কেনিয়ায় ট্রেনে চড়লাম Train Vlog | Nairobi Mombasa Madaraka Express | East Africa Part 7

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #madarakaexpress #explorershibaji #eastafrica #kenya #kenyatourism #bengalitravelvlog
    If you are travelling in Kenya and you have plan for Mombasa, it's best to travel by train. Nairobi-Mombasa SGR train is popular, safe and budget friendly.
    For train ticket booking: metickets.krc....
    Amboseli National Park Kenya Day 1 trip: • অ্যাম্বসেলী ন্যাশনাল প...
    Amboseli National Park Kenya Day 2 trip: • Amboseli National Park...
    For East African Visa and Yellow fever vaccine information watch the following video: • এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ...
    East Africa Playlist: • Africa 2023
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explore... (Preferable)
    Facebook: bit.ly/explorer...
    Facebook group: bit.ly/bhromon...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicso...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Popular Playlists of Explorer Shibaji:
    👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
    👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
    👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
    👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
    👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
    👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
    👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
    👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
    👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
    👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
    👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
    👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
    👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
    👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

КОМЕНТАРІ • 848

  • @explorershibaji
    @explorershibaji  Рік тому +82

    Correction: ভুলবশত VOI স্টেশন এ দুই সিংহের দ্বারা নিহত মানুষের সংখ্যা ভিডিওতে 2500 বলা হয়েছে, হবে 135 জন| এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিক ভাবে দুঃখিত|

    • @shyamalkumar4767
      @shyamalkumar4767 Рік тому

      দুঃখিত হওয়ার কোন কারন নেই । সিংহের দ্বারা ১৩৫ নিহত হওয়া এবং ২৫০০ নিহত হওয়ার মধ্যে আপনার পার্থক্য থাকতে পারে কিন্তু আমার কোন পার্থক্য নেই ।

    • @sunilchakraborty9697
      @sunilchakraborty9697 Рік тому

      Pracidtoplaya Placodwr

    • @IndraniChakraborty-ic1xp
      @IndraniChakraborty-ic1xp Рік тому +1

      Pyr se baat nhi hai na ki baat nhi hai na ki baat nhi hai na ki baat nhi hai na ki baat nhi hai na ki baat nhi hai na ki baat nhi hai na ki baat nhi hai kya hua tha one AC on the other side and the

    • @abhijitmajumder9278
      @abhijitmajumder9278 Рік тому +1

      এই প্রথম আপনার ‌ সাথে দেখা। চমৎকার লাগলো, বন্ধু। কী‌ সাবলীল কথন! কত হোমওয়ার্ক করে এসেছেন, কিন্তু, সে ঘামের গন্ধ নেই!! বাঙালির চোখ তো খুলে দিচ্ছেনই, মনটা ও যাচ্ছে পরতে পরতে খুলে।
      নানা কারণে ঘরবন্দী। মানসভ্রমণ এর দিগন্ত খুলে দিলেন আমার জন্য।
      কৃতজ্ঞতা জানাই। আন্তরিক ভাবে।

    • @subrotobanerjee5866
      @subrotobanerjee5866 10 місяців тому +1

      Osadharon !!!!!!!👌👌👍👍

  • @anuradhaghosh800
    @anuradhaghosh800 Рік тому +19

    অসাধারণ লাগলো ট্রেন ভ্রমনের অভিজ্ঞতা..চাঁদের পাহাড়ের শঙ্করের কথা ভাবলেই সত্যিই গায়ে কাঁটা দিচ্ছিল..সকলে খুব খুব থাকুন আর পরের ভিডিও তাড়াতাড়ি যেন দেখতে পাই.. ধন্যবাদ আপনাদের❤❤❤❤

  • @hasanhafij653
    @hasanhafij653 Рік тому +6

    আমি তুরস্ক আর রাশিয়া ভ্রমন করেছি। ওখানেও একই সমস্যা। টয়লেটে পানির ব্যবস্হা নেই। 😅😢😂
    বেশ ভাল লাগলো।আগে মনে করতাম,কেনিয়া মানেই জরাজীর্ণ অবস্হা।আদতে তা নয় কিন্তু।
    পুরো টিমের জন্য ভালোবাসা!❤

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Рік тому +6

    ১০০ বছরের বেশি আগে একজন বাঙালি কেনিয়াকে আমাদের সামনে তুলে ধরেছিলেন আর একজন বাঙালি সেটা ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলেন অসাধারণ উপহার দিলেন আর কিছু বলার ভাষা নেই

