সৌমেন্দ্র বাবুকে অশেষ অভিনন্দন । এই রকম প্রচেষ্টা সর্ব প্রশংসনীয় । তবে আজ এ ও আবিষ্কার করলাম বিগ ৬ এর পরেও বিগ ৭ ও বিগ ৮ রয়েছে তারা হলেন যথাক্রমে শিবাজী পাল ও পৃথ্বিজীৎ দত্ত । এনাদের জন্যেই আজ আমাদের অসামান্য white rihno ও সৌমেন্দ্র বাবুর কাজ দেখার সোভাগ্য হলো ।
শঙ্করের পর আপনার চোখে এই বিশাল আফ্রিকার অনেক জায়গায় ভ্রমণ করলাম। অনেক অজানা তথ্য জানতে পারছি । পৃথিবীর শেষ রাইনো দুটি কে দেখে অবাক বিস্ময়ে বলার ভাষা নেই। অসাধারন এপিসোড। পরিশেষে আপনাদের সাথে মাসাইমারা যেতে ভীষণ ইচ্ছুক।
যে দেশে আমরা হয়তো কোনো দিনও যেতে পারবোনা। যে সমস্ত জীব বৈচিত্র্য এবং নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আমরা হয়তো কোনো দিনও দেখতে পাবোনা, সেই দৃশ্য আপনাদের চোখে দেখতে পেয়ে মন জুড়িয়ে গেল। সাথে শ্রুতিমধুর উপস্থাপনা, অপূর্ব।
আপনাদের ভিডিও ইউটিউবে আমাদের প্রতেকের খুব ভালো লাগে । Bangladesh ঢাকা একটি পার্কে পৃথেজিত বাবু একটি ফুল দেখি ইয়ে ছেন ,সে ফুল ও হরতকি গাছ আপনার বাড়ীর কাছে আছে । আমি রহরা রামকৃষ্ণ মিশন আশ্রম এর প্রাক্তন ছাত্র ।মিশনের ভিতর ছোট হাসপাতাল আছে তার পাশে ঐ গাছ আছে। আর মিশনের মেন গেটের থেকে ১০০মিটার বড় দীঘি র ঢোকার মুখে ডান হাতে হরতকি গাছ আছে । আমি ১৯৭৩/১৯৭৮ ওখানে পড়াশুনা করি ।আমরা ঐ ফুল কে শিব লিঙ্গাম ফুল বলতাম । ফুলের মধ্যে একটি মটর দানার মতো পুং লিংগ আছে। ❤
Excellent sight chosen by Mr. Soumendra Babu. I visited Kenya in the year 2009. In one way this site is as good as we stayed at lake Nakaru and lake Naivasha and in my opinion it's beauty is much more. Excellent presentation.
এই ভিডিও টির অপেক্ষাতেই ছিলাম । অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের দুজনকে ( শিবাজী দা এবং পৃথ্বী জিত দা কে) । এরকম আরো নতুন নতুন জায়গা ঘুরে বেড়ান এবং আমাদের সামনে তুলে ধরুন। Explorer Shibaji জিন্দাবাদ।
আপনার Channel এর সমৃদ্ধি কামনা করি। একটা video বানাতে অনেক পরিশ্রম করতে হয় জানি। আমরা সাদা চোখে একটা দৃশ্যের উপস্থাপনা প্রত্যক্ষ করি। মনে হয় বিষয়টা কত সহজ ও সাবলীল। কিন্ত তা নয়! একটা episode এর নেপথ্যে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। আপনার স্বপ্ন সফল হোক।
ভীষণ ভালো লাগলো! পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে তা আমার কাছে অজানা,,,,আছে জানি একটা দেশ কিন্তু এত সুন্দর !ঈশ্বরের তৈরি সম্পদ,,, সত্যি আপনাদের উপস্থাপনা অসাধারণ 👌👌ভালো থাকবেন ।
পৃথিবীর শেষ দুটো white Rhino দেখার সৌভাগ্য হলো। রাস্তার পাশে কুতুব মিনারের মতো দাঁড়ানো জিরাফটা অসাধারণ লাগলো। আর বুশ ক্যাম্প ভবিষ্যতে যা হবে ভাবাই যায়না। খুব সুন্দর সাফারি। তবে শিবাজী দাদা লং রেঞ্জের ক্যামেরা কিন্তু লাগবে। অবশেষে দুজনকেই আন্তরিক ধন্যবাদ
আফ্রিকার এই ভিডিও টা দারুন লাগলো। আফ্রিকার জীবজন্তু ও বিস্তৃত বিশাল ভুখন্ড দেখে মনটা ভরে গেল। সত্যি কত সুন্দর আমাদের এই পৃথিবী। আপনার জন্য এত কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
The Africa series has been fantastic till now! Loved the detailed way of covering each and every aspect of the Africa! Hopefully will be able to join the Africa Tour sometime next year, looking forward for it😀
অপূর্ব অপূর্ব এক কথায় অসাধারণ। অসংখ্য ধন্যবাদ শিবাজী দা , পৃত্থিজিথ দা। দেখতে দেখতে মোহিত হিয়েগেছিলাম। আমার মায়ের মুখে শুনেছিলাম যে পৃথিবীতে white Raino মাত্র দুটোই বেচেঁ আছে সুদূর আফ্রিকায়। মা খুব ইতিহাস ও ভূগোল চর্চা করেন। বিশেষ করে আফ্রিকান ইতিহাস ও ভারতের ইতিহাস। মায়ের মুখে আফ্রিকান গন্ডারের গল্প শুনেছিলাম আজ তোমাদের জন্য দেখতে পাচ্ছি। Thank you so much Love you both❤❤❤❤❤
আফ্রিকা নিয়ে vlog খুবই ভাল লাগলো। এই মহাদেশ নিয়ে কাজ তো তেমন দেখা ই যায় না। সাউথ আফ্রিকা আর অ্যামাজনের জঙ্গল আর ভিক্টোরিয়া ফলস দেখার আশা রইল আপনাদের ক্যামেরার মাধ্যমে। অনেক শুভেচ্ছা....
