@@SaymaKhan-im3oe জ্বি হ্যাঁ, হুমায়ূন আহমেদের লেখা নিয়ে আপনার এই মন্তব্য বেশ চমৎকার। তিনি তাঁর লেখায় মানুষের মনের গভীরতা, বিশেষ করে সুখ ও বিরহের সংযোগ, খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার উল্লিখিত বাক্যটি তাঁর লেখায় পাওয়া যেতে পারে, এবং এটি একটি গভীর সত্যকেও প্রতিফলিত করে। অনেক সময় দেখা যায়, যাদের জীবন আপাতদৃষ্টিতে সুখী, তারা বিরহের গান বা দুঃখের কাহিনী পছন্দ করেন। এটি সম্ভবত মানুষের মনের একটি প্রাকৃতিক প্রবৃত্তি, যেখানে সুখের মাঝে লুকিয়ে থাকা বিষাদকে উপলব্ধি করা হয়। তবে, বইটি "নন্দিত নরক" না অন্য কোনো বই, সেটা নিশ্চিত না হলেও, এই ধরনের ভাবনাগুলো হুমায়ূন আহমেদের অন্যান্য অনেক বইয়েও দেখা যায়।🖤
রাজশাহী থেকে বাসায় ফিরছি,অন্ধকার বাসের শেষের সিটে রাজকীয় ভাব নিয়ে বসে আছি,কানে ইয়ারফোন, ফোনে কনফিউশন বাজছে।আহা! কি মধুর অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো যাবে না❣️
আমাকে যদি কেউ আমার শোনা সেরা ১০টি গানের কথা জিজ্ঞেস করে, যা একটানা ৫০বার শুনেছি। বারবার বন্ধুদের সাথে গেয়েছি, তারমধ্যে একটি “কনফিউশন”। এমনো হয়েছে এটা প্লেয়ারে রিপিট করে রেখেছি, টানা বাজতে থেকেছে, কিন্তু কখনো বিরক্তি আসেনি। দেখতে দেখতে আমার এই প্রিয় গানটি এখন দুই মিলিয়ন ছাড়িয়েছে! সিনহা ভাইয়ার জন্য দোআ ও শুভকামনা। তিনি সুস্থ থাকুন, আর আল্লাহ্ তাকে অনেক অনেক হায়াত দিক।
দুই বছরের ভালোবাসা হঠাৎ আমার থেকে ভালো অপশন পেয়ে চলে গেছে । আজও এখনো আগের মতোই ভালোবাসি। ধন্যবাদ ভাই এতো সুন্দর গান উপহার দেয়ার জন্য। আজ জাহাঙ্গীরনগর আপনাদের সাথে গলা মিলিয়ে আসলাম ❤🤟😊
এই গানটার মধ্যে মানুষের জীবনের এমন কিছু ভাষা লুকানো আছে গানটা যত ভরি সোনা হয় কতবারই মনে হয় জীবনের কনফিউশন থেকে বের হচ্ছি সত্যি গানটা মানুষকে কনফিউশন থেকে বের করে নিয়ে আসার একটা উদাহরণ ❤❤❤
Facebook থেকে lyrics শুনে গানটা শুনতে এলাম। সত্যি বলতে গানটা অসাধারণ। এই গান আরো আগে শোনা উচিত ছিল। এরকম আরও অনেক ভালো গান আমাদের উপহার দিবেন আশা রাখি❤❤।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনা হায় দেখি.. সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে.. বইতে বইতে যেমম জল ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়.. সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের.. আহা শেষের এই লাইনগুলো যেন ভিতর থেকে কেমন একটা টান দেয়, যেন অনেক কথা বলতে চেয়েও বলা হয়ে ওঠে না,,অসাধারণ লিরিক্স পূর্ণতা পেয়েছে❤
এই চেনা শহর, চেনা সময় সময় গড়ালে অচেনাও হয়, এই তোমায় নিয়ে আমি ভাবি তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি .. তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। এই ভালোবাসা দিলাম তোমায় কিন্তু একটা কিন্তু থেকেই যায়, যখন দূরে দূরে থাকো তুমি তখন অনেক ভালোবেসে ফেলি হায়, আসলে কি বেসেছি ? তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি। তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনায় দেখি, সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে, বইতে বইতে যেমন জল ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়, সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের .. আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, নাকি ডাকি, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, নাকি চিনি। কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি, কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি, কাউকে আমি ডাকিনা আবার বোধহয় ডাকি কাউকে আমি ডাকিনা আবার বোধয় ডাকি, কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি।
কমেন্ট রেখে গেলাম... অনেকদিন পর যখন আমরা থাকবোনা।তখন আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদের ও পছন্দের গান ছিল এটা,ঠিক তাদের মতো।তাদের সময়ে যেভাবে তারা সিগারেট এর ধোয়ামাখা সন্ধ্যায় গান টা শুনবে,আমরা ও শুনতাম আমাদের সময়ে ঠিক এমন করে ই।মানুষ বদলাবে ,সময় বদলাবে,কিন্তু গানটা থাকবে চির বসন্ত আর অনন্ত যৌবনা❤️💖
