক এর মতো নেশা আছে 🍁🖤🌻
তুমি যার জন্য কাঁদো,
সে তোমার গল্প অন্যকে বলে হাসে 🙂💔।
নেশার মত এই গানটা ২১ এ আমাকে ইউটিউব রেকমেন্ড করলো? আরো আগে পেলাম না কেনো? আহা। আজন্ম গানটা ভালো লাগবে ❤️👌
তুমি বললে, "মুনির, আমার বিয়ে ঠিক হয়ে গেছে"
আমি একগাল হেসে তোমার কপালে চুমু খেয়ে বললাম, "শুভ কামনা! মেয়ে হলে নাম রেখো চারুলতা"
তুমি হাউমাউ করে কেঁদে ফেললে। এশার নামায পড়ে ঐ পথ দিয়ে যাওয়া তোমার বাবা বলল "কে, কে ওখানে? কে কাঁদে?" তুমি চোখ মুছে চাপা স্বরে বললে, "যাই!"
ব্যাস! আজ একুশ বছর হতে চলল, তোমার সাথে আমার আর দেখা হয়নি।
Khub kharap laglo....keu peye kade keu na peye kade atai jibon..
🙂🙂
💔😞
😔😔😔😔
আপনি বিয়ে করেন নি😭😭
7yr hoye gelo gaanta shuntese but akhon o sei prothom din er moto feel hoy...
Outstanding 🎉🎉🎉
Rught Bro
অসাধারণ দোস্ত,
গর্বিত ৯৯,
লাভ ইউ 😍😍
১৯ সালের দিনগুলোয় একজন মানুষরে ভালোবেসেছিলাম, তার পছন্দের গানগুলোর প্রথম সারির একটা গান এইটা, আজ ২৩ এর ফেব্রুয়ারী, সে আমার সাথে আর নেই, কারণ ছাড়াই হারিয়ে যাওয়া আমার লুবা এখন আমার জীবনের দেবী. তার সাথে সম্পর্কের কোনো সংজ্ঞা আমার কাছে নেই, সে কেমন আছে, কেন চলে গিয়েছিলো কিছুই আমার জানা নেই, ধরে নিয়েছি অদৃষ্টের লিখনেই সব হয়, তাই হয়তো যতই চাই আর ফিরে পাওয়া হয়নি, হয়না
আশা তো করি না , কিন্তু কোনোদিন এই কমেন্ট ও হয়তো আমার গল্পের দেবী, আমার লুবাবা দেখবে. কোনোদিন হয়তো নিজের দিকের গল্পের অংশ টুকু শেষ করে যাবে কিংবা প্রত্যেকবারের মতোই পালিয়ে বেড়াবে নিজের অংশের পরিসমাপ্তি ঘটানো থেকে,ভালো থাকুক বলবো না, যেমনভাবে আমার জীবনটা বদলে দিয়ে গিয়েছিল তেমনি থাকুক
আজ একটা কমেন্ট রেখে গেলাম,,,কেউ এসে লাইক দিবে আবার শুনবো পছন্দের গানটা😢
প্লিজ ফিরে এসো, এত ভালোবাসার পরেও চলে গেলে কেন,কত স্মৃতি প্লিজ ফিরে এসো আবার। আমি ভালো নেই। ভীষন যন্ত্রনা হয় আমার।কেন এমন করলে আমার সাথে 💔😭 ভীষন ভালোবাসি তো তবুও ছেড়ে গেলে। 😭😭😭😭😭💔💔💔
মা - বাবা, পরিবার আর এই রকম গানের জন্য হয়তো আজও এই দেহে প্রানটা আছে
ভালোবাসি ❤️❤️
জানেন ভাইয়া এই গানটি যে দিন পাব্লিশ করেছেন সেই দিনেই আমার তার সাথে প্রেম শুরু হয়েছিলো ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর আজ আমাদের সম্পর্কের ৪ বছর হয়ে গেছে যত বার শুনি এই আবার আগের মুহুর্ত গুলো মনে পড়ে যায়। গানটির সাথে অনেক স্মৃতি জড়ানো :)
চার বছর আগে যখন গানটা নেশার মতো শুনতাম তখন ভাই ব্রাদাররা বলতো কি একটা গান নিয়ে পড়ে থাকিস?
কিন্তু সময়ের সাথে তাদের জীবনের গল্পেও পরিবর্তন আসে আর এখন তাদের লিস্টেও এই গানটা প্রথম দিকেই।
এখন তারা এইটা আমার সামনে শুনলেই বলে এখন বুঝি এটা গান নয় এটা একটা নেশা ❣️
♡
কতোনা ভালো হত তুই
আসতি যদি ফিরে...
স্বপ্ন দিয়ে মোরা এই
ভালোবাসার নীড়ে...
আজীবন হয়ে রইতাম আমি
তোর"কৃতদাস ".....
