শিবাজী বাবু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টির 'চাঁদের পাহাড়' এ আফ্রিকার অনেক ঘটনা আমরা কিশোর বয়সে পড়েছি ও অ্যাডভেঞ্চারস হয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু কাহিনী তে গোরঙ্গরো ঘটনা পড়েছিলাম, বাংলা ইউটিউব ভিডিওতে আপনারা এর বিবরণ রাখলেন, খুব ই ভালো লাগলো।
সত্যি আপনাদের এই আফ্রিকা সিরিজ দেখে বন্য জন্তু দের এক দুনিয়ার সাথে পরিচিত হলাম। অন্তর থেকে বলছি, খুব ভালো লাগল। কোনোদিন এিসব জায়গায় যাবো না, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিও গুলো দেখে সব সময় মনেহয় আমরা আপনার সাথেই ঘুরছি। এক Magical moment তৈরি হয় আপনার ভিডিও দেখার সময়। Thank you very much to both of you. 🙏❤
শিবাজীদা, আপনাদের Africa Tour প্রথম থেকেই দেখছি! Kenya, Uganda এর পরে Tanzania Tour সত্যি অসাধারণ! সবচেয়ে ভালো Tanzania তে গোরঙ্গারা Tour এ Lion বাবাজির বসে Rest নেওয়া অসাধারণ!মনে হচ্ছে আমরা নিজেরা সামনে থেকে দেখছি! এইভাবেই মানসিক ভ্রমণ এর পরিপূর্ণতা সত্যি তুলনাহীন!
শীবাজি প্রীথিজিত বাবু অসাধারণ এক তানজানিয়ার দৃশ্য দেখলাম। এখন পর্যন্ত আফ্রিকার যত এপিসোঢ দেখলাম এটাই সেরা । দক্ষিণ আফ্রিকা টুর করবেন তো,নমস্কার। ভাল থাকবেন।
আপনাদের আফ্রিকা সফর দেখে মন চোখ সমৃদ্ধ হল। আপনার জন্য যেতে পারতাম না, এমন সব দেশে মানস ভ্রমণ হয়ে যায়। খুব খুব ভালো থাকবেন আপনারা। এই ভাবে ই আমরাও মানস ভ্রমণ করি।
গোরোঙ্গোরো অনেক অনেক রঙিন। সেরার সেরা ভিডিও। অনেক কমপ্যাক্ট। আর দুয়ারে সিংহি জানতো বোধহয় যে তোরা যাবি😅। একটু ড্রোন শর্ট হলে ভালো লাগতো। যাই হোক মহেন্দ্র দত্তের☂️ নিকট আত্মীয় পৃথ্বীজিত দত্তের জন্যে ছাতা গাছের পাল আর পালবাবুর জন্যে পালে পালে সিংহ থেকে হাতি 🦁🐘 জমেগেছে খেলা 🤩
হ্যাঁ শিবাজী আমি আপনারblogএর একজন নিয়মিত দর্শক। আমার বয়স ষাট। এত সুন্দর আপনার ডেসক্রিপশন এত সুন্দর দৃশ্য মনে হয় যেন আপনার সাথেই ঘুরছি ভীষণ ভালো লাগে। খুব ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য। আমাদের সবার মধ্যেই দেশ ভ্রমণের নেশা অল্পবিস্তর আছেই কিন্তু কিন্তু নানা কারণে সম্ভব তো হয় না। কিন্তু আপনার উপস্থাপনায় ঘরের মধ্যে পৃথিবী এসে গেছে। ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো থাকবেন।
সত্যি অপূর্ব সুন্দর করে বিধাতা পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতিকে সৃষ্টি করেছেন। যা দেখে সত্যি মুগ্ধ হই। আজকের পর্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্ত একটা জিনিসের জন্য শুধু একটু অপূর্ন রয়ে গেলো “সাপ ও বেজীর লড়াই “ দেখা হলো না ।
আফ্রিকা ভ্রমণ এর অভিজ্ঞতা দারুন লাগলো।ঘরে বসে বাংলায় আফ্রিকা tour, তা বলে বলে বোঝানো সম্ভব নয় ।সব কিছুই possible হয়েছে ৫০ বছরের এক বাঙালি পুরুষ মানুষের জন্য।❤❤❤
Mr Shibaji+Mr Prithwejit>>We saw dangerous wildlife experience of Tanzania from your eyes by this video. Very very nice & beautiful forest area. Bangladesh. 04/10/2023.