গান শুনি না অনেক দিন হয়ে গেলো..শুনতেও মন চায় না কারন,আমার মনে হয় একটা মানুষের যখন ভালবাসাটাই অভাব হয় তখন মানুষটা নিজেকে গান-সিগারেট আর চায়ের চুমুতে ব্যস্ত রাখে..তার আর অন্য কিছু ভাল লাগে না আর আমি এমন একটা মানুষ পেয়েছি যে আমাকে এত ভালো রাখছে যে আমার কোন কিছুর কমতি নেই,আমার কোন অভাব নেই তাই গান শুনতে ইচ্ছে করে না আর গান তারাই শুনে যারা ভালবাসা বাসি করে।##মূল কথায় আসি,রাত থেকে কাজের ফাঁকে ফাঁকে গানটা শুনছি এখন নিয়ে অনেক বার😁তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি😍
"তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি" পুরো গানটাই একটা মাইলস্টোন। মনে হচ্ছে আমরা এখন মন খুলে মনের কথাগুলি বলতে পারছি। মনে হচ্ছে বাংলা গান এখান থেকেই আলোর পথ খুজে পাবে। জন্ম নেবে এমন অনেক সুমধুর স্বাধীন গীতিকবিতা যা আমাদের সবার অনুভূতিশীল মনকে একসুতোয় বেধে রাখবে। মিউজিক সত্যিই এমন দুর্ধর্ষ শক্তিশালী।
সিনা তোর এই গানটা আমার একজন কলিগ এতবার শুনছিলো যে আমি জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম “আপনার এত ভালো লেগেছে?” তখন আমাকে বললেন যেন কখনো দেখা হলে বলি তোর গানটা অনেক সুন্দর হয়েছে। আরো কিছু বলেছিল আমি হুবুহু মনে করতে না পারলেও এটা বুঝতে পেরেছিলাম তার গানটা অনেক ফেভারিট।
কমেন্ট না যাস্ট স্মৃতি রেখে গেলাম...যুগ যুগ পর হয়তো কেউ কমেন্ট টা দেখে অবাক হবে যে এতো আগেও কিছু মানুষ রুচিসম্মত গান শুনতো...আর নিজের কথা বললে গানটা আজকেই প্রথম শুনলাম..এবং প্রথমদিনেই কথবার শুনছি হিসেব নাই..এক গান শুনেই ফ্যান হয়ে গেলাম...কি জঠিল লিরিক্স রে বাব্বাহ
Just because of lack of recognition, these type of talents disappear in long gone. I’ve heard a full bengali song after such a long time and I truly hope Bangla Five stays alive forever. Great music 👍
অতীতের দিনগুলো তাকে ভালবাসতাম বাংলা গানকে ভালবাসতাম না এবং নিজেকে ভালবাসতাম না কিন্তু মায়াবী ছেড়ে চলে গেছে এখন বাংলা গানকে অসম্ভব ভালবাসি এবং এই গানগুলো আমার মতো অসংখ্য জীবন্ত লাশগুলো বাঁচিয়ে রাখছে....! 💔😥
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
-ঘামে জড়ানো কপাল ! -এলো মেল চুল! -অন্ধকার ঘর! -নেশা গ্রস্থ দেহ! -মাথার ভিতরে ভুলতে না পারো তুমি; -কানে হেডফোন আর কনফিউশন; -আহা জীবন ...💔💔💔 I LOVE YOU NATASA 🖤
এই গানটা প্রথম যেদিন শুনি, তার আগেরদিন আমার ব্রেকআপ হয়, গানটা শুনার সাথে সাথে মনের ভেতর এমন একটা অনুভূতি হয়, যা কখনো ভাষায় প্রকাশ করতে পারবোনা। একটা গান একটা মানুষের বাস্তবতার সাথে মিলে এতোটা রিয়াকশন দেয়, কখনো ভাবতেও পারিনি। এক কথায় আমি পাগল ছিলাম।
গত কয়েকদিন ধরে যেখানে সেখানে হঠাৎ করে আমার পছন্দের গানগুলো কানে ভেসে আসছে। ...আজকে বাসে করে কলেজে যাচ্ছি.... এমন সময় পেছনের সিট থেকে কেও গুনগুনিয়ে সুর তোলার চেষ্টা করছে, "....তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি।" ❤
@@nayemislam6930 😂😂 ৪১ এর র্যাগ রাজা যুবো ভাইয়া গানটার অসাধারণ কভার করেছে। আগে শুনেছি কিন্তু খেয়াল করা হয় নাই। বাট গতদিন পারফরম্যান্স দেখার পর এতো ভাল্লাগছে। শুনতেই আছি কন্টিনিউয়াসলি।😁
@Taslima Mehejabin Same here. I enjoyed that consert on live. জাহাঙ্গীরনগরের স্থানীয় ব্যান্ডরা গানটা কাভার করেছিল। কিন্তু নাম টা মনে না থাকার কারণে খুঁজে বের করতে পারি নাই। ফাইনালি পেলাম❤
24 February 2020, হঠাৎ সামনে আসলো, ভাই বিশ্বাস করেন এখন পর্যন্ত আমি অন্য কোনো গান শুনতে ই পাড়ছি না অন্য কোনো গানে যেতেই পাড়ছিনা,রিলিজ হওয়ার ১ বছর পর আজ প্রথম শুনলাম, আমার বোধ হয় আর কোনো গান শোনা হবে না আজ রাতে
এই শহরে অনেকে আমরা চিনি আবার চিনি না অনেকে আমরা ভালবাসি আবার বাসি না অনেকেই আমরা ডাকি আবার ডাকি না এই চেনা এই ভালোবাসা এই ডাকাএইগুলার কনফিউশন থেকে বের হবার সব থেকে সহজ মাধ্যম এই গানটি ❤❤❤❤
মাটির মানুষ আমাদের সকলের প্রিয় গায়ক।তার সাথে কয়েক মিনিট সময় কাটানো আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। কিন্তু খুব আনন্দের বিষয় হলো। সিনা ভাই গুরু আর আমার গুরু একই। সবার প্রিয় --- সাইমুন স্যার😍
এই গানের কারণে অনেকক্ষণ ধরে নেক্সট গানে যেতে পারছিনা।
Salman Prottoy 🤘🏾
সেইম!😍
#metoo
Same
🖤🌼
কনফিউশনে ভরা জীবন! কিন্তু গানটা নিয়ে কোনো কনফিউশান নেই..অদ্ভুত রকমের সুন্দর ❤❤❤
Darun bolechen..
