দুই বন্ধু ও Banaras | Ganga Aarti | বেনারসের চাট ও মিষ্টি | new Kashi Viswanath corridor

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2022
  • দুই বন্ধু ও Banaras এই ভিডিওতে আপনারা দেখবেন আমার আর পৃথ্বিজীৎ এর এক সন্ধ্যা আর এক সকাল বেনারস এ বেড়ানোর গল্প| থাকবে Ganga Aarti, বেনারস এ চাট আর মিষ্টি|
    সেই সাথে থাকবে নতুন তৈরী হওয়া Kashi Viswanath corridor.
    Hotel: dwivedihotels.business.site/
    Previous episode, journey from Howrah to Varanasi Junction • 12333 Vibhuti Express ...
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    UPI ID : shibaji.paul@oksbi
    Buy me a Coffee
    www.buymeacoffee.com/explorer...
    PayPal: paypal.me/explorershibaji
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Action Camera1: amzn.to/3q34S8R
    My Action Camera2: amzn.to/37KUDiK
    My DSLR: amzn.to/2J6lV8V
    My lens: amzn.to/2G20XHf
    Gorilla Pod: amzn.to/35FjH7Y
    Tripod: amzn.to/31LkTpz
    amzn.to/3kx3LuJ
    Mic 1: amzn.to/34vNrVG
    Mic 2: amzn.to/2TtBg5m
    Mic 3: amzn.to/35Ab3b3
    Mic 4: amzn.to/3osoB0R
    External drive SSD: amzn.to/3ml4Oyo
    Memory Card for GoPro: amzn.to/3e0sYLL
    Memory Card for DSLR: amzn.to/34wIgVG
    My Laptop for editing: amzn.to/2G1egYm
    Ring Light: amzn.to/2J6mi3j
    My backpack 1: amzn.to/3muLuz3
    My backpack 2: amzn.to/2Tuu5do
    My sunglass: amzn.to/3os3vj7
    Earbuds: amzn.to/3mnTtxK
    Coffee I always prefer: amzn.to/3mjOQoi

КОМЕНТАРІ • 1 тис.

  • @trailokyamukherjee5799
    @trailokyamukherjee5799 Рік тому +20

    শিবাজী দা, পায়ে পায়ে 5000 থেকে 211K😊 , জমে গেছে। পৃথ্বীজিৎ দা হল আপনার সব চেয়ে ভালো ভ্রমণ সঙ্গী। আপনাকে পুরো complement করে।
    জয় বাবা বিশ্বনাথ।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому +14

    বাবা বিশ্বনাথ ধামকে নতুন ভাবে দর্শন করে খুব খুব সুন্দর লাগল ও মুগ্ধ হয়ে গেলাম। জয় বাবা বিশ্বনাথ। ওঁ নমঃ শিবায়। 🙏🙏

  • @bananichakraborty231
    @bananichakraborty231 Рік тому +22

    দারুন সুন্দর লাগছে দেখতে, বারাণসী হিন্দুদের পবিত্র তীর্থস্থান 🙏💓💓মা গঙ্গা এর আরতি দেখলেই মনটা ভালো হয়ে যায় 🙏🙏🙏💓💓

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Рік тому +4

    দারুণ দারুণ দারুণ, শুধু দেখি আপনার ভিডিও............. আর অন্তর থেকে উপলব্ধি করি। আমার আর কোনো কথাই আসে না। মনেহয় মনটা তখন সম্পূর্ণ ভাবে আপনার চলমান ছবি ও আপনার কথার মধ্যে ডুবে যায়। আপনারা দুই বন্ধু খুব ভালো থাকবেন।

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl Рік тому +40

    প্রান জুড়িয়ে যাওয়া episode!!....কি নেই!!??. ..যেন সবই আছে" দুই বন্ধু ও বেনারসে" আরতীর সময় instrumental background music দুর্দান্ত!!......জয় বাবা শিবাজীনাথ!!🙏👌🌹👍💞🌷🙏

    • @sujatamukhopadhyay7584
      @sujatamukhopadhyay7584 Рік тому

      Dada aapnara 🍅 tomato Chaat try korte parten....amader khub bhalo legechilo.