Byapok laglo puro byapar ta. Ei sundor ovigyota ke share korar jonyo dui dada ke onek dhonyobad. 🙏🙏❤❤ Ostrich dekhe bar bar amader Batuler Uto r kotha mone pore jachhilo. 👌👌👍👍🙏🙏🥰🥰
Sotti darun enjoy korchi Africa Series.. 💙 Nature's beauty tar sathe Wildlife, ei series ta sesh er dike eta bhebe mon kharap hye glo. Darun enjoy korlam kajer fake ratre kre 2-3 bar o video dekhechi 😁😌 Definitely one of the best Foreign trip Series!
Sir, This is how you will publish Geological sites of our planet earth. It's sooo interesting for me as a geology student and increasing my interest 2x . eagerly waiting for series. Kudos to both of you!!!!....P.s.- Lion ta dekhhe glass ta ki uthiye diyechhilen?
আফ্রিকার প্রতি টা পর্ব অসাধারণ, গরঙ্গরো তে প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়েছে।প্রকৃতির কোলে এত পশুর একত্রে বসবাস এই পর্বগুলো না দেখলে বিশ্বাস করা খুব কঠিন হতো।প্রতি টা মুহূর্ত রোমাঞ্চকর। তোমাদের পাওয়া আনন্দে আমি নিজেও আনন্দিত হই, রোমাঞ্চিত হই।অনেক অনেক ধন্যবাদ তোমাদের❤❤❤❤❤❤
Breathtaking!! as “chander pahar” based on Nirobi and Uganda, “Gugunogumber er deshe” and “Ruaha” by Buddhadeb Guha has detailed reference on Ngoronggoro & Arusha. Revisiting these books again after watching this episode. really incredible….hats off to you and Prithwijit da. ❤
Wow, the beauty of Ngorongoro, Arusha, Tanzania is truly breathtaking! Thanks for taking us on this incredible journey, Explorer Shibaji. Your videos always inspire me to explore new places and cultures. Keep up the fantastic work!
Really you r blessed...enjoying each episode..wish to God you get more chances to visit and entertain us by your vedios...learnt one thing...The animals simply ignore human beings....😂thank you❤😊
Can you kindly make a vlog describing the overall expenses that you incurred in this entire trip. And also if you can break it up countrywise and also segmentwise like hotel rent,fooding and safari, so that if someone visits one or two of these countries, can get an idea if ever a plan is made to visit these literal wonders of the Earth. Thank you for entertaining us.
আজকের ভিডিও টা অসাধারণ ।একদম দুই হাতের মাঝে জ্যান্ত বুনো সিংহী। আমার ই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিলো। আফ্রিকার সৌন্দর্য অপরিসীম। সেইখানে দুবাই এর ঝাঁপ চকচকে সৌন্দর্য ম্লান হয়ে যায়। তোমাদের জন্য হয়তো আরও এরকম বিস্ময়কর সৌন্দর্য দেখতে পাবো। মনে হচ্ছে ঘরে বসেই জীবন সার্থক হয়ে গেলো। ভালো থেকো ভাই তোমরা । অনেক অনেক ভালোবাসা সহ।
উফফফফফফ দুর্দান্ত চলছে এই পর্বটা। পুরো আফ্রিকাতেই আদিম পৃথিবীর একটা রূপ দেখতে পাওয়া যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যাদের জন্য বাড়িতে বসেই আফ্রিকার অনেক জায়গা দেখতে পাচ্ছি।
Kampala থেকে Arusha flight : $150
Arusha Airport Pickup: $40
Arusha Hotel ( 3 nights): $40 including breakfast
Ngorongoro trip with pickup drop, breakfast, lunch and entry fees: $200 per head
Arusha তে একবেলা খাবারের খরচ দুজনের: $15
সব ভিডিও শেষ করার পর গোটা ট্রিপে আপনাদের কত কেমন খরচ হল সেটা নিয়ে একটা এপিসোড করা যাবে?
