Tore Mon Diya (Protikkhar Prohor) - Moruvumi band |Jiboner Srote | Track 09 | Official Lyrical Video
Вставка
- Опубліковано 21 лис 2024
- Listen to তোরে মন দিয়া ২ - Tore mon Diya 2 | Track 15
** • Pagol Ami | Moruvumi |... ** #moruvumi ব্যান্ড এর প্রতীক্ষার প্রহর বা তোরে মন দিয়া গানটির বিপুল দর্শক জনপ্রিয়তার পর এলো এই গানটির দ্বিতীয় অংশ যার নাম রাখা হয়েছে "পাগল আমি" !
Pagol Ami | Moruvumi | পাগল আমি - মরুভূমি |
তোরে মন দিয়া ২ - Tore mon Diya 2 | Track 15
প্রতিক্ষার প্রহর ২ - Protikkhar Prohor 2
** নতুন গান "বৃষ্টি গোলাপ" শুনতে ক্লিক করুনঃ
• Brishty Golap - Moruvu... **
তোরে মন দিয়া ।। প্রতিক্ষার প্রহর ।। মরুভুমি
অ্যালবামঃ জীবনের স্রোতে (2013)
গানের নামঃ প্রতীক্ষার প্রহর
This song was First time Released in 2009 as an unreleased track @ Radio Amar
Moruvumi's debut album "Jiboner Srote" is available on,
Release Date: 21th June, 2013
Copyright © 2013 Moruvumi. All Rights Reserved.
--------------------------------------------------------------------------------------
🔔 FULL ALBUM JIBONER SROTE OUT NOW WORLDWIDE 📣
🌐 The full Album is now available at all major stores worldwide. Add to your playlist now
▶️ melabel.lnk.to...
🇧🇩 Bangladeshi listeners Download/Listen here
▶️ GP Music: bit.ly/Jiboner...
▶️ BL Vibe: bit.ly/JibonerS...
▶️ Robi/Airtel Splash: bit.ly/JibonerS...
▶️ Shadhin: bit.ly/Shadhin...
🇮🇳 ️Indian listeners Download/Listen here
▶️ melabel.lnk.to...
Worldwide Distribution: ME Label
--------------------------------------------------------------------------------------
Audio Credits:
Produced by Moruvumi | মরুভূমি
Lyrics, Tune & Composition: Moruvumi | মরুভূমি
Audio Recording Studio: Shohortolir Guha
Mix & Master: Sunny Shohortoli
--------------------------------------------------------------------------------------
Follow Moruvumi:~
[ ] Subscribe to channel: / moruvumiband
[ ] Twitter - / moruvumi_band
[ ] Facebook - / moruvumi
[ ] Instagram - / moruvumi.band
[ ] spotify -spoti.fi/2UJvYmF
[ ] Apple Music - apple.co/3dH0HsX
--------------------------------------------------------------------------------------
Moruvumi Band Members :
Md. Shafikul Alam Saif (Vocal) সাইফ
Nazmul Hasan Sarker Plabon (Keyboard) প্লাবন
Imran Hossain Shanto (Drums) শান্ত @TheImranShanto
Md. Shahidul Alam Sujan (Guitar 1) সুজন
Md. Mahbubur Rahman Mamnun (Guitar 2) মামনুন
Nur-a Alam Ovi (Bass) অভি
Rabbikul Islam Sojib (Band Manager)
--------------------------------------------------------------------------------------
#Lyrics :
তোরে মন দিয়া ,মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে ।।
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে
তুই কি আর আসবি নারে
শূন্য হৃদয়ে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
#Moruvumi #Moruvumi_Band #মরুভূমি
প্রথমেই সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইলো ! আসছে নতুন অনেক কিছু ! আপনাদের সবার ভালবাসায় ১৪ বছর আগের গান "প্রতিক্ষার প্রহর' মাত্র ৩ বছর আগে আমাদের নিজেদের চ্যানেলে আপলোড করার পরেও আজ প্রায় ১ কোটি+ ভিউ ! আপনাদের ভালো লাগার অভিমত গুলো এই কমেন্ট এর নিচে (reply) লিখুন । আর ১কোটি + ভিউ হলেও আমাদের Subscriber খুবই কম, তাই প্লিজ Subscribe করুন এখুনি !
