Bagdogra থেকে গেলাম Rishikesh । দিল্লী থেকে স্লিপার বাস । তথাগতর বাড়িতে জমিয়ে ডিনার

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 617

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 5 місяців тому +110

    "তোমায় দেখে মনে লাগে ব্যথা,
    হায়, বিদেশী (এদেশী) পান্থ।
    এই দারুণ রৌদ্রে, এই তপ্ত পথে
    তুমি কি পথভ্রান্ত।
    দুই চক্ষুতে একি দাহ-
    জানি নে, জানি নে, জানি নে কী যে চাহ।
    চলো চলো আমাদের ঘরে,
    চলো চলো ক্ষণেকের তরে-
    পাবে ছায়া, পাবে জল।
    সব তাপ হবে তব শান্ত"
    ৯ই জুলাই বিকাল ৫ টা । তাপমাত্রা ৫০ ছুঁই ছুঁই । দিল্লী র তাপপ্রবাহে প্রাণ হারিয়েছ প্রায় ৫০ জন মানুষ । এই রোদ্র প্রখর বিকালে বিমানবন্দরের বাইরে অপেক্ষারত এই দুই মহারথী ।
    তখনি শ্যামা নৃত্যনাট্যের এই গানটি মনে আসছিল যখন কিছুটা দূর থেকে দুই জন কে দেখলাম ।
    ৯ ই জুন ২০২৪ আবার একটি স্মরণীয় দিন হয়ে রইল কারণ সেইদিন আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে ভরে উঠা ছাড়াও, প্রাণ মন মম প্রসাদরসে ভরে উঠেছিল আর থেকে থেকে দেহ পুলকিত হয়ে উঠেছিল - কবিগুরু হয়তো এই রকম কোনো আনন্দ সন্ধ্যায় এই গানটি রচনা করেন ।
    আমি শুধু ভাবি দর্শক দের আনন্দ দেবার জন্য হিচ হাইকিং থেকে শুরু করে দুইদিন দুই উত্তরবঙ্গের শহর আমাদের কাছে পেশ করে সারা রাত বাস জার্নি করে চলে গেলেন হৃষীকেশ হয়ে তুঙ্গনাথ এর পথে এই ৫০ ঊর্ধ দুই ভদ্রলোক ।
    অপেক্ষা করে থাকব এই সংক্ষিপ্ত সন্ধ্যা কে আগামী বার আরো প্রলম্বিত করার জন্য ।
    শেষে আর একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন ।
    এই দুই মহারথীর বন্ধুত্ব সে সুদৃঢ় তা বলার উপেক্ষা রাখে না - এর এক প্রধান কারণ দুজনেই প্রকৃতি প্রেমিক । প্রকৃতি কে ভালবেসে - তার প্রেমে আপ্লুত হয়ে পৃথিবী জুড়ে এদের বিচরণ । প্রকৃতি প্রেমিক কবি অনেকেই আছেন তবে প্রকৃতি প্রেমিক ট্রাভেল ভ্লগার দের মধ্যে এরা অন্যতম শ্রেষ্ঠ। তাই এই দুই মহারথীর উদেশ্যে -
    "আবেশে বিভোরা আপন হারা
    প্রেমের প্রাণ প্রেমে মাতোয়ারা
    যাও দেখে যাও ছবি এঁকে নাও
    রেখো এমনি করে সোহাগ ভরে
    মনোচোৱে বেঁধে প্রেমডোরে ।
    (ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ )
    অনেক শুভেচ্ছা রইল - আগামী পর্বের অপেক্ষায় রইলাম ।

    • @explorershibaji
      @explorershibaji  5 місяців тому +20

      একটি অসাধারণ সন্ধ্যে কাটিয়েছিলাম তোমাদের সান্নিধ্যে। আড্ডা, গান, গল্প, খাওয়াদাওয়া সব কিছু মিলিয়ে মন ভালো করা কিছু ঘণ্টা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বন্ধু। ভালো থেকো।

    • @tathagatadasgupta
      @tathagatadasgupta 5 місяців тому +4

      ⁠@@explorershibaji❤❤ আমিও অধীর আগ্রহে বসে থাকব পথ চেয়ে।

    • @ankanarakshit4950
      @ankanarakshit4950 5 місяців тому

      😊😊😊😊😊😊

    • @haque-anis
      @haque-anis 5 місяців тому +3

      যাক শ্যামা থেকে চমৎকার উদ্ধৃতি দিয়েছেন।

    • @krrahul2335
      @krrahul2335 5 місяців тому +4

      @@tathagatadasgupta শিবাজীর ভিডিও যেমন দৃষ্টিনন্দন, তেমনই মনোমুগ্ধকর আপনার লেখা
      বলতে পারেন আপনার লেখারও ভক্ত
      তাই "দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি....."
      সেটা শিবাজীর ভিডিওর সাথে আপনার লেখাও সমান ভাবে প্রযোজ্য
      ভাল থাকবেন নমস্কার 🙏🏻

