অসাধারণ। বাঙালি হিসেবে গর্বিত। একজন বাঙালি মাসাইমরা জঙ্গলের জীবন্ত (যা National Geography channel দেখতাম) রোমাঞ্চকর Video পরিবেশিত হল। সত্যিই আমরা ভাগ্যবান।
অসাধারণ একটা পর্ব। মনে হয় এটি এই সিরিজের সেরা পর্ব হতে চলেছে। যে ভাবে মাসাইমারা দেখানো হল এক কথায় অনবদ্য। ভিডিওর এক জায়গায় আপনি বলেছেন আপনারা সম্ভবত একমাত্র বাঙালি ইউটিউবার যারা মাসাইমারাকে তুলে ধরছেন।এটা শুনে বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি।শুভেচ্ছা, আগামী ভিডিওর অপেক্ষায়।
অসাধারণ..... এত্তো দিন শুধু গল্পে বা টিভি তেই দেখে এসেছি…. সেই চাঁদের পাহাড়ের মাসাই মারার কথা মনে পড়ে গেলো..সংকর এর পর এবার কোনো বাঙালির চোখ দিয়ে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য...
পৃথ্বীদার কথাটা "ছিলাম গরুমারা আর চলে এলাম মাসাইমারা" আমাদের মত ভ্রমণ পিপাসু ও চাঁদের পাহাড় এর দুর্নিবার আকষণ পিপাসু বাঙালিদের মন ত এক্কেবারে ছুঁয়ে গেলো... আন্তরিক ধন্যবাদ আপনাদের... প্রতি শিরায় শিরায় রোমাঞ্চ অনুভব করছি...
অনবদ্য অসাধারণ.... মনে হল ঠিক যেন আপনাদের পাশে বসে মাসাইমারা র জঙ্গলে safari করলাম । আপনাদের চোখ দিয়ে এইভাবে আফ্রিকার দর্শন করানোর জন্য অশেষ ধন্যবাদ। One of the very best & finest videos ❤
এই পর্বটা অনন্য সুন্দর। প্রকৃতি ও জীব বৈচিত্র্য এখানে পৃথিবীর সেরা।আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।এক অসাধারণ পর্ব উপহার দিলেন শিবাজীদা । প্রশংসার ভাষা নেই। যেমন দূর্দান্ত ফটোগ্রাফি তেমনই দূর্দান্ত উপস্থাপনা।👍👍অনবদ্য এক অভিজ্ঞতা ❤ দারুন উপভোগ করলাম আজকের এই পর্ব 😊
এই পর্বটা অসাধারণ লাগলো। মনে হচ্ছিল তোমাদের সঙ্গে আমি ওখানে উপস্থিত ছিলাম। চারিদিকের পরিবেশ, বন্যপ্রাণী দের স্বাধীন ভাবে ঘুরে বেড়ানো এবং কন্ঠস্বর এককথায় অনবদ্য। মুগ্ধ হয়ে দেখলাম এই পর্বটা।
@@sankhaghosh726 We toured Kenya by individual arrangement We made direct contact with tour operator named Kamaraz of Africa We were four The rate varies depending upon the time In our case it was 4616 us dollar for four adult for 5days4 night all inclusive I.e. accommodation, foods and transport from Nairobi airport to airport
শিবাজী দা, awesome work done. দিনদিন যত দেখছি, মুগ্ধতা ক্রমাগত ই বৃদ্ধি পাচ্ছে। You have made the Bengalees feel reasonably proud. Long live Bengal....!!!! পুরো ভিডিও টা NGC, Animal Planet or Discovery তে দেখা তথ্যচিত্রগুলোর মতোই লাগছিল। Credit, obviously goes to সুদীপ্ত দা, for his brilliant still and video capturing skill. আমার মনে হচ্ছিল, তোমাদের সাথেই ওই ভ্যানে আছি। আমরা সোদপুরবাসী ও এইচ.বি.টাউনের বাসিন্দারা ও গর্বিত দাদা। তোমাদের সাথে একদিন দেখা ও আড্ডার ইচ্ছা রইলো। শুভেচ্ছা ও ভালোবাসা তোমাকে ও পৃথ্বী দা'কে। আরো ভালো কাজ করো। আগামীর ভিডিওর অপেক্ষায় রইলাম....❤❤❤❤
What an episode! The narrations of both Prithwijeetbabu and Shibajibabu are complementary to each other. Must mention the signature voice of Shibajibabu. Viewing Masaimara through your eyes was a Great Experience in itself. Spellbound and Speechless. Seen the whole episode many times. THANK YOU EXPLORER SHIBAJI AND PRITHWIJEETBABU FOR SUCH AN ENTERTAINMENT.