    • @supriyasanyal3020
      @supriyasanyal3020 11 місяців тому

      Thhik bolechhen... Benaroser tomato chat... Uff!!! Darun khete

  • @kaushik_chandra_mandal
    @kaushik_chandra_mandal 2 місяці тому +1

    17:1 om Jay jagadish hare 🥹♥️......my favourite song's tone ✨♥️♥️

  • @debashishganguly7408
    @debashishganguly7408 Рік тому +26

    বাংলাদেশের একটা খুব common কথা হল "কোন সমস্যা নাই "। হাজার সমস্যা হলেও এই কথা শুনতেই হবে।

  • @saikatbosesvf2983
    @saikatbosesvf2983 Рік тому +16

    ভারত তথা পৃথিবীর অন্যতম প্রাচীনতম শহর এই বেনারস। ❤️👌

  • @bidishadas907
    @bidishadas907 Рік тому +17

    ইতিহাস ফিস ফিস কথা কয়, দিন বদলায়, রং বদলায়, মন তবু খোঁজে জন্মভূমি!
    Too good 👍🏻

  • @koustavsarkar8058
    @koustavsarkar8058 Рік тому +1

    আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলাম (2000-2002)। বছর কুড়ি পরে আপনার ভিডিওতে বেনারাসকে দেখে খুব ভালো লাগলো। বেনারস শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার সত্তরোর্ধ মা সর্বদা আপনার ভিডিও দেখেন এবং খুব আনন্দ পান। আমারও আপনার ভিডিওগুলো বেশ ভালো লাগে। একমাত্র সায়েন্টিফিক কনফারেন্সগুলো ছাড়া সময়াভাবে আমার সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই আপনার চোখ দিয়ে সারা ভারতবর্ষ দেখা হয়ে যায়। খুব ভালো থাকবেন।

  • @anjanaroy6506
    @anjanaroy6506 11 місяців тому +2

    দুই ভোজন বিলাশি কে অনেক ধন্যবাদ খুব মজা পেলাম খাবার গুলি ও ধন্য হল

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 Рік тому +5

    আপনারা পুরো ভীরু আর জয়।।।। একেবারে হরিহর আত্মা।।।।। চালিয়ে যান দাদা।।। আমরা সাথে আছি।।।।

  • @arindamdas239
    @arindamdas239 Рік тому +3

    বেনারস কে একদম প্রানবন্ত করে তুলেছেন আপনি। সত্যি মন ছুঁয়ে গেলো।

  • @sudhanyahaldar4937
    @sudhanyahaldar4937 Рік тому +2

    অস্থির, অস্থির, অস্থির মানিকজোড়, অস্থির এপিসোড! বন্ধুত্ব অটুট থাকুক, দুজনের পেটে সুস্থ থাকুক!

  • @colourfulmindsindrani4138
    @colourfulmindsindrani4138 Рік тому +7

    শিবাজি sir, আপনার এইসব ব্লগ , আপনার এক্সপ্রেশন, আপনার অসাধারন রোমান্টিক ভরাট কণ্ঠস্বরের ওঠানামা, always smiling face, আর অসম্ভব casual একটা স্মার্টনেস পৃথিবীর যেকোনো নির্জন প্রান্তে , যেকোনো নিঃসঙ্গ বাঙ্গালী কেও কোনোদিন কোনো বন্ধুর অভাব বুঝতে দেবেনা

  • @zed-hossa
    @zed-hossa Рік тому +3

    শিবাজিদা তোমার খাওয়া দেখলে জিভে জল আসে। পারোও তুমি। ভালো থেকো।

  • @montilabanerjee7601
    @montilabanerjee7601 Рік тому +3

    এত ভালো লাগলো কী বলবো। আপনাদের উপস্থাপনা এত মার্জিত, ভদ্র এবং সহজ সরল যা আমার খুব ভালো লাগে। 🙏🏻

  • @kalpataru47
    @kalpataru47 Рік тому +2

    Ami o amar Ginni, ei February te Varanasi jai ghurte. Koyekdin khub anonde katiye, ferar ager din shondhyebela jokhon Assi Ghat theke firchi, tokhon toto te boshe dujonei boli, je fire astei hobe. Mon bhorlo na. April mash e amar Ginnir Ovarian cancer dhora pore, prochur lorai bhoy katiye tini ekhon onekta sustho, samnei boro operation. Kintu fire amra dujonei jabo Varanasi. Apnader dhonyobad amader sei fire jawa ta ke ektu egiye dewar jonyo. Nahoy apnader chokh diyei ghurlam, kintu ghurlam to. Bhalo thakben apnara dujonei🙏🙏 Joy Baba Biswanath🙏🙏