  • @koushikLiifestyle
    @koushikLiifestyle 5 місяців тому +48

    *শিবাজী দা আপনি বাংলার হিউ এন সাং,প্রায় দু বছর হলো আপনার চ্যানেল এর সাবস্ক্রাইবার, আমি ভগবানের এর কাছে প্রার্থনা করবো আপনি যেন খুব জলদি ১ মিলিয়ন এর গন্ডি ছুঁয়ে ফেলেন, এবং আপনার চ্যানেল এর আরো শ্রীবৃদ্ধি হোক, আপনি ও পৃথ্বীজিৎ দা খুব ভালো থাকুন, অনেক ঘুরুন আর আমাদের দেখান, অনেক সাহায্য পাই আপনার ভিডিও থেকে, ভালো থাকবেন শিবাজী দা* ❤

    • @A1-nh3ot
      @A1-nh3ot 5 місяців тому +1

      Dada apnara Amarnath yatra krte jachen

  • @kajalsahu7792
    @kajalsahu7792 5 місяців тому +6

    শিবাজী বাবু ,আজ খুব খুশি হলাম এতো সুন্দর সুন্দর জায়গা দেখানোর সাথে নির্দিষ্ট জায়গায় নোংড়া ফেলে প্রকৃতি তথা সমগ্র দেশের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই অ্যাওয়ারনেস টা দেওয়া জন্য। ভাল থাকুন ,সুস্থ থাকুন

  • @SantwanaSensarma
    @SantwanaSensarma 5 місяців тому +11

    কি অপূর্ব মাস্টার স্ট্রোক।হিচ হাইকিং থেকে একেবারে হৃষিকেশ,চলুক এ রকম দুর্দান্ত এক একটি স্ট্রোক মাঝেমধ্যে। আমরা আছি আপনাদের পাশে।ঈশ্বর আপনাদের দুজনকে সুস্থ রাখুন এই প্রার্থনা করি।

  • @dipccu
    @dipccu 5 місяців тому +1

    খুব nostalgic...
    1982 তে বোধহয় গিয়ে ছিলাম...
    যাদের সাথে গেছিলাম, বাবা, jethu, jethima, pishi... tara কেউ আজ নেই..
    Thanks a ton for reliving those days🙏

  • @kalyanbasak6494
    @kalyanbasak6494 5 місяців тому +7

    শিবাজিদা ও পৃত্বিজিৎ ডা শুধু আপনারা ভ্রমণ করেন টা কিন্তু নয়,ভারতবাসীর সুশিক্ষিত করার কথা মনে রাখেন,এইগুলি আমাদের কাছে অমূল্য সম্পদ। ভালো কাটুক আপনাদের ভ্রমণ যাত্রা।

  • @subratasanyal8191
    @subratasanyal8191 5 місяців тому +1

    খুব সুন্দর লাগলো বাস জার্নি আর সাথে অন্য সব দৃশ্য

  • @ভিনদেশীতারা-ঠ৭ণ
    @ভিনদেশীতারা-ঠ৭ণ 5 місяців тому +2

    শিবাজী পৃথ্বিজিত ধন্য আপনারা ! সত্যি এই আবহাওয়াতে এই রকম energy নিয়ে কি অক্লান্ত পরিশ্রম ! ভাবা যায় না ! মাঝে মাঝে আপনাদের অতি মানব মনে হয় ! যারা ভাবেন শুধু পয়সার জন্য এটা করা যায় তাদের জন্য আমার করুণাই হয় আর আপনাদের জন্য বাঙালী হিসেবে হয় দারুন দারুন গর্ব ! এবার যখন কলকাতা আসবো একবার দেখা করবেন কি ? অনেক অনেক ভালবাসা !