অনেক বাঙালি যেখানে লাইক ভিউসের জন্য বাংলা ছেড়ে হিন্দি তে কথা বলে। তারা আপনাকে দেখে শিখবে নিজের প্যাশন কে প্রকাশ করতে চাইলে পুরো দুনিয়া স্ময়ং এসে ধরা দেয়৷ তারজন্য নিজের মাতৃভাষা কে দূরে ঠেলতে লাগেনা। আজ প্রথম মাত্র একটা ভিডিও দেখেই আপনার চ্যানেল লাইক না করে যেতে পারলামনা স্যার। এভাবেই এগিয়ে চলুন৷
The name Gorumara is derived from the Bengali folk lore, as the legend , goes, once the villegers was returning from the local market(haat) had to spend the night at the forest. They have taken all forms of precautions by lighting fire and keeping watches, but still could not prevent the tigers from preying on bullocks and cow on their carts. Hence , the name goru= cow and Mara=to kill. Before declaring , gorumara as national park, this forest region was known for its population of I Indian Rhinoceros.
Loving this Africa series so much... full of thrill, adventure and of course Nature. Shibaji Da, your presentation and Sudipto Da's videography is just excellent.
Excellent photography of an amazing wild life experience. Overall it is a fantastic vlog. One of the lengthiest vlog from explorer Shibaji. Thank you for capturing the whole experience so nicely. It's really enriching.
অপূর্ব সুন্দর লাগলো। আপনারা" জগাই মাধাই" এর ,এই কষ্টকর পরিশ্রমের ফল এই অপূর্ব ভিডিও। আপনাদের এই কষ্টের ফল, এই মাসাইমারার জঙ্গলের ভিডিও বাংলায় দেখে, বাঙালি হিসাবে আমার মনের এক বহুদিনের ইচ্ছা আজ পূরণ হল। আপনাদের ধন্যবাদ, শত শত সহস্য ধন্যবাদ।
আপনাদের এই ভিডিও দেখে এই জায়গা গুলোতে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে... আমার সবদিনই জঙ্গল সাফারি খুব ভালো লাগে ...ভবিষ্যৎ - এ এই জায়গা যেতে পারলে আপনাদের থেকে দরকারি তথ্য গুলো সংগ্রহ করে নেবো ♥️🙏
Proud of you Shibaji and Prithi, remarkable vlog..your enthusiasm overcame the lackluster driver, the amazing feeding video of lion and lioness and a 3rd lion may be their son was once in a lifetime moment...we soak in your excitement and get the feeling of seeing all these myself.. Other than comments pls. Let know what other way we can help you keep on making these wonderful vlogs..will be glad to do that!!
I can't thank you enough for creating this video. We all must have seen such videos on NG or Discovery, but those look more like packaged products. What you presented is a truly 'live show'. Kudos to both of you. Your commentary, occasional funny comments by Prithwijit babu and close up videos by Sudipto babu are awesome. I am overwhelmed.
