That's why I am proud of being an Indian where people render help to aging persons without a second thought. I did the same in London LNER train and the old man thanked me innumerable times. Really appreciate that gesture
Ei video te 2 to jinis khub sekhar!!! 1. Experience always gets an upper hand.(Dadu bolechilen tension niye na right time e reach korbe train.) 2. Bangalir sanskar bangali k sobar theke alada kore dey.(Dadu, thakuma k see off korar somoy pronam r gesture ta) ❤️❤️❤️
সবচেয়ে ভাল লাগলো ওই দুটি বয়স্ক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া- আর বেনারস এর অলি গলি ঘুরে হোটেলে যাওয়া ...শিবাজিদার ব্লগ এইজন্যই বৈচিত্র্য পূর্ণ আর আনন্দময় আবার সঙ্গে যদি প্রিথ্বিজিত দাদা থাকেন তো ব্লগ কিন্তু পরিপূর্ণ আর জমজমাট 😍😍😍😍❤❤❤
Episode ta তো অবশ্যই ভালো, but সবচাইতে ভালো লাগলো যেভাবে আপনারা ওই senior citizen couple ke help করলেন, ওনাদের luggage Zamania station এ নামিয়ে দিলেন. Lovely gesture, Kudos !! 👍👍🙏🙏👏👏
অনেক ভালোলাগার মুহূর্ত পেলাম এই পর্বে। দারুণ লাগলো। আঙ্কেলজি আর আণ্টিজির সঙ্গে কাটানো মুহূর্ত, বর্ধমান স্টেশনের মিহিদানার স্মৃতি, ট্রেন একবার পাশের ট্রেনের থেকে এগিয়ে যাওয়া আবার পিছিয়ে পড়া, বারাণসী নেমে হোটেলের রুমে পৌঁছানোর পথ, সব কিছুই মন ছুঁয়ে গেলো। আপনারা অসাধারণ! এই পর্ব গতানুগতিক নয়, আনন্দে ভরপুর। ❤️❤️❤️ (পুজোর পরে বারাণসী গেছিলাম। অটোর পিছনের চাকার সাথে পাশের গাড়ির ধাক্কা নিয়মিত ব্যাপার। কেউ রেগে যায় না। পৃথ্বীজিৎদার সোয়েটার বারাণসীতে নিশ্চই এখন লাগেনি ।😊)
বর্ধমান স্টেশনে এখনও ঠেলা গাড়িতে মিহিদানা, সীতাভোগ পাওয়া যায়.. হয়তো রাত্রি বলে দেখতে পাননি। আপনার ভিডিও গুলো বেশ ভালো লাগে .... ভালোবাসা বর্ধমান থেকে 😄☺
Very nostalgic for me..I studied Statistics in BHU for five years long ago,from 1969 to 1974..can't stay away from the city for long even now so,visit this coveted city once or twice a year for seven to ten days..love your presentation which is unique and no match for other Bengali Bloggers..this train mostly arrives on time at Varanasi cantt..please accept my best wishes.. 👍
Many thx Shibaji babu for visit my hometown BANARAS The old charismatic , spectacular , magnificent, splendid and unforgettable CITY larger than life and older than civilization keep sending more nice blogs and send more banaras too again
Benares always fascinates me and this journey with Explorer Shivaji is really wonderful, especially going through the famous lanes and bye lanes. Also noteworthy to mention the helping attitude which has been displayed during the train journey.