হটাৎ গান টা মনে পড়ে শুনতে এসেছেন,তাহলে একটা লাইক দিয়ে যান
😢😢
ভালোবাসার অন্যতম একটি ইন্সপিরেশন দেবী গানটি🏵
আদনান আসিফ ভাই ভালোবাসি🖤
তুমি নেই কিন্তু গানটা রয়ে গেল। তোমার বিয়ের জন্য এখনো কি আমাকেই দায়ী করো? ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যাওয়া একটি সম্পর্কের দায় বয়ে বেড়াচ্ছি । সারাজীবন বয়ে বেড়াবো। ভালো থেকো বলার সৎ সাহস আমার নেই কারণ এখনো যে আমি তোমাকে পাগলের মতো চাই😥
তুই আগের মত থাকলে এমন হৃদয়স্পর্শী গান হয়তো শোনা-ই হতো না রে পাখি!!! রেখে গেলাম...
গাজার মঝেও এতোটা নেশা নাই
যতোটানা এই গানের মাঝে আছে...💔 💔দেবী💔
bhai plz make a video :( trust me ei gan ta na shunle rate e ghum hoy na.. this song is best of best 😍 lots of love from a fan :)
Thanks a lot for showing ur love towrds d song brother...... i wish i could make one... but ami to Gorib manush........ ei gaan ta jei qualityr vdo demand kore.. amar pokhkhe hoyto orokom kora possible naa........ But Inshallah... I'll try ma best to release a vdo soon............. :)
this song itself demands love. thank you bhaiya for this song
Onik din por akta valo Gaan sunlam.1992 somoy ta mone pore gase apnar Gaan ta sune.oei somoy aei doroner kisu Gaan celo.Thanks Adnan Asif vi doa kore aro valo kisu koren R amader k aro valo Gaan gift koren.
yaap.. thnks for d wonderful comment Arian............
yaa.. oi tym ei oi typ gaan silo... Feelings, LRB, Obscure, Nova... shei silo...
৩ বছরে এই গানটা যে কতবার শুনেছি হিসাব নাই...এই গানটা শুনেই কতরাত পার করেছি।
এখন এমনি করে পূজো কেমনি করে দেবো অন্য কোনো দেবীকে
গান টা কোন নরমাল মানুষ এর প্রিয় হতে পারে না।।।।
একটা অসাধারন মানুষ ই এই অসাধারন গানের ভক্ত ❤❤❤❤
ভাই কি বলবো ২২শে নভেম্বর তোমার প্রথম গান শুনলাম খুলনা একটা কন্সার্টে
তারপর থেকে কি আর বলবো ১ ঘন্টায় দেবি গানটা ১০ বার শুনি তাও মন টা জুড়ায় না 🙂😥
2020 সালে কে শুনছো আমার মত??
ভালোবাসা অভিরাম দাদাহ আপনার প্রতি😍
তুমি যদি আমাকে একটু বুঝতে প্রিয়😥😥তাহলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় 💔🥀স্মৃতি হিসেবে রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ না কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসব প্রিয় গানটা💔🥀
🥺💔🥀
Aii gaan ter sathe jibon te mile jeii..😊 dhonnobad apnk adnan bhaiyaa❤
কিছু লাশ আজও তার খুনিকে ভালোবাসে..
প্রিয় গান।
আমি জানি হয়তো আমার এস এম এস টা কেউ না কেউ পরবে,সত্তি গানটা দারুণ ছিলো,,,যদি কেউ ইমোশনাল গানটা সুনে,,,হয়তো সে আরো ইমোশনাল হয়ে যাবে,,, সবারই মনে একজন মানুষ থাকে,,, হারানো বেদনায় হয়তো কেউ গান শুনে,, আমার হয়তো অনেক নেশাগ্রস্ত হয়ে পড়ে,,, তবে এরকম গান শোনার পরে কেউ ইমোশনাল না হয়ে থাকতে পারে না,,, যেমন আমি কখনো ভুলতে পারবো না তাকে,,, খুব ভালোবাসি তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত,,,,
Valoi vai
😢😢😢আমিও
✌✌💗💗✴✴কমেন্ট রেখে গেলাম।
✴✴💗💗✌✌
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! ✌✌❤❤
Right
গানটা যতবার শুনি সাত বছর আগের অনুভূতি বার বার ফিরে আসে। গানটা কখনো পুরনো হবে না। ❤
প্রথম যখন শুনি তখন 10k ছিল এখন 21m তবুও ভালবাসি❤️
২০২১ এর নভেম্বরএ ও কে কে শুনছেন?