  • @mallikachakraborty6036
    @mallikachakraborty6036 Рік тому +2

    অসাধারণ, অনেক দিন আগে বেনারস গিয়েছিলাম, প্রায় দিন কুড়ি ছিলাম, এখন মনে হলো আপনাদের সঙ্গে আমিও বেনারসেই বেড়াচ্ছি, 🙏🙏, খুব ভালো লাগলো, আপনাদের দুজনকে আমার শুভেচ্ছা রইল

  • @sarbaribanerjee3495
    @sarbaribanerjee3495 Рік тому +9

    আপনাদের chemistry অসাধারণ, তারপর এক একটা খাবার খেয়ে expression just ফাটাফাটি। জিভে জল এসে যাচ্ছিলো। ভালো থাকবেন, অটুট থাকুক আপনাদের বন্ধুত্ব। ধন্যবাদ

  • @samirendusinha8568
    @samirendusinha8568 Рік тому +4

    দাদা, অসাধারণ লাগল। মনটা ভরে গেল।

  • @rumaballav2688
    @rumaballav2688 Рік тому +1

    অসঙখ্য ধন্যবাদ শিবাজী দা,এই করিডোর দেখানোর জন্য।আমি শুনেছি, তাই তীব্রভাবে দর্শনের ইচ্ছা পুনরায়। বেনারস আমি দুবার গিয়েছি।এবার যাবো বেনারসকে পড়তে,তার আত্মাকে জানতে।একদম। ইউটিউবে এমন বেনারসের ব্লগ দেখতে গিয়ে দুবছর আগে প্রথম বেনারসের ঐতিহ্য,শিল্প সঙস্কৃতি,আধ্যাত্মিকতার প্রেমে পড়ি।শুরু পড়াশোনা করা।এখন যা জেনেছি,পড়েছি,তা স্পর্শ করে দেখার পাল্লা। খুউব ভালো দেখিয়েছেন।মন ভরে গেল।বেনারস কে নিয়ে রীতিমত রিসার্চ করা যায়।👍🙏

  • @sagarchatterjee6832
    @sagarchatterjee6832 Рік тому +2

    আপনাদের blog দেখলে মন ভালো হয়ে যায়। বেনারসের চাট খেয়ে যতটা মানসিক খুশি অর্জন করেছিলেন, আমরা ঠিক ততটাই মানসিক শান্তি আপনাদের video দেখে আমরা লাভ করি।

  • @user-ub6ie1pc9z
    @user-ub6ie1pc9z Рік тому +8

    শিবাজী দা মানেই অন্য এক অনুভূতি ভিডিও দেখার ❤️❤️

  • @sandhikanjilal
    @sandhikanjilal Рік тому +43

    শিবাজী দা, আপনার গুণমুগ্ধ ভক্ত আমি সেই সান্দাকফু র সময় থেকে।।। ঈশ্বর আপনাকে আরও আরও আশীর্বাদ করূক ও সাধারণ মানুষের মনের মণিকোঠায় আপনি পৌঁছে যান ঐ শুভকামনা করি। থাইল্যান্ডের সিরিজ দেখে যাওয়ার জন্য ভীষণ অনুপ্রাণিত। কাশ্মীর সিরিজ অনবদ্য। Group ট্যুর এ আপনাদের সাথী হতে আগ্ৰহী। একটি ইচ্ছা আপনার লাক্ষাদ্বীপ ও লাদাখ সিরিজ ও অন্যান্য বিদেশ সফর দেখার জন্য।আপনি ও পৃথ্বীজিৎ দা আমার শ্রদ্ধাবিনত প্রনাম নেবেন।

  • @rinamukherjee9805
    @rinamukherjee9805 Рік тому +2

    এই বেনারস টুরটা আপনাদের খুব প্রাণবন্ত দেখাচ্ছিল আর কেদার টুর টায় যারা আপনাদের সাথে ছিলেন তেমন নয় ওনারা আপনারা দুজনই যথেষ্ট হৈ হৈ খাওয়া মন খুলে কথা হলছেন বেশ ভালো লাগল দেখে এইভাবেই আনন্দ করুন এগিয়ে চলুন আর ভিডিও দিন মা ও ঠাকুর রামকৃষ্ণ আছেন বাকিটা ওনাদের ওপর ছেড়ে দিন

