অনিন্দ্য বাবু আপনার সুনিপুণ উপস্থাপনায় বেনারস যেন হাতের মুঠোয় চলে এলো। আপনি এইভাবে আমাদের কে নতুন জায়গার সন্ধান দিয়ে যান। সুস্থ থাকুন এই কামনা করছি।
গুরুদেব , এই বেনারস সিরিজের ভিডিও গুলো দেখলাম ভালো লাগলো ৷ গুরুদক্ষিনা হিসেবে কমেন্ট করছি যে , সস্ত্রীক সহ বেনারস ঘুরে আসার পরেও , এখন মনে হচ্ছে মনের পিপাসা মোটেনি ৷ স্মৃতি গুলোকে উসকে দিলেন ৷ দুজনেই ভালো থাকার প্রার্থনা করছি 🙏
Darun.... Mone hocchye per person/day approx 2800 moto porbe. Chokh buje apnar video ke follow kore akdom thik thak ghure asha jai. Je kono vromon songi ke apni first half e 5 goal deben.... Darun uposthapona....just kono kotha hobe na.
অসংখ্য ধন্যবাদ। 🙏🏻 আপনাদের মতো মানুষেরা আছেন বলেই আমাদের কাছে যেকোন অচেনা স্থানে বেড়াতে গেলেও সেই স্থান আগেই চেনা হয়ে যায় এবং সব দিক থেকে tour করতে খুবই সুবিধা হয়।
Thank you for your tour plan, ami r amar bandhobi, last year pujo por giyechilam benaras, sotti se ek bhalolagar jaega, an unique experience of spirituality at its roots
খুব সুন্দর লাগল এই অমূল্য তথ্য সম্বলিত এই ভিডিওটি। এটি বেনারস ভ্রমনার্থীদের জন্য সত্যিই অত্যন্ত প্রোয়োজনীয়। বেনারস ভ্রমনের বিভিন্ন দিক নিয়ে এই ভিডিওটির দৃশ্যাবলীও অতি মনোরম। আমরাও আপনাদের সহযাত্রী হয়ে বেনারসের ঘাটে, মন্দিরে , পথে ঘুরে বেড়াই। বেনারসকে কিছুটা হলেও অনূভব করতে পারি আপনাদের দুজনের উপস্থাপনার গুণে। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন সবাই।
অনেকদিন আগে দুবার Benarasi গেলেও আজ আপনার vdo দেখে নতুন করে আবিষ্কার করলাম Benarasi কে ,সম্পূর্ন নতুন লাগছে .অবশ্যই আবার যাওয়ার ইচ্ছে রইল .আপনার ইনফরমেশন দারুণ ভাবে help করবে এইজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানালাম .ভালো থাকবেন .
এক কথায় চমৎকার! আপনাদের চিত্রনাট্য, অ্যঙ্কারিং, স্যুটিং, সাউন্ড রেকডিং, মিউজিক,এডিটিং ~ প্রতিটি বিভাগেই মুন্সিয়ানার ছাপ স্পষ্ট।নিয়মিত দেখতে দেখতে দেখছি কখন যেন আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। তবে টিভিতে দেখার জন্য এত দিন সাবস্ক্রাইব ও লাইক করতে পারিনি তবে আজ সুযোগ পাওয়া মাত্র ত্রুটি সুধরে সুযোগের সদব্যবহার করলাম। চরৈবেতি- - -
Uncle tomar video dekhe mon vore gelo.... Eto video dekhi kintu eto sundor uposthapona sotti e sunini ba dekhini... R ei 1st time kono video te ami comment korchi....ichha roilo baba kashi vishwanath darshaner....Har Har Mahadev 🙏🙏🙏
বাহ্, খাসা। সুন্দর ইনফরমেশন। আমি নিজে ছোটবেলা থেকে কতবার যে বেনারস গেছি তার হিসেব নেই। প্রত্যেক বার ই নতুন মনে হয়েছে। একটা বেপার দেখলাম না, বাবা বিশ্বনাথের সন্ধ্যারতী, যেটা গঙ্গা আরর্তির পরেই হতো। সেটাও টিকিট বুকিং হতো, জানি না সেটা আছে কিনা। লাস্ট গিয়েছিলাম ২০১২ তে, অনেক পরিবর্তন হয়েছে।
Amra varansi r jnne 27th jan rowna debo.. Apnar ei video plus ager apndr Varanasi ghorar videogulo je amdr ki upokar korlo bole bojhate prbona.. Many many thanks to you🙂🙂
ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এবার বেনারস যেতে সুবিধেই হবে, অসংখ্য ধন্যবাদ, আপনার সব জায়গার সব ভিডিও দেখি, খুবই ভালো লাগে, আপনার বাচন ভঙ্গী খুবই ভালো, ভিডিও দেখার সাথে এটা একটা উপরি পাওনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,🙏🙏🙏
Apnar benaras brahmon dekhe khub valo laglo amio last year benaras tour karechilam apnar katha bolar dharan khub sundor ro jaiga dekher apekhhai railam. Thanku
অসাধারণ একটি প্রয়োজনীয় ভিডিও যা দাদাভাইয়ের পরিবেশনায় বেনারস ভ্রমণকে হাতের মুঠোয় নিয়ে এল… বেনারস ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড যেখানে দাদাভাই এক একটি দিনের হিসেবে বললেন কীভাবে যাবেন,হোটেল কোথায় নেবেন,সন্ধ্যার দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি,বিশ্বনাথ মন্দির দর্শন, পূজা দেওয়ার নিয়মাবলী, মণিকর্ণিকা ঘাটের পৌরাণিক আখ্যান,নৌকা পরিভ্রমণে ঘাট ও সন্ধ্যারতি দর্শন,অসি ঘাটে ভোরবেলায় মঙ্গলারতি, যোগ সাধনা, তুলসী মন্দির, কুস্তির আখড়া… সঙ্গে অবশ্যই দীনা চাট, কাশীচাট, রাম ভাণ্ডারের কচুরি, শ্রীজী-র মালাইও, ব্লু লস্যি,অন্নপূর্ণা রসুই-এ খাওয়া…দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনায় একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড ❤ এরপর আমাদের নিয়ে গেলেন যন্তরমন্তর,দুর্গা মন্দির,তুলসী মানস মন্দির,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বিড়লা মন্দির,সংকটমোচন মন্দির,রামনগর দূর্গ,সারনাথ - তুলে ধরলেন এসব স্থানের মাহাত্ম্য… অনবদ্য একটি ভিডিও পরিবেশনার জন্য দাদাভাই ও বৌদিভাইয়ের জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম ❤
অনেকদিন ধরে খুব ইচ্ছা করছিল যে বাবা-মাকে বেনারাস ঘোরাতে নিয়ে যাব,,, কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে বেনারসে কোথায় থাকবো কোথায় ঘুরবো,, ইউটিউব এ অনেক ভিডিওই সার্চ করছিলাম,,, কিন্তু মনের মত কোনটাই পাচ্ছিলাম না,,, কিন্তু এবার আপনার ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না আর কোন ভিডিও দেখার মতন দরকার পড়বে আমার,, সমস্ত ইনফর্মেশন ই পেয়ে গেলাম,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা উপস্থাপনার জন্য 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আপনার ভিডিও দেখে সুগম দর্শনের টিকিট কেটেছি অনলাইনে। কোথায় গিয়ে এই টিকিট দেখাতে হবে যাতে পুজো দিতে যেতে পারি। দয়া করে একটু জানাবেন। আমি এই প্রথমবার যাচ্ছি।
Khub Bhalo laglo …apnar video dekhe January te Pondicherry Kanyakumari trip ta korechi…r ei month e Benaras jachhi apnar dewa Shob information note kore niye…Thank you so much 🙏🏻evabei Amader guide korte thakun
সবথেকে আগে জানতে চাই যে কোনও জায়গাতে বেড়োতে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে জানার জন্য ক ঘন্টা পড়াশোনা করেন, এত ভাল উপস্থাপনা ভাবাই যায় না ,আমার ফেব্রুয়ারি মাসে যাওয়ার ইচ্ছে আছে আপনার ভিডিও টা ফলো করেই যাব যাতে সব কিছু ঠিকঠাক হয় ,খুব ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏
যারা প্রথম যাবে বলে পরিকল্পনা করছে তাদের কাছে এত তথ্য বহুল এই ভিডিও টি । আবারও সেই একই কথা বলি অপূর্ব সুন্দর।
অনিন্দ্য বাবু আপনার সুনিপুণ উপস্থাপনায় বেনারস যেন হাতের মুঠোয় চলে এলো। আপনি এইভাবে আমাদের কে নতুন জায়গার সন্ধান দিয়ে যান। সুস্থ থাকুন এই কামনা করছি।