  • @debasishmandal4754
    @debasishmandal4754 Рік тому +10

    এই বয়সে চাঁদের পাহাড়ের আকর্ষণ এখনও অটুট, আর সেটা আপনাদের মাধ্যমে নতুন করে অসাধারণ লাগছে। ধন্যবাদ।

  • @arko518
    @arko518 Рік тому +9

    চাঁদের পাহাড়-এর দেশ কে আবার নতুন করে চিনছি, জানছি। ধন্যবাদ আপনাদের।

  • @binisutoygantha
    @binisutoygantha Рік тому +8

    আমাদের দেশের কালজয়ী সমস্ত লেখক কে শতকোটি প্রণাম 🙏🏻🙏🏻
    আপনাদের জন্য কত কিছু দেখতে পাচ্ছি, জানতেও পারছি আপনাদেরও 🙏🏻🙏🏻
    এইভাবেই চালিয়ে যান, ভালো থাকবেন😊

  • @jayachakraborty5735
    @jayachakraborty5735 Рік тому +7

    খুব ভালো লাগলো। কেনিয়া য়াওয়া সম্ভব নয়। বাড়িতে বসে উপভোগ করলাম। দারুন লাগলো। জন্বাষ্টমীর শুভেচ্ছা জানাই।

  • @TamojitCh
    @TamojitCh Рік тому +17

    মিশরের পর এবার Explorer শিবাজী ও পৄথ্বীজিত দার সাথে কেনিয়ার ট্রেন সফর বেশ উপভোগ করলাম। তবে Voi স্টেশনের ইতিহাস যতটা ভয়ঙ্কর বর্তমান কালের Voi কে দেখে অতটা ভয় আর কেউ পাবেনা।😊

  • @surojitdaspal5838
    @surojitdaspal5838 Рік тому +2

    William sotti khub genuine passionate person.. onk info virtually paowa gelo.

  • @আধুনিককবিরাজ

    বই পড়লে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

  • @taniaray3380
    @taniaray3380 Рік тому +2

    অসাধারণ... চাঁদের পাহাড়ের দৃশ্যপট যেন চোখের সামনে ভেসে উঠল।আপনারা ভাল থাকুন আর এই ভাবেই আমাদের আনন্দ দিয়ে যান।🙏👍

  • @Redsunsuvadip
    @Redsunsuvadip Рік тому +8

    খুবই ভালো লাগলো আপনাদের 25:36 train যাত্রা, স্টেশন এর stopage এ ডানপন্থী আর বামপন্থীদের মেলবন্ধনও দারুণ ছিলো 😊😊❤❤

  • @withrajarshi.1130
    @withrajarshi.1130 Рік тому +6

    সুন্দর খুব সুন্দর, ভাবা যাচ্ছে না কেনিয়া এত সুন্দর একটা দেশ! আপনারা ভুল ভাঙ্গালেন। আপনাদের টিম কে স্যালুট।

  • @souravkundu5060
    @souravkundu5060 Рік тому +1

    ধ্যানবাদ শিবাজি দা,, আপনার এই আফ্রিকার ভিডিও দেখে এখন আমার একঘেয়ে জীবন কাটছে,, আপনাকে আমি আগেও বলেছি আমার হাত ভেঙে গেছে তাই বাড়িতেই বসে দিন কাটাচ্ছি আর আপনার ভিডিও দেখছি ,, নিজেকে আপনাদের কাছে কল্পনা করছি বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে

  • @jay42754
    @jay42754 Рік тому +1

    শুধু মাত্র সুন্দর নয়, এক কথায় অসাধারণ।
    তথ্য, দৃশ্যাবলী ও উপস্থাপন।
    আর কোন মন্তব্য নয়, কোন প্রশ্ন নয় শুধু দেখে ও শুনে যাওয়া। ❤💛

  • @triptighosh5470
    @triptighosh5470 Рік тому +2

    আবার একটা নতুন সুন্দর ব্লগ । আপনার এই রকম তথ্য সমৃদ্ধ উপস্থাপন খুব ই ভালো লাগলো।রেল যাত্রা সবসময়ই খুব ভালো( আর এ তো সেই শঙ্কর, চাঁদের পাহাড়) খুব ই রোমাঞ্চ কর আমাদের কাছে। আবার ও বলছি অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @subhasisdas5597
    @subhasisdas5597 Рік тому +1

    অসাধারণ train ভ্রমণ করলাম দাদা, এর আগেও SGR করে নাইরোবী গিয়েছি কিন্তু আপনার গল্প শুনতে শুনতে ভ্রমণ করা একটা আলাদা অনুভূতি, তার সাথে Pritwijit Da r punch line. পুরো জমজমাট,