Wow, what an incredible journey through the Masai Mara Bengali Resort and the mesmerizing world of the white rhino! 🦏 Your video transported me to a place of natural beauty and wonder. The wildlife sightings were truly breathtaking. Keep up the amazing work, Explorer Shibaji! Can't wait for more adventures like this.
I have no words express my gratitude to SIBAJI DAA and PRITHWIJEET DAA as whatever I will say that will fall short before ur these kind of offerings to us. Ami apnader sathei ghurchhi karon jesob jinish apnara dekhachhen ato porishrom kore seta okolponiyo, obornoniyo Ak osadharon obhigyota. Thank you sir to both of you
Both of you are taking so much trouble to make us entertained,thank you so much. Wishing you to travel more interesting parts of the world....Hope Antarctica is still in your mind...
খুব ভালো লাগলো , অসাধারন ক্যাম্পের জায়গা নির্বাচন , আর এত বড় বড় দুটো গন্ডার অপূর্ব , ধন্যবাদ আপনার এই ভিডিওর জন্য , ভালো থাকুন সুস্থ থাকুন , আর নতুন নতুন ভিডিও পাঠান ।
If u had added Sarengati national park, Tanjania to this series it would have fetched a next level spark.. Anyway still this series remains stunning and as incredible as You have illustrated to the fullest.. Virtual travel enthusiasts may have sought a scintillating impact on their wandering thoughts.
আপনারা অনেকে বড়ো মনের মানুষ, খুব ভালো লাগছে দেখতে। সত্যি আমরাও গর্বিত যেএকটা বাঙালি দেশের বাইরে থেকে আমাদের কে নিমন্ত্রণ করলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কে। সঙ্গে আছি। আমি মানিক চন্দ্র দাস বৈরাগ্য শান্তিনিকেতন বোলপুর থেকে।
"এ স্বাদ এর ভাগ হবে না" আপনার খাবারের ভাগ না হলে ও যে অসাধারণ একটি ভ্রমণ কাহিনীর ভাগীদার হলাম অসাধারণ অসাধারণ রাইনো এত কাছে থেকে দেখার সুযোগ সত্যিই খুব সুন্দর। মাসাই মারা এই দিকে বড়বড় গাছের জঙ্গল দেখতে পেলাম। সুন্দর একটা ভ্রমণ হচ্ছে আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।
জীবনে জানার কোন শেষ নেই, অনেক কিছু দেখলাম জানলাম, কিন্তু সব মানুষ তো সব কিছু জেনে বসে থাকে না, আমি কিন্তু জানতাম না, গন্ডার তৃনভোজী প্রানী। পৃথিবীর অধিকাংশ জায়গা মানুষের দখলে, কিন্তু এই জায়গাটা বন্যা প্রানিদের যেন উন্মুক্ত দ্বার,কি সুন্দর বিতরন করছে, খুব ভালো লাগলো দেখতে, ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন।
সত্যি শিবাজী দা আপনার কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ , মুনেরো র ব্যবহার ও আপ্যায়ন খুব ভালো লাগলো। আপনাদের সাথে যোগাযোগ হয়ে ভীষণ খুশি লাগছে , ভবিষ্যতে আপনাদের ভ্রমণ সঙ্গী হবার ইচ্ছে রইলো। .💐
দারুণ লাগলো ভিডিওটি। অতো দূরে জঙ্গলের মধ্যে সুন্দর প্রাকৃতিক পরিবেশে যেখানে হাত বাড়ালেই সমস্ত পশুপাখি, একজন বাঙালি থাকা খাওয়া, বেড়াবার ব্যবস্থা করছেন, ভেবে ভীষণ ভালো লাগলো। সামনেই মাসাই মারা। ভীষণ রোমাঞ্চকর।
১৫ দিন বাড়ী ছিলাম না। spiti ঘুরতে গিযেছিলাম, তাই কোনও ভিডিও দেখার সময় হয়নি। ফিরেই তোমার এই অসাধারণ অনবদ্য এপিসোড টা দেখলাম। ভিডিও ভালো তো লাগলোই, দুর্দান্ত ওই ১০ ফিট কাছ থেকে গন্ডার। ১৫ দিনেই মনে হলো কতো দিন দেখিনি তোমায়। ভালো থেকো।
Bhison bhalo laglo video ta dekhe...15years amra east Africa te chilam. Nairobi, Kampala r Malawi te...Soumendrababu keo chini..oshonkhyo dhonnobad o shubhechha roilo