Q
Dada trip sese specially Kenya niye ekta complete tour plan er request roilo
Tour guide video deben please
দাদা.. কেনিয়া, উগাণ্ডা ও তাঞ্জানিয়া ভ্রমনে মাথা পিছু কতো খরোচ হলো জানাবেন plzee. & Happy Journey❤
শিবাজী বাবু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টির 'চাঁদের পাহাড়' এ আফ্রিকার অনেক ঘটনা আমরা কিশোর বয়সে পড়েছি ও অ্যাডভেঞ্চারস হয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু কাহিনী তে গোরঙ্গরো ঘটনা পড়েছিলাম, বাংলা ইউটিউব ভিডিওতে আপনারা এর বিবরণ রাখলেন, খুব ই ভালো লাগলো।
এতো দিন যা ডিসকভারি চ্যানেলে দেখছি তা দেখলাম আপনাদের ভ্লগে।দারুণ আফ্রিকা
আক্ষরিক অর্থেই এটি একটি awesome ভিডিও!
সিংহী টা খুব পোজ দিল পাথরের উপরে কিন্তু😊
আফ্রিকা পর্ব দীর্ঘ হলেও কখনো একঘেয়ে মনে হচ্ছে না । Thank you শিবাজী এবং পৃথ্বীজিত দা❤❤
Ei series jeno sesh na hoy....emon i lagche....janina ar kota video asbe Africa series er...❤❤ one of the best series of yours.❤❤
তোমাদের ভাষা য় দুর... দান্ত,দুরন্ত,অসাম,দারুন
সবকিছুই ছবির মতো সুন্দর। ভিডিও দেখার সময় মনে হয় কেউ যেনো রঙতুলি দিয়ে ছবি এঁকে রেখেছে। ❤❤
Jibone er theke moja r ki ache.U have taken a right decision.
জন্ম জন্মান্তরে ও ভুলিবো না,এই পর্বে যা দেখলাম। 🥰 সত্যি অবর্ণনীয়।
বাইনো দিয়ে রাইনো, আর হাতির সাথে হাতাহাতি। 👌👌Salute to Prithijit Da. ❤❤
😊❤
সত্যি আপনাদের এই আফ্রিকা সিরিজ দেখে বন্য জন্তু দের এক দুনিয়ার সাথে পরিচিত হলাম। অন্তর থেকে বলছি, খুব ভালো লাগল। কোনোদিন এিসব জায়গায় যাবো না, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিও গুলো দেখে সব সময় মনেহয় আমরা আপনার সাথেই ঘুরছি। এক Magical moment তৈরি হয় আপনার ভিডিও দেখার সময়। Thank you very much to both of you. 🙏❤
শিবাজীদা, আপনাদের Africa Tour প্রথম থেকেই দেখছি! Kenya, Uganda এর পরে Tanzania Tour সত্যি অসাধারণ! সবচেয়ে ভালো Tanzania তে গোরঙ্গারা Tour এ Lion বাবাজির বসে Rest নেওয়া অসাধারণ!মনে হচ্ছে আমরা নিজেরা সামনে থেকে দেখছি! এইভাবেই মানসিক ভ্রমণ এর পরিপূর্ণতা সত্যি তুলনাহীন!
শীবাজি প্রীথিজিত বাবু অসাধারণ এক তানজানিয়ার দৃশ্য দেখলাম। এখন পর্যন্ত আফ্রিকার যত এপিসোঢ দেখলাম এটাই সেরা । দক্ষিণ আফ্রিকা টুর করবেন তো,নমস্কার। ভাল থাকবেন।
আপনাদের আফ্রিকা সফর দেখে মন চোখ সমৃদ্ধ হল। আপনার জন্য যেতে পারতাম না, এমন সব দেশে মানস ভ্রমণ হয়ে যায়। খুব খুব ভালো থাকবেন আপনারা। এই ভাবে ই আমরাও মানস ভ্রমণ করি।
নীলিমায় নীল আকাশে পেঁজা তুলোর ছোট ছোট টিলা এক স্বর্গীয় সুন্দর প্রকৃতির রূপে মুগ্ধ হলাম।তার মাঝে বন্য জন্তুর উপস্থিতি আরও সুন্দর লাগলো। ধন্যবাদ।
মহেন্দ্র পর্বত যে উড়ে বেড়াত,হিমালয়ের ছেলে,পার্বতীর ভাই। এত ভাল blog আপনাদের, ধন্য 🙏
Mainak parbat na?