  • @sahnazbegum8234
    @sahnazbegum8234 Рік тому +3

    ভীষণ ভীষণ ভালো লেগেছে... মুম্বাসার রেলজার্নি!
    ধন্যবাদ ❤ আপনাদের... ঢাকা বাংলাদেশ থেকে দেখেছি... ২ জনকে আরও একটি বার ধন্যবাদ।

  • @krishnachakrabarty6191
    @krishnachakrabarty6191 Рік тому +1

    এককথায় অনবদ্য। সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা। তৎকালীন যে পরিস্থিতি ছিল, আপনাদের এই ভ্রমণের জন্য বর্তমান পরিস্থিতি চাক্ষুষ করা সম্ভব হলো।

  • @bangalimomsvlog1412
    @bangalimomsvlog1412 Рік тому +2

    দারুন, শংকর, সারাদিনে একটাই train, তাতে কিছু প্রয়োজনীয় সামগ্রী, আর সিংহ আর চাঁদের পাহাড়, আর এখন আমাদের শিবাজী দা অ্যান্ড পৃথ্বী জিত দা

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 Рік тому +2

    অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করছি তোমাদের সাথে আমরাও। আজকে তো একটু চমকেই দিলে।
    দারুণ লাগছে।

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 Рік тому +4

    দারুণ দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে, তোমাদের ভিডিও দেখে। ট্রেন টি খুব সুন্দর। কিন্তু journey টা খুব একটা উপভোগ্য মনে হোলো না। তবে ভয় স্টেশন এর কাহিনী শুনে আর চাঁদের পাহাড় এর ন্যারোগেজ লাইন দেখে খুব ভালো লাগলো। ।😅😅😅😅😅😅

  • @ritachaki5777
    @ritachaki5777 Рік тому +1

    খুব ভালো লাগলো ট্রেনের ভিডিওটা।মোম্বাসার ভিডিও অপেক্ষায় রইলাম।

  • @indranimajumdar6598
    @indranimajumdar6598 Рік тому +1

    বাহ এবার তো খুব তারাতারি পেলাম MOMBASA যাবার ব্লগ। দারুন লাগল। অপেক্ষায় থাকলাম মোম্বাসা র জন্য। 125 বছর আগেকার ইতিহাস টাও জানলাম। অপেক্ষায় থাকলাম।

  • @Shibendu_laha
    @Shibendu_laha Рік тому +81

    আরে সাবাস!! ভাবলাম আজ আর ভিডিও আসবে না, যেহেতু কাল এসেছে.. তবে শিবাজী দা আমাদের হতাশ করেন না আমরা সেটা জানি ❤❤❤

  • @mousumiganguly2954
    @mousumiganguly2954 Рік тому +3

    আমাদের দেশে এতো লোক কোনো কিছুই ভালোভাবে করা সম্ভব নয় ।দেখে খুব ভালো লাগলো ট্রেন এর ব্যাবস্থা।

  • @sanjukundu2082
    @sanjukundu2082 3 місяці тому

    উফফ কি অসাধারণ লাগছে, চাঁদের পাহাড় আবার পড়লাম তারপর আবার এই সিরিজ টা দেখছি, অদ্ভুত একটা ফিলিংস, বলে বোঝানো যাবে না

  • @arifrahman9782
    @arifrahman9782 Рік тому +1

    বাংলাদেশ থেকে দেখছি, ধন্যবাদ দাদা, মোম্বাসা রেলওয়ে স্টেশনে গুগল ম্যাপে অনেকদিন থেকে দেখছি কাজ চলতেছে আর ভাবতাম যদি সরাসরি দেখতে পারতাম একটা ভিডিও ভিডিও, আজ স্বার্থক হলো কি যে ভালো লাগছে বুঝাতে পারব না, আবার অনেক অনেক ধন্যবাদ

  • @sudipmal1814
    @sudipmal1814 Рік тому +2

    ধন্যবাদ পৃথ্বিজিত দা,বন্দেভারত আর এই ট্রেন টা সমতুল্য

  • @purnimaz9166
    @purnimaz9166 Рік тому +1

    বৃষ্টি ভেজা রৌদ্র গরমে সারাদিনের কষ্ট এক নিমেসে দুর হয়ে গেল আপনার এই ভিডিও টি দেখার পর শীবাজী দা