❤❤must say prithis gumption is just outstanding ...what an explanation of journey from GORUMARA TO MASAIMARA.....just exquisite.. Lovely video as usual
আমিও মাসাইমারা গিয়েছিলাম 10 বছর আগে। আপনার মত বিস্তারিত ভিডিও না করলেও সেটার একটা ছোট ইউটিউব ভিডিও আছে। আপনাদের বিস্তারিত ভিডিও আমার খুব ভালো লাগে । আরো সাফল্য কামনা করছি
Very well covered… East Africa অত সুন্দর করে দেখিয়েছেন যে মনভরে গেছে . আপনাদের সবাইকে আর specially রামবাবু অনেক ধন্যবাদ, Africa নিয়ে অনেক জিনিস জানলাম , will help to plan trips
অসাধারণ, অসাধারণ উপহার পেলাম তোমাদের কাছ থেকে । জীবনের শেষ সন্ধিক্ষণে তোমাদের এই ছবি মনের মনিকোঠায় ধরে রাখলাম । ভালো থেকো , সুস্থ থেকো । আশীর্বাদ করি ঈশ্বর তোমাদের মনের সকল ইচ্ছে পুর্ণ করুন ।
Alipore zoo তে এরম পিকনিক দেখেছি, তবে masaimara তে এরম পিকনিক বাঙালি বলেই সম্ভব। বাঙালি রা সব জায়গা কে আপন করে নেয়। আর আপনাদের leg pulling টা আমার দারুন লাগে। অসাধারণ ভিডিও ।
আমি বাংলাদেশী মরিচাস( Mauritius ) আইল্যান্ড থেকে এতদিন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে দেখে এসেছি আজ আপনার চ্যানেল থেকে দেখলাম খুব ভালো লাগলো উপভোগ করলাম আপনার বানানো ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য
অসাধারণ সুন্দর দৃশ্য দেখতাম। মন প্রাণ ভরে গেল। প্রতিটি ভিডিও খুব খুব সুন্দর লাগছে। আপনাদের জন্য বাড়তি বশে এতো সুন্দর দৃশ্য দেখতে পারছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা। খুব ভালো থাকবেন। দোয়া ও শুভকামনা রইলো নিরন্তর।
সিংহদের খাওয়ার ছবি তুলে ধরেছেন তা দেখে কেউ ভাবতেই পারবেনা national geographic নয় একজন বাঙালি ব্লগার এইসব অসাধারণ ছবি আমাদের উপহার দিচ্ছেন
ঠিক
💯
EXACTLY RIGHT COMMENTS. HUM KISISE KOM NEHI.
Akdham.kabir.Germany
অসাধারণ। বাঙালি হিসেবে গর্বিত। একজন বাঙালি মাসাইমরা জঙ্গলের জীবন্ত (যা National Geography channel দেখতাম) রোমাঞ্চকর Video পরিবেশিত হল। সত্যিই আমরা ভাগ্যবান।
40:45 সবচেয়ে সেরা মুহূর্ত। গায়ের লোম কাটা দিচ্ছে। primal feeling of our Ancestor.
মানস চোখে কখনো এই জিনিস দেখবো কিনা জানিনা আপনাদের চোখ দিয়ে এই mesmerizing experience এর সাক্ষী হলাম thank you শিবাজীদা পৃথিজীত দা ❤ এরকম ভিডিও বাঙ্গালী হিসাবে আপনি 1st বানালেন হয়তো, আপনাদের কৃতিত্ব অমর হয়ে থাকবে
এই পর্ব টা অসাধারন। আপনাদের জন্য আমরাও ঘরে বসে জঙ্গল সাফারির উত্তেজনা অনুভব করলাম। আপনাদের অজস্র ধন্যবাদ।
পৃথ্বীদা শান্তিনিকেতনের এক টুকরো স্মৃতিকে সাথে নিয়ে মাসাইমারা ঘুরছেন এটা আমার কাছে বিশাল পাওনা। অসংখ্য ধন্যবাদ দাদা 🙏 ভয়ংকর সুন্দর সব দৃশ্য।