শিবাজী/পৃথ্বীজিত নতুন যাত্রা নতুন গল্প তবে গল্পকারদের দুজনকেই প্রথম দিকে একটু ক্লান্ত লাগছিল পরপর অবিরাম ঘোরাঘুরির ক্লান্তি দুজনের মধ্যেই লক্ষণীয় ছিল দুজন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলার ট্রেন থেকে নেমে যাবার সময় তাদের শুধু লাগেজ নামিয়ে দেওয়াই নয় পায়ে হাত দিয়ে প্রণাম করার মুহূর্তটি ভারতীয় সংস্কৃতির একটি উজ্জ্বল নিদর্শন হয়ে রইল যে ব্যাপারগুলি হারিয়ে যাচ্ছে প্রতিটি ব্লগেরই দু একটি মুহুর্ত থাকে, যেটি সরাসরি হৃদয় স্পর্শ করে এটি সেরকমই একটি ভালো থাকবেন দুজনে 🙏🏻 এবার অপেক্ষা বন্দে ভারতের জার্নির ❤️ শুভ রাত্রি
শিবাজী আপনি সারা ভারত ঘুরুন। কিন্তু শেষ হবে না। আমাদের দেশে যা আছে তার জন্য বিদেশ ভ্রমণ দরকার হয় না। জানিনা আমার মতে আপনার পার্থক্য হতেই পারে। চালিয়ে যান।
একজোড়া বয়স্ক মানুষ কে যেভাবে সাহায্য করলেন আপ্লুত হলাম দেখে। আমরা ভুলে যাই এটাই আমাদের ভারতবর্ষের আদি ও অকৃত্রিম শিক্ষা যা আমরা আজ ইচ্ছা করে ভুলে যাই। খুব সাম্প্রতিক সাবস্ক্রাইবার আপনাদের। জুড়ে রইলাম আপনাদের সাথে। ভীষণ ভালো থাকুন আপনারা আপনারা প্রচুর ঘুরে বেড়ান সাথে সাথে ঘুরতে থাকি আমিও। আপনাদের সাথে জয়সলমীর সার্কিট হাউজ ও রামদেওরা ভ্রমণের ইচ্ছা রইলো। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর দুই দাদাকে ❤❤❤🙏🙏🙏
Was watching your journey.....very nostaljic....brought tears.....our route for nearly 22 years....every summer vacation we used to wait to board the train for kolkata....its nearly now 15 years i've not visited lko....thanks for taking me to a trip down memory lne
দাদা,বাংলাদেশ থেকে, অনেক আগে থেকেই আপনার ভক্ত। ইন্ডিয়া কে ভাললাগে তাই ইন্ডিয়ার ভিডিও গুলো দেখার জন্য বসে থাকি। আমিই মনেহয় একমাত্র যে আপনার বাইরের ভিডিওগিলো দেখেনি।শুভকামনা সব সয়ম।
Another marvellous video, a slice of throbbing life, the closest thing to experiencing a journey firsthand. Wonderful camerawork (the shots of the Ganga are heartwarming) and some really crisp editing. Carry on, Chhatrapati! Can't wait for part two.
Headsir er kotha mile gelo....right time e gari dhuklo,onader help korlen,khub valo laglo.and another nice video.keep it up..Benaras ghorar opekkhya roilam
Your episodes are always a joyful watch ! Especially the journeys on India’s trains … childhood nostalgia when you mentioned “ mihidana “ of Burdwan station . Benaras ! Reminiscent school days . Good wishes from New York .
আমার এখন অনেকটা বয়স। এই ভ্রমণ এ পুরোনো কথা মনে এসে গেল। কিউল দিয়ে বাঁদিকে ঢুকে সোজা বারাওনি জাঙ্কশন। আমার চাকরি জীবনের প্রথম ধাপ। একটা dairy তে বছর খানেক ছিলাম চিফ কেমিস্ট হিসাবে, govt of ইন্ডিয়া পোস্টিং দিয়েছিলো। ওরা butter বানাতো দুধ থেকে। কত বার হাওড়া - বারাওনি করেছি তার হিসাব নেই। Nearest fertiliser আর অয়েল refininery। আজ এই থাক।
Shibajida. It's my 2nd time am watching this video... What I understood you are a down to earth person with a down to earth feeling. Apni jomno pathik... (So we are all) ..but you have the flair to portray the entire experience in a detailed way. Hats off to you. I love your Indian train journey's very much coz you have taken the initiative to show all the looks & buts of Indian Railways
Apnar ending ta with music ato valo lage jeno kono international level er kono blogger er video dakhchi... Kobe kon train ba bus e apnader sathe ai rokom dakha hobe tai vabchi...👍
একদম ফাটা ফাটি ব্লগ। এই ভিডিও তে সব কিছু আছে দারুন একটা ট্রেন জার্নি সাথে সিনিয়রদের সাথে আড্ডা গল্প এবং তাদের সাহায্য করা। বর্ধমানের মিহিদানা সত্যিই খুব মিস করি
আমার আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে। Really good. I am a class eight student. Amio amar ma baba ar ma babar colleger bondhuder sathe Benaras jacchi. Sotti khub informative apnader video. Apnader video dekhe agey thekei onekta idea peye gelam trip tar sombondhe.