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 Рік тому +1

    বেশ ভালো, বেশি লোক জন নেই, বেশ শান্তশিষ্ট চারিপাশ, নতুন ধরনের প্রকৃতির সৌন্দর্য।বেল ভালো।

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Рік тому +3

    অসাধারন লাগছে দাদা...কখন যে মুখটা হাঁ করে ফেলছি বুঝতে পারছি না..😊😊সাবধানে থাকুন..ভালো থাকুন।🙏

  • @sanglapdey
    @sanglapdey Рік тому +1

    পৃথ্বিজিত স্যারের কথাগুলো দারুন 18.55 সেকেন্ডে বলা কথাটি সেরা ছিলো ডানপন্থী থেকে বামপন্থী সত্যিই ওনার কথাগুলো একেবারে অসাধারণ।

  • @md.abdulmotaleb3453
    @md.abdulmotaleb3453 Рік тому +1

    কেনিয়ার ট্রেন জার্নির ব্লগটা সত্যিই অসাধারণ। আর মোম্বছা স্টেশনে ঢোকার মুখে পাহাড়ের নীচে কেনিয়ার জাতীয় মহাসড়ক স্বপ্নের মত মনে হয়েছে। ধন্যবাদ শিবাজী দা ।

  • @SomenathChatterjee-m6n
    @SomenathChatterjee-m6n Рік тому +1

    আফ্রিকার সাথে পরিচয় চাঁদের পাহাড়ের মাধ্যমে।আজ চাক্ষুষ করলাম exploler shibaji র ক্যামেরায়।দাদাভাই বয়সে ছোট হলেও মনে হচ্ছে প্রণাম করি।এতই আপ্লুত আমি।দুজনেই ভালো থাকুন।এভাবেই আমাদের অজানাকে জানিয়ে দিতে ক্যামেরা অন থাকুক।

  • @malabikasray8265
    @malabikasray8265 Рік тому

    এই দেখে শেষ করলাম ভিডিওটা , চাঁদের পাহাড় বইটা পড়ার সময় যেরকম রোমাঞ্চ অনুভব হয়েছিল ঠিক সেটাই অনুভব করছিলাম আপনাদের এই পুরো ট্রেনযাত্রায় । খুব ভালো লাগলো ।

  • @prcks2
    @prcks2 Рік тому +1

    sotti khub bhalo laglo. bohu bochor eii desh-e achi r ek du mash ontor mombasa jete-ii hoye kaaj-er sutre. kintu ajke apnader chokh diye onno rokom bhabe dekhlam. enjoy korun. durdanto desh eii kenya

  • @pratik2576
    @pratik2576 Рік тому +2

    আপনারা হলেন ট্র্যাভেল ব্লগিং এর জয় আর বিরু..... ওনারা যেমন আজও হিট আপনারাও তাই থাকবেন

  • @jagannathchakraborty8120
    @jagannathchakraborty8120 Рік тому +12

    William, though I was not with you physically all along the tour but it's your guidance, honest and sincere care satisfied Shivaji and his group alongwith us for the beautiful and ❤ coverage. All the best wishes to you and your family members as well as your country. ❤

  • @juthikabhadra98
    @juthikabhadra98 Рік тому

    বিস্তারিত প্রান্তর আর ইতিউতি মানুষের বসতি!এই জনঅরন‍্যে বাস করতে করতে এটি একটি স্বস্তিকর অভিজ্ঞতা আপনাদের সাথে আমারও হলো। অনেক ধন‍্যবাদ।

  • @babai9876
    @babai9876 Рік тому +2

    সানডে সাস্পেন্স এর চাঁদের পাহাড় শুনছিলাম দুদিন ধরে তো এখন শিবাজী দার ভিডিও গুলোর মাধ্যমে চাঁদের পাহাড় কে কিছুটা হলেও চাক্ষুষ করছি।

  • @jayitaghosh5259
    @jayitaghosh5259 Рік тому

    সবথেকে ভালো লাগে আপনি ইতিহাস বলে বলে দেন। যেটা খুব মানানসই। যেটা প্রাণবন্ত করে ভিডিওকে।
    পৃথ্বীরাজবাবু বেশ মজাদার । ওনার সহজ কথাগুলো আপনার ভাষ্যকে Framing করে।
    দারুণ জুটি

  • @abhijitnath5687
    @abhijitnath5687 Рік тому +2

    দাদা যতই প্রশংসা করবো ততই কম করা হবে তাই এখন থেকে শুধুই মন ভরে আপনাদের ভিডিও উপভোগ করবো...ভালো থাকবেন।....🙏🙏🙏❤️❤️❤️