শিবাজীবাবু আপনার সব program দেখি দারুন লাগে এখন মাসাইমারা মন ছুঁয়ে গেল। আপনাকে ও পৃথি্জীতবাবুকে ধন্যবাদ জানাই।
আপনাদের আজকের experience অনবদ্য । আমরাও তা উপলব্ধি করলাম আপনাদের মাধ্যমে । তার জন্য আপনাদের ধন্যবাদ। সত্যি ই বাংলায় এই রকম অভিযান (কাকাবাবুর প্রত্যাবর্তন বা চাঁদের পাহাড়) সিনেমা ছাড়া আর কোথাও দেখতে পাইনি এতদিন । আপনি অনবদ্য উপস্থাপক । সাথে বাড়তি পাওনা পৃথ্বীজিৎ বাবুর অসধারণ পাঞ্চ লাইন । অভিযান একেবারে জমে ক্ষীর।ভালো থাকবেন দুজনেই ।
Akdom thik
❤❤❤
সম্ভবত বাঙালি হিসেবে আপনারাই প্রথম মাসাইমারাতে। অসাধারণ লাগছে আপনাদের এবং সাথে আপনাদের সাহসের প্রশংসা করতে হয়। শুভকামনা দাদা। ময়মনসিংহ থেকে।
ছোটবেলায় চাঁদের পাহাড় পড়ার পর থেকেই ড্রিম destination বলতে বুঝি আফ্রিকা। আজ আপনারা আফ্রিকায় গিয়েছেন আমি খুব খুশি😊 আশা রাখি আমিও একদিন যেতে পারবো😊
অসাধারণ একটা পর্ব। মনে হয় এটি এই সিরিজের সেরা পর্ব হতে চলেছে। যে ভাবে মাসাইমারা দেখানো হল এক কথায় অনবদ্য। ভিডিওর এক জায়গায় আপনি বলেছেন আপনারা সম্ভবত একমাত্র বাঙালি ইউটিউবার যারা মাসাইমারাকে তুলে ধরছেন।এটা শুনে বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি।শুভেচ্ছা, আগামী ভিডিওর অপেক্ষায়।
এক অসাধারণ পর্ব উপহার দিলেন শিবাজীদা । প্রশংসার ভাষা নেই। যেমন দূর্দান্ত ফটোগ্রাফি তেমনই দূর্দান্ত উপস্থাপনা।👍👍
দুর্দান্ত.. অনন্য অভিজ্ঞতা.. আপনাদের জন্য আমরাও তার স্বাদ পাচ্ছি
❤❤
Durdanta
Bhalo
দাদা কমেন্ট করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, হাঁ করে শুধু গিলছি, কি দেখালেন
O ASADHARAN VIDEO daklam.
আফ্রিকা ভ্রমণে এটাই সেরা পর্ব।
তোমারা কি লাকি গো । তোমাদের সাথে সাথে মনে হচ্ছে আমিও ঘুরছি এত সুন্দর উপস্থাপনা। অপেক্ষায় রইলাম পরের পর্বর জন্য।
অসাধারণ..... এত্তো দিন শুধু গল্পে বা টিভি তেই দেখে এসেছি…. সেই চাঁদের পাহাড়ের মাসাই মারার কথা মনে পড়ে গেলো..সংকর এর পর এবার কোনো বাঙালির চোখ দিয়ে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য...
বলে বা,লিখে শেষ করা যাবে না... এ দূর্দান্ত অভিজ্ঞতার কথা!
ধন্যবাদ ও শুভকামনা দু'--জনের জন্যই❤❤😊😊
পৃথ্বীদার কথাটা "ছিলাম গরুমারা আর চলে এলাম মাসাইমারা" আমাদের মত ভ্রমণ পিপাসু ও চাঁদের পাহাড় এর দুর্নিবার আকষণ পিপাসু বাঙালিদের মন ত এক্কেবারে ছুঁয়ে গেলো... আন্তরিক ধন্যবাদ আপনাদের... প্রতি শিরায় শিরায় রোমাঞ্চ অনুভব করছি...
আপনারা সত্যি ভাগ্যবান। আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এই ভয়ঙ্কর সুন্দর মাসাইমারা কে আমাদের কাছে তুলে ধরার জন্য। ❤
The best part of this episode is the CHEETAH. What a majestic creature!