অনেক ধন্যবাদ 😍
এতো বড় ট্যুর এতো সংক্ষিপ্ত ভাবে
Presentation অথচ details information share করা only possible for you. Thanks 👌
Thank you so much
খুবই সুন্দর ও ভাল লাগল আপনার বেনারস ভ্রমণ।
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
ভীষন ভালো উপস্থাপনা, খুব সুবিধে হলো আমাদের trip এর আগে video দেখে
আপনার বেনারস ভ্রমণের অভিজ্ঞতায় সম্মৃদ্ধ হয়ে ডিসেম্বরের শেষে বেনারস যাচ্ছি, আপনাকে অশেষ ধন্যবাদ।
👍 আমরাও যাচ্ছি 29/12... দেখা হবে।
@@sanjaydhar3829 আমরা 28/12
অনিন্দ্য দা আপনার মুখে বিস্তারিত বিবরণ বেনারস ভ্রমণের যা শুনলাম ভাষায় প্রকাশ করা যাবে না বেনারস যাওয়া আরো সহজ হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আপনাদের
🌹❤️😍
গুরুদেব , এই বেনারস সিরিজের ভিডিও গুলো দেখলাম ভালো লাগলো ৷ গুরুদক্ষিনা হিসেবে কমেন্ট করছি যে , সস্ত্রীক সহ বেনারস ঘুরে আসার পরেও , এখন মনে হচ্ছে মনের পিপাসা মোটেনি ৷ স্মৃতি গুলোকে উসকে দিলেন ৷ দুজনেই ভালো থাকার প্রার্থনা করছি 🙏
Thank you so much 🌹
ভারতবর্ষের অন্যতম প্রাচীন শহর বেনারস । তার একটি সুন্দর গাইড । ধন্যবাদ
অনেক ধন্যবাদ 🙏
আমরা সবাই মিলে বেনারস যাচ্ছি তো আপনি একটুখানি আমাকে গাইড করুন যে ওইটা কিভাবে পুজো দেওয়া যাবে।@AnindyasTravelogue
@@AnindyasTravelogue450 টাকার টিকিট টা যদি কিভাবে পাওয়া যায় একটু গুলো বলেন ভালো
Darun.... Mone hocchye per person/day approx 2800 moto porbe. Chokh buje apnar video ke follow kore akdom thik thak ghure asha jai. Je kono vromon songi ke apni first half e 5 goal deben.... Darun uposthapona....just kono kotha hobe na.
Thank you,,🌹
Chokh bondho korei chole jawa jabe r ghure asa jabe,ato sundor vabe info gulo tule dhorlen j puro hater muthoi Beneras..valo thakben🥰🥰🙏🙋♂️
অনেক ধন্যবাদ 😍
অসাধারণ ভাবে বেনারস ভ্রমনের গাইড উপহার দিলেন যারা বেনারস যাবেন তারা এই গাইড ফলো করলে লাভবান হবেন
অনেক ধন্যবাদ 🙏
আপনার শুনিপুন উপস্থাপনায় মুগ্ধ। আপনি ভালো thakun
Thank you 😊
অসংখ্য ধন্যবাদ। 🙏🏻 আপনাদের মতো মানুষেরা আছেন বলেই আমাদের কাছে যেকোন অচেনা স্থানে বেড়াতে গেলেও সেই স্থান আগেই চেনা হয়ে যায় এবং সব দিক থেকে tour করতে খুবই সুবিধা হয়।
Thank you for your tour plan, ami r amar bandhobi, last year pujo por giyechilam benaras, sotti se ek bhalolagar jaega, an unique experience of spirituality at its roots
এবার শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া !!!!
খুব সুন্দর একটা গাইড ব্লগ। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল।
ভালো লাগলো। ভালো থাকবেন।
🌹🙏🌿💐💐💐
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ উপ্সথাপনা। এত ভাল ট্রাভেল গাইড ভ্রমণ পত্রিকা গুলি তেও সব সময় পাওয়া যায়না। এত তথ্য যুক্ত পরিবেশন এর জন্য আন্তরিক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন 🌹
অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারে গাইড করার জন্য।
ভালো থাকবেন 🙏🙏
পুরানো বেনারস দর্শন করেছি,এবার নতুন বেনারস দর্শনের ইচ্ছা আছে
বাচন ভঙ্গি খুব ভালো 🙏🙏
Very good information.