অনেকদিন ধরে অপেক্ষা য় ছিলাম ভিডিওর অন্য। অবশেষে পেলাম। সব সময় পাশে আছি বলেই তো অপেক্ষায় থাকি। অসাধারণ লাগল আজকের ভিডিও। একটা লোভনীয় প্রস্তাব দিয়ে রাখলে। দেখা যাক।
দারুন একটা এপিসোড উপহার পেলাম সবথেকে বেশি আনন্দ পেলাম মা ও মেয়ে রাইনোর দেখার পেয়ে।আর বাঙগালী হিসেবে ভীষন অহঙকার গবববোধ করছি এত সুন্দর সবুজের ঘেরা নির্জন নিরিবিলি জায়গায় যেতে এবং থাকতে পারাটা সত্যি ভাগ্যের ব্যাপার।ওনার অন্য অনেক শুভ কামনা রহিল।আর শিবাজী বাবু আপনাদের পাশে আমি সবসময়ই আছী।এইভাবে এগিয়ে যান সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
Khub e sundor ai vlog ta, white rhino duti k dekhe ato valo laglo, ato sundor kore informative ak kothai osadharon ❤ wait kore chilm anek sin theke. Finally aj dekhchi
দাদা আপনাদের জন্য এতো সুন্দর জায়গা দেখতে পেলাম আগে কখনো ভাবিনি এই সব জায়গা দেখতে পাবো আরো নতুন নতুন জায়গা দেখার অপেক্ষায় রইলাম সব সময় ভালো থাকবেন দাদা
আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। বাঙ্গালী পৃথিবীর এ প্রান্ত হতে ঐ প্রান্তের জল ও স্থল জয় করে বিশ্বের মাঝে বাঙ্গালীয়ানা ছড়িয়ে দিক এই কামনায় আমি এ,গাফ্ফার ডেপটফোর্ড ব্রডওয়ে লন্ডন ইউ,কে ২০/০৯/২৩ইংরেজী
ভীষণ, ভীষণ ভালো লাগলো । তোমাদের ভ্রমনের জন্যই আমার মতো অনেকেই তোমাদের মধ্য দিয়ে বেড়াতে পারছে । ভালো থেকো । আর একটা কথা না বলে পারছিনা। তুমি মিস্ করো কি না আমি মৈয়েত্রীকে খুব মিস্ করছি এই পরিবেশে।
Another beautiful vlog. Apnader jonyo amrao dekhte pelam world ER last dui northern white rhino ke. Khub Bhalo laaglo, sotyi e eta ak abhutopurbo anubhuti. Eagerly wait kore thaki ei vloggulor jonyo. Khub Bhalo laglo uncle.❤
Africa r jongol dekhar ichche bohu bohu diner, nischoi jabo ekdin, kintu apnader video dekhe sei ichche ta bohugun bere galo. Asadharon sab video, advut abhigyota hochce, bhasae prokash kora ja kothin. Apnader bromon aro sofol hok.
❤khub khub valo laglo video ta. Motamuti sob kotai africar video dekha hoi galo. Khub ichha ache sujog pele apnader sathe Africa jawar. Soumitra babur camp tao bes darun location a. Opekhai thakbo r o video er
সবথেকে বেশি ভালো লাগে দাদা আপনারা যেভাবে সুন্দর করে দেখান ভিডিও গুলো যেভাবে বলেন মানে এত ছোট ছোট জিনিস গুলো কোনটা কি রকম কিভাবে কোথায় গেলে কি মিলবে কোথায় গেলে কি পাওয়া যাবে সেই জিনিস গুলো সবচেয়ে বেশি সেই জিনিসটা আরো ভালো লাগে
Sotti sibaji da darun lglo Amdr prithibi te koto kichu ache r last white raino ta awsm chilo sotti kto kichui na janbar ache r pritthi da keo onk thnx ❤❤❤❤❤
এই পর্বের তারকা নাজিন আর ফাতু, যাদের কথা তোকে যাওয়ার আগেই বলেছিলাম। সত্যিই তোরা সৌভাগ্যবান। বিশ্ব বিখ্যাত ফটোগ্রাফার অ্যামি ভিতালে র বেশ কিছু অসাধারণ তথ্যচিত্র আছে এই নাজিন ও ফাতুর ওপর। তাদের নিজের চোখে হাতের সামনে দেখার রোমাঞ্চই আলাদা। 🦏 ❤
ভিডিওর কিছু জায়গাতে সাউন্ড ঠিকঠাক রেকর্ড হয়নি। অসুবিধার জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। পরের ভিডিওগুলোতে এই সমস্যা থাকবে না।
আমায় নেবেন নি দাদা
খুব সুন্দর, দারুণ রোমাঞ্চকর । আফ্রিকা সিরিজ জমে গেছে।
অনেক দিন ভিডিও পাইনি, আজ পেলাম, ভালো লাগলো,,
No problem...
Bengali camp details??