আমাদের সকল রেগুলার আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো দিয়ে সাথে থাকার আমন্ত্রন রইলো ঃ facebook.com/moruvumi
Done bhaia, etogulo bochor por abar shunte elam, truly old is gold❤
❤️👌
গানটা শুনি সেই ২০১৩ থেকে ❤
ভালোবাসার গানগুলোর মধ্যে একটি 💝 সেই 2019 সালে প্রথম প্রেমে পড়ি এই গানের
সাল টা ছিলো ২০১৩। মাস ছিলো জানুয়ারি। খুব ঠান্ডা। একটা ছেলে নাম তার সবুজ। যাকে ভালোবাসত সে আমি। সে খুব ভালো গিটার বাজাতো। আমাকে এই গান টা হাজার বার শুনিয়েছিল ও। ওর গানের সুর শুনে আমি তার প্রেমে পড়ে যাই। বয়স টা খুব কম। ক্লাস ৭ এ পড়ি। সে অনেক ভালোবাসতো আমায়। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করি ২০১৫ ডিসেম্বর এ। আলহামদুলিল্লাহ সুখের সংসার ❤❤। এখন একটা মেয়ে ও আছে আমার। সে মাঝে মাঝে এই গান এখনো শুনায় আমায়। ধন্যবাদ আপনাদের এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤❤
বাহ ❤️
Ami amon akta situation a aci 😢 allah jane sehes ta kmn hoy😢
@@RkKobita-nl6fo congratulate apu,, 💟duya roilo apnr jonno,,, apnader retation onk valo laglo
@@husnaraakter4203 hoito khrap hobe cause ai generation a truelove bole kisu hoi nha ....
@@RkKobita-nl6fo অসাধারণ 💙✨
জন্ম নিয়ে মরিতে হয়..
বছর শুরু হলে শেষ হয়..
কিন্তু আজ এই গান টা শুনে একটা কমেন্ট করে গেলাম এইটার কি মরন হবে?
প্রিয় একটা গান 🤟
@@ItsRobin_0.2 kokhonoy naa
একটা গান ক্রিয়েট করতে আপনাদের যতটুকু পরিশ্রম এবং খরচ হয় সে তুলনায় তার বিনিময়ে খুব কমই পান আপনারা। তবে কিছু সত্যিকারের audience পেয়েছেন। আপনাদের "সৃষ্টি" আপনাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে।
❤️❤️🙏❤️❤️
ভালোবাসা রইলো বাংলাদেশের প্রতিটি ব্যান্ড দলের জন্য ❤️❤️❤️
Right bro
0
সম্নান ও ভালো ভাষা চিরস্থায়ী ওনার দের জন্যে থেকে জায় 💓💞💕
এক ফেসবুক ফ্রেন্ডের প্রোফাইল ঘাটতে দিয়ে এই গানটা চোখে পড়লো,গানটা শেয়ার করা ছিলো!আগে কোনোদিন শুনিনাই,ফেসবুক ফ্রেন্ডের প্রোফাইল থেকে দেখে শুনতে এলাম!
আসলেই মাস্টারপিস!গানটার প্রেমে পড়ে গেছি❤❤
Ai gaan ta goto bochor theke ai porjonto onk bar shune felechi....joto bar shuni toto bar ii mone hoy ai gaan er moto r gaan hoy na... Sotti oshadharon
প্রত্যেক ব্যন্ডে তাদের ক্যারিয়ারে জীবনের শেষ সময়ে গিয়ে হলেও একটা মাষ্টারপিস গান বের করতে সক্ষম হয়। কিন্তু আপনারা ক্যরিয়ারের শুরুতেই তা আমাদের উপহার দিয়েছেন। নিঃসন্দেহে এটা একটা মাষ্টারপিস 💜💜
You know What ? ??? This song was First time Released in 2009 as an unreleased track Radio Amar
Thanks😘
Sotti❤️
Llllmlmllmmmmmmmmmllmmmmmmmmppnnmnnmmmmbnnnnnnppnnnnnnnnnnnnnnnnn
Nn
Nn
Nnnnnnnnnnnnnnnn
Nnnnnnnnnnnnnnnn
❤️❤️❤️
সতি বলতে,আমার মত কিছু কিছু মানুষের মনে দাগ কাটা এবং একান্ত গান এটি....