খুব সুবিধা হলো। আপনি এটা দেওয়াতে। অপেক্ষায় রইলাম নতুন ভিডিওর জন্য। খুব ভালো থাকুন ।
খুবই উপকৃত ভিডিও। বেনারস যাবার ইচ্ছে আছে, আপনার এই বেনারস যাত্রা বর্ণনা অনেক কাজে আসবে আমাদের। অসংখ্য ধন্যবাদ 🙏
খুব সুন্দর উপস্থাপনা। এই ভিডিও দেখলে বেনারস ভ্রমণ করতে কোনোভাবেই অসুবিধা হবে না।
যত গুলো ভিডিও দেখেছি তার মধ্যে আপনার অভিজ্ঞতা সব থেকে বেশি ভালো লাগলো
অনেক ধন্যবাদ 🙏
আমরা সপরিবারে বেনারস গিয়েছিলাম। আপনার ব্লগ আমাদের দারুন সাহায্য করেছে। আপনার এত সুন্দর গাইড এর জন্যে অনেক ধন্যবাদ।
আমার ভিডিও আপনাদের সাহায্যে লেগেছে শুনে খুব ভালো লাগলো।
এটা সত্যিই খুব গুরত্বপূর্ণ ভিডিও....Thank you দাদা 🙏
খুব সুন্দর লাগল এই অমূল্য তথ্য সম্বলিত এই ভিডিওটি। এটি বেনারস ভ্রমনার্থীদের জন্য সত্যিই অত্যন্ত প্রোয়োজনীয়। বেনারস ভ্রমনের বিভিন্ন দিক নিয়ে এই ভিডিওটির দৃশ্যাবলীও অতি মনোরম। আমরাও আপনাদের সহযাত্রী হয়ে বেনারসের ঘাটে, মন্দিরে , পথে ঘুরে বেড়াই। বেনারসকে কিছুটা হলেও অনূভব করতে পারি আপনাদের দুজনের উপস্থাপনার গুণে। অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন সবাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
অনেকদিন আগে দুবার Benarasi গেলেও আজ আপনার vdo দেখে নতুন করে আবিষ্কার করলাম Benarasi কে ,সম্পূর্ন নতুন লাগছে .অবশ্যই আবার যাওয়ার ইচ্ছে রইল .আপনার ইনফরমেশন দারুণ ভাবে help করবে এইজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানালাম .ভালো থাকবেন .
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 🌹
Khub sundor vabe bujhie diechen sir, onk dhonnyobad. ❤
দারুণ ভার্চুয়াল ভ্রমণ সঙ্গী পেলাম। অনেক ধন্যবাদ, আরও আরও চাই।
আপনার বেনারস ও দেরাদুন এর করা ট্রাভেল গাইড গুলো খুব কার্যকরী সাথে গুরুত্বপূর্ণ
ভালো থাকবেন Sir
আগামী পর্বের অপেক্ষায় রইলাম
এক কথায় চমৎকার!
আপনাদের চিত্রনাট্য, অ্যঙ্কারিং, স্যুটিং, সাউন্ড রেকডিং, মিউজিক,এডিটিং ~
প্রতিটি বিভাগেই মুন্সিয়ানার ছাপ স্পষ্ট।নিয়মিত দেখতে দেখতে দেখছি কখন যেন আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছেন।
তবে টিভিতে দেখার জন্য এত দিন সাবস্ক্রাইব ও লাইক করতে পারিনি তবে আজ সুযোগ পাওয়া মাত্র ত্রুটি সুধরে সুযোগের সদব্যবহার করলাম।
চরৈবেতি- - -
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 এভাবেই সঙ্গে থাকবেন ও উৎসাহিত করবেন ❤️
বেনারসের সবকিছু দেখে মনটা ভরে গেল❤❤❤❤❤❤
Dada khub sundar hoyeche.darun information pelam.amader khub upokar hoyeche.thank you so much.