সত্যিই রাইনো দুটো অসাধারণ কল্পনার বাইরে, মিশর সিরিজ যেমন সুন্দর ছিলো ঠিক তেমনি আফ্রিকাও ,আপনাদের কে প্রনাম,
ভগবান আপনাদের কে সুস্থ রাখুন
সৌমেন্দ্র বাবুকে অশেষ অভিনন্দন । এই রকম প্রচেষ্টা সর্ব প্রশংসনীয় । তবে আজ এ ও আবিষ্কার করলাম বিগ ৬ এর পরেও বিগ ৭ ও বিগ ৮ রয়েছে তারা হলেন যথাক্রমে শিবাজী পাল ও পৃথ্বিজীৎ দত্ত । এনাদের জন্যেই আজ আমাদের অসামান্য white rihno ও সৌমেন্দ্র বাবুর কাজ দেখার সোভাগ্য হলো ।
শঙ্করের পর আপনার চোখে এই বিশাল আফ্রিকার অনেক জায়গায় ভ্রমণ করলাম। অনেক অজানা তথ্য জানতে পারছি । পৃথিবীর শেষ রাইনো দুটি কে দেখে অবাক বিস্ময়ে বলার ভাষা নেই। অসাধারন এপিসোড। পরিশেষে আপনাদের সাথে মাসাইমারা যেতে ভীষণ ইচ্ছুক।
যে দেশে আমরা হয়তো কোনো দিনও যেতে পারবোনা। যে সমস্ত জীব বৈচিত্র্য এবং নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আমরা হয়তো কোনো দিনও দেখতে পাবোনা, সেই দৃশ্য আপনাদের চোখে দেখতে পেয়ে মন জুড়িয়ে গেল। সাথে শ্রুতিমধুর উপস্থাপনা, অপূর্ব।
একলা দাঁড়িয়ে থাকা জিরাফ টিকে দেখে মনে হলো কোন গভীর চিন্তায় মগ্ন তপস্বী যেন .....দারুণ দারুণ
বাঙালি হিসেবে আজ সত্যি আমরা গর্বিত,,,,একজন বিদেশী,,আমাদের বাঙালিদের নিমন্ত্রণ জানাচ্ছেন তাদের দেশে❤❤❤❤
বাঙালি হিসাবে আমি গর্ব বোধ করছি দাদা। অসম্ভব সুন্দর উপস্থাপন করলেন। ❤❤❤ এগিয়ে চলুন দাদা।
পৃথিবী কত বড় কত সুন্দর তোমাদের সুন্দর উপস্থাপনা তে আবার ও একবার অনুভব করলাম। বাঙালি জাতির জন্য গৌরব বোধ করছি, ভালো থেকো তোমরা❤❤
খুব সুন্দর আপনাদের সঙ্গে কারোর তুলনা হয়না
দারুন পরিবেশ
কিন্তু পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিল এর হাতে ড্রইং রুমে রাখা বোকা বাক্স তে বন্দি
আপনাদের ভিডিও ইউটিউবে আমাদের প্রতেকের খুব ভালো লাগে । Bangladesh ঢাকা একটি পার্কে পৃথেজিত বাবু একটি ফুল দেখি ইয়ে ছেন ,সে ফুল ও হরতকি গাছ আপনার বাড়ীর কাছে আছে । আমি রহরা রামকৃষ্ণ মিশন আশ্রম এর প্রাক্তন ছাত্র ।মিশনের ভিতর ছোট হাসপাতাল আছে তার পাশে ঐ গাছ আছে। আর মিশনের মেন গেটের থেকে ১০০মিটার বড় দীঘি র ঢোকার মুখে ডান হাতে হরতকি গাছ আছে । আমি ১৯৭৩/১৯৭৮ ওখানে পড়াশুনা করি ।আমরা ঐ ফুল কে শিব লিঙ্গাম ফুল বলতাম । ফুলের মধ্যে একটি মটর দানার মতো পুং লিংগ আছে। ❤
একটু দেরী হলো এবার। আপনার ভিডিও টা আমার কাছে একটা নেশার মতো। হাপিত্যেশ করে বসে থাকি। মানুষ আপনার ফ্যান হয়ে উঠেছে আর আপনি তাদের ⭐। ❤😊
Excellent sight chosen by Mr. Soumendra Babu. I visited Kenya in the year 2009. In one way this site is as good as we stayed at lake Nakaru and lake Naivasha and in my opinion it's beauty is much more. Excellent presentation.