RiT
valo bolechen😍
Sarmi Palit Chy 😍😍
পুনশ্চ: ভালো লাগলো, বাংলা ফাইভ ভালো লাগলে প্লিজ ফেইসবুক পেইজে রিভিউ লিখবেন।
''তোমায় ভালোবাসি না আবার বোধয় বাসি।''
এই বাক্যের মধ্যেই জীবন টা আটকে গেছে
©♥
Akdom
Right
True 💔
Same too u ☺️☺️
প্রেম নেই! বিচ্ছেদ নেই! এমন সন্ধ্যাও নেই! তাহলে শুনতে শুনতে দীর্ঘশ্বাস কেন আসলো?🙂
মানুষ সম্ভবত প্রকৃতিগত ভাবেই বিরহে সুখ খুজে পায়!🖤
হুমায়ূন আহমেদের ভাষায় যে যতো বেশি সুখী সে ততো বেশি বিরহের গান পছন্দ করে। এই কথাটা সম্ভবতো তার নন্দিত নরক বইটাতে পড়েছিলাম।
আর এইটা সত্যিই!
@@SaymaKhan-im3oe জ্বি হ্যাঁ, হুমায়ূন আহমেদের লেখা নিয়ে আপনার এই মন্তব্য বেশ চমৎকার। তিনি তাঁর লেখায় মানুষের মনের গভীরতা, বিশেষ করে সুখ ও বিরহের সংযোগ, খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার উল্লিখিত বাক্যটি তাঁর লেখায় পাওয়া যেতে পারে, এবং এটি একটি গভীর সত্যকেও প্রতিফলিত করে। অনেক সময় দেখা যায়, যাদের জীবন আপাতদৃষ্টিতে সুখী, তারা বিরহের গান বা দুঃখের কাহিনী পছন্দ করেন। এটি সম্ভবত মানুষের মনের একটি প্রাকৃতিক প্রবৃত্তি, যেখানে সুখের মাঝে লুকিয়ে থাকা বিষাদকে উপলব্ধি করা হয়।
তবে, বইটি "নন্দিত নরক" না অন্য কোনো বই, সেটা নিশ্চিত না হলেও, এই ধরনের ভাবনাগুলো হুমায়ূন আহমেদের অন্যান্য অনেক বইয়েও দেখা যায়।🖤
Right @@SaymaKhan-im3oe
ঠিক বলছেন ভাই, হুদাউ বিরহ ভালো লাগে
রাজশাহী থেকে বাসায় ফিরছি,অন্ধকার বাসের শেষের সিটে রাজকীয় ভাব নিয়ে বসে আছি,কানে ইয়ারফোন, ফোনে কনফিউশন বাজছে।আহা! কি মধুর অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো যাবে না❣️
allah na korun hotat akta accident soja jahannam🥲
জীবন-নিয়তির হিসাব মিলাতে যখন কনফিউজড তখন মধ্যরাতে ধোঁয়া ওঠা ক্যাফেইনের সাথে গানটার নরম সুরে হারিয়ে যাওয়াতে কোন কনফিউশন নেই।
শুভকামনা বাংলা ফাইভ ♡
Mahfuzur Rahman Shanto 🤘🏿thanks a lot
কি লিরিক্স 👌👌👌👌
তোমায় আমি চিনি না
আবার বোধয় চিনি......😘😘
তোমায় ভালবাসিনা
আবার বোধয় বাসি 😍😍😍😍
গান এর কথা গুলো শুনে শিহরিত হয়েছি 👍👍👍
Remake song
ভালোবাসার মানুষের অবহেলায় আসলেই মনে হয়, "তোমায় আমি চিনি নাহ,আবার বোধহয় চিনি।" এমন একটা অসাধারণ গানের জন্য অসংখ্য ধন্যবাদ।! ❤
হৃদয় কে ভাসিয়ে দেওয়াই তো একজন শিল্পীর সফলতা🎶🎶
🖤🖤🖤
শুনেন এখনো??