  • @sandipdas5815
    @sandipdas5815 Рік тому +1

    পরের ভিডিও র অপেক্ষায় থাকলাম। ভাল থাকবেন শিবাজী মহারাজ আর শ্রীমান পৃত্থিরাজ দাদারা ।

  • @prabidgolui3974
    @prabidgolui3974 Рік тому +1

    একটা পুরো ট্রেন জার্নি সিট এ বসে বিবরণ দিয়ে গেলে অথচ একবার ও bore হলাম না...তুমি genius দাদা!👍🏻

  • @MdMohiuddin-nr6uk
    @MdMohiuddin-nr6uk Рік тому +3

    দাদা হাসপাতালে বসে তোমার আগে ভিডিও গোল দেখতেছিলাম ঠিক সে সময় দেখি ভিডিও টা এত তারাতাড়ি ভিডিও দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা অনেক ভাল লেগেছে দাদা ভাল থেক ❤❤

  • @subhajitparia3251
    @subhajitparia3251 Рік тому +1

    Darun video ar informative ❤❤
    Ato taratari video ar jonno thanks 👍👍

  • @anandamaity8673
    @anandamaity8673 Рік тому +3

    আফ্রিকা পর্বে এখনো কিন্তু পৃথ্বী দার গান শুনতে পেলাম না 😁
    পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম ❤️❤️

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 Рік тому +1

    Prithwijit ! Abar sei comparison!! Ja bhalo take Mon khule bhalo bolo...😂Shibaji..sotti e aaj vedio expect Korini ..so pleasant surprise...getting educated with minute details...you r improving minute by minute...thank u🎉❤

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Рік тому +2

    👍😊❤️❤️ মোম্বাসা নামটাই গায়ে কাঁটা ধরে বেশ ওই চাঁদের পাহাড়ের রিয়্যাকশন 😂 দারুণ !!! এহেন রোমাঞ্চকর জায়গায় পৃথ্বিজীৎ মুড়িচানাচুর খাচ্ছেন আর শিবাজী স্বাদে আহ্লাদে মশলা মুড়ির স্মৃতিচারণ করছেন 😂 এহেন ভিডিও ফুটেজ এর ভাগ হবেনা অতুলনীয়

  • @jayachakraborty5735
    @jayachakraborty5735 Рік тому +3

    চাঁদের পাহাড় এর narrow gauge ১০০বছর আগের কাহিনী, just ভাবা য়ায না। এই সাহিত্য সৃষ্টির মানুষ বিভীতিভূষণ বন্দোপাধ্যায় মহাশয়কে শ্রদ্ধা, নমস্কার জানাই।

  • @TS-TTP
    @TS-TTP Рік тому

    ছোটবেলায় পড়া আর বড়বেলা অবধি স্বপ্ন দেখা উগান্ডা railway আর Tsavo..... আজ আপনাদের জন্য চাক্ষুষ করলাম। এ এক অন্য রোমাঞ্চ 👌 অনেক ধন্যবাদ। তবে ট্রেন জার্নি বড্ড একঘেয়ে মনে হলো

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Рік тому +2

    Enjoyed thoroughly the train journey to Mombasa........❤
    আমার মনেহয় বামপন্থী stationই বেশী😃😃😃 তাই সিটগুলো সব লাল😅😅😅😅😅

  • @newpanditjee
    @newpanditjee Рік тому +1

    @explorer Shibaji… darun enjoy korchhi ei series ta. Ek kathai inspiring. Sudhu thank u na bole aj Thank you $ use korte badhho holam. Age bohu video dekhechhi Safari trip er. But it is so easy to connect with your content.

  • @pinakimajumder2600
    @pinakimajumder2600 Рік тому +1

    দারুন লাগলো ,,, ট্রেনের আওয়াজ কিন্তু দেশে আর বিদেশে একই ,,,

  • @probhatpal3486
    @probhatpal3486 Рік тому +2

    বাড়িতে বসে আফ্রিকা দর্শন,এ এক দারুন আভিগ্নতা হোলো যদিও এখনও অনেক বাকি,আপনারা সবাই ভালো ঠাকুন। শুভ জন্মাষ্টমী

  • @rekhamallick336
    @rekhamallick336 Рік тому +1

    শেষ পযর্ন্ত দেশীয় মুড়ি মাখার জয় জয়াকার -সত‍্যি খুব ভালো লাগলো।রোমাঞ্চকর জার্ণি।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Рік тому +1

    বেশ ভালো লাগলো ভিডিওটি। ট্রেন জার্নিটা সুন্দর লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য একরকম। বৈচিত্র কম। নিয়মকানুন খোলামেলা নয়। যদিও পরিস্কার পরিচ্ছন্ন। সময়ের মূল্য আছে।

  • @anilkrishnaghosh359
    @anilkrishnaghosh359 Рік тому +1

    Darun laglo Train journey.God bless you.Thank you so much.