মৈনাক
Mainak parbat
Mainak parbat and that's my name
আমার মনে হয় ওটা মৈনাক হবে
সত্যি explorer shibaji সাথে না রাখলে পিছিয়ে পড়তে হয়ে ❤❤❤ যেভাব ভিডিও গুলো দেখাচ্ছে স্যার আপনাদের স্যালুট...
এরকম ভ্রমণ এর ভিডিও বাংলাতে এই প্রথম ..... অপূর্ব সুন্দর জায়গা.... কি যে ভালো লাগছে.... আপনাদের ধন্যবাদ 👌👌👌
তোমার কাছে আমরা কৃতজ্ঞ। এতো ভালো ভালো জায়গা তার সঙ্গে এতো গল্প।। মন ভরিয়ে দেয়।
প্রকৃতি সত্যি কত সুন্দর আর অকৃত্রিম। যেমন পশুরা অবাধ ঘুরে বেড়াচ্ছে তেমনই মেঘেরাও😊😃❤️
দু চোখ ভোরে শুধু দেখছি এই আফ্রিকা সিরিজ।অপূর্ব,অনবদ্য।
আপনাদের মাধ্যমে পৃথিবীর অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, আপনারা দুজনই অনেক অনেক ভালো থাকবেন
গোরোঙ্গোরো অনেক অনেক রঙিন। সেরার সেরা ভিডিও। অনেক কমপ্যাক্ট। আর দুয়ারে সিংহি জানতো বোধহয় যে তোরা যাবি😅। একটু ড্রোন শর্ট হলে ভালো লাগতো। যাই হোক মহেন্দ্র দত্তের☂️ নিকট আত্মীয় পৃথ্বীজিত দত্তের জন্যে ছাতা গাছের পাল আর পালবাবুর জন্যে পালে পালে সিংহ থেকে হাতি 🦁🐘 জমেগেছে খেলা 🤩
এত জন্তুজানোয়ার এই বয়সে দেখতে পেয়ে খুব আনন্দ পেলাম। ধন্যবাদ।
অপূর্ব অসাধারণ অনবদ্য অতুলনীয়, আর কিছু ভাষা পাচ্ছি না , আমি মুগ্ধ , এমন একটি ভিডিও উপহার এর জন্য আমার তরফ থেকে রইলো অসংখ্য আন্তরিক ধন্যবাদ
আরও একটা অনবদ্য পর্ব .. ধন্যবাদ শিবাজী দা... পরের পর্বের জন্য অধীর আগ্রহে রইলাম
হ্যাঁ শিবাজী আমি আপনারblogএর একজন নিয়মিত দর্শক। আমার বয়স ষাট। এত সুন্দর আপনার ডেসক্রিপশন এত সুন্দর দৃশ্য মনে হয় যেন আপনার সাথেই ঘুরছি ভীষণ ভালো লাগে। খুব ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য। আমাদের সবার মধ্যেই দেশ ভ্রমণের নেশা অল্পবিস্তর আছেই কিন্তু কিন্তু নানা কারণে সম্ভব তো হয় না। কিন্তু আপনার উপস্থাপনায় ঘরের মধ্যে পৃথিবী এসে গেছে। ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো থাকবেন।
মনে হচ্ছে এখানেই সবথেকে ভাল করে কাছ থেকে সিংহ দেখতে পেয়েছেন
খুব কাছ থেকে সিংহকে দেখলাম। খুব সুন্দর।
আপনাদের vlog দেখে কখনো পৌঁছে যাই নেপাল কখনো নীল নদের তীরে পিরামিডের দেশে আবার আজ আফ্রিকার তৃণভূমি তে।অনেক ধন্যবাদ আপনাদের ❤
Hi
ভাষায়ও পকাশ করতে পারলাম না শুধু দুচোখ ভরে দেখে গেলাম গোরঙরো।সত্যি এত কাছ থেকে এত সিঙহ এইভাবে দেখতেপাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।ভাষা হারিয়ে ফেলেছি।পরে আরো চমকপ্রদ ভিডিও দেখার অপেঙখায় রহিলাম।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
খুব ভালো লাগলো👌 সিংহ মহাশয় বেশ মঞ্চে উঠে দাড়িয়ে ছিল 👍
সত্যি অপূর্ব সুন্দর করে বিধাতা পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতিকে সৃষ্টি করেছেন। যা দেখে সত্যি মুগ্ধ হই। আজকের পর্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্ত একটা জিনিসের জন্য শুধু একটু অপূর্ন রয়ে গেলো “সাপ ও বেজীর লড়াই “ দেখা হলো না ।
Darun darun laglo, Awesome episode, many many thanks, 👍👍👍👍👍
Darun laglo.God bless you.