@@taybaturataybatura2329 প্রতিদিন
আমাকে যদি কেউ আমার শোনা সেরা ১০টি গানের কথা জিজ্ঞেস করে, যা একটানা ৫০বার শুনেছি। বারবার বন্ধুদের সাথে গেয়েছি, তারমধ্যে একটি “কনফিউশন”। এমনো হয়েছে এটা প্লেয়ারে রিপিট করে রেখেছি, টানা বাজতে থেকেছে, কিন্তু কখনো বিরক্তি আসেনি। দেখতে দেখতে আমার এই প্রিয় গানটি এখন দুই মিলিয়ন ছাড়িয়েছে! সিনহা ভাইয়ার জন্য দোআ ও শুভকামনা। তিনি সুস্থ থাকুন, আর আল্লাহ্ তাকে অনেক অনেক হায়াত দিক।
সিনা*
ভাইয়া ঘুমানোর আগে গান টা না শুনলে আমার পিনিক হয় না ঘুম আসে না 💞💞
hahaha
সত্যি অনেক অনেক ভালো
I agree with u
আমি অবাক ! সত্যি অবাক!! এত্তো ভালো একটা গান এতোদিন খুঁজে পাইনি☹️ অনেক দিন পর ফেভারিট একটা গান খুঁজ পেলাম😍❤️
Ami o
দুই বছরের ভালোবাসা হঠাৎ আমার থেকে ভালো অপশন পেয়ে চলে গেছে । আজও এখনো আগের মতোই ভালোবাসি। ধন্যবাদ ভাই এতো সুন্দর গান উপহার দেয়ার জন্য। আজ জাহাঙ্গীরনগর আপনাদের সাথে গলা মিলিয়ে আসলাম ❤🤟😊
same to me and same name
এই গানটার মধ্যে মানুষের জীবনের এমন কিছু ভাষা লুকানো আছে গানটা যত ভরি সোনা হয় কতবারই মনে হয় জীবনের কনফিউশন থেকে বের হচ্ছি সত্যি গানটা মানুষকে কনফিউশন থেকে বের করে নিয়ে আসার একটা উদাহরণ ❤❤❤
আজ প্রথম শুনলাম। শুনে ৭ জন গান প্রিয় বন্ধুকে what’s app এ শেয়ার দিলাম। ১১তম বার শুনে কমেন্ট করছি, “অসাধারন গান ও গায়কী; মন ছুঁয়ে গেছে” । 💚💚💚
Facebook থেকে lyrics শুনে গানটা শুনতে এলাম। সত্যি বলতে গানটা অসাধারণ। এই গান আরো আগে শোনা উচিত ছিল। এরকম আরও অনেক ভালো গান আমাদের উপহার দিবেন আশা রাখি❤❤।
Oi এনিমেশনের ভিডিও দেখে গানটা শুনতে আসছি 😁😁😁😁
Sam bre
সবকিছুতে কনফিউশন হলেও "কনফিউশন" গানটা প্রথমবার শুনেই প্রিয় গানের তালিকায় রাখতে কনফিউশন হয়নি। অসাধারণ গান 💯🥇
গানটা মুখস্থ আছে? একদিন শোনাতে পারবা?
আমারও কনফিউশন নেই যে এটা অন্যতম
সেরা কমেন্ট👌🏼
@@md.asadullaholi ধন্যবাদ।
Hmm viya
কিছু কিছু গানের কথা জীবনের লুকিয়ে থাকা সত্য গুলোকে টেনে বের করে নিয়ে আসে।
যতোই শুনি মনের মাঝে এই গানের লিরিক নিজে থেকেই বাজতে থাকে। টিউনটা অতুলনীয়।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনা হায় দেখি..
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে..
বইতে বইতে যেমম জল ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়..
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের..
আহা শেষের এই লাইনগুলো যেন ভিতর থেকে কেমন একটা টান দেয়, যেন অনেক কথা বলতে চেয়েও বলা হয়ে ওঠে না,,অসাধারণ লিরিক্স পূর্ণতা পেয়েছে❤
বয়স যত বাড়ে আমরা তত নীরবতার প্রেমে পড়ি ! ❤🩹
গানটা শুনতে এতো ভালো লাগে যে,
কি সুন্দর সুর দিয়ে জীবনের চরম সত্য গুলো উপস্থাপন করেছেন।আমি সত্যি ই মুগ্ধ। বারবার শুনেও তৃপ্তি মিটেনা😍😍
হুম গো
সারাদিন ধরে শুনছি ভাই, জাহাঙ্গীরনগরের অপার্থিব আলোতে এত্ত সুন্দর লাগছে লিরিক্স, বলে বুঝানোর ক্যাপাবিলিটি নাই আমার, Hats off! 💙
Osadharon
এই চেনা শহর, চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়,
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি,
আসলে কি করেছি ..
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি।
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি।
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়,
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায়,
আসলে কি বেসেছি ?
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি।
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় দেখি,
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে
ঠিক কিংবা ভুলে,
বইতে বইতে যেমন জল
ক্যামনে ক্যামনে ক্যামনে
সব এক হয়ে যায়,
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের
ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের ..