  • @maganlaal
    @maganlaal Рік тому +2

    আপনার ভিডিওগুলোতে আদ্যপ্রান্ত একটা বাঙালিয়ানার ছোঁয়া থাকে। আর সেটাই মন কেড়ে নেয়। অন্যান্য গুলোর মতো এই ভিডিওটিও জমে বেনারসী রাবড়ি পুরো 💕🤩👍👍

  • @mousreemajumder8223
    @mousreemajumder8223 Рік тому +4

    smart and attractive as always...বারাণসী বেড়ানোর স্মৃতি মনে ভিড় করে এল.... আর দাদা আপনাদের দুই বন্ধু র জুটি টা কিন্তু jst awesome..incomparable

  • @abhishekbose8107
    @abhishekbose8107 Рік тому +78

    “Banaras is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together.” - Mark Twain

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 Рік тому +1

    বেনারস আমাদের মনে প্রাণে। আর এমন প্রাণ জুড়ানো ভিডিও। বেনারস নিয়ে প্রচুর বিডিও দেখেছি, কিন্তু এমন অসামান্য ভিডিও কখনো পাইনি। মুগ্ধতা আমার। এমন লোভনীয় সব খাবার --আহা! এক কথায় তুলনাহীন সমগ্র উপস্থাপনা!

  • @indranimukherjee4412
    @indranimukherjee4412 Рік тому

    খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম ।ভালো লাগলো অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন ।

  • @bikrampurtv550
    @bikrampurtv550 Рік тому +3

    আপনাদের দুই বন্ধু কে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই। এত সুন্দর করে উপস্থাপন করলেন বেনারসের সৌন্দর্য , মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম। এক কথায় চমৎকার। সময় সুযোগ করে অবশ্যই বেনারস ঘুরতে আসবো।

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Рік тому +3

    অসাধারণ উপস্থাপনা, সবচেয়ে ভাল লাগল তোমার সদা সহাস্য মুখের উপস্থিতি। Brilliant!

  • @biswanathchakraborty711
    @biswanathchakraborty711 Рік тому +2

    দারুন লাগল শিবাজিদাদা ও পৃথ্যিদাদা।।আমার জন্মস্থান তাই আলাদা অনুভুতি।।

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 Рік тому +2

    খুব ভালো লাগলো ♥️♥️
    জয় বাবা বিশ্বনাথ 🙏🙏

  • @moumitakar7610
    @moumitakar7610 Рік тому +5

    The most iconic dish of Kashi chat Bhandar is 'Tamatar Chat'. It's simply out of the world in taste. Reminds me of my BHU days. Kashi Chat Bhandar and Vatika Restaurant in Assi Ghat were some of our favourite haunts.

  • @RhythmRoop31
    @RhythmRoop31 Рік тому +3

    Ei culture Bharatbarsha tei pawa jaaye.. opurbo… 🙏🏼🙏🏼🙏🏼 Bharat Matar Joy… 🇮🇳🇮🇳🇮🇳

  • @ganeshchandrashaw6916
    @ganeshchandrashaw6916 Рік тому +2

    দারুন লাগলো.আর কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলেছি.এই ভাবেই চালিয়ে যান.পরের পর্বের অপেক্ষায় থাকলাম. জয় বাবা বিশ্বনাথ.

  • @somnathpal2109
    @somnathpal2109 Рік тому +1

    এভাবে বেনারস কেই দেখিয়েছে বলে মনে পড়ে না। খুব খুবই ভালো লাগলো। মন ভোরে গেলো।

  • @sidharthasur9537
    @sidharthasur9537 Рік тому +3

    Cant resist anymore.....u did it in stimulating taste buds of others.