ধন্যবাদ কর্তপক্ষকে,যারা অক্লান্ত শ্রম এবং মেধা দিয়ে গানটি উপহার দিয়েছেন।
শুধুমাত্র একটি গান গেয়ে একটি ব্যান্ড কিভাবে বিখ্যাত হতে পারে তার জলন্ত উদাহরণ 'ব্যান্ড মরুভূমি'।
❤
ওরা বলেছিল, না পাওয়ার যন্ত্রণা সারাজীবনের। ওরা কেউ বলেনি, পেয়ে হারানোর যন্ত্রণা জন্মান্তরের!!😊🥀
🖤
Hm vi jar haray shei buje kosto namok pakhir kanna
Opurnotr mje j jontrona setatai valobasar sarthokota, vlo thakuk na howa valobasa.
Thik vai
@IsmamaSawda ha go
কেউ গানটা সুনতে আসলে আমার কমেন্ট এ একটা লাইক দিয়ে জাইয়েন। যতবার নোটিফিকেশন আসবে ততবারই গানটা শুনব
শুনবেন তো
Lagbo na suna.Valo lagle amniy sunte asben😊
খুব সুন্দর একটা গান😢😢
Asun vaiii arekarbar sune Jan 🍁🥀
Jibon ar sathe song tar Mila gase 2024 ar January 14 tarik my bike accident a but my love person gone
ব্যান্ড প্রজন্মের শেষ দিকের এমন একটি ব্যান্ড এই মরুভূমি, যার অনবদ্য সৃষ্টি ছিল এই গানটি। এক কথায় ভিতরটা কাঁপিয়েছে সব সময় গানটি। 💔 আরেকটা কথা না বললেই নয়, শেষের অন্তরায়ের আগের গীটার বাজানো এক কথায় অসাধারণ।
** নতুন গান "বৃষ্টি গোলাপ" শুনতে ক্লিক করুনঃ
ua-cam.com/video/58KpEw054V4/v-deo.html **
কিছু গানের কখনও মৃত্যু হবে না। তার মধ্যে এটি একটি।ধন্যবাদ আপনাদের সবাইকেই এত সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য।
স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে বা শুনবে, তখন কেউ লাইক দিলে সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে, তা দেখে আমি তোমাকে ভেবে আবারও শুনবো প্রিয় এই গান টা।
😭😭😭😭😭😭
Oshadharon
😢😢
স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো এই হৃদয় ছোয়া
বাহিরে বৃষ্টি, অন্ধকার রুম, প্রিয়
মানুষের দেওয়া স্মৃতি, পছন্দের গান
জীবন এখানেই সুন্দর !😇🫶🥀
❤
@@rafi6479 জীবন ভয়ংকর সুন্দর
কি অদ্ভুত এই জীবন ☺️ গানের সাথে কি অদ্ভুতভাবে জীবনের মিল পাওয়া যায় 💝
Right brother 🙂🌸❤️🩹
👋
@@anconcosta9810 humm vai 💔
রাত ১০ টার পর ছাদের উপর একলা বইসা আকাশের দিকে তাকাইয়া শুনতে ভালোই লাগে। এইভাবে যে কতবার শুনা হয় এই গানটা তার কোনো হিসেব নেই। ওয়ান অব দ্য মাস্টারপিস ।
গাঁজার দোম মেরে
bhai nahole apu wasrome bose sonban tahole balo lagbe
@@freecomedyteams12 😂😂
Same vai akhn ami chade boisa ganta sunci
@@Foysalkhan-wc7is sob i pata r doya🤫
এইগুলো গান নয় , একেক'টা লিরিক্স একেক রকমের অনুভূতি ভাই।
❤️
গান হইলো আত্মার খোরাক,
অনেক আগে থিকাই গানটা শুনে আসতাছি,তবে এই প্রথম কমেন্ট করা❤
মন দিয়াই মন কেড়ে নিছেন ভাই, গানটি একদম সরাসরি হৃদয়ে স্পর্শ করে। এত পুরোনো গান এখনো বেঁচে আছে এখানে, এইভাবেই কোটি কোটি মানুষের মুখে মুখে চলতেছে গানটি। বেঁচে থাকুক গানটি, কখনো হৃদয় ফুরায় না এই গানটি শুনলে। বারবার শুনতেই ইচ্ছা করে, গানটি যেই লিখেছে, তার মায়ার কৃতিত্ব অনন্য। আর যে সুর দিয়েছে, অসাধারণ ভাই। কত মায়া করে গাইছে গানটি। সত্যি এরকম রক মিউজিক অনেক ভিন্ন। ভিন্ন স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ। 🙏❤