  • @pallabshaikhrezafarid922
    @pallabshaikhrezafarid922 Рік тому +17

    ধারনা ছিল আফ্রিকান দেশ হিসেবে কেনিয়া হয়ত দরীদ্র অনুন্নত দেশ। কিন্তু যে রাস্তাঘাট ট্রেন প্লাটফর্ম এবং যে ইনফ্রাস্টাকচার দেখলাম তাতে ভুল ভাঙলো। প্লাটফর্ম গুলি খুবই নিট এন্ড ক্লিন।

    • @withrajarshi.1130
      @withrajarshi.1130 Рік тому

      একদমই ঠিক বলেছেন।

    • @YourAbhishekroy
      @YourAbhishekroy Рік тому +1

      সবই চিনের দয়া

    • @indianwarrior06
      @indianwarrior06 Місяць тому

      Sobi chin koreche amra bharat nijera kori❤ bharat amar shera

  • @rchowdhury1151
    @rchowdhury1151 Рік тому

    আপনার ট্রেনের ভিতর আস্তে আস্তে কথা বলা,আর সেই সঙ্গে শংকর আর প্যাটার্সন এর গল্প ,বাইরে বাওবাব গাছ এত অসাধারণ লাগছিল কি বলব।বড্ড ভাল লাগল শিবাজিবাবু।আপনার বন্ধুর বামপন্থী আর ডানপন্থী স্টেশন বলায় বেশ উপভোগ করলাম।

  • @ashokghosh1203
    @ashokghosh1203 Рік тому

    ভালো লাগলো শংকরের জায়গাটা দেখতে।
    সত্যিই এটা একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে তোমাদের দেহ মনে.......বুঝতে পারলাম। আমিও আঁচ পেলাম........❤

  • @soumyasaha6510
    @soumyasaha6510 Рік тому

    সেরা সেরা অনবদ্য লাগছে তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখতে আর এরই সাথে তোমার সেই গাড়ি নিয়ে রাজস্থান ঘুরতে যাবার পর্বগুলো আমি এখন দেখছি অনেক পরে যুক্ত হয়েছি তোমাদের সাথে তাই তোমাদের সমস্ত ভিডিও গুলো দেখা শেষ করছি আস্তে ধীরে। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের দুজনের জন্যেই ❤❤❤❤।

  • @sabyasachisen698
    @sabyasachisen698 Рік тому +4

    A smart Vlog.
    Both you and Prithwijeetbabu complement each other so well.
    The literary inputs by both of you has enriched the episode.

  • @ratnanandan7613
    @ratnanandan7613 2 місяці тому

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার সব ভিডিও গুলো দেখি। আমার খুব ভালো লাগে আপনার চোখ দিয়ে আমি বিশ্বের সেরা ও সুন্দর জায়গা গুলো দেখি। ভগবান আপনাকে খুব ভালো রাখুক এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি।

  • @avijitdhar9773
    @avijitdhar9773 Рік тому +1

    অল্পেতে স্বাদ মেটেনা, এ স্বাদের ভাগ হবেনা। আহা, আফ্রিকান সাফারির রোমাঞ্চ সাথে মুড়ি চানাচুর 😋 অনবদ্য কম্বিনেশন। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব এনজয় করছি।

  • @samratgharami6414
    @samratgharami6414 Рік тому +5

    আমি সত্যি অবাক হয়ে গেলাম। মাত্র ৭ মিনিটে ১k view. আপনাকে অনুসরণ করছি। আপনার মতো সফল হতে চাই।।😊😊😊🙏🙏🙏🙏

  • @aninditaghosh7507
    @aninditaghosh7507 Рік тому

    একেবারে সারপ্রাইস। খুব সুন্দর একদিন আগে আবার নতুন ভিডিও ভাবাই যায় না। ট্রেন সফর বেশ আরামদায়ক ছিলো বলেই মনে হল। পরের ভিডিও-এর অপেক্ষায় রইলাম।ভালো থাকবেন।