  • @Swatiyoanna
    @Swatiyoanna 5 місяців тому +2

    প্রথমেই আপনারা দুজনেই আমার প্রণাম জানবেন, আর আপনাদের এই ট্যুরের ভিডিওটা অসাধারণ বাগডোগরা থেকে যে এরোপ্লেনের জার্নিটা ছিল নিউ দিল্লি, তারপর বাসে ঋষিকেশ জার্নি খুব সুন্দর মন্ত্রমুগ্ধ, কিসের গঙ্গাকে দর্শন করালেন মন মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লেগেছে আর প্রিতিজিতদা, শোন মজার মানুষ থাকলে তো মানুষ অনায়াসে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে, সুন্দর শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন আপনারা, খুব ভালো খুব ভালো লাগলো, আপনাদের ভিডিও গুলো দেখতে পরিষ্কার সচ্ছল খুব ভালো নিজেদের খেয়াল রাখবেন সব সময়, একটা কথা দিল্লিতে গেছেন মনে হচ্ছে ছুটে চলে যাই কেন কি আমার মেয়ের বাড়ি ওখানে দিল্লি দোয়ারকা সেক্টর 4, নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি 🙏🙏

  • @priyamajumdar1022
    @priyamajumdar1022 5 місяців тому +1

    দারুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি আমরা। এই ভূস্বর্গ এই পৃথিবী এই ভারত বর্ষ। আপনাদের চোখ দিয়ে এই স্বর্গ সুখ উপলব্ধি করা এ যে পরম পাওয়া আমাদের।

  • @foodandtravelwithsubhra
    @foodandtravelwithsubhra 5 місяців тому +2

    গত বছর আমিও তুঙ্গনাথ গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা, চোপতা ও খুব ভালো শৈল শহর। খুব ভালো লাগবে ঘুরতে, সাথে তুঙ্গনাথ মহাদেবকে দর্শন,যা পৃথিবীর সবচেয়ে উচু শিব মন্দির।

  • @sandipdas5815
    @sandipdas5815 5 місяців тому +2

    এটা খুব ভাল লাগল। ভাল থাকবেন। পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম।

  • @rashidasultana7982
    @rashidasultana7982 5 місяців тому +2

    ,দারুণ ভ্রমণ, প্লেন, মেট্রোরেল, বাস।খুব ভালো লেগেছে সারাদিনের ক্লান্তি শেষে অসাধারণ একটা ভিডিও দেখে। অপেক্ষায় থাকলাম। 😊😊

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 5 місяців тому +3

    একেবারে গূপী-বাঘা র তালি মেরে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার মতো। জলপাইগুড়ি- শিলিগুড়ি থেকে দিল্লি হয়ে রিশীকেশ। এটা সেরার সেরা। ❤❤
    আর পিজা র ভাটির সামনে দাঁড়িয়ে 'ও দাদা আছে ন নাকি? ও মেশোমশাই, 👏👏👏
    জয় বাঙ্গালী, জয় এক্সপ্লোরার শিবাজী। ❤❤
    ভালোবাসা দুজনের জন্য।

  • @-pt8gwAbhishekBej
    @-pt8gwAbhishekBej 5 місяців тому +1

    হর,হর,গঙ্গে। দারুণ ভিডিও টা। পরের ভিডিওর
    অপেক্ষাতে রইলাম। প্রনাম নেবেন আপনারা। ধন্যবাদ।

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 5 місяців тому +1

    Thik kotha, long distance train/ bus dekhlei nostalgic lage.
    Very true

  • @parthadutta8539
    @parthadutta8539 5 місяців тому

    পৃথ্বিজীৎ দার কথায় "বলা যায় না, পতঞ্জলির জল খেয়ে মনে হয় আর একবার কপালভাতি করে নিই" দারুন সুন্দর হয়েছে। একেবারে Top Class, Classic.
    পৃথ্বিজীৎ দা, well said.

  • @shibanidatta5936
    @shibanidatta5936 5 місяців тому +2

    দারুণ দারুণ ভিডিও
    দুই বন্ধু র কথা গুলো খুব ভালো ।এইভাবে আমাদের নতুন নতুন ভিডিও দিও।

  • @somachatterjee8418
    @somachatterjee8418 5 місяців тому +1

    Tunganath !!!!!
    ওবাবা দারুন ভীষন ভালো লাগছে।
    সেই আমার স্মৃতি জড়ানো ভীষন পবিত্র স্থান ।

  • @arundatta2423
    @arundatta2423 5 місяців тому +1

    আজকের ভিডিও দেখলাম এবং ভালই লাগল। পরবর্তী ভিডিও আরও ভাল হবে,এই আশা করি।ভাল থাকবেন।