২৬ তারিখ ১৪ তম গান "বৃষ্টি গোলাপ" 🌧️🌹
গানটা গতকাল রাত থেকেই মাথায় ঘুরছিলো, এবং অতীতের কথা গুলোও মাথায় ঘুরপাক খাচ্ছিলো, ভাবছিলাম সকালে উঠে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিবো, কিন্তু সকালে আর মনে ছিল না। এখন ইউটিউবে ডুকতেই দেখি গানটা চোখের সামনে এসে গেছে
Amar o hoy majhe majhe emon
সেম টু
রাত ২.১০ মিনিট। বিরোহ বিচ্ছেদ ঘটে যাওয়া আর দৈনন্দিন জীবনের বিভিন্ন কষ্টের মাঝে হঠাৎ মনে পড়ল গানটির কথা ❤❤ best song of this band ❤🎉
জীবন্ত গান একটা ভাই ❤🔥
একবার শুনলে ২০ বার শুনে ফেলি 💞😘
I really like tore mon dia 💝✨
hmm right 100%
তাইতো বলি প্রতি মাসে লাখ লাখ ভিউ কারা করে !!
Bhai 2024 generation e aisa polapain ekhon ei sob gan e posondo kore take love brother ❤
স্মৃতি রেখে গেলাম অনেক বছর পর, হয়তো আমরা কেউই থাকবো না কিন্তু গান থেকে যাবে 😊
আহাঃ কি গান ❤️
ভিতর থেকে অন্য রকম অনূভুতি আসে🙂
একটা সময় ছিলো অনেক বেশি শুনতাম 😍
এখন কার জেনারেশন এসব গান বুঝতে পারেনা🙏
মিস করছি ২০১৪ সময়টা, অনেক স্মৃতি জড়িয়ে আছে 🤐
18 yr hoitey bujhi vhai
2024 💔😅
গানটা কেউ কী ভোর বেলায় শুনছেন
সাউন্ডবক্সে। এক অন্যরকম ফিল দেয়। আর এই গানের কন্ঠ অন্যকেউ সারাজিবন চেষ্টা করলেও গাইতে পারবে না💖💖💖💖💖
thiki
যারা এই গানটি সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি
রাত ১০ টার পর ছাদের উপর একলা বইসা আকাশের দিকে তাকাইয়া শুনতে ভালোই লাগে। এইভাবে যে কতবার শুনা হয় এই গানটা তার কোনো হিসেব নেই
অসাধারন যত শুনি ততোই ভালো লাগে। গিটারিষ্টকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য। সব মিলিয়ে অনবদ্য একটা গান।
আমার জীবনের সবচেয়ে সেরা সময়ের সাক্ষী এই গান। ওই সময়গুলোকে ভোলাও সম্ভব নয় আর এই গানকেও ভোলা সম্ভব নয়।। ধন্যবাদ এই সুন্দর সৃষ্টির জন্য। আর আমার সুন্দর সময়গুলোকে আরো রঙিন করার জন্য।
বাংলা ব্যান্ড কি জিনিস তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মন ছুয়েঁ যায় প্রতিটি লাইন 💗🤘
.
Amr prio manustar jnno ai chritita rekhe gelam janina se dekhbe kina amr ai comment ta..( 28.12.2020 ).😢😢..kew jkhn like dibe tkhn abr ai gaanta sunte asbo😞😞😞😞
জিবনে অনেক গান শুনা হবে গাওয়া হবে কিন্তু এই গান টা সব সময় সবার ওপরে থাকবে
All time fav song❤
বলার মতো বলতে পারলে,কয়েক শব্দের মাধ্যমে মনের কথা প্রকাশ করা সম্ভব, এই গানটাই তার বাস্তব প্রমাণ।
অক্লান্ত ভালোবাসা রইলো প্রিয় গানটা ও যার স্মৃতিচারণে গানটা শুনা হয় সেই প্রিয় মানুষটার প্রতি❤
বেলকুনি+অন্ধকার রুম+কানে হ্যাডফোন+রাতের আকাশ+প্রিয় মানুষ!!🌼
আর এই গান! 🌸
Shatha akta smoking 100
Ar sigaret 🥰
ফিরে গেলাম আবারো জীবনের সৃতিমাখা ৫ বছর পিছনে,, 😢😓
''ভালো থাকো আমার ভালবাসা'',,
Thanks a lot ''তরে মন দিয়া team "
দাদা অনবদ্ধ একটা গান! বিশ্বাস করুন প্রথম শুনলাম তবে পর পর ৩ বার শুনলাম... ❤️
গানটার নাম দেখে একদিন ডাউনলোড করে ফেলছিলাম,,তখন একবার শুনেই ভালো লেগে যায়,,,মোটামুটি মুখস্থ এখন 😅ইউটিউবে সার্চ দিয়েও শোনা হয় ❤️🥰...