আমি ডাকি না, আমি ডাকি না,
আমি ডাকি না,
আমি ডাকি না, নাকি ডাকি,
আমি চিনি না, আমি চিনি না,
আমি চিনি না,
আমি চিনি না, নাকি চিনি।
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি,
কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি
কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি,
কাউকে আমি ডাকিনা আবার বোধহয় ডাকি
কাউকে আমি ডাকিনা আবার বোধয় ডাকি,
কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি।
Ki shundor lyrics💝
Vai copy krar icche chilo khub song ti..bt smvhb hcche na😔
❤️
🙄😱😨😰
a
কনফিউশনে ভরা জীবন!
কিন্তু গানটা নিয়ে কোনো কনফিউশান নেই..অদ্ভূত রকমের সুন্দর ..বার বার শুনতে ইচ্ছে হই,,,,,,,,,,,
এক ছোট ভাইয়ের মোবাইলে প্রথম শুনলাম। মন ছুয়ে গেল ভাইয়া। ঈদের রাতটা এই গানের সাথেই না হয় কাটুক। ঈদ মোবারক।
Same thing amio ek choto vai play korchilo, valoi laglo
পুনশ্চ: ভালো লাগলো, বাংলা ফাইভ ভালো লাগলে প্লিজ ফেইসবুক পেইজে রিভিউ লিখবেন।
এই গান দিয়ে গান শুনা শুরু করি এবং একটানা ৭-১০ বার এ টাই শুনি । অনেক ধন্যবাদ সিনা হাসান / bangla five
Loves Jewel
এই গানটার জন্য ভালবাসা ছাড়া দেওয়ার আর কিছু যে নাই♥
অনেক অনেক ভালবাসা রইলো♥
খুব ভালো লাগলো গানটা😊অনেক মনের সত্যিটা লুকিয়ে আছে❤
১.৫ বছর ধরে নিয়মিত গানটা শুনে আসছি।
একটানা ১০-১৫ বার ও শুনছি😍
একটিবারও বিরক্ত হইনি,
এমনকি এখনো প্রিয় গানের লিস্টে টপে আছে❤️
আশা করি আজীবন থাকবে
আমি ও
vai apni ki ekhno eta shunen?
এটা + খোলা জানাল
এক বন্ধু suggest করার পরে এই গান ১ম শুনেছিলাম... এখন প্রতিদিন ১ বার করে হলে ও এই গানটা শুনি.. 💞 Thank you .. বন্ধু ❣
আমার মতো ২০২১ সালে ও এসে কারা নিয়মিত শুনেন।
লাইক দিন।
৩০/০৫/২০২৪
30.5.24 🥶...... ...chattogram....kornofuly ......... . . 🥶
2024
এই রকম গান সবসময় আসে না,
কিন্তু সবসময় শোনা যায়। মাস্টার পিচ হয়ে থাকবে গান টা।
এই প্রথম কোনো গান প্রথম বার শুনতেই ভালো লেগে গেলো। ভালোবাসা নিবেন দাদা। ❤
গানটা শুনলে শরীলে অন্য রকম শিহরন আসে। প্রিয় মানুষটার মুখ সামনে ভাসে। গানটা জীবনের সাথে সম্পৃক্ত
বাহ কি ভয়ংঙ্কর সুন্দর কনফিউশন !♥️
সিনা ভাই
অনেক অনেক শুভকামনা ❤❤
তোমায় আমি চিনিনা
আবার বোধহয় চিনি
তোমায় ভালোবাসিনা
আবার বোধহয় বাসি ❤❤
Thanks for your comment and support :)
Keep listening
গানের কথা গুলো অনেক সুন্দর, গান তখনি ভাল লাগে যখন তা জীবনের সাথে মিলে যায়.....💓💓
এত্ত ভালো কেন গানটা??কমপক্ষে ২০ বার শুনা হয় প্রতিদিন 🖤
মনে হয় আমার জন্যই এই গান ❤❤ এককথায় অসাধারণ একটি পরিবেশনা
এই গানটা এতো ভালো লাগে,যা বলে বুঝানো যাবে না 💝💝💝
এতো বার যেহেতু শুনে আসতেছি,,তাই কমেন্ট টাও করে গেলাম।।।💕💕💕
কমেন্ট রেখে গেলাম...