  • @TnTT
    @TnTT Рік тому +6

    বন্ধুত্বের বারানসী😀👍

  • @biswanathsarkar652
    @biswanathsarkar652 Рік тому

    জয় বাবা বিশ্বনাথ, নতুন ভাবে সাজানো মন্দির দেখে ভালো লাগলো।

  • @ritapachakraborty6293
    @ritapachakraborty6293 Рік тому +2

    ওফঃ,শিবাজী দার অস্থির চাট খাওয়া দেখে জাস্ট স্থির থাকা যাচ্ছে না। ডিলিসিয়াশ ভিডিও 😋😋

  • @santoshbhakat3250
    @santoshbhakat3250 Рік тому +7

    Varanasi is always been a favorite place since my childhood days lots of nostalgic momments are wrapped up in it & on the contrary one of the most finest divine destinations in our country....Frst of all thanks for making such an exclusive blog i really njoyed the whole presentation & last bt not least i would like to definitely share the way u njoyed the food item while viewing it " water pull out from my mouth".... i couldn't resist it...😀😀❣️

  • @taruncoolgemini
    @taruncoolgemini Рік тому +42

    Shibaji da one interesting fact: Chaat was originated in Yamuna belt( Mathura, Vrindavan, Agra). In this belt due to hard water digestive problems was a persistent issue so Chaat was introduced to be eaten post meals to help in digestion. The Hing(Asafoetida) and tamarind sauce ignites the digestive juices helping in digestion. So enjoy your chaat daily without even thinking of Digen or Gelusil 😂😂

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +8

      Excellent information!! Thank you so much!!

    • @swadeshranjanroy2689
      @swadeshranjanroy2689 Рік тому

      বেশ। ভাল লাগল , ‌উঃ।

    • @tutunpaul3891
      @tutunpaul3891 Рік тому

      খুব ভালো লাগছে দেখে। আমি নতুন দেখলাম আপনাদের ভিডিও। আপনারা কি ট্যুর করান। একটু জানালে ভালো হয়।

    • @amartyathakur9223
      @amartyathakur9223 10 місяців тому

      ​@@explorershibaji Do you have any video for Manali Trip?I don't get courage to make a trip plan without seeing your video.Thank you for doing an amazing job towards the society.Much Appreciated!! 👍👍

  • @ghulamrabbanibablu5000
    @ghulamrabbanibablu5000 Рік тому +2

    অপূর্ব
    বাংলা আর বাঙালির প্রেম অবিচ্ছেদ্য।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Рік тому

    asadharon chaat, darun rabri, rasomalai, apurbo Biswanath mandir, Joy baba Biswanath

  • @avikbiswas9628
    @avikbiswas9628 Рік тому +3

    ২০১৮ সালে গিয়েছিলাম বেনারস। আজ আপনার ভিডিওর মাধ্যমে যেন আরও একবার ঘুরলাম। অসাধারণ লাগলো এক কথায়।

  • @snkarroychoudhury9128
    @snkarroychoudhury9128 Рік тому +5

    Shibaji, you are among the bests of current Bengali vloggers. Your varieties, exploration are quite outstanding.
    You don't push the finish before start to make it extraordinary. Just sail through your vdo's very smoothly.

  • @monalisadas4527
    @monalisadas4527 Рік тому +1

    Darun laglo.. Jai Baba Biswanath 🙏

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Рік тому

    Benarash khub priyo jayga . Jay baba vishwanath ❤️❤️❤️ darun laglo natun corridor. Darun video 👍👍👍📸📸📸

  • @amitavasen2165
    @amitavasen2165 Рік тому +3

    My favourite city and my birth place ❣️❣️

  • @subhamoyghosh6778
    @subhamoyghosh6778 Рік тому +3

    I love Prithijeet's wittiness 😄

  • @pranabghosh8486
    @pranabghosh8486 Рік тому +1

    খুব ভাল লাগল 👍👌 জয় বাবা ভোলানাথ 🌼🌼🙏🏻🌼🌼

  • @dipanwitakanjilal5164
    @dipanwitakanjilal5164 Рік тому

    বেশ অদ্ভুত লাগলো, বেনারসের গঙ্গা এত জল, আর হরিদ্বারে গঙ্গার মাঝে বসে স্নান চলছে, জল এতটাই কম, এবছর দীপাবলি পুরো হরিদ্বারে কাটালাম, জল কম থাকলেও গঙ্গা আরতি অপূর্ব সুন্দর, শান্তির জায়গা

  • @liluhalder3799
    @liluhalder3799 Рік тому +37

    লোভ লাগে , আপনার ভিডিও দেখে। মনে করি মাঝে মাঝে বেড়িয়ে পড়ি। সামনে তিন মাস পর আমার একটা বড় কাজ ছোট মেয়ের বিয়ে।পৃথিরাজদা প্রণাম নেবেন। শিবাজী দা ও প্রণাম নেবেন।