অনবদ্য অসাধারণ.... মনে হল ঠিক যেন আপনাদের পাশে বসে মাসাইমারা র জঙ্গলে safari করলাম । আপনাদের চোখ দিয়ে এইভাবে আফ্রিকার দর্শন করানোর জন্য অশেষ ধন্যবাদ। One of the very best & finest videos ❤
এই পর্বটা অনন্য সুন্দর। প্রকৃতি ও জীব বৈচিত্র্য এখানে পৃথিবীর সেরা।আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।এক অসাধারণ পর্ব উপহার দিলেন শিবাজীদা । প্রশংসার ভাষা নেই। যেমন দূর্দান্ত ফটোগ্রাফি তেমনই দূর্দান্ত উপস্থাপনা।👍👍অনবদ্য এক অভিজ্ঞতা ❤ দারুন উপভোগ করলাম আজকের এই পর্ব 😊
এই পর্বটা অসাধারণ লাগলো। মনে হচ্ছিল তোমাদের সঙ্গে আমি ওখানে উপস্থিত ছিলাম। চারিদিকের পরিবেশ, বন্যপ্রাণী দের স্বাধীন ভাবে ঘুরে বেড়ানো এবং কন্ঠস্বর এককথায় অনবদ্য। মুগ্ধ হয়ে দেখলাম এই পর্বটা।
গায়ে কাঁটা দিচ্ছে মশাই। অসাধারন লাগছে। ভালো থাকবেন আপনারা সবাই।
অসাধারণ ভয়ঙ্কর অকল্পনীয় সুন্দর। অপূর্ব প্রকৃতি চোখ জুড়িয়ে গেল ধন্যবাদ । ভালো থাকবেন সবাই।
অসাধারণ!! অনবদ্য!! অনেক অনেক ধন্যবাদ আপনাদের এতো সুন্দর এক পর্ব উপহার দেওয়ার জন্য।🙏
এই পর্বটা অনন্য সুন্দর। প্রকৃতি ও জীব বৈচিত্র্য এখানে পৃথিবীর সেরা।আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
We returned from kenya on 21st august, we covered Ambo seli ,Naivasha and Massi Mara
It's a life time experience
@@sankhaghosh726
We toured Kenya by individual arrangement
We made direct contact with tour operator named Kamaraz of Africa
We were four
The rate varies depending upon the time
In our case it was 4616 us dollar for four adult for 5days4 night all inclusive I.e. accommodation, foods and transport from Nairobi airport to airport
এই পর্বে পৃথ্বীদার টিপ্পনিগুল দারুন উপভোগ্য । আপনাদের এই ভ্রমন পর্ব গুলো দেখার পর বাঙালিদের বিদেশ ভ্রমন তালিকায় এবার আফ্রিকা যুক্ত হবে।
অসাধারণ, দুর্দান্ত।
যেমন ছবি, তেমনি ঘটনাবলি।
মাসাই মারা অনন্য অভিজ্ঞতা।
❤❤❤❤
Shivaji the boss,অনবদ্য সব ছবি আর ভিডিও 😍 গুপি আর বাঘা যেনো গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে।
It's amazing to see this Masai Marra in your eyes . Long live Shibaji Da & Prithwi Da .
শিবাজী দা, awesome work done. দিনদিন যত দেখছি, মুগ্ধতা ক্রমাগত ই বৃদ্ধি পাচ্ছে। You have made the Bengalees feel reasonably proud. Long live Bengal....!!!!
পুরো ভিডিও টা NGC, Animal Planet or Discovery তে দেখা তথ্যচিত্রগুলোর মতোই লাগছিল।
Credit, obviously goes to সুদীপ্ত দা, for his brilliant still and video capturing skill.
আমার মনে হচ্ছিল, তোমাদের সাথেই ওই ভ্যানে আছি।
আমরা সোদপুরবাসী ও এইচ.বি.টাউনের বাসিন্দারা ও গর্বিত দাদা।
তোমাদের সাথে একদিন দেখা ও আড্ডার ইচ্ছা রইলো।
শুভেচ্ছা ও ভালোবাসা তোমাকে ও পৃথ্বী দা'কে।
আরো ভালো কাজ করো। আগামীর ভিডিওর অপেক্ষায় রইলাম....❤❤❤❤
What an episode!
The narrations of both Prithwijeetbabu and Shibajibabu are complementary to each other. Must mention the signature voice of Shibajibabu.
Viewing Masaimara through your eyes was a Great Experience in itself.
Spellbound and Speechless.
Seen the whole episode many times.
THANK YOU EXPLORER SHIBAJI AND PRITHWIJEETBABU FOR SUCH AN ENTERTAINMENT.
🙏❤
Darun laglo! This definitely inspired us to visit Sarengati / Mara to watch the great migration.
Thank you so much!! Means a lot! Stay tuned!!