Ami
Achi
Ami
achi
💥
সারাজীবন মনে থাকবে সেই মানুষটা কে।যে মানুষটা ৭ টা বছর হাজারো সপ্ন দেখিয়ে একা করে চলে গেছে। আর এখানে কমেন্ট করার কারন হলো হয়তো কোন দিন আমার মতো হতভাগা কেউ কমেন্ট টা পড়ে একটা লাইক দিবে আর ঐ নোটিফিকেশন টা আমি পেয়ে আবার গানটা শুনতে চলে আসব।💔😓
Debi ,,,, তুমি হাজারো জীবন্ত লাশের , বেঁচে থাকার কারিগর !! 🙏
অন্ধকার ছাদে , পুড়ে ছাই হয়ে যাচ্ছি একাকিত্বের শহরে ,,,, হাতে একটা "জয়েন্ট " সাথে পাঁচটা , Benson , এই গভীর রাতে , চাঁদের দিকে তাকিয়ে , তোমায় নিয়ে ভাবতে থাকা আমার এ অবুঝ মন।
কিছু দিন কয়েকদিন !
তারপরে এভাবেই তুমিহীনা অনেকদিন ! 😄💔🙏 😄 ,, আর সাথে,,, Adnan Ashif, Bhai r Debi ,,, ভেবে দেখুন মুহূর্তটা কত সুন্দর 😂
akhon ki khbr ??
Ajo roj rate suni gan ta.....Ajo chokhe jol ase joto bar suni ei gan ta...amar valobasar Manus tar mukhei prothom sunechilam....aj hoito amra r eksathe nei...tao roj rate gan ta sunte sunte tar e kotha Mone kori...Mone hoi Khub kachei ache se...
tai
যারা গানটা ভালোবেসে ফেলবে প্রতিবার আমার comment এ একটা like করো... এই like এর notification প্রতিবার আমাকে এই masterpiece এর কথা মনে করিয়ে দেবে..আর আমি আবার ফিরে আসবো এই গানের প্রেমে পড়তে...❤️
গানটা আজ আমি প্রথম শুনতেছি। লিরিক গুলা অনেক সুন্দর🙂
যতো দিন যাই ততো গানটা আপন মনে হয় ❤
2022 এ এসেও এই গান গুলি শুনি, 🌸 ২০২২ এর পরে যদি কেও এই গান শুনেন তাহলে এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবেন,, তহলে বুঝতে পারবো যে ২০২২ বা এর পরেও এই গান গুলি কেউ শুনে ❤️❤️ সেই আগের মতই ভালোবাসি গান গুলো ❤️
২০১৬ থেকে গানটি শুনি। গানটা পাল্টায় নি। গানের কথা পাল্টায় নি।
কিন্তু পাল্টে গেছে আমার জীবনের অনেক কিছু৷
পাল্টে গেছে এই গান শোনার অনুভূতি!
নিস্তব্ধ রাত
আকাশে একফালি চাঁদ
হাতে সিগারেট
কানে এই গান.........
হ্যা, অনুভুতিগুলো কখনই বদলাবে না........................
হোক ২০১৬, ২০১৮,২০২০ বা ২২...।
গানটার মানে আগে বুঝতাম না ,কিন্তু এখন গান শুনলে গা কাটা দিয়ে উঠে😅 ধন্যবাদ মায়াবী 🥹
2017 থেকে গানটার সাথে প্রেম আমার😎
আজ পর্যন্ত ব্রেকাপের কথা আসলো না এর সাথে🥰
ইটস কল্ড রিয়েল লাভ😎
রাত যত গভীর হতে থাকে, আমি তত মায়ায় পড়ি দেবীর, ❤
Ar koto kossto pabo
একদিন হয়তো আমি থাকবো না, নতুন প্রজন্ম এই গান টা শুনবে আর শিউরে উঠবে... স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম....
গান শুনলে পরান টা জুরায়ে জায়... তুমি ছেড়ে না গেলে এত সুন্দর একটা শুনতে পেতাম না... ❤😢😢
সাল ২০১৬
হঠাৎ তার সাথে পরিচয়....একে অপর কে ভালোবেসে ফেলা.....ভালোবাসা রাগ অভিমানের মধ্যে দিয়ে ৪ বছর সময় কখন চলে গেলো বুঝতেই পারিনি,,,,,,হঠাৎ করে বলে দিলে ব্রেকআপ বুঝতে পারিনি ব্রেকআপ এর কারণ,,,,,২০২০ সাল ২৯ জানুয়ারি দেখতে পেলাম তুমি অন্যে কারোর সাথে তার বার্থডে পালন করছো বুঝতে পারলাম তখন কার ব্রেক আপ এর কারণ,,,,,,,,,,,, ৭ সেপ্টেম্বর ২০২০ দীঘ ৯ মাস পরে তুমি ফোন দিয়ে বলছো আমরা কি আবার আগের মত এক হতে পারি নাহ,,,,,,,,,,,তাকে এখনো ভালোবাসি bt কখনো আর ফেরত পেতে চাই নাহ
একা বেচে থাকতে শিখে গেছি প্রিয়💔❤️
❤❤❤❤
🥺🥺
Thik korachan vai.
❤️❤️❤️❤️
😭😭😭😭
আজিবন এই একটা গান শুনলেও কখনো পুরনো হবে নাহ..প্রতিটা শব্দে অন্য রকম একটা ফিলিংস...😇
thik apu