Khub bhalo laglo.Apni as a person akjon bhalo manush Prithwijeetda r kothay janlum thanda r jamajapor songe royeche.kathay jaben bujhte parchi. Bhalo thakben Shibajida.
Vibhuti Express e ticket kata hoyeche 3te 29.11.2024 Varanasi to Howrah, 2to Ticket CNF dekhacche, kintu 1ta ticket PQWL ache...oi time er modhey ki oi ticket ta Confirm hobe?? Ar je 2to ticket Confrim hoyeche segulo te Berth no ba Coach no nei....Ota ki chart prepared hole asbe?
খুব ভালো লাগলো, বেনারস আমার খুব প্রিয় শহর, কর্ম জীবনের শুরু এই শহরের রাস্তা থেকে, B HU তে আমাদের পরিবারের অনেকে পড়াশুনা করেছে, সে সব কারনে, অনেকবার আসা।বাঙালি টলা তে গঙ্গার তোলা টাটকা মাছ থকন মিলত,আর ছিলো রাবড়ি।😊😊😊😊
Shivaji da your attractive voice ar way of presentation ar prithvijit dar shate Mane just onno level.aktu pls vlog gulo daily korar chesta koro. Tumi kintu boddo gap nao video charte 😝🤣khub ashai thaki ami ar amar baba😌last ar formost you and prithvijit da are the best combo ever ✋
ei train e last 6 yrs chorechi... Burdwan theke Bihta, then Burdwan theke Patna... 4am. e namiye dito... hardly 10 mins late hoto... khub bhalo gari... asansol er por darun taane
Happy to share our journey experience from Howrah to Varanasi junction (BSB) on 3AC of Vibhuti Express.
Vibhuti Express train number: 12333/12334
Terminal stations: Howrah (HWH) and Prayagraj (PRRB)
Distance from HWH to BSB: 760 km.
Travel time: 13:30 hrs.
Train fair:
2nd Seating: INR 255.00
Sleeper: INR 430.00
3AC: INR 1140.00
2AC: INR 1605.00
-----------------------------------------------
Hotel we stayed: Dwivedi Hotels, Palace on Steps.
dwivedihotels.business.site/?
Jani aami aamara jai ye traine kore
Thank u Shibajida👍
shibajida, vikas ji (auto driver) er number ta?
Howrah jn e koto no platform e train ti dayy ektu blben..
শিবাজীবাবুআমি একজন senior citizen. আপনি যে ঐ senior citizen এর প্রতি সহমর্মিতা দেখালেন এটা বাঙ্গালি বলেই হয়ত সম্ভব হল। salute to you .
❤🙏🙏🙏❤️
That's why I am proud of being an Indian where people render help to aging persons without a second thought. I did the same in London LNER train and the old man thanked me innumerable times. Really appreciate that gesture
Such a nice gesture from you and prithwijit ... helping the old couple with their luggages
Ei video te 2 to jinis khub sekhar!!!