গানটি আসলেই সেরা একটা গান ❤🔥
কিছু গান জীবন থেকে নেওয়া এটা তেমনই একটা গান আহা কি সৃষ্টি গানের কথা আর সুর হৃদয়ে দাগ কেটে যায় 😢
সৃতি রেখে গেলাম,,😢কেউ এসে গানটা শুনে আমার কমেন্ট লাইক দিলে আবার গানটা শুনা হবে😅
Shuno ashe 😥❤️🩹❤️🩹
Vai suna Jan Abar 🤗
Asen
🎉
💔💔💔
এই গানের এক একটি লাইন জুড়ে শুধু আবেগ রয়েছে!
আগে ভালো না লাগলেও এখন নিয়মিত শুনি 💔
গান টি শুনলেই বোঝা যায় হাজারো জীবন্ত লাশ এর সাথে এই গান টির মিল আছে ☺️
ধন্যবাদ এমন সুন্দর একটি গান উপহার দেবার জন্য ❤❤
আহ এসব গান ফেলে মানুষ হিন্দি গানে কি পায় যখন আমাদের দেশেই এতো ভালো ব্যান্ড আছে 💝🥀
ভালোবাসি মরুভূমির সকল মেম্বারদের ❤️💝
এ গানটা আমি প্রথম শুনি আমার এক ছোটো ভাইয়ের কন্ঠে। ২০০৯ এ, সে রেকড করে রেখেছিলো। এরপর আমার সে ভাইটা আত্মহত্যা করে। সে এতো ভালো গেয়েছিলো সবাই শুনলে অবাক হবে। এ গানটার সাথে আমার খুব ব্যাথারর এক আবেগ জড়ানো। আমার ভাইটার গাওয়া সে রেকড এখনো আমার কাছে আছে।
প্রতিটি জীবন্তলাশ কে জাগিয়ে তুলছে thanks মরুভূমি ব্যান্ড❤️🔥
love you bhai. big fan
একটা গান একটা ব্যান্ডকে কতটা বিখ্যাত করতে পারে তাদ উদাহরণ এই মরুভূমি ব্যান্ড💙
আমার লাইফের সব থেকে প্রিয় গান মাঝে এটা একটা ধন্যবাদ আপনাদের কে এমন সুন্দর একটি গান উপহার দেওয়া জন্য 🖤🖤
আপনাকেও ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য ❤️
মধ্যরাত + ভাই এর গান + হেডফোন + ফুলসাউন্ড + পুরানো স্মৃতি + সিগারেট = আহ কি শান্তি ❤️🔥❤️🩹
প্রথম শুনে ভাবসিলাম গানটা হয়ত কোনো কিংবদন্তি গীতিকারের গানের ট্রিবিউট... একবিংশ শতাব্দীতে এসেও এমন গভীর ভাবাত্মক হৃদয়স্পর্শী গান কিভাবে লিখলেন, কিভাবে গাইলেন, কিভাবে সম্ভব? অসাধারণ, অসাধারণ....