  • @santanumandal1729
    @santanumandal1729 Рік тому +2

    মিশরের চেয়ে কেনিয়া অনেক ভালো জায়গা, বেশ ভালো লাগছে, মানুষ জন খুব ভালো ✌️✌️

  • @diana__daisy_4139
    @diana__daisy_4139 Рік тому +2

    হকার মুক্ত প্ল্যাটফর্ম, হকার মুক্ত ট্রেন দেখতে ভালোই লাগল। 😊

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 Рік тому +4

    শহর থেকে দুরে , দুরে বহুদুরে ..
    তোমরা দুটি হয়ে ভবঘুরে ..
    বেশ তো আছো , সবুজ প্রকৃতি নিয়ে !!
    জড়াজঞ্জাল ভাবনা , দুর দুর ;
    এ আমরা কেমন শহুরে ??
    যদি পারলাম সীমানা ছাড়িয়ে ,
    উড়ে যেতে নতুনের সন্ধানে ..
    ভালোই হতো তাহলে !!
    রোজনামচা বড্ড একঘেয়ে ..
    দুর দুর , আমরা এ কেমন শহুরে ???
    লেখনী :-: শুভ্র চট্তোপাধ্যায়

  • @aninditadeb855
    @aninditadeb855 Рік тому

    Ai re bhebechi blog kal asbe,হঠাৎ dekhlam aj k ,darun byapar,sankarer sei trn jrny k mone koriye dilo sotti👌👌

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Рік тому +2

    বেশ লাগলো মোম্বাসা টার্মিনাস রেল যাত্রা। মুড়ি-চানাচুড় পেঁয়াজ এর সাথে একটা গরম আলুর চপ অথবা বেগুনী হলে কথাই নেই। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @sayanmukherjee8123
    @sayanmukherjee8123 Рік тому +1

    Thank you for all ur efforts..It's really commendable... বাড়িতে বসে Africa ঘুরিয়ে দিলেন বটে আর সাথে Amboseli toh chiloi❤

  • @rosyroy975
    @rosyroy975 Рік тому +4

    Loving every bit of it..this is my husband's dream destination for a long time, though I never felt anything thrilling about wild life, but there is no doubt about the fact that your videos absolutely changing my views..❤️ looking forward for more to your journeys

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Рік тому

    মোমবাসা এটা একটা ইমোশন ❤️❤️ দারুন লাগলো জমে যাচ্ছে আফ্রিকা সিরিজ e👌👌👌 দারুন লাগলো ট্রেন জার্নি নারো গাজ টা দেখে গায়ে কাটা দিয়ে উঠলো। 👍👍👍

  • @saradakundu5928
    @saradakundu5928 Рік тому

    ফাটাফাটি একটা ভিডিও। মন ভরে গেল দেখে। চাঁদের পাহাড়ের দেশে তোমরা 💚

  • @souravchatterjee4245
    @souravchatterjee4245 Рік тому +1

    আমাদের রাজ্যের মুড়ি আর তার সাথে আফ্রিকার Train journey দারুণ লাগলো।

  • @namitachakraborty5084
    @namitachakraborty5084 Рік тому

    অন্য একটা মহাদেশে train এ চড়ে ঘোরার মধ্যে কিছুটা তো নতুনত্ব আছেই। বেশ ভাল লাগল। এর পরের vdo র অপেক্ষায় রইলাম। ❤

  • @tanmoyroy8490
    @tanmoyroy8490 Рік тому +1

    "The Ghost & the darkness"
    Darun akta episode, congratulations 🎉

  • @debdulalbhattacharyya8600
    @debdulalbhattacharyya8600 Рік тому

    খুব ভালো লাগলো আপনাদের উপস্থাপনা । কেনিয়ার ভূপ্রকৃতি আমাকে মুগ্ধ করেছে । ধন্যবাদ।

  • @KINGLEO8200
    @KINGLEO8200 Рік тому

    Train r video sob somoy r e pochondo r. R seta Kenya hole toh r kono kothai nei.
    Darun akta video❤

  • @samiksengupta7705
    @samiksengupta7705 Рік тому

    Khub bhalo laglo Darun Experience Khub Chander Pahar ar Sankar ar khata Mone pore Galo khub bhalo Thakben Sustha Thakben Sobsamay Bhalo Basha Naban 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @chandanasingha5906
    @chandanasingha5906 Рік тому

    Oh durdanto laglo ei episode. Jokhon bollen lalmukho sahebgulo jhalmuri khaoya dekhchhe... Khub hesechhi. 😊 byapok.