1. Experience always gets an upper hand.(Dadu bolechilen tension niye na right time e reach korbe train.)
2. Bangalir sanskar bangali k sobar theke alada kore dey.(Dadu, thakuma k see off korar somoy pronam r gesture ta)
❤️❤️❤️
সবচেয়ে ভাল লাগলো ওই দুটি বয়স্ক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া- আর বেনারস এর অলি গলি ঘুরে হোটেলে যাওয়া ...শিবাজিদার ব্লগ এইজন্যই বৈচিত্র্য পূর্ণ আর আনন্দময় আবার সঙ্গে যদি প্রিথ্বিজিত দাদা থাকেন তো ব্লগ কিন্তু পরিপূর্ণ আর জমজমাট 😍😍😍😍❤❤❤
Episode ta তো অবশ্যই ভালো, but সবচাইতে ভালো লাগলো যেভাবে আপনারা ওই senior citizen couple ke help করলেন, ওনাদের luggage Zamania station এ নামিয়ে দিলেন. Lovely gesture, Kudos !! 👍👍🙏🙏👏👏
আমরা সবাই ট্যুরিস্ট। আপনি explorer... আক্ষরিক অর্থেই এক্সপ্লোরার। ভিডিও ভালো খারাপ নিয়ে বলার কিছুই নেই। ভালো লাগে দেখতে বললেও কম বলা হয়। রেগুলার দেখি। মাঝেমাঝে কমেন্ট করি। আপনারা দুজনেই খুব ভালো মানের মানুষ, এটাই সবচেয়ে ভালো লাগে। 😊
অনেক ভালোলাগার মুহূর্ত পেলাম এই পর্বে। দারুণ লাগলো। আঙ্কেলজি আর আণ্টিজির সঙ্গে কাটানো মুহূর্ত, বর্ধমান স্টেশনের মিহিদানার স্মৃতি, ট্রেন একবার পাশের ট্রেনের থেকে এগিয়ে যাওয়া আবার পিছিয়ে পড়া, বারাণসী নেমে হোটেলের রুমে পৌঁছানোর পথ, সব কিছুই মন ছুঁয়ে গেলো। আপনারা অসাধারণ! এই পর্ব গতানুগতিক নয়, আনন্দে ভরপুর। ❤️❤️❤️
(পুজোর পরে বারাণসী গেছিলাম। অটোর পিছনের চাকার সাথে পাশের গাড়ির ধাক্কা নিয়মিত ব্যাপার। কেউ রেগে যায় না। পৃথ্বীজিৎদার সোয়েটার বারাণসীতে নিশ্চই এখন লাগেনি ।😊)
বর্ধমান স্টেশনে এখনও ঠেলা গাড়িতে মিহিদানা, সীতাভোগ পাওয়া যায়.. হয়তো রাত্রি বলে দেখতে পাননি।
আপনার ভিডিও গুলো বেশ ভালো লাগে .... ভালোবাসা বর্ধমান থেকে 😄☺
Benaras hoche world's oldest city and spiritual city...Bhole baba er shohor... Khub bhalo laglo dada... Looking forward to this series
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা prithwijit দা অনেক দিন পর দেখা ভালো থাকবেন
অপেক্ষার অবসান, শিবাজীদার আগমন, সাথে পৃথ্বীজিতদা..আর কি চাই। আগামী ক'টাদিন বেনারস ঘুরব আপনাদের দুজনের সাথে❤️❤️
আজকের video তে আপনাদের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। ওই দুই senior citizen দের কি সুন্দর help করলেন।
দুজনের সাথে এবার বেনারস ঘুরবো।
খুব ভালো থাকুন।
Very nostalgic for me..I studied Statistics in BHU for five years long ago,from 1969 to 1974..can't stay away from the city for long even now so,visit this coveted city once or twice a year for seven to ten days..love your presentation which is unique and no match for other Bengali Bloggers..this train mostly arrives on time at Varanasi cantt..please accept my best wishes.. 👍
Shibaji and Prithvijit are made for each other. With the presence of the duo, the blog becomes more vibrant ❤️
I agree
Prithhi da ke fire peye ami to khub khushi ❤👍 Uncle jir 50 years experience milia dilo rail er timing 😊 on time arrival
দাদা এই ট্রেনেই আমি সপরিবারে গত ১২ অক্টবর বেনারস ঘুরে এলাম।দারুন উপভোগ করলাম।আশা করি আপনার আগামী এপিসোডগুলো পুরো জমে যাবে।
Sotti khub sundor laglo
R tar Sathe tomader babohar sotti khub sundor laglo amar
Sob somoy sob jaigate ei manus er pase thakun apnara ❤️❤️❤️❤️
That is the heart of bangali... And also.. Barir sikhaaya.... Darun dada... Khub bhalo basha roylo
Many thx Shibaji babu for visit my hometown BANARAS The old charismatic , spectacular , magnificent, splendid and unforgettable CITY larger than life and older than civilization keep sending more nice blogs and send more banaras too again
Benares always fascinates me and this journey with Explorer Shivaji is really wonderful, especially going through the famous lanes and bye lanes. Also noteworthy to mention the helping attitude which has been displayed during the train journey.