অনেক বাঙালি যেখানে লাইক ভিউসের জন্য বাংলা ছেড়ে হিন্দি তে কথা বলে। তারা আপনাকে দেখে শিখবে নিজের প্যাশন কে প্রকাশ করতে চাইলে পুরো দুনিয়া স্ময়ং এসে ধরা দেয়৷ তারজন্য নিজের মাতৃভাষা কে দূরে ঠেলতে লাগেনা।
আজ প্রথম মাত্র একটা ভিডিও দেখেই আপনার চ্যানেল লাইক না করে যেতে পারলামনা স্যার।
এভাবেই এগিয়ে চলুন৷
The name Gorumara is derived from the Bengali folk lore, as the legend , goes, once the villegers was returning from the local market(haat) had to spend the night at the forest. They have taken all forms of precautions by lighting fire and keeping watches, but still could not prevent the tigers from preying on bullocks and cow on their carts. Hence , the name goru= cow and Mara=to kill. Before declaring , gorumara as national park, this forest region was known for its population of I Indian Rhinoceros.
👍🙏
Hey, Just before writing similar to you, I found your comment. Yes, the name formed this way. Thanks 😊
@@PrithwijitOMonerManussh ❤
Loving this Africa series so much... full of thrill, adventure and of course Nature. Shibaji Da, your presentation and Sudipto Da's videography is just excellent.
Excellent photography of an amazing wild life experience. Overall it is a fantastic vlog. One of the lengthiest vlog from explorer Shibaji. Thank you for capturing the whole experience so nicely. It's really enriching.
অপূর্ব সুন্দর লাগলো। আপনারা" জগাই মাধাই" এর ,এই কষ্টকর পরিশ্রমের ফল এই অপূর্ব ভিডিও। আপনাদের এই কষ্টের ফল,
এই মাসাইমারার জঙ্গলের ভিডিও বাংলায় দেখে, বাঙালি হিসাবে আমার মনের এক বহুদিনের ইচ্ছা আজ পূরণ হল। আপনাদের ধন্যবাদ, শত শত সহস্য ধন্যবাদ।
ভাষা নেই কিছু বলার। প্রায় একটা movie দেখছি মনে হচ্ছে। Close to African Safari। Marvelous coverage.
খুব সুন্দর , খুব ভাল লাগল।
ওহ! অপেক্ষায় ছিলাম দাদা আজকের পর্বটার জন্য ❤, দারুণ অনবদ্য ছিল আজকের পর্বটা 😊
From Gorumara to Masaimara
This line wins my heart ❤️
আপনাদের এই ভিডিও দেখে এই জায়গা গুলোতে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে... আমার সবদিনই জঙ্গল সাফারি খুব ভালো লাগে ...ভবিষ্যৎ - এ এই জায়গা যেতে পারলে আপনাদের থেকে দরকারি তথ্য গুলো সংগ্রহ করে নেবো ♥️🙏
উফ্ কি দেখলাম! দুর্দান্ত । এই বনভোজন এর দৃশ্য চূড়ান্ত লোভনীয়।
Proud of you Shibaji and Prithi, remarkable vlog..your enthusiasm overcame the lackluster driver, the amazing feeding video of lion and lioness and a 3rd lion may be their son was once in a lifetime moment...we soak in your excitement and get the feeling of seeing all these myself..
Other than comments pls. Let know what other way we can help you keep on making these wonderful vlogs..will be glad to do that!!
Darun
Love from Bangladesh! 🇧🇩
This tour was so different.. No shoping.. Only pleasure within with Divinity, so pure.. Best Tour Experience..
দারুন বলার ভাষা নেই ,মাসাইমারার জঙ্গলে ,পড়েছিলাম ,দেখালেন ,এতো সুন্দর ভাবে বলেবলে দেখাচ্ছেন তো খুব ভালো লাগছে
দাদা,অতুলনীয়। ভুলবার না।ভাষায় প্রকাশ করার মত না।খুব থ্রীর ছিলো।মন প্রান দিয়ে উপভোগ করলাম।
I can't thank you enough for creating this video. We all must have seen such videos on NG or Discovery, but those look more like packaged products. What you presented is a truly 'live show'. Kudos to both of you. Your commentary, occasional funny comments by Prithwijit babu and close up videos by Sudipto babu are awesome. I am overwhelmed.
Simplicity at its best
Splendid.. stupendous and stunning.. thanks to both of you for bringing Kenya in our drawing room..