  • @spc3461
    @spc3461 5 місяців тому +9

    বাহ, বাগডোগরা থেকে ঋষিকেশ পর্যন্ত কী অবিশ্বাস্য যাত্রা! দিল্লি থেকে স্লিপার বাস যাত্রা বেশ দুঃসাহসিক মনে হয়। এবং এত দীর্ঘ ভ্রমণের পরে বাড়িতে খাওয়া অবশ্যই এত আরামদায়ক ছিল। আমাদের সাথে এই ভ্রমণ অভিজ্ঞতা ভাগ করার জন্য ধন্যবাদ! 🚌🌟😊

  • @Rsuranjana
    @Rsuranjana 5 місяців тому +1

    দুর্দান্ত.. তথাগতের বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হল তারপরে bus journey টাও..
    আমি এই tunganath ভিডিও জন্য বসে ছিলাম.. দেখি পারি কিনা সামনের বারে. একটু মনোযোগ দিয়ে তাই বসে আছি

  • @sanchitabose4592
    @sanchitabose4592 5 місяців тому +1

    Nice presentation. Beautiful place. Thanks to both of you.

  • @golpogathaaudiostory23
    @golpogathaaudiostory23 5 місяців тому +1

    আবারো মন ভরে গেল দাদা, অসাধারন সত্যি এতো কিছু বোধহয় আপনাদের দ্বারাই সম্ভব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় আপনারা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। আপনাদের খুব শ্রদ্ধা করি দাদারা ❤❤❤❤

  • @nandasen6118
    @nandasen6118 5 місяців тому +1

    অসাধারণ বাগডোগরা থেকে ঋষিকেশ সত্যিই এই নাহলে Explorer Shibaji

  • @JAGANNATHKUNDU-m9z
    @JAGANNATHKUNDU-m9z 5 місяців тому +2

    খুব সুন্দর উপস্থাপনা আমরা তো ঘড়ে বসে দেখছি কিন্তু শিবাজী দার তো এতো গরমে আমাদের জন্য এতো সুন্দর ভিডিও করছে এর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ ❤ তার সাথে বলি আমারা জদি একটু ‌সচেতন হই তাহলে পরিবেশ কে একটু সুন্দর করে তুলতে পারি ভালো থাকবেন ❤❤❤

  • @jayantighosh7463
    @jayantighosh7463 5 місяців тому +4

    Please plant more and more trees... Save Mother Earth.... It is our responsibility to give our future generation a wonderful world 🌍🙏

  • @Songeetchorcha_Rupa
    @Songeetchorcha_Rupa 5 місяців тому +1

    এক ভিডিও তে বাগডোগরা থেকে ঝষিকেশ , দারুন দারুন , খুব ভালো লাগলো

  • @samirbhattacharya2817
    @samirbhattacharya2817 5 місяців тому

    শিবাজী দা আপনি একাই একশো। সুন্দর এবং সাবলীল বিবরণ। সাবাস।

  • @arabindananda6031
    @arabindananda6031 5 місяців тому +1

    এমনি ভ্রমণ কাহিনী পড়তে ভালো লাগে সঙ্গে ভিডিও ও ধারাবিবরণী যেভাবে কথোপকথনের মাধ্যমে পরিবেশন করছেন বয়স্কমানুষের আনন্দবর্ধনের জন‍্য সব আশীর্বাদ আপনাদের জন‍্য থাকল।

  • @krishnamitra812
    @krishnamitra812 5 місяців тому +2

    Darun laglo video ta Jay maa ganga 🙏🙏

  • @surajitdhar2415
    @surajitdhar2415 5 місяців тому +1

    Khub khub bhalo laglo Dada
    Lovely place thank you ❤

  • @jayasreedas952
    @jayasreedas952 5 місяців тому +1

    সত্যি আপনারা কখন কোথায় হাততালি দিয়ে উড়ে যাচ্ছেন বোঝা দুস্কর।রিশিকেশের একটা ‌নিরামিশের দারুন একটা ‌রেসতরা আছে দারুন ও গরম খাবার পাওয়া যায় দেখা‌ জায়গা আবার দেখতে পাচছি খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @susantaroy6181
    @susantaroy6181 5 місяців тому +1

    এই ভিডিও টা খাসা হয়েছে। একটা ‌দারুন উপভোগ ‌করলাম।

  • @rajibchakraborty4581
    @rajibchakraborty4581 5 місяців тому

    Ami o tomader motoi 50. Tomader bachon bhangi khub e marjito. 8-80 sabaike entertain korcho. Tomader jonnyo kato desh dekhlam. Proud of you as a bengali. Shibaji da o Prithwijit da
    Khub bhalo theko, sustho theko.
    Hrishikesh ta eimatro dekhlam.❤❤❤