অনেকদিন পর যখন আমরা থাকবোনা।তখন আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদের ও পছন্দের গান ছিল এটা,ঠিক তাদের মতো।তাদের সময়ে যেভাবে তারা সিগারেট এর ধোয়ামাখা সন্ধ্যায় গান টা শুনবে,আমরা ও শুনতাম আমাদের সময়ে ঠিক এমন করে ই।মানুষ বদলাবে ,সময় বদলাবে,কিন্তু গানটা থাকবে চির বসন্ত আর অনন্ত যৌবনা❤️💖
গান শুনি না অনেক দিন হয়ে গেলো..শুনতেও মন চায় না কারন,আমার মনে হয় একটা মানুষের যখন ভালবাসাটাই অভাব হয় তখন মানুষটা নিজেকে গান-সিগারেট আর চায়ের চুমুতে ব্যস্ত রাখে..তার আর অন্য কিছু ভাল লাগে না আর আমি এমন একটা মানুষ পেয়েছি যে আমাকে এত ভালো রাখছে যে আমার কোন কিছুর কমতি নেই,আমার কোন অভাব নেই তাই গান শুনতে ইচ্ছে করে না আর গান তারাই শুনে যারা ভালবাসা বাসি করে।##মূল কথায় আসি,রাত থেকে কাজের ফাঁকে ফাঁকে গানটা শুনছি এখন নিয়ে অনেক বার😁তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি😍
"তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি"
পুরো গানটাই একটা মাইলস্টোন। মনে হচ্ছে আমরা এখন মন খুলে মনের কথাগুলি বলতে পারছি।
মনে হচ্ছে বাংলা গান এখান থেকেই আলোর পথ খুজে পাবে। জন্ম নেবে এমন অনেক সুমধুর স্বাধীন গীতিকবিতা যা আমাদের সবার অনুভূতিশীল মনকে একসুতোয় বেধে রাখবে।
মিউজিক সত্যিই এমন দুর্ধর্ষ শক্তিশালী।
সিনা তোর এই গানটা আমার একজন কলিগ এতবার শুনছিলো যে আমি জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম “আপনার এত ভালো লেগেছে?” তখন আমাকে বললেন যেন কখনো দেখা হলে বলি তোর গানটা অনেক সুন্দর হয়েছে। আরো কিছু বলেছিল আমি হুবুহু মনে করতে না পারলেও এটা বুঝতে পেরেছিলাম তার গানটা অনেক ফেভারিট।
"তোমায় ভালোবাসি না আবার বোধয় বাসি" এতো কনফিউশন , এই কনফিউশন নিয়ে বেঁচে থাকার আনন্দ ,কষ্ট, অফুরন্ত ভালোবাসা।
কমেন্ট না যাস্ট স্মৃতি রেখে গেলাম...যুগ যুগ পর হয়তো কেউ কমেন্ট টা দেখে অবাক হবে যে এতো আগেও কিছু মানুষ রুচিসম্মত গান শুনতো...আর নিজের কথা বললে গানটা আজকেই প্রথম শুনলাম..এবং প্রথমদিনেই কথবার শুনছি হিসেব নাই..এক গান শুনেই ফ্যান হয়ে গেলাম...কি জঠিল লিরিক্স রে বাব্বাহ
তোমায় ভালোবাসিনা
আবার বোধহয় বাসি ❤
আহা কি লিরিক্স ❤
Just because of lack of recognition, these type of talents disappear in long gone. I’ve heard a full bengali song after such a long time and I truly hope Bangla Five stays alive forever. Great music 👍
saif rahman thanks
অতীতের দিনগুলো তাকে ভালবাসতাম বাংলা গানকে ভালবাসতাম না এবং নিজেকে ভালবাসতাম না কিন্তু মায়াবী ছেড়ে চলে গেছে এখন বাংলা গানকে অসম্ভব ভালবাসি এবং এই গানগুলো আমার মতো অসংখ্য জীবন্ত লাশগুলো বাঁচিয়ে রাখছে....! 💔😥
কনফিউশন ❤️এর মধ্যেই হারিয়ে পেলি আমরা আমাদের অনেক কাছের মানুষদের❤️
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
এমন অসাধারন একটা গান আমি এতদিন পরে শুনলাম?? এটা কই ছিল এতদিন??!! 😍😍
sm que
Same vai 😇😇
Oreh feel😌
এক কথায় অসাধারণ!! মুগ্ধতা মেশানো!! কেমন যেন একটা ঘোর আছে ❤️❤️❤️
লিজেন্ড ছাড়া এই গান কেউ শুনতে আসেনা!
সহস্রবার শোনার পর ও আবার শুনি৷ কনফিউশান সত্যিই ভালবাসার কনফিউশান 😍
অদ্ভুত সুন্দর!
তোমায় আমি চিনিনা,আবার বোধহয় চিনি....🎼
এই গান শোনার পর থেকে বহুদিন ধরে ইউটিউবে আসলে এইটাই শুনি,অন্য কিছু ভাল্লাগে না। জাস্ট লাভ😍নো কনফিউশন টু লাভ দিস ইউনিক সং🥰
এই গানটার একটাই সমস্যা শুধু শেষ হয়ে যায়.. অসাধারণ একটি গান❣️🇧🇩
RanaRana
কমেন্ট করে রেখে গেলাম😊
আমার খুব পছন্দের গান ছিল এই গানটা।
Bro are you Alive?
উফফ অসাধারণ লিরিক্স!টিউনটাও জোস 👌👌
-ঘামে জড়ানো কপাল !
-এলো মেল চুল!
-অন্ধকার ঘর!
-নেশা গ্রস্থ দেহ!
-মাথার ভিতরে ভুলতে না পারো তুমি;
-কানে হেডফোন আর কনফিউশন;
-আহা জীবন ...💔💔💔
I LOVE YOU NATASA 🖤
💔 অস্থির
@@rsrofikul thanks bro !
I feel your pain 🥺
😂😂বাপরে কি ফিলিংস😅
আগে সুস্থ হও মিয়া
এই গান টা পানির মতো।
সারাজীবন শুনলে ও টেস্ট নষ্ট হবে না, যেমনটা পানি সারাজীবন খাইলে ও ওটার উপর অনীহা আসে না!