❤️ Sei kon choto belai Maa Babar Sathe gchilam ❤️ apnar vdo dekhe memory recall ❤️
অসাধারণ লাগল। এবার আপনার চোখ দিয়ে বেনারস ঘুরব। কি আনন্দ আকাশে বাতাসে। জয় কাশীবিশ্বনাথ।
asadharon jatra, apurbo Ganga nodir drishyo, sundar Benaras Station, Joy Baba Biswanath
আমি অনেকবার বিভূতি expressএ বেনারস গেছি।আজ আপনার video দেখে খুব nastalgic হয়ে পড়লাম। enjoy করুন, ভালো থাকবেন।
শিবাজী/পৃথ্বীজিত নতুন যাত্রা নতুন গল্প তবে গল্পকারদের দুজনকেই প্রথম দিকে একটু ক্লান্ত লাগছিল পরপর অবিরাম ঘোরাঘুরির ক্লান্তি দুজনের মধ্যেই লক্ষণীয় ছিল
দুজন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলার ট্রেন থেকে নেমে যাবার সময় তাদের শুধু লাগেজ নামিয়ে দেওয়াই নয় পায়ে হাত দিয়ে প্রণাম করার মুহূর্তটি ভারতীয় সংস্কৃতির একটি উজ্জ্বল নিদর্শন হয়ে রইল যে ব্যাপারগুলি হারিয়ে যাচ্ছে
প্রতিটি ব্লগেরই দু একটি মুহুর্ত থাকে, যেটি সরাসরি হৃদয় স্পর্শ করে এটি সেরকমই একটি
ভালো থাকবেন দুজনে 🙏🏻
এবার অপেক্ষা বন্দে ভারতের জার্নির ❤️
শুভ রাত্রি
ধন্যবাদ😊
Sotti apnara dujonei khubi valo manush. Explorer Shibaji and Prithhijit jug jug jio 🙏🙏🙏🙏👍👍👍....Dipankar Choudhury from Durgapur
শিবাজী আপনি সারা ভারত ঘুরুন। কিন্তু শেষ হবে না। আমাদের দেশে যা আছে তার জন্য বিদেশ ভ্রমণ দরকার হয় না। জানিনা আমার মতে আপনার পার্থক্য হতেই পারে। চালিয়ে যান।
এই একই comment আমি ও করলাম।
Absolutely right.