Samner pujo je jabo bole onek vedio dekhechi but dada apnar vedio darun darun legeche sotti bolchi kono vashai prakash kora hobe na, puro preme pore gelam benaras❤❤❤❤❤❤
প্লেলিস্ট থেকে বেনারসের অন্যান্য ভিডিওগুলি পরপর দেখবেন, আপনার সুবিধা হবে । ভালো থাকবেন । ধন্যবাদ ।
Thanks for this amazing and informative video. Apnar video dekhe Benaras jabar icche onek bere gelo ❤🙏
অপূর্ব অসাধারণ স্বর্গীয়। আর সবচেয়ে মুগ্ধ করে মিউজিক সেন্স। একদম যেন হারিয়ে গেলাম ভিডিওর সাথে সাথে কোনো এক সুরের সাম্রাজ্যে।❤❤
অনেক ধন্যবাদ 🙏
Yess, ei episode er khub darkar chilo.
Darun Saab informations.
Viewers der planning e subidha hobey..
Valo thakun.😊😊
Thank you 🌹
খুব সুন্দর বেনারস ভ্রমণ দেখলাম। খুবই informative । যাবার ইচ্ছা রইলো। ধন্যবাদ আপনাদের দুজনকে।
Darun Benaras a vlog dekhlam , mon bhore gelo !!! Awesome 👍👍👍❤️👌👌👌
Uncle tomar video dekhe mon vore gelo.... Eto video dekhi kintu eto sundor uposthapona sotti e sunini ba dekhini... R ei 1st time kono video te ami comment korchi....ichha roilo baba kashi vishwanath darshaner....Har Har Mahadev 🙏🙏🙏
Thank you so much ❤️
সুন্দর তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, যাবার ইচ্ছেটা বারিয়ে দিলেন 😀🙏
Khub bhalo laglo. Anek kechu jana jai apnader video theke.aro agea jan sabsamoy pase achi.
অসংখ্য ধন্যবাদ 🌹
বাহ্, খাসা। সুন্দর ইনফরমেশন। আমি নিজে ছোটবেলা থেকে কতবার যে বেনারস গেছি তার হিসেব নেই। প্রত্যেক বার ই নতুন মনে হয়েছে। একটা বেপার দেখলাম না, বাবা বিশ্বনাথের সন্ধ্যারতী, যেটা গঙ্গা আরর্তির পরেই হতো। সেটাও টিকিট বুকিং হতো, জানি না সেটা আছে কিনা। লাস্ট গিয়েছিলাম ২০১২ তে, অনেক পরিবর্তন হয়েছে।
এখনও হয় । আমি শুধুমাত্র পুজো দেওয়ার ব্যাপারটি এখানে আলোচনা করেছি । তাই আরতির কথাটি বলিনি ।
Apnara ichapur a thaken? Apni Raja dar jamaibabu?
আমি কদিন আগেই ঘুরে এসেছি। নতুন রূপে আমার খুব ভালো লেগেছে।
Amra varansi r jnne 27th jan rowna debo.. Apnar ei video plus ager apndr Varanasi ghorar videogulo je amdr ki upokar korlo bole bojhate prbona.. Many many thanks to you🙂🙂
আপনার তিরুপতি বালাজি ভিডিও দেখে আমরাও 27 শে ডিসেম্বর তিরুপতি যাচ্ছি
Summary দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এবার বেনারস যেতে সুবিধেই হবে, অসংখ্য ধন্যবাদ, আপনার সব জায়গার সব ভিডিও দেখি, খুবই ভালো লাগে, আপনার বাচন ভঙ্গী খুবই ভালো, ভিডিও দেখার সাথে এটা একটা উপরি পাওনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,🙏🙏🙏
Onek onek dhanyabud for sharing The Holy Monikarnika Ghat.
Bhalo thakben.
আপনাদের প্রতিটি ভিডিও দেখি। অনেক কিছু শিখি। অনেক ধন্যবাদ আপনাদের।
ধন্যবাদ 🙏
জয় শ্রী কৃষ্ণ ❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️
হর হর মহাদেব ❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️❤️
খুবই সুন্দর তথ্যবহুল ও বিশ্লেষণমূলক উপস্থাপনা । অসংখ্য ধন্যবাদ ।❤❤
Onek video dekhechi .. but kotha bolar style and information ... 10 on 10. Darun darun.