    • @BikQuestAdventure
      @BikQuestAdventure Рік тому +2

      Ekbar berie por lei dekheben nesha dhore geche

    • @susmitamondal3500
      @susmitamondal3500 Рік тому

      Akdom

    • @anjanaghosh4885
      @anjanaghosh4885 Рік тому +2

      Amrap jabo vabchi December apnar vdo dekhe inspired hoechi

    • @monalisaroy7792
      @monalisaroy7792 Рік тому +2

      আপনার প্রত্যেক টা video দেখি। আপনাদের দুজনের জুগলবন্দী অসাধারণ। আশা করি কোনদিন কোনভাবে হয়তো আপনাদের video তে অংশ নিতে পারব।

    • @sagarkumarbandyopadhyay9233
      @sagarkumarbandyopadhyay9233 Рік тому +1

      আপনারা ভাগ্যবান। এইভাবে আনন্দ করুন আর আমাদের আনন্দ দিন। শুভ কামনা রইলো

  • @samyabratamitra5049
    @samyabratamitra5049 Рік тому +3

    দাদা ১৮ তারিখ সন্ধ্যার সময় দশাশ্বমেধ রোডে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল মনে পড়ছে. 😊 সত্যিই বেনারস আমার দারুন লেগেছে

  • @aninditamitra3983
    @aninditamitra3983 Рік тому +1

    বেনারস নস্টালজিয়া, ভীষণ ভালো লাগলো দেখে। আবার যেতে ইচ্ছে করছে।👌👌

  • @shantanubhowmik2265
    @shantanubhowmik2265 Рік тому +1

    আপনাদের দুই বন্ধুকে একসাথে খুব ভালো লাগলো, এবার থেকে সব vlog আপনারা একসাথে করবনে এই অনুরোধ করলাম

  • @souravmohanta3786
    @souravmohanta3786 Рік тому +4

    Excellent narration & video quality is too good. A strong desire has grown to visit Benaras. Thanks for making a beautiful video👍

  • @tanmoysadhukhan7999
    @tanmoysadhukhan7999 Рік тому +33

    আপনাদের জুটির আমি একটা নাম দিলাম , জগাই-মাধাই, don't mind please, আপনাদের জুটি দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, এই কামনা করি, আরো অনেক ভিডিও দেখার আশা রইলো।।।

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Рік тому +1

    ওহ! আপনাদের দারুণ সব খাওয়া দেখে মন ছুটে যাচ্ছে কাশী! দারুণ সুন্দর ভিডিওটি

  • @tkr1145
    @tkr1145 Рік тому +7

    Technical excellence, sense of proportion, balanced presentation and above all proficient EDITING make the vlog worth watching. Keep it up please. Is there any such Covering KAMAKHYA TEMPLE... GUAHATI? Thanks 🙏

  • @yellow555gamingyt8
    @yellow555gamingyt8 Рік тому +1

    আপনার উপস্থাপনা খুব সুন্দর। আমার প্রনাম নেবেন। ঈশ্বর মঙ্গল করুন।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Рік тому

    এক কথায় অপূর্ব। আপনাদের খাওয়ার অভিব্যক্তি দারুণ। উপস্থাপনা ভালো।

  • @abirsvlog99
    @abirsvlog99 Рік тому +3

    What a amazing vlog Shibaji sir❤.. Do you remember me ? I talked to you at sonprayagh to gourikund Road at evening time when you’re going to take a taxi 🚕 for Gourikund and that time I returned from the Kedarnath...My name is Abir sir 😊

  • @sohinim90
    @sohinim90 Рік тому +6

    দারুন লাগলো শিবাজী দা 🙏 আমি কলকাতার ভবানীপুর এর মেয়ে আর বেনারস এ আমার শশুরবাড়ি সত্যিই বেনারস এর ঐতিহ্য আর ইতিহাস ভোলার নয় 🙏, বেনারস এই একমাত্র 84টা ঘাট আছে যা আপামর বিশ্ববাসী বেনারস ছাড়া অন্য কোথাও খুঁজে পাবে না 🙏 সেই জন্যই বিদেশী ট্যুরিস্ট দের কাছে বেনারস স্বর্গ আর আমাদের কাছে জন্যত 🙏 কাশী ভান্ডার এ চাট খেলেন next time kesri chat Bhandar এ খাবেন দুর্দান্ত 👍 আপনি আসবেন জানলে আমরা full family আপনাদের সঙ্গে দেখা করতাম আমার শশুরবাড়ি godowlia তে but কিছুদিন হলো আমি bhu ওর কাছে flat kinechi, খুব ভালো লাগলো 🙏 বাবা বিশ্বনাথ সকলের মঙ্গল করুন 🙏 নমঃ parbotye potoyo 🙏 হর হর মহাদেব 🙏