একজোড়া বয়স্ক মানুষ কে যেভাবে সাহায্য করলেন আপ্লুত হলাম দেখে। আমরা ভুলে যাই এটাই আমাদের ভারতবর্ষের আদি ও অকৃত্রিম শিক্ষা যা আমরা আজ ইচ্ছা করে ভুলে যাই। খুব সাম্প্রতিক সাবস্ক্রাইবার আপনাদের। জুড়ে রইলাম আপনাদের সাথে। ভীষণ ভালো থাকুন আপনারা আপনারা প্রচুর ঘুরে বেড়ান সাথে সাথে ঘুরতে থাকি আমিও। আপনাদের সাথে জয়সলমীর সার্কিট হাউজ ও রামদেওরা ভ্রমণের ইচ্ছা রইলো। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর দুই দাদাকে ❤❤❤🙏🙏🙏
Amar 2 fav dada.. Prithijeet aar aapnar juti duto amar khub bhalo lage because you both compliment each other in every way.. loved it
Thanks❤️
Was watching your journey.....very nostaljic....brought tears.....our route for nearly 22 years....every summer vacation we used to wait to board the train for kolkata....its nearly now 15 years i've not visited lko....thanks for taking me to a trip down memory lne
আবারো প্রমাণ করলেন, আপনারা অনেক ভালো মানুষ। বিরল মানবিক গুণাবলী সমৃদ্ধ। আপনাদের জন্য নিরন্তর শুভকামনা।
দাদা,বাংলাদেশ থেকে, অনেক আগে থেকেই আপনার ভক্ত। ইন্ডিয়া কে ভাললাগে তাই ইন্ডিয়ার ভিডিও গুলো দেখার জন্য বসে থাকি। আমিই মনেহয় একমাত্র যে আপনার বাইরের ভিডিওগিলো দেখেনি।শুভকামনা সব সয়ম।
খুব ভালো লাগলো সবসময়ের মতো। সবচেয়ে ভালো লাগলো বৃদ্ধ বৃদ্ধাকে সাহায্য করার দৃশ্যটি। অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য
ট্রেন জার্নি খুব ভালো লাগলো 👍
জয় বাবা বিশ্বনাথ 🙏🙏
Sundor laglo vidio 👌👌👌👍👍😊💓💖💓🙏😊🙏SHIBAJI DA prithwijit da k amar namaskar.
Ki bhalo laglo train journey....choto belar katha mone pore gelo
That was i expected, benaras ke tomader chokhe dekhar khub ichche chilo......onek valobasa
যদিও বহুবার এই পথে গেছি, তবু ব্লগটা খুব ভাল লাগলো। একটা ছোট্ট rectification হাওড়া কালকা মেল আর নেতাজি এক্সপ্রেস আলাদা ট্রেন দুটো এক নয়।
You guys are good people, helping elders, never seen before in any travel blog, rare scene 🙏
অনেক দিন আগে গিয়েছিলাম, আবার নতুন করে দেখে নেওয়া, আপনাদের জার্নি
খুব ভালো কাটুক
Another marvellous video, a slice of throbbing life, the closest thing to experiencing a journey firsthand. Wonderful camerawork (the shots of the Ganga are heartwarming) and some really crisp editing. Carry on, Chhatrapati! Can't wait for part two.
আপনারা সত্যিই অসাধারণ। আপনার ট্রাভেল ব্লগ আমার ভীষণ প্রিয়
Khub valo laglo ai vbe briddho der help korlen onk punno korchen ai vbe e egiye Jaan apnara
Headsir er kotha mile gelo....right time e gari dhuklo,onader help korlen,khub valo laglo.and another nice video.keep it up..Benaras ghorar opekkhya roilam
Your episodes are always a joyful watch ! Especially the journeys on India’s trains … childhood nostalgia when you mentioned “ mihidana “ of Burdwan station .
Benaras ! Reminiscent school days .
Good wishes from New York .
আপনি একজন অমায়িক মানুষ। খুব ভালো লাগলো।
Shibaji da and Prithvijeet da u both guys simply rockkk LOVE ALL UR AWWSOME VIDEOS its like dream keep it up sir
আমার এখন অনেকটা বয়স। এই ভ্রমণ এ পুরোনো কথা মনে এসে গেল। কিউল দিয়ে বাঁদিকে ঢুকে সোজা বারাওনি জাঙ্কশন। আমার চাকরি জীবনের প্রথম ধাপ। একটা dairy তে বছর খানেক ছিলাম চিফ কেমিস্ট হিসাবে, govt of ইন্ডিয়া পোস্টিং দিয়েছিলো। ওরা butter বানাতো দুধ থেকে। কত বার হাওড়া - বারাওনি করেছি তার হিসাব নেই। Nearest fertiliser আর অয়েল refininery। আজ এই থাক।
Apnar video gulo excellent...ki aar bolbo.Just too 👍 good...daroon enjoy korlam train journey ta...