খুব সুন্দর হয়েছে ভিডিওটা।।specially white Rhino টা খুব ভালো লাগলো।।।।
আপনাদের ধন্যবাদ দিতে দিতে ক্লান্ত হয়ে পরবো দাদা! আপনাদের কল্যাণে white rhino ও দেখা হলো..!! ❤❤❤
এই ভিডিও টির অপেক্ষাতেই ছিলাম । অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের দুজনকে ( শিবাজী দা এবং পৃথ্বী জিত দা কে) । এরকম আরো নতুন নতুন জায়গা ঘুরে বেড়ান এবং আমাদের সামনে তুলে ধরুন।
Explorer Shibaji জিন্দাবাদ।
এই কেনিয়া series সত্যিই অসাধারণ wait করি পরবর্তী video জন্যে আপনাদের presentation নিয়ে কোনো কোনো কথা হবে না গুরু,❤❤
কি যে এক অনবদ্য অভিজ্ঞতা হলো সে আর বলার নয়,অনেক অনেক ধন্যবাদ আপনাদের এরকম সব অভিজ্ঞতা আমাদের সাথে share করার জন্য।পরের পর্বের অপেক্ষায় রইলাম।
বাঙালিরা পৃথিবী জয় করে নিচ্ছি! দারুন লাগছে এই আফ্রিকা সিরিজ টা 👏👏👏
৭৩বছর বয়সে তোমাদের জন্য এত ঘুরতে পারছি ও এত প্রাণীদের দেখতে পাচ্ছি।অনেক ধন্যবাদ।
আপনার Channel এর সমৃদ্ধি কামনা করি। একটা video বানাতে অনেক পরিশ্রম করতে হয় জানি। আমরা সাদা চোখে একটা দৃশ্যের উপস্থাপনা প্রত্যক্ষ করি। মনে হয় বিষয়টা কত সহজ ও সাবলীল। কিন্ত তা নয়! একটা episode এর নেপথ্যে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে।
আপনার স্বপ্ন সফল হোক।
কি ভালো লাগলো আজকের পর্ব!!শান্ত সিন্গ্ধ পরিবেশ -----'আরণ্যক'!!❤❤ Explorer Shibaji ar Pritthwijeet 💕💖
ভীষণ ভালো লাগলো! পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে তা আমার কাছে অজানা,,,,আছে জানি একটা দেশ কিন্তু এত সুন্দর !ঈশ্বরের তৈরি সম্পদ,,, সত্যি আপনাদের উপস্থাপনা অসাধারণ 👌👌ভালো থাকবেন ।
পৃথিবীর শেষ দুটো white Rhino দেখার সৌভাগ্য হলো। রাস্তার পাশে কুতুব মিনারের মতো দাঁড়ানো জিরাফটা অসাধারণ লাগলো। আর বুশ ক্যাম্প ভবিষ্যতে যা হবে ভাবাই যায়না। খুব সুন্দর সাফারি। তবে শিবাজী দাদা লং রেঞ্জের ক্যামেরা কিন্তু লাগবে। অবশেষে দুজনকেই আন্তরিক ধন্যবাদ
We bengalis rules everywhere in ths whole world...thanks fr ths amazing vlog
আফ্রিকার এই ভিডিও টা দারুন লাগলো। আফ্রিকার জীবজন্তু ও বিস্তৃত বিশাল ভুখন্ড দেখে মনটা ভরে গেল। সত্যি কত সুন্দর আমাদের এই পৃথিবী। আপনার জন্য এত কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
শেষমেষ ভিডিও পেলাম সত্যি খুবই আপ্লুত। সত্যি বলতে স্যার আপনার উপস্থাপনা গুলির নেশায় পড়ে গেছি।
কি সুন্দর অভিজ্ঞতা যে হচ্ছে তা কেবল আমি নিজেই জানি। খুব ভালো লাগছে। ভালো থাকবেন।
The Africa series has been fantastic till now! Loved the detailed way of covering each and every aspect of the Africa! Hopefully will be able to join the Africa Tour sometime next year, looking forward for it😀
অপূর্ব অপূর্ব
এক কথায় অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ শিবাজী দা , পৃত্থিজিথ দা।
দেখতে দেখতে মোহিত হিয়েগেছিলাম। আমার মায়ের মুখে শুনেছিলাম যে পৃথিবীতে white Raino মাত্র দুটোই বেচেঁ আছে সুদূর আফ্রিকায়। মা খুব ইতিহাস ও ভূগোল চর্চা করেন। বিশেষ করে আফ্রিকান ইতিহাস ও ভারতের ইতিহাস। মায়ের মুখে আফ্রিকান গন্ডারের গল্প শুনেছিলাম আজ তোমাদের জন্য দেখতে পাচ্ছি।
Thank you so much
Love you both❤❤❤❤❤
আফ্রিকা নিয়ে vlog খুবই ভাল লাগলো। এই মহাদেশ নিয়ে কাজ তো তেমন দেখা ই যায় না।
সাউথ আফ্রিকা আর অ্যামাজনের জঙ্গল আর ভিক্টোরিয়া ফলস দেখার আশা রইল আপনাদের ক্যামেরার মাধ্যমে।
অনেক শুভেচ্ছা....
মন ভরে গেলো। এই রকম ভি ডি ও শুধু মাত্র মুগ্ধ হয়েই দেখে যেতে হয়। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Wow, what an incredible journey through the Masai Mara Bengali Resort and the mesmerizing world of the white rhino! 🦏 Your video transported me to a place of natural beauty and wonder. The wildlife sightings were truly breathtaking. Keep up the amazing work, Explorer Shibaji! Can't wait for more adventures like this.
শিবাজী বাবু আমি এই দৃশ্য দেখার বর্ণনা করার মতো ভাষা আমার নেই। অশেষ ধন্যবাদ। কৃতজ্ঞ থাকলাম।
এই স্বাভাবিক সৌন্দর্য নিয়ে ই এই জায়গা গুলি থাক। পর্যটন বারাতে গিয়ে প্রাকৃতিক পরিবেশ যেনো নষ্ট না হয়।
একমত জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রকৃতি ধ্বংস হচ্ছে।।
এতো ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না। স্বপ্নের মানস সফর... অনেক ধন্যবাদ
Taratari Janan. Feeling exited to go with you all to witness the excellent experience with Soumendra Babu in Kenya..