দূরদান্ত আমি দারুন এনজয় করছি আপনাদের সঙ্গে
বাংলাদেশের রাজশাহী থেকে দেখছি❤❤
ছোটো বেলার স্বপ্নকে আপনার video r জন্য চোখের সামনে দেখতে পেলাম ...অসাধারণ বললে কম বলা হবে.. খুব ভালো লাগলো....
এই পর্ব আজ অবধি এই চ্যানেলের সেরা, তবে এর আগেও গোটা ৪-৫ টি মাসাইমারার বাংলা ভ্লগ দেখেছি, কিন্তু এক্সপ্লোরার শিবাজি বেস্ট।
দূর্দান্ত হচ্ছে সিরিজ টা, এককথায় অনবদ্য ❤, একটুও বোরিং লাগছে না, একটুও মনে হচ্ছে না যে এখানটাই একটু skip করে যাই,❤❤
same to me
*Gorumara To Masaimara* 🔥
*Explorer Shibaji* 🚀
Incredible presentation and both of you are well said about our wants. Waiting for the next update 👌 be blessed all of you.
ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার সাক্ষী করানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই 🎉🎉❤
Awesome ....Daruuun laglo Shibaji da..Apnader jonno amra ei sob darun experience korte parchi..
❤❤must say prithis gumption is just outstanding ...what an explanation of journey from GORUMARA TO MASAIMARA.....just exquisite..
Lovely video as usual
Superb
We fell proud to be a bangali seeing your videos also.Please keep up this good effort 🎉🎉
বই পড়লে জ্ঞান বাড়ে,
ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
যখন খাওয়া দাওয়া করছিলেন ভয়ে বুক কাঁপছিল। এ যেন চাঁদের পাহাড় যাত্রায় শংকরের অভিজ্ঞতা। ভয়ঙ্কর সুন্দর।
অসাধারণ এক দুর্দান্ত এপিসোড। প্রতিপদে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাক্লাম। আমরাও যেন আপনাদের সঙ্গে সঙ্গেই মাসাইমারা-তে পৌঁছে গিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ জানবেন।
Awesome episode 👏. This vehicle you used looks really unsafe, so near to the wild animals 😜. Will be waiting for the next one for sure..
You both are igniting my passion to reach out to East Africa. Cannot express the joy of being there with you ❤
মন ভালো করার একমাত্র ঠিকানা ❤️ Shibaji da ও Prithwi da (ever green 2জন মানুষ, তাই "দাদা"ই বললাম) Jug jug jio ✨🙏
আমিও মাসাইমারা গিয়েছিলাম 10 বছর আগে। আপনার মত বিস্তারিত ভিডিও না করলেও সেটার একটা ছোট ইউটিউব ভিডিও আছে।
আপনাদের বিস্তারিত ভিডিও আমার খুব ভালো লাগে । আরো সাফল্য কামনা করছি
Durdanta experience, amar khub valo laglo. Apnader anak dhanyabad. Aro dekta chai.
দারুণ রোমাঞ্চকর ❤❤❤
আমি একজন ভূগোল বিষয়ের স্টুডেন্ট
বই তে পড়া জায়গাগুলো আপনাদের মাধ্যমে চোখের সামনে দেখতে পেলাম
অসংখ্য ধন্যবাদ আপনাকে
Darun upobhog korlam, thanks to all of you. Sudipta babur photography darun.