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Apnar darun voice over e ei Benaras bramon er information durdanto je keu nischinte ghure aste parbe 👍🙏
ধন্যবাদ 🙏
Apnar benaras brahmon dekhe khub valo laglo amio last year benaras tour karechilam apnar katha bolar dharan khub sundor ro jaiga dekher apekhhai railam. Thanku
অনেক ধন্যবাদ 🌹
Ami o Ichapur theke apnar video dekhchi benaras er ticket book korar age 😊
বেনরাস যাবার প্ল্যান টা আপনার ভিডিও দেখে করা। খুব ভালো ইনফরমেশন কাজে লাগবে।। 😊
বেশ ভালো লাগলো আপনার এই ভ্রমণ কাহিনী।
এটা ভ্রমন কাহিনী নয় এটা বেনারস ট্যুর গাইড । বেনারস ভ্রমণের ভিডিওগুলি আমাদের চ্যানেলের playlist থেকে দেখুন । মতামত জানান কেমন লাগলো ।
khub bhalo laglo.. amra December last week e jachhi. This video will be a good guide for us
অসাধারণ একটি প্রয়োজনীয় ভিডিও যা দাদাভাইয়ের পরিবেশনায় বেনারস ভ্রমণকে হাতের মুঠোয় নিয়ে এল… বেনারস ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড যেখানে দাদাভাই এক একটি দিনের হিসেবে বললেন কীভাবে যাবেন,হোটেল কোথায় নেবেন,সন্ধ্যার দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি,বিশ্বনাথ মন্দির দর্শন, পূজা দেওয়ার নিয়মাবলী, মণিকর্ণিকা ঘাটের পৌরাণিক আখ্যান,নৌকা পরিভ্রমণে ঘাট ও সন্ধ্যারতি দর্শন,অসি ঘাটে ভোরবেলায় মঙ্গলারতি, যোগ সাধনা, তুলসী মন্দির, কুস্তির আখড়া… সঙ্গে অবশ্যই দীনা চাট, কাশীচাট, রাম ভাণ্ডারের কচুরি, শ্রীজী-র মালাইও, ব্লু লস্যি,অন্নপূর্ণা রসুই-এ খাওয়া…দাদাভাইয়ের অনবদ্য উপস্থাপনায় একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড ❤
এরপর আমাদের নিয়ে গেলেন যন্তরমন্তর,দুর্গা মন্দির,তুলসী মানস মন্দির,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বিড়লা মন্দির,সংকটমোচন মন্দির,রামনগর দূর্গ,সারনাথ - তুলে ধরলেন এসব স্থানের মাহাত্ম্য… অনবদ্য একটি ভিডিও পরিবেশনার জন্য দাদাভাই ও বৌদিভাইয়ের জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম ❤
Thank you so much 🌹
নিখুঁত উপস্থাপনা, সেরা বাঙালি vlogger
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অনেকদিন ধরে খুব ইচ্ছা করছিল যে বাবা-মাকে বেনারাস ঘোরাতে নিয়ে যাব,,, কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে বেনারসে কোথায় থাকবো কোথায় ঘুরবো,, ইউটিউব এ অনেক ভিডিওই সার্চ করছিলাম,,, কিন্তু মনের মত কোনটাই পাচ্ছিলাম না,,, কিন্তু এবার আপনার ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না আর কোন ভিডিও দেখার মতন দরকার পড়বে আমার,, সমস্ত ইনফর্মেশন ই পেয়ে গেলাম,, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা উপস্থাপনার জন্য 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আপনার ভিডিও দেখে সুগম দর্শনের টিকিট কেটেছি অনলাইনে। কোথায় গিয়ে এই টিকিট দেখাতে হবে যাতে পুজো দিতে যেতে পারি। দয়া করে একটু জানাবেন। আমি এই প্রথমবার যাচ্ছি।
Aapnar travel guide dekhe aamar husband Samrat or r aamar Beneras trip plan kore phello. Aapnar vlog r tulona nei! Aamra jaachhi 29th December. Onek onek dhonyobaad dada!
ভালোভাবে ঘুরে আসুন ❤️
অপূর্ব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে।🙏💕
Apnar video gulor doulot e kothau jawa asha akhon khub sohoj, ar ei video ta te budget o toiry kore dilen. 🤓🤓🤓👍😁😁💐👍🙏
Khub valo laglo, thank you dada, amra 8th November jacchi
The best descriptions in details ever watched
খুব ভালো লাগলো আপনার ব্লগ টি...এত বিস্তারিত বর্ণনা ..আপনার ভিডিও টি দেখেই আমার অর্ধেক ভ্রমণ হয়ে গেল..ধন্যবাদ
Thank you.
Ami to apnar Benaras r ager video dhake hotel bacchan palace e chilum. R LKO te chilum . Khub bhalo.