@@abirahmed3480 সুন্দর ও অনুপ্রেরণা মূলক মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা
হারিয়ে যাওয়া হাজার স্মৃতি নাড়া দেয়ার জন্য এই একটি গানেই যথেষ্ট! 💕💕💕💕❤️❤️❤️❤️
আমি ৬০ বছর বয়সে ছেলে মেয়েকে বলতে পারব , মরুভূমি নাম ব্যান্ড আমার মনের কথা বুঝতে পারত আর তা গান হিসেবে বলত❤❤
Good luck vaiya ❤
আমার শুনতে পাওয়া সবচেয়ে ভালো গীটার টিউন মনে হয় এই গানে আছে
একাধিক বার শুনতাম তবুও কখনো বিরক্ত লাগতো না।
আরো বেশি শুনার ইচ্ছে হতো ❤
আহা😢
কি নিদারুণ নিষ্ঠুর তিব্র স্রোতের মতো ব্যাথা, যে ব্যাথা পাচ্ছি তুমিও তার অংশীদার হয়ে থেকো আজীবন। অভিশাপ না ভালোবাসার মানুষের জন্য দোয়া রইলঃ এই তীব্র ব্যাথা তুমিও যেনো বুকে নিয়ে বেড়াও মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত💔🥹🩹
🥹🥹
Aj theke 10 bochor poreo ei gan sunbe manus 😅😅
সত্যিই অসাধারণ একটা এই গাটনা. প্রাই ২০ -৩০ বার শুনা হয়েছে যতো শুনি ততই শুনতে মন চায় পুরাই অসাধারণ
বাংলা গান এর মদ্দে আমার সবথেকে প্রিও গান এটা ভালোবাসা অভিরাম love with Moruvumi Band❤😊
গানটা যতবার শুনি ,ততবারই এক নিরুদ্দেশের রাজ্যে মনে হয় যেন হারিয়ে যাই।অনেকগুলো রাতও কেটেছে,প্লেলিস্টে শুধু এই গানটাই বেজেছে ফোন বন্ধ হওয়া পর্যন্ত ❤
তোমাকে পেলে হয়তো এই গানটা শোনাই হতো না
Love You Moruvumi Band❤ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য 💝🌹😊
বাটন মোবাইলের আমল থেকে এখনোও শুনছি, শুনেই যাচ্ছি।
লাভ ইউ মরুভূমি
আমিরাত প্রবাসী
এই গান শুনলে তার কথা মনে পড়ে যায়! আজ দুইজন দুইজনকে ভালোবাসলেও কতশত বাধার জন্য আমরা আলাদা, ভালোবাসা না থাকলেও একটা শান্তনা থাকতো মনে! যে না সে আমাকে ভালোবাসেনি, কিন্তু এত ভালোবাসার পরেও কেন এমন! ভাগ্য সতিই বড় অদ্ভুত :')
২০২৩ এ এসেও গানটির ভক্তদের দেখতে চাই❤
kew na
2024
৬ -৭ বছর ধরে শুনি এখনো প্রিয় গানের তালিকায় আছে।আর কেও গান গাইতে বললে এইটাই বলি কারণ এইটাই মুখস্থ।❤️❤️
গানটা আগে কখনো শোনা হয়নি কিন্তু হঠাৎ করেই সামনে আসলো আর এতটা ভালো লাগলো ১০ বার এর বেশি শুনে ফেললাম আর মনে পড়ে গেলো এক সুহাসিনির কথা 🙂💔
প্রথম শুনেছিলা আমার এক বন্ধু গিটার দিয়ে যখন সুর তুলেছিল! একবার শুনেই প্রেমে পড়েগেছি গানটার!
বেঁচে থাকুক গানগুলো হৃদয়ে ❤️🩹🌸
ধন্যবাদ জানাই তাকে যে ছেড়ে গেছে
সে না চলে গেলে হয়ত এই লিজেন্ডদের মনের আর্তচিৎকারের কথা শুনাই হত না
Love you boss
চচটচচটজজজজচ
🎉চচ৬৭৬৬😂৬চ৪৫টট
** নতুন গান "বৃষ্টি গোলাপ" শুনতে ক্লিক করুনঃ
ua-cam.com/video/58KpEw054V4/v-deo.html **
সত্যিই তরে পেয়ে গেলে এত সুন্দর একটা গান কখনোই শোনা হতো না 😅
মনে
মনের আগুন মনেই জ্বলে রে 😥😥😥
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না প্রিয় 🥰 স্মৃতি রেখে গেলাম.!!! যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয় 🥺💔
শুনতে আসেন
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর একটা গান সোনা হতো না প্রিয় স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনবে😢
Like টা দিয়ে আবার মনে করায় দিলাম …গান টা শোনার জন্য
অনেক বছর পর হঠাৎ শুনলাম প্রিয় ব্যান্ডটির গান। আবারো ফিরে গেলাম পুরনো সেই দিনগুলোতে যখন জীবন ছিলো সহজ, যান্ত্রিক জটিলতা থেকে দূরে...আবেগের তাড়নায় প্রেমিকার কষ্ট বুকে নিয়ে এই গান শুনা হত প্রায়ই....