  • @dolabiswas5514
    @dolabiswas5514 5 місяців тому

    খুব সুন্দর লাগল বাগডোগরা থেকে দিল্লী হয়ে হৃষিকেশ আমিও ক্লাস এইটে পড়ার সময় প্রথম হরিদ্বার হৃষিকেশ গিয়েছিলাম তারপর 2011 তে আবার তুঙগনাথ এর অপেক্ষায় রইলাম 👌👌👍👍🙏

  • @niveditaroy2964
    @niveditaroy2964 5 місяців тому

    I look forward for the weekends to watch your interesting and adventurous videos, Sleeper bus gulo ki darun, mone holo aamio travel korchi.
    Thanks for sharing 👍

  • @sreejitachanda6787
    @sreejitachanda6787 5 місяців тому +1

    Darun laglo... jokhonoi new video ase... ki anondo lage

  • @triptighosh5470
    @triptighosh5470 5 місяців тому +1

    বেশ ভালো ই লাগলো, পরের পর্বের অপেক্ষায় থাকলাম। এরপর তো আবার অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। খুব ভালো লাগছে। খুব ভালো করে ঘুরে আসুন, অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @minuroymallick9267
    @minuroymallick9267 5 місяців тому +1

    Khub khub valo laglo akhon apner sathe prithi babu valo explain sob spot r valo thakben 2jone

  • @Sampriti-92
    @Sampriti-92 4 місяці тому

    পুজোর পর যাচ্ছি হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মুসৌরি। ভালো লাগলো দেখে।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 5 місяців тому

    বাহঃ বেশ ভালো লাগলো। আমি আগেই কয়েক বার গেছি এই জা য়গাতে । এই হৃষিকেশে after trekking বেড়াতে যেতাম। সে প্রায় তিরিশ/পঁয়ত্রিশ বছর আগের গল্প । আপনাদের বেড়ানোটা আমার খুবই ভালো লাগে। এখন বয়স হয়ে গেছে এখন তো আর যাওয়া হবেনা তাই এখন আপনাদের চোখ দিয়ে দেখব । ভালো থাকবেন।

  • @sarojbose6015
    @sarojbose6015 5 місяців тому +1

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 5 місяців тому +1

    এমন বাসের সীট প্রথম দেখলাম ভাই। খুব ভালো লাগলো। বিমান, বাস যাত্রা খাওয়া দাওয়া সবই ভালো ছিল কিন্তু গঙ্গার ধারে আাবর্জনা--- আগামী ভিডিওর আশায় আছি। শুভকামনা। ❤️❤️

  • @SabitaHalder-sl1es
    @SabitaHalder-sl1es 4 місяці тому

    ধন্যবাদ জানাই সুব্রত মণ্ডল কে এবং আপনাদের ও এই ধরনের ভিডিও উপহার দেয়ার জন্য ।

  • @ProsenjitDas-q6r
    @ProsenjitDas-q6r 5 місяців тому +1

    খুব সুন্দর হয়েছে ভিডিওটা।❤❤❤ রইলো

  • @animeshnandy9618
    @animeshnandy9618 3 місяці тому

    আলুপোস্ত আর 🦐 মাছ আমাদের মানে ঘটিদের খুব প্রিয়,তাই দেখে 🤤 চলে এল👌

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 5 місяців тому

    সূচনাতেই বাজিমাত !! 👌👌👌 বাকিদের অপেক্ষা তে রইলাম ❤❤❤

  • @priyankagon7205
    @priyankagon7205 5 місяців тому +1

    Khub valo laglo ai video ti o.

  • @rajibghosh56
    @rajibghosh56 5 місяців тому +1

    দারুন সূচনা হলো, খুব ভালো লাগলো, দিল্লী থেকে ঋষিকেশ বাস যাত্রা আমাদের‌ও নতুন ভাবে জানার অভিজ্ঞতা হলো 🙏🏽 আগামী Episode গুলোর অপেক্ষায় রইলাম । 💐
    শিবাজী দা জানিনা কেন South India আপনারা একেবারেই tour করেন না , আপনার চোখ দিয়ে কেরল tour টা জেনে নিতে চাই , সম্ভব হলে ঐ দিকটাও সফর করুন কোননা আপনার সফর follow না করে আমাদের কেরল ঘোরা হবে না 💖

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 5 місяців тому +1

    খুব খুব ভালো লাগলো ভিডিও টা দাদা ও দাদা কে অনেক ধন্যবাদ আপনাদের এতো সুন্দর একটা বাস জার্নি উপহার দেবার জন্য।🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudiptaghoshal4847
    @sudiptaghoshal4847 5 місяців тому +1