Khub Bhalo laglo …apnar video dekhe January te Pondicherry Kanyakumari trip ta korechi…r ei month e Benaras jachhi apnar dewa Shob information note kore niye…Thank you so much 🙏🏻evabei Amader guide korte thakun
Thank you so much 😊
Oshadharon guidance as Always Anindya….
সবথেকে আগে জানতে চাই যে কোনও জায়গাতে বেড়োতে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে জানার জন্য ক ঘন্টা পড়াশোনা করেন, এত ভাল উপস্থাপনা ভাবাই যায় না ,আমার ফেব্রুয়ারি মাসে যাওয়ার ইচ্ছে আছে আপনার ভিডিও টা ফলো করেই যাব যাতে সব কিছু ঠিকঠাক হয় ,খুব ভাল থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏
অনেক ধন্যবাদ আপনাকে 😍
Khub valo laglo., darun presentation..,😊
অত্যন্ত তথ্য সমৃদ্ধ vlog ।
Khub sundar Jai baba Biswanath
Saswati ma'am er video clip gulor alada kore tarif na kore parlam na. Anindya sir is as wonderful as ever. 🙏🙏🙏
ম্যাডাম আমার থেকেও অনেক ভালো ছবি তোলেন 😀
@@AnindyasTravelogue Jani to. Setai bollam😊
খুব ভাল লেগেছে দাদা৷ অনেক ইনফরমেশন পেলাম৷
দাদা আমি বেনারসে থাকি কিন্তু আপনার ভিডিও গুলো দেখে বেনারস আরো নতুন করে মনে হয়
অনেক ধন্যবাদ 🙏
Pls ektu bolben ami varanasi te one month thakte chai kothai thakbo pls madam Purnima bolben ektu...ki bhabe contact korbo ......
@@pujadutt6767 akhane onek gust house aachy aapni online dekhe nin
Thank u .....for this vlog
Full information 👌
অনিন্দ তোমার বেনারসের ব্লগটা দেখে মন ভরে গেল ।আমরা দূর্গা পূজার বেনারস যাচ্ছি ।
Thank you ❤️
Very informative tour guide. Just chokh buje travel plan kore newa jabe apnader vlog dekhe.
Thank you so much 😍
@@AnindyasTravelogue Next ki Pondicherry vlog asbe ?
হ্যাঁ ।
Anindya da khub bhalo laglo vlogta dada. .bises kore kashir khoyadao r mein spots gulo sathe tomar information gulo sotiee amader sobbar khub upokari..Thank you dada
ধন্যবাদ 🙏
Darun vabe bujhiye diyechen....onek dhonnobad 🎉😊
খুব সুন্দর করে আপনি ডেসক্রিপশন গুলো দিয়েছেন খুব ভালো লাগলো দাদা আপনি যদি একটা ট্যুর প্ল্যান করতেন তাহলে আমরাও নিশ্চয়ই যেতাম
অনেক ধন্যবাদ 🙏
Excellent. Eto information r kothao paini. Thank you.
Very helpful...really informative and helped us to plan our Benaras tour...Thank You
My pleasure 😊
খুব সুন্দর উপস্থাপনা❤
খুব ভালো লাগলো দাদা। ভালো থাকবেন।
Thank You Dada, Kub Sundor & Informative Video....🙏
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤
Bhison bhalo laglo. Khub informative vedio. Anek dhonnobad apnake
Thank you 😊
খুব সুন্দর লাগলো ভিডিও টা।
Khub valo laglo , apnader video guli dekhe akbar jabar khub ichha hochhe ekbar devdipawali te
খুব সুন্দর বেনারস দর্শন করালেন
This video will remain an asset for many
Thank you so much
খুব ভালো লাগলো দাদা, বৌদি আপনাদের উপস্থাপনা। খুব ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
Somridhyo holam anando pelam apurbo sundor subhechha o abhinandan
Excellent description diyechen
Hari🕉️sri Gouri Shankaray Namaha🕉️🪔🪔🪔🪔🪔🌷🌹🥀🌷🌹🥀🌷🌹🥀🌷🌹🥀🌷🌹🥀🌷🥀🙏🙏🙏🙏🙏🙏Har Har Mahadev🪔🪔🪔🪔🪔🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏Jai jai sri Kasi Dham🪔🪔🪔🪔🪔🌹🌷🥀🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏🙏🙏🙏
khub bhalo laglo....thanks dadabhai❤❤❤❤❤
অসাধারণ বর্ণনা। ধন্যবাদ আপনাকে