Valobasha roilo ♥️
গিটারিস্ট এর প্রতি বিনম্র শ্রদ্ধা, ডেভিড গিলমোর লেভেলের বাজাইসে 🙏
প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হতো নাহ ☺সৃিতি রেখে গেলাম কেও যখন গান টা শুনতে এসে লাইক দিবে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো☺💔
😒😆
Same
4:36
Vai 😊
Ak kotay osadaron ❤
Love this song 🤩
Ai gen gulor kea bole kodor ni jara gen buje tader kase agula sudu gan e noy abk vlobasha shob ❤
এই একটা গান কি যে বানাইলেন ভাই
just speechless man ❤
This is the real.. Master piece ❤🎉
বিচ্ছেদ বা বিরহ যন্ত্রণার সাথে একটা সময় নিজেকে মানিয়ে নিতে হয়, হয়তো উপভোগও করতে হয়।
বিচ্ছেদ যন্ত্রণার দৃষ্টান্ত যুগের পর যুগ তৈরি হতে থাকবে , হয়তো জগতের অন্যান্য ঘটনার মতো এটিও একটি অংশ, তবে খোদা কেন তুমি এই কোমল হৃদয়ে বিচ্ছেদের মতো নিষ্ঠুরতম ঘটনার জন্ম দিলে😢
জীবনের দেখা সেরা একটি গান ☺️🫶
সে আমাকে ছাড়ার 4 মাস হলো ইউটিউব স্কল করতে করতে গানটা চোখে পড়লো, গান টা শোনার পর তাকে অনেক মিস করছি, কমেন্ট টা রেখে গেলাম, যখন কেউ এটাতে লাইক করবে, তখন আবার এসে শুনবো😢
প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না ☺️সৃতি রেখে গেলাম কেউ যখন গানটা শুনতে এসে লাইক দিবে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো- 😇💔
😅লশ শশ৷ শশশশশশঢ়শ।।৷ শ ন৷
Sunen abar vai😢
Asen vai
আবার আসেন ভাই আমিও আসছি একজন এর কথা মনে পড়ছে তাই💔🙂
Asen vai abar suni
কেন জানি তার স্মৃতি টা আজকে হুট করে মনে পড়ল তাই গান টা শুনলাম।।। হায় রে জীবন....! 😅
@@nomanmahin8400 ওকে বাই
2 টা বছর Dubai 🇦🇪 ছিলাম আমি।
তখন সারাক্ষণ শুনতাম ! 😍 এখন Saudi Arabia 🇸🇦 এখন ও শুনি 🌹 Masterpiece 🤙
চোখ এ টলো মলো পানি😢 আর মনের ভিতর ভালোবাসার মানুষ কে না পাওয়ার আগুন নিয়ে আমার এই ১ মাত্র গান যা আমার জীবন এর প্রতিটা স্মৃতি সাথে জড়িত ।
এই গানের Best লাইন
তুই কি আর আসবি নারে সুন্দর এ মনে 😢
যেই কয়বার শুনছে কান্না করছি নিজেকে কন্ট্রোল করতে পারিনি
thanks a তোরে মন দিয়া টিম ❤
🥰🥰🥰🥰🥰🥰🥰
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়😊 স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি তোমায় ভেবেই আবার শুনবো প্রিয়😊💔😅
বয়স কত তোমার?
আমার জীবনে এই রকম একটা গান উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই 🤝🤝।
ভাই আমি জাহাঙ্গীর, টাংগাইল 💕
কোন থানা?
প্রহর গুনি তোর আশাতে আসবি তুই আমার বুকে ,তুই কি আর আসবি নারে শূন্য হৃদয়ে 😔 this line 💔
প্রতিটি লাইন এক এক টা বেদনার কথা মনে করিয়ে দেয়, যা বাস্তব অভিঙ্গতা থেকে অর্জন। মরুভূমির এই মাষ্টার পিস গান টা প্রজন্মের পর প্রজন্মে বৃদ্ধামান থাকবে।
Etodin pore shunlam ami???