    • @rajibdas3756
      @rajibdas3756 Рік тому

      We r going from 12nov to 15nov..please madam give a tour plan & khoa daoa r ektu details din

  • @sumana-suman
    @sumana-suman Рік тому +1

    বেনারসের প্রথম পরিচয় বিশ্বনাথ ধাম। আপনাদের উপস্থাপনা সবসময়ই খুব ভাল লাগে। চরৈবেতি।

  • @krrahul2335
    @krrahul2335 Рік тому +1

    "অস্থির" পুরো "অস্থির", এরকম "অস্থির ভিডিও" বারেবারে দেখতে চাই
    ততদিন আমরাও খুবই অস্থির(এই বাংলা মতে 😀😀) হয়ে থাকব
    জিও "শিবাজীত" জুটি 👌🏻👌🏻👌🏻👌🏻
    আপনারা মশাই "জুটিতে লুটি" ❤️❤️❤️❤️

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP Рік тому

    আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌❤️ দারুন লাগলো ❤️👍

  • @tanmoysaha3929
    @tanmoysaha3929 Рік тому +1

    বেনারস অন্যতম মূল আকর্ষণ হলো সন্ধ্যা আরতি, আগে ঘাটে হত এখন এতো দূরে হয় বলে ভাল ভাবে দেখা গেল না, যদি কোনোদিন আবার যান সন্ধ্যা আরতি ভিডিও কাছ থেকে তুলবেন, অপূর্ব লাগবে

  • @dasminakshi
    @dasminakshi 3 місяці тому

    অসাধারণ লাগে আপনাদের ভিডিও।আর তার পাশাপাশি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার প্রবণতা জেগে ওঠে।হয়তো ইচ্ছেটা এতটাই বেড়ে যায় যে স্বয়ং ভগবান নিজেই ডেকে নেন।আপাতত আমিও যাচ্ছি এই মাসে বেনারস।inspired by your Video।

  • @travelwithsuhasini
    @travelwithsuhasini Рік тому

    woow.. khub e sundar bhabe banaras dekha holo, darun laglo,

  • @benugopalbasu4968
    @benugopalbasu4968 Рік тому

    খুব ভালো লাগলো সাথে লোভনীয় খাবার
    ধন্যবাদ

  • @sumitburman6385
    @sumitburman6385 Рік тому +1

    ভালো দেখিয়েছেন, মন ভরে গেলো, মন থেকে আওয়াজ আসছে, কবে বাবার ডাক আসবে আর ওখানে যেতে পারবো ।
    বাবা আমার ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ করুক ।
    জয় বাবা বিশ্বনাথ ❤️🙏👏

  • @syedmosharof7685
    @syedmosharof7685 Рік тому

    তোমাদের খাওয়া দেখেই ছোট বেলার কথা মনে পড়ে গেল ...পরানো ভর গেল।আমার ছোট্ট শহর ফরিদপুর আহ্ সেই রাবরি এখন আর হয় না, বালাদেশের কোথাও হয় না।