অসাধারণ এরএকটা সীমা থাকা দরকার 🖤🖤
dhonyobad vai
@@banglafiveband অবিরাম ভালোবাসা ভাই
👍👍👍👍
আসলে ভাই সত্যি কথা বলছেন
গানটা মনের পূর্ণতা দিতে পারে না
শোনার আগ্রহ টা রয়েই যায়। অসাধারণ লিরিক গুলো 💜❤️💜
গানটা তিনদিন ধরে ইউটিউব এ আসলেই শুনি।
বার বার শুনতে মন চাই। প্রতিদিন প্রায় ২০ বার করে শুনে আসছি।
যদিও প্রথম গানটা আসার পর থেকে প্রিয় ❤️
amr mood off holei ai song ta suni..
R amne dine kotobar j suni ami nijeo jani nh..
Love you vhai for this song❣️❣️🥀
আমি প্রতিদিন ৫ বার গানটা শুনি....যখনি প্লে করি আমার সাউন্ড বক্স..এই গানটা দিয়ে আরো তার গান বেজেই চলে...সত্যি অদ্ভুত দর্শন
কি অসাধারণ একটা গান! যত বারই শুনি ততবারই আরেকবার শোনার অতৃপ্তি থেকে যায়।
গানটাতে কি যেন একটা জিনিষ লুকায়িত😍😍উফ অন্নেক ভাল্লাগছে,best wishes
😴😴ভুলে যাওয়ার ইচ্ছে নেই
সারাজীবন মনে রেখে কস্ট পাওয়ার তীব্র ইচ্ছে 😞
এভাবেই না ছুয়ে ভালোবেসে যাবো, ভালো থাকুক ভালোবাসার মানুষ 🥺🥺
It's arrogance. Love means peace. Find someone and move on.
কপি করলাম ভাই?
Most people think this once in a lifetime ... confusion - ekta situation....Awesomensi
লিরিক্স এ বাস্তব সত্যটা উঠে এসেছে। প্রিয় মানুষটার সাথে এতো বছর কাটানোর পরও মনে হয় চিনিই নাহ। আবার অনেক সময় মনে হয় পুরোটা চিনি।
কনফিউশনে ভরা জিন্দেগী।
Bt eta kno hoy?
@@traceyella2329 সাদামাটা কিছুই আমাদের ভালো লাগে না,তাই সবাই জটিল হইতে চায়
তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি 🥰
আহা লিরিক্স 🥰
এই গানটা প্রথম যেদিন শুনি, তার আগেরদিন আমার ব্রেকআপ হয়, গানটা শুনার সাথে সাথে মনের ভেতর এমন একটা অনুভূতি হয়, যা কখনো ভাষায় প্রকাশ করতে পারবোনা। একটা গান একটা মানুষের বাস্তবতার সাথে মিলে এতোটা রিয়াকশন দেয়, কখনো ভাবতেও পারিনি। এক কথায় আমি পাগল ছিলাম।
গত কয়েকদিন ধরে যেখানে সেখানে হঠাৎ করে আমার পছন্দের গানগুলো কানে ভেসে আসছে।
...আজকে বাসে করে কলেজে যাচ্ছি.... এমন সময় পেছনের সিট থেকে কেও গুনগুনিয়ে সুর তোলার চেষ্টা করছে, "....তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি।" ❤
bah, khub valo laglo ♥
প্রিয় গান যত বার শুনি নতুন করে শুনি। যত পার নোটিফিকেশন পাবো ততবার আবার নতুন করে শুনবো❤️❤️
অনেক প্রিয় একটি গান,প্রতিদিন না শুনলে ভালো লাগে না।।শুন্তেছি আর শুনেই যাবো।
🥰😍
অদ্ভুত রকমের তীব্র ভালোবাসা দিয়ে গানটা গাওয়া হয়েছে।
শুনলেই মনে হয় যেন এই গানের কোন চরিত্র হয়ে মহাঅসীমে আটকে গেছি
কেন জানি গানটা এতো বেশি ভালো লাগে😊
প্রতিদিন শুনি।
জাবি এর ৪১ ব্যাচের র্যাগ প্রোগ্রামে এই গানের সাথে পারফরম্যান্স দেখে এসে খুঁজে বের করে শুনছি। কি যে মনোমুগ্ধকর লিরিক!😍
হাহহাহা! আমারো সেইম কাহিনী। এক বড় ভাই ফেসবুকে পোগ্রামটা দিছে, সাথে সাথে ইউটিউবে এসে খুঁজে বের করলাম। মনমুগ্ধকর গান। অসাধারণ ❤
@@nayemislam6930 😂😂 ৪১ এর র্যাগ রাজা যুবো ভাইয়া গানটার অসাধারণ কভার করেছে। আগে শুনেছি কিন্তু খেয়াল করা হয় নাই। বাট গতদিন পারফরম্যান্স দেখার পর এতো ভাল্লাগছে। শুনতেই আছি কন্টিনিউয়াসলি।😁
✋🙂✋
পুনশ্চ: ভালো লাগলো, বাংলা ফাইভ ভালো লাগলে প্লিজ ফেইসবুক পেইজে রিভিউ লিখবেন।
@Taslima Mehejabin
Same here. I enjoyed that consert on live. জাহাঙ্গীরনগরের স্থানীয় ব্যান্ডরা গানটা কাভার করেছিল। কিন্তু নাম টা মনে না থাকার কারণে খুঁজে বের করতে পারি নাই। ফাইনালি পেলাম❤
এই গানটাতে জীবন আটকে গেছে!