Shei shei 👌
আগে এই গান গুলো বুঝার বয়স হয়নি তখন ভালো লাগতোনা কিন্তু এখন প্রত্যেক টা লাইন অনুভব করা যায়🙂
Same 😅
প্রতিদিন একবার হলেও শুনি!❤️🩹
ভালোবাসা মরুভূমি ব্যান্ডের জন্য, এতো সুন্দর করে মনের ব্যাথা গুলো প্রকাশ করে দেওয়ার জন্য! 🍁
বিচ্ছেদ নিয়েই আমাদের জীবন। কিন্তু বিচ্ছেদ কাটিয়ে যারা নতুন হয়ে উজ্জীবিত জীবন নিয়ে পুনরায় শুরু করতে যানে তারাই প্রকৃত সফল।
জীবনে আমরা অনেক কিছু সহজে পেলে ব্যপক সম্ভাবনা থাকে যে অলস হয়ে যাই। আমরা তখন কষ্ট করাকে অপছন্দ করি এবং কষ্ট পাওয়াকে ভয় পাই।
কঠিন বাস্তবতা হল আপনি কষ্টের সময়ে, ব্যর্থতার মধ্যে যত বেশি সিরিয়াস ভাবে চেষ্টা করতে পারবেন তত বেশি সাফল্য আসবে, তত বেশি এগিয়ে যাবেন জীবনে।
আমার বড় ভাই গিটারে এই গানটা গাইতো
আমি তখন ছোট ছিলাম-আমি ভাবতাম ধুর কি সব গান গায়,,এখন বড় হয়ে এই গানটাই আমার ফেভারেট গান হয়ে গেছে 🙂🎀
মালয়েশিয়ায় আছি বর্তমানে হঠাৎ করে মাথার মধ্যে কেমন যেন গান টার কথা স্মরণ হলো অনেক পুরনো স্মৃতি আছে গানটার মাঝে 😢
আহ সেই রাত্রির কথা মনে পড়ে গেল, তার সাথে অনেক স্মৃতি জড়িত বিকালের কথা মনে পড়ে গেল।😞😓🖤
Hmm onnek kosto jory ase gan tar maze.😥😥😥😥
রাত ৮ টা,,পুকুর পাড়ে একা বসে আছি,ফোনের ওয়ালপেপার এ তোমার ছবি ভাসছে,হাতে একটা কিং পেপার,, সাথে গান টা চলছে😊ভালোথাকুক ভালবাসা❤️
This song dedicated my Allo my mine. তুই কি আর আসবি না রে শূন্য হীনা এই মনে 😇
এই গানটা শোনার পর থেকে আমি মরুভূমি ব্যান্ড এর ভক্ত হয়ে গেছি,,,,,, 🥰
গানটি যতবার শুনি একটা অতৃপ্তি থেকে যায়। মনে চাই বারবার শুনি।
শুভকামনা রইলো আপনাদের প্রতি
Amar life ER first kothao comments kora
Sudhu eta jananor Jonno je ei song Ami matro 16k views theke start korechilam Khub joldi 100k hote cholche.....
Pocchondonder chilo ache thakbe and advance congratulation for 1lakh views mourovumi band ....
It's midnight, Tore Mon diya playing in background on repeat, a packet of cigarette, her memories.....Perfect Combo❤
- এমন কোন রাত নাই যে রাতে আমি এই গান টা শুনি ' না ' আপনারা যখন ১০ বছর আগে গান-টা লাইবে গাইছেন ' ওই গান-টা আমি ' আরো ৪ বছর আগে থেকে শুনতাম ' কিন্তু কখনো কিছু লেখি নাই ' কিন্তু আজকে লেখতাছি আমার প্রিয় মানুষের কথা বেশিই মনে পড়তাছে ' আমি এমনিতে দেশের বাহিরে থাকি তাই দিনে তেমন একটা বাংলা ব্যান্ড মিউজিকের গান গুলো বেশি একটা শুনা হয় না ' তবে আমি রাতে সব গান শুনি...! 🙂
সৃতি রেখে গেলাম আগামী জেনারেশনের কাছে আমি রাত ৩:৩০ মিনিটে বসে এ-ই গান শুনেছি সৃতির মায়া জালে জড়িয়ে পড়ি