Hat's off to you all.❤
I have no words express my gratitude to SIBAJI DAA and PRITHWIJEET DAA as whatever I will say that will fall short before ur these kind of offerings to us.
Ami apnader sathei ghurchhi karon jesob jinish apnara dekhachhen ato porishrom kore seta okolponiyo, obornoniyo
Ak osadharon obhigyota. Thank you sir to both of you
Both of you are taking so much trouble to make us entertained,thank you so much. Wishing you to travel more interesting parts of the world....Hope Antarctica is still in your mind...
Great I will also agree with you...❤❤n prithijit babu
So much thrilling to think that two Bengolee siblings are going to set a record of establishing a bush camp in a remote place....
অসাধারণ উপস্থাপন করেন আপনারা দুজনে ❤❤❤খুব ভালো লাগলো,,, অনেক ধন্যবাদ
It's just amazing to show the last alive white rhino!! Best wishes from Sylhet.
খুব ভালো লাগলো , অসাধারন ক্যাম্পের জায়গা নির্বাচন , আর এত বড় বড় দুটো গন্ডার অপূর্ব , ধন্যবাদ আপনার এই ভিডিওর জন্য , ভালো থাকুন সুস্থ থাকুন , আর নতুন নতুন ভিডিও পাঠান ।
If u had added Sarengati national park, Tanjania to this series it would have fetched a next level spark.. Anyway still this series remains stunning and as incredible as You have illustrated to the fullest.. Virtual travel enthusiasts may have sought a scintillating impact on their wandering thoughts.
আপনারা অনেকে বড়ো মনের মানুষ, খুব ভালো লাগছে দেখতে। সত্যি আমরাও গর্বিত যেএকটা বাঙালি দেশের বাইরে থেকে আমাদের কে নিমন্ত্রণ করলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কে। সঙ্গে আছি। আমি মানিক চন্দ্র দাস বৈরাগ্য শান্তিনিকেতন বোলপুর থেকে।
যাব যাব! জয় বাংলা জয় বাঙ্গালী! ❤
Another mesmerizing video. Kintu ram Babu khub miss holo o to Ryno dekhte e eshey chilo.
বনকে বনের মত থাকতে দাও। বেশি মানুষের ভির যেন না হয়। পশু পাখির চেয়ে মানুষ বেশি হয়ে গেলে মুশকিল। 😂
"এ স্বাদ এর ভাগ হবে না" আপনার খাবারের ভাগ না হলে ও যে অসাধারণ একটি ভ্রমণ কাহিনীর ভাগীদার হলাম অসাধারণ অসাধারণ রাইনো এত কাছে থেকে দেখার সুযোগ সত্যিই খুব সুন্দর। মাসাই মারা এই দিকে বড়বড় গাছের জঙ্গল দেখতে পেলাম। সুন্দর একটা ভ্রমণ হচ্ছে আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।
আমি গর্বিত আমি বাঙালি ❤❤❤
Darrruuun laglo! Ki ashadharon anubhuti holo. Africa r ei place gulo dekhte pelam aapnader jonno. 👍👌👌👌👌👌
অসাধারণ অভিজ্ঞতা হলো, পৃথিবীর শেষ দুটো white রাইনো আপনাদের জন্যে ই দেখতে পেলাম,
MR. Shamindra র উদ্যোগ অভিভূত হয়ে গেলাম
অশেষ কৃতজ্ঞতা জানাই
@explorershibaji
আপনারা খুবই ভাগ্যবান এই পৃথিবীর মানুষ হিসাবে ।।।
Asadharon Excellent Apurbo Darun legeche. God bless you all.
প্রত্যেক ভিডিওর শেষে তোমাদের দুই বন্ধুর ক্যালিপ্সোটা আমার সব থেকে প্রিয়। তোমরা ভাগ্যবান। এরকম বন্ধু পাশে পাওয়া অনেক ভাগ্যের।
@explorershibaji da hyderabad ele obossoi janabe. Will love to host you.
কে যে ভাল লাগলো.... ব্যাখ্যা করার কোন ভাষা নেই আমার কাছে👌👌
জীবনে জানার কোন শেষ নেই, অনেক কিছু দেখলাম জানলাম, কিন্তু সব মানুষ তো সব কিছু জেনে বসে থাকে না, আমি কিন্তু জানতাম না, গন্ডার তৃনভোজী প্রানী। পৃথিবীর অধিকাংশ জায়গা মানুষের দখলে, কিন্তু এই জায়গাটা বন্যা প্রানিদের যেন উন্মুক্ত দ্বার,কি সুন্দর বিতরন করছে, খুব ভালো লাগলো দেখতে, ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন।
সত্যি শিবাজী দা আপনার কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ , মুনেরো র ব্যবহার ও আপ্যায়ন খুব ভালো লাগলো। আপনাদের সাথে যোগাযোগ হয়ে ভীষণ খুশি লাগছে , ভবিষ্যতে আপনাদের ভ্রমণ সঙ্গী হবার ইচ্ছে রইলো। .💐
Aajker episode kintu ek kothay osadharon....