যত শুনি ততো বেশি ভাল্লাগে।
স্মৃতি হিসেবে রেখে গেলাম, যখনই কারো লাইক পরবে আবার এসে গানটা শুনে যাবো ❤
লাইক দিয়েছি শুনলেন?
ভাই পুরাই রিদয় কাপানো একটি সং
পুরা রিদয় টা কাপিয়ে দিয়ে গেলো
এই প্রথম সুনলাম
24 February 2020,
হঠাৎ সামনে আসলো, ভাই বিশ্বাস করেন এখন পর্যন্ত আমি অন্য কোনো গান শুনতে ই পাড়ছি না
অন্য কোনো গানে যেতেই পাড়ছিনা,রিলিজ হওয়ার ১ বছর পর আজ প্রথম শুনলাম, আমার বোধ হয় আর কোনো গান শোনা হবে না আজ রাতে
Lyrics, tune, vocal! Its simply amazing Mr sina!! One of my bangla fav song!
Thanks Sin(thi)a
কনফিউশনের এই জীবনে এই গান অনেক ভালো লাগে । এই গান নিয়ে কোনো কনফিউশন নেই অসম্ভব ভালোলাগা।
গান টা অদ্ভুত রকমের সুন্দর।💜💙 এতো দিন ধরে শুনছি তার পর ও প্রথম বার শোনার পর যেই অনুভূতি কাজ করেছিল প্রতিটা বার অনুভূতি টা একই রকম থাকে💙💙💜
তোমায় ভালোবাসি না আবার বোধ হয় বাসি💔💔💔 কিন্তু গানটারে সত্যিই ভালোবাসি❤️❤️❤️
এই গানটা আমার হৃদয় ছোঁয়েছে। ফেইবরিট লিস্টে না নিয়ে পারলামনা।
It made my night! Lit👌🤘🥰
এই শহরে অনেকে আমরা চিনি আবার চিনি না অনেকে আমরা ভালবাসি আবার বাসি না অনেকেই আমরা ডাকি আবার ডাকি না এই চেনা এই ভালোবাসা এই ডাকাএইগুলার কনফিউশন থেকে বের হবার সব থেকে সহজ মাধ্যম এই গানটি ❤❤❤❤
প্রথমবার শুনেই হ্যাং হয়ে গেছি💛
Thanks for such a great song👌
U guys are just🔥🔥 \m/
এই তিনবছর এ মনে হয় তিন হাজার বার শুনে ফেলছি 🖤💥
যতো শুনি আরো বেশি শুনতে ইচ্ছে করে 🖤
#তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি🖤💥
মাটির মানুষ আমাদের সকলের প্রিয় গায়ক।তার সাথে কয়েক মিনিট সময় কাটানো আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। কিন্তু খুব আনন্দের বিষয় হলো।
সিনা ভাই গুরু আর আমার গুরু একই।
সবার প্রিয় --- সাইমুন স্যার😍
গানটা খুঁজে পেতে বোধহয়
অনেক দেরি করে ফেললাম।
একদম জীবনের সাথে মিলে যায়..❤💔
ভাই নিজের অজান্তেই চোখ থেকে এক ফোটা পানি পরে গেলে 🥲 এই গান শোনার পর 😊
জীবনটা মনে হয় এল মেল তবুও ঠিক পথে চলার চেষ্টা করি, এই গানের সাথে অনেকটা মিল আছে অসাধারণ
সত্যি গানটি অসাধারণ! বুকের ভিতর হাজার কষ্ট নিয়েও অনেকটা সস্তি মনে করছি
এই গানের অর্থ বোঝার ক্ষমতা সবার নেই।আমি আজ প্রতিটা লাইনের মানে পরিষ্কার ভাবে বুঝলাম।❤️❤️❤️
এই গানগুলোর জন্য আজও বাংলাদেশের মিউজিক ইন্ড্রাস্ট্রি টিকে আছে
লাস্ট ৮ মাস, একটা ঘোরে পরে গেছি....
রিয়েলি কনফিউশান...
ডু আই,অর নট!
প্রিয় আলবা ট্রস
আপনার জন্য ফিঙ্গারস ক্রস
তোমায় ভালোবাসি না আবার বোধ হয় বাসি💙💜💜💚
এত অদ্ভুত অনুভূতি কেন একটা গানে!!!!!
গানটা শুনলেই চোখের সামনে মুক্তমঞ্চ ভেসে ওঠে।
Loves man
কিছু গান শুনলে মন ভালো হয় না বরং খারাপ হয়ে যায়😒
মনে পরে যায় সব আগের কথা যে কথা দিয়ে কথা রাখে নি ঠেলে দিয়ে গিয়েছে এক একাকিত্বে😥
hae😞