আফ্রিকা ভ্রমণ এর অভিজ্ঞতা দারুন লাগলো।ঘরে বসে বাংলায় আফ্রিকা tour, তা বলে বলে বোঝানো সম্ভব নয় ।সব কিছুই possible হয়েছে ৫০ বছরের এক বাঙালি পুরুষ মানুষের জন্য।❤❤❤
অসাধারণ। ডিস্কোভারিকেও হার মানালো
আফ্রিকা যে এত সুন্দর ভাবে দেখতে পারবো ভাবতেই পারিনি, তোমাদের জন্য ই হলো। ভালো থেকো❤❤
Awesome every video!!thank you sir for showing this:take care for your healt
অসাধারণ সব অভিজ্ঞতা হলো ধন্যবাদ দাদা❤❤❤
আপনাদের আফ্রিকা সফর আমাদের মন ও চোখ , জ্ঞানের ভান্ডার কে সমৃদ্ধ করে তুললো। সিংহী মহাশয়া তো একদম মডেল দের মতোই আচরণ করলেন 😂 দারুন ভালো লাগলো আজকের সফর ❤❤
সত্যি দাদা আপনি অনেক ভাগ্যবান। এতো সুন্দর সুন্দর জায়গায় যেতে পারছেন। খুব খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
এক কথায় অসাধারণ..কি যে ভালো লাগলো বোঝানো যাবে না..আফ্রিকা অনন্য সুন্দর..মন ভরে গেল..অনেক ধন্যবাদ আপনাদের..খুব ভালো থাকুন❤❤❤❤
খুব ভালো লাগলো শিবাজী। দুর্দান্ত অভিঞ্জতা হলো তোমাদের সৌজন্যে। ❤❤❤
অসাধারণ লাগছে প্রতিটা এপিসোড।। দুর্দান্ত।। এখনো অব্দি একটা পর্ব মিস করিনি।।
আপনাদের মাথায় ঠাকুরের আশীর্বাদ আছে, না হলে এত সুন্দর জায়গা দেখা এত বিদেশ ঘোড়া একেবারেই অসম্ভব। খুব ভালো থাকবেন দুজনকেই বলছি।
সত্যি কি অসাধারণ দেখলাম গোরং গোরো । তোমাদের মাধ্যমে আফ্রিকার ভ্রমন এত ভালো দেখলাম যে আর বলবার মত কোনো ভাষা খুজে পাচ্ছিনা। দারুন দারুন দারুন ❤❤❤
আপনাদের কেনিয়ার প্রতিটি সফর দেখেছি। এতদিন তাঞ্জানিয়া সফর দেখার জন্য উদগ্রীব হয়ে বসেছিলাম অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।
দারুন।
Parle dada vai ...poll kaley r sathe dekha korte paren ....!darun..darun ..❤❤❤❤
Mr Shibaji+Mr Prithwejit>>We saw dangerous wildlife experience of Tanzania from your eyes by this video. Very very nice & beautiful forest area. Bangladesh. 04/10/2023.
তুলনা হয়না । আপনাদের সমস্ত ভিডিও দেখি মন ভরে যায় । চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি।
😊🙏
Back To Back.....Dada Excited....Puro Fatafati Lagche ❤....