Khub bhalo laglo.
Share korlam.....
দারুণ লাগলো ভিডিওটি। অতো দূরে জঙ্গলের মধ্যে সুন্দর প্রাকৃতিক পরিবেশে যেখানে হাত বাড়ালেই সমস্ত পশুপাখি, একজন বাঙালি থাকা খাওয়া, বেড়াবার ব্যবস্থা করছেন, ভেবে ভীষণ ভালো লাগলো। সামনেই মাসাই মারা। ভীষণ রোমাঞ্চকর।
১৫ দিন বাড়ী ছিলাম না। spiti ঘুরতে গিযেছিলাম, তাই কোনও ভিডিও দেখার সময় হয়নি। ফিরেই তোমার এই অসাধারণ অনবদ্য এপিসোড টা দেখলাম। ভিডিও ভালো তো লাগলোই, দুর্দান্ত ওই ১০ ফিট কাছ থেকে গন্ডার। ১৫ দিনেই মনে হলো কতো দিন দেখিনি তোমায়। ভালো থেকো।
অনবদ্য অনুভূতির মাঝে হারিয়ে গেলাম।
আপনি ও আপনার জুড়িদার ভালো থাকুন।
খুব ভালো লাগলো। আশ্চর্য অভিজ্ঞতা সত্যি। মাঠে গরু-ছাগলের পরিবর্তে --
আমার মনে হয় আফ্রিকার এই ট্রিপটা আপনাদের একটা লাইভ টাইম এচিভমেন্ট। খুব খুব ভালো হয়েছে আপনাদের এই ট্রিপের ভিডিও গুলো। আমি দারুন উপভোগ করছি।
Eyi video tar janya apekshay chhilam. Peye gelam. Besh bhalo laglo. Thank you.
Bhison bhalo laglo video ta dekhe...15years amra east Africa te chilam. Nairobi, Kampala r Malawi te...Soumendrababu keo chini..oshonkhyo dhonnobad o shubhechha roilo
অনেকদিন ধরে অপেক্ষা য় ছিলাম ভিডিওর অন্য। অবশেষে পেলাম। সব সময় পাশে আছি বলেই তো অপেক্ষায় থাকি।
অসাধারণ লাগল আজকের ভিডিও। একটা লোভনীয় প্রস্তাব দিয়ে রাখলে। দেখা যাক।
দারুন একটা এপিসোড উপহার পেলাম সবথেকে বেশি আনন্দ পেলাম মা ও মেয়ে রাইনোর দেখার পেয়ে।আর বাঙগালী হিসেবে ভীষন অহঙকার গবববোধ করছি এত সুন্দর সবুজের ঘেরা নির্জন নিরিবিলি জায়গায় যেতে এবং থাকতে পারাটা সত্যি ভাগ্যের ব্যাপার।ওনার অন্য অনেক শুভ কামনা রহিল।আর শিবাজী বাবু আপনাদের পাশে আমি সবসময়ই আছী।এইভাবে এগিয়ে যান সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
Khub e sundor ai vlog ta, white rhino duti k dekhe ato valo laglo, ato sundor kore informative ak kothai osadharon ❤ wait kore chilm anek sin theke. Finally aj dekhchi
Najin, Fatu,bushcamp, sab khub bhalo laglo, apnader janya dekha hoye galo.
Apnader joonoi eto sundor bhabe east afrika tour ta upobhog korchi...khub enjoy korchi...oshonkho dhonnobad.
Wildlife scene. Awesome.thanks a lot.God bless you with your friend.
আমি সত্যিই আপ্লুত ভাই তোমাদের সাথে থেকে। কি যে ভালো লাগল তা বলার অবকাশ রাখে না। ভালো থেকো । এগিয়ে যাও ।❤❤❤
জানি তোমাদের ও ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আমি তো এতো দীর্ঘ অপেক্ষায়.... কখন ভিডিও আসবে।কি দারুন লাগছে। অনেক শুভেচ্ছা তোমাদের!