    খুব খুশি হলাম আপনারা তুঙ্গনাথ🙏 যাচ্ছেন ।

  • @aruntaps4871
    @aruntaps4871 5 місяців тому +1

    দারুন দারুন জমে গেছে গুপি বাঘা

  • @rimabhattacharjee1038
    @rimabhattacharjee1038 5 місяців тому +1

    ভাষা জ্ঞান তেমন কিছু নেই,তবে আপনাদের ভাই আমার খুব ভাল লাগে সঙ্গে আপনাদের ভ্রমণ,অসাধারণ 👌👌👍

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 5 місяців тому +3

    🙏❤❤🙏, খুব ভালো লাগলো আজকের পর্ব 😊❤🎉 খুব ভালো থেকো তোমরা Explorer Shibaji ar Pritthwijeet ❤❤️

  • @AvijitBose-bv1eb
    @AvijitBose-bv1eb 5 місяців тому +1

    খুব সুন্দর যায়গা sarigram. আমি ওনেক বার গেছি, ওখান থেকে আমি আরেক জায়গায় গেছিলাম sakrigram খুব সুন্দর জায়গা

  • @sunetra1000
    @sunetra1000 5 місяців тому +1

    চমকটা অসাধারণ। খুব ভাল লাগল।

  • @sumanabhaduri3975
    @sumanabhaduri3975 5 місяців тому

    Adventure to Spirituality........... enjoy korlam 👌 virtually
    Jai Ganga Maiya 🙏

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 5 місяців тому

    চমৎকার লাগলো। আমি রিসিকেশ গেছি। অনেক বদলে গেছে। তোমাদের অনেক ধন্যবাদ।তুঙ্গনাথ দেখার ইচ্ছে রইল। ভালো থেকো।

  • @sujatananda3718
    @sujatananda3718 5 місяців тому

    ঋষিকেশে বার দুয়েক গেছি,একটা বাজারে একটা টিকি ওয়ালা লোকের মুর্তি দেয়া রেস্টুরেন্ট আছে, বেশ নাম, খেয়েছিলাম ওখানেই যতদূর মনে পড়ে,গংগা অপুর্ব সুন্দর, ভিডিও টা অসাধারণ লাগলো

  • @rekhaghosh8723
    @rekhaghosh8723 5 місяців тому +1

    Tomader jattra subho houk. God bless you and your family.

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 5 місяців тому

    খুব সুন্দর ভিডিও। খুব আনন্দে ঘোরো 👍👍👍

  • @sujatabanerjee3904
    @sujatabanerjee3904 5 місяців тому

    Darun enjoy korchi apnader songe, khub valo lagche enjoy❤❤

  • @moumitachattopadhyay8422
    @moumitachattopadhyay8422 5 місяців тому +1

    সব সময়ের মত ই খুব ভালো লাগলো।

  • @anindachanda2080
    @anindachanda2080 5 місяців тому +1

    Darun Darun laglo episode ta ,khub bhalo.Anek bhalovasa anek subhokamona.pronaam neben.🙏❤

  • @TS-TTP
    @TS-TTP 5 місяців тому +1

    যথারীতি সুন্দর vlog. তুঙ্গনাথ ট্রেক গেছিলাম 2019 সালে। সাথে করেছিলাম দেওরিয়াতাল । আপনারাও যাবেন নিশ্চয়।
    এতদিন বাদে নিজের যাওয়া জায়গা আপনাদের চোখে দেখব - দারুন লাগবে 100% confirm। অপেক্ষায় রইলাম।

  • @kalyandas8086
    @kalyandas8086 5 місяців тому +1

    Asadharon, kono kotha hobe na 😊👌👌👍👍👍💕💕💕💕

  • @artislife8103
    @artislife8103 5 місяців тому +9

    অসাধারণ সুন্দর উপস্থাপনা ❤ এই বিচ্ছিরি ব্যবস্থাপনা র জন্য কর্তৃপক্ষ দায়ী কিন্তু কিছুটা আমরাও দায়ি। কারণ আমরা নিজেরা কোথাও বেড়াতো গেলে সেই জায়গাটা নোংরা করে আসি। এটা ভারতীয় হিসাবে খুব লজ্জাজনক ।