  • @SabitaHalder-sl1es
    @SabitaHalder-sl1es Рік тому

    দাদা নমস্কার, আপনার প্রতিটি video আমার ভীষণ ভাল লাগে । আপনার সহজ সরল ভাবে কথা
    বলা এবং সুন্দর ভাবে সুন্দর সব কিছু দেখানো খুব ভাল লাগে । আপনি এবং prithijit বাবু ভীষন bhaghaban l পৃথিবীর বিভিন্ন জায়গার ঘুরে বেড়াচ্ছে ন । আপনাদের চোখ এবং ভিডিও দেখে আমরাও আনন্দ পাচ্ছি । ধন্যবাদ ।

  • @ramanroy2208
    @ramanroy2208 Рік тому +1

    আপনাদের সব ভিডিও দেখার অপেক্ষায় থাকি,আজকের ভিডিও টা পেয়ে ভীষণ আপ্লূত, আপনাদের ভিডিও দেখার নেশায় পেয়ে গেছে!!

  • @sukumarpaitandi6017
    @sukumarpaitandi6017 Рік тому

    মোম্বাসা- শুনলেই একটা শিহরণ খেলে যায়। শিবাজিদাকে ধন্যবাদ এবার চাক্ষুষ দেখানোর জন্য। পরের পর্বের অপেক্ষায় রইলাম।❤

  • @SOURAV380
    @SOURAV380 Рік тому +2

    Hope Oneday Our indian Railway Will Also Run On Time. We Should Learn From Kenya. Entertaining Videos.

  • @sikhakumar5074
    @sikhakumar5074 Рік тому +3

    ট্রেন ও যেমন,জার্নি ও তেমন....দারুণ

  • @sayaksc3590
    @sayaksc3590 Рік тому

    Arrey Woooow What a fantastic Vlog 👌❤️ Baah Apuuurbo Train Journey 👌koto kichhu jaante parlam..Rasta Osaadharon 👌 Porer golper opekkhay thaklam..❤️❤️

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Рік тому

    Khub bhalo laglo apnader train journey r vedio.Specially left and right platform episode Bhalo thakben.

  • @rashidasultana7982
    @rashidasultana7982 Рік тому

    অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও।ভালো থাকুন সবসময়।🙏🙏

  • @nationfirst29
    @nationfirst29 Рік тому +2

    বাহ! অসাধারণ লাগল। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। গুয়াহাটি থেকে রইল অনেক ভালোবাসা।😊

  • @indraneemukherjee1565
    @indraneemukherjee1565 Рік тому

    অসাধারণ লাগল এই ট্রেন যাত্রা পরের ভিডিও র জন্য অপেক্ষায় রইলাম।

  • @man_named_nobody
    @man_named_nobody Рік тому

    সুন্দর উপস্থাপনা. Ghost and the Darkness দেখেছিলাম. খুব সম্ভবত Michael Douglas ছিলো. আপনাদের tour plan-টা বোঝার চেষ্টা করছি. শুনলাম মাসাই-মারা যাবেন, কিন্তু পেছন দিকে মোম্বাসার দিকে কেন যাচ্ছেন?

  • @arunbikasdas
    @arunbikasdas Рік тому

    আর একটা অনবদ্য ট্রেন সফর তোমার দৌলতে দেখতে পেলাম। তোমার ভ্লগের ব্যাপারে তো কিছুই বলার নেই। Down to earth জুড়ি বিহীন উপস্থাপনা।
    Progressive লেন্সের একটা চশমা বানিয়েছিলে। পরেও ছিলে কিন্ত অনেক দিন হল আবার বাইফোকালে চলে গিয়েছে। কেন? রোজ ব্যবহার কর। It is very comfortable বিশেষ করে মনিটর ব্যবহারের ক্ষেত্রে। একবার used to হয়ে গেলে আর বাইফোকাল ব্যবহার করতে পারবে না।
    ভাল থেকো দুজনেই।
    পরের ভ্লগের অপেক্ষায় রইলাম।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 Рік тому +1

    বলতে ভুলেই যাই যে বেশ ফোকটে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি । এজন্য আপনাদের বিশেষ ধন্যবাদ প্রাপ্য।

  • @momtajahsan7770
    @momtajahsan7770 Рік тому

    খুব ভাল লাগ্লো ঝাল মুড়ি পিঁয়াজ মরিচ চানাচুরের সাথে ধনে পাতা বা দিলে কি হবে ?

  • @masudurrahman9587
    @masudurrahman9587 Рік тому +2

    Thank you so much Dada, Hopefully I will visit in next week and your visit information help me a lot