Darun laglo Bhai....bushcamp surrounded by nature
দারুণ fantastic এককথায় অনবদ্য।
দাদা আপনাদের জন্য এতো সুন্দর জায়গা দেখতে পেলাম আগে কখনো ভাবিনি এই সব জায়গা দেখতে পাবো আরো নতুন নতুন জায়গা দেখার অপেক্ষায় রইলাম সব সময় ভালো থাকবেন দাদা
আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ।
বাঙ্গালী পৃথিবীর এ প্রান্ত হতে ঐ প্রান্তের জল ও স্থল জয় করে বিশ্বের মাঝে বাঙ্গালীয়ানা ছড়িয়ে দিক এই কামনায় আমি
এ,গাফ্ফার
ডেপটফোর্ড ব্রডওয়ে
লন্ডন
ইউ,কে
২০/০৯/২৩ইংরেজী
🙏🙏
ভীষণ, ভীষণ ভালো লাগলো । তোমাদের ভ্রমনের জন্যই আমার মতো অনেকেই তোমাদের মধ্য দিয়ে বেড়াতে পারছে । ভালো থেকো । আর একটা কথা না বলে পারছিনা। তুমি মিস্ করো কি না আমি মৈয়েত্রীকে খুব মিস্ করছি এই পরিবেশে।
sundar camp, camp theke charpasher apurbo drishyo, darun jib boichitro
মাসাইমারার বৃত্তের মধ্যে থেকেও নূতন করে ওখানকার দর্শনে তৃপ্ত আমরা। নতুন করে মাসাইমারাকে জানছি আপনাদের ভ্রমণে। শমীন্দ্র বাবুকে ধন্যবাদ তাঁর উদ্যোগকে।
Khub valo laglo...ami wait korchilam 😊....asadharon episode..❤
এই দুই রাইনো ছাড়া পৃথিবীতে আর কোনো পুরুষ রাইনো নেই শোনার পর ব্যাপার টা যেনো ঐতিহাসিক লাগলো সত্যি ই মনের কোনও এক জায়গায় দাগ কেটে এই কথাটা
❤❤❤❤❤❤ just spellbound.... Bangali hisebe bhisonn gorbitoo bodhh korrchii....... Aapnara Sobaiiiii bhison bhisonn Bhaloo Thakunnnn
Another beautiful vlog. Apnader jonyo amrao dekhte pelam world ER last dui northern white rhino ke. Khub Bhalo laaglo, sotyi e eta ak abhutopurbo anubhuti. Eagerly wait kore thaki ei vloggulor jonyo. Khub Bhalo laglo uncle.❤
দারুণ লাগবে এই বাঙালি বাবুর ক্যাম্প সম্পূর্ণ হলে। অসাধারণ স্থান নির্বাচন ঐ ভট্টাচার্য মহাশয়ের।
দারুন খুব সুন্দর আফ্রিকা পর্ব পুরো জমে ক্ষীর নিশ্চয়ই যাবো আপনাদের সাথে মাসাইমারা দেখতে সৌমেন্দ্র বাবু কে অনেক ধন্যবাদ আপনার প্রচেষ্টা সফল হবেই
Darun lagchhe. Porer VDOr opekhay roilam.
Africa r jongol dekhar ichche bohu bohu diner, nischoi jabo ekdin, kintu apnader video dekhe sei ichche ta bohugun bere galo. Asadharon sab video, advut abhigyota hochce, bhasae prokash kora ja kothin. Apnader bromon aro sofol hok.
❤khub khub valo laglo video ta. Motamuti sob kotai africar video dekha hoi galo. Khub ichha ache sujog pele apnader sathe Africa jawar. Soumitra babur camp tao bes darun location a. Opekhai thakbo r o video er
@ Shibaji Sir- আপনার প্রত্যেকটি ভিডিও খুব ভালো লাগে, এবং স্পষ্টভাবে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দেন সে কারণে আরো বেশি ভালো লাগে।
একদম আসবো।
White (wide ) rhinoceros দেখতে খুব ভালো লাগলো। মুগ্ধকর ভিডিও।
Absolutely beautiful and memorable video Shivaji da and Prittijit da 💐💖💌😊🙏🏻
White rhino and jiraf দেখে অভিভূত হলাম।আপনাদের পাঠানো ভিডিও দেখে খুব আনন্দ উপভোগ করলাম। ধন্যবাদ সবাইকে।❤❤
সবথেকে বেশি ভালো লাগে দাদা আপনারা যেভাবে সুন্দর করে দেখান ভিডিও গুলো যেভাবে বলেন মানে এত ছোট ছোট জিনিস গুলো কোনটা কি রকম কিভাবে কোথায় গেলে কি মিলবে কোথায় গেলে কি পাওয়া যাবে সেই জিনিস গুলো সবচেয়ে বেশি সেই জিনিসটা আরো ভালো লাগে
Sotti sibaji da darun lglo Amdr prithibi te koto kichu ache r last white raino ta awsm chilo sotti kto kichui na janbar ache r pritthi da keo onk thnx ❤❤❤❤❤
Najin and Fatu white Rhino😮 দারুন দাখালেন। অনেক ধন্যবাদ।
কেনিয়া Series দুর্দান্ত 👌👌অনেক ধন্যবাদ আপনাদের ।
দাদা আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ ,
এত সুন্দর উপস্থাপনা করছেন প্রত্যেক টা পর্ব, পরের টার জন্য অপেক্ষা করে থাকি
❤🙏
এই পর্বের তারকা নাজিন আর ফাতু, যাদের কথা তোকে যাওয়ার আগেই বলেছিলাম। সত্যিই তোরা সৌভাগ্যবান। বিশ্ব বিখ্যাত ফটোগ্রাফার অ্যামি ভিতালে র বেশ কিছু অসাধারণ তথ্যচিত্র আছে এই নাজিন ও ফাতুর ওপর। তাদের নিজের চোখে হাতের সামনে দেখার রোমাঞ্চই আলাদা। 🦏 ❤
এক কথায় মনমুগ্ধ করা সৌন্দর্য্য...খুবই ভালো লাগলো আজকে ভিডিও..অনেক ধন্যবাদ আপনাদের..খুব ভালো থাকুন❤❤❤❤
Proud of Soumendra babu .Adventurous Bengali . Explorer Shibaji na thakle ei sob information amra petam na..Masaimara y boshe alu posto ,bhaba jay !