অসাধারণ আপনাদের মানবিক সহযোগিতা!!
Mon bhalo kora sob video.....jeno nijei ghurey berachhi. Thanks Ashish Vidyarthi vlogs to introduce us to you Shibaji....chaliye jao 🙂
Shibajida. It's my 2nd time am watching this video... What I understood you are a down to earth person with a down to earth feeling. Apni jomno pathik... (So we are all) ..but you have the flair to portray the entire experience in a detailed way. Hats off to you. I love your Indian train journey's very much coz you have taken the initiative to show all the looks & buts of Indian Railways
Sob barer moto ebaro video অভূতপূর্ব..... দাদা porer video wait korchi kub ....
Vlog to bhalo laglo i aro dekhar opekhai roilam ar sobtheke bhalo laglo uncle aunt ke help kora dekhe
শিবাজী দা, পৃথিজিট দা কে দেখে মন ভালো হয়ে গেলো
Apnar ending ta with music ato valo lage jeno kono international level er kono blogger er video dakhchi...
Kobe kon train ba bus e apnader sathe ai rokom dakha hobe tai vabchi...👍
একদম ফাটা ফাটি ব্লগ। এই ভিডিও তে সব কিছু আছে দারুন একটা ট্রেন জার্নি সাথে সিনিয়রদের সাথে আড্ডা গল্প এবং তাদের সাহায্য করা। বর্ধমানের মিহিদানা সত্যিই খুব মিস করি
November er last week a gangar jol neme jawar chance ache? Ki mne hy
আপনার কন্ঠের আওয়াজ খুব সুন্দর লাগে
Shibaji da to darun,kintu prithwijit ai vdo take onno ekta level e niye geche.....
কি যে ভালো লাগে আপনাদের ভিডিও দেখতে যে কি বলব....ভালো থাকবেন..অনেক শুভকামনা শুভকামনা রইলো রইলো....
apnar sange prithijit dar chemistry ta vison vison appropriate lage, ekdam perfect. khub vlo laglo, apnar Thailand tour e onake khub miss korechi.
Shivaji+ Prithijit=Awesome video👍😊
এই কেদার থেকে আসলে আবার বেনারস দাদা খুব ভালো লাগলো ভিডিও টা সাথে পৃথ্বী দাকে দেখে খুব ভালো লাগলো।
প্রথমেই শিবাজী ও পৃথ্বীজিত দা কে শুভ বিজয়া এবং শুভ দীপাবলী র আন্তরিক শুভেচ্ছা জানাই ..সঙ্গে অসংখ্য ধন্যবাদ ..আবার দুজনকে একসঙ্গে দেখতে পাবো ..বেনারস পর্বের শুরুতেই মনটা ভরে গেলো ..মনে হচ্ছে আপনাদের সঙ্গেই রয়েছি ..
অনবদ্য। মন ভরে গেলো।
আমার আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে। Really good. I am a class eight student. Amio amar ma baba ar ma babar colleger bondhuder sathe Benaras jacchi. Sotti khub informative apnader video. Apnader video dekhe agey thekei onekta idea peye gelam trip tar sombondhe.
Baah! Apnader video khubi bhalo.
Khub khub khub khub khub khub khub sundor laglo dada .....
Dada aapni mathura brindaban er ki kokhuno video koreche....?
Sir apni apnar video r background e j instrumental use koren segulo kotha theke download koren. Copywrite claim hoy na??