Mon Anonde Attohara Hoye Jacche...Thank You So Much Dada ❤
Byapok laglo puro byapar ta. Ei sundor ovigyota ke share korar jonyo dui dada ke onek dhonyobad. 🙏🙏❤❤
Ostrich dekhe bar bar amader Batuler Uto r kotha mone pore jachhilo. 👌👌👍👍🙏🙏🥰🥰
Arey Baah Daroon daroon 👌👌❤️ Amazing episode 🔥 Bhisoon bhalo laglo ❤️ Natural Beauty of Tanzania..Poshu pakhi , prakritik Soundorjo mon bhorey galo dekhe 😍😍 Africa Series chorom lagchhe 🔥🔥 Tmar chokh diye upobhog korlam..Keep it up ❤️❤️❤️
বলার কথা একটাই অসাধারণ, অসাধারণ, অসাধারণ
After Great Rift Valley, the Crater Lake is another treat for a Geologist... Thanks bolbo na... Keep Travelling and Explore more n more 🙌🎉😊
আপনাদের vlog দেখে আমরাও অনেক জায়গা ঘুরছি আর দুই চোখ ভরে দেখছি এতো ভালো লাগছে যে কিছু বলার নেই
আফ্রিকা সিরিজের নতুন ভিডিওর জন্য আমি রোজ ই অপেক্ষা করি.... খুব উত্তেজনা অনুভব করছি 👍👍
অসাধারণ !! 👌👌👌
মনে হচ্ছে একেবারে চোখের সামনে সিংহ দেখছি !! ❤❤
আপনার আফ্রিকা সিরিজ দেখে খুব ধন্য লাগছে 🙋👍
অনবদ্য লেগেছে,,, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে,,,
Sotti darun enjoy korchi Africa Series.. 💙 Nature's beauty tar sathe Wildlife, ei series ta sesh er dike eta bhebe mon kharap hye glo. Darun enjoy korlam kajer fake ratre kre 2-3 bar o video dekhechi 😁😌
Definitely one of the best Foreign trip Series!
Darun laglo....sottie sera experience
Sir, This is how you will publish Geological sites of our planet earth. It's sooo interesting for me as a geology student and increasing my interest 2x . eagerly waiting for series. Kudos to both of you!!!!....P.s.- Lion ta dekhhe glass ta ki uthiye diyechhilen?
আফ্রিকার প্রতি টা পর্ব অসাধারণ, গরঙ্গরো তে প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়েছে।প্রকৃতির কোলে এত পশুর একত্রে বসবাস এই পর্বগুলো না দেখলে বিশ্বাস করা খুব কঠিন হতো।প্রতি টা মুহূর্ত রোমাঞ্চকর। তোমাদের পাওয়া আনন্দে আমি নিজেও আনন্দিত হই, রোমাঞ্চিত হই।অনেক অনেক ধন্যবাদ তোমাদের❤❤❤❤❤❤
Breathtaking!! as “chander pahar” based on Nirobi and Uganda, “Gugunogumber er deshe” and “Ruaha” by Buddhadeb Guha has detailed reference on Ngoronggoro & Arusha. Revisiting these books again after watching this episode. really incredible….hats off to you and Prithwijit da. ❤
সিঙহী টা যেন দাড়িয়ে আছে ফটো তোলার পোজ নিয়ে। দারুন 🦁👍
Wow, the beauty of Ngorongoro, Arusha, Tanzania is truly breathtaking! Thanks for taking us on this incredible journey, Explorer Shibaji. Your videos always inspire me to explore new places and cultures. Keep up the fantastic work!
দারুণ লাগল ভিডিওটা দাদা।সিংহগুলো গরমে বড় কষ্ট পাচ্ছে।
Really you r blessed...enjoying each episode..wish to God you get more chances to visit and entertain us by your vedios...learnt one thing...The animals simply ignore human beings....😂thank you❤😊
Yes, you are absolutely correct, they were less bothered
Darun lagche ai vedio chokher samne ato opurbo africak dada apnader thanku so much 🙏
Can you kindly make a vlog describing the overall expenses that you incurred in this entire trip. And also if you can break it up countrywise and also segmentwise like hotel rent,fooding and safari, so that if someone visits one or two of these countries, can get an idea if ever a plan is made to visit these literal wonders of the Earth. Thank you for entertaining us.
Ghore bose world er best forest dekhte pachchi sudhu tomar jonno thank you Shibaji da
অসাধারণ ভিডিও আমি এটা বার বার দেখছি ।খুব ভালো উপহার পেলাম এই ভিডিও টি ।অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে
এতো জন্তুজানোয়ার দেখে আমরা খুব খুব খুব আপ্লুত। অনেক অনেক অনেক ধন্যবাদ দাদা
এক কথায় অপূর্ব। অপরূপা প্রকৃতি। লেক,পাহাড়, বন্য জীবজন্তু, সব হাত বাড়ালেই যেন বন্ধুর মতো। দুর্দান্ত ভিডিও। এগিয়ে চলুন। আমরা আপনাদের সাথে আছি।
এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল নিজের চোখে দেখেছি। অনেক ধন্যবাদ।
অনবদ্য অভিজ্ঞতা। অসাধারণ পর্ব।
এমন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করছে, দারুন দারুন!!!!