  • @indraneelsen3188
    @indraneelsen3188 5 місяців тому +1

    Great..! অনেক কিছুর অপেক্ষায় রইলাম .. 👍👌❤

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 5 місяців тому +1

    এক কথায় অসাধারণ 👌❤ খুব ভালো লাগলো 👍❤️

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 5 місяців тому

    দারুন ভালো লাগলো বাগডোগরা থেকে দিল্লী হয়ে হৃষিকেশ যাওয়া। ❤️

  • @tapassanyal3555
    @tapassanyal3555 5 місяців тому +1

    শুরু করলাম আপনাদের সাথে নতুন জায়গা দেখা ❤❤❤

  • @sayaksc3590
    @sayaksc3590 5 місяців тому

    Areey Baah Daroon Daroon 👌❤️❤️ Abaro Sundor Bhromon kahini r shubharombho..Bagdogra r durdanto journey ebong tar sathe Hiking kore straight Rishikesh obisassho....Prithwijit dar t-shirt ta seraa 😂 chaliye jao..porer golper opekkhay thaklam...❤️❤️❤️❤️

  • @rahulraychaudhuri6905
    @rahulraychaudhuri6905 5 місяців тому +5

    যোগভ্যাসের চেয়ে বরং যোগ নিদ্রায় যাওয়া কখনও কখনও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।😅😅❤❤❤❤❤

  • @jamalahmed2084
    @jamalahmed2084 5 місяців тому +2

    You have opened a chapter that's very close to my heart - Rishikesh.
    For many, this place is a symbol of peace, spirituality, and natural beauty. But for me, it's a trip down memory lane, a reminder of my journey to Joshimath and Badrinath that still feels so fresh in my mind. And the morning “Tarpans”on Ganga, there's something incredibly calming about watching people perform these rituals, connecting with the river and their spirituality. It's a reminder of the timeless traditions that make Rishikesh so special. The gentle flow of the river, and the fresh morning air create the perfect ambiance for yoga. It's an experience that rejuvenates the mind, body, and soul. And the ISKON temple…..the evening prayers there are a divine experience, with the soulful chants, rhythmic movements and devotional songs resonating with every visitor.
    No visit to Rishikesh is complete without the walk through the remnants of the Beatles Ashram. This place is a fascinating blend of history and art, where the legacy of the Beatles' visit still lingers.
    Rishikesh is often associated with its spiritual side, but it also offers an amazing non-vegetarian culinary experience ……from local street food to exquisite dishes at restaurants, the city probably is the only totally non-veg city in India.
    But it's important to address the changing face of Rishikesh. Over the years, the city has seen over-urbanization and a rampant influx of tourists, which is gradually eroding its charm. As visitors, we need to be mindful of our impact and strive to preserve the essence of this beautiful city.
    Rishikesh will always hold a special place in my heart, with its serene mornings, the Ganga in its pristine form, spiritual practices, and rich history. We must cherish and protect the beauty of this city, ensuring that future generations can experience the same magic that we did and still do. Thank you so much for bringing us on this nostalgic journey.

    • @rajrupachatterjee256
      @rajrupachatterjee256 5 місяців тому

      I think you meant veg city

    • @jamalahmed2084
      @jamalahmed2084 4 місяці тому +1

      @@rajrupachatterjee256 Exactly. it was a typo. Rishikesh is obviously a veg city. Thanks Rajrupa for correcting me. Warm regards.

    • @rajrupachatterjee256
      @rajrupachatterjee256 4 місяці тому

      ​@@jamalahmed2084 you are welcome🎉

  • @bimansaha7005
    @bimansaha7005 5 місяців тому

    দাদা আমার কাছে কিন্তু নোটিফিকেশন আসছে। ❤❤❤ আমি তোমার ভিডিও ইউটিউবে নিয়মিত দেখি। সত্যিই খুব ভালো লাগে তোমার ভিডিও গুলো। পৃথিজীতদার কথাতো আরো ভালো লাগে। একজন বাঙ্গালী হয়ে তোমরা যা করছো তাই তোমাদের কুর্নিশ জানাই। এমনকি সকল বাঙ্গালী ইউটিউবার দের। তাই আমরা চাই আরো আরো অনেক ভিডিও বানাও। আমরা সম্পুর্নভাবে তোমাদের সাথে আছে এবং থাকবো। ❤❤❤❤

  • @prokashbiswas16
    @prokashbiswas16 5 місяців тому +1

    Darun uposthapona🎉🎉

  • @simachakraborty7339
    @simachakraborty7339 5 місяців тому +1

    Khub bhalo laglo

  • @jayantichakraborty5105
    @jayantichakraborty5105 5 місяців тому +2

    Eto real Gupi ,Bagha❤❤
    Aaj ekhane , Kal okhane

  • @sougatabose7481
    @sougatabose7481 5 місяців тому

    Khub sundor informative ekta vlog shibaji Da .