Darun laglo ae vlog ta...hotel ta choose korar pichone nischoi golite dhokar mukhe 'kochuri' r dokan ta akta boro factor 👍👍👍
একটা সাধারণ ট্রেনের জার্নি কে তুমি এত সুন্দর করে দেখালে কি বলবো দাদা? অসাধারণ কাজ তোমার 👏👏👏
Khub choto belai Ma Babar Sathe esechilum .. apnar video dekhe abar jete icche korche .. darun laglo 1st part ta 😊👍❤️
Durdanto coverage….ei jonyo e apnar vlog etc famous ❤
Vison sundar abhigota shibajee da great man
kamal ki jori. varanasi is my favourite place. will wait for next vlog
Darun laglo,eta dekhe,j apnader hridoy,ekhono thik jaigatei ache..
আপনারা ভাগ্যবান। আমরা বিভূতি এক্সপ্রেস এ বিকেল পাঁচটায় মুঘলসারাই পৌঁছেছিলাম।
Vibhuti ghure jai patna hye r kalka ashe gaya hye short tai dhorte parlo..video excellent...
Good gesture for old people god blessed you both❤
Khub bhalo laglo.Apni as a person akjon bhalo manush Prithwijeetda r kothay janlum thanda r jamajapor songe royeche.kathay jaben bujhte parchi.
Bhalo thakben Shibajida.
Vibhuti Express e ticket kata hoyeche 3te 29.11.2024 Varanasi to Howrah, 2to Ticket CNF dekhacche, kintu 1ta ticket PQWL ache...oi time er modhey ki oi ticket ta Confirm hobe??
Ar je 2to ticket Confrim hoyeche segulo te Berth no ba Coach no nei....Ota ki chart prepared hole asbe?
খুব ভালো লাগলো, বেনারস আমার খুব প্রিয় শহর, কর্ম জীবনের শুরু এই শহরের রাস্তা থেকে, B HU তে আমাদের পরিবারের অনেকে পড়াশুনা করেছে, সে সব কারনে, অনেকবার আসা।বাঙালি টলা তে গঙ্গার তোলা টাটকা মাছ থকন মিলত,আর ছিলো রাবড়ি।😊😊😊😊
Old couple ke help korte dekhe khub valo laglo r train journey tao darun laglo
বিদেশ না স্বদেশভ্রমণের ভিডিও-ই বেশী দেখতে চাই।
দারুন দারুন!!!next video র অপেক্ষায় থাকলাম।
Aj abar Sachin, Souravke aksathe pelam. Darun jombe mone hochee.... Pritijit =Sourav, Shibaji =Sachin 👍👍👍👍🥣🍿🍜🍠
BEST MOMENT OF VDO...HELPING THOSE SENIOR CITIZEN...
অসাধারণ, অপূর্ব, দারুণ উপস্থাপনা
ami apnader sob gulo vedio dekhechi ,khub bhalo lagche
এমনবন্ধু সঙ্গে থাকলে বেড়ানোর মজাই আলাদা।
Shivaji da your attractive voice ar way of presentation ar prithvijit dar shate Mane just onno level.aktu pls vlog gulo daily korar chesta koro. Tumi kintu boddo gap nao video charte 😝🤣khub ashai thaki ami ar amar baba😌last ar formost you and prithvijit da are the best combo ever ✋
Vibhuti Express November e 3A Train er ticket booking korechi akhno confirm hoyni WL 33 show korche.. Ticket confirm howar chance ki ache? Kindly jodi reply koren valo hoy. Opekkhay thaklam
আপনাদের প্রত্যেকটা ভিডিও অসাধারণ
Oshadharon laglo jothariti… porer video gulor opekhay roilam
ei train e last 6 yrs chorechi... Burdwan theke Bihta, then Burdwan theke Patna... 4am. e namiye dito... hardly 10 mins late hoto... khub bhalo gari... asansol er por darun taane
chokhe jol chole eleo uncle ji k namar somay
তোমার ভিডিও আসা মানে দাদা, আবার একঘেয়ে জীবনে অক্সিজেন ফিরে পাওয়া 😊