কি যে দেখালেন শিবাজি দা। Just Speechless . AWASOME 🎉❤
অন্যান্য সুন্দর এই পৃথিবী। আপনাদের কল্যাণে তার তার সৌভাগ্য হয়েছে আমাদের। ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Very beautiful safari video deklam😊
তোমাদের দারুণ দারুন অভিজ্ঞতার সাক্ষী হতে ভিডিও গুলো সত্যিই অসাধারণ।
❤❤❤❤❤kichu bolar nei.... Osadharon bolle kom hoi!!!! 🎉🎉🎉
গোটা আফ্রিকা সিরিজ দুর্দান্ত🎉, সেরার সেরা👍💯
দারুন লাগছে আফ্রিকা সফর।অনবদ্য, ভাষায় প্রকাশ করতে পারছি না।এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ।ভালো থাকবেন দুজন।God bless you....
Onoboddo akta vlog dekhlam...osombhob sundor...abaro apnader dujon ke onek onek dhonnobad 🙏
দারুণ দারুণ দারুণ ......আপনার photography রোজ আর আর কি বলব।তাই এককথায় 👌👌🙏🙏🙏
আজকের ভিডিও টা অসাধারণ ।একদম দুই হাতের মাঝে জ্যান্ত বুনো সিংহী। আমার ই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিলো। আফ্রিকার সৌন্দর্য অপরিসীম। সেইখানে দুবাই এর ঝাঁপ চকচকে সৌন্দর্য ম্লান হয়ে যায়। তোমাদের জন্য হয়তো আরও এরকম বিস্ময়কর সৌন্দর্য দেখতে পাবো। মনে হচ্ছে ঘরে বসেই জীবন সার্থক হয়ে গেলো। ভালো থেকো ভাই তোমরা ।
অনেক অনেক ভালোবাসা সহ।
Darun darun gorogoro r amader sange neoar jonno Anek anek dhonnobad bhalo thakben aponara God bless you both 🌹🌹🌹
উফফফফফফ দুর্দান্ত চলছে এই পর্বটা। পুরো আফ্রিকাতেই আদিম পৃথিবীর একটা রূপ দেখতে পাওয়া যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যাদের জন্য বাড়িতে বসেই আফ্রিকার অনেক জায়গা দেখতে পাচ্ছি।
❤🙏
অসাধারণ অবর্ণনীয় ❤ ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের
❤🙏
সারাদিন কাজের চাপ ব্যস্ততার পর ঘরে এসে তোমার ভিডিও দেখতে দেখতে মনটা শান্তি হয়ে যায়👌👌👌👌👌👌
আপনা কে অনেক ধন্যবাদ এতো সুন্দর ভিডিয়ো দেখানোর জন্য আপনাদের সাথে আমার মানোস ভ্রমন করছি দুজনে ভালো থাকবেন
Apnara amader anek anoboddhyo mihurto upohar dilen...jete ecchey korche 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
অসংখ্য ধন্যবাদ দাদা....রোমাঞ্চিত,শিহরিত,অভিভূত।।
দারুন সুন্দর দুনিয়া কাঁপানো ভিডিও। দীর্ঘ জীবন লাভ করো তাতে আমাদের লাভ।এই জন্য প্রার্থনা করি
🙏🙏🙏
এক কথায় অসাধারণ। প্রতিটা পর্ব দেখে মন ভরে যাচ্ছে। ❤
সোদপুরে বসে আপনাদের দ্বারা আফ্রিকা ভ্রমণ করেছি ও অনেক কিছু জানতে পারছি এটা একটা দূর্দান্ত অভিজ্ঞতা, আপনাদের অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন l
❤🙏
Shibaji da r Pritiwsh da dhanyawad, kohno bhavini open eyes dekte pioya jabe. Darun experience, anek dhanyabad.
আপনাদের প্রত্যকটা পর্ব দেখলাম খুবি অসাধারণ অনেক কিছু জানলাম দেখতে পারলাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ from bangladesh