  • @adwiteeyamukhopadhyay6250
    @adwiteeyamukhopadhyay6250 5 місяців тому +1

    খুব সুন্দর ভিডিও

  • @shibanibiswas217
    @shibanibiswas217 5 місяців тому

    দাদা অসাধারণ লাগল আজকের ভিডিও… পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম…জয় তুঙ্গনাথ 🙏শুভকামনা রইল অনেক আপনাদের জন্য❤

  • @priyankabhattacharya9397
    @priyankabhattacharya9397 5 місяців тому +1

    বাহ্ জমে গেলো আবার

  • @SumanMukhopadhyay-m1n
    @SumanMukhopadhyay-m1n 4 місяці тому

    thanks for adding the environmental cleaning message. much appreciated.

  • @chinmayhalder8939
    @chinmayhalder8939 5 місяців тому +1

    Khub valo laglo 😊😊😊

  • @saikatkghose8501
    @saikatkghose8501 5 місяців тому +1

    দাদা😅😅 কি বলবো তোমাকে , তোমাদের অসীম ক্ষমতা, পুরো পায়ের তলাতে সরষে।। আমাদের জন্য ভালো ।। কষ্ট অনুভব করি দাদা🙏🙏🙏🙏🙏

  • @deepakbiswas334
    @deepakbiswas334 5 місяців тому +2

    Bah darun aami 2016 porjonto odikei chilam..smriti romonthito holo bhaloi laglo... agarpara thaki HB jogur dada❤❤

  • @shyamsaxophone1340
    @shyamsaxophone1340 4 місяці тому

    khub sundor laglo

  • @subratadutta8451
    @subratadutta8451 5 місяців тому +1

    1984 সাল থেকে 2000 সাল পর্যন্ত অনেকবার ঋষিকেশ এবং হরিদ্বারে। ঋষিকেশ এর গীতা ভবন মুগ্ধ করেছিল, হরিদ্বারের গঙ্গা আরতি দেখার জন্যই কয়েকবার গেছি। কিন্তু যা দেখলাম এই বয়সে আর মন চাইছে না কংক্রিটের জঙ্গল দেখতে। তখন রাম ঝুলা তৈরি হয়নি আমরা নৌকা করে গীতা ভবন থেকে এপারে আসতাম।
    আপনারা দুজনেই ভালো থাকবেন, দুজনেই ভালো থাকবেন, পরবর্তী গন্তব্য তুঙ্গনাথ বলছেন, চেষ্টা করবেন ভোরবেলা চন্দ্র শিলার ছবি তুলতে। যদি দেখতে যান অনুভূতি জানাবেন ভালো থাকবেন।

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 5 місяців тому +2

    sundar maa paharer kole maa ganga

  • @Nandita-p1t
    @Nandita-p1t 5 місяців тому +1

    Khub valo laglo, thank you ❤❤❤

  • @santanuroychoudhury7715
    @santanuroychoudhury7715 5 місяців тому +1

    অসাধারণ video 👌

  • @lilachanda752
    @lilachanda752 5 місяців тому

    শিবাজী তোমাদের বাসটা দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমরা যাই যদিও রীশীকেশ আমরা দুবার গেছি ❤❤❤❤

  • @ranjaydebnath967
    @ranjaydebnath967 5 місяців тому +1

    Dada sorirer jotno niben❤ happy jurny ..joy amornath baba❤

  • @gopalmaity9833
    @gopalmaity9833 5 місяців тому +1

    Khub valo laglo ❤❤❤🎉

  • @reenagupta1634
    @reenagupta1634 5 місяців тому +1

    এরকম 'ক্রমশঃ প্রকাশ্য' রহস্য ঘন বেড়ানোর ভিডিও খুব interesting..... তাই দেখতে থাকি..

  • @ricktech5099
    @ricktech5099 5 місяців тому +1

    থুব সুন্দর লাগলো আপনার এই vlog

  • @Ms.Invisible
    @Ms.Invisible 5 місяців тому +1

    Darun, Darun, amio jaboooo🎉

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 5 місяців тому

    THE MOST MOBILE + FAST MOVING VLOGGER OF INDIA, EI AWARD TA APNADER PAOA UCHIT

  • @parthasarathibiswas3158
    @parthasarathibiswas3158 5 місяців тому +1

    Khub valo laglo 👌👌👌👌👌