  • @bondhuttowithsaptamita1949
    @bondhuttowithsaptamita1949 Рік тому

    Mon vore galo. Joy Baba Viswanath. 🙏🏻🙏🏻

  • @sampamaitra3361
    @sampamaitra3361 Рік тому

    চেনা জায়গা নতুন করে চিনতে এক অস্থির ভিডিও।ভিষণ
    ভিষণ ভাল লাগল।

  • @ashisbanerjee891
    @ashisbanerjee891 Рік тому

    অস্থির করা vlog. চাট্ খাওয়া দেখে আর অসাধারণ পরিবেশনে জিভে জল এনে দিলেন।

  • @jiniyavlogs
    @jiniyavlogs Рік тому +1

    In one word ....ITS AMAZING

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 Рік тому

    অপূর্ব লাগলো ভিডিওটা 👌👌👌জয় বাবা বিশ্বনাথ 🙏🙏🙏

  • @subaladhikary9137
    @subaladhikary9137 Рік тому +1

    ভগবান আপনাকে অস্থির ভাবে ভালো রাখুন

  • @prasenjitbanerjee3523
    @prasenjitbanerjee3523 Рік тому

    ছোট্টর মধ্যে খুব সুন্দর ভিডিও, Excellent

  • @shakuntaladey8618
    @shakuntaladey8618 Рік тому

    অসম্ভব ভালো লাগলো, ভালো থাকবেন, এই ভাবে আনন্দ করে জীবনকে উপভোগ করুন, এটাই জীবন 👍

  • @akasbhattacharya8917
    @akasbhattacharya8917 Рік тому +1

    আমরা 14th.যাচ্ছি। কিন্তু আপনার 'অস্হির' ভিডিও দেখে অস্হিরতা বেড়ে গেল।ভাবছি কখন বাবা বিশ্বনাথ দর্শন করে কাশী চাটে যাব। দারুন enjoy করলাম।

  • @pragnachatterjee2962
    @pragnachatterjee2962 Рік тому

    shivaji dui bondhur chaat khaoa dekhe khub moja laglo.......ar dhok gile gile amar pet bhore gelo.....

  • @anupamsinharoy1011
    @anupamsinharoy1011 Рік тому

    দারুন বললেন। অস্থির, বাবা বিশ্বনাথ সাথে চাট।

  • @rukminath1533
    @rukminath1533 Рік тому

    অস্থির কাশী ভ্লগ। অস্থির শিবাজীদা। অস্থির অস্থির অস্থির। ❤❤👍👍

  • @latikaroy7788
    @latikaroy7788 Рік тому +2

    বেনারসে ১৭ সালে গিয়েছিলাম।অসি ঘাটের সন্ধ্যে আরতি দেখে মন ভরে গিয়েছিল।

    • @arnab6154
      @arnab6154 Рік тому

      এখন আরো চেঞ্জ হয়ে গেছে বেনারস

    • @ExploreWithArko
      @ExploreWithArko Рік тому

      Sujog Pele Assi Ghat'e bhor belay Subah-e- Benaras onusthan ta dekhben. Mon Praan bhore jaabe.

  • @sunandadaw7535
    @sunandadaw7535 Рік тому

    ভীষন সুন্দর,,,আমি গিয়েছিলাম একবার,,,,আবার ও আপনাদের সাথে ঘোরা হয়ে গেলো,,,আর আপনাদের জুটি খুব সুন্দর❤

  • @loveon143
    @loveon143 Рік тому

    KHUB KHUB KHUB bhalo hoeche VIDIO 👌👌👌👌💓💖💓👍👍👍👍

  • @pritammondol5315
    @pritammondol5315 Рік тому

    দুই বন্ধু কে একসাথে দেখতে খুব ভালো লাগে 👌🙏

  • @dulaldas8000
    @dulaldas8000 Рік тому

    এক কথায় অসাধারণ একটি ভিডিও।

  • @priyojitbanerjee
    @priyojitbanerjee Рік тому

    Darun laglo,Benaras jawar ichcha roilo,apnar expression gulo oshadharon....puro feelings ta bojha jae

  • @ashimroy912
    @ashimroy912 Рік тому +1

    বড় ইচ্ছে করছে বেনারস চলে যাই এক ছুটে আপনার বেনারস ভিডিও দেখে মনটা ভরে গেল

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому

      বেনারস আমার অন্যতম প্রিয় জায়গা, এতো chaos কিন্তু তবুও কি যেন একটা ছন্দ আছে, আর তার এক তীব্র আকর্ষণ, যে আকর্ষণ এর রহস্য ভেদ করা যায় না, কিন্তু তার থ্রিল টা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়|

  • @user-tq2io5zf5y
    @user-tq2io5zf5y Рік тому +1

    Apnader benaras video ta khub help korlo...amra next month e benaras jachhi...khub mon diye dekhlam....

  • @srikrishnabanerjee3409
    @srikrishnabanerjee3409 Рік тому +2

    Jai Baba Kashi Vishwanath Ji ki Jai ho 🙏👐👏

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Рік тому

    Beautiful Benaros apnar choke, thanks dada. Asthir khaoya Rabri r raso malai.

  • @shampachatterjee09
    @shampachatterjee09 Рік тому

    দারুণ দারুণ কোনো কথা হবে না।।।।

  • @Activities_of_Archak
    @Activities_of_Archak День тому

    খুব ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।