অপূর্ব মাসাইমারা। জীবনের একটা সাধ পৃর্ণ হল। ধন্যবাদ আপনাদের।👍👍❤❤
Very well covered… East Africa অত সুন্দর করে দেখিয়েছেন যে মনভরে গেছে . আপনাদের সবাইকে আর specially রামবাবু অনেক ধন্যবাদ,
Africa নিয়ে অনেক জিনিস জানলাম , will help to plan trips
আপনি যখন বলছেন দুর্দান্ত লাগল তখন আমাদের ও কিন্তু তাই লাগছে, দারুন,
অসাধারণ, অসাধারণ উপহার পেলাম তোমাদের কাছ থেকে । জীবনের শেষ সন্ধিক্ষণে তোমাদের এই ছবি মনের মনিকোঠায় ধরে রাখলাম । ভালো থেকো , সুস্থ থেকো । আশীর্বাদ করি ঈশ্বর তোমাদের মনের সকল ইচ্ছে পুর্ণ করুন ।
এই পর্বে জানা গেলো পৃত্থিজিৎ দা একজন শান্তিপ্রিয় প্রাণি মানে মানুষ। শুভকামনা। অপূর্ব সুন্দর।
অসাধারণ অপূর্ব অনবদ্য দারুণ দারুণ দারুণ খুব সুন্দর তোমাদের চোখ দিয়ে দেখলাম।
অপূর্ব লাগলো মাসাইমারা দেখে। এত সুন্দর ছবি তার সাথেই এত তথ্য পূর্ণ উপস্থাপন, এক কথায় অনবদ্য।
Stti khub bhalo laglo. Ekbar jno jate pari❤
Enjoyed very much your Masaimara national reserve tour, interesting & thrilling
এই সিরিজ Modern Day চাঁদের পাহাড় । অদ্ভুত সুন্দর ❤️
Alipore zoo তে এরম পিকনিক দেখেছি, তবে masaimara তে এরম পিকনিক বাঙালি বলেই সম্ভব। বাঙালি রা সব জায়গা কে আপন করে নেয়। আর আপনাদের leg pulling টা আমার দারুন লাগে। অসাধারণ ভিডিও ।
এই পর্ব টা অসম্ভব সুন্দর হয়েছে অনেক কিছু দেখেছি উপভোগ করেছি
এত সুন্দর একটা অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ 🙏
Asadharan experience.khub bhalo laglo.
দারুন মাসাইমারা জংগল সাফারি, একেবারে মন ভালো করা ভিডিও।খুব ভালো লাগলো।
যেনো discovery channel খুলে দেখছি। অসম্ভব ভালো লাগলো। অসাধারণ।
অসাধারণ উপহার দিলেন যা কেবলমাত্র আপনি আমাদের দিতে পারেন মন ছুঁয়ে গেল এর বেশি কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না
আমি বাংলাদেশী মরিচাস( Mauritius ) আইল্যান্ড থেকে এতদিন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে দেখে এসেছি আজ আপনার চ্যানেল থেকে দেখলাম খুব ভালো লাগলো উপভোগ করলাম আপনার বানানো ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য
দুর্দান্ত লাগলো।ঘুরে বেরাছেন আপনারা ,আর তার স্বাদ গ্রহণ করছি আমরা।আপনাদের অনেক ধন্যবাদ।ভালো থাকবেন ।
Mon valo rakhbar jonno ami dekhe thaki... wood work ...
Darun experience... Ghare bosei masaimara ghure alam mone hche. Thanks for such video.
অসাধারণ লাগল। এতো ভালো উপস্থাপনা, ভাবা যায় না।
অপূর্ব অসাধারণ একটা ভিডিও দেখলাম। আপনাদের সঙ্গে সঙ্গে আমার ও চক্ষু সার্থক হল। মনে হচ্ছিল ভিডিও টি শেষ না হলেই ভাল হতো।
অসাধারণ সুন্দর দৃশ্য দেখতাম।
মন প্রাণ ভরে গেল।
প্রতিটি ভিডিও খুব খুব সুন্দর লাগছে।
আপনাদের জন্য বাড়তি বশে এতো সুন্দর দৃশ্য দেখতে পারছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা।
খুব ভালো থাকবেন।
দোয়া ও শুভকামনা রইলো নিরন্তর।
Bohudin mon ae rakhbo ei bhromon obhiggyota. Onek dhonnobad shibaji
জীবনে আফ্রিকায় যাওয়ার সৌভাগ্য তো কখনো হবে না তাই আপনাদের চোখ দিয়ে আমার ও দেখে মাসাইরারা উপভোগ করছি। দারুন লাগছে। অনেক ধন্যবাদ জানাই।
Awesome video representation experience নমস্কার
Bonno jontu der theke apnader garitake besi voy lagchilo, seta bad dile puro video ta asadharon laglo
Excellent.. Just speechless.. Best you tuber apnara.. masai mara dekhar aneekdiner eeche chilo. Apni seta purno korlen.. Aro video r